ভারতীয় শাস্ত্রীয় সংগীতজগতের এক উজ্জল জোতিষ্ক পন্ডিত অরুন ভাদুরীর অস্তগমন! আমার সৌভাগ্য হয়েছিল বহুবছর আগে খুব কাছে বসে একটানা কয়েকঘন্টা ওঁনার সংগীত সায়রে ডুব দেয়ার, বাংলাদেশের আজকের কাগজের সম্পাদক কাজী শাহেদ আহমেদের ধানমন্ডির বাসায়। পন্ডিত সমর সাহা ছিলেন তবলা সংগতে। আর ওই রাতেই ওঁনার আসরেই গান শেষ হতে না হতেই চোখের সামনে মৃত্যূর কোলে ঢলে পড়তে দেখেছিলাম বাংলাদেশের আরেক সংগীতজ্ঞ ও ঢাকার শিক্ষক প্রশিক্ষন মহাবিদ্যালয়ের জেষ্ঠ্য শিক্ষাগুরু জনাব গোলাম মোস্তফাকে যাঁর রচিত ”রাগ-বীক্ষন” বইটি আমার কলেজ জীবন থেকেই ৩৫ বছরের অধিককাল ধরে সংগী। পন্ডিত অরুন ভাদুরীকে এরপর আরো একবার ২০০০ সালের ফেব্রুয়ারীতে শুনেছিলাম কোলকাতার ১ নং নেতাজী সুভাস বোস রোডের “সংগীত রিসার্চ একাডেমীতে" পন্ডিত অজয় চক্রবর্তী এবং পন্ডিত ফাল্গুনী মিত্র মহাশয়দের উপস্থিতিতে। এই মহান শিল্পীর পরিবেশিত রাগ হংসধ্বনি আজো আমার কানে বাজে। পন্ডিত অরুন ভাদুরী এবং গোলাম মোস্তফা ওই বিশেষ মুহূর্তের কারনে আজো দু’জনই আমার স্মৃতিতে প্রখরভাবে জাগরূক। অবশেষে দু’জনই অসীমে-অমরত্বের পথে যাত্রা করলেন। সর্বশক্তিমান মহান ক্ষমাশীল প্রভু এই দু’জনকেই ক্ষমা করুন, এবং পরমশান্তিময় স্থানে অধিষ্টিত করুন।
Wonderful to have re discovered this fabulous version of Hansadhwani by Arun Badhuri Ji. Had the cassette years ago and so happy to hear it again. Great tabla and harmoinium accompaniment. Thumri and Bhajan are also fab.
ভারতীয় শাস্ত্রীয় সংগীতজগতের এক উজ্জল জোতিষ্ক পন্ডিত অরুন ভাদুরীর অস্তগমন! আমার সৌভাগ্য হয়েছিল বহুবছর আগে খুব কাছে বসে একটানা কয়েকঘন্টা ওঁনার সংগীত সায়রে ডুব দেয়ার, বাংলাদেশের আজকের কাগজের সম্পাদক কাজী শাহেদ আহমেদের ধানমন্ডির বাসায়। পন্ডিত সমর সাহা ছিলেন তবলা সংগতে। আর ওই রাতেই ওঁনার আসরেই গান শেষ হতে না হতেই চোখের সামনে মৃত্যূর কোলে ঢলে পড়তে দেখেছিলাম বাংলাদেশের আরেক সংগীতজ্ঞ ও ঢাকার শিক্ষক প্রশিক্ষন মহাবিদ্যালয়ের জেষ্ঠ্য শিক্ষাগুরু জনাব গোলাম মোস্তফাকে যাঁর রচিত ”রাগ-বীক্ষন” বইটি আমার কলেজ জীবন থেকেই ৩৫ বছরের অধিককাল ধরে সংগী। পন্ডিত অরুন ভাদুরীকে এরপর আরো একবার ২০০০ সালের ফেব্রুয়ারীতে শুনেছিলাম কোলকাতার ১ নং নেতাজী সুভাস বোস রোডের “সংগীত রিসার্চ একাডেমীতে" পন্ডিত অজয় চক্রবর্তী এবং পন্ডিত ফাল্গুনী মিত্র মহাশয়দের উপস্থিতিতে। এই মহান শিল্পীর পরিবেশিত রাগ হংসধ্বনি আজো আমার কানে বাজে। পন্ডিত অরুন ভাদুরী এবং গোলাম মোস্তফা ওই বিশেষ মুহূর্তের কারনে আজো দু’জনই আমার স্মৃতিতে প্রখরভাবে জাগরূক। অবশেষে দু’জনই অসীমে-অমরত্বের পথে যাত্রা করলেন। সর্বশক্তিমান মহান ক্ষমাশীল প্রভু এই দু’জনকেই ক্ষমা করুন, এবং পরমশান্তিময় স্থানে অধিষ্টিত করুন।
Wonderful to have re discovered this fabulous version of Hansadhwani by Arun Badhuri Ji. Had the cassette years ago and so happy to hear it again. Great tabla and harmoinium accompaniment. Thumri and Bhajan are also fab.
Outstanding artist.
I recall when he was a Senior Scholar in SRA during the late 70s/ early 80s.
Would love to hear some more of Arun Bhaduri
Guruji🙏🙏
My Guruji...My God....
Pranaam....at his lotus feet....
Masterpiece
Absolute bliss
mesmerizing
ATULANIYO. KONO PRASANGSAI JENO JATHESTO NOY. TAR CHOLE JAWA MENE NITE KASTO HOCHHE. TAKE PRANAM.
very nice.
hori in which raga?
pdshukla its raag khamaj
It's Hansdhwani, not khamaj
Yes.. Hamsadhwani..
@@dhrubaganguly09 he asked in which raag the hori was