সেপ্টেম্বরের শেষে অক্টোবরের শুরুতে কি কি শাক সবজি চাষ করবেন - লাভজনক সবজি চাষাবাদ পদ্ধতি - Vegetable

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 окт 2024
  • সেপ্টেম্বরের শেষে অক্টোবরের শুরুতে কি কি শাক সবজি চাষ করবেন - লাভজনক সবজি চাষাবাদ পদ্ধতি - Vegetable
    আজকে আমি আপনাদের জানাবো সেপ্টেম্বরের শেষে আর অক্টোবরের শুরুতে কি কি শাক সবজি চাষ করবেন।
    আপনারা অক্টোবর মাসে হাইব্রিড জাতের লাউ চাষ করতে পারেন, লাউ চাষের জমি ভালোভাবে চাষ দিয়ে নিবেন।
    এরপর মাদা তৈরি করে, সেই মাদার মাঝে দেশি জাতের লাউ বীজ লাগিয়ে দিবেন।
    লাউয়ের বেশি ফলন পেতে গাছ মাচায় বাইয়ে দিবেন, কোন রোগবালাই উপদ্রব দেখা দিলে কীটনাশক দিবেন।
    আপনারা এই সময় মিষ্টি কুমড়া চাষ করতে পারেন, বছরের যে কোন সময় মিষ্টি কুমড়া চাষ করা যায়।
    মিষ্টি কুমড়া গাছের বয়স ১৫ দিন হলেই গাছে সার দিবেন, এতে গাছ দ্রুত বৃদ্ধি হবে।
    আপনারা সেপ্টেম্বর মাসে শেষ দিকে উন্নত জাতের হাইব্রিড শসা চাষ করতে পারেন।
    শসা চাষ করার জন্য দোআঁশ থেকে বেলে দোআঁশ মাটি নির্বাচন করবেন।
    যদিও প্রায় সারা বছর সব ধরনের মাটিতে বারোমাসি শসা চাষ করা যায়।
    সেপ্টেম্বর মাসে টবে, সিমেন্টের বস্তায় বা জমিতে চিচিঙ্গা চাষ করতে পারবেন।
    চিচিঙ্গা বীজ লাগিয়ে দেওয়ার আগে ১২ ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন, এরপর জমিতে বীজ লাগিয়ে দিবেন।
    এই সময় উন্নত মানের শিম চাষ করতে পাবেন, বাজারে অনেক ধরনের শিম বীজ কিনতে পাওয়া যায়।
    আপনারা অল্প সময়ে বেশি ফলন পেতে হাইব্রিড জাতের শিম চাষ করতে পারেন।
    করলা আমাদের দেশে খুবই পরিচিতি ও জনপ্রিয় একটি সবজি।
    দেশের প্রায় সব জায়গায় হাইব্রিড জাতের করলা সহ উচ্ছে চাষ করা হয়।
    শীতকালের শুরুতে কাঁচা মরিচ চাষ করা যায়, বাজারে অনেক জাতের মরিচ বীজ পাওয়া যায়।
    মরিচ চাষ করার জন্য জমি খুব ভালোভাবে চাষ দিয়ে মাটি ঝুরঝুরা করে বীজ ছিটিয়ে বপন করে দিবেন।
    আপনারা ক্যাপসিকাম, টমেটো, ফুলকপি, বাঁধাকপি গাজর এই সময়ে চাষ করতে পারবেন।
    এছাড়া লালশাক, পালংশাক, ডাটা শাক, পুঁইশাক চাষ করতে পারবেন।

Комментарии • 28

  • @RanuAkther-f7m
    @RanuAkther-f7m 28 дней назад +3

    হ্যালো ভাইয়া আসসালামু আলাইকুম ভাইয়া আমার লাউ গাছে কিছু পোকা ধরেছে আর গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে এর জন্য করনীয় কি আর ভাইয়া যদি গাছে শুকনা গোবর দিই তাহলে কোন সমস্যা হবে

    • @KrishiPoribar
      @KrishiPoribar  28 дней назад +1

      ওয়ালাইকুম আসসালাম, গাছে শুকনো গোবর, টি এস পি, ইউরিয়া, সানফুরান দেন, পাতায় ছাটি ছিটিয়ে দেন পরিমান মতো।

  • @IbrahimIslamIslam-w2c
    @IbrahimIslamIslam-w2c 8 дней назад +1

    ভাই,❤ পেঁপে গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে ,এর করণীয় কী?

    • @KrishiPoribar
      @KrishiPoribar  7 дней назад +1

      টাটা এবা কীট নাশক দেন।

  • @farhanafuadvlog1061
    @farhanafuadvlog1061 20 дней назад

    🎉nice

  • @MdYusuf-k4n
    @MdYusuf-k4n 11 дней назад +1

    Macha chara ki korola chash kora jay?

  • @sayedalipi2261
    @sayedalipi2261 23 дня назад

    আপনি যে গাছের আঠারো বিশ দিন বয়স হলে যে রাসায়নিক সার দেন এরপর রাসায়নিক সার দেওয়ার পর কয়দিন পরে কীটনাশক স্প্রে করেন?
    রাসায়নিক সার দেওয়ার পর কি কীটনাশক স্প্রে ব্যবহার করা যাবে ? সানফুরান দেওয়ার পর কি অন্য কোন কীটনাশক স্প্রে করা যাবে একটু জানাবেন প্লিজ

    • @KrishiPoribar
      @KrishiPoribar  21 день назад

      রাসায়নিক সার দেওয়ার কয়েক দিনের মাঝেই কী টনাশক দিতে পারবেন, কোন অসুবিধা নেই।

  • @MisMoni-i7r
    @MisMoni-i7r 13 дней назад

    লাউ, মিষ্টি কুমড়া,করলা,শসা,শিম, চিচিঙ্গা , বেগুন,মরিচ, ক্যাপসিকাম, পুঁইশাক, পালংশাক, ডাঁটা শাক,মুলাশাক, টমেটো,

    • @KrishiPoribar
      @KrishiPoribar  13 дней назад

      এই গুলো চাষ করতে পারেন।

  • @queen_riding_250cc
    @queen_riding_250cc 28 дней назад +1

    ভাই আমার লাউ গাছ হেভি সুন্দর
    কিন্তু লাউ গাছ জানালা ভরে গেছে লাউ ধরে না । জালিসব নষ্ট হয়ে যাচ্ছে

    • @KrishiPoribar
      @KrishiPoribar  24 дня назад

      গাছে পটাশ জাতীয় সার ও ভিটামিন দেন, জালি যেন নষ্ট না হয় সেই জন্য ফোরা মেন ফা দ ব্যবহার করেন।

  • @siyamhossain-br6lm
    @siyamhossain-br6lm 28 дней назад

    Assalamu alaikum

    • @KrishiPoribar
      @KrishiPoribar  28 дней назад

      ওয়ালাইকুম আসসালাম।

  • @niharikatori7412
    @niharikatori7412 9 дней назад

    অক্টোবর মাসে কি চালকুমড়া বীজ লাগালে ফলন ভালো হবে?

    • @KrishiPoribar
      @KrishiPoribar  9 дней назад

      বারো মাসি চাল কুমড়া বীজ লাগাতে পারেন।

  • @TawsiBAhmed-t3r
    @TawsiBAhmed-t3r 21 день назад

    আসসালামু আলাইকুম ভাই ভাল জাতের সিম বীজ কোথায় পাওয়া যাবে

    • @KrishiPoribar
      @KrishiPoribar  21 день назад

      ওয়ালাইকুম আসসালাম, ভালো জাতের শিম বীজ সারের দোকানে কিনতে পাবেন।

  • @MD_JONI_MUNSHI_vlog
    @MD_JONI_MUNSHI_vlog 27 дней назад

    বাইয়া আমি আপনার বিডিও দেখে আমি মরিচ গাছ লাগিয়েছি কিন্তু চরা উতেছেনা ৩দিন হয়েছে 😢😢

    • @KrishiPoribar
      @KrishiPoribar  24 дня назад

      আরো দুই একদিন অপেক্ষা করেন।

  • @shamimaprince4457
    @shamimaprince4457 22 дня назад

    Usta dhorse kintu poka hosse .ki korbo janaben please

    • @KrishiPoribar
      @KrishiPoribar  21 день назад

      গাছে ফোরামেন ফা দ দেন মাছি পোকার উপদ্রব কমে যাবে।

  • @রুপকথারশারমিন

    ফুল ধরছে ফল আসছেনা কি করব

    • @KrishiPoribar
      @KrishiPoribar  24 дня назад

      কি গাছে ফুল ধরে ফল আসছে না?

  • @taslimaakter-uh4is
    @taslimaakter-uh4is 8 дней назад

    ফুল হয় ফল হয় না কেন?

    • @KrishiPoribar
      @KrishiPoribar  7 дней назад

      পটাশ জাতীয় সার ও ভিটামিন দেন।