তালাকের পর তওবা পড়ানো হলে পূনরায় সংসার করা যাবে কি না?

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 окт 2024

Комментарии • 498

  • @sheikhahmadullahofficial
    @sheikhahmadullahofficial  4 года назад +62

    তালাক নিয়ে বিস্তারিত একটি আলোচনা শুনতে এই লিংকে ক্লিক করুন
    ruclips.net/video/fXpjdpkrLQc/видео.html

    • @jalalislam2131
      @jalalislam2131 4 года назад

      আসসালামু আলাইকুম প্রিয় শাইখ।
      থাম্বলিনে আপনার নামের বানান ভুল রয়েছে। অনুগ্রহ করে সংশোধন করবেন।

    • @enaamullah786
      @enaamullah786 4 года назад

      Hhhhh hybrid pypppipppppf

    • @IsmailHosenMeskat
      @IsmailHosenMeskat 4 года назад

      পালিয়ে গিয়ে বিয়ে করলে কি বিয়ে শুদ্ধ হবে? বাতিল মানে কি? আবার বিয়ে পড়তে হবে?

    • @mdasraf4794
      @mdasraf4794 4 года назад +1

      /v

    • @housnaparvin4045
      @housnaparvin4045 3 года назад

      আসসালামু আলাইকুম।হুজুর আপনার কাছে আমার অনুরোধ আমার প্রশ্নের উত্তর দিবেন দয়া করে।উকিল নোটিস e মানে ডিভোর্স লেটার এ যদি বায়েন তালাক দিয়ে বিবাহ বন্ধন ছিন্ন করা হলো এরকম উল্লেখ করলে কি আর কোনোদিন নেয়া যাবে না ।যদি তিন মাস পার হয়ে যায়।তারপর মনে হয় ভুল হয়েছে ।নিতে চাইলে কি নতুন করে বিয়ে করে নেয়া যাবে???হুজুর উত্তর টা দিবেন দয়া করে।

  • @soniasamin1756
    @soniasamin1756 4 года назад +61

    মাশাআল্লাহ..শায়েখ খুব সুন্দর কথা বলছেন।

    • @mohammadrafiq4830
      @mohammadrafiq4830 4 года назад

      আমিন

    • @khadijanipa8163
      @khadijanipa8163 4 года назад

      @@mohammadrafiq4830 hujur ami janty chaicim. Amader somajy 2biye jayej ase.kintu amon hoy jy tar porthom wife thaka sotteo 2biye kory gopony.tar 1tom wife k khushi korar jonno ba voye. 2 wife k talak dey. Abar sei kagoj uthay, se boly ami mon thaky deini,voye diyeci taky mananor jonno. Ai takal ar kagoj jodi pory thik kory ta holy ki hoby.naki punoray kalima pory biye korty hoby.

    • @TamannaAfrose-n6b
      @TamannaAfrose-n6b 6 месяцев назад

      Dr jakeir naik and Abdur razzak bin Yousuf and asadulla galiv and Abdulla bin Yousuf and prof, mokter hamod and amir Hamza follow koro 3 talake 1 talak hobe

  • @BoguraTimes
    @BoguraTimes 4 года назад +38

    *খুব গুরুত্বপূর্ণ আলোচনা*

    • @ibnamanot
      @ibnamanot 4 года назад +5

      ফেইক আইডি use করেন কেন? লজ্জা করেনা?

  • @AbdulAhad-ur2ku
    @AbdulAhad-ur2ku 4 года назад +29

    হুজুরের আলোচনা অনেক ভালো,,, হুজুর আমি খুব অসুস্থ আমার জন্য একটু দোয়া করবেন, আমিন,,

  • @sahidislam7623
    @sahidislam7623 4 года назад +2

    Ma sha Allah very nice islamic lecture with very good meaning and purpose by my beloved muftie ahamadullah

  • @apukhan001
    @apukhan001 Год назад +4

    মহান আল্লাহ তা'আলা বারবার বলেছেন বান্দা তুমি যতই করো না করো না কেন। তুমি আমার দিকে ফিরে আসো আমি ক্ষমা করে দিবো। তাই কেউ যদি ভুল করে শয়তানের প্ররোচনা পড়ে যদি কাউকে তালাক দিয়ে দেয়। পরে যদি তারা ভুল বুঝতে পারে তাদের যদি সন্তান থাকে। তাহলে তারা কি সংসার করতে পারবে না। আল্লাহতালা কি তাদেরকে মাফ করবে না। মানুষ যত খারাপ কাজ করে শয়তানের প্ররোচনায় করে করে। এই বিষয়টা যদি এতই কঠিন হয়ে থাকে। তাহলে স্কুল-কলেজের বইতে কেন তালাক এর গুরুত্ব অপরিসীম হবে না। জায়গায় স্কুল কলেজে পড়েছে। মাদ্রাসায় পড়েনি। তারা তো সব কথা জানেনা ইসলামের। তাই সে যদি ভুল করে বসে তাহলে কি মহান আল্লাহতালা পারে না তবে কি মাফ করে দিতে। মহান আল্লাহতালা চাইনা কোন সংসার নষ্ট হয়ে যায়। কোন বাচ্চা এতিম হয়ে যায়। তাই এই বিষয়টা গুরুত্ব সহকারে দেখতে হবে। চেয়ারে বসে বসে ফতোয়া দিলে হবে না। যদি কিছু কিছু বিষয় আছে যাতে জাতির অকল্যাণ হবে। তাহলে কুরআনের আইনটাকে সংসদে বসাতে হবে। কুরআনের জ্ঞান কে সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। না হলে তো প্রত্যেকটা মানুষ ভুল করবে। তাহলে মানুষ যদি ভুল করে তাহলে আপনাদের মত হাজার হাজার হুজুর থেকে কি লাভ। আমরা বুঝিনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য ধরতে বলছে। কিন্তু ইসলামের জন্য তরবারি ধরতে কোনায় কখনো এটা বলেন না কেন আপনারা। এটা যদি না পারেন তাহলে প্রত্যেক দিন মসজিদে মানুষকে ডাকেন আহবান করেন যে আমরা বাধ্যতামূলকভাবে প্রত্যেকদিন এক ঘণ্টা করে মসজিদে ইসলামের নিয়ম কানুন শিখব। আশা করি তাহলে কেউ আর ভুল করবে না

    • @sadikalasker451
      @sadikalasker451 Год назад

      Allah banda der ke besi balo basen o ek mufti mlokek mota mot seta kota sune Kuran niyom. Ta deko kuran ar niyom mote Kew ak songe 100 bar talak bole sudu 1 talak hobe husband wife somporko bangbe na.. 3 mase 3 bar talak dile tkon husband wife somporko bangbe.. Sb cmnt read Koren apnar question ar answar paye javen

  • @সরলপথসিরাতালমুস্তাকিম

    শায়েখ এর সাথে আমি ২ মিনিট কথা বলতে চাই। যদি কেও ব্যাবস্থা করে দেন তবে আমি চিরকাল ক্রিতজ্ঞ থাকব।আমার প্রশ্নের উওর জানাটা খুবই জরুরি

  • @zahi5188
    @zahi5188 4 года назад +16

    খুল/খোলা তালাক, ফাস্ক বা তালাকের বিধান গুলো নিয়ে একটা ভিডিও করবেন।
    কোন তালাক কিভাবে দিলে হালালাহ ছাড়াই আবারো বিয়ে করা যায় এগুলো ক্লিয়ার করলে ভালো।
    আমাদের সমাজে ভুলটাই বেশি চালু আছে।

  • @masudsarkar4474
    @masudsarkar4474 4 года назад +52

    তালাকঃ তিনটি তালাক তিন মাসের মধ্যে সম্পন্ন করতে হবে।
    প্রথম তালাকঃ দেওয়ার পর ১ মাস কাল
    দ্বিতীয় তালাকঃ তাও ১ মাস কাল স্বামী স্ত্রী আলাদা বিছানায় থাকবে। এ সময়ের মধ্যে যদি তারা ভূল বুঝে অনুশোচনা করে মিলে যায় তাহলে সমস্যা নেই।
    তৃতীয় তালাকঃ দেওয়া হলে বিয়ে শেষ।তালাক গুলো হারজের( মাসিক) সময় দেওয়া যাবে না।

    • @ahasanul7584
      @ahasanul7584 4 года назад +1

      This is the process defined in quran

    • @mamunshimrailshimrail3995
      @mamunshimrailshimrail3995 3 года назад

      এই গুলো কি সত্যি কুরআন থেকে নিয়া হয়েছে

    • @abdulawal6519
      @abdulawal6519 3 года назад +3

      আমি 2 মাসে তিন তালাক বলছি,,আমার কি বউ কি আমার ঘরে থাকতে পারবে

    • @azharmakki516
      @azharmakki516 3 года назад +5

      @@abdulawal6519 আপনি একজন স্কলারের সাথে আলোচনা করুন, আমার মনে হয় আপনার তালাক হয়নি

    • @anwarhossain4816
      @anwarhossain4816 3 года назад

      Amy 3 talak ak sathe dice hojor akhon ki korbo....??

  • @tajunahmed5627
    @tajunahmed5627 4 года назад +14

    Hujur কালিমা ( লা ইলাহা ইল্লালাহু মুহাম্মাদুর রাসুলউল্লাহ (স:) ) এর উসিলা দিয়ে আল্লাহ্ র কাছে কোনো কিছু চাওয়া যাবে বিপদ মুক্ত বা কোনো মনের আশা পূরণ।

  • @mirazulislam6674
    @mirazulislam6674 4 года назад +4

    জাজাকাল্লাহ,,,,, হুজুর আমি খুব সমস্যায় আছি,,,,দয়া করে জামাতে নামাজে কি কি পড়ব ,,,কি কি পড়বনা এ বিষয়ে একটি বিস্তারিত আলোচনা আপলোড করূন প্লিজ প্লিজ প্লিজ,,,,নিশ্চই আল্লাহ তায়ালা আপনাকে উত্তম প্রতিদান দান করবেন আমীন

  • @mawasid4539
    @mawasid4539 4 года назад +9

    খুব সুন্দর আলোচনা জাজাকাল্লাহ খাইরান।

  • @সরলপথসিরাতালমুস্তাকিম

    শায়েখ আমার একটা প্রশ্ন ছিলো, জার উত্তর জানা আমার জন্য খুবি জরুরি

  • @mdsany5737
    @mdsany5737 4 года назад +2

    ইসলিম উপায়ে কি সুন্দরয বৃদ্ধি করা যায়?কি ভাবে আমল আখলাক তৈরি করলে আল্লাহ তায়ালা আমার এই দোয়া কবুল করবে?দয়াকরে এইটা নিয়ে একটা ভিডিও বানাবেন।প্লিজ

  • @nuruzzamankhan4050
    @nuruzzamankhan4050 4 года назад +12

    সুরা আল বাকারা এর ২৩২ নং আয়াত সম্পর্কে ব্যাখ্যা দিন। তালাক সম্পর্কে পবিত্র কোরানে অনেক আয়াত আছে। সে আলোকে আলোচনা করলে ভালো হয়।
    [তাফসীরে আহসানুল-বায়ান] (২৩২) আর তোমরা যখন স্ত্রীদের (রজয়ী) তালাক দাও এবং তারা তাদের ইদ্দত (নির্দিষ্ট সময়) পূর্ণ করে, তখন তারা যদি বিধিমত পরস্পর সম্মত হয়, তাহলে স্ত্রীগণ নিজেদের স্বামীদেরকে পুনর্বিবাহ করতে চাইলে তাদেরকে বাধা দিও না।

    • @Cooenhunsk
      @Cooenhunsk 11 месяцев назад

      Ai ayat er kotha uni bollenna keno.

    • @yousuf9675
      @yousuf9675 6 месяцев назад

      একসাথে তিন তালাক দিলে এক তালাকই হবে, নাহলে নিম্নোক্ত আয়াতকে অস্বীকার করা হয়,, কারণ তালাক দিতে হবে ইদ্দতের প্রতি লক্ষ্য রেখে।
      [আত ত্বালাকঃ আয়াত নং ১]
      يٰٓأَيُّهَا النَّبِىُّ إِذَا طَلَّقْتُمُ النِّسَآءَ فَطَلِّقُوهُنَّ لِعِدَّتِهِنَّ وَأَحْصُوا الْعِدَّةَ ۖ وَاتَّقُوا اللَّهَ رَبَّكُمْ ۖ لَا تُخْرِجُوهُنَّ مِنۢ بُيُوتِهِنَّ وَلَا يَخْرُجْنَ إِلَّآ أَن يَأْتِينَ بِفٰحِشَةٍ مُّبَيِّنَةٍ ۚ وَتِلْكَ حُدُودُ اللَّهِ ۚ وَمَن يَتَعَدَّ حُدُودَ اللَّهِ فَقَدْ ظَلَمَ نَفْسَهُۥ ۚ لَا تَدْرِى لَعَلَّ اللَّهَ يُحْدِثُ بَعْدَ ذٰلِكَ أَمْرًا
      অর্থঃ হে নবী, (আপনি বলে দিন) তোমরা যখন স্ত্রীদেরকে তালাক দিতে চাও, তখন তাদেরকে তালাক দিয়ো ইদ্দতের প্রতি লক্ষ্য রেখে এবং ইদ্দত গণনা করো। তোমরা তোমাদের পালনকর্তা আল্লাহকে ভয় করো। তাদেরকে তাদের গৃহ থেকে বহিস্কার করো না এবং তারাও যেন বের না হয় যদি না তারা কোন সুস্পষ্ট নির্লজ্জ কাজে লিপ্ত হয়। এগুলো আল্লাহর নির্ধারিত সীমা। যে ব্যক্তি আল্লাহর সীমালংঘন করে, সে নিজেরই অনিষ্ট করে। সে জানে না, হয়তো আল্লাহ এই তালাকের পর কোন নতুন উপায় করে দেবেন।
      তারপর পরবর্তী আয়াত লক্ষ্য করুন :
      [আত ত্বালাকঃ আয়াত নং ২]
      فَإِذَا بَلَغْنَ أَجَلَهُنَّ فَأَمْسِكُوهُنَّ بِمَعْرُوفٍ أَوْ فَارِقُوهُنَّ بِمَعْرُوفٍ وَأَشْهِدُوا ذَوَىْ عَدْلٍ مِّنكُمْ وَأَقِيمُوا الشَّهٰدَةَ لِلَّهِ ۚ ذٰلِكُمْ يُوعَظُ بِهِۦ مَن كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْءَاخِرِ ۚ وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُۥ مَخْرَجًا
      অর্থঃ অতঃপর তারা যখন তাদের ইদ্দতকালে পৌঁছে, তখন তাদেরকে যথোপযুক্ত পন্থায় রেখে দেবে অথবা যথোপযুক্ত পন্থায় ছেড়ে দেবে এবং তোমাদের মধ্য থেকে দু’জন নির্ভরযোগ্য লোককে সাক্ষী রাখবে। তোমরা আল্লাহর উদ্দেশ্যে সাক্ষ্য দিবে। এতদ্দ্বারা যে ব্যক্তি আল্লাহ ও পরকালে বিশ্বাস করে, তাকে উপদেশ দেয়া হচ্ছে। আর যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্যে নিস্কৃতির পথ করে দেবেন।।
      (তার মানে এখানে এক তালাকই হয়েছে :
      কারণ এখানে বলা হয়েছে যথপযুক্ত পন্থায় রেখে দেবে অথবা ছেড়ে দিবে।।
      যেহেতু আমরা জানি যে সূরা বাকারার ২৩০ নম্বর আয়াত অনুযায়ী তিন তালাক দিলে আর রেখে দেওয়া যাবে না।।
      ২২৯ নম্বর আয়ত অনুযায়ী দুই তালাক পর্যন্ত রেখে দেওয়া যাবে।।
      [আল বাকারাঃ আয়াত নং ২২৯]
      الطَّلٰقُ مَرَّتَانِ ۖ فَإِمْسَاكٌۢ بِمَعْرُوفٍ أَوْ تَسْرِيحٌۢ بِإِحْسٰنٍ ۗ وَلَا يَحِلُّ لَكُمْ أَن تَأْخُذُوا مِمَّآ ءَاتَيْتُمُوهُنَّ شَيْـًٔا إِلَّآ أَن يَخَافَآ أَلَّا يُقِيمَا حُدُودَ اللَّهِ ۖ فَإِنْ خِفْتُمْ أَلَّا يُقِيمَا حُدُودَ اللَّهِ فَلَا جُنَاحَ عَلَيْهِمَا فِيمَا افْتَدَتْ بِهِۦ ۗ تِلْكَ حُدُودُ اللَّهِ فَلَا تَعْتَدُوهَا ۚ وَمَن يَتَعَدَّ حُدُودَ اللَّهِ فَأُولٰٓئِكَ هُمُ الظّٰلِمُونَ
      অর্থঃ তালাকে-‘রাজঈ’ হ’ল দুবার পর্যন্ত তারপর হয় নিয়মানুযায়ী রাখবে, না হয় সহৃদয়তার সঙ্গে বর্জন করবে। আর নিজের দেয়া সম্পদ থেকে কিছু ফিরিয়ে নেয়া তোমাদের জন্য জায়েয নয় তাদের কাছ থেকে। কিন্তু যে ক্ষেত্রে স্বামী ও স্ত্রী উভয়েই এ ব্যাপারে ভয় করে যে, তারা আল্লাহর নির্দেশ বজায় রাখতে পারবে না, অতঃপর যদি তোমাদের ভয় হয় যে, তারা উভয়েই আল্লাহর নির্দেশ বজায় রাখতে পারবে না, তাহলে সেক্ষেত্রে স্ত্রী যদি বিনিময় দিয়ে অব্যাহতি নিয়ে নেয়, তবে উভয়ের মধ্যে কারোরই কোন পাপ নেই। এই হলো আল্লাহ কর্তৃক নির্ধারিত সীমা। কাজেই একে অতিক্রম করো না। বস্তুতঃ যারা আল্লাহ কর্তৃক নির্ধারিত সীমা লঙ্ঘন করবে, তারাই জালেম।
      [আল বাকারাঃ আয়াত নং ২৩০]
      فَإِن طَلَّقَهَا فَلَا تَحِلُّ لَهُۥ مِنۢ بَعْدُ حَتّٰى تَنكِحَ زَوْجًا غَيْرَهُۥ ۗ فَإِن طَلَّقَهَا فَلَا جُنَاحَ عَلَيْهِمَآ أَن يَتَرَاجَعَآ إِن ظَنَّآ أَن يُقِيمَا حُدُودَ اللَّهِ ۗ وَتِلْكَ حُدُودُ اللَّهِ يُبَيِّنُهَا لِقَوْمٍ يَعْلَمُونَ
      অর্থঃ তারপর যদি সে স্ত্রীকে (তৃতীয়বার) তালাক দেয়া হয়, তবে সে স্ত্রী যে পর্যন্ত তাকে ছাড়া অপর কোন স্বামীর সাথে বিয়ে করে না নেবে, তার জন্য হালাল নয়। অতঃপর যদি দ্বিতীয় স্বামী তালাক দিয়ে দেয়, তাহলে তাদের উভয়ের জন্যই পরস্পরকে পুনরায় বিয়ে করাতে কোন পাপ নেই। যদি আল্লাহর হুকুম বজায় রাখার ইচ্ছা থাকে। আর এই হলো আল্লাহ কতৃꦣ2453; নির্ধারিত সীমা; যারা উপলব্ধি করে তাদের জন্য এসব বর্ণনা করা হয়।

    • @yousuf9675
      @yousuf9675 6 месяцев назад

      আলোচনা থেকে বুঝলাম যে, একবারে তিন তালাক দিলে এক তালাকই হয়,,
      দ্বিতীয় পার্ট 🙏 এখন প্রশ্ন হল এই স্ত্রীকে আবার নেওয়া যাবে কিনা?
      উত্তর :
      এক ইদ্দতে যত তালাকই দেন এক তলাক হলে,, ইচ্ছা করলে অই নারীকে ছেড়েও দিতে পারেন, আবার ইচ্ছা করলে রাখতেও পারেন। (সূরা বাকারা আয়াত নং ২৩১), নিচে দেখুন।।
      ওই নারীকে ছেড়ে দিলে ওই নারী ইচ্ছা করলে অন্য জায়গায় বিয়ে বসতে পারবে।।
      ২.
      আর যদি রেখে দিতে চান তাহলে,..
      তালাক দেওয়ার পর মহিলা ইদ্দত পালন করবে,,(এই ইদ্দতকাল হলো ৩ হায়েজ পর্যন্ত সময়কাল)
      (সূরা বাকারা আয়াত নং ২২৮)
      এই ইদ্দত কালীন সময়ের মধ্যে যদি মিলমিশ হয়ে যায় বা সহবাস করেন ,, তাহলে নতুন করে আর বিবাহ করতে হবে না।।
      এবং এক তালাক গণ্য হবে এবং সাক্ষী রাখতে হবে।
      [আল বাকারাঃ আয়াত নং ২২৮]
      وَالْمُطَلَّقٰتُ يَتَرَبَّصْنَ بِأَنفُسِهِنَّ ثَلٰثَةَ قُرُوٓءٍ ۚ وَلَا يَحِلُّ لَهُنَّ أَن يَكْتُمْنَ مَا خَلَقَ اللَّهُ فِىٓ أَرْحَامِهِنَّ إِن كُنَّ يُؤْمِنَّ بِاللَّهِ وَالْيَوْمِ الْءَاخِرِ ۚ وَبُعُولَتُهُنَّ أَحَقُّ بِرَدِّهِنَّ فِى ذٰلِكَ إِنْ أَرَادُوٓا إِصْلٰحًا ۚ وَلَهُنَّ مِثْلُ الَّذِى عَلَيْهِنَّ بِالْمَعْرُوفِ ۚ وَلِلرِّجَالِ عَلَيْهِنَّ دَرَجَةٌ ۗ وَاللَّهُ عَزِيزٌ حَكِيمٌ
      অর্থঃ আর তালাকপ্রাপ্তা নারী নিজেকে অপেক্ষায় রাখবে তিন হায়েয পর্যন্ত। আর যদি সে আল্লাহর প্রতি এবং আখেরাত দিবসের উপর ঈমানদার হয়ে থাকে, তাহলে আল্লাহ যা তার জরায়ুতে সৃষ্টি করেছেন তা লুকিয়ে রাখা জায়েজ নয়। আর যদি সদ্ভাব রেখে চলতে চায়, তাহলে তাদেরকে ফিরিয়ে নেবার অধিকার তাদের স্বামীরা সংরক্ষণ করে। আর পুরুষদের যেমন স্ত্রীদের উপর অধিকার রয়েছে, তেমনি ভাবে স্ত্রীদেরও অধিকার রয়েছে পুরুষদের উপর নিয়ম অনুযায়ী। আর নারীরদের ওপর পুরুষদের শ্রেষ্ঠত্ব রয়েছে। আর আল্লাহ হচ্ছে পরাক্রমশালী, বিজ্ঞ।।
      ৩. আর যদি ইদ্দতকালীন সময় শেষ হয়ে যায় এবং আপনাদের মধ্যে মিল মিশ না হয়,,
      (মনে করেন দুই বছর পরে আবার বউকে নিতে চান)
      তাহলে আবার পুনরায় এই বউকে আবার বিবাহ করতে হবে,,
      বিবাহের শর্ত হলো দেনমোহর, সাক্ষী ইত্যাদি।
      এভাবে দুইবার পর্যন্ত সুযোগ পাবে,,
      তৃতীয় বার তালাক দিলে আর পারবেনা,,
      [আল বাকারাঃ আয়াত নং ২৩২]
      وَإِذَا طَلَّقْتُمُ النِّسَآءَ فَبَلَغْنَ أَجَلَهُنَّ فَلَا تَعْضُلُوهُنَّ أَن يَنكِحْنَ أَزْوٰجَهُنَّ إِذَا تَرٰضَوْا بَيْنَهُم بِالْمَعْرُوفِ ۗ ذٰلِكَ يُوعَظُ بِهِۦ مَن كَانَ مِنكُمْ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْءَاخِرِ ۗ ذٰلِكُمْ أَزْكٰى لَكُمْ وَأَطْهَرُ ۗ وَاللَّهُ يَعْلَمُ وَأَنتُمْ لَا تَعْلَمُونَ
      অর্থঃ আর যখন তোমরা স্ত্রীদেরকে তালাক দিয়ে দাও এবং তারপর তারাও নির্ধারিত ইদ্দত পূর্ন করতে থাকে, তখন তাদেরকে পূর্ব স্বামীদের সাথে পারস্পরিক সম্মতির ভিত্তিতে নিয়মানুযায়ী বিয়ে করতে বাধাদান করো না। এ উপদেশ তাকেই দেয়া হচ্ছে, যে আল্লাহ ও কেয়ামত দিনের উপর বিশ্বাস স্থাপন করেছে। এর মধ্যে তোমাদের জন্য রয়েছে একান্ত পরিশুদ্ধতা ও অনেক পবিত্রতা। আর আল্লাহ জানেন, তোমরা জান না।
      [আল বাকারাঃ আয়াত নং ২৩১]
      وَإِذَا طَلَّقْتُمُ النِّسَآءَ فَبَلَغْنَ أَجَلَهُنَّ فَأَمْسِكُوهُنَّ بِمَعْرُوفٍ أَوْ سَرِّحُوهُنَّ بِمَعْرُوفٍ ۚ وَلَا تُمْسِكُوهُنَّ ضِرَارًا لِّتَعْتَدُوا ۚ وَمَن يَفْعَلْ ذٰلِكَ فَقَدْ ظَلَمَ نَفْسَهُۥ ۚ وَلَا تَتَّخِذُوٓا ءَايٰتِ اللَّهِ هُزُوًا ۚ وَاذْكُرُوا نِعْمَتَ اللَّهِ عَلَيْكُمْ وَمَآ أَنزَلَ عَلَيْكُم مِّنَ الْكِتٰبِ وَالْحِكْمَةِ يَعِظُكُم بِهِۦ ۚ وَاتَّقُوا اللَّهَ وَاعْلَمُوٓا أَنَّ اللَّهَ بِكُلِّ شَىْءٍ عَلِيمٌ
      অর্থঃ আর যখন তোমরা স্ত্রীদেরকে তালাক দিয়ে দাও, অতঃপর তারা নির্ধারিত ইদ্দত সমাপ্ত করে নেয়, তখন তোমরা নিয়ম অনুযায়ী তাদেরকে রেখে দাও অথবা সহানুভুতির সাথে তাদেরকে মুক্ত করে দাও। আর তোমরা তাদেরকে জ্বালাতন ও বাড়াবাড়ি করার উদ্দেশ্যে আটকে রেখো না। আর যারা এমন করবে, নিশ্চয়ই তারা নিজেদেরই ক্ষতি করবে। আর আল্লাহর নির্দেশকে হাস্যকর বিষয়ে পরিণত করো না। আল্লাহর সে অনুগ্রহের কথা স্মরণ কর, যা তোমাদের উপর রয়েছে এবং তাও স্মরণ কর, যে কিতাব ও জ্ঞানের কথা তোমাদের উপর নাযিল করা হয়েছে যার দ্বারা তোমাদেরকে উপদেশ দান করা হয়। আল্লাহকে ভয় কর এবং জেনে রাখ যে, আল্লাহ সর্ববিষয়েই জ্ঞানময়।

  • @gamerking029-r1l
    @gamerking029-r1l 4 года назад +1

    আসসালামুয়ালাইকুম হুজুর,, আমার একটি প্রশ্ন ছিল যে আমি যখন শুকরিয়া আদায় করছি তখন বলি যে আল্লাহ তোর কাছে হাজার হাজার শুকরিয়া,তুই রহমান তুই মালিক এই যে আমি আমার আল্লাহ কে তুই করে বলছি এতে কি আমার আল্লাহ পাক নারাজ হবেন কিনা

    • @nilazaman7510
      @nilazaman7510 4 года назад

      Naraj hoiteo pare, ki dorkar risk near? Allah taala K apni kore bolai Uttom...

  • @akramlabib7040
    @akramlabib7040 4 года назад +5

    সুন্দর একটা সমাধান দিলেন হুজুর।

  • @JuwelRana-tz4tx
    @JuwelRana-tz4tx 4 года назад +8

    জাজাকাল্লাহ খাইরান শাইখ 😍😍

  • @Usman24blogs
    @Usman24blogs 2 года назад

    সকালে রান্না করতে দেরি হয়ে যাই, ঘরের মানুষ সবাই সকাল ৮টার মধ্যে কর্মস্থলে চলে যাই,এটা নিয়ে স্ত্রিকে জিগ্যেস করলাম সকাল ৮টার আগে রান্না করতে পারবা? সে উত্তর না দিয়ে বলে আমাকে রান্না করতে এবং একপর্যায়ে কথা কাটাকাটিতে খুব রাগের মাথায় বলে ফেললাম ৩তালাক😭 পরে দুজন দুজনের কাছে খমা চেয়ে আল্লাহর কাছে তওবা করলাম আল্লাহ কি আমাদের মেনে নিবে?

  • @hmhasan5574
    @hmhasan5574 Год назад

    জানি না আমার কমেন্ট টা হুজুরের কাছে পৌছাবে কি না____আমার প্রশ্ন হলো স্ত্রী তার স্বামীকে লিখিতো ভাবে তালিকা দিলো কিন্তু স্বামী ঐ লিখিতো কাগজে কোনো দস্তখত করেনি। আমার প্রশ্ন হলো এখন স্বামী কি ঐ স্ত্রীকে নিয়ে আবার সংসার করতে পারবে? আশা করি আমার প্রশ্নের উত্তর দিবেন,,,,জানাটা খুব ই জরুরী

  • @aminaaktherjharna3279
    @aminaaktherjharna3279 4 года назад +4

    ধন্যবাদ আজকের আলোচনার জন্য।আমার পরিচিত একজন তালাকের ১৩বছর পর আবারও এক সাথে সংসার করছেন।উনাদের ১৩ বছরের এক ছেলে সন্তান আছেন।পরিবারের সিদ্ধান্তে পুনরায় বিয়ে পড়িয়ে সংসার করছেন। এ ব্যাপারে ইসলাম এবং আমাদের শরিয়ত কি বলে?

  • @khobirulislam126
    @khobirulislam126 4 года назад +7

    আলহামদুলিল্লাহ অসাধারণ আলোচনা

  • @mdsaidurrahman5970
    @mdsaidurrahman5970 4 года назад +7

    ধন্যবাদ হাদিসটি জানানো জন্য

  • @bidhufariya
    @bidhufariya Год назад +1

    আমার স্ত্রী আমাকে উকিলের চেম্বারে গিয়ে লিখিত ডিফরস দিছে আমিও সাইন দিছি কিন্তু দুজন দুজনকে কেউ কাউকে প্রকাশিত ভাবে তালাক বলি নাই, আমাদের মাঝে যখন এই মরম্রান্তিক ঘটনা হইছে তখন আমার বউ মানসিক ভাবে অসুস্থ ছিলো কিন্তু এই অসুস্থ তা কেউ বুজতে পারি নাই, কাগজ কলমে সাইন করার কিছু দিন পর থেকে আমার স্ত্রী আমার কাছে আইসা পরতে চায়, আমি আর আনতে পারছিনা আনার ইচ্চে থাকা কালিনী ও,,,,আমার ৪ বছর এর একটা কন্যা সন্তান আছে, বিভিন্ন জনের বিভিন্ন ফতুয়া শুনে সমাজে কলংকিত হওয়ার বয়ে আমি কোনো ডিসিশন নিতে পারছিনা ইহকাল এবং পরকালের চিন্তা করে নিজেকে শেষ করে দিতে ছি, কি সমাধান পামু আমি প্লিজ আমাকে উত্তর দিবেন

  • @mdhussain6786
    @mdhussain6786 4 года назад +7

    মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো লাগে আপনার কথা গুলি

  • @sryoutubebangla6761
    @sryoutubebangla6761 3 года назад

    আসসালামু আলাইকুম হুজুর।
    গত ১১-১-২১ তারিখে আমার বউ আমাকে ডিভোর্স দেয়।কিন্তু আমি এখনো কোন পেপার পাই নাই এবং সাইন করি নাই। আমাদের মধ্যে ঝগড়া ঝাটি লাগলে আমি রাগের মাথায় বলতাম তোর ভাল না লাগলে আমাকে ডিভোর্স/তালাক দিয়ে দাও। ও রাগের মাথায় বলতো আমি তোমার সাথে থাকব না/সংসার করব না।তখনো আমি বলতাম ভাল না লাগলে তুমি আমাকে তালাক/ডিভোর্স দিয়ে দাও। এক পর্যায়ে যেয়ে ও ডিভোর্স দিয়ে দেয়। ডিভোর্স দেওয়ার তিন দিন পর ও ওর ভুল বুঝতে পারে এবং আমাকে বলতেছে আর একটা সুযোগ দিতে।এখন কি ইসলামের দৃষ্টিতে আর কোন সুযোগ আছে ওর সাথে সংসার করার। এখানে আর একটা কথা বলে নেই ওনাকি কোন হুজুর কাছে শুনছে আমাদের মধ্যে এখনো এক তালাক হইছে,যেহেতু আমি এখনো ডিভোর্স পেপার পাই নাই এবং সাইন করি নাই।এই যুক্তিটা কতটুকু সত্য।দয়া করে হুজুর এই বিষয়টা আমাকে ক্লিয়ার করলে খুব উপকৃত হতাম।

  • @mdtowsifuddin5057
    @mdtowsifuddin5057 3 года назад +4

    আর যখন তোমরা স্ত্রীদেরকে তালাক দিয়ে দাও এবং তারপর তারাও নির্ধারিত ইদ্দত পূর্ন করতে থাকে, তখন তাদেরকে পূর্ব স্বামীদের সাথে পারস্পরিক সম্মতির ভিত্তিতে নিয়মানুযায়ী বিয়ে করতে বাধাদান করো না। এ উপদেশ তাকেই দেয়া হচ্ছে, যে আল্লাহ ও কেয়ামত দিনের উপর বিশ্বাস স্থাপন করেছে। এর মধ্যে তোমাদের জন্য রয়েছে একান্ত পরিশুদ্ধতা ও অনেক পবিত্রতা। আর আল্লাহ জানেন, তোমরা জান না।
    Surah al bakar,
    Ayat 232

  • @shahjahankhan2269
    @shahjahankhan2269 4 года назад +3

    আলহামদুলিল্লাহ। হুজুর আপনি কোন মসজিদে জুমার নামাজ পড়ান?।আমি আপনার সাথে দেখা করতে চাই।দয়াকরে মসজিদের ঠিকানা দিবেন!!!!

  • @khairulbasherul5056
    @khairulbasherul5056 3 года назад +6

    জাজাকাল্লাহ খায়ের মহান আল্লাহ আপনার প্রতি সহায়ক হোক

    • @rmchannel70
      @rmchannel70 2 года назад

      সঠিক ফতোয়া এইযে আবু দাউদ এর হাদীস আছে
      حَدَّثَنَا أَحْمَدُ بْنُ صَالِحٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، أَخْبَرَنِي بَعْضُ بَنِي أَبِي رَافِعٍ، مَوْلَى النَّبِيِّ صلى الله عليه وسلم عَنْ عِكْرِمَةَ مَوْلَى ابْنِ عَبَّاسٍ عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ طَلَّقَ عَبْدُ يَزِيدَ - أَبُو رُكَانَةَ وَإِخْوَتِهِ - أُمَّ رُكَانَةَ وَنَكَحَ امْرَأَةً مِنْ مُزَيْنَةَ فَجَاءَتِ النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالَتْ مَا يُغْنِي عَنِّي إِلاَّ كَمَا تُغْنِي هَذِهِ الشَّعْرَةُ ‏.‏ لِشَعْرَةٍ أَخَذَتْهَا مِنْ رَأْسِهَا فَفَرِّقْ بَيْنِي وَبَيْنَهُ فَأَخَذَتِ النَّبِيَّ صلى الله عليه وسلم حَمِيَّةٌ فَدَعَا بِرُكَانَةَ وَإِخْوَتِهِ ثُمَّ قَالَ لِجُلَسَائِهِ ‏"‏ أَتَرَوْنَ فُلاَنًا يُشْبِهُ مِنْهُ كَذَا وَكَذَا مِنْ عَبْدِ يَزِيدَ وَفُلاَنًا يُشْبِهُ مِنْهُ - كَذَا وَكَذَا ‏"‏ ‏.‏ قَالُوا نَعَمْ ‏.‏ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم لِعَبْدِ يَزِيدَ ‏"‏ طَلِّقْهَا ‏"‏ ‏.‏ فَفَعَلَ ثُمَّ قَالَ ‏"‏ رَاجِعِ امْرَأَتَكَ أُمَّ رُكَانَةَ وَإِخْوَتِهِ ‏"‏ ‏.‏ فَقَالَ إِنِّي طَلَّقْتُهَا ثَلاَثًا يَا رَسُولَ اللَّهِ ‏.‏ قَالَ ‏"‏ قَدْ عَلِمْتُ رَاجِعْهَا ‏"‏ ‏.‏ وَتَلاَ ‏{‏ يَا أَيُّهَا النَّبِيُّ إِذَا طَلَّقْتُمُ النِّسَاءَ فَطَلِّقُوهُنَّ لِعِدَّتِهِنَّ ‏}‏ ‏.‏ قَالَ أَبُو دَاوُدَ وَحَدِيثُ نَافِعِ بْنِ عُجَيْرٍ وَعَبْدِ اللَّهِ بْنِ عَلِيِّ بْنِ يَزِيدَ بْنِ رُكَانَةَ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ أَنَّ رُكَانَةَ طَلَّقَ امْرَأَتَهُ الْبَتَّةَ فَرَدَّهَا إِلَيْهِ النَّبِيُّ صلى الله عليه وسلم أَصَحُّ لأَنَّ وَلَدَ الرَّجُلِ وَأَهْلَهُ أَعْلَمُ بِهِ أَنَّ رُكَانَةَ إِنَّمَا طَلَّقَ امْرَأَتَهُ الْبَتَّةَ فَجَعَلَهَا النَّبِيُّ صلى الله عليه وسلم وَاحِدَةً ‏.‏
      ইবনু ‘আব্বাস (রাঃ) থেকে বর্ণিতঃ:
      তিনি বলেন, রুকানার পিতা ‘আবদু ইয়াযীদ ও তার ভ্রাতৃগোষ্ঠী উম্মু রুকানাকে তালাক দেন এবং মুযাইনাহ গোত্রের এক মহিলাকে বিয়ে করেন। একদা ঐ মহিলা নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম)-এর কাছে এসে বললো, তার স্বামী সহবাসে অক্ষম। যেমন আমার মাথার চুল অন্য চুলের কোন উপকারে আসে না। সুতরাং আপনি আমার ও তার মাঝে বিচ্ছেদ করিয়ে দিন। নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) এতে অসন্তুষ্ট হন এবং রুকানা ও তার ভ্রাতৃগোষ্ঠীকে ডেকে আনেন। এরপর তিনি সেখানে উপস্থিত লোকজনকে বলেনঃ তোমরা কি লক্ষ্য করেছো যে, এদের মধ্যে অমুক অমুকের অঙ্গের সাথে মিল রয়েছে? তারা বললো, হ্যাঁ। নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) ‘আবদু ইয়াযীদকে বলেনঃ তুমি তাকে তালাক দাও। সুতরাং তিনি তাকে তালাক দিলেন। তিনি বলেনঃ তুমি রুকানার মা ও তার ভ্রাতৃগোষ্ঠীকে পুনরায় গ্রহণ করো। তিনি বলেন, আমি তো তাকে তিন তালাক দিয়েছি, হে আল্লাহ্‌র রাসূল! তিনি বলেনঃ আমি তা জানি, তুমি তাকে গ্রহণ করো। এরপর তিনি তিলাওয়াত করলেনঃ “হে নাবী! যখন তোমরা তোমাদের স্ত্রীদের তালাক দিবে তখন তাদের ইদ্দাতকালের প্রতি লক্ষ্য রেখে তালাক দিবে” (সূরাহ আত্-তালাকঃ ১)
      ইমাম আবূ দাঊদ (রহঃ) বলেন, নাফি’ ইবনু উজাইর ও ‘আবদুল্লাহ ইবনু ‘আলী ইবনু ইয়াযীদ ইবনু রুকানা হতে তার পিতা ও তার দাদার সূত্রে বর্ণিত হাদীসে রয়েছেঃ রুকানা তার স্ত্রীকে তালাক দিলে নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) তাকে পুনরায় ঐ স্ত্রীকে গ্রহণ করতে আদেশ দেন। এটা অধিকতর সঠিক।
      সুনানে আবু দাউদ, হাদিস নং ২১৯৬
      হাদিসের মান: হাসান হাদিস
      Source: আল হাদিস অ্যান্ড্রয়েড অ্যাপ, IRD

  • @mohammadnoormiah5390
    @mohammadnoormiah5390 4 года назад +5

    আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ ।যদি কেউ তার স্ত্রীকে তালাক দিয়ে দেয় পুনরায় কিভাবে নতুন করে সংসার করা যায় আল্লাহর কুরআনও হাদীস দ্বারা প্রমাণিত কি আছে । দয়া করে এই বিষয়ে আমাদেরকে পরামর্শ দিলে আমরা উপকৃত হব। আপনাকে ধন্যবাদ।

  • @monjuralom1531
    @monjuralom1531 4 года назад +11

    মাশাআল্লাহ ভাই সুন্দর কথা জন্য আমিন আমিন

  • @kmkawserhamid2098
    @kmkawserhamid2098 2 года назад

    Thanks ato sundor kore bujia bolar jonno..!!

  • @taniaakter3256
    @taniaakter3256 Год назад

    Assalamualaikum. Vaia tin talak somporke prosno uttor sunechhi sob clear. Apni onek sundor kore bujhiye bolechhen. Amar akta prosno chhilo apnar kachhe? Husband jodi mod kheye tin talak day baiyn talak bole tahole ki talak hobe. Doya kore ekta video banaben pls. Rag kore talak hoi. But pagol hole hoi na. Mod kheye otirikto rage talak dileo ki talak hobe na.

  • @nurunnahar4427
    @nurunnahar4427 4 года назад +4

    মাহরেম এর সামনে একজন মহিলার পোশাক কেমন হওয়া উচিত এটা সম্পর্কে বিস্তারিত জানানোর জন্য অনুরোধ রইলো।

  • @hellofaridpurbangladesh7072
    @hellofaridpurbangladesh7072 4 года назад +2

    হুজুর দয়া করে আমার প্রশ্নের উত্তর দিবেন।।।। আমি এফিডেভিট এর মাধ্যমে বিয়ে করেছি।।। কিন্তুক আমি রেজিস্ট্রেশন করি নাই।।। আমি জানিও না সেটা।।। কিন্তু আমার ওয়াইফ সে আমার থেকে চলে গিয়ে 2 বছর অন্যের সংসার করছে কিন্তু সে আমাকে তালাক দেয় নাই।। কিন্তু আমি কিভাবে তাকে তালাক দিব।। উত্তর দিয়ে দয়া করে আমাকে সাহায্য করুন।। আমি অসহায় ব্যক্তি 😭😭😭🙏🙏।। যদি আমার লেখা ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।।।

  • @salmaalam5119
    @salmaalam5119 4 года назад +1

    আসসালামু আলাইকুম আমি জানতে চাই যে মেয়েদের ফরজ সালাতে একামত দিতে হবে কি? যেহেতু এখন প্রায় সব হুজুরেরায় বলছেন যে ছেলে মেয়ের নামাজের কোন পার্থক্য নেই।

  • @farabifarhan
    @farabifarhan 2 года назад

    স্বামী রাত ১২ বাজে বলছে যদি চাও তুমি তালাক নিতে পারো। স্ত্রী রাত ১ টা বাজে যদি বলে আচ্ছা আমি তালাক। আমি তালাক চাই। তখন কি তালাক হয়ে যাবে? এক্ষেত্রে কি তারা আর সংসার করতে পারবে? নাকি অন্যত্র বিবাহ দিয়ে তারপর আবার বিবাহ করতে হবে?মাসিক শেষ হবার ২০ দিন পরের ঘটনা। প্লিজ অনুগ্রহ করে জানাবেন। জানা খুবই জরুরি।

  • @salahuddin546
    @salahuddin546 3 года назад

    আসসালামু আলাইকুম। হুজুর আমার একটি প্র শন যে সূরা তারাবির নামাজ পড়িয়ে টাকা নেওয়া জায়েয আছে কিনা? একটু বলবেন তাহলে আশাবাদী অনেক উপকৃত হবো ইনশাল্লাহ

  • @shornaislam88
    @shornaislam88 3 года назад +1

    আমার divorce হইছে,,,তার ১ মাস পরে আমরা কথা বলতাম,,,এরপর ২মাস ২৭ দিন পরে আমরা শারিরীক সম্পর্ক করেছি আমাদের কি divorce সম্পুর্ন হইছে? আমার কি আগের মতই husband wife আছি? অনেক মুরুব্বি বলে যে divorce এর পরে ৩মাস এর মধ্যে সহবাস হলে তালাক কারজকারি হয় না...আমার উত্তর দিবেন plz😭🙏🙏🙏

    • @rakibraian6263
      @rakibraian6263 2 года назад

      আপনি নিজেই তো বলতেছেন ডিভোর্স হইছে। তাহলে আবার husband wife কিভাবে আছেন আপনারা?
      এতটুকু কমন সেন্স নাই আপনার।

  • @raton89mk40
    @raton89mk40 3 года назад

    খুবি সুন্দর কথা ভালোলাগলো হুজুর আমার এটা কথাজানার ছিল আমার চাচা তার বৌকে ৫/৭ বার তালাক দিয়েছে তার পর আবার তারা সংসার করে আবার তালাক দেয় এমনি চলছে এটা কি বা কেমন জানাবেন।।

  • @mohammadrahamatalisarker9735
    @mohammadrahamatalisarker9735 2 года назад +1

    আসসালামু আলাইকুম।
    যে ব্যাক্তি আল্লাহর হুকুম ও নবী করিম ( সাঃ) এর সুন্নত তরিকায় জীবন - যাপন করবেন। সে দুনিয়া ও আখেরাতে সফলকামী হবেন।
    ইনশাআল্লাহ।
    সম্মানিত মুহতারাম নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করিবেন।

  • @Islamic_Knowledge_Research-BD.
    @Islamic_Knowledge_Research-BD. 4 года назад +4

    ইসলামী ঐক্য চাই।
    ইসলামী ঐক্য সময়ের দাবি।
    ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা।
    ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান।
    ইসলামী ঐক্য পরিষদ বাংলাদেশ।

  • @sarminsultana7572
    @sarminsultana7572 2 года назад +4

    হুজুর কথা কাটা কাটির সময় সে আমাকে একসাথে এক তালাক দুই তালাক তিন তালাক বলে পরের দিন বলে আমি জেনে শুনে তালাক দিয়েছি 'তালাক কি হবে?এখন আবার সংসার করতে চায় জায়েজ হবে কিনা pls pls janaben

  • @habiburrahaman4978
    @habiburrahaman4978 3 года назад

    ডিউটিতে থাকা কালিন বীর্য পাত হয়েছে সামান্য, তখন কী নামায পড়া যাবে।না কী বীর্য লাগছে যে সে কাপড় পরিমাণ দৌয়া লাগবে???হুজুর এই আমার জন্য একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন?? এই উত্তরটা দিলে আমার জন্য ভালো হবে আশা করি

  • @mhaider4054
    @mhaider4054 4 года назад +3

    ইসলামিক আইন অনুযায়ী স্বামী স্ত্রী তালাক দেওয়ার পর অন্যথায় আবার বিয়ে করতে হবে। আর ওই সংসার যদি টিকে না এবং ডিভোর্স হয় তাহলে আবার আগের স্বামী-স্ত্রীর আবার বিয়ে করতে পারবে।

  • @ashiqurrahman7828
    @ashiqurrahman7828 3 года назад +7

    হুজুর আমরা বাসার অবাধ্য হয়ে গোপোনে বিয়ে করছি। এখন ঝগরা হলে রাগের মাথাই আমরা ২ জন অনেক বার মোবাইলে তালাক বলছি।কিন্তু আমরা বুঝতাম না তালাত দিলে কি হয়,ভাবতাম পরে আবার আমরা বিয়ে করতে পারবো।আমরা একে অপরকে আর হারাতে চাইনা,এখন আমরা আল্লার কাছে , তওবা করে খমা চেয়ে কি আবার বিয়ে করলে কি ঠিক হয়ে যাবে,Please আমাকে সাহায্য করেন....

    • @KABIR-wv1vv
      @KABIR-wv1vv 10 месяцев назад

      ruclips.net/video/_nAu8EDtafk/видео.htmlsi=pPnjBZisL_uBr4gM

    • @Mim-7878
      @Mim-7878 9 месяцев назад

      না

    • @jabarulsk-jn5lc
      @jabarulsk-jn5lc 6 месяцев назад

      না

  • @mariyaaimansiddika1232
    @mariyaaimansiddika1232 Год назад +1

    আসসালামু আলাইকুম হুজুর আমাদের পরিবারের জুরে লিখিত ভাবে তালাক হই আবার আমরা 4 । 5 মাস পর আমরা আবার নতুন করে বিয়ে করেছি এটা কে নিয়ে ইসলাম কি বলে

  • @parvez0.290
    @parvez0.290 3 года назад +1

    বিষয় টা ক্লিয়ার হলো। তবে আমি কয়েকটা ঘটনা দেখলাম বড় কোনো মুফতি হুজুর এর কাছ থেকে টাকা করস করে হাদিস এনে তৌবা করে আবার ঘর সংসান করছে।

  • @MdRifat-ut9rt
    @MdRifat-ut9rt Год назад

    হুজুর আমাদের গ্রামগুলোতে মানুষ আগের মানুষ মতে কথা বলে ওসুদখাওয়াআগেনাকিবিসমিল্লাবলা‍যাবেনা

  • @mdfaysal7332
    @mdfaysal7332 4 года назад +1

    Alhamdulillah Thanks brother for your advice service may you have the best of both worlds ameen

  • @RafiqulIslam-id2qm
    @RafiqulIslam-id2qm Год назад

    তালাকের দুই দিন পড় না বুঝে বিয়ে করেছি সহবাস করেছিলা,,, ভুল করেছি এখন আল্লাহর কাছে তওবা করতে ছাই হুজুর তার সমাধান কি

  • @zumbabaura7035
    @zumbabaura7035 2 года назад +1

    গুরুত্বপূর্ণ আলোচনা।

  • @ruksuruksu
    @ruksuruksu 7 месяцев назад

    আসসালামু আলাইকুম হুযুর আমার স্বামী বিদেশ থাকা অবস্থায় আমাকে মোবাইলে বিয়ে করে আবার বিদেশ থাকা অবস্থায় আমাকে তালাক দেয় সে কাবিনেও সই করেনি আমি তাকে কখনো দেখিওনি তার সাথে সংসারও করিনি এখন আমার কি তালাক হয়ে গেছে? সে কি দেশে আসলে আমি তার সাথে বিয়ে করে সংসার করতে পারব কিনা দয়া করে বলবেন?

  • @junakiakter8010
    @junakiakter8010 Год назад +7

    হুজুর আমি তালাক নিয়ে অনেক বড় সমস্যা ই আছি,, আমি আপনার সাথে কথা বলতে চাই,,,দয়া করে যোগাযোগ করার উপায় বলে দেন

  • @captaincoock3415
    @captaincoock3415 4 года назад +6

    ইদানীং খেয়াল করছি আমাদের এলাকায় বিবাহের চেয়ে তালাক বেশি হচ্ছে।

    • @captaincoock3415
      @captaincoock3415 4 года назад

      @Md sojib Hossain tor maayer divorce hoile bolis.

  • @sadiakarimkhanrima9310
    @sadiakarimkhanrima9310 2 года назад

    Sayekh Ahmadullah r sathe kotha bolte cai...sayekh Ahmadullah sir er sathe Kivhabe kotha bolte pari...plz janaben..?

  • @pinkrose6732
    @pinkrose6732 4 года назад

    ASSALAMU-ALAIKUM hujur. Amader deshe kaji office e husband & wife 2 jon er uposthitite o shommotite je mutual divorce hoy tar bidhan niye alochona korun. Jodi 2 jon e tader vul bujhte pare tahole ki punoray shongshar korte parbe?

  • @MdRubel-zu3ej
    @MdRubel-zu3ej 7 месяцев назад

    আল্লাহ আমাদের সবাইকে সঠিক বোঝ দানকরোন আমিন

  • @sarminakhter6259
    @sarminakhter6259 2 года назад

    আমার একটা প্রশ্ন, ছেলে মেয়ে পালিয়ে বিয়ে করে আবার এক সপ্তাহ মধ্যে মেয়ে অই ছেলের সামনে ডিভোর্স পেপারে সাইন করেছে কিন্তু ছেলে সাইন করছে কিনা এইটা তার মনে নেই এখন সেই ডিভোর্স হইছে কি না একটু জানাবেন, আর সেই মেয়ের ৮ মাস পর বিয়ে হয়ে গেছে সেই বিয়ে বৈধ হইছে কিনা জানালে অনেক বর একটা উপকার হবে,,,

  • @mituislam131
    @mituislam131 3 года назад +1

    হুজুর আপনার পায়ে ধরি দয়া করে আমার উওর টা দিবেন,আমি প্রেম করে বিয়ে করচি ১ বছর আগে কেউ জানে না, এখন জানার পর সবাই চাপ দিচ্ছে তালাক দেওয়ার জন্য ও বলে এখন সবাইকে দেখানোর জন্য তালাক দিতাম পরে আবার বিয়ে করবে,আবার বলে জোর করে তালাক দিলে সে তালাক নাকি কার্যকারী হয় না, আমরা নাকি এখনও স্বামী স্রী দয়া করে উওর টা দিবে আমি তালাক দিতে রাজি না

  • @সাঈদীআহমেদ
    @সাঈদীআহমেদ 4 года назад +2

    হুজুর আপনার কাছে আমার একটি প্রশ্ন কোরবানির ঈদে বাড়ির আশেপাশের লোক এদের সাথে ঝগড়া তাকে তাদেরকে মাংস দিলে তারা নেই নাই ঝগড়ার কারণে আশা করি প্রশ্ন উত্তর দিবেন আপনাকে অনেক ভালোবাসি হুজুর

  • @yeasinkhan4169
    @yeasinkhan4169 Год назад

    আসসালামু আলাইকুম হুজুর আপনার কাছে আমার একটা প্রশ্ন?বাংলাদেশের কাজী অফিসে প্রচলিত একটা আইন আছে খোলা তালাক আমার স্ত্রী আমাকে পরিবারের চাপে খোলা তালাক দিয়েছে। এখন আমরা দুইজন একসাথে সংসার করতে চাই স্ত্রী গ্রহন করা যাবে কিনা???

  • @saymajannat2051
    @saymajannat2051 Год назад

    Assalamualaikum..
    Hujur plz khubi dorkar..
    Hujur amr shami hadiser bepare akdom e janena..
    Ekhetre dustami kore she bole felece j talak talak talak. Ami rag koray pore bllo sry bujhinai. Kobul kobul kobul..
    Kono jhogra ba ragaragi hyni.. Shudhu dustami cilo.
    Hujur ei bpre ki hadis. Ki koronio.. Amder ki talak hoice? Ba firiye newar upay. Plz hujur. Rply koren😓

  • @mdronipk4776
    @mdronipk4776 3 года назад +12

    শাইখ, তওবা করে যদি শিরকের পাপ ক্ষমা হয়, তাহলে তালাক তো শিরকের চেয়ে বড় না। তাহলে কেন তওবা করলে হবেনা?

    • @mdkhakonmia3139
      @mdkhakonmia3139 2 года назад +4

      ঠিক বলেছেন আমারও এই বিসয় জানার আসে???

    • @md.yusufali544
      @md.yusufali544 Год назад

      [আল বাকারাঃ আয়াত নং ২৩০]
      فَإِن طَلَّقَهَا فَلَا تَحِلُّ لَهُۥ مِنۢ بَعْدُ حَتّٰى تَنكِحَ زَوْجًا غَيْرَهُۥ ۗ فَإِن طَلَّقَهَا فَلَا جُنَاحَ عَلَيْهِمَآ أَن يَتَرَاجَعَآ إِن ظَنَّآ أَن يُقِيمَا حُدُودَ اللَّهِ ۗ وَتِلْكَ حُدُودُ اللَّهِ يُبَيِّنُهَا لِقَوْمٍ يَعْلَمُونَ
      অর্থঃ তারপর যদি সে স্ত্রীকে (তৃতীয়বার) তালাক দেয়া হয়, তবে সে স্ত্রী যে পর্যন্ত তাকে ছাড়া অপর কোন স্বামীর সাথে বিয়ে করে না নেবে, তার জন্য হালাল নয়। অতঃপর যদি দ্বিতীয় স্বামী তালাক দিয়ে দেয়, তাহলে তাদের উভয়ের জন্যই পরস্পরকে পুনরায় বিয়ে করাতে কোন পাপ নেই। যদি আল্লাহর হুকুম বজায় রাখার ইচ্ছা থাকে। আর এই হলো আল্লাহ কতৃꦣ2453; নির্ধারিত সীমা; যারা উপলব্ধি করে তাদের জন্য এসব বর্ণনা করা হয়।

    • @rakibmultimedia8922
      @rakibmultimedia8922 Год назад +3

      শিরিক ভিন্ন জিনিস। আবেগ যুক্তি দিয়ে একটার দলিল দিয়ে অন্য টার ফতোয়া হয় না । ইসলামে সবগুলোরই ভিন্ন দলিল আইন রয়েছে। যদি আপনি একটা তালাক দেন তাহলে তওবা করলে হবে ।

    • @MuhammadMunna-ex3jw
      @MuhammadMunna-ex3jw 8 месяцев назад

      হা​@@rakibmultimedia8922

    • @RiponIslam-zq4pm
      @RiponIslam-zq4pm Месяц назад

      এখন বাংলাদেশ হুজুর দের কথা সুনলে অনেক কষ্ট হয়
      এরা ইসলাম কে এতোটাই কঠিন করে দেখছে কিন্তু আমাদের ইসলাম হচ্ছে শান্তির ধর্ম
      দয়া করে ইসলামকে সহজ করে প্রচার করুন 😢

  • @rakibkhan-vv8hi
    @rakibkhan-vv8hi Год назад

    আসসালামু আলাইকুম হোজর ইস্ত্রি মাসিক সামি জানে না সামি এক তালাক দিছে এইটার করনিও কি সামি রাগের মাথায় বলছে এখন তাঁরা এক সাথে সংসার করতে চায় এবং করতাছে এইটা কি কোন পাপ হবে

  • @NasirUddin-lw2od
    @NasirUddin-lw2od Год назад

    Ami shaiekh ahmadulla k akti question korte cai ,kivave korbo,Kew janle please janaben

  • @mohammadjakirhossain9961
    @mohammadjakirhossain9961 3 года назад

    আচ্ছালামুয়ালাইকুম কেমন আছেন সায়েক আমার ছোট ভাই রাগের মাথায় তার বউকে তালাক দিয়েছে তার পরে ৩০ দিন তারা দুইজন আলাদা থেকেছেন এর পরে তারা সিদ্ধান্ত নিয়েছে আবার তারা সংসার করবে তার পরে মসজিদের ইমাম সাহেব তাদের নতুন করে দেনমোহর ধারজো করে ৪ জনকে শাক্ষি রেখে বিয়ে দিয়েছেন তাহলে কি তারা আবার সংসার করতে পারবেন কিনা যদি জানাতেন সুক্রিয়া

  • @alauddinmobilesticker1054
    @alauddinmobilesticker1054 4 года назад

    আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু আমার প্রশ্ন ব্যাংকে যে পয়সাগুলো বেড়ে যায় সে পয়সাগুলো কি করব

  • @TravelM566
    @TravelM566 2 года назад

    Aslamulikum. Hujor. Talak shomporkitu kitub, bibaho shomporkitu kitub kibaba pobo. Tar address or jujajug phone number dila kushihobo

  • @HMNAZRULISLAM-c8i
    @HMNAZRULISLAM-c8i 2 года назад

    আসসালামুয়ালাইকুম শাইখ কোন কোন কারনে কি কাজ করলে তালাক দেওয়া যাবে বা সাম্বী দিতে পারবে?

  • @RubelAhmed-xv6rt
    @RubelAhmed-xv6rt 4 года назад +5

    তালাক দেওয়ার পর যদি স্বামী স্ত্রী পুনরায় সংসার করতে চায়, তাহলে তাদের কি করা উচিত? এবং এ সম্পর্কে ইসলাম কি বলে??

    • @sheikhahmadullahofficial
      @sheikhahmadullahofficial  4 года назад +1

      তালাক নিয়ে বিস্তারিত একটি আলোচনা শুনতে এই লিংকে ক্লিক করুন
      ruclips.net/video/fXpjdpkrLQc/видео.html

    • @khoakon
      @khoakon 4 года назад +1

      জাকির নায়েকের মতে, পুনরায় তিনবার বিয়ে পড়ানো যায়, চতুর্থবারে অন্য জায়গায় বিয়ে দিতে হবে।

    • @princemahmud9699
      @princemahmud9699 4 года назад

      Sura bhakara 230 number ayyat dhakun....

  • @creativeboy22
    @creativeboy22 4 года назад +1

    আসসালামুয়ালাইকুম....
    স্যার আমার একটি প্রশ্নছিল। আসলে এর সঠিক ব্যাখা পাচ্ছি না।তাই কুরয়ান ও হাদিস ভিত্তিস সঠিক তথ্য দিলো অনেক উপকার হতো।
    প্রশ্ন: একজন বিবাহিত মেয়ে যে তার স্বামী ও সন্তানকে রেখে আরেকজন ছেলের ফাঁদে পড়ে পলিয়ে গেছে এবং তাকে বিয়েও করেছে। যা তার পুর্বের স্বামীকে তালাক না দিয়েই।।
    পরবর্তীতে সে নিজের ভুল বুঝে এবং সে তার সন্তান ও স্বামীর কাছে ফিরে যেতেও চাই।তার স্বামী তাকে নিতেও চাই। যার কারনে সে ছেলের সাথে তার বিচ্ছেদ করে নেই।
    এখন প্রশ্ন যেহুতু সে তার পূর্বের স্বামীকে তালাক না দিয়েই অন্য জনকে বিয়ে করেছিল।
    সে ক্ষেত্রে পূর্বের স্বামীর কাছে পুনরাই ফিরে যাবার জন্য কি কি অনুসরন করবে?
    প্লীজ স্যার,,,,, খুব ভাল প্রশ্নর উত্তরটা পেলে।কারন এমন একটি পরিবার এখন গ্রামে আছে ও এর হাদিস ভিত্তিক ব্যাখা চাচ্ছে।

    • @monjurulshuvo852
      @monjurulshuvo852 4 года назад +1

      উনার দ্বিতীয় বিয়ে বৈধ নয় কারণ প্রথম জনকে তালাক দেন নাই। সুতরাং প্রথম স্বামীর সাথে পুনরায় সংসার করতে পারবে। আরো বিস্তারিত জানতে হাদীস বা কোন আলেমের কাছে যেতে পারেন।

  • @imamakhatun5233
    @imamakhatun5233 2 года назад

    হুজুর আমি আপনার সাথে কথা বলতে চাই মাসলামাসায়েল জানার বিষয় কি ভাবে জানব,জানাবেন

  • @a.sakergood7396
    @a.sakergood7396 4 года назад +1

    Jajakumullah khairan

  • @akhirahrazzak623
    @akhirahrazzak623 4 года назад +2

    আলহামদুলিল্লাহ্‌

  • @sadeqzaman8841
    @sadeqzaman8841 3 года назад +2

    কোনো স্বামী যদি তার স্ত্রীকে অন্য কোনো ছেলের সাথে মিলন করতে বাধ্য করে তবে স্বামী স্ত্রীর সম্পর্ক ঠিক থাকে নাকি তালাক হয়ে যায়? জানালে উপকৃত হবো। ধন্যবাদ

  • @rumaali1529
    @rumaali1529 Год назад

    ভাই আমি যোহরের নামাজ পরে ঘুমিয়ে ছিলাম ওই অজুতে আছরের নামাজ পরা যাবে কি না

  • @rasubentrashida1517
    @rasubentrashida1517 4 года назад +2

    শুকরিয়া

  • @Islamic_Knowledge_Research-BD.
    @Islamic_Knowledge_Research-BD. 4 года назад +1

    🇧🇩 আস্সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহ।
    🇸🇦 السلام عليكم ورحمة الله وبركاته ومغفرته.
    🇰🇼 Assalamu alaikum wa Rahmatullah wa Barakatuh.
    🤲

  • @nargisismail1973
    @nargisismail1973 Год назад

    আসসালামু আলাইকুম।
    আমার একটা প্রশ্ন ছিল এখান থেকে কি উত্তর দেওয়া হবে?

  • @techzone5059
    @techzone5059 4 года назад +1

    assalamualaikum..... জগের ভিতরে হাত দিয়ে পানি নিয়ে অজু করলে অজু হবে কী?

  • @sharmenakter522
    @sharmenakter522 2 года назад

    আসসালামু আলাইকুম। হুজুর যদি স্বামী এক তালাক দেয়ার পর তিন মাস শেষ হয়ে গেছে আর কোন তালাক দেয়নি এবং স্বামী স্ত্রীর মাঝে কোন প্রকার যোগাযোগও নাই তাহলে কি তাদের তালাক হয়ে যাবে? নাকি তিন মাস পর ঐ এক তালাক বাতিল হয়ে যাবে? আর স্বামী তিনমাস পর চাইলে কি আবারও স্ত্রী কে ফিরিয়ে নিতে পারবে। যদি পারে তাহলে কি তাদের আবার বিয়ে করতে হবে? দয়া করে জানাবেন হুজুর খুব দরকার।

  • @মনজুরানোহঁাসি

    Assalamualykum hujur amar has bent bolsa tora depors dea delam kintu bolini tora talac dea delam ta hola ki ata talac hoba plz hujur amaka aktu bolban ta hola amar upokar hoto plz

  • @MDMASUMSork
    @MDMASUMSork 4 года назад

    আসসালামু আলাইকুম,,প্রিয় দ্বিনী ভাই ও বোনেরা আমার সবার কাছে একটা প্রশ্ন আমার ,,আমার স্বামী নেশা গ্রস্ত ছিল আমার একটা কন্যা সন্তান আছে অনেক চেষ্টা করেছি তার সংসার করতে একটা সময় বিপর্যস্ত হয়ে মেয়ে কে নিয়ে বাবার বাড়ি চলে আসি কিন্তু তালাক দেইনি সেও তালাক দেয়নি ,,এখন সে ভাল হয়ে গেছে মেয়ে কথা চিন্তা করে আমি ঐ সংসারেই ফিরে যেতে চাই এখন কি আমাদের আবার বিয়ে পরাতে হবে,,পাঁচ বছর আলাদা আছি ,,তার মধ্যে মেয়ে কে কেন্দ্র করে কয়েক বার ফোনে কথা হয়ছে সরাসরি না,,প্লিজ আমাকে জানাবেন,,

    • @MdSumon-hl7uh
      @MdSumon-hl7uh 4 года назад +1

      Parben insaallah

    • @MDMASUMSork
      @MDMASUMSork 4 года назад

      @@MdSumon-hl7uh জাঝাকাল্লাহু খাইরান

  • @sadequlislam7440
    @sadequlislam7440 4 года назад +1

    যাজাকুমুল্লাহ্ .....!!

  • @RaziaSultana-fb6of
    @RaziaSultana-fb6of 3 года назад

    Court theke husband ter wife ke 3 talak diye divorce nama pathaile seta karjokor hobe ki???doya kore janaben.

  • @mstlizakhatun2362
    @mstlizakhatun2362 5 месяцев назад

    আসসালামু আলাইকুম হুজুর হাজবেন্ড দেশের বাইরে থাকে মেছেজ করে যা তালাক লেখে অনেকের দেখানোর পরে বলে হয়নি তালাক সবাই তাকে বোঝায় সে বুঝ না নিয়ে আবারও তার বন্ধুর কাছে তালাক বলে৩ বার মেছেজ করে তাহলে কি তালাক হবে প্লিজ জানাবেন

  • @mirajkhan9136
    @mirajkhan9136 3 года назад

    স্লামালাইকুম এখন ফোনের যুগ মানুষ অনেক সময় কোন মেয়েছেলে পাল্টানো করে অনেক কিছু করে ফেলে কোন ছেলেযদি কোন ছেলে কারোর বর যদি ঘর থেকে নিয়ে যদি বিয়ে করে এই মুহুর্তে যদি বিয়ে করে তার আরবি এটা কিভাবে বিশুদ্ধ করা যাবে কি কাজ করলে সহি হাদিস কোরান থেকে জানাবেন পরেরবার বিয়ে করার পরিণতি কি হতে পারে

  • @alibhai4254
    @alibhai4254 Год назад

    আমি আকরাম বলছি
    যদি একজন ব্যবসায়ীকে আমি এক মাসের জন্য 100.000টাকা দেই
    তার বিনিময়ে একটা পন্যর উপর থেকে যদি আমাকে প্রতি কেজি থেকে একটাকা করে দেয়
    এই টাকা টা কি হালাল হবে
    আশা করছি উত্তরটা দেবেন

  • @JefranEva
    @JefranEva 4 года назад

    আলহামদুলিল্লাহ ।শুকরান 👍👍

  • @arifsarkar9615
    @arifsarkar9615 4 года назад +2

    Alhamdulillah

  • @sadiyaislam1507
    @sadiyaislam1507 2 года назад

    Amader devorce hoise kintu amra aitar kisui Jani na amake jor Kore signature korano hoise akhn ki Ami abr take biye Korte parbo??

  • @teamlimitless9887
    @teamlimitless9887 3 года назад +2

    আসসালামু আলাইকুম,,, হুজুর কেউ যদি গোপনে বিয়ে করার পর ছেলের বাবা মা না মেনে জোর করে ছেলেকে দিয়ে তালাক করায় সেটা কি হবে???ছেলে কি আবার প্রথম স্ত্রী কে নিতে পারবে??

  • @rishanmullick758
    @rishanmullick758 4 года назад +1

    হূজুর আমার এক বোনের স্বামী অসুস্থ রোজগার করতে পারে না কিন্তু তার দুটো সোনার গয়না আছে তার মেয়ের বিয়ের জন্য রেখে দিয়েছে এখন তাকে কি যাকাত দিতে পারবো দয়া করে জানাবেন

  • @daiyan5935
    @daiyan5935 4 года назад +1

    Asalmualikum, amra talak chi na but rag ar matha ba vule hoy galo, tokhon ki korbo....kindly janaben.

    • @nazrulislam7737
      @nazrulislam7737 3 года назад

      Walaikum assalam Warahmatullahi Wabarakatoho JajakAllahu Khairan

  • @mrmaidulislam4177
    @mrmaidulislam4177 3 года назад

    Mash Allah 🇮🇳🇧🇩 Bangladesh BD June 24/06/2021

  • @mahbubkhan3661
    @mahbubkhan3661 3 года назад

    Vai amder biye hoice 2011te ar mode amder talak mane amr wife talak namay soi diye amk kagoj pathaicilo.but Ami dei nai.tar bes kicu din por Ami amr bow k nea asi kinto amr biye kori nai.amra sonsar korcci.kinto amr sosur basar sobay amder sobay amder mene nice.akhon amr posno holo amder beye taki boido ace.plz vai janan posnota ans.....opekhay aci

  • @rubyislam6157
    @rubyislam6157 4 года назад

    আসসালামু আলাইকুম
    আপনি উল্লেখ করেছেন
    ৩টি কাজ ফাজলামো করে করলেও হয়ে যাবে বিয়ে তালাক তালাক প্রত্যাহার
    এই ৩টি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবে দয়া করে।
    কিভাবে কাজ গুলো হয়ে যায় ফাজলামোর চলে? কিভাবে আমরা এর থেকে সচেতন থাকতে পারি?

  • @AbirMahmud-qx9tj
    @AbirMahmud-qx9tj 3 года назад

    Akhane koroniyo ta ki amader? Amar wife er 7a divorce paper porjonto geachilam kintu ami signature korinai. Amra abar songsar korchi. Ate ki gunah hocce? Ba amader kkronio ta ki jodi bolen valo hoy

  • @anwarhossain4816
    @anwarhossain4816 3 года назад

    Hojor amr sami amy aj cele niya jogray 3 talak deye dice amr masik colce r 123 talak ak sathay dise akhon kico kora jabe ki na....??? Pllllz janan🙏🙏🙏🙏🙏🙏