৭০০ কোটি টাকার রাডার বসছে শাহজালাল বিমানবন্দরে | Dhaka Airport Radar System l | EkhonTV

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 авг 2024

Комментарии • 419

  • @Silentobserber
    @Silentobserber 6 месяцев назад +87

    কক্সবাজার বিমানবন্দরেও একটি বসানো হোক, তাহলে রাজস্ব আদায়ের পাশাপাশি মিয়ানমারকেও নজরদারী করা যাবে।

    • @Rishan.c_kent
      @Rishan.c_kent 6 месяцев назад +2

      বসবে সব বিমানবন্দর

    • @Silentobserber
      @Silentobserber 6 месяцев назад +2

      @@Rishan.c_kent ঢাকায় আধুনিক রাডার বসতেই ৫২ বছর লেগে গেছে সব বিমান বন্দরে বসানো বহুত দূর কি বাত.....

    • @Silentobserber
      @Silentobserber 6 месяцев назад +3

      @@Rishan.c_kent আর সব বিমান বন্দরে দরকারও নাই মেইবি।
      ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, বরিশাল আর সৈয়দপুর হলেই বাংলাদেশের ভৌওগলিক এরিয়া কাভার হয়ে যায়। আরো দিতে চাইলে সিলেট এর বেশির দরকার নাই

    • @Rishan.c_kent
      @Rishan.c_kent 6 месяцев назад +1

      @@Silentobserber জ্বি ঠিক। কিন্তু দেখলাম ওয়েবসাইট এ আরো ৪ টি অর্ডার আছে, যেটা আসবে শেষ ২০২৭ পর্য্ন্ত। এখন দুটো ঢাকা আর চট্টগ্রাম...

    • @SeeWithAkash
      @SeeWithAkash 6 месяцев назад +1

      চট্টগ্রাম এ বসাবে শুনলাম,, তার মাধ্যমেই কক্সবাজার ও মায়ানমারকে আয়ত্ত করা যাবে ❤

  • @nurulhasan2834
    @nurulhasan2834 6 месяцев назад +46

    ♦️দিনাজপুর রংপুর তথা বাংলাদেশের উত্তরাঞ্চলে রাডার স্থাপন করা জরুরী

    • @LoveBangladesh-fw2pf
      @LoveBangladesh-fw2pf 6 месяцев назад +2

      একমত

    • @user-xn5dq8ux2c
      @user-xn5dq8ux2c 6 месяцев назад +3

      Kotha Sotto

    • @RuhulAmin-zk6pr
      @RuhulAmin-zk6pr 6 месяцев назад

      বগুড়ায় আছে বিমান বাহিনীর রাডার।

    • @নাস্তিক
      @নাস্তিক 6 месяцев назад

      Apnara shobai mile sopno dekhte thaken😂😂😂

    • @user-xn5dq8ux2c
      @user-xn5dq8ux2c 6 месяцев назад

      @@নাস্তিক তোদের মুখ মাফি নাকি হাইওয়ান

  • @ibrahimangelmim1
    @ibrahimangelmim1 5 месяцев назад +2

    জা হক এবার আমাদের দেশের রাডার হয়েছে বালো হল শুনে বালো লাগলো

  • @k.farhadrezasopnil4425
    @k.farhadrezasopnil4425 6 месяцев назад +73

    বাংলাদেশের সবগুলো বিমানবন্দরে নতুন রাডার স্থাপন করা হোক

  • @GolamRabbani-mv8xr
    @GolamRabbani-mv8xr 6 месяцев назад +339

    কি দারুন কথা এত্তদিন আকাশ অরক্ষিত ছিল। রাডার কিনতেই এত্ত টাকা। অথচ, ইইয়েমেন ইরানের শত শত রাডার আছে।

    • @Nirmal-tt5gi
      @Nirmal-tt5gi 6 месяцев назад +58

      আপনি নিশ্চয়ই প্রবাসী। আপনি দেশের সন্পদ। আপনি দেশকে এগিয়ে নিতে ভুমিকা রাখছেন।এজন্য অসংখ্য ধন্যবাদ। শুধু বলবো রাডার সন্পর্কে ভাল করে খোঁজ নিয়ে আপনার মন্তব্যটি মূল্যায়ন করুন নিজেই।

    • @msheraq7106
      @msheraq7106 6 месяцев назад +36

      এই রাডার আর অই রাডার এক না ভাই।

    • @travelliving2685
      @travelliving2685 6 месяцев назад

      আরে ভুদার বাল, বোকাচোদা, অগুলা সব মিসাইলের মিলিটারি রাডার, আর এইটা এয়ারপোর্টের রাডার,

    • @MdRafiqulislam-bh4vz
      @MdRafiqulislam-bh4vz 6 месяцев назад +20

      শত শত রাডার 😂😂😂😂

    • @Violentupheaval2024
      @Violentupheaval2024 6 месяцев назад +30

      এনারা প্রবাসী তাই অসম্মান করতে ইচ্ছুক না । কিন্তু কোনো কিছু না জেনে এনারা যে কমেন্ট করেন এটা খুবই বিব্রতকর

  • @rubelmia3700
    @rubelmia3700 6 месяцев назад +5

    যদি লসও হয় তবুও বাংলাদেশের সবগুলো বিমানবন্দরে রাডার বসানো দরকার। পাশাপাশি বিমানবাহিনীরও নিজস্ব রাডার ব্যবস্থা তাকা দরকার।

  • @SayedGolamRabbani
    @SayedGolamRabbani Месяц назад

    বাংলাদেশের সবগুলো বিমানবন্দরে নতুন রাডার স্থাপন করা হোক।

  • @MdSharifChawdhury
    @MdSharifChawdhury 6 месяцев назад +52

    প্রতিবেশী দেশ এতদিন ভাড়া নিছে ৫০০ ডলার করে যা বাংলাদেশ আমার কথা ছিল।

  • @user-gf4ik9gx6m
    @user-gf4ik9gx6m 6 месяцев назад +20

    ২০১৭ সালে কিনার পর এখন এটা লাগানোর সময় হয়েছে তাইনা?

  • @informationworld4061
    @informationworld4061 6 месяцев назад +52

    একটা দেশের স্বাধীনতা রক্ষা করার জন্য তার সীমানার নিরাপত্তা নিশ্চিডত করা অতি জরুরী। কিন্তু গত ১৫ বছর আমরা ভারতকে সুবিধা দিয়ে আমরা শুধু রাস্তার মোড়ে মোড়ে মুর্তি বসাইছি। 🇧🇩

    • @sabbirhossainnoyon100
      @sabbirhossainnoyon100 6 месяцев назад

      Nonsense comment. ভারত হচ্ছে বাংলাদেশের সবচেয়ে ঘনিষ্ঠ প্রতিবেশি এবং উপমহাদেশের অন্যতম শক্তিধর রাষ্ট্র। গত ১৫ বছর কেন? বাংলাদেশ স্বাধীন হয়েছে ৫৩ বছর হয়েছে। এর আগে আমাদের দেশে রাডার ছিলো না কেন? বিএনপি জামাত তো ৩ বার ক্ষমতায় এসেছিলো? আওয়ামী লীগ সরকার তো একের পর এক কাজ করে যাচ্ছে। তারা রাডার না বসালে আপনি তো জানতেও পারতেন না এই নিউজ গুলো। আর মূর্তির কথা বললেন? এগুলো ভাস্কর্য-- যেখানে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য তুলে ধরা হয়। কোন ভাস্কর্য কি ভারতের জন্য বানানো হয়েছে?? মনের ভেতরে "ভারত বিদ্বেষ" থাকলে সোনাকেও কাদা মাটি মনে হবে। আপনাদের হয়েছে সেই দশা। সারাজীবন ভারতের বিরোধিতা করে কি পেলেন? মানুষ এখন আর এতো বোকা না। লুচ্চা মামুনুল হক বংগবন্ধুর ভাস্কর্য নিয়ে কটুক্তি করেছিলো। সেই মামুনুল রিসোর্টে পরনারী নিয়ে ধরা খেয়ে ধর্ষণ মামলায় জেলে আছে? কি লাভ হলো? নিজের ভালো না বুঝলে এমনই হবে।

    • @user-ui8xd2ps1f
      @user-ui8xd2ps1f 4 месяца назад

      তুমি যদি এতো বোঝ তাহলে আগে থেকে কেনো সরকারকে তাগিদ দাওনি।।হাতে মোবাইল পাইয়া এখন পন্ডিতগিরি ফলাইতেছো ব্যাটা মূর্খ কুনহানকার!!!!!😢😢😢😢😢😢😢

  • @Army999x
    @Army999x 5 месяцев назад +1

    আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ
    আল্লাহু আকবর ❤
    খুবই ভালো একটা খবর।

  • @forhadhossain-eu7fk
    @forhadhossain-eu7fk 2 дня назад

    শক্তিশালী রাডার খুব‌ই প্রয়োজন দেশের জন্য।

  • @user-km8fm7mv2i
    @user-km8fm7mv2i 6 месяцев назад +33

    কি কথা স্বাধীন দেশের আকাশ নিয়ন্ত্রণ করে অন্য কেউ সাব্বাস😂

  • @shamimsahartv2557
    @shamimsahartv2557 6 месяцев назад +23

    উন্নয়ন এর সরকার এত দিন বিএনপি জামায়াত খোঁজার রাডার নিয়ে ব্যস্ত ছিলো মনে হয় না হলে এতো দেরিতে কেন এতো জরুরি সেবা।

  • @user-lv5pg7xj5s
    @user-lv5pg7xj5s 6 месяцев назад +37

    ১০০ কোটির টা ৭০০ কোটি দেখানে হবে তাইনা?

    • @NoakhillaLifestyle
      @NoakhillaLifestyle 6 месяцев назад +5

      ২০০০ দেখাইছে পরে চেক করে ধরা খাওয়ার পর ৭০০ তে আসছে

    • @LoveBangladesh-fw2pf
      @LoveBangladesh-fw2pf 6 месяцев назад

      এর নাম জয় বাংলা

    • @LoveBangladesh-fw2pf
      @LoveBangladesh-fw2pf 6 месяцев назад

      ​@@NoakhillaLifestyle😮

    • @hbhridoy1914
      @hbhridoy1914 6 месяцев назад

      ​@@NoakhillaLifestylesotti ki tai

    • @morsalinsakura1193
      @morsalinsakura1193 6 месяцев назад

      কেনরে ফ্রেরানছ কি তোর আব্বু লাগেরে বলোদ ,আদার বেপারি জাহাজের খবর লয়, বলদ,এটা কি বল

  • @royalstatus003
    @royalstatus003 6 месяцев назад +37

    যুগোপযোগী সিদ্ধান্ত❤

  • @faisalmahmud5701
    @faisalmahmud5701 6 месяцев назад +8

    বছরে হাজার কোটি আয় সম্ভব হলে..!
    এতদিন কি কারণে লাগাই নাই???

    • @moinarule
      @moinarule 5 месяцев назад +1

      vai tahole je bondhu rastrer hajar koti taka loss hoye jeto.

  • @AbuBakar-sh2fs
    @AbuBakar-sh2fs 6 месяцев назад +10

    ভারত-মিয়ানমার থেকে কোন সমুদ্র সীমা আমরা পাইনি বরং তারা আমাদের সমুদ্র সীমা অবৈধ ভাবে দখলে রেখেছিল।

    • @joydatta7726
      @joydatta7726 6 месяцев назад

      Abal bole ki 😂😂😂

    • @Sudip-Acharjee
      @Sudip-Acharjee 5 месяцев назад

      Koto kg ganja kheyechen 😂😂😂?

    • @AbuBakar-sh2fs
      @AbuBakar-sh2fs 5 месяцев назад

      @@Sudip-Acharjee আমার মনে হয় আপনি একজন সত্যিকারের ভদ্রলোক যা আপনার রিপ্লাই দেখে বোঝা যায়। নিজ পরিবার থেকে নূন্যতম নৈতিক শিক্ষা কতটুকু পেয়েছেন সেটাই বড় প্রশ্ন।

    • @Sudip-Acharjee
      @Sudip-Acharjee 5 месяцев назад

      @@AbuBakar-sh2fs tai ta kon samudra shima paan ne ektu bolun apni BCS officer international Diplomacy khub valo bojhe bolun ektu kon samudra shima apnara pachchen na? Apnar kothay jode varot baa mayanmar keu apnader block kore rakhe tahole Chittagong port e jahaj dhukto ki kore ?

  • @DalimSutradhar-sb1ju
    @DalimSutradhar-sb1ju 4 месяца назад +1

    দূর্নির্তী না হলে দেশ, যে কোন দেশের সাথে প্রতিযোগীতা করতে পারবে।

  • @BazlurRashidMd
    @BazlurRashidMd 6 месяцев назад +6

    আরো ২০ বছর আগে বসানো উচিত ছিল। অনেক দেরী হয়ে গেছে।

  • @Mahmuduls-companion
    @Mahmuduls-companion 6 месяцев назад +9

    চট্টগ্রামে ৫ বছর ধরে রাডার বসে আছে। পার্শ্ববর্তী দেশ বসে বসে বছরে কয়েক কোটি ডলার আয় করছে।

    • @moinarule
      @moinarule 5 месяцев назад

      vai oita calu korle je notun marar poth bondho hoye jabe. tai arekta bosano hocche. bosalei to taka calu korle to r taka nai bojhen na?

  • @Ray_Han_9219
    @Ray_Han_9219 6 месяцев назад +2

    আহারে উন্নয়ন রে। আল্লাহ আমরা কোথায় আছি।

  • @user-pc9nr7is1d
    @user-pc9nr7is1d 6 месяцев назад +7

    অতি তাড়াতাড়ি এই কাজ সম্পন্ন করার দরকার কারণ এতদিন রাডার না থাকায় ইন্ডিয়া লুটেপুটে নিয়েছে আমাদের আকাশসীমার সব আয়

  • @IsmailHossainBabu-uc8eb
    @IsmailHossainBabu-uc8eb 6 месяцев назад +4

    আমাদের আকাশ সীমা কেন আমাদের নিয়ন্ত্রণে থাকবে না 😊

  • @sazzadkabir9119
    @sazzadkabir9119 6 месяцев назад +10

    বাংলাদেশের শুধু নেই আর নেই। একটা স্বাধীন দেশ অথচ অরক্ষিত তার আকাশ সীমানা।

  • @shajibulhasan401
    @shajibulhasan401 5 месяцев назад

    মাশাল্লাহ্ খুব ভালো সিদ্ধান্ত।

  • @user-fx5zt6zz2x
    @user-fx5zt6zz2x 6 месяцев назад +28

    এই রকম উন্নত প্রযুক্তির বা ইরানের মতো চীনের মতো উন্নত প্রযুক্তির আরো দুই তিন টা রাডার বাংলাদেশের চট্টগ্রাম বরিশাল সিলেট খুলনা রাজশাহী মতো প্রতি বিভাগের জন্য একটি করে রাডার বসালে খুবই ভালো হতো

    • @faysalabrar5715
      @faysalabrar5715 6 месяцев назад

      tor ar heda bolod

    • @salmanmrahman2950
      @salmanmrahman2950 6 месяцев назад

      Ato radar er drkar nai. 2 ta radar e puro Bangladesh niyontron er jothesto

  • @AmiBangladesh-hw4dr
    @AmiBangladesh-hw4dr 6 месяцев назад +9

    ১৫ বছর ধরে শুনতেছি রাডার বসবে, রাডার বসবে কিন্তু রাডার বসে না ক্যান? ওদিকে ইন্ডিয়া পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগণা জেলা সুন্দরবন , মালদহ ও দিব্রুগরে অলরেডি রাডার স্থাপন করেছে।

  • @azad8161
    @azad8161 6 месяцев назад +1

    লাভ যতই হোক রাডার বসানো দেশের নিরাপত্তার সার্থে জরুরী।

  • @MdARMANSARKAR-ib6rj
    @MdARMANSARKAR-ib6rj 6 месяцев назад

    এর পাশাপাশি আরেকটা নতুন রানওয়ে তৈরি করুন কারণ ফ্লাইট ওঠানামা করতে অনেক সময় লেগে যায় সে কারণে বিমান অনেক সময় আকাশে ঘোরে কিন্তু নামতে পারে না একটা রানওয়ে দিয়ে কি এত বড় বিমানবন্দর চালানো সম্ভব আরেকটা নতুন বানালে তাহলে ভালো হবে❤❤

  • @morsalinsakura1193
    @morsalinsakura1193 6 месяцев назад +1

    আসসালামুয়ালাইকুম,মাস আল্লাহ, আলহামদুলিল্লাহ,আমি আকারসোন করছি ইয়ার ফোট মন্ত্রীর কে জে আমাদের এই নতুন রাডার জে আয় হবে তা জেনো আমাদের জনো নেত্রী শখ হাসিনা র সরকারে রাজাসকরে,❤❤❤

  • @sauravdeyshuvo8987
    @sauravdeyshuvo8987 6 месяцев назад +1

    4:21 GMG airlines!!! Ah!! Good old days!!!
    Are those carriers permanently grounded? Can they not be used by other airlines or for other purposes?

  • @Dg5aminul3islam
    @Dg5aminul3islam 6 месяцев назад +2

    Amar abbu asbe Malaysia theka kalke insha allah

  • @abulhossain822
    @abulhossain822 5 месяцев назад

    এত দেরিতে কেন? শুধু চট্রগ্রাম নয় পুরো বাংলাদেশ যাতে রাডারের আওতায় আসে এমন ব্যবস্থা নেওয়া হোক।

  • @jahidulislam8280
    @jahidulislam8280 6 месяцев назад +4

    এ্ই পি‌চ্চি রাডা‌রের এত দাম হ‌লো কিভা‌বে ?

    • @nazmulhaquejewel1023
      @nazmulhaquejewel1023 5 месяцев назад

      ভাই এটা শুধু লোহার টুকরা নয়
      অনেক বড় একটা সিষ্টেম লাগে একটা রাডার পরিচালনার জন্য

  • @user-wm8ie3kv4j
    @user-wm8ie3kv4j 6 месяцев назад +2

    Alhamdulillah

  • @mahabubalam3703
    @mahabubalam3703 6 месяцев назад +3

    শুধু রাডার বসালেই বা কি লাভ দাদারা যদি অনুমতি না দেয় তাহলে চলবে?

  • @probashi311
    @probashi311 6 месяцев назад +1

    একজন এম পি ৩০০০ কোটি টাকার মালিক ব্রিটেনে অতচ দেশের আকাশ সীমা অনিরাপদ

  • @bplugins
    @bplugins 4 месяца назад

    শুনে ভালো লাগছে, এই রাডার এর মডেল নাম্বার কেউ জানেন?
    কলকাতা হলে এই রাডার কত রূপিতে বা ডলারে কিনত জানতে ইচ্ছে করছে? কেউ জানলে জানাবেন। তথ্যের অবশ্যই অথেনটিক সোর্স থাকতে হবে।

  • @Yttechunlimited
    @Yttechunlimited 6 месяцев назад

    এটা একটা খুব ভালো কাজ

  • @rabiulalam2837
    @rabiulalam2837 6 месяцев назад +1

    স্যাটেলাইটে ও এমন বহু সুবিধা পাওয়া যাবে শুনেছি

    • @MdJaman-xd1yh
      @MdJaman-xd1yh 6 месяцев назад

      ভাই স্যাটেলাইট বসানোর কারণে আমাদের কৃষি খাতে অনেক উন্নয়ন হয়েছে। আপনাদের চোখে পড়ে না?

  • @user-qn9vv1vy3e
    @user-qn9vv1vy3e 6 месяцев назад

    কমপক্ষে আমাদের পৃথিবীর সবচেয়ে আধুনিক দুরপাল্লার চারটি রাডার সিস্টেম প্রয়োজন। সেখানে দুইটি । আমাদের ভ্রাম‍্যমান রাডার সিস্টেম ও প্রয়োজন

  • @Md_Kamruz_zaman
    @Md_Kamruz_zaman 6 месяцев назад +13

    দেশটারে তাদের বাপ দাদার সম্পত্তি বানাই ফেলছে।

    • @nazrulentertainment7375
      @nazrulentertainment7375 6 месяцев назад

      ঔ নরুনবী এখন তোমার আব্বার সম্পত্তি ফেল।

    • @sabbirhossainnoyon100
      @sabbirhossainnoyon100 6 месяцев назад

      তোর বাপ দাদার সম্পত্তি নাকি?

  • @babugazi5389
    @babugazi5389 6 месяцев назад

    Allahamduillah congratulations

  • @nazmulhsifat8322
    @nazmulhsifat8322 6 месяцев назад +9

    বাংলাদেশ পাচঁটি আন্তর্জাতিক জাতিক বিমানবন্দর যেমন উত্তরবঙ্গ,দক্ষিনবঙ্গ সিলেট ,ঢাকা ,চট্রগ্রাম আর পুরা দেশ কে রাডা আওতায় আনা উচিত

  • @LoveBangladesh-fw2pf
    @LoveBangladesh-fw2pf 6 месяцев назад +2

    ৭০০ কোটি টাকায়, হরিলুট হলো কতো টাকা?

  • @k.m.alaminbaqee
    @k.m.alaminbaqee 6 месяцев назад +1

    এতদিন বছরে হাজার কোটি টাকা স্বামীর দেশ নিয়ে গিয়েছে।

  • @rahmanmizanur3811
    @rahmanmizanur3811 6 месяцев назад +2

    চট্টগ্রামে বসানো রাডারের কি অবস্থা?

  • @ABDURRAZZAK-freedom-express
    @ABDURRAZZAK-freedom-express 6 месяцев назад +3

    ভালো উদ্যোগ নেয়া হয়েছে

  • @mollamohiuddin6881
    @mollamohiuddin6881 6 месяцев назад +1

    ১০ টা রাডার ক্রয় করা হোক একসাথে।

  • @imranrafi4838
    @imranrafi4838 6 месяцев назад +1

    আকাশসীমা বাংলাদেশের তবে আয় হচ্ছে ভারতের। বাংলাদেশ ৭ বছর আগে এই রাডার কিনেছে অথচ এখনো চালু করেনি। শুধুমাত্র আগ্রাসী ও দখলদার ভারতের আপত্তির কারণে এ রাডার চালু করা হয় নি। ডিসেম্বর মাসে রাডার চালু হলেও কি পরিস্থিতি পাল্টাবে এটা এখন সবচেয়ে বড় প্রশ্ন।

  • @JMAliNayon
    @JMAliNayon 6 месяцев назад +3

    দর্শক আপনাদের কি মনে হয় দাদারা এ কাজ ভালো করে করতে দেবে?

  • @mdakram3073
    @mdakram3073 6 месяцев назад +9

    তার মানে হল আমরা পরাধিন আছি ছিলাম ও বাহ্ বাহ্

    • @androidgaming9833
      @androidgaming9833 5 месяцев назад

      জি,, ভারতের আন্ডারে ছিলো আর মূল কথা এর রাজস্ব ভারত নিতো বাংলাদেশকে দিতো না আর এজন্যই রাডার বসাতে আগ্রহ দেখায়নি এতোদিনে কোন সরকার।

  • @yh85x
    @yh85x 6 месяцев назад +3

    ❤আফসোস কতোলস এতোদিন কি করলো❤

  • @user-yi2yr3rs6q
    @user-yi2yr3rs6q 6 месяцев назад +2

    For the development of Bangladesh, it is important to keep at least six aircraft of Biman Bangladesh Airlines at Sylhet Airport and operate flights with Europe, Asia and the Middle East.
    Remember that Sylheti people prefer to avoid Dhaka Airport for many valid reasons

  • @najctg7927
    @najctg7927 6 месяцев назад

    একটা মন্ত্রী 180 কোটি টাকা দিয়ে ঘর নিছে। শুধুমাত্র একটা ঘরের কথা বলতেছি।
    তাহলে বছরকে বছর ভারত কে শত শত কোটি টাকা দিয়ে আসছে বাংলাদেশ এই রাডারের জন্য অথচ বাংলাদেশে ৭০০ টাকা দিয়ে রাডার কিনার এতো টাকার অভাব ছিলো

  • @dewanh40
    @dewanh40 6 месяцев назад

    রাডার বসিয়ে রাজস্ব বাড়ুক বা না বাড়ুক রাডার কিনতে যে কমিশন জাগায় জাগায় যাবে তাতেই তো অনেকের উন্নয়ন হয়ে যাবে।

  • @Violentupheaval2024
    @Violentupheaval2024 6 месяцев назад +3

    এখানে কিছু প্রবাসী কমেন্ট করেন যাদের রাডার প্রযুক্তি অথবা এর দাম নিয়ে কোনো ধারণা নেই কিন্তু তারা কমেন্ট করেন এই বিষয়টি তাদের জন্য মর্যাদা ও সম্মানহানিকর

    • @LoveBangladesh-fw2pf
      @LoveBangladesh-fw2pf 6 месяцев назад

      বিস্তারিত বলুন

    • @hanifsjoy9898
      @hanifsjoy9898 6 месяцев назад

      পাইছেন নাকি কিছু

  • @mdnowshadshohal9369
    @mdnowshadshohal9369 5 месяцев назад

    একটা রাউটার নাই এমন বাংলাদেশ

  • @Suzan_Bhuiyan-1989
    @Suzan_Bhuiyan-1989 6 месяцев назад

    সঠিক দামে যেন বসে। 5 লাখের ব্রিজ করতে 70 লাখ লাগে, সেই রকম যেন না হয়।

  • @moinarule
    @moinarule 5 месяцев назад

    vai chittagong e je radar ta bosano hoichilo but ekhon porjonto calu kora hoy nai oitar ki khobor janaben. naki 700koti takar notun dhanda suru hoiche?

  • @mirzasafiquemiah1740
    @mirzasafiquemiah1740 6 месяцев назад +1

    রাডার বসানোর দরকার নাই।দাদারা কষ্ট পাবে।

  • @bonmanush
    @bonmanush 6 месяцев назад

    চট্টগ্রাম বিমানবন্দরের রাডার আজ পর্যন্ত অ্যাকটিভেট করা হয়নি

  • @habibmia5532
    @habibmia5532 6 месяцев назад

    অভিনন্দন বাংলাদেশকে নিজস্ব গতিতে বলিওন

  • @AunirudhRoney
    @AunirudhRoney 19 дней назад

    এই রাডারের দাম লিগেল হিসাব করলে ১০০ কোটিও লাগবে না, দূর্নীতির কারনে ৭০০ কোটি

  • @MdRubel-pz4ci
    @MdRubel-pz4ci 6 месяцев назад +1

    700 কোটি 😮😮😮
    অথচ আমার মোবাইল বিনা মূল্যে দেখতে পারছি

    • @Allovera320
      @Allovera320 6 месяцев назад

      Flight Radar 24 live

  • @md.nadimsarder7157
    @md.nadimsarder7157 6 месяцев назад +6

    এটা শুনতে শুনতে বুড়ো হয়েগেলাম তবুও রাডার বসানো হচ্ছে না😭😭😭 কেন বাংলাদেশের উন্নতি হবেনা😭😭😭

  • @Nabalok-s4b
    @Nabalok-s4b 6 месяцев назад +1

    What is the range? They didn't mention the range.

  • @mdifran7577
    @mdifran7577 6 месяцев назад

    এতদিন যে রাজস্ব আদায় করেছে ডেট ফেইল রাডার দিয়ে সে টাকা গেলো কোথায়?

  • @anamulhasan3416
    @anamulhasan3416 6 месяцев назад

    এতদিন পরে আহা কি দরকার ছিল এত কষ্ট করার

  • @salmankabirsiddique5099
    @salmankabirsiddique5099 6 месяцев назад

    টাকা খরচ করে এয়ার পোর্টের নাম বদলিয়েছে যার কোন লাভ ছিলোনা ,একটা নতুন রাডার বসায়নি যেটা দিয়ে আয় হতো ।এখন রাডার বসিয়েছে এটা তাই সরকারকে ধন্যবাদ।

  • @munjirislam2938
    @munjirislam2938 6 месяцев назад +1

    বাংলাদেশ এখন ভারতের অঙ্গরাজ্য হয়ে গিয়েছে।
    😂😂😂😂😂

  • @estiaque234
    @estiaque234 5 месяцев назад

    আপনার হিসাবে , প্রতিদিন ৬০০ বিমান চলাচল করে। প্রতিটি থেকে 300 - 500 ডলার আয় হয়। এই হিসেবে প্রতিদিন ২,৪০,০০০/- ডলার আয় হয়।
    বছরে 80+মিলিয়ন ডলার (প্রায় ১ হাজার কোটি টাকা) আয় হয় শুধুমাত্র রাডার ব্যবস্থা থেকে?😮

  • @sazidhossain3670
    @sazidhossain3670 6 месяцев назад

    It's around 40 years since India took tex of Bangladeshi airlines. Still Indina do not want that Bangladesh will continue the 2 radars. What a friend

  • @AzadHossain-hd4dk
    @AzadHossain-hd4dk 5 месяцев назад

    এরই নাম ডিজিটাল বাংলাদেশ।

  • @ashikhossain770
    @ashikhossain770 6 месяцев назад

    যা ঐ করেন গ্রাউন্ড হেন্ডেলিংগ জাপান কে দিন💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯✔️

  • @user-wj8hp2kp4o
    @user-wj8hp2kp4o 5 месяцев назад

    এত্তদিন এই রাডার না থাকায় আমাদের দেশের ওপর দিয়ে যতগুলা ইন্টারন্যাশনাল ফ্লাইট যেত সবগুলার খরচই (৫০০$) করে ইন্ডিয়া নিয়ে নিত। যার বার্ষিক পরিমাণ দাঁড়ায় ১০ মিলিয়ন মার্কিন $😢

    • @salimuddin547
      @salimuddin547 Месяц назад

      India helped us so ---now need to --

  • @MDjasimUddin-yk8di
    @MDjasimUddin-yk8di 6 месяцев назад

    কোন দেশে আছি আমরা, কোনো জবাবদিহিতা করা লাগে না আপসোস করা ছাড়া কিছু করার নাই। খরচ যদি হয় ৭০ কোটি, বাজেট হয় ৭০০ কোটি তারপরেও ভালো জিনিস আনে না।

  • @ZakirHossain-td8ep
    @ZakirHossain-td8ep 5 месяцев назад

    এত বছর ধরে রাডার কেন বসানো হয়নি? সেটা জাতি আগে জানতে চায়?

  • @omarfarook9221
    @omarfarook9221 Месяц назад

    Is India our Big brother ?

  • @user-sr4tv1fj7p
    @user-sr4tv1fj7p 6 месяцев назад

    তলাবিহীন রাষ্ট্র এগিয়ে নিয়ে যাচ্ছেন দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা।

  • @suzonmaruf7104
    @suzonmaruf7104 6 месяцев назад

    I used to work in Thales 😮

  • @MDruhulamin012
    @MDruhulamin012 6 месяцев назад

    উন্নত বিশ্ব মিসাইল রকেট বানাইতেছেন বাংলাদেশ বলে রাডার তৈরি করতে পারে না, তাও আমার বিদেশ থেকে কিনতে হয়। এত বড় পলিটেকনিক ইনস্টিটিউট গুলো কি করে ????
    বাংলাদেশ ইঞ্জিনিয়ারের কাজে লাগে না।
    না কি সরকারের ব্যর্থতা😢😢😢😢😢

  • @mdsahajahan8831
    @mdsahajahan8831 6 месяцев назад

    Very good

  • @jahid9639
    @jahid9639 6 месяцев назад

    হাজার হাজার কোটি টাকা ঋণ করে উন্নয়ন করে দেশের অথচ এতো গুরুত্বপূর্ণ আকাশ পথ ১৯৭১সাল থেকে অবহেলিত রয়ে আছে কোন দলই তা একটু লক্ষ করেনি।

  • @saifulbhuiyan5990
    @saifulbhuiyan5990 6 месяцев назад

    সব বড় পরিবর্তন/উন্নয়নের জন্য আল্লাহ শেখ হাসিনাকে বাঁচিয়েছেন ২৮বার দেশবিরোধীদের হামলা থেকে। আলহামদুলিল্লাহ।

  • @anamulhasan3416
    @anamulhasan3416 6 месяцев назад

    জয় বাংলা 🎉

  • @user-jy4cy6ex4m
    @user-jy4cy6ex4m 6 месяцев назад

    এটা কে বসিয়েছে সেটা তো বললেন না, ওহ বললে তো আবার চাকরি থাকবে না

  • @Thelight-d1o
    @Thelight-d1o 6 месяцев назад +1

    রাডার কিনেছে ২০১৭ সালে।রাডার স্থাপন করলো ২০২৪ সালে😂😂😂।সবই দাদাদের খেলা।এই ৬ বছরে ভারত ৫০০ ডলার করে প্রতিটি বিমান থেকে ইনকাম করেছে। যা আমাদের পাওয়ার কথা। 😂

  • @DalimSutradhar-sb1ju
    @DalimSutradhar-sb1ju 4 месяца назад

    ১০০কোটির মাল ৭০০কোটি 😮

  • @mdjahangir9315
    @mdjahangir9315 6 месяцев назад

    আরে ভাই কোন দেশে বসবাস করি সামান্য একটা ভালো রাডার নেই অথচ আমাদের চেয়ে গরিব রাষ্ট্র গুলি র তো রাডার আছে

  • @-sodrish5620
    @-sodrish5620 6 месяцев назад +2

    এপ দিয়ে হেলিকপ্টর, প্লেনের ডিটেইলস লাইভ দেখা যায়😂😂😂

  • @MdAsrafulAlam-nk1xj
    @MdAsrafulAlam-nk1xj 6 месяцев назад

    There should be 5 yrs operational and maitenence guarantee in in the contract.

  • @Theunknown__020
    @Theunknown__020 6 месяцев назад +1

    ৩০০ ডলার করে হিসেব করলে ও বেবিচক এর হিসেব অনুযায়ী ৬০০ টি ফ্লাইটে ১,৮০,০০০/=ডলার হয়।
    যা বর্তমান ডলারের দামে প্রায় ২ কোটি টাকা।

  • @md.kaisaralamsarker3678
    @md.kaisaralamsarker3678 5 месяцев назад

    সোনার দেশে বাস করি আমরা।
    এতদিনে রাডার কিনেছে😂😂

  • @baripiash15
    @baripiash15 6 месяцев назад

    টাকা কি পুরোটাই লেগেছে,,নাকি,, সবার খরচ দিয়ে এতো টাকা,,,,২ টাকা খরচ হলে ১০ টাকা বাজেট,,আবার ১০ টাকা বাজেট হলে,,, সরকারি আমলাদের খরচ রেখে ব্যায় করা হয়,,,

  • @user-pn5ph9ii8z
    @user-pn5ph9ii8z 6 месяцев назад

    আরও ২ টি রাডার যুক্ত হলে সারা বাংলাদেশ নিরাপদ থাকবে

  • @mdtahasanemon6005
    @mdtahasanemon6005 6 месяцев назад

    পুরাতন রাডার পার্বত্য চট্রগ্রামে স্থাপন করা হোক

  • @kaziraihanuddin
    @kaziraihanuddin 6 месяцев назад

    ekhon ase ei chinta.. back dated stituation in our couuntry

  • @shamsunnahar1109
    @shamsunnahar1109 6 месяцев назад

    Parsoborti desh e ki taka rakhto?
    Naki bd rakhto?