Комментарии •

  • @rayhanroni8099
    @rayhanroni8099 2 года назад +22

    আমি নিজেও এই দোকান থেকে ফ্যান কিনছি। অনেক স্মার্ট এই দোকানদার

  • @mdjashim9088
    @mdjashim9088 2 года назад +110

    দোকানদার ভাই সাহসী কোন সন্দেহ নেই,তবে সথ পথে ব্যাবসা করা সব দোকানদারের উচিৎ

  • @maniruzzamanmasum2546
    @maniruzzamanmasum2546 2 года назад +29

    শেষের কথাটা অস্থির ছিলো,,বাস্তব,,সাংবাদটা যে করছে সে মুটামুটি স্মার্ট হলেও মাথা বিক্রি করছে😡😡

  • @moazzemahmad9152
    @moazzemahmad9152 2 года назад +89

    এত ত্যানা প্যাঁচানোর দরকার কি রে ভাই? কাস্টমার যেটা পছন্দ করবে সেটা দিবেন। দাম যেটা ন্যায্য সেটা নিবেন। তাইলেই তো ল্যাঠা চুকে যায়। চুরিচামারি করেন জন্যই এত কথা বলেন।

    • @triplezero8344
      @triplezero8344 2 года назад +8

      ঝামেলাটাতো ওইখানেই। আসল এবং নকল ২ ধরনের প্রোডাক্টই রাখে তারা। যে বুঝে তাকে ঠকায় না আর যারা বুঝেনা তাদেরকে আসলের নামে-দামে নকল চালিয়ে দেয়।

  • @runaafroj8472
    @runaafroj8472 2 года назад +217

    এরা যে ভাবে টাটকা কথা বলে,এদের কে হেলাতে পারবেনা,এদেরকে হেলাতে হলে আপনাকে দ্বিগুণ টাটকা হতে হবে এটাই সত্যি👍👍

    • @sajidulislamskilled
      @sajidulislamskilled Год назад

      একদম, এরা মুখের উপর কথা ঘুরাতে পারে, আর না পারলে অন্য প্রসংগে চলে যাবে। এদের কথা ধরা যায় না। এরা মুখের উপর মিথ্যা বলে ধরা খেলে সেটাকে আর স্বীকারই করবে না। আসলে দুষ্ট লোকের ছলের অভাব হয় না। অসৎ না হলে সত্যিটা মেনে নিতো। যদিও ভোক্তা অধিদপ্তর ইচ্ছে করেই অনেক কমে করেই জরিমানা করে, কিন্তু এইরকম দোকানদারদের অতিরিক্ত জরিমানা করা উচিত।

    • @rafaelbenitez2610
      @rafaelbenitez2610 Год назад

      Tatka kotha boleo onno jinish dhoriye dey, balsal comment kora off koren

  • @sasabbircasual
    @sasabbircasual 2 года назад +22

    সাংবাদিক কি বোকা নাকি?
    দোকানে গিয়ে তো মডেল নাম্বার জিজ্ঞেস করে কোন দিন ফ্যান কিনি নাই 🤔

    • @hasanrintu
      @hasanrintu Год назад +1

      আরে মানুষ নামও বলে ফ্যান কিনে না। দেখে জেটা পছন্দ হয় সেটাই কিনে

  • @RanaAhmed-uk9jy
    @RanaAhmed-uk9jy 2 года назад +33

    পারলে সরকারি কোনো প্রতিষ্ঠান এ গিয়ে দাদাগিরি দেখান দেশের ভালো হবে,,,

  • @MANIK_VLOGS_BD
    @MANIK_VLOGS_BD 2 года назад +296

    দোকানদার ভাই খুব স্মার্টলি কথা বলেছে.....ভালো লাগল👍👍দোকানে ঢুকলে জরিমানা হবেই, কথাটা ১০০% সত্য বলেছে 💯💯💯

    • @verifynoobgamer_ff
      @verifynoobgamer_ff 2 года назад +13

      Vul.. shob shomoy jorimana kore na

    • @fkngd6881
      @fkngd6881 2 года назад +16

      apni murkhotar porichoy dilen

    • @techbangla402
      @techbangla402 2 года назад

      নিজেও নিশ্চয়ই জালিয়াতি ব্যাবসা করছেন😡
      না হলে এমন ধারণা হতোনা......
      স্মার্ট জালিয়াত😡
      তার যুক্তিতে শুধু কোম্পানি আর সাইজ লিখলেই মেমো হয়ে যাবে।
      তাহলে প্রস্ন হচ্ছে একি সাইজে, একি কম্পানির ফ্যানের মডেল এবং দাম ভিন্ন হলে তিনি শুধু সাইজ লিখে পুরাতন মডের কমদামি ফ্যান বেশি দামে বিক্র করছেন না সেটার কি প্রমাণ দিবেন???
      মেমোতে বিস্তারিত লেখার সময় না থাকলে আপনারা ব্যাবসা ছেড়ে দেন। কাস্টমার ভোগান্তির কোন অধিকার আপনাদের নাই।

    • @coloring5404
      @coloring5404 2 года назад +8

      murkho

    • @blackened1031
      @blackened1031 2 года назад +7

      আমার পরিচিত একজন ফ্যান অনে বাইরে থেকে, লোট করে আসে এইসব চাইনিজ মাল, তো প্রতি পিছের প্রাইস পরে ৪০০-৪৫০ টাকা।সে বিক্রি করে দেয় প্রতি পিস ৭০০-৮০০ টাকায়। দোকানদার এটা বিক্রি করে ৫০০০-৬০০০ টাকায়। এইবার আপনি বলেন, টাকা কি মানুষের কামরায়?

  • @hooman2543
    @hooman2543 2 года назад +251

    লোকটার কথা কিন্তু যথেষ্ট যৌক্তিক ছিল এবং শেষে যে জরিমানার ব্যাপারটা বললো🤣🤣🤣

    • @mdsaidulhaq589
      @mdsaidulhaq589 2 года назад +3

      Are bai aita ki disen profile fuka mone kore ami phone chafe dislam

    • @hooman2543
      @hooman2543 2 года назад

      @@mdsaidulhaq589 lol😂

    • @hmsabuz5482
      @hmsabuz5482 2 года назад

      @@mdsaidulhaq589 🤣🤣🤣

  • @MdJowel-yp7ht
    @MdJowel-yp7ht 2 года назад +5

    একধম মনের মতো ১টা কথা বলছেন ভাই।ডুকছে যখন দাদালেরা জরিমানা করবেই

  • @ssofik
    @ssofik 2 года назад +54

    আরে ভাই ওনাকে ছাড়েন। বেচারা এমনিতেই জরিমানা দেওয়ার পর মন খারাপ। তারপর আপনারা সঙ্গে সঙ্গে চলে আসছেন ইন্টারভিউ নিতে।🤣🤣🤣

    • @mdarifulislamhridoy9147
      @mdarifulislamhridoy9147 2 года назад +4

      ভাই মেজিস্ট্রেট তার টাকা পেয়েছে এখন সাংবাদিকদের খাওয়া লাগবে না। তাদেরও একটা "চকমপ্রদ" নিউজ দেওয়া লাগবে যাতে চাকরি থাকে। তাইতো এত পেচানো প্রশ্ন।

  • @iamsamina8995
    @iamsamina8995 2 года назад +4

    এইশালা আসলেই অনেক স্মার্ট দোকানদার

  • @b-3136
    @b-3136 2 года назад +314

    "উনি ঢুকছে জরিমানা করার জন্য, জরিমানা করবেই"
    কথাটা ভালো লেগেছে, বাস্তব কথা।

    • @chakraborty9713
      @chakraborty9713 2 года назад +43

      আপনার ভুল বা দুইনাম্বারি না থাকলে উনি কেনো কারোই সাধ্য নাই জরিমানা করার। হয় আপনি আইন জানেন না, না হয় মানেন না। সো ভূগোল বুঝাইয়া লাভ নাই

    • @techbangla402
      @techbangla402 2 года назад

      একটা কম্পানির একি সাইজে ২এর অধিক মডেল হয় এবং প্রতিটি মডেলের দাম ভিন্ন ভিন্ন হয়।
      তাহলে তিনি শুধু সাইজ লিখে কিভাবে দাম নির্ধারণ করেন???
      চোরের মার বড় গলা😡
      হালাল ব্যাবসাকে আপনারা হারাম করে ছাড়তেছেন। ধরলে প্রতিটারে জরিমানা করা লাগে

    • @RS24BD
      @RS24BD 2 года назад +6

      সহমত পোষন করছি

    • @chakraborty9713
      @chakraborty9713 2 года назад

      @STAR RUclips আপনি ভুল জানেন.. ভোক্তা অধিকারের জরিমানার সকল রশিদ বই রয়েছে এই জায়গায় দুর্নীতি করার কোন অপশন নাই... রশিদ ছাড়া জরিমানা করতে পারবে না.. হুম এটা সত্যি দূর্নীতি মুক্ত না।

    • @siamrana3324
      @siamrana3324 2 года назад +4

      সহমত

  • @setuAhmed-wf3cx
    @setuAhmed-wf3cx Год назад +5

    বাটপার জখন ধরা পরে তখন অনেক ভুগল সবাইকেই বুঝায়🤔🤔

  • @shusmoychowdhury
    @shusmoychowdhury 2 года назад

    Solid business man,
    ভাল্লাগছে কথা গুলো

  • @suptovai9855
    @suptovai9855 2 года назад

    Last kotha ta joss cilo vai

  • @abdullahalmilon3981
    @abdullahalmilon3981 2 года назад +160

    দোকানদারের কথা বলার আক্রমণাত্মক ভঙ্গি দেখে আমি ভয় পাইছি ভাই

    • @evansohag3723
      @evansohag3723 2 года назад +4

      সত্যের একটু দম বেশি ই থাকে🙃

    • @raihanmusa2755
      @raihanmusa2755 2 года назад

      সালা, ভয় পাইছে। কাচা ছোলা খা। আমি খাই না। কারন আমার ভয় নাই।

    • @abdullahalmilon3981
      @abdullahalmilon3981 2 года назад

      @@raihanmusa2755 apni sala kake bolcen vai.???

    • @rakibhasan3887
      @rakibhasan3887 2 года назад +1

      Its true we only see brand and design, not the model.
      The shopkeeper was right, not aggressive.

    • @mdnazmulhasan4615
      @mdnazmulhasan4615 2 года назад

      আমিও

  • @MaheenKr
    @MaheenKr 2 года назад +11

    আরে ভাই ডিফেন্ডার আর কেনেডি একই, আমি ক্রেতা ও ইউজার আমি জানি ব্যাপার টা, দোকানদার কে হয়রানি করা হয়েছে।।

    • @sajidulislamskilled
      @sajidulislamskilled Год назад

      আরে ভাই একই হলেও তো মডেল আলাদা।

  • @mariaakhtermarja7215
    @mariaakhtermarja7215 2 года назад +136

    শিক্ষিত লোকের কথায় যুক্তি আছে,যুক্তি তর্কে এক্সপার্ট স্মার্ট দোকানদার। 😎😎

    • @pallabnath9096
      @pallabnath9096 Год назад +7

      চাপাবাজ আর শিক্ষিতের মাঝে পার্থক্য আছে ম্যাডাম।🙄🙄🙄

    • @basistachandraray2617
      @basistachandraray2617 Год назад

      রাখা

    • @dipusheikh234
      @dipusheikh234 Год назад +1

      ঠিক বলচো

    • @asmaulasmaul6597
      @asmaulasmaul6597 Год назад

      দোকনদারের বউ তাই দোকানদারের দালালি করেন???

    • @mariaakhtermarja7215
      @mariaakhtermarja7215 Год назад

      @@asmaulasmaul6597 শালা বলদা মুর্খের মতো কথা বলে না বুঝে

  • @kazimehedi861
    @kazimehedi861 2 года назад +7

    আর কোনো কিছুর উদঘাটন করতে পারেননা। উদঘাটন করতে আসেন ছোট ব্যবসায়ীদের কাছে। ধন্যবাদ সাংবাদিক ভাইয়া।

    • @socialmedia2292
      @socialmedia2292 Год назад

      আপনার বাপের যে অবৈধ ব্যবসা আছে তার লিস্ট দেন

  • @rikhonrasel5094
    @rikhonrasel5094 2 года назад +129

    সাংবাদিক নিজেরে মহাজ্ঞানী মনে করে

    • @MdIsmail-vh5lt
      @MdIsmail-vh5lt 2 года назад

      Hambadik

    • @touhidahmed4460
      @touhidahmed4460 2 года назад

      ঠিক ভাই।ভাই ব্যাবসা করে পাবলিক টাকা দিয়ে কিনবে দেখেশুনে কিনবে, আবার ইচ্ছে হলে কিনবে না,এতে এতো প্যাচানোর কিছু নাই।আর মাজিস্ট্রেট ডুকছে জরিমানা করবেই ১০০%

    • @user-mz1sb5kk4d
      @user-mz1sb5kk4d 2 года назад

      Toi giye dek dukan ne.koto taka besi chai akhone

    • @sazidrahman5296
      @sazidrahman5296 2 года назад +5

      না না মহাজ্ঞানী আপনি স্যার!

    • @mohammadsujon4467
      @mohammadsujon4467 2 года назад +3

      @@sazidrahman5296 বাংলাদেশে চামচামির
      একটি প্লাটফর্ম রয়েছে। চালিয়ে যাও ব্রো

  • @rentakiller
    @rentakiller Год назад +13

    He is right. I must say that every journalist there was not enough educated about how business works in Bangladesh.

  • @mdjoy4012
    @mdjoy4012 2 года назад +11

    কিছু অসাধু ব্যবসায়ীর গায়ে খুব লাগতেছে ঢুকলেই এইভাবে ধরে ফেলা
    সাধারণ জনগন প্রতিনিয়ত এমন দোকান দারদের জন্য ঠকে যাচ্ছেন।

    • @avijit9249
      @avijit9249 2 года назад

      , ভাই আপনার কোথাও ভুল হচ্ছে আমি মনে করি এই দোকানদার কোনো ভুল নাই আপনি একটু ভালো করে জাস্টিফাই করে দেখেন

    • @humayounkabirrony966
      @humayounkabirrony966 Год назад

      ইমপোর্ট করেন আপনি??? ৫০০ টাকার িজিনিসে ভ্যাট খরচ পোর্ট খরচ ঘুষ প্রায় ২৫০ টাকা যায়।
      Hamco 200ah বেটারি ১২৫০০ টাকা ছিলো আগে এখন দাম ২৭০০০ তার মানে কি দোকানদার সব কামাই করে নিচ্ছে,
      ১৫০০ টাকার চার্জার ফ্যান এখন ৪২০০ টাকা তার মানে কি দোকানদার টাকা মেরে নিচ্ছে।
      আপনার বাসার যে ফ্রিজ আছে ওটার মডেল বলতে পারবেন মুখস্ত???
      ভোক্তা অধিকার আর ক্রেতা কতবড় গাধা যে সাধারন Defender যে ওন্য সিরিজ নাম থাকে এটাও জানেনা,
      অর্থাৎ BRB ফ্যান যে আসলে Lovely ফ্যান লেখা থাকে এটাও জানেনা।
      Rfl এর জিনিসের তো আরো ২৭ রকমের নাম হয়,তাহলে কি বলবেন,যে আমি হটপট চাইলাম rfl এর আর আমাকে দিলো winner এর।
      বোকা আর আবেগি বাঙ্গালি।

  • @nayeemdhali5511
    @nayeemdhali5511 Год назад

    Last Kotha ta sei lagche joss

  • @journalistajimali4433
    @journalistajimali4433 2 года назад +184

    এই দোকানদার যথেষ্ট স্মার্ট। সে সুকৌশলে কিন্তু তার ভুলতা এড়িয়ে গেল।ওখানে বেশ কয়েজন সাংবাদিক ও তার কথার কাছে হার মানল

    • @choyanhossain9849
      @choyanhossain9849 2 года назад

      @@shopno1784 আমরা জানি না। আপনি জানেন। কারন আপনি ও এমন ঠকবাজি করেন। তাই এসব সাংবাদিক আপনার কাছে চাঁদাবাজি করতে আসে। তাই আপনি ভালো চেনেন। 🤣😂

    • @avijit9249
      @avijit9249 2 года назад +1

      @@shopno1784 ওনি সেটা হয়তো জানেন না

    • @mazharulislam4093
      @mazharulislam4093 Год назад

      সেই সব বাটপারির জন্যই ত জরিমানা টা খায়। মাঝে মাঝে ত ওরা নিজেরাই ব্রেন্ড খুইলা বসে

    • @RidoyKhan-zp5rp
      @RidoyKhan-zp5rp Год назад

      হায়রে বাঙালি প্রতারকের পক্ষে হয়ে কথা বলছে

    • @humayounkabirrony966
      @humayounkabirrony966 Год назад

      ইমপোর্ট করেন আপনি??? ৫০০ টাকার িজিনিসে ভ্যাট খরচ পোর্ট খরচ ঘুষ প্রায় ২৫০ টাকা যায়।
      Hamco 200ah বেটারি ১২৫০০ টাকা ছিলো আগে এখন দাম ২৭০০০ তার মানে কি দোকানদার সব কামাই করে নিচ্ছে,
      ১৫০০ টাকার চার্জার ফ্যান এখন ৪২০০ টাকা তার মানে কি দোকানদার টাকা মেরে নিচ্ছে।
      আপনার বাসার যে ফ্রিজ আছে ওটার মডেল বলতে পারবেন মুখস্ত???
      ভোক্তা অধিকার আর ক্রেতা কতবড় গাধা যে সাধারন Defender যে ওন্য সিরিজ নাম থাকে এটাও জানেনা,
      অর্থাৎ BRB ফ্যান যে আসলে Lovely ফ্যান লেখা থাকে এটাও জানেনা।
      Rfl এর জিনিসের তো আরো ২৭ রকমের নাম হয়,তাহলে কি বলবেন,যে আমি হটপট চাইলাম rfl এর আর আমাকে দিলো winner এর।
      বোকা আর আবেগি বাঙ্গালি।

  • @mdjaman9550
    @mdjaman9550 2 года назад +208

    দোকানদার ভাই কথা একদম সত্য কাস্টমার কখনো মডেলের নাম বলে না কাস্টমার সব সময় ফ্যানের নাম বলবে আর মডেল নাম্বার বলার কোন যুক্তি কথা আসে না আর জরিমানা তাদের ইচ্ছামত যে দিক থেকে মন চায় সে দিক থেকে মনে করতে পারে তাদের ইচ্ছা

    • @mahtimshakil806
      @mahtimshakil806 2 года назад +23

      দুর বেডা তুমি দোকানদার বুইঝা ফেলছি

    • @azadisworld
      @azadisworld 2 года назад +16

      দোকানের দালাল

    • @ashikbillah5022
      @ashikbillah5022 2 года назад +18

      কাস্টমার কি বললো না বললো তাতে কি আসে যায়...? এখানে ব্যাপার টি হচ্ছে কভার টা একটি মডেল এর এবং, ফ্যান টি অন্য মডেল এর।
      ২ টা মডেলের প্রাইজ ২ রকম হতে পারে।

    • @fathergod4692
      @fathergod4692 2 года назад +15

      আপনি কি বললেন,সাংবাদিক বুজাতে চাইলো,কাষ্টেমার দোকানে গিয়ে বলবে,আমাকে বেনসন দিন,বেনসনের প্যাকেটে।
      দোকানদার বুজাতে চাইলো,যে কোন প্যাকেজের সিগারেট বা বিট্রিশ টোবাকোর নাম থাকলেই তাকে বেনসন বলে বিক্রি করা যাবে।বেনসন লিখা থাকতে হবেনা।
      আর আপনি কি বুজলেন,কি বুজালেন।

    • @amitsaha1999
      @amitsaha1999 2 года назад

      বেটা মডেলের নাম যুক্তি আসে না কিভাবে রে?? তোদের মতো দোকানদের বাটপারি কমানোর জন্য মডেলের নাম সহ কোনটা নকল আর কোনটা আসল সব আগে থেকে জেনে নেওয়া ভাল হয় 😤

  • @demotv4824
    @demotv4824 2 года назад +5

    Outstanding confidence 😎😎😎

  • @matiurrahman3992
    @matiurrahman3992 4 месяца назад

    ভাল্লাগছে ভাই ভাল্লাগছে , একদম শেষের কথাটা ভাল্লাগছে

  • @mdjashim9088
    @mdjashim9088 2 года назад +7

    এই সাংবাদিক দোকানদারের কাছে যা চাচ্ছে তা ইমপোর্টার্স এর কাছে গিয়ে জানার পর, সথ্যটা প্রকাশ করা উচিৎ

  • @r.............3.12M.subscribes
    @r.............3.12M.subscribes 2 года назад +102

    আপনাদের মনে কি কারো এই প্রশ্নটা জাগে নাই যে হঠাৎ করে সাংবাদিকরা চার্জার ফ্যানের দোকানে কেন। কারণ সরকার যে লোডশেডিং চালু করছে এই লোডশেডিং এর কারেন্ট যাওয়ার পরে আমরা চার্জার ফ্যান ব্যবহার করি আর কারেন্ট আসার পরে তো আবার আমরা চার্জার ফ্যান চার্জ দিই এ কারণেই সরকার চার্জার ফ্যান এর পিছনে লাগছে বাকিটা আপনারা ভালো করে বুঝে নিবেন ❗

    • @sumaiyaislam3811
      @sumaiyaislam3811 2 года назад

      Shudhu govt na, dokandar r dhandha baz rao er pichone douracche.. Thik moto control na korle ai situation er advantage niye ora onk dam e sell korbe

    • @mdpolashmollik5852
      @mdpolashmollik5852 2 года назад

      সালাদের কোনো কাজ নেই

    • @rjshakil6035
      @rjshakil6035 2 года назад

      বাল পাকনা

    • @sefatullah2455
      @sefatullah2455 2 года назад

      সুদির ভাই এতো বুজস যে ... তগো বুঝ বাবা ইলিয়াস এর ব্রিন ডাই কপি কিরা লাইবি

    • @jubair4909
      @jubair4909 2 года назад +1

      Right vai

  • @itisme9421
    @itisme9421 2 года назад

    End er kotha ta sei cilo🤣🤣

  • @user-pc1ps9gj6y
    @user-pc1ps9gj6y Год назад

    Bikreta vaiyer last kothata valo lagse "ami sobgulo lekhleu jorimana korto.dhukse jokhon jorimana korei jabe".

  • @mohammadsaiful152
    @mohammadsaiful152 2 года назад +4

    ঢুকছে যখন জরিমানা তখন করবে 🤣🤣

  • @user-lh4ho9gq5b
    @user-lh4ho9gq5b 2 года назад +7

    এই ফেন কি চার্জ দিতে হবে জনগণের মাথা নষ্ট হয়ে গেছে ৩০ মিনিট চলেনা এই ফেন কারেন না থাকলে কি করবেন কি দিয়ে চার্জ দিবেন কারেন টের জন্য আনদোলন করি

  • @akhtarhossin765
    @akhtarhossin765 2 года назад

    Thanks

  • @developerjahid
    @developerjahid Год назад +1

    দোকানদারের কথা বিকাশের নাহিদের মতো!!!!!

  • @musicon9168
    @musicon9168 2 года назад +5

    সাংবাদিকরাতো নিজেদেরকে মহা পন্ঠিত ভাবে।

  • @sohelrana189
    @sohelrana189 2 года назад +12

    দোকানদারের কথা সত্য । বেশি রাখার কোনো প্রমান নেই

  • @mizanrahman6459
    @mizanrahman6459 2 года назад +1

    Buzlam Model number same but Brand to same hote Hobe...

  • @shaikhmostafamehebubrana4395
    @shaikhmostafamehebubrana4395 2 года назад +3

    What i got is "the shopkeeper has PhD in customer dealings".

  • @s.a.m.3624
    @s.a.m.3624 2 года назад +21

    "সাংঘাতিক "ভাই, কোন কোন ক্রেতা বিক্রয় স্লিপও নেয়না/ বিক্রেতা মেমো দেয় না। আর ওই দোকানদার একটা সঠিক কথা বলেছে যে, ম্যাজিস্ট্রেট দোকানে ঢুকলে যে করেই হোক জরিমানা করবেই। আইন তো রাঘব-বোয়ালদের জন্যে এক আর সাধারণ মানুষদের জন্যে আলাদা।

    • @rohimboro7225
      @rohimboro7225 Год назад

      Vai apnr moto manush der jonnoi bangali aktah galir name hoya jaitacha.. Apni sothik poth a thakleh kon baichod a fine korbeh?? Aro sobai krtacha tai amroh krtah hobeh.. Sobai gu khaileh panio khaben tai nah?? Apnr chinta darah change koren.. Raghob boyal nahki putki marar boyal dhorbeh oitah niya apnr ato matha betha kan?? Apni sot thaken nah kon madarchod a fine krbeh suni?? Magistrate’s ae bap ar saddho acha fine korar?? Apni vhul krchan bidhay fine krcha

    • @humayounkabirrony966
      @humayounkabirrony966 Год назад

      ​@@rohimboro7225 ইমপোর্ট করেন আপনি??? ৫০০ টাকার িজিনিসে ভ্যাট খরচ পোর্ট খরচ ঘুষ প্রায় ২৫০ টাকা যায়।
      Hamco 200ah বেটারি ১২৫০০ টাকা ছিলো আগে এখন দাম ২৭০০০ তার মানে কি দোকানদার সব কামাই করে নিচ্ছে,
      ১৫০০ টাকার চার্জার ফ্যান এখন ৪২০০ টাকা তার মানে কি দোকানদার টাকা মেরে নিচ্ছে।
      আপনার বাসার যে ফ্রিজ আছে ওটার মডেল বলতে পারবেন মুখস্ত???
      ভোক্তা অধিকার আর ক্রেতা কতবড় গাধা যে সাধারন Defender যে ওন্য সিরিজ নাম থাকে এটাও জানেনা,
      অর্থাৎ BRB ফ্যান যে আসলে Lovely ফ্যান লেখা থাকে এটাও জানেনা।
      Rfl এর জিনিসের তো আরো ২৭ রকমের নাম হয়,তাহলে কি বলবেন,যে আমি হটপট চাইলাম rfl এর আর আমাকে দিলো winner এর।
      বোকা আর আবেগি বাঙ্গালি।

  • @murshedalom4272
    @murshedalom4272 2 года назад +5

    দেখা যায়, যে কোন দোকানে ডুকলেই এরা জরিমানা করে।

  • @tanbinreza5238
    @tanbinreza5238 2 года назад +12

    এখানে তো দোকানদার ভাইয়ের কোনো দোষ নেই,,,,,,,,,সংবাদে লেখন কি আর দেখান কি

    • @mdkorbanali2835
      @mdkorbanali2835 2 года назад

      দোকানেরর কথা ঠিক

  • @shiponrahman
    @shiponrahman 2 года назад +33

    ভাই ফ্যানের নাম লেখতে টাইম পায় কিন্তুু মডেল নাম্বার লিখতে টাইম পায় না

    • @abol-tabol2695
      @abol-tabol2695 2 года назад

      to the point, বাট ঘাউড়া দোকানদার এইটাই স্বীকার খাইলো না!

  • @sourovdasnice6587
    @sourovdasnice6587 2 года назад +13

    দোকানদার কোম্পানির নাম এবং মডেল নাম্বার লিখে দেওয়া উচিত, তা না হলে পরে জামেলা করবে।

  • @arianrahman4840
    @arianrahman4840 Год назад

    this guy is the closes to Tommy Shelby I've seen in real life lol

  • @RajRaj-tj6cj
    @RajRaj-tj6cj 2 года назад +63

    দোকানদারের কথা ১০০% সঠিক

  • @head3300
    @head3300 2 года назад +3

    ধন্যবাদ Rtv

  • @md.masumahmed4287
    @md.masumahmed4287 2 года назад +5

    প্রতিবেদক আপনি যে কথাই বলেন না কেন.. দোকানদারের ভূগোল টাই অরজিনাল সিলেবাসে অন্তর্ভুক্ত।
    আমি একজন সাধারণ ক্রেতা হয়েও দোকানদারের পক্ষে কথা বলছি।
    আমরা কিন্তু দোকানে গিয়ে Defender অথবা Kenede নামেই ফ্যান চেয়ে থাকি..

    • @techbangla402
      @techbangla402 2 года назад

      তাহলে সেইটা মেমোতে লিখতে কি সমস্যা ছিলো।
      কথা গুলা আগে বুঝেন, দোকানদার সাইজ আর ব্রান্ড নেম উল্লেখ করে পন্য বিক্রি করছে।অথচ একটা ব্রান্ডে একি সাইজে ভিন্ন ভিন্ন মডেলের প্রডাক্ট মার্কেটে পাওয়া যায়। এবং মডেলের ভিন্নতার জন্য দাম ওঠানামা করে।
      বিক্রেতা ঠকবাজ বলেই প্রডাক্টের মডেল উল্লেখ না করেই মেমো দিয়ে দেয়।

    • @starchannel8448
      @starchannel8448 2 года назад

      আপনার মত বোকা কাস্টমারদেরকেই এরা ঠকাতে পারে।

    • @techbangla402
      @techbangla402 2 года назад

      @@starchannel8448
      আপনার মতো চালাক ব্যাবসায়ী আছে বলেই, মাজিস্ট্রেট মাঝে মাঝে বাশ দেয়😄

  • @ParvezAhmed-ht5gc
    @ParvezAhmed-ht5gc 2 года назад +2

    reporter er question er shes nai....ajaira question....

  • @asifvi4384
    @asifvi4384 2 года назад

    আল্লাহ সবাইকে হেদায়েত ও সাহায্য দান করুন।দেশের উন্নয়নমূলক কাজগুলো স্বপ্ন পূরণ হচ্ছে এখন দেশের নানা রকম অপরাধ অপকর্ম বন্ধ করতে হবে।অতীত বর্তমানকে নিধারিত করে আর বর্তমান ভবিষ্যকে নিধারিত করে।আমরা অতীতে ছিলাম শিক্ষিতভাবে সুন্দর দেখতে শুদ্ধভাবে ভদ্রভাবে করে মিথ্যা আশ্বাস বাহানা দিয়ে,টাকা ক্ষমতা,চাকরি,পদ আদায় করা অনিয়ম-দুর্নীতির ঘুষ,প্রতারণা করা,নাম বিক্রি করে চাঁদাবাজি অবৈধভাবে দখল,নেশা চুরি,ধোঁকাবাজি,নোংরা অসভ্য খারাপ জাতি আমরা।দেশ পেলাম ভালো মানুষগুলো পেলাম অমানুষ।দোষ খারাপদের না দোষ আমাদের আমরা অন্যায় করার সুযোগ দিয়ে থাকি তাই তারা সুযোগ পায়।আমরা ভয়ে জুলুমের অত্যাচারের জন্য প্রতিবাদ করি না। তাই তারা সুযোগ পেয়ে থাকে তা কাজে লাগায়। যে ক্ষমতায় আসুক না কেন সবাই টাকা পদ বড় চেয়ার,ও ক্ষমতা চাকরির জন্য পেরেশানিরে। দেশের ও সাধারণ জনগণের গরীব অসহায় দুঃখী, নিরীহ মানুষের কি হলো তা দেখার সময় নেই।দেশ সেবা পরে আগে নিজের স্বার্থ জন্য কাজ করে। মুখে বলি ডিজিটাল উন্নয়ন কথা বলি তাই অন্য দেশ থেকে পিছিয়ে।পূর্বপুরুষরা যদি ১৫০/২০০ বছরের পরিকল্পনায় অনুযায়ী কাজ করতো শৃঙ্খলা নিয়মকানুন কঠোরভাবে আইন করতো তাহলে দেশে কোন অপরাধ করতে সাহস পেতো না দেশ আরো এগিয়ে যেতো।আমরা শিক্ষা শিক্ষিত দেশ প্রেমিক হতে পারলাম না।আমরা শিক্ষায় শিক্ষিত রুপে অশিক্ষিত অসভ্য অমানুষ।সিসিটিভি,গোয়েন্দাদের আড়ালে,কত কিছু হয়।আসলে আমাদের অতীত ছিলো অনিয়ম-দুর্নীতির খারাপ তো আমরা কিভাবে ভালো হবো।কোন জবাবদিহিতা নাই চাকরি হারানো ভয় নাই তাই যা খুশি তা করতে পারে। দেশ বিদেশে সম্পদে পাহাড় করেছে বিলাসিতা ভাবে ছেলেমেয়েররা চলাফেরা করছে। স্বজনপ্রীতি করছে। কেউ দেখার নেই। যারা দেখবে তারা জড়িত থাকে নানা রকম অপকর্মের সাথে। যেই ক্ষমতায় আছে ছিলো বা আসবে তারা কেউ বাংলাদেশ কে ভালো করতে পারবে না কেননা আমরা জনগণ হলাম সবচেয়ে খারাপ তাই আল্লাহ আমাদেরকে এমন রাখছে।
    যদি আমাদের দেশের সকল সেক্টর সততা ভাবে দেশের জন্য ও দেশের অসহায় গরীব মানুষের কষ্ট বুঝে কাজ ও সেবা করতো তাহলে দেশে কোন অপরাধ,অনিয়ম-দুর্নীতির,নিয়ম কানুন নষ্ট হতো না বিশ্বাস রাখুন। সরকার জনগনের কষ্ট টাকা দিয়ে থাকে দেশ ও দেশের অসহায় মানুষে সেবা করতে। ৮০% অসাধু আগে নিজের সেবা পরে দেশের সেবা।সকল জায়গায় হচ্ছে বেশিরভাগ অনিয়ম-দুর্নীতির চুরি হচ্ছে নিয়মশৃঙ্খলা মতো কাজ করছে না।কেউ যদি কোন ছোট বড় অপরাধ করতে ভয় পায় তার জন্য,আমাদের কঠোর আইন করতে হবে আইনের প্রতি শ্রদ্ধা করতে হবে।টেকনিক্যাল আধুনিক ভাবে সব কিছু সকল জায়গায় সঠিকভাবে বিশ্লেষণ করে নতুন সিস্টেমের আওতায় আনতে হবে।
    গ্যাস বিদ্যুৎ পানি ওয়াসা সহ সকল উন্নয়নমূলক বড় ছোট কাজগুলো ১৫০/২০০ বছরের জন্য পরিকল্পনা অনুযায়ী ভবিষ্যৎ প্রজন্ম কথা ভেবে সঠিকভাবে বিশ্লেষণ করে টেকসই মানের করতে হবে তার জন্য সেনাবাহিনীর ইন্জিনিয়ার সাথে পরামর্শ করে কাজ করতে হবে। সেনাবাহিনী ও র‍্যাব সদস্য হলো জনগণের বন্ধু।
    নিরাপদ সড়ক,অলিগলি ও গ্রামীণ রাস্তা ঘাটে ১২লাইনের প্রশস্ত করতে হবে তাহলে দুর্ঘটনা কম হবে।আন্ডারপাস রাস্তা ও বাস ট্রেন নৌযান দখলমুক্ত অবস্থা ভালো করতে হবে আধুনিক শক্তিশালীভাবে।সাধারণ জনগণের যেন হয়রানি পেরেশানি ভোগান্তি না করতে হয়।সকল পরিবহন নিয়ম-কানুন শৃঙ্খলা ভাবে চলতে হবে।খাদ্য শিক্ষা স্বাস্থ্য নামে যে অনিয়ম-দুর্নীতির হয়রানি পেরেশানি ভোগান্তি হয় তা বন্ধ করতে হবে।দেশে আধুনিক ভাবে শক্তিশালী টেকসই মানের সেবা ব্যবস্থা করতে হবে কেউ যেন চিকিৎসা করাতে বিদেশে না যায়।খাদ্য জন্য ভিক্ষা করতে না হয়।শিক্ষা করে যেন কেউ অমানুষ জানোয়ার অসভ্য না হয়।সবাই যেন শিক্ষায় শিক্ষিত হয় ও দেশে প্রেমিক হয়।সকল খারাপ মন-মানসিকতা পরিবর্তন করতে হবে।
    সব কিছু সঠিকভাবে নিয়ম-কানুন শৃঙ্খলা ভাবে কাজ ও চলাফেরা করতে হবে। দেশ প্রেমিক হতে হবে।মাদকসহ যতো খারাপ কাজ হয় যেখানে অপরাধ অনিয়ম-দুর্নীতির অপকর্মে লিপ্ত জড়িত সেখানে প্রতিবাদ করতে হবে। কঠোরভাবে বিচার করতে হবে।
    পুটিমাছদের ধরে লোকদেখানো জন্য পরে যে লাউ সে কদু।রুইকাতলা বেঁচে যায় চোখের আড়ালে।সাময়িক বরখাস্ত,বদলি,তিন দল বিশিষ্ট কমিটি করতে করতে মূল হোতাদের আসল অপরাধীদের সিস্টেমের জন্য সিনিয়রদের জন্য ধরা যায় না তাই এইসব বন্ধ করতে হবে। র‍্যাব দিয়ে তদন্ত করা।
    এমপি,মন্ত্রিসহ সকল সরকারি বেসরকারি স্বায়িত্বশাসিত প্রশাসনের অফিসে কমকর্তা ও কলেজের ছাত্রদের ৪মাস সেনাবাহিনীর প্রশিক্ষণ নিতে হবে বাধ্যতামূলক দেশ প্রেমিক হতে হবে তারপর দেশ ও দেশের নিরীহ গরীব দুঃখী মানুষের কষ্ট বুঝে কাজ করতে হবে।,

  • @muradbiswas1483
    @muradbiswas1483 2 года назад +50

    Dokan darer kotha bolar style Afran Nisho Vai er moto👏👏

    • @rupokbinibrahim4280
      @rupokbinibrahim4280 2 года назад +4

      Shamim hasan sorkar er motou

    • @adittoybhoumik-2562
      @adittoybhoumik-2562 2 года назад

      Right

    • @tongipigeonandbirds7681
      @tongipigeonandbirds7681 2 года назад

      স্টাইল না কন্ঠ

    • @Mukul_Adhikary
      @Mukul_Adhikary 2 года назад

      Vai,kothay ki tulona koren?
      Afran Nisho akjon uccho maner ovineta.
      R ai sala dokandar akta chor..Manus k lute khacche..
      R apni eke Etto boro ak jon Ovinetar sathe kivabe tulona koren?
      Afran nishor dhare kache o jay na eta... 😠😠

    • @shantasirwary3997
      @shantasirwary3997 2 года назад +1

      Amr kache apurbo r moto voice legeche..

  • @sumayakhatun8725
    @sumayakhatun8725 2 года назад +16

    দোকানদারের কথার যুক্তি আছে। সাংবাদিকের আর একটু জ্ঞান অর্জন করা দরকার।

  • @iftekhartech
    @iftekhartech 2 года назад

    😶 amni hot weather ar customer ASE
    Fan ar model number loia ?? Ki hoitasay aeshob customer fan kinbo ar waranty card nibo kono problem hoilay exchange korbay

  • @jhliton6755
    @jhliton6755 Год назад

    ji vai, taka gunar time thake, box khule dekhanor time thake, but only 8 digit lekhar time thakena, money hoy paragraph likhte hobe

  • @sostaponno
    @sostaponno Год назад +13

    দোকানদার ভাইয়ের কথায় পর্জাপ্ত যুক্তি আছে। সাংঘাতিক ভাইয়েরা না বুঝেই তর্ক করে যাচ্ছে,,

    • @theexplorer473
      @theexplorer473 Год назад +2

      আগে পর্যাপ্ত পড়ালেখা করেন যেন, বাংলাটা লিখতে পারেন।

    • @RidoyKhan-zp5rp
      @RidoyKhan-zp5rp Год назад

      হায়রে বাঙালি প্রতারকের পক্ষে হয়ে কথা বলছে

  • @m.a.haquemanik9148
    @m.a.haquemanik9148 2 года назад +27

    দোকানদারের লাস্টের কথাটা ১০০% সঠিক।
    দোকানে ঢুকলে ওরা দোষ না পেলেও জরিমানা করবেই

    • @starchannel8448
      @starchannel8448 2 года назад

      তুই তো একটা মিথ্যুক। কানাচোদা তুই কি ভোক্তা অধিকার এর ভিডিওগুলো দেখছিস? ওরা অনেক দোকানে অনিয়ম পাওয়া সত্ত্বেও জরিমানা করে না শুধু সতর্ক করে, পরবর্তীতে করলে আবার জরিমানা করবে।

    • @asmaulasmaul6597
      @asmaulasmaul6597 Год назад

      দালাল হাজির।

  • @shuvohossain2852
    @shuvohossain2852 2 года назад

    লাস্টের কথাটা একদমই সত্যি। কথায় যুক্তি আছে।

  • @lotpotcomedi
    @lotpotcomedi Год назад

    Sadharanata fan ba normal product er model no lekhe na. Or naam tai lekhe

  • @funbangali
    @funbangali 2 года назад +43

    প্রত্যেক দোকানে এরকম চেক করা উচিত

    • @voiceofquran9937
      @voiceofquran9937 2 года назад

      তুমি আমি একটু বেশি নিলে দোষ নাই কারণ আমি যে সরকার বা আমলা,,, ক্যান অভিযানটা ডিজেল প্যাট্টলের পাম্পে করলেও তো পারত,, এখন পর্যন্ত যে স্টক আছে সেগুলা শেষ হবার পর দাম বাড়াতো, অথবা সরকারের কাছে সাংঘাতিক ভায়েরা প্রশ্ন করত,,, কিন্তু না ওই ক্ষুদ্র ব্যবসায়ী লাভ করছে,৷ এই জন্য আমার জ্বলছে,,,,,

    • @saadman920
      @saadman920 Год назад

      @@voiceofquran9937 নাম দিয়েছ সুন্দর চ্যানেল এর কথা বল চোরের বাচ্চার মত। লাভ করা না এতাকে বলে চুরি করা

  • @zahidhasan2910
    @zahidhasan2910 2 года назад +8

    কোম্পানি ২ টাই আলাদা এক কোম্পানির পন্যের নাম অন্য কোম্পানির পন্যের উপরে লিখে বিক্রি করতেছে তার অরেও বিক্রেতা বোঝাতে চাচ্ছে তারা সঠিক!
    হাস্যকর ব্যাপার!

    • @msksadeamhosin6122
      @msksadeamhosin6122 2 года назад +2

      এই সালারা বাটপার ভাই

    • @bestof1096
      @bestof1096 2 года назад

      কম্পানি একই মডেল আলাদা। শুদু এক মডেল এর জায়গায় আরেক মডেল এর নাম লিখে দিচ্ছে কম্পানি সেইম

  • @akashraj9274
    @akashraj9274 2 года назад +1

    দোকানদার rocks সাংবাদিক socks 😎😎

  • @mdhasanulbanna4590
    @mdhasanulbanna4590 Год назад

    এখানে প্রায় সবার কমেন্ট অনেক সুন্দর হয়েছে.👍

  • @rajendrapurelectric5192
    @rajendrapurelectric5192 2 года назад +5

    ফাও প্যাচাল বিষয় আর খুঁজে পায় না

  • @foodlovers1737
    @foodlovers1737 2 года назад +6

    পাকনা সাংবাদিক সব জাগায় পাকনামি চলে না।লোকের কথায় যুক্তি আসে

  • @kazicomputerandelectronics
    @kazicomputerandelectronics 2 года назад

    Vai kinar shomoy jodi model na dey tahole dokandar product er moddhe sale code dibe kivabe... ba bujhbe kivabe konta koy taka diya kinse... khali pechaitaen

  • @speakenglisheasily594
    @speakenglisheasily594 2 года назад

    Osadaron kotha bolse vaiti amr...but sonbad kormi...aktorofa kotha bolsee

  • @SaifulIslam-jh7yz
    @SaifulIslam-jh7yz 2 года назад +3

    ভোক্তাদের সাথে অনেকই , প্রতারনা করছে!😭

  • @princemahmudjoy7866
    @princemahmudjoy7866 2 года назад +2

    বড় বড় কম্পানি টাকা দিয়ে আগেই পার পেয়ে যায় তাই ছোটখাটো দোকানদারের কাছে যায় কিছু চা পানের টাকা যোগানোর জন্য না দিলেই নিউজ।

  • @mdsabbirhossain5110
    @mdsabbirhossain5110 2 года назад

    ভাইয়ের লাসটের কথাটা দারুন বলছে

  • @Musicloversme19
    @Musicloversme19 2 года назад

    He is so confident

  • @MizanurRahman-om7we
    @MizanurRahman-om7we 2 года назад +6

    আমারও দোকান আছে,
    এই দোকানদার যেভাবে কথাগুলো বলছে সবই মিথ্যে,
    ওকে আইনের আওতায় নেয়া দরকার

    • @user-oz6kt7jm3s
      @user-oz6kt7jm3s 2 года назад +2

      apner dokan kothay

    • @user-vp2vc7ez8f
      @user-vp2vc7ez8f 2 года назад

      তোমার আছে বালের দোকান বাটপার

  • @mohamodrana726
    @mohamodrana726 2 года назад +3

    জরিমানা করা না হোক

  • @nazmussakib2248
    @nazmussakib2248 3 месяца назад +1

    হেব্বি দাদা দোকান দার

  • @mdfaisal216
    @mdfaisal216 2 года назад

    nitimala baniye website e prokash kore then bazzar bebosthapona notice er maddhome ensure korbe then joribana .......kivabe ki hocche Allah e janen

  • @dmdr.jewelrana1629
    @dmdr.jewelrana1629 2 года назад +19

    দোকানদার একদম স্মার্টলি ঠিক কথা বলেছে, আমাদের বাস্তবে আসতে হবে

  • @kishorkumarroy6137
    @kishorkumarroy6137 2 года назад +17

    "ওনারা জরিমানা করার জন্য ঢুকছে, Anyway জরিমানা করবেই" It's 100% Pure word..!

  • @birdloversir
    @birdloversir 3 месяца назад

    দোকানী কে ধন্যবাদ। সুন্দর ব্যবহারের জন্য।

  • @sssaikot5814
    @sssaikot5814 2 года назад

    সাবাই বাটা চালিয়ে যাও খুব ভালো

  • @khalilurrahman3650
    @khalilurrahman3650 2 года назад +3

    দোকানদার অনেক বড়ো মানের টাউট, একজন ভাইজান😂😂

  • @lifeon2025
    @lifeon2025 2 года назад +4

    একজন বিক্রেতার এই ধরনের আচরণের চেয়ে গরমে ফ্যান ছাড়া থাকাও ভাল।

  • @MdAshraful-xn3bm
    @MdAshraful-xn3bm 2 года назад +1

    সাংবাদিক ভাইদের বলতে চাই, আপনারা কি দিয়ে লেখা পড়া করেছেন? চাউল না সুপারি দিয়ে

  • @SohelHasanUSA
    @SohelHasanUSA 2 года назад +8

    I stand with shopkeeper.

  • @prasenjitmodak2824
    @prasenjitmodak2824 2 года назад +11

    জরিমানা করার জন্য ভোক্তা ঢুকে না, দোকানদারদের জালিয়াতি সংশোধন করার জন্যই ঢুকে।

    • @mdsagar4648
      @mdsagar4648 Год назад

      জরিমানা টা কার পকেটে যায়? নাকি আপনি ও ঐ পকেটমারদের কাতারে।

    • @prasenjitmodak2824
      @prasenjitmodak2824 Год назад

      @@mdsagar4648 মূর্খ আবাল। জরিমানা কারো পকেটে না, সরকারি খাতে জমা হয়।

    • @tongaddawithataur
      @tongaddawithataur Год назад

      জরিমানা সব সময় করে? কে বলেছে আপনাকে? ভোক্তা অধিকারের সব ভিডিওগুলো খেয়াল করুন।

  • @SaifulIslam-ju8nn
    @SaifulIslam-ju8nn 2 года назад +1

    সাংবাদিক সাংবাদিকতার পরিচয় দিছে ধন্যবাদ সাংবাদি ভাইয়েরা.......দোকানি একটু চালাক কিন্তু সাংবাদি চালাকি দরে পেলছে....

  • @memahbub4325
    @memahbub4325 Год назад +1

    সাংবাদিক ভাইদের জন্য আমার পুরোনো বাড়ির টয়লেটের শুভেচ্ছা। এখানে ক্রেতা বা বিক্রেতা কারো কোন ভেজাল নাই, ভেজাল তাদের। ম্যাজিস্ট্রেট আইসা জরিমানা ধরে গেছে এখন উনারাও আসছিলো কিছু নিতে। না পেয়ে এখক্ন আবল তাবল প্যাচাইতেছে। মডেল নাম্বার মডেল নাম্বার মারাইতেছো কয়টা ফ্যানের মডেল নাম্বার জানো। কাষ্টমার মডেল নাম্বার দিয়া কি করব। কাষ্টমারের দরকার সার্ভিস।

  • @syedbappy9779
    @syedbappy9779 2 года назад +52

    এখানে দোকানদারের উচিত এই সাংবাদিক ভাইদের বের করে দেওয়া কারন যেহেতু উনি জরিমানা গুনেছে। 😡😡😡

    • @techbangla402
      @techbangla402 2 года назад +5

      অপরাধীকে এমন ভাবে অপদস্ত করতে হবে, জেনো সেটা দেখে অন্য কেউ একি অপরাধ করার সাহস না পায়।
      স্যালুট মিডিয়াকে

    • @techbangla402
      @techbangla402 2 года назад +4

      একটা কম্পানির একি সাইজে ২এর অধিক মডেল হয় এবং প্রতিটি মডেলের দাম ভিন্ন ভিন্ন হয়।
      তাহলে তিনি শুধু সাইজ লিখে কিভাবে দাম নির্ধারণ করেন???

    • @choyanhossain9849
      @choyanhossain9849 2 года назад +3

      আপনার কমেন্ট দেখে আপনাকেও এমন ব্যবসায়ী মনে হলো। ১০০% বার সাংবাদিক কথা বলবে। নাহলে এরা কিভাবে ঠকায় তা জানতে পারবে না সাধারন জনগন।

    • @maniruzzamanmasum2546
      @maniruzzamanmasum2546 2 года назад

      আবাল চু★দা রিপোর্টার😝😝

    • @humayounkabirrony966
      @humayounkabirrony966 Год назад

      ​@@techbangla402 ইমপোর্ট করেন আপনি??? ৫০০ টাকার িজিনিসে ভ্যাট খরচ পোর্ট খরচ ঘুষ প্রায় ২৫০ টাকা যায়।
      Hamco 200ah বেটারি ১২৫০০ টাকা ছিলো আগে এখন দাম ২৭০০০ তার মানে কি দোকানদার সব কামাই করে নিচ্ছে,
      ১৫০০ টাকার চার্জার ফ্যান এখন ৪২০০ টাকা তার মানে কি দোকানদার টাকা মেরে নিচ্ছে।
      আপনার বাসার যে ফ্রিজ আছে ওটার মডেল বলতে পারবেন মুখস্ত???
      ভোক্তা অধিকার আর ক্রেতা কতবড় গাধা যে সাধারন Defender যে ওন্য সিরিজ নাম থাকে এটাও জানেনা,
      অর্থাৎ BRB ফ্যান যে আসলে Lovely ফ্যান লেখা থাকে এটাও জানেনা।
      Rfl এর জিনিসের তো আরো ২৭ রকমের নাম হয়,তাহলে কি বলবেন,যে আমি হটপট চাইলাম rfl এর আর আমাকে দিলো winner এর।
      বোকা আর আবেগি বাঙ্গালি।

  • @bcsramjan
    @bcsramjan 2 года назад +8

    সবকিছু ঠিক ছিল কিন্তু ব্যাপারটা হচ্ছে উনি শেষে বলেছেন ওরা ঢুকছে যখন জরিমানা করে যাবেন এটা ঠিক ছিল না আপনার অন্যায় ছিল বিধায়ী তারা জরিমানা করেছে

  • @h.t4618
    @h.t4618 2 года назад

    খোব ভাল খবর

  • @omgnatto2630
    @omgnatto2630 2 года назад

    dokandarer kotha gula osthir silo

  • @mdraihanchowdhury2410
    @mdraihanchowdhury2410 2 года назад +33

    অল্প বিদ্যা কি রকম ভয়ঙ্কর হতে পারে তা এই দোকানদার কে দেখলেই বোঝাযায়।

    • @rakibulisl7778
      @rakibulisl7778 2 года назад

      সেটা আপনার অযৌতিক কমেন্ট দেখলেই বোঝা যায়। এত গুলো মানুষের কমেন্টের মধ্যে আপনাকেই দেখলাম ইশ্বর চন্দর বিদ্যাসাগর সাজতে

    • @mdshojibmiashojib6025
      @mdshojibmiashojib6025 2 года назад +4

      তোমার বিদ্যা অনেক ,,,,, তাইনা সুনা গো।।।।।

    • @avijit9249
      @avijit9249 2 года назад

      আপনি তো অনেক বুদ্ধিমান

    • @maniruzzamanmasum2546
      @maniruzzamanmasum2546 2 года назад

      আবাল চু★দা কথা কইয়ো না

  • @TheFunPark
    @TheFunPark 2 года назад +4

    লোকটি যেভাবে কথা বলতেছে মনে হয় ম্যাজিস্ট্রেট। এখানে সমস্যা টা হচ্ছে মডেল নাম্বার না লেখা।এটা এক ধরনের কর ফাঁকি দেওয়ার কৌশল যেখানে বেশি দামের ফ্যান বিক্রি করে কম দামের টা নাম লিখে রাখে কোন মডেল নাম্বার ছাড়াই।তাইতো জরিমানা করা হলো।

  • @ashrafuddinemon5483
    @ashrafuddinemon5483 2 года назад

    News ta to viral korte hobe ,tai Amon timeline Dise 😂 video dekhar Por Manush bujbe.

  • @asif7610i
    @asif7610i Год назад +1

    air cooler er faner bikretated dhora dorkar ,

  • @Mukul_Adhikary
    @Mukul_Adhikary 2 года назад +15

    এসব দোকানদার-রা সব সময় এমন করে...
    হ্যা,ব্যাবসা করতে গেলে লাভ করতে হবে।
    কিন্তু এরা অতিরিক্ত লাভ করতে যেয়ে সাধারণ মানুষ কে শেষ করে দেয়.. 😡😡

    • @alaminmahmudraj
      @alaminmahmudraj Год назад +1

      ভাই আপনি ভুল বুঝছেন।
      কোনো‌ দোকানদার আপনাকে একটা জিনিস বিক্রি করে অন্যটার নাম লিখে দিবে না।
      আপনি‌ একটা জিনিস কিনলে জিনিসটা নিজে চোখে দেখে‌ কিনেন আর জিনিসটার নাম দেখেন, আপনি কখনোই মডেল‌ নাম্বার দেখতে যাবেন না যেইটা দেখার প্রয়োজন ও পরে না।
      অন্যান্য দোকানে যেমন দাম সেও‌ সেই দামেই বেচবে।
      এখানে তারা ধরছে কেনো‌ মডেল নাম্বার লিখে দিল না, কেন লিখবে‌ মডেল নাম্বার এইসব তো দোকানদার দের ও মনে থাকে না।
      মেমন ধরেন ডিফেনডার ১৬"
      এই কোম্পানির অন্য কোনো ফ্যান‌ এইরকম নাই।
      দোকানদার কিনা দাম দেখে‌ যেই দামে বিক্রি করতে হবে সেইটা মনে রাখে।
      মডেল নাম্বার লেখার তো‌ কোনো কারণ ই নাই কারণ কোম্পানি এক জিনিস দুই দামে বানায় না।

  • @jewelrana707
    @jewelrana707 2 года назад +4

    দোকানদার যথেষ্ট ভদ্রলোক, এবং যথেষ্ট যোক্তিক ভাবে কথা বলেছে

  • @sohelranman
    @sohelranman Год назад

    Akhon prithibi te tk r jonno ja kora dorkar tai korbo karon tk dia hocche kotha r ai jinish ta shudhu hocche amader desh er Oshadhu rajnitibid Oshadhu I amla kamla r tarr pore hocche tader chela pela karon jane khib valo vabe je jai koruk r na koruk jodi khun o hoy taw maf korar montri oi je amla kamla rr rajnitibid der kache achen 😊

  • @alaminkhan1255
    @alaminkhan1255 2 года назад +2

    সাংবাদিক নিজেরে খুব জ্ঞানী ভাবছে

  • @somir1151
    @somir1151 2 года назад +5

    চোরের যুক্তি সেরা,,আপনারা বোজবেন না

    • @marif8102
      @marif8102 2 года назад

      নিউজ পাচ্ছে না তাই সাংবাদিক ভাই পেচ্যাল মারছে

  • @Faysal007
    @Faysal007 2 года назад +6

    সুনার ডিজিটাল বাংলার জয়😉

    • @coloring5404
      @coloring5404 2 года назад

      কারন তোর সোনা নাই, ছাত্রলীগের হাতে কাটা পড়ছে তোর সোনা মিয়া টুনটুনি 😳😂😂😂

    • @maniruzzamanmasum2546
      @maniruzzamanmasum2546 2 года назад +1

      ভো★দার ডিজিটাল