পাখির চোখে দেখা বান্দরবনের যে রূপ আগে কখনো দেখা হয় নি || Bandarban Travel

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 сен 2024
  • বান্দরবান বাংলাদেশের দক্ষিণাঞ্চলের পার্বত্য চট্টগ্রামের একটি শহর। চট্টগ্রাম বিভাগীয় শহর থেকে ৭৫ কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত এ শহরটি একই নামের জেলা ও উপজেলার (বান্দরবান জেলা ও বান্দরবান সদর উপজেলা) প্রশাসনিক সদরদপ্তর। এটি বান্দরবান জেলার সবচেয়ে জনবহুল স্থান। এর আয়তন ১৩.০৫ বর্গকিলোমিটার এবং জনসংখ্যা ৪১,৪৩৪ জন। এটি ক শ্রেণীর পৌরসভা দ্বারা শাসিত হয়। শহরের একমাত্র যোগাযোগের উপায় সড়কপথ। কক্সবাজার বিমানবন্দর শহরের সবচেয়ে নিকটবর্তী আভ্যন্তরীণ বিমানবন্দর। শহরটি সমুদ্র সমতল থেকে ২৪ মিটার উচ্চতায় অবস্থিত এবং এর আবহাওয়া গরম ও আর্দ্র জলবায়ু বিশিষ্ট। এখানে দুটি সরকারি কলেজ, একটি টেকনিক্যাল কলেজসহ বেশকিছু শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে।
    দিগন্ত জুড়ে সবুজের সমারোহ কিংবা মেঘ ছোঁয়ে দেখার অবারিত সুযোগ কিংবা পাহাড়ি সর্পিলাকারের আঁকাবাঁকা রাস্তা ; প্রকৃতি কোনোটারই কার্পণ্য রাখেনি পাহাড়ি কন্যা বান্দরবানে। প্রকৃতি বান্দরবানকে সাজিয়েছে আপন মনের মাধুরি মিশিয়ে। মেঘকে কাছে থেকে ছুঁয়ে দেখতে চাইলে সেই সাথে পাহাড়ের দুর্গম রাস্তা আর ঝর্ণার মনোমুগ্ধকর ধ্বনি একসাথে পেতে চাইলে বান্দরবান আপনাকে যেতেই হবে। এ ভিডিওতে বান্দরবানের সেরকমই ১০ টি জায়গার কথা বলবো যেগুলো আপনাকে বারবার টেনে নিয়ে যাবে সেই মেঘের রাজ্যে।
    #বান্দরবান #bandarban #bangladesh #beautifulbangladesh #beautifulbandarban #bandarbancinematic

Комментарии •