অনেক দিন অপেক্ষায় ছিলাম এমন সুন্দর একটা ভিডিওর জন্য। অনেক ধন্যবাদ স্যার আবার নিয়মিত ভিডিও দেওয়ার জন্য। গত ৬ মাস আপনার সব ভিডিও গুলা বার বার দেখছি। আপনার দেখানো সিস্টেম অনুযায়ী ট্রেড করার চেস্টা করি। গত ১ মাস আমি ডেমো ট্রেডিং এ ব্রেকইভেন থেকে প্রফিটের দিকে যাচ্ছি। আমি 4h এ ট্রেড করি। এখনো আমার উইনিং রেশিও ৫০% এর কাছাকাছি। ১ঃ২ RR মেইন্টেন করার চেষ্টা করি। আমার উইনিং রেশিও ৭০% হলে রিয়েল ট্রেডিং এ যাবো। প্রথমে সেন্ট একাউন্ট নিয়ে শুরু করবো ভাবছি। আমার জন্য দোয়া করবেন।
ভিডিওটি অনেক দিন পর দিলেন স্যার। অনেক কিছু শিখলাম। আশা করি খুব তাড়াতাড়ি Order Flow, order block, multi-time frame analysis এর উপর ভিডিওটির জন্য অপেক্ষায় রইলাম।
স্যার গত এক মাস যাবত আমি আপনার প্রত্যেকটি ভিডিও মনোযোগ সহকারে দেখে আসছি, আপনার প্রতিটি কথা আমার কাছে অতি মূল্যবান মনে হয়েছে, তাই গভীর মনোযোগ দেওয়ার চেষ্ঠা করেছি , পূর্বে কেউ ফরেক্স নিয়ে এতো গভীর আলোচনা করেছে কিনা আমার নজরে আসে নাই। আমি আপনার কাছে আরো শিখতে চাই ।আশা করি আপনি আমাদের আপনার মহা মূল্যবান সময় দিয়ে আরো ভিডিও দিবেন। আল্লাহ আপনার সুস্থতা আর দীর্ঘ হায়াত দান করুন, আপনার এই মঙ্গল কামনা করি।
যেকোনো Financial market এর জন্য বাংলা ভাষায় আপনার ভিডিওগুলো এক কথায় অসাধারণ । কিন্তু দীর্ঘ বিরতির কারণে ধারাবাহিক থাকতে পারি না । তাই অনুরোধ করব কষ্ট করে কম সময়ের ব্যবধানে ভিডিও Make করবেন আশা করি ।
স্যার ভিডিও দেখতে দেখতে এতই আবেগতাড়িত হয়েছি যে, মাঝ পথে আপনাকে মনথেকে ধন্যবাদ দেওয়ার জন্য কমেন্ট করতে বাধ্য হলাম। স্যার আপনি আছেন বলে, ট্রেডিং-এ কখনই পেইড ক্লাস করার চিন্তাও করি না । কারণ ইতিপূর্বে পেইড ক্লাস করে দেখেছি, যা আপনার ভিডিও আর পেইড ক্লাসের মধ্যে কোন পার্থক্য নাই। বরঞ্চ আপনার ভিডিও পেইড ক্লাসের ১০০০ গুন ভালো। আমার মনে হয় আপনার মত মন খুলে ট্রেডিং এর সমস্ত অভিজ্ঞতা অর্থাৎ বেসিক-টু এডভান্স শিক্ষা সম্পুর্ণভাবে কেহ ইতিপূর্বে ঢেলে দেন নাই , আল্লাহ আপনাকে সুস্থ রাখুন, এই কামনাই করি, তবে বাংলাদেশের এবং ভারতের কিছু কিছু ভালো মনের ট্রেডার আছেন, এটাও স্বীকার করি। তারাও চেষ্টা করে ফ্রিতে আমাদের শিক্ষার জন্য।
স্যার আপনি যে বিষয় গুলো নিয়ে আলোচনা করেন এগুলো একদম ইউনিক। আমার কাছে মনে হয় বাংলাদেশের কোনো ট্রেডার এই বিষয় গুলো জানে। আপনার প্রতিটি ভিডিও শিক্ষনীয়। আমরা আপনার জন্য দুয়া করি। আমরা জানি আপনি অনেক ব্যস্ত থাকেন। আমরা মাসে ১ টা ভিডিও চাই।
অসংখ্য ধন্যবাদ। ভাই আমাদের জন্য লাইভ কিছু ক্লাস নেয়ার জন্য অনুরোধ করবো। দেশে এমন কাউকে পাচ্ছি না, যে ফিজিক্যালি শিখাবে। অনলাইনে আপনার সব ক্লাস করেছি, তারপরেও কিছু একটা মিসিং। মনে হচ্ছে এখনো ডিজিটাল যুগের সাথে খাপ খেয়ে উঠতে পারছি না। তারপরেও শুকরিয়া জ্ঞাপন করছি, আমাদেরকে এমন সুন্দর ক্লাস উপহার দেয়ার জন্য। আল্লাহ্ তায়ালা আপনাকে উত্তম বিনিময় দান করুন।
বড় ভাই, শুরু থেকেই আপনার ফলোয়ার আছি। আপনার প্রয়াশ আমার ফরেক্স শেখার অনুপ্রেরণা। আপনার জন্যই আজ আমি ফরেক্স এ আত্মবিশ্বাসী হয়েছি। ছালাম ও শুভ কামনা আপনার জন্য। আস্সালামুওয়ালায়কুম।
আস্সালামুওয়ালায়কুম ভাইয়া। অনেক দিন পর আপনার ভিডিও পেলাম। অনেক ভালো লাগলো। আপনার প্রত্যেকটা ভিডিও কম করে হলেও আমি ৮-১০ বার দেখেছি। এখনো পুরনো ভিডিও গুলো দেখি। আপনি এত সুন্দর করে সব কিছু বুঝিয়ে বলেন, সত্যি অসাধারন। আপনার জন্য মন থেকে দোয়া রইলো ভাইয়া। এই রকম ভিডিও ভাইয়া আমরা আরো চাই। ভালো থাকবেন ভাইয়া ❤
Thank you so much... Etto sundr Kore serial by serial video gulo korar jonno... Apnr protekta video onk helpful... onk kicu sikheci apnr theke... video regular continue korle onk upokrito hbo sir...☺️
এ ধরনের ভিডিও ইংলিশ ছাড়া পাওয়া যায় না ইংলিশ ভিডিও দেখে খুব বেশি বুঝতে পারি না আপনার এই ভিডিও দেখে অনেক ভালো লাগছে এই ধরনের এডভান্স লেভেলের ভিডিও ভাই আমাদের জন্য আরো দিবেন
স্যার, আপনার ভিডিও গুলো থেকে অনেক কিছু শিখেছি, বিশেষ করে সাইকোলজি ধরে রাখা। সে জন্য আমি এখন ডেমোতে প্রাক্টিজ করছি অনেক দিন ধরে। এখনো রিয়েল মার্কেটে শুরু করিনি। আপনার পরবর্তি ভিডিওর জন্য অপেক্ষায় আছি। প্রশ্ন: বাংলাদেশ থেকে কি US Stock মার্কেটে স্টক কেনা যায় কিনা? যদি কেনা যায় তাহলে কি ভাবে? স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এতে সময় দেয়ার জন্য❤️
অনেক অনেক লম্বা সময় ধরে অপেক্ষা করতে ছিলাম আপনার কাছ থেকে এই ধরনের অ্যাডভান্স লেভেলের ভিডিও পাওয়ার জন্য। অনেক অনেক ধন্যবাদ, আশায় রইলাম পরবর্তী ভিডিওর জন্য সাথে আছি সাথে থাকবো।❤
স্যার প্রথমে অফুরন্ত ভালোবাসা নিবেন। আপনার এই ভিডিও থেকে পেটান চার্ট সম্পর্কে ধরনা পাচ্ছি। দয়া করে খুবি দ্রুত পরবর্তী ভিডিও গুলো দিলে উপক্রিত হবো আসা করছি। আপনার দেওয়া টির্কক্স এবং টিপ খুবই কাজে লাগছে। অসংখ্য ধন্যবাদ দিয়ে বলতে চাই আপনার দেওয়া বাংলা ভিডিও গুলো থেকে বেসিক থেকে এডভান্স লেভেলে পর্যন্ত যে শিক্ষা পাচ্ছি। বিভিন্ন মেন্টর বা অন্যান্য ভিডিও থেকে ও আলাদা ❤ দোয়া এবং ভালোবাসা রইলো, আমার PHD Sir.
আসসালামু আলাইকুম, অনেক ধন্যবাদ। অনেক দিন পর আপনার চ্যানেলে SMC এর উপর করা আপনার ভিডিওটি দেখলাম এর পূর্বে আপনার অনেক ভিডিও দেখেছি। এর পর যখন SMC এর উপর করা ভিডিওর সন্ধান পেলাম তখন থেকেই বেশির ভাগই বিভিন্ন চ্যানেলে SMC এর ভিডিওগুলো দেখে আসছি। বাংলা ভাষাভাষী অনেক চ্যানেলগুলোর মধ্যে আপনার চ্যানেলের ভিডিওগুলোও অনেক সহজবোধ্য। SMC এর অনেক টার্মস এখনো আমার বোধগম্য হয় নাই, আশা করি আপনার SMC এর সব টার্মসের যার অনেকগুলোই বিভিন্নজন এই ভিডিওর তাদের কমেন্টে উল্লেখ করেছে সেই ভিডিওগুলো আসলে SMC এর অবোধ্য ঐ টার্মস গুলো আমার বোধগম্য হয়ে যাবে।
When I contact her on telegram Channel I also invest with Naomi Grayson 🇺🇸 , she charges a 15% commission on the profit made after each trading session, which is fair compared to the effort she put in to make huge profits.
আসছালামুআলাইকুম ভাইয়া!!! ভাই আপনি আমাদের বাংজ্ঞালী ভাই বোনদের রিয়্যাল ফরেক্স টিচার।। ভাই আপনি আমার মেনটর। আপনার মাধ্যমেই ফরেক্স বিজিনেসের গুরু তত্ব জানতে পেরেছি।। আল্লাহ আপনার মেধা ও প্রজ্ঞা আরো বাড়িয়ে দিন।। আমিন।।
Sir আপনি ডাউন টেন্ড থেকে কিভাবে COC হয় তা দেখিয়েছেন। আরও ভালো হতো যদি আপটেন্ড এর একটি COC Real chart এ একে দেখাতেন। আশা করি আপনি পরের ভিডিও টিউটোরিয়াল এ দেখাবেন।♡♡♡
Highly appreciative of this topic. Hope we'll get 2 parts as soon as possible. once you'll be adding topics like Daily bias, Discount market 50%, Equilibrium, Fair Value Gap (FVG), and Levels of liquidity, we're so kind of you.
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤Sir upnar 63 ta video 2 bar kore dekce 3 mach dore aro video chai sir❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ onek opokar paice 🇧🇩👌
স্যার দেড় বছরের বেশি সময় ধরে চেষ্টা করে যাচ্ছি এখনো ধারাবাহিকভাবে প্রফিটেবল হতে পারলাম না। যা লাভ হয় তা লস হয়ে যায়। Break even এ পড়ি থাকি। আপনার ভিডিওগুলো মানসিক শক্তি দেয়।
আরও সাড়ে দেড় বছর চেষ্টা করে যান ভাইজান আশাকরি প্রফিট করতে পারবেন না।বাংলাদেশ এ বসে অনেকেই ডলারের সপ্ন দেখে কিন্তু এটা বুঝে না যে দেশে এই বিজিনেস টাই নিসিদ্ধ সেখানে বসে কিভাবে লাভের চিন্তা করে বা করা যায়!!!
@@aslamuddin1180মুর্খের মত কথা বলেন ক্যান। যা জানেন না তা নিয়া মাতামাতি করার কি দরকার। বলেন যে এক দেড় বছরে আপনি সাইকোলজি স্টঙ করতে পাবেন না। মিনিমাম.. ৫/৮ বছর লাগবে। তার সাথে ডিসিপ্লিন। কত জন বিডির টপার টেডার লাগবে.. আপনি ট্রেড কি সেটা আগে বুঝেন। গাম্বেলার মাইন্ড নিয়া ফরেক্সে আসলে.. আপনার মতই হবে।
This is what We need & learn actually. Very helpful as well. Which normally not shown in open source. May Almighty Allah bless you. ♥ you bro♥. Waiting for next video...
Excellent initiative. I'm one of your regular student & also one of your fan. I loved your lessons & waiting for next videos. Thanks a lot. Love u sir.
I was looking for the SMC concept, Liquidity, Order Flow, Order Blocks, Supply and Demand. Suddenly your video came up thanks to the RUclips algorithm. If possible please go in more detail because it'll be helpful for people like me who have already adequate amounts of experience. Eagerly waiting for the next parts.
আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ স্যার আপনার জন্য দোয়া ও ভালোবাসা রইল আল্লাহতালা আপনার নেক হায়াত দান করুক যে মানুষ মানুষের ভালো চায় আল্লাহতালা সেই মানুষের অবশ্যই ভালো চাবেন মঙ্গল করবেন❤❤❤
যার ভিডিও দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় অপেক্ষমান থাকি! যেন নিত্য নতুন কিছু Tips & Tricks অর্জন করতে পারি। ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ❤❤❤❤ যদিও ভিডিওতে কখনো কমেন্ট করা হয় না। কিন্তু ২০১৯ থেকে আপনার চ্যানেলের সাথে রয়েছি, এবং অনেক কিছু অর্জন করতে পেরেছি ফ্রিতে আলহামদুল্লিলাহ যা হয়তো কোন ট্রেনিং সেন্টার থেকে এতো কিছু অর্জন করতে পারতাম না।
অনেক দিন অপেক্ষায় ছিলাম এমন সুন্দর একটা ভিডিওর জন্য। অনেক ধন্যবাদ স্যার আবার নিয়মিত ভিডিও দেওয়ার জন্য। গত ৬ মাস আপনার সব ভিডিও গুলা বার বার দেখছি। আপনার দেখানো সিস্টেম অনুযায়ী ট্রেড করার চেস্টা করি। গত ১ মাস আমি ডেমো ট্রেডিং এ ব্রেকইভেন থেকে প্রফিটের দিকে যাচ্ছি। আমি 4h এ ট্রেড করি। এখনো আমার উইনিং রেশিও ৫০% এর কাছাকাছি। ১ঃ২ RR মেইন্টেন করার চেষ্টা করি। আমার উইনিং রেশিও ৭০% হলে রিয়েল ট্রেডিং এ যাবো। প্রথমে সেন্ট একাউন্ট নিয়ে শুরু করবো ভাবছি। আমার জন্য দোয়া করবেন।
ভিডিওটি অনেক দিন পর দিলেন স্যার। অনেক কিছু শিখলাম। আশা করি খুব তাড়াতাড়ি Order Flow, order block, multi-time frame analysis এর উপর ভিডিওটির জন্য অপেক্ষায় রইলাম।
প্রীয় শিক্ষক এই ভিডিও ট্রেডার দের জন্য অনেক গুরুত্ব বহন করে । পরের ভিডিও দ্রুত্ব দিবেন বলে আশা করি ।
স্যার গত এক মাস যাবত আমি আপনার প্রত্যেকটি ভিডিও মনোযোগ সহকারে দেখে আসছি, আপনার প্রতিটি কথা আমার কাছে অতি মূল্যবান মনে হয়েছে, তাই গভীর মনোযোগ দেওয়ার চেষ্ঠা করেছি , পূর্বে কেউ ফরেক্স নিয়ে এতো গভীর আলোচনা করেছে কিনা আমার নজরে আসে নাই। আমি আপনার কাছে আরো শিখতে চাই ।আশা করি আপনি আমাদের আপনার মহা মূল্যবান সময় দিয়ে আরো ভিডিও দিবেন। আল্লাহ আপনার সুস্থতা আর দীর্ঘ হায়াত দান করুন, আপনার এই মঙ্গল কামনা করি।
যেকোনো Financial market এর জন্য বাংলা ভাষায় আপনার ভিডিওগুলো এক কথায় অসাধারণ । কিন্তু দীর্ঘ বিরতির কারণে ধারাবাহিক থাকতে পারি না । তাই অনুরোধ করব কষ্ট করে কম সময়ের ব্যবধানে ভিডিও Make করবেন আশা করি ।
স্যার ভিডিও দেখতে দেখতে এতই আবেগতাড়িত হয়েছি যে, মাঝ পথে আপনাকে মনথেকে ধন্যবাদ দেওয়ার জন্য কমেন্ট করতে বাধ্য হলাম। স্যার আপনি আছেন বলে, ট্রেডিং-এ কখনই পেইড ক্লাস করার চিন্তাও করি না । কারণ ইতিপূর্বে পেইড ক্লাস করে দেখেছি, যা আপনার ভিডিও আর পেইড ক্লাসের মধ্যে কোন পার্থক্য নাই। বরঞ্চ আপনার ভিডিও পেইড ক্লাসের ১০০০ গুন ভালো। আমার মনে হয় আপনার মত মন খুলে ট্রেডিং এর সমস্ত অভিজ্ঞতা অর্থাৎ বেসিক-টু এডভান্স শিক্ষা সম্পুর্ণভাবে কেহ ইতিপূর্বে ঢেলে দেন নাই , আল্লাহ আপনাকে সুস্থ রাখুন, এই কামনাই করি, তবে বাংলাদেশের এবং ভারতের কিছু কিছু ভালো মনের ট্রেডার আছেন, এটাও স্বীকার করি। তারাও চেষ্টা করে ফ্রিতে আমাদের শিক্ষার জন্য।
Sir. Apnar Ami ekjon regular student. Apnar next video er jonno Khub khub wait korci.....
আমার দৃঢ় বিশ্বাস এই ভিডিওটা যারাই দেখেছেন, সবারই উপকারে এসেছে। তাই পরবর্তী ভিডিও বানানোর জন্য স্যারকে বিনীত অনুরোধ করছি।
স্যার আপনি যে বিষয় গুলো নিয়ে আলোচনা করেন এগুলো একদম ইউনিক। আমার কাছে মনে হয় বাংলাদেশের কোনো ট্রেডার এই বিষয় গুলো জানে। আপনার প্রতিটি ভিডিও শিক্ষনীয়। আমরা আপনার জন্য দুয়া করি। আমরা জানি আপনি অনেক ব্যস্ত থাকেন। আমরা মাসে ১ টা ভিডিও চাই।
শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে চাই ❤
ভিডিও মূল্য গুলা অনেক ❤️🖤
আপনার মত সহজ করে খুব কম মানুষই বুজাতে পারে। যেটা এক কথায় অসাধারণ।
Boss আপনার এই প্লেলিস্ট আমি কয়েকবার করে দেখছি,,যতবার দেখি ততবারই নতুন করে শিখি।
একটা অনুরোধ থাকবে আরও কয়েকবছর ভিডিও দিয়েন।
অসংখ্য ধন্যবাদ। ভাই আমাদের জন্য লাইভ কিছু ক্লাস নেয়ার জন্য অনুরোধ করবো। দেশে এমন কাউকে পাচ্ছি না, যে ফিজিক্যালি শিখাবে। অনলাইনে আপনার সব ক্লাস করেছি, তারপরেও কিছু একটা মিসিং। মনে হচ্ছে এখনো ডিজিটাল যুগের সাথে খাপ খেয়ে উঠতে পারছি না। তারপরেও শুকরিয়া জ্ঞাপন করছি, আমাদেরকে এমন সুন্দর ক্লাস উপহার দেয়ার জন্য। আল্লাহ্ তায়ালা আপনাকে উত্তম বিনিময় দান করুন।
আমার দেখা RUclips এর সব থেকে ভালো forex channel এর নাম pro investor hub.. ধন্যবাদ স্যার আমাদের এত ভালো video উপহার দেওয়ার জন্য। ❤️❤️❤️❤️❤️
যদিও আপনি সময় পান খুবি কম। কিন্তুু আপনার ভিডিও গুলো আসে অনেক অপেক্ষার পর। ধন্যবাদ
❤sir apnar tutorial gular jonno wait kori....sotti onek kicu sikhar ace....
Asalamualikum vai, very very fx helpful vido waiting for next one ❤
বড় ভাই, শুরু থেকেই আপনার ফলোয়ার আছি। আপনার প্রয়াশ আমার ফরেক্স শেখার অনুপ্রেরণা। আপনার জন্যই আজ আমি ফরেক্স এ আত্মবিশ্বাসী হয়েছি। ছালাম ও শুভ কামনা আপনার জন্য। আস্সালামুওয়ালায়কুম।
আস্সালামুওয়ালায়কুম ভাইয়া। অনেক দিন পর আপনার ভিডিও পেলাম। অনেক ভালো লাগলো। আপনার প্রত্যেকটা ভিডিও কম করে হলেও আমি ৮-১০ বার দেখেছি। এখনো পুরনো ভিডিও গুলো দেখি। আপনি এত সুন্দর করে সব কিছু বুঝিয়ে বলেন, সত্যি অসাধারন। আপনার জন্য মন থেকে দোয়া রইলো ভাইয়া। এই রকম ভিডিও ভাইয়া আমরা আরো চাই। ভালো থাকবেন ভাইয়া ❤
Thank you so much... Etto sundr Kore serial by serial video gulo korar jonno... Apnr protekta video onk helpful... onk kicu sikheci apnr theke... video regular continue korle onk upokrito hbo sir...☺️
Bhaiya Onek Advance level er video...koiek bar dekhlam then bujte parlam😊 Next video opekhai asi ...!
এ ধরনের ভিডিও ইংলিশ ছাড়া পাওয়া যায় না ইংলিশ ভিডিও দেখে খুব বেশি বুঝতে পারি না আপনার এই ভিডিও দেখে অনেক ভালো লাগছে এই ধরনের এডভান্স লেভেলের ভিডিও ভাই আমাদের জন্য আরো দিবেন
স্যার ২য় পর্ব জন্য অনেক আগ্রহ নিয়া আপনার নোটিফিকেশন জন্য অপেক্ষা করতেছি।
স্যার, আপনার ভিডিও গুলো থেকে অনেক কিছু শিখেছি, বিশেষ করে সাইকোলজি ধরে রাখা। সে জন্য আমি এখন ডেমোতে প্রাক্টিজ করছি অনেক দিন ধরে। এখনো রিয়েল মার্কেটে শুরু করিনি।
আপনার পরবর্তি ভিডিওর জন্য অপেক্ষায় আছি।
প্রশ্ন: বাংলাদেশ থেকে কি US Stock মার্কেটে স্টক কেনা যায় কিনা? যদি কেনা যায় তাহলে কি ভাবে?
স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এতে সময় দেয়ার জন্য❤️
অনেক অনেক লম্বা সময় ধরে অপেক্ষা করতে ছিলাম আপনার কাছ থেকে এই ধরনের অ্যাডভান্স লেভেলের ভিডিও পাওয়ার জন্য। অনেক অনেক ধন্যবাদ, আশায় রইলাম পরবর্তী ভিডিওর জন্য সাথে আছি সাথে থাকবো।❤
Sir apnar ai mohamulloban vedeo gular apnar poti onek onek krotoggota. Allah apnakay jajakhayer Dan korok .
This lesson is very helpful for every trader. Thank you dear brother for sharing such a beautiful lesson with us.
স্যার প্রথমে অফুরন্ত ভালোবাসা নিবেন। আপনার এই ভিডিও থেকে পেটান চার্ট সম্পর্কে ধরনা পাচ্ছি। দয়া করে খুবি দ্রুত পরবর্তী ভিডিও গুলো দিলে উপক্রিত হবো আসা করছি। আপনার দেওয়া টির্কক্স এবং টিপ খুবই কাজে লাগছে। অসংখ্য ধন্যবাদ দিয়ে বলতে চাই আপনার দেওয়া বাংলা ভিডিও গুলো থেকে বেসিক থেকে এডভান্স লেভেলে পর্যন্ত যে শিক্ষা পাচ্ছি। বিভিন্ন মেন্টর বা অন্যান্য ভিডিও থেকে ও আলাদা ❤ দোয়া এবং ভালোবাসা রইলো, আমার PHD Sir.
Sir aro video chai ❤❤❤
SMC অবশ্যই কাজে লাগবে Order Flow, order block, multi-time frame analysis পরবর্তী ভিডিওর অপেক্ষাই থাকলাম।
ধন্যবাদ বস, আপনার প্রতিটি ভিডিও খুবই গুরুত্বপূর্ণ। আপনার শুভকামনা করি। নতুন নতুন ভিডিও চাই
আসসালামু আলাইকুম, অনেক ধন্যবাদ। অনেক দিন পর আপনার চ্যানেলে SMC এর উপর করা আপনার ভিডিওটি দেখলাম এর পূর্বে আপনার অনেক ভিডিও দেখেছি। এর পর যখন SMC এর উপর করা ভিডিওর সন্ধান পেলাম তখন থেকেই বেশির ভাগই বিভিন্ন চ্যানেলে SMC এর ভিডিওগুলো দেখে আসছি। বাংলা ভাষাভাষী অনেক চ্যানেলগুলোর মধ্যে আপনার চ্যানেলের ভিডিওগুলোও অনেক সহজবোধ্য। SMC এর অনেক টার্মস এখনো আমার বোধগম্য হয় নাই, আশা করি আপনার SMC এর সব টার্মসের যার অনেকগুলোই বিভিন্নজন এই ভিডিওর তাদের কমেন্টে উল্লেখ করেছে সেই ভিডিওগুলো আসলে SMC এর অবোধ্য ঐ টার্মস গুলো আমার বোধগম্য হয়ে যাবে।
মারাত্বক থিওরি। বুঝতে পারাটা কঠিনও হলেও অতি জরুরি। ধন্যবাদ। অশেষ ধন্যবাদ। নেক্সট পার্ট এর অপেক্ষায় রইলাম
মার্কেট স্ট্রাকচার হলো মার্কেটের কিং। মার্কেটের এই বিষয়গুলো যে বুঝে সে মোটামুটি একজন ভালো ট্রেডার ।❤❤❤❤❤❤
When I contact her on telegram Channel I also invest with Naomi Grayson 🇺🇸 , she charges a 15% commission on the profit made after each trading session, which is fair compared to the effort she put in to make huge profits.
খুবই উপকৃত হলাম স্যার❤️
Sir , in youtube nobody teaches us as like you. Great teacher.
আসছালামুআলাইকুম ভাইয়া!!! ভাই আপনি আমাদের বাংজ্ঞালী ভাই বোনদের রিয়্যাল ফরেক্স টিচার।। ভাই আপনি আমার মেনটর। আপনার মাধ্যমেই ফরেক্স বিজিনেসের গুরু তত্ব জানতে পেরেছি।। আল্লাহ আপনার মেধা ও প্রজ্ঞা আরো বাড়িয়ে দিন।। আমিন।।
Sir আপনি ডাউন টেন্ড থেকে কিভাবে COC হয় তা দেখিয়েছেন। আরও ভালো হতো যদি আপটেন্ড এর একটি COC Real chart এ একে দেখাতেন। আশা করি আপনি পরের ভিডিও টিউটোরিয়াল এ দেখাবেন।♡♡♡
Allah kase apnar jonne sb somy dowa kori apnar course gula dake ami onk skill achive korci
ট্রেডিং এর জন্য আমার দেখা সেরা চ্যানেল এটি
অনেক অনেক ধন্যবাদ সুন্দর করে বুঝানোর জন্য। সব ভিডিও -ই দেখেছি এবং ভালো রেজাল্ট পেয়েছি । পরবতী ভিডিও এর অপেক্ষায় ৫ মাস ধরে বসে আছি।
এক কথায় অসাধারণ ভিডিও টি,অনেক কিছু শেখার আছে,ভিডিও টি কমপক্ষে ২০ বার দেখতে হবে
অনেকদিন অপেক্ষা করার পর যখন নতুন কোন ভিডিও দেন, সত্যিই অপেক্ষা করাটা সফল হয় আমাদের। আপনার সুস্থতা কামনা করি🌹🌹
Real teacher for Bangladeshi forex community.
অনেক কিছু শিখলাম। আশা করি খুব তাড়াতাড়ি Order Flow, order block, multi-time frame analysis এর উপর ভিডিওটির জন্য অপেক্ষায় রইলাম।
Basic smc concept atto easy way te keo bojhai ni..now clear.. Thanks sir🥰
Eagerly waiting for next video
awaiting for yourr next vedeo
এতো দেরি করলে ভালো লাগে বলেন? আমাদের জন্য মিনিমাম সপ্তাহে একটা করে ভিডিও বানানোর জন্য অনুরোধ রইলো প্লিজ।
স্যার আপনি আছেন বলে আজকে অনেক কিছু শিখতে পেড়েছি।
অসংখ্য ধন্যবাদ স্যার
ওয়া আলাই কুমুছ ছালাম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
অনেক কিছু শিখলাম এবং উপকৃত হলাম। আল্লাহ্ আপনাকে উত্তম প্রতিদান দান করুক।
অপেক্ষায় রইলাম Order Flow, order block, multi-time frame analysis নিয়ে ভিডিওর জন্য।
Highly appreciative of this topic. Hope we'll get 2 parts as soon as possible. once you'll be adding topics like Daily bias, Discount market 50%, Equilibrium, Fair Value Gap (FVG), and Levels of liquidity, we're so kind of you.
দাদা ধন্যবাদ আপনাকে। অনেক দিন ধরে আটকে ছিলাম কিভাবে সঠিক টেন্ড লাইন খুঁজে বের করতে হবে। আজকে তা ক্লীয়ার হলো। অনেক অনেক ধন্যবাদ দাদা।
onek kichu shikhlam....doa roilo apnar jonno
ভাইয়া আপনার বুঝানোর ক্যাপাছিটিটা অসাধারন।পরবর্তী ভিডিওর অপেক্ষাই থাকলাম। অনেক অনেক ধন্যবাধ!
Really very good and helpful. Waiting for next. Anyone can join teaching profession but can't be a good teacher. Really you are good teacher.
অসংখ্য ধন্যবাদ স্যার..
এই টপিকটার জন্য অনেকদিন যাবত অপেক্ষা করতেছিলাম।
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤Sir upnar 63 ta video 2 bar kore dekce 3 mach dore aro video chai sir❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ onek opokar paice 🇧🇩👌
স্যার বুঝতে পেরেছি। কারন আপনার ৬২ টা বিডিও ২ বার করে দেখেছি।নেক্সট বিডিও খুব তারাতাড়ি চাই স্যার।🥰😍🖤
স্যার আপনার ভিডিও জন্য অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে গেলাম।..........?
আলহামদুলিল্লাহ আপনার ভিডিও দেখে অনেক কিছুই শিখতে পারছি, যা আমি কোর্স করেও শিখতে পারি নাই
How are yoy Bro. I just come across your videos. Absolute gems . Frankly i wasn't except to be this good. Awesome 💯
Ashadharon hoiche sir. Smc ta eber bojha suru koralm.❤❤❤
Really You are a good person. Best of luck to you.
স্যার দেড় বছরের বেশি সময় ধরে চেষ্টা করে যাচ্ছি এখনো ধারাবাহিকভাবে প্রফিটেবল হতে পারলাম না। যা লাভ হয় তা লস হয়ে যায়। Break even এ পড়ি থাকি। আপনার ভিডিওগুলো মানসিক শক্তি দেয়।
আরও সাড়ে দেড় বছর চেষ্টা করে যান ভাইজান আশাকরি প্রফিট করতে পারবেন না।বাংলাদেশ এ বসে অনেকেই ডলারের সপ্ন দেখে কিন্তু এটা বুঝে না যে দেশে এই বিজিনেস টাই নিসিদ্ধ সেখানে বসে কিভাবে লাভের চিন্তা করে বা করা যায়!!!
ঠিক আছে ভাই কিন্তু আমি মনে করি এই জায়গায় প্রফেট করাটাই সবচাইতে বড় চ্যালেঞ্জ, সফল ট্রেডার হলে , বাংলাদেশে নিষিদ্ধ থাকলেও অন্য দেশে চলে যাইত .
@@aslamuddin1180 অবৈধ উপয় লেনদেন করা নিষিদ্ধ।
যাই হউক! নিষিদ্ধ আর লসের মধ্যে সম্পর্ক কি?
কোন ব্রোকারে ট্রেড করেন ভাই??
@@aslamuddin1180মুর্খের মত কথা বলেন ক্যান। যা জানেন না তা নিয়া মাতামাতি করার কি দরকার। বলেন যে এক দেড় বছরে আপনি সাইকোলজি স্টঙ করতে পাবেন না। মিনিমাম.. ৫/৮ বছর লাগবে। তার সাথে ডিসিপ্লিন। কত জন বিডির টপার টেডার লাগবে.. আপনি ট্রেড কি সেটা আগে বুঝেন। গাম্বেলার মাইন্ড নিয়া ফরেক্সে আসলে.. আপনার মতই হবে।
very good , waiting for next episode
This is what We need & learn actually. Very helpful as well. Which normally not shown in open source. May Almighty Allah bless you. ♥ you bro♥. Waiting for next video...
One of the best video content
For forex
Thanks for the video, Wating for the next video.
অসাধারণ, আপনার তুলনা হয় না। অপেক্ষায় রইলাম নেক্সট ভিডিও গুলোর জন্য
ভাই আপনাকে আমি আগে পাইনাই কেন। এত সন্দর ভাবে আপনি বুঝান,,,,,, ❤❤❤❤❤
I am highly benefited. Pls upload more advance videos frequently
অসাধারণ একটা ভিডিও দেখলাম। ধন্যবাদ বস
পরবর্তী ভিডিও টা তাড়াতাড়ি দেওয়ার জন্য অনুরোধ করছি
Sir, excellent teaching! no body found in u tube as like you, thank you
অসাধারণ ভাই পার্ট-২ এর অপেক্ষায় রইলাম।
স্যার আপনার ভিডিও গুলো দেখে আমরা অনেক উপকৃত হয়েছে আর আমাদের একটা রিকোয়েস্ট আপনি যদি গোল্ড মার্কেট নিয়ে ভিডিও বানায়তেন তাহলে আমাদের অনেক ভালো হতো।🙏
Thank u so much sir for this series.pls ai series ta complete korben this is very very highly appreciated.
অনেক অনেক ধন্যবাদ আপনাকে। অপেক্ষায় রইলাম BOSS❤❤❤❤
পরবর্তী ভিডিওর অপেক্ষায়। আশা করি দ্রুত পাবো।
Excellent initiative. I'm one of your regular student & also one of your fan. I loved your lessons & waiting for next videos. Thanks a lot. Love u sir.
very usefull videos, want more this kind of video.
I was looking for the SMC concept, Liquidity, Order Flow, Order Blocks, Supply and Demand. Suddenly your video came up thanks to the RUclips algorithm. If possible please go in more detail because it'll be helpful for people like me who have already adequate amounts of experience. Eagerly waiting for the next parts.
আপনার ভিডিও দেখে মোটামুটি ভালো trader হয়েছি
এতদিন পর ইন্টারনাল এবং ইক্সটারনাল ক্লিয়ার হলাম স্যার।
Thank you so much Dear brother🥰 waiting for 2nd part SMC
আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ স্যার আপনার জন্য দোয়া ও ভালোবাসা রইল আল্লাহতালা আপনার নেক হায়াত দান করুক যে মানুষ মানুষের ভালো চায় আল্লাহতালা সেই মানুষের অবশ্যই ভালো চাবেন মঙ্গল করবেন❤❤❤
যার ভিডিও দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় অপেক্ষমান থাকি!
যেন নিত্য নতুন কিছু Tips & Tricks অর্জন করতে পারি।
ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ❤❤❤❤
যদিও ভিডিওতে কখনো কমেন্ট করা হয় না।
কিন্তু ২০১৯ থেকে আপনার চ্যানেলের সাথে রয়েছি,
এবং অনেক কিছু অর্জন করতে পেরেছি ফ্রিতে আলহামদুল্লিলাহ
যা হয়তো কোন ট্রেনিং সেন্টার থেকে এতো কিছু অর্জন করতে পারতাম না।
মনের কথা বলছেন আমি ও বস কে ফলো করে থাকি
বুঝতে কোন কষ্ট হয়নি ওস্তাদ, নেক্সট ভিডিও এর অপেক্ষায় রইলাম
Thank you so much vai.. Onek besi upokrito hoilam vai
স্যার আপনার বুঝানোর ধরন টায় আমার ভাল লাগে। ❤❤
অনেক সহজে বুঝতে পারলাম, অসংখ্য ধন্যবাদ স্যার।
Darun bujiyechen, sir.❤❤❤
It's an amazing video . I hope it's help everyone. Thanks for your nice video and waiting for next part
Exellent Video.......Thanks of Lot.......Shahid
A lot of information. thank you vaia...
this video very helpul🥰🥰🥰 regular video chai vaiya....!!!🥰🥰
Sir you ar honest man ❤❤❤❤
আলহামদুলিল্লাহ অনেক ভালো চালিয়ে যান
আশা করি কিছু শিখতে পারবো
Thank you so much for the video. Waiting for the next episode.
অবশ্যই কাজে লাগবে অনেক সুন্দর ভিডিও