How To Bootable Pendrive For Windows 10 | Bootable Usb | পেনড্রাইভ বুটেবল করার সহজ নিয়ম- Redowan

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 окт 2024
  • You Know How To Make A Bootable USB Drive of Windows 10 ?
    In today's video I have shown step by step how to make pen drive bootable.
    Windows setup with CD is very old, now people don't use it.
    For this you will need a pen drive above 8 GB.
    You have to download the ISO file of Windows Ten, the link of which I have given below.
    And Rufus will also be needed, I have given that link as well.
    #bootable_pendrive #windows10 #techmytune #redowan
    Windows 10 Download Link :- www.microsoft....
    Rufus Link :- rufus.ie/en/
    এমন আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন,এবং ভিডিওতে একটি লাইক দিন।আপনাদের উৎসাহ পেলে আমাদের এগিয়ে যাবার পথ সুগম হয়।
    Please like and subscribe this channel
    আমার চ্যানেলের যে সকল ভিডিও দেখতে পাবেন ......
    How to activate Microsoft Office Trick 2022 | Activation Failed Solved Bangla | মাত্র তিন মিনিটে
    লিঙ্ক :- • Video
    Make Your Pc & Laptop 200% Faster | এই তিনটি ট্রিক্স এপ্লাই করে কম্পিউটারকে সুপার ফাস্ট করুন (বাংলা)
    লিঙ্ক :- • Make Your Pc & Laptop ...
    Check Your Internet Speed | 5 Mbps-এর কথা বলে 2 Mbps স্পিড দিয়েছে কিনা নিজে চেক করুন।
    লিঙ্ক :- • Check Your Internet Sp...
    Copyright Free Images & Video For RUclips | তিনটি বেষ্ট ওয়েব সাইট। No Copyright Claim |
    লিঙ্ক :- • Copyright Free Images ...
    How to Backup Your Photo & Video | ফোন হারালেও ছবি ভিডিও আর হারাবে না। Use Google Drive (bangla)
    লিঙ্ক :- • How to Backup Your Pho...
    How To Install WhatsApp Laptop/Desktop 2022 | মাত্র দুই মিনিটেই সেটাপ করে ফেলুন। Whatsapp On PC |
    লিঙ্ক :- • Video
    How to Purchase Online Train Ticket bd 2022 | সহজেই ট্রেনের টিকিট কাটুন ঘরে বসে ( বাংলা )
    লিঙ্ক :- • Online Train Ticket | ...
    Thanks
    TechMyTune

Комментарии • 151

  • @abubakkar1711
    @abubakkar1711 Год назад +10

    বুটেবল করার পর পেনড্রাইভ টা কি অন্য কাজে ব্যবহার করা যায়। যেমন - কমপিউটারের কোন ফাইল, ছবি বা ভিডিও রাখার জন্য?
    প্লিজ একটু বলেন।

    • @TechMyTune
      @TechMyTune  Год назад +6

      @Abu Bakkar হ্যা বুটেবল করার পর আপনি সাধারণত পেনড্রাইভ যে ভাবে ব্যবহার করেন ঠিক সেই ভাবেই ব্যবহার করতে পারবেন,কোন সমস্যা নেই।

    • @tajulacademy
      @tajulacademy 4 месяца назад

      বুটেবল করার পর পেনড্রাইভ অন্য কাজে ব্যবহার বা ফাইল রাখতে পারবেন কিন্তু আবার যখন উইন্ডোজ সেটাপ দিবেন তখন ফাইলগুলো ডিলেট বা কাট করে সড়িয়ে নিতে হবে ,অন্যথায় উইন্ডোজ সেটাপ দিলে সেটাপে বা সেটাপের পর সমস্যা দেখা দিতে পারে । আমি যতটুকু জানি।

  • @SundayRockersOfficial
    @SundayRockersOfficial 29 дней назад

    কলকাতা থেকে লিখছি দাদা, আপনার দেখানো পদ্ধতিতেই সেটাপ করলাম বুটেবেল পেন ড্রাইভ।। কাল ফর্ম্যাট করবো কম্পিউটার, আশা করছি সার্থক হবো।। ভালো থাকবেন।। আগাম ধন্যবাদ

  • @tanmaycretivity9159
    @tanmaycretivity9159 Год назад

    এতদিন পর একটা দারুন ভিডিও দেখলাম, আমি কিছুতেই বুঝতে পারছিলাম না, আপনি ভিডিও সুন্দর ভাবে বুঝিয়েছেন, সেটা আমার স‍্যার বোঝাতেই পারেনি.

    • @TechMyTune
      @TechMyTune  Год назад +1

      ধন্যবাদ ❤️

  • @nobita9941
    @nobita9941 Год назад

    🎉🎉🎉 খুব সুন্দর হয়েছে ধন্যবাদ আপনাকে 🎉

  • @ritu5645
    @ritu5645 11 месяцев назад

    Thanks atto shundor kore bujanor Jonno

  • @Saiful-islam239
    @Saiful-islam239 Месяц назад

    অসাধারণ বুঝিয়েছেন ভাই

  • @RupshaFoodPrducts
    @RupshaFoodPrducts Год назад

    অনেক উপকার হয়েছে

  • @mdsyfulislam2075
    @mdsyfulislam2075 Год назад +2

    I tried and it is installed thank u very much anda

  • @zahedulislamchowdhury2279
    @zahedulislamchowdhury2279 Год назад +1

    helpful video for thanks a lot

  • @md.shaalamhossensaddam2697
    @md.shaalamhossensaddam2697 3 месяца назад

    ধন্যবাদ ভাই আপনাকে

  • @abdullahalmamun4484
    @abdullahalmamun4484 Год назад +3

    সব ঠিক আছে। পরে কিভাবে উইনডোজস সেটাপ দিবে , বললেন না তো।

  • @mssajib8601
    @mssajib8601 Год назад +5

    দারুন ত্বথ্য দিয়ে সহায়তা করেছেন ভাই🥰আপনার কাছে চির কৃতজ্ঞতা প্রকাশ করছি🥰লাভ ইউ ভাই🌹❣️

    • @TechMyTune
      @TechMyTune  Год назад

      ধন্যবাদ ভাই,সাহায্য করতে পেরে অনেক ভালো লাগছে ❤️

  • @mehedihasan-tk4eu
    @mehedihasan-tk4eu 2 года назад +2

    Thank u very much

  • @mahmudtitu5759
    @mahmudtitu5759 4 месяца назад +1

    এত সুন্দর সহজ এবং মার্জিত ভাবে বুঝিয়ে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ

  • @MirRefatulIslamSohan
    @MirRefatulIslamSohan 6 месяцев назад

    পেনড্রাইভ একবার বুটেবল করার পর কতবার উইন্ডোজ সেটআপ দেওয়া যাবে? প্লিজ জানাবেন

  • @Engineer_Abdul_Alim
    @Engineer_Abdul_Alim Год назад +2

    ami windows 7 iso file kibaby pabo plz

    • @TechMyTune
      @TechMyTune  Год назад

      অনলাইনে সার্চ করলেই পাবেন,জাষ্ট একটু খুজে নিতে হবে স্যার।

  • @mohammadhussain3371
    @mohammadhussain3371 Год назад +1

    technical Nazmul name ekta youtube channnel ase ei channel a khub valo video upload kore, caile deke aste paren, আপনাদের উপকারে আস্তে পারে তাই বললাম

  • @motiongraphics27
    @motiongraphics27 Год назад +1

    Thanks

  • @mdmizanurrahman185
    @mdmizanurrahman185 Год назад +1

    Amar laptop e HDD e windows install kora ache, ekhon ami caddy te ei Hdd set dibo, r slot e SSD lagabo, e khetre ami kivabe SSD te windows setup dibo, hdd te jeno kono file na thake

  • @mrsongwala200
    @mrsongwala200 Год назад +2

    Vai koto GB pendrive lagbe Bootable pendrive korte? amr ta 15.2 gb . Taw need more space dekhay. akon ki korbo??
    Ans my Question Fast Plzzzzz

    • @TechMyTune
      @TechMyTune  Год назад

      আপনার পেনড্রাইভে কি কিছু আছে? আপনার পেনড্রাইভ টি বোটেবল করার আগে একবার ফরমেট দিয়ে দেখতে পারেন।আর ৮ জিবির উপরে পেনড্রাইভ হলেই বোটেবল হয়।

    • @mrsongwala200
      @mrsongwala200 Год назад

      @@TechMyTune nh vai nai kicu. ar format oo disi. same problem dekhay solve hoy nah

    • @TechMyTune
      @TechMyTune  Год назад

      @@mrsongwala200 আপনার পেনড্রাইভটি তাহলে চেঞ্জ করতে হবে,এছাড়া অন্যকোন উপায় আমি দেখছি না ভাই।

    • @mrsongwala200
      @mrsongwala200 Год назад

      @@TechMyTune acca dekhi vai ki kora jay

    • @mohammadhussain3371
      @mohammadhussain3371 Год назад

      Vaiya technical Nazmul name ekta youtube channnel ase ei channel a khub valo video upload kore caile deke aste paren vaiya

  • @Songslover007
    @Songslover007 2 года назад +2

    Amar 64gb Pendrive.... Pendrive ki full faka rakhte hoba Naki pendrive a onno Kno file thakle somossa naiii

    • @TechMyTune
      @TechMyTune  2 года назад +1

      পেনড্রাইভে অন্য কোন ফাইল রাখবেন না বুটেবল করার সময়,নাহলে সব ফরমেট হয়ে যাবে।বুটেবল হয়ে গেলে তারপর আপনি রাখতে পারেন। @8D SONGs LOVER

  • @mehedihasanjoy6084
    @mehedihasanjoy6084 3 месяца назад

    ভাই বললেন ২ মিনিটে বুটেবল করবেন এখন দেখি ৮ মিনিট।😐
    আরেকটা বিষয় হলো আমরা যখন গুগলে সার্চ করি তখন গুগল সর্ট ভিডিও গুলো সাজেস্ট করে।এটা শুদু আপনি না বাংলাদেশের প্রায় সকল ইউটিউবার এটাই এক মিনিটের কাজ ১০ মিনিটে করবে।আপনি যদি বুটেবল পেনড্রাইভ নিয়ে কথাই বলতে চান তাহলে নতুন কোন ভিডিও বানান যেটার টপিকই হবে পেনড্রাইভ নিয়ে আলোচনা। আপনরা বিদেশি ইউটিউবাদের একটু ফলো করেন তারা কিভাবে ১,২ মিনিটের ভিডিও বানায়।তারা ইউজারের সময়ের মুল্য দিতে জানে।এছাড়াও আমরা ইউজাররা প্রথমেই দেখি কোন ভিডিওটা ছোট,সেটা আগে দেখি।আপনি একটু ভিডিও লেন্থ ছোট করেন দেখেন কতো ভিউহয়।

  • @মোসেলিমইসলাম-ঞ৩ঘ

    আমার কম্পিউটার তো 8 Gd 32 bit এখন আমি কেমনে ওইডৌজ দেবো সেটা জুদি একটু বলতেন

  • @MindfulMarketingMastery
    @MindfulMarketingMastery 2 года назад +2

    পেন্ড্রাইভ কত জিবি হতে হবে?? আমারটা ৩২ জিবি হলে হবে??

    • @TechMyTune
      @TechMyTune  2 года назад

      জ্বী ভাই হবে...

  • @fahidkhan6335
    @fahidkhan6335 2 года назад +2

    আমি একটি পেইজ থেকে উইন্ডোস ১০ কিনেছি , তারা আমাকে ডাউনলোড করার জন্য ফাইল দিয়েছে এবং পেন্ড্রাইভ দিয়ে সেটাপ করতে বলেছে, আমি এখন কি করবো? আপনি যেভাবে প্রথমে উইন্ডোস ডাউনলোড করেছেন আমিও সেভাবে করবো? নাকি শুধু Rufus downloan করে পেনড্রাইভ বুট করে নিলেই হবে? প্লিজ জানাবেন...

    • @TechMyTune
      @TechMyTune  2 года назад +1

      প্রথমে আপনি ডাউনলোড করার জন্য যে ফাইলটা দিয়েছে সেটা পিসিতে ডাউনলোড করে নিবেন,তারপর শুধু Rufus টা ডাউনলোড করে ভিডিওতে দেখানো পদক্ষেপ গুলো অনুসরণ করে কাজ করলেই হবে।আমি যে ভাবে উইন্ডোজ ডাউনলোড করেছি সে ভাবে আপনাকে করতে হবে না,কারন আপনি তো কিনে রেখেছেন, যেটা কিনেছেন সেটা দিয়েই আপনি কাজ করতে পারবেন।আমি যেমন উইন্ডোজ ফাইল ডাউনলোড করেছি,আপনি শুধু যাদের থেকে কিনেছেন,তাদের টা ডাউনলোড করবেন,তফাৎ শুধু এতোটুকুই,বাদ বাকি সকল প্রসেস একদম একই থাকবে।আশাকরি বুঝতে পেরেছেন।

    • @allbanglatipsf.i9656
      @allbanglatipsf.i9656 Год назад

      @@TechMyTune hmm

  • @abdurrashid-jq2th
    @abdurrashid-jq2th Год назад +1

    আচ্ছালামুয়ালাইকুম, আমার এইচপি জি৬২ ল্যাপটপটা হঠাৎ আপডেট নেয়ার কারণে বর্তমানে উইন্ডোজ দেয়ার পরও স্থায়ীভাবে ওপেন হচ্ছেনা। জনৈক কম্পিউটার দোকানে নিলে তিনি বলেন এসএসডি লাগালে ঠিক হয়ে যাবে বাট হলোনা,নেক্সট বললেন সম্ভবত মাদার বোর্ডের সমস্যা। আমি এখন কি করতে পারি জানাবেন প্লিজ

    • @TechMyTune
      @TechMyTune  Год назад

      আপনার সমস্যাটি ঠিক ভাবে বুঝলাম না,স্থায়ী ভাবে ওপেন হচ্ছে না বলতে ওপেন হয়ে বার বার রিস্টার্ট নিচ্ছে ? এমন কিছু ? যদি বার বার রিস্টার্ট নেয় তাহলে বেশ কিছুর সমস্যার জন্য এমনটা হয়ে থাকে। আপনার CMOS ব্যাটারি Ram এবং মাদারবোর্ড এবং পাওয়ার সাপ্লাই এর কারনে এই ঝামেলাটা হয়ে থাকে। আপনি যদি সম্ভব হয় আইডিবি ভবনে নিয়ে দেখাতে পারেন।

  • @Something_important_for_you
    @Something_important_for_you 2 года назад +2

    sir, windows setup দিলে কী আমার লেপটপের সব কিছু কী চলে যাবে?
    মানে যে কাজগুলো করছি এবং যা কিছু download দিছি সবকিছু কী delet হয়ে যাবে।
    pls একটু বলুন 😢

    • @TechMyTune
      @TechMyTune  2 года назад +2

      স্যার আপনার আগের উইন্ডোজ টি এবং বর্তমান ডাউনলোড করা উইন্ডোজটির ভার্সন যদি একই থাকে,তাহলে আপনি শুধু C-ড্রাইভ ফরমেট দিয়ে নতুন করে উইন্ডোজ দিতে পারবেন,আপনার কোন ডাটা হারাবে না,অন্য ড্রাইভ গুলো অক্ষত থেকেই উইন্ডোজ সেটাপ হয়ে যাবে।কিন্তু ভার্সন যদি না মিলে,আলাদা হয় তাহলে অনেক সময় পার্টিশন না দিয়ে উইন্ডোজ সেটাপ দেওয়া যায় না,তখন ফুল হার্ডডিস্ক টাই ফরমেট দিতে হয়,সব ডাটা চলে যায়।এক্ষেত্রে সব চেয়ে নিরাপদ ডাটা গুলো কোন আলাদা পোর্টেবল হার্ডডিস্ক এ সংরক্ষন করে নতুন উইন্ডোজ দেওয়া।আশা করি বিষয়িটি বুঝতে পেরেছেন স্যার। ধন্যবাদ ভালো থাকবেন

    • @Something_important_for_you
      @Something_important_for_you 2 года назад +1

      @@TechMyTune sir এতো ভালো ভাবে বুঝিয়েছেন, এবার বুঝতে পেরেছি।
      Pendrive bootable করার পর কী ওইটা দিয়ে যেকোনো laptop বা computer এ সেটাপ দেওয়া যাবে??

    • @TechMyTune
      @TechMyTune  2 года назад

      জ্বী স্যার বুটেবল করার পর ইচ্ছেমতো যে কোন ল্যাপটপ বা ডেক্সটপ আপনি পেনড্রাইভ দ্বারা উইন্ডোজ সেটাপ দিতে পারবেন।

    • @mohammadhussain3371
      @mohammadhussain3371 Год назад

      Vaiya technical Nazmul name ekta youtube channnel ase ei channel a khub valo video upload kore caile deke aste paren vaiya

  • @mdmahinrahamanshurov9794
    @mdmahinrahamanshurov9794 2 года назад +2

    vhai apnar cluster size 16 kilobytes ar amar 8912 bytes ascahy default a to kono problem hobe ki. ar ami pc ta akdom notun kivabe windows 10 setup korbo sita jodi aktu suggest korten taile oneak help hobe

    • @TechMyTune
      @TechMyTune  2 года назад

      না ডিফল্টে কোন সমস্যা হবে না। আপনি পার্টিশন দিয়ে ফুল সেটাপের বিষয়ে জানতে চাইছেন ? একদম নতুন কম্পিউটারে আমরা সাধারণত পার্টিশন দিয়েই সেটাপ করে থাকি,যাতে ড্রাইভের ভেতরে কোন ভাইরাস থাকলে তা শেষ হয়ে যায়।যেমন ধরুন শর্টকাট ভাইরাস টাইপ।উইন্ডোজ সেটাপের ধারাবাধা কোন নিয়ম নেই,অনেক ভাবেই তা করা যায়।বুটেবল পেনড্রাইভ দিয়েও করতে পারবেন,সিডি দিয়েও করতে পারবেন।

  • @MasudRana-ox2im
    @MasudRana-ox2im 29 дней назад

    বুটেবল করার পর উইন্ডোজ সেটআপে গেলে পেনড্রাইভ সাপোর্ট করে না কেন?

  • @Something_important_for_you
    @Something_important_for_you 2 года назад +2

    download হতে এতো টাইম নিতেছে কেন 😢

    • @TechMyTune
      @TechMyTune  2 года назад

      স্যার এটা নির্ভর করবে আপনার ইন্টারনেটের স্পিডের উপর,যদি আপনার ইন্টারনেটের ডাউনলোড স্পিড ভালো থাকে তাহলে দ্রুতই হয়ে যাওয়ার কথা। :)

  • @MdRubel-tx3nc
    @MdRubel-tx3nc Год назад +1

    ডস থেকে কি পেনড্রাইব বুটএবল করতে পারবো ?

  • @sudumahaththayaFX
    @sudumahaththayaFX 2 года назад +3

    Super 10 de 10 , me funciono super , muchas gracias

  • @SiamKhan-by8sw
    @SiamKhan-by8sw 2 года назад +2

    vaiya eta sundor bujlam but windows er system eta diyei jodi dekhaten aro besi vlo hoto

    • @TechMyTune
      @TechMyTune  2 года назад +1

      সামনে অবশ্যই এটা নিয়ে আরেকটি ভিডিও দেওয়ার চেষ্টা করবো।

  • @mahmudulkhan3067
    @mahmudulkhan3067 6 месяцев назад

    Aita pendrive na dia mobile e download kora jabena....mobiler memori to onk

  • @altafhosen2625
    @altafhosen2625 2 года назад +2

    Vai atar file size 5 gb? Download korte 5 gb mb khoroch hobe??? Onek time lage download hote

    • @TechMyTune
      @TechMyTune  2 года назад

      হ্যা ভাই একটু সময় লাগবে,মোবাইলের ডাটা থেকে ওয়াই-ফাই হলে ভালো হয়,যদি মোবাইলের ডাটা দিয়ে করেন তাহলে একটু গভীর রাতে ডাউনলোড করাই ভালো,তখন স্পিড ভালো পাবেন।

  • @Aninda_Creation
    @Aninda_Creation 2 года назад +2

    vai eta baohar korte giye ki activation code chaibe na ?etato official tahole kivabe babohar korbo

    • @TechMyTune
      @TechMyTune  2 года назад

      ভাই এটা অফিসিয়াল হলেও ট্রায়াল ভার্সন,কারন এটা আপনাকে ফ্রী দিচ্ছে।একটা সময় পরে গিয়ে সেটাও এক্টিভেশন চাইবে।সেটা ফ্রীতেই এক্টিভ করে নিতে পারবেন। কি ভাবে এক্টিভ করবেন তার সফটওয়্যার কোথায় পাবেন,সেটা নিয়েও একটা ভিডিও আছে আমার চ্যানেলে দেখে আসতে পারেন।

  • @mkmoni588
    @mkmoni588 3 месяца назад

    ভাই পেন্ড্রাইভ দিয়ে উইন্ডোজ দিতে পারছি না,,,প্লিজ হেল্প মি,,,০*০০০০০7b ইরর মেসেজ আসে বার বার,,,আমি ডিভিডি দিয়ে উইন্ডোজ দিতে পারি,,,কোনো সমস্যা হয় না,,,

  • @azramultimedia925
    @azramultimedia925 2 года назад +2

    Wow

  • @Real_Stone.
    @Real_Stone. Год назад +1

    পেন ড্রাইভে কি windows ten iso file টা থাকতে হবে???? আর আমি ফাইল টা মিডিয়া ক্রিয়েশন টুল ছাড়াই ডাউনলোড করেছি।

    • @TechMyTune
      @TechMyTune  Год назад

      পেনড্রাইভে না আপনার পিসির যে কোন ফোল্ডারে থাকলেই হবে।

  • @tawhidulislamkhan3950
    @tawhidulislamkhan3950 7 месяцев назад +1

    অনেক ধন্যবাদ ভাইয়া

  • @playerroni723
    @playerroni723 2 года назад +2

    Apni toh onno site theke iso file ta download korechen
    Amader dhekachen alada

    • @TechMyTune
      @TechMyTune  2 года назад

      না ভাই আমি এই সাইট থেকেই আইএসও ফাইল ডাউনলোড করেছি,ডাউনলোড করার পরে আমি আমার ফাইলটাকে মডিফাই করেছি বলেই এমন দেখছেন।

  • @Miraz-Talukder
    @Miraz-Talukder Год назад +1

    আমার ১ প্রশ্ন,, আপনি যে কাজ টা দেখিয়েছেন,, মনে করেন আমি যে লেপটপ দিয়ে কাজটা করবো সেই লেপটপে উইন্ডোজ দিতে পারবো?

    • @TechMyTune
      @TechMyTune  Год назад

      হ্যা পারবেন

  • @applebahadia86
    @applebahadia86 Месяц назад

    nice video

  • @enaisabela5369
    @enaisabela5369 2 года назад +3

    আসসালামু আলাইকুম ভাইয়া, আমিwindows 10 pro install দিতে চাচ্ছি। কিভাবে করতে হবে বুঝতে পারছিনা। একটু হেল্প করবেন প্লিজ! win 10 যে ফাইল টা আপনি ডাউনলোড দিয়েছেন অটা দিয়েই কি ১০ প্রো ইন্সটল করা যাবে!?

    • @TechMyTune
      @TechMyTune  2 года назад

      ওয়ালাইকুম আস-সালাম,আপনি টেন প্রো দিতে চাইলে বাজার থেকে একটা সিডি কিনতে হবে।এটা শুধু উইন্ডোজ টেন,তবে এটা একদম অথেনটিক, মাইক্রোসফট উইন্ডোজের ওয়েব থেকে নেওয়া।আমি যেটা ডাউনলোড দিয়েছি সেটা শুধুমাত্র টেন দিতে পারবেন,টেন প্রো নয়।আশাকরি বিষয়টি বুঝতে পেরেছেন।

    • @enaisabela5369
      @enaisabela5369 2 года назад

      @@TechMyTune ভাইয়া বাজারে যেগুলো অইগুলা তা ১০/১২ হাজার নিবে😔। এত টাকা নেই🙂ভাইয়া

    • @enaisabela5369
      @enaisabela5369 2 года назад +1

      @@TechMyTune win 10 pro and win 10 er modhe ki onk parthko naki motamoti same vaiy!??

    • @TechMyTune
      @TechMyTune  2 года назад

      আপনি ফ্রী ভার্সন চালালে,প্রো আর ননপ্রোর তফাৎ তেমন বুঝবেন না।কিন্তু লাইসেন্স Key এক্টিভেট Windows চালালে বুঝবেন দুটোতে অনেকটা তফাৎ আছে।আপনি লোকাল মার্কেট থেকে ১০০ শত টাকা দিয়েও কিন্তু Windows 10 pro সিডি কিনতে পারবেন।সেগুলো যদিও ফ্রী এবং থার্ড পার্টির এক্টিভেটর দিয়ে এক্টিভ করে নিতে হয়।আমাদের মতো গরীবের জন্য কিন্তু সেটাই ভালো।আমার সাজেস্ট থাকবে,যদি আপনার ক্রয় ক্ষমতা থাকে তাহলে হাজার দশেক টাকা দিয়ে হলেও সেটাই চালান।

    • @enaisabela5369
      @enaisabela5369 2 года назад +1

      @@TechMyTune অনেক ধন্যবাদ ভাইয়া আপনার মূল্যবান পরামর্শ দেয়ার জন্য,,,,,,,,,,,।

  • @amineditbar4275
    @amineditbar4275 Год назад +1

    Thanks

  • @MdRubel-tx3nc
    @MdRubel-tx3nc Год назад +1

    ফ্রি ডস অপারেটিং থেকে কি পেনড্রাইব বুট এবল করা যাবে কি ?

    • @TechMyTune
      @TechMyTune  Год назад

      জ্বী যাবে,তবে এতে একটু কঠিন হয়,আমার ব্যক্তিগত রিকমেন্ডেশন থাকবে,সরাসরি উইন্ডোজের আই ও এস ভার্সন ডাউনলোড করে নিয়ে বুটেবল করা।

  • @mirjahid7754
    @mirjahid7754 6 месяцев назад

    পেনড্রাইব বুটেবল করলে পেনড্রাইবে থাকা ফাইল কি ডিলিট হয়ে যাবে

  • @mkmoni588
    @mkmoni588 Год назад +1

    ধরা জাক উইন্ডোজ দেবার অর্থাৎ সেটাপ দেয়ার ১৫মিনিট পর, আমার প্রয়োজনে কম্পিউটার বন্ধ করে বাসার বাইরে জাবো,তখন কিভাবে কম্পিউটার বন্ধ করবো,জেনো বাইরে থেকে এসে আবার সেই স্থান থেকে সেটাপ সুরু করতে পারি,জেনো কম্পিউটার বা উইন্ডোজের কোনো প্রব্লেম না হয়,,,প্লিজ বলবেন,,,,আর এই কাজটি আমি সহো সকলে উপক্ক্রিতো হবে,

    • @TechMyTune
      @TechMyTune  Год назад

      সেটাপ সম্পূর্ণভাবে হয়ে যাবার পরে আপনি আপনার কম্পিউটার বন্ধ করে যেখানে ইচ্ছে যেতে পারবেন।কিন্তু সেটাপ চলাকালীন মাঝের সময়ে আপনি পিসি বন্ধ করতে পারবেন না।যদি করেন তবে এর পরে আবার চালু করলে প্রথম থেকেই সেটাপ শুরু করতে হবে। এখানে প্লে বা পোজের কোন অপশন নেই,আপনি যেখানে শেষ করবেন সেখান থেকে শুরু হবার অপশন নেই।সেটাপের মাঝখানে বন্ধ করলে পুনরায় প্রথম থেকেই সেটাপ শুরু হবে।আশাকরি বিষয়টি বুঝতে পেরেছেন।

    • @ghostraider7429
      @ghostraider7429 Год назад +1

      Not possible to push

    • @TechMyTune
      @TechMyTune  Год назад

      No

  • @noksikothargolpo1897
    @noksikothargolpo1897 Год назад +1

    আসসালামু আলাইকুম, আমার পেনড্রাই নেই, আমি কি মেমোরি কার্ড দিয়ে উইন্ডোজ করতে পারবো

    • @noksikothargolpo1897
      @noksikothargolpo1897 Год назад +1

      দোয়া করে উওর টা দিবে ভাইয়া,ওনেক উপকার হবে

    • @TechMyTune
      @TechMyTune  Год назад +1

      ওয়ালাইকুম আস সালাম,ভাই আপনি আপনার মেমোরি কার্ড দিয়েও পিসিতে উইন্ডোজ সেটাপ দিতে পারবেন।

  • @mbd1117
    @mbd1117 2 года назад +1

    চাপাবাজ আপনি।২ মিনিটে বুট হয় ৫ বছরের অভিজ্ঞতায় ও করতে পারলাম না

    • @TechMyTune
      @TechMyTune  2 года назад +2

      ভাইজান বুট হতে দুই মিনিটের বেশি লাগে না,আপনার উইন্ডোজের আই এস ও ফাইল যদি আগে থেকে ডাউনলোড করা থাকে।পেনড্রাইভ কিন্তু দুই মিনিটেই বুট হয়ে যায়।

  • @shaheedmiah1425
    @shaheedmiah1425 2 года назад +2

    ভাই পেনড্রাইভ এর ভার্সন কত লাগে?
    জানাবেন প্লিজ

    • @TechMyTune
      @TechMyTune  2 года назад +1

      ভাই 2.0 থেকে শুরু করে 3.1 যে কোনটাতেই সম্ভব।

    • @shaheedmiah1425
      @shaheedmiah1425 2 года назад +1

      @@TechMyTune thanks a lot 💖💖💖

  • @fahidkhan6335
    @fahidkhan6335 2 года назад +2

    Bootable করার পর এই পেন্ড্রাইভ অন্য কাজের জন্য ব্যাবহার করা যাবে কি?

    • @TechMyTune
      @TechMyTune  2 года назад +1

      @ Fahid khan হ্যা আপনি তা স্বাভাবিক ভাবে অন্য কাজেও ব্যবহার করতে পারবেন,বুটেবল ফাইল গুলো ডিলিট না করে।

    • @fahidkhan6335
      @fahidkhan6335 2 года назад +1

      @@TechMyTune Windows setup শেষে যদি পেন্ড্রাইভটি খালি করার জন্য ফরমেট করে দেই তাহলে কি কোনো অসুবিধা আছে? বুটেবল ফাইল গুলো কি রাখতেই হবে?

    • @TechMyTune
      @TechMyTune  2 года назад +2

      বুটেবল ফাইল রাখলে আপনি পরবর্তীতে আবার উইন্ডোজ সেটাপ দিতে পারবেন,আর যদি এর পরে উইন্ডোজ সেটাপ দেওয়ার প্রয়োজন না পরে,তাহলে বুটেবল ফাইল ডিলিট দিতে পারেন।কিন্তু উইন্ডোজ সেটাপ কমপ্লিট হয়ে গেলে পেনড্রাইভ যা ইচ্ছে করতে পারেন।

    • @fahidkhan6335
      @fahidkhan6335 2 года назад +2

      @@TechMyTune বুঝতে পেরেছি, ধন্যবাদ!

    • @mahedihasan1533
      @mahedihasan1533 Год назад +1

      একটি পেইন ড্রাইভ এ একবার বুথএবল করলে,অনেক গুলো কম্পিউটার এ একই পদ্ধতিতে সেট আপ দেওয়া যাবে কি,

  • @AsadulIslam-ok1zf
    @AsadulIslam-ok1zf Год назад

    ভাই বুটেবল করার পর উইন্ডোজ কিভাবে দিব একটু বলবেন প্লিজ

  • @Kawsar-ri7xg
    @Kawsar-ri7xg 11 месяцев назад

    GPT and MBR এর কথাটা বলেননি

  • @jewelkhan4433
    @jewelkhan4433 Год назад +1

    mobile memory card diye windows dewa jabe na??

    • @TechMyTune
      @TechMyTune  Год назад +1

      দেওয়া যাবে তবে মেমোরি কার্ডকে আগে বুটেবল করতে হবে।

  • @princebappa5158
    @princebappa5158 Год назад +2

    It works! Thanks a lot.

    • @TechMyTune
      @TechMyTune  Год назад

      ওয়েলকাম ভাই,এছাড়াও অন্যকিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন,আমি চেষ্টা করবো সাহায্যের জন্য।

  • @nurnobisumon9761
    @nurnobisumon9761 Год назад +1

    খুবই ভালো লাগলো ভাইয়া, ধন্যবাদ।

  • @alirohoman-k5p
    @alirohoman-k5p Год назад +1

    Vai eta ki sudu pc ar jonno na laptop o hobe?

    • @TechMyTune
      @TechMyTune  Год назад

      এটা সব গুলোতেই হবে,পিসি বা ল্যাপটপ দুটোতেই দেওয়া যাবে।

  • @RoshniRoja
    @RoshniRoja 5 месяцев назад

    দুই মিনিটে কিভাবে হলো?

  • @AmirHamja-ns5cj
    @AmirHamja-ns5cj Год назад +1

    Vai Hp pavilion Dv5 111em e ki windows 10 install kora jabe

    • @TechMyTune
      @TechMyTune  Год назад

      @Amir Hamja চাইলে আপনি দিতে পারবেন,তবে কিছু কাষ্টমাইজড করতে হবে,আর সব থেকে বড় কথা এটি অনেক পুরোনো ভার্সনের ল্যাপটপ,এটিতে আপনি উইন্ডোজ টেন রান করে স্মুথ সার্ভিস হয়তো নাও পেতে পারেন। তাই আমার ব্যক্তিগত মতামত থাকবে এটিতে উইন্ডোজ টেন না চালানোই ভালো।বাদ বাকি আপনার ইচ্ছের উপর নির্ভর করবে।আশাকরি বুঝতে পেরেছেন আমার কথা গুলো।

    • @AmirHamja-ns5cj
      @AmirHamja-ns5cj Год назад +1

      @@TechMyTune vai ei laptop ta 2 GB ram ace. Ram barano jab. Ar ai laptop ta ki ram barale fast Hobe Janaben vai plz

  • @MdShakil-Online-Tech-Master71
    @MdShakil-Online-Tech-Master71 Год назад +2

    This helped a lot thank you

  • @tauhid5563
    @tauhid5563 Год назад +1

    apner sathe contact korte pari amon kicu dile kushi hobo. ami ekta problem porci ekto help chai

    • @TechMyTune
      @TechMyTune  Год назад

      Mail :- redowan.pix@gmail.com

  • @sanjitkar1200
    @sanjitkar1200 Год назад +1

    ♥️♥️♥️♥️♥️

  • @habiburrahamanhabib55
    @habiburrahamanhabib55 Год назад

    Thambel e 2mint bolcen video to 8 minite

  • @mahabubulalam6878
    @mahabubulalam6878 Год назад +1

    খুব সুন্দর উপস্থাপনা।শুভকামনা ভাইয়া😍😍😍

    • @TechMyTune
      @TechMyTune  Год назад

      ধন্যবাদ ভাই ❤️

  • @ancharhussain1557
    @ancharhussain1557 Год назад

    Iso file koto gb

  • @alaminahmed2778
    @alaminahmed2778 Год назад

    Theare Running tool Problem ase? Ki korbo akhon

  • @অসভ্য
    @অসভ্য 2 года назад +2

    ভাই আমার ল্যাপটপে Bitlocker recovery চায়। কোনো ভাবেই ওপেন করতে পারছি না। এর কী কোনো solution নেই? 😢

    • @TechMyTune
      @TechMyTune  2 года назад +1

      আপনার পিসিতে অপারেটিং সিস্টেম কোনটা রান করা ? উইন্ডোজ ১০ নাকি ১১ ?

    • @অসভ্য
      @অসভ্য 2 года назад +2

      @@TechMyTune windows 11

    • @TechMyTune
      @TechMyTune  2 года назад +2

      আপনার পিসিতে যদি মাইক্রোসফটের একাউন্ট লগ ইন করা থাকে তবেই বিটলকার থেকে রেহায় পাবেন।মাইক্রোসফট একাউন্টে সেই পাসওয়ার্ড সেভ হয়ে থাকে,যা দিয়ে আপনি এটা রিকোভার করতে পারবেন। যদি মাইক্রোসফট একাউন্ট লগ ইন না থাকে তাহলে সম্ভব না।তবুও আপনি ঢাকায় অনেক ভালো ডাটা রিকোভার করে এমন কিছু প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে দেখতে পারেন,তারা হয়তো আপনাকে সাহায্য করতে পারে।

  • @prosantachowdhury2783
    @prosantachowdhury2783 9 месяцев назад

    Product key ta kothay pabo

  • @MdShakil-Online-Tech-Master71
    @MdShakil-Online-Tech-Master71 Год назад +2

    Thank you!

    • @TechMyTune
      @TechMyTune  Год назад

      ওয়েলকাম স্যার ❤️

    • @abubakkar1711
      @abubakkar1711 Год назад

      @@TechMyTune বুটেবল করার পর পেনড্রাইভ টা কি অন্য কাজে ব্যবহার করা যায়। যেমন - কমপিউটারের কোন ফাইল, ছবি বা ভিডিও রাখার জন্য?
      প্লিজ একটু বলেন।

  • @abir686
    @abir686 Год назад +1

    ধন্যবাদ দাদা🥰🥰🥰🥰

    • @TechMyTune
      @TechMyTune  Год назад

      মোষ্ট ওয়েলকাম ❤️

  • @atikhossain5078
    @atikhossain5078 Год назад +1

    অসাধারণ

    • @TechMyTune
      @TechMyTune  Год назад

      ধন্যবাদ ❤️

  • @ফেরারিপথিক-ট৭ণ

    অসংখ্য ধন্যবাদ ভাইয়া ❤️❤️

    • @TechMyTune
      @TechMyTune  Год назад

      ওয়েলকাম স্যার

  • @uttam_1986
    @uttam_1986 2 года назад +1

    একটা বোটাবল পেনড্রাইভ দিয়ে কত বছর পর্যন্ত কাজ করা যায়

    • @TechMyTune
      @TechMyTune  2 года назад

      এটা নির্ভর করবে আপনার পেনড্রাইভের উপর,আপনার পেনড্রাইভ যতদিন ভালো থাকবে ততদিন সেটা দিয়ে সেটাপ করে যেতে পারবেন।

  • @rubelmia2987
    @rubelmia2987 Год назад

    running problem dekacce

    • @TechMyTune
      @TechMyTune  Год назад

      এটা কি সেটাপ কমপ্লিট হবার পরে দেখাচ্ছে?

  • @sahedkhan6958
    @sahedkhan6958 2 года назад +1

    Window uninstall dekhayte ce akon ki karbo

    • @TechMyTune
      @TechMyTune  2 года назад

      @Sahed khan আমার মনেহচ্ছে আপনার উইন্ডোজ এক্টিভেট করতে হবে,থার্ড পার্টির এক্টিভেটর দিয়ে উইন্ডোজটি এক্টিভেট করে নিন।আমার চ্যানেলে উইন্ডোজ এক্টিভেট করা নিয়ে একটি ভিডিও আছে,চাইলে সেটা দেখে করে নিতে পারেন। ধন্যবাদ