২০০৭ সাল তখন নবম শ্রেণিতে পড়ি,শিশির স্যারের ক্লাসে একাডেমিক পড়া শেষ হলে গান গল্প করতাম। আমি তখন মাঝে মাঝে গান গাইতাম, নিজের ভালো লাগা থেকেই গাইতাম।একদিন ক্লাস শেষে স্যার ডাকলেন একটা গান গাও,কোন কথা না বলে এই গানটি মনের সব আবেগ দিয়ে গাইলাম। স্যার মাথা টেবিলের দিকে নুইয়ে পুরো গানটা শুনলো এবং বললো মনের ভেতর একটা শান্তি অনুভব করছি,আরো কত প্রসংসা।।এখনো গানটি আগের মতই ভালো লাগে কিন্তু সেই আবেগ আর নেই।মিস করি সেই দিন গুলি।
জীবনের কঠিনতম বাস্তবতার একটি হলো হঠাৎ খুব পরিচিত মানুষের পরিবর্তন। যাকে আপন ভেবে খুব কাছ থেকে দেখে সময়ের গ্লানির সম্মুখে আপনাকে ছেড়ে দিতে দেখবেন তখন বিচ্ছেদের পরিভাষার অনুভূতি জ্বলবে। যখন খারাপ সময়ের আবির্ভাবের হুট করে দেখবেন পাশে হাত ধরবার, একটু সাহস জোগাবার কেউ নেই তখন বুঝতে পারা যায় আসলে জীবনের পথে কেউই কারও নয়।😊
আইয়ুব বাচ্চু স্যারের মৃত্যু নেই, তিনি অমর হয়ে বেঁচে থাকবেন আমাদের হৃদয়ে! যতবার তাঁর গানগুলো শুনি, ততবারই মনটা হাহাকার করে এই কিংবদন্তি শিল্পীর মহাপ্রয়াণে!
তোমাকে হারিয়ে ফেলেছি,তাই হয়তো এখনো এতোটা ভালবাসি প্রিয়। পেয়ে গেলে হয়তো এতোটা ভালবাসা থাকতো না। তোমাকে পেয়ে গেলে হয়তো এই গানটায় আসক্ত হতাম না প্রিয়। স্মৃতি রেখে গেলাম যুগ যুগ ধরে মানুষ যখন এই গানটি শুনতে আসবে তখন কেউ লাইক দিলে notification পেয়ে আমি তোমাকে ভেবে আবারও শুনতে আসব প্রিয় 💖💖💖।
আজ গীটারে উঠালাম করড, লিড সব। চেস্টা করলাম। কি অদ্ভুত সব কাজ করে গেছেন। শুধু দক্ষিন এশিয়াতে না, বাচ্চু ভাই পৃথিবীতে অলটাইম সেরা একজন গীটারিস্ট আর কম্পজার
বাচ্চু ভাই জীবনের অনেক আনন্দঘণ মূহুর্তের সাক্ষী ছিলেন আপনি, জীবনে আপনার সাথে কাটানো ২৩ ডিসেম্বর ২০১৬ বেশি আবেগী করে তোলে আমায়,সেই ক্যাডেট কলেজের অনুষ্ঠান টা অনেক স্মৃতি মনে করিয়ে দেয়। আপনার উদরতার জন্য নিশ্চয়ই বিধাতা আপনাকে সেরা পুরষ্কার টি দিবেন এই দোয়াটাই রইলো আপনার বিদেয়ী আত্বার প্রতি।
যেদিন উনার মৃত্যুর খবরটা শুনলাম,বুকটা হাহাকার করছিলো,ভীষন কেঁদেছিলাম, মনে হচ্ছিলো কি যেন এক অমূল্য জিনিস আমার হারিয়ে গেলো।কত শত স্মৃতি জড়িয়ে আছে উনার গানগুলোয়। আবেগ আপ্লুত থাকতাম উনার সৃষ্টি গুলোয়। এত তাড়াতাড়ি চলে যাবেন ভাবতেই পারছিলাম না।চবির শহীদ মিনারের সেই কনসার্টটি চোখে ভেসে উঠছিল বারবার।কোনো কিছু দিয়েই পূরন হবে না এই শুণ্যতা।আপনি আমাদের মাঝে থাকবেন আপনার সৃষ্টি দিয়ে।
Ekhon raat 1:48.ei gaan sunchi...ki sundor r oshadharon gaan....chotokal thake ei gaan gula sune boro holam r ekhon sob kothai harie gelo...May Allah give u Jannah AB...😭😭😭😭
২০২২ সালের ১৫ অক্টেবর একটা কমেন্ট রেখে গেলাম। আমার পরবর্তী প্রজন্মের জন্য। আমার পরবর্তী প্রজন্মের কারও সামনে যদি আমার এই কমেন্ট টা পরে,, তারা শুনে রাখ, তুমরা শিল্পী পাউনায় ব্যর্থ, কেন জানো তুমরা আইউববাচ্চু ভাই কে দেখনি,, আর এমন শিল্পীর জন্ম আর সম্ভব নয়।। কারণ গানের আবেক আকুতি মিনতির, ছন্দের জন্মদাতা আইউববাচ্চু ভাই🥰🥰🥰
সবাই বলে আলোর গতি নাকি সবচেয়ে বেশী, কিন্তু আমার মনে হয় মনের গতি আলোর চেয়েও শত সহস্র গুণ বেশী! নিজেরাই ভেবে দেখলেই বোঝা যাবে গানটা শুনে চোখের একটা পলক ফেলার আগেই একেকজন ১০, ২০, ৩০, ৪০ বছর পিছনে চলে গিয়েছে। অবাক করা বিষয়!
রেখে গেলাম কমেন্টস ২০৫০ সালে কেউ শুনলে হাজিরা দিয়ে যাবেন। আসলেই আগের সময় গুলো খুবই ভাল ছিল কালের বিবর্তনে আমরা হারিয়ে ফেলেছি। ধুলাবালি আর জ্যামে কেটে যাচ্ছে আমাদের জীবন।
এই গানটা যে কতটা মনের গভীরে গিয়ে স্পর্শ করে তা শুধু সে ই বোঝবে যে এই গানের অর্থ বোঝবে। পৃথিবীতে কেনো ভালোবাসা বলে শব্দ টা আছে।আমার মনে হয় ভালোবাসার অনুভূতি যদি থাকতো। এই গানটা শুনে মনটা কেমন যেনো করে।
তোমাকে পেয়ে গেলে এত সুন্দর গানটা শোনা হতো মা প্রিয়😊স্মৃতি রেখে গেলাম যুগ যুগ ধরে মানুষ যখন এই গান শুনতে আসবে তখম কেউ লাইক দিলে নোটিফিকেশন পেয়ে আমি আবার তোমায় ভেবে গানটা শুনবো প্রিয়😊💔
এখন অনেক রাত,,, অনেক রাত কানে হেডফোন হাতে সিগারেট,এখন অনেক রাত, বেজে যাওয়া আয়ুব বাচ্চু গান আমার মন কে স্থির করে দিচ্ছে,ভাবতে বাধ্য করতেছে কি হবে এই প্রেম ভালোবাসা দিয়ে একদিন চলে যেতে হবে এই জগৎ মায়া ছেড়ে,সব ছেড়ে যাবো যা যা কষ্ট করে করেছি কিছুই থাকবে না, যারা আজ ভালোবাসে কাল তারা আর মনে রাখবে না,,,মরণের অনেক কাছে আমি কিন্তু শুধু তার অপেক্ষায় আছি বেঁচে আছি❤️প্রিয় ভালোবাসা জিসান
গান শুনছি আর চোখ দিয়ে পানি পড়ছে। সবচেয়ে কাছের মানুষ টা যখন পর হয়ে যায়।।। পর হয়ে যায় বলতে পরই।কখনো আপন তো হয় ই নি। নিজের প্রয়োজনে আপন হয়। আবার যখন নিজের প্রয়োজন শেষ হয় তখন পরের মত ব্যবহার করে।।।
আয়ুব বাচ্চু আমাদের মাঝে নেই কিন্তু তার গান গুলো রয়ে গেছে সে বেঁচে থাকবে এই গানের মধ্যে গানের লাইনের মধ্যে এমন কেউ জন্মাতে পারবে না তার মতো বাংলাদেশে love you ayoub bacchu vai
মানুষ বেচে থাকে কিনতু আবেগ গুলো ধীরেধীরে পুরনো হয়ে যায় তারপর হারিয়ে যায়, জীবন এমন একটা মুহুর্ত যার পরিপুর্ন বিশ্লেষণ করা কোন মানুষের পক্ষে সম্ভব না, তবে আমি নাজিম যেটা অনুভব করেছি জিবন কখোনো কখনো খোজার জায়গা মানে জিবনের প্রয়োজনে খোজা যখন মনে হয় পেয়ে গেলাম বা আছে তারপর শুরু হয় হারানোর ভয় হারাতে হারাতে সব হারিয়ে যায় সব শেষে জিবন হারানোর জায়গা কোন কিছুই আমাদের না বা আমার না
গানটা শুনলে সেই স্কুল (২০১০) জীবনের ভালোবাসার কথা মনে পড়ে যায় কতইনা ভাল ছিলো সেই সময়টা। তখন ভাবতাম বড় হবো কবে কিন্তু এখন বুঝতে পারি বড় হওয়ার কত জ্বালা কত কিছু ত্যাগ করতে হয় সবশেষে বলতে চাই ভালো থাকুক সেই জীবন্ত লাশগুলো 😭😭😭 ভালো থাকুক সেই জীবন্ত আসামি গুলো ❤️❤️
যার জন্য সব ত্যাগ দিন শেষে তার কাছেই তুচ্ছ হতে হয়। তাই হয়তো পৃথিবীতে বিশ্বাস কথাটা উঠে যাচ্ছে আর পৃথিবীটা বসবাসের অনুপযোগী হয়ে উঠেছে তাইতো খুব শীঘ্রই ধ্বংস অনিবার্য সুন্দর পৃথিবী নামক গ্রহের।
2023 সালে কে কে শুনছেন...? আমি শুনছি এখন সময় রাত ১ঃ৩৫ মিনিট... আধো অন্ধকার রুম কানে হেড ফোন বেলকুটি বসে হাতে এক কাপ কফি নিয়ে শুনছি....। হাজারো সৃতি মনে পরছে যা আমি কখনোই ভুলতে পারবো না.... তাকে আজ ও মিস করি। আজ ও সেই কাটানো দিন গুলো কে মিস করি.... । তবে একটাই দুঃখ থেকে গেলো তার সাথে আমার একবার ও দেখা হলো না....। খুব ইচ্ছে তার সাথে যদি আমার শুধু মাত্র একবার দেখা হতো..... সৃষ্টিকর্তার কাছে এই চাওয়া....💔
কখন যে ঐ সময়গুলো চলে গেল ধরে রাখার বা যাওয়ার জন্য কোন উপায় থাকলে,দেরি করতাম না।জীবন আর প্রেম গানের মতই সহজ ছিল।তারিখ টা দিয়ে দিলাম, হয়তো আবার ১ দশক পরও গানটা শুনতে মন চাইবে।০৩/০৩/২০২২
২০০৭ সাল তখন নবম শ্রেণিতে পড়ি,শিশির স্যারের ক্লাসে একাডেমিক পড়া শেষ হলে গান গল্প করতাম। আমি তখন মাঝে মাঝে গান গাইতাম, নিজের ভালো লাগা থেকেই গাইতাম।একদিন ক্লাস শেষে স্যার ডাকলেন একটা গান গাও,কোন কথা না বলে এই গানটি মনের সব আবেগ দিয়ে গাইলাম। স্যার মাথা টেবিলের দিকে নুইয়ে পুরো গানটা শুনলো এবং বললো মনের ভেতর একটা শান্তি অনুভব করছি,আরো কত প্রসংসা।।এখনো গানটি আগের মতই ভালো লাগে কিন্তু সেই আবেগ আর নেই।মিস করি সেই দিন গুলি।
❤️
শুভ কামনা রইল
তুমি কি ভুলে গেছ আমাকে?
❤️❤️
Same to you.
জীবনের কঠিনতম বাস্তবতার একটি হলো হঠাৎ খুব পরিচিত মানুষের পরিবর্তন। যাকে আপন ভেবে খুব কাছ থেকে দেখে সময়ের গ্লানির সম্মুখে আপনাকে ছেড়ে দিতে দেখবেন তখন বিচ্ছেদের পরিভাষার অনুভূতি জ্বলবে। যখন খারাপ সময়ের আবির্ভাবের হুট করে দেখবেন পাশে হাত ধরবার, একটু সাহস জোগাবার কেউ নেই তখন বুঝতে পারা যায় আসলে জীবনের পথে কেউই কারও নয়।😊
চরম বাস্তব রূপ গানের কথায় ওপারে ভালো থেকো সবসময়
tor maro chudi
রাইট 😶😶😶😶🥵🥵🥵🤢
যেন আমার জিবনের কথা বলছেন
কারো জন্য কিছু করলে কখনো প্রতিদান চাওয়ার আশা করতে হয়না! পৃথিবীতে ভালো কিছু করা,সবার জন্য ই একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য।
এমন গুণী শিল্পী এই দেশে আর জন্ম নিবেনা,বর্তমানে নেই ও এমন যোগ্যতা সম্পন্ন বহু প্রতিভাবান শিল্পী। দোয়া করি মন থেকে, যেন ভালো থাকেন পরপারে।
আইয়ুব বাচ্চু স্যারের মৃত্যু নেই, তিনি অমর হয়ে বেঁচে থাকবেন আমাদের হৃদয়ে! যতবার তাঁর গানগুলো শুনি, ততবারই মনটা হাহাকার করে এই কিংবদন্তি শিল্পীর মহাপ্রয়াণে!
তোমাকে হারিয়ে ফেলেছি,তাই হয়তো এখনো এতোটা ভালবাসি প্রিয়। পেয়ে গেলে হয়তো এতোটা ভালবাসা থাকতো না। তোমাকে পেয়ে গেলে হয়তো এই গানটায় আসক্ত হতাম না প্রিয়। স্মৃতি রেখে গেলাম যুগ যুগ ধরে মানুষ যখন এই গানটি শুনতে আসবে তখন কেউ লাইক দিলে notification পেয়ে আমি তোমাকে ভেবে আবারও শুনতে আসব প্রিয় 💖💖💖।
ভালোবাসার পূর্নতা খুবই কষ্টে বা আনন্দের, জানি না কি হবে😢💔
26%:
ভালো লাগছে
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
আবাল মার্কা গ্রামের চাচাতো ভাইয়ের কপি কমেন্ট পরে আমার ঘুম চলে আসলো😆😆
গানের কথা গুলো এক একজন শ্রোতার জীবন থেকে নেওয়া, তাই হয়তো এই গানটা এত ভালো লাগে।
এখন আসলেই অনেক রাত
আইয়ুব বাচ্চু স্যারের মৃত্যু নেই, তিনি অমর হয়ে বেঁচে থাকবেন আমাদের হৃদয়ে! যতবার শুনি, ততবারই মনটা হাহাকার করে এই কিংবদন্তি শিল্পীর মহাপ্রয়াণে!
salam sir
মুসলিম প্রিয় কেও ইন্তেকাল করলে তার জন্য আগে জান্নাতুল ফিরদউস কামনা করাই উত্তম,
মানুষ থেকে মানসিক রোগী বানিয়ে দেয়া মানুষ গুলোকে, আমরা ভালোবাসার মানুষ বলি, কত বোকা আমাদের হৃদয়।
আজ গীটারে উঠালাম করড, লিড সব। চেস্টা করলাম। কি অদ্ভুত সব কাজ করে গেছেন। শুধু দক্ষিন এশিয়াতে না, বাচ্চু ভাই পৃথিবীতে অলটাইম সেরা একজন গীটারিস্ট আর কম্পজার
বাচ্চু ভাই জীবনের অনেক আনন্দঘণ মূহুর্তের সাক্ষী ছিলেন আপনি, জীবনে আপনার সাথে কাটানো ২৩ ডিসেম্বর ২০১৬ বেশি আবেগী করে তোলে আমায়,সেই ক্যাডেট কলেজের অনুষ্ঠান টা অনেক স্মৃতি মনে করিয়ে দেয়। আপনার উদরতার জন্য নিশ্চয়ই বিধাতা আপনাকে সেরা পুরষ্কার টি দিবেন এই দোয়াটাই রইলো আপনার বিদেয়ী আত্বার প্রতি।
কত রাতের আঁধারে গান হয়তো আরও একশো বছর পর ও গান টা কারো না কারো মন ছূয়ে যাবে,,,🥰🤭
ওপারে ভালো থাকবেন প্রিও বাচ্চু দাদা,,🤲🤲
আল্লাহ উনাকে মাফ করে দিক এটাই দোয়া করি এবং আপনাদের কাছেও দোয়া চাই।দয়া করে সবাই দোয়া করবেন আমাদের বাংলাদেশের লেজেন্ড এর জন্য।🤲
দুই দশক যাবত এই গান গুলা শুনছি, তবুও যেন শোনার পিপাসা শেষ হয়না।
লাভ ইউ LRB লাভ ইউ বাচ্চু ভাই।
❤️💓❤️
যেদিন উনার মৃত্যুর খবরটা শুনলাম,বুকটা হাহাকার করছিলো,ভীষন কেঁদেছিলাম, মনে হচ্ছিলো কি যেন এক অমূল্য জিনিস আমার হারিয়ে গেলো।কত শত স্মৃতি জড়িয়ে আছে উনার গানগুলোয়। আবেগ আপ্লুত থাকতাম উনার সৃষ্টি গুলোয়। এত তাড়াতাড়ি চলে যাবেন ভাবতেই পারছিলাম না।চবির শহীদ মিনারের সেই কনসার্টটি চোখে ভেসে উঠছিল বারবার।কোনো কিছু দিয়েই পূরন হবে না এই শুণ্যতা।আপনি আমাদের মাঝে থাকবেন আপনার সৃষ্টি দিয়ে।
, গ
সেইম আমিও
এখন অনেক
কানে হেডফোন গুঁজে দিয়ে গান টা শুনতেছি। রাত 1.17 বাজে।
লাভ ইউ BOSS...LRB
Love u
কিছু বলার ভাষা খুজে পাচ্ছি না,,গানটা আসলেই অসাধারণ
Ekhon raat 1:48.ei gaan sunchi...ki sundor r oshadharon gaan....chotokal thake ei gaan gula sune boro holam r ekhon sob kothai harie gelo...May Allah give u Jannah AB...😭😭😭😭
২০২২ সালের ১৫ অক্টেবর একটা কমেন্ট রেখে গেলাম। আমার পরবর্তী প্রজন্মের জন্য। আমার পরবর্তী প্রজন্মের কারও সামনে যদি আমার এই কমেন্ট টা পরে,, তারা শুনে রাখ, তুমরা শিল্পী পাউনায় ব্যর্থ, কেন জানো তুমরা আইউববাচ্চু ভাই কে দেখনি,, আর এমন শিল্পীর জন্ম আর সম্ভব নয়।। কারণ গানের আবেক আকুতি মিনতির, ছন্দের জন্মদাতা আইউববাচ্চু ভাই🥰🥰🥰
আরেকজন বাচ্চু ভাই কোনোদিন আর বাংলাদেশে জন্ম হবে না। পরপারে ভালো থাকবেন বাচ্চু ভাই🖤 ভালোবাসা থাকবে আজীবন।
Inna nillahi oinna ilaihi rajiun 💝
00
Valo thake janoo Allah r kasae bless kortae hoi
নোবেল আমাদের বাচ্চু ভাই এর স্মৃতি ধরে রাখতে পারবে❤
@@isratliza9803 thik ♥️
কতটা দরদ নিয়ে গাইলে এইরকম গান গাওয়া যায়❤️।
ভালো থাকবেন বাচ্চু ভাই পরপারে🙏❤️
সবাই বলে আলোর গতি নাকি সবচেয়ে বেশী, কিন্তু আমার মনে হয় মনের গতি আলোর চেয়েও শত সহস্র গুণ বেশী!
নিজেরাই ভেবে দেখলেই বোঝা যাবে গানটা শুনে চোখের একটা পলক ফেলার আগেই একেকজন ১০, ২০, ৩০, ৪০ বছর পিছনে চলে গিয়েছে।
অবাক করা বিষয়!
😩ফেরিঘাট এ জ্যাম 💔
🥀রাত 2:30 মিনিট 😓
❤️uff song ta🙂
Amio 2: 20 minit 😔
হে ভবিষ্যতে প্রজন্ম তোমরা জেনে রাখো আমাদের একজন বস ছিলো আইয়ুব বাচ্চু যাদের বিকল্প কখনোই আসেনা
this song is not a piece,
This is a masterpiece❤️😘
কে কে ২০২২ সালে দেখছেন??
আর কে কে আমার মতো লেজেন্ড বাচ্চু স্যার এর ভক্ত এটার সাড়া দিন!!🤗👍🥰
✋✋✋😢😢
আমি
Ajo ai gun gula suni..😭😭
০৭/০৭/২০২২ সাল এখনো শুনি boss is boss
জীবনে একজন মানুষ পেয়েছি A B
বাংলাদেশের অন্যতম অমুলো রত্ন
এই গান গুলো যা আ জীবন সঙ্গী অংগনে সিঁথি হয়ে গেতে থাকবে বাংলার বুকে জড়িয়ে
Cool
আমার এই ৩৭বছর জীবনে এই গানটি জে কতবার দিনে রাতে সুনেছি তার কনো হিসেবে আমরা জানা নেই,এরকম গান হয়তো আর তৈরি হবেনা।
জীবনের কঠিন সময়ে দু-দন্ড শান্তি দিয়েছে এই গান❤️💔
Right
ভাবনায় ডুবেগেলে এমন মনে হয় যেনো ফিরে গেছি সেই ২০০৩/০৪ সালের মধুর ঐ দিনগুলোয়...
রেখে গেলাম কমেন্টস ২০৫০ সালে কেউ শুনলে হাজিরা দিয়ে যাবেন। আসলেই আগের সময় গুলো খুবই ভাল ছিল কালের বিবর্তনে আমরা হারিয়ে ফেলেছি। ধুলাবালি আর জ্যামে কেটে যাচ্ছে আমাদের জীবন।
🤚
From 2051
গানটার সাথে আমার জীবনের অনেক মিল খোঁজে পাই,প্রত্যেক রাতে একবার হলেও শুনি💙💙💙
তাই?
আমি এমন একটা প্রজন্মে জন্মেছিলাম।
যে প্রজন্মে হাসান, জেমস আর আইয়ুব বাচ্চুর গান শোনা ছিল দৈনিক রুটিন।
অতীতের সেই সোনালী দিনগুলোকে খুব মিস করি 😔
এই গানটা যে কতটা মনের গভীরে গিয়ে স্পর্শ করে তা শুধু সে ই বোঝবে যে এই গানের অর্থ বোঝবে। পৃথিবীতে কেনো ভালোবাসা বলে শব্দ টা আছে।আমার মনে হয় ভালোবাসার অনুভূতি যদি থাকতো। এই গানটা শুনে মনটা কেমন যেনো করে।
গানটি আমার খুব প্রিয়, গানটা শুনার পর আয়ুব বাচ্চু স্যার কে অনেক মিস করি❤️। আজ ১৩ সেপ্টেম্বর২০২২। সময় সকাল ৪ঃ২৩। কমেন্ট টা রেখে গেলাম ২০৫০ সালের জন্য।
অসাধারণ 🌹♥️
গান সবারই একটা বিশেষ বয়সে ভাললাগে কিন্তু এই গুলো কি কিশোর কি যুবক কি বৃদ্ধ সব সময়ই যেন ভাললাগা আর মুগ্ধতা ছড়াই হাবিব আহসান রাজশাহী
এটা শুধু গানই নয়,বুকের ভিতরের জ্বলন্ত মুহূর্তগুলোর রূপকথার কাহিনী ❤
bah
Right you are
Right
Love u
হুম হ্রদয় ছোয়ে যায়
আমার সহধর্মীনির প্রিয় গান।
আর আমারও।
এখনও শুনলে মনে হয় তার সাথে প্রেম করছি❤️
গানটি কলিজায় লাগে আর কিছু লিকতে পারলাম না ভাল থাকুক সকল ভাল বাসা টিক রাত 2..25 বাজে এখঅন সুনছি
এই গান গুলো সারাজীবন মানুষের মনের মধ্যে গেঁথে থাকবে।
Right
ab💔
রাত ১ টা প্রায়! প্রতিরাতের মতো এ রাতেও এই গান শুনা মিস হয়নি❤️
মিসইউ এবি😓💔
তোমাকে পেয়ে গেলে এত সুন্দর গানটা শোনা হতো মা প্রিয়😊স্মৃতি রেখে গেলাম যুগ যুগ ধরে মানুষ যখন এই গান শুনতে আসবে তখম কেউ লাইক দিলে নোটিফিকেশন পেয়ে আমি আবার তোমায় ভেবে গানটা শুনবো প্রিয়😊💔
Same bro....
❤❤❤
এখন অনেক রাত,,, অনেক রাত কানে হেডফোন হাতে সিগারেট,এখন অনেক রাত, বেজে যাওয়া আয়ুব বাচ্চু গান আমার মন কে স্থির করে দিচ্ছে,ভাবতে বাধ্য করতেছে কি হবে এই প্রেম ভালোবাসা দিয়ে একদিন চলে যেতে হবে এই জগৎ মায়া ছেড়ে,সব ছেড়ে যাবো যা যা কষ্ট করে করেছি কিছুই থাকবে না, যারা আজ ভালোবাসে কাল তারা আর মনে রাখবে না,,,মরণের অনেক কাছে আমি কিন্তু শুধু তার অপেক্ষায় আছি বেঁচে আছি❤️প্রিয় ভালোবাসা জিসান
😢
#
##
So sad
😭😭😭😭
বাচ্চু আপনি নেই,এসব গানে সহস্র বছর বেচে থাকবেন।
অনেক রাত তোমায় খুব মিস করতাছি, amar সুখ,আমার চোখের মনি,প্রিয়তমা আফরিন আ
আহ্ কি সোনালী স্মৃতি এইসব গানে, কি দারুন কৈশোর। কি ভালোবাসা, কত মায়া। বাচ্চু ভাই ভালো থেকো।
আমি এখন যায় কথা ভাবতেছি সেই,,,😊 এখন অন্য কাউকে নিয়ে সপ্ন দেখতাছে,,,,💔
দোয়া করি,,,🤲,সব সময় ভালো থাকুক সে তার প্রিয় মানুষ,,,👰🤵
এ গানটা কতবার যে শুনছি তবুও মনে হয় শোনার ইচ্ছা শেষ হয়না।ভালবাসি LRB কে ভালবাসি বাচ্চু ভাইকে, ভাল থাকবেন পরপারে।
এই গান গুলি সারা জীবন অমর হয়ে থাকবে।সত্যিই অসাধারন।
Bah ekhn asolei onek rat.. 1:55 AM 🙂... Miss you my Love.. R Bacchu vai ke dhonnobad emon ekTa song amder jonno rekhe jawar jonno
সেই শৈশব থেকে শুনা শুরু এখনো শুনি জানিনা কবে শেষ হবে শুনা বাংলার কিংবদন্তি শিল্পী দের গান ওপারে ভালো থাকবেন সার।
Ay gantar sathy onek valo movement acy ja kokhonoy volar na..tay jokhoni suni onek onek valo lage..i miss you guru❣️❣️❣️💕💕
সারাদিন হেভি মেটাল,থ্রাশ,ডেথ মেটাল শুনলেও দিনশেষে এখানে ফিরে আসতে হয়! 🖤
গান শুনছি আর চোখ দিয়ে পানি পড়ছে। সবচেয়ে কাছের মানুষ টা যখন পর হয়ে যায়।।। পর হয়ে যায় বলতে পরই।কখনো আপন তো হয় ই নি। নিজের প্রয়োজনে আপন হয়। আবার যখন নিজের প্রয়োজন শেষ হয় তখন পরের মত ব্যবহার করে।।।
সেই ইসমা আসলেই সুখি। শরিফপুর জামালপুর। ডাক্তার আজাদের চেম্বারে লুকিয়ে দেখা করা। মনে পরে কি ইসমা?
সেই নব্বই দশকের গান l এখনো এই গানগুলো শুনে দিন কাটছে ....এখনো আমি যখন খুব ছোট সেই নব্বই দশকে পড়ে আছি .......Missing those days...
কিংবদন্তীর মৃত্যু নাই। আপনি বেঁচে থাকবেন গানে গানে, কোটি কোটি মানুষের হৃদয়ে অনন্তকাল। শ্রদ্ধা ও ভালোবাসা...
রক লিজেন্ড...
রক আইকন....
আয়ুব বাচ্চু আমাদের মাঝে নেই কিন্তু তার গান গুলো রয়ে গেছে সে বেঁচে থাকবে এই গানের মধ্যে গানের লাইনের মধ্যে এমন কেউ জন্মাতে পারবে না তার মতো বাংলাদেশে love you ayoub bacchu vai
গান টা প্রথম শুনেছিলাম ২০০৪-০৫ এর দিকে মেজ মামা তখন একটা mp3 কিনেছিলো
আহা কি অনুভূতি ছিলো
সত্যি রাতটা যখন আসে প্রিয় মানুষটার কথা মনে হলে রাতটা আর রাত থাকে না ভোরে পরিনত হয়।তবুও চোখে ঘুম আসে না।
গানটা শুনলে কলেজ জীবনের অনেক কথা মনে পড়ে কিন্তু সেই দিন গুলি আর আসবে না।
ঠিক তেমনি বাচ্চু ভাইও ফিরে আসবেনা।
12.11.2022
Ganta vlo lage..kico gan beiman der mone koriye dey.
মানুষ বেচে থাকে কিনতু আবেগ গুলো ধীরেধীরে পুরনো হয়ে যায় তারপর হারিয়ে যায়, জীবন এমন একটা মুহুর্ত যার পরিপুর্ন বিশ্লেষণ করা কোন মানুষের পক্ষে সম্ভব না, তবে আমি নাজিম যেটা অনুভব করেছি জিবন কখোনো কখনো খোজার জায়গা মানে জিবনের প্রয়োজনে খোজা যখন মনে হয় পেয়ে গেলাম বা আছে তারপর শুরু হয় হারানোর ভয় হারাতে হারাতে সব হারিয়ে যায় সব শেষে জিবন হারানোর জায়গা কোন কিছুই আমাদের না বা আমার না
গানের শুরুটা 1মিনিটের বেশী মিউজিক অসাধারণ, বেদনার নীল রঙের মনে হয়,
গানের কথাগুলো প্রতিটা ব্যার্থ ভালোবাসার জ্বলন্ত হৃদয়ের অগ্নিশিখার মত, যখনি শুনি জ্বলে উঠে
বাংলাদেশ জতো দিন আছে ততো দিন এই গান শুনবে মানুষ
তোমাকে ভুলা যাবেনা কিছুতেই,ভুলতে দিবেনা তোমার গান গুলো আমাদের BOSS,
জন্ম জন্মান্তরে প্রিয় থাকবে আমাদের...❤️🧡
ভালো থেকো ওপরে,সবার শেষ ঠিকানা ওখনেই হবে,এই দুনিয়া ক্ষনিকের মাত্র...
গানটা শুনলে সেই স্কুল (২০১০) জীবনের ভালোবাসার কথা মনে পড়ে যায় কতইনা ভাল ছিলো সেই সময়টা।
তখন ভাবতাম বড় হবো কবে কিন্তু এখন বুঝতে পারি বড় হওয়ার কত জ্বালা কত কিছু ত্যাগ করতে হয়
সবশেষে বলতে চাই ভালো থাকুক সেই জীবন্ত লাশগুলো 😭😭😭
ভালো থাকুক সেই জীবন্ত আসামি গুলো ❤️❤️
সুন্দর লাগছে ভাই
একদিন এই পৃথিবীতে থাকবো না কিন্তু গানগুলো থাকবে হাজার বছর অকৃতকার্য মানুষদের রিদয়ে
সত্যিই অসাধারণ একটা গান
আজীবন আমাদের হৃদয় থাকবে তোমার এ গান.... হৃদয় ছুঁয়ে যাওয়ার মত বিরহ গাঁথা শব্দ গুলো।
06/10/22
proti rate gaan ta na sunle mone hoi kisu ekta opurno roye gelo
রাত যত গভির হয় একাকিত্ব তত আকরে ধরে তখনি এই গানটার কাছে ফিরে আসি
একদম ভাইয়া।
এই গানটি বারবার শুনলেও কোনো রকম বিরক্ত লাগে না অসাধারণ একটি গান 🖤❤️
গানের কথা গুলো এক একজন শ্রোতার জীবন থেকে নেওয়া, তাই হয়তো এই গানটা এত ভালো লাগে।
এখন আসলেই অনেক রাত 😔😔
Akon o nek rat amar jibona sai dakha sisir vega vor nil aksh megh rongdonu fira asha tumi
1998 থেকে 2022 আজও শুনছি গানটি
প্রিয় মানুষটা হারিয়ে গেলে তার প্রতি কেবলই ভালোবাসা বেরে যায়।
Yes you right now.
আহহ কি নির্মম নিস্তব্ধ রাত 🙂😔বুকের ভেতর জলন্ত রুপকথার মূহুর্তগুলো ভেসে উঠছে,, আর গানের সাথে কলিজা পাটে
অসাধারণ মায়াবী কন্ঠ. আইয়ুব বাচ্ছুর সবগুলো গান শুনতে খুবই ভালো লাগে.
বাংলার সেরা শিল্পী
যতবার শুনি ততবারই ভালো লাগে,, সব সময় প্রিয় গানটা♥️
কিছুই বলার নাই,,এখন অনেক রাত😥😭😭😭😭😭😭😭😭😭😭আল্লাহ যেন বাচ্চু ভাইকে জান্নাত নসিব করেন।আমিন
Amin😥
Nau u zubillah
বিচ্ছেদের ছয় বছর পর আজ ও তোমার কথা ভেবে চোখে পানি নিয়ে এই গানটি শুনতেছি
#sawda_nurain
খুলা আকাশে রাতে আধারে হাঁটার পথে কত শত বার শুনেছি এই গান❤️❤️❤️❤️
এমনও রাত নাই যে রাতে এই গান শুনিনাই।আর আমাদের কক্সবাজার সাগরের সামনে বসে এই গান শুনে ফিলিংস করতাম। ❤️
যার জন্য সব ত্যাগ দিন শেষে তার কাছেই তুচ্ছ হতে হয়। তাই হয়তো পৃথিবীতে বিশ্বাস কথাটা উঠে যাচ্ছে আর পৃথিবীটা বসবাসের অনুপযোগী হয়ে উঠেছে তাইতো খুব শীঘ্রই ধ্বংস অনিবার্য সুন্দর পৃথিবী নামক গ্রহের।
আমি চিরদিন ই একজন আবেগী মানুষ।
আবেগ আর ভালোবাসা প্রিয় মানুষের জন্য আজীবন ধরে রাখতে চাই ।
Ami amr masir phn thky gan ta shunchi....
Nijer Android nah thakai😌
Tobuooo gannn ta amr shuntei hby😞
I can give u an android ph on be half of AB
2023 সালে কে কে শুনছেন...? আমি শুনছি এখন সময় রাত ১ঃ৩৫ মিনিট... আধো অন্ধকার রুম কানে হেড ফোন বেলকুটি বসে হাতে এক কাপ কফি নিয়ে শুনছি....। হাজারো সৃতি মনে পরছে যা আমি কখনোই ভুলতে পারবো না.... তাকে আজ ও মিস করি। আজ ও সেই কাটানো দিন গুলো কে মিস করি.... । তবে একটাই দুঃখ থেকে গেলো তার সাথে আমার একবার ও দেখা হলো না....। খুব ইচ্ছে তার সাথে যদি আমার শুধু মাত্র একবার দেখা হতো..... সৃষ্টিকর্তার কাছে এই চাওয়া....💔
২০১৫ সাল থেকে গানটা শুনি। এখনো গান টা পছন্দের তালিকায় সবার উপরে 🧡
না হারানো পর্যন্ত এর বেদনার অনুভূতি বুঝা অসম্ভব।
ছিলে আমার সর্বাঙ্গে আজ তুমি ঘুমাও অন্যের বুকে মাথা রেখে। ভালো থাকুক আমার ভালোবাসা যুগ যুগ মহাকাল ধরে।
Jokhun pain a tki tokhun e song ta suni🖤
আলহামদুলিল্লাহ, আমি আমার অবস্থানে সুখী আছি, কেননা আল্লাহ চাইলে আমায় আরো খারাপ রাখতে পারতেন!'🖤
আমার অনেক ফেবারিট গান
আমার বেস্ট ফ্রেন্ড মুন এর প্রিয় গান।।
ওরে হারিয়ে ফেলেছি ১০ বছর।।
মুন যেখানেই থাক ভালো থাকিস।।
💝💝💝💝💝
আল্লাহ বাচ্চু ভাইকে জান্নাতের উচ্চ মকাম দান করিয়েন(আমিন)
জীবনের কত রাত না ঘুমিয়ে বাচ্চু ভাইয়ের গান গুলো শুনেছি
Kno jani kosto gulo rate amak tariy bayray kno valobasa kaday j kadalo sey tu gumasche ami kno gumate parina ai gangulo na thakle hoyto amra kosto pawa. manus gulo more jetam
2023 এ কমেন্ট করলাম , love you AB boss❤❤❤❤❤
তোমায় বাসের পাশের ছিটে বসিয়ে লং ড্রইভে যখন গানটা গাইতাম অফুরন্ত প্রশান্তি দোলা দিতো পুরোটা দেহে, আজ তুমি নেই গানটা আর কন্ঠে উঠেনা কেন জানিনা কেবল দুচোখে পানিই আসে মাত্র।তবুও তুমি ভালো থোক রোজ আল্লাহর কাছে প্রাথনা করি💔💔💔
মায়াবি একটা গান জীবনে কখনো প্রেম করি নি তাই গানটা শুনে কারো কথা মনে পড়ে না তবুও এই ধরনের গান গুলো ভালো লাগে অনেক
কখন যে ঐ সময়গুলো চলে গেল ধরে রাখার বা যাওয়ার জন্য কোন উপায় থাকলে,দেরি করতাম না।জীবন আর প্রেম গানের মতই সহজ ছিল।তারিখ টা দিয়ে দিলাম, হয়তো আবার ১ দশক পরও গানটা শুনতে মন চাইবে।০৩/০৩/২০২২
Khub valo