*_সুফি কবর পূজারীদেরকে দাঁতভাঙ্গা জবাব এবং তাফসির📚_* *QURAN 10:62 [১০:৬২] ইউনুস* *_أَلا إِنَّ أَولِياءَ اللَّهِ لا خَوفٌ عَلَيهِم وَلا هُم يَحزَنونَ_* *_শুনে রাখ, নিশ্চয় আল্লাহর বন্ধুদের কোন ভয় নেই, আর তারা পেরেশানও হবে না।_* *_[১] অবাধ্য ব্যক্তিদের কথা আলোচনার পর আল্লাহ তাআলা তাঁর অনুগত ব্যক্তিদের কথা আলোচনা করছেন। তাঁরা হলেন আল্লাহর আওলিয়া। 'আওলিয়া' শব্দটি ওলীর বহুবচন। যার আভিধানিক অর্থ হল, নিকটবর্তী। এর পরিপ্রেক্ষিতে আওলিয়াউল্লাহর অর্থ হবে, ঐ সকল নেক ও খাঁটি মু'মিন ব্যক্তিগণ, যাঁরা আল্লাহর আনুগত্য করে এবং তাঁর অবাধ্যতা থেকে দূরে থেকে আল্লাহর নৈকট্য অর্জন করতে সক্ষম হয়েছেন। এই জন্য পরের আয়াতে আল্লাহ তাআলা নিজেই এই শব্দ দ্বারা তাঁদের প্রশংসা করেছেন, "তারা হচ্ছে সেই লোক যারা বিশ্বাস করেছে (ঈমান এনেছে) এবং সাবধানতা (পরহেযগারি) অবলম্বন করে থাকে।" আর ঈমান ও পরহেযগারি বা তাকওয়াই হচ্ছে আল্লাহর নৈকট্য লাভের মূল ভিত্তি এবং একমাত্র উপায়। এই হিসাবে সকল মুত্তাকী মু'মিনই হচ্ছে আল্লাহর ওলী (বন্ধু)। পক্ষান্তরে কিছু মানুষের ধারণা যে, ওলী হতে হলে কারামত দেখানো জরুরী। অতঃপর তারা মনগড়া ওলীদের জন্য সত্য-মিথ্যা কিছু কারামতের কথা প্রচার করে থাকে। এ ধারণা ও কর্ম নেহাতই ভ্রান্ত। ওলী হওয়ার সাথে কারামতের না কোন সম্পর্ক আছে, আর না কারামত ওলী হওয়ার জন্য শর্ত। এটা স্বতন্ত্র ব্যাপার যে, যদি কোন ওলী দ্বারা কোন কারামত প্রকাশ হয়ে যায়, তবে তা আল্লাহর ইচ্ছা, তাতে সেই বুযুর্গের ইচ্ছা প্রবিষ্ট থাকে না। কিন্তু কোন মুত্তাকী মু'মিন এবং সুন্নতের অনুসারী দ্বারা কোন কারামত প্রকাশ হোক বা না হোক, তাঁর বিলায়াতে কোন সন্দেহ থাকতে পারে না। [২] আশংকা বা ভীতির সম্পর্ক ভবিষ্যতের সাথে এবং বিষণ্ণতা ও চিন্তার সম্পর্ক অতীতের সাথে। উদ্দেশ্য এই যে, যেহেতু তাঁদের পার্থিব জীবন আল্লাহ-ভীতির সাথে অতিবাহিত হয়ে থাকে, ফলে কিয়ামতের ভয়াবহতায় তাঁদের সে রকম ভয় থাকবে না, যেমন অন্যান্যদের থাকবে। বরং তাঁরা নিজ ঈমান ও তাকওয়ার কারণে আল্লাহর রহমত ও বিশেষ দয়ার আশাধারী এবং তাঁর প্রতি সুধারণা পোষণকারী হবেন। অনুরূপ পৃথিবীতে তাঁরা যা কিছু ছেড়ে যাবেন অথবা পৃথিবীর সুখ-স্বাচ্ছন্দ্য লাভে বঞ্চিত থাকার ফলে তাঁদের কোন দুশ্চিন্তা ও আফসোস হবে না। এর দ্বিতীয় এক অর্থ এই যে, পৃথিবীতে তাঁদের আকাঙ্ক্ষিত যে সব বস্তু তাঁরা অর্জন করতে পারেননি, তার জন্য তাঁরা দুঃখ প্রকাশ করবেন না, কারণ তাঁরা জানেন যে, এসব কিছু আল্লাহর ফায়সালা ও ভাগ্যের ব্যাপার। তাতে তাঁদের অন্তর রুষ্ট হয় না; বরং তাঁদের অন্তর আল্লাহর ফায়সালার উপর খুশি ও সন্তুষ্ট থাকে।_* *QURAN 5:55 [৫:৫৫] আল মায়িদাহ* *_إِنَّما وَلِيُّكُمُ اللَّهُ وَرَسولُهُ وَالَّذينَ آمَنُوا الَّذينَ يُقيمونَ الصَّلاةَ وَيُؤتونَ الزَّكاةَ وَهُم راكِعونَ_* *_তোমাদের বন্ধু কেবল আল্লাহ, তাঁর রাসূল ও মুমিনগণ, যারা সালাত কায়েম করে এবং যাকাত প্রদান করে বিনীত হয়ে।_* *_[১] যখন ইয়াহুদ ও নাসারদের সাথে বন্ধুত্ব নিষেধ করা হয়েছে, তখন কাদের সাথে বন্ধুত্ব করা যাবে? এই প্রশ্নের উত্তরে বলা হচ্ছে, ঈমানদারগণের বন্ধু সর্বপ্রথম আল্লাহ ও তাঁর রসূল, অতঃপর যারা আল্লাহ ও তাঁর রসূলের একান্ত অনুগত। পরবর্তীতে তাদের আরো গুণাবলী উল্লেখ করা হচ্ছে।_*
কোরান হচ্ছে মুল বিষয়। আর হাদীস হচ্ছে আমাদের মতো অবুঝ মানুষদে বুঝবার জন্য ভেংগে ভেংগে বুঝানোর জন্য বিস্তারিত হচ্ছে হাদীস। একজন ভালো মুসলমানের উচিৎ কোরান হাদীস নিয়ে কোন পশন না করা চাড়া মেনে নাওয়া উচিৎ আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন আমিন
খুবই সুন্দর ভিডিও। কিন্তু টাইটেলটি এরকম না দিয়ে অন্যরকম দিলে ভালো হতো। কারন কাউকে যদি ভিডিওটি শেয়ার করি, প্রথমে টাইটেল দেখে সে ভাবতে পারে তাকে আমি ইন্ডাইরেক্টলি নাস্তিক বলছি। কোনো কিছু ভুল বলে থাকলে ক্ষমা স্বরূপ দৃষ্টিতে দেখবেন।
সৌদি একজন ইমাম সাহেব তিনি বল্লেন নবি করিম সাঃ কোনো সময় আস্তাগপিরুল্লা বলতেন কখনো আল্লাহু আকবার বলতেন, উনি নামাজ শেষে একেক দিন একেকটার আমল করেন, জাজাকাল্লাহ খাইরান হজরত,
কেউ হাদিস না মানার কথা বলছে না... বলা হচ্ছে অনেক ভুল হাদিস প্রচলিত আছে... তাই হাদিসকে কুরআন দিয়ে বিচার করতে হবে.. এখন আপনারা যেভাবে বলছেন ভুল হাদিসও কি মানতে হবে!!!?
আমার এক নিকট লোকের ডাক্তার রোগ নির্ণয় করতে পারে না সূতরাং চিকিস্যা করে ভাল হচ্ছে না। কেউ কালো জাদু করেছে সন্দেহ হয় কিন্তু কোথায় গেলে এর সমাধান পাওয়া যাবে। জানা থাকলে জানাবেন প্লিজ
এটাই অনেকে বুঝেনা। খালি কোরান কোরান করে। আরে বোকারা আল কোরানে সব কিছু বিস্তারিত নেই যার উল্লেখ রাসূলের হাদিসে আছে। ইমাম গণ অলি আউলিয়ার মাধ্যমে এগুলো ব্যাখ্যা করা আছে। তাই কোরানের সহায়ক হাদিস ইজমা কিয়াস এগুলো জানতে হবে।
আল্লাহ আপনি শাইখকের নেক হায়াত বারিয়ে দিন।
আমিন
*_সুফি কবর পূজারীদেরকে দাঁতভাঙ্গা জবাব এবং তাফসির📚_*
*QURAN 10:62 [১০:৬২] ইউনুস*
*_أَلا إِنَّ أَولِياءَ اللَّهِ لا خَوفٌ عَلَيهِم وَلا هُم يَحزَنونَ_*
*_শুনে রাখ, নিশ্চয় আল্লাহর বন্ধুদের কোন ভয় নেই, আর তারা পেরেশানও হবে না।_*
*_[১] অবাধ্য ব্যক্তিদের কথা আলোচনার পর আল্লাহ তাআলা তাঁর অনুগত ব্যক্তিদের কথা আলোচনা করছেন। তাঁরা হলেন আল্লাহর আওলিয়া। 'আওলিয়া' শব্দটি ওলীর বহুবচন। যার আভিধানিক অর্থ হল, নিকটবর্তী। এর পরিপ্রেক্ষিতে আওলিয়াউল্লাহর অর্থ হবে, ঐ সকল নেক ও খাঁটি মু'মিন ব্যক্তিগণ, যাঁরা আল্লাহর আনুগত্য করে এবং তাঁর অবাধ্যতা থেকে দূরে থেকে আল্লাহর নৈকট্য অর্জন করতে সক্ষম হয়েছেন। এই জন্য পরের আয়াতে আল্লাহ তাআলা নিজেই এই শব্দ দ্বারা তাঁদের প্রশংসা করেছেন, "তারা হচ্ছে সেই লোক যারা বিশ্বাস করেছে (ঈমান এনেছে) এবং সাবধানতা (পরহেযগারি) অবলম্বন করে থাকে।" আর ঈমান ও পরহেযগারি বা তাকওয়াই হচ্ছে আল্লাহর নৈকট্য লাভের মূল ভিত্তি এবং একমাত্র উপায়। এই হিসাবে সকল মুত্তাকী মু'মিনই হচ্ছে আল্লাহর ওলী (বন্ধু)। পক্ষান্তরে কিছু মানুষের ধারণা যে, ওলী হতে হলে কারামত দেখানো জরুরী। অতঃপর তারা মনগড়া ওলীদের জন্য সত্য-মিথ্যা কিছু কারামতের কথা প্রচার করে থাকে। এ ধারণা ও কর্ম নেহাতই ভ্রান্ত। ওলী হওয়ার সাথে কারামতের না কোন সম্পর্ক আছে, আর না কারামত ওলী হওয়ার জন্য শর্ত। এটা স্বতন্ত্র ব্যাপার যে, যদি কোন ওলী দ্বারা কোন কারামত প্রকাশ হয়ে যায়, তবে তা আল্লাহর ইচ্ছা, তাতে সেই বুযুর্গের ইচ্ছা প্রবিষ্ট থাকে না। কিন্তু কোন মুত্তাকী মু'মিন এবং সুন্নতের অনুসারী দ্বারা কোন কারামত প্রকাশ হোক বা না হোক, তাঁর বিলায়াতে কোন সন্দেহ থাকতে পারে না। [২] আশংকা বা ভীতির সম্পর্ক ভবিষ্যতের সাথে এবং বিষণ্ণতা ও চিন্তার সম্পর্ক অতীতের সাথে। উদ্দেশ্য এই যে, যেহেতু তাঁদের পার্থিব জীবন আল্লাহ-ভীতির সাথে অতিবাহিত হয়ে থাকে, ফলে কিয়ামতের ভয়াবহতায় তাঁদের সে রকম ভয় থাকবে না, যেমন অন্যান্যদের থাকবে। বরং তাঁরা নিজ ঈমান ও তাকওয়ার কারণে আল্লাহর রহমত ও বিশেষ দয়ার আশাধারী এবং তাঁর প্রতি সুধারণা পোষণকারী হবেন। অনুরূপ পৃথিবীতে তাঁরা যা কিছু ছেড়ে যাবেন অথবা পৃথিবীর সুখ-স্বাচ্ছন্দ্য লাভে বঞ্চিত থাকার ফলে তাঁদের কোন দুশ্চিন্তা ও আফসোস হবে না। এর দ্বিতীয় এক অর্থ এই যে, পৃথিবীতে তাঁদের আকাঙ্ক্ষিত যে সব বস্তু তাঁরা অর্জন করতে পারেননি, তার জন্য তাঁরা দুঃখ প্রকাশ করবেন না, কারণ তাঁরা জানেন যে, এসব কিছু আল্লাহর ফায়সালা ও ভাগ্যের ব্যাপার। তাতে তাঁদের অন্তর রুষ্ট হয় না; বরং তাঁদের অন্তর আল্লাহর ফায়সালার উপর খুশি ও সন্তুষ্ট থাকে।_*
*QURAN 5:55 [৫:৫৫] আল মায়িদাহ*
*_إِنَّما وَلِيُّكُمُ اللَّهُ وَرَسولُهُ وَالَّذينَ آمَنُوا الَّذينَ يُقيمونَ الصَّلاةَ وَيُؤتونَ الزَّكاةَ وَهُم راكِعونَ_*
*_তোমাদের বন্ধু কেবল আল্লাহ, তাঁর রাসূল ও মুমিনগণ, যারা সালাত কায়েম করে এবং যাকাত প্রদান করে বিনীত হয়ে।_*
*_[১] যখন ইয়াহুদ ও নাসারদের সাথে বন্ধুত্ব নিষেধ করা হয়েছে, তখন কাদের সাথে বন্ধুত্ব করা যাবে? এই প্রশ্নের উত্তরে বলা হচ্ছে, ঈমানদারগণের বন্ধু সর্বপ্রথম আল্লাহ ও তাঁর রসূল, অতঃপর যারা আল্লাহ ও তাঁর রসূলের একান্ত অনুগত। পরবর্তীতে তাদের আরো গুণাবলী উল্লেখ করা হচ্ছে।_*
অত্যন্ত যুক্তিযুক্ত উপমা দিয়ে বুঝিয়ে বলার জন্য ধন্যবাদ! আল্লাহ্ আপনাকে জাযায়ে খায়ের দান করুন!
❤
মাশা আল্লাহ । জাযাকাল্লাহ খায়ের ।
মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অসাধারণ আলোচনা ধন্যবাদজানাই হুজুরকে
মনের মতো উত্তর দিয়েছে হুজুর। আলহামদুলিল্লাহ
মাশাআল্লাহ খুব সুনদোর আলোচোনা
কোরান হচ্ছে মুল বিষয়। আর হাদীস হচ্ছে আমাদের মতো অবুঝ মানুষদে বুঝবার জন্য ভেংগে ভেংগে বুঝানোর জন্য বিস্তারিত হচ্ছে হাদীস। একজন ভালো মুসলমানের উচিৎ কোরান হাদীস নিয়ে কোন পশন না করা চাড়া মেনে নাওয়া উচিৎ আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন আমিন
ঠিক 👍🌺
আমিন,
@@saffathossen313 আমার ছোট্ট পরিবারে ও আসুন প্লিজ ছোট বোন হিসাবে অনুরোধ করছি আশা করছি আসবেন 🛎️🛎️👍👍🙏🙏
⭕আল্লাহ ছাড়া আমার কোন ক্ষমতা নেই।
আমি তাঁর উপর ভরসা রাখি, আমি তাঁর নিকট ফিরে যাবো।
(সূরা হূদঃ ৮৮)
মাশা-আল্লাহ খুবই ভালো লাগলো ধন্যবাদ হুজুর সাহেবকে মহান আল্লাহ তুমি হুজুর সাহেবকে নেক হায়াত দান করো আমিন ❤
Nice wazz Allah hojorki nekhayat dankoron
Alhamdulillah onek Valo lagglo waz
মাসআল্লাহ চমৎকার উত্তর
হুজুরকে আন্তরিক হাজার হাজার সালাম।। কিছু সুন্দর বিষয় শিখলাম
মাশা - আল্লাহ্ 👍👍👍
আলহামদুলিল্লাহ,,,, ভালো,,, আল্লাহ আপনাকে আল্লাহর পথে চলার তৌফিক দান করুক
Masha allah ato sundor kore bujanur jonno
আলহামদুলিল্লাহ অনেক সুন্দর করে উত্তর দিলেন। প্রিয় শায়ক
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ ❤
আলহামদুলিল্লাহ।।।
মাসাআল্লাহ,সায়েখকে কবুল করুন.
আল্লাহ আমি ছারা তোমার বহু বান্দা আছে, তুমি ছারা আমার কোন রব নাই, তুমি আমার জিবনের গুনাহ মাপ করে সৎ সঠিক পথ দেখাও
ماشاء الله ❤
মাশাল্লাহ অনেক সুন্দর আলোচনা
Subhanallaha alhamdulilah Allahuakbar jajakallaha koiran
মাশাল্লা অনেক সুন্দর উত্তর হয়েছে
আল্লাহ পাক আমাদের সঠিক সমজ দান করুক,,,,,,,,আমিন
আলহামদুলিল্লাহ্
Masaallah
খুবই সুন্দর ভিডিও। কিন্তু টাইটেলটি এরকম না দিয়ে অন্যরকম দিলে ভালো হতো। কারন কাউকে যদি ভিডিওটি শেয়ার করি, প্রথমে টাইটেল দেখে সে ভাবতে পারে তাকে আমি ইন্ডাইরেক্টলি নাস্তিক বলছি। কোনো কিছু ভুল বলে থাকলে ক্ষমা স্বরূপ দৃষ্টিতে দেখবেন।
আল্লাহ সাশেখকে কবুল করে নেন
সৌদি একজন ইমাম সাহেব তিনি বল্লেন নবি করিম সাঃ কোনো সময় আস্তাগপিরুল্লা বলতেন কখনো আল্লাহু আকবার বলতেন, উনি নামাজ শেষে একেক দিন একেকটার আমল করেন, জাজাকাল্লাহ খাইরান হজরত,
আসতাগহফিরুললাহ। পিরুল্লা না
💖💖💖
কেউ হাদিস না মানার কথা বলছে না...
বলা হচ্ছে অনেক ভুল হাদিস প্রচলিত আছে...
তাই হাদিসকে কুরআন দিয়ে বিচার করতে হবে..
এখন আপনারা যেভাবে বলছেন ভুল হাদিসও কি মানতে হবে!!!?
আল্লাহ বলেছেন রসুলদের অনুসরণ করতে আর তাদেরকে অনুসরণ করার নিয়ম দেওয়া আছে হাদিসে।
সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমার বিদেশ যাওয়ার বিষয়টি কবুল করেন আমিন
আমিন,,,
হুজুরের ওয়াজ আমি নিয়মিত শুনি কিন্তু কুরআনের ব্যাখ্যা যদি হাদীসের সাথে মিলে তাহলে আমি মানব
Mane ki
Assalamualaikom hojor mohila porosher namaj ki ak, jodi precticele dekhanor bebosta korten valo hoto....
💓💓🇸🇦🇸🇦🇸🇦🇸🇦🇸🇦🇸🇦🇸🇦🇸🇦🇸🇦🇸🇦
Amr kichu Question ache
Ame kivabe jigaskrbo??
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনার এখানে আমি কমেন্ট করছি কমেন্ট করেন
আমাদের বুজে নিতে হবে,,আল কোরআন হচ্ছে পাট্যবই আর নবী কারিম সঃ এর হাদিস হলো নোট বই
হুজুর আপনার অনেক মাহফিল ডাউনলোড হয় না
😇😘😍🥰
আপনারা যে বলেন কুরআন পরিপূর্ণ কিতাব তো কিভাবে? আয়াত গুলো তো একদিনে আসেনি যে সময়ের অভাবে হয়ে ওঠেনি
Nastikder asob sonar dorkar e ba ki tora to ghar tera akta bojhalei arekta bujhis apadmostok kothakar
। আমরা কখনো বলি না যে কুরআন পরিপূর্ণ না।কুরআনের কিছু বিষয় আছে যা হাদিস দারা বুঝতে হয়।আমরা সবাই ত আর কুরআন বিশারদ না।
জাল হাদিসের গ্রহন যোগ্যতা সর্ম্পকে মতামত যানাবন।
ভাই টাইটেলের সাথে তো ভিডিওর মিল নাই।
ভিউ বেশি পাওয়ার জন্য ধান্ধাবাজি বন্ধ করেন😡😡😡😡😡
আমার এক নিকট লোকের ডাক্তার রোগ নির্ণয় করতে পারে না সূতরাং চিকিস্যা করে ভাল হচ্ছে না। কেউ কালো জাদু করেছে সন্দেহ হয় কিন্তু কোথায় গেলে এর সমাধান পাওয়া যাবে। জানা থাকলে জানাবেন প্লিজ
এটাই অনেকে বুঝেনা। খালি কোরান কোরান করে। আরে বোকারা আল কোরানে সব কিছু বিস্তারিত নেই যার উল্লেখ রাসূলের হাদিসে আছে। ইমাম গণ অলি আউলিয়ার মাধ্যমে এগুলো ব্যাখ্যা করা আছে। তাই কোরানের সহায়ক হাদিস ইজমা কিয়াস এগুলো জানতে হবে।
হুজুরের কাছে আমার প্রশ্ন মিলাদুননবী কি পালন করা জায়েজ না হারাম
নাস্তিক আবার ভাই কি করে হয় এরকম টাইটেল খুবই জঘন্য
প্রিয় ইউটিউবার ভাই ভিডিওর টাইটেলে অথবা ডিসক্রিপশন এ কিছুলিখলে তা ভালো করে বুঝে শুনে লিখবেন।
Nasthikh abar amader vai hoylo ki babe
তাবলিগ জামাত জিন্দাবাদ
ও যে নাস্তিক সেটা আপনি কিভাবে বুঝলেন। ও জানার জন্য হয়তো প্রশ্নটা করেছে। এভাবে কাউকে না জেনে নাস্তিক বলা ঠিক নয়।
দ্বিতীয় প্রশ্ন হলো
ইসলামে ভাই বোনের বিয়ের মতো জঘন্যতম নীতি কিভাবে আসলো।
যেটা পৃথিবীর সকল ধর্মের মধ্যে পাপ।
কোথায় পাইছেন ইসলামে ভাই-বোনের বিয়ে। ইসলামে ভাইবোন সহ ১৪ জন নারী-পুরুষের বিবাহ নিষেদ্ধ।
কোথায় পাইছেন ইসলামে ভাই-বোনের বিয়ে। ইসলামে ভাইবোন সহ ১৪ জন নারী-পুরুষের বিবাহ নিষেদ্ধ।
K bollo islame Bhai boner biye jaej.murkho age valo kore Jan Tarpor coment koris
Proman korte hobe hadis ta shotik
এখানে তুমি নাস্তিক কই পাইছো। কমদামের অধিকারীদের প্রশ্ন। এখানে নাস্তিক ওয়ার্ড ইউজ করছ কেন।
😂😂😂😂
Apnar ai udhahoron Quran hadis ar Sathe Jai na.apnar kas theke ai rokom uttor asha Kari na.
আপনি কি নাস্তিকের ভাই? টাইটেল পাল্টান
ভালো করে বুঝে শুনে কমেন্ট করবেন
নাস্তিক তো আদম সন্তান তাইনা,,,, যদি আদম সন্তান হয়ে থাকে তাহলে তো ভাই ভাই ই হবে
Ullaka patha, patha ka ullu.
আল্লাহ আপনি শাইখকের নেক হায়াত বারিয়ে দিন।