সহজে Spoken আরবি

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 окт 2024
  • প্রতিবছর গড়ে প্রায় ৫ লক্ষ বাংলাদেশি জীবিকার তাগিদে মধ্যপ্রাচ্যে পাড়ি জমান। পাশাপাশি, প্রতিবছর প্রায় ২.৫ লক্ষ মানুষ হজ্জ্ব ও উমরা পালন করতে যান। দুঃখজনক হলেও সত্যি যে, শুধুমাত্র আরবিতে বেসিক কথাবার্তা বলতে না পারার কারণে, মধ্যপ্রাচ্যে যে বাঙ্গালী প্রবাসিরা আছেন, তারা অনেক ভালো সুযোগ হারান, অনেক দুঃখ-দুর্দশায় জর্জরিত হন। একই সাথে, যারা হজ্জ্ব-উমরা বা বেড়ানোর উদ্দেশ্য মধ্যপ্রাচ্যে যান, তারাও আরবিতে কথা বলতে না পারার কারণে, হয়নারির শিকার হয়, বিড়ম্বনায় পড়েন। যদি আরব দেশগুলোতে যাওয়ার আগে বেসিক আরবিতে কথা বলা শিখে যান, তাহলে কর্ম ও ভ্রমণ হবে আরও সহজ, আরও সাবলীল
    আরবি ভাষা আমাদের অনেকের জীবনেই চলার ক্ষেত্রে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। বাংলাদেশের অর্থনীতির অন্যতম শক্তি ধরা হয় রেমিটেন্সকে, যার সিংহভাগই অর্জিত হয় আরবি ভাষাভাষী দেশসমূহ থেকে। কিন্তু আরবি ভাষা জানা না থাকায় উচ্চ বেতনের চাকরি হাতছানি দিয়েও পালিয়ে যায় অনেকের ক্ষেত্রে। আপনি যদি যেকোন আরব দেশে যেতে চান এবং আরবি না জানার বিড়ম্বনার হাত থেকে নিজেকে বাঁচাতে চান, এই কোর্সটি কেবলমাত্র আপনার জন্যই।

Комментарии •