জাতীয় বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট সংশোধন করার নিয়ম। National University Certificated Correction 2022

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 ноя 2024

Комментарии • 477

  • @poniroy9628
    @poniroy9628 Год назад +4

    ভাই আমি অনার্স পাস করছি,,
    এখন আমি কিভাবে আমার সারটিফিকেট সংশোধন করবো??
    আর শুধু রেজিষ্ট্রেশন কার্ড সংশোধন করলেই কিহ আমার সাটিফিকেট মার্কশীট সংশোধন হয়ে আসবে নাকি আলাদাভাবে সংশোধন করতে হবে??
    আর সব সংশোধন করতে কত দিন সময় লাগতে পারে???!!!
    দয়া করে একটু বলে দিবেন 🙏🙏

  • @axisdevelopedltd
    @axisdevelopedltd 8 месяцев назад +1

    Your Combined Service is ready. You can collect it from NU One Stop Service Center. vaiya ai lekha ascha akhon ami ki korbo ?

  • @shahjadpurhighschool9323
    @shahjadpurhighschool9323 Год назад +2

    ডিগ্রি পাস কোর্সের সনদ ও মার্কশীট গুলো কি আলাদা আলাদা আবেদন করতে হয।নাকি একসাথে আবেদন করা যায়

  • @shahjadpurhighschool9323
    @shahjadpurhighschool9323 Год назад +1

    একটা আইডি দিয়ে রেজি. প্রবেশপত্র.সনত.মার্কশীট আবেদন করা যাবে। নাকি আলাদা আলাদা আইডি লাগবে। আবেদনপত্রের দরখাস্ত নমুনাগুলো দেওয়া যাবে।

  • @hasibulhasan3447
    @hasibulhasan3447 Год назад +11

    ভাইয়া, আমি স্নাতক ২য় বর্ষে পড়ি। আমার বাবার নামে ভুল রয়েছে৷ আমি ইন্টার পর্যন্ত সার্টিফিকেট চেঞ্জ করেছি। এখন আমার অনার্সের রেজিস্ট্রেশন কার্ড চেঞ্জ করলেই কি আমার অনার্সের সার্টিফিকেটের সমস্যা ঠিক হয়ে যাবে?

    • @dibakar-1997
      @dibakar-1997 Год назад +1

      আমারও একই সমস্যা। সঠিক তথ্য দিয়ে সহায়তা করলে উপকৃত হবো।

    • @richissrr73
      @richissrr73 Год назад

      Apnar inter porjnto kivabe change krsen blben plz?

    • @abmonirul
      @abmonirul Год назад +1

      Hmm

    • @shottochandrapaul-ln6wt
      @shottochandrapaul-ln6wt Год назад

      আমারো একই সমস্যা

    • @shottochandrapaul-ln6wt
      @shottochandrapaul-ln6wt Год назад

      আপনি কি রেজিস্ট্রেশন সংশোধন করেছেন

  • @Curious658
    @Curious658 11 месяцев назад

    Thank you vai, onk upokrito holam. May Jesus bless you abundantly.

  • @payelaich2121
    @payelaich2121 2 года назад +2

    আমার সার্টিফিকেট ও মার্কশিট আসার আগেই চতুর্থ বর্ষের এডমিট কারেকশন করেছি। তাই সার্টিফিকেট ও মার্কশিট এ সংশোধিত নাম এসেছে। কিন্তু অনলাইনে ভুল নাম দেখায়। কি করতে পারি?

    • @techjamal4145
      @techjamal4145  2 года назад

      এখন আপনি গাজীপুর আইসিটি ডিপার্টমেন্ট েএ কথা বলুন।

    • @payelaich2121
      @payelaich2121 2 года назад

      @@techjamal4145 সরাসরি গিয়ে কথা বলা ছাড়া অন্য কোন উপায় আছে?

  • @JiyaSultana00
    @JiyaSultana00 Год назад +1

    অনার্সের রেজিশট্রেশন কার্ড সংশোধন হলে কি মাস্টার্সের রেজিশট্রেশন কার্ড সংশোধন করা যাবে (এডমিট,মার্কশীট, সার্টিফিকেট সংশোধন করার পূর্বে) ? অনার্সের এডমিট কার্ড, সার্টিফিকেট, মার্কশীট এর একসাথে আবেদন করা যাবে?

  • @nasrinnahar5431
    @nasrinnahar5431 Год назад +2

    মার্কশিট আর সার্টিফিকেট কি একসঙ্গে আবেদন করতে হয় কারেকশন করার জন্য ,নাকি একটা হয়ে গেল তারপর আরেকটা করতে হয় ,প্লিজ জানাবেন ।

  • @nilakas289
    @nilakas289 Год назад +2

    ভাইয়া রেজিষ্ট্রেশন কার্ড সংশোধন করার সময় কি NID কার্ড না দিয়ে জন্ম নিবন্ধ দিলে হবে।নাকি Nid কার্ড দেওয়া বাধ্যতামুলক??

    • @techjamal4145
      @techjamal4145  Год назад +1

      জন্ম নিবন্ধন দিলেই হবেকোন সমস‌্যা নাই।

  • @fardinworld
    @fardinworld Год назад

    মার্কশীট সংশোধনের আবেদন পেন্ডিং থাকা অবস্থায় কি সার্টিফিকেট সংশোধনের আবেদন করা যাবে??
    রেজিষ্ট্রেশন সংশোধনের পর কি এডমিট কার্ড অবশ্যই সংশোধন করতে হবে?

    • @techjamal4145
      @techjamal4145  Год назад

      রেজিষ্ট্রেশন এর পর এডমিট সার্টিফিকেট সংশোধনের এপ্লিকেশন করলে হবে না।

  • @mdkawsarhossain474
    @mdkawsarhossain474 Год назад +1

    আসসালামু আলাইকুম ভাইয়া। আমি রেজিস্ট্রেশন কার্ড সংশোধন করেছি। এখন কি আমি সরাসরি সার্টিফিকেটের জন্য এপ্লাই করতে পারবো নাকি তার আগে আমাকে এডমিট কার্ড কারেকশন এপ্লাই করতে হবে?

    • @nimaidey7146
      @nimaidey7146 Год назад

      কতো দিন সময় লাগছে রেজি: কার্ড সংশোধন করতে ভাইয়া?

    • @kamrulislampolash1314
      @kamrulislampolash1314 Год назад

      এটা আমিও জানতে চাই

  • @rizvinotout
    @rizvinotout Год назад +1

    ভাইয়া আমি অনার্স থার্ড ইয়ারে অধ্যয়নরত আছি। আমার ইন্টার পর্যন্ত সার্টিফিকেট ও মার্কশিটে বাবা-মায়ের নামের বানান সংশোধন করেছি। এখন আমার রেজিস্ট্রেশন কার্ড ও এডমিট কার্ড সংশোধন করলেই কি অটোমেটিক সার্টিফিকেট সংশোধিতভাবে আসবে?

  • @allgamesavenue3142
    @allgamesavenue3142 Год назад +1

    মার্কশিট ও সার্টিফিকেট কারেকশন করতে দিয়েছি এপ্লিকেশন ফর্মে অধ্যক্ষ কর্তৃক সত্যায়িত করেছি। কিন্তু ওই অ্যাপ্লিকেশন ফর্মে আমার কোন ছবি লাগানো নেই অসুবিধা হবে

    • @abdulalim9321
      @abdulalim9321 Год назад

      ভাই আমারো একই অবস্থা

  • @nuralam-se9lh
    @nuralam-se9lh 2 года назад +1

    একই ভাবে আমি করিছি, কিন্তু আমাকে সেন্ড বেক করেছে বলছে সংশোধিত প্রবেশ পত্র দিতে। কিন্তু প্রবেশপত্র জন্যও আবেদন করেছি এগুলো এখনো আসেনি। এখন করনীয় কি।

    • @Jamalbinhossain
      @Jamalbinhossain 2 года назад

      ভাই আমাকে সাটিফিকেটে ভুলে সংশোধনে জন্য,বরাবর পত্রটা আমাকে দিতে পারবেন

  • @rownakjannat4464
    @rownakjannat4464 Год назад

    আসসালামু আলাইকুম।আমি অনার্স ফাইনাল ইয়ার পরিক্ষা দিলাম কিছু দিন আগে।(এখনো রেজাল্ট দেইনি)।আমি একটা সমস্যায় নিয়ে একটু লিখতে চাচ্ছি। সেটা হলো আমার সার্টিফিকেট এ বাবার নাম সংশোধন করতে চাচ্ছি আমি ইন্টার পর্যন্ত সার্টিফিকেট এ নাম সংশোধন করছি। কিন্তু এখন কি আমি রেজিষ্ট্রেশন সংশোধনের আবেদন করলে আমার সার্টিফিকেট এর নাম সংশোধন হয়ে আসবে নাকি রেজাল্ট এর পর সংশোধন এর আবেদন করবো।
    এখন আবেদন করলে কি কি কাগজ লাগবে বা কিভাবে করতে পারি।
    দয়া করে কেউ যদি একটু বিস্তারিত বলতেন।
    ধন্যবাদ❤️

  • @jcbk8791
    @jcbk8791 Год назад

    আমি ডিগ্রি ৩য় বর্ষের ছাত্র, আমি রেজিষ্ট্রেশন কার্ড সংশোধন করেছি,এখন ডিগ্রি ১ম বর্ষের এডমিট কার্ড সংশোধন করলাম, একখ কি ডিগ্রি ২য় বর্ষের রেজিষ্ট্রেশন কার্ড সংশোধন করতে হবে?

  • @chowdhurysunzidmahbub79
    @chowdhurysunzidmahbub79 Год назад +1

    আমার অনার্স মাস্টার্স শেষ।
    কিন্তু সার্টিফিকেটে আমার বাবা মায়ের নাম ভুল।
    আমার নামে কোন ভুল নেই।
    এখন আমি কি করতে পারি????

    • @saymasinikdha2650
      @saymasinikdha2650 10 месяцев назад

      Same problem... Vai apnar ta ki slove korsen

  • @taifurrahman92
    @taifurrahman92 Год назад +1

    অামি সম্মান ৩য় বর্ষে,আমির রেজিঃ এপ্রোভ আসছে,,,,,,এখন কি সাটিফিকেট একাই ঠিক হয়ে আসবে......?(প্লিজ উত্তর দিন ভাইয়া)

    • @techjamal4145
      @techjamal4145  Год назад

      এডমিট কার্ড সংশোধন করতে হবে তাহলে আসবে সার্টিফিকেট সংশোধন হয়ে।

    • @taifurrahman92
      @taifurrahman92 Год назад

      শুধুমাত্র ৩য় বর্ষের টা করলেই কি হবে ভাই....?(এখনও ৩য় বর্ষের এডমিট পাই নাই)প্লিজ রিপ্লাই

  • @bfrbdchannel3327
    @bfrbdchannel3327 5 месяцев назад

    ভাই আমি ল'য়ের প্রথম বর্ষের 2021 এর ব্যাচের ছাত্র । আমার এডমিট কার্ডে নামের অক্ষরে একটা ভুল ছিল তা সত্বেও আমি পরীক্ষা দিয়েছি পরীক্ষার রেজাল্ট হয়ে গেছে। পাস করেছি। এখন আমি নামটা কারেকশন করতে চায়। সে ক্ষেত্রে কি দ্বিতীয়বর্ষ পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড পাওয়ার পরে করবো না এখনি কারেকশন করতে হবে। কিভাবে করতে হবে দয়া করে জানাবেন।
    হবে MARUF; কার্ডে আছে MORUF...সমস্যা A এর জায়গায় O লিখেছে। আপনার ফিড ব্যাকের জন্য অপেক্ষায় রইলাম। ধন্যবাদ

  • @bmshakil2984
    @bmshakil2984 7 месяцев назад

    ভাই, আমি অনার্স ফাইনাল ইয়ারের এক্সামের সময় রেজিষ্ট্রেশন কার্ড সংশোধন করি,কিন্তু অনলাইনে রেজাল্ট এখনো পূর্বের ভূল নামেই দেখাচ্ছে,সার্টিফিকেট ও কি তাইলে ভুল নামে আসবে? করনীয় কি?

  • @saymasinikdha2650
    @saymasinikdha2650 10 месяцев назад

    ভাই আমি স্নাতক পাশ করছি কিছু দিন হলো।।।।আমার বাবা মা নাম সংশোধন করতে চাই।।।তাহলে কি প্রতি বছর এডমিট কার্ড ও নম্বর পএ পরিবর্তন করতে হবে? নাকি ফাইনাল ইয়ারে পরিবর্তন করলে চলবে।।।দয়া করে একটু জানাবেন।।।

  • @MdMasud-dl9qz
    @MdMasud-dl9qz 7 месяцев назад

    আসসালামু ওয়ালাইকুম ভাইয়া, আমার ssc & hsc সার্টিফিকেট সংশোধনের পথে প্রায়। এই অবস্থায় আমার কি NU তে students account করে রাখা উচিত। কেননা ssc & hsc সংশোধন হয়ে গেলে তখন যদিNU students account করি। তখন students account করার সময় তো NU রেজিষ্ট্রেশন কার্ডের সাথে ssc & hsc info এর মিল থাকবে না। তখন কি কোনো সমস্যা হবে না জাতীয় বিশ্ববিদ্যালয়ের নাম সংশোধনের ক্ষেত্রে?

  • @rayhansaiful1664
    @rayhansaiful1664 Год назад +1

    ভাই,আস্সালামু আলাইকুম,, আমি এবার বিবিএ ৪র্থ বর্ষের/ফাইনাল পরিক্ষার্থী।ফরম ফিল আপ সম্পূর্ন। আমার এস এস সি ও এইচ এস সি সার্টিফিকেট সংশোধন সম্পূর্ন, এখন অনার্সের সার্টিফিকেট/রেজিস্টেশন কিভাবে সংশোধন করবো।প্লিজ জানাবেন

    • @mdjumon3067
      @mdjumon3067 11 месяцев назад +1

      ভাই এসএসসি ও এইচএসসি কিভাবে সংশোধন করছেন একটু বললে উপকৃত হতাম অথবা নাম্বার টা দিলে

  • @hastanirmito
    @hastanirmito Год назад +1

    আমি সকল ডকুমেন্টস কারেকশন করেছি কিন্তু অনলাইনে এখনও আমার ভুল তথ্যটি রয়েছে, অনলাইন তথ্য সঠিক করার উপায় কি?

    • @foysal4133
      @foysal4133 Месяц назад

      Vai apnar ta ki online a correction hoice

  • @MrZoha-ob6re
    @MrZoha-ob6re Год назад +1

    Vai. আমার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আশা করি দ্রুত উত্তর দিবেন। ফাইনাল পরিক্ষা রেজাল্ট দেবার পর রেজিষ্ট্রেশন কার্ড সংশোধন করেছিলাম। তারা approved করেছে। কিন্তু আমার ৩য় বর্ষে একটা ইম্প্রুভ ছিল সেটা ফ্রর্মে পূর্বের নাম ই আছে। এখন আমার করণীয় কি? আর যেয়েতু আমার রেজিষ্ট্রেশন কার্ড সংশোধন হয়ে গেছে আমার অর্নাস complete করার পূর্বেই তাহলে কি আমাকে নতুন করে আর সার্টিফিকেট সংশোধন করার জন্য আপিল করা লাগবে??????
    ##### ❤️❤️❤️Answer Please❤️❤️❤️ ####

    • @techjamal4145
      @techjamal4145  Год назад +1

      আপনি ফাইনাল ইয়ারের একটি এডমিট কার্ড সংশোধন করে জাতীয় বিশ্ববিদ্যালয়ে চলে যাবেন আইসিটি বিভাগ তারা অনলাইনে ঠিক করে দিবে।

    • @MrZoha-ob6re
      @MrZoha-ob6re Год назад

      @@techjamal4145 horns sesh na hoyai ki eta collage e asbe nah? Mane auto hye jabe na..
      Marksheet er jnno appeal koreci...r samne 3rt year er xm ace.2 mas por

    • @saymasinikdha2650
      @saymasinikdha2650 10 месяцев назад

      Vaia apnar ta thik hoise...aktu plz janaben

    • @MrZoha-ob6re
      @MrZoha-ob6re 9 месяцев назад

      Online e tik hyni..marksheet e vul tai ase​@@saymasinikdha2650

  • @mostafizjoy6978
    @mostafizjoy6978 27 дней назад

    vai name correction er time a internet problem er jonno akta application 2 bar submit hoyeche, aktar payment korechi , arekta to delete korte parchi na .. ai khetre kivabe delete korte parbo othoba payment er time kotokkhon , jodi oi time er moddhe pay na kori tahole oi extra application ki auto delete hoye jabe? Thank you vai

  • @sumiakter739
    @sumiakter739 7 месяцев назад

    Baiya, provisional certificate correct kolle ki original certificate auto correct hoye ashbe,naki original certificate correction er jonno aladababe application Korte hobe, please baiya kindly janaben

  • @techburg
    @techburg Год назад +1

    রেজিঃ কার্ড সংশোধন করতে আবেদন করলাম। ১ মাস হয়ে গেল। এখনো Payment Done লিখা যচ্ছেনা। কি করা যায়?

    • @techjamal4145
      @techjamal4145  Год назад

      অপেক্ষা করুন হবে বর্তমানে একটু বেশি সময় লাগে।

    • @ragkumar-x9n
      @ragkumar-x9n 9 дней назад

      500 tk dhoriye diye ashben, dekhben nijer goroje kaj kore dibe.

  • @MdhanifHanif-ei2ji
    @MdhanifHanif-ei2ji 3 месяца назад

    ভাইয়া,,,,
    আমার রেজিষ্ট্রেশন কাড সংশোধন হয়েছে। এখন এডমিট, সাটিফিকেট এবং মার্কসিট কি একসাথে সংশোধনের জন্য আবেদন করা যাবে?
    নাকি আলাদা আবেদন করতে হবে?
    এবং সবগুলোর জন্য কি আলাদা ফি জমা দিতে হবে?
    জানাবেন প্লিজ

    • @toyadhiroy4396
      @toyadhiroy4396 2 месяца назад

      ভাইয়া, রেজিষ্ট্রেশন কার্ডটা আমার প্রিন্টেড আসতেছে না, আপনার টা কি প্রিন্টেড হয়েছে?

  • @MahisBlog
    @MahisBlog Год назад

    ভাইয়া, একটু লক্ষ্য করুন প্লিজ।
    আমি মাস্টার্সের রেজিষ্ট্রেশন কার্ড সংশোধন করেছি এবং হাতেও পেয়েছি। আমি মাস্টার্স ১৯-২০ইং বর্ষের পরীক্ষার্থী। আমার এখনো প্রবিশনাল সার্টিফিকেট কলেজে আসেনি। তো, আসার পূর্বেই কি আমি নাম সংশোধনের এপ্লাই করতে পারব.? নাকি এমন কোন প্রসেস আছে সার্টিফিকেটে নাম সংশোধিত হয়ে আসবে।.????
    একটু জানাবেন প্লিজ🙏

    • @techjamal4145
      @techjamal4145  Год назад

      এখন হবে না সংশোধন সার্টিফিকেট এখন প্রথম থেকেই কাজ করতে হবে।

  • @ShajolKumardas
    @ShajolKumardas 5 месяцев назад

    আমার অনার্স শেষ আমার কি জাতিয় বিশ্ববিদ্যালয় গিয়ে সংসোদন করতে হবে না
    অনলাইনে আবেদন করলে হবে
    রেজিষ্ট্রেশন সংসোদন করবো

  • @ahgaming8171
    @ahgaming8171 5 месяцев назад

    registration card correction er jonne originial reg card ta upload kora lagbe ki?amr originial ta haraia gese..ami copy ta submit kortesi kintu amr abedon ta hosse na..ki koronio akhon ektu janaben vai?

  • @JamalHossain-le3py
    @JamalHossain-le3py Год назад

    Help post।।।plz approve
    সার্টিফিকেট এ বাবা নামের সংশোধন এর প্রয়োজন ছিল। তার জন্য রেজিস্ট্রেশন কার্ড সংশোধন করার পর এখন নম্বর পত্র ও সার্টিফিকেট সংশোধন এর আবেদন করা যাচ্ছে না। সার্ভার এ কোন সমস্যা হইছে নাকি জানেন কেউ কিছু ?

  • @silderlook7638
    @silderlook7638 11 месяцев назад

    ভাই আমারতো অ্যাপ্রুভাল দিছে আমার এখনো অনার্সের সার্টিফিকেট আসে নাই । সে ক্ষেত্রে আমি সার্টিফিকেট ডকুমেন্ট হিসেবে দিব কিভাবে। যেহেতু আমার সার্টিফিকেট এখনো আসে নাই। সে ক্ষেত্রে তো আমি না দিলে কোন সমস্যা নাই ভাই?

  • @20minuteenglishonlineclass2
    @20minuteenglishonlineclass2 Год назад +2

    Brother, thanks. I am an English Professor. I have to correct registration card to correct Graduation certificate. Name correction. My mother "s name of nid card is slightly different from registration card.This would be problem in correcting my name in registration card.

    • @techjamal4145
      @techjamal4145  Год назад

      ruclips.net/video/khhS6JiiKZk/видео.html

    • @bdmoviebuzz3656
      @bdmoviebuzz3656 Год назад +1

      @@techjamal4145 ভাই আমি ssc/Hsc সংশোধন করছি কিন্তু অনার্স এ ওই ভুল নাম ই দেখায় এখন আমি ওই ভুল দিয়ে ভর্তি হয়েছি এখনো তো আমাদের রেজিষ্ট্রেশন আসে নাই। আসার আগে কী সংশোধন করা যাবে।প্লিজ একটু বলেন।

    • @mdrobinhossain1479
      @mdrobinhossain1479 Год назад

      ​@@techjamal4145 ভাই একটা কথা বলতাম

    • @shottochandrapaul-ln6wt
      @shottochandrapaul-ln6wt Год назад

      ​@@bdmoviebuzz3656 ভাই আপনার কি ঠিক হয়েছে??? আমারো একই সমস্যা

    • @bdmoviebuzz3656
      @bdmoviebuzz3656 Год назад

      @@shottochandrapaul-ln6wt এখনো হয় নি

  • @mansuraadila
    @mansuraadila 8 месяцев назад

    Vaia amar 2nd year er exam ses hoice kicu din age . Ami registetion card, 1st year r 2nd year er admit card thik korle ki porer sob kagoj thik hoia ber hobe naki national university te o jaua lagbe

  • @shahidasakiba5295
    @shahidasakiba5295 10 месяцев назад

    আমি কি নিজেই সংশোধন করতে পারবো ঘরে বসে? কলেজ থেকে অফিস এর লোক প্রতি স্টেপ এই ১৫০০ করে নিচ্ছে! টোটাল নাকি ৪৫০০ লাগবে শুধু অনার্স এর সার্টিফিকেট পেতে! প্লিজ ইনফরমেশন দিয়ে একটু সাহায্য করেন!

  • @SumaiyaAkter-fd1mf
    @SumaiyaAkter-fd1mf 5 месяцев назад

    আমি ও এভাবে আ্যপ্লাই করে টাকা জমাদিয়ে ছিলাম ২০২২ এ, এখন student login এ গেলে approved তরি green টিক হয়ছে,পরে ২ টা printed & delivered এই ২ টা আর green টিক হচ্ছেনা,College কতৃপক্ষকে check করে দেখতে বললে বলে আসেনাই এখনও।এখন কিকরব

    • @toyadhiroy4396
      @toyadhiroy4396 2 месяца назад

      আপু সেইম সমস্যা আমারও। আপনার সমস্যা কি ঠিক হয়েছে?

  • @shamimhasan6976
    @shamimhasan6976 9 месяцев назад

    ভাইয়া আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে আছি 22-23 পাশের সেশনে আমার বাবার নামে সমস্যা আমার কি কি সংশোধন করতে হবে?

  • @soumitrochowdhurysagor9463
    @soumitrochowdhurysagor9463 5 месяцев назад

    Nu certificate correction আবেদন করেছিলাম অনেক আগে কিন্তু ভুলে পেমেন্ট করিনি। এখন নতুন করে আবেদন করার জন্য আগের আবেদনটি ডিলেট করবো কিভাবে অথবা আগের আবেদন এর পেমেন্ট করবো কিভাবে?

    • @alladvice7223
      @alladvice7223 3 месяца назад

      Apply korcelen kevabay?jode aktu bolten?

  • @ebaduddin931
    @ebaduddin931 2 года назад

    রেজিস্ট্রার বরাবর আবেদন পত্রের একটি নমুনা কপি কি দেওয়া যাবে?
    admin card, markshit,certificate সব গুলোর জন্য কি এক সাথে আবেদন করা যাবে??

    • @techjamal4145
      @techjamal4145  2 года назад

      প্রথমে রেজিষ্ট্রশন কার্ড পরে বাকিগুলো সংশোধন করতে হবে তবে আপনি আবেদন পত্রেরনমুনা নেওয়া জন্য তার সাথে কথা বলুন 01721618194

    • @ebaduddin931
      @ebaduddin931 2 года назад +2

      রেজিষ্ট্রেশন কার্ড সংশোদন করা হয়েছে।
      এখন admin card, markshit,certificate সব গুলোর জন্য কি এক সাথে আবেদন করা যাবে??

  • @probirbiswas4930
    @probirbiswas4930 7 месяцев назад

    ভাই আমি জানতে চাচ্ছি যে জিডি করতে কি নিজ থানায় যেতে হবে নাকি যে কোন থানা থেকে করা যাবে (আকরিক বানান ভুলের ক্ষেত্রে)?

  • @b206parthoprotimsarker3
    @b206parthoprotimsarker3 Год назад

    আমার SSC and HSC সার্টিফিকেটের সাথে ডিগ্রী এবং মাষ্টার্স সার্টিফিকেট এর মিল নেই। ssc and HSC তে Rany লিখা।ডিগ্রি ও মাষ্টার্স এ Rani লিখা।এখন কোন টা ঠিক করলে ঝামেলা কম হবে। জানাবেন please

  • @RahatKhan-bw3lv
    @RahatKhan-bw3lv Год назад

    আমার পিতার নামে ভুল ছিল। আমি তৃতীয় বর্ষে থাকা অবস্থায় রেজিস্ট্রেশন কার্ড সংশোধন করেছি। আমার সার্টিফিকেট আর মার্কশিটে কি সংশোধন কৃত নাম আসবে নাকি ভুল টা আসবে?

    • @techjamal4145
      @techjamal4145  Год назад

      ভুল আসবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি ডিপার্টমেন্ট এ যেতে সঠিক চাইলে

  • @MdForhad-gk3tg
    @MdForhad-gk3tg Год назад +1

    vaiya ami hounarse new borti hoyechi. amar ssc hsc ma babar name tik korechi. ami ki akon onrse songsudon korbo naki onarse ses kore korly valo hobe??

    • @techjamal4145
      @techjamal4145  Год назад

      এখনই করবেন তাহলে আপনার জন‌্য ভালো হবে।

  • @worldallinoneengi_imon8551
    @worldallinoneengi_imon8551 Год назад +3

    Board order name,father name correction eita kun file???

  • @shawonmahabub7184
    @shawonmahabub7184 Месяц назад

    ভাইয়া আমার অনার্স ও মাস্টার্স দুইটাই ভূল আছে।একসাথে কি দুইটায় সংশোধন করা যাবে???

    • @techjamal4145
      @techjamal4145  Месяц назад

      না আগে অনার্স করতে হবে

  • @md.rezuanurrahman3361
    @md.rezuanurrahman3361 Год назад

    Registration Card thik howar pr ki gazipur giye ante hobe naki clg e pathay dibe???

  • @ashrafmotiullah5917
    @ashrafmotiullah5917 Год назад

    ভাই,আসসালামু আলাইকুম। আমি এস এস এস,আর এইচ এস সি সার্টিফিকেট সংশোধন করেছি,এখন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্সের সার্টিফিকেট সংশোধন করতে হবে। দয়া করে একটু জানাবেন কতদিন সময় লাগতে পারে???

    • @techjamal4145
      @techjamal4145  Год назад

      ভিডিও দিচ্ছি একটু পর দেখুন

    • @ashrafmotiullah5917
      @ashrafmotiullah5917 Год назад

      @@techjamal4145 আচ্ছা ভাইয়া

    • @ashrafmotiullah5917
      @ashrafmotiullah5917 Год назад

      ভিডিও তো দিলেন না ভাইয়া

  • @mansuraadila
    @mansuraadila 8 месяцев назад

    Aia amar 1st year er admit card songsodhn hoice . Kintu 2nd year er ta songsodhn korte year r roll er option e kicui deua jaitace na . Akhon ki korbo ?

  • @sushmoydebnath537
    @sushmoydebnath537 2 года назад

    1) vaiya Registration correction er jonno apply korchi approve hoice ekn koronio?
    2) Ami ei bochor Honors graduate provisional certificate , marksheet shobai peye geche ami ek subject improve houate ami pai ni. otateo correction korte hobe. ekn ki kora ucit?
    Registration hate pele tula ucit naki vulgulu tule abr correction apply korte hobe?
    answer korle upokrito hobo vai

    • @techjamal4145
      @techjamal4145  2 года назад +1

      ১। এখন রেজিষ্ট্রশক কার্ড কলেজ থেকে সংগ্রহ করুন।
      ২। এমডিক কার্ড সংশোধনে আবেদন করুন তারপর মার্কসীট তারপর সার্টিফিকেট।

    • @sushmoydebnath537
      @sushmoydebnath537 2 года назад

      @@techjamal4145 admit corrected copy collect kore marksheet ar certificate correction er jonno apply korte hobe naki admit correction approve houar por correction copy na tule marksheet r certificate er correction jonno ekshate apply kora jabe?kindly ektu bolben vaiya

  • @mail-mhsojib93
    @mail-mhsojib93 Год назад +1

    Failed to submit bank transection id. Please try again. eta asche kno submit dite parchi na..provisional certificate

    • @techjamal4145
      @techjamal4145  Год назад

      সার্ভার সমস্যা পরে চেষ্টা করুন।

  • @dailylife936
    @dailylife936 11 месяцев назад

    Matro bba exam results dilo ai month e cgpa o dise akn abr masters er apply er date o diya dise akn national er certificate correction ta akn korte parbo???

  • @fahimshahriar2515
    @fahimshahriar2515 Год назад +1

    ভাইয়া আমার অনার্সের রেজিস্ট্রেশন কার্ড সার্টিফিকেট মার্কশিট এডমিট কার্ড সব গুলো কারেকশন হয়েছে কিন্তু অনলাইনের রেজাল্ট এর যে কপি আছে এটাতে এখনো ভুলই দেখাচ্ছে এটা কতদিন লাগে সংশোধন হতে।

    • @techjamal4145
      @techjamal4145  Год назад

      আপনি গাজীপুরে আইসিটি বিভাগে গেল আপনাকে ঠিক করে দিবে।

    • @riyadmia6839
      @riyadmia6839 Год назад

      ভাই আপনি কীভাবে সংশোধন করছেন ভাই। জানালে উপকৃত হতাম।

    • @abdulalim9321
      @abdulalim9321 Год назад

      ভাই একটু জানার ছিলো

    • @nirobarnob6714
      @nirobarnob6714 Год назад +1

      ভাই অনার্স এর সকল বর্ষের এডমিড নামবার পএ ও সার্টিফিকেট সংশোধন করতে হয়।।
      নাকি শুধু ৪ বর্ষ সংশোধন করলে হবে।
      পিল্জি বলবেন।।🙏🙏🙏

  • @niparoay3047
    @niparoay3047 3 месяца назад

    আমার তিনটা সার্টিফিকেট jsc,,ssc,hscমায়ের নামে ভুল আছে,, আমি এবছর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি,, আমি কি সার্টিফিকেট গুলো ঠিক করতে পারবো?? প্লিজ রিপ্লাই দেন 😢

    • @AbsunNahar
      @AbsunNahar 26 дней назад

      পারবেন শিক্ষা বোর্ডে যোগাযোগ করেন

  • @shahnajbegum7448
    @shahnajbegum7448 2 года назад +1

    Tahle ki amr certificate correction korar por ami ki Original Certificate pabo na.
    Ami study abroad er jnno apply korbo.
    Amr final graduation 2019 .

    • @shahidasakiba5295
      @shahidasakiba5295 10 месяцев назад

      আপনি কি প্রবেশনাল টা দিয়ে কাজ করতে পেরেছিলেন?

  • @shayedmahmudopy3525
    @shayedmahmudopy3525 Год назад

    আমি ডিগ্রি রেজিষ্ট্রেশন কার্ড সংশোধন এর জন্য আবেদন করছি ১৫ সেপ্টেম্বর ২০২২ এ এখন ও কোনো মেসেজ আসে নাই এবং রেজিষ্ট্রেশন ফ্রী বাবদ সোনালী ব্যাংক এ ৫৫৭ টাকা জমা দিছি রিসিট ও আছে এখন কি করবো।

    • @arifhossen9807
      @arifhossen9807 Год назад

      আপনি কি সংশধন করতে পারছেন??

  • @muhammadmehedi2721
    @muhammadmehedi2721 Год назад

    Bhai Apni ekta video tew bolen na anomanik koto din somoy lagbe application korar por. R kivabe pabo
    Please tell these information brother

  • @arafatrahmanmaj7586
    @arafatrahmanmaj7586 4 месяца назад

    ami registration card corrections er jonno appy krcil.nu theke reply dicilo sob information thik dewar jonoo.thn abr re apply krci.ekon kobe pabo nu theke rply.

  • @Anjum642
    @Anjum642 Год назад

    ভাইয়া আমি মাস্টার্স ১ম বর্ষে পড়ছি। আমার সার্টিফিকেট ২বছর বয়স বেশি,, বয়স কমানো যাবে কি?

  • @kabitaranibala2934
    @kabitaranibala2934 7 месяцев назад

    নাম কারেকশন ফর্ম, নিজে লিখে অধ্যকের দ্বারা সত্যায়িত করে দিলে হবে কি

  • @EDUVIVE_1
    @EDUVIVE_1 Год назад +1

    সার্টিফিকেট এবং মার্কশীট দুইটা একসাথে কি আবেদন করা যাবে?

    • @techjamal4145
      @techjamal4145  Год назад

      না করা যাবে না।

    • @EDUVIVE_1
      @EDUVIVE_1 Год назад

      @@techjamal4145 ভাই আমি দুইটার আবেদন করেছি এখন পেমেন্ট করিনি। তাহলে কি একটার পেমেন্ট করবো? তবে আলাদা এলাদা করে দুইটা আবেদন করেছি এখন কি টাকা পেমেন্ট করবো?

  • @shuvosen1005
    @shuvosen1005 2 года назад

    আমি ২০১৭ সালে অনার্স পাশ করেছি। এখন সনদে বাবা মায়ের নামের সংশোধন করতে হবে। রেজিষ্ট্রেশন কার্ড সংশোধন করেছি৷ এখন কি আমাকে এডমিট কার্ড সংশোধন করতে হবে, নাকি সরাসরি মার্কশীট এবং সনদ সংশোধনের আবেদন করব৷ জানালে খুব উপকৃত হবো।

    • @techjamal4145
      @techjamal4145  2 года назад

      জ্বি এডমিট কার্ড সংশোধন করুন না হলে আবেদন করলে ‍সেন্ট টু ব্যাক আসবে লেখা।

    • @sid4046
      @sid4046 2 года назад

      Koto din lagsilo registration card correction hoite?

  • @ronysd5082
    @ronysd5082 9 месяцев назад

    ভাই আমার অনার্স সার্টিফিকেট সংশোধন করতে কী ssc বা hsc এর রেজিষ্ট্রেশন কার্ড লাগবে। একটু জানাবেন প্লিজ 🙏

  • @sp.sanetdatta1310
    @sp.sanetdatta1310 Год назад

    আমার ছোট ভাইয়ের এসএসসি এইচএসসি সার্টিফিকেট এর পিতার নাম ভুল ছিল আমি সেটা সংশোধন করেছি এখন ডিগ্রী ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে শিক্ষাবর্ষ (২০২১-২২) কিন্তু সেই ভুলটা চলে আইছে এখন এটা কি ভাবে সংশোধন করতে পারি।

    • @bKash410
      @bKash410 4 месяца назад

      inter porjonto kibabe change korcen bolben plz??

  • @adnanrefat5041
    @adnanrefat5041 6 месяцев назад

    Bhaiya amr honours ae vorti howar somai amr naam er aga MD ashe nai but amr SSC HSC ay 2 jaiggai MD asche ami ekhon eta ki vhaba tik korbow pls amrey ektu bolen pls

  • @himelsarkar4870
    @himelsarkar4870 Год назад

    ভাই আমি ২০২২ অনার্স ১ম বর্ষের ফাইনাল পরীক্ষা দিয়েছি আমাদের রেজাল্ট এখনো দেয়নি রেজাল্ট দিলে এরপর আমি ২য় বর্ষে ভর্তি হবো আমার jsc,ssc,hsc সব গুলায় বাবার নাম ভুল ছিলো সব ঠিক করেছি এখন আমার অনার্সের রেজিষ্ট্রেশন, এডমিট কার্ডেও বাবার নাম ভুল এখন আমি কি করবো কিভাবে ঠিক করবো ভাই
    এখনি আমার এপ্লাই করা উচিত নাকি ২য় বর্ষে ভর্তির পরেও এপ্লাই করলে একি প্রসেস বা একি কাজ????

    • @MohammadIbrahim-ho7ld
      @MohammadIbrahim-ho7ld 9 месяцев назад

      Vaiya sob certificate thik korte koto somoy lagse kindly iktu janaben

  • @fariharahmannachon2032
    @fariharahmannachon2032 2 года назад

    Amar Registration Card correction hoyegeyese akhon ki Admit Card er jonno apply korbo naki akbare just Certificate er jonno apply korlei hobe?

  • @asmaulanny991
    @asmaulanny991 2 года назад

    ভাইয়া আমি অনার্স ২য় বর্ষে পড়ি। আমার জে. এস. সি.,এস. এস. সি.,এইচ.এস. সি. সকল কাগজ পত্রে আমার মাতার নাম ভুল ছিলো। এটা সংশোধন করা হয়েছে। এখন অনার্সের রেজিস্ট্রেশন কার্ড এবং এডমিট কার্ড এ মাতার নাম সংশোধন করার জন্য অনলাইনে আবেদন করেছি, ব্যাংক ড্রাফট করছি কিন্তু আবেদন অ্যাপ্রুভ হচ্ছে না, সকল কাগজ পত্র জমা দেয়ার পরও আবার ওই একই কাগজ পত্র গুলোই চাচ্ছে, এমন কেনো হচ্ছে ভাইয়া?? কিভাবে এর সমাধান করতে পারি দয়া করে জানাবেন। খুব টেনশনে আছি আমি

    • @techjamal4145
      @techjamal4145  2 года назад

      আপনার তথ্য ভূল আপলোড করছেন তাই বার বার একই তথ্য চাচ্ছে গাজীপুরের জাতীয় বিশ্ববিদ্যালয়।

    • @asmaulanny991
      @asmaulanny991 2 года назад

      @@techjamal4145 oh accha, kintu ami to sob kichu dekhei dilam, sob kagoj potro to thik e chilo, kintu reapplied hoye ache akhono, ami abar apply korbo tahole, thanks vaiya, amr commen er reply dewar jonno

  • @ajmirahmed8109
    @ajmirahmed8109 Год назад

    vai amar registration card correction hoieche akhon ki ami certificate correction er jonno abedon korte parbo?? Plz amake ektu janaben

    • @nimaidey7146
      @nimaidey7146 Год назад

      কতো দিন সময় লাগছে ভাইয়া?

  • @Hassan-gm4mu
    @Hassan-gm4mu Год назад

    Honours 1st year final deyar por registration correction korchi....fresh copy pai.... Second year sothik asve?

    • @techjamal4145
      @techjamal4145  Год назад

      জ্বি সঠিক আসবে না আসলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসের আইসিটি থেকে সংশোধন করে আনতে হবে।

    • @Hassan-gm4mu
      @Hassan-gm4mu Год назад

      @@techjamal4145 Bhaiya Registration card to fresh hoye College asce
      Ekhon second year form fill up korchi....Ekhon ki admit card sothik asve

  • @MdRaju-ej3te
    @MdRaju-ej3te 8 месяцев назад

    আমি তো রেজিষ্ট্রেশন কার্ডের জন্য সংশোধন দিয়েছি তিন মাস হয়ে গেল এখনো তো এপ্রুভ দিলো না।
    এই বিষয় কেউ জানলে বলেন একটু প্লিজ আরো কতদিন লাগবে।

    • @ShakilAhmed-nv7yq
      @ShakilAhmed-nv7yq 7 месяцев назад

      Akn ki hoice?

    • @MdRaju-ej3te
      @MdRaju-ej3te 7 месяцев назад

      @@ShakilAhmed-nv7yq এপ্রুভ দেখায় কি করবো এখন

    • @ShakilAhmed-nv7yq
      @ShakilAhmed-nv7yq 7 месяцев назад

      এপ্রুভ হওয়ার ৭/১০দিন পর কলেজে যোগাযোগ করলে সংশোধিত রেজিস্ট্রেশন কার্ড পাওয়া যাবে।

    • @MdRaju-ej3te
      @MdRaju-ej3te 7 месяцев назад

      @@ShakilAhmed-nv7yq জাতীয় বিশ্ববিদ্যালয় নিউ ভার্শন করছে ধাপে ধাপে আবেদন প্রক্রিয়া যাচ্ছে,,,,
      এখন print delivered অপশন বাকি আছে

  • @shariarsagor7513
    @shariarsagor7513 2 месяца назад

    Nu te masters er jonno exam centre change kora jai nki?

  • @mausumimalek8166
    @mausumimalek8166 Год назад

    bhaiya amr shokul documents a abbur name er sathe Md nei but abbur documents a abbur name er pashe Md ase!
    Amr BSS complete 2016 te
    Ami akhon amr documents golo thik korte chai, kintu amr honours 4th year er admit card ta hariye gese. Jodi ami BSS certificate correction shoru kori 4th year admit card na thakle ki kothaw problem hote pare??
    Problem hole sekhetre Amr koronio ki?
    Plzzz bhaiya reply dile khob e upokritu hobu!
    Khob bipode asi

  • @arupshaha9215
    @arupshaha9215 Год назад

    Vaia provisional certificate correction jnno ki aga amr registration card correction kora nita hoba?

  • @retinachattogram8361
    @retinachattogram8361 2 года назад

    vai.first e registration card er shate admit card correction er jonno apply krte parbo?amr akn honours shes

    • @techjamal4145
      @techjamal4145  2 года назад +1

      আগে রেজিঃ কার্ড এর আবেদন করুন ঠিক হওয়ার পর এডমিট কার্ড সংশোধন করুন । আর এডমিট কার্ড সংশোধনের ভিডিও নিয়ে আসছি ২ দিনের মধ্যে।

    • @retinachattogram8361
      @retinachattogram8361 2 года назад

      @@techjamal4145 sob golo correction krte koy din lagte pare?

    • @retinachattogram8361
      @retinachattogram8361 2 года назад

      @@techjamal4145 vai college forwarding letter ta 1to den pls.

  • @rayhandewan5390
    @rayhandewan5390 7 месяцев назад

    Vai registration card correction application korci kintu somoymoto application fees deini akhon application fees deya jacce na,akhon ki korbo😓😓

  • @isratjahan3141
    @isratjahan3141 Год назад

    ভাইয়া আমার ssc এবং Hsc সার্টিফিকেট এ বাবার নাম, মায়ের নাম এবং বয়স ভুল আছে। আমি বর্তমানে honors ১ম বর্ষের ছাত্রী। আমি এখন ssc এবং Hsc এর সার্টিফিকেট ঠিক করলে জাতীয় বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রেশন করার সময়ে কোন সমস্যা থাকবে?

    • @techjamal4145
      @techjamal4145  Год назад

      জাতীয় বিশ্ববিদ্যালয়েরটা ও ঠিক করা লাগবে।

    • @isratjahan3141
      @isratjahan3141 Год назад

      @@techjamal4145 কিন্তু আমাদের তো এখনো রেজিস্ট্রেশন হয় নাই

    • @techjamal4145
      @techjamal4145  Год назад

      @@isratjahan3141 রেজিষ্ট্রশন কার্ডে ভুল আসবে দেখবেন তখন ঠিক করে নিন।

    • @isratjahan3141
      @isratjahan3141 Год назад

      @@techjamal4145 ১ম বর্ষের পরে তো আর সমস্যা হবে না তাই না? মানে ২য় বর্ষের সময় সব ঠিক থাকবে তো?

  • @fardinworld
    @fardinworld Год назад

    জাতীয় বিশ্ববিদ্যালয়ের বি.এড সার্টিফিকেটও কি একইভাবে সংশোধন করা যাবে?

  • @RahatKhan-oe2iw
    @RahatKhan-oe2iw Год назад +1

    ভাইয়া সার্টিফিকেটের সংশোধন হওয়ার পর কি আমি কলেজ থেকে পাবো নাকি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আনতে হবে।

    • @techjamal4145
      @techjamal4145  Год назад

      জাতীয় বিশ্ববিদ্যালয়ে গিয়ে আনতে হবে।

    • @RahatKhan-oe2iw
      @RahatKhan-oe2iw Год назад

      @@techjamal4145 ভাইয়া জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর আর প্রত্যেকটা বিভাগে যে আঞ্চলিক কেন্দ্র থাকে ওখান থেকে উঠানো যাবে। এটা কি কলেজ থেকে দেয় না।

  • @SadiaNaznin-gq1rh
    @SadiaNaznin-gq1rh 5 месяцев назад

    Vaiya amr certificate and MarkSheet dui tai approved and printed dekhache ,ami akhon ki korbo?

  • @serinaktar4422
    @serinaktar4422 2 года назад

    ভাইয়া আজকে গিয়েছিলাম সার্টিফিকেট সংশোধন করতে জা বি তে,,,রেজিষ্ট্রেশন কার্ড আগেই সংশোধন হয়েছে,,,,কতৃপক্ষ বলছে আগে নাকি ফাইনাল ইয়ারের এডমিট কার্ড সংশোধন করতে হবে প্লিজ জানানা

    • @techjamal4145
      @techjamal4145  2 года назад

      এডমিট তারপর মার্কসীট তারপর সার্টিফিকেট ।

    • @nasrinnahar5431
      @nasrinnahar5431 Год назад +1

      @@techjamal4145 Sudhu ki final year er admit card correction korlei hoy naki 1st year theke final year sobgulo kora lage janaben please

    • @kamrulislampolash1314
      @kamrulislampolash1314 Год назад

      এটা আমার ও সমস্যা

  • @shakilahammad4334
    @shakilahammad4334 Год назад

    ভাই সার্টিফেকেট এবং মার্কশীট সংশোধনের যে আবেদনপত্র টা। এটার একটা একটা নমুনা দিতে পারবেন?

  • @tahsinsorower6299
    @tahsinsorower6299 2 года назад

    ভাই, আমি অনার্স ৪র্থ বর্ষের ছাত্র আমি রেজিস্ট্রেশন কার্ড সংশোধন করবো সদ্য, আমি অনার্স পাশ করার পর কি ভুলরুপে আসবে নাকি সঠিকরুপে আসবে?

    • @techjamal4145
      @techjamal4145  2 года назад

      ভুল আসবে পরীবর্তীতে আপনার ঠিক করা লাগবে। তাই প্রথমে রেজিঃ কার্ড ঠিক করুন।

  • @EntertainmentBangla56
    @EntertainmentBangla56 Год назад

    ভাই আমি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পরেছি, আমার (বি, এস, এড) এর রেজিস্ট্রেশন কার্ডে নামে এর বানান ভুল হয়েছে তাহলে আমি কিভাবে সংশোধন করব আমি তো ‍এন ইউ স্টুডেন্ট আইডিতে লগইন করতে পারছিনা তাহলে আমি কিভাবে রেজিস্ট্রেশন কার্ড সংশোধন করব জানালে উপকৃত হতাম।

    • @ragkumar-x9n
      @ragkumar-x9n 9 дней назад

      Apni apnar University te Jan 1st a. Okhane Register Sir er help nen. Then NU campus er bahire kisue computer er Dokan ase Tara apnake right way dekhiye dibe.
      Amio apnar moto same problem a porsilam.

  • @dgghfhhi3480
    @dgghfhhi3480 Год назад +1

    সার্টিফিকেট সংশোধনের আবেদন করার কতদিন পর সার্টিফিকেট পাওয়া যাবে???

  • @mdmirazkhan3093
    @mdmirazkhan3093 Год назад

    ভাই আমি অনাস ২০২০-২১ বষ, ফাইনাল পরীক্ষা দিছি রেজাল্ট এখনো বের হয় নি, আমি রেজিষ্ট্রেশন কাড সংশোধন করতে দিছি,৷ এখন আমাকে কী ১ম বষের এডমিড কাড, মাক শিট , ঠিক করতে দিতে হবে নাকি, ৪থ বষের, এডমিট কাড, মাক শিট ঠিক করলে নিভুল সাটিফিকেট পাবো??? এই বিষয়টি বুঝায় দিলে ঊপকৃত থাকবো. ভাইজান

    • @nirobarnob6714
      @nirobarnob6714 Год назад

      আমার ও একই সমস্যা
      এখন কি করতে হবে।।???

  • @mdmizanurrahmanmizan3167
    @mdmizanurrahmanmizan3167 Год назад

    ভাই আমি তৃতীয় বর্ষেই রেজিষ্ট্রেশন কার্ড ঠিক করছি আমার কি সার্টিফিকেট সংশোধন করতে হবে।

    • @techjamal4145
      @techjamal4145  Год назад

      না েএডমিট কার্ড সংশোধন করলেই হবে।

  • @mtlabonikhatun9348
    @mtlabonikhatun9348 2 года назад

    ভাইয়া,
    অনার্সে আমার এডমিট ও রেজিষ্ট্রেশন কার্ডে নামের প্রথম অক্ষর ক্যাপিটাল কিন্তু সার্টিফিকেটে প্রথম অক্ষর স্মল লেটার এসেছে। এস.এস.সি ও এইচ. এস.সি সার্টিফিকেটে প্রথম অক্ষর ক্যাপিটাল আছে
    কি করবো প্লিজ উত্তর দিবেন

    • @techjamal4145
      @techjamal4145  2 года назад

      এটা কোন সমস্যা নাই এতে টেনশনের কিছুই নাই।

    • @mtlabonikhatun9348
      @mtlabonikhatun9348 2 года назад

      @@techjamal4145 জব পাবার ক্ষেত্রে কি কোনো সমস্যা হবে?

  • @mitondas2155
    @mitondas2155 2 года назад

    ভাইয়া আমার মায়ের নামে ভুল ছিল ২০১৬- ১৭ শিক্ষার্বষ আমি ssc Hsc সংশোধন করেছি,second year আমার এক বিষয়ে improve আছে,এবার exam দিবো,,রেজিস্ট্রেশন কার্ডে তো মায়ের নাম আমার নাম ও বাবার নাম উল্লেখ আছে।। প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ, তৃতীয় বর্ষ ও চর্তুথ বর্ষে রেজাল্টে দেখেছি মায়ের নাম উল্লেখ নেই। যেহেতু রেজিস্ট্রেশন কার্ড সংশোধন করলে, সাটিফিকেটে সংশোধন টা কি আসবে plesae reply ভাইয়া।।

    • @techjamal4145
      @techjamal4145  2 года назад

      না ভাইয়া রেজিঃকার্ড সংশোধন করে বাকি সবগুলো এডমিট কার্ড গুলো সংশোধন করতে হবে এবং পরে মার্কসীট তারপর সার্টিফিকেট সংশোধন করতে হবে।

    • @mitondas2155
      @mitondas2155 2 года назад

      @@techjamal4145অসংখ্য ধন্যবাদ ভাইয়া,

    • @mdshakibhossain-ut8dz
      @mdshakibhossain-ut8dz Год назад

      অামার রেজিঠিক হয়ছে এখন কি অনলাইলে ঠিক করা যাবে ১,২,৩য় বর্ষের এডমিট ঠিক না করে কারন এখন অলাইনে ঠিক হলে ৪র্থ বর্ষের ঠিক হতো??

  • @raselsheikh1087
    @raselsheikh1087 2 года назад

    পিতার আইডি কার্ড ছাড়া কি পিতার নামের সংশোধন করা যাবে? ssc, hsc, ঠিক আছে।
    বিএ এবং বিপিএড সার্টিফিকেট ২ টা পিতার নামের পদবি ঠিক করবো।
    শুধু ১ টা অক্ষর মিসিং হয়েছে।
    প্লিজ, জানাইয়েন❤️

    • @techjamal4145
      @techjamal4145  2 года назад

      ঠিক করা যাবে না তবে পিতা মৃত্যু হলে মৃত্যুর প্রত্যয়ন দিতে হবে আর যদি প্রত্যয়ন না থাকে যদি পিতা বাহিরে থাকে তার পাসপোর্ট ও তার জন্মনিবন্ধন দিয়ে করতে পারবেন।

  • @nurnabisumon3480
    @nurnabisumon3480 2 года назад

    Ami ekhono certificate painai but honours complete korlam recently. Change korte parbo?

    • @techjamal4145
      @techjamal4145  2 года назад

      জ্বি পারবেন তবে আগে রেজিঃকার্ড , এডমিট কার্ড, মার্কসীট পরে বাকিগুলো করতে পারবেন।

    • @NazmulIslam-fe3xj
      @NazmulIslam-fe3xj 2 года назад

      @@techjamal4145 ami honours complete korechi,amar passing year 2020. Ami masters a vortir jonno form joma diyechi. Vaiya, amakeo ki age registration card correction korte hbe naki registration card, admit card, certificate ak sate correction ar apply kora jabe? Plz janaben.

  • @bhowmikredhoy2306
    @bhowmikredhoy2306 2 года назад

    Bhi ami already SSC r HSC certificate shonshon korci amar BSC hons certificate shonshodon korte koto din time lagbe? R certificate ki National University theke collect korte hobe naki College theke

    • @techjamal4145
      @techjamal4145  2 года назад +1

      জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে সার্টিফিকেট উত্তোলন করতে পারবেন ।

    • @hridy40
      @hridy40 2 года назад +1

      ভাই আপনার এসএসসি এবং এইচএসসি সার্টিফিকেট এর কারেকশন করতে কি পত্রিকায় বিজ্ঞাপন দিতে হয়েছে?
      অনুগ্রহ করে জানাবেন...

    • @bhowmikredhoy2306
      @bhowmikredhoy2306 2 года назад +1

      @@hridy40 na bhi lage nai

    • @hridy40
      @hridy40 2 года назад

      @@bhowmikredhoy2306 ভাই আমার কিছু প্রশ্ন জানার ছিল আপনার কাছ থেকে, আপনি যদি আপনার জিমেইল এড্রেস অথবা ফেসবুক আইডিটা দেন তাহলে আমি সেখানে আপনাকে বিস্তারিত জানাতাম

  • @joybarua52
    @joybarua52 2 года назад

    ভাইয়া পেমেন্ট করার পর করণীয় কি? ব্যাংক স্লিপ কি কলেজে জমা দিতে হবে?

    • @techjamal4145
      @techjamal4145  2 года назад

      না আপনার কাছে রেখে দিন।

  • @anik7314
    @anik7314 2 года назад

    Via ami ei year e 4th year er exam dbo..amr regestration card e name vul..akn jdi regestration card er jnno abedon kri..thle ki certificate e name ki change hbe nki vul thakbe aktu kindly bolben via

    • @techjamal4145
      @techjamal4145  2 года назад

      না আগে রেজিঃকার্ড সংশোধন করুন তারপর এডমিট তারপর মার্কসীট্।

  • @limamon8264
    @limamon8264 7 месяцев назад

    ১ বছর আগে করেছি কিন্তু তারা এখনো কাজ করেনি। কী করলে কাজ হতো?

  • @shihabahmed725
    @shihabahmed725 Год назад +1

    ভাই ১৯৯৫ সালের বি.এ. সাটিফিকেট এর নাম সংশোধন করা যাবে কিনা দয়া করে জানাবেন.

    • @techjamal4145
      @techjamal4145  Год назад

      করতে পারবেন ভাই।

  • @BlissfulMazha
    @BlissfulMazha 2 года назад

    ami 16-17 batch er.amr certificate ekhono asheni ami registration card correction er jonno abedon korechi sheta approved hoyeche.ekhon certificate ki thik hoye ashbe?naki kn abedon korte hobe?

    • @techjamal4145
      @techjamal4145  2 года назад

      না আপনাকে সবগুলো সংশোধন করতে হবে।

    • @Emonkhan9
      @Emonkhan9 2 года назад

      কতদিন লাগছে এপ্রুভ হতে?

  • @mimrahman67
    @mimrahman67 Год назад

    Bhia please amk ans diben
    Ami national university thake honours r ager hsc, ssc shob documents thik korsi akhon masters er registration card thik korte shob documents e ad kore apply korsi
    Fid back asche je amk affidavit and paper cutting ad korte hobe ja amr age dorkar kono documents thik korte chay nai. Ami ki korbo bujhtasi na

    • @techjamal4145
      @techjamal4145  Год назад

      ভিডও আসছে কমেন্ট নিয়ে।