বিনা চাষে রসুন চাষ । রসুন চাষ পদ্ধতি । রসুন চাষ । benefits of garlic
HTML-код
- Опубликовано: 1 дек 2024
- রসুন একটি লাভজনক মসলা ফসল। কিন্তু সেই লাভজনক ফসল যদি হয় বিনা চাষে তাহলে বিষয়টি আরও মজাদার হয়।
ঠিক শুনছেন। বিনা চাষে রসুন চাষ করা হয় আমাদের দেশে।
আরও আছে। চাষ এবং মই দিয়ে চাষ করলে ফলন হয় বিঘা প্রতি ৩০ থেকে ৩৫ মন, কিন্তু বিনা চাষে ফলন হয় ৬০ থেকে ৬৫ মন। বিষয়টি সত্যিই খুব অভাবনীয়।
আজকের ভিডিওতে সে বিষয়ে খুব সুন্দর ভাবে ফুটিয়ে তোলা হয়েছে।
ভাদ্র মাসের শেষের দিকে যখন পানি শুকিয়ে যায়। মাটি একটু নরম কিন্তু কাদাময় না ঠিক সেই সময় বিঘা প্রতি ১ বস্তা ডিএপি এবং ৩০ কেজি এমওপি সার ছিটিয়ে প্রয়োগ করে ৪-৫ দিন জমি ফেলে রাখতে হয়। অনেকে আবার রসুনের কোয়া বপন করে তার পর সার ছিটিয়ে দেয়। যাই হোক রসুনে কোয়া বপণের পর কচুরিপানা/খড়কুটা/নাড়া ইত্যাদি দিয়ে ঢেকে দেয়।
মধ্যবর্তী সময়কালে ২-৩ বার পানি সেচ দেয় এবং ফসল উক্তোলন করেন।
আগাছা পরিস্কার এবং মাটি আলগা করা লাগেনা। সময় এবং শ্রম খুবই কম।
আশা করি দর্শন বন্ধুরা পুরো ভিডিওটি দেখবেন এবং এই পদ্ধতিতে রসুন এবং পেয়াজ একবার হলেও ট্রাই করে চাষ করে দেখবেন। আশা করি সফলতা অর্জন করতে পারবেন।
#রসুনচাষপদ্ধতি
#রসুনচাষ
#লাভজনকরসুনচাষেরআধুনিকপদ্ধতি
#রসুন
#garlicplanting
#বিনাচাষেরসুনচাষ
#garlic
#লাভজনকরসুনচাষ
#benefitsofgarlic
#সুমন
#এসএএওসুমন
#সুমনমিয়া
#saaosumon
#daesumon
#অর্থায়নেকৃষি
#জাজিরাররসুনচাষপদ্ধতি