তারানাথ তান্ত্রিক ও মুকুন্দপুরের কামপিশাচিনী | Taranath Tantrik | তান্ত্রিকের গল্প | Horror Story
HTML-код
- Опубликовано: 10 фев 2025
- মেয়েটাকে গরুর গাড়িতে তোলা হলো। অধিকারী মশাই কিংবা গাড়োয়ান কেউ আর ওই জঙ্গলের মধ্যে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে রাজি হলো না। হলদে হারিকেনের আলোতে এতক্ষণ পরে মেয়েটাকে ভালোভাবে দেখা যাচ্ছে। অদ্ভুত একটা সুন্দর মুখ , টানা টানা দুটো গভীর চোখ , পাতলা ঠোঁট , আর গায়ে জড়িয়ে রাখা কাপড়ের ফাক দিয়ে যেন যৌবন বাইরে বেরিয়ে আসতে চাইছে। অধিকারী মশাইয়ের বয়স বেশি নয় ৪০ পেরিয়ে ৪১ এ গিয়ে পড়েছে। দলের বাকিদের বয়স আরো কম ৩৫ থেকে ৩৬ এর মধ্যে। শুধু গারোয়ানের বয়স একটু বেশি তাও ৪৫। এমন গভীর রাতে জঙ্গলের নির্জন প্রান্তে এমন এক রমণীকে দেখে অধিকারী মশাইয়ের কিন্তু বুকের ভেতর কেমন একটা অদ্ভুত ঢেউ খেলে গেল। কথায় কথায় বুঝতে পারলাম মেয়েটিও একটু অদ্ভুত , সে অধিকারী মশাইয়ের গায়ের দিকে কেমন যেন ঘেষে আসতে শুরু করেছে। গারোয়ান নিজের মত গাড়ি চালাচ্ছে, আর গাড়ির ভেতরে চারজন নিজের মতো ঘুমিয়ে আছে। এবারে অধিকারী মশাই মেয়েটার একদম কাছাকাছি এসে পড়েছে। মেয়েটির গা থেকে বেরিয়ে আসা একটা অদ্ভুত গন্ধে অধিকারী মশাইয়ের মাথা যেন ঝিন ঝিন করছে । আর কিছু না বুঝেই অধিকারী মশাই নিজেকে সম্পূর্ণ এগিয়ে নিয়ে যায় মেয়েটির দিকে। তারপর তার সেই শরীরে জড়িয়ে রাখা এলোমেলো কাপড়ের মাঝে কখন যেন হারিয়ে ফেলেছিল নিজেকে। হঠাৎ করে ঠিক গলার কাছে একটা ধারালো কিছুর আঘাতে তার সম্বিৎ ফেরে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। গরুর গাড়ির সামনের হারিকেনটা তুলে সেই আলোতে গাড়োয়ান পেছনের দিকে দেখার চেষ্টা করেছিল। সেই আলোতে দেখা গেল, গরুর গাড়ির ভেতরে শুয়ে থাকা চারজন আর বেঁচে নেই। ভেতরটা একেবারে রক্তে ভেসে যাচ্ছে , তাদের শরীর গুলোকে কে যেন ছিন্নভিন্ন করে ফেলেছে। আর ঠিক তখনই গরুর গাড়ির শেষের দিক থেকে কালো কালো ছায়ার মতো কারা যেন এগিয়ে আসতে লাগলো । একটা অদ্ভুত হাসিতে ভরে গেল চারপাশ। অধিকারী মশাই কিছু একটা বলার চেষ্টা করলেন, কিন্তু তার আগেই তার গলার কাছে ধারালো কয়েকটা নখ এক ঝটকায় ঢুকে গেল ভেতরের দিকে । মুখ থেকে রক্ত ছাড়া আর কিছুই বেরিয়ে এলো না। গারোয়ান এতক্ষণে সবকিছু বুঝতে পেরে গেছে। সে এক লাফে মাটিতে নেমে ঊর্ধ্বশ্বাসে ছুটতে লাগল সামনের দিকে আর চিৎকার করতে লাগলো। কেনো হলো এমনটা? কে করল এইরকম? কি জন্য এসব হচ্ছে? জানতে হলে শুনতে হবে আমাদের আজকের গল্প লেখক সুকান্ত দাসের লেখা "তারানাথ তান্ত্রিক ও মুকুন্দপুরের কামপিশাচিনী", শুনতে এখনই নীচের লিংকে ক্লিক করুন -
STORY NAME (গল্পের নাম) :- তারানাথ তান্ত্রিক ও মুকুন্দপুরের কামপিশাচিনী
DATE OF PUBLISHING :- 10/09/24
CAST NAME:-
শুভ ( shuvo)
শিল্পা ( Shilpa)
অনিকেত ( Aniket)
সৌভিক (Souvik)
সৌরভ ( Sourav)
অভিজিৎ (Avijit)
POSTER & CALLIGRAPHY:- রাহুল চ্যাটার্জী
EDITING & SOUND DESIGNNING :- শিল্পা বর্ধন
আপনাদের feedback জানাতে পারেন আমাদের official facebook page এ
আপনারা আমাদের মেইল আইডিতে মেইলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন -
bonggopoetryuniverse7@gmail.com
©This content is copyrighted to Bongo porichoy. Use or commercial display or editing of the content without proper authorization is not allowed.
#sundaysuspense #taranathtantrik #bengolihorroraudiostory #sundaysuspensetaranath #tantrikergolpo #tantrik #grambanglarbhutergolpo #mirchibangla
2nd coment.
Khub valoi
মনে হচ্ছে 50k না হলে মহা তান্ত্রিক আসবেন না 🙄
Ato add dou kno
❤❤❤