নাস্তিক ভাইদের কমন একটি প্রশ্ন । চমৎকার উত্তর দিলেন শায়খ আহমাদুল্লাহ

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 янв 2025

Комментарии • 91

  • @mitukhan7270
    @mitukhan7270 Год назад +61

    আল্লাহ আপনি শাইখকের নেক হায়াত বারিয়ে দিন।

    • @delurhosseen6509
      @delurhosseen6509 Год назад

      আমিন

    • @muhammadsalafiahlulhadith
      @muhammadsalafiahlulhadith Год назад

      *_সুফি কবর পূজারীদেরকে দাঁতভাঙ্গা জবাব এবং তাফসির📚_*
      *QURAN 10:62 [১০:৬২] ইউনুস*
      *_أَلا إِنَّ أَولِياءَ اللَّهِ لا خَوفٌ عَلَيهِم وَلا هُم يَحزَنونَ_*
      *_শুনে রাখ, নিশ্চয় আল্লাহর বন্ধুদের কোন ভয় নেই, আর তারা পেরেশানও হবে না।_*
      *_[১] অবাধ্য ব্যক্তিদের কথা আলোচনার পর আল্লাহ তাআলা তাঁর অনুগত ব্যক্তিদের কথা আলোচনা করছেন। তাঁরা হলেন আল্লাহর আওলিয়া। 'আওলিয়া' শব্দটি ওলীর বহুবচন। যার আভিধানিক অর্থ হল, নিকটবর্তী। এর পরিপ্রেক্ষিতে আওলিয়াউল্লাহর অর্থ হবে, ঐ সকল নেক ও খাঁটি মু'মিন ব্যক্তিগণ, যাঁরা আল্লাহর আনুগত্য করে এবং তাঁর অবাধ্যতা থেকে দূরে থেকে আল্লাহর নৈকট্য অর্জন করতে সক্ষম হয়েছেন। এই জন্য পরের আয়াতে আল্লাহ তাআলা নিজেই এই শব্দ দ্বারা তাঁদের প্রশংসা করেছেন, "তারা হচ্ছে সেই লোক যারা বিশ্বাস করেছে (ঈমান এনেছে) এবং সাবধানতা (পরহেযগারি) অবলম্বন করে থাকে।" আর ঈমান ও পরহেযগারি বা তাকওয়াই হচ্ছে আল্লাহর নৈকট্য লাভের মূল ভিত্তি এবং একমাত্র উপায়। এই হিসাবে সকল মুত্তাকী মু'মিনই হচ্ছে আল্লাহর ওলী (বন্ধু)। পক্ষান্তরে কিছু মানুষের ধারণা যে, ওলী হতে হলে কারামত দেখানো জরুরী। অতঃপর তারা মনগড়া ওলীদের জন্য সত্য-মিথ্যা কিছু কারামতের কথা প্রচার করে থাকে। এ ধারণা ও কর্ম নেহাতই ভ্রান্ত। ওলী হওয়ার সাথে কারামতের না কোন সম্পর্ক আছে, আর না কারামত ওলী হওয়ার জন্য শর্ত। এটা স্বতন্ত্র ব্যাপার যে, যদি কোন ওলী দ্বারা কোন কারামত প্রকাশ হয়ে যায়, তবে তা আল্লাহর ইচ্ছা, তাতে সেই বুযুর্গের ইচ্ছা প্রবিষ্ট থাকে না। কিন্তু কোন মুত্তাকী মু'মিন এবং সুন্নতের অনুসারী দ্বারা কোন কারামত প্রকাশ হোক বা না হোক, তাঁর বিলায়াতে কোন সন্দেহ থাকতে পারে না। [২] আশংকা বা ভীতির সম্পর্ক ভবিষ্যতের সাথে এবং বিষণ্ণতা ও চিন্তার সম্পর্ক অতীতের সাথে। উদ্দেশ্য এই যে, যেহেতু তাঁদের পার্থিব জীবন আল্লাহ-ভীতির সাথে অতিবাহিত হয়ে থাকে, ফলে কিয়ামতের ভয়াবহতায় তাঁদের সে রকম ভয় থাকবে না, যেমন অন্যান্যদের থাকবে। বরং তাঁরা নিজ ঈমান ও তাকওয়ার কারণে আল্লাহর রহমত ও বিশেষ দয়ার আশাধারী এবং তাঁর প্রতি সুধারণা পোষণকারী হবেন। অনুরূপ পৃথিবীতে তাঁরা যা কিছু ছেড়ে যাবেন অথবা পৃথিবীর সুখ-স্বাচ্ছন্দ্য লাভে বঞ্চিত থাকার ফলে তাঁদের কোন দুশ্চিন্তা ও আফসোস হবে না। এর দ্বিতীয় এক অর্থ এই যে, পৃথিবীতে তাঁদের আকাঙ্ক্ষিত যে সব বস্তু তাঁরা অর্জন করতে পারেননি, তার জন্য তাঁরা দুঃখ প্রকাশ করবেন না, কারণ তাঁরা জানেন যে, এসব কিছু আল্লাহর ফায়সালা ও ভাগ্যের ব্যাপার। তাতে তাঁদের অন্তর রুষ্ট হয় না; বরং তাঁদের অন্তর আল্লাহর ফায়সালার উপর খুশি ও সন্তুষ্ট থাকে।_*
      *QURAN 5:55 [৫:৫৫] আল মায়িদাহ*
      *_إِنَّما وَلِيُّكُمُ اللَّهُ وَرَسولُهُ وَالَّذينَ آمَنُوا الَّذينَ يُقيمونَ الصَّلاةَ وَيُؤتونَ الزَّكاةَ وَهُم راكِعونَ_*
      *_তোমাদের বন্ধু কেবল আল্লাহ, তাঁর রাসূল ও মুমিনগণ, যারা সালাত কায়েম করে এবং যাকাত প্রদান করে বিনীত হয়ে।_*
      *_[১] যখন ইয়াহুদ ও নাসারদের সাথে বন্ধুত্ব নিষেধ করা হয়েছে, তখন কাদের সাথে বন্ধুত্ব করা যাবে? এই প্রশ্নের উত্তরে বলা হচ্ছে, ঈমানদারগণের বন্ধু সর্বপ্রথম আল্লাহ ও তাঁর রসূল, অতঃপর যারা আল্লাহ ও তাঁর রসূলের একান্ত অনুগত। পরবর্তীতে তাদের আরো গুণাবলী উল্লেখ করা হচ্ছে।_*

  • @jahangirsiddique9522
    @jahangirsiddique9522 Год назад +29

    অত্যন্ত যুক্তিযুক্ত উপমা দিয়ে বুঝিয়ে বলার জন্য ধন্যবাদ! আল্লাহ্ আপনাকে জাযায়ে খায়ের দান করুন!

  • @mintuahmed5495
    @mintuahmed5495 Год назад +11

    মাশা আল্লাহ । জাযাকাল্লাহ খায়ের ।

  • @mdnaceruddin6805
    @mdnaceruddin6805 Год назад +1

    মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অসাধারণ আলোচনা ধন্যবাদজানাই হুজুরকে

  • @md.solaymansheikh6939
    @md.solaymansheikh6939 Год назад +2

    মনের মতো উত্তর দিয়েছে হুজুর। আলহামদুলিল্লাহ

  • @rumabegom4212
    @rumabegom4212 Год назад +7

    মাশাআল্লাহ খুব সুনদোর আলোচোনা

  • @fatemabegum4900
    @fatemabegum4900 Год назад +39

    কোরান হচ্ছে মুল বিষয়। আর হাদীস হচ্ছে আমাদের মতো অবুঝ মানুষদে বুঝবার জন্য ভেংগে ভেংগে বুঝানোর জন্য বিস্তারিত হচ্ছে হাদীস। একজন ভালো মুসলমানের উচিৎ কোরান হাদীস নিয়ে কোন পশন না করা চাড়া মেনে নাওয়া উচিৎ আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন আমিন

    • @saffathossen313
      @saffathossen313 Год назад

      ঠিক 👍🌺

    • @nipashouse9333
      @nipashouse9333 Год назад

      আমিন,

    • @nipashouse9333
      @nipashouse9333 Год назад

      ​@@saffathossen313 আমার ছোট্ট পরিবারে ও আসুন প্লিজ ছোট বোন হিসাবে অনুরোধ করছি আশা করছি আসবেন 🛎️🛎️👍👍🙏🙏

  • @slave_of_Allah860
    @slave_of_Allah860 Год назад +7

    ⭕আল্লাহ ছাড়া আমার কোন ক্ষমতা নেই।
    আমি তাঁর উপর ভরসা রাখি, আমি তাঁর নিকট ফিরে যাবো।
    (সূরা হূদঃ ৮৮)

  • @ABDURRAHMAN-bg5yu
    @ABDURRAHMAN-bg5yu Год назад +3

    মাশা-আল্লাহ খুবই ভালো লাগলো ধন্যবাদ হুজুর সাহেবকে মহান আল্লাহ তুমি হুজুর সাহেবকে নেক হায়াত দান করো আমিন ❤

  • @mdnujrul2745
    @mdnujrul2745 Год назад +4

    Nice wazz Allah hojorki nekhayat dankoron

  • @you28820
    @you28820 Год назад +1

    মাসআল্লাহ চমৎকার উত্তর

  • @mdrajshimul2165
    @mdrajshimul2165 Год назад +4

    হুজুরকে আন্তরিক হাজার হাজার সালাম।। কিছু সুন্দর বিষয় শিখলাম

    • @hasinurchowdhury6599
      @hasinurchowdhury6599 Год назад

      মাশা - আল্লাহ্ 👍👍👍

    • @Lamiyaakter10920
      @Lamiyaakter10920 Год назад

      আলহামদুলিল্লাহ,,,, ভালো,,, আল্লাহ আপনাকে আল্লাহর পথে চলার তৌফিক দান করুক

  • @samahfujaakther2272
    @samahfujaakther2272 Год назад

    Masha allah ato sundor kore bujanur jonno

  • @mdlitonhossen1264
    @mdlitonhossen1264 Год назад

    আলহামদুলিল্লাহ অনেক সুন্দর করে উত্তর দিলেন। প্রিয় শায়ক

  • @islamic7115
    @islamic7115 Год назад +9

    আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ

  • @sabujsikder2614
    @sabujsikder2614 Год назад +1

    আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ ❤

  • @ruhulamin4849
    @ruhulamin4849 Год назад +2

    আলহামদুলিল্লাহ।।।

  • @ejazshopchannel-fl3jr
    @ejazshopchannel-fl3jr Год назад +3

    মাসাআল্লাহ,সায়েখকে কবুল করুন.

  • @jannatjannat289
    @jannatjannat289 Год назад +3

    আল্লাহ আমি ছারা তোমার বহু বান্দা আছে, তুমি ছারা আমার কোন রব নাই, তুমি আমার জিবনের গুনাহ মাপ করে সৎ সঠিক পথ দেখাও

  • @ShahinurrahmanSohag-x2n
    @ShahinurrahmanSohag-x2n Год назад

    ماشاء الله ❤

  • @wearydawefsession3419
    @wearydawefsession3419 Год назад

    মাশাল্লাহ অনেক সুন্দর আলোচনা

  • @mdfafdous1426
    @mdfafdous1426 Год назад +2

    Subhanallaha alhamdulilah Allahuakbar jajakallaha koiran

    • @barikbarik6684
      @barikbarik6684 Год назад

      মাশাল্লা অনেক সুন্দর উত্তর হয়েছে

  • @muhammadarmanahmad4994
    @muhammadarmanahmad4994 Год назад +6

    আল্লাহ পাক আমাদের সঠিক সমজ দান করুক,,,,,,,,আমিন

  • @wayofallah4501
    @wayofallah4501 Год назад +2

    আলহামদুলিল্লাহ্

  • @saddamhawladar9068
    @saddamhawladar9068 Год назад +1

    Masaallah

  • @ariy4nsworld309
    @ariy4nsworld309 Год назад +1

    খুবই সুন্দর ভিডিও। কিন্তু টাইটেলটি এরকম না দিয়ে অন্যরকম দিলে ভালো হতো। কারন কাউকে যদি ভিডিওটি শেয়ার করি, প্রথমে টাইটেল দেখে সে ভাবতে পারে তাকে আমি ইন্ডাইরেক্টলি নাস্তিক বলছি। কোনো কিছু ভুল বলে থাকলে ক্ষমা স্বরূপ দৃষ্টিতে দেখবেন।

  • @abdullahtva3096
    @abdullahtva3096 Год назад +2

    আল্লাহ সাশেখকে কবুল করে নেন

  • @mdmoynul2620
    @mdmoynul2620 Год назад +2

    সৌদি একজন ইমাম সাহেব তিনি বল্লেন নবি করিম সাঃ কোনো সময় আস্তাগপিরুল্লা বলতেন কখনো আল্লাহু আকবার বলতেন, উনি নামাজ শেষে একেক দিন একেকটার আমল করেন, জাজাকাল্লাহ খাইরান হজরত,

    • @fatemaferdous6292
      @fatemaferdous6292 Год назад

      আসতাগহফিরুললাহ। পিরুল্লা না

  • @MdRahim-pi7su
    @MdRahim-pi7su Год назад +3

    💖💖💖

  • @md.khiziralam8640
    @md.khiziralam8640 Год назад +5

    কেউ হাদিস না মানার কথা বলছে না...
    বলা হচ্ছে অনেক ভুল হাদিস প্রচলিত আছে...
    তাই হাদিসকে কুরআন দিয়ে বিচার করতে হবে..
    এখন আপনারা যেভাবে বলছেন ভুল হাদিসও কি মানতে হবে!!!?

  • @nevergiveupgaming01
    @nevergiveupgaming01 Год назад +2

    আল্লাহ বলেছেন রসুলদের অনুসরণ করতে আর তাদেরকে অনুসরণ করার নিয়ম দেওয়া আছে হাদিসে।

  • @alafasyholyquran5067
    @alafasyholyquran5067 Год назад +2

    সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমার বিদেশ যাওয়ার বিষয়টি কবুল করেন আমিন

  • @chanaullascreation
    @chanaullascreation Год назад +5

    হুজুরের ওয়াজ আমি নিয়মিত শুনি কিন্তু কুরআনের ব্যাখ্যা যদি হাদীসের সাথে মিলে তাহলে আমি মানব

  • @imranjowel2598
    @imranjowel2598 Год назад +1

    Assalamualaikom hojor mohila porosher namaj ki ak, jodi precticele dekhanor bebosta korten valo hoto....

  • @md.billalhossain9547
    @md.billalhossain9547 Год назад +4

    💓💓🇸🇦🇸🇦🇸🇦🇸🇦🇸🇦🇸🇦🇸🇦🇸🇦🇸🇦🇸🇦

  • @nafishosain5593
    @nafishosain5593 Год назад +1

    Amr kichu Question ache
    Ame kivabe jigaskrbo??

  • @খেয়ালীছেলে

    আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনার এখানে আমি কমেন্ট করছি কমেন্ট করেন

  • @thufajjal
    @thufajjal Год назад

    আমাদের বুজে নিতে হবে,,আল কোরআন হচ্ছে পাট্যবই আর নবী কারিম সঃ এর হাদিস হলো নোট বই

  • @raselchowduri-cp4se
    @raselchowduri-cp4se Год назад

    হুজুর আপনার অনেক মাহফিল ডাউনলোড হয় না

  • @afnanfashion6159
    @afnanfashion6159 Год назад +1

    😇😘😍🥰

  • @jindegikitalash8028
    @jindegikitalash8028 Год назад +1

    আপনারা যে বলেন কুরআন পরিপূর্ণ কিতাব তো কিভাবে? আয়াত গুলো তো একদিনে আসেনি যে সময়ের অভাবে হয়ে ওঠেনি

    • @gameon7142
      @gameon7142 Год назад

      Nastikder asob sonar dorkar e ba ki tora to ghar tera akta bojhalei arekta bujhis apadmostok kothakar

    • @humayunkabir6211
      @humayunkabir6211 Год назад

      । আমরা কখনো বলি না যে কুরআন পরিপূর্ণ না।কুরআনের কিছু বিষয় আছে যা হাদিস দারা বুঝতে হয়।আমরা সবাই ত আর কুরআন বিশারদ না।

  • @alimd.ramzan6999
    @alimd.ramzan6999 Год назад

    জাল হাদিসের গ্রহন যোগ্যতা সর্ম্পকে মতামত যানাবন।

  • @jahidhas8849
    @jahidhas8849 Год назад +2

    ভাই টাইটেলের সাথে তো ভিডিওর মিল নাই।
    ভিউ বেশি পাওয়ার জন্য ধান্ধাবাজি বন্ধ করেন😡😡😡😡😡

  • @AnisurRahman-bp1kk
    @AnisurRahman-bp1kk Год назад

    আমার এক নিকট লোকের ডাক্তার রোগ নির্ণয় করতে পারে না সূতরাং চিকিস্যা করে ভাল হচ্ছে না। কেউ কালো জাদু করেছে সন্দেহ হয় কিন্তু কোথায় গেলে এর সমাধান পাওয়া যাবে। জানা থাকলে জানাবেন প্লিজ

  • @roryuxhida3985
    @roryuxhida3985 Год назад

    এটাই অনেকে বুঝেনা। খালি কোরান কোরান করে। আরে বোকারা আল কোরানে সব কিছু বিস্তারিত নেই যার উল্লেখ রাসূলের হাদিসে আছে। ইমাম গণ অলি আউলিয়ার মাধ্যমে এগুলো ব্যাখ্যা করা আছে। তাই কোরানের সহায়ক হাদিস ইজমা কিয়াস এগুলো জানতে হবে।

  • @sohelbhai8380
    @sohelbhai8380 Год назад

    হুজুরের কাছে আমার প্রশ্ন মিলাদুননবী কি পালন করা জায়েজ না হারাম

  • @Bangladesh..BirdHouse
    @Bangladesh..BirdHouse Год назад

    নাস্তিক আবার ভাই কি করে হয় এরকম টাইটেল খুবই জঘন্য
    প্রিয় ইউটিউবার ভাই ভিডিওর টাইটেলে অথবা ডিসক্রিপশন এ কিছুলিখলে তা ভালো করে বুঝে শুনে লিখবেন।

  • @আরিফ-ধ১ট
    @আরিফ-ধ১ট Год назад

    Nasthikh abar amader vai hoylo ki babe

  • @mdhabiburrahmanhabib5661
    @mdhabiburrahmanhabib5661 Год назад

    তাবলিগ জামাত জিন্দাবাদ

  • @hanifrahman6469
    @hanifrahman6469 Год назад

    ও যে নাস্তিক সেটা আপনি কিভাবে বুঝলেন। ও জানার জন্য হয়তো প্রশ্নটা করেছে। এভাবে কাউকে না জেনে নাস্তিক বলা ঠিক নয়।

  • @rahulmondol939
    @rahulmondol939 Год назад

    দ্বিতীয় প্রশ্ন হলো
    ইসলামে ভাই বোনের বিয়ের মতো জঘন্যতম নীতি কিভাবে আসলো।
    যেটা পৃথিবীর সকল ধর্মের মধ্যে পাপ।

    • @humayunkabir3500
      @humayunkabir3500 Год назад

      কোথায় পাইছেন ইসলামে ভাই-বোনের বিয়ে। ইসলামে ভাইবোন সহ ১৪ জন নারী-পুরুষের বিবাহ নিষেদ্ধ।

    • @humayunkabir3500
      @humayunkabir3500 Год назад

      কোথায় পাইছেন ইসলামে ভাই-বোনের বিয়ে। ইসলামে ভাইবোন সহ ১৪ জন নারী-পুরুষের বিবাহ নিষেদ্ধ।

    • @moinulhasan9604
      @moinulhasan9604 Год назад

      K bollo islame Bhai boner biye jaej.murkho age valo kore Jan Tarpor coment koris

  • @shanajkabir6230
    @shanajkabir6230 Год назад

    Proman korte hobe hadis ta shotik

  • @user-ummah-khilafot
    @user-ummah-khilafot Год назад

    এখানে তুমি নাস্তিক কই পাইছো। কমদামের অধিকারীদের প্রশ্ন। এখানে নাস্তিক ওয়ার্ড ইউজ করছ কেন।

  • @rahialal
    @rahialal Год назад

    😂😂😂😂

  • @mdharunorrashid435
    @mdharunorrashid435 Год назад

    Apnar ai udhahoron Quran hadis ar Sathe Jai na.apnar kas theke ai rokom uttor asha Kari na.

  • @rapidaction7944
    @rapidaction7944 Год назад

    আপনি কি নাস্তিকের ভাই? টাইটেল পাল্টান

    • @Lamiyaakter10920
      @Lamiyaakter10920 Год назад

      ভালো করে বুঝে শুনে কমেন্ট করবেন

    • @Lamiyaakter10920
      @Lamiyaakter10920 Год назад

      নাস্তিক তো আদম সন্তান তাইনা,,,, যদি আদম সন্তান হয়ে থাকে তাহলে তো ভাই ভাই ই হবে

  • @monirh248
    @monirh248 Год назад

    Ullaka patha, patha ka ullu.

  • @শখেরখামারেসাইফুল

    আল্লাহ আপনি শাইখকের নেক হায়াত বারিয়ে দিন।