শুনেছিলাম মিউটেশন আবেদন করার পর এসিল্যান্ড স্যারের আইডিতে ২৪ ঘন্টার পর অটো সিস্টেমে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার আইডি তে চলে যাবে। আমি ২০ জানুয়ারি আবেদন করছি এখনও এসিল্যান্ডের আইডিতে আছে।
দলিল যদি আবেদনকারীর পিতার ক্রয়কৃত হয় নামজারি না করে মৃত্যুবরণ করেন তাহলে কী ভাবে মালিকানা অর্জন করেছেন এই অপশনে কী ক্রয় /উত্তরাধিকার সিলেক্ট করতে হবে? কারন পিতা পেয়েছে ক্রয় সূত্রে এবং আবেদনকারী বা পুত্র পেয়েছে এই দলিল থেকে উত্তরাধিকার সূত্রে।
স্যার আমি ২০১৪ সালে ম্যানুয়াল ভাবে নামজারি করছি অর্পিত সম্পত্তি খ তালিকা থেকে। ২০২১ সাল পর্যন্ত খাজনা পরিশোধ করেছি পরবর্তীতে খাজনা দিতে গেলে ভূমি অফিস থেকে বলে খাজনা দেওয়া যাবেনা আবার নামজারি করতে হবে কিন্তু আমি তো কোটের রায় অনুযায়ী ২০১৪ সালে নামজারি করেছিলাম স্যার একটু তথ্য দিয়ে সহায়তা করুন কি করতে পারি
স্যার, দাতার তথ্যতে দাতা কে হবে? দাতা কি যিনি রেকর্ডিয় মালিক তাঁর নাম হবে নাকি সর্বশেষ ভায়া মূলে যার কাছ থেকে মালিক তার তথ্য হবে এবং ভায়া দলিল এড করলে দলিল নং দেখায়না সাথে দলিল তারিখ চলে আসে ০১/০১/ ১৯৭০। দয়া করে বিষয়টা জানাবেন।
বন্দোবস্ত দলিল কিভাবে নামজারি করতে হবে?
স্যার এইটা একটু বললে খুব উপকৃত হতাম ❤
দয়াকরে একটু বলবেন৷
সোলে নামা ডিক্রি দিয়ে নামজারি আবেদন করে দেখাবেন অনুগ্রহ করে
প্রবাসীদের জন্য নামজারি আবেদনের ক্ষেত্রে পাসপোর্ট অপশন টা দেওয়া হোক।
ডি সি আর ফি প্রদান করার পর কেনো বায়া দলিল নাম্বার খতিয়ানে থাকে না?
শুনেছিলাম মিউটেশন আবেদন করার পর এসিল্যান্ড স্যারের আইডিতে ২৪ ঘন্টার পর অটো সিস্টেমে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার আইডি তে চলে যাবে। আমি ২০ জানুয়ারি আবেদন করছি এখনও এসিল্যান্ডের আইডিতে আছে।
স্যার আর,এস রেকর্ডের মালিক তার নিজের অংশ নামজারি করে বের হয়ে যাবে , সেক্ষেত্রে “অন্যান্য” অপশন টা এখন ও যুক্ত করা হয় নাই ।
জি জমাভাগ অপশনটা এখনো সিস্টেমে আপডেট হয়নি। দ্রুত আপডেট হয়ে যাবে
বাউয়া দলিল আবেদনে দেখা যাচ্ছেনা..এমন কি খসড়া খতিয়ানে এড হচ্ছেনা.. এটার জন্য করনিয় কি
বায়া দলিল আবেদন দেখা যাবে অনুগ্রহ করে দেখুন প্লিজ
@digitalshebabd আমি আপনাকে বুঝাতে পারিনাই হয়তো...আবেদন করার সময় বায়া দলিল এড করলাম..কিন্তু আবেদন করা শেষে আবেদন প্রিন্ট করলে তাতে বায়া দলিল নাম্বার + তারিখ আসেনা এমনকি খসড়া খতিয়ানেও বায়া দলিল এড হচ্ছেনা
স্যার নাগরিক প্রফাইলের ফোন নাম্বার পরিবর্তন করা যাচ্ছে নাহ
আপাতত নাই । অতি শিঘ্রঅই চেঞ্জ করার অপশন দেওয়া হবে।
স্যার জমা একত্রিকরন অপশনটা নাই
কিছুদিনের মধ্যে চলে আসবে
দলিল যদি আবেদনকারীর পিতার ক্রয়কৃত হয় নামজারি না করে মৃত্যুবরণ করেন তাহলে কী ভাবে মালিকানা অর্জন করেছেন এই অপশনে কী ক্রয় /উত্তরাধিকার সিলেক্ট করতে হবে?
কারন পিতা পেয়েছে ক্রয় সূত্রে এবং আবেদনকারী বা পুত্র পেয়েছে এই দলিল থেকে উত্তরাধিকার সূত্রে।
@@md.jahirulalamreza3522 উত্তরাধিকার সূত্রে হবে। নেক্সট একটা ভিডিও দিবো এই বিষয়টি নিয়ে।
এক থানার লোক অন্য থানায় জমি থাকলে খারিজের আবেদন করলে থানার অপশন পরিবর্তন করা যায় না কেন??
@@pshafiqulislam3397 জমির তফসিল যে উপজেলায় সেই উপজেলায় নির্বাচন করবেন। তবে ঠিকানা যেকোন যায়গা দিলে সমস্যা নাই
নাম্বার থাকলে আপনাকে বুঝানো যায়তো বিষয়টি
স্যার আমি ২০১৪ সালে ম্যানুয়াল ভাবে নামজারি করছি অর্পিত সম্পত্তি খ তালিকা থেকে। ২০২১ সাল পর্যন্ত খাজনা পরিশোধ করেছি পরবর্তীতে খাজনা দিতে গেলে ভূমি অফিস থেকে বলে খাজনা দেওয়া যাবেনা আবার নামজারি করতে হবে কিন্তু আমি তো কোটের রায় অনুযায়ী ২০১৪ সালে নামজারি করেছিলাম স্যার একটু তথ্য দিয়ে সহায়তা করুন কি করতে পারি
@@antorkumar4081 বিষয়টি আপনার কাছ থেকে ক্লিয়ার হওয়া লাগবে। ১৬১২২ নম্বরে ফোন দিয়েন। ধন্যবাদ
বন্টননামা দিয়ে নামজারি আবেদনের মালিকানা সূত্র কোনটি হবে স্যার দয়া করে একটু জানাবেন❤❤
উত্তরাধিকার যদি ওয়ারিশ সম্পত্তি হয়।
স্যার, দাতার তথ্যতে দাতা কে হবে?
দাতা কি যিনি রেকর্ডিয় মালিক তাঁর নাম হবে নাকি সর্বশেষ ভায়া মূলে যার কাছ থেকে মালিক তার তথ্য হবে এবং ভায়া দলিল এড করলে দলিল নং দেখায়না সাথে দলিল তারিখ চলে আসে ০১/০১/ ১৯৭০। দয়া করে বিষয়টা জানাবেন।
সর্বপ্রথম নামজারি/ রেকর্ডীয় তথ্য দিতে হবে। যার কাছ থেকে ক্রয় করেছেন সে হবে বায়া দলিলের তথ্য যদি দাতার নামে নামজারি বা রেকর্ড না থাকে।
যাদের এনআইডি নাই প্রবাসী এনারা খুব পেরেশানির মধ্যে আছি নামজারির আবেদন করতে না পেরে বিষয়টি দ্রুত সমাধান করার জন্য অনুরোধ করছি।
@@AbbasAli-nj1qi দ্রুত আপডেট করা হবে।