এবার স্বামীজী জবাব দিলেন, কি বললেন তিনি

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 окт 2024
  • সম্প্রতি স্বামী বিবেকানন্দ এবং রামকৃষ্ণ দেবের করা উক্তি নিয়ে সমালোচনা করে শিরোনামে চলে এসেছেন ইস্কনের সন্ন্যাসী অমোঘ লীলা দাস। উল্লেখ্য, সোশ্যাল মিডিয়ায় বেশ পরিচিত ইনি তাঁর প্রবচনের মাধ্যমে। কিন্তু সম্প্রতি স্বামী বিবেনানন্দকে নিয়ে করা তাঁর ব্যঙ্গোক্তির জন্য গোটা দেশের সমালোচনার মুখে পড়তে হয়েছে তাঁকে। যদিও শেষ পর্যন্ত নিজের বক্তব্যের জন্য ক্ষমা চেয়ে নেন তিনি, আর ইস্কন থেকেও তাঁকে ইতিমধ্যেই করা হয়েছে সাময়িক ব্যান। এ তো গেল খবর! কিন্তু স্বামী বিবেকানন্দের মতের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে তা ভুল প্রমাণ করার চেষ্টা কি আদৌ যুক্তিযুক্ত? জেনে নেওয়া যাক, কতটা সঠিক বিশ্লেষণ করেছেন তিনি স্বামীজীর উক্তির।
    প্রথমত, 'গীতা পাঠের চেয়ে ফুটবল খেলা ভালো', বিবেকানন্দের এই উক্তির সমালোচনা করে তিনি বলতে চেয়েছেন, স্বামীজী গীতা পাঠের প্রয়োজন নেই বলেছেন! দ্বিতীয়ত,তিনি স্বামীজীর খাদ্যাভ্যাস সম্পর্কে প্রশ্ন তুলেছেন, আর তৃতীয়ত তার বক্তব্য গীতায় ভগবান বলেছেন যে শ্রীকৃষ্ণ বাদ দিয়ে অন্য দেবদেবীর পুজা করলে অধোগামী হতে হয়। তাই, আসুন, আজকের ভিডিওতে আমরা স্বামীজীর নিজের মুখেই জেনে নিই যে, স্বামীজী আসলে কেন গীতাপাঠের চেয়ে ফুটবল খেলা ভালো বলেছেন? তার খাদ্যাভ্যাস বিষয়ে অমোঘলীলা প্রভুর প্রশ্নের উত্তর আমরা স্বামীজীর নিজের মুখেই শুনে নিই,আর স্বামীজীর কাছে জেনে নিই,তিনি শ্রীকৃষ্ণ সম্পর্কে ঠিক কি বলেছেন। আর ইস্কনের মত প্রতিষ্ঠানের সম্পর্কে তার অভিমত কি ছিল?
    #iskcon #amoghlilaprabhu #swamivivekananda
    পুর্ববর্তী ভিডিওতে আমি ইস্কনের প্রতিষ্ঠাতা শ্রীলা প্রভুপাদজীর বক্তব্য কোট করে আপনাদেরকে দেখিয়েছিলাম যে স্বয়ং প্রভুপাদজী স্বামীজী,ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবকে নিয়ে কি ভাবতেন, কি বলেছেন, যদি আপনি এখোনও ভিডিওটা না দেখে থাকেন,তবে এখুনি ভিডিওটা দেখার অনুরোধ থাকল,
    লিঙ্ক👉 • ইস্কন ব্যান করল প্রভুপ...
    আজকে আমরা স্বামীজীর মুখে জানব স্বামীজী শ্রীকৃষ্ণ ও ইস্কন সম্পর্কে কি বলেছিলেন?
    নমস্কার,আমি শিবপ্রসাদ মুখোপাধ্যায়। আজকের ভিডিওতে আপনাদের স্বাগত জানাই,চলুন শুরু করা যাক আজকের ভিডিও।
    _____________________
    এই চ্যানেলের সব প্লে-লিষ্টের লিঙ্ক নীচে দেওয়া হল
    গীতামৃত • গীতামৃত
    শ্রীদুর্গাতত্ত্বম • শ্রীদুর্গাতত্ত্বম্
    শ্রীচণ্ডীপাঠ (বাংলায়) • শ্রীচন্ডীপাঠ(বাঙলায়)
    অপপ্রচারের অবসান • অপপ্রচারের জবাব
    মুর্তিপুজার খুঁটিনাটি • মুর্তিপুজার কারণ ও প্রমাণ
    পুজাপাঠ • পুজাপাঠ
    মহাদেব শিব তত্ত্ব • মহাদেব শিব তত্ত্ব
    ধর্ম ও রিলিজিয়ন • ধর্ম ও রিলিজিয়ন
    শ্রীকৃষ্ণ তত্ত্ব • শ্রীকৃষ্ণ তত্ত্ব
    ____________
    Follow Facebook Page / srisibaprosad
    Follow Facebook Profile / sibaprosad.m
    Follow me on Instagram / sri_sibaprosad
    ________________________
    নমস্কার , আমি আপনাদের সনাতন বন্ধু শ্রীশিবপ্রসাদ মুখোপাধ্যায়। এই চ্যানেলে আমি সনাতন হিন্দু ধর্ম সম্পর্কিত বিভিন্ন বিষয় ও গুরুত্বপূর্ণ অজানা তথ্য আমি সহজভাবে বাঙলা ভাষাতে আপনাদের কাছে উপস্থাপন করবার চেষ্টা করে থাকি ।
    বিভিন্ন পৌরাণিক কাহিনীর অন্তর্নিহিত তত্ত্ব,বিভিন্ন মন্ত্রের বঙ্গানুবাদ ও ব্যাখ্যা , বিভিন্ন প্রচলিত সংস্কার ও কুসংস্কার, বিধর্মীদের দ্বারা প্রচারিত বিভিন্ন অপপ্রচারের জবাব পেতে ,আর সর্বোপরি শ্রীমদ্ভগবদ্গীতা,উপনিষদ,মহাকাব্য,দর্শন,বেদাদি শাস্ত্রের বিষয়ে সহজভাবে জানার জন্য সঙ্গে থাকুন ।
    Purohit Sri Sibaprosad Mukhopadhyay
    বর্তমানে অনেক সনাতনী ভাইবোনেরা নিজের ধর্ম সম্পর্কে না জানার কারণে হীনমন্যতায় ভোগে ও অন্য ধর্মাবলম্বী মানুষের কাছে হেয় প্রতিপন্ন হয় । আমার সমগ্র সনাতনী ভাইবোনেরা এই ভিডিওগুলির মাধ্যমে নিজের ধর্মকে,নিজের দেশকে ও নিজেকে জানতে পারলে আমার এই প্রচেষ্টা সার্থক হবে ।
    সবার আগে ভিডিওর নোটিফেকিশন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে ভুলবেননা ।

Комментарии • 755

  • @debojyotisinha4900
    @debojyotisinha4900 Год назад +17

    জিবনের শেষ প্রান্তে এসে বুঝতে পারলাম সামিজীকে এতদিন কিছুই জানতে পারিনি অনেক অনেক ধন্যবাদ ভাই তোমাকে আর অমোঘ লিলা প্রভুকেও ধন্যবাদ দিতে হবে কারন তার ঐ বিতর্কিত মন্তব্য না হলে সামিজীর বানি এতো সুন্দর ভাবে হয়তো জানা হতোনা , ঠাকুর, মা এবং সামিজির চরনে প্রনাম

  • @purabibarma5888
    @purabibarma5888 Год назад +66

    আহা কি অপূর্ব কি অপূর্ব
    স্বামীজি আমাদের হৃদয়ের অন্তঃস্থলে আছেন থাকবেন।❤❤🙏🙏🙏

  • @AmitKumar-os8ns
    @AmitKumar-os8ns Год назад +88

    অসাধারণ বলেছেন। স্বামীজীর কথা শুনলে হৃদয় ভরে যায়। এভাবে সাম্প্রদায়িকতার শৃংখল থেকে মুক্ত হয়ে সনাতন ধর্ম অসাম্প্রদায়িকতার বিজয় নিশান উড়িয়ে দিক দিগ হতে দিগন্ত রে।

    • @dipakkrdas2893
      @dipakkrdas2893 Год назад +3

      ধূর, মায়াবাদিগন একটু বেশী বোঝে 😅😅😅😅😅😅😅😅😅

    • @tapansaha1717
      @tapansaha1717 Год назад +10

      স্বামীজীর বাণী সনাতনীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

    • @debdasmondal7956
      @debdasmondal7956 Год назад +8

      @@dipakkrdas2893 জাতি বা দেশ গঠনে কৃষ্ণাবাদীদের কি অবদান আছে 😩😁

    • @dipakkrdas2893
      @dipakkrdas2893 Год назад

      @@debdasmondal7956 ভূত তো মানুষকে ধরে, তবে মা কালী যদি ব্রহ্ম হন তবে মানুষকে ধরে কেন? আর সন্তানদের বলি নেয় কেন? সবাই তো পরমব্রম্মকে ধরতে চান! এ আবার কেমন পরমব্রম্ম ভক্ত কে ছল করে? আর দেশ গঠনের আপনিই বা কি জানেন! আপনাদের গীতা/ভাগবত অপেক্ষা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি সম্পন্ন কোন বিকল্প শাস্ত্র কি আছে? যা হিতকার! রামকৃষ্ণ পরমহংস যা বলেছেন সবই তো puran থেকে নেওয়া!

    • @suman_D999
      @suman_D999 Год назад +3

      গীতায় স্বর্গ জয় শ্রী কৃষ্ণ জয় হরিবোল রাধে রাধে জয় গৌর জয় নিতাই গীতা সবাই পাঠ করে কিন্তু জ্ঞান সবাই দেয় না গীতার জ্ঞান থাকার দরকার তাহলে গীতার মাহাত্ম্য যা নিতে পারবে হরেকৃষ্ণ

  • @RoniChatterjee29
    @RoniChatterjee29 Год назад +47

    কি অপূর্ব ব্যাখ্যা !! সঙ্গে সঠিক রেফারেন্স দিয়ে কি সুন্দর সহজ সরল ভাবে আপনি অবোধ লীলার যুক্তি খন্ডন করলেন।
    আপনাকে নত শিরে প্রণাম 🙏

    • @SriSibaprosad
      @SriSibaprosad  Год назад +7

      আমি কিছুই করিনি, সবই স্বামীজীর বক্তব্য। আমি কোট করেছি মাত্র।

    • @RoniChatterjee29
      @RoniChatterjee29 Год назад +4

      এই কাজটাই আপনি ছাড়া সঠিক ভাবে কজন করতে পারলো এখনও পর্যন্ত ??

    • @Everything-lz8ic
      @Everything-lz8ic Год назад +1

      আপনি স্বামীজীর অনুগামী হয়ে অন্য কে অপমান করলেন।
      এটা তো স্বামীজী বলেননি। অন্য কে অপমান করতে ।

    • @RoniChatterjee29
      @RoniChatterjee29 Год назад +3

      @@Everything-lz8ic ঠিক কোন কথাটা আপনার অপমান বলে মনে হচ্ছে ?? যদি তাই হয়, তাহলে সেটা অপমান নয়.... অপমানের প্রতিবাদ ।।
      আমরা যেচে কাউকে অপমান করতে যাই না কিন্তু কেউ বা করা যদি যুগ যুগ, বছর বছর ধরে অপমান করেই চলে, তাহলে তার প্রতিবাদ করতে স্বামীজী শিখিয়েছেন ।।

    • @RoniChatterjee29
      @RoniChatterjee29 Год назад +2

      @@Everything-lz8ic এখানে আমরা সবাই ইসকনের পক্ষ থেকে ঠাকুর ও স্বামীজীর অপমানের প্রতিবাদ করছি। অপমান ও তার প্রতিবাদ দুটোর মধ্যে পার্থক্যটা আশা করি আপনি বুঝলেন

  • @ajiteshdeb9672
    @ajiteshdeb9672 Год назад +28

    অসাধারণ. স্বামী বিবেকানন্দ এক জন ই ছিলেন, আছেন র থাকবেন

    • @bikashsree7370
      @bikashsree7370 Год назад

      আচ্ছা আপনারা কি দিনকৃষ্ণঠাকুরকে এভাবে সমালোচনা করেন?

  • @Maths_By_PanditSir
    @Maths_By_PanditSir Год назад +69

    হরে কৃষ্ণ!! আপনার শ্রী চরণে প্রণাম জানাই।
    আপনাকে অসংখ্য ধন্যবাদ স্বামীজির কথা এত সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য।

    • @debabratadas6134
      @debabratadas6134 Год назад +1

      হরে রাম

    • @sambhudebnath9652
      @sambhudebnath9652 Год назад

      Very nice?
      Shambhu that naat.

    • @nirjharmallick
      @nirjharmallick Год назад +1

      @@debabratadas6134 হরে রাম।

    • @somenathgayen4660
      @somenathgayen4660 Год назад +2

      ইসকনের ক্ষমা চাওয়া উচিৎ,নাজেনে মিথ্যা সামলোচনা করার জন্য।আপনাকে অনেক অনেক সাধুবাদ জানাই সঠিকটা প্রকাশ করার জন্য।

    • @goutombiswas6553
      @goutombiswas6553 3 месяца назад

      হ‌রে রাম

  • @krishnamazumder3843
    @krishnamazumder3843 Год назад +38

    অসাধারণ. আজ যদি এই video না দেখতাম তাহলে স্বামী বিবেকানন্দ যে আমার ভাবনার থেকে যে কত জ্ঞানী তা হইত জানতাম না. আজকের ধর্ম গুরু সহ সাধারণ মানুষ যারা এই online প্রভু দের fallow করে তারা কেউ স্বামী বিবেকানন্দের নখের ময়লার যোগ্য নয় !

    • @prasun12377
      @prasun12377 Год назад

      Seems you are bengali, why dont you read some books of Swami Vivekananda... we idiots judge Swami Ji who attended ultimate state of Samadhi by his sadhana.. as said, we idiots only criticize but we dont do practical sadhana..

    • @triprisankarsurchowdhury5811
      @triprisankarsurchowdhury5811 Год назад +6

      Swamiji শ্রদ্ধেয় প্রণম্য মহাপুরুষ । তাঁর সমালোচনা ব্যথা দেয় ।

  • @sukladey160
    @sukladey160 Год назад +5

    খুব ভালো লেগেছে। স্বামিজীকে কোটি কোটি প্রনাম। আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

  • @namitaghoshmahala5943
    @namitaghoshmahala5943 Год назад +40

    স্বামীজী স্বামীজীঈ।এক এবং অদ্বিতীয়।প্রণাম স্বামীজী ।আপনার আদর্শে যেন জীবন অতিবাহিত করতে পারি এই আশীর্বাদ করুন। অমোঘ লীলার মত নেংটি ইঁদুর দের দ্বারা পরিচালিত আমরা কেউই হব না ,এই দৃঢ়তা আমাদের ও আছে।

  • @pankajkundu6162
    @pankajkundu6162 Год назад +18

    অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। স্বামীজির কথা আপনার মুখে আরও শুনতে চাই। ঈশ্বর আপনার মঙ্গল করুন।

  • @sujatanaskar5073
    @sujatanaskar5073 Год назад +3

    Asadharon.Mon bhore Jay. Akmatro Ramakrishna Mission i Pare Sabar Moner Andhokare Alok 🪔🪔🪔 Jalate/Adhikar Dur korte .. Pranam🙏🙏🙏🙏🙏🙏

  • @basudebdas1224
    @basudebdas1224 Год назад +4

    অপূর্ব বিশ্লেষণ করেছেন, সমৃদ্ধ হলাম, আপনার অনুষ্ঠান আমি নিয়মিতই শুনি, খুবই ভালো লাগে, আগেই সাবস্ক্রাইব করেছি, আজকে লাইক এবং একজনকে শেয়ার করলাম। স্বামীজি সম্পর্কে কিছু কথা বলার আছে। স্বামীজি জন্মগতভাবে ঐশ্বরিক ক্ষমতা প্রাপ্ত। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ তার মৃত্যুর4 দিন আগে তার সব শক্তি স্বামীজি কে দিয়েছিলেন। তাই ঠাকুর রামকৃষ্ণের আধ্যাত্মিকতা এবং স্বামীজীর নিজস্ব কর্ম জীবন তাকে এক উচ্চকোটির সাধক করে তুলেছিল। তাই স্বামীজির ত্য।গ, তিতিক্ষা, ধৈর্য, মনুষ্য জাতির প্রতি প্রেম প্রশ্নাতীত ও অবর্ণনীয়। স্বামীজি ছিলেন শক্তি উপাসক, তাই তিনি মাছ মাংস খেতেই পারেন। তা ছাড়া মনুসংহিতায় মাছ, মাংস খাবার বৈধতা আছে, কারণ খাদ্য ও খাদকের সম্পর্ক। রামচন্দ্র এবং লক্ষণ বনবাসে থাকার সময় এক ঋষি পশুপাখির মাংস এবং কিছু ফলমূল তাদের খাবার জন্য দিয়েছিলেন। শুধুমাত্র ভগবানের সেবা করলে ভগবানকে পাওয়া যায় না, কার সমস্ত সৃষ্টির জগৎ ভগবানের সৃষ্টি, কিন্তু প্রাণী জগতকে সেবা করলে ঈশ্বর এবং প্রাণী সকলি সন্তুষ্ট হয়। তাই স্বামীজি একজন ব্যক্তি নন, তিনি একজন আদর্শ, বিশ্ববাসী চলার পথ। সর্বশেষে স্বামীজীর একটি বাণী-যে ধর্ম অপরের দুঃখ দূর করে না, মানুষকে দেবতা করে না, সে কি আমার ধর্ম!

  • @dolannath1831
    @dolannath1831 Год назад +12

    দাদা আপনি ইংরেজি বা হিন্দিতেও ভিডিও বানানো,যেন আপনার এই অসাধারণ কথা গুলো অবাঙ্গালীরাও বুঝতে পাড়ে।

  • @parthakumarganguly7382
    @parthakumarganguly7382 Год назад +6

    আপনার এই বক্তব্য স্বামীজির বয়ানের সাথে শ্রী গীতার ব্যাখ্যা অসাধারণ ও যুক্তি পূর্ন. ভীষন ভালো লাগলো,,, এই বিবৃতি তৎক্ষণাৎ দিলে ভালো হতো.

  • @subratadas5686
    @subratadas5686 Год назад +8

    একেবারেই যথাযথ ব্যক্তব্য । স্বামীজীর কথা পুরোটাই বৈজ্ঞানিক!! আপনার উপস্থাপন অতি সুন্দর, ধন্যবাদ! 🙏🙏

  • @swapanbarman34
    @swapanbarman34 Год назад +10

    স্বামীজীর কথা সত্যিই অমৃত সমান এবং সর্বযুগেই নতুন!! 🙏🏻🙏🏻🙏🏻

  • @nilanjanghosh6888
    @nilanjanghosh6888 Год назад +28

    খুব সুন্দর ব‍্যাখ‍্যা কোরেছেন। আপনার Video গুলি বিশেষত সাম্প্রতিক এই দুটি video আপনি Hindi/English এ বানান। সর্বভারতীয় অবাঙালী মানুষের কাছে এগুলি পোঁছনো খুব দরকার।

    • @britterbaireybengaliaudio2000
      @britterbaireybengaliaudio2000 Год назад +3

      একদম ঠিক বলেছেন

    • @antorkumar3785
      @antorkumar3785 Год назад +1

      দাদা নমস্কার। বাংলাদেশ থেকে। আমিও মনে করি কনটেন্ট গুলো বিভিন্ন ভাষায় ডাবিং করা সময়ের দাবি এবং যুগোপযোগী যুক্তি সঙ্গত কথা। দাদা বিষয়টি নিয়ে একটু ভাববেন। আপনার সবগুলো ভিডিও ভিন্ন ভাষায় ডাবিং করা দরকার।

    • @sumanbarman3703
      @sumanbarman3703 Год назад +2

      Right 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

  • @পারমার্থিককথামৃত

    হরে কৃষ্ণ
    আমি ইসকন ভক্ত! আমি পৃথিবীর সমস্ত মানুষের চরণ ধুলি হওয়ারও অযোগ্য! এই মনোভাব সব সময় যাতে রাখতে পারি তার জন্য সকলের চরণে প্রার্থনা রইলো!

  • @satyabratapatra7411
    @satyabratapatra7411 Год назад +2

    এরকম সুন্দর উপস্থাপনা এবং ব্যাখ্যা সত্যিই আজকের দিনের জন্যে খুব উপযোগী। অনেক ধন্যবাদ। প্রণাম নেবেন ।

  • @sabujghosh2338
    @sabujghosh2338 Год назад +7

    অসাধারণ বলেছেন। স্বামীজির কথা শুনে খুব ভালো লাগলো।

  • @animaghosh3166
    @animaghosh3166 Год назад +2

    প্রথমেই জানাই আপনাকে আমার আন্তরিক অভিনন্দন। কি অপূর্ব ব্যাখ্যা আপনার শ্রী মুখে স্বামীজীর কথা গুলো। আমি ও অনেক কিছু জানতে পারলাম ধন্যবাদ🙏💕
    আমার একান্ত অনুরোধ আপনার শ্রী মুখে গীতা পাঠ শ্রবণ করা আমার বড় ইচ্ছা 🙏❤আমার সঙ্গে অনেকেই একমত হবেন।
    আপনার সুস্থতা কামনা করি 🙏❤

  • @bimaldas8591
    @bimaldas8591 Год назад +84

    আমি lskcon divote তবুও বলবো বিবেকানন্দ কোনোদিন ভুল বলতেই পারে না। মানুষ ভূল বোঝেছে।

    • @RoniChatterjee29
      @RoniChatterjee29 Год назад +7

      That's called honest comment

    • @aspirants44
      @aspirants44 Год назад +3

      Dhonnobad apnake ... 😊 Hare Krishna

    • @siddheswarchakraborty6697
      @siddheswarchakraborty6697 Год назад

      apni r baki der moto andho vokto hoie janni tar jonno dhonyobad 🙏 besir vag iskon vokto chokh buje tader provu der kotha bisas kore na...r tader e lekha sudhu boi pore....tader o uchit old religious books gulo te ki lekha a6y aktu nije pore dekha...kintu ta kore na...etai problem..Gita k nijeder sarthe koto vul vabe bakhya kore sell kor6y...asol mane tai vokto der k jana6y na ba janei na ..

    • @sudipghosh7041
      @sudipghosh7041 Год назад +1

      ঠিকই বলেছেন ইসকন হয়েছে 50 বছর হল

    • @abhijitbhowmick5559
      @abhijitbhowmick5559 Год назад

      আমারোতো সেই মনে হয় 😌

  • @SoponRoy-i8g
    @SoponRoy-i8g Год назад +1

    ওঁ শান্তি প্রভু

  • @rukminidey5586
    @rukminidey5586 Год назад +2

    তথ্য ভিত্তিক যুক্তি যুক্ত বক্তব্য।
    অসাধারণ...।
    🙏🙏

  • @saswatidey6142
    @saswatidey6142 Год назад +53

    স্বামীজীর ধর্ম বিশ্লেষন যথার্থ ৷ তিনি মানুষের জীবনযাত্রার কথা ভেবেই ধর্মকে পালন করতে উপদেশ দিয়েছেন ৷ জোর করে চাপিয়ে দেননি৷ তাকে শত সহস্র কোটি প্রনাম।

  • @jyotiranjanchakraborty5085
    @jyotiranjanchakraborty5085 Год назад +18

    আমি একজন পুরোহিত, আপনার বক্তব্যগুলি শুনে সত্যিই সমৃদ্ধ হচ্ছি।

    • @adeshroy362
      @adeshroy362 Год назад

      gorbo kore bolar kichui nei dada,,amader hindhu somajer ordeker besi somossar karon ei apnder pondit(,sorry),,r apnar to vlo lagbei,,,,karon apni j vabe cholen tar onukulei bolesen,,,,,

    • @abhijitbhowmick5559
      @abhijitbhowmick5559 Год назад

      ওই জন্য তো জজমান গুলো ভিকিরি বারোমাসে 14রকম পূজা করে, আর আপনারা বড়ো লোক,

  • @scrlifestyle9498
    @scrlifestyle9498 Год назад +20

    Really awesome. This clearly shows the level of teachings and wisdom of Thakur Ramakrishna and Swami Vivekananda🙏🙏🙏

  • @debeschandraparia8067
    @debeschandraparia8067 Год назад

    Advut, Swamiji's Explanation is very clear. Pranam Sri Ramkrishna, Maa Sarada, Vivekananda.

  • @basude4330
    @basude4330 Год назад +1

    অপূর্ব। নিখাদ নিরপেক্ষ ধর্মকথা। ধর্মজীবিগণ এরূপ কথা বলেন না। এ তো মহাজ্ঞানী মহাপুরুষের কথা। একটি ভিডিওর ভেতর এত কথা তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ঈশ্বর আপনার সহায় হোন।

  • @srikantahazra3886
    @srikantahazra3886 Год назад +2

    অপূর্ব সুন্দর বাণী, 🙏❤️মা সারদা, ঠাকুর রামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ ❤️🙏

  • @suklansumaitra4911
    @suklansumaitra4911 Год назад +5

    মুগ্ধ হয়ে গেলাম। আপনাকে অনেক ধন্যবাদ জানাই ।এই রকম আরও ভিডিও চাই।

  • @krishnaroy4081
    @krishnaroy4081 Год назад +3

    অনেক সাধু সন্তের এই বিষয়ে বিতর্ক শুনেছি। কিন্তু আপনার প্রামাণিক বক্তব্য সবাই কে ছাপিয়ে যায়। নমস্কার।🌹🌹🙏🌹🌹

  • @KidsLover91
    @KidsLover91 Год назад +4

    স্বামীজী কে নিয়ে মন্তব্য বা মত প্রকাশ করার যোগ্যতা ইহ লোকে করো নেই। প্রণাম স্বামীজী 🙏🙏🙏

  • @dipalisensharma7319
    @dipalisensharma7319 Месяц назад

    অপূর্ব। একদম ঠিক কথা বলেছেন। শুনে খুব ভালো লাগলো।

  • @usharaniSinha-md2zn
    @usharaniSinha-md2zn 10 месяцев назад

    আমি এই কথা গুলো সম্পর্কে আরও ভাবে
    প্রকাশ করতে চাই। খুব ভালো লাগছে ।
    ধন্যবাদ । জয় শ্রী কৃষ্ণ ।❤👍👍👍👍

  • @MJAMES-cr1di
    @MJAMES-cr1di Год назад +2

    খুব সুন্দর ভাবে আপনি বর্ণনা করেছেন। good

  • @subirnath3874
    @subirnath3874 Год назад +8

    খুব সুন্দর ব্যখ্যা। আপনার কাছে আমার আর ভাডিও আশা করি।জয় শ্রী কৃষ্ণ।রাধে রাধে।❤❤❤❤

  • @piakarmokar6620
    @piakarmokar6620 Год назад +3

    অসাধারন লাগলো শুনতে।অনেক কিছু জানা হলো আজ।ধন্যবাদ আপনাকে।নমস্কার।

  • @joyguru7822
    @joyguru7822 Год назад +6

    অসাধারণ আলোচনায় মন ভরে গেল

  • @NPSaha-hq8bd
    @NPSaha-hq8bd Год назад +3

    অসাধারণ। স্বামীজির বক্তব্য গুলি সুন্দর ভাবে বুঝিয়ে দেবার জন্য ধন্যবাদ ❤❤

  • @muraripaul8945
    @muraripaul8945 Год назад +2

    অসাধারণ বক্তা আপনি। আপনার এই প্রতিবেদন অজ্ঞান ও অহংকার দূর করে দেবে অশিক্ষিত মানুষদের।

  • @sanghamitrochatterjee4612
    @sanghamitrochatterjee4612 Год назад +4

    Aapni khub bhalo presentation diyechhen. Request kori etai Hindi/English e upload karun. Ei khetre ektu practical hote hobe. Karon, insulting comment guli Hindi te kora hoyechhilo. Tai apnar juktijukto kothagulo Hindi/English e hole, aro higher mass ke reach korbe. Eta Ekta crucial gap Ami identify korchhi, emonki Ramakrishna Mission ero. Please, Hindi/English e upload korun. Ami share korbo. Ami Bengali, kintu karmasutre baire thaki.
    Definitely, samuche Bharatwasi r eta jana uchit!

  • @PradipKrDas-xo3uh
    @PradipKrDas-xo3uh Год назад +3

    You are one of the great.. logical.. & we are greatful to you. Yes, Iskon.. Not for in general people.

  • @simachatterjee4832
    @simachatterjee4832 Год назад +1

    খুবই মনমুগ্ধকর বক্তব্য। শুনে সমৃদ্ধ হলাম। ভালো থাকবেন।

  • @gitachakraborty2863
    @gitachakraborty2863 Год назад +4

    We need people like you who do in- depth research, analysis the information,and present it with proof. Go ahead, Shiba Prosad.

  • @biswanathadhikari1956
    @biswanathadhikari1956 Год назад

    আপনার আলোচনা ও উদ্ধৃতি ভালো লেগেছে। গোঁড়ামির উর্ধ্বে ওঠা এবং শারীরিক ও মানসিক উন্নয়ন সাধিত না হলে ঈশ্বর লাভ অসম্ভব। নিজের পথে থেকে ক্রমোন্নতি। এটাই ভালো রাস্তা।

  • @simalahiri5567
    @simalahiri5567 Год назад +1

    অপূর্ব অপূর্ব! এত সুন্দর ব্যাখ্যা আজ পর্যন্ত কোথাও পায়নি। অনেক ধন্যবাদ আপনাকে।

  • @soumyadyutisaha6732
    @soumyadyutisaha6732 Год назад +32

    এই মহামূল্যবান ভিডিও টি যদি হিন্দি ভাষায় প্রকাশিত করা হয়, তাহলে অনেক হিন্দি ভাষী ( বাংলা যারা বোঝেনা) দের বুঝতে সুবিধাজনক হবে এবং গভীর ভাবে জানতে পারবে স্বামী বিবেকানন্দ এবং রামকৃষ্ণ দেবের উক্তি গুলির মাহাত্ম্য র ব্যাপারে।

  • @uttambhowmik4710
    @uttambhowmik4710 Год назад +4

    Joy thakur, maa, Swamiji , joy radhe Krishna . This should be published in different languages. Pranam to you and all viewers.

  • @Ani.F.S.868
    @Ani.F.S.868 Год назад +1

    একমাত্র স্বামীজিই ঠিক।আমার হৃদয় জুড়ে তিনি বসে আছেন।তিনি আমার প্রিয়।তার অপমান সইবো না 🥺

  • @smitadatta318
    @smitadatta318 11 месяцев назад

    Wonderful thought and teaching and your speech about. Thank you, Sir my best wishes 🙏

  • @somenathdas6162
    @somenathdas6162 Год назад +23

    হরে কৃষ্ণ। স্বামীজি আমাদের পাঠ প্রদর্শক... আশা করি ইস্কন বা অন্যরা প্রথমে তাকে পড়বেন, কোন মন্তব্য করার আগে তাকে বুঝবেন

  • @chandanchakraborty9535
    @chandanchakraborty9535 4 месяца назад

    স্বামী বিবেকানন্দ আমার ভগবান, তাঁর বাণী এতো সুন্দর ভাবে মানুষের কাছে পউছেদিলেন, দাদা আপনাকে অনেক, অনেক প্রনাম, দাদা অ বাঙালি মানুষদের জন্য হিন্দি ও ইংরেজিতে video করুন। আমি চাই সারা পৃথিবী জানুক।

  • @shyamalkantimondal7126
    @shyamalkantimondal7126 Год назад +4

    ধর্ম তথা হিন্দু ধর্ম সম্পর্কে স্বামীজীর উপলব্ধি অত্যন্ত উন্নত, সত্যিই তো ধর্মকে সংকীর্ণ গন্ডির ভেতর আবদ্ধ করা উচিত নয়। স্বামীজীর উপলব্ধি আপনি সুন্দর ভাবে বিশ্লেষণ করেছেন তাতে আমাদেরও অনেক ভ্রান্তি মোচন হয়েছে। আপনাকে অশেষ ধন্যবাদ।

  • @baishakheebej1330
    @baishakheebej1330 Год назад +2

    ঈশ্বর আপনার মঙ্গল করুন। শুভেচ্ছা জানবেন। ভালো লাগলো

  • @Usatimes66
    @Usatimes66 Год назад +6

    মহাদেবের বরপুত্রকে দন্ডবৎ প্রণাম।।।🙏🙏🙏

  • @nivaroy6544
    @nivaroy6544 Год назад +8

    Excellent!!! you explained Swamiji's word so beautifully, I hope it will motivate Iskon's members to read Swamiji's books so they will be little wiser and won't dare to ridicule Swamiji or Thakur RamKrishna anymore. It hurts Ramkrishna Mission's devotees. Thank you very much. Keep up your good work. From New York

    • @titly1175
      @titly1175 8 месяцев назад

      No,nothing can change their mindset.they themselves know that swamiji was correct,but they r insecured of loosing devotees.swamiji and ramkrishna's sayings are now winning people's heart a lot,and thus iskcon people are getting scared and so they r misinterpreting them.

  • @kartickpramanik4256
    @kartickpramanik4256 Год назад +1

    আপনাকে অসংখ্য ধন্যবাদ স্বামীজির কথা এত সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য।

  • @chandrakantasingha2281
    @chandrakantasingha2281 Год назад +13

    অমোঘ লীলা প্রভু যখন স্বামী বিবেকানন্দ সম্পর্কে কিছু মন্তব্য করেন তখন মনে হয় চাঁদের সমালোচনা বাঁদরে করছে।

  • @tapaschakraborty626
    @tapaschakraborty626 Год назад +1

    Apnar katha shune man bhalo hoye gelo. Vevekanander bani rup jnananjan shalaka diye chakshu unmilita karar janya amar sadar pranam janben.

  • @আমিআরআমরা
    @আমিআরআমরা Год назад +2

    খুব সুন্দর বলেছেন জয় মা জয় ঠাকুর জয় সামিজী

  • @bithikadas9993
    @bithikadas9993 Год назад +2

    শুরু যেকরেছিল সেই শেষকরবে প্রতিবাদ তো হওয়াই উচিৎ আপনাকে ধন‍‍্যবাদ

  • @paponmondol9042
    @paponmondol9042 Год назад +94

    ইস্কন শুধুই হরে কৃষ্ণ হরে রাম বলা শিখেছে আর স্বামীজি শ্রীকৃষ্ণ কে শিখেছেন, তাকে জেনেছেন।।। স্বামীজির শ্রীচরণে প্রণাম❤

    • @rakhalroy3047
      @rakhalroy3047 Год назад

      Anek upokrito holam sri chorone pronam

    • @ranaguha9757
      @ranaguha9757 Год назад +4

      আপনি সব জানেন।

    • @paponmondol9042
      @paponmondol9042 Год назад +3

      @@ranaguha9757 হ্যা...

    • @souvikdey985
      @souvikdey985 Год назад

      ruclips.net/video/SeK707dXekc/видео.html

    • @somnathsarkar624
      @somnathsarkar624 Год назад

      ISKCON er jonyo sonaton dhormo Sara prithibi te sthapito hoyeche.. seta oswikaar kora uchit na.
      Poromeswar er ichhay Thakur ba Probhupaad er moto atma ra shoreer dharon korechen.
      Kaukei chhoto korbar moto spordha na dyakhanoi bhalo.

  • @manabendrakaran2353
    @manabendrakaran2353 Год назад

    Monomudhakor Alochona. Khub Valo Laglo ,mone santi elo. Pronam

  • @gorachandmaitra8135
    @gorachandmaitra8135 Год назад +1

    সুন্দর আলোচনা। আপনার প্রচেষ্টা চালিয়ে এবং দূর্ভাগা জাতিকে জাগিয়ে তুলুন, আলোকিত করুন। ধন্যবাদ।

  • @sharmisthakarmakar7089
    @sharmisthakarmakar7089 Год назад

    moner mato video. ashonkhho dhonnobad apnake. pronam ma, thakur, swamiji hare krishna 🙏🙏.

  • @parbatichakravarty7616
    @parbatichakravarty7616 Год назад +4

    অপূর্ব খুব সুন্দর ভাবে বলেছেন

  • @kishalaymukherjee9657
    @kishalaymukherjee9657 Год назад

    Khub bhalo laglo apnar ei sothik tothyo vittik alochona ti sunte pere..Pronam. Joyotu Shamiji🙏🙏🙏

  • @sumanhasdaofficial2679
    @sumanhasdaofficial2679 Год назад +2

    Mahadev er বর পুত্র কে কোটি কোটি প্রণাম Har har Mahadev jai স্বামী জী

  • @sudeshnaganguly587
    @sudeshnaganguly587 Год назад +2

    বাঃ অপূর্ব বলেছেন এবং একদম সঠিক কথা, শতকোটি প্রণাম স্বামীজী।🙏

  • @kamaleshparia76
    @kamaleshparia76 16 дней назад

    Nicely and elaborally discussed.This type of videodiscussion is more required and essential. Pranam dada.

  • @suranjanapurkayastha8993
    @suranjanapurkayastha8993 Год назад +2

    খুব ভালো বলেছেন, স্বামী বিবেকানন্দ কে আমার প্রণাম🙏🙏

  • @shyamalkantimondal7126
    @shyamalkantimondal7126 Год назад

    স্বামীর বক্তব্য আমার কাছে সঠিক বলে মনে হয়েছে। বিষয়টি সুন্দর ভাবে উপস্থাপনের জন্য আপনাকে ধন্যবাদ।

  • @prakashghosh8988
    @prakashghosh8988 Год назад +1

    Thanks for your valuable speech and it's very very correct

  • @Msdthalajhgfgjkkkk
    @Msdthalajhgfgjkkkk Год назад +2

    খুব সুন্দর ভাবে স্বামীজির বাণী বিশ্লেষণ করেছেন।🙏

  • @parthasarathitalukdar4638
    @parthasarathitalukdar4638 Год назад

    খুব প্রাঞ্জল ভাবে স্বামীজির নিজের বক্তব্য থেকেই আপনি অমোঘ প্রভুর উক্তি বা বক্রোক্তি খন্ডন করেছেন। আপনাকে অজস্র ধন্যবাদ জানাই।

  • @sanjoyhazra6377
    @sanjoyhazra6377 Год назад

    মুগ্ধ হইলাম

  • @shilsailesh1917
    @shilsailesh1917 Год назад

    শীল শৈলেশ ফ্রান্স থেকে
    স্বামীজীর কথাগুলি প্রথমে ভাবতে হবে কেন বলেছে সেগুলো জেনে শুনে তারপর সমালোচনাটা করা উচিত ছিল স্বামীজি কখনও ভুল পথে চলতে পারেন না দাদাকে অনেক অনেক ধন্যবাদ স্বামীজীর কথাগুলো সুন্দর ভাবে বিশ্লেষণ করার জন্য

  • @skpaul4868
    @skpaul4868 Год назад +1

    আপনাকে অনেক ধন্যবাদ ❤❤❤❤❤

  • @ashokehalder1959
    @ashokehalder1959 Год назад +1

    অসাধারণ। ধন্যবাদ।

  • @sukdebdebnath1409
    @sukdebdebnath1409 Год назад +1

    🙏🏼 প্রণাম নেবেন
    আজ আমি নতুন করে সনাতন ধর্ম কে নতুন করে জানতে চাই,
    বেদ থেকে শুরু করে আজ পর্যন্ত কতগুলি প্রামাণ্য গ্রন্থ, কতগুলি সিদ্ধান্ত আছে এই সংস্কৃতিতে,
    তার পর্যায়ক্রম ,
    কোন সংক্ষিপ্ত বিবরণ নয়
    একটি সার্বিক বিস্তারিত বর্ণনা
    আজ ভীষণ ভাবে জানতে ইচ্ছে করছে please help me 🙏🏼

  • @shampadutta7230
    @shampadutta7230 Год назад +1

    apurbooooo osadheran laglo khob sundor joy swamiji 🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍

  • @jayantamitra5957
    @jayantamitra5957 3 месяца назад

    খুব সুন্দর আলোচনা, খুব ভালো লাগলো

  • @madhumitadas771
    @madhumitadas771 Год назад +2

    অসাধারন ব্যাখ্যা l তাই স্বামীজি যুগে যুগে প্রনম্য l

  • @manoranjansingh9776
    @manoranjansingh9776 Год назад

    আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি।

  • @arpitabhattacharya1056
    @arpitabhattacharya1056 Год назад +1

    অসাধারণ খুব ভাল লাগল। অনেক কিছু জানলাম।

  • @tarundas3406
    @tarundas3406 Год назад +1

    আসাধারন, 🙏👍

  • @indrajitgoswami8018
    @indrajitgoswami8018 59 минут назад

    Apnar vdo khuub valo lagche onek kichu jante bujhte parchi.oneek dhanyabad apnake.

  • @dr.devnath
    @dr.devnath Год назад +1

    প্রণাম। আপনার মতো আরও মানুষ আমাদের সমাজে জন্ম নিক, সঠিক ধর্মজ্ঞান দিয়ে সনাতন ধর্মকে সমৃদ্ধ করুন। সনাতন ধর্মকে রক্ষা করবেন স্বয়ং ভগবান। আমরা কেবল তাকে বুকে ধারণ করবো।

  • @swapanmukherjee8207
    @swapanmukherjee8207 Год назад +3

    দারুন ভাই এগিয়ে যাও 🙏🏽🙏🏽🙏🏽

  • @dhrubadas2751
    @dhrubadas2751 Год назад +2

    আমাদের মধ্যে ধর্ম নিয়ে বাড়াবাড়ি, তৃতীয় পক্ষ সুবিধা নেই , ক্ষতি আমাদেরই হয়,,! যত মত তত পথ 🙏🙏❤️

  • @TapanDas-ei3lw
    @TapanDas-ei3lw Год назад +4

    Swamijee was a great philosopher and scholar what he said and explain that was most valuable and most logical and truth. Nobody is still not worthy to him....

  • @shaunakpoddar3934
    @shaunakpoddar3934 Год назад +5

    খুব খুব ভালো লাগলো ❤

  • @soumendranathmukherjee7129
    @soumendranathmukherjee7129 Год назад

    অপুর্ব ব্যাখ্যা করেছেন

  • @mdronnieronnie5711
    @mdronnieronnie5711 Год назад +8

    Swamij and thakur always ultra right.

  • @gautamhalder-nu8zq
    @gautamhalder-nu8zq Год назад +1

    Rightly said ,and totally justified.

  • @neeparoy451
    @neeparoy451 Год назад

    অসাধারণ description. খুব সুন্দর করে বুঝিয়েছেন।

  • @kamalkantimitra7583
    @kamalkantimitra7583 10 месяцев назад

    আহ্ কি সুন্দর কথা। গভীর গভীরভাবে অনুধাবনের বিষয়। চরম সত্য কথা।

  • @bijoykrmandi4065
    @bijoykrmandi4065 2 месяца назад

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 maharaj ❤️❤️❤️❤️. Swamijir dorson awesome.❤🎉❤🎉❤🎉❤.

  • @pashupatiacharya3923
    @pashupatiacharya3923 4 месяца назад

    Anek anek dhanyabad, swamiji k
    amogh Lila jir mato choto moner loke jante ba anubhab korte parena
    unake jante khub baro hridoy dorkar.