পুরুলিয়া (পশ্চিম বঙ্গ ) থেকে , আহা অসাধারণ আবেগ, গায়কীর তুলনা হয় না, এক্কেবারে অন্তঃস্থল থেকে না হলে গানের এ রকম বহিঃপ্রকাশ সম্ভব নয়। তেমনি আবার যন্ত্রী দের দক্ষতা। অনবদ্য উপস্থাপন। সব্বাইকে আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।
❤😢যে আছে সে থাকবে, যে নেই সেও থাকবে। কিন্তু পার্থক্য হচ্ছে, একজন বর্তমান আর অন্যজন অতীত। বর্তমানের আবরণ দিয়ে অতীতকে ভুলে থাকার সাধ্য-ই বা কার আছে?? তবুও তুমি ভালো থাকো
মুনিয়া ম্যাডাম এর কন্ঠের জন্যই মনে হয় এই ধরনের গানগুলি মানুষের মাঝে অমর হয়ে থাকবে। অসাধারণ কন্ঠস্বর। মানুষের মনের গভীরে জমে থাকা হৃদয় বিদারক কাহিনির পূর্ণ প্রকাশনা। নদীয়া, পশ্চিমবঙ্গ থেকে ধন্যবাদ ❤❤❤❤❤
অসাধারণ গান গেয়েছে আমার বোন ....সত্যিই প্রশংসা করার ভাষা হারিয়ে ফেলেছি ...শুধু এটুকুই বলব, এইরকম গলা বহুদিন বাদে শুনলাম....মন ভরে গেলো .....অনেকানেক ভালোবাসা ও শুভকামনা রইল বোন তোমার জন্য কোলকাতা থেকে ❤
গান টি খুব সুন্দর । জোতো বার ঐ শুনি , আরো বেশি শুনতে ইচ্ছে করে ❤️ এই কমেন্ট টা করে 1 টা স্মৃতী রেখে গেলাম।। যখন বুড়ো হয়ে যাবো , তখন কমেন্ট বক্স টা কুলে দেখবো কতো জন like করেছো ।। ১ টা লাইক করে যেও ।।
গানটি সোনার পর আমি এখানে সামান্য কিছু স্মৃতি রেখে গেলাম যখন আর বয়স হবে তখন গানটার কমেন্ট বক্সে এসে দেখবো আমার কিছু পুরোনো স্মৃতি তখন থাকবে😢😢 ,,,,,,,,,25/09/2023
গানটি আমি নিজেও গাই,, যখন গানটি গাই তখন চোখের পানি ধরে রাখতে পারি না। নদী বা সাগরের মতো অশ্রু ঝরতে থাকে। বুকটা হাহাকার করে শূন্য শূন্য। ভালোবাসার মানুষকে না পাওয়ার বেদনা বোঝানো যায় না।
এটি আমার অনেক প্রিয় একটি গান। মুনিয়া মুন অসাধারন গেয়েছে। বিশেষ করে সুমধুর বাশী আর বেহালা গানটিকে আরো অনেক বেশী প্রানোবন্ত করে দিয়েছে। সবাইকে ধন্যবাদ সুন্দর পরিবেশনার জন্য।
From kharupetia Town, Darrang, Assam, India. Tumi Jaano Nare Priyo, A very beautiful voice and songs by Muniya Moon of Bangladesh. She sings this song from her heart and soul. Best wishes and loved to her from my heart.
আপনারা যতবার লাইক দেবেন আমার কাছে নোটিফিকেশন আসবে আর আমার প্রিয় গানটির কথা মনে পড়বে❤আমি একদিন মরে যাব কিন্তু আমার কমেন্ট আর এই গানটি চিরতরে পৃথিবীতে থাকবে
S M akash,সালাম ভাই আপনার লেখাটা পড়ে বুকের ভেতরটা হাহাকার করে উঠলো,তাই আমার হৃদয় ক্ষুড়ে একটু বেদনা জাগালাম। হা সেটাই তো, কাউকে বোঝাইনি,নিজেকেই বুঝিয়েছি,শান্তনা দিয়েছি,নিজেকেই ঠকিয়েছি,এক আকাশ বেদনা দিয়ে নিজের পৃথিবীটাকে নীল করেছি,এক সাগর দু:খ দিয়ে নিজের অন্তরকে অসংখ্য বার উত্তাল করেছি, কারোপ্রতি কোনো অভিযোগ নাই,আমার ভাগ্য পরিবর্তনের কোনো চেষ্টা দুনিয়ার কেউ করে নাই আর চেষ্টা ছাড়া আল্লাহও পরিবর্তন করবেন না। সো,এইতো জীবন,হৃদয় শুন্য যার পুরো দুনিয়াই শুন্য তার,শুধু কিছু টুকরো টুকরো স্মৃতিই হৃদয়ের শান্তনা,আমার অবুঝ বয়সকে যারা সুযোগ হিসেবে ব্যবহার করেছিল,নিজেদের স্বার্থ সিদ্ধি করেছিল,আমাকে দাবার গুটি বানিয়েছিল তারা নিজেরা আজ কত অসহায় গুটি আহ!প্রকৃতির প্রতিশোধ।
তুমি জানো নারে প্রিয় তুমি কতো আপন ছিলে আমার,, ওই সকল মানুষকে শ্রদ্ধ জানাই যারা হাজারো কষ্ট পাওয়ার পর ও প্রিয় জনকে এখনো ভালোবাসে😔একটা মানুষ কত পরিমাণ ভালোবাসলে প্রিয় মানুষটা হৃদয় ভাঙ্গা কষ্ট দিয়ে ছেরে যাওয়া পরও প্রিয় মানুষটাকে আবার ফিরে পেতে চায় আমার জানা নেই। ভালো থাকুক ওই সকল প্রিয় মানুষ,,, যারা হাজারো স্বপ্ন দেখিয়ে,, শেষ মুহূর্তে নিজে ভালো থাকার জন্য ছেরে চলে গেছে,,
তুমি জানো না! জানো না রে প্রিয়!!!💝 জীবন কত অদ্ভুত! নিয়তি যে কাকে কোথায় নিয়ে যায় বলা মুশকিল। প্রত্যেক মানুষের জীবনে হয়তো একটা সময় আসে যখন সে অসহায় হয়ে পড়ে নিজের কাছে,,পরিস্থিতির কাছে। । কিছু কিছু পরিবর্তন মানুষের জীবনে আসে! যেটা সে কখনো চায় নি বা আশা করে নি!🙂
এক ভদ্র মহিলা পাশের বাসায় গিয়ে লবণ চাচ্ছিলেন। যা তার চাকুরীজীবি ছেলে দেখে ফেললেন। -আম্মু! গত কালই তো লবন এনে দিয়ে ছিলাম। প্রতিবেশীর কাছে এটা চাওয়ার কি দরকার ছিলো? মা উত্তরে বলেন, এরা প্রতিদিনই কিছু না কিছু চাইতে আসে। চাওয়ার সময় খুবই লজ্জিত হয়। এদের লজ্জা দেখে আমিও লজ্জিত হই। তাই আমি ভাবলাম এরা যাতে আর লজ্জিত না হয়। চাওয়াটা যে একটা লজ্জার বিষয় না। এটা তাদের মন থেকে, উঠে যাক। এবং বিপদে আপদে প্রতিবেশীর কাছে চাওয়া, যে কোন লজ্জার বিষয় নয়। এটা তারা বোঝুক । বরং, নির্লজ্জায় তাদের প্রয়োজনীয় জিনিসটা আমাদের কাছ থেকে চেয়ে নিয়ে যাক। এটা তাদের আল্লাহর পক্ষ থেকে আমাদের উপর হক। এজন্য তাদের কাছে লবন চাওয়ার ভান করছিলাম। এটা শুনে সন্তান মাকে বুকে জড়িয়ে ধরে বলে, তোমার মতো সবার বুঝা উচিত। মানুষ মানুষের জন্যই। (আসুন, প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক গড়ে তুলি) (সংগৃহিত)
বাহ্ বাহ্ কি অসাধারণ লাগল গানটা সত্যি গানটা যেমন সুন্দর তেমনি শিল্পি নিজে তেমনই ভালো করে গেয়েছেন ❤ সত্যি এ সব গান গুলির সামনে এখনকার গান গুলি কিই না ❤ ধন্যবাদ আমাদের এত সুন্দর একটা গান উপহার দেওয়ার জন্য 😊😊
কষ্টের সাথে যাদের বসবাস রাত টা তাদের জন্য যে কি কষ্টের সেটা শুধু তারাই জানে । সারাদিন কষ্ট গুলো বুকের মাঝে চেপে রাখলেও রাতে যেন কোন ভাবেই ঠেকানো যায় না । বুক ফেটে কষ্ট গুলো বের না হলেও চোখ ফেটে বের হয়ে আসে অশ্রু 😰😰
অসাধারণ ভাবধারায় গাইলেন "বিজয় বিচ্ছেদ "🙏🇧🇩❤️ এই সরকারের আরো অনেক বিচ্ছেদি গান রয়েছে। মুনিয়া মুন আপুর দরদী কন্ঠে ভালো লাগবে, আসায় থাকবো নতুন কোন বিজয় বিচ্ছেদি গানের!!! "
হারাম সম্পর্ক কখনো সুখের হয় না 😢এটা শুধু কষ্ট আর জীবনটাকে পোড়াতেই পারে😔তাই অন্য কাউকে ভালো না বেসে বরং স্বামী স্ত্রী দুজন। দুজনাকে বোঝেন অন্তর থেকে ভালোবাসেন তাহলেই জীবন অনেক সুন্দর ❤এটা হালাল সম্পর্ক 🥰এবং অনেক মধুর পবিত্র সম্পর্ক ❤আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করেন 🤲🤲🤲
Bhalobasha chiranta.. Tai ei gaani.. ananta kaal sthai habe... 😢😢😢😢😮😮😮😮Muniya Moon ke ajasra dhanyabad O aashirvaad.. roila.. ❤❤❤❤😊😊😊.. from Durgapur.. West Bengal. India.
Ami Tomar Golay gaanta lagatar 5 ghonta sunlam,tobuo abar sunte ichha korche go....😢😢😢I love you Muniya Moon,sotti khubbb misti tomar Sur.....Ami o Gaan koriii,Tomar Kaache onek kichu janar bojhar ichha ache,Jodi konodin tomay Kaache petam,sotti ami Sorgo ke khuje petam,Ami India 🇮🇳 Theke Bochiiii,I Love you ❤️❤️❤️
Ami India theke likhchi munia r ai gan ti. amar sobche pochodher ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤amar onek srithi monepore jay ganti jokhoni suni sotti i love this song.....❤❤❤❤❤❤
তুমি জানো না, জানো না রে প্রিয় তুমি মোর জীবনের সাধনা। তোমায় প্রথম যেদিন জেনেছি, মনে আপন মেনেছি তুমি বন্ধু আমার মন মানো না। ও.. তুমি জানো না, জানো না রে প্রিয় তুমি মোর জীবনের সাধনা। ফাল্গুন দোল পূর্ণিমায় মধুর মৃদু-মন্দ বায়ু বয় ফুলবনে পুলকেরও আল্পনা, ফুলবনে পুলকেরও আল্পনা। আবার মধুরও মাধবী রাতে, বধুয়া তোমারি সাথে করেছিলাম মধু নিশি যাপনা। তুমি জানো না, জানো না রে প্রিয় তুমি মোর জীবনের সাধনা। চলে গেলে আমায় ফেলে, কি আগুনে বুকে জ্বেলে, একদিনও দেখিতে বন্ধু এলে না, একদিনও দেখিতে বন্ধু এলে না। তোমায় পেলে দুঃখের কুটিরে, দেখাইতাম বক্ষ চিরে, বুকের ব্যাথা মুখে বলা চলে না। ও.. তুমি জানো না, জানো না রে প্রিয় তুমি মোর জীবনের সাধনা। কাষ্ঠ-যোগে দাবানল, জ্বালায় পোড়ায় বন জঙ্গল মন পোড়ানোর আগুন বন্ধু তাহা না। কত বিরহীর অন্তর তলে, বিনা কাষ্ঠে আগুন জ্বলে, জলে গেলে আগুণ বন্ধু নেভে না। তুমি জানো না, জানো না রে প্রিয় তুমি মোর জীবনের সাধনা। ওরে আমি খুঁজিয়া জনম জনম, ক্ষিতি অপ তেজ মরুৎ ব্যোমে, বহু খুঁজে না পাই বন্ধুর ঠিকানা, বহু খুঁজে না পাই বন্ধুর ঠিকানা। পাগল বিজয় বলে চিত্ত চোর, আসবে কি জীবনে মোর, বুকে রইলো আশা ভরা বাসনা। ও.. তুমি জানো না, জানো না রে প্রিয় তুমি মোর জীবনের সাধনা
প্রিয় মানুষটা জীবন থেকে হারিয়ে গেছে কিন্তু তার কিছু স্মৃতি আজও আমাকে কাদায় আমি আর আমার প্রিয় মানুষ মোবাইলে স্ক্রিন শেয়ার করে এই গানগুলো শুনতাম আজ হতো সেই নেই কিন্তু কিছু স্মৃতি রেখে গেল ভুলতে পারিনা তোমরা যারা আমার মতো কষ্ট নিয়ে বেঁচে তারাই লাইক করবে😢😢😢😢😢😢😢😢
কাকে ভালোবাসবেন আপনি..? আপনি যদি আপনার লেভেলের উপরে কারো প্রেমে পড়েন তাহলে সে লেভেলের কথা ভেবে আপনাকে রিজেক্ট করবে আর মানুষ ভাববে আপনি প্রেমে নয় লোভে পড়েছেন। আর যদি আপনার লেভেলের থেকে নিচের কারো প্রেমে পড়েন তাহলে সে ভাববে আপনি তাকে করুণা করছেন। মানুষে ভাববে আপনি সুযোগ নিতে চাচ্ছেন। কিন্তু আপনার যে একটা সুন্দর মন আছে সমাজ, প্রিয় মানুষ, পরিবার তা অনুধাবন করবে না, আপনার পবিত্র ভালোবাসা হেরে যাবে লেভেল নামক প্রতিবন্ধকতার কাছে।
1992 সালে বাবার সাথে কীর্ত্তন শুনতে গিয়ে শুনেছিলাম বিজয় সরকারের এই গান, আজ ও শুনে যাচ্ছি, অনেক দরদ দিয়ে গেয়েছেন, সাথে আছি।
ভালো লাগে
যে এই গান লিখেছে তাকে অজস্র ধন্যবাদ। এইরকম এভারগ্রিনগানগুলি দিয়েই বাংলা ভাষাবিশ্ব বিখ্যাত হবে।
রায়হান আপনি আমার সাধনা,সারাজীবন আপনাকে না পাওয়ার বিরহ এরকম গান শোনার ইচ্ছা তৈরী হবে আমার হৃদয়ে🥀
পুরুলিয়া (পশ্চিম বঙ্গ ) থেকে ,
আহা অসাধারণ আবেগ,
গায়কীর তুলনা হয় না, এক্কেবারে অন্তঃস্থল থেকে না হলে গানের এ রকম বহিঃপ্রকাশ সম্ভব নয়। তেমনি আবার যন্ত্রী দের দক্ষতা। অনবদ্য উপস্থাপন।
সব্বাইকে আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।
original er kace eta kicui na
😢😢😢গান্ টা কলিজায় লাগে রে ভাই,,, অনেক সুন্দর করে গাওয়ার জন্য আপনাকে ধন্যবাদ
অসাধারণ ❤
ইতোপুর্বে অনেকর মুখে এই গান শুনেছি কিন্তু আপনার মত এত স্পষ্ট ভাষায় কেঊ গান শুনাতে পারেনি। আপনার প্রতি আশীর্বাদ রইল।
Baje bontobo...
❤😢যে আছে সে থাকবে, যে নেই সেও থাকবে।
কিন্তু পার্থক্য হচ্ছে, একজন বর্তমান আর অন্যজন অতীত।
বর্তমানের আবরণ দিয়ে অতীতকে ভুলে থাকার সাধ্য-ই বা কার আছে??
তবুও তুমি ভালো থাকো
ভালো হয়েছে, তবে আমরা চাই আরও অন্তর থেকে গানটি গাইলে আরও ভালো হবে আশা করছি। যেমনটি গেয়েছেন বাংলাদেশের সুরবাবু।
আমি তোমাকে ছাড়া ভালো থাকবো না তোমাকে আমি চাই ভালোবাসা মনে হয় শত জনম
গানটা কতোবার শুনেছি মনে পরছে না, গানের মধ্যে কতো দরদ কতো বেদনা জমে আছে, অসাধারণ
মুনিয়া ম্যাডাম এর কন্ঠের জন্যই মনে হয় এই ধরনের গানগুলি মানুষের মাঝে অমর হয়ে থাকবে। অসাধারণ কন্ঠস্বর। মানুষের মনের গভীরে জমে থাকা হৃদয় বিদারক কাহিনির পূর্ণ প্রকাশনা। নদীয়া, পশ্চিমবঙ্গ থেকে ধন্যবাদ ❤❤❤❤❤
অসাধারণ গান গেয়েছে আমার বোন ....সত্যিই প্রশংসা করার ভাষা হারিয়ে ফেলেছি ...শুধু এটুকুই বলব, এইরকম গলা বহুদিন বাদে শুনলাম....মন ভরে গেলো
.....অনেকানেক ভালোবাসা ও শুভকামনা রইল বোন তোমার জন্য কোলকাতা থেকে ❤
গান টি খুব সুন্দর । জোতো বার ঐ শুনি , আরো বেশি শুনতে ইচ্ছে করে ❤️ এই কমেন্ট টা করে 1 টা স্মৃতী রেখে গেলাম।। যখন বুড়ো হয়ে যাবো , তখন কমেন্ট বক্স টা কুলে দেখবো কতো জন like করেছো ।। ১ টা লাইক করে যেও ।।
Accha
এমন কমেন্ট করতে হবে যে মানুষ থেকে লাইক চাইতে হইবে নাহ তারা ইচ্ছা ক্রিত ভাবেই লাইক কমেন্ট করবে
P@@seemadagar7000
P@@seemadagar7000
❤
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
কিছু কিছু গান আছে যা কখনো পুরাতন হবে না,,গানের সাথে মিশে আছে জীবনের অনেক স্মৃতি।❤❤❤
❤❤❤
গান শুনে চোখে জল আর ধরে রাখতে পারলাম না।❤শুধুমাত্র একটাই কথা বলবো অসাধারণ 😊
প্রথম যেদিন দেখেছি, মনে আপন ভেবেছি!...
Hi
কেন
বলার মতো কোনও শব্দ নেই, তবুও বলবো যে অনেক অনেক অসাধারণ। সত্যি...🇮🇳🇮🇳🇮🇳 ❤
মুনিয়া মুনের,,এইসব গানের অন্য কোন শিল্পীর তুলনা হয়না,, মুনিয়া মুন,,এক ও
,,অ দ্বিতীয়,, শিল্পী কে আমার অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা জানাই,,
Unparalleled brilliant singer nice voice famous in Bangladesh ❤❤❤❤❤
গানটি যেন আমার অজান্তেই জীবনের সাথে মিলে গেল, তাই স্মৃতি হিসেবে রেখে গেলাম, কেউ এসে লাইক দিলে ফিরে আবার দেখা হবে❤❤❤
Ok
❤
Same to you
অনেক মিস করি ভালোবাসার মানুষ টা কে,,যেখানে থাকো ভালো থাকিও❤❤❤
❤ My love very nice awesome song Dammy🎉❤❤❤
খুব চমৎকার একটি গান গেয়ে সবার মনে যায়গা করে নিয়েছেন তিনি।
❤😮
Very hardly.❤❤❤❤❤❤❤❤song.
আমি 2019শে পথম শুনছিলাম নাটকে এই গান টা তখন থেকেই মনে একটা শান্তি পাইছি❤
আমিও চঞ্চল চৌধুরীর নাটক 😢😢
গানটি সোনার পর আমি এখানে সামান্য কিছু স্মৃতি রেখে গেলাম যখন আর বয়স হবে তখন গানটার কমেন্ট বক্সে এসে দেখবো আমার কিছু পুরোনো স্মৃতি তখন থাকবে😢😢 ,,,,,,,,,25/09/2023
গানটি। আমি শুনেছি😢😢।।।। 19l4l20l24l
H99ot @@mddaloar1905
ড. আজাদ 18.08.2024
22.09.2024❤❤❤
২৫.০১.২৫ এ এসে দেখতেছি 😓😓
আপনার যত গান শুনিছি তার মধ্যে এই গাছ টা সব থেকে বেশি শুনতে ভালো লাগে , কেন লাগে জানি না । এক কথায় অসাধারণ । আপনার জন্য শুভকামনা রইল
এই গানটা অনেক বছর আগে শুনেছিলাম, বাউল শিল্পী আলেয়ার কন্ঠে। অসাধারণ গেয়েছেন। ধন্যবাদ।
এতো পরিষ্কার গলায় গানটা গেয়েছেন..... খুব ভালো লাগলো।
এতো সুন্দর কন্ঠে দরদ দিয়ে গানটি গাইলেন। সত্যিই অসাধারণ গানটি সবার মনে স্হান করে নিয়েছে। 📣এনামুল হক তালুকদার
আপু তোমার গান গুলো আমার এতো ভালো লাগে কেন বলতে পারি না.. যত বার শুনি তত বার শুনতে মন চায়.. অনেকেরই লাইফের সাথে জরীত গান গুলো।। ❤❤❤❤❤
Hmm
গানটা শুনে ভাষা হারিয়ে ফেলেছি। মন প্রাণ ছুঁয়ে গেছে। খুব সুন্দর গেয়েছেন ❤️❤️❤️👌👌👌😘😘😘
ভাষা হারাবার নয় ভাষা জানা বার বোঝার চেষ্টা করুন ❤
গানটি আমি নিজেও গাই,, যখন গানটি গাই তখন চোখের পানি ধরে রাখতে পারি না।
নদী বা সাগরের মতো অশ্রু ঝরতে থাকে।
বুকটা হাহাকার করে শূন্য শূন্য।
ভালোবাসার মানুষকে না পাওয়ার বেদনা বোঝানো যায় না।
সন্তোষপুর,কলকাতা থেকে শুনছি এই মধুমাখা গান,ধন্যবাদ।
এটি আমার অনেক প্রিয় একটি গান। মুনিয়া মুন অসাধারন গেয়েছে। বিশেষ করে সুমধুর বাশী আর বেহালা গানটিকে আরো অনেক বেশী প্রানোবন্ত করে দিয়েছে। সবাইকে ধন্যবাদ সুন্দর পরিবেশনার জন্য।
সে ছিল আমার প্রথম ভালোবাসা তাইতো তার মৃত্যুর পর ও তাকেই ভালোবাসি। এক জনমে এই ভালোবাসা শেষ হবে না।
আসাধারণ গায়কি, এতো দরদভরা গয়কি খুব কম শোনা যায়। মন প্রাণ উজার করে বলিষ্ঠ গলায় গেয়েছেন। আপনাকে আমার অনেক শুভেচ্ছা।
Akdom
From kharupetia Town, Darrang, Assam, India. Tumi Jaano Nare Priyo, A very beautiful voice and songs by Muniya Moon of Bangladesh. She sings this song from her heart and soul. Best wishes and loved to her from my heart.
😮😢😢😢😢
From Assam tezpur, ..you are not a singer,,you are great...salute you legend
সৃতি রেখে গেলাম,,,গানটি কেউ শুনতে এসে লাইক দিলে নোটিফিকেশন পেয়ে আবার শুনতে আসব গানটি❤❤
08-10-23
Ghi
❤
বেবেছি,,
দেকলে না।,,
এই উচ্চারণ গুলোর জন্য এতো সুন্দর গানটা কেমন যেনো লাগছে।
তাছাড়া অসাধারণ হয়েছে।।
আমার মতন কে কে এই গানটা শুনে চোখের জল ধরে রাখতে পারোনি।
তারাই একটা লাইক দেবে
ভালোবাসা টা সত্যি এক অদ্ভুদ ১ মাস কথা বলে প্রিয় মানুষের মায়া আটকে গেছি ভুলতে পারি না। আমার মতো অপূর্ণতা যেন কেউ না হয়।।।। 😢😢😢
Aunek darad deea geyechho ganti. Best of luck.
Melodious song, performance is excellent,ohh my god,uncommon artist she plays her own method, precede❤❤❤❤❤❤❤❤
আপনারা যতবার লাইক দেবেন আমার কাছে নোটিফিকেশন আসবে আর আমার প্রিয় গানটির কথা মনে পড়বে❤আমি একদিন মরে যাব কিন্তু আমার কমেন্ট আর এই গানটি চিরতরে পৃথিবীতে থাকবে
Ha
😢😢😢@@snehamarjit3831
হ্যা
Hello
এই গানটা আমার মায়ের খুব প্রিয় একটা গান।মা কন্ঠে শুনেছি অনেক বার।মা আজ এই পৃথিবীতে নেই। রেখে গেছেন অনেক অনেক স্মৃতি। ❤
চমৎকার গেয়েছেন,আর গানটি তো অসাধারণ,যত বার শুনি মন ভরে না
কমেন্ট করে গেলাম,কেউ আবার শুনতে এসে লাইক করলে, নটিফিকেশন পাবো
উনার গানে তো সুরই নাই
অসাধারণ গায়কী!!!
আর মিউজিশিয়ানদের প্রশংসা আলাদাভাবে না করে পারলাম না!
❤️❤️
ম্যাডাম মুনিয়া আপনার প্রতিটা গান শুনে আমি খুব খুশি হই।ভালো লাগে আমার।আন্তরিক ভাবে অভিনন্দন জানিয়ে অনেক ধন্যবাদ সবাইকে আমি হারুণ অল রশীদ।
আমি যাকে এখনো পাগলের মতো ভালোবাসি তার নাম টা ও মুনিয়া আক্তার বৃষ্টি,,,,,, অনেক অনেক ধন্যবাদ শিল্পী কে,,,,
Dislike jara diyece tara bodhoy buddhijibi...
Osadharan gan ta..❤️❤️
তোমাকে হারাইনি
হারিয়েছি নিজেকে।
কাউকে বোঝাইনি
বুঝিয়েছি নিজেকে।
S M akash,সালাম ভাই আপনার লেখাটা পড়ে বুকের ভেতরটা হাহাকার করে উঠলো,তাই আমার হৃদয় ক্ষুড়ে একটু বেদনা জাগালাম। হা সেটাই তো, কাউকে বোঝাইনি,নিজেকেই বুঝিয়েছি,শান্তনা দিয়েছি,নিজেকেই ঠকিয়েছি,এক আকাশ বেদনা দিয়ে নিজের পৃথিবীটাকে নীল করেছি,এক সাগর দু:খ দিয়ে নিজের অন্তরকে অসংখ্য বার উত্তাল করেছি, কারোপ্রতি কোনো অভিযোগ নাই,আমার ভাগ্য পরিবর্তনের কোনো চেষ্টা দুনিয়ার কেউ করে নাই আর চেষ্টা ছাড়া আল্লাহও পরিবর্তন করবেন না। সো,এইতো জীবন,হৃদয় শুন্য যার পুরো দুনিয়াই শুন্য তার,শুধু কিছু টুকরো টুকরো স্মৃতিই হৃদয়ের শান্তনা,আমার অবুঝ বয়সকে যারা সুযোগ হিসেবে ব্যবহার করেছিল,নিজেদের স্বার্থ সিদ্ধি করেছিল,আমাকে দাবার গুটি বানিয়েছিল তারা নিজেরা আজ কত অসহায় গুটি আহ!প্রকৃতির প্রতিশোধ।
😭😭
@@rajosreeroy4493 😥
😂😢
😂😢
খামারগাছি , হুগলী, পশ্চিমবঙ্গ, ভারত থেকে দেখছি। এই গলায় কতবার যে শুনেছি তার ঠিক নেই। অসাধারণ !!!! এ ছাড়া আর কোন কথা বলতে পারিনা।
আমার পছন্দের একটা গান,,,যত বার শুনি ততো বারই মুগ্ধ হয়ে যায়...
Good
L)
তুমি জানো নারে প্রিয় তুমি কতো আপন ছিলে আমার,, ওই সকল মানুষকে শ্রদ্ধ জানাই যারা হাজারো কষ্ট পাওয়ার পর ও প্রিয় জনকে এখনো ভালোবাসে😔একটা মানুষ কত পরিমাণ ভালোবাসলে প্রিয় মানুষটা হৃদয় ভাঙ্গা কষ্ট দিয়ে ছেরে যাওয়া পরও প্রিয় মানুষটাকে আবার ফিরে পেতে চায় আমার জানা নেই। ভালো থাকুক ওই সকল প্রিয় মানুষ,,, যারা হাজারো স্বপ্ন দেখিয়ে,, শেষ মুহূর্তে নিজে ভালো থাকার জন্য ছেরে চলে গেছে,,
ভালোবাসা এমনি হয়.... ভালোবাসা যায়, শুধুই ভালোবাসা যায়। ভোলা যায় না। ভুলতে চাইলে দ্বিগুণ ভালোবাসা হয়ে যায়।
আমার তাই ভাবনা ,ভালো থাকুক তারা
❤
❤❤
😭😭
অপূর্ব
শ্রুতিমধুর
আসলে যে গানগুলো কখনও পুরাতন হয় না।
এধরনের গানে জন্য এরকম গুণিশিল্পীর প্রয়োজন
যখনি কোনো কষ্টের গান শুনে কমেন্টে ঢুকি,তখনি দেখি কোনো ব্যর্থ প্রেমিকের হাহাকার, কিন্তু আলহামদুলিল্লাহ আমি আমার ভালোবাসার মানুষ টিকে পেয়েছি ❤❤❤❤
Didi🥰🥰🥰🥰🥰
আপনার ভ্যগো ভালো
তুমি জানো না! জানো না রে প্রিয়!!!💝
জীবন কত অদ্ভুত! নিয়তি যে কাকে কোথায় নিয়ে যায় বলা মুশকিল।
প্রত্যেক মানুষের জীবনে হয়তো একটা সময় আসে যখন সে অসহায় হয়ে পড়ে নিজের কাছে,,পরিস্থিতির কাছে। ।
কিছু কিছু পরিবর্তন মানুষের জীবনে আসে! যেটা সে কখনো চায় নি বা আশা করে নি!🙂
tnx
এক ভদ্র মহিলা পাশের বাসায় গিয়ে লবণ চাচ্ছিলেন।
যা তার চাকুরীজীবি ছেলে দেখে ফেললেন।
-আম্মু! গত কালই তো লবন এনে দিয়ে ছিলাম। প্রতিবেশীর কাছে এটা চাওয়ার কি দরকার ছিলো?
মা উত্তরে বলেন, এরা প্রতিদিনই কিছু না কিছু চাইতে আসে। চাওয়ার সময় খুবই লজ্জিত হয়। এদের লজ্জা দেখে আমিও লজ্জিত হই।
তাই আমি ভাবলাম এরা যাতে আর লজ্জিত না হয়।
চাওয়াটা যে একটা লজ্জার বিষয় না। এটা তাদের মন থেকে, উঠে যাক। এবং বিপদে আপদে প্রতিবেশীর কাছে চাওয়া, যে কোন লজ্জার বিষয় নয়। এটা তারা বোঝুক ।
বরং, নির্লজ্জায় তাদের প্রয়োজনীয় জিনিসটা আমাদের কাছ থেকে চেয়ে নিয়ে যাক।
এটা তাদের আল্লাহর পক্ষ থেকে আমাদের উপর হক।
এজন্য তাদের কাছে লবন চাওয়ার ভান করছিলাম।
এটা শুনে সন্তান মাকে বুকে জড়িয়ে ধরে বলে, তোমার মতো সবার বুঝা উচিত। মানুষ মানুষের জন্যই।
(আসুন, প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক গড়ে তুলি)
(সংগৃহিত)
সময় উপযোগী গল্প
@@MdRubel-pd4lm 💝💝💝💝
hmmm
হৃদয় স্পর্শ করা গান শুনে মুগ্ধ ও অভিভূত হলাম,অভিনন্দন জানাই।
বিজয় সরকারের অসাধরন সৃষ্টি, অসাধরন গায়কি। ❤❤
কত দরদ, আকুতিভরা ভালোবাসার অবগাহন তোমার কন্ঠে ফুটে উঠেছে।
কত সহজ সরল ভাষা, মন প্রাণ ভরে গেল, ভালো থাকুক প্রিয় মানুষটা।
বাহ্ বাহ্ কি অসাধারণ লাগল গানটা সত্যি গানটা যেমন সুন্দর তেমনি শিল্পি নিজে তেমনই ভালো করে গেয়েছেন ❤ সত্যি এ সব গান গুলির সামনে এখনকার গান গুলি কিই না ❤ ধন্যবাদ আমাদের এত সুন্দর একটা গান উপহার দেওয়ার জন্য 😊😊
the leahant
I lvoe you
অসাধারণ গাইকা..,
আর মিউওজিয়ান প্রশংসা আলাদা ভাবে অসাধারন
দারুণ গান,যেমন গানের কথা তেমনই গানের স্রর,মিউজিক তাও দারুণ হয়েছে।অসংখ্য ধন্যবাদ সকল কে, যারা গানের সাথে যুক্ত তাদেরকে।আমি ভারত থেকে।
যত বার মন খারাপ হয় তত বার এসে আমার পিয় দিদির এই মধুর গলার স্বরের সাথে এই গান টি শুনে আমার মনটা যেন জুড়িয়ে যায় (অসাধারণ স্বর) 🙂
Nice.❤❤❤❤❤❤❤❤❤❤
এতো সুন্দর দরদ দিয়ে গান টা গেয়েছেন আমী শুনে মুগ্ধ হয়ে গেলাম।আপনার সব গানের সাফল্য কামনা করি।🙏💐🙏🇮🇳🇮🇳
26262
খুব সুন্দর একটি কমেন্ট দেখতে পেলাম এই প্রথম ইউটিউব এ। আমিও আপনার সাথে এক মত। 🇮🇳🇮🇳🙏🙏
My dear Moon, you are the best singer...your reaction and expression of the song has been played......ok.thank you again and again...best of luck..
কষ্টের সাথে যাদের বসবাস রাত টা তাদের জন্য
যে কি কষ্টের সেটা শুধু তারাই জানে । সারাদিন
কষ্ট গুলো বুকের মাঝে চেপে রাখলেও রাতে
যেন কোন ভাবেই ঠেকানো যায় না । বুক ফেটে
কষ্ট গুলো বের না হলেও চোখ ফেটে বের হয়ে আসে অশ্রু 😰😰
Bvv
right...
Pp0
Right.......
আপনি একদম সত্যি এবং বাস্তব কথা বলেছেন।আপনার কমেন্ডটা পরার পর সত্যি চোখের পানি চলে আসলো।
প্রতিদিন রাতে ঘুমানোর আগে গানটা শুনে খুব ভালো লাগে আমার R জন্য কমেন্ট টা রেখে গেলাম❤❤
অসাধারণ ভাবধারায় গাইলেন "বিজয় বিচ্ছেদ "🙏🇧🇩❤️ এই সরকারের আরো অনেক বিচ্ছেদি গান রয়েছে। মুনিয়া মুন আপুর দরদী কন্ঠে ভালো লাগবে, আসায় থাকবো নতুন কোন বিজয় বিচ্ছেদি গানের!!! "
আপু আমি আগে অন্যান্য শিল্পীদের গান শুনতাম, কিন্তু আজ তিনদিন ধরে শুধু আপনার গান শুনি, আমার খুবই ভালো লাগে, আপনার কন্ঠ খুব ভালো
So sweet..didi vai..khub sundar gan
যাদের মনে কষ্ট আছে, একমাএ তারা গানটার মানে বুঝবে।
I feel the pain 🥺 💔
ami sagur roy
মনে অনেক কস্ট নিয়া গান টা শুনি মাঝে মাঝে
একদম ঠিক কথা 😭😭😭
U r right 💔
আমি একজন বড় ভাইয়ের মুখে শুনেছি এই গানটি আগের প্রজন্মেও মানুষ শুনত,,আমরাও মনের সবটুকু দিয়ে শুনতেছি,,এই গান আগামী প্রজন্মের সবাই শুনবে।
wow kya gana hein. ...thanks munia moon for singing this song. ..I'm not feeling how much beautiful this song form Assam
The sweet tone of the singer just regales my two ears 👌 best wishes from core of my heart🌹
স্মৃতি রেখে গেলাম প্রিয়, যুগ যুগ ধরে যখন মানুষ এই গানটি শুনতে এসে কমেন্টে লাইক করবে তখন নোটিফিকেশন পেয়ে আবার গানটি শুনতে আসব💔💔
গান প্রিয় মানুষ গুলো এই গানটি সব সময় শুনবে তাই স্মৃতি রেখে গেলাম।💝💝💝💝
অসাধারণ,,,,,,,,,,খুব বিরহে মন কেঁদে উঠলো
Mon vore Jai amon gan sunle....kichu kotha mukhe bola jaina Tai hoyto ganer modhe sob kotha fute othe ....khub sundor ganer vasa guli....😊
মনটা ভরে গেলো আপনার গলায় একটু জাদু আছে। আমার কষ্ট গুলো মনে হচ্ছে আপনার গানের সুর দিয়ে বেরোচ্ছে
মনটা ভরে গেলো
Ai ganta sunle amar monta valo hoye jay
হারাম সম্পর্ক কখনো সুখের হয় না 😢এটা শুধু কষ্ট আর জীবনটাকে পোড়াতেই পারে😔তাই অন্য কাউকে ভালো না বেসে বরং স্বামী স্ত্রী দুজন। দুজনাকে বোঝেন অন্তর থেকে ভালোবাসেন তাহলেই জীবন অনেক সুন্দর ❤এটা হালাল সম্পর্ক 🥰এবং অনেক মধুর পবিত্র সম্পর্ক ❤আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করেন 🤲🤲🤲
ভালোবাসা হালাল হক বা হারাম কোথাও শান্তি নেই 😢😢😢😢
halael theke bortomane haram purusrai besi santi khoje
Bhalobasha chiranta.. Tai ei gaani.. ananta kaal sthai habe... 😢😢😢😢😮😮😮😮Muniya Moon ke ajasra dhanyabad O aashirvaad.. roila.. ❤❤❤❤😊😊😊.. from Durgapur.. West Bengal. India.
Beautiful singing.Thanks to singer.Arati from Howrah, West Bengal
ভালোবাসার মানুষ টাকে পাওয়া সত্যি সাধনার থেকে বড় ....প্রিয় তুমি সত্যি কখনো জানতে পারবে না যে তুমি আমার সাধনা ... ..😌😔
Ami Tomar Golay gaanta lagatar 5 ghonta sunlam,tobuo abar sunte ichha korche go....😢😢😢I love you Muniya Moon,sotti khubbb misti tomar Sur.....Ami o Gaan koriii,Tomar Kaache onek kichu janar bojhar ichha ache,Jodi konodin tomay Kaache petam,sotti ami Sorgo ke khuje petam,Ami India 🇮🇳 Theke Bochiiii,I Love you ❤️❤️❤️
Imfrom Dhubri Assam, India. Excellent performance.
অসাধারণ একটি গান অসাধারন ভাবে গাইলেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ
অনেকের কণ্ঠে অনেকবার গানটি শুনেছি। ভালোও লেগেছে। তবে আজ মনে হল, তোমারই আবেদন সর্বশ্রেষ্ঠা
খুবই সুন্দর গান অসাধারণ কিছু বলার নেই মন ছুঁয়ে গেল
খুব সুন্দর গান
কত সুন্দর গান ।মন প্রাণ ভরে দেয় । কিন্তু আমরা বাঙালি হিন্দু মুসলমান এক হতে পারলাম না । আমার জন্ম ভূমি ময়মনসিংহ থাকি কুচবিহারে ।
দাদা পারি কিন্তু কতকগুলো মানুষ নামের অমানুষের জন্য আমাদের মাঝে ভেদাভেদ 💗💗💗💗
R8 2
@@anyakter637 Facebook id please
Same here
ঠিক বলছেন ভাই।
Ami India theke likhchi munia r ai gan ti. amar sobche pochodher ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤amar onek srithi monepore jay ganti jokhoni suni sotti i love this song.....❤❤❤❤❤❤
গানটা যতই শুনি ততই যেন আরও সুমধুর হয়ে ওঠে ।❤❤❤
গানটা অনেক সুন্দর
আমার অনেক ভালো লাগলো
আমার মনে দাগ কেটেছে
G😢😂😢😂😢😢😢😢😢😢v
তুমি জানো না, জানো না রে প্রিয়
তুমি মোর জীবনের সাধনা।
তোমায় প্রথম যেদিন জেনেছি, মনে আপন মেনেছি
তুমি বন্ধু আমার মন মানো না।
ও.. তুমি জানো না, জানো না রে প্রিয়
তুমি মোর জীবনের সাধনা।
ফাল্গুন দোল পূর্ণিমায় মধুর মৃদু-মন্দ বায়ু বয়
ফুলবনে পুলকেরও আল্পনা,
ফুলবনে পুলকেরও আল্পনা।
আবার মধুরও মাধবী রাতে, বধুয়া তোমারি সাথে
করেছিলাম মধু নিশি যাপনা।
তুমি জানো না, জানো না রে প্রিয়
তুমি মোর জীবনের সাধনা।
চলে গেলে আমায় ফেলে,
কি আগুনে বুকে জ্বেলে,
একদিনও দেখিতে বন্ধু এলে না,
একদিনও দেখিতে বন্ধু এলে না।
তোমায় পেলে দুঃখের কুটিরে,
দেখাইতাম বক্ষ চিরে,
বুকের ব্যাথা মুখে বলা চলে না।
ও.. তুমি জানো না, জানো না রে প্রিয়
তুমি মোর জীবনের সাধনা।
কাষ্ঠ-যোগে দাবানল,
জ্বালায় পোড়ায় বন জঙ্গল
মন পোড়ানোর আগুন বন্ধু তাহা না।
কত বিরহীর অন্তর তলে,
বিনা কাষ্ঠে আগুন জ্বলে,
জলে গেলে আগুণ বন্ধু নেভে না।
তুমি জানো না, জানো না রে প্রিয়
তুমি মোর জীবনের সাধনা।
ওরে আমি খুঁজিয়া জনম জনম,
ক্ষিতি অপ তেজ মরুৎ ব্যোমে,
বহু খুঁজে না পাই বন্ধুর ঠিকানা,
বহু খুঁজে না পাই বন্ধুর ঠিকানা।
পাগল বিজয় বলে চিত্ত চোর,
আসবে কি জীবনে মোর,
বুকে রইলো আশা ভরা বাসনা।
ও.. তুমি জানো না, জানো না রে প্রিয়
তুমি মোর জীবনের সাধনা
❣️
প্রিয় মানুষটা জীবন থেকে হারিয়ে গেছে কিন্তু তার কিছু স্মৃতি আজও আমাকে কাদায় আমি আর আমার প্রিয় মানুষ মোবাইলে স্ক্রিন শেয়ার করে এই গানগুলো শুনতাম আজ হতো সেই নেই কিন্তু কিছু স্মৃতি রেখে গেল ভুলতে পারিনা তোমরা যারা আমার মতো কষ্ট নিয়ে বেঁচে তারাই লাইক করবে😢😢😢😢😢😢😢😢
এই গানটা শুনে শুধু কাঁদলাম আর কিছুনা। Thanks monni mam
ভালোবাসা কখনো মরে না।বেঁচে থাকে হাজারো প্রেমিক প্রেমিকার মাঝে।স্মৃতি গুলো কখনোই মুছে ফেলা যায় না।
Divai ami ei gaan ti jotoi suni totoi tomar golai aro beshi sunte echche kore .. Mone ekta santi ase gaan ti sunle
অনেক পছন্দ হয়েছে সেই একটা গান অসংখ্য ধন্যবাদ দরদী বোন আমার নাম নুপুর জাহান
Hy l
আহা!
তুমি মোর জীবনের সাধনা।
কি ছিলে আমার,আর হয়ে গেলে কার?
আমি তো তুমারি ওই আসমানে ও তুৃমার বুজলা পিয়্য
Thank you friend... Munia Moon... for your wanderful
singing... This song is your
achievement of a top singer.. according to me.. 😮😮😮😮😮🎉🎉🎉🎉❤❤❤❤❤❤😊😊😊
খুব কম মানুষেই জানে, বোঝে l অসাধারণ গেয়েছেন l অনেক শভেচ্ছা l আপনার গুণমুগ্ধ দাদা, ভারত l
এই গানটি কার কার প্রিয়।
আমার কাছে খুবই প্রিয় গান
বিজয় গীতি অামার খুব অাননদ দায়ক হৃদয়ে র প্রসাদ
Balar gan🤣
@@baban_offi_cl6332 😠
@@swapansarkar532 😍😍
@@swapansarkar532 q
❤❤অসাধারন গেয়েছেন ❤❤অনেক প্রিয় গানটা❤❤আগে অনেক শুনতাম গানটা।প্রিয় মানুষটাকে ভালোবেসে ❤❤আজ অনেক বছর পরে, শুনলাম গানটা❤❤
অনেক ভালো লেগেছে ❤❤
কাকে ভালোবাসবেন আপনি..?
আপনি যদি আপনার লেভেলের উপরে কারো প্রেমে পড়েন তাহলে সে লেভেলের কথা ভেবে আপনাকে রিজেক্ট করবে আর মানুষ ভাববে আপনি প্রেমে নয় লোভে পড়েছেন।
আর যদি আপনার লেভেলের থেকে নিচের কারো প্রেমে পড়েন তাহলে সে ভাববে আপনি তাকে করুণা করছেন।
মানুষে ভাববে আপনি সুযোগ নিতে চাচ্ছেন।
কিন্তু আপনার যে একটা সুন্দর মন আছে সমাজ, প্রিয় মানুষ, পরিবার তা অনুধাবন করবে না, আপনার পবিত্র ভালোবাসা হেরে যাবে লেভেল নামক প্রতিবন্ধকতার কাছে।
hmm
অসম্ভব সুন্দর কথা বলেছেন ভাই👍
বাস্তব কথা
একদম ঠীক কথা বলেছেন প্রত্যেক টা কথা একদম সত্য 😥।
Hi
অনেক আবেগ দিয়ে,অনেক সুন্দর করে গেয়েছেন, আপনার জন্য রইলো অনেক অনেক ভালোবাসা ❤️