MAYAPUR VIBES😎🦚||

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 авг 2024
  • #iskon || #travel || #mayapur
    মায়াপুরেই এবার তৈরি হচ্ছে বিশ্বের সবথেকে বড় মন্দির.
    মায়াপুর ইসকন মন্দির- Mayapur Iskcon Temple
    ভারতের পশ্চিমবঙ্গে নদিয়া জেলার মায়াপুরে নির্মীয়মান ইসকন মন্দির হতে চলেছে পৃথিবীর সবচেয়ে বড় মন্দির যার নাম TEMPLE OF VEDIC PLANETARIUM।
    মন্দিরের গঠন
    350 ফুট উঁচু মন্দির থাকবে বৈদিক সায়েন্স মিউজিয়াম,প্লানেটরিয়াম‌ এবং চার ধরনের রান্না ঘর ইত্যাদি। মায়াপুর কে বলা হয় কীর্তনের রাজধানী। ইসকন মন্দিরের হলে প্রায় দশ হাজার ভক্ত একসাথে প্রার্থনা করতে পারবেন। মন্দিরের সম্মুখে থাকবে সবুজের মেলা, ফাউন্টেন ইত্যাদি। মন্দিরের মধ্যে দেখা যাবে হিন্দু দেব দেবীর মূর্তি এবং তার সাথে থাকবে নানান সূক্ষ্ম শিল্পকর্ম। যার দায়িত্বে রয়েছেন পৃথিবী বিখ্যাত নানা বড় বড় কোম্পানি। ইস্কনের ভক্তগনও মন্দির নির্মাণের নানান কাজে যুক্ত। এই অপূর্ব নিদর্শন দেখার জন্য অপেক্ষা করতে হবে আরও দু’বছর, ২০২২ সালে এই মন্দিরের উদ্বোধন হবে।
    তবে এখনও, এই মায়াপুরের ইসকন মন্দির (Mayapur Iskcon Temple) বেশ বিখ্যাত, বছরে প্রায় ৬ মিলিয়ন ভক্তদের ভিড় দেখা যায় এখানে। বিশাল জায়গা জুড়ে অবস্থিত মন্দির প্রাঙ্গণে রয়েছে দুটি প্রধান মন্দির একটি চন্দ্রোদয় মন্দির আর একটি শ্রীল প্রভুপাদ পুষ্পসমাধি মন্দির।
    চন্দ্রোদয় মন্দির
    চন্দ্রোদয় মন্দিরটি হল মূল পুজালয় যেখানে রয়েছে রাধাকৃষ্ণের অপূর্ব সুন্দর মূর্তি যা থেকে চোখ ফেরানো দায় তার সাথে রয়েছে গৌর নিতাই এর মূর্তিও অসম্ভব শান্ত এই পুজালয়ে যখন ভক্তরা একসাথে কীর্তন গেয়ে ওঠে বিশ্বাস করুন গায়ে কাঁটা দেয় কোথা থেকে এক অদৃশ্য শক্তি যেন ভক্তি জাগিয়ে তোলে আপনার মনে।
    • শ্রীল প্রভুপাদ পুষ্পসমাধি মন্দির
    শ্রীল প্রভুপাদ পুষ্পসমাধি মন্দিরএ রয়েছে বিশ্বব্যাপী ইস্কনের প্রতিষ্ঠাতা শ্রীল প্রভুপাদের সোনার মূর্তি, রয়েছে তার জীবনে প্রদর্শনকারী একটি মিউজিয়াম যেখানে প্রবেশ মূল্য মাত্র ১৪ টাকা, রয়েছে একটি পুকুরও।
    এই মন্দিরে প্রবেশ করার আগে জুতো ও মোবাইল জমা রাখতে হয় এবং তার জন্য দিতে হয় ন্যূনতম মূল্য। পুরো মন্দির চত্বরে রয়েছে সবুজের শারি ফুলের বাগান, রয়েছে একটি অডিটোরিয়াম যেখানে অডিও ভিজুয়াল শো দেখানো হয় যেখানে টিকিটের মূল্য ৪০ টাকা।
    প্রত্যেকদিন এখানে হাজার হাজার মানুষ দের ভোগের ব্যবস্থা করা হয় এবং প্রত্যেকদিন ৫০০ জনকে বিনা পয়সায় খাওয়ানো হয়।
    শিয়ালদা থেকে মধ্যে পৌঁছাতে তিন থেকে চার ঘণ্টা সময় লেগে যায় একদিনে ফেরার প্ল্যান থাকলে সকাল সকাল বেরোতে হবে। তবে আমি বলব বলে মন্দির প্রাঙ্গণে সন্ধ্যাবেলার আরতি মিস করবেন না।
    ⇒ কোথায় থাকবেন?
    মায়াপুর মন্দিরের বাইরে ছোট-বড় অনেক গেস্ট হাউস এবং হোটেল আছে । এখানের একরাত্রির ভাড়া ২০০ টাকা থেকে শুরু । গেস্ট হাউস বা হোটেল ভাড়া করার জন্য আপনার কাছে পরিচয় পত্র থাকা অবশ্যক যেমন আধার কার্ড ভোটার কার্ড ইত্যাদি ।
    এই সমস্ত হোটেল ও গেস্ট হাউসগুলোতে খাবার-দাবারের সুবন্দোবস্ত রয়েছে ।
    My another vlog🤳 video link in below 👇
    • তারা পীঠ ভ্রমণ ✨ || তা...

Комментарии •