Joypurhat | জয়পুরহাট জেলার দর্শনীয় স্থান

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 июл 2021
  • জয়পুরহাট জেলার দর্শনীয় স্থান
    Music Credit:
    Music Band : / yellowtunes
    Here : www.yellowtunes.net/tracks
    ( Indian Instrumental Music - Track 01 - Ambient Sitar Music )
    for any queries please contact : yellowmuzic@gmail.com
    RUclips Channel: Yellow Tunes
    link: / @yellowtunes
    জেলার পটভূমি:
    ষোড়শ এবং সপ্তদশ শতাব্দী পযর্ন্ত জয়পুরহাটের ইতিহাস খুবই অস্পষ্ট। কারণ এই সময় ভারতবর্ষের ইতিহাসে জয়পুরহাটের কোন স্বতন্ত্র ভৌগোলিক অবস্থান ছিল না । জয়পুরহাট দীর্ঘকাল গৌড়ের পাল এবং সেন রাজাদের রাজ্য ভূক্ত ছিল। পূর্বে বর্তমান জয়পুরহাটের স্থানীয় নাম ছিল বাঘাবাড়ীহাট, পরবর্তীকালে কাগজপত্রে গোপেন্দ্রগঞ্জহাট লেখা হতে থাকে। সে সময় জয়পুরহাট নামে কোন স্থানের অস্তিত্ব পাওয়া যায় না। বর্তমান জয়পুরহাট এবং পাঁচবিবি উপজেলার গ্রামসমূহ নিয়ে একসময় লালবাজার থানা গঠিত হয়েছিল।
    জয়পুরহাট সদর থানার পশ্চিম প্রান্তে যমুনা নদীর পূর্বতীরে পুরানাপৈলে এই থানা অবস্থিত ছিল । স্থানটি বর্তমানে করিমনগর বলে পরিচিত। করিমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিকট যমুনা নদীর ঘাটকে আজও থানার ঘাট বলা হয় । এর দক্ষিণে যে স্থানে বাজার বসত সে স্থানকে এখনও বাজারের ভিটা বলা হয়ে থাকে। এই লাল বাজারেই তখন পোস্ট অফিস স্থাপিত হয়েছিল । সাব-রেজিষ্ট্রি অফিস ছিল আক্কেলপুর রেল ষ্টেশনের পূর্বদিকে নবাবগঞ্জ নামক স্থানে। লাল বাজার থানার এবং খঞ্জনপুর কুঠীর ভারপ্রাপ্ত ইংরেজ কর্মকর্তার তত্ত্বাবধানে পলিবাড়ি, খঞ্জনপুর, পুরানাপৈল, পাঁচবিবি প্রভৃতি স্থানে নীলকুঠি স্থাপিত হয়েছিল। তৎকালে লালবাজার ছিল শহর এবং সাধারণ মানুষের জীবিকা অর্জনের একমাত্র কর্মস্থল । দেশে তখনও রেল লাইন স্থাপিত হয়নি । মালামাল আমদানি, রপ্তানি এবং একস্থান হতে অন্য স্থানে স্থানান্তরিত করার জন্য নদীপথ ব্যতীত অন্য কোন উপায় ছিল না। তখন যমুনা নদী ছিল ভীষণ খরস্রোতা । লাল বাজার থানার ঘাটে মহাজনী ও সওদাগরী নৌকা ভীড়ত । এ নদী পথেই দূর দূরান্তে যাতায়াত ও ব্যবসা বাণিজ্য চলত।
    সে সময় লাল বাজার, ক্ষেতলাল এবং বদলগাছী থানা দিনাজপুর জেলার অন্তর্ভুক্ত ছিল । কিন্তু তখন দিনাজপুর, রংপুর ও রাজশাহী জেলার আয়তন এত বৃহৎ ছিল যে, একজন প্রশাসকের পক্ষে সমগ্র জেলায় নজর রাখা কষ্টসাধ্য হয়ে যেত। তাই ১৮২১ সালে ভারতের তৎকালীন বড়লাট বাহাদুরের এক ফরমান বলে রাজশাহী, রংপুর এবং দিনাজপুর জেলা হতে কয়েকটি থানা নিয়ে বগুড়া জেলা গঠন করা হয় । এ সময় রাজশাহী হতে শেরপুর , বগুড়া এবং আদমদিঘী থানা, রংপুর হতে দেওয়ানগঞ্জ ও গোবিনদগঞ্জ থানা এবং দিনাজপুর হতে ক্ষেতলাল, বদলগাছী ও লাল বাজার থানা বিচ্ছিন্ন করে বগুড়া জেলার সৃষ্টি হয়েছিল । ব্যান্ডেল সাহেব ছিলেন বগুড়ার প্রথম ম্যাজিস্ট্রেট । পরবর্তীতে ঘূর্ণিঝড়, জলোচ্ছাস,ভূমিকম্প ও অন্যান্য প্রাকৃতিক দূর্যোগে যমুনা নদীর নাব্যতা কমে যায় এবং এর পূর্বতীর ভাঙ্গনের ফলে লালবাজার থানা হুমকির সম্মুখীন হয়ে পড়ে। ফলে ভারত সরকারের নির্দেশে ১৮৬৮ সালের ১৬ ই মার্চ তারিখে লালবাজার পুলিশ থানা খাসবাগুড়ী নামক গ্রামে যমুনা তীরে স্থানান্তরিত হয়। স্থানটির স্থানীয় নাম ছিল পাঁচবিবি । পরবর্তীকালে দমদমায় রেলস্টেশন স্থাপিত হলে পুলিশ থানাও দমদমায় স্থাপিত হয় । তৎকালে পাঁচবিবির নাম বিশেষ কারণে প্রসিদ্ধি লাভ করেছিল ।
    তাই দমদমায় প্রতিষ্ঠিত পুলিশ থানা ও রেলস্টেশনের নাম রাখা হয় পাঁচবিবি । পাঁচবিবি নামের উৎপত্তি সমন্ধে জানা যায় প্রাচীন কালে পুরানা পাঁচবিবিতে একই স্থানে পাঁচটি বিবির দরগা ছিল । এ সব দরগা প্রাঙ্গণে জারী , সারী, মর্সিয়া, লাঠিখেলা প্রভৃতি অনুষ্ঠান পালিত হতো এবং অনুষ্ঠান শেষে পাঁচটি দরগায় পাঁচটি তাজিয়া রাখা হতো। পাঁচবিবি নামে স্থাপিত এ পাঁচটি দরগা সকল সম্প্রদায়ের নিকট প্রসিদ্ধি লাভ করেছিল। পাঁচবিবি নামের এ প্রসিদ্ধি এবং পরিচিতির কারণেই পুলিশ থানা ও রেলস্টেশনের নাম রাখা হয় পাঁচবিবি । ১৮৭৫ সাল হতে ১৮৭৭ সাল পর্যন্ত দেশে ভীষণ দূর্ভিক্ষ দেখা দেয় । দূর্ভিক্ষ মোকাবেলার জন্য দেশে রেললাইন বসানোর কাজ শুরু হয় । ১৮৮৪ সালে কলকাতা হতে জলপাইগুড়ী পর্যন্ত ২৯৬ মাইল রেলপথ বসানোর কাজ শেষ হলে লোকজনের উঠানামা এবং মালামাল আমদানি রপ্তানির সুবিধার জন্য ৪,৫,৬ বা ৭ মাইল পর পর রেলস্টেশন স্থাপিত হয় । সান্তাহারের পরে তিলকপুর , আক্কেলপুর , জামালগঞ্জ এবং বাঘাবাড়ীতে ( জয়পুরহাটের তৎকালীন স্থানীয় নাম) রেলস্টেশন স্থাপিত হয় । দেশে রেলপথ স্থাপিত হওয়ায় দুরবর্তী স্থানে যাতায়াত সহজসাধ্য হয় । এতে নদী পথের গুরুত্ব বহুলাংশে কমে যায় । ১৮৮৪ সালে জয়পুরহাট রেলস্টেশন স্থাপিত হয় । ফলে দুরাগত ব্যবসায়ী এবং বিত্তশালী ব্যক্তিগণ ব্যবসায়ের সুবিধা এবং নিরাপত্তার কথা চিন্তা করে রেলস্টেশন এলাকায় বসতি স্থাপন শুরু করে । ধীরে ধীরে পার্শ্ববর্তী গ্রাম সমূহে লোক বসতি বাড়তে থাকে । ক্রমে খঞ্জনপুর এবং লালবাজার হাট বিলুপ্ত হয়ে যায় এবং বাঘাবাড়ী হাটই প্রসিদ্ধি লাভ করে ।জয়পুর গভর্ণমেণ্ট ক্রাউন স্টেটের নাম অনুসারে পরবর্তীতে রেলস্টেশনটির নাম রাখা হয় জয়পুরহাট রেলস্টেশন । রাজস্থানের জয়পুরের সঙ্গে পার্থক্য বুঝাবার জন্যই মূলত রেলস্টেশন এবং পোষ্ট অফিসের নাম রাখা হয়েছিল জয়পুরহাট। রেলস্টেশন ও পোষ্ট অফিসের নাম জয়পুরহাট রাখার পর হতে এলাকাটি জয়পুরহাট বলে পরিচিত হতে থাকে। ১৯০৭ সালে জয়পুরহাটে একটি পৃথক থানা গঠিত হয় । এই কাছারী প্রাঙ্গনেই ১৯৭১ সালের ১লা জানুয়ারি তারিখে জয়পুরহাট মহকুমার ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল । পরবর্তীতে ১৯৮৪ সালে জয়পুরহাট মহকুমা থেকে জেলা হিসেবে আত্মপ্রকাশ করে ।
    Contact :
    Email :
    mirazhossain248@gmail.com
    Follow me on Facebook :
    / mirazhossainofficial
    ID - Miraz Hossain
    Like Us Facebook Page :
    / heavenplacesofficial
    #Joypurhat
    #জয়পুরহাট

Комментарии • 51

  • @user-lf1fo6hn8r
    @user-lf1fo6hn8r День назад

    নিজ জেলার প্রতি অফুরন্ত ভালো বাসা রইল মুহাম্মদ স্বপন আক্কেল 💙👑💚⭐🌺💯💪📢

  • @user-lf1fo6hn8r
    @user-lf1fo6hn8r 3 месяца назад

    আমিও জয়পুরহাটের সনতান❤❤❤❤❤

  • @MdRimadvai
    @MdRimadvai Год назад +1

    আমাদের জয়পুরহাট আমাদের কাছে গর্ব করার মত একটা জায়গা পেয়েছি আমরা

  • @raniakter456
    @raniakter456 3 года назад +4

    আমরা জয়পুরহাটের ছেলে হিসেবে অনেক গর্ববোধ করি.... 🥰

  • @bangladeshcricket742
    @bangladeshcricket742 Год назад

    I Love You Joypurhat 💓💞💗💝💖💕❣️

  • @ayrinsultana5929
    @ayrinsultana5929 4 месяца назад

  • @user-ef9qu4xc6d
    @user-ef9qu4xc6d 10 месяцев назад

    আমি জয়পুরহাট জেলার ছেলে হইয়ে খুব গর্ববতী

  • @sushmitabhujel1984
    @sushmitabhujel1984 Год назад +1

    Well , I don't understand your language but by the pics of joypurhat. I will definitely go there next month.Thankyou for making this video.☺

  • @shuvopahan7326
    @shuvopahan7326 Год назад

    Love you Joypurhat ❤️❤️🥰

  • @hasibulhasanapon1905
    @hasibulhasanapon1905 3 года назад +1

    Video ta onk sundor hoice 😊

  • @md.akhtarujjamanjanna962
    @md.akhtarujjamanjanna962 Год назад

    Nise

  • @md.al-aminpartho3513
    @md.al-aminpartho3513 3 года назад

    Wow

  • @Abdullah.Al.Mamun96
    @Abdullah.Al.Mamun96 Год назад

    I miss joypurhat

  • @ramisaanamnijhum9872
    @ramisaanamnijhum9872 Год назад

    I love my district

  • @itsrealitybyshakil2123
    @itsrealitybyshakil2123 Год назад +1

    জয়পুরহাট ক্রিকেট ব্যাট তৈরি হয় কোথায় জানাবেন প্লিজ

  • @liton779
    @liton779 Год назад

    nice

  • @safulfillthedream267
    @safulfillthedream267 Год назад

    একটি জরুরি পোস্ট,
    জয়পুরহাট - কয়েতাহার জেলা
    এখানে বাড়ি কার,, দয়া করে জানাবেন।
    খুবই উপকৃত হবো, 🙏🙏
    কমেন্টে জানাবেন প্লিজ
    ধন্যবাদ

  • @unouspatwary9427
    @unouspatwary9427 Год назад

    স্যার ধন্যবাদ, দুবাইথেকে দেখতেছি। গপিনাথপুর মেলা থেকে ঢাকার পিকাপ ভাড়া কতটাকা হতে পারে। উদ্যেশ্য একটা ঘোড়া কিনবো. ধন্যবাদ।

    • @Heavenplacesofficial
      @Heavenplacesofficial  Год назад

      ৮-১০ হাজার হবার কথা

    • @unouspatwary9427
      @unouspatwary9427 Год назад

      যত টুকু জানি গপিনাথপুর হলো একটা ইউনিয়ন, আসে পাসে কোথায় গিয়ে উঠবো? থাকার বেবস্তা আছে?। আর নিরা পত্তা কেমন? ধন্যবাদ.

  • @BDWhatGamer
    @BDWhatGamer Год назад

    আমার বাড়ি জয়পুরহাট

  • @keyasen845
    @keyasen845 2 года назад

    ভাই যশোর থেকে জয়পুরহাট জামতলী বাজার যেতে কতক্ষন সময় লাগে?

    • @Heavenplacesofficial
      @Heavenplacesofficial  2 года назад

      Thik jana nei vai

    • @sulaimanhaiderseddique3590
      @sulaimanhaiderseddique3590 2 года назад

      সকাল সাতটার ট্রেনে উঠলে দুপুর আড়াইটায় পৌছাবেন জয়পুরটাহ জেলা স্টেশনে। রাত সোয়া এগারোটার ট্রেনে উঠলে ভোর ছয়টায়।
      জামতলী বাজার কোথায় তা জানি না।

  • @NoOneKnowsSummer
    @NoOneKnowsSummer Год назад

    my bf was from there

  • @Masud_Agro_Farm
    @Masud_Agro_Farm 3 года назад

    Kontho kar re??

    • @Heavenplacesofficial
      @Heavenplacesofficial  3 года назад +2

      মোঃ আরিফউজ্জামান নবাব
      উপস্থাপক ও নাট্যশিল্পী
      বাংলাদেশ বেতার, রাজশাহী।

  • @sisohan1889
    @sisohan1889 3 года назад

    আমরা জয়পুরহাটের ছেলে হিসেবে অনেক গর্ববোধ করি.... 🥰