আজো আমি বাতাসে লাশের গন্ধ পাই আজো আমি মাটিতে মৃত্যূর নগ্ননৃত্য দেখি, ধর্ষিতার কাতর চিৎকার শুনি আজো আমি তন্দ্রার ভেতরে… এ দেশ কি ভুলে গেছে সেই দু:স্বপ্নের রাত, সেই রক্তাক্ত সময় ? বাতাসে লাশের গন্ধ ভাসে মাটিতে লেগে আছে রক্তের দাগ। এই রক্তমাখা মটির ললাট ছুঁয়ে একদিন যারা বুক বেঁধেছিলো। জীর্ণ জীবনের পুঁজে তারা খুঁজে নেয় নিষিদ্ধ আধাঁর, আজ তারা আলোহীন খাঁচা ভালোবেসে জেগে থাকে রাত্রির গুহায়। এ যেন নষ্ট জন্মের লজ্জায় আরষ্ট কুমারী জননী, স্বাধীনতা - একি হবে নষ্ট জন্ম ? একি তবে পিতাহীন জননীর লজ্জার ফসল ? জাতির পতাকা খামচে ধরেছে আজ পুরোনো শকুন। বাতাশে লাশের গন্ধ নিয়ন আলোয় তবু নর্তকীর দেহে দুলে মাংসের তুফান। মাটিতে রক্তের দাগ - চালের গুদামে তবু জমা হয় অনাহারী মানুষের হাড় এ চোখে ঘুম আসেনা। সারারাত আমার ঘুম আসেনা- তন্দ্রার ভেতরে আমি শুনি ধর্ষিতার করুণ চিৎকার, নদীতে পানার মতো ভেসে থাকা মানুষের পচা লাশ মুন্ডহীন বালিকার কুকুরে খাওয়া বিভৎস্য শরীর ভেসে ওঠে চোখের ভেতরে। আমি ঘুমুতে পারিনা, আমি ঘুমুতে পারিনা… রক্তের কাফনে মোড়া - কুকুরে খেয়েছে যারে, শকুনে খেয়েছে যারে সে আমার ভাই, সে আমার মা, সে আমার প্রিয়তম পিতা। স্বাধীনতা, সে আমার - স্বজন, হারিয়ে পাওয়া একমাত্র স্বজন - স্বাধীনতা - আমার প্রিয় মানুষের রক্তে কেনা অমূল্য ফসল। ধর্ষিতা বোনের শাড়ী ওই আমার রক্তাক্ত জাতির পতাকা।
স্যালুট জানাই তোমাকে প্রিয় শিমুল। তুমি কি আমার হবে ? তুমি তোমার কণ্ঠ একটু ধার দিবে? তুমি কি তোমার মতো না হোক তোমার ধারে কাছে তোমার মতো ভালোবেসে একি কবিতা আবৃত্তি করতে পারি-- তার জন্য আমায় দোয়া দেবে----
What is SOUL ? *. SOUL holds ALMIGHTY POWER .Because , living creation - SOUL = Dead creation , and , dead creation + SOUL = Living creation . *. SOUL is of 2 kinds named SOUL of creation and SOUL of the ALMIGHTY CREATOR . *. SOUL of creation is of 2 types : SOUL of creation with mind and SOUL of creation without mind *. SOUL of creation with mind means the creations that are holding thinking power like human being , huwoman being , male horse being , female horse being , male ant being , female ant being , male cat being , female cat being etc . *. SOUL of creation without mind means the creations that are not holding thinking power like virus being , bacteria being , amoeba being etc
বাহ!কী চমৎকার কবিতা ও আবৃতি❤❤আমার খুব ভালো লেগেছে❤❤
বাতাসে লাশের গন্ধ,
অপ্রিয় সত্য কথা গুলো কবিতার মাধ্যমে তুলে ধরার জন্য ধন্যবাদ...
যেমন কবিতা, তেমন আবৃত্তি। ভীষণ ভালো।
এই কবিতার ডিস্কটা অনেক খুজে খুজে কিনেছিলাম যার কন্ঠ ছিলো শিমুল মোস্তফা। নতুন করে কবিতাটা শুনে অনেক ভালো লাগলো। ❤
কি অসাধারণ,, খুব ভালো লাগছে আবৃত্তি
শরীরের লোম শিহরিত হয়ে যায় কবিতা আবৃত্তি শুনে,, ধন্যবাদ ভাই
খুব ভালো লাগলো আপনার আবৃত্তি শুনে
বরাবরের মতো অসাধারণ আবৃত্তি। আপনার কন্ঠশৈলী দারুন। অনেক অনেক শুভ কামনা রইল।
কি সুন্দর আবৃত্তি করেন উনি!
খুব পছন্দের আবৃত্তিকার শিমুল মুস্তফা,খুব ভালো লাগলো,,,
কবিতাটি যেমন মনকে নাড়া দেয় ঠিক তার কালজয়ী কন্ঠ শুনে বাংলাদেশকে চেনা যায় ।
সত্যিই অসাধারণ আবৃত্তি করেছেন
আজো আমি বাতাসে লাশের গন্ধ পাই
আজো আমি মাটিতে মৃত্যূর নগ্ননৃত্য দেখি,
ধর্ষিতার কাতর চিৎকার শুনি আজো আমি তন্দ্রার ভেতরে…
এ দেশ কি ভুলে গেছে সেই দু:স্বপ্নের রাত, সেই রক্তাক্ত সময় ?
বাতাসে লাশের গন্ধ ভাসে
মাটিতে লেগে আছে রক্তের দাগ।
এই রক্তমাখা মটির ললাট ছুঁয়ে একদিন যারা বুক বেঁধেছিলো।
জীর্ণ জীবনের পুঁজে তারা খুঁজে নেয় নিষিদ্ধ আধাঁর,
আজ তারা আলোহীন খাঁচা ভালোবেসে জেগে থাকে রাত্রির গুহায়।
এ যেন নষ্ট জন্মের লজ্জায় আরষ্ট কুমারী জননী,
স্বাধীনতা - একি হবে নষ্ট জন্ম ?
একি তবে পিতাহীন জননীর লজ্জার ফসল ?
জাতির পতাকা খামচে ধরেছে আজ পুরোনো শকুন।
বাতাশে লাশের গন্ধ
নিয়ন আলোয় তবু নর্তকীর দেহে দুলে মাংসের তুফান।
মাটিতে রক্তের দাগ -
চালের গুদামে তবু জমা হয় অনাহারী মানুষের হাড়
এ চোখে ঘুম আসেনা। সারারাত আমার ঘুম আসেনা-
তন্দ্রার ভেতরে আমি শুনি ধর্ষিতার করুণ চিৎকার,
নদীতে পানার মতো ভেসে থাকা মানুষের পচা লাশ
মুন্ডহীন বালিকার কুকুরে খাওয়া বিভৎস্য শরীর
ভেসে ওঠে চোখের ভেতরে। আমি ঘুমুতে পারিনা, আমি
ঘুমুতে পারিনা…
রক্তের কাফনে মোড়া - কুকুরে খেয়েছে যারে, শকুনে খেয়েছে যারে
সে আমার ভাই, সে আমার মা, সে আমার প্রিয়তম পিতা।
স্বাধীনতা, সে আমার - স্বজন, হারিয়ে পাওয়া একমাত্র স্বজন -
স্বাধীনতা - আমার প্রিয় মানুষের রক্তে কেনা অমূল্য ফসল।
ধর্ষিতা বোনের শাড়ী ওই আমার রক্তাক্ত জাতির পতাকা।
ধন্যবাদ
Namo namo bangla desh mamo
Chiro mono ramo Chiro modhur ...
.....hey nabo jauban ei sadhinota aseni sahoje ... Hey natun praner spondon ... Sono sei krondon matir kobore tomar vaaier artonaad ... Vulo na tare vulo sei songram ...
🙏🙏🙏🙏🙏🙏
আপনার আবৃত্তি শুনতে ভিষণ ভালো লাগে।
অপুর্ব!
আহা মন ভরে যায়
অসাধারণ আবৃত্তি 🖤💝💐
Ami apnr onk big fan,apnk shamna shamni dekhesi apnr abriti shunte giesilam 😍
রুদ্র, তোমাকে হৃদয়ের শ্রদ্ধা!
যদি পার তবে, আকাশের ঠিকনায় উত্তর দিও বন্ধু!
অসাধারণ চমৎকার
বাঃ👌👌
আপনি শ্রেষ্ঠ
Osthir kaka❤❤
অসাধারণ আবৃত্তি
Amar prio kobita
অমৃত!!!
অপূর্ব ❤
I got goosebumps,by listening your recitation.... Im your fan....❤️❤️
❤❤❤❤
অসম্ভব সুন্দর কণ্ঠ
কি সুন্দর! সাবলীল! অসাধারণ 🤍
Osadharon
রক্তিম অভিনন্দন
স্যালুট জানাই তোমাকে প্রিয় শিমুল।
তুমি কি আমার হবে ?
তুমি তোমার কণ্ঠ একটু ধার দিবে?
তুমি কি তোমার মতো না হোক
তোমার ধারে কাছে তোমার মতো ভালোবেসে একি কবিতা আবৃত্তি করতে পারি--
তার জন্য আমায় দোয়া দেবে----
অনেক সুন্দর আবৃত্তি !
আহ হা....
আজও আমি মাটিতে মৃত্যুর নগ্ননৃত্য দেখি
ধর্ষিতার কাতর চিৎকার শুনি আজও আমি তন্দ্রার ভেতরে
এ দেশ কি ভুলে গেছে সেই দুঃস্বপ্নের রাত, সেই রক্তাক্ত সময়?
NICE
Amazing recitation
Best wishes
চমৎকার
আপ্লুত
সুন্দর আবৃত্তি
অনেক সুন্দর
😮দারুন
অ সেই
খুব
অসাধারণ!
অসাধারণ কন্ঠশৈলী।
Speechless
অসাধারণ কন্ঠ 🎉🎉
Just speechless ❤❤❤❤
খুব ভালো লাগলো।
শিমুল স্যার আপনার কাছে আমি কিছুদিন কবিতার শিখেছিলাম বিশ্ব সাহিত্য কেন্দ্র
❤️
অসাধারণ
Awesome
💜💜👀
স্যার আমি আপনার কবিতা আবৃত্তি কপি করতে পারি❤❤❤❤
Oh no 😜 let's go 🇧🇩
❤❤❤❤❤❤......................❤❤❤❤❤❤❤❤
💗💗💗
sir......কেমন আছেন????খুব ভালো লাগে।।
স্যার খুব ভালো হয়েছে। স্যার ভালো অাছেন? অামি সিনথিয়া
কাদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি কবিতাটি আবৃতি করার অনুরোধ রইল
Mashallah. It's a very nice voice for recite the poem
Very nice
♥♥♥
এক সময় ভাল আবৃত্তি করতাম। এখনো দুয়েকদিন প্রাকটিস করলে জ্বলে উঠব।
স্যার এই কবিতাটা কোন ছন্দে রচিত?যদি একটু বলতেন
😢😢😢
❤❤
রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ এর "পাকস্থলী " কবিতা টি করার আবেদন। রইলো।
Nice
কোন প্রেক্ষাপটে এই কবিতাটি লেখা ?
কেউ কি জানেন?
স্বাধিনতা পরবর্তী সময়
আমার স্যারের নাম্বারটা দরকার।
কবিতার নাম কি
বাতাসে লাশের গন্ধ
বাতাসে লাশের গন্ধ
Background music name?
মানুষের পঁচা লাশ হবেনা কি?
What is SOUL ?
*. SOUL holds ALMIGHTY POWER .Because , living creation - SOUL = Dead creation , and , dead creation + SOUL = Living creation .
*. SOUL is of 2 kinds named SOUL of creation and SOUL of the ALMIGHTY CREATOR .
*. SOUL of creation is of 2 types : SOUL of creation with mind and SOUL of creation without mind
*. SOUL of creation with mind means the creations that are holding thinking power like human being , huwoman being , male horse being , female horse being , male ant being , female ant being , male cat being , female cat being etc .
*. SOUL of creation without mind means the creations that are not holding thinking power like virus being , bacteria being , amoeba being etc
ভাই ভুল হইছে।
ভেসে থাকা মানুষের পচা লাশ😢😢😢😅😅😂😂
অসাধারণ আবৃত্তি
অসাধারণ
দারুণ
❤❤❤
❤
🌹🌹🌹
অসাধারণ
❤❤❤❤