আমরা কক্সবাজার সেন্টমার্টিন কুয়াকাটার কথা জানি পর্যটক স্পটের জন্য,,,,,,কিন্তু প্রকৃত বাংলার অপরুপ দৃশ্য এই তিন জেলা বান্দরবান,,রাঙ্গামাটি,,,, খাগড়াছড়ি,,,,, সত্যিই অপরুপ,,,,, তাই সরকারের উচিত বিশেষভাবে যত্ন করা এই অঞ্চলের,,,,,,
আমি প্রথমেই BBC নিউজকে ধন্যবাদ জানায় এতো সুন্দর করে পাহাড়ে মানুষের অধিকারে বিষয়ে তুলে ধরা জন্য এবং আমাদের মনের ভাষা প্রকাশ করা জন্যা❤❤আর যারা এখানে নানা ভাবে মতপ্রকাশ করেছেন তদেরকে বলি আমরা পাহাড়ি আর আমরা মধ্যবিত্ত হওয়া কারণে মা - বাবা ভালো বিদ্যালয়ে, ভালো কলেজে ও নামি-দামি ইউনিভার্সিটিতে আমাদের পড়াশুনা করাইতে পারেনি কিন্তু আপনারা তো ভালো স্কুলে ভালো কলেজে নামি-দামি ইউভার্সিটিতে পড়াশুনা শেষ করে ভালো পদে কর্মরত আছেন তাহলে আপমাদের মনের এতোই বিদ্বেষ কেন,আপনারা তো অশিক্ষিত নন। নয় মুর্খর আমাদের মতোই তাহলে আপনাদের শিকার করতে সমস্যা বা কোথায়...? এই আপনাদের শিক্ষিত মানুষের নমুনা। কতটুকু নিজেদের নিচু মনে মানুষ হিসাবে আখ্যায়িত্ব করে রাখবেন⛔
বাহ্ চমৎকার চুক্তি, চাকমারা দেশের সব জায়গায় বাড়ীঘর করে বসত করতে পারবে কিন্তু বাঙ্গালীরা পার্বত্য এলাকায় থাকতে পারবেনা! সারাদেশে সকল নাগরিক যেভাবে বসবাস করে সেভাবেই চাকমাদেরও সুযোগ করে দেওয়া উচিৎ! ধন্যবাদ
তোরা নিজের এলাকায় কাউকে বাঙালি ছাড়া কাউকে ব্যবসা করতে দিসনা, অথচ পাহাড়ি এলাকায় এসে ব্যবসা করতোসোস,চাকরি জন্য অফিসে গেলে পাহাড়িদের তোরা হেও করোস, আর দেশের রাষ্ট্রীয় সকল বাহিনীতে বড় পদে শুধু তোদের বাঙালিরা চাকরি করে, পাহাড়িরা যোগ্য হয়েও সেসবে সুযোক পায়না, আর শোন্ তোদের লড়াই শুধু চাকমাদের নয়, সকল পাহাড়ির জন্য, তাই শুধু চাকমাদের নাম তুলিস না
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর সময় যে সিদ্ধান্ত নিয়েছিলেন সম্পূর্ণ সঠিক, সময় উপযোগী সিদ্ধান্ত নিয়েছিলেন ,কিন্তু দুঃখজনক হলেও সত্য পরবর্তীতে যেসব সরকার রাষ্ট্র পরিচালনা করেছেন তাদের ভিতরে অনেক দুর্বলতা ছিল ,এবং ব্যর্থতার পরিচয় দিয়েছে, এক দেশ এক আইন, যদি সে বাংলাদেশী হয় জন্মসূত্রে বাংলাদেশী, আলাদা কোন আইন ব্যবস্থা থাকবে না, ভিন্ন কোন নিয়ম কানুন থাকবে না ,যারা মানবে না, তারা দেশদ্রোহী হিসাবে চিহ্নিত হবে, জনসম্মুখে তাদেরকে এনে সরাসরি ক্রসফায়ার দিয়ে মেরে ফেলা উচিত, এবং ওই সকল বিশেষ করে পার্বত্য অঞ্চলগুলোতে সামরিক শক্তি আরও বৃদ্ধি করা উচিত।।
চীনে উইঘুরদের সাথেও কিন্তু একই হচ্ছে। শিনচিয়াং এ উইঘুর মুসলিমদের জন্ম নিয়ন্ত্রণ ও ব্যাপকভাবে হান চাইনিজদের সেখানে স্থানান্তর। ব্যাপারটা অনেক শান্তিপূর্ণ তাইনা।
স্যালুট জানাই বাংলাদেশের প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট শহীদ মেজর জিয়াউর রহমান। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশ প্রেমিক ছিলেন পুরো দেশের মানুষকে একটা জাতি হিসেবে দেখতো।
আজ পর্যন্ত কোন হিন্দুকে বলতে শুনিনি প্রয়োজনে তারা ভারতের বিরোদ্ধে অস্ত্র হাতে নিতে প্রস্তুত। আপনি কি দেশের সার্বভৌমত্ব রক্ষায় ভারতের বিরোদ্ধে অস্ত্র হাতে নিতে প্রস্তুত?
কাশ্মীরে কেবলমাত্র কাশ্মীরি দের জন্য। ওখানে বহিরাগত অ কাশ্মীরি রা জমি জায়গা কিনতে পারে না। এমনকি কাশ্মীরি মুসলমান রা অন্য রাজ্যের হিন্দু মুসলমান মেয়েদের বিয়ে করতে পারবে কিন্তু বহিরাগত মুসলমান যুবক রা পর্যন্ত কাশ্মীরি মেয়ে কে বিয়ে করতে পারবে না।
Kintu pahare bangali der thakte deya uchit nou,oder onno kono chor e ghorbari kore deya uchit,paharider shongskriti,vasha shob alada,ora nijeder shonskriti shongrokkhon korte chay,bangali ra tader shathe mishle tader shongskriti ekdin bilin hoye jabe
প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে সিদ্ধান্ত নিয়েছিল তা সঠিক ছিল, শেখ হাসিনা যে শান্তি চুক্তি করেছিল সেটাও ভালো হয়েছে, খালেদা-হাসিনা দুয়ে মিলে ভাবতে হবে কিভাবে সার্বভৌমত্ব রক্ষা করা যায়? দেশের সার্বভৌম্যতে কৌশল করা যেতে পারে কিন্তু কোন আপোষ নয়???
Hill tracks is a sensitive boarder area. So, we need for all hard security three Army cantonment, BGB, RAB etc. All kind of people live together as a brother hood.
দেশের জায়গা কাউকে বর্গা দেয়া যাবেনা। সবার সমান অধিকার নিশ্চিত করতে হবে। উপজাতি দের জীবনমান উন্নয়ন করা, বাংগালীদের নিরাপত্তা জোরদার করা, চাদাবাজী বন্ধ করা দরকার।
বাংলাদেশের নিজস্ব ভূমিতে সেনাপ্রত্যাহার করার শর্ত অযৌক্তিক। ভূমির মালিকানা বিশেষ কোন গুষ্টির অধিকার হওয়া বৈষম্যমূলক। শান্তির জন্য সবার অধিকার সমান হওয়া উচিত।
এই তিন জেলায় আছে, ঋতুপর্না চাকমা, রুপনা চাকমা, আনাই মোগিনি, দীপংকর তালুকদারের মত আরো অনেক বাংলাদেশের জনপ্রিয় ব্যাক্তি , তাই সরকার কে বলবো দয়া করে তাড়াতাড়ি পাহাড়ে শান্তি ফিরিয়ে আনার চেষ্টা করুন, আর যারা পাহাড়ে বিনা কারনে অশান্তি করার চেষ্টা করছে তাদের কে গ্রেফতার করে শাস্তি দিন।।।।।
আওয়ামী লীগ যদি সব আসনে হারেও, দীপংকর তালুকদার এই আসন জিতবে। রাঙামাটির কেউ নই কিন্তু লোকটা অত্যন্ত জ্ঞানী, দেশপ্রেমী এবং দেশের ভালো চায় সংঘাত চায় না। খুবই আকর্ষণীয় ব্যক্তিত্ব 🌹
জিয়াউর রহমান বলেছিলেন আমাদের পাহাড়িদের বাঙালি হয়ে যেতে না হলে পাহাড়ি জাতি শেষ করে দিবে। পাহাড়িরা না মানায় বাঙালিদের অস্থায়ী ভাবে পাহাড়িরা যেখানে চাষ করে জীবন যাপন করে ওইখানে বসিয়ে দেয়। তখন থেকে পাহাড়ে পাহাড়ি আর বাঙালি মধ্যে একটা বিবধ সৃষ্টি হয়ে যায়। যা এখন কিছুটা কমছে।
আরতো চট্টগ্রামে আরো সেনাক্যাম্প হওয়া উচিত। চাকমারা যদি বাংলাদেশের যে কোন জায়গায় জাগা কিনতে পারে। পার্বত্য চট্টগ্রামে কেনবাঙালিরা জায়গা কিনতে পারবে না।
আপনি কার জমি কিনবেন ? পার্বত্য এলাকায় ৯৮% জমির মালিক তো পাহাড়িরাই হবে তাই না । আগে তাদের মালিকানা ফিরিয়ে তার পর তাদের কাছ থেকে কিনে উচিত অনুচিত এর কথা বলেন ।
বাহির থেকে আরো ১০ লাখ বাংগালী পার্বত্য চট্টগ্রামে পূর্ণবাসন করা দরকার, কারণ পাহাড়িরা এক একজনে শত শত একর জমি দরে রখেছে, বাংলাদেশের নিচু এলাকা থেকে ১০ লাখ পরিবারকে পূর্ণবাসন করা উচিত।
দেশটা আমাদের, আমরা দেশের নাগরিক হিসাবে আমি প্রার্বত্য জেলায় আমি বসবাস চাকরি ব্যবসা বানিজ্য জমি ক্রয় বিক্রয় করার পুরপুরি অধিকার আমার আছে কারণ আমি বাংলাদেশের নাগরিক,,, প্রার্বত্য জেলা কোনো ভিন্ন দেশ নয় যে আমরা প্রার্বত্য জেলাতে বসবাস ব্যবসাবাণিজ্য জমি জমা ক্রয় বিক্রয় করতে পারবো না। পৈত্রিক সুত্রে সেখানে বসবাস করলে সেখানে জমি জমা ক্রয় বিক্রয় বসবাস করতে পারবে এমন আইন নিয়ম বাংলাদেশের সংবিধানে আছে বলে মনে হয়না। মারমা লারমা উপজাতি চাকমা সবাই ইচ্ছে করলে বাংলাদেশের যেকোনো অঞ্চলে বসবাস ব্যবসাবাণিজ্য জমি জমা ক্রয় বিক্রয় করতে পারবে আমরা কেনো পারবো না? তাদের যেমন স্বাধীনতা আছে আমাদেরও ত স্বাধীনতা আছে। বাংগালী যদি প্রার্বত্য জেলাতে বসবাস ব্যবসাবাণিজ্য জমি জমা ক্রয় বিক্রয় চাকরি করতে না পারে তাহলে আমরা দেশ স্বাধীন করেছি কি চাকমা মারমা লারমা উপজাতিরা ভোগ করার জন্য? এটা আমার মাতৃভূমি দেশ, এই দেশে সবার সমান অধিকার,,, বাংলাদেশ সেনাবাহিনী পুলিশ আইনশৃঙ্খলা বাহিনী র্যাব বর্ডারগার্ড বিজিবি বাংগালী সবাই প্রার্বত্য অঞ্চলে একদম স্বাধীন বুক ফুলিয়ে থাকবেন। এটা আমার দেশের অংশ।
একি 🇧🇩 দেশে থেকে পাহাড়িদের কথা মত চলতে হবে আমরা কষ্ট করে অর্থ উপার্জন করে পাহাড়ীদের জন্য উন্নত জীবন যাপনের সুযোগ সুবিধা তৈরি করে দিতে হবে বাহ্ কি চমৎকার! পাহাড়ীরা আমাদের বাংলাদেশ সুন্দর উন্নত হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে কি কি ভুমিকা রাখতে ছে সেটা হিসেব করেন আগে, আমরা যে ভাবে প্রবাসে কর্ম করে ব্যবসা বানিজ্য করে দেশের কোষাগার সচল রাখছি সেভাবে কাজ করতে বলেন পাহাড়ীদের, পাহাড়িরা বসে বসে খায় আর ঘুমায় ওরা দেশ গড়ার ক্ষেত্রে কোন ভুমিকা রাখছে না ওদের সাথে কিসের শাস্তি চুক্তি ওদের গাড়ধরে টেনে আনুন এনে কাজে লাগান বিদেশ যেতে বলেন টাকা ধন সম্পদ অর্জনের জন্য ফালতু যতসব।
এটাই নিয়ম। ভারতের অন্যান্য রাজ্যের তুলনায় কাশ্মীরের জনগনের জন্যে অনেক বেশি সুবিধা রাস্তা বাজার খেলা পড়াশোনা প্রভৃতি র সুযোগ করে দেয়ার জন্য প্রচুর টাকা বরাদ্দ করতে হয় ।
তারা যদি শান্তি চাইবে, তাহলে সেনাবাহিনীর ক্যাম্পগুলো নিয়ে তাদের শঙ্কিত হওয়ার কথা না। বাংলাদেশ সরকারের উচিত সেনাবাহিনী ক্যাম্পগুলোকে সংখ্যায় আরও বিস্তৃত করা। যাতে একটুখানি জায়গাও লোক চক্ষুর অন্তরালে না থাকে।
কাশ্মীর আর রাখাইন রাজ্যে এইরকম ব্যবস্থা নেয়া হোক। যাতে শান্তি বজায় থাকে। আমি হলাম শোষিত নিপীড়িত মানুষের পক্ষে, মানবতার পক্ষে। আপনার মত কানা বাঁকা চোখের না।
এই ক্যাম্প নিয়ে শঙ্কিত হওয়ার কোন বিষয় থাকত না।যদিনা এই ক্যাম্প গুলা নিয়ে রাজনীতি করা না হত।যদি না এই ক্যাম্প গুলাতে সমান সংখ্যাক পাহাড়ি সেনা থাকত। আপনি কি এর যথোপযুক্ত উত্তর দিতে পারবেন? পাহাড়ে সব সেনা ক্যাম্প গুলিতে শুধু বাঙালী সেনা কেন? পাহাড়ি সেনা নাই কেন?
@@wizargchakma3152 আপনি কি বাংলাদেশের নাগরিক নাকি ভিনদেশী? পার্বত্য অঞ্চলগুলো বাংলাদেশের ভূখণ্ডের বাহিরে? আমি আপনাকে আলাদা করতে চাচ্ছি না, তারপরও আপনার কথার প্রসঙ্গে বললাম। সামরিক -বেসামরিক সকল জায়গাতে সরকারি চাকরিতে পাহাড়িরা কর্মরত আছে। এটা আপনার-আমার নাগরিক অধিকার। তারপরেও আপনারা নিজেদের কেন ভিন্ন চোখে দেখেন।
আসসালামু আলাইকুম আমি একজন খুব সাধারণ মানুষ আমার বাড়ি রামগড় থানা জেলা খাগড়াছড়ি আমরা যারা এসব এলাকায় বসবাস করি সবাই শান্তিবাহিনীর কাছে জিম্মি তাই বলছি তিন প্রার্বত্য জেলায় সেনাবাহিনী ক্যেম্প দেওয়া হোক প্লিজ
বাংলাদেশের প্রতিটি টুকরোই বাংলাদেশ এদেশের প্রতিটি স্হানে প্রয়োজনে সেনা ক্যাম্প স্থাপন করার জন্য কোন বাধা থাকতে পারে না।এবং বাংলাদেশী হিসেবে বাংলাদেশের যে কোন নাগরিক যে কোন স্থানে বাড়িঘর করতে পারে।
বাংলাদেশের পাহাড়ি সম্পদ বাঁচাতে হলে ❤পাহাড়ে স্থায়িত্ব সেনাবাহিনীর ক্যামপ থাকা জরূরী হয়ে উঠেছে বাংলাদেশের ঐতীয্য সাধিনতা এবং সাবভৌমত মূক্ত রাখার জন্য স্থায়ী সেনাবাহিনীর ক্যামপ আবশ্যক ও গুরুত্বপূর্ণ ❤
এখানে আমরা সবাই বাঙালি কথাটা ভুল। পশ্চিমবঙ্গও এক হয়ে যায় বাঙালি কথাটায়। আমরা সবাই বাংলাদেশি। সবার প্রতিই ন্যায়বিচার হোক। উপজাতি,আদিবাসী বা পাহাড়িরাও আমাদেরই ভাই।
শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর চৌকস বুদ্ধিদিপ্ত সিদ্ধান্তের জন্যই চট্টগ্রাম এখনো বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হয়নি। যদি উনি জিবিত থাকতেন তাহলে বাংলাদেশ নামক ভূখণ্ডের দিকে কোন শকুন এর চোখ পড়লে তা সাথে সাথে উপড়ে ফেলতেন। বাঙালি জাতি বড়ই দুর্ভাগা।
পুরোটাই বাংলাদেশ। সুতরাং দেশের সর্বভৌমত্ব রক্ষা করা সবার দায়িত্ব। প্রতিটি নাগরিকের জন্য দেশের কল্যাণ কামনা করা অবশ্যক। 📌তবে এই পৃথিবী যেহেতু মহান এক আল্লাহর, সেহেতু এই পৃথিবীতে আইনও চলবে কেবল তাঁর। ✌️🇸🇦🕋🗡️🏹🐎
@@ClintonCHT ইয়াহুদি খ্রিষ্টান হিন্দু বৌদ্ধ সহ সব ধর্মেই, মহান আল্লাহর প্রেরিত সর্বশেষ বার্তাবাহক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সালাম এর কথা উল্লেখ রয়েছে। আল্লাহপাক বলেছেন আমার নিকট কেবল ইসলাম ধর্ম গ্রহণযোগ্য। যেহেতু সব ধর্মের লোকেরাই স্বীকার করে যে স্রষ্টা রয়েছেন, সেহেতু এক আল্লাহর জমিনে কেবল তাঁরই আইন চলবে এবং তারই মনোনীত এবং তার নিকট গ্রহণযোগ্য ধর্ম ইসলামের ধর্মগ্রন্থ মহান আল কোরআন, এবং নবীজি সাল্লাল্লাহু আলাই সাল্লাম এর সুন্নত অনুসারে আমরা এই পৃথিবী পরিচালিত করব ইনশাআল্লাহ। ✌️🇸🇦🕋🇸🇦
@@ClintonCHT ইনশাআল্লাহ, যখন আল্লাহর কোরআন এবং নবীজির সুন্নত, মুসলিম বিশ্বে প্রতিষ্ঠিত হবে, মহাপবিত্র কোরআন এবং নবীর সুন্নত দ্বারা মুসলিম রাষ্ট্রগুলো পরিচালিত হবে, এবং ইসলামী খিলাফত ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে, তখন সারা পৃথিবীতে শান্তি এবং নিরাপত্তা ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে।
@@MartialArts7864 আকাশ কুসুম কল্পনা। শরিয়া শাসনে মেয়েদেরকে তুচ্ছ করে দেখা হয়। যেমন আফগানিস্তান। আর হ্যাঁ, ইসলাম কেনো অন্য ধর্মের মানুষদের পাট্টা দেয় না?
পাহাড়িরা কখনো পার্বত্য অঞ্চলকে স্বাধীন চাইনি, পাহাড়িরা চেয়েছে পার্বত্য অঞ্চলে শান্তিতে বসবাস করতে এবং নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে। পার্বত্য অঞ্চলের প্রধান সমস্যা শুরু হয় জিয়াউর রহমান আমলে স্যাটেলার ৩ লাখ বাঙ্গালীকে পার্বত্য এলাকায় পুনর্বাসনের ফলে, যার ফলে পাহাড়িরা নিজ ভূমি থেকে উদ্বাস্তু হয়ে পড়ে। এখনো সেনাবাহিনী ও প্রশাসনের ছত্রছায়ায় বাঙ্গালীদের দ্বারা প্রতিনিয়ত পাহাড়িদের ভূমি দখল হচ্ছে। সমতলের বাঙালিরা আপনারা একটু চিন্তা করুন আপনাদের এলাকায় যদি তিন লাখ রোহিঙ্গা পুনর্বাসন করা হয় তারা যদি প্রশাসনের ছত্রছায়ায় আপনার বসতবাড়ি জমিজমা দখল করে আপনাদের উদবাস্তু করে ফেলে তখন নিশ্চয়ই সেটা আপনাদের সাথে অন্যায় করা হবে পাহাড়িদের ক্ষেত্রেও তাই হয়েছে। পাহারিদের ভুল বুঝবেননা, পাহাড়িরা সহজ-সরল ও শান্তি প্রিয়, পাহাড়িরা নিজেদের মতো করে পাহাড়ে একটু শান্তিতে বসবাস করতে চায়। আগে পাহাড়িদের ভূমি অধিকার নিশ্চিত করুন তাহলে এমনিতেই পাহাড়ি বাঙ্গালীদের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান চলে আসবে।
খামাখা মিথ্যাচার করলেন। উপজাতী সশস্ত্র দলগুলি বাংলাদেশ স্বাধীনের পর থেকে বিচ্ছিন্নতাবাদি সংগ্রাম করছে। যে তিনলাখ বাংগালিকে পার্বোত্য অঞ্চলে নেয়া হয়েছে তাদেরকে সরকারি খাসজমি দেওয়া হয়েছে। সেটাও অনেক কম। আর লাখ লাখ রোহিংগাদের সমতলে স্থান দেওয়া হয়েছে এটাকি আপনার জানা নেই। শান্তিচুক্তির পর উপজাতীদের যত যায়গা নেওয়া হয়েছে প্রয়োজনীয় ক্ষতিপুরন দিয়ে দেওয়া হয়েছে। উপজাতিরা খাসজমি, ক্ষতিপুরন পাওয়া জমি এমনকি বিক্রিকরা জমিও ভুয়া কাগজপত্র দিয়ে মামলা করেছে। একারনেই ভুমি বিরোধ নিস্পত্তি হচ্ছেনা। এছারা উপজাতি সংগঠনগুলি মুসলিম ফোবিয়া ছরাচ্ছে। উপদেশ দেওয়ার আগে নিজেদের ভাল হতে হবে।
পাহাড়ে বাঙালীদের রোহিঙ্গার সাথে তুলনা করলেন? নিজদেশের মানুষ রোহিঙ্গা? বাঙালিরা জায়গা কিনে ওখানে থাকতেছে যেভাবে পাহাড়ীরা দেশের অন্যান্য জায়গায় জায়গা কিনে বাড়ী করে থাকতেছে
Kintu aki Desh hisebe sobar soman odhikar hoya ucit..apnader jemon somotole jayga kine bosobas ar odhikar thaka ucit amder o pahare jayga kine bosobas ar odhikar thaka ucit.. Tobe ami personally chai apnader jibon maner unnoti hok..r vumi dokhol ar beparta somotoleo hy..kintu ata karo kammo na
পাহাড়িরা বেশি অধিকার পাচ্ছে। তাদের অন্যায্য সুবিধা বাতিল করতে হবে। যোগ্যতার ভিত্তিতে দেশ চলবে। কোটায় নয়। আমি যোগ্য লোক, কিন্তু উচ্চতার অভাবে যে চাকরি পাচ্ছি না, সেটা ঠিকই একটা পাহাড়ি বাগিয়ে নিচ্ছে। এটা একজন বাংলাদেশী হয়ে ভয়ানক বৈষম্যমূলক
সরকারের উচিত দেশের অখন্ডতা রক্ষা করার জন্য পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনীকে সর্বোচ্চ ক্ষমতা দিয়ে অত্যাধুনিক সমরাস্ত্র, যৌথবাহিনী এবং বিমান বাহিনীর সমন্বয়ে সেএসএস, ইউপিডিএফ সহ সকল সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্রে ব্যাপক অভিযান পরিচালনা করে দেশের অখন্ডতা নিশ্চিত করা।
@@truthlover8899 ভারত ও মায়ানমার থেকে ১৫০ বছর আগে আসা জনগোষ্ঠী কিভাবে বাংলাদেশের আদিবাসী হয়? এরা ভারত বা মায়ানমার এর আদিবাসী হতে পারে, কিন্তু বাংলাদেশে এরা উপজাতি। বাঙ্গালীগণ ই বাংলাদেশের আদিবাসী।
আপনি হয়তো জানেন না। বাংলাদেশ সেনাবাহিনী অর্ধেকেরও বেশি পার্বত্য চট্টগ্রামে মোতায়ন করা আছে। পার্বত্য চট্টগ্রামে অলিখিত সেনা শাসন চলছে। সমতলে যে অর্ধেকেরও কম সেনাবাহিনী আছে তাদেরকেও যদি পার্বত্য চট্টগ্রামে মোতায়েন করা হয়। তাহলে সমতলে কী হবে ভেবে দেখেছেন।
@@Won-young124 পাহাড়ে কঠোর সেনা শাসনই প্রয়োজন। কারণ আপনারা পার্বত্য চট্টগ্রামকে আলাদা করতে চান। বাঙালিদের সহ্য করতে পারেন না। বর্ণবাদী আচরণ করেন। পাহাড়ে উন্নয়নে বাধা দেন, আন্দোলন করেন। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং সংবিধানের সম্মান রক্ষার্থে যেটা প্রয়োজন সেটাই করা হবে
এই পার্বত্য অঞ্চল অনেক আগে-ই দখল হয়ে ভারত হয়ে যেত যদি শহিদ জিয়া তিন লাখ লোক কে এখানে স্থায়ী ভাবে বসত না করাত❤ বিভিন্ন ষড়যন্ত্রে আজ আমাদের দেশটা ক্ষত বিক্ষত 😢😢
বাংলাদেশের নাগরিকত্ব বাংলাদেশী যে কোনো নাগরিক বাংলাদেশের মানচিত্রের ভেতর তার বসবাসের অধিকার আছে,সব বিভাগ জেলা উপজেলা ইউনিয়ন গ্রামে, পাহাড় ও পর্বতে এবং জমি ক্রয় বিক্রয় দখল করতে পারবে ,
@chakmajummo6102 akhane to dokhol ar kotha ble nai..akhane to kena bechar kotha blce...r pahari onchol gulo onk sundar..jodi porjoton ase tohole to infrastructure dorkar..
তারাও বাংলাদেশের নাগরিক, বাংগালী ও নাগরিক। তাদের নিরাপত্তা দিবে বাংলাদেশের সেনাবাহিনী। তাদের আবার আলাদা বাহিনী থাকবে কেন?? তাহলে স্বার্বভউমত্ব রইলো কই??
Paharira kon dasar...sorbo prokar sorkari dasar sena gon dar odikare thalbe sara desh...Ar kono bahini thakbe na..in sha Allah ALLAHU Akbar Amin Amin ya Rabbal alamin Alhamdulillah Alhamdulillah Lillahe Takbir ALLAHU Akbar Amin Amin
জিয়াউর রহমান একটা ভালো কাজ করেছেন।। দুই পক্ষে সমান সুযোগ দেওয়া হোক।। আমরা আমাদের দেশের সমান অধিকার প্রতিষ্ঠা করতে হবে ই।। পয়টন আরো অনেক বেশি বিকাশ অব্যাহত রাখতে বেশি বিনিয়োগ আকৃষ্ট করার জন্য একটি সিদ্ধান্ত নিতে হবে ই।। তথ্য য়ায়াবর কুয়েত চট্টগ্রাম।।
পার্বত্য চট্টগ্রামের ৩ জেলায় আরো ১০ লক্ষ মানুষ কে পূর্নবাসন করা হোক, পাশাপাশি বিভিন্ন কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয়া হোক। যেমন: গার্মেন্টস, আধুনিক পর্যটনকেন্দ্র, রিসোর্ট ও বিভিন্ন শিল্পকারখানা। তাহলে ই মায়ানমার থেকে আগত উপজাতি গুলো উচিত শিক্ষা পাবে। ★ পূর্নবাসনের সুবিধা যে ধরনের নাগরিকদের দেয়া উচিত : ১. নদীভাঙন এলাকার মানুষদের কে। ২. বন্যায় আক্রান্ত এলাকার মানুষদের কে। ৩. গৃহহীন মানুষদেরকে ৪. কক্সবাজারের পাহাড় ধ্বংসে যাদের বাড়িঘর ভেঙে গেছে তাদের কে। পরিশেষে শান্তিচুক্তির সংবিধান বিরোধী ধারা গুলো বাতিল করা হোক। সুতরাং বাঙালি যেখানে সংখ্যাগরিষ্ঠ সেখানে দেশের সার্বভৌমত্ব এমনিতেই নিরাপদ।
তাদের যথাযথ অধিকার ফিরিয়ে দেয়া হোক কিন্তু আমরা যেন পার্বত্য চট্টগ্রামে বসতি স্থাপন করতে পারি এবং জমি ক্রয় করতে পারি সে অধিকার ফিরে আনা হোক আর তা না করা হলে তা হবে আর আসতে বিরোধী কাজ এবং তাদের দেশদ্রোহিতার বহিঃপ্রকাশ।
আমরা বাংলাদেশি কিন্তূ আমরা বাঙালি না। পাহাড়িদের জোর করে বাঙালি বানানো ঠিক না নয়তো এই লড়াই কোনোদিন শেষ হবে না। আমি চাই পাহাড়ে বসতি গড়তে আশা বাঙালিদের টর্চার করা হোক তাহলে যাওয়ার সাহস পাবে না
সবকিছুই বুঝলাম এদেশের বাঙালি পার্বত্য অঞ্চলের বাঙালিরা কোথায় যাবে তাদের এই উদ্বাস্তু করা হলে তারা কোথায় যাবে সেটা জানতে চায় তাদের এই অগ্রধিকার ফিরিয়ে দিতে হবে তাদের মাতৃভূমি তাদেরকে রাখা হোক সেটারই দূর যাবি জানাচ্ছি। স্বাধীন এই দেশ স্বাধীনতা দেশে পরাধীনতা ভাবে বসবাস করা যায় না কখনো আমার মতে পার্বত্য অঞ্চলে এবং সমতলী কেন বৈষম্য হবে এখানে পাহাড়ি বাঙালি সবার সমান অধিকার।
❤এতোটা স্বচ্চ পরিস্কার ও গুছানো ভাবে জনাব আকবর সাহেবের উপস্থাপন্--- সত্যি-অসাধারণ্---! বিবিসিকে অনেক্-অনেক্--- ধন্যবাদ।
আমরা কক্সবাজার সেন্টমার্টিন কুয়াকাটার কথা জানি পর্যটক স্পটের জন্য,,,,,,কিন্তু প্রকৃত বাংলার অপরুপ দৃশ্য এই তিন জেলা বান্দরবান,,রাঙ্গামাটি,,,, খাগড়াছড়ি,,,,, সত্যিই অপরুপ,,,,, তাই সরকারের উচিত বিশেষভাবে যত্ন করা এই অঞ্চলের,,,,,,
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে এই সাহসী পদক্ষেপের জন্য বাংলাদেশের জনগণের পক্ষ থেকে সালাম
Sheik hasina ache bolei aj bangladesh e shanti ache
হুম তোমার জায়গায় হিন্দুদের অন্য জায়গা থেকে নিয়ে থাকতে দিলে কেমন লাগবে?নিজের জায়গায় অন্য কেউ থাকবে আর হুমকি দিবে তখন কেমন লাগবে?
@@user-qc9ht7fh5d অ
Bhutto said the same after Tikka Khan started killing you in 26 March 1971.
?😮😮😮😅ù lmkp
আমি প্রথমেই BBC নিউজকে ধন্যবাদ জানায় এতো সুন্দর করে পাহাড়ে মানুষের অধিকারে বিষয়ে তুলে ধরা জন্য এবং আমাদের মনের ভাষা প্রকাশ করা জন্যা❤❤আর যারা এখানে নানা ভাবে মতপ্রকাশ করেছেন তদেরকে বলি আমরা পাহাড়ি আর আমরা মধ্যবিত্ত হওয়া কারণে মা - বাবা ভালো বিদ্যালয়ে, ভালো কলেজে ও নামি-দামি ইউনিভার্সিটিতে আমাদের পড়াশুনা করাইতে পারেনি কিন্তু আপনারা তো ভালো স্কুলে ভালো কলেজে নামি-দামি ইউভার্সিটিতে পড়াশুনা শেষ করে ভালো পদে কর্মরত আছেন তাহলে আপমাদের মনের এতোই বিদ্বেষ কেন,আপনারা তো অশিক্ষিত নন। নয় মুর্খর আমাদের মতোই তাহলে আপনাদের শিকার করতে সমস্যা বা কোথায়...? এই আপনাদের শিক্ষিত মানুষের নমুনা। কতটুকু নিজেদের নিচু মনে মানুষ হিসাবে আখ্যায়িত্ব করে রাখবেন⛔
বাহ্ চমৎকার চুক্তি, চাকমারা দেশের
সব জায়গায় বাড়ীঘর করে বসত
করতে পারবে কিন্তু বাঙ্গালীরা
পার্বত্য এলাকায় থাকতে
পারবেনা! সারাদেশে সকল
নাগরিক যেভাবে বসবাস করে
সেভাবেই চাকমাদেরও সুযোগ
করে দেওয়া উচিৎ! ধন্যবাদ
Taily to apnar bharot er dhara 370 niya o kono somossa thako uchit na
কাশ্মীরের জন্য তাহলে কান্না করেন কেন?
রাইট।
তোরা নিজের এলাকায় কাউকে বাঙালি ছাড়া কাউকে ব্যবসা করতে দিসনা, অথচ পাহাড়ি এলাকায় এসে ব্যবসা করতোসোস,চাকরি জন্য অফিসে গেলে পাহাড়িদের তোরা হেও করোস, আর দেশের রাষ্ট্রীয় সকল বাহিনীতে বড় পদে শুধু তোদের বাঙালিরা চাকরি করে, পাহাড়িরা যোগ্য হয়েও সেসবে সুযোক পায়না, আর শোন্ তোদের লড়াই শুধু চাকমাদের নয়, সকল পাহাড়ির জন্য, তাই শুধু চাকমাদের নাম তুলিস না
রাইট ✌️
আমি ঐ সময় গিয়েছিলাম ।
নিজ চোখে দেখেছি যে সকল অস্ত্র জমা দিয়েছিল তা খুব পুরোনো এবং ভাংগা চুরা।
Right ♥️♥️♥️♥️
Asol gula to setelar der jonnoi rakse.. Bas deyar jonno
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর সময় যে সিদ্ধান্ত নিয়েছিলেন সম্পূর্ণ সঠিক, সময় উপযোগী সিদ্ধান্ত নিয়েছিলেন ,কিন্তু দুঃখজনক হলেও সত্য পরবর্তীতে যেসব সরকার রাষ্ট্র পরিচালনা করেছেন তাদের ভিতরে অনেক দুর্বলতা ছিল ,এবং ব্যর্থতার পরিচয় দিয়েছে, এক দেশ এক আইন, যদি সে বাংলাদেশী হয় জন্মসূত্রে বাংলাদেশী, আলাদা কোন আইন ব্যবস্থা থাকবে না, ভিন্ন কোন নিয়ম কানুন থাকবে না ,যারা মানবে না, তারা দেশদ্রোহী হিসাবে চিহ্নিত হবে, জনসম্মুখে তাদেরকে এনে সরাসরি ক্রসফায়ার দিয়ে মেরে ফেলা উচিত, এবং ওই সকল বিশেষ করে পার্বত্য অঞ্চলগুলোতে সামরিক শক্তি আরও বৃদ্ধি করা উচিত।।
আপনার জমি কেড়ে নিয়ে আরেকজনকে দিলে কি করতেন? পাহাড়িদের জমিতে সেইভাবেই জিয়া বাঙালীদের নিয়ে গেছেন।
হ্যাঁ আমিও তাই বলি, ভারত কাশ্মীরে যা করে, ইজরায়েল যা করছে প্যালেস্টাইনে, আমেরিকা ইরাক আফগানে যা করছে তাই সঠিক। অনেক সঠিক.....
@@prattoykha3487 besi lafaisna
সহমত
Right ❤
আমি যদিও বি এন পির সমর্থক নই, তারপর বলব জিয়াউর রহমান সাহেবের চিন্তি ভাবনা ছিল সুদূর প্রসারি। খুব ভাল পদক্ষেপ নিয়েছিলেন।
চীনে উইঘুরদের সাথেও কিন্তু একই হচ্ছে। শিনচিয়াং এ উইঘুর মুসলিমদের জন্ম নিয়ন্ত্রণ ও ব্যাপকভাবে হান চাইনিজদের সেখানে স্থানান্তর। ব্যাপারটা অনেক শান্তিপূর্ণ তাইনা।
@@jian4105 মুর্খ, জিয়াউর রহমান কি তোদের জন্মনিয়ন্ত্রণ করেছিলো?
@@OnlySajeeb আরে ভাই চিল 🤟 আমি বাঙালি, রাজনৈতিক বিষয় টেনে আনলাম আরকি 🤭
@@jian4105 আপনি সম্ভবত ভারতীয় বাঙালি।
@@jian4105 দাদা বিড়াল অভিনন্দনকে দেখেছেন ☕☕☕☕🍵🍵🖕😀✌️
স্যালুট জানাই বাংলাদেশের প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট শহীদ মেজর জিয়াউর রহমান।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশ প্রেমিক ছিলেন পুরো দেশের মানুষকে একটা জাতি হিসেবে দেখতো।
বাংলাদেশের সবাই বাংলাদেশী।
মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান
বিশ্বে তুলে ধরবে বাংলার সম্মান।
পাহাড়ে সেনাবাহিনী/বাংগালী আছে বিধায় এখনও পার্বত্য চট্রগ্রাম বাংলাদেশের অধীনে রযেছে। আমরা সবাই সর্বোচ্চ দিয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষা করবো ইনশাল্লাহ
সঠিক
Tor sonu
@@gamingpabel7308 মা দুর্গার হোগায় কামান মার
আজগুবি কথাবার্তা, ৭৮ সালের আগে কী পার্বত্য চট্টগ্রাম অন্য অঞ্চলের অধীনে ছিল??
তা টিক
বাংলাদেশের প্রতিটি জায়গাতে সকল নাগরিকের অধিকার সমান। প্রয়োজনে নতুন করে যুদ্ধ হলে তাও করতে রাজি। কিন্তু যারা নাগরিক তাদের অধিকার সংরক্ষণ করে রাখতে হবে
🇧🇩🌹🌹🌹🌹
আজ পর্যন্ত কোন হিন্দুকে বলতে শুনিনি প্রয়োজনে তারা ভারতের বিরোদ্ধে অস্ত্র হাতে নিতে প্রস্তুত।
আপনি কি দেশের সার্বভৌমত্ব রক্ষায় ভারতের বিরোদ্ধে অস্ত্র হাতে নিতে প্রস্তুত?
সহমত
পাহাড় কি দেশের বাহিরে? আমি কেন ওখানে জায়গা ক্রয় করতে পারব না? এমন মন মানসিকতা যদি পাহাড়িদের মধ্যে থাকে তবে তাদের দেশদ্রোহীই বলা উচিত।।
আপনি ১ একর নিয়ে ১০০একর দাবি করবেন এটা সবাই জানে।তাই এটা হবে না,হওয়াও উচিৎ নয়।
তুই কি পাহাড়ের?
কাশ্মীরে কেবলমাত্র কাশ্মীরি দের জন্য। ওখানে বহিরাগত অ কাশ্মীরি রা জমি জায়গা কিনতে পারে না। এমনকি কাশ্মীরি মুসলমান রা অন্য রাজ্যের হিন্দু মুসলমান মেয়েদের বিয়ে করতে পারবে কিন্তু বহিরাগত মুসলমান যুবক রা পর্যন্ত কাশ্মীরি মেয়ে কে বিয়ে করতে পারবে না।
Ke jomi kinse
Age sob janen, bujen tarpor kotha bolben
বাংগালী +পাহাড়ি ভাই ভাই সবার সমান অধিকার থাকুক বাংলাদেশী নাগরিক হিসেবে
সহমত
উন্নতি ,অধিকার কে দিচ্ছে? 73-74বছর হয়ে গল। সবাইকে নিয়ে থাকতে চাই বুবাগ্রা
চু*দি তোর ভাই মা*** চোধ
ধন্যবাদ
Kintu pahare bangali der thakte deya uchit nou,oder onno kono chor e ghorbari kore deya uchit,paharider shongskriti,vasha shob alada,ora nijeder shonskriti shongrokkhon korte chay,bangali ra tader shathe mishle tader shongskriti ekdin bilin hoye jabe
প্রেসিডেন্ট জিয়াউর রহমান সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন সার্বভৌমত্ব রক্ষায় কোন আপোষ নয়
পাকিস্তানও তাদের সার্বভৌমত্ব রক্ষায় তোমার আম্মুকে চুদেছিলো
@@masummollah6856 মূর্খের বাচ্চা মুখে লাগাম দিয়ে কথা বল শেখ হাসিনাকে চ*** দেওয়ার মতন লোক এদেশে এখনো জন্মায় নাই
@@masummollah6856 তুই মনে হয় ভারতের দালালি করতেছো চট্টগ্রাম বাংলাদেশের একটি অবিচ্ছেদ অঞ্চলের, মূর্খের বাচ্চা এটা মনে রাখিস
মরছেও কুকুরের মতো 😂😂
মাগির পোলা
শান্তি চুক্তি হচ্ছে সবচেয়ে উদ্ভট । যে কোন জমি আমাদের কেনার অধিকার আছে
চট্টগ্রাম থেকে ❤❤❤
প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে সিদ্ধান্ত নিয়েছিল তা সঠিক ছিল, শেখ হাসিনা যে শান্তি চুক্তি করেছিল সেটাও ভালো হয়েছে, খালেদা-হাসিনা দুয়ে মিলে ভাবতে হবে কিভাবে সার্বভৌমত্ব রক্ষা করা যায়? দেশের সার্বভৌম্যতে কৌশল করা যেতে পারে কিন্তু কোন আপোষ নয়???
Hill tracks is a sensitive boarder area. So, we need for all hard security three Army cantonment, BGB, RAB etc. All kind of people live together as a brother hood.
দেশের জায়গা কাউকে বর্গা দেয়া যাবেনা। সবার সমান অধিকার নিশ্চিত করতে হবে। উপজাতি দের জীবনমান উন্নয়ন করা, বাংগালীদের নিরাপত্তা জোরদার করা, চাদাবাজী বন্ধ করা দরকার।
Tader Satha vlo babohar e korce...kintu tara sontrasi hoia utaca...tara desh bivinno jigai bortoman e porasona kortaca job kortaca....tara university te bises quata pai..
@@ismetjerin2919 borong tara onek khetre besi subidha vog kortese...ar pahari elakay to noirajjo calaitese. ami chilla te giye nijer cokhe dekhlam...army der dress pore ghure
বাঙ্গালীদের পাহাড়ে যেভাবে সুযোগ সুবিধা দেওয়া হয়েছে পাহাড়িদের সেই রকম কোনো সুযোগ সুবিধা দেওয়া হয় নি
সকাল বিকাল পয়দা করে জনসংখ্যা বাড়ানোর বাড়িয়ে দখল নেওয়ার কারণে, কেউ আবালদের পছন্দ করে না।
আগে সেটেলারদের নিয়ে যাও।
আমরা সবাই বাংলাদেশি আর একটা দেশে বিভিন্ন জাতি গোষ্ঠী বসবাস করবে স্বাভাবিক। সবাই মিলেই আমরা বাংলাদেশি🇧🇩💖
জিয়াউর রহমান একজন ভালো নেতা ছিলেন
তাই তিনি সঠিক ভাবে দেশের ভালো কাজ করে গেছেন
যারা আমার সাথে একমত তারা একটি লাইক দিবেন 👍👍👍👍👍
বাংলাদেশের নিজস্ব ভূমিতে সেনাপ্রত্যাহার করার শর্ত অযৌক্তিক। ভূমির মালিকানা বিশেষ কোন গুষ্টির অধিকার হওয়া বৈষম্যমূলক। শান্তির জন্য সবার অধিকার সমান হওয়া উচিত।
সহমত
সেনাবাহিনী প্রত্যাহার করতে হবে কেন?? আর তারা কেন আঞ্চলিক বাহিনী কেন তৈরি করতে চায়?
কারণ তাদের বাড়ি ঘর দখল করা হয়েছে তারা সেনাবাহিনী ধারা নিপিড়ীত
তারা চায় সেনাবাহিনী থেকে তাদের নিপিড়ন কমাতে আঞ্চলিক বাহিনী গঠন করেছিলো
ছ্গল
এদের মেরে ফেলা হোক।
ভারতের সঙ্গে যুক্ত হবে তাই
রিপোর্টটি আপনি শোনেননি বলা হচ্ছে তাদের ভূমি সরকারিভাবে দখল করে বাংলা ভাষাভাষীদের দেয়া হয়েছে যা ছিল সম্পূর্ণ অবৈধ সমাধান চান।
এই তিন জেলায় আছে, ঋতুপর্না চাকমা, রুপনা চাকমা, আনাই মোগিনি, দীপংকর তালুকদারের মত আরো অনেক বাংলাদেশের জনপ্রিয় ব্যাক্তি , তাই সরকার কে বলবো দয়া করে তাড়াতাড়ি পাহাড়ে শান্তি ফিরিয়ে আনার চেষ্টা করুন, আর যারা পাহাড়ে বিনা কারনে অশান্তি করার চেষ্টা করছে তাদের কে গ্রেফতার করে শাস্তি দিন।।।।।
Thanks
জিয়াউর রহমান কে অনেক ধন্যবাদ একটা ভাল কাজ করার জন্য।
আওয়ামী লীগ যদি সব আসনে হারেও, দীপংকর তালুকদার এই আসন জিতবে। রাঙামাটির কেউ নই কিন্তু লোকটা অত্যন্ত জ্ঞানী, দেশপ্রেমী এবং দেশের ভালো চায় সংঘাত চায় না। খুবই আকর্ষণীয় ব্যক্তিত্ব 🌹
Dalal
আপনাকেঅজস্র ধন্যবাদ
@@raseldewan9600 তুমিও দালাল
জিয়াউর রহমান সঠিক সিদ্ধান্ত নিয়াছেন।
স্যালুট জানাই ওনাকে।
আরো সেনা পাঠানো দরকার।
বেঠিক সিদ্ধান্তের লোক😮
জিয়াউর রহমান বলেছিলেন আমাদের পাহাড়িদের বাঙালি হয়ে যেতে না হলে পাহাড়ি জাতি শেষ করে দিবে। পাহাড়িরা না মানায় বাঙালিদের অস্থায়ী ভাবে পাহাড়িরা যেখানে চাষ করে জীবন যাপন করে ওইখানে বসিয়ে দেয়। তখন থেকে পাহাড়ে পাহাড়ি আর বাঙালি মধ্যে একটা বিবধ সৃষ্টি হয়ে যায়। যা এখন কিছুটা কমছে।
ভুয়া সাংবাদিক এরসাদে বাঙ্গালি বসবাস করার সুজগ করে দবছে
হায়রে আমার এশিয়া,,,
পৃথিবীর একটা সবচেয়ে বড়ো আঞ্চলিক পরাশক্তি হতে পারতো।।
পাহাড়িরা তাদের কথা রাখেনি। তারা এখনও কুচক্রান্ত করে আসছে
ওমর ফারুক ত্রিপুরার কথা ভুলিনি আমরা
R8
সহমত
😂😂😂😂😂😂সেটেলারের বাচ্চা।
আরতো চট্টগ্রামে আরো সেনাক্যাম্প হওয়া উচিত। চাকমারা যদি বাংলাদেশের যে কোন জায়গায় জাগা কিনতে পারে। পার্বত্য চট্টগ্রামে কেনবাঙালিরা জায়গা কিনতে পারবে না।
পাহারি ভূমী কাউকে দেওয়া উচিত হবেনা এই পাহার দেশ বাচাতে হলে এইপাহার গুলো দরকার আসলেই এদের মনে অন্য কিছু
আপনি কার জমি কিনবেন ? পার্বত্য এলাকায় ৯৮% জমির মালিক তো পাহাড়িরাই হবে তাই না । আগে তাদের মালিকানা ফিরিয়ে তার পর তাদের কাছ থেকে কিনে উচিত অনুচিত এর কথা বলেন ।
আমি পার্বত্য চট্টগ্রামের বাসিন্দা। 🥰
সেটেলার😂😂😂😂😂😂
বাঙালি ও চাকমা এবং অন্যান্য সম্প্রদায় এর মধ্যে শান্তি ও সমৃদ্ধি গড়ে উঠুক।
Kintu ei jukti diye pahari der exploit kora hocche
বাহির থেকে আরো ১০ লাখ বাংগালী পার্বত্য চট্টগ্রামে পূর্ণবাসন করা দরকার, কারণ পাহাড়িরা এক একজনে শত শত একর জমি দরে রখেছে, বাংলাদেশের নিচু এলাকা থেকে ১০ লাখ পরিবারকে পূর্ণবাসন করা উচিত।
Sabas
Sotik
অন্যরা কেনো আসবে আপনি আগে আসেন
এত সুন্দর একটা জায়গা, এখানে এত ঝামেলা বিষয়টি খুবই বাজে
মেজর জিয়া একটি খুবই ভালো কাজ করেছেন। 🇧🇩❤️ ধন্যবাদ।
দেশটা আমাদের, আমরা দেশের নাগরিক হিসাবে আমি প্রার্বত্য জেলায় আমি বসবাস চাকরি ব্যবসা বানিজ্য জমি ক্রয় বিক্রয় করার পুরপুরি অধিকার আমার আছে কারণ আমি বাংলাদেশের নাগরিক,,, প্রার্বত্য জেলা কোনো ভিন্ন দেশ নয় যে আমরা প্রার্বত্য জেলাতে বসবাস ব্যবসাবাণিজ্য জমি জমা ক্রয় বিক্রয় করতে পারবো না। পৈত্রিক সুত্রে সেখানে বসবাস করলে সেখানে জমি জমা ক্রয় বিক্রয় বসবাস করতে পারবে এমন আইন নিয়ম বাংলাদেশের সংবিধানে আছে বলে মনে হয়না। মারমা লারমা উপজাতি চাকমা সবাই ইচ্ছে করলে বাংলাদেশের যেকোনো অঞ্চলে বসবাস ব্যবসাবাণিজ্য জমি জমা ক্রয় বিক্রয় করতে পারবে আমরা কেনো পারবো না? তাদের যেমন স্বাধীনতা আছে আমাদেরও ত স্বাধীনতা আছে। বাংগালী যদি প্রার্বত্য জেলাতে বসবাস ব্যবসাবাণিজ্য জমি জমা ক্রয় বিক্রয় চাকরি করতে না পারে তাহলে আমরা দেশ স্বাধীন করেছি কি চাকমা মারমা লারমা উপজাতিরা ভোগ করার জন্য? এটা আমার মাতৃভূমি দেশ, এই দেশে সবার সমান অধিকার,,, বাংলাদেশ সেনাবাহিনী পুলিশ আইনশৃঙ্খলা বাহিনী র্যাব বর্ডারগার্ড বিজিবি বাংগালী সবাই প্রার্বত্য অঞ্চলে একদম স্বাধীন বুক ফুলিয়ে থাকবেন। এটা আমার দেশের অংশ।
সহমত
একি 🇧🇩 দেশে থেকে পাহাড়িদের কথা মত চলতে হবে আমরা কষ্ট করে অর্থ উপার্জন করে পাহাড়ীদের জন্য উন্নত জীবন যাপনের সুযোগ সুবিধা তৈরি করে দিতে হবে বাহ্ কি চমৎকার! পাহাড়ীরা আমাদের বাংলাদেশ সুন্দর উন্নত হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে কি কি ভুমিকা রাখতে ছে সেটা হিসেব করেন আগে, আমরা যে ভাবে প্রবাসে কর্ম করে ব্যবসা বানিজ্য করে দেশের কোষাগার সচল রাখছি সেভাবে কাজ করতে বলেন পাহাড়ীদের, পাহাড়িরা বসে বসে খায় আর ঘুমায় ওরা দেশ গড়ার ক্ষেত্রে কোন ভুমিকা রাখছে না ওদের সাথে কিসের শাস্তি চুক্তি ওদের গাড়ধরে টেনে আনুন এনে কাজে লাগান বিদেশ যেতে বলেন টাকা ধন সম্পদ অর্জনের জন্য ফালতু যতসব।
এটাই নিয়ম। ভারতের অন্যান্য রাজ্যের তুলনায় কাশ্মীরের জনগনের জন্যে অনেক বেশি সুবিধা রাস্তা বাজার খেলা পড়াশোনা প্রভৃতি র সুযোগ করে দেয়ার জন্য প্রচুর টাকা বরাদ্দ করতে হয় ।
তারা যদি শান্তি চাইবে, তাহলে সেনাবাহিনীর ক্যাম্পগুলো নিয়ে তাদের শঙ্কিত হওয়ার কথা না।
বাংলাদেশ সরকারের উচিত সেনাবাহিনী ক্যাম্পগুলোকে সংখ্যায় আরও বিস্তৃত করা। যাতে একটুখানি জায়গাও লোক চক্ষুর অন্তরালে না থাকে।
কাশ্মীর আর রাখাইন রাজ্যে এইরকম ব্যবস্থা নেয়া হোক। যাতে শান্তি বজায় থাকে।
আমি হলাম শোষিত নিপীড়িত মানুষের পক্ষে, মানবতার পক্ষে। আপনার মত কানা বাঁকা চোখের না।
এই ক্যাম্প নিয়ে শঙ্কিত হওয়ার কোন বিষয় থাকত না।যদিনা এই ক্যাম্প গুলা নিয়ে রাজনীতি করা না হত।যদি না এই ক্যাম্প গুলাতে সমান সংখ্যাক পাহাড়ি সেনা থাকত।
আপনি কি এর যথোপযুক্ত উত্তর দিতে পারবেন?
পাহাড়ে সব সেনা ক্যাম্প গুলিতে শুধু বাঙালী সেনা কেন?
পাহাড়ি সেনা নাই কেন?
@@wizargchakma3152 আপনি কি বাংলাদেশের নাগরিক নাকি ভিনদেশী? পার্বত্য অঞ্চলগুলো বাংলাদেশের ভূখণ্ডের বাহিরে?
আমি আপনাকে আলাদা করতে চাচ্ছি না, তারপরও আপনার কথার প্রসঙ্গে বললাম। সামরিক -বেসামরিক সকল জায়গাতে সরকারি চাকরিতে পাহাড়িরা কর্মরত আছে। এটা আপনার-আমার নাগরিক অধিকার। তারপরেও আপনারা নিজেদের কেন ভিন্ন চোখে দেখেন।
@@wizargchakma3152 তোদের দশা খুব ভয়ংকর হবে এটা মাথায় রাখিস। ভারতও তোদের আমাদের হাত থেকে রক্ষা করতে পারবে না 🖕🖕🖕😡😡😡😡
@@wizargchakma3152 কেন এইখানে শুধু পাহাড়ি সেনা থাকতে হবে এমন কোন কথা আছে?
জিয়াউর রহমান ই সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। পাহাড়ে শান্তি প্রতিষ্ঠার জন্য সেনাবাহিনী আরো বাড়ানো প্রয়োজন।
প্রতিবেদনটি সুন্দর হয়েছে
আসসালামু আলাইকুম আমি একজন খুব সাধারণ মানুষ আমার বাড়ি রামগড় থানা জেলা খাগড়াছড়ি আমরা যারা এসব এলাকায় বসবাস করি সবাই শান্তিবাহিনীর কাছে জিম্মি তাই বলছি তিন প্রার্বত্য জেলায় সেনাবাহিনী ক্যেম্প দেওয়া হোক প্লিজ
বাংলাদেশের প্রতিটি টুকরোই বাংলাদেশ এদেশের প্রতিটি স্হানে প্রয়োজনে সেনা ক্যাম্প স্থাপন করার জন্য কোন বাধা থাকতে পারে না।এবং বাংলাদেশী হিসেবে বাংলাদেশের যে কোন নাগরিক যে কোন স্থানে বাড়িঘর করতে পারে।
না আদিবাসীদের law আলাদা ।
@@truthlover8899 কোন আলাদা আইন রাখা যাবে না আমরা চাই সবাই এক রকম অধিকার পাক কারণ সবাই এক দেশের সবাই বাংলাদেশী সবাই এক
সবাই ভাই ভাই হয়ে থাকতে চাই
বাংলাদেশের পাহাড়ি সম্পদ বাঁচাতে হলে ❤পাহাড়ে স্থায়িত্ব সেনাবাহিনীর ক্যামপ থাকা জরূরী হয়ে উঠেছে বাংলাদেশের ঐতীয্য সাধিনতা এবং সাবভৌমত মূক্ত রাখার জন্য স্থায়ী সেনাবাহিনীর ক্যামপ আবশ্যক ও গুরুত্বপূর্ণ ❤
কি আর বলবো কলিজা টা পেটে যাচ্ছে অনেক কিছু বলতে চাই কিন্তু কি লাভ বলে কার কাছে বলবো কে শুনবে পার্বত্য অঞ্চলের মানুষের কান্না
সবাই মিলে একটি শান্তিপূর্ণ ও শক্তিশালী পর্যটন বান্ধব এলাকা গড়ে তুলা উচিত। সব কিছু ভুলে গিয়ে আমরা সবাই বাঙালি
প্রথম লাইন একমত পোষণ করছি। দ্বিতীয় লাইনে বলছি, পাগল নাকি তুমি, বাঙালি হতে হবে কেন? ৭১-এ যুদ্ধ করেছিলে কেন?
I think so.
সবাই বাঙ্গালী মানে?😆😆
আমরা বাঙালি নই
আমরা আদিবাসী
এখানে আমরা সবাই বাঙালি কথাটা ভুল। পশ্চিমবঙ্গও এক হয়ে যায় বাঙালি কথাটায়। আমরা সবাই বাংলাদেশি। সবার প্রতিই ন্যায়বিচার হোক। উপজাতি,আদিবাসী বা পাহাড়িরাও আমাদেরই ভাই।
স্যালুট জিয়াউর রহমান।
শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর চৌকস বুদ্ধিদিপ্ত সিদ্ধান্তের জন্যই চট্টগ্রাম এখনো বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হয়নি।
যদি উনি জিবিত থাকতেন তাহলে বাংলাদেশ নামক ভূখণ্ডের দিকে কোন শকুন এর চোখ পড়লে তা সাথে সাথে উপড়ে ফেলতেন। বাঙালি জাতি বড়ই দুর্ভাগা।
আপনি প্রমাণ ছাড়াই সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলছেন আগে ও আপনি প্রমাণ ছাড়াই বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে বলেছেন
জিয়াউর রহমান ছিলেন একজন প্রকৃত দেশপ্রেমিক
Thanks
চমৎকার বিশ্লেষণ
পুরোটাই বাংলাদেশ। সুতরাং দেশের সর্বভৌমত্ব রক্ষা করা সবার দায়িত্ব। প্রতিটি নাগরিকের জন্য দেশের কল্যাণ কামনা করা অবশ্যক।
📌তবে এই পৃথিবী যেহেতু মহান এক আল্লাহর, সেহেতু এই পৃথিবীতে আইনও চলবে কেবল তাঁর। ✌️🇸🇦🕋🗡️🏹🐎
মৌলবাদী।
@@ClintonCHT ইয়াহুদি খ্রিষ্টান হিন্দু বৌদ্ধ সহ সব ধর্মেই, মহান আল্লাহর প্রেরিত সর্বশেষ বার্তাবাহক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সালাম এর কথা উল্লেখ রয়েছে। আল্লাহপাক বলেছেন আমার নিকট কেবল ইসলাম ধর্ম গ্রহণযোগ্য। যেহেতু সব ধর্মের লোকেরাই স্বীকার করে যে স্রষ্টা রয়েছেন, সেহেতু এক আল্লাহর জমিনে কেবল তাঁরই আইন চলবে এবং তারই মনোনীত এবং তার নিকট গ্রহণযোগ্য ধর্ম ইসলামের ধর্মগ্রন্থ মহান আল কোরআন, এবং নবীজি সাল্লাল্লাহু আলাই সাল্লাম এর সুন্নত অনুসারে আমরা এই পৃথিবী পরিচালিত করব ইনশাআল্লাহ। ✌️🇸🇦🕋🇸🇦
@@MartialArts7864 তাইতো মুসলিম বিশ্বে শান্তি নেই
@@ClintonCHT ইনশাআল্লাহ, যখন আল্লাহর কোরআন এবং নবীজির সুন্নত, মুসলিম বিশ্বে প্রতিষ্ঠিত হবে, মহাপবিত্র কোরআন এবং নবীর সুন্নত দ্বারা মুসলিম রাষ্ট্রগুলো পরিচালিত হবে, এবং ইসলামী খিলাফত ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে, তখন সারা পৃথিবীতে শান্তি এবং নিরাপত্তা ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে।
@@MartialArts7864 আকাশ কুসুম কল্পনা। শরিয়া শাসনে মেয়েদেরকে তুচ্ছ করে দেখা হয়। যেমন আফগানিস্তান। আর হ্যাঁ, ইসলাম কেনো অন্য ধর্মের মানুষদের পাট্টা দেয় না?
পাহাড়িরা কখনো পার্বত্য অঞ্চলকে স্বাধীন চাইনি, পাহাড়িরা চেয়েছে পার্বত্য অঞ্চলে শান্তিতে বসবাস করতে এবং নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে। পার্বত্য অঞ্চলের প্রধান সমস্যা শুরু হয় জিয়াউর রহমান আমলে স্যাটেলার ৩ লাখ বাঙ্গালীকে পার্বত্য এলাকায় পুনর্বাসনের ফলে, যার ফলে পাহাড়িরা নিজ ভূমি থেকে উদ্বাস্তু হয়ে পড়ে। এখনো সেনাবাহিনী ও প্রশাসনের ছত্রছায়ায় বাঙ্গালীদের দ্বারা প্রতিনিয়ত পাহাড়িদের ভূমি দখল হচ্ছে। সমতলের বাঙালিরা আপনারা একটু চিন্তা করুন আপনাদের এলাকায় যদি তিন লাখ রোহিঙ্গা পুনর্বাসন করা হয় তারা যদি প্রশাসনের ছত্রছায়ায় আপনার বসতবাড়ি জমিজমা দখল করে আপনাদের উদবাস্তু করে ফেলে তখন নিশ্চয়ই সেটা আপনাদের সাথে অন্যায় করা হবে পাহাড়িদের ক্ষেত্রেও তাই হয়েছে। পাহারিদের ভুল বুঝবেননা, পাহাড়িরা সহজ-সরল ও শান্তি প্রিয়, পাহাড়িরা নিজেদের মতো করে পাহাড়ে একটু শান্তিতে বসবাস করতে চায়। আগে পাহাড়িদের ভূমি অধিকার নিশ্চিত করুন তাহলে এমনিতেই পাহাড়ি বাঙ্গালীদের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান চলে আসবে।
খামাখা মিথ্যাচার করলেন। উপজাতী সশস্ত্র দলগুলি বাংলাদেশ স্বাধীনের পর থেকে বিচ্ছিন্নতাবাদি সংগ্রাম করছে। যে তিনলাখ বাংগালিকে পার্বোত্য অঞ্চলে নেয়া হয়েছে তাদেরকে সরকারি খাসজমি দেওয়া হয়েছে। সেটাও অনেক কম। আর লাখ লাখ রোহিংগাদের সমতলে স্থান দেওয়া হয়েছে এটাকি আপনার জানা নেই। শান্তিচুক্তির পর উপজাতীদের যত যায়গা নেওয়া হয়েছে প্রয়োজনীয় ক্ষতিপুরন দিয়ে দেওয়া হয়েছে। উপজাতিরা খাসজমি, ক্ষতিপুরন পাওয়া জমি এমনকি বিক্রিকরা জমিও ভুয়া কাগজপত্র দিয়ে মামলা করেছে। একারনেই ভুমি বিরোধ নিস্পত্তি হচ্ছেনা। এছারা উপজাতি সংগঠনগুলি মুসলিম ফোবিয়া ছরাচ্ছে। উপদেশ দেওয়ার আগে নিজেদের ভাল হতে হবে।
@@azimfreelancer9391 right vi
পাহাড়ে বাঙালীদের রোহিঙ্গার সাথে তুলনা করলেন? নিজদেশের মানুষ রোহিঙ্গা? বাঙালিরা জায়গা কিনে ওখানে থাকতেছে যেভাবে পাহাড়ীরা দেশের অন্যান্য জায়গায় জায়গা কিনে বাড়ী করে থাকতেছে
জমি দখল শুধু পাহাড়ে নয় সব জায়গাতেই হচ্ছে। এমন না যে এটা শুধু পাহাড়েই হয়।
Kintu aki Desh hisebe sobar soman odhikar hoya ucit..apnader jemon somotole jayga kine bosobas ar odhikar thaka ucit amder o pahare jayga kine bosobas ar odhikar thaka ucit.. Tobe ami personally chai apnader jibon maner unnoti hok..r vumi dokhol ar beparta somotoleo hy..kintu ata karo kammo na
সবার ভূমি ক্রয় বিক্রয়ের সম অধিকার থাকতে হবে।
Mr. Akbor thanks for your nice report.
শ্বাধীন বাংলাদেশের প্রতিজন নাগরিক দেশের যেই কোন স্হানে বসবাস করিতে পারে
জিয়া রহমান যা করেছে তা দেশের জন্য বহুৎ ভালো করেছে দেশের নাগরিক সমান অধিকার দেওয়া দরকার
জিয়াউর রহমান কে আন্তরিক ধন্যবাদ,এমন যুগান্তকারি পদক্ষেপ নেওয়ার জন্য।
বেঠিক সিদ্ধান্তের লোক😮
পাহাড়িদের তাদের অধিকার ফিরিয়ে দেওয়ায় সরকারের কাজকরা উচিৎ। পাহাড়িরাও আমাদের মত নাগরিক।
পাহাড়িরা বেশি অধিকার পাচ্ছে। তাদের অন্যায্য সুবিধা বাতিল করতে হবে। যোগ্যতার ভিত্তিতে দেশ চলবে। কোটায় নয়। আমি যোগ্য লোক, কিন্তু উচ্চতার অভাবে যে চাকরি পাচ্ছি না, সেটা ঠিকই একটা পাহাড়ি বাগিয়ে নিচ্ছে। এটা একজন বাংলাদেশী হয়ে ভয়ানক বৈষম্যমূলক
তারা আমাদের জমি কিনতে পারবে।আমরা তাদের জমি কিনতে পারবো না।এইটার নাম অধিকার।
পাহাড়িরা কি বাঙ্গালী না? তারা কেন নিজেদের বাঙ্গালী পরিচয় দেয় না?
@@mdriyaz4186 ke blse toke?
তোর মার হেডা টার অধিকার ও ফিরিয়ে দেওশা হক
নিরাপত্তার জন্য আরো সেনা পাঠানো দরকার
সরকারের উচিত দেশের অখন্ডতা রক্ষা করার জন্য পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনীকে সর্বোচ্চ ক্ষমতা দিয়ে অত্যাধুনিক সমরাস্ত্র, যৌথবাহিনী এবং বিমান বাহিনীর সমন্বয়ে সেএসএস, ইউপিডিএফ সহ সকল সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্রে ব্যাপক অভিযান পরিচালনা করে দেশের অখন্ডতা নিশ্চিত করা।
আদিবাসী দের আলাদা অধিকার বেশি অধিকার পৃথিবীর সব দেশেই একই নিয়ম আদিবাসী দের জন্য
@@truthlover8899 ভারত ও মায়ানমার থেকে ১৫০ বছর আগে আসা জনগোষ্ঠী কিভাবে বাংলাদেশের আদিবাসী হয়? এরা ভারত বা মায়ানমার এর আদিবাসী হতে পারে, কিন্তু বাংলাদেশে এরা উপজাতি। বাঙ্গালীগণ ই বাংলাদেশের আদিবাসী।
চট্টগ্রাম মহাবিদ্যালয় নিয়ে একটি ভিডিও তৈরি করার অনুরোধ করছি।
দেশের সেনাবাহিনী যেখানে ইচ্ছে সেখানে বেশি রাখা হবে আর যেখানে দেশের নিরাপত্তা হুমকি থাকবে সেখানে বেশি সেনাবাহিনী রাখা হবে এটাই স্বাভাবিক।
সহমত
পাহাড়ে পুনরায় সেনাবাহিনী নিয়োগ করতে হবে বাংলাদেশের সার্বভৌমত্ব ও শান্তি রক্ষায়।🇧🇩🇧🇩🇧🇩
কাশ্মীরের জন্য তাহলে কান্না করেন কেন?
আপনি হয়তো জানেন না। বাংলাদেশ সেনাবাহিনী অর্ধেকেরও বেশি পার্বত্য চট্টগ্রামে মোতায়ন করা আছে। পার্বত্য চট্টগ্রামে অলিখিত সেনা শাসন চলছে। সমতলে যে অর্ধেকেরও কম সেনাবাহিনী আছে তাদেরকেও যদি পার্বত্য চট্টগ্রামে মোতায়েন করা হয়। তাহলে সমতলে কী হবে ভেবে দেখেছেন।
@@Won-young124 পাহাড়ে কঠোর সেনা শাসনই প্রয়োজন। কারণ আপনারা পার্বত্য চট্টগ্রামকে আলাদা করতে চান। বাঙালিদের সহ্য করতে পারেন না। বর্ণবাদী আচরণ করেন। পাহাড়ে উন্নয়নে বাধা দেন, আন্দোলন করেন। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং সংবিধানের সম্মান রক্ষার্থে যেটা প্রয়োজন সেটাই করা হবে
তাহলে আপনি ভারত কাশ্মীরের সাথে যে আচরণ করছে , চীন উইগুর মুসলমানদের সাথে এবং মিয়ানমার রোহিঙ্গা বাঙালিদের সাথে যে আচরণ করছে সেগুলো সমর্থন করেন।
@@Won-young124 আপনারা এখন বাংলাদেশে অবস্থান করতেছেন এটা সৌভাগ্য আপনাদের। খেতা বালিশ এখন থেকে ঘুচিয়ে নেন 🖕🖕☕😀
এই পার্বত্য অঞ্চল অনেক আগে-ই দখল হয়ে ভারত হয়ে যেত যদি শহিদ জিয়া তিন লাখ লোক কে এখানে স্থায়ী ভাবে বসত না করাত❤
বিভিন্ন ষড়যন্ত্রে আজ আমাদের দেশটা ক্ষত বিক্ষত 😢😢
শান্তিবাহিনীকে এখনো ট্যাক্স দেওয়া লাগে
শান্তিবাহিনী কিভাবে তৈরি হলো বাংলাদেশে। শান্তি বাহিনীর নামে ওরা সন্ত্রাস বাহিনী । তাহলে তো ওরা দেশ দ্রোহি।
বাংলাদেশের নাগরিকত্ব বাংলাদেশী যে কোনো নাগরিক বাংলাদেশের মানচিত্রের ভেতর তার বসবাসের অধিকার আছে,সব বিভাগ জেলা উপজেলা ইউনিয়ন গ্রামে, পাহাড় ও পর্বতে এবং জমি ক্রয় বিক্রয় দখল করতে পারবে ,
@chakmajummo6102 akhane to dokhol ar kotha ble nai..akhane to kena bechar kotha blce...r pahari onchol gulo onk sundar..jodi porjoton ase tohole to infrastructure dorkar..
সেনাবাহিনী থাকাটা জরুরী,
সালাম ভূইয়া সাহেব। অনেক দিন পর দেখলাম।
২% বাঙালীর জায়গায় এখন ৫০% এর অধিক।এখনও দিন দিন বারানো হচ্ছে।বান্দরবান এর কুকিদের মতো বাকিদেরও দেয়ালে পিঠ থেকলে এর ফলাফল কখনো ভালো হবে না।
জিয়াউর রহমানের যুগান্তকারী সিদ্ধান্তের জন্য আজও পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের ভূমি হিসেবে এখনো বিদ্যমান।
Morhum Ziaur Rahman action was absolutely 💯 right
দীপংকর তালুকদার এমপি সঠিক সময়োপযোগী কথাগুলো বলছেন
তারাও বাংলাদেশের নাগরিক, বাংগালী ও নাগরিক। তাদের নিরাপত্তা দিবে বাংলাদেশের সেনাবাহিনী। তাদের আবার আলাদা বাহিনী থাকবে কেন?? তাহলে স্বার্বভউমত্ব রইলো কই??
Salute.
চাকমাসহ মারমা, ত্রিপুরা তিন পার্বত্য জেলায় তারাই আদিবাসী
আমি বাংলাদেশি আমি চাইলে বাংলাদেশ এর যেকোনো জায়গায় জমি কিনতে পারবো এটাই আমার অধিকার
জিয়াউর রহমান অবশ্যই সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন।
পার্বত্য চট্টগ্রামের প্রকৃত ইতিহাস পাহাড়ীদের পক্ষেই কথা বলে। দুঃখজনক।
পাহাড়িরা মুক্তি পথে এগিয়ে যাক ।
Paharira kon dasar...sorbo prokar sorkari dasar sena gon dar odikare thalbe sara desh...Ar kono bahini thakbe na..in sha Allah ALLAHU Akbar Amin Amin ya Rabbal alamin Alhamdulillah Alhamdulillah Lillahe Takbir ALLAHU Akbar Amin Amin
জিয়াউর রহমান
একটা
ভালো
কাজ
করেছেন।।
দুই
পক্ষে
সমান সুযোগ দেওয়া
হোক।।
আমরা আমাদের দেশের
সমান অধিকার প্রতিষ্ঠা করতে হবে ই।। পয়টন
আরো অনেক বেশি
বিকাশ অব্যাহত
রাখতে
বেশি
বিনিয়োগ আকৃষ্ট করার জন্য একটি
সিদ্ধান্ত নিতে হবে ই।।
তথ্য য়ায়াবর কুয়েত চট্টগ্রাম।।
পাহাডি সংগটন চাইনা 🇧🇩 🇧🇩
পার্বত্য চট্টগ্রামকে রক্ষা করতে হলে পাহাড়ে আরো তিন লক্ষ বাঙালি পরিবার সেটেল্ড /বসাতে হবে।
সেনাক্যাম্প বাড়াতে হবে।
মেজর জিয়াউর রহমান ছিলেন দেশ প্রেমিক ❤
সন্তলারমা যে বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র নেয় নাই। এটাতো বলেছেন না। স্বাধীনতার যুদ্ধের সময় সন্তলারমা পাকিস্তানের সাথে সহযোগিতার বিষয়টিও নাই।
ভারত এবং মিয়ানমার থেকে সামরিক সহযোগিতা পাচ্ছে তা বলেন না কেনো,বিবিসি শিয়াল মিডিয়া
দীপংকর তালুকদারের কথাটা বেশিরভাগ ঠিক,
জাতীয় নিরাপত্তাই অটল থাকতে হবে।
পার্বত্য চট্টগ্রামের ৩ জেলায় আরো ১০ লক্ষ মানুষ কে পূর্নবাসন করা হোক, পাশাপাশি বিভিন্ন কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয়া হোক। যেমন: গার্মেন্টস, আধুনিক পর্যটনকেন্দ্র, রিসোর্ট ও বিভিন্ন শিল্পকারখানা।
তাহলে ই মায়ানমার থেকে আগত উপজাতি গুলো উচিত শিক্ষা পাবে।
★ পূর্নবাসনের সুবিধা যে ধরনের নাগরিকদের দেয়া উচিত :
১. নদীভাঙন এলাকার মানুষদের কে।
২. বন্যায় আক্রান্ত এলাকার মানুষদের কে।
৩. গৃহহীন মানুষদেরকে
৪. কক্সবাজারের পাহাড় ধ্বংসে যাদের বাড়িঘর ভেঙে গেছে তাদের কে।
পরিশেষে শান্তিচুক্তির সংবিধান বিরোধী ধারা গুলো বাতিল করা হোক।
সুতরাং বাঙালি যেখানে সংখ্যাগরিষ্ঠ সেখানে দেশের সার্বভৌমত্ব এমনিতেই নিরাপদ।
তাদের যথাযথ অধিকার ফিরিয়ে দেয়া হোক কিন্তু আমরা যেন পার্বত্য চট্টগ্রামে বসতি স্থাপন করতে পারি এবং জমি ক্রয় করতে পারি সে অধিকার ফিরে আনা হোক আর তা না করা হলে তা হবে আর আসতে বিরোধী কাজ এবং তাদের দেশদ্রোহিতার বহিঃপ্রকাশ।
Joy respected adhibashi brothers and sisters of Bangladesh parbaitya chattagra. Joy maa, shekhashena🙏🙏 joy bangabandu. 🙏🙏Joy bishow hindu parisad🙏🙏🙏
পাহাড়ে বাঙালি এবং চাকমা মারমা যারা আছেন, সবাই মিলেমিশে থাকতে হবে,,,,
দেশের সার্বভৌমত্বে কোন আপস নয়
আমরা বাংলাদেশি কিন্তূ আমরা বাঙালি না। পাহাড়িদের জোর করে বাঙালি বানানো ঠিক না নয়তো এই লড়াই কোনোদিন শেষ হবে না। আমি চাই পাহাড়ে বসতি গড়তে আশা বাঙালিদের টর্চার করা হোক তাহলে যাওয়ার সাহস পাবে না
Tora hole britch,India, Pakistan ar Dalal and simahin munapeq
জিয়াউর রহমান সঠিক সিদ্ধান্ত নিয়েছিল
অন্য জেলার লোকেরা সেখানেজমি ক্রয় করতে পারে না কেন ওখানে এমন হয় বাংলাদেশ না
সবকিছুই বুঝলাম এদেশের বাঙালি পার্বত্য অঞ্চলের বাঙালিরা কোথায় যাবে তাদের এই উদ্বাস্তু করা হলে তারা কোথায় যাবে সেটা জানতে চায় তাদের এই অগ্রধিকার ফিরিয়ে দিতে হবে তাদের মাতৃভূমি তাদেরকে রাখা হোক সেটারই দূর যাবি জানাচ্ছি। স্বাধীন এই দেশ স্বাধীনতা দেশে পরাধীনতা ভাবে বসবাস করা যায় না কখনো আমার মতে পার্বত্য অঞ্চলে এবং সমতলী কেন বৈষম্য হবে এখানে পাহাড়ি বাঙালি সবার সমান অধিকার।
তাদেরকে যেখান থেকে নিয়ে এসেছে সরকার, সেখানে নিয়ে যাবে।
😮😮😮😮
বাংগালী আছে বিধায় এখনও পার্বত্য চট্রগ্রাম বাংলাদেশের অধীনে রযেছে।
পাগলের প্রলাপ।