সহীহুল বুখারী│অধ্যায়ঃ সৃষ্টির সূচনা│পর্বঃ 12│Ep-300│Shaikh Motiur Rahman Madani

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 сен 2024

Комментарии • 14

  • @salafimanhazmedia
    @salafimanhazmedia Месяц назад +2

    আসসালামু আলাইকুম।জাযাকাল্লাহু খাইরান প্রিয় এডমিন ভাইকে নিশ্চয়ই তিনি অনেক পরিশ্রম ও সময় ব্যায় করে শায়েখের মূল্যবান আলোচনা আমাদের কাছে পৌছে দিচ্ছেন।একমাত্র আল্লাহ জন্য শায়েখকে ভালোবাসি।আল্লাহ সুবহানাহু তা'আলা শায়েখকে নেক হায়াত দান করুন এবং সকল মুসলিমকে সঠিক ইসলাম জানার ও মানার তৌফিক দান করুন।আমিন
    26/07/2024

  • @mdferdousahmedabid8191
    @mdferdousahmedabid8191 Месяц назад

    সুবহানাল্লাহ, আল্লাহ,আপনার এই দিনের বিশাল খেদমত কে কবুল করে নিন

  • @ArifulIslam...
    @ArifulIslam... Месяц назад +1

    আল্লাহু জন্য আপনাকে ভালো বাসি

  • @mdazom7589
    @mdazom7589 Месяц назад +1

    জাজাকাল্লাহ খাইরান মালয়েশিয়া থেকে

  • @rashelahamed8654
    @rashelahamed8654 Месяц назад +1

    ❤❤❤❤❤❤❤❤❤ mash allah ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @fks2530
    @fks2530 Месяц назад

    54:12
    ‎ইব্‌নু আব্বাস (রাঃ) থেকে বর্ণিতঃ
    তিনি বলেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, তোমাদের কেউ যখন স্ত্রীর নিকট গমন করে এবং বলে, “হে আল্লাহ্‌! আমাকে শয়তান হতে রক্ষা আর আমাকে এর মাধ্যমে যে সন্তান দিবে তাকেও শয়তান থেকে হেফাজত কর”। তাহলে যদি তাদের কোন সন্তান জন্মায়, তবে শয়তান তার কোন ক্ষতি করতে পারবে না এবং তার উপর কোন প্রভাব ফেলতে পারবে না। আসমা (রহঃ)..... ইব্‌নু ‘আব্বাস (রাঃ) নিকট হতে অনুরূপ রিওয়ায়ত বর্ণনা করেন।
    সহিহ বুখারী, হাদিস নং ৩২৮৩

  • @fks2530
    @fks2530 Месяц назад

    40:07
    ‎সাফিয়্যাহ বিন্‌তু হুয়াই (রাঃ) থেকে বর্ণিতঃ
    -
    তিনি বলেন, আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ই’তিকাফ অবস্থায় ছিলেন। আমি রাতে তাঁর সঙ্গে দেখা করতে আসলাম। অতঃপর তার সঙ্গে কিছু কথা বললাম। অতঃপর আমি ফিরে আসার জন্য দাঁড়ালাম। তখন আল্লাহ্‌র রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-ও আমাকে পৌঁছে দেয়ার জন্য আমার সঙ্গে উঠে দাঁড়ালেন। আর তার বাসস্থান ছিল উসামা ইব্‌নু যায়দের বাড়িতে। এ সময় দু’জন আনসারী সে স্থান দিয়ে অতিক্রম করল। তারা যখন নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে দেখল তখন তারা শীঘ্র চলে যেতে লাগল। তখন নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেন, তোমরা একটু থাম। এ সাফিয়্যা বিন্‌তে হুয়াই। তারা বললেন, সুবহানাল্লাহ! হে আল্লাহ্‌র রসূল! তিনি বললেন, মানুষের রক্তধারায় শয়তান প্রবাহমান থাকে। আমি শঙ্কাবোধ করছিলাম, সে তোমাদের মনে কোন খারাপ ধারণা অথবা বললেন অন্য কিছু সৃষ্টি করে না কি।
    সহিহ বুখারী, হাদিস নং ৩২৮১
    হাদিসের মান: সহিহ হাদিস

  • @fks2530
    @fks2530 Месяц назад

    59:11
    ‎আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিতঃ
    তিনি বলেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, যখন সালাতের জন্যে আযান দেয়া হয় তখন শয়তান সশব্দে বায়ু ছাড়তে ছাড়তে পালাতে থাকে। আযান শেষ হলে সামনে এগিয়ে আসে। আবার যখন ইকামাত দেয়া হয় তখন আবার পালাতে থাকে। ইকামাত শেষ হলে আবার সামনে আসে এবং মানুষের মনে খটকা সৃষ্টি করতে থাকে আর বলতে থাকে ওটা ওটা মনে কর। এমন কি সে ব্যক্তি আর মনে রাখতে পারে না যে, সে কি তিন রাক’আত পড়ল না চার রাক’আত পড়ল। এরকম যদি কারো হয়ে যায়, সে মনে রাখতে পারে না তিন রাকা’আত পড়েছে না কি চার রাকা’আত তখন সে যেন দু’টি সাহু সিজদা করে।
    সহিহ বুখারী, হাদিস নং ৩২৮৫
    হাদিসের মান: সহিহ হাদিস

  • @fks2530
    @fks2530 Месяц назад

    1:03:23
    ‎‘আলকামাহ (রহঃ) থেকে বর্ণিতঃ
    তিনি বলেন, আমি সিরিয়ায় গেলাম, লোকেরা বলল, ইনি আবূ দারদা (রাঃ)। তিনি জিজ্ঞেস করলেন, ‘তোমাদের মধ্যে কি সে ব্যক্তি আছে, যাকে নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর মৌখিক দু’আয় আল্লাহ্‌ শয়তান হতে রক্ষা করেছেন? মুগীরাহ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, সেই ব্যক্তি যাঁকে আল্লাহ্‌ তাঁর নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর মৌখিক দু’আয় শয়তান হতে রক্ষা করেছিলেন, তিনি হলেন, আম্মার (রাঃ)।
    সহিহ বুখারী, হাদিস নং ৩২৮৭

  • @fks2530
    @fks2530 Месяц назад

    48:39
    ‎সুলাইমান ইব্‌নু সুরাদ (রাঃ) থেকে বর্ণিতঃ
    তিনি বলেন, আমি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সঙ্গে উপবিষ্ট ছিলাম। তখন দু’জন লোক গালাগালি করছিল। তাদের এক জনের চেহারা লাল হয়ে গিয়েছিল এবং তার রগগুলো ফুলে গিয়েছিল। তখন নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেন, আমি এমন একটি দু’আ জানি, যদি এ লোকটি পড়ে তবে তার রাগ দূর হয়ে যাবে। সে যদি পড়ে “আ’উযুবিল্লাহি মিনাশ শায়তান”- আমি শয়তান হতে আল্লাহর নিকট আশ্রয় চাই। তবে তার রাগ চলে যাবে। তখন তাকে বলল, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, তুমি আল্লাহর নিকট শয়তান থেকে আশ্রয় চাও। সে বলল, আমি কি পাগল হয়েছি?
    সহিহ বুখারী, হাদিস নং ৩২৮২
    হাদিসের মান: সহিহ হাদিস

  • @user-ko2uh4tc5i
    @user-ko2uh4tc5i Месяц назад

    ❤❤❤🎉