মুর্শিদাবাদ কাঠগোলা বাগান এক রহস্য। Murshidabad. kathgola bagan.
HTML-код
- Опубликовано: 2 ноя 2024
- মুর্শিদাবাদ কাঠগোলা বাগান এক রহস্য। Murshidabad. kathgola bagan.
Hello Friends. Assalamualaikum. I am Shoma, A Bangladeshi blogger. In my blog I am sharing my daily lifestyle, outing, fooding and so on. Hope, content of my blog will always entertain u and ensure ur quality time spent with me. Take care & keep in touch through like, comment and share. please Channel subscribe করুন।
👉 Don’t forget to Subscribe, Follow, Share, Comment, like, and stay with us.
👉Also, follow me on my social media profiles:
👉Facebook link: / shomasblog
For Any Copyright Issue Please contact: r_i_razib@yahoo.com
Note: If you wish to share this video, please embed the link and share the original source. Please avoid methods of copying or duplicating the content, and help us support anti-piracy measures in every possible way. Thank you!
#kathgola #kathgola_bagan #murshidabad #murshidabadvlog #murshidabadtour
দৃষ্টি নন্দন উপস্থাপনা অনেক কিছু জানতে পেলাম আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ
Nicely described. Viewing this From Murshidabad.
Thank you so much
Most Welcome
অত্যন্ত সাবলীল উপস্থাপনা। দারুণ লাগল । নমস্কার জানাই।
আপনাকেও অনেক ধন্যবাদ
Khub sundor laglo ☺️
অনেক ধন্যবাদ
Khub bhalo laglo
দারুন লাগলো ৷
Thanks for good presentation from Kolkata
ভাল হয়েছে
Assalamualaikum apu MashAllah shundor share informative video thanks for sharing 👍✅
Thank you so much
আপনার ভিডিওতে অনেক কিছু জানতে ও দেখতে পেলাম আন্তরিক ভাবে শুভেচ্ছা রইলো প্রিয় আপু
অসংখ্য ধন্যবাদ স্মৃতি মাখা দৃশ্য গুলোর ভিডিও দেখানোর জন্যে।
খুব সুন্দর একটা ভিডিও দেখলাম সুমা আফরোজ আপুকে ধন্যবাদ এত সুন্দর করে উপস্থাপনা করার জন্য
অনেক ধন্যবাদ কমেন্টস করার জন্য
Nice blog sister.
Thank you so much
Thanks
অনেক সুন্দর 🇧🇩 🇧🇭
অনেক ধন্যবাদ কমেন্টস করার জন্য
Egiye jan didi
Thank you so much
সুন্দর,বলার ভঙ্গি ও সুন্দর।
অনেক ধন্যবাদ কমেন্টস করার জন্য
দৃষ্টি ও সৃষ্টি নন্দন পুনরায় স্বীকার করব। গাইড ভদ্রলোককের প্রয়াস সার্থক।
ভালো লাগলো ।
অনেক অনেক ধন্যবাদ
মাশাআল্লাহ খুব সুন্দরী তুমি বাড়ি কই গো খুব সুন্দর কন্ট সুন্দর কথা বলা ধন্যবাদ লামা বান্দর বান তেকে দেখি ❤❤❤❤❤❤❤❤
অনেক ধন্যবাদ
Very nice video
অনেক ধন্যবাদ কমেন্টস করার জন্য।
খুবই ভালো লাগছে দেখে দিভাই
ধন্যবাদ।
সোমা আফরুজ তুমি দারুণ সুন্দর মানুষ
অনেক ধন্যবাদ
ভারী চমৎকার। ভীষন বড় এক estate,
আমরা কলকাতা থেকে মুর্শিদাবাদ গিয়েছি, কিন্তু এখানে যাওয়া হয়নি ।
আমি অবশ্য ডোমকল, হাজারদুয়ারী ইত্যাদি জায়গায় গিয়েছিলাম এক সাহিত্য সভায় যোগ দিতে ।
ধন্যবাদ।
Nice very nice....blogging, speaking, camera and also to you...
অনেক ধন্যবাদ কমেন্টস করার জন্য
#nirobsaha
💗🤔💖🙏💘
🙏🙏🙏
Didi amer ata suput koren
আপনার ভিডিওতে অনেক কিছু জানতে ও দেখতে পেলাম ! আন্তরিক ধন্যবাদ আপু !
Thank you so much vai
You are most brave women in Bangladesh 👍
অনেক ধন্যবাদ কমেন্টস করার জন্য
বিসসেয় অভিভূত
অনেক ধন্যবাদ
@@shomaafroze আপনি কি আগ্রার তাজমহল যাবেন গেলে সংগে করে নিয়ে যাবেন
সোমা তুমি আমার মেয়ের মতো তাই তুমি করে সম্বোধন করলাম তোমার ব্লগ আজকে প্রথম দেখলাম খুব ভালো লাগলো suscribe করলাম আরো ভালো ভালো ব্লগ দেখতে চাই অনেক শুভকামনা রইলো ভারত থেকে রেখা বাগচী বলছি খুব ভালো থেকো
আপনার এই আন্তরিক মমতাময়ী কমেন্টস এর জন্য অনেক অনেক ধন্যবাদ। আমাকে সব সময় আপনার প্রার্থনায় রাখবেন আর পরিবারের সবাইকে নিয়ে অনেক অনেক ভালো থাকবেন সব সময়।
@@shomaafroze ধন্যবাদ... তুমিও সবাই কে নিয়ে খুব ভালো থেকো ❤️❤️
Apnar guide k kurnish janai.
Thank you so much
Suma afroj tumake dyannabad from usa
আপনাকেও অনেক অনেক ধন্যবাদ কমেন্টস করার জন্য।
সোমা আপা মিশরের পিরামিডের একটি ভিডিও বানানোর অনুরোধ করছি
ইনশাআল্লাহ। হবে।
সোমা আপু বিডিও না দেকলে রাতে ঘুম হয়না সেই অনেক সুন্দর ভাবে বুজিয়ে দাও
ধন্যবাদ ম্যাডাম, সাথে ছোট ছেলে দুটি কি হয় আপনার ?
আাপু আপনার গাইডের উপস্থাপনা খুবই ভালো লাগলো।
আগামী মাসে যাবো মুর্শিদাবাদ। বাংলাদেশ থেকে।🇧🇩
ভিডিও দেখে ভালো লাগলো 🥰
অনেক ধন্যবাদ
Apner vloger madhyame onek ajana tathya jante parlam.
DHANYABAD
FROM
SOUTH KOLKATA, WESTBENGAL, INDIA
অনেক ধন্যবাদ কমেন্টস করার জন্য
ম্যাডাম,
আমি বর্তমানে কোলকাতাবাসী।প্রায় বিয়াল্লিশ বছর আগে প্রথম গিয়েছিলাম এই কাঠগোলা বাগানে। তখন এত মেইনটেনেন্স হ'ত না, এমনকি পাকা সীমানাপ্রাচীরও ছিল না। পুনরায় গিয়েছিলাম আজ থেকে প্রায় বছর পাঁচ/ছয় আগে। তখন দেখলাম বদলে গেছে অনেক কিছু।কেমন একটা ঝাঁ-চকচকে ভাব এসেছে। বিয়াল্লিশ বছর আগে দেখা চেহারার সাপেক্ষে এই চকচকে রূপটা আমার ভালো লাগে নি।
যাই হোক, আপনার গাইড দু'একটা জিনিস স্কিপ করেছে, সেগুলো আপনার জ্ঞাতার্থে জানাচ্ছি।
১)যেখানে প্রাচীন শ্বেতচাঁপা গাছটা ছিল-তার সামনেই দুটি পিলারের উপর দুটো শ্বেতপাথরের সিংহের মূর্তি আছে। মূর্তি দুটো এমন ভাবে প্লেস করা আছে যে, সকাল থেকে বেলা বারোটা পর্যন্ত একটা সিংহকে হাড় জিরজিরে রোগা লাগে আর অন্যটিকে নাদুসনুদুস লাগে। আবার বেলা বারোটার পর ব্যাপারটা ঠিক উলটো হয়ে যায়। আপনার ভিডিও তে সিংহ মূর্তি দুটি আবার দেখে নেবেন।
২) যে পুকুরে বড়বড় মাছের কথা বললো, সেটা আসলে মহিলাদের চান করার জন্যই ছিল। মহিলারা যখন চান করতেন তখন পুকুরের চারকোনের চার ওয়াচ টাওয়ারে চারজন খোজা রক্ষী পাহারায় থাকত।
পুকুরের পাড়ে যে ছোট এবং সুন্দর হলঘর টি দেখলেন, ওখানে এপার বাংলার একটি বিখ্যাত সিনেমার একটি গানের পিকচারাইজেশন হয়েছিল। ছবির নাম "অ্যান্টনি ফিরিঙ্গি" আর গানটি ছিল "আমি যে জলসাঘরে বেলোয়ারী ঝাড়..."
৩)যে জৈন মন্দিরটি দেখলেন - ভেতরে গেলে বুঝতে পারতেন, ওটা মন্দির তো বটেই, তবে পাশাপাশি ওটা গোপন শলাপরামর্শ করার জন্যেও ব্যবহার হ'তো। সেকারনে, মন্দিরটির চারদিকের বারান্দার জানালায় এমন কাঁচ লাগানো, যেটা দিয়ে বাইরের সবকিছু দেখা যায়,কিন্তু বাইরে থেকে ভেতরের কিছু দেখা যায় না। এখানেও একটি পারদের প্রলেপ দেওয়া বেলজিয়াম কাঁচের গ্লোব এমনভাবে ঝোলানো আছে যে, মন্দিরের যে কোনো দিক থেকে ভেতরে প্রবেশের চেষ্টা করলে-ঐ গ্লোবে তাকে দেখা যাবে।
৪) যেটা গোপন সুড়ঙ্গ পথ বলা হ'ল, সেটা সত্যিই গোপন সুড়ঙ্গ, তবে শোনা যায়, ঐ সুড়ঙ্গের অপর প্রান্ত ছিল ভাগীরথীর অপর পাড়ে। ওটা ব্যাবহার করা হ'ত গোপনীয় কিছু আনা-নেওয়ার কাজে এবং বিপদে সেফ্ প্যাসেজ হিসেবে। বর্তমানে এই পথ সর্বদা জলমগ্ন থাকে।শোনা যায় একবার ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় সদর দপ্তর অর্থাৎ কোলকাতার ফোর্ট উইলিয়াম সেনা ছাউনি থেকে, দুটি বিশালাকৃতির পাম্প লাগাতার আঠারো দিন ধরে চালিয়েও ঐ গোপন সুড়ঙ্গের জল এক ইঞ্চিও নামানো যায়নি। ফলে রণে ভঙ্গ দেওয়া হয় এবং মনে করা হয় যে, সুড়ঙ্গ পথটির অপর প্রান্ত ভাগীরথী নদীতে বিলীন হয়ে গেছে।আর তাই প্রবেশ নিষেধ।
৫) যে দালানটিতে "চিড়িয়াখানা" লেখা ছিল, সেটা সত্যিই পশ্চিমবঙ্গের প্রথম ব্যাক্তিগত মিনি চিড়িয়াখানা। তবে বিয়াল্লিশ বছর আগে এরকম ঝাঁ-চকচকে চেহারায় ছিল না। শোনা যায় ইংরেজদের দখল কায়েম হওয়ার পর সমস্ত পশুপাখি কলকাতার আলিপুর চিড়িয়াখানায় পাঠিয়ে দেওয়া হয়।
----- তপন কুমার বারুই,
টালিগঞ্জ, কলকাতা-৪০
এতো সুন্দর করে আপনার কমেন্টস উপস্থাপন করার জন্য অনেক অনেক ধন্যবাদ। অনেক কিছু নতুন করে জানতে পারলাম।
Apner statement pare aro onek tathya jante parlam.
FROM
SOUTH KOLKATA WESTBENGAL INDIA
Guide babu khub horbor kore bornona dilen ektu dhire dhite somoy niye bolle ro sundor hoto, jak tobu kichu jante parlam apnar bloge.
অনেক ধন্যবাদ কমেন্টস করার জন্য
আপু আপনার এই ভিডিও কোন ক্যামেরায় ধারন করা? এটি কি একশান ক্যামেরা?
আমার হলো ডি জি আই মিনি ২ এবং সনি ক্যামেরা। ধন্যবাদ
দিদি আসসালামু আলাইকুম!
কাঠগোলা বাগান আমার আজ দেখা হয়নি যা হউক, আপনার এই ভিডিওয়ের মাধ্যমে দেখা হয়ে গেলো। আপনারা খাওয়া দাওয়া কোথায় করলেন এই মুর্শিদাবাদে? আপনারা সবাই সুস্থ থাকবেন।
আল্লাহ হাফেজ!
আসসালামু আলাইকুম। মুরসিদাবাদ ফ্রেন্ডস হোটেল এন্ড রেস্টুরেন্টে খেয়ছি।ধন্যবাদ দাদা
কেবল কাঠগোলা মুর্শিদাবাদের দর্শনীয় স্থানের ইতিহাস এই গাইডরা বলে দেয়।
কনো বংসধরের সঙে কথা বলতে পারলে ভালো লাগতো।
অনেক ধন্যবাদ কমেন্টস করার জন্য
গঙ্গা Swim করে পার হবে ভেবেছিলাম ?
হা হা হা
@@shomaafroze Like দিয়ে দিলাম,
Big brother,
contact no.pls.