এইরকম একটা সেন্সিটিভ ইস্যুতে নিরপেক্ষ থেকে ভিডিও বানানো আসলেই অনেক কঠিন কাজ ছিল ! আমি খুবই "Grateful" আমার রিসার্চ টিমের মেম্বারদের কাছে । We tried our best to make this video the best as well. বাকিটা আপনাদের হাতে ছেড়ে দিলাম । জানাবেন কেমন লাগলো !
অসাধারণ টপিক সিলেকশন। এইখানে যদি ড. সলিমুল্লাহ খান এর সাথে একটা কোলাব বা উনাকে গেষ্ট হিসেবে আনা যেতো তাইলে এপিসোডটা আরো জমে ক্ষির হয়ে যাইতো। Keep Posting Brother...
আসসালামু আলাইকুম প্রিয় লাবিদ ভাই, আমরাতো আমাদের নিকট অতীত মহান মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়েই বিভিন্ন রকম বক্তব্য পাই। আর ব্রিটিশ কিংবা তারও পূর্বের ইতিহাসতো কিছুটা সংশয় সন্দেহের মধ্যে ফেলে দেয়। একথাটি ঠিক যে, সত্য ও যুক্তি পাশাপাশি চলে। আপনার ভিডিওগুলো যুক্তি ও তথ্যবহুল। আপনার কল্যাণ কামনা করি, অসংখ্য ধন্যবাদ।
লাবিব ভাই আপনার Topics এর রিসার্চ খুবই নিখুত, নিরপেক্ষ ও সত্য হয়েছে । বিশেষ করে স্বদেশী আন্দোলনের আড়ালে যে শুধু হিন্দুত্ববাদ ছিল এটা আপনি খুব যুক্তি দিয়ে দেখিযেছেন । ধন্যবাদ আপনাকে ।
@@runaakter1020দিল্লি তে প্রত্যেক ভারতীয় বসে দেশ চালায় ... দিল্লিবাসিরা নয় ... মাদ্রাসা এ বসে আর মসজিদ এ নামাজ পড়ে কিভাবে ভারত বর্ষ কে শাসন করতে হয় সেটা শেখা যায় না .... আর socalled বাঙ্গালী জাতীয়তাবাদ বলে কিছু কোনোদিন ই ছিলো না এই বাংলা তার জন্মের শুরু থেকেই গাঙ্গেয় উপত্যকায় গড়ে ওঠা সভ্যতা ও সংস্কৃতির অংশ as same as উত্তর প্রদেশ(mordern day)আর পাটালিপুত্র(modern day বিহার) তো আর এখনকার মানুষ ভালোভাবেই জানে তাদের পরিচয় টা কি .... আর পশ্চিম বাংলা সেই পরিচয় এর ধারক ও বাহক রূপে 1947 এ দেশ ভাগ এর সময় স্থাপন করা হয়েছিল .... আর যারা আরব এর গোলামী করে ধর্মীয় ভাবে আর যারা নিজেদের পরিচয় middle East এর সঙ্গে নিয়ে গিয়ে মেশায় তাদের থেকে এই এলাকায় বসবাস করা মূল নিবাসীদের জ্ঞান শোনার কোনো প্রয়োজন নেই .... আর বাঙালি জাতীয়তাবাদ নামের যে নতুন বিষয় টা এই 1970-1971 এ তৈরি হয়েছে তার পরিকল্পনা আমাদের কলকাতা তে বসে R&AW র Eastern Wing এ বসে করা এটা তো সবচেয়ে বড় sarcasm 😂😂😂
বোকাচোদার মতো কথা বললেন না মুসলিমরা নিজের ইচ্ছায় পিছনে রয়ে গেছিল। আজকে যদি ভারত ভাগ না হয়তো বেশি ভালো হতো। বোকাচোদা জানেনা কোন ধোনও কথা কয় ঘন।😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
আপনার ভিডিও না দেখলে অনেক প্রশ্ন নিজের কাছেই থাকতো, এখন জেনেছি অনেক কিছু যা আমি অনেক আগে থেকেই জানার আগ্রহ নিয়ে মনে প্রশ্ন পুষে রেখেছিলাম। ধন্যবাদ ভাই। ভিডিও আরো বড় করার অনুরোধ থাকল। ❤❤❤
১৯৪৭ সালে দেশভাগের সময়ও অখন্ড বাংলা একটা রাষ্ট্র হবার সম্ভাবনা ছিলো, যেটা শেষ পর্যন্ত ঘটে নাই নানা কারনে। এই ব্যাপারটা নিয়ে একটা ভিডিও দিয়েন, যদি সম্ভব হয়।
শ্যামা প্রসাদ কে দিয়ে নেহেরু বাংলা ভাগ করেছিলো কারণ অখন্ড বাংলা বা গ্রেট বাংলা রাষ্ট্র হলে দিল্লি ও পাকিস্তানিরা প্রভাব হারাবে।এবং এই এলাকার বিশাল ধনভান্ডার ভারত পাবে না।পশ্চিমবঙ্গের খনিজ সম্পদ ও আসামের তেল-গ্যাস ও পরমাণু বা ইউরিয়াম সহ অসংখ্য সম্পদ হারাতে হতো এটা নেহেরু মেনে নেই নি।বতমান ভারতের বড় অংশ এই নথ ইষ্ট ও পশ্চিম বঙ্গ।নেহেরু ছিলো প্রচন্ড বুদ্ধিমান।আমাদের অতিরিক্ত আবেগী হয়ে পাকিস্তানে যাওয়া টা ভুল ছিলো নব্য কলোনিতে পরিণত হয়েছিলো বাংলা।৪৭ যদি পূর্ব বাংলা ও নথ ইষ্ট নিয়ে বাংলাদেশ তৈরি হতো আজ আমাদের এই করুন পরিণতি ভোগ করতে হতো না।
❤❤ লাবিদ রাহাত ভাই আজকে পুরা কাপাইয়া দিছেন l আমাদের এই ভারতীয় উপমহাদেশে মুসলিম শাসন, ইংরেজ শাসন, হিন্দু রাজা এবং জমিদারদের শাসন বিষয়ে আপনার চেয়ে boss গবেষক এই মুহূর্তে আর আমাদের দেশে আর কেউ নাই l
খোকাবাবু তোমরা বুঝবে না গানটির লেখক রবীন্দ্রনাথ ঠাকুর কত বড় একজন দেশ ভক্ত ও ভারতের স্বাধীনতা আন্দোলনের কত বিশাল একজন কান্ডারী ছিল। রবীন্দ্রনাথ ঠাকুর না থাকলে আজকে কথা বলতে কি ভাষায়!!! ইতিহাস জানো আর তার জন্য ইতিহাসের বই পড়তে হয়.... তোমার গুগল আব্বু কখনোই ভারতের সঠিক ইতিহাস তোমাকে জানাবে না।
Dear Labid, My humble request to you is that you should add English Subtitles in your videos, as then only people like me from India and from other countries will be able to watch your videos and I have the curiosity towards your videos as I love to watch historical content which has details and efforts in it. If you could do it please do it as soon as possible. Hope you will work on this. With Regards to you, By Rajni Singh Bhadouriya
@@Rajni_Singh_Bhadouriya there r many indian geopolitical/historical content youtubers ..nd most indians prefer those channels..labid bhais audience is mostly bangladeshi/west bangal ppl also some of his geopolitical nd historical takes might not be appreciated by the larger indian audience they might not like tht as both bd nd india hav different political viewpoints nd narratives on certain issues. But honestly i think itd be interesting if he gains a larger audience from india as well..thorough discussions can be done on the comments🙃
@@siuuuuuuuuudani Well I think you're right, citizens of every different country have their own opinion/narratives on different subjects and it may vary person to person and country to country but I would like to know about different perspectives on different subjects maybe I will not like them as it may not suit my ideology the best but atleast I know the point of view of the people from different country and I don't want to be a narrow-thinker who only thinks about his/her country but enjoys if others suffers. Let's see what happens in future his videos may or may not have the English Subtitles.
@@Rajni_Singh_Bhadouriya Thanks a lot for suggesting. I have tried adding subtitles before. I added it to almost 20+ videos. But i must say the time and effort it takes to add subtitles clearly the output I get from it is not worth it. Just because there are subtitles available most people won't watch a video which's language they dont understand
লেজ কাইটা যাওয়ায় শীতে শরীর গরম করতে কয়লা কম লাগব, এই রকম উক্তি দিতেসেন। আর এখানে তো ব্রিটিশরা আমাদের শরীরটারে টুকরা টুকরা কইরে দিয়ে উপরে মুইত্যা গেলো। লজ্জা থাকা উচিত।
পার্টিশন যদি ভালো হয় তবে খান সেনা দের হাতে বাংলাদেশী মা বোন দের ধর্ষণ কেও ভালো বলতে হয়। সেই খান সেনা দের ঔরসে জন্ম গ্রহণ করা বাংলাদেশী আজ বাংলাদেশ চেয়ে ফেলেছে।
এত সুন্দর ভাবে বুঝাইসেন। অনেক ধন্যবাদ। আরো এমন সুন্দর কাজ করুন। আমাদের এই সাবকন্টিনেন্ট কে কিভাবে আমাদের মাঝে ভাগাভাগি করে দিসে ব্রিটিশরা তা আমাদের জানা দরকার। আজকের দিনেও এই ডিভাইড এন্ড রুল টাই চালু আছে।
ভাই আমার একটা বিষয় জানার ইচ্ছা ছিলো।আমাদের এই বাংলাদেশের অধিকাংশ জায়গা তো আগে জঙ্গল ছিলো।তাহলে এই জায়গা গুলি ব্যক্তিমালিকানায় কিভাবে আসলো । যে যেভাবে পারছে সেভাবেই নিচে নাকি নাকি কোন আইনের মাধ্যমে বন্টন করে দেওয়া হয়েছে।এই বিষয় টা জানালে উপকৃত হবো
কিছু মূর্খ মনে করে এখানে মা বলতে দেবী কালিকে নাকি বুঝানো হয়েছে। মানে তখনও যেরকম ছিল, তারা এখনো সেরকমই রয়ে গেছে। তাদের মাথায় কাঠাল ভেঙে খাওয়া চলছে, চলবে।
পশ্চিমবঙ্গ থেকে আলাদা হয়ে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরও পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট দেশে পরিণত হয়েছে। বাংলাদেশ যদি এখনও পশ্চিমবঙ্গের সাথে থাকত তাহলে এতদিনে বাংলাদেশে ইসলামী শাসন শুরু হয়ে যেত। কারন পশ্চিমবঙ্গের মুসলমানদের টাকা, বুদ্ধি এবং নেতৃত্বে সংযুক্ত বাংলা হয়ে উঠত একটি শক্তিশালী মুসলিম দেশ।
@@TheAstroGআপনারা প্রগতিশীল সেকুলাররা খুবই আজগুবি! বঙ্গভঙ্গ না হলে ও পাকিস্তান সৃষ্টি না হলে বাংলাদেশে কিভাবে সৃষ্টি হতো? ভারতে গিয়ে থাকেন বাংলাদেশে থাকার কি দরকার? আর আমার প্রোফাইলের নাম নিয়ে কথা বলার দরকার নেই আমি যেটা ইচ্ছা সেটা রাখবো।
নেতাজী সুভাসচন্দ্র বোসের মৃত্যু রহস্য একটা বিস্তারিত ভিডিও চাই। আর তাছাড়াও গুমনামী বাবার কবে থেকে উথান, আবির্ভাব কিভাবে এবং বোস সাহেব কেনোই বা আত্মগোপন থাকবেন।
Hi Labib, you should make an English channel which. I am pretty sure people with different languages will also like this detail and important part of our history. I am requesting you to share resources as I will like to know more about these topics. thanks a lot!
অঙ্গ - বিহার ঝাড়খন্ড উৎকল বঙ্গ - উড়িষ্যা ঈশান বঙ্গ - অসম রাখাইন বঙ্গ - আরাকান ত্রিপুরা প্রদেশ - ত্রিপুরা পশ্চিমবঙ্গ - পশ্চিম বাংলাদেশ পূর্ববঙ্গ - পূর্ব বাংলাদেশ এই সবগুলোই আলাদা করেছে ব্রিটিশরা এসব গুলো একসাথে যদি বাংলাদেশের মানচিত্রে না আসে বাঙালি কোনোদিন স্বাধীনতা পাবে না উল্টা আমাদের পরাধীন থাকতে হবে কলোনি হয়ে থাকতে হবে😅😅 জয় বাংলা❤🇧🇩🇧🇩
@@zhinkunakur4751 Vai "hindustani" "bengali" "panjabi" esob title kew nije nijeder dey nai (Exeption thakte pare). Colonialist ese torture kore esob name diye map devide kore palay. Ar amra tader ei kajer vittite aj nijerder Varhotio, Bangali aro koto ki baseless porichoy dei. Afsos
@@garygeorge-wi7co কারণ পাবলিক ডাক্তার ইঞ্জিনিয়ার বিজ্ঞানী না হয়ে দেশের অনেক বড়সংখ্যক একটা জনগুষ্টি মোল্লা হিসেবে তৈরি হচ্ছে ইসলামের কারণে এইসব মোল্লা কখনোই দেশের কোনো কাজে আসেনি এমনকি মুক্তিযুদ্ধের সময়ও তারা দেশের বিরুদ্ধে ছিলো একটা ব্যাপার চিন্তা করেন প্লিজ দেশের গার্মেন্টসে যেইসব নারী কর্মীরা একটা কাপড় সেলাই করে সেই কাপড় বিদেশে বিক্রি করে দেশে টাকা আসে সেই টাকায় দেশ চলে অন্যদিকে দেশের ৯৯% মোল্লা শুধু মোল্লা তৈরি করা ছাড়া আর কিছুই করেনা সেই নারীদের কামাই করা প্রবাসীদের কামাই করা টাকায় খায় আর ফতুয়া দেয়
১৯০৫ থেকে ১৯১১, এই ছয় বছরে বিভক্ত পূর্ব বাংলার যে উন্নয়ন হয়েছে তা থেকে এটা নিঃসন্দেহে বলা যায়, বঙ্গভঙ্গ আমাদের জন্য ভালো ছিলো। শুধু তাই নয়, আজ আসাম আমাদের বাংলার অংশ হিসেবে থাকতো।।।
তাহলে ব্রো বাংলাদেশের পুরো পশ্চিম অঞ্চল মানে যশোর খুলনা কুষ্টিয়া সাতক্ষীরা ভারতের অধীনে থাকতো।কারন পূর্ববঙ্গ ও আসামের পশ্চিম সীমানা ফরিদপুর ও বরিশাল পর্যন্ত ছিল
@@gamingvangchur9142 মালদাহ, জলপাইগুড়ি, দিনাজপুর (পশ্চিম বাংলার অংশ), কোচবিহার কিন্তু তাহলে পূর্ব বাংলার অংশ হতো। শুধু তাই নয়, বর্তমানের মনিপুর, ত্রিপুরা, মিজোরাম, নাগাল্যান্ড মানে পুরো সেভেন সিস্টার্স পূর্ব বাংলার অধিভুক্ত থাকতো।।। বুঝেন ঠেলা।।।
@@gamingvangchur9142 অইসব এলাকা নিয়া নেন, আমাদেরকে 7 sister দিয়া দেন, সাথে মালদা, শিলিগুড়ি, পশ্চিম দিনাজপুর কোচবিহার দিয়াদেন, আর কিছু লাগবো না।😮💨
বাঙ্গালির সাথে হওয়া একমাত্র ভালো জিনিস হইছিল বঙ্গভঙ্গ এইজিনিস না হইলে আজকে বাঙ্গালিকেও গরু জবাইয়ের দোষে গরুর মত জবাই করতো আর আরও কয়েক শত দাঙ্গায় প্রান যাইতো লাখ লাখ মানুষের
@@mahmudkhan3521পুরো পুর্ব বাংলা ভারতের অংশ হ'ত। ইন্দিরা গান্ধীর 1971 সালে ভুল করেছিলেন পুর্ব পাকিস্থান টা দখল করে নেওয়া উচিত ছিল।তখন ওনার ঐ ক্ষমতা ছিল।তাহলে আমরা বাংগালরা আমাদের লুট হয়ে যাওয়া মাতৃভুমিটা আবার ফেরত পেতাম।
@@abdulgaffarchowdhury5255 কিন্তু আসামে বেশ কিছু অন্ঞ্চল আছে যেখানে বৃহৎ অংশে বাঙালি থাকে কিন্তু সেটা ভারতে রাখার লক্ষে আসামের অন্তর্ভুক্ত করে, যারা আজ নিজেদের ভাষা ভূলে আসামি পরিচয় দেয়
@@mahfuzrakib9541বাঙালিরা নিজেদের কখনও ভারত থেকে আলাদা ভাবতেই পারে না। ধর্মের জন্য বাংলা ভাগ হয়েছে। স্বাধীনতার আগে সব বাঙালীরা ভারত মায়ের শৃঙ্খল মোচনের জন্য প্রাণ দিয়েছিলেন। বাংলাদেশ নামে কোন ধারণাই ছিল না তখন।
@@Akash23334 Thank you for the compliment. I couldn’t care less about your damn reply. It can be your culture to bear chauvinism and lick the boots of thieves, thugs, fraudsters and corrupt people. Why pushing your views on me?Get a life, man! Who bothers?
এইরকম একটা সেন্সিটিভ ইস্যুতে নিরপেক্ষ থেকে ভিডিও বানানো আসলেই অনেক কঠিন কাজ ছিল ! আমি খুবই "Grateful" আমার রিসার্চ টিমের মেম্বারদের কাছে । We tried our best to make this video the best as well. বাকিটা আপনাদের হাতে ছেড়ে দিলাম । জানাবেন কেমন লাগলো !
ভাল হয়েছে ছোটভাই।
অল্প সময়ে অনেকটা অ্যানালিসিস করেছ।
প্রথম বিশ্বযুদ্ধ নিয়ে একটা ভিডিও বানান pls pls pls pls pls pls
প্রথম বিশ্বযুদ্ধ নিয়ে একটা ভিডিও বানান pls pls pls pls pls pls
প্রথম বিশ্বযুদ্ধ নিয়ে একটা ভিডিও বানান pls pls pls pls pls pls
প্রথম বিশ্বযুদ্ধ নিয়ে একটা ভিডিও বানান pls pls pls pls pls pls
বঙ্গভঙ্গ তে মুসলিম সাধারণ জনগনের সায় ছিল না এই সত্য টা তুলে ধরার জন্যে ধন্যবাদ!🇮🇳
হিন্দুদের সায় ছিল, তাই না।
খুব সুন্দর প্রতিস্থাপন💖
পশ্চিমবঙ্গ, ভারত থেকে 🇮🇳🤝🇧🇩
অসাধারণ টপিক সিলেকশন। এইখানে যদি ড. সলিমুল্লাহ খান এর সাথে একটা কোলাব বা উনাকে গেষ্ট হিসেবে আনা যেতো তাইলে এপিসোডটা আরো জমে ক্ষির হয়ে যাইতো। Keep Posting Brother...
উনি আরেক সাম্প্রদায়িক জ্ঞানপাপী।
@@anonymoussoul3343আহরা
সলেবলেমোল্লা বানোয়াট গল্পগুজব করে একপাক্ষিক কথা বলে
সলিমুল্লাহ সাহেবে জ্ঞানপাপী
@@anonymoussoul3343আহারে গরুর গোবর মুত্র খোর
লাবিদ ভাই এগিয়ে চলো
আমরা তোমার পাশে আছি
লাভ ইউ, ❤❤❤❤
নদীয়া, পশ্চিমবঙ্গ
ফাটাফাটি As always!
Lots of ❤ from WB.
আসসালামু আলাইকুম প্রিয় লাবিদ ভাই, আমরাতো আমাদের নিকট অতীত মহান মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়েই বিভিন্ন রকম বক্তব্য পাই। আর ব্রিটিশ কিংবা তারও পূর্বের ইতিহাসতো কিছুটা সংশয় সন্দেহের মধ্যে ফেলে দেয়। একথাটি ঠিক যে, সত্য ও যুক্তি পাশাপাশি চলে। আপনার ভিডিওগুলো যুক্তি ও তথ্যবহুল। আপনার কল্যাণ কামনা করি, অসংখ্য ধন্যবাদ।
বই মধ্যে অনেক বার পরেছি কিছুটা বুঝে ছিলাম,,, আপনার ভিডিও টা দেখে পুরো টাই ক্লিয়ার হয়ে গেছে 😊😊 ধন্যবাদ আপনাকে
তারা তারি কমেন্ট করি লাইক পেয়ে যাবো । দাদা অনেক দিন ধরে আপনার সাথে আছি ।আপনার চ্যানেল আরো বড় হোক
লাবিব ভাই আপনার Topics এর রিসার্চ খুবই নিখুত, নিরপেক্ষ ও সত্য হয়েছে । বিশেষ করে স্বদেশী আন্দোলনের আড়ালে যে শুধু হিন্দুত্ববাদ ছিল এটা আপনি খুব যুক্তি দিয়ে দেখিযেছেন । ধন্যবাদ আপনাকে ।
ধন্যবাদ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কে। আজ আমরা স্বাধীন হোমল্যান্ড পেয়েছি।
পশ্চিমবঙ্গ পেয়েছি❤❤❤
Delhir golam koyki 😂
@@runaakter1020 বিলুপ্ত হয়ে যাওয়ার থেকে অনেক ভালো।
West Bengal toh shadhin na
@@souravakter8029যে স্থানের মানুষ এই দেশের স্বাধীনতা যুদ্ধ করেছে সেই দেশের মানুষ নিজের দেশে স্বাধীন নেই কি যুক্তি শুনি????
@@runaakter1020দিল্লি তে প্রত্যেক ভারতীয় বসে দেশ চালায় ... দিল্লিবাসিরা নয় ... মাদ্রাসা এ বসে আর মসজিদ এ নামাজ পড়ে কিভাবে ভারত বর্ষ কে শাসন করতে হয় সেটা শেখা যায় না .... আর socalled বাঙ্গালী জাতীয়তাবাদ বলে কিছু কোনোদিন ই ছিলো না এই বাংলা তার জন্মের শুরু থেকেই গাঙ্গেয় উপত্যকায় গড়ে ওঠা সভ্যতা ও সংস্কৃতির অংশ as same as উত্তর প্রদেশ(mordern day)আর পাটালিপুত্র(modern day বিহার) তো আর এখনকার মানুষ ভালোভাবেই জানে তাদের পরিচয় টা কি .... আর পশ্চিম বাংলা সেই পরিচয় এর ধারক ও বাহক রূপে 1947 এ দেশ ভাগ এর সময় স্থাপন করা হয়েছিল .... আর যারা আরব এর গোলামী করে ধর্মীয় ভাবে আর যারা নিজেদের পরিচয় middle East এর সঙ্গে নিয়ে গিয়ে মেশায় তাদের থেকে এই এলাকায় বসবাস করা মূল নিবাসীদের জ্ঞান শোনার কোনো প্রয়োজন নেই .... আর বাঙালি জাতীয়তাবাদ নামের যে নতুন বিষয় টা এই 1970-1971 এ তৈরি হয়েছে তার পরিকল্পনা আমাদের কলকাতা তে বসে R&AW র Eastern Wing এ বসে করা এটা তো সবচেয়ে বড় sarcasm 😂😂😂
বাংলা ভাগের ফলে পূর্ব বংগের মুসলিমরা অনেক ন্যায্য সুযোগ সুবিধা পেয়েছিল
হুম আর ৪৭ এ বাংলা ভাগের ফলে হিন্দুরা অনেক সুবিধা পেয়েছিলো
@@সৌরভসরকার-য৬মহুম তা তো পেয়েছেই। তাহলে দেশ ভাগ নিয়ে ভারতীয়রা এতো কান্নাকাটি কেন করে?
@@সৌরভসরকার-য৬ম hum baroter hate pod mara kaise
এটাই তো কলকাতার এলিট ক্লাসে সহ্য হয়নি।
বোকাচোদার মতো কথা বললেন না মুসলিমরা নিজের ইচ্ছায় পিছনে রয়ে গেছিল। আজকে যদি ভারত ভাগ না হয়তো বেশি ভালো হতো। বোকাচোদা জানেনা কোন ধোনও কথা কয় ঘন।😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
আপনার ভিডিও না দেখলে অনেক প্রশ্ন নিজের কাছেই থাকতো, এখন জেনেছি অনেক কিছু যা আমি অনেক আগে থেকেই জানার আগ্রহ নিয়ে মনে প্রশ্ন পুষে রেখেছিলাম। ধন্যবাদ ভাই।
ভিডিও আরো বড় করার অনুরোধ থাকল। ❤❤❤
১৯৪৭ সালে দেশভাগের সময়ও অখন্ড বাংলা একটা রাষ্ট্র হবার সম্ভাবনা ছিলো, যেটা শেষ পর্যন্ত ঘটে নাই নানা কারনে। এই ব্যাপারটা নিয়ে একটা ভিডিও দিয়েন, যদি সম্ভব হয়।
বাঙ্গালী হলেও এক রাষ্ট্র হবেনা শুধুমাত্র ধর্মের বিভাজনের কারনে।
সম্ভাবনা ছিলো ?? কই পান এসব 😂😂 কয়েকজন মুসলিম নেতা কথা তুলে চেষ্টা করেছিলেন, কিন্তু হিন্দুরা মানে নি, তাই কোনো সম্ভাবনাই ছিলো না ।
@@চট্টলাএক্সপ্রেস-ত৫র "ধর্মের বিভাজনের কারনে আলাদা হতে হলো" - এই কথাগুলা বাজারে খুব চলে, কিন্তু বাস্তবতা এতটা সরল না। থিংস আর মোর কমপ্লিকেটেড।
হয় নাই কারণ কলকাতা,র দাদা রা।আমাদের সাথে থাকতে চায় নাই
শ্যামা প্রসাদ কে দিয়ে নেহেরু বাংলা ভাগ করেছিলো কারণ অখন্ড বাংলা বা গ্রেট বাংলা রাষ্ট্র হলে দিল্লি ও পাকিস্তানিরা প্রভাব হারাবে।এবং এই এলাকার বিশাল ধনভান্ডার ভারত পাবে না।পশ্চিমবঙ্গের খনিজ সম্পদ ও আসামের তেল-গ্যাস ও পরমাণু বা ইউরিয়াম সহ অসংখ্য সম্পদ হারাতে হতো এটা নেহেরু মেনে নেই নি।বতমান ভারতের বড় অংশ এই নথ ইষ্ট ও পশ্চিম বঙ্গ।নেহেরু ছিলো প্রচন্ড বুদ্ধিমান।আমাদের অতিরিক্ত আবেগী হয়ে পাকিস্তানে যাওয়া টা ভুল ছিলো নব্য কলোনিতে পরিণত হয়েছিলো বাংলা।৪৭ যদি পূর্ব বাংলা ও নথ ইষ্ট নিয়ে বাংলাদেশ তৈরি হতো আজ আমাদের এই করুন পরিণতি ভোগ করতে হতো না।
উপস্থাপন ও ভিডিও এডিটিং অসাধারণ। অসাধারণ।
❤❤ লাবিদ রাহাত ভাই আজকে পুরা কাপাইয়া দিছেন l আমাদের এই ভারতীয় উপমহাদেশে মুসলিম শাসন, ইংরেজ শাসন, হিন্দু রাজা এবং জমিদারদের শাসন বিষয়ে আপনার চেয়ে boss গবেষক এই মুহূর্তে আর আমাদের দেশে আর কেউ নাই l
khoob bhalo hoyeche labid 👍even handed treatment of the issue.
Thank you, Labib vai.. ❤❤keep going🇧🇩🇧🇩❤️❤️❤️
জমিদার রঠা র জমিদারি হারানোর বিরহের গানই হলো "আমার সোনার বাংলা"। এখনকার ছেকা খাওয়ার প্রেমিকদের দের মতো । 😅
😂😂
খোকাবাবু তোমরা বুঝবে না গানটির লেখক রবীন্দ্রনাথ ঠাকুর কত বড় একজন দেশ ভক্ত ও ভারতের স্বাধীনতা আন্দোলনের কত বিশাল একজন কান্ডারী ছিল।
রবীন্দ্রনাথ ঠাকুর না থাকলে আজকে কথা বলতে কি ভাষায়!!!
ইতিহাস জানো আর তার জন্য ইতিহাসের বই পড়তে হয়....
তোমার গুগল আব্বু কখনোই ভারতের সঠিক ইতিহাস তোমাকে জানাবে না।
রঠারা সেসময় ভালই ঠাপ খায়ছিল।
😂😂😂😂😂
একদম ঠিক😂😂
ভাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা নিয়ে একটা ভিডিও বানান। আর, নবাব স্যার খাজা সলিমুল্লাহ বাহাদুরের ভূমিকা কি ছিল। এটা নিয়ে একটা বিস্তারিত ভিডিও চাই।
এটা নিয়ে ভিডিও দরকার
Dear Labid,
My humble request to you is that you should add English Subtitles in your videos, as then only people like me from India and from other countries will be able to watch your videos and I have the curiosity towards your videos as I love to watch historical content which has details and efforts in it. If you could do it please do it as soon as possible. Hope you will work on this.
With Regards to you,
By Rajni Singh Bhadouriya
I do not think that it will work.
@@Rajni_Singh_Bhadouriya there r many indian geopolitical/historical content youtubers ..nd most indians prefer those channels..labid bhais audience is mostly bangladeshi/west bangal ppl also some of his geopolitical nd historical takes might not be appreciated by the larger indian audience they might not like tht as both bd nd india hav different political viewpoints nd narratives on certain issues.
But honestly i think itd be interesting if he gains a larger audience from india as well..thorough discussions can be done on the comments🙃
@@siuuuuuuuuudani Well I think you're right, citizens of every different country have their own opinion/narratives on different subjects and it may vary person to person and country to country but I would like to know about different perspectives on different subjects maybe I will not like them as it may not suit my ideology the best but atleast I know the point of view of the people from different country and I don't want to be a narrow-thinker who only thinks about his/her country but enjoys if others suffers.
Let's see what happens in future his videos may or may not have the English Subtitles.
@@Rajni_Singh_Bhadouriya totally agree with u on this.
@@Rajni_Singh_Bhadouriya Thanks a lot for suggesting. I have tried adding subtitles before. I added it to almost 20+ videos. But i must say the time and effort it takes to add subtitles clearly the output I get from it is not worth it. Just because there are subtitles available most people won't watch a video which's language they dont understand
অসংখ্য ধন্যবাদ লাবিদ ভাই।
Thanks Vai shotto ta tule Anar jonne
Partition ভালোই হয়েছে আমাদের জন্য না হলে আমরা এতো দূর আসতে পারতাম না, তাছাড়া ওপারে বাংলার সাধে এপারে অনেক অমিল
ধন্যবাদ জানাতে হবে সেই সময়ের বুদ্ধিজিবী
লেজ কাইটা যাওয়ায় শীতে শরীর গরম করতে কয়লা কম লাগব, এই রকম উক্তি দিতেসেন। আর এখানে তো ব্রিটিশরা আমাদের শরীরটারে টুকরা টুকরা কইরে দিয়ে উপরে মুইত্যা গেলো। লজ্জা থাকা উচিত।
এটাই অনেক আবেগি বাংলাদেশই বোঝে না।
@@bhai_sajib111 calcutta theke divided hoye onek valo ache
@@bhai_sajib111jara bhuja na ara Holo Communists o Hindhustani khoyrati cudar fosol
পার্টিশন যদি ভালো হয় তবে খান সেনা দের হাতে বাংলাদেশী মা বোন দের ধর্ষণ কেও ভালো বলতে হয়। সেই খান সেনা দের ঔরসে জন্ম গ্রহণ করা বাংলাদেশী আজ বাংলাদেশ চেয়ে ফেলেছে।
I really like your content. Thank you for enlighten us with our culture & history. ❤
ভাই এর ভিডিও এত সাবলীল মনে লাগে শুনতে মনে হয় ইতিহাসের ঘটনা গুলো সামনে দেখছি
ভাই আপনার কণ্ঠস্বর শুনতে খুব জোস লাগে।❤ u
নতুন একটা বিষয় জানলাম সিলেট আমাদেরই ছিল আসামের না। ❤❤
সিলেট একটি স্বাধীন রাষ্ট্র ছিল।।
@@বিশ্বনবীহজরতমির্জাগোলামআহমেদবাল ছিল 😂
Excellent representation
খুবই ভালো লেগেছে প্রিয় @labidrahat। এসব নিয়ে আরোও ভিডিও চাই,,,
আপনার ভিডিও গুলো খুবই ভালো হয়। কারণ এতে প্রচুর ইনফরমেশন থাকে।
এত সুন্দর ভাবে বুঝাইসেন। অনেক ধন্যবাদ। আরো এমন সুন্দর কাজ করুন। আমাদের এই সাবকন্টিনেন্ট কে কিভাবে আমাদের মাঝে ভাগাভাগি করে দিসে ব্রিটিশরা তা আমাদের জানা দরকার। আজকের দিনেও এই ডিভাইড এন্ড রুল টাই চালু আছে।
Make a video about Sultan Abdul Hamid 🧡🧡
ভাই আমার একটা বিষয় জানার ইচ্ছা ছিলো।আমাদের এই বাংলাদেশের অধিকাংশ জায়গা তো আগে জঙ্গল ছিলো।তাহলে এই জায়গা গুলি ব্যক্তিমালিকানায় কিভাবে আসলো । যে যেভাবে পারছে সেভাবেই নিচে নাকি নাকি কোন আইনের মাধ্যমে বন্টন করে দেওয়া হয়েছে।এই বিষয় টা জানালে উপকৃত হবো
জমিদারী আইনের মাধ্যমে।
চিরস্থায়ী বন্দোবস্ত ১৭৯৩
চমৎকার বিশ্লেষণ
If ever you need a voice over artist...remember me❤
আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।
মা, তোর বদনখানি মলিন হলে, ও মা, আমি নয়নজলে ভাসি।🇧🇩🇧🇩🇧🇩
জয় বাংলা
কিছু মূর্খ মনে করে এখানে মা বলতে দেবী কালিকে নাকি বুঝানো হয়েছে। মানে তখনও যেরকম ছিল, তারা এখনো সেরকমই রয়ে গেছে। তাদের মাথায় কাঠাল ভেঙে খাওয়া চলছে, চলবে।
ভাসতে থাক
এই গানটা বঙ্গভঙ্গের বিরুদ্ধে লেখা গান 🤢🤮 এই বালের গানকে বাংলাদেশের জাতীয় সংগীত করা পুরোই হিপোক্রেসি ☠️
Sing Bengali songs as much as you like, but read English newspapers and learn to speak fluent English. No English, no jobs.
স্বায়ত্তশাসন নিয়ে একটা VIDEO দিলে ভালো হয় ❤
ধন্যবাদ আপনাকে ভাই আপনার ভিডিও দেখি আমার ভালো লাগ ❤❤❤❤ মোঃ রমজান শেখ নড়াইল জেলা
বাংলাদেশের জন্য সবচেয়ে বড় আশীর্বাদ ছিল বাংলা ভাগ। যারা বাংলা মাতাকে ভালোনাবেসে ভারত মাসীর প্রতি আনুগত্য দেখায় তাদের সাথে থাকলে আমরা শেষ হয়ে যেতাম।
আমরা ভারতীয় রা আপনাদের থেকে অনেক ভালো আছি।
@@sluicegatebangla7855sheta shobai jane,meyeder kibhabhe lengta kore parade korano hoi randia te.
@@sluicegatebangla7855 তাতে কিছু যায় আসে না। বেঈমানরা বেঈমানি করেই ভাল থাকার জন্য।
@@sluicegatebangla7855 কিভাবে বাজার থেকে একটুকরো মাছ কিনে এখনও বাংলাদেশীরা পুরো একটা মাছ কিনে ।
@@sluicegatebangla7855যুদি আমাদের দেশ ভাগ না হতো তবে মৃত্যু ছাড়া পথ থাকতো না, আর এস এস জঙ্গি সন্ত্রাসীরা ভারতে এখন কি করতেছে আমরা দেখতেছি
ভালো বলছেন
- রাহাত ভাই ভিডিও আরো বড় কইরেন। ভালো লাগে আর শুনতেই থাকি। ❤
ব্রিটিশ শাসনামলে এই উপমহাদেশের Princely States গুলো নিয়ে একটা ভিডিও চাই।
Your videos should be included in curriculum.
pilkhana tragedy বা BDR mutiny নিয়ে একটা ভিডিও দিন.....!!!
❤❤❤ dhonobad Ei eitihas gula jananor Jono ja kono textbook a ato details a niii❤❤❤
বাংলা ভাগ করা একটি সঠিক সিদ্ধান্ত ছিল। বাংলা ভাগ ছিল বাংলাদেশের স্বাধীনতার প্রথম ধাপ।
পশ্চিমবঙ্গ থেকে আলাদা হয়ে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরও পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট দেশে পরিণত হয়েছে।
বাংলাদেশ যদি এখনও পশ্চিমবঙ্গের সাথে থাকত তাহলে এতদিনে বাংলাদেশে ইসলামী শাসন শুরু হয়ে যেত।
কারন পশ্চিমবঙ্গের মুসলমানদের টাকা, বুদ্ধি এবং নেতৃত্বে সংযুক্ত বাংলা হয়ে উঠত একটি শক্তিশালী মুসলিম দেশ।
একদম ঠিক ৪৭ এ বাংলা ভাগ ইতিহাসের সর্বশ্রেষ্ঠ ঘটনার একটি।।
you names explains your argument so there is no point in conversation about the topic with you...
@@TheAstroGআপনারা প্রগতিশীল সেকুলাররা খুবই আজগুবি! বঙ্গভঙ্গ না হলে ও পাকিস্তান সৃষ্টি না হলে বাংলাদেশে কিভাবে সৃষ্টি হতো? ভারতে গিয়ে থাকেন বাংলাদেশে থাকার কি দরকার? আর আমার প্রোফাইলের নাম নিয়ে কথা বলার দরকার নেই আমি যেটা ইচ্ছা সেটা রাখবো।
কথাঠিক। এখন সময় এসেছে হিন্দুদের ইতিহাস মিটিয়ে দেওয়ার। খ্রিষ্টান আর ইহুদি বাদে কোন ধর্মই হিংসা ও সহিংসতার মাধ্যমে ভারতবর্ষে বিস্তার লাভ করেনাই। ✊✊
Masterpiece from labid rahat! Request to prolong your video bro
excellent and true analysis labidbhai
বঙ্গভঙ্গ হয়ে ভালই হয়েছে --- নয়তো পশ্চিমবঙ্গের মতো আমাদের অবস্থাও খারাপ হতো 🙂💙🇧🇩
Pashimbanger obostha kokhonoi durobostha noi
Pashchimbonger jodi kono kharap obostha hoy ta ei deshbhager karone.
@@alphabita3999
পশ্চিমবঙ্গের দুরাবস্থা নয় তবে ভারতের গরীব স্টেটের মধ্যে একটি বটে।
@@Ignite_you ha sei jonne top 5 gdp state er pach number e wb r obosthan
@@alphabita3999
সারা ভারতে WB & Bihar কাঙাল নামে পরিচিত
Thanks for showing the video ... yeah it is a brave step!
নেতাজী সুভাসচন্দ্র বোসের মৃত্যু রহস্য একটা বিস্তারিত ভিডিও চাই।
আর তাছাড়াও গুমনামী বাবার কবে থেকে উথান, আবির্ভাব কিভাবে এবং বোস সাহেব কেনোই বা আত্মগোপন থাকবেন।
ইলেক্টোরাল কলেজ সিস্টেম নিয়ে একটা ভিডিও দিলে খুব ভালো হইতো ভাই।
বঙ্গভঙ্গ হয়ে ভালোই হয়েছিল। বিশেষ করে বাংলার মুসলিমদের জন্য।
It was good for the Hindus as well. In fact, division of India strengthened the Hindus and weakened the Muslims.
@Labid_Rahat ভাই বর্তমানে কল সেন্টার যে স্টুডেন্টদের রক্ত চুষে নিচ্ছে। সেটার উপর একটা ভিডিও বানান।
Dear labid vai,
Subtitles kintu kaj kortese na vaia. So basically foreign viewers der jonno beparta khub e kostodayok.
Best Regard,
Brother
ভাই Evian conference of 1938 নিয়ে একটা বিস্তারিত ভিডিও চাই।
Tnx for the real history ❤❤
মাশাআল্লাহ অনেক সুন্দর।
ভাই অসংখ্য ধন্যবাদ, ভাই এরকম ইতিহাস জানার জন্য কয়েকটি বই এর নাম বলবেন অথবা বই এর কয়েকটা লিস্ট দিলে খুব উপকার হবে
ধন্যবাদ ভাই ❤
Awesome cilo bhai video ta
ভালো কোনো World Map সাজেস্ট করেন ভাই। যেখানে মোটামুটি বিস্তারিত ভাবে বিভিন্ন দেশের বিষয়ে লিখা থাকবে
Hi Labib, you should make an English channel which. I am pretty sure people with different languages will also like this detail and important part of our history. I am requesting you to share resources as I will like to know more about these topics. thanks a lot!
👍 agree
Vhai ekta Ozone hole upor ekta documentary video dekte chaii please 🙏
অঙ্গ - বিহার ঝাড়খন্ড
উৎকল বঙ্গ - উড়িষ্যা
ঈশান বঙ্গ - অসম
রাখাইন বঙ্গ - আরাকান
ত্রিপুরা প্রদেশ - ত্রিপুরা
পশ্চিমবঙ্গ - পশ্চিম বাংলাদেশ
পূর্ববঙ্গ - পূর্ব বাংলাদেশ
এই সবগুলোই আলাদা করেছে ব্রিটিশরা
এসব গুলো একসাথে যদি বাংলাদেশের মানচিত্রে না আসে বাঙালি কোনোদিন স্বাধীনতা পাবে না উল্টা আমাদের পরাধীন থাকতে হবে কলোনি হয়ে থাকতে হবে😅😅
জয় বাংলা❤🇧🇩🇧🇩
তবে সত্যি বলতে ভারত ভাগ গয়েছে এটাতে সমস্যা নেই কিন্তু বঙ্গ ভাগ হওয়া উচিৎ হয়নি, এটার কারণে আমরা বাঙালি জাতি ভাগ হয়ে গেছি, যেটি খুবই দুঃখজনক।
ভারত ভাগ হতে পারলে বাংলাও ভাগ হতে পারে।।
@@সৌরভসরকার-য৬ম kintu apni ki varotio naki bengali ? tale anar concern konta howa uchit ?
@@zhinkunakur4751
যেই বাংলায় মুসলিম লীগের জন্ম।
যেই বাংলায় দ্বিজাতিতত্ত্বের সৃষ্টি সেই বাংলা কখনোই এক থাকতো না
@@zhinkunakur4751 Vai "hindustani" "bengali" "panjabi" esob title kew nije nijeder dey nai (Exeption thakte pare). Colonialist ese torture kore esob name diye map devide kore palay. Ar amra tader ei kajer vittite aj nijerder Varhotio, Bangali aro koto ki baseless porichoy dei. Afsos
@@সৌরভসরকার-য৬ম আপনি তো বাঙালি নামের কলংক, অবশ্য এটা দেখে আমি আশ্চর্য হইনি কারণ আপনার মতো মানুষ বরাবরই আমাদের সমাজে বিদ্যমান।
ভাই ক্যাপ্টেন জ্যাক স্প্যারো খ্যাত ইউসুফ রেইসকে নিয়ে একটি ভিডিও বানান plz
Honours 1st year er huge ekta topic cover hoye gelo ❤.
History te
Bruh your videos are great, why dont you add subtitles in english it will attract more audience
প্রথম বিশ্বযুদ্ধ নিয়ে একটা ভিডিও বানান pls pls pls pls pls pls
Vaia 45 bcs written er hot topic gula nia video den plz. Onek help hoe. Jemon Russia Ukraine issue, nato somprosaron, BRICS etc
আমরা মুসলিমরা ইসলামের কারণে পিছিয়ে আছি
Bokacoda I,d nam rak Durga 10 namber husband ar cuda cele Ami madarcode
Islam is a religion. Why do you blame the religion for the backwardness of a community?
@@garygeorge-wi7co কারণ পাবলিক ডাক্তার ইঞ্জিনিয়ার বিজ্ঞানী না হয়ে দেশের অনেক বড়সংখ্যক একটা জনগুষ্টি মোল্লা হিসেবে তৈরি হচ্ছে ইসলামের কারণে
এইসব মোল্লা কখনোই দেশের কোনো কাজে আসেনি এমনকি মুক্তিযুদ্ধের সময়ও তারা দেশের বিরুদ্ধে ছিলো
একটা ব্যাপার চিন্তা করেন প্লিজ দেশের গার্মেন্টসে যেইসব নারী কর্মীরা একটা কাপড় সেলাই করে সেই কাপড় বিদেশে বিক্রি করে দেশে টাকা আসে সেই টাকায় দেশ চলে
অন্যদিকে দেশের ৯৯% মোল্লা শুধু মোল্লা তৈরি করা ছাড়া আর কিছুই করেনা
সেই নারীদের কামাই করা প্রবাসীদের কামাই করা টাকায় খায় আর ফতুয়া দেয়
Tora pichone asish Amra na. Alhamdulillah Amra shantite asi
@@geheishaiiubhindu amr don choda dhormo
১৯০৫ থেকে ১৯১১, এই ছয় বছরে বিভক্ত পূর্ব বাংলার যে উন্নয়ন হয়েছে তা থেকে এটা নিঃসন্দেহে বলা যায়, বঙ্গভঙ্গ আমাদের জন্য ভালো ছিলো। শুধু তাই নয়, আজ আসাম আমাদের বাংলার অংশ হিসেবে থাকতো।।।
তাহলে ব্রো বাংলাদেশের পুরো পশ্চিম অঞ্চল মানে যশোর খুলনা কুষ্টিয়া সাতক্ষীরা ভারতের অধীনে থাকতো।কারন পূর্ববঙ্গ ও আসামের পশ্চিম সীমানা ফরিদপুর ও বরিশাল পর্যন্ত ছিল
@@gamingvangchur9142
মালদাহ, জলপাইগুড়ি, দিনাজপুর (পশ্চিম বাংলার অংশ), কোচবিহার কিন্তু তাহলে পূর্ব বাংলার অংশ হতো। শুধু তাই নয়, বর্তমানের মনিপুর, ত্রিপুরা, মিজোরাম, নাগাল্যান্ড মানে পুরো সেভেন সিস্টার্স পূর্ব বাংলার অধিভুক্ত থাকতো।।।
বুঝেন ঠেলা।।।
@@gamingvangchur9142 অইসব এলাকা নিয়া নেন, আমাদেরকে 7 sister দিয়া দেন, সাথে মালদা, শিলিগুড়ি, পশ্চিম দিনাজপুর কোচবিহার দিয়াদেন, আর কিছু লাগবো না।😮💨
বাঙ্গালির সাথে হওয়া একমাত্র ভালো জিনিস হইছিল বঙ্গভঙ্গ
এইজিনিস না হইলে আজকে বাঙ্গালিকেও গরু জবাইয়ের দোষে গরুর মত জবাই করতো আর আরও কয়েক শত দাঙ্গায় প্রান যাইতো লাখ লাখ মানুষের
@@mahmudkhan3521পুরো পুর্ব বাংলা ভারতের অংশ হ'ত।
ইন্দিরা গান্ধীর 1971 সালে ভুল করেছিলেন পুর্ব পাকিস্থান টা দখল করে নেওয়া উচিত ছিল।তখন ওনার ঐ ক্ষমতা ছিল।তাহলে আমরা বাংগালরা আমাদের লুট হয়ে যাওয়া মাতৃভুমিটা আবার ফেরত পেতাম।
Next topic should be "The end of Bangla Sultanate" ☺️☺️
মোঘল সম্রাজ্য এবং সে সময়ের বাংলা প্রদেশ নিয়ে একটি পূর্ণাঙ্গ ভিডিও চাই। কোন সুলতানের পর কোন সুলতান এলো, তাদের শাসনামল ইত্যাদি নিয়ে।।।
আমার রিভিশন শেষ এটা দেখার পর।
🙂❤❤❤
আমি মনে করি ভারত বিভক্ত হয়ে ভালো হয়েছে আমাদের জন্য। হিন্দুরা যেভাবে উগ্র হয়ে উঠেছে ভারতে তাতে শান্তিতে থাকা যেত না। মনিপুর নিয়ে একটা ভিডিও বানান।
R toder desh e Durga pujor shomoy ki hoy?
Molla der kaj kormo gulo u Gota prithibi dekhe.
Apnara ugro.afgan ra hinduder onek ottachar.
@@sunandalahiri9863 Hindura shadu...
Sobai nijer dhormoke sreshto mone kore.apni nijer dhormo niye vaben kono somossha nai kintu onno dhormer bapere comment korben na.😠😠
Very well made video. Congratulations.
ভাই আপনার চ্যানেলে একদিন ড সলিমুল্লাহ৷ স্যারকে আমন্ত্রণ করিয়েন।উনার থেকে আমাদের অনেক অজানা ইতিহাস জানার আছে।
Apner empire series er ki hoilo? ar to kono vedio nai
Eto boro bangla chilo amdr ar ekhon 😭
Operation Highjump নিয়ে একটা ভিডিও চাই❤
এই রকম আরও ভিডিও চাই, বিসিএস এর জন্য দরকার
কিভাবে নক্ষত্রের বয়স measure করা হয়, এ নিয়ে একটা ভিডিও চাই!
Great video!
Operation Highjump নিয়ে ভিডিও চাই
ইতিহাস বিশ্লেষণ এর বস। ❤️😍
পূর্ব বাঙলা ও আসাম ই হচ্ছে প্রকৃত বাংলাদেশ। ❤
Assam kno Bangladesh a hobe....?? Ora to bangali na
@@abdulgaffarchowdhury5255 কিন্তু আসামে বেশ কিছু অন্ঞ্চল আছে যেখানে বৃহৎ অংশে বাঙালি থাকে কিন্তু সেটা ভারতে রাখার লক্ষে আসামের অন্তর্ভুক্ত করে, যারা আজ নিজেদের ভাষা ভূলে আসামি পরিচয় দেয়
@@mahfuzrakib9541bangali manei bangladeshi na. Ota hoyechilo dharmer bhitti te. আমরা ভারতীয় শুধু ভারতীয় .
@@mahfuzrakib9541বাঙালিরা নিজেদের কখনও ভারত থেকে আলাদা ভাবতেই পারে না। ধর্মের জন্য বাংলা ভাগ হয়েছে। স্বাধীনতার আগে সব বাঙালীরা ভারত মায়ের শৃঙ্খল মোচনের জন্য প্রাণ দিয়েছিলেন। বাংলাদেশ নামে কোন ধারণাই ছিল না তখন।
Bhaiya spy der niye ekta playlists banan.
Khub valo hoese,, ,❤️❤️❤️
ভাই বাংলায় বর্গী আক্রমণ নিয়ে ভিডিও তৈরি করুন?
vhaiya desh vagh niye ekta video chai😊
আপনার ভিডিও এডিটিং সম্পর্কে জানতে চাই।
খালিদ বিন ওয়ালিদ জীবন সম্পর্কে ভিডিও চাই
People watching this like:
- in bed
- not in a full screen
- reading comments
Super super super video. Congratulations.
Thanks 👍.
Battle of karbala r upor video chai..
Everyone should know the proper history of Islamic khalifat politics
Bengal Partition was one of the best things done by the British Empire.
Great job, the Britishers!
Long live, George Curzon!
British ar চামচা 😂
@@Akash23334 Thank you for the compliment. I couldn’t care less about your damn reply. It can be your culture to bear chauvinism and lick the boots of thieves, thugs, fraudsters and corrupt people. Why pushing your views on me?Get a life, man! Who bothers?
Pagla chodami boktobbo
Hum. Nahole amader shob shoytan violent kolkatar hinduder shathe thaka lagto
Amazing 😊