ট্রেন 🚂🚋🚋 - শিশুদের গান
HTML-код
- Опубликовано: 27 ноя 2024
- বাচ্চাদের জন্য একটি আনন্দময় অ্যানিমেটেড গান! 🎶
এখানে পাবেন রঙ্গিন কার্টুন, মজার গান, এবং শিক্ষামূলক বিষয়বস্তু। শিশুদের শেখার আনন্দ এবং বিনোদন একত্রে! 🐣💖
#শিশুরগান #অ্যানিমেশন #শিক্ষামূলকভিডিও #বাচ্চাদেরবিনোদন #বাংলাগান #কিচিরমিচির
ছুটছে ছোট্ট ট্রেন,
ধরা দেয় না কোনোমনে।
দূর থেকে শোনা যায়,
সিটি বাজে জোরে যায়।
ট্রেনের আছে পাঁচটি বগি,
প্রতিটা বগিতে কে বসে ভাই?
চলো এবার জেনে নেই,
কে যাচ্ছে কোথায় কে কী করে!
এক নম্বর বগিতে,
ঘুমায় সে সারাটাই পথে।
ভাল্লুক মশাই বড়,
চুপ করে থাকো সবাই!
(- চুপ, যেন না জাগাই!)
দুই নম্বর বগিতে,
লাফাচ্ছে সে মজা পেতে।
খরগোশ চলেছে সবে,
শহর দেখতে মন চায়!
(- হা হা হা!)
তিন নম্বর বগিতে,
দুটি মেষশাবক সাথে।
ভেড়াটি চলেছে হাসতে,
ওহ, তার তুলতুলে পশম!
(- ওহ! কী সুন্দর পশম!)
চার নম্বর বগিতে,
রাগে সে কেমন থাকে।
ভয়ঙ্কর নেকড়ে ভাই,
বাজারে যেতে চায়!
(- সত্যিই!)
পাঁচ নম্বর বগিতে,
সজারু এসেছে সাথে।
সে রাগে বড় কাতর,
কাঁটা ফুটেছে তার শরীর!
(- আহারে ছোট্ট বেচারা…)
ছুটছে ছোট্ট ট্রেন,
ধরা দেয় না কোনোমনে।
দূর থেকে শোনা যায়,
সিটি বাজে জোরে যায়।