আমি আপনার প্রায় প্রতিটা এপিসোড দেখি কারণ আপনার বস্তুনিষ্ঠ ও বিশ্লেষণধর্মী এবং স্পষ্ট কথা বলার জন্য। যাদের কোন চাওয়া পাওয়া থাকেনা তারাই এ ধরণের কথা বলার সাহস রাখে। আপনার মত আমার বর এভাবে স্পষ্ট কথা পেপারে লিখে । আমার You Tube এ রান্নার চ্যানেল আছে তারপর ও স্পষ্ট কথার এপিসোডগোল দেখি। ধন্যবাদ আপনাকে।
একজন স্পষ্টবাদী মানুষ হিসেবে মাসুদ কামাল আমাদের কাছে অত্যন্ত প্রিয় । বর্তমান উপদেষ্টা দের নিয়ে কিছুই বলার নাই। আপনার মত আমিও বলছি সবাই অথর্ব উপদেষ্টা। যারা হিংসা প্রতিস্থাপনের জন্য এখানে এসেছে একসময় দেশ ছেড়ে চলে যেতে পারে।
ব্যর্থতা দিয়ে শুরু করিলাম। জনপ্রসাশন মন্তনালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বানিজ্য মন্ত্রনালয়। এই তিনটি মন্ত্রনালয়ের ব্যর্থতার কারনে দেশের মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। আমার ধারনা আমাদের সবার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব্য ডঃ মোহাম্মদ ইউনুস স্যারের প্রতি যে সম্মান দেশের মানুষের আছে তা তো আমরা সবাই জানি কিন্তু এভাবে দীর্ঘ দিন চলতে থাকলে কবে- না উনার প্রতি ও মানুষ বিরাগভাজন হয়ে যায়। তাই সরকারের এখন থেকেই এই মন্ত্রনালয় গুলোর প্রতি দৃষ্টি দেওয়া জরুরি। আর সফল হলো অর্থ মন্ত্রণালয়, আইন মন্ত্রনালয়, প্রবাসি কল্যান মন্ত্রনালয়, এবং তথ্য ও ক্রিড়া মন্ত্রনালয়। ধন্যবাদ মাসুদ কামাল ভাই।
অনেক বছর ধরে আপনাকে ফলো করি। আপনার সব কথা মেনে নিতে পারি তা কিন্তু নয় তারপরও আপনাকে ভালো লাগে , পছন্দ করি। আপনি যুক্তি দিয়ে কথা বলেন এবং আপনার সাথে দ্বিমত থাকলে তা যুক্তি দিয়ে খন্ডন করা যায় একই সবচেয়ে ভালো লাগায় দিক। একরোখা হয়ে যাবেন না এটাই প্রত্যাশা। ভালো থাকবে , দোয়া রইলো। আব্বু প্রথম আপনার ভিডিও আমাকে দেখিয়েছিলেন।
ভাই আপনি বিএনপির চাঁদাবাজি দুর্নীতি নিয়ে কিছু বলেন। বিএনপি ক্ষমতায় আসার আগে যা শুরু করছে। আপনি যদি সত্যিকারের নিরপেক্ষ ব্যক্তি হন তাহলে তদন্ত করে তাদের সত্যিটা তুলে ধরেন। তারা যদি ভালো হয় ভালো খারাপ হয় খারাপ সেটাই আপনি তুলে ধরেন।
হুম অবশ্যই বিনপির চাদা বাজি নিয়ে বলবেন সেই সাথে বলবেন বিগত ১৬ বছর যারা চাদাবাজি করে বিপুল অর্থ সম্পদ বানাইছে তাদের ওই সম্পদ কিভাবে সরকার জব্দ করতে পারে ওই সবও বলবেন।
আমার বয়স ৪৩ বছর আমি জাপান থাকি ২০ বছর . আমি এখন ৮ ঘন্টা বেশী কাজ ভালো লাগে না একদমেই . আর উপদেষ্টার বয়স ৭৫ - ৮৫ বছরের মধ্যে , উনারা কি কাজ করবে এই দেশের জন্য , ওই বয়সে , ?
মাসুদ কামাল ভাই আপনার সবভিডিও আমি নিয়মিত দেখি আপনার কাছে আমার একটা বিশেষ অনুরোধ রইল আসিফ নজরুল সম্পকে তিনি এখনও ২৬ লাখ ভারতীয়দের খুজে বের করলো না কেন এই বিষয়ে একটা আপনার একটা ভিডিও চাই বা আমার মন্তব্যের একটা উওর দিয়েন
লাস্ট কমেন্ট নিয়ে আলোচনা করলেন বলে হয়তো আমি কমেন্ট করছি। আমি বাংলাদেশে যদি কোনো সাংবাদিকের আলোচনা শুনি অথবা টকশো গুলো দেখি তাহলে আগে খেয়াল করি সেখানে মাসুদ কামাল স্যার আছে কিনা। কারণ বাংলাদেশ নিয়ে ন্যায্য কথা বলার মতো উনিই একমাত্র সাহসী সাংবাদিক।।
নৈতিকতা ও সততা আর সচ্ছতা না থাকলে কেউ বুক ফুলিয়ে মেরুদন্ড সোজা করে দাঁড়িয়ে কথা বলতে পারে না। আপনার সম্পর্কে জাতি যথেষ্ট সচ্ছ ধারণা রাখেন। ধন্যবাদ ভাই আপনাকে।
মাসুদ কামাল সাহেব আপনাকে আমি খুব সম্মান এবং শ্রদ্ধার চোখে দেখি কারন আপনার সাহস ও নৈতিকতা আমার ভাল লাগে, বর্তমানে বাংলাদেশের মিডিয়া পাড়া ও আদালত পাড়ার অনৈতিকতা কে আপনি কিভাবে দেখছেন সে সম্পর্কে একটি আলোচনা করবেন দয়া করে।
আসসালামু আলাইকুম স্যার। আপনার পতি সম্মান দিনদিন বেডেই জাচছে।নিজের সম্পদের হিসাব টা এত সুন্দর ও ভদ্র ভাবে দিয়েছেন অনেক ভালো লাগল।ভদ্র ভাবে কিভাবে জবান দিতে হয় আপনার থকে শিক্ষা নিলে দেশটা অনেক টা এগিয়ে যেত।
ভালই বলছেন ৭১ টিভির মজা বাবুর ভূমিকায় অবতীর্ণ হয়েছেন মাসুদ কামাল খুইজা খুইজা সব নেগেটিভ পয়েন্ট বের করে ।মাসুদ কামাল যে এমন অন্ধ আওয়ামী সাপোর্টার সেটা আগে বুঝি নাই ।এখন আর উনার কথা শুনতেই ইচ্ছা হয় না
আপনার সততা নিয়ে কারো প্রশ্ন থাকা কিভাবে সম্ভব। অনেক সময় আপনার মতামত ভালো লাগেনা, এটা হতেই পারে কিন্তু আপনার মতো একজন সৎজন সম্পর্কে এমন মন্তব্য করার আমাদের কোন রাইট নাই। যাই হোক, আপনি আপনার মতো করেই আপনার কাজ করে যান। আর প্রত্যাশা থাকবে যাতে দেশে ভালো সাংবাদিক তৈরিতে কাজ করবেন। যারা নীতির সাথে আর সততার সাথে কোন আপষ করবেনা। কোয়ালিটি সংবাদ প্রচার করবে। তথ্যবহুল এবং অনুসন্ধানিমূলক রিপোর্ট করবে। আল্লাহ আপনাকে নেক হায়াত বৃদ্ধি করে দিক।
স্যার আওয়ামী লীগের সময় কি কোন বাধ্যবাধকতা ছিলনা এতো কিছু পেরিয়ে যদি শেখ হাসিনা এতো উন্নয়ন করতে পারে তাহলে ইউনূস ব্যার্থ হচ্ছে কেন?? কারণ সে পলিথিন উদঘাটনে ব্যাস্ত অথচ দ্রব্য মূল্য নিয়ে ইউনূসের কোন মাথাব্যথা নেই, এতো কারখানা বন্ধ হয়ে যাচ্ছে তাতেও কোন মাথা ব্যাথা নেই, শেখ হাসিনা কে আবারো লাগবে মনে রেখেন মাসুদ কামাল স্যার!!❤
আমি প্রায় ৭-৮ বছর ধরে আপনার কথা শুনেছি, আমার কাছে মনে হয়েছে আপনি কোন দলের না।দল ছাড়া যে ভালো মানুষ থাকতে তা এই দেশে আমারা ভুলে গেছি। আপনার মতো সত্য বলা সাংবাদিক ও ভালো মানুষের খুব অভাব আমাদের দেশে। আপনি দেশের জন্য হলেও আপনার কাজ চালিয়ে যাবেন আশা। এটি আমার জীবনের প্রথম কমেন্ট।
স্যার আপনার কথাগুলো আমি নিয়মিত দেখি। বর্তমান, ভবিষ্যতের পরিস্থিতি একটু হলেও উপলব্ধি করতে পারি। যদিও রাজনীতি আমি পছন্দ করি না। তবে দেশ নিয়ে চিন্তিত আছি। আবার বিদেশীরা ঢুকে না যায়।😢
আপনার এই প্রথম একটা গঠনমূলক কাজ করলেন। অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনাটা এরকমই হওয়া চাই। আপনার কাছ থেকে এমন কোনো বক্তব্য আশা করি না, যা পলাতক ফ্যাসিস্টকে আনন্দিত করে।
আলী ইমাম স্যার এর অনেক বেশি বয়স হয়ে গেছে। এই বয়সে রেষ্ট এর প্রয়োজন। তারপর ও যা করিতেছে নেহায়াতই কম না। সবার মধ্যেই দেশ প্রেম অবশ্যই থাকতেই হবে। সাবেক সচিবের বাসায় কোটি + কিভাবে টাকা থাকে???
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু ভাই আমি আপনার ভিডিওগুলি দেখার চেষ্টা করি কারণ আপনার কথাগুলো আমার খুবই ভালো লাগে ভালো লাগার কারণ হলো আপনি নিরপেক্ষ সমালোচনা করেন প্রধান উপদেষ্টা অনেকগুলো অনেকগুলো মন্ত্রণালয় নিয়ে বসে থাকার কারণ তারা তাদের মনের মতন মানুষ খুঁজে পাচ্ছে না কিন্তু আমরা সাধারণ মানুষ অনেক কষ্টে আছি আগেই ভালো ছিলাম
আসসালামু আলাইকুম আপনার আলোচনা আমার ভালো লাগে।। আপনার মাধ্যমে বিসিএস পরীক্ষার শুরু থেকে নিয়োগ পযন্ত একটি নিধারিত সময়সীমার বিষয়ে একটি অনুষ্ঠান করার জন্য অনুরোধ করছি
এখনো শিক্ষা কমিশন গঠন করা হয়নি । ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা বিভাগের নেতৃত্বে প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিভিন্ন স্তরের শিক্ষক ও প্রত্যেক ধর্মের ১জন করে প্রতিনিধিদের নিয়ে শিক্ষা কমিশন গঠন করা জরুরী । লেখাপড়ার সকল পর্যায়ে মেধা ও যোগ্যতার মূল্যায়ন করতে হবে । অটো পাস ও লটারী পদ্ধতিতে স্কুল-কলেজে ভর্তি বন্ধ করে মেধার ভিত্তিতে ভর্তি করতে হবে। পরীক্ষার নামে নকল ও দেখাদেখি করে লেখা বন্ধ করতে হবে।
মাসুদ কামাল ভাই আমি একজন সাধারণ মানুষ হিসেবে একটা কথা বলতে চাই একটা সুস্থ স্বাভাবিক বাচ্চা জন্ম নিতে ও নয় মাস সময় লাগে সেখানে এতো বড় একটা বিপ্লব এর পর এইরকম পরিস্থিতিতে যে সরকার আসছে আর আসার পর এমন কোন দিন নেই যে কোন না কোন বিক্ষোভ হচ্ছে সেখানে তিন মাসে যদি তাদের আমরা মূল্যায়ন করতে চাই তবে সেটা মাসের ভ্রণ র মতই লাগবে।আসলে এই সরকারের কাছে আমাদের প্রত্যাশা অনেক। কিন্তু আমাদের ধৈর্য্য ধরতে হবে।আমরা অনেক কঠিন সময় পার করছি সুদিনের আশায়।গাছ লাগানোর সাথে সাথে কি ফল পাওয়া যায়? আচ্ছা ভাল ফল পাওয়ার জন্য আমাদের কি করা উচিত? মনে রাখতে হবে আমরা ধংস স্তুপ এর মধ্যে গাছ লাগিয়েছি।Extra care is needed to get best result.
গত কয়েক বছর আসিফ নজরুল সাহেব কে দেখেছি অনেক অনেক নীতি কথা বলতে, কিন্তু এখন তিনি বিগত সরকারের মন্ত্রীদের মত ইনিয়ে বিনিয়ে কথা বলেন। তিনি তো নীতিবান মানুষ তিনটা চারটা মন্ত্রণালয়ের দ্বায়িত্বে কেন থাকবেন। এখন তার নীতি আদর্শ গেল কি। ব্যাপারটা কি এমন যে যায় লন্কা,সে হয় রাবন।
আপনাকে আমি মন থেকে পছন্দ করি, কারণ আপন একজন নিরপেক্ষ সাংবাদিক, আপনার মত যদি প্রতিটা সাংবাদিক হতো তাহলে আমরা সত্য সংবাদগুলো পেতাম, আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি ভাই।
অনেক দর্শকের সাথে আমি একমত, কাজের চাপ কমানোর জন্যই একজন উপদেশটাকে একটা মন্ত্রণালয়ের বেশি দেওয়া উচিত নয় মনে করি, সাবেক সচিব আলী ইমাম মজুমদারকে বাদ দিলে মনে হয় ভালো হবে,
আমার কাছে কোন উপদেষ্টাই ঠিক মতো কাজ করতে পারছে না ,জনগন হতাশ ! সামনের দিনে কি হবে আল্লাহ ভালো জানেন , আপনার মতো সাহসী সাংবাদিক আরো প্রয়োজন ছিল জাতির এই ক্রান্তি লগ্নে , এগিয়ে যান সাহস নিয়ে
প্রধান উপদেষ্টার নিকট পরামর্শ -- সাংবাদিক মাসুদ কামাল এবং মোস্তফা ফিরোজ এই দুই ভাই কে উপদেষ্টা করে দেখা যেতে পারে দেশের জন্য আরো বেশি মঙ্গলজনক কিছু করা যায় কিনা?
ভালো কে ভালো বলা আর খারাপ কে খারাপ বলার মানুষ জুলাই পরবর্তী সময় একমাত্র আপনাকেই দেখলাম। আর বাকি সব আওয়ামী লীগের মত, নেতা যতই পাপ করুক শিষর কাছেই সেই সেরা।।
ভাই আপনার মতো সাহসী বীর সাংবাদিক কখনো দেখি নাই,আওয়ামিলীগের সরকার যখন ক্ষমতায় থাকতে তাদের সমালোচনা করেছেন,এখনো বর্তমান সরকারের সমালোচনা করছেন,আপনাকে হাজারো সালাম মাসুদ কামাল ভাই ❤❤❤
জনাব মাসুদ কামাল " আপনার এখনকার বিশ্লেষণ গুলো বর্তমান সরকারের বিপক্ষে যায়, তাই আপনার বর্তমান শ্রোতারা বেশির ভাগ-ই গণঅভ্যুত্থান বিরোধী, তারা তো আপনার মতোই মতামত দিবে
সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল ভাই আমার বিশ্বাস আপনি আওয়ামী লীগ ও বিএনপি এর পক্ষে নন,আপনি এদেশের গণতন্ত্রের পক্ষে স্বাধীনচেতা নিরপেক্ষ ও সৎ মানুষ।আপনার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল।
প্রাইভেট ভার্সিটির ছাত্রদের মধ্য থেকে ২জন, শিক্ষকদের মধ্য থেকে ২ জন উপদেষ্টা নিয়োগ দেওয়া হোক। মাদ্রাসা ছাত্রদের মধ্য থেকে ১ জন উপদেষ্টা নিয়োগ দেওয়া হোক । দেশপ্রেমিক হিন্দু , বৌদ্ধ, ক্রিশ্চিয়ান, আদিবাসী--প্রত্যেক সম্প্রদায় হতে ১জন করে উপদেষ্টা নিয়োগ দেওয়া হোক ।
মাসুদ কামাল সাহেবের ভিউ এখন বেড়ে গেছে গ্রহণযোগ্যতাও বেড়ে গেছে ! আগে যারা মাসুদ কামালের টকশো দেখতো না তারা এখন দেখে, অন্যদিকে আগে যারা দেখতো তারা এখন কমিয়ে দিয়েছে দেখা !
কামাল ভাই আপনার মতো আরো কয়েকজন বাস্তব সমলোচনা করার মতো আর কাউকে দেখি না। আপনাকে স্যলুট
😂😂😂
হুম আর কয়েক জন এমন বললে আমরা গরত থেকে বের হতাম, এখন ভয় লাগে।
ধন্যবাদ মাসুদ কামাল ভাই। নিজে স্বচ্ছ এবং নৈতিকভাবে ঠিক থাকলে জোর দিয়ে কথা বলা যায়। কাউকে তোয়াক্কা না করেই। ভালো থাকবেন ভাই।
হাসু আপার লোক 😂😂😂
@@zannatulferdous5740 bnp r dalal
সাখাওয়াত স্যারকে সরাষ্ট হিসাবে দেখতে চাই
Pagal Bangali, Sakawath Hossin 1/11 ar election commissioner chilo, vote karcupir koray Awami leg k khomotai bosai chilo
Konok saruar K shorashto upodayshta hishabay dayk Tay chai
আওমিলিগের দালাল
@@RizviAhamed-e5dহোগা 🤣
আপনার আলোচনা খুব ভালো লাগে আমার। খুব খারাপ সময়ে দিয়ে যাচ্ছি। কিন্তু আপনার কথাগুলো শুনলে মনে হয়ে কেউ আছে আমাদের জন্যেও কথা বলছে। ধন্যবাদ আপনাকে।
আমি আপনার প্রায় প্রতিটা এপিসোড দেখি কারণ আপনার বস্তুনিষ্ঠ ও বিশ্লেষণধর্মী এবং স্পষ্ট কথা বলার জন্য। যাদের কোন চাওয়া পাওয়া থাকেনা তারাই এ ধরণের কথা বলার সাহস রাখে। আপনার মত আমার বর এভাবে স্পষ্ট কথা পেপারে লিখে । আমার You Tube এ রান্নার চ্যানেল আছে তারপর ও স্পষ্ট কথার এপিসোডগোল দেখি। ধন্যবাদ আপনাকে।
একজন স্পষ্টবাদী মানুষ হিসেবে মাসুদ কামাল আমাদের কাছে অত্যন্ত প্রিয় । বর্তমান উপদেষ্টা দের নিয়ে কিছুই বলার নাই। আপনার মত আমিও বলছি সবাই অথর্ব উপদেষ্টা। যারা হিংসা প্রতিস্থাপনের জন্য এখানে এসেছে একসময় দেশ ছেড়ে চলে যেতে পারে।
Toder moto AL er moto hingsha prithibi r karo moddhe nai
একজন সৎ যোগ্য ও নিরপেক্ষ সাংবাদিক মাসুদ কামাল ভাই, দোয়া করি সব সময় নিরপেক্ষ থাকবেন,ধন্যবাদ
ব্যর্থতা দিয়ে শুরু করিলাম। জনপ্রসাশন মন্তনালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বানিজ্য মন্ত্রনালয়। এই তিনটি মন্ত্রনালয়ের ব্যর্থতার কারনে দেশের মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। আমার ধারনা আমাদের সবার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব্য ডঃ মোহাম্মদ ইউনুস স্যারের প্রতি যে সম্মান দেশের মানুষের আছে তা তো আমরা সবাই জানি কিন্তু এভাবে দীর্ঘ দিন চলতে থাকলে কবে- না উনার প্রতি ও মানুষ বিরাগভাজন হয়ে যায়। তাই সরকারের এখন থেকেই এই মন্ত্রনালয় গুলোর প্রতি দৃষ্টি দেওয়া জরুরি। আর সফল হলো অর্থ মন্ত্রণালয়, আইন মন্ত্রনালয়, প্রবাসি কল্যান মন্ত্রনালয়, এবং তথ্য ও ক্রিড়া মন্ত্রনালয়। ধন্যবাদ মাসুদ কামাল ভাই।
কামাল ভাই আমরা ভেবেছিলাম দেশটা অনেক এগিয়ে যাবে, হয়েছে তার উল্টো।
কালাল ভাই আপনি এই সময়ে সাহসিকতার সাথে সত্য কথা বলছেন।এগিয়ে যান এবং সব সময় নিরপেক্ষ ভাবে কথা বলার জন্য ধন্যবাদ।
অনেক বছর ধরে আপনাকে ফলো করি। আপনার সব কথা মেনে নিতে পারি তা কিন্তু নয় তারপরও আপনাকে ভালো লাগে , পছন্দ করি। আপনি যুক্তি দিয়ে কথা বলেন এবং আপনার সাথে দ্বিমত থাকলে তা যুক্তি দিয়ে খন্ডন করা যায় একই সবচেয়ে ভালো লাগায় দিক। একরোখা হয়ে যাবেন না এটাই প্রত্যাশা। ভালো থাকবে , দোয়া রইলো। আব্বু প্রথম আপনার ভিডিও আমাকে দেখিয়েছিলেন।
খুব ভালো বলেছেন।
সব সময় আপনার সুস্বাস্থ্য কামনা করি, একটা মানুষ যখন সাধারণ জনগণের হয়ে কথা বলে, তখন সে মানুষটি দেশের সবচেয়ে প্রিয় মানুষ হয়ে ওঠে ।
If you put competent person in the right place, you will get the best result. Bangladesh Bank governor is the best example of it.
ব্যর্থতার সারি ধীরে ধীরে লম্বা হবে, দেখা যাক মানুষের সহ্য সীমা কতটুকু আছে।
ভাই আপনি বিএনপির চাঁদাবাজি দুর্নীতি নিয়ে কিছু বলেন। বিএনপি ক্ষমতায় আসার আগে যা শুরু করছে। আপনি যদি সত্যিকারের নিরপেক্ষ ব্যক্তি হন তাহলে তদন্ত করে তাদের সত্যিটা তুলে ধরেন। তারা যদি ভালো হয় ভালো খারাপ হয় খারাপ সেটাই আপনি তুলে ধরেন।
রাইট, এর আগের ভিডিও দেখেছি সেগুলো আওমীলীগ ও অনান্য দল নিয়ে বলতো, এখন এই সরকার কে নিয়ে বলে, কিন্তুু বি এন পি কে নিয়ে বলে না, তবে গঠনমূলক কথা বলে
আগে ভিপি নুরের তদন্ত করা দরকার মোসাদ কি পরিমাণ টাকা দেয় তাকে প্রধানমন্ত্রী করার জন্য
❤❤
হুম অবশ্যই বিনপির চাদা বাজি নিয়ে বলবেন সেই সাথে বলবেন বিগত ১৬ বছর যারা চাদাবাজি করে বিপুল অর্থ সম্পদ বানাইছে তাদের ওই সম্পদ কিভাবে সরকার জব্দ করতে পারে ওই সবও বলবেন।
আমার দেখা বাংলাদেশের বর্তমান নিরপেক্ষ সাংবাদিক এবং সাহসী আপনি
আলী ইমাম মজুমদার এবং উনার মতো ব্যর্থ আরও যে ক‘জন আছেন উনারা স্বেচ্ছায় পদত্যাগ করে চলে যাবেন এটাই জন-প্রত্যাশা !
আমার বয়স ৪৩ বছর আমি জাপান থাকি ২০ বছর . আমি এখন ৮ ঘন্টা বেশী কাজ ভালো লাগে না একদমেই . আর উপদেষ্টার বয়স ৭৫ - ৮৫ বছরের মধ্যে , উনারা কি কাজ করবে এই দেশের জন্য , ওই বয়সে , ?
মাসুদ কামাল ভাই আপনার সবভিডিও আমি নিয়মিত দেখি আপনার কাছে আমার একটা বিশেষ অনুরোধ রইল আসিফ নজরুল সম্পকে তিনি এখনও ২৬ লাখ ভারতীয়দের খুজে বের করলো না কেন এই বিষয়ে একটা আপনার একটা ভিডিও চাই বা আমার মন্তব্যের একটা উওর দিয়েন
❤
সমালোচনার যোগ্যতা সবার আছে কাজ করার যোগ্যতা কয়জনের আছে এক-দেড় বছর যাক তারপরে ব্যর্থতার সফলতার হিসাব করেন
Tokhon bolby desh ta to akabaraysas koray diya gasse, ak dar bochor a ki tik kora jai
লাস্ট কমেন্ট নিয়ে আলোচনা করলেন বলে হয়তো আমি কমেন্ট করছি। আমি বাংলাদেশে যদি কোনো সাংবাদিকের আলোচনা শুনি অথবা টকশো গুলো দেখি তাহলে আগে খেয়াল করি সেখানে মাসুদ কামাল স্যার আছে কিনা। কারণ বাংলাদেশ নিয়ে ন্যায্য কথা বলার মতো উনিই একমাত্র সাহসী সাংবাদিক।।
ধন্যবাদ ভাই ❤
নৈতিকতা ও সততা আর সচ্ছতা না থাকলে কেউ বুক ফুলিয়ে মেরুদন্ড সোজা করে দাঁড়িয়ে কথা বলতে পারে না। আপনার সম্পর্কে জাতি যথেষ্ট সচ্ছ ধারণা রাখেন। ধন্যবাদ ভাই আপনাকে।
আপনার কথাগুলো বাস্তবসম্মত
❤️❤️❤️
এভাবেই সৎ আর সত্যের পথে থাকবেন স্যার।
অনেক দোয়া শুভকামনা ❤️❤️❤️
আপনার কথার একটা সততার জোর অনুভব করা যায়।।কামাল ভাই 👍
আপনি একজন নির্ভিক সাংবাদিক। সাহসী কতার সাথে আপনার দায়িত্ব পালন করেছেন।
অত্যন্ত মূল্যবান আলোচনা, অবশ্যই মজুমদারকে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সরানো উচিত
স্যার আপনি শুধু আছেন সাধারণ মানুষের কথা বলেন উপদেষ্টা হয়না আপনি একজন সম্মানিত ব্যক্তি।
মাসুদ কামাল সাহেব আপনাকে আমি খুব সম্মান এবং শ্রদ্ধার চোখে দেখি কারন আপনার সাহস ও নৈতিকতা আমার ভাল লাগে,
বর্তমানে বাংলাদেশের মিডিয়া পাড়া ও আদালত পাড়ার অনৈতিকতা কে আপনি কিভাবে দেখছেন সে সম্পর্কে একটি আলোচনা করবেন দয়া করে।
আসসালামু আলাইকুম স্যার। আপনার পতি সম্মান দিনদিন বেডেই জাচছে।নিজের সম্পদের হিসাব টা এত সুন্দর ও ভদ্র ভাবে দিয়েছেন অনেক ভালো লাগল।ভদ্র ভাবে কিভাবে জবান দিতে হয় আপনার থকে শিক্ষা নিলে দেশটা অনেক টা এগিয়ে যেত।
ইউনুস কে সরিয়ে মাসুদ কামাল কে
প্রধান উপদেষ্টা করা দরকার ছিলো😁
ভালই বলছেন ৭১ টিভির মজা বাবুর ভূমিকায় অবতীর্ণ হয়েছেন মাসুদ কামাল খুইজা খুইজা সব নেগেটিভ পয়েন্ট বের করে ।মাসুদ কামাল যে এমন অন্ধ আওয়ামী সাপোর্টার সেটা আগে বুঝি নাই ।এখন আর উনার কথা শুনতেই ইচ্ছা হয় না
💕
ঠিক বলেছেন ভাই, এই বালটা সুধু পকর পকর করে।
@@monpakhi9896 হুম সেটাই উনি মনে হয় উপদেষ্টা হইতে চাইছিলেন পোলাপাইন না করছে দেইখা এখন খালি উল্টা কথা bole
@@singha300এইতো ভুল বললেন। মাসুদ কামাল নির্লোভ মানুষ
অর্থ মন্ত্রণালয়ের কাজটি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সেটা ঠিক লোকদের হাতেই আছে।
এজন্যই ব্যাংকে যেয়ে টাকা পাওয়া যায় না,? তাই না
যা দেখি বর্তমানে একজন সাংবাদিক আছে সত্য কথা বলার মত সে হচ্ছে কামাল ভাই
আপনার সততা নিয়ে কারো প্রশ্ন থাকা কিভাবে সম্ভব।
অনেক সময় আপনার মতামত ভালো লাগেনা, এটা হতেই পারে কিন্তু আপনার মতো একজন সৎজন সম্পর্কে এমন মন্তব্য করার আমাদের কোন রাইট নাই।
যাই হোক, আপনি আপনার মতো করেই আপনার কাজ করে যান। আর প্রত্যাশা থাকবে যাতে দেশে ভালো সাংবাদিক তৈরিতে কাজ করবেন। যারা নীতির সাথে আর সততার সাথে কোন আপষ করবেনা। কোয়ালিটি সংবাদ প্রচার করবে। তথ্যবহুল এবং অনুসন্ধানিমূলক রিপোর্ট করবে।
আল্লাহ আপনাকে নেক হায়াত বৃদ্ধি করে দিক।
আমাদের প্রিয় মাসুদ স্যার কেও উপদেষ্টা বানানো হোক।
দুইদিন পরে যাতে আসিফ নজরুল এর মত মারা খেতে দেখতে পারি। 🎉🎉
আপনি সাহসী সাংবাদিক দোয়া শুভকামনা রইল আপনার জন্য
সমালোচনা ভালো। তবে দু একটা প্রশংসাও করতেও ভুলবেন না।
আপনি অনেক ভালো।।।
স্যার আপনার বক্তব্য গুলো আমি সবসময় শুনি , আপনার বক্তব্য গুলো আমার ভীষণ ভালো লাগে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
জনগণের মতামত নিয়ে এ ধরনের রিপোর্ট বার বার চাই।
স্যার আওয়ামী লীগের সময় কি কোন বাধ্যবাধকতা ছিলনা এতো কিছু পেরিয়ে যদি শেখ হাসিনা এতো উন্নয়ন করতে পারে তাহলে ইউনূস ব্যার্থ হচ্ছে কেন?? কারণ সে পলিথিন উদঘাটনে ব্যাস্ত অথচ দ্রব্য মূল্য নিয়ে ইউনূসের কোন মাথাব্যথা নেই, এতো কারখানা বন্ধ হয়ে যাচ্ছে তাতেও কোন মাথা ব্যাথা নেই, শেখ হাসিনা কে আবারো লাগবে মনে রেখেন মাসুদ কামাল স্যার!!❤
আপনার মতামত আমি সব সময় দেখি। খাটি কথা আমার খুব প্রিয়।
ছাত্রদের নিয়ে যাদের চুলকানি ছিল,তারা দুইজন ই ভালো করতেছে। সব সময় রাজনীতি জানা মানুষ ই যে ভালো করবে,তার মানে নাই।
ভাই আপনি শতগুণ অভিজ্ঞ সত্যিকার কথা বল্রছেন অনেক ধন্যবাদ ভাই আপনাকে Masood Kamal KOTHA ❤❤❤❤
আমার মনে হয় ভাই আপনার মতো এমন সাহসী সাংবাদিক থাকলে আজ বাংলা দেশের এমন পরিনতি হতো না
You are one of the best journalist in BD.. I follow you for a long time...
অবশ্যই করা উচিৎ। মনে হয় তাদের বাহিরে আর কোন শিক্ষিত নাই। দেশের বারোটা বেজে উঠল মাত্র।
কামাল ভাই আপনি আমার পছন্দের একজন মানুষ। সব সময় এ ভাবেই আলোচনা সমালোচনা করে যাবেন।
উনার মতামতটা ভালো।
আসসালামু আলাইকুম ভাই, আপনাকে ধন্যবাদ, মন্তব্য গুলো প্রকাশ করার জন্য, এতে উপদেষ্টা দের মধ্যে কিছুটা হলেও সজাগ হবে।
ধন্যবাদ ভাই আপনি অনেক সুন্দর একটা কথা বলেছেন❤
মাসুদ কামাল স্যার কে অনেক ধন্যবাদ এখানে সাধারণ জনগণ বা ভিয়ার্সদেড় কমেন্টস নিজে পরে শুনাচ্ছেন প্রীতিটা পর্বে এটা ধারাবাহিকতা ধরে রাখবেন স্যার ধন্যবাদ
আমি প্রায় ৭-৮ বছর ধরে আপনার কথা শুনেছি, আমার কাছে মনে হয়েছে আপনি কোন দলের না।দল ছাড়া যে ভালো মানুষ থাকতে তা এই দেশে আমারা ভুলে গেছি। আপনার মতো সত্য বলা সাংবাদিক ও ভালো মানুষের খুব অভাব আমাদের দেশে। আপনি দেশের জন্য হলেও আপনার কাজ চালিয়ে যাবেন আশা। এটি আমার জীবনের প্রথম কমেন্ট।
স্যার আপনার কথাগুলো আমি নিয়মিত দেখি। বর্তমান, ভবিষ্যতের পরিস্থিতি একটু হলেও উপলব্ধি করতে পারি। যদিও রাজনীতি আমি পছন্দ করি না। তবে দেশ নিয়ে চিন্তিত আছি। আবার বিদেশীরা ঢুকে না যায়।😢
দিনশেষে আগেই ভালো ছিলাম সত্যি
আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার। আপনি একজন স্পষ্টবাদী মানুষ।
দ্রব্যমূল্যের উধর্গতিতে জনগণ হতাশ ও অসস্তিতে.....আছে ।
এই অবস্থায় আপনাকে দায়িত্ব দেওয়া হলে আপনিও ব্যার্থ হবেন।কারন ভিতরের জঞ্জাল এতো বেশি যে সহসাই তা দূর করা সম্ভব না।
আপনার এই প্রথম একটা গঠনমূলক কাজ করলেন। অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনাটা এরকমই হওয়া চাই। আপনার কাছ থেকে এমন কোনো বক্তব্য আশা করি না, যা পলাতক ফ্যাসিস্টকে আনন্দিত করে।
তোমরা এখন দেশে ডাবল বৈষম্য ডাবল ফ্যাসিবাদ সৃষ্টি করছো
আলী ইমাম স্যার এর অনেক বেশি বয়স হয়ে গেছে। এই বয়সে রেষ্ট এর প্রয়োজন। তারপর ও যা করিতেছে নেহায়াতই কম না। সবার মধ্যেই দেশ প্রেম অবশ্যই থাকতেই হবে। সাবেক সচিবের বাসায় কোটি + কিভাবে টাকা থাকে???
আপনি তো শুধু এই সরকারের ব্যার্থতাই দেখেন, সফলতা আপনার চোখে পড়ে না। একজন উপদেষ্টার দ্বায়িত্ব নিয়ে দেখেন কেমন লাগে।
উনিতো নিজেকে উপদেষ্টা পদের যোগ্য মনে করেননা। আর অফার পেলেও উনি তা গ্রহণ করবেন না। নিশ্চিত থাকুন
ভাই আপনি এই সরকারের সপলতা কি দেখেন একটু বলবেন?
একাত্তরের প্রতিশোধ নিচ্ছে সম্পূর্ণ স্বাধীনতাবিরোধী শক্তি
মাসুদ ভাই কে সালাম নিবেন। আপনার জন্য দোয়া করি আল্লাহ পাক আপনাকে নেক হায়াত এবং সুস্থ রাখুন।
আগেই ভালো ছিল
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু ভাই আমি আপনার ভিডিওগুলি দেখার চেষ্টা করি কারণ আপনার কথাগুলো আমার খুবই ভালো লাগে ভালো লাগার কারণ হলো আপনি নিরপেক্ষ সমালোচনা করেন প্রধান উপদেষ্টা অনেকগুলো অনেকগুলো মন্ত্রণালয় নিয়ে বসে থাকার কারণ তারা তাদের মনের মতন মানুষ খুঁজে পাচ্ছে না কিন্তু আমরা সাধারণ মানুষ অনেক কষ্টে আছি আগেই ভালো ছিলাম
বর্তমান সরকারের সব উপদেষ্টাই ব্যর্থ। সবাইকে বাদ দিয়ে সব জায়গায় নতুন উপদেষ্টা নিতে হবে।
I like your constructive criticism of people who are in charge of running the country! Keep up the good work 👍
আপনিই একমাত্র সবচেয়ে যোগ্য ব্যাক্তি। আর দেরি করে দেশের ক্ষতি করবেন না। এখনই আপনি প্রধান উপদেষ্টা র দায়িত্ব নিন। এবং নিজেকে প্রমাণ করুন।
তোর বাপ ইলিয়াস আর পিনাকী রে বল দেশে এসে ক্ষমতা নিতে। তারাই তো আওয়ামী লীগ কে সমালোচনা করতো তাহলে সরকার পতনের পর দায়িত্ব নিলো না কেন।
দলমত নির্বিশেষে দেশপ্রেমের প্রতি উদ্বুদ্ধ হয়ে একতার সঙ্গে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হবে।।
বৈষম্যহীন বাংলাদেশ চাই
আসসালামু আলাইকুম মাসুদ ভাই আরেকটি কথা বলতেছি ভুলে গেছি কিছুদিন আগে জেলা শাসক নিয়োগের ব্যাপারে যে অভিযোগ উঠেছিল তদন্ত রিপোর্ট তো জানলাম না,
মাসুদ কামাল ভাইকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে চাই।
আসসালামু আলাইকুম
আপনার আলোচনা আমার ভালো লাগে।।
আপনার মাধ্যমে বিসিএস পরীক্ষার শুরু থেকে নিয়োগ পযন্ত একটি নিধারিত সময়সীমার বিষয়ে একটি অনুষ্ঠান করার জন্য অনুরোধ করছি
আপনাকে উপদেষ্টা হিসেবে নেয়া উচিত
আমার মনে হয় শেষের কমেন্ট যেটা বিশ্লেষণ করেছেন উনি মনে হয় আপনার নিজে সরকারের মূল্যায়ন করার কথা বুঝাতে চেয়েছেন।
এখনো শিক্ষা কমিশন গঠন করা হয়নি । ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা বিভাগের নেতৃত্বে প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিভিন্ন স্তরের শিক্ষক ও প্রত্যেক ধর্মের ১জন করে প্রতিনিধিদের নিয়ে শিক্ষা কমিশন গঠন করা জরুরী । লেখাপড়ার সকল পর্যায়ে মেধা ও যোগ্যতার মূল্যায়ন করতে হবে । অটো পাস ও লটারী পদ্ধতিতে স্কুল-কলেজে ভর্তি বন্ধ করে মেধার ভিত্তিতে ভর্তি করতে হবে। পরীক্ষার নামে নকল ও দেখাদেখি করে লেখা বন্ধ করতে হবে।
মাসুদ কামাল ভাই আমি একজন সাধারণ মানুষ হিসেবে একটা কথা বলতে চাই একটা সুস্থ স্বাভাবিক বাচ্চা জন্ম নিতে ও নয় মাস সময় লাগে সেখানে এতো বড় একটা বিপ্লব এর পর এইরকম পরিস্থিতিতে যে সরকার আসছে আর আসার পর এমন কোন দিন নেই যে কোন না কোন বিক্ষোভ হচ্ছে সেখানে তিন মাসে যদি তাদের আমরা মূল্যায়ন করতে চাই তবে সেটা মাসের ভ্রণ র মতই লাগবে।আসলে এই সরকারের কাছে আমাদের প্রত্যাশা অনেক। কিন্তু আমাদের ধৈর্য্য ধরতে হবে।আমরা অনেক কঠিন সময় পার করছি সুদিনের আশায়।গাছ লাগানোর সাথে সাথে কি ফল পাওয়া যায়? আচ্ছা ভাল ফল পাওয়ার জন্য আমাদের কি করা উচিত? মনে রাখতে হবে আমরা ধংস স্তুপ এর মধ্যে গাছ লাগিয়েছি।Extra care is needed to get best result.
প্রায় সকল মন্তব্যই সুন্দর, গ্রহণযোগ্যতা আছে যথেষ্ট।
জয় বাংলা জয় বঙ্গবন্ধু ❤শেখ মুজিবুর রহমান
আমাকে প্রথম উপদেষ্টা বানানো উচিত। উনি ভালো পারফরম্যান্স করতে পারবে।
আপনার সাথে জনগণের তো কোনো সম্পর্ক নাই।
তাই জনগণের মতামত কিছু বলা আপনার পক্ষে সম্ভব না।
মনগড়া কথা বলা উচিত না, একটা স্বৈরাচাররা বলে।
আপনার শেষের কথা একদম সঠিক।
গত কয়েক বছর আসিফ নজরুল সাহেব কে দেখেছি অনেক অনেক নীতি কথা বলতে, কিন্তু এখন তিনি বিগত সরকারের মন্ত্রীদের মত ইনিয়ে বিনিয়ে কথা বলেন। তিনি তো নীতিবান মানুষ তিনটা চারটা মন্ত্রণালয়ের দ্বায়িত্বে কেন থাকবেন।
এখন তার নীতি আদর্শ গেল কি।
ব্যাপারটা কি এমন
যে যায় লন্কা,সে হয় রাবন।
আপনাকে আমি মন থেকে পছন্দ করি, কারণ আপন একজন নিরপেক্ষ সাংবাদিক, আপনার মত যদি প্রতিটা সাংবাদিক হতো তাহলে আমরা সত্য সংবাদগুলো পেতাম, আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি ভাই।
আপনার যুক্তিসংগত কথা শুনে আমার মনটা ভরে গেল আপনার ভিডিও প্রত্যেকটি দেখি এর কারণ হলো আপনি ন্যায়ের পক্ষে কথা বলেন
শিক্ষার প্রেক্ষাপটে সরকার পরিবর্তন হলেও শিক্ষা খাতে এখন পর্যন্ত কোন কমিশনও হয়নি। এজন্য আমরা হতাশ।শিক্ষা খাতে দৃশ্যমান কোন পদক্ষেপই নেই
উপদেষ্টাদের নিয়ে দর্শকদের মূল্যায়নের সাথে সম্পূর্ণ একমত। দয়া করে আমলে নিন
অনেক দর্শকের সাথে আমি একমত, কাজের চাপ কমানোর জন্যই একজন উপদেশটাকে একটা মন্ত্রণালয়ের বেশি দেওয়া উচিত নয় মনে করি, সাবেক সচিব আলী ইমাম মজুমদারকে বাদ দিলে মনে হয় ভালো হবে,
আমার কাছে কোন উপদেষ্টাই ঠিক মতো কাজ করতে পারছে না ,জনগন হতাশ ! সামনের দিনে কি হবে আল্লাহ ভালো জানেন , আপনার মতো সাহসী সাংবাদিক আরো প্রয়োজন ছিল জাতির এই ক্রান্তি লগ্নে , এগিয়ে যান সাহস নিয়ে
প্রধান উপদেষ্টার নিকট পরামর্শ -- সাংবাদিক মাসুদ কামাল এবং মোস্তফা ফিরোজ এই দুই ভাই কে উপদেষ্টা করে দেখা যেতে পারে দেশের জন্য আরো বেশি মঙ্গলজনক কিছু করা যায় কিনা?
আপনার মতো মানুষ কে উপদেষ্টা করা প্রয়োজন
ভালো কে ভালো বলা আর খারাপ কে খারাপ বলার মানুষ জুলাই পরবর্তী সময় একমাত্র আপনাকেই দেখলাম। আর বাকি সব আওয়ামী লীগের মত, নেতা যতই পাপ করুক শিষর কাছেই সেই সেরা।।
ভাই আপনার মতো সাহসী বীর সাংবাদিক কখনো দেখি নাই,আওয়ামিলীগের সরকার যখন ক্ষমতায় থাকতে তাদের সমালোচনা করেছেন,এখনো বর্তমান সরকারের সমালোচনা করছেন,আপনাকে হাজারো সালাম মাসুদ কামাল ভাই ❤❤❤
অসাধারণ একজন ভাল মানুষ ❤❤❤
জনাব মাসুদ কামাল " আপনার এখনকার বিশ্লেষণ গুলো বর্তমান সরকারের বিপক্ষে যায়, তাই আপনার বর্তমান শ্রোতারা বেশির ভাগ-ই গণঅভ্যুত্থান বিরোধী, তারা তো আপনার মতোই মতামত দিবে
সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল ভাই আমার বিশ্বাস আপনি আওয়ামী লীগ ও বিএনপি এর পক্ষে নন,আপনি এদেশের গণতন্ত্রের পক্ষে স্বাধীনচেতা নিরপেক্ষ ও সৎ মানুষ।আপনার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল।
স্যার এখানে দেখি নায়েকের চেয়ে ভিলেনের পাট বেশি। নায়েকের কোন ভূমিকা দেখা যাচ্ছে না
প্রাইভেট ভার্সিটির ছাত্রদের মধ্য থেকে ২জন, শিক্ষকদের মধ্য থেকে ২ জন উপদেষ্টা নিয়োগ দেওয়া হোক। মাদ্রাসা ছাত্রদের মধ্য থেকে ১ জন উপদেষ্টা নিয়োগ দেওয়া হোক । দেশপ্রেমিক হিন্দু , বৌদ্ধ, ক্রিশ্চিয়ান, আদিবাসী--প্রত্যেক সম্প্রদায় হতে ১জন করে উপদেষ্টা নিয়োগ দেওয়া হোক ।
উপদেষ্টারা শুন্যে থেকে কাজ শুরু করেছেন তাই তাদেরকে আরো সময় দিতে হবে।
মাসুদ কামাল সাহেবের ভিউ এখন বেড়ে গেছে
গ্রহণযোগ্যতাও বেড়ে গেছে !
আগে যারা মাসুদ কামালের টকশো দেখতো না তারা এখন দেখে,
অন্যদিকে আগে যারা দেখতো তারা এখন কমিয়ে দিয়েছে দেখা !