আসসালামু আলাইকুম। ভাইয়া আপনি কি চারা নাকি বীজ লাগিয়েছেন? ধুন্দল গাছের প্রতি মাদায় কয়টি চারা লাগিয়েছেন। গাছ থেকে গাছের দূরত্ব এবং সারি থেকে সারির দূরত্ব কত দিছেন দয়া করে জানাবেন।
নাইট্রো কীটনাশক। এটাতে ক্লোরোপারিফস + সাইপারমেথ্রিন আছে৷ এর কাজ সাদা মাছি,জাবপোকা, সহ সকল শোসক পোকা ও ফল ছিদ্রকারী পোকা/লেদাপোকার খুব ভালো কাজ করে। ডোজঃ পূর্ন বয়স্ক গাছে প্রতি লিটার পানিতে ২ মিলি। আর বাড়ন্ত / চারাতে প্রতিলিটার পানিতে ১ মিলি ব্যবহার করবেন। বাজারে এ্যালকো /নাইট্রো। তাছাড়া আপনি সিনজেন্টা কোম্পানীর স্রবিক্রন দিতে পারেন।
অনেক জায়গায় ধুন্দুল গাছ মারা যাচ্ছে। যদি পরবর্তিতে ধুন্দল চাষ করেন তাহলে জমি তৈরির সময় শতাংশ প্রতি ৩ কেজি ডোলো চুন + বিঘা প্রতি ২ কেজি ব্লিসিং পাওডার ছিটিয়ে ভালো ভাবে জমি চাষ দিয়ে পানি দেওয়ার পর ১৫ দিন জমি ফেলে রাখতে হবে। তারপর জমিতে সার গোবর দেওয়ার পর শেষ চাষের আগে ট্রাইকোডার্মা ভিরিডি + ব্যাকটেরিয়া নাশক সিডোমোনাস ফ্লুরেন্স দিতে হবে তাহলে আর গাছ মারা যাবে না৷
সম্বব। ২/৩ বছর আগেও ধুন্দলের ঢলে পড়া রোগ ছিলো না৷ ২/৩ বছর যাবৎ দেখা যাচ্ছে বাংলাদেশের অনেক জায়গায় এই সমস্যা হচ্ছে। ১০০ ভাগ সমধান পেতে হলে আপনাকে জমি তৈরি সময় চুন +বিলিচিং পাওডার ব্যবহার করতে হবে এবং চারা রোপনর আগে ট্রাইকোর্মা মাদা ও জমিতে ছিটিয়ে দিতে হবে। আর মালচিংয়ে করতে পারলে এমনিতে ঢলে পরা রোগ কম হয়। ২ দিনের মধ্যে মালচিংয়ে ধুন্দুলের ভিডিও দিবো দেখন কোন গাছ আক্রান্ত নেই। আর গাছ প্রতি ফলন ৫/৬ কেজি পরিমান অলরেডি ঝুলে আছে।
অনেক সুন্দর একটা ভিডিও উপহার দিলেন
মাশাআল্লাহ ভিডিও টা অনেক সুন্দর হয়েছে অনেক কিছু শিখলাম ধন্যবাদ ভাই আপনাকে
ভাই আপনাকে অনেক ধন্যবাদ। আপনি খুবই একটা তথ্যবহুল ভিডিও আপলোড করছেন।
আপনার আলোচনা উপস্থাপনা সবমিলিয়ে অসাধারণ, অনেক ভালো তথ্য পেলাম
ধন্যবাদ ভাইয়া
মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে
ভাই আপনার ভিডিওটা অনেক ভাল হয়েছে। আপনার মত সবজির চাষ করতে খুব ইচ্ছে হয়। আপনি সহযোগিতা করলে সবজির চাষ পারি। ফাইজুল ভাই আপনার জন্য শুভ কামনা রইল।
ধন্যবাদ ভাইয়া। সর্বোচ্চ সহযোগিতা পাবেন। ইনশা আল্লাহ।
Very very nice ❤❤❤❤❤❤❤
মাশা আল্লাহ্
মাশাআল্লাহ অনেক সুন্দর হয়ছে ফলন ❤
Apni intraresd mone Hoy ei bepare
@@nurealam4272 অবশ্যই
এগ্রো কেয়ার, দোয়া করি চ্যালেনটা প্রিয় হোক সবার
অনেক ভাল লাগলো।
ধন্যবাদ ভাইয়া
এগিয়ে যাও ফাইজুল এগিয়ে যাও শুভকামনা রইল
নাইস
অসাধারণ লাগলো।
ধন্যবাদ
ভাই অনেক সুন্দর। আল্লাহ আপনার ফসলে বরকত দান করেন
দোয়া করবেন ভাইয়া
Good explain to this Matter
Masa allah❤❤
Tnx new Friday rifly 🍋🍑🍏🍊
মাশাআল্লাহ
Thank You
মাশাল্লাহ
আল্লহুআকবার
Nice❤❤❤
ধন্যবাদ
করলা চাষে এগ্রো ওয়ান এর সিডিওল স্প্রে কিনে ব্যবহার করে ধরা খেয়েছি।
গাছের কোন সিডিওল স্প্রে নেই। চাষাবাদে কোন সমস্যা হলে 01738-741822 কল দিয়েন৷
@@faizulislam2216 ধন্যবাদ ভাই।
প্রতি দিন বিডিও দিবেন
রোজার দিন আর কাজের খুব চাপ ভাইয়া।
❤❤❤
Dada may mase lagale hobo uche jomite
Vai akon ki bij ropon kora jabe
ভাইয়া কীটনাশকের সাথে বরুণ স্প্রে করা যাবে সাথে ছত্রাকনাশক স্প্রে করা যাবে দয়া করে বলে দেন
যাবে। সমস্যা নাই।
আগাম চাষ করতে হলে কোন মাসে ধুন্দলের বীজ রোপন করতে হবে
এখনই সময় বীজ থেকে চারা তৈরি করার৷ পলিসেড তৈরি করে বীজ টবে অথবা ট্রেতে বীজ দিন।
মাসআল্লাহ আমি বারমাস ধুন্দুল খেতে পারি একএকটা ধুন্দুল এক হাত লম্বা চারা লাগলে যোগাযোগ করতে পারেন
মালিক সীডের আর্তি অনেক লম্বা হয়। ১টার ওজন নরমালি ৫০০ গ্রাম। ১ কেজিও হয়।
কোন মাসে বীজ বপন করেছিলেন??
এখন বীজ থেকে চারা তৈরি করুন। জানুয়ারীর ১ম সপ্তাহে মুল জমিতে রোপন করবেন৷ তাহলে আগাম বাজার পাবেন৷
ভাই আমাদের একানে বিশ টাকা কেজি😂
ভাইয়া আমি একটা জিনিস লক্ষ্য করেছি ধুন্দুল বৃষ্টির পরে ফুল জালি আটকে না ফুল ফোটার আগেই ছোট্ট অবস্থায় করি ঝরে যায় হলুদ হয়ে যায় এর কারণ কি
আসসালামু আলাইকুম। ভাইয়া আপনি কি চারা নাকি বীজ লাগিয়েছেন? ধুন্দল গাছের প্রতি মাদায় কয়টি চারা লাগিয়েছেন। গাছ থেকে গাছের দূরত্ব এবং সারি থেকে সারির দূরত্ব কত দিছেন দয়া করে জানাবেন।
চারা লাগিয়েছিলাম। আগাম ফলন পেতে হলে চারা লাগাতে হবে। চারা থেকে চারার দুরুত্ব ৩ ফিট আর শারির দুরুত্ব ৬ ফিট।
@@faizulislam2216 একটা মাদায় কয়টি চারা লাগিয়েছেন।
@@RedRose--if5qd ১ টি
@@faizulislam2216 ধন্যবাদ
ভাই বীজ কত টাকা প্যাকেট?
১০ গ্রাম ১২০/। বীজ থাকে ১১০/১২০ টি
চারা থেকে চারা কত দুর রোপন করতে হবে
শীতের ভেতরে লাগালে গাছ থেকে গাছ ৩ ফিট সাড়ি থেকে সাড়ি ৬ ফিট।
নাইট্রো
নাইট্রো কীটনাশক। এটাতে ক্লোরোপারিফস + সাইপারমেথ্রিন আছে৷ এর কাজ সাদা মাছি,জাবপোকা, সহ সকল শোসক পোকা ও ফল ছিদ্রকারী পোকা/লেদাপোকার খুব ভালো কাজ করে।
ডোজঃ পূর্ন বয়স্ক গাছে প্রতি লিটার পানিতে ২ মিলি। আর বাড়ন্ত / চারাতে প্রতিলিটার পানিতে ১ মিলি ব্যবহার করবেন। বাজারে এ্যালকো /নাইট্রো। তাছাড়া আপনি সিনজেন্টা কোম্পানীর স্রবিক্রন দিতে পারেন।
কোন মাসে বিজ লাগাবো
লাগানোর সময় চলতেছে। এখন থেকে আরো ১৫ দিনের ভিতরে লাগালে দাম ভালো পাবেন৷ ও গাছ ভালো থাকবে।
ভাই কত দূর পর পর গাছ রোপন করুম🥰
গাছ থেকে গাছ ৪ ফিট। সাড়ি থেকে সাড়ি ৬ ফিট।
ভাই বীজ করটি করে দিছেন 🥰
Kotodin boyos er cara mul jomire rupon korte hobe
চারা চার পাতা হলে
কবে লাগাতে হবে বিস কে দেই
আগাম চাষের জন্য ফেব্রুয়ারীর প্রথম সপ্তাহে চারা মুল জমিতে লাগাতে হবে। বীজ আপনি বাজারে পেয়ে যাবেন। সুপ্রীম সীডের গ্যালাক্সি জাত।
লোকেশন আপনার। আগামীতে করব পরামর্শ নিচে চাই
গাজীপুর
@@faizulislam2216 গাজীপুরএর কোথায়
@@Arif123-z5v মাওনা
ভাই পরশের বিষ লাগবে আমার
পরশ বলতে কি ধুন্দল বুঝায়??
০১৭৩৮৭৪১৮২২ কল দিন।
সবিক্রন
Kothai pabo
এটা কোন জাত
সুপ্রীম সীডের গ্যালাক্সি জাত।
ভাই আমার গাছের ফলন ঝরে পরে যায়, বাগানে এখনো পুরুষ ফুল ফুটে নাই, এই অবস্থায় কি করবো জানালে উপকৃত হবে ধন্যবাদ।
জমিতে যেন পানির কমতি না হয়। তারপরও যদি ফল ঝরা বন্ধ না হয় তাহলে বাম্পার স্প্রে করতে পারেন।
ভাই এই বীজের নাম টা কি দয়া করে বলবেন,,
সূপ্রীম সীডের গ্যালাক্সি
কি জাত
গ্যালাক্সি হীরা বীজ।
কই পাবো
দেওয়া যাবে।
@@faizulislam2216 কত টাকা প্যাকেট
3-G cutting korchilen.
ধুন্দলে ৩ জি কাটিংয়ের কোন দরকার পরে না৷ প্রতি গিটে গিটে এমনিতেই ধরে।
ভাই কতো টাকা বিক্রি করেছেন
দাম ভালো ও ফলন ভালো হলে বিঘা প্রতি ২ লাখ টাকা আসবে।
আমার গাছে অনেক দুন্দল ধরে কিন্তু মরে যায়
ট্রাইকোডার্মা ভিরিডি + সিডোমোনাস ফ্লুরেন্স একসাথে স্প্রে দিবেন। প্যান্থার টিবি + প্যান্থার পিএফ নামে পাওয়া যায়৷ মেডিসিন না পেলে 01738741822 কল করবেন৷
ভাই আমার গাছ গুলো মারা যাচ্ছে কি দিলে ভালো হবে???
অনেক জায়গায় ধুন্দুল গাছ মারা যাচ্ছে। যদি পরবর্তিতে ধুন্দল চাষ করেন তাহলে জমি তৈরির সময় শতাংশ প্রতি ৩ কেজি ডোলো চুন + বিঘা প্রতি ২ কেজি ব্লিসিং পাওডার ছিটিয়ে ভালো ভাবে জমি চাষ দিয়ে পানি দেওয়ার পর ১৫ দিন জমি ফেলে রাখতে হবে। তারপর জমিতে সার গোবর দেওয়ার পর শেষ চাষের আগে ট্রাইকোডার্মা ভিরিডি + ব্যাকটেরিয়া নাশক সিডোমোনাস ফ্লুরেন্স দিতে হবে তাহলে আর গাছ মারা যাবে না৷
আপাতত আপনি ব্যাকটাফ ১.৫ গ্রাম + কার্বেন্ডাজিম ২ গ্রাম প্রতিলিটার পানিতে মিশিয়ে গাছের গোড়ার মাটি ভিজিয়ে দিবেন। এর পরেও যদি না কমে তাহলে 01738-741822
ঢলেপড়া কি ১০০ % রোধ করা সম্ভব?
সম্বব। ২/৩ বছর আগেও ধুন্দলের ঢলে পড়া রোগ ছিলো না৷ ২/৩ বছর যাবৎ দেখা যাচ্ছে বাংলাদেশের অনেক জায়গায় এই সমস্যা হচ্ছে। ১০০ ভাগ সমধান পেতে হলে আপনাকে জমি তৈরি সময় চুন +বিলিচিং পাওডার ব্যবহার করতে হবে এবং চারা রোপনর আগে ট্রাইকোর্মা মাদা ও জমিতে ছিটিয়ে দিতে হবে। আর মালচিংয়ে করতে পারলে এমনিতে ঢলে পরা রোগ কম হয়। ২ দিনের মধ্যে মালচিংয়ে ধুন্দুলের ভিডিও দিবো দেখন কোন গাছ আক্রান্ত নেই। আর গাছ প্রতি ফলন ৫/৬ কেজি পরিমান অলরেডি ঝুলে আছে।
কি জাত এটা ভাই
সুপ্রীম সীডের গ্যালাক্সি
জাতের নাম কি
হীরা ধুন্দুল সূপ্রীম সীড। বাজারে পেয়ে যাবেন৷ বাজারে না পেলে ০১৭৩৮ ৭৪১৮২২ কল করবেন।
ভাইজান নতুন ভিডিও বানান আবার এখন বর্তমান দন্দল ক্ষেতের অবস্থা কি
ধুবুলের আর একটা আব্রেট দেন
@@mdnoyonislam5542 আমার আরেকটা ধুন্দলের জমি আছে ওটা ধুন্দল ও চালকুমড়া এক সাথে ওটার একটা ভিডিও দিবে ইনশাআল্লাহ।
মাশাআল্লাহ, অনেক ভালো হইছে ভাই। ভাই আপনার নাম্বারটা দেন প্লিজ, আপনার সাথে একটু পরামর্শ করব।
লাষ্ট ৩ মিনিট কথা গুলা ক্লিয়ার না,স্ত্রী ফুল বাড়ানো জন্য,,,,,, গাছের গোড়ায় ??? স্পে করতে??? যদি একটু ফোন নাম্বার টা দিতেন পরামর্শ নিতাম
01738741822 agro Care
পিছ বিশটাক
????
কেউ যখন খায়না
কি ভাইয়া
মাশাল্লাহ
❤❤❤