কাম্মীর শ্বশুর যেভাবে তার শাশুড়ীকে স্নেহ করে,ভালবাসে, আদর করে দোয়া দেয় মাশাল্লাহ। মানুষ শিখুক। পুরুষরা দেখুক। মূল্য দিতে শিখুক পুরুষরা তার জীবন সঙ্গীকে। বিয়ে করলেই পুরুষ মানুষ মনে করে, মেয়ে মানুষটাকে কেন আর অনুভব করতে হবে। যা কি না চরম গুনাহ। মাশাল্লাহ সাইফানের দাদা! আল্লাহ তাঁকে সদা সুখী ও সুস্থ রাখেন। আমিন। আমিন। আমিন। সায়মা খালা কত সুন্দর করে বড় ভাবীকে ক্রেডিটটা দিলো। মাশাল্লাহ মাশাল্লাহ। আমি অনুভব করতে পারি, সায়মা খালাম্মাও একজন দায়িত্বশীল ভাবী, পুত্রবধূ, দাদী, মা ও স্ত্রী। যে যার জায়গা থেকে তার করনীয়টুকু করলেই কিন্তু বিশ্ব সংসার অনেক সুন্দর! এমন দায়িত্ব নিয়ে শিশির যে আকাশকে শিখাচ্ছে তার মায়ের প্রতি ভালবাসা ও দায়িত্ব, এর প্রশংসা করে শেষ করা যাবে না। শিশির ইয অলওয়েয জিনিয়াস! খুব মিস করলাম হাসান ও সাইফানের নানা নানীকে। এমন সুন্দর মুহূর্তে তাদেরকে ক্যামেরায় ধরলে অনুষ্ঠানটা ষোল কলা পূর্ণ হতো। আমি আমার ছেলেদের মুসলমানিতে কিছু করতে পারিনি, এসবের কোনোটাই। শিল্পী খালাম্মাকে শাড়ী পরে মোহনীয় লাগছিলো। তার কষ্ট করে করা সব আয়োজন পরিকল্পনা আর সাইফানের দাদীর খাটা খাটনি, পায়েস খুব ভাল হয়েছে। কাম্মী কিছু কথা বাচ্চাদেরকে বলতে হয় না। কিছু কথা না বল্লে উহ্য (উজ্য উচ্চারণ) রাখলেই বরং আপনার সম্মান, মর্যাদা ও ব্যক্তিত্ব তাদের কাছে বজায় থাকে। আকাশের প্রেম কিন্তু অপরাধ না। এসব উঠতি বয়সের ইনফ্যাচুয়েশেন, একটা মোহ। কোনোটাই স্থায়ী কিছু না। মানব সন্তানের এই বয়সে এটা কোনো অপরাধ, দোষ বা অস্বাভাবিক কিছু না। বরং মনে রাখবেন, যাদের মনে ইয়াং বয়সে ১৩/১৪ থেকে ১৮/১৯ পর্যন্ত কাউকেই মনে ধরবে না, ধরে না। তারাই অস্বাভাবিক। মনে ধরলেই পছন্দ হলেই, তার পিছনে ছুটার বা সময় নষ্ট করার কিছু নাই। খুব জোর সেই ভাললাগাকে নিয়ে মুগ্ধতাকে নিয়ে গল্প কবিতা লেখা যেতে পারে। তাতে পাপ বা দোষের কিছু নেই। মানুষের মানুষকেই ভাল লাগবে, মনে ধরবে। অন্য গ্রহের জন্তু জানোয়ারকে মনে ধরবে না। এক্ষেত্রে তাদেরকে বকাবকি চিল্লাচিল্লি না করে, বন্ধুর মতো আলাপ করে, গাইড করতে পারলে লুকিয়ে বহু দূর পর্যন্ত চলে যাবে না ছোট ছোট ছেলে মেয়ে। ব্যাপারটা ঠান্ডা মাথায় ভেবে দেখবেন। আপনার নিজের ছেলে হলেও কি তার প্রেমের কথা ক্যামেরার সামনে বলতেন?? প্রাইভেসি বা ব্যক্তিগত বলে কিছু থাকতে নেই জীবনে? এটাই কিন্তু পর্দা। কথার পর্দা। সব কথা সব জায়গায়, সবার সামনে বলতে নেই। শিশুদের চোখে, “টীন এজ্” কারো চোখে, জীবনে একবার শ্রদ্ধা হারালে, সারাজীবন ঘৃণার তলে থাকতে হবে। কথাটা মনে রাখলে ভাল করবেন। আপনি ক্যামেরার সামনে আকাশের প্রেম, প্রেম পত্র নিয়ে বলে ফেললেও এডিট করার সময় বাদ দেয়া উচিৎ ছিল। আমার মনে হলো ব্যাপারটা সঠিক হয়নি। তাই বল্লাম। ছোট মানুষদের আত্মসম্মান অনেক প্রখর হয়। আকাশ খোদা প্রদত্ত হরমোনাল, কেমিক্যাল এক চেঞ্জের ভীতর দিয়ে যাচ্ছে। এই সময়টা অনেক ক্রিটিকাল। এ্যাডাল্টরা সেটা না বুঝলে কেমন করে হবে। আপনি অনেক ভাল মনের মানুষ। একটু মাথা খাটালেই ব্যাপারটা ধরা দিবে আপনার কাছে। ফী আমানিল্লাহ।
Khub valo laglo apa amar cheleo boro hoyeche chintai chilam kamon vabe gaid korbo doua korben amar jonno jano cheleder valo vabe manuser moto manus korte pari amar duto jomoj chele tader jonno doua korben amar cheleder boyos 15amar boyos 31 sei jonnoi besi chinta kori je amar chelera amake voy pabe ba sonman korbe to doua korben amader jonno ar apnar jonno onek onek doua rilo
@@Minecraftgamer-dm6gq আপনার কি ১৪/১৫ বছর বয়সে বিয়ে হয়ে গেছে? ১৬ বছর বয়সে বাচ্চা হয়েছে? মায়ের বয়স বা কোনো বয়সই বিরাট কিছু না। বয়সটা কেবলই একটা সংখ্যা বা নাম্বার। সম্পর্কটা মেইন্টেইন করতে হয় বন্ধুর মতো। সন্তানের সাথে সময় কাটাতে হয়। তাদের কথা শুনতে হয় মন দিয়ে। তাদের মনোভাব, চাওয়া পাওয়া, ইচ্ছা, ভাললাগা, মন্দলাগা, আগ্রহ, পছন্দ অপছন্দ, প্রতিক্রিয়া সব সুন্দর ভাবে জানতে হবে। ভুল হলে বন্ধুর মতো আদর করে বুঝিয়ে বলতে হবে। সন্তান যখন জানবে, আমি যত বড় দোষ বা ভুলই করি না কেন, আমাকে ফেলে দেয়া হবে না। আমাকে বলতে সুযোগ দেয়া হবে। আমাকে শুনা হবে, আমাকে বুঝবে, তখন সে দূরে ভাগবে না। একটা অপরাধ বা দোষ করে সেটাকে ঢাকার জন্য আরও ৪/৫ টা অপরাধ করবে না। আপনার বাচ্চা দুটোর জন্যও ভালবাসা রইলো। ধন্যবাদ। “Guide” গাইড।
@@Minecraftgamer-dm6gq ফী আমানিল্লাহ। সময়েই সব সহজ হয়ে যাবে। সময়েই সব বুঝতে পারবেন। শুধু বন্ধু হয়ে থাকার চেষ্টা করুন ছেলেদের। যাতে তারা দূরে না ভাগে মানসিক ভাবে। এমন সম্পর্ক আর ভালবাসা দিন, যাতে আপনাকে সব কথা না খুলে বল্লে শান্তি না পায়, অস্বস্তিতে থাকে। সেটাই প্রকৃত বন্ধন ও সম্পর্ক। দোয়া করি সব কিছু সহজ হয়ে যায়।
শিল্পী আন্টিকে নিয়ে বলার কিছু নাই,, ওনার তুলনা শুধু মাত্র উনি নিজেই।। শিল্পী আন্টিকে আল্লাহ তায়ালা ভালো রাখুক,, উনি একাই ১০০ পুরো পরিবার কে একত্রে রাখার জন্য।
বাহ খুব সুন্দর একটা ঘরোয়া অনুষ্ঠান,ভীষণ ভালো লাগলো দেখতে,সাইফান সোনার জন্য অনেক আদর,সাইফান ওর সব দাদি দের আদরে ,যত্নে ,ভালোবাসায়,আশীর্বাদে খুব ভালো একজন মানুষ হয়ে উঠুক ৷আজ কে শাড়ি পরে সবাই কে খুব ভালো লাগছিল,শিল্পী আন্টিকে কি সুন্দর লাগছিল❤
সুন্নাতের এসব অনুষ্ঠান করা এবং মানুষ দাওয়াত করে খাওয়ানো সবই ইসলামের মতে নিষেধ।যদিও এখন আনন্দের নামে সারা দুনিয়াতেই আল্লাহএং রাসুল সাঃ এর নিষেধ কামাই করছি।আল্লাহ সবহানুতায়ালাহ আমাদের সকলকে মাফ করেন এবং সঠিক দীন পালন করার তৌফিক দিন ।.আমিন।
আপনারা আমার রক্তের কেউ না।তবে আপনাদের আনন্দ গুলো আমি বেশ উপভোগ করি। আর মনে হয় আমি যদি এমন একটা পরিবারের সদস্য হতাম। আমার মন মানসিকতা সাথে আমার পরিবারের কারোর সাথে মিলে না। আপনাদের ভিডিও আমাকে যেমন হাসায় আবার মাঝে মধ্যে খুব কান্না করায়। ভাল থাকবেন আপনাদের মত যদি সব পরিবার হত তাহলে হিংসা নামক শব্দ দুনিয়াতে থাকতো না।অনেক দোয়া আপনাদের জন্য 🖤
অসাধারণ পরিবার।কি সুন্দর সবাইকে নিয়ে আনন্দ করলেন, আর কি লাগে! সবাইকে কত সুন্দর লাগছিল, আপু আপনি শাড়ী পরতে পারতেন।ভাই তো একদম বিন্দাস।সাইফানের জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা🥰🥰🥰।
আমি সবসময় আপু আপনাদের ভিডিও দেখি।অনেক ভাল লাগল আজকের ভিডিও টা।এতো ভালোবাসার পরিবার। দেখে ই মনে হয়, এমন পরিবার থাকা মানেblessing..সবাই এমন ভাবে মিলেমিশে থাকতে জানেনা।ভািইয়ার কথাটা সবসময় ভালো লাগে। সু যোগ পেলে পরিবার নিয়ে আনন্দ করবেন।স্বার্থের এই যুগে আসলে ই এমন পরিবার বিরল।সবার জন্য অসংখ্য দোয়া ও ভালো বাসা।
এমন অনুস্থান আগে কোন দিন দেখিনি,শুনেছিলাম মুসলিম সম্প্রদায়ে এমন একটি অনুষ্ঠানের কথা,আজ দেখলাম,খুব ভাল লাগল, ভাল থেক সাইফান,অনেক বড় হও, অনেক শুভ কামনা তোমার জন্য।
আমি ফ্রান্স থেকে নিয়মিত আপনাদের ভিডিও দেখি। কখনও কমেন্ট করা হয়নি, আপনাদের এ পারিবারিক বন্ধন দেখে খুব ভালো লাগে, আপনাদের সহজ সরল ভাবনা গুলিকে মন থেকে সম্মান করি। ভালো থাকবেন ইনশাআল্লাহ।
Khub sundor enjoy korle apara..apnar baba ke dekhe amr babar kotha mone pore..amr baba nei r...kaku ke amr tarof theke pronam diyen sobai valo thake lots of love from Kolkata West Bengal
মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ সবাই কে অনেক অনেক সুন্দর লাগছে দেখতে সাইফান সোনা পাখি টার মুখের মিষ্টি হাসি দেখে মনটা ভরে গেলো।। অনেক অনেক ভালোবাসা আদরও দোয়া রইলো বাবা টার জন্য 💛🧡💛
আছালামুআলাইকুম সাইফানের অনুষ্ঠান দেখলাম খুব সুন্দর লাগল ।সাইফানের জন্য অনেক অনেক ভাল বাসা আল্লাহ যেন সব সময়ই এভাবেই আনন্দের সহিত রাখেন। আল্লাহ হাফেজ ।🥳♥️🎉♥️
সবার আদর ভালোবাসা দেখে গলা ধরে এলো, চোখ দিয়ে অঝোর ধারায় পানি গড়িয়ে পড়লো। দোয়া করি, সাইফান বড় হয়ে এই আদরের দিগুন প্রতিদান দিক সবাইকে। আজকে সাইফানের দাদীর শাড়ীটা সেই সুন্দর ছিলো। মা শা আল্লাহ, আর সাইফান কি সাবলীলভাবে সবগুলো পর্বই এনজয় ও সহযোগিতা করলো।
সবাইকে এতো আনন্দ করতে দেখে অনেক খুশি লাগছে।আর সাইফান সহ আপনাদের পরিবারের সবার জন্য অনেক দোয়া আর ভালোবাসা। এভাবে সবাই মিলে মিলে হাসিখুশি থাকেন সবসময় সে দোয়া রইল। আপনাদের পরিবারের সবাই কে একসাথে দেখে খুব ভালো লাগে আর মনের অজান্তেই চোখে পানি চলে আসে। কারণ আমার মা চৌদ্দ বছর হলো মারা গেছেন।আর আমার পরিবারের সদস্যদের আর কখনো একসাথে এভাবে আনন্দ করা হয়নী
আজকের ব্লগটা অসাধারণ সুন্দর। এত সুন্দর এডিটিং। অনুষ্ঠানের মিউজিকটাও খুব সুন্দর ছিল। আনন্দ করার জন্য কোন বিশেষ দিন লাগেনা।ভালোবাসার মানুষদের সাথে নিয়ে যে কোন দিনকে বিশেষ দিন বানানো যায়।সবার জন্য অনেক দোয়া আর ভালোবাসা রইল। 💖💖💖💖
সাইফানের আসল বিয়ের সময় কে থাকবে আর কে থাকবে না আল্লাহ ভালো জানেন। তাই বিয়ের মত করে হলুদ হলো। ভালো লাগলো সাইফানের হলুদের অনুষ্ঠান। আমার ছেলের মুসলমানীতে আমার খালারা এইভাবে আনন্দ করেছিলাম। আমার ছেলের নানীরা এই রকম মজা করেছিলো। আমাদের নানী বাড়ীর সবাই এই রকম আনন্দ করি। আপনাদের বন্ডিং টা ঠিক আমার নানী বাড়ীর মত। মাশাহ্ আল্লাহ। ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
মাশাল্লাহ এত সুন্দর একটা পরিবার 😍😍😍আর এত সুন্দর একটা ভিডিও দেখার পর সত্যিই অনেক ভালো লাগলো😊😊😊 কিন্তু একটা কথা এবার শোভা,,, সিদরাতুল এর আম্মুকে কোথাও দেখতেছি না কেন??
মাশাআল্লাহ। অনেক সুন্দর। সাইফানের জন্য অনেক দোয়া আর শুভকামনা রইলো।পুরনো রীতি গুলো দেখতে ভালোই লাগে।কাম্মি আজকে শাড়ি পড়লে ভালো লাগতো।ছেলের হলুদ বলে কথা।
Khub bhalo laglo dekhte go tomader eii anushtan....koto sundor family bonding, sabai sabaike koto bhalobase....Saifan is very lucky to have such a loving ❤😊💖 family.
মাসাআল্লাহ সাইফান সুনার জন্য অনেক দোয়া রইল তুমাদের সব আনন্দগুলা ও অনেক অনেক ভাল লেগেছে আর সজিব ভাই ত পুরাই জাক্কাস দাড়িঁ রাখাতে মাসাআল্লাহ মুখের রুসনি আল্লাহ বাড়িয়ে দিয়েছেন 💓💜❤️💜💓💜💜💜💜💜💜💜💜❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🥀❤️🥀❤️🥀❤️🥀❤️🥀❤️❤️🥀
সাইফানের জন্য মন থেকে দোয়া। এত সুন্দর সম্পর্ক, স্বপ্নের মত লাগে। এই পরিবারের সবাই এতই ভাল নির্দিষ্ট একজন বের করা খুবই কঠিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তায়লা তোমাদের আরও ভাল রাখেন। আমরাও যেন তোমাদের মত হতে পারি। আমিন!!!!💚
অনেক আগের রিতীরেওয়াজ গুলো আজকাল ইতিহাসের মত হয়ে গেছে-আমি শুধু আমার আম্মার মুখে শুনতাম আগেকার দিনে কান ফুটানো হলে,কারো মুসলমানি/খতনা করানো হলে বড় করে অনুষ্ঠান করত-কোনদিন চোখে দেখিনাই।আজকে আপনাদের ভিডিও এর মাধ্যমে সাইফানের মুসলমানি অনুষ্ঠান দেখলাম,অনেক ভালো লাগল দেখে😍 Special ধন্যবাদ শিশির ভাইয়ের আম্মুকে ও শিল্পি খালাম্মাকে।আল্লাহ ওনাদের নেক হায়াত দান করুক-আপনাদের পুরো পরিবারকে অনেক ভালবাসা❤️❤️❤️❤️❤️
হ্যাঁ হ্যাঁ আমারো দেখে এটাই মনে হলো আমাদের যে রকম পৈতে হয় এদের নিয়ম গুলো অনেক টা একি রকম। যাই হোক তোমাদের সবাইকে অনেক ভালোবাসা আর সাইফান কে অনেক আদর। তোমরা সবাই আমার পরিবারে এসো কথা দিচ্ছি আমিও তোমাদের পরিবারে যাবো।
সাইফান সোনা তোমার জন্য অনেক ভালোবাসা আর আর্শীবাদ তুমি অনেক বড় হও ভাল মানুষ হও ভগবানের কাছে প্রার্থনা করি তিনি যেন তোমায় দীর্ঘায়ু দান করে 💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞
একটা ফ্যামেলি এতো সুন্দর হতে পারে,মাশা-আল্লাহ কিছু বলার নাই।
হুম ঠিক বলেছেন।👍👍❤❤
কাম্মীর শ্বশুর যেভাবে তার শাশুড়ীকে স্নেহ করে,ভালবাসে, আদর করে দোয়া দেয় মাশাল্লাহ। মানুষ শিখুক। পুরুষরা দেখুক। মূল্য দিতে শিখুক পুরুষরা তার জীবন সঙ্গীকে। বিয়ে করলেই পুরুষ মানুষ মনে করে, মেয়ে মানুষটাকে কেন আর অনুভব করতে হবে। যা কি না চরম গুনাহ। মাশাল্লাহ সাইফানের দাদা! আল্লাহ তাঁকে সদা সুখী ও সুস্থ রাখেন। আমিন। আমিন। আমিন।
সায়মা খালা কত সুন্দর করে বড় ভাবীকে ক্রেডিটটা দিলো। মাশাল্লাহ মাশাল্লাহ। আমি অনুভব করতে পারি, সায়মা খালাম্মাও একজন দায়িত্বশীল ভাবী, পুত্রবধূ, দাদী, মা ও স্ত্রী। যে যার জায়গা থেকে তার করনীয়টুকু করলেই কিন্তু বিশ্ব সংসার অনেক সুন্দর!
এমন দায়িত্ব নিয়ে শিশির যে আকাশকে শিখাচ্ছে তার মায়ের প্রতি ভালবাসা ও দায়িত্ব, এর প্রশংসা করে শেষ করা যাবে না। শিশির ইয অলওয়েয জিনিয়াস!
খুব মিস করলাম হাসান ও সাইফানের নানা নানীকে। এমন সুন্দর মুহূর্তে তাদেরকে ক্যামেরায় ধরলে অনুষ্ঠানটা ষোল কলা পূর্ণ হতো।
আমি আমার ছেলেদের মুসলমানিতে কিছু করতে পারিনি, এসবের কোনোটাই।
শিল্পী খালাম্মাকে শাড়ী পরে মোহনীয় লাগছিলো। তার কষ্ট করে করা সব আয়োজন পরিকল্পনা আর সাইফানের দাদীর খাটা খাটনি, পায়েস খুব ভাল হয়েছে।
কাম্মী কিছু কথা বাচ্চাদেরকে বলতে হয় না। কিছু কথা না বল্লে উহ্য (উজ্য উচ্চারণ) রাখলেই বরং আপনার সম্মান, মর্যাদা ও ব্যক্তিত্ব তাদের কাছে বজায় থাকে। আকাশের প্রেম কিন্তু অপরাধ না। এসব উঠতি বয়সের ইনফ্যাচুয়েশেন, একটা মোহ। কোনোটাই স্থায়ী কিছু না। মানব সন্তানের এই বয়সে এটা কোনো অপরাধ, দোষ বা অস্বাভাবিক কিছু না। বরং মনে রাখবেন, যাদের মনে ইয়াং বয়সে ১৩/১৪ থেকে ১৮/১৯ পর্যন্ত কাউকেই মনে ধরবে না, ধরে না। তারাই অস্বাভাবিক। মনে ধরলেই পছন্দ হলেই, তার পিছনে ছুটার বা সময় নষ্ট করার কিছু নাই। খুব জোর সেই ভাললাগাকে নিয়ে মুগ্ধতাকে নিয়ে গল্প কবিতা লেখা যেতে পারে। তাতে পাপ বা দোষের কিছু নেই। মানুষের মানুষকেই ভাল লাগবে, মনে ধরবে। অন্য গ্রহের জন্তু জানোয়ারকে মনে ধরবে না। এক্ষেত্রে তাদেরকে বকাবকি চিল্লাচিল্লি না করে, বন্ধুর মতো আলাপ করে, গাইড করতে পারলে লুকিয়ে বহু দূর পর্যন্ত চলে যাবে না ছোট ছোট ছেলে মেয়ে। ব্যাপারটা ঠান্ডা মাথায় ভেবে দেখবেন।
আপনার নিজের ছেলে হলেও কি তার প্রেমের কথা ক্যামেরার সামনে বলতেন?? প্রাইভেসি বা ব্যক্তিগত বলে কিছু থাকতে নেই জীবনে? এটাই কিন্তু পর্দা। কথার পর্দা। সব কথা সব জায়গায়, সবার সামনে বলতে নেই। শিশুদের চোখে, “টীন এজ্” কারো চোখে, জীবনে একবার শ্রদ্ধা হারালে, সারাজীবন ঘৃণার তলে থাকতে হবে। কথাটা মনে রাখলে ভাল করবেন।
আপনি ক্যামেরার সামনে আকাশের প্রেম, প্রেম পত্র নিয়ে বলে ফেললেও এডিট করার সময় বাদ দেয়া উচিৎ ছিল। আমার মনে হলো ব্যাপারটা সঠিক হয়নি। তাই বল্লাম। ছোট মানুষদের আত্মসম্মান অনেক প্রখর হয়। আকাশ খোদা প্রদত্ত হরমোনাল, কেমিক্যাল এক চেঞ্জের ভীতর দিয়ে যাচ্ছে। এই সময়টা অনেক ক্রিটিকাল। এ্যাডাল্টরা সেটা না বুঝলে কেমন করে হবে। আপনি অনেক ভাল মনের মানুষ। একটু মাথা খাটালেই ব্যাপারটা ধরা দিবে আপনার কাছে। ফী আমানিল্লাহ।
Khub valo laglo apa amar cheleo boro hoyeche chintai chilam kamon vabe gaid korbo doua korben amar jonno jano cheleder valo vabe manuser moto manus korte pari amar duto jomoj chele tader jonno doua korben amar cheleder boyos 15amar boyos 31 sei jonnoi besi chinta kori je amar chelera amake voy pabe ba sonman korbe to doua korben amader jonno ar apnar jonno onek onek doua rilo
@@Minecraftgamer-dm6gq আপনার কি ১৪/১৫ বছর বয়সে বিয়ে হয়ে গেছে? ১৬ বছর বয়সে বাচ্চা হয়েছে? মায়ের বয়স বা কোনো বয়সই বিরাট কিছু না। বয়সটা কেবলই একটা সংখ্যা বা নাম্বার। সম্পর্কটা মেইন্টেইন করতে হয় বন্ধুর মতো। সন্তানের সাথে সময় কাটাতে হয়। তাদের কথা শুনতে হয় মন দিয়ে। তাদের মনোভাব, চাওয়া পাওয়া, ইচ্ছা, ভাললাগা, মন্দলাগা, আগ্রহ, পছন্দ অপছন্দ, প্রতিক্রিয়া সব সুন্দর ভাবে জানতে হবে। ভুল হলে বন্ধুর মতো আদর করে বুঝিয়ে বলতে হবে। সন্তান যখন জানবে, আমি যত বড় দোষ বা ভুলই করি না কেন, আমাকে ফেলে দেয়া হবে না। আমাকে বলতে সুযোগ দেয়া হবে। আমাকে শুনা হবে, আমাকে বুঝবে, তখন সে দূরে ভাগবে না। একটা অপরাধ বা দোষ করে সেটাকে ঢাকার জন্য আরও ৪/৫ টা অপরাধ করবে না। আপনার বাচ্চা দুটোর জন্যও ভালবাসা রইলো। ধন্যবাদ।
“Guide” গাইড।
@@khokonmimikhan2658 dhonno bad apa doua korben amar jonno ami kichu bujhte parchi na ki vabe ki korbo doua korben amar jonno amar cheder jonno
Apner Likha Gula Eto Balo Laghlo Ki Bolbo🥰
@@Minecraftgamer-dm6gq ফী আমানিল্লাহ। সময়েই সব সহজ হয়ে যাবে। সময়েই সব বুঝতে পারবেন। শুধু বন্ধু হয়ে থাকার চেষ্টা করুন ছেলেদের। যাতে তারা দূরে না ভাগে মানসিক ভাবে। এমন সম্পর্ক আর ভালবাসা দিন, যাতে আপনাকে সব কথা না খুলে বল্লে শান্তি না পায়, অস্বস্তিতে থাকে। সেটাই প্রকৃত বন্ধন ও সম্পর্ক। দোয়া করি সব কিছু সহজ হয়ে যায়।
শিল্পী আন্টিকে নিয়ে বলার কিছু নাই,, ওনার তুলনা শুধু মাত্র উনি নিজেই।।
শিল্পী আন্টিকে আল্লাহ তায়ালা ভালো রাখুক,, উনি একাই ১০০ পুরো পরিবার কে একত্রে রাখার জন্য।
বাহ খুব সুন্দর একটা ঘরোয়া অনুষ্ঠান,ভীষণ ভালো লাগলো দেখতে,সাইফান সোনার জন্য অনেক আদর,সাইফান ওর সব দাদি দের আদরে ,যত্নে ,ভালোবাসায়,আশীর্বাদে খুব ভালো একজন মানুষ হয়ে উঠুক ৷আজ কে শাড়ি পরে সবাই কে খুব ভালো লাগছিল,শিল্পী আন্টিকে কি সুন্দর লাগছিল❤
সাইফানের নানা, নানি, মামা আসলে অনেক অনেক ভালো হতো
সাইফানের নানা, নানী আর মামা এলে ভাল হতো।
রাইট
ঠিক
Amio same kotha bolte chassilam
Right
Ak dom tek
এই যে সায়মা খালাম্মা বল্লো আপনার শাশুড়ী কে- এই যে আমার মায়ের মতো ভাবী। আমার চোখ এ পানি চলে আসলো।মাশাল্লাহ আন্তরিকতা কতো💕💕💕
Oita arek khalamma chilo mone hoi
@@saimonsworld4684 naa uni Sayma khalamma. Arekjon pashe chilen uni sheli khalamma
😂y
সুন্নাতের এসব অনুষ্ঠান করা এবং মানুষ দাওয়াত করে খাওয়ানো সবই ইসলামের মতে নিষেধ।যদিও এখন আনন্দের নামে সারা দুনিয়াতেই আল্লাহএং রাসুল সাঃ এর নিষেধ কামাই করছি।আল্লাহ সবহানুতায়ালাহ আমাদের সকলকে মাফ করেন এবং সঠিক দীন পালন করার তৌফিক দিন ।.আমিন।
শিল্পী আন্টি সেরা😍 Amazing lady😊
আমাদের এখানে ও এরকম অনুষ্ঠান হয়। ভিডিও টি দেখে নিজের অজান্তেই মুখে হাসি ফুটে উঠেছে। ধন্যবাদ ভাইয়া আপনাদের।
কিছু বলার নাই,,,,,মন শান্তি,,, ভিডিও দেখে,,,,,,,,,আনন্দে চখে পানি চলে আসছে, ❤️❤️❤️❤️❤️❤️❤️
শিল্পি আন্টির আনন্দ দেখে খুব ভালো লাগছে💙।সাইফানের মধ্যেও এই পারিবারিক আনন্দ পারিবারিক বন্ধন আসুক,মাশাআল্লাহ
শিল্পী খালাম্মা কে শাড়ী পরা দেখে খুব ভালো লাগলো। মাশা আল্লাহ 🧡❤️
আপনাদের সবাই খুব ভালো মনের অধিকারী।কিন্তু শিল্পী আন্টি খুবই স্বচ্ছ মনের একজন মানুষ।কত আনন্দ নিয়ে কাজ গুলো করে।আল্লাহ উনাকে অনেক বছর বাঁচায় রাখুক।💖
আপনারা আমার রক্তের কেউ না।তবে আপনাদের আনন্দ গুলো আমি বেশ উপভোগ করি। আর মনে হয় আমি যদি এমন একটা পরিবারের সদস্য হতাম। আমার মন মানসিকতা সাথে আমার পরিবারের কারোর সাথে মিলে না। আপনাদের ভিডিও আমাকে যেমন হাসায় আবার মাঝে মধ্যে খুব কান্না করায়। ভাল থাকবেন আপনাদের মত যদি সব পরিবার হত তাহলে হিংসা নামক শব্দ দুনিয়াতে থাকতো না।অনেক দোয়া আপনাদের জন্য 🖤
অসাধারণ পরিবার।কি সুন্দর সবাইকে নিয়ে আনন্দ করলেন, আর কি লাগে! সবাইকে কত সুন্দর লাগছিল, আপু আপনি শাড়ী পরতে পারতেন।ভাই তো একদম বিন্দাস।সাইফানের জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা🥰🥰🥰।
কারোর প্রশংসা করে ছোট করবোনা ,একথায় সবাই কে সুন্দর লাগছে ,আল্লাহ সবাই কে সুস্থতার সাথে নেক হায়াত দান করুন, আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করেন
Amin
আমিন
আমি সবসময় আপু আপনাদের ভিডিও দেখি।অনেক ভাল লাগল আজকের ভিডিও টা।এতো ভালোবাসার পরিবার। দেখে ই মনে হয়, এমন পরিবার থাকা মানেblessing..সবাই এমন ভাবে মিলেমিশে থাকতে জানেনা।ভািইয়ার কথাটা সবসময় ভালো লাগে। সু যোগ পেলে পরিবার নিয়ে আনন্দ করবেন।স্বার্থের এই যুগে আসলে ই এমন পরিবার বিরল।সবার জন্য অসংখ্য দোয়া ও ভালো বাসা।
এমন অনুস্থান আগে কোন দিন দেখিনি,শুনেছিলাম মুসলিম সম্প্রদায়ে এমন একটি অনুষ্ঠানের কথা,আজ দেখলাম,খুব ভাল লাগল, ভাল থেক সাইফান,অনেক বড় হও, অনেক শুভ কামনা তোমার জন্য।
আমাদের মুসলমানদের মধ্যে সবাই এই ভাবে করে না।সবাই কে দাওয়াত দিয়ে খাওয়ানো হয়।এভাবে হলুদ দেওয়া হয় না।
@@farmidarahman4296 oh আচ্ছা
শিল্পী খালাম্মা সহ সবাইকে অনেক অনেক সুন্দর লাগছে। পরিবেশ টা অসাধারণ ছিল। আর সাইফানের জন্য মন থেকে দোয়া রইল ❤️❤️❤️❤️❤️
মুসলমানির এমন আচার অনুষ্ঠান আগে কখনো দেখিনি।
Amio dekini
আপনাদের ব্লগ শ্রেষ্ট ব্লগ।সত্যিই জীবনের গল্প।
Ashadharon family apnader. Ato bhalobasa ato somman. Abhabei bhalo thakun sakole ek sathe. Saifan bhishon bhalo manus hoa uthbe ae poribese.
Nice family সাইফানকে খুব ভাল লাগে আমি দুয়া করি আমিন সবাই কে অনেক ধন্যবাদ আনন্দ দেওয়ার জন্য ❤️❤️❤️
Shilpi khalamma ka onake sundor lagche
Apu tomader family onak cute Dua roilo tomader sobar jonno
Nana barir lokjon shob baaad 😔😭😤😠😡🥺😟😥😢☹️🙁😕😰
আমি ফ্রান্স থেকে নিয়মিত আপনাদের ভিডিও দেখি। কখনও কমেন্ট করা হয়নি, আপনাদের এ পারিবারিক বন্ধন দেখে খুব ভালো লাগে, আপনাদের সহজ সরল ভাবনা গুলিকে মন থেকে সম্মান করি। ভালো থাকবেন ইনশাআল্লাহ।
আমার মনে হয় আপনাদের পরিবারের সবাই অনন্ত কাল বেচে থাকুক, এত ভালো লাগে আপনাদের লিখে বুঝানো যাবেনা। আল্লাহ আপনাদের নেক হায়াত দান করুন আমিন। আমাদের জন্যও দোয়া করবেন আপু ভাইয়া সবাই।
Saif Ali
Khub sundor enjoy korle apara..apnar baba ke dekhe amr babar kotha mone pore..amr baba nei r...kaku ke amr tarof theke pronam diyen sobai valo thake lots of love from Kolkata West Bengal
অসাধারণ । আপু শাড়ি পরতে পারতেন। এখন না পরলে কবে শাড়ি পরবেন। পরা উচিত মাঝে মধ্যে । আর আপনি সবসময়ই একি ভাবে থাকেন ইকটু নিজেকে পালটানো উচিৎ
Kije valo laglo video ta dekhe....amon poribar pawa vagger bepar masha-allah....saifan shonar jonno onk onk dua r vlobasha roilo 🥰😍
আপু বটি দেখায়েন না । ap vlog's এ একটু কাজে দেখানোর জন্য স্ট্রাইক দিয়ে দিছে ইউটিউব থেকে। ভালোবাসা রইলো সাইফানের জন্য ।
Saifan is soooo lucky to have a family like that
মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ
সবাই কে অনেক অনেক সুন্দর লাগছে দেখতে সাইফান সোনা পাখি টার মুখের মিষ্টি হাসি দেখে মনটা ভরে গেলো।। অনেক অনেক ভালোবাসা আদরও দোয়া রইলো বাবা টার জন্য 💛🧡💛
মানুনী😍
Masha Allah Shilpi khalamma osadharon akjon valo manus,,,Saifan er jonno onk onk Bhalobasha ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
আছালামুআলাইকুম সাইফানের অনুষ্ঠান দেখলাম খুব সুন্দর লাগল ।সাইফানের জন্য অনেক অনেক ভাল বাসা আল্লাহ যেন সব সময়ই এভাবেই আনন্দের সহিত রাখেন। আল্লাহ হাফেজ ।🥳♥️🎉♥️
আল্লা জেন সবাইকে এভাবে সবসময় খুশি রাখে
Best family ever......onk onk doua saifan r jonno...🤲
শিল্পী খালা আম্মা অসাধারণ ❤️❤️
অদ্ভুত সুন্দর মূহুর্ত গুলো ❤️❤️
শিল্পি খালাম্মাকে শাড়িতে তো অসাধারণ লাগছেই খোপাই গাদা ফুলটা খুব মানিয়েছে 🥰🥰 তবে কাম্মি আপুর জরিমানা হওয়া উচিত সে আজকের দিনটাই ও শাড়ি পরে নাই 😍😍
অনেক সুন্দর হয়েছে শিল্পী আন্টির আয়োজন সব কিছু মিলে মিশে 🌙হাট অনেক দিন পর ড্রোন শট সেই লাগলো
সবমিলিয়ে খুব ভালো লাগলো,সাইফান বাবা খুব ভাগ্যবান,এমন একটা পরিবারের ভালোবাসা পাচ্ছে।দোয়া করি আল্লাহ যেন ওকে নেক হায়াত দান করুন।
খুব ভালো লাগলো শিল্পী আন্টি শাড়ী পড়াতে খুব সুন্দর লাগছিল আপনাদের অনুষ্ঠান টা খুব সুন্দর লাগলো সাইফান ভালো থাকুক সুস্থ থাকুক ।❤️❤️❤️
সবার আদর ভালোবাসা দেখে গলা ধরে এলো, চোখ দিয়ে অঝোর ধারায় পানি গড়িয়ে পড়লো।
দোয়া করি, সাইফান বড় হয়ে এই আদরের দিগুন প্রতিদান দিক সবাইকে। আজকে সাইফানের দাদীর শাড়ীটা সেই সুন্দর ছিলো। মা শা আল্লাহ, আর সাইফান কি সাবলীলভাবে সবগুলো পর্বই এনজয় ও সহযোগিতা করলো।
মাশাআল্লাহ খুব সুন্দর লাগলো সবাই কে, হলুদ শাড়িতে খালামা দের খুব সুন্দর লাগছিল আর সাইফান বাবুকে কথাই নেই খুব সুন্দর লাগছিলো
আসলেই সজীব ভাইকে সুন্দর লাগছে দাড়িতে।ইনশাল্লাহ আপনারাও রাখবেন
তোমাদের সব ভিডিও আমি দেখি আমার মেয়েকেও দেখায়
সাইফানকে দেখতে যে কি সুন্দর লাগছে 😍😍,,,খুব ভালো লাগছে আপনাদের আনন্দ দেখে😊😊
Apu bhaiya nice ekta programme korechen tobe ekta opurnota theke gelo saifaner nana nani mama missing in this programme.
সবাইকে এতো আনন্দ করতে দেখে অনেক খুশি লাগছে।আর সাইফান সহ আপনাদের পরিবারের সবার জন্য অনেক দোয়া আর ভালোবাসা। এভাবে সবাই মিলে মিলে হাসিখুশি থাকেন সবসময় সে দোয়া রইল। আপনাদের পরিবারের সবাই কে একসাথে দেখে খুব ভালো লাগে আর মনের অজান্তেই চোখে পানি চলে আসে। কারণ আমার মা চৌদ্দ বছর হলো মারা গেছেন।আর আমার পরিবারের সদস্যদের আর কখনো একসাথে এভাবে আনন্দ করা হয়নী
আজকের ব্লগটা অসাধারণ সুন্দর। এত সুন্দর এডিটিং। অনুষ্ঠানের মিউজিকটাও খুব সুন্দর ছিল। আনন্দ করার জন্য কোন বিশেষ দিন লাগেনা।ভালোবাসার মানুষদের সাথে নিয়ে যে কোন দিনকে বিশেষ দিন বানানো যায়।সবার জন্য অনেক দোয়া আর ভালোবাসা রইল। 💖💖💖💖
অনেক অনেক সুন্দর হয়েছে দোয়া ভালোবাসা রইলো সাইফানের জন্য 💓💓💓💓
সুন্দর একটি পরিবার সবার জন্য দোয়া রইলো
সাইফানের আসল বিয়ের সময় কে থাকবে আর কে থাকবে না আল্লাহ ভালো জানেন। তাই বিয়ের মত করে হলুদ হলো। ভালো লাগলো সাইফানের হলুদের অনুষ্ঠান। আমার ছেলের মুসলমানীতে আমার খালারা এইভাবে আনন্দ করেছিলাম। আমার ছেলের নানীরা এই রকম মজা করেছিলো। আমাদের নানী বাড়ীর সবাই এই রকম আনন্দ করি। আপনাদের বন্ডিং টা ঠিক আমার নানী বাড়ীর মত। মাশাহ্ আল্লাহ। ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Saifaner dadi really great. Shilpi khallama is one in all.
মাশাআল্লাহ, অসাধারণ বন্ধন আপনাদর পরিবারের।অটুট থাকুক এই বন্ধন চিরজীবন। ❤️
মাশাল্লাহ এত সুন্দর একটা পরিবার 😍😍😍আর এত সুন্দর একটা ভিডিও দেখার পর সত্যিই অনেক ভালো লাগলো😊😊😊 কিন্তু একটা কথা এবার শোভা,,, সিদরাতুল এর আম্মুকে কোথাও দেখতেছি না কেন??
Sidratul burita masallah onek cute🌼
Nice khub valo laglo onek dua roilo সাইফানের জন্য
মাশাল্লাহ্ সাইফানের জন্য অনেক অনেক দোয়া 🥰🎂
মাশাআল্লাহ। অনেক সুন্দর। সাইফানের জন্য অনেক দোয়া আর শুভকামনা রইলো।পুরনো রীতি গুলো দেখতে ভালোই লাগে।কাম্মি আজকে শাড়ি পড়লে ভালো লাগতো।ছেলের হলুদ বলে কথা।
Hmm,onk vlo lagto amader
@@sawdajannat5563 সে কারো ভাল লাগা মনে হয় না কেয়ার করে।
Khub bhalo laglo dekhte go tomader eii anushtan....koto sundor family bonding, sabai sabaike koto bhalobase....Saifan is very lucky to have such a loving ❤😊💖 family.
আজ ৩ বছর ধরে আপনাদের ভিডিও দেখতেছি,ভাল লাগে দেখতে,আমার মেয়ে রাদিফা সাইফান কে অনেক পছন্দ করে,,সাইফানের জন্য অনেক দোয়া ও ভালোবাসা রইলো,,
মাশাআল্লাহ অনেক ভালো লাগছে। সাইফান জন্য অনেক দোয়া ও ভালোবাসা। ❤️💜♥️🥰🥰
আপনাদের ওখানে কি সবাই সুননতে খাৎনা হলে এরকম করে।আমাদের সিলেটে এরকম হয়না।
কাম্মি আপু আপনি শাড়ী পরলে অনেক সুন্দর লাগতো।
জানি না কেন আপনাদের দেখলে অন্য রকম ভালো লাগে দোয়া করি আল্লাহপাক আপনাদের সবাইকে ভালো রাখুক
Shilpi aunt k ajk onnnnk sundor lagsilo MashaAllah..
Kammi Apu apnio sobar sathe sari porle r o Valo lagto
অসাধারণ একটা ভিডিও। সাইফানের জন্য শুভ কামনা
সজীব ভাইকে অনেক সুন্দর লাগে 😍🥰💞🥰😍🥰💞
মাসাআল্লাহ সাইফান সুনার জন্য অনেক দোয়া রইল তুমাদের সব আনন্দগুলা ও অনেক অনেক ভাল লেগেছে আর সজিব ভাই ত পুরাই জাক্কাস দাড়িঁ রাখাতে মাসাআল্লাহ মুখের রুসনি আল্লাহ বাড়িয়ে দিয়েছেন 💓💜❤️💜💓💜💜💜💜💜💜💜💜❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🥀❤️🥀❤️🥀❤️🥀❤️🥀❤️❤️🥀
সাইফানের জন্য মন থেকে দোয়া। এত সুন্দর সম্পর্ক, স্বপ্নের মত লাগে। এই পরিবারের সবাই এতই ভাল নির্দিষ্ট একজন বের করা খুবই কঠিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তায়লা তোমাদের আরও ভাল রাখেন। আমরাও যেন তোমাদের মত হতে পারি। আমিন!!!!💚
আমার খুব ভালো লাগে তোমাদের ভিডিওগুলা
অনেক আগের রিতীরেওয়াজ গুলো আজকাল ইতিহাসের মত হয়ে গেছে-আমি শুধু আমার আম্মার মুখে শুনতাম আগেকার দিনে কান ফুটানো হলে,কারো মুসলমানি/খতনা করানো হলে বড় করে অনুষ্ঠান করত-কোনদিন চোখে দেখিনাই।আজকে আপনাদের ভিডিও এর মাধ্যমে সাইফানের মুসলমানি অনুষ্ঠান দেখলাম,অনেক ভালো লাগল দেখে😍
Special ধন্যবাদ শিশির ভাইয়ের আম্মুকে ও শিল্পি খালাম্মাকে।আল্লাহ ওনাদের নেক হায়াত দান করুক-আপনাদের পুরো পরিবারকে অনেক ভালবাসা❤️❤️❤️❤️❤️
Poribarer sobaik khub sundor 💛❤️😍 lagchhe....r music ta maniyeche 😘😘😘 saifan k love u 😘 silpi aunty k khub sundor lagche sari pore🥰😍
Mashallah.....ato sundor Ekta family tumi sobai k deo Allah...
সজীব ভাইয়া কে অনেক সুন্দরলাগে দাড়িতে
আপু বিশ্বাস করেন আপনাদের পরিবারের এত মিল আমার মনে হয় best family in the world 👍👌👍👌আল্লাহ তায়ালা সবসময় আপনাদের কে এমন মিল মহব্বতে রাখুক আমিন
সাইফানের জন্য অনেক ভালোবাসা ও শুভ কামনা ♥️♥️আল্লাহ বাবুর সকল মনের আশা ও বাবা মায়ের দাদা দাদু শিল্পী খালাম্মার সকল স্বপ্ন পূরণ করুক♥️♥️
Apnader family ta onak sundor.Allah apnader sobai k valo rakhuk.
Mashallah So beautiful family
সাইফানের নানা নানু আসলে ভালোলাগতো
সুন্দর হয়েছে। এরকম শিল্পী আন্টি যদি ঘরে থাকে তাহলে তো জবাব ই নেই
শিল্পী আন্টির পরিবারের এবং মর্জিনা আপা সম্পর্কে জানতে চাই
Mashallah sobaike khub sundor lagce. sobsomoy amon vabe valo thakben sobai milemishe thakben.
আমি এই ভ্লগ অনেক বার দেখেছি। যতো বার দেখেছি ততোবার চোখে পানি এসেছে
এতো মায়ায় ভরা পরিবার। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ ❤️❤️❤️❤️
সাইফান এর জন্য অনেক দোয়া। আপনাদের পরিবারের সবাই এতো ভালো কেনো? শিল্পী খালা ছাড়া আপনাদের পরিবার অসম্পূর্ণ।
Nice program. Kub Valo laglo. Saifan ❤
দোয়া করি সায়ফান ভালো থাকুক সুস্থ থাকুক 💜💜💜
আপনাদের এই অনুষ্ঠানটা অনেকটা আমাদের পৈতের মতন বেশ ভালো লাগলো দেখে। আমি ইন্ডিয়া থেকে আপনাদের ব্লগ দেখি প্রায় তিন বছর ধরে একটা দিনও মিস করি না।
Ha ekdom amader paite ba thread ceremony r moto
হ্যাঁ হ্যাঁ আমারো দেখে এটাই মনে হলো আমাদের যে রকম পৈতে হয় এদের নিয়ম গুলো অনেক টা একি রকম। যাই হোক তোমাদের সবাইকে অনেক ভালোবাসা আর সাইফান কে অনেক আদর। তোমরা সবাই আমার পরিবারে এসো কথা দিচ্ছি আমিও তোমাদের পরিবারে যাবো।
Paite ki ekto bolben kindly
@@Sovereig413- poite hochhe thread ceremony hindu der
এগুলোই স্মৃতি রয়ে যাবে।খুব ভাল লাগল
Masshallaha Very Nice Vlog Apu And Vaiya♥️♥️♥️♥️♥️♥️
একটা পরিবার হয় কিভাবে এতো সুন্দর মাশাআল্লাহ
আল্লাহ আপনাদের সকলকে এই ভাবে মিলে মিশে হাসি খুশি থাকার তৌফিকদিক (আমিন)
🇮🇳KOLKATA BASI 🇮🇳
Mashaallahh sobai ka onek onek valo laglo R sobar jonne onek onek duaaa roilo..... 😊❤️❤️❤️❤️❤️
জীবনের গল্পের যত ভিডিও আছে তার মধ্যে অন্যতম সুন্দর একটা ভিডিও আজকের ভিডিও টা।
সাইফান সোনা তোমার জন্য অনেক ভালোবাসা আর আর্শীবাদ তুমি অনেক বড় হও ভাল মানুষ হও ভগবানের কাছে প্রার্থনা করি তিনি যেন তোমায় দীর্ঘায়ু দান করে 💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞
অনেক ভালো লাগলো,,, সাইফানের জন্য অনেক অনেক দোয়া রইলো ❣️❣️❣️❣️❣️
সাইফানের ভাগ্য খুব ভালো। আর তোমাদের পরিবারের লোকজন সবাই অনেক ভালো। তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। এভাবেই সবাই ভালো থাকো।তোমাদের মিলটা এভাবেই যেনো থাকে।
আজকের ভিডিও পুরোই মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে সাইফান পাখি তোমাকে দোয়া করি তুমি জীবনে অনেক বড় হও বাবা এরকম ফ্যামিলি পাওয়া খুব কঠিন 🤲🤲🤲🤲🤲🤲
সত্যি এ-ই ভিডিও দেখা'র পরে আমার ছোট্ট ছোট বেলার কথা মনে পরে গেল শুভকামনা রইল সাইপানের জন্য
সাইফান
@@khokonmimikhan2658 অসংখ্য ধন্যবাদ