সার্কিট হাউস মূলত রাষ্ট্রীয় অতিথি, উচ্চপদস্থ কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের অবস্থানের জন্য অস্থায়ী বাসস্থান। সার্কিট হাউসের দায়িত্বে থাকে ঐ জেলার এনডিসি। যাওয়ার আগে এনডিসির সাথে যোগাযোগ করে নিজের পরিচয় দিলে উনি রুম বুকিং করে রাখবেন। আর যে জেলায় যাবেন ঐ জেলার নাম দিয়ে গুগলে সার্চ দিলেই ঐ জেলার কর্মকর্তাদের তালিকায় এনডিসির নাম ও মোবাইল নম্বর পেয়ে যাবেন।
তেঁতুলিয়ায় মহানন্দা নদী তীরের ডাকবাংলোতে থাকার জন্য তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছ থেকে অনুমতি নিতে হবে। দুই বেডের প্রতি কক্ষের ভাড়া পড়বে ৪০০ টাকা। ডাকবাংলোর কেয়ারটেকার - 01751026225 বন বিভাগের রেস্টহাউসে থাকার জন্য জেলা সদর অথবা তেঁতুলিয়ায় বন বিভাগ থেকে অনুমতি নিতে হবে। বাংলাবান্ধা স্থলবন্দরেও জেলা পরিষদের ডাকবাংলো আছে, এখানে থাকার অনুমতি নিতে হবে পঞ্চগড় থেকে। এখানে প্রতি কক্ষের ভাড়া ২০০ টাকা। এছাড়াও তেতুলিয়াতে থাকার জন্যে ডিসি বাংলো (0568-60336), সিমান্ত পার (08670-149431), কাজী ব্রাদার্স আবাসিক হোটেল রয়েছে। পঞ্চগড়ে থাকার জন্য মধ্যম মানের বেশ কিছু হোটেল আছে। এরকম কয়েকটি হচ্ছে পঞ্চগড়ের তেতুলিয়া রোডে হোটেল মৌচাক (01720-689075), সিনেমা হল রোডে সেন্ট্রাল গেস্ট হাউজ, তেতুলিয়ায় চৌরাস্তা হতে বায়ে সীমান্তপাড় হোটেল। ভাড়া পড়বে ৩০০ থেকে ৬০০ টাকা। এক হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এসি কক্ষ।
Khubi sundor sir♥️
এই কলেজের এক পড়ুয়ার সানিধ্য পেয়েছি তাই বুঝেছি এই কলেজের শিক্ষা সত্যিই অসাধারন,, ও ভাষা চয়ন অমায়িক।
Always keep in touch… ❤️
Valobasha niben sir ❤
অনেক সুন্দর ভিডিও
অনেক অনেক ধন্যবাদ… ❤️
ভালো লাগছে
অনেক অনেক ধন্যবাদ॥
Woww
অসাধারণ উপস্থাপনা
বন্ধু সুন্দর হইছে 👍👍👌
Thank you bondhu
অনেক সুন্দর হইছে ভিডিওটা❤️❤️❤️
😃
-khub subdor hoyeche sir ✅❤️❤️❤️
Thanks… :)
Sai hoise 🇧🇩🇧🇩
R background Music ta mon kaira nise🥰🥰🥰😍 love u bro....
আস্তে আস্তে আরও ভালো হবে।
Nice❤
Thank you… 🙂
informative!
Thank you… 🙂
Very nice
Thank you.
আমরা পঞ্চগড় লাগোয়া জলপাইগুড়ির মানসী
I am from Panchagarh
স্যার ট্রেনের ভাড়া কত নিয়েছে জন প্রতি?
1,150 taka…AC
Welldone dear❤️❤️
Thank you…
বাংলাবান্দা থেকে শিলি গুড়ির ১৬ কিমি
সার্কিট হাউজে উঠতে রিকোয়ারমেন্ট কি কি? বুকিং দেয়ার উওয়ায় কি? ফোন নাম্বার দেয়া যবে কি?
সার্কিট হাউস মূলত রাষ্ট্রীয় অতিথি, উচ্চপদস্থ কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের অবস্থানের জন্য অস্থায়ী বাসস্থান। সার্কিট হাউসের দায়িত্বে থাকে ঐ জেলার এনডিসি। যাওয়ার আগে এনডিসির সাথে যোগাযোগ করে নিজের পরিচয় দিলে উনি রুম বুকিং করে রাখবেন। আর যে জেলায় যাবেন ঐ জেলার নাম দিয়ে গুগলে সার্চ দিলেই ঐ জেলার কর্মকর্তাদের তালিকায় এনডিসির নাম ও মোবাইল নম্বর পেয়ে যাবেন।
@@leton13 তার মানে রাষ্ট্রীয়/সরকারী কর্মকর্তা না হলে সার্কিট হাউজে উঠা যাবে না? সিভিলিয়ানদের থাকার কোন ব্যবস্থা কি নেই?
তেঁতুলিয়ায় মহানন্দা নদী তীরের ডাকবাংলোতে থাকার জন্য তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছ থেকে অনুমতি নিতে হবে। দুই বেডের প্রতি কক্ষের ভাড়া পড়বে ৪০০ টাকা। ডাকবাংলোর কেয়ারটেকার - 01751026225 বন বিভাগের রেস্টহাউসে থাকার জন্য জেলা সদর অথবা তেঁতুলিয়ায় বন বিভাগ থেকে অনুমতি নিতে হবে। বাংলাবান্ধা স্থলবন্দরেও জেলা পরিষদের ডাকবাংলো আছে, এখানে থাকার অনুমতি নিতে হবে পঞ্চগড় থেকে। এখানে প্রতি কক্ষের ভাড়া ২০০ টাকা।
এছাড়াও তেতুলিয়াতে থাকার জন্যে ডিসি বাংলো (0568-60336), সিমান্ত পার (08670-149431), কাজী ব্রাদার্স আবাসিক হোটেল রয়েছে।
পঞ্চগড়ে থাকার জন্য মধ্যম মানের বেশ কিছু হোটেল আছে। এরকম কয়েকটি হচ্ছে পঞ্চগড়ের তেতুলিয়া রোডে হোটেল মৌচাক (01720-689075), সিনেমা হল রোডে সেন্ট্রাল গেস্ট হাউজ, তেতুলিয়ায় চৌরাস্তা হতে বায়ে সীমান্তপাড় হোটেল। ভাড়া পড়বে ৩০০ থেকে ৬০০ টাকা। এক হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এসি কক্ষ।
আপনার সাথের একজনের নাম কি কামরুজ্জামান?
হ্যা… কামরুজ্জামান পাঠান।
আমার একটা আফসোস ভারতের জায়গা বাংলাদেশের বিতরে অতচ বাংলাদেশের জায়গা ভারতের বিতরে নাই
হুম ঠিক!!