✳️✳️সুফিবাদ প্রকাশনালয় এখন অনলাইনে☑️😍ruclips.net/user/QalanderBabaJahangirBD কালান্দার বাবা জাহাঙ্গীর বা-ঈমান আল সুরেশ্বরী লিখিত বই বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরাই দিচ্ছি একদম পাইকারী মূল্যে। বাবা জাহাঙ্গীরের লিখিত বই এর নাম ও তার মূল্য নিচে দেওয়া হলোঃ ১।মারেফতের গোপন কথা (১০০ টাকা) ২।মারেফতের গোপন আলাপ (৬০ টাকা) ৩।মারেফতের বানী (১০০ টাকা) ৪।সুফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পথ-১ম খন্ড (১০০ টাকা) ৫।সুফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পথ-২য় খন্ড (৬০ টাকা) ৬।সুফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পথ-৩য় খন্ড (১০০ টাকা) ৭।ইতিহাস নয় সুফিবাদের রহস্য (১০০টাকা) ৮।নিহ্নবে চিত্তদাহ সুফিবাদ সার্বজনীন (১০০ টাকা) ৯।শরিয়তি শয়তান মারেফতি শয়তান (১০০ টাকা) ১০।কোরানের দৃষ্টিতে নামাজ ৮২ বার (১০ টাকা) ১১।গান বাজনার দলিল (৬০টাকা) ১২।ফকিরির আসল কথা (৬০টাকা) ১৩।ফকিরির গোপন কথা (৬০টাকা) ১৪।শরিয়তি সেজদা মারেফতি সেজদা (৬০ টাকা) ১৫।কোরানুল মাজিদ ১৫ পারা (হুবহু অনুবাদ ও কিছু ব্যাখ্যা) (৪০০ টাকা) ১৬।মারেফতের গোপন দর্শন অনেকের অজানা (১০০ টাকা) ১৭।মারেফতের গোপন ভেদ-রহস্য(১০০ টাকা) ১৮।মারেফতের গোপন আলোচনা(৬০ টাকা) ১৯।রোজা ইফতার হজ্জ জাকাত ও কোরবানী (১০টাকা) ২০.মারেফতের গোপনেরও গোপন কথা (২০০টাকা) ২১.সুফিবাদের গোপনেরও গোপন কথা [উক্ত তালিকার ১২,১৩,১৬,১৭ও ১৮ নং এই পাঁচটি বই একসাথে](৪০০টাকা) ২২.ফকিরির গোপনেরও গোপন কথা [সুফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পথ ১,২,৩ ও ৪ খন্ড একসাথে] (৩০০টাকা) ২৩.মগ্ন তখন মোরাকাবায় -সৈয়দ তারিক(৬০টাকা) ২৪.উদয়ের পথে -মেহেদী মাসুদ (৬০টাকা) ২৫.মসনবী শরীফ (১ম খন্ড)-অনুবাদঃ ডা.ময়েজউদ্দিন রশিদ (১৫০টাকা) ২৬.মসনবী শরীফ (২য় খন্ড)-অনুবাদঃ ডা.ময়েজউদ্দিন রশিদ (১০০টাকা) ২৭.দেওয়ানে বু আলী শাহ কলন্দর (১ম খন্ড)-অনুবাদঃ ডা.ময়েজউদ্দিন রশিদ (১০০টাকা) ২৮.দেওয়ানে বু আলী শাহ কলন্দর (২য় খন্ড)-অনুবাদঃ ডা.ময়েজউদ্দিন রশিদ (৬০টাকা) ২৯.দেওয়ানে বু আলী শাহ কলন্দর (৩য় খন্ড)-অনুবাদঃ ডা.ময়েজউদ্দিন রশিদ (৬০টাকা) এ সকল বই গুলো পেতে কল করূন এই নাম্বারেঃ ০১৭১৭৬৩৬৩৫৩, ০১৯১১৫৯৭৭৮০ #বি_দ্র: বই পড়ে যদি ভালো না লাগে উক্ত নাম্বারে কল দিয়ে আপনার টাকা বুঝে নিন। ঠিকানা- সুফিবাদ প্রকাশনালয় ১০৮ নিউ এলিফ্যান্ট রোড( ২য় তলা); ঢাকা১২০৫ মোঃ ০১৭১৭৬৩৬৩৫৩, ০১৯১১৫৯৭৭৮০ website: dr-babajahangir.com
উম্মতে মহাম্মদির জন্য একমাত্র আল্লাহ কে সিজদা করার আদেশ আছে, আর আদম আঃ থেকে ঈসা আঃ পযন্ত সম্মানীতদের সালাম ও সিজদা জায়েজ ছিল। জানেন বুঝেন তারপর আমল করেন। আল্লাহ আপনাদের হেদায়েত দান করুক।আমিন
গাধা আগে কুরআন ঠিক করে পড়ো। তোমার ভন্ডামী ফাস করার জন্য আমি আব্দুল্লাহ একাই যথেষ্ট। মানুষকে সন্মানের সেজদাহ দেওয়া মুহাম্মদ (সাঃ) এর শরিয়তে হারাম। কিন্তু সন্মানের সেজদাহ জায়েজ ছিল ইয়াকুব (আঃ) এর শরিয়তে। তাই ইয়াকুব আঃ ও তার পরিবার ইউসুফ (আঃ)কে সেজদাহ দিয়েছিল। এই হাদীস কি জীবণেও পড়েননি? ✅মুআয বিন যাবাল (রাঃ) শাম থেকে ফিরে এসে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কে সিজদা করলেন। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেন একি মুআয! মুআয (রাঃ) বললেন: আমি শামে গিয়ে দেখলাম, সে দেশের লোকজন তাদের যাজক ও পাদ্রীদেরকে সিজদা করে। তাই আমি মনে মনে চাইলাম যে, আমরাও আপনাকে সিজদা করব। তা শুনে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেন: খবরদার! তা করো না। কারণ আমি যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করতে আদেশ করতাম তাহলে মহিলাদেরকে বলতাম, তোমরা তোমাদের স্বামীদেরকে সিজদা কর। (ইবনু মাযাহ হা: ১৮৫৩, ইবনু হিববান হা: ৪১৭১, সিলসিলাহ সহীহাহ হা: ১২০৩) ❌❌❌অতএব কোন বস্তু বা ব্যক্তিকে সিজদা করা সম্পূর্ণ শির্ক। সিজদা করতে হবে একমাত্র আল্লাহ তা‘আলাকে। ❌❌❌ ✅আল্লাহ তা‘আলা বলেন: (وَّاَنَّ الْمَسٰجِدَ لِلہِ فَلَا تَدْعُوْا مَعَ اللہِ اَحَدًا) “এবং নিশ্চয়ই সিজদার স্থানসমূহ (সমস্ত ইবাদত) একমাত্র আল্লাহর জন্য। সুতরাং আল্লাহর সাথে তোমরা অন্য কাউকেও ডেকো না।” (সূরা জিন ৭২:১৮) ◾◾◾◾◾◾◾ ২য় প্রশ্নের জবাবঃ মুহাম্মদ (সাঃ) আমাদের মতো মানুষ । মহান আল্লাহ বলেন, قُلۡ اِنَّمَاۤ اَنَا بَشَرٌ مِّثۡلُکُمۡ یُوۡحٰۤی اِلَیَّ اَنَّمَاۤ اِلٰـہُکُمۡ اِلٰہٌ وَّاحِدٌ বল, ‘আমি তোমাদের মতই একজন মানুষ। আমার নিকট ওহী প্রেরণ করা হয় যে, তোমাদের ইলাহই এক ইলাহ। (সূরা কাহাফ ১১০) আর কোনো প্রমাণ লাগবে?একটা আয়তই ক্লিয়ার 😎 ◾◾◾◾◾◾ ৩য় ভন্ডামীর জবাব: মুহাম্মদ (সাঃ) মারা গেছেন, আল্লাহ নিজেই কুরআনে বলেন মুহাম্মদ (সাঃ) মরণশীল।আর বলদা বলে কুরআন নাকি কোথাও নাই। মহান আল্লাহ মুহাম্মদ (সাঃ) কে বলেন, اِنَّکَ مَیِّتٌ وَّ اِنَّہُمۡ مَّیِّتُوۡنَ নিশ্চয় তুমি মরণশীল এবং তারাও মরণশীল।(যুমার ৩০) মানুষকে আর মুশরিক বানাস না। আল্লাহকে ভয় কর।
গাধা আগে কুরআন ঠিক করে পড়ো। তোমার ভন্ডামী ফাস করার জন্য আমি আব্দুল্লাহ একাই যথেষ্ট। মানুষকে সন্মানের সেজদাহ দেওয়া মুহাম্মদ (সাঃ) এর শরিয়তে হারাম। কিন্তু সন্মানের সেজদাহ জায়েজ ছিল ইয়াকুব (আঃ) এর শরিয়তে। তাই ইয়াকুব আঃ ও তার পরিবার ইউসুফ (আঃ)কে সেজদাহ দিয়েছিল। এই হাদীস কি জীবণেও পড়েননি? ✅মুআয বিন যাবাল (রাঃ) শাম থেকে ফিরে এসে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কে সিজদা করলেন। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেন একি মুআয! মুআয (রাঃ) বললেন: আমি শামে গিয়ে দেখলাম, সে দেশের লোকজন তাদের যাজক ও পাদ্রীদেরকে সিজদা করে। তাই আমি মনে মনে চাইলাম যে, আমরাও আপনাকে সিজদা করব। তা শুনে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেন: খবরদার! তা করো না। কারণ আমি যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করতে আদেশ করতাম তাহলে মহিলাদেরকে বলতাম, তোমরা তোমাদের স্বামীদেরকে সিজদা কর। (ইবনু মাযাহ হা: ১৮৫৩, ইবনু হিববান হা: ৪১৭১, সিলসিলাহ সহীহাহ হা: ১২০৩) ❌❌❌অতএব কোন বস্তু বা ব্যক্তিকে সিজদা করা সম্পূর্ণ শির্ক। সিজদা করতে হবে একমাত্র আল্লাহ তা‘আলাকে। ❌❌❌ ✅আল্লাহ তা‘আলা বলেন: (وَّاَنَّ الْمَسٰجِدَ لِلہِ فَلَا تَدْعُوْا مَعَ اللہِ اَحَدًا) “এবং নিশ্চয়ই সিজদার স্থানসমূহ (সমস্ত ইবাদত) একমাত্র আল্লাহর জন্য। সুতরাং আল্লাহর সাথে তোমরা অন্য কাউকেও ডেকো না।” (সূরা জিন ৭২:১৮) ◾◾◾◾◾◾◾ ২য় প্রশ্নের জবাবঃ মুহাম্মদ (সাঃ) আমাদের মতো মানুষ । মহান আল্লাহ বলেন, قُلۡ اِنَّمَاۤ اَنَا بَشَرٌ مِّثۡلُکُمۡ یُوۡحٰۤی اِلَیَّ اَنَّمَاۤ اِلٰـہُکُمۡ اِلٰہٌ وَّاحِدٌ বল, ‘আমি তোমাদের মতই একজন মানুষ। আমার নিকট ওহী প্রেরণ করা হয় যে, তোমাদের ইলাহই এক ইলাহ। (সূরা কাহাফ ১১০) আর কোনো প্রমাণ লাগবে?একটা আয়তই ক্লিয়ার 😎 ◾◾◾◾◾◾ ৩য় ভন্ডামীর জবাব: মুহাম্মদ (সাঃ) মারা গেছেন, আল্লাহ নিজেই কুরআনে বলেন মুহাম্মদ (সাঃ) মরণশীল।আর বলদা বলে কুরআন নাকি কোথাও নাই। মহান আল্লাহ মুহাম্মদ (সাঃ) কে বলেন, اِنَّکَ مَیِّتٌ وَّ اِنَّہُمۡ مَّیِّتُوۡنَ নিশ্চয় তুমি মরণশীল এবং তারাও মরণশীল।(যুমার ৩০) মানুষকে আর মুশরিক বানাস না। আল্লাহকে ভয় কর।
Tomar baba ar tumi jannate jaw ! Amar nobi jei jannate jaibe sei jannat tomader jonno na !!!! Tumi akta pa chata golam amra allhu Golam !!! mone rakhba pa chata golamder santi ai duniya
বাবার জান! নিজের জন্ম দাতারকে জীবনে কয়বার বাবাজান বলছো? হাশরের মাঠে বাবাজান ই ইয়া নফসী ছাড়া গতি নাই।বাবা জানের পায়ে ঠাই! শয়তান এর কত বড় থাবা! আসতাগফিরুল্লাহ!
অল্প বিদ্যা ভয়ংকর وَ رَفَعَ اَبَوَیۡہِ عَلَی الۡعَرۡشِ وَ خَرُّوۡا لَہٗ سُجَّدًا ۚ وَ قَالَ یٰۤاَبَتِ ہٰذَا تَاۡوِیۡلُ رُءۡیَایَ مِنۡ قَبۡلُ ۫ قَدۡ جَعَلَہَا رَبِّیۡ حَقًّا ؕ وَ قَدۡ اَحۡسَنَ بِیۡۤ اِذۡ اَخۡرَجَنِیۡ مِنَ السِّجۡنِ وَ جَآءَ بِکُمۡ مِّنَ الۡبَدۡوِ مِنۡۢ بَعۡدِ اَنۡ نَّزَغَ الشَّیۡطٰنُ بَیۡنِیۡ وَ بَیۡنَ اِخۡوَتِیۡ ؕ اِنَّ رَبِّیۡ لَطِیۡفٌ لِّمَا یَشَآءُ ؕ اِنَّہٗ ہُوَ الۡعَلِیۡمُ الۡحَکِیۡمُ ﴿۱۰۰﴾ আর ইউসুফ তার পিতা-মাতাকে সিংহাসনে বসাল[১] এবং তারা সবাই তার সামনে সিজদায় লুটিয়ে পড়ল।[২] সে বলল, ‘হে আমার পিতা! এটাই আমার পূর্বেকার স্বপ্নের ব্যাখ্যা;[৩] আমার প্রতিপালক তা বাস্তবে পরিণত করেছেন। আর তিনি আমাকে কারাগার হতে মুক্ত করে[৪] এবং শয়তানের আমার ও আমার ভাইদের মাঝে সম্পর্ক নষ্ট করার পরও[৫] আপনাদেরকে মরু অঞ্চল হতে এখানে এনে দিয়ে[৬] আমার প্রতি অনুগ্রহ করেছেন। আমার প্রতিপালক যা ইচ্ছা তা নিপুণতার সাথে করে থাকেন, তিনি তো সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। [১] কতিপয় ব্যাখ্যাকরীদের মত যে, ইউসুফ (আঃ)-এর মাতা বলতে বিমাতা এবং আপন খালা ছিলেন। কেননা তাঁর আপন মাতা বিনয়্যামীনের জন্মের পর মারা গিয়েছিলেন। ইয়াকূব (আঃ) তাঁর মৃত্যুর পর তাঁর বোনকে বিবাহ করেছিলেন। উক্ত খালাই ইয়াকূব (আঃ)-এর সাথে মিসর গিয়েছিলেন। (ফাতহুল কাদীর) কিন্তু ইমাম ইবনে জারীর ত্বাবারী এর বিপরীত বলেছেন যে, ইউসুফ (আঃ)-এর নিজস্ব মাতা মারা যাননি, তিনিই ইয়াকূব (আঃ)-এর সঙ্গে ছিলেন। [২] কেউ কেউ এর তরজমা করেছেন যে, তারা সবাই আদব ও সম্মান করতঃ তার সামনে অবনত হল। কিন্তু ﴿وَخَرُّوْا لَهُ سُجَّدًا﴾ এর শব্দগুলো প্রমাণ করছে যে, তারা ইউসুফ (আঃ)-এর সামনে মাটিতে সিজদাবনত হয়েছিলেন। অর্থাৎ সিজদার অর্থ এখানে সিজদাই। তবে এই সিজদা সম্মানের সিজদা, ইবাদতের সিজদা নয়। আর সম্মানের (তা'যীমী) সিজদা ইয়াকূব (আঃ)-এর শরীয়তে জায়েয ছিল। ইসলামে শিরকের দরজা বন্ধ করার জন্য সম্মানসূচক সিজদাকেও হারাম ঘোষণা করা হয়েছে, সুতরাং এখন সম্মানসূচক সিজদাও কারো জন্য বৈধ নয়। ("মুআয যখন শাম (দেশ) থেকে ফিরে এলেন তখন নবী (সাঃ)-কে সিজদা করলেন। আল্লাহর রসূল (সাঃ) বললেন, "একি মুআয?" মুআয বললেন, 'আমি শাম গিয়ে দেখলাম, সে দেশের লোকেরা তাদের যাজক ও পাদ্রীগণকে সিজদা করছে। তাই আমি মনে মনে চাইলাম যে, আমরাও আপনার জন্য সিজদা করব।' তা শুনে তিনি বললেন "খবরদার! তা করো না। কারণ, আমি যদি আল্লাহ ছাড়া অন্য কারো জন্য সিজদা করতে কাউকে আদেশ করতাম, তাহলে মহিলাকে আদেশ করতাম, সে যেন তার স্বামীকে সিজদা করে।) (ইবনে মাজাহ ১৮৫৩ নং, আহমাদ ৪/৩৮১, ইবনে হিব্বান ৪১৭১ নং, হাকেম ৪/১৭২, বায্যার ১৪৬১নং, সিলসিলাহ সহীহাহ ১২০৩নং) [৩] অর্থাৎ ইউসুফ (আঃ) যে স্বপ্ন দেখেছিলেন, এসব পরীক্ষার সম্মুখীন হওয়ার পর শেষ পর্যন্ত তার এই তা'বীর (ব্যাখ্যা) সামনে এল যে, মহান আল্লাহ তাঁকে রাজ সিংহাসনে বসালেন এবং পিতা-মাতা সহ সকল ভায়েরা তাঁকে সিজদা করলেন। [৪] আল্লাহর অনুগ্রহসমূহের মধ্যে কূপ থেকে বের করার কথা উল্লেখ করলেন না, যেন তাতে তাঁর ভায়েরা লজ্জিত না হন, এ হল নববী চরিত্র। [৫] এটাও উদার চরিত্রের একটি নমুনা যে, ভাইদেরকে একটুও দোষারোপ না করে শয়তানকে উক্ত কীর্তিকলাপের কারণ বানালেন। [৬] মিসরের মত সভ্য এলাকার তুলনায় কানআন একটি মরুভূমির মত এলাকা, তাই তিনি بَدْو (মরু অঞ্চল) শব্দ ব্যবহার করলেন।
وَ رَفَعَ اَبَوَیۡہِ عَلَی الۡعَرۡشِ وَ خَرُّوۡا لَہٗ سُجَّدًا ۚ وَ قَالَ یٰۤاَبَتِ ہٰذَا تَاۡوِیۡلُ رُءۡیَایَ مِنۡ قَبۡلُ ۫ قَدۡ جَعَلَہَا رَبِّیۡ حَقًّا ؕ وَ قَدۡ اَحۡسَنَ بِیۡۤ اِذۡ اَخۡرَجَنِیۡ مِنَ السِّجۡنِ وَ جَآءَ بِکُمۡ مِّنَ الۡبَدۡوِ مِنۡۢ بَعۡدِ اَنۡ نَّزَغَ الشَّیۡطٰنُ بَیۡنِیۡ وَ بَیۡنَ اِخۡوَتِیۡ ؕ اِنَّ رَبِّیۡ لَطِیۡفٌ لِّمَا یَشَآءُ ؕ اِنَّہٗ ہُوَ الۡعَلِیۡمُ الۡحَکِیۡمُ ﴿۱۰۰﴾ আর ইউসুফ তার পিতা-মাতাকে সিংহাসনে বসাল[১] এবং তারা সবাই তার সামনে সিজদায় লুটিয়ে পড়ল।[২] সে বলল, ‘হে আমার পিতা! এটাই আমার পূর্বেকার স্বপ্নের ব্যাখ্যা;[৩] আমার প্রতিপালক তা বাস্তবে পরিণত করেছেন। আর তিনি আমাকে কারাগার হতে মুক্ত করে[৪] এবং শয়তানের আমার ও আমার ভাইদের মাঝে সম্পর্ক নষ্ট করার পরও[৫] আপনাদেরকে মরু অঞ্চল হতে এখানে এনে দিয়ে[৬] আমার প্রতি অনুগ্রহ করেছেন। আমার প্রতিপালক যা ইচ্ছা তা নিপুণতার সাথে করে থাকেন, তিনি তো সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। [১] কতিপয় ব্যাখ্যাকরীদের মত যে, ইউসুফ (আঃ)-এর মাতা বলতে বিমাতা এবং আপন খালা ছিলেন। কেননা তাঁর আপন মাতা বিনয়্যামীনের জন্মের পর মারা গিয়েছিলেন। ইয়াকূব (আঃ) তাঁর মৃত্যুর পর তাঁর বোনকে বিবাহ করেছিলেন। উক্ত খালাই ইয়াকূব (আঃ)-এর সাথে মিসর গিয়েছিলেন। (ফাতহুল কাদীর) কিন্তু ইমাম ইবনে জারীর ত্বাবারী এর বিপরীত বলেছেন যে, ইউসুফ (আঃ)-এর নিজস্ব মাতা মারা যাননি, তিনিই ইয়াকূব (আঃ)-এর সঙ্গে ছিলেন। [২] কেউ কেউ এর তরজমা করেছেন যে, তারা সবাই আদব ও সম্মান করতঃ তার সামনে অবনত হল। কিন্তু ﴿وَخَرُّوْا لَهُ سُجَّدًا﴾ এর শব্দগুলো প্রমাণ করছে যে, তারা ইউসুফ (আঃ)-এর সামনে মাটিতে সিজদাবনত হয়েছিলেন। অর্থাৎ সিজদার অর্থ এখানে সিজদাই। তবে এই সিজদা সম্মানের সিজদা, ইবাদতের সিজদা নয়। আর সম্মানের (তা'যীমী) সিজদা ইয়াকূব (আঃ)-এর শরীয়তে জায়েয ছিল। ইসলামে শিরকের দরজা বন্ধ করার জন্য সম্মানসূচক সিজদাকেও হারাম ঘোষণা করা হয়েছে, সুতরাং এখন সম্মানসূচক সিজদাও কারো জন্য বৈধ নয়। ("মুআয যখন শাম (দেশ) থেকে ফিরে এলেন তখন নবী (সাঃ)-কে সিজদা করলেন। আল্লাহর রসূল (সাঃ) বললেন, "একি মুআয?" মুআয বললেন, 'আমি শাম গিয়ে দেখলাম, সে দেশের লোকেরা তাদের যাজক ও পাদ্রীগণকে সিজদা করছে। তাই আমি মনে মনে চাইলাম যে, আমরাও আপনার জন্য সিজদা করব।' তা শুনে তিনি বললেন "খবরদার! তা করো না। কারণ, আমি যদি আল্লাহ ছাড়া অন্য কারো জন্য সিজদা করতে কাউকে আদেশ করতাম, তাহলে মহিলাকে আদেশ করতাম, সে যেন তার স্বামীকে সিজদা করে।) (ইবনে মাজাহ ১৮৫৩ নং, আহমাদ ৪/৩৮১, ইবনে হিব্বান ৪১৭১ নং, হাকেম ৪/১৭২, বায্যার ১৪৬১নং, সিলসিলাহ সহীহাহ ১২০৩নং) [৩] অর্থাৎ ইউসুফ (আঃ) যে স্বপ্ন দেখেছিলেন, এসব পরীক্ষার সম্মুখীন হওয়ার পর শেষ পর্যন্ত তার এই তা'বীর (ব্যাখ্যা) সামনে এল যে, মহান আল্লাহ তাঁকে রাজ সিংহাসনে বসালেন এবং পিতা-মাতা সহ সকল ভায়েরা তাঁকে সিজদা করলেন। [৪] আল্লাহর অনুগ্রহসমূহের মধ্যে কূপ থেকে বের করার কথা উল্লেখ করলেন না, যেন তাতে তাঁর ভায়েরা লজ্জিত না হন, এ হল নববী চরিত্র। [৫] এটাও উদার চরিত্রের একটি নমুনা যে, ভাইদেরকে একটুও দোষারোপ না করে শয়তানকে উক্ত কীর্তিকলাপের কারণ বানালেন। [৬] মিসরের মত সভ্য এলাকার তুলনায় কানআন একটি মরুভূমির মত এলাকা, তাই তিনি بَدْو (মরু অঞ্চল) শব্দ ব্যবহার করলেন।
@@md.shaikhulislam8754 এ রকম রেফারেন্স সহ নবীজী সাল্লাল্লাহু আলাইহিস ওয়াসাল্লামকে সিজদা দিয়েছে এরকম হাদিস অনেক দেওয়া যাবে কিন্তু পড়ে বলবেন আমাদের বানানো হাদিস।
ভন্ডামীর জবাবঃ গাধা আগে কুরআন ঠিক করে পড়ো। তোমার ভন্ডামী ফাস করার জন্য আমি আব্দুল্লাহ একাই যথেষ্ট। মানুষকে সন্মানের সেজদাহ দেওয়া মুহাম্মদ (সাঃ) এর শরিয়তে হারাম। কিন্তু সন্মানের সেজদাহ জায়েজ ছিল ইয়াকুব (আঃ) এর শরিয়তে। তাই ইয়াকুব আঃ ও তার পরিবার ইউসুফ (আঃ)কে সেজদাহ দিয়েছিল। এই হাদীস কি জীবণেও পড়েননি? ✅মুআয বিন যাবাল (রাঃ) শাম থেকে ফিরে এসে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কে সিজদা করলেন। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেন একি মুআয! মুআয (রাঃ) বললেন: আমি শামে গিয়ে দেখলাম, সে দেশের লোকজন তাদের যাজক ও পাদ্রীদেরকে সিজদা করে। তাই আমি মনে মনে চাইলাম যে, আমরাও আপনাকে সিজদা করব। তা শুনে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেন: খবরদার! তা করো না। কারণ আমি যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করতে আদেশ করতাম তাহলে মহিলাদেরকে বলতাম, তোমরা তোমাদের স্বামীদেরকে সিজদা কর। (ইবনু মাযাহ হা: ১৮৫৩, ইবনু হিববান হা: ৪১৭১, সিলসিলাহ সহীহাহ হা: ১২০৩) ❌❌❌অতএব কোন বস্তু বা ব্যক্তিকে সিজদা করা সম্পূর্ণ শির্ক। সিজদা করতে হবে একমাত্র আল্লাহ তা‘আলাকে। ❌❌❌ ✅আল্লাহ তা‘আলা বলেন: (وَّاَنَّ الْمَسٰجِدَ لِلہِ فَلَا تَدْعُوْا مَعَ اللہِ اَحَدًا) “এবং নিশ্চয়ই সিজদার স্থানসমূহ (সমস্ত ইবাদত) একমাত্র আল্লাহর জন্য। সুতরাং আল্লাহর সাথে তোমরা অন্য কাউকেও ডেকো না।” (সূরা জিন ৭২:১৮) ◾◾◾◾◾◾◾ ২য় প্রশ্নের জবাবঃ মুহাম্মদ (সাঃ) আমাদের মতো মানুষ । মহান আল্লাহ বলেন, قُلۡ اِنَّمَاۤ اَنَا بَشَرٌ مِّثۡلُکُمۡ یُوۡحٰۤی اِلَیَّ اَنَّمَاۤ اِلٰـہُکُمۡ اِلٰہٌ وَّاحِدٌ বল, ‘আমি তোমাদের মতই একজন মানুষ। আমার নিকট ওহী প্রেরণ করা হয় যে, তোমাদের ইলাহই এক ইলাহ। (সূরা কাহাফ ১১০) আর কোনো প্রমাণ লাগবে?একটা আয়তই ক্লিয়ার 😎 ◾◾◾◾◾◾ ৩য় ভন্ডামীর জবাব: মুহাম্মদ (সাঃ) মারা গেছেন, আল্লাহ নিজেই কুরআনে বলেন মুহাম্মদ (সাঃ) মরণশীল।আর বলদা বলে কুরআন নাকি কোথাও নাই। মহান আল্লাহ মুহাম্মদ (সাঃ) কে বলেন, اِنَّکَ مَیِّتٌ وَّ اِنَّہُمۡ مَّیِّتُوۡنَ নিশ্চয় তুমি মরণশীল এবং তারাও মরণশীল।(যুমার ৩০) মানুষকে আর মুশরিক বানাস না। আল্লাহকে ভয় কর।
আবদুল্লাহ্ ইবনু আবূ আওফা রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন, لَمَّا قَدِمَ مُعَاذٌ مِنَ الشَّامِ سَجَدَ لِلنَّبِيِّ ﷺ ، قَالَ: مَا هَذَا يَا مُعَاذُ ؟ قَالَ : أَتَيْتُ الشَّامَ فَوَافَقْتُهُمْ يَسْجُدُونَ لِأَسَاقِفَتِهِمْ وَبَطَارِقَتِهِمْ ، فَوَدِدْتُ فِي نَفْسِي أَنْ نَفْعَلَ ذَلِكَ بِكَ ، فَقَالَ رَسُولُ اللَّهِ ﷺ : فَلَا تَفْعَلُوا ، فَإِنِّي لَوْ كُنْتُ آمِرًا أَحَدًا أَنْ يَسْجُدَ لِغَيْرِ اللَّهِ ، لَأَمَرْتُ الْمَرْأَةَ أَنْ تَسْجُدَ لِزَوْجِهَا মুআয রাযি. সিরিয়া থেকে ফিরে এসে নবী ﷺ -কে সিজদা করেন। নবী ﷺ বলেনঃ হে মু‘আয! এ কী? তিনি উত্তর দিলেন, আমি সিরিয়ায় গিয়ে দেখতে পাই যে, তথাকার লোকেরা তাদের ধর্মীয় নেতা ও শাসকদেরকে সিজদা করে। তাই আমি মনে মনে আশা পোষণ করলাম যে, আমি আপনার সামনে তাই করবো। তখন রসূলুল্লাহ ﷺ বললেন, তোমরা তা করো না। কেননা আমি যদি কোন ব্যক্তিকে আল্লাহ্ ছাড়া অপর কাউকে সিজদা করার নির্দেশ দিতাম, তাহলে স্ত্রীকে নির্দেশ দিতাম তার স্বামীকে সিজদা করতে। (ইবনু মাজাহ ১৮৫৩ বাইহাকি ১৪৭১১)
এই মূর্খ আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম কি করছেন বা না করছেন সেটা ইতিহাস আমরা কি করব বা না করব তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সালাম বলে গেছেন
প্রত্যেক নবীর শরীয়ত আলাদা। আমাদের শরীয়তে আল্লাহর ছাড়া অন্য কাউকে সিজদা দেয়া নিষেধ,শিরক ।(তোমরা আল্লাহ ছাড়া অন্য কারো সিজদা করোনা যদি তার ইবাদাত করতে চাও , কুরআন)
তার মানে আপনি আমার নবী কে অনুসরণ করেন না আপনী কি অনান্য নবীদের অনুসরণ করেন এই পৃথিবীর শ্রেস্ট নবী হযরত মুহাম্মাদ (সা:) কে কয় জন এ সিজদা দিছে আল্লাহ তায়ালা সব মাফ করছেন কিন্তু শিরিক মাফ করবে না তাহলে আমাদের নবীজি যে বলে গেছেন নামাজ পরতে তাহলে অনি ভুল বলে গেছেন বিভভ্রান্তি ছরাই তেছেন কেন আল্লাহ মাফ করুক এই রকম লেংটা ছবি কি দেয়ালে টানাইতে কি বলছে আমাদের নবীজি বা এই রকম লেংটা ছবি টানাইয়া তার সামনে বক্তিতা দিতে বলছে
✳️✳️সুফিবাদ প্রকাশনালয় এখন অনলাইনে☑️😍ruclips.net/user/QalanderBabaJahangirBD কালান্দার বাবা জাহাঙ্গীর বা-ঈমান আল সুরেশ্বরী লিখিত বই বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরাই দিচ্ছি একদম পাইকারী মূল্যে। বাবা জাহাঙ্গীরের লিখিত বই এর নাম ও তার মূল্য নিচে দেওয়া হলোঃ ১।মারেফতের গোপন কথা (১০০ টাকা) ২।মারেফতের গোপন আলাপ (৬০ টাকা) ৩।মারেফতের বানী (১০০ টাকা) ৪।সুফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পথ-১ম খন্ড (১০০ টাকা) ৫।সুফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পথ-২য় খন্ড (৬০ টাকা) ৬।সুফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পথ-৩য় খন্ড (১০০ টাকা) ৭।ইতিহাস নয় সুফিবাদের রহস্য (১০০টাকা) ৮।নিহ্নবে চিত্তদাহ সুফিবাদ সার্বজনীন (১০০ টাকা) ৯।শরিয়তি শয়তান মারেফতি শয়তান (১০০ টাকা) ১০।কোরানের দৃষ্টিতে নামাজ ৮২ বার (১০ টাকা) ১১।গান বাজনার দলিল (৬০টাকা) ১২।ফকিরির আসল কথা (৬০টাকা) ১৩।ফকিরির গোপন কথা (৬০টাকা) ১৪।শরিয়তি সেজদা মারেফতি সেজদা (৬০ টাকা) ১৫।কোরানুল মাজিদ ১৫ পারা (হুবহু অনুবাদ ও কিছু ব্যাখ্যা) (৪০০ টাকা) ১৬।মারেফতের গোপন দর্শন অনেকের অজানা (১০০ টাকা) ১৭।মারেফতের গোপন ভেদ-রহস্য(১০০ টাকা) ১৮।মারেফতের গোপন আলোচনা(৬০ টাকা) ১৯।রোজা ইফতার হজ্জ জাকাত ও কোরবানী (১০টাকা) ২০.মারেফতের গোপনেরও গোপন কথা (২০০টাকা) ২১.সুফিবাদের গোপনেরও গোপন কথা [উক্ত তালিকার ১২,১৩,১৬,১৭ও ১৮ নং এই পাঁচটি বই একসাথে](৪০০টাকা) ২২.ফকিরির গোপনেরও গোপন কথা [সুফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পথ ১,২,৩ ও ৪ খন্ড একসাথে] (৩০০টাকা) ২৩.মগ্ন তখন মোরাকাবায় -সৈয়দ তারিক(৬০টাকা) ২৪.উদয়ের পথে -মেহেদী মাসুদ (৬০টাকা) ২৫.মসনবী শরীফ (১ম খন্ড)-অনুবাদঃ ডা.ময়েজউদ্দিন রশিদ (১৫০টাকা) ২৬.মসনবী শরীফ (২য় খন্ড)-অনুবাদঃ ডা.ময়েজউদ্দিন রশিদ (১০০টাকা) ২৭.দেওয়ানে বু আলী শাহ কলন্দর (১ম খন্ড)-অনুবাদঃ ডা.ময়েজউদ্দিন রশিদ (১০০টাকা) ২৮.দেওয়ানে বু আলী শাহ কলন্দর (২য় খন্ড)-অনুবাদঃ ডা.ময়েজউদ্দিন রশিদ (৬০টাকা) ২৯.দেওয়ানে বু আলী শাহ কলন্দর (৩য় খন্ড)-অনুবাদঃ ডা.ময়েজউদ্দিন রশিদ (৬০টাকা) এ সকল বই গুলো পেতে কল করূন এই নাম্বারেঃ ০১৭১৭৬৩৬৩৫৩, ০১৯১১৫৯৭৭৮০ #বি_দ্র: বই পড়ে যদি ভালো না লাগে উক্ত নাম্বারে কল দিয়ে আপনার টাকা বুঝে নিন। ঠিকানা- সুফিবাদ প্রকাশনালয় ১০৮ নিউ এলিফ্যান্ট রোড( ২য় তলা); ঢাকা১২০৫ মোঃ ০১৭১৭৬৩৬৩৫৩, ০১৯১১৫৯৭৭৮০ website: dr-babajahangir.com
@@QalandarBabaJahangirBD উম্মতে মহাম্মদির জন্য একমাত্র আল্লাহ কে সিজদা করার আদেশ আছে, আর আদম আঃ থেকে ঈসা আঃ পযন্ত সম্মানীতদের সালাম ও সিজদা জায়েজ ছিল। জানেন বুঝেন তারপর আমল করেন। আল্লাহ আপনাদের হেদায়েত দান করুক।আমিন
ভন্ডামীর জবাবঃ গাধা আগে কুরআন ঠিক করে পড়ো। তোমার ভন্ডামী ফাস করার জন্য আমি আব্দুল্লাহ একাই যথেষ্ট। মানুষকে সন্মানের সেজদাহ দেওয়া মুহাম্মদ (সাঃ) এর শরিয়তে হারাম। কিন্তু সন্মানের সেজদাহ জায়েজ ছিল ইয়াকুব (আঃ) এর শরিয়তে। তাই ইয়াকুব আঃ ও তার পরিবার ইউসুফ (আঃ)কে সেজদাহ দিয়েছিল। এই হাদীস কি জীবণেও পড়েননি? ✅মুআয বিন যাবাল (রাঃ) শাম থেকে ফিরে এসে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কে সিজদা করলেন। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেন একি মুআয! মুআয (রাঃ) বললেন: আমি শামে গিয়ে দেখলাম, সে দেশের লোকজন তাদের যাজক ও পাদ্রীদেরকে সিজদা করে। তাই আমি মনে মনে চাইলাম যে, আমরাও আপনাকে সিজদা করব। তা শুনে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেন: খবরদার! তা করো না। কারণ আমি যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করতে আদেশ করতাম তাহলে মহিলাদেরকে বলতাম, তোমরা তোমাদের স্বামীদেরকে সিজদা কর। (ইবনু মাযাহ হা: ১৮৫৩, ইবনু হিববান হা: ৪১৭১, সিলসিলাহ সহীহাহ হা: ১২০৩) ❌❌❌অতএব কোন বস্তু বা ব্যক্তিকে সিজদা করা সম্পূর্ণ শির্ক। সিজদা করতে হবে একমাত্র আল্লাহ তা‘আলাকে। ❌❌❌ ✅আল্লাহ তা‘আলা বলেন: (وَّاَنَّ الْمَسٰجِدَ لِلہِ فَلَا تَدْعُوْا مَعَ اللہِ اَحَدًا) “এবং নিশ্চয়ই সিজদার স্থানসমূহ (সমস্ত ইবাদত) একমাত্র আল্লাহর জন্য। সুতরাং আল্লাহর সাথে তোমরা অন্য কাউকেও ডেকো না।” (সূরা জিন ৭২:১৮) ◾◾◾◾◾◾◾ ২য় প্রশ্নের জবাবঃ মুহাম্মদ (সাঃ) আমাদের মতো মানুষ । মহান আল্লাহ বলেন, قُلۡ اِنَّمَاۤ اَنَا بَشَرٌ مِّثۡلُکُمۡ یُوۡحٰۤی اِلَیَّ اَنَّمَاۤ اِلٰـہُکُمۡ اِلٰہٌ وَّاحِدٌ বল, ‘আমি তোমাদের মতই একজন মানুষ। আমার নিকট ওহী প্রেরণ করা হয় যে, তোমাদের ইলাহই এক ইলাহ। (সূরা কাহাফ ১১০) আর কোনো প্রমাণ লাগবে?একটা আয়তই ক্লিয়ার 😎 ◾◾◾◾◾◾ ৩য় ভন্ডামীর জবাব: মুহাম্মদ (সাঃ) মারা গেছেন, আল্লাহ নিজেই কুরআনে বলেন মুহাম্মদ (সাঃ) মরণশীল।আর বলদা বলে কুরআন নাকি কোথাও নাই। মহান আল্লাহ মুহাম্মদ (সাঃ) কে বলেন, اِنَّکَ مَیِّتٌ وَّ اِنَّہُمۡ مَّیِّتُوۡنَ নিশ্চয় তুমি মরণশীল এবং তারাও মরণশীল।(যুমার ৩০) মানুষকে আর মুশরিক বানাস না। আল্লাহকে ভয় কর।
✳️✳️সুফিবাদ প্রকাশনালয় এখন অনলাইনে☑️😍ruclips.net/user/QalanderBabaJahangirBD
কালান্দার বাবা জাহাঙ্গীর বা-ঈমান আল সুরেশ্বরী লিখিত বই বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরাই দিচ্ছি একদম পাইকারী মূল্যে।
বাবা জাহাঙ্গীরের লিখিত বই এর নাম ও তার মূল্য নিচে দেওয়া হলোঃ
১।মারেফতের গোপন কথা (১০০ টাকা)
২।মারেফতের গোপন আলাপ (৬০ টাকা)
৩।মারেফতের বানী (১০০ টাকা)
৪।সুফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পথ-১ম খন্ড (১০০ টাকা)
৫।সুফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পথ-২য় খন্ড (৬০ টাকা)
৬।সুফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পথ-৩য় খন্ড (১০০ টাকা)
৭।ইতিহাস নয় সুফিবাদের রহস্য (১০০টাকা)
৮।নিহ্নবে চিত্তদাহ সুফিবাদ সার্বজনীন (১০০ টাকা)
৯।শরিয়তি শয়তান মারেফতি শয়তান (১০০ টাকা)
১০।কোরানের দৃষ্টিতে নামাজ ৮২ বার (১০ টাকা)
১১।গান বাজনার দলিল (৬০টাকা)
১২।ফকিরির আসল কথা (৬০টাকা)
১৩।ফকিরির গোপন কথা (৬০টাকা)
১৪।শরিয়তি সেজদা মারেফতি সেজদা (৬০ টাকা)
১৫।কোরানুল মাজিদ ১৫ পারা (হুবহু অনুবাদ ও কিছু ব্যাখ্যা) (৪০০ টাকা)
১৬।মারেফতের গোপন দর্শন অনেকের অজানা (১০০ টাকা)
১৭।মারেফতের গোপন ভেদ-রহস্য(১০০ টাকা)
১৮।মারেফতের গোপন আলোচনা(৬০ টাকা)
১৯।রোজা ইফতার হজ্জ জাকাত ও কোরবানী (১০টাকা)
২০.মারেফতের গোপনেরও গোপন কথা (২০০টাকা)
২১.সুফিবাদের গোপনেরও গোপন কথা [উক্ত তালিকার ১২,১৩,১৬,১৭ও ১৮ নং এই পাঁচটি বই একসাথে](৪০০টাকা)
২২.ফকিরির গোপনেরও গোপন কথা [সুফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পথ ১,২,৩ ও ৪ খন্ড একসাথে] (৩০০টাকা)
২৩.মগ্ন তখন মোরাকাবায় -সৈয়দ তারিক(৬০টাকা)
২৪.উদয়ের পথে -মেহেদী মাসুদ (৬০টাকা)
২৫.মসনবী শরীফ (১ম খন্ড)-অনুবাদঃ ডা.ময়েজউদ্দিন রশিদ (১৫০টাকা)
২৬.মসনবী শরীফ (২য় খন্ড)-অনুবাদঃ ডা.ময়েজউদ্দিন রশিদ (১০০টাকা)
২৭.দেওয়ানে বু আলী শাহ কলন্দর (১ম খন্ড)-অনুবাদঃ ডা.ময়েজউদ্দিন রশিদ (১০০টাকা)
২৮.দেওয়ানে বু আলী শাহ কলন্দর (২য় খন্ড)-অনুবাদঃ ডা.ময়েজউদ্দিন রশিদ (৬০টাকা)
২৯.দেওয়ানে বু আলী শাহ কলন্দর (৩য় খন্ড)-অনুবাদঃ ডা.ময়েজউদ্দিন রশিদ (৬০টাকা)
এ সকল বই গুলো পেতে কল করূন এই
নাম্বারেঃ
০১৭১৭৬৩৬৩৫৩, ০১৯১১৫৯৭৭৮০
#বি_দ্র: বই পড়ে যদি ভালো না লাগে উক্ত নাম্বারে কল দিয়ে আপনার টাকা বুঝে নিন।
ঠিকানা-
সুফিবাদ প্রকাশনালয়
১০৮ নিউ এলিফ্যান্ট রোড( ২য় তলা); ঢাকা১২০৫
মোঃ ০১৭১৭৬৩৬৩৫৩, ০১৯১১৫৯৭৭৮০
website: dr-babajahangir.com
উম্মতে মহাম্মদির জন্য একমাত্র আল্লাহ কে সিজদা করার আদেশ আছে, আর আদম আঃ থেকে ঈসা আঃ পযন্ত সম্মানীতদের সালাম ও সিজদা জায়েজ ছিল। জানেন বুঝেন তারপর আমল করেন। আল্লাহ আপনাদের হেদায়েত দান করুক।আমিন
@@education2278 এরা মোবাইলে কুরআন পড়ে নিজেদের আলেম ভাবা শুরু করে দিছে৷ আল্লাহ এদের হিদায়েত করুক।
গাধা আগে কুরআন ঠিক করে পড়ো। তোমার ভন্ডামী ফাস করার জন্য আমি আব্দুল্লাহ একাই যথেষ্ট।
মানুষকে সন্মানের সেজদাহ দেওয়া মুহাম্মদ (সাঃ) এর শরিয়তে হারাম। কিন্তু সন্মানের সেজদাহ জায়েজ ছিল ইয়াকুব (আঃ) এর শরিয়তে। তাই ইয়াকুব আঃ ও তার পরিবার ইউসুফ (আঃ)কে সেজদাহ দিয়েছিল।
এই হাদীস কি জীবণেও পড়েননি?
✅মুআয বিন যাবাল (রাঃ) শাম থেকে ফিরে এসে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কে সিজদা করলেন। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেন একি মুআয! মুআয (রাঃ) বললেন: আমি শামে গিয়ে দেখলাম, সে দেশের লোকজন তাদের যাজক ও পাদ্রীদেরকে সিজদা করে। তাই আমি মনে মনে চাইলাম যে, আমরাও আপনাকে সিজদা করব। তা শুনে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেন: খবরদার! তা করো না। কারণ আমি যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করতে আদেশ করতাম তাহলে মহিলাদেরকে বলতাম, তোমরা তোমাদের স্বামীদেরকে সিজদা কর। (ইবনু মাযাহ হা: ১৮৫৩, ইবনু হিববান হা: ৪১৭১, সিলসিলাহ সহীহাহ হা: ১২০৩)
❌❌❌অতএব কোন বস্তু বা ব্যক্তিকে সিজদা করা সম্পূর্ণ শির্ক। সিজদা করতে হবে একমাত্র আল্লাহ তা‘আলাকে। ❌❌❌
✅আল্লাহ তা‘আলা বলেন:
(وَّاَنَّ الْمَسٰجِدَ لِلہِ فَلَا تَدْعُوْا مَعَ اللہِ اَحَدًا)
“এবং নিশ্চয়ই সিজদার স্থানসমূহ (সমস্ত ইবাদত) একমাত্র আল্লাহর জন্য। সুতরাং আল্লাহর সাথে তোমরা অন্য কাউকেও ডেকো না।” (সূরা জিন ৭২:১৮)
◾◾◾◾◾◾◾
২য় প্রশ্নের জবাবঃ
মুহাম্মদ (সাঃ) আমাদের মতো মানুষ । মহান আল্লাহ বলেন,
قُلۡ اِنَّمَاۤ اَنَا بَشَرٌ مِّثۡلُکُمۡ یُوۡحٰۤی اِلَیَّ اَنَّمَاۤ اِلٰـہُکُمۡ اِلٰہٌ وَّاحِدٌ
বল, ‘আমি তোমাদের মতই একজন মানুষ। আমার নিকট ওহী প্রেরণ করা হয় যে, তোমাদের ইলাহই এক ইলাহ।
(সূরা কাহাফ ১১০)
আর কোনো প্রমাণ লাগবে?একটা আয়তই ক্লিয়ার 😎
◾◾◾◾◾◾
৩য় ভন্ডামীর জবাব:
মুহাম্মদ (সাঃ) মারা গেছেন,
আল্লাহ নিজেই কুরআনে বলেন মুহাম্মদ (সাঃ) মরণশীল।আর বলদা বলে কুরআন নাকি কোথাও নাই।
মহান আল্লাহ মুহাম্মদ (সাঃ) কে বলেন,
اِنَّکَ مَیِّتٌ وَّ اِنَّہُمۡ مَّیِّتُوۡنَ
নিশ্চয় তুমি মরণশীল এবং তারাও মরণশীল।(যুমার ৩০)
মানুষকে আর মুশরিক বানাস না। আল্লাহকে ভয় কর।
মুসলমানের সবচয়ে জরুরি তথ্যেরদাম মাত্র 10 টাকা মানে 19 নাম্বার।
পপ
জয় গুরু বাবা জাহাঙ্গীর আল সুরেশ্বরী আমাকে তোমার গোলাম করে নাও ।
Assalamualaikum apnar kotha gulu shune khub bhalo laglo
জয় গুরু দরদী❤❤❤❤
সব কথা /১০০ ভাগ সত্য আমার ভাই ধ্যনবাদ
আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করে না একমাত্র ইবলিশ 2:34.
আপাপ আপাপ ফঝঝঝ্চগঠফফবজঠগঠঠঠঠঝফভভঢঢঢঢঢভঢঢজঝ ফঝঝঝ্চগঠফফবজঠগঠঠঠঠঝফভভঢঢঢঢঢভঢঢজঝ ফঝঝঝ্চগঠফফবজঠগঠঠঠঠঝফভভঢঢঢঢঢভঢঢজঝ ফঝঝঝ্চগঠফফবজঠগঠঠঠঠঝফভভঢঢঢঢঢভঢঢজঝ ফঝঝঝ্চগঠফফবজঠগঠঠঠঠঝফভভঢঢঢঢঢভঢঢজঝ ফঝঝঝ্চগঠফফবজঠগঠঠঠঠঝফভভঢঢঢঢঢভঢঢজঝঢাঢঢঢঢঢঢঢঢঢডঢঢঢঢঢঢঢঢঢঢঢঢঢঢঢঢঢঢঢঢঢঢঢঢঢঢঢডঢঢঢঢঢঢঢঢঢঢঢঢঢঢঢঢঢঢঢঢঢ ফঝঝঝ্চগঠফফবজঠগঠঠঠঠঝফভভঢঢঢঢঢভঢঢজঝঢাঢঢঢঢঢঢঢঢঢডঢঢঢঢঢঢঢঢঢঢঢঢঢঢঢঢঢঢঢঢঢঢঢঢঢঢঢডঢঢঢঢঢঢঢঢঢঢঢঢঢঢঢঢঢঢঢঢঢ ফঝঝঝ্চগঠফফবজঠগঠঠঠঠঝফভভঢঢঢঢঢভঢঢজঝঢাঢঢঢঢঢঢঢঢঢডঢঢঢঢঢঢঢঢঢঢঢঢঢঢঢঢঢঢঢঢঢঢঢঢঢঢঢডঢঢঢঢঢঢঢঢঢঢঢঢঢঢঢঢঢঢঢঢঢ ঢঢঢঢঢঢঢঢঢঢঢঢঢঢঢঢঢঢঢঢঢঢঢ ঢঢঢঢঢঢঢঢঢঢঢঢঢঢঢঢঢঢঢঢঢঢঢ ঢঢঢঢঢঢঢঢঢঢঢঢঢঢঢঢঢঢঢঢঢঢঢ ঢঢঢঢঢঢঢঢঢঢঢঢঢঢঢঢঢঢঢঢঢঢঢ ঢঢঢঢঢঢঢঢঢঢঢঢঢঢঢঢঢঢঢঢঢঢঢ ঢঢঢঢঢঢঢঢঢঢঢঢছঢভঢঢঢঢঢঢঢঢঢঢঢঢঢঢঢডঢঢঢঢঢঢঢঢঢঢঢঢঢঢঢভঢঢঢঢঢঢঢঢঢঢঢঢভঢঢডঢঢডঢঢঢঢঢডঢঢঢঢঢ ফঝঝঝ্চগঠফফবজঠগঠঠঠঠঝফভভঢঢঢঢঢভঢঢজঝ ফঝঝঝ্চগঠফফবজঠগঠঠঠঠঝফভভঢঢঢঢঢভঢঢজঝ পাপাভঢঢঢঢপ পাপাপ ও ফঝঝঝ্চগঠফফবজঠগঠঠঠঠঝফভভঢঢঢঢঢভঢঢঢঢঢজঝ
জয় বাবা জাহানগীর❤❤❤
মরিবার ভয় কারো নাই আললার ভয় কারো নাই হায় আললাগো নবীজিগো আমাদের মাফ করে দাও আমিন
❤❤❤ গাইবান্ধা থেকে
❤❤
সেজদার মালিক একমাত্র আল্লাহ।
, ibadote
Namaje sijdar Malik allah
ওরাই কানার দল যারা সত্য কোরআন মানেনা। জয়বাবা জাবের আল জাহানগীর শতকোটি ভক্তি চুম্বন সকল অলিআল্লাহর কদমমোবারকে। আমীন, জয়গুরু মনিরচানঁ সাঈদকে চরণধূলি ভিখ্খা দাও আমীন, সুম্মামিন। ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉।
দশ কথার এক কথা শেষ নবী যা বলেছেন সেটা আমাদের সকল মুসলিম দের মেনে চলতে হবে
1000% right
গাধা আগে কুরআন ঠিক করে পড়ো। তোমার ভন্ডামী ফাস করার জন্য আমি আব্দুল্লাহ একাই যথেষ্ট।
মানুষকে সন্মানের সেজদাহ দেওয়া মুহাম্মদ (সাঃ) এর শরিয়তে হারাম। কিন্তু সন্মানের সেজদাহ জায়েজ ছিল ইয়াকুব (আঃ) এর শরিয়তে। তাই ইয়াকুব আঃ ও তার পরিবার ইউসুফ (আঃ)কে সেজদাহ দিয়েছিল।
এই হাদীস কি জীবণেও পড়েননি?
✅মুআয বিন যাবাল (রাঃ) শাম থেকে ফিরে এসে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কে সিজদা করলেন। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেন একি মুআয! মুআয (রাঃ) বললেন: আমি শামে গিয়ে দেখলাম, সে দেশের লোকজন তাদের যাজক ও পাদ্রীদেরকে সিজদা করে। তাই আমি মনে মনে চাইলাম যে, আমরাও আপনাকে সিজদা করব। তা শুনে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেন: খবরদার! তা করো না। কারণ আমি যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করতে আদেশ করতাম তাহলে মহিলাদেরকে বলতাম, তোমরা তোমাদের স্বামীদেরকে সিজদা কর। (ইবনু মাযাহ হা: ১৮৫৩, ইবনু হিববান হা: ৪১৭১, সিলসিলাহ সহীহাহ হা: ১২০৩)
❌❌❌অতএব কোন বস্তু বা ব্যক্তিকে সিজদা করা সম্পূর্ণ শির্ক। সিজদা করতে হবে একমাত্র আল্লাহ তা‘আলাকে। ❌❌❌
✅আল্লাহ তা‘আলা বলেন:
(وَّاَنَّ الْمَسٰجِدَ لِلہِ فَلَا تَدْعُوْا مَعَ اللہِ اَحَدًا)
“এবং নিশ্চয়ই সিজদার স্থানসমূহ (সমস্ত ইবাদত) একমাত্র আল্লাহর জন্য। সুতরাং আল্লাহর সাথে তোমরা অন্য কাউকেও ডেকো না।” (সূরা জিন ৭২:১৮)
◾◾◾◾◾◾◾
২য় প্রশ্নের জবাবঃ
মুহাম্মদ (সাঃ) আমাদের মতো মানুষ । মহান আল্লাহ বলেন,
قُلۡ اِنَّمَاۤ اَنَا بَشَرٌ مِّثۡلُکُمۡ یُوۡحٰۤی اِلَیَّ اَنَّمَاۤ اِلٰـہُکُمۡ اِلٰہٌ وَّاحِدٌ
বল, ‘আমি তোমাদের মতই একজন মানুষ। আমার নিকট ওহী প্রেরণ করা হয় যে, তোমাদের ইলাহই এক ইলাহ।
(সূরা কাহাফ ১১০)
আর কোনো প্রমাণ লাগবে?একটা আয়তই ক্লিয়ার 😎
◾◾◾◾◾◾
৩য় ভন্ডামীর জবাব:
মুহাম্মদ (সাঃ) মারা গেছেন,
আল্লাহ নিজেই কুরআনে বলেন মুহাম্মদ (সাঃ) মরণশীল।আর বলদা বলে কুরআন নাকি কোথাও নাই।
মহান আল্লাহ মুহাম্মদ (সাঃ) কে বলেন,
اِنَّکَ مَیِّتٌ وَّ اِنَّہُمۡ مَّیِّتُوۡنَ
নিশ্চয় তুমি মরণশীল এবং তারাও মরণশীল।(যুমার ৩০)
মানুষকে আর মুশরিক বানাস না। আল্লাহকে ভয় কর।
@@Doctorsdigest-nw4dl
.
ইবলিশ এখনো অদৃশ্য আল্লাহর ইবাদত করেই চলছে মাপ পায় না,, জাহান্নামে যেতে হলে বর্তমানের নামাজ হজ্জ জাকাত রোজাই যথেষ্ট ইনশাআল্লাহ,,
Assalamualaikum apnar kotha gulu shune khub bhalo laglo
খুব ভাল লাগল । আসল সত্যটা যত দিন মানুষ না জানবে তত দিন মানুষের সাথে মানুষের প্রেম - ভালোবাসা আসবে না ।
এই গোমরাহ মুরতাদরা মানুষদের কুফুরিতে লিপ্ত করার জন্য সব শয়তানের মুরিদ হয়েছে।
❤
ধন্যবাদ আপনাকে । আপনার কাছে অনেক কিছু পাইলাম
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
অনেক আধ্যাত্মিক কথাবাত্রা খুবই ভালো লাগলো সাধুচরণ রইল হাজারো সালাম জয়গুরু জয় বাবা শাহ আলী বোগদাদী
Very nice
Sariyat never understand
Soul is never die
They don't have to touch koleeb
Where Soul stay, Mourakeba only way
to know to self.
মহামূল্যবান সুন্দর আলোচনা
Tomar baba ar tumi jannate jaw ! Amar nobi jei jannate jaibe sei jannat tomader jonno na !!!! Tumi akta pa chata golam amra allhu Golam !!! mone rakhba pa chata golamder santi ai duniya
কে কে মিজানুর রহমান আজাহারীকে ভাল বাসেন।
Baba apnak kub fine lagce
খুবই সত্য কথা ।সাধারনদের বোধগম্য নয় ।ভক্তি পূণ সালাম এবং ভালবাসা বাবার রাঙা চরনে
yousuf as ke sopner maddhome tar pita matake sazdah korar adesh achechilo ar tomader kacheo ki tamon adesh eseche ?????????
গুু খাছ তুই দেখে নয়ণে....
SK 26 Bangla Tv তোমার মুখই হল গু
আমরা শেষ নবীর উমমত আমাদের নবী কি বলেছে দেখ
অসাধারণ বক্তব্য খুবি খুশি হইছি ভাই আপনার কথা গুলো শুনে।
মাশাআল্লাহ অসাধারণ
কোরআনের অপব্যাক্ষা কারি, নিশ্চয়ই জাহান্নামের অন্তর্ভুক্ত!!
Good.
জয় বাবা জাহাঙ্গীরের জয়
বাবার জান! নিজের জন্ম দাতারকে জীবনে কয়বার বাবাজান বলছো? হাশরের মাঠে বাবাজান ই ইয়া নফসী ছাড়া গতি নাই।বাবা জানের পায়ে ঠাই! শয়তান এর কত বড় থাবা! আসতাগফিরুল্লাহ!
অল্প বিদ্যা ভয়ংকর
وَ رَفَعَ اَبَوَیۡہِ عَلَی الۡعَرۡشِ وَ خَرُّوۡا لَہٗ سُجَّدًا ۚ وَ قَالَ یٰۤاَبَتِ ہٰذَا تَاۡوِیۡلُ رُءۡیَایَ مِنۡ قَبۡلُ ۫ قَدۡ جَعَلَہَا رَبِّیۡ حَقًّا ؕ وَ قَدۡ اَحۡسَنَ بِیۡۤ اِذۡ اَخۡرَجَنِیۡ مِنَ السِّجۡنِ وَ جَآءَ بِکُمۡ مِّنَ الۡبَدۡوِ مِنۡۢ بَعۡدِ اَنۡ نَّزَغَ الشَّیۡطٰنُ بَیۡنِیۡ وَ بَیۡنَ اِخۡوَتِیۡ ؕ اِنَّ رَبِّیۡ لَطِیۡفٌ لِّمَا یَشَآءُ ؕ اِنَّہٗ ہُوَ الۡعَلِیۡمُ الۡحَکِیۡمُ ﴿۱۰۰﴾
আর ইউসুফ তার পিতা-মাতাকে সিংহাসনে বসাল[১] এবং তারা সবাই তার সামনে সিজদায় লুটিয়ে পড়ল।[২] সে বলল, ‘হে আমার পিতা! এটাই আমার পূর্বেকার স্বপ্নের ব্যাখ্যা;[৩] আমার প্রতিপালক তা বাস্তবে পরিণত করেছেন। আর তিনি আমাকে কারাগার হতে মুক্ত করে[৪] এবং শয়তানের আমার ও আমার ভাইদের মাঝে সম্পর্ক নষ্ট করার পরও[৫] আপনাদেরকে মরু অঞ্চল হতে এখানে এনে দিয়ে[৬] আমার প্রতি অনুগ্রহ করেছেন। আমার প্রতিপালক যা ইচ্ছা তা নিপুণতার সাথে করে থাকেন, তিনি তো সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। [১] কতিপয় ব্যাখ্যাকরীদের মত যে, ইউসুফ (আঃ)-এর মাতা বলতে বিমাতা এবং আপন খালা ছিলেন। কেননা তাঁর আপন মাতা বিনয়্যামীনের জন্মের পর মারা গিয়েছিলেন। ইয়াকূব (আঃ) তাঁর মৃত্যুর পর তাঁর বোনকে বিবাহ করেছিলেন। উক্ত খালাই ইয়াকূব (আঃ)-এর সাথে মিসর গিয়েছিলেন। (ফাতহুল কাদীর) কিন্তু ইমাম ইবনে জারীর ত্বাবারী এর বিপরীত বলেছেন যে, ইউসুফ (আঃ)-এর নিজস্ব মাতা মারা যাননি, তিনিই ইয়াকূব (আঃ)-এর সঙ্গে ছিলেন। [২] কেউ কেউ এর তরজমা করেছেন যে, তারা সবাই আদব ও সম্মান করতঃ তার সামনে অবনত হল। কিন্তু ﴿وَخَرُّوْا لَهُ سُجَّدًا﴾ এর শব্দগুলো প্রমাণ করছে যে, তারা ইউসুফ (আঃ)-এর সামনে মাটিতে সিজদাবনত হয়েছিলেন। অর্থাৎ সিজদার অর্থ এখানে সিজদাই। তবে এই সিজদা সম্মানের সিজদা, ইবাদতের সিজদা নয়। আর সম্মানের (তা'যীমী) সিজদা ইয়াকূব (আঃ)-এর শরীয়তে জায়েয ছিল। ইসলামে শিরকের দরজা বন্ধ করার জন্য সম্মানসূচক সিজদাকেও হারাম ঘোষণা করা হয়েছে, সুতরাং এখন সম্মানসূচক সিজদাও কারো জন্য বৈধ নয়। ("মুআয যখন শাম (দেশ) থেকে ফিরে এলেন তখন নবী (সাঃ)-কে সিজদা করলেন। আল্লাহর রসূল (সাঃ) বললেন, "একি মুআয?" মুআয বললেন, 'আমি শাম গিয়ে দেখলাম, সে দেশের লোকেরা তাদের যাজক ও পাদ্রীগণকে সিজদা করছে। তাই আমি মনে মনে চাইলাম যে, আমরাও আপনার জন্য সিজদা করব।' তা শুনে তিনি বললেন "খবরদার! তা করো না। কারণ, আমি যদি আল্লাহ ছাড়া অন্য কারো জন্য সিজদা করতে কাউকে আদেশ করতাম, তাহলে মহিলাকে আদেশ করতাম, সে যেন তার স্বামীকে সিজদা করে।) (ইবনে মাজাহ ১৮৫৩ নং, আহমাদ ৪/৩৮১, ইবনে হিব্বান ৪১৭১ নং, হাকেম ৪/১৭২, বায্যার ১৪৬১নং, সিলসিলাহ সহীহাহ ১২০৩নং) [৩] অর্থাৎ ইউসুফ (আঃ) যে স্বপ্ন দেখেছিলেন, এসব পরীক্ষার সম্মুখীন হওয়ার পর শেষ পর্যন্ত তার এই তা'বীর (ব্যাখ্যা) সামনে এল যে, মহান আল্লাহ তাঁকে রাজ সিংহাসনে বসালেন এবং পিতা-মাতা সহ সকল ভায়েরা তাঁকে সিজদা করলেন। [৪] আল্লাহর অনুগ্রহসমূহের মধ্যে কূপ থেকে বের করার কথা উল্লেখ করলেন না, যেন তাতে তাঁর ভায়েরা লজ্জিত না হন, এ হল নববী চরিত্র। [৫] এটাও উদার চরিত্রের একটি নমুনা যে, ভাইদেরকে একটুও দোষারোপ না করে শয়তানকে উক্ত কীর্তিকলাপের কারণ বানালেন। [৬] মিসরের মত সভ্য এলাকার তুলনায় কানআন একটি মরুভূমির মত এলাকা, তাই তিনি بَدْو (মরু অঞ্চল) শব্দ ব্যবহার করলেন।
আল্লাহ আপনাদেরকে হেদায়েতুল করুক
জয় বাবা জাহাঙ্গীর
You are great thank you very much
বা চমৎকার মারহাবা
জয় বাবা জাহাঙ্গীর
সেজদার হুকুম এক মাত্র আল্লহ পাকেদিতে বলেছে
চমৎকার লেকচার, খুশী হলাম।
শুয়রের দল পায়খানা খা।
খুব ভাল লাগল। কিন্তু এসব সত্য কিছু মানুষের কাছে ভাল লাগে না
বাবা জাহাঙ্গীর না চাইলে আমরা সত্য কোন দিন জানতেও পারতাম না। জয় হউক দয়ালের।কুয়েত প্রবাসী
অনেক দিন পর শক্তিশালী একটা ভিডিও পাবলিশ করলেন,জ্ঞান পিপাসু অনেকেই লাভবান হবে, সবাই গুরু কৃপা লাভ করুক, হক্ব মুর্শিদ জয় সাঁই🙏
وَ رَفَعَ اَبَوَیۡہِ عَلَی الۡعَرۡشِ وَ خَرُّوۡا لَہٗ سُجَّدًا ۚ وَ قَالَ یٰۤاَبَتِ ہٰذَا تَاۡوِیۡلُ رُءۡیَایَ مِنۡ قَبۡلُ ۫ قَدۡ جَعَلَہَا رَبِّیۡ حَقًّا ؕ وَ قَدۡ اَحۡسَنَ بِیۡۤ اِذۡ اَخۡرَجَنِیۡ مِنَ السِّجۡنِ وَ جَآءَ بِکُمۡ مِّنَ الۡبَدۡوِ مِنۡۢ بَعۡدِ اَنۡ نَّزَغَ الشَّیۡطٰنُ بَیۡنِیۡ وَ بَیۡنَ اِخۡوَتِیۡ ؕ اِنَّ رَبِّیۡ لَطِیۡفٌ لِّمَا یَشَآءُ ؕ اِنَّہٗ ہُوَ الۡعَلِیۡمُ الۡحَکِیۡمُ ﴿۱۰۰﴾
আর ইউসুফ তার পিতা-মাতাকে সিংহাসনে বসাল[১] এবং তারা সবাই তার সামনে সিজদায় লুটিয়ে পড়ল।[২] সে বলল, ‘হে আমার পিতা! এটাই আমার পূর্বেকার স্বপ্নের ব্যাখ্যা;[৩] আমার প্রতিপালক তা বাস্তবে পরিণত করেছেন। আর তিনি আমাকে কারাগার হতে মুক্ত করে[৪] এবং শয়তানের আমার ও আমার ভাইদের মাঝে সম্পর্ক নষ্ট করার পরও[৫] আপনাদেরকে মরু অঞ্চল হতে এখানে এনে দিয়ে[৬] আমার প্রতি অনুগ্রহ করেছেন। আমার প্রতিপালক যা ইচ্ছা তা নিপুণতার সাথে করে থাকেন, তিনি তো সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। [১] কতিপয় ব্যাখ্যাকরীদের মত যে, ইউসুফ (আঃ)-এর মাতা বলতে বিমাতা এবং আপন খালা ছিলেন। কেননা তাঁর আপন মাতা বিনয়্যামীনের জন্মের পর মারা গিয়েছিলেন। ইয়াকূব (আঃ) তাঁর মৃত্যুর পর তাঁর বোনকে বিবাহ করেছিলেন। উক্ত খালাই ইয়াকূব (আঃ)-এর সাথে মিসর গিয়েছিলেন। (ফাতহুল কাদীর) কিন্তু ইমাম ইবনে জারীর ত্বাবারী এর বিপরীত বলেছেন যে, ইউসুফ (আঃ)-এর নিজস্ব মাতা মারা যাননি, তিনিই ইয়াকূব (আঃ)-এর সঙ্গে ছিলেন। [২] কেউ কেউ এর তরজমা করেছেন যে, তারা সবাই আদব ও সম্মান করতঃ তার সামনে অবনত হল। কিন্তু ﴿وَخَرُّوْا لَهُ سُجَّدًا﴾ এর শব্দগুলো প্রমাণ করছে যে, তারা ইউসুফ (আঃ)-এর সামনে মাটিতে সিজদাবনত হয়েছিলেন। অর্থাৎ সিজদার অর্থ এখানে সিজদাই। তবে এই সিজদা সম্মানের সিজদা, ইবাদতের সিজদা নয়। আর সম্মানের (তা'যীমী) সিজদা ইয়াকূব (আঃ)-এর শরীয়তে জায়েয ছিল। ইসলামে শিরকের দরজা বন্ধ করার জন্য সম্মানসূচক সিজদাকেও হারাম ঘোষণা করা হয়েছে, সুতরাং এখন সম্মানসূচক সিজদাও কারো জন্য বৈধ নয়। ("মুআয যখন শাম (দেশ) থেকে ফিরে এলেন তখন নবী (সাঃ)-কে সিজদা করলেন। আল্লাহর রসূল (সাঃ) বললেন, "একি মুআয?" মুআয বললেন, 'আমি শাম গিয়ে দেখলাম, সে দেশের লোকেরা তাদের যাজক ও পাদ্রীগণকে সিজদা করছে। তাই আমি মনে মনে চাইলাম যে, আমরাও আপনার জন্য সিজদা করব।' তা শুনে তিনি বললেন "খবরদার! তা করো না। কারণ, আমি যদি আল্লাহ ছাড়া অন্য কারো জন্য সিজদা করতে কাউকে আদেশ করতাম, তাহলে মহিলাকে আদেশ করতাম, সে যেন তার স্বামীকে সিজদা করে।) (ইবনে মাজাহ ১৮৫৩ নং, আহমাদ ৪/৩৮১, ইবনে হিব্বান ৪১৭১ নং, হাকেম ৪/১৭২, বায্যার ১৪৬১নং, সিলসিলাহ সহীহাহ ১২০৩নং) [৩] অর্থাৎ ইউসুফ (আঃ) যে স্বপ্ন দেখেছিলেন, এসব পরীক্ষার সম্মুখীন হওয়ার পর শেষ পর্যন্ত তার এই তা'বীর (ব্যাখ্যা) সামনে এল যে, মহান আল্লাহ তাঁকে রাজ সিংহাসনে বসালেন এবং পিতা-মাতা সহ সকল ভায়েরা তাঁকে সিজদা করলেন। [৪] আল্লাহর অনুগ্রহসমূহের মধ্যে কূপ থেকে বের করার কথা উল্লেখ করলেন না, যেন তাতে তাঁর ভায়েরা লজ্জিত না হন, এ হল নববী চরিত্র। [৫] এটাও উদার চরিত্রের একটি নমুনা যে, ভাইদেরকে একটুও দোষারোপ না করে শয়তানকে উক্ত কীর্তিকলাপের কারণ বানালেন। [৬] মিসরের মত সভ্য এলাকার তুলনায় কানআন একটি মরুভূমির মত এলাকা, তাই তিনি بَدْو (মরু অঞ্চল) শব্দ ব্যবহার করলেন।
@@md.shaikhulislam8754 এ রকম রেফারেন্স সহ নবীজী সাল্লাল্লাহু আলাইহিস ওয়াসাল্লামকে সিজদা দিয়েছে এরকম হাদিস অনেক দেওয়া যাবে কিন্তু পড়ে বলবেন আমাদের বানানো হাদিস।
আল্লাহ তোকে হেদায়েত দান করুক। যারা শুনতেছে তারা মুসলিম কিনা সন্দেহ হয়।
ভাই মুসলমান কেমনে হইতে হয় কোন সূরার কত নাম্বার আয়াতে আছে একটু দেখাইয়া দিয়েন না পারলে আমার কাছে আসেন আমি কুরআন দিয়ে সুন্দর করে দেখাইয়া দিবনি।
জয় মুর্শিদ দয়াময়
❤
Nice nice!
ছুরা ইউছুফ আরো ভালো করে পরেন
সত্যি চালিয়ে জান
Sanjida Islam really 🤝sem✌️u✍️🦅
ভাই অাপনার কথা ভালো লাগলো
ঐ __কিরে চোখেরভুল ঘরের ভিতর লেংটা দেখলাম কারে.কে রে লেংটা.....
হুম সব বন্ডামী
দারুন বাই
আল্লাহু আকবর
ভন্ডামীর জবাবঃ
গাধা আগে কুরআন ঠিক করে পড়ো। তোমার ভন্ডামী ফাস করার জন্য আমি আব্দুল্লাহ একাই যথেষ্ট।
মানুষকে সন্মানের সেজদাহ দেওয়া মুহাম্মদ (সাঃ) এর শরিয়তে হারাম। কিন্তু সন্মানের সেজদাহ জায়েজ ছিল ইয়াকুব (আঃ) এর শরিয়তে। তাই ইয়াকুব আঃ ও তার পরিবার ইউসুফ (আঃ)কে সেজদাহ দিয়েছিল।
এই হাদীস কি জীবণেও পড়েননি?
✅মুআয বিন যাবাল (রাঃ) শাম থেকে ফিরে এসে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কে সিজদা করলেন। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেন একি মুআয! মুআয (রাঃ) বললেন: আমি শামে গিয়ে দেখলাম, সে দেশের লোকজন তাদের যাজক ও পাদ্রীদেরকে সিজদা করে। তাই আমি মনে মনে চাইলাম যে, আমরাও আপনাকে সিজদা করব। তা শুনে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেন: খবরদার! তা করো না। কারণ আমি যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করতে আদেশ করতাম তাহলে মহিলাদেরকে বলতাম, তোমরা তোমাদের স্বামীদেরকে সিজদা কর। (ইবনু মাযাহ হা: ১৮৫৩, ইবনু হিববান হা: ৪১৭১, সিলসিলাহ সহীহাহ হা: ১২০৩)
❌❌❌অতএব কোন বস্তু বা ব্যক্তিকে সিজদা করা সম্পূর্ণ শির্ক। সিজদা করতে হবে একমাত্র আল্লাহ তা‘আলাকে। ❌❌❌
✅আল্লাহ তা‘আলা বলেন:
(وَّاَنَّ الْمَسٰجِدَ لِلہِ فَلَا تَدْعُوْا مَعَ اللہِ اَحَدًا)
“এবং নিশ্চয়ই সিজদার স্থানসমূহ (সমস্ত ইবাদত) একমাত্র আল্লাহর জন্য। সুতরাং আল্লাহর সাথে তোমরা অন্য কাউকেও ডেকো না।” (সূরা জিন ৭২:১৮)
◾◾◾◾◾◾◾
২য় প্রশ্নের জবাবঃ
মুহাম্মদ (সাঃ) আমাদের মতো মানুষ । মহান আল্লাহ বলেন,
قُلۡ اِنَّمَاۤ اَنَا بَشَرٌ مِّثۡلُکُمۡ یُوۡحٰۤی اِلَیَّ اَنَّمَاۤ اِلٰـہُکُمۡ اِلٰہٌ وَّاحِدٌ
বল, ‘আমি তোমাদের মতই একজন মানুষ। আমার নিকট ওহী প্রেরণ করা হয় যে, তোমাদের ইলাহই এক ইলাহ।
(সূরা কাহাফ ১১০)
আর কোনো প্রমাণ লাগবে?একটা আয়তই ক্লিয়ার 😎
◾◾◾◾◾◾
৩য় ভন্ডামীর জবাব:
মুহাম্মদ (সাঃ) মারা গেছেন,
আল্লাহ নিজেই কুরআনে বলেন মুহাম্মদ (সাঃ) মরণশীল।আর বলদা বলে কুরআন নাকি কোথাও নাই।
মহান আল্লাহ মুহাম্মদ (সাঃ) কে বলেন,
اِنَّکَ مَیِّتٌ وَّ اِنَّہُمۡ مَّیِّتُوۡنَ
নিশ্চয় তুমি মরণশীল এবং তারাও মরণশীল।(যুমার ৩০)
মানুষকে আর মুশরিক বানাস না। আল্লাহকে ভয় কর।
Joy Guruji
Joy guru
ভাই আপনাকে আমি হাজার হাজার সালাম জানাই
খতামাআল্লাহু আলা কুলুবিহিম
Thik kotha bolechen
Valo bolecen . Thanks .
বাবা জাহাঙ্গীর হাজার সালাম🙋
আবদুল্লাহ্ ইবনু আবূ আওফা রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন,
لَمَّا قَدِمَ مُعَاذٌ مِنَ الشَّامِ سَجَدَ لِلنَّبِيِّ ﷺ ، قَالَ: مَا هَذَا يَا مُعَاذُ ؟ قَالَ : أَتَيْتُ الشَّامَ فَوَافَقْتُهُمْ يَسْجُدُونَ لِأَسَاقِفَتِهِمْ وَبَطَارِقَتِهِمْ ، فَوَدِدْتُ فِي نَفْسِي أَنْ نَفْعَلَ ذَلِكَ بِكَ ، فَقَالَ رَسُولُ اللَّهِ ﷺ : فَلَا تَفْعَلُوا ، فَإِنِّي لَوْ كُنْتُ آمِرًا أَحَدًا أَنْ يَسْجُدَ لِغَيْرِ اللَّهِ ، لَأَمَرْتُ الْمَرْأَةَ أَنْ تَسْجُدَ لِزَوْجِهَا
মুআয রাযি. সিরিয়া থেকে ফিরে এসে নবী ﷺ -কে সিজদা করেন। নবী ﷺ বলেনঃ হে মু‘আয! এ কী? তিনি উত্তর দিলেন, আমি সিরিয়ায় গিয়ে দেখতে পাই যে, তথাকার লোকেরা তাদের ধর্মীয় নেতা ও শাসকদেরকে সিজদা করে। তাই আমি মনে মনে আশা পোষণ করলাম যে, আমি আপনার সামনে তাই করবো। তখন রসূলুল্লাহ ﷺ বললেন, তোমরা তা করো না। কেননা আমি যদি কোন ব্যক্তিকে আল্লাহ্ ছাড়া অপর কাউকে সিজদা করার নির্দেশ দিতাম, তাহলে স্ত্রীকে নির্দেশ দিতাম তার স্বামীকে সিজদা করতে। (ইবনু মাজাহ ১৮৫৩ বাইহাকি ১৪৭১১)
সঠিক বা সত্য কথা বলার জন্য ধন্যবাদ।
Nice
ধন্যবাদ এই কথার জন্য
🎉❤🎉
অসাধারণ অনেক ধন্যবাদ আপনাকে
অসাধারন
এ নিশ্চিত গাঁজা খেয়ে আসছে এর বারি কোথায় এঁকে জেলে দিতে হবে,,
Masallah onek sondor
ইউসুফ নবীর যেটা বলছো ওটা ইতিহাস বিদান না বিদান হল নবী যেটা করতে বলছে।
bohut din por sotto katha sune valo laglo thans
আপনার কথা ঠিক আছে
জয় গুরু
দম আছে তর প্রকাশে বলার জন্য ধন্যবাদ
মাশাল্লাহ সুন্দর বয়ান
আর কতো পাগল দেখবো ওদেরকে রুখে দাড়াইতে হবে
এরা মূর্খ। কোনো আলেমের সাথে কথা বললে এই ভুলগুলোর সঠিক ব্যখ্যাটা জানতে পারতো
সাবাগি, রা,বড্ড
এই মূর্খ আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম কি করছেন বা না করছেন সেটা ইতিহাস আমরা কি করব বা না করব তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সালাম বলে গেছেন
Rakhal Bondhu my story 🌟🌟🌟🌟🌟🌟🌀🌂 DADA Habib
Very good.
যারা ছবি রাখে তারা জাহান্নামী, নিশ্চিত জাহান্নামী।
জাহান্নামের কন্টাকটারি শুরু করছেন নাকি ভাই
ভাল মেসাল দিছেন সেলেন্ডার কার কাছে করুম !
Guru kace... Ar guru baba jahangir (s)
নিশ্চয়ই আপনি জাহান্নামি
প্রত্যেক নবীর শরীয়ত আলাদা। আমাদের শরীয়তে আল্লাহর ছাড়া অন্য কাউকে সিজদা দেয়া নিষেধ,শিরক ।(তোমরা আল্লাহ ছাড়া অন্য কারো সিজদা করোনা যদি তার ইবাদাত করতে চাও , কুরআন)
তার মানে আপনি আমার নবী কে অনুসরণ করেন না
আপনী কি অনান্য নবীদের অনুসরণ করেন
এই পৃথিবীর শ্রেস্ট নবী হযরত মুহাম্মাদ (সা:) কে কয় জন এ সিজদা দিছে
আল্লাহ তায়ালা সব মাফ করছেন কিন্তু শিরিক মাফ করবে না
তাহলে আমাদের নবীজি যে বলে গেছেন নামাজ পরতে তাহলে অনি ভুল বলে গেছেন বিভভ্রান্তি ছরাই তেছেন কেন
আল্লাহ মাফ করুক এই রকম লেংটা ছবি কি দেয়ালে টানাইতে কি বলছে আমাদের নবীজি
বা এই রকম লেংটা ছবি টানাইয়া তার সামনে বক্তিতা দিতে বলছে
💛💛💛
Good video
Kon university te pora lekha koresen ? Modina university, king Faisal university , al ajahar university ? Kon university poresen apni .
কোরআন পড়ুন। সবকিছু বুঝতে পারবেন।
সজল রোশন কে ফলো করুন, কিছু শিখতে পারবেন।
✳️✳️সুফিবাদ প্রকাশনালয় এখন অনলাইনে☑️😍ruclips.net/user/QalanderBabaJahangirBD
কালান্দার বাবা জাহাঙ্গীর বা-ঈমান আল সুরেশ্বরী লিখিত বই বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরাই দিচ্ছি একদম পাইকারী মূল্যে।
বাবা জাহাঙ্গীরের লিখিত বই এর নাম ও তার মূল্য নিচে দেওয়া হলোঃ
১।মারেফতের গোপন কথা (১০০ টাকা)
২।মারেফতের গোপন আলাপ (৬০ টাকা)
৩।মারেফতের বানী (১০০ টাকা)
৪।সুফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পথ-১ম খন্ড (১০০ টাকা)
৫।সুফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পথ-২য় খন্ড (৬০ টাকা)
৬।সুফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পথ-৩য় খন্ড (১০০ টাকা)
৭।ইতিহাস নয় সুফিবাদের রহস্য (১০০টাকা)
৮।নিহ্নবে চিত্তদাহ সুফিবাদ সার্বজনীন (১০০ টাকা)
৯।শরিয়তি শয়তান মারেফতি শয়তান (১০০ টাকা)
১০।কোরানের দৃষ্টিতে নামাজ ৮২ বার (১০ টাকা)
১১।গান বাজনার দলিল (৬০টাকা)
১২।ফকিরির আসল কথা (৬০টাকা)
১৩।ফকিরির গোপন কথা (৬০টাকা)
১৪।শরিয়তি সেজদা মারেফতি সেজদা (৬০ টাকা)
১৫।কোরানুল মাজিদ ১৫ পারা (হুবহু অনুবাদ ও কিছু ব্যাখ্যা) (৪০০ টাকা)
১৬।মারেফতের গোপন দর্শন অনেকের অজানা (১০০ টাকা)
১৭।মারেফতের গোপন ভেদ-রহস্য(১০০ টাকা)
১৮।মারেফতের গোপন আলোচনা(৬০ টাকা)
১৯।রোজা ইফতার হজ্জ জাকাত ও কোরবানী (১০টাকা)
২০.মারেফতের গোপনেরও গোপন কথা (২০০টাকা)
২১.সুফিবাদের গোপনেরও গোপন কথা [উক্ত তালিকার ১২,১৩,১৬,১৭ও ১৮ নং এই পাঁচটি বই একসাথে](৪০০টাকা)
২২.ফকিরির গোপনেরও গোপন কথা [সুফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পথ ১,২,৩ ও ৪ খন্ড একসাথে] (৩০০টাকা)
২৩.মগ্ন তখন মোরাকাবায় -সৈয়দ তারিক(৬০টাকা)
২৪.উদয়ের পথে -মেহেদী মাসুদ (৬০টাকা)
২৫.মসনবী শরীফ (১ম খন্ড)-অনুবাদঃ ডা.ময়েজউদ্দিন রশিদ (১৫০টাকা)
২৬.মসনবী শরীফ (২য় খন্ড)-অনুবাদঃ ডা.ময়েজউদ্দিন রশিদ (১০০টাকা)
২৭.দেওয়ানে বু আলী শাহ কলন্দর (১ম খন্ড)-অনুবাদঃ ডা.ময়েজউদ্দিন রশিদ (১০০টাকা)
২৮.দেওয়ানে বু আলী শাহ কলন্দর (২য় খন্ড)-অনুবাদঃ ডা.ময়েজউদ্দিন রশিদ (৬০টাকা)
২৯.দেওয়ানে বু আলী শাহ কলন্দর (৩য় খন্ড)-অনুবাদঃ ডা.ময়েজউদ্দিন রশিদ (৬০টাকা)
এ সকল বই গুলো পেতে কল করূন এই
নাম্বারেঃ
০১৭১৭৬৩৬৩৫৩, ০১৯১১৫৯৭৭৮০
#বি_দ্র: বই পড়ে যদি ভালো না লাগে উক্ত নাম্বারে কল দিয়ে আপনার টাকা বুঝে নিন।
ঠিকানা-
সুফিবাদ প্রকাশনালয়
১০৮ নিউ এলিফ্যান্ট রোড( ২য় তলা); ঢাকা১২০৫
মোঃ ০১৭১৭৬৩৬৩৫৩, ০১৯১১৫৯৭৭৮০
website: dr-babajahangir.com
@@QalandarBabaJahangirBD উম্মতে মহাম্মদির জন্য একমাত্র আল্লাহ কে সিজদা করার আদেশ আছে, আর আদম আঃ থেকে ঈসা আঃ পযন্ত সম্মানীতদের সালাম ও সিজদা জায়েজ ছিল। জানেন বুঝেন তারপর আমল করেন। আল্লাহ আপনাদের হেদায়েত দান করুক।আমিন
Jay guru jay shahali baba tomar charane vakti railo
ও শালা মালাউন
দয়াল বাবা কলা খাবা গাছ লাগাইয়া খাও
কোরানে ৮২বার বলাহয়েছে সাল্লা সাল্লার বাংলা নামায
ভন্ডামীর জবাবঃ
গাধা আগে কুরআন ঠিক করে পড়ো। তোমার ভন্ডামী ফাস করার জন্য আমি আব্দুল্লাহ একাই যথেষ্ট।
মানুষকে সন্মানের সেজদাহ দেওয়া মুহাম্মদ (সাঃ) এর শরিয়তে হারাম। কিন্তু সন্মানের সেজদাহ জায়েজ ছিল ইয়াকুব (আঃ) এর শরিয়তে। তাই ইয়াকুব আঃ ও তার পরিবার ইউসুফ (আঃ)কে সেজদাহ দিয়েছিল।
এই হাদীস কি জীবণেও পড়েননি?
✅মুআয বিন যাবাল (রাঃ) শাম থেকে ফিরে এসে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কে সিজদা করলেন। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেন একি মুআয! মুআয (রাঃ) বললেন: আমি শামে গিয়ে দেখলাম, সে দেশের লোকজন তাদের যাজক ও পাদ্রীদেরকে সিজদা করে। তাই আমি মনে মনে চাইলাম যে, আমরাও আপনাকে সিজদা করব। তা শুনে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেন: খবরদার! তা করো না। কারণ আমি যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করতে আদেশ করতাম তাহলে মহিলাদেরকে বলতাম, তোমরা তোমাদের স্বামীদেরকে সিজদা কর। (ইবনু মাযাহ হা: ১৮৫৩, ইবনু হিববান হা: ৪১৭১, সিলসিলাহ সহীহাহ হা: ১২০৩)
❌❌❌অতএব কোন বস্তু বা ব্যক্তিকে সিজদা করা সম্পূর্ণ শির্ক। সিজদা করতে হবে একমাত্র আল্লাহ তা‘আলাকে। ❌❌❌
✅আল্লাহ তা‘আলা বলেন:
(وَّاَنَّ الْمَسٰجِدَ لِلہِ فَلَا تَدْعُوْا مَعَ اللہِ اَحَدًا)
“এবং নিশ্চয়ই সিজদার স্থানসমূহ (সমস্ত ইবাদত) একমাত্র আল্লাহর জন্য। সুতরাং আল্লাহর সাথে তোমরা অন্য কাউকেও ডেকো না।” (সূরা জিন ৭২:১৮)
◾◾◾◾◾◾◾
২য় প্রশ্নের জবাবঃ
মুহাম্মদ (সাঃ) আমাদের মতো মানুষ । মহান আল্লাহ বলেন,
قُلۡ اِنَّمَاۤ اَنَا بَشَرٌ مِّثۡلُکُمۡ یُوۡحٰۤی اِلَیَّ اَنَّمَاۤ اِلٰـہُکُمۡ اِلٰہٌ وَّاحِدٌ
বল, ‘আমি তোমাদের মতই একজন মানুষ। আমার নিকট ওহী প্রেরণ করা হয় যে, তোমাদের ইলাহই এক ইলাহ।
(সূরা কাহাফ ১১০)
আর কোনো প্রমাণ লাগবে?একটা আয়তই ক্লিয়ার 😎
◾◾◾◾◾◾
৩য় ভন্ডামীর জবাব:
মুহাম্মদ (সাঃ) মারা গেছেন,
আল্লাহ নিজেই কুরআনে বলেন মুহাম্মদ (সাঃ) মরণশীল।আর বলদা বলে কুরআন নাকি কোথাও নাই।
মহান আল্লাহ মুহাম্মদ (সাঃ) কে বলেন,
اِنَّکَ مَیِّتٌ وَّ اِنَّہُمۡ مَّیِّتُوۡنَ
নিশ্চয় তুমি মরণশীল এবং তারাও মরণশীল।(যুমার ৩০)
মানুষকে আর মুশরিক বানাস না। আল্লাহকে ভয় কর।
ওনাদের লেখা সব বইয়ের শেষকথা আমাকে সিজদা কর আমি আনাল হক্ব !!!
onk dami kotha bolcen.nice
মুখের কি গেন আছে আগে গেন আজন করো
অসাধারণ জয় গুরু
এই শালারা মালাউন
Yes baba
মুরখের দল
Shara bondo
ভাল লাগার কিছু কথা
নাউজুবিল্লাহ, হে আল্লাহ তাদের হেদায়েত দিন না হয় ধ্বংস করেদিন।
Ajider pachata kutta
allah.tomake.hedaet.dahn.koruk
দারুণ আলোচনা।
জয় গুরু।
Johir Ahmed তুই একটা গাধা জয় গুরু মানে কি
@@MdAli-hb9cx ektu bujhiye den
মোমেন কোথাই যাবে আমি জানি।
হক কথা
Aponader gramer bari kothay