মুগ্ধ হয়ে বাংলাদেশ কে দেখছিলাম ! আমি এপার বাংলা মানে কলকাতায় থাকি ....কোনোদিন ওপারে থাকতেন আমার পূর্বপুরুষরা ! মাঝখানে এই বেড়া টেনে দুই বাংলা কে টুকরো করার কি খুব প্রয়োজন ছিল ? মন টুকরো করার বেড়া তো দিতে পারলো না কেউ ! ভাবতে কষ্ট হয় কি আশ্চর্য্য ভাবে আজও এই মানসিক দৈন্য কারুর কারুর কাছে প্রাসঙ্গিক ! কি সুন্দর ফুটিয়ে তুলেছো তোমরা ! তোমরা আমার সন্তান তুল্ল্যই হবে ! অনেক ভালোবাসা আর আশীর্বাদ জানালাম !
অনেক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। আমাকে একবার এক মাসি মা শান্তিপুরে থাকেন তিনি, বলেছিলেন- একবার যদি বরিশালের মাটি ছুঁতে পারতাম! কথাটা মনে গেঁথে গিয়েছিল।
Saki Farzana amara 7 purush Barishaler apnar mashi ma soho apnader dayot roilow. West Bengal er jonno amader onek valobasha. Fundamentalists sob jaigatei ase but monushtto ke amader agayiya niya jaite hobe. Ekdin hobe but amar hoito takbonah
@scientific truth এই ঘটনা তো আমাদের দেশের বিল্ডার্স ইন্ডাস্ট্রিতে অহরহ ঘটে, তাদের তো পালাতে হয় না। ঠিকই ধরেছেন, মেলা দরদ! কারন ওই পালানো মানুষগুলোকে মালাউন মনে হয় না আমার, মানুষ মনে হয়। মানুষের জন্যই মানুষের দরদ হয়। 🙂
এত চমৎকার দৃষ্টি ভঙ্গীর ফিল্ম আগে দেখিনি। এই চিন্তা ধারার জন্য ই দুই দেশের বাঙালি লড়ে মরছে। চিন্তা বদল করলে সমাজ সংস্কারক বদলায়, সমাজ বদলালে দেশ বদলায়, দেশ বদলালে দুনিয়া বদলায়। পরিচালকের প্রতি অনেক ভালবাসা ভারত থেকে।
আমার বাড়ি দক্ষিণ দিনাজপুর, বাড়ির কিছুটা দুরেই বর্ডার, মাঝে মাঝে বিকেলে বর্ডার সংলগ্ন এলাকা তে গিয়ে বসে থাকি, ওপার থেকে আযানের আওয়াজ ভেসে আসে , উদাস মনে বর্ডার এর ওপারে তাকিয়ে দেখি, ওপর থেকে একদল পাখি এপারে উড়ে আসছে,। তখন মনে হয় পরের জন্ম যদি বলে কিছু থেকে থাকে, তাহলে যেন পরের জন্মে পাখি হয়ে জন্মগ্রহণ করতে পারি ......🙁💕💕💕
খুব ভালো লাগলো, ধর্ম জাত এরা শেষ কথা বলে না, মানবিকতা, ভালোবাসা শেষ কথা বলে। ওই সরল শিশু দুটো ই আমাদের মানুষের আসল ধর্ম কি সেটা বোঝালো।খুব ভালো এমন কাজ আবার চাই যা সত্যি মানুষকে সঠিক পথে চলার দিশা দেবে।
প্রথমেই স্মরণ করছি পৃত্থিরাজ'দা কে যে আজ আমাদের মাঝে নেই। অসাধারণ লেগেছে মুভি। সাকি ফারজানা দি আরো কাজ করবেন এই আশা করবো। অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা গোটা পরিবারকে। - অভিক।
ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ ।।। এর আগে এরকম কিছু দেখেছি বলে আমার মনে পড়ে না, একেবারে বাক্যহারা হয়ে গেলাম।। এরকম শর্ট ফিল্ম সম্পর্কে কিছু বলার মতন জ্ঞান আমার হয়েছে বলে আমি মনে করি না, তবে একটা কথা যতই শিক্ষিত হোক না কেন আর যতই যুক্তি যতভাবে নিজের ধর্মকে প্রমাণ করুক না কেন যদি তারা ধর্ম নিয়ে বিভ্রান্ত সৃষ্টি করে অথবা ঝামেলা করে তাহলে তাদের শিক্ষা সবই বৃথা, আরো একবার অসংখ্য ধন্যবাদ 🙏🙏🙏
Laughable, since Bengalis, irrespective of religious affiliation, look up to Ram Mohan Roy, Rabindranath Tagore and Kazi Nzrul Islam as important figures for shaping Bengali outlooks on culture and co-existence. Such shameful traitors whitewash the rich history and culture of the Bengali nation into an artificial dichotomy between Hindus and Muslims, and people tend to buy it either because they can’t afford to know otherwise or don’t wish to put in the labour necessary to know otherwise
Dislike করার কারণ কী বুঝলাম না। এটা কী স্বভাব নাকি! এতো সুন্দর একটা গল্প তার ওপর এতো সুন্দর একটা পরিচালনা সাকি ফারজানার...অসাধারণ অসাধারণ। খানিকটা অনুরোধ রইলো দীর্ঘ চলচ্চিত্র তৈরি করার বা এরকমই আরো সুন্দর সুন্দর স্বল্প দৈর্ঘ্যর চলচ্চিত্র তৈরি করার....
Ami dekhechi ei short film ta....ek katha i apurbo, awsome.👍👍👍👍👍👍👍👍s Lekhok k dekhun manik bandhopadjya, manuser jibon er kathai tar sahittye bole gechen..👍❤️
মুর্শিদাবাদ জেলা আমার। এখানে আমার বাড়ি থেকে রাজশাহীর কিছু কিছু উঁচু নির্মাণ দেখা যায়,, কেমন একটা অনুভুতি আসে,,, আমার দাদু বাংলাদেশ এ পড়ত,, দাদুর আব্বুও রাজশাহী তে পড়ত, জন্মস্থান এবং পৈতৃক নিবাস আমাদের বরাবরই মুর্শিদাবাদ জেলা। তবুও Bangladesh is love 💝 আর India তো আমার মা 😌🥀
শ্রদ্ধেয় নির্ঝর ভাইয়ার টাইমলাইনে এর খোঁজ পেয়েছিলুম।এতটা উঁচুমানের কাজ অনেকদিন দেখি নি!বাংলাদেশ এর চলচিত্রের অধ্যায়টাতে বিপ্লব আনতে হবে।আর আপনারা যারা এরকম অনবদ্য কাজ করছেন তাদেরই প্রয়োজন এই বিপ্লব ঘটাতে।আমরা সাধারণরা তো পাশে আছিই।অনেক প্রত্যাশা জন্মালো আপনাদের কাছ থেকে।আশা করি তা অপূরণীয় থাকবে না।ও হ্যাঁ,এখানে কিন্তু ওটা দেখানো হয় নি যেটাতে,অসাম্প্রদায়িক এর ঘোষক শেষে বলেন----হিন্দুস্থানের জয়!
মুগ্ধ হয়ে বাংলাদেশ কে দেখছিলাম ! আমি এপার বাংলা মানে কলকাতায় থাকি ....কোনোদিন ওপারে থাকতেন আমার পূর্বপুরুষরা ! মাঝখানে এই বেড়া টেনে দুই বাংলা কে টুকরো করার কি খুব প্রয়োজন ছিল ? মন টুকরো করার বেড়া তো দিতে পারলো না কেউ ! ভাবতে কষ্ট হয় কি আশ্চর্য্য ভাবে আজও এই মানসিক দৈন্য কারুর কারুর কাছে প্রাসঙ্গিক ! কি সুন্দর ফুটিয়ে তুলেছো তোমরা ! তোমরা আমার সন্তান তুল্ল্যই হবে ! অনেক ভালোবাসা আর আশীর্বাদ জানালাম !
আপনাকে অনেক ধন্যবাদ।
অনেক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। আমাকে একবার এক মাসি মা শান্তিপুরে থাকেন তিনি, বলেছিলেন- একবার যদি বরিশালের মাটি ছুঁতে পারতাম! কথাটা মনে গেঁথে গিয়েছিল।
Saki Farzana amara 7 purush Barishaler apnar mashi ma soho apnader dayot roilow. West Bengal er jonno amader onek valobasha. Fundamentalists sob jaigatei ase but monushtto ke amader agayiya niya jaite hobe. Ekdin hobe but amar hoito takbonah
সালাম আপনাকে
@scientific truth এই ঘটনা তো আমাদের দেশের বিল্ডার্স ইন্ডাস্ট্রিতে অহরহ ঘটে, তাদের তো পালাতে হয় না। ঠিকই ধরেছেন, মেলা দরদ! কারন ওই পালানো মানুষগুলোকে মালাউন মনে হয় না আমার, মানুষ মনে হয়। মানুষের জন্যই মানুষের দরদ হয়। 🙂
মানুষ ছিল ঐ দুটো বাচ্চা ❤️ বাকি সব উদভ্রান্তের দল । খুব ভালো লাগল ।❤️
এত চমৎকার দৃষ্টি ভঙ্গীর ফিল্ম আগে দেখিনি।
এই চিন্তা ধারার জন্য ই দুই দেশের বাঙালি লড়ে মরছে।
চিন্তা বদল করলে সমাজ সংস্কারক বদলায়,
সমাজ বদলালে দেশ বদলায়,
দেশ বদলালে দুনিয়া বদলায়।
পরিচালকের প্রতি অনেক ভালবাসা
ভারত থেকে।
Thanks
Thanks a lot.
তোরাই তো বলিস বাংলা ভাষী মুসলমানরা ঠিক ততটাই বাঙালি যতটা আরশোলা, পাখি।
@@sakifarzana2501 যুগের পর যুগ ধরে বাংলার নিরীহ মুসলমানদের রক্ত চুষে ফুলে ফেপে উঠা ভারতীয় সাম্রাজ্যবাদী শক্তির। দোষর আপনি
উফফ দারুন একটা বাংলা শর্ট ফিল্ম দেখলাম।এই ডিরেক্টর চাইলে আমরা লাল শালু, মাটির ময়না কিংবা হাজার বছর ধরে, এধরণের বড়ো মাপের আরো ছবি পেতে পারি।
Thanks. Stay tuned
গায়ে কাটা দিয়ে উঠল আমার!! হায়রে আল্লাহ আমরা কী শুধু মানুষ পরিচয়ে মিলেমিশে থাকতে পারি না!!
@Mihi Kabir thik tay.
আমার বাড়ি দক্ষিণ দিনাজপুর, বাড়ির কিছুটা দুরেই বর্ডার, মাঝে মাঝে বিকেলে বর্ডার সংলগ্ন এলাকা তে গিয়ে বসে থাকি, ওপার থেকে আযানের আওয়াজ ভেসে আসে , উদাস মনে বর্ডার এর ওপারে তাকিয়ে দেখি, ওপর থেকে একদল পাখি এপারে উড়ে আসছে,। তখন মনে হয় পরের জন্ম যদি বলে কিছু থেকে থাকে, তাহলে যেন পরের জন্মে পাখি হয়ে জন্মগ্রহণ করতে পারি ......🙁💕💕💕
😥
salam brother.
পাখি দের পাসপোর্ট লাগেনা,
কাঁটা তারের বেড়া ওদের দিকে
চেয়ে থাকে আর ভাবে
আমরাও যদি ওমন ডানা পাই ,
পাখিরা সারাদিন দানা খায়
তারপর এক রুপকথা ---!
Murgi hole r holo na😹😹😹
অসাধারণ!!! যে ধর্মরা মানুষের মাঝে দেওয়াল তুলে দাঁড়ায়, সেগুলি কি আদৌ ধর্ম?!?!
খুব ভালো লাগলো, ধর্ম জাত এরা শেষ কথা বলে না, মানবিকতা, ভালোবাসা শেষ কথা বলে। ওই সরল শিশু দুটো ই আমাদের মানুষের আসল ধর্ম কি সেটা বোঝালো।খুব ভালো এমন কাজ আবার চাই যা সত্যি মানুষকে সঠিক পথে চলার দিশা দেবে।
Hope so...
বহুদিন পরে মনে প্রশান্তি পেলাম।এমন সুন্দর কাজ ইতিহাসে আরো রয়ে যাক।
ভালোবাসা...
Thanks
মা বলেছে -" বাড়ির মাঝে দেয়াল থাকলে কি আর মনে দেয়াল দেয়া যায় "!💝 👌👌
🤩
আর মনে দেয়াল রইলে, বাড়িতে দেয়াল দিয়া দরকারি নেই।😌🙂
Osadharon ❤️ sobai eksathe mile thaklei toh hoy ☺️ eksathei thakte chai sobai❤️ sob kichur urdhe amra toh manush😊
অপূর্ব সুন্দর শর্ট ফিল্মটি,,,,,, খুবই শিক্ষণীয় বিষয়।
এই ধরনের ফিলিম আরো চাই
Thanks. Please subscribe us and stay tuned (if you like to)😊
প্রথমেই স্মরণ করছি পৃত্থিরাজ'দা কে যে আজ আমাদের মাঝে নেই। অসাধারণ লেগেছে মুভি। সাকি ফারজানা দি আরো কাজ করবেন এই আশা করবো। অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা গোটা পরিবারকে। - অভিক।
Thanks
Love you all from my heart, আমি সত্যি অনেক খুশি এতো সুন্দর একটা ফিল্ম দেখে ।
Thanks
Bachha ra ja bojhe, tar samanno tomo onso o jodi borora bujhto, tobe prithibi ta aj onno rokom hoto. Nomoskar erokom akta golpo upohar debar jonno 🙏🙏🙏
Thanks
ধন্যবাদ
অসাধারণ! 😲😲😲😍😍😘😘😚😎😎
ভালো লাগছে অনেক...চমৎকার একটা কাজ
Thanks
Nice.....sober ovinoi khub valo cilo...thanks for everything...
Thank you too...
WoW! What a making!😮
Loved it❤️❤️❤️
বাংলাদেশী শর্টফিল্মে এই সিনেমাটোগ্রাফি,এমন দারুণ গল্প, এমন দারুণ অভিনয়🥰
এই দারুণ কাজগুলো বজায় থাকুক❤️
Thank you so much
ইহা কিন্তু হইলো ! আমি ভাবতেসি মৌলিক জিনিসে তারা কী বানাবে! ভাবতে অসাধারন লাগছে!
Thanks
অদ্ভুত সুন্দর শেখার আছে অনেক কিছু 🥺
ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ ।।। এর আগে এরকম কিছু দেখেছি বলে আমার মনে পড়ে না, একেবারে বাক্যহারা হয়ে গেলাম।। এরকম শর্ট ফিল্ম সম্পর্কে কিছু বলার মতন জ্ঞান আমার হয়েছে বলে আমি মনে করি না, তবে একটা কথা যতই শিক্ষিত হোক না কেন আর যতই যুক্তি যতভাবে নিজের ধর্মকে প্রমাণ করুক না কেন যদি তারা ধর্ম নিয়ে বিভ্রান্ত সৃষ্টি করে অথবা ঝামেলা করে তাহলে তাদের শিক্ষা সবই বৃথা, আরো একবার অসংখ্য ধন্যবাদ 🙏🙏🙏
Sorira shihoron dhora galo.......osadharon........
Thanks
সুন্দর মেকিং, সবার অভিনয় সুন্দর লেগেছে। গ্রেট থ্যাংকস সাকি আপু & ফিল্ম স্কুটার।
Thanks
ভালো লাগল।এরকম আরও ভালো সাহিত্য নির্ভর গল্প দেখতে চাই।ভারত থেকে অফুরন্ত ভালোবাসা।
অসংখ্য ধন্যবাদ!!!
Asadharon.....khub....khub...sundar.....
thanks
Josh josh...love it. Congratulations Saki apu...khub valo legece...
Thanks
Nothing has changed since 1947 and I think nothing will change in future. Great Work.
Thanks
AMONG OTHER THINGS, WE SHOULD HAVE A EYE OF ' RELIGION TOLERENCE'............KOLKATA
Laughable, since Bengalis, irrespective of religious affiliation, look up to Ram Mohan Roy, Rabindranath Tagore and Kazi Nzrul Islam as important figures for shaping Bengali outlooks on culture and co-existence. Such shameful traitors whitewash the rich history and culture of the Bengali nation into an artificial dichotomy between Hindus and Muslims, and people tend to buy it either because they can’t afford to know otherwise or don’t wish to put in the labour necessary to know otherwise
আমার ঠাম্মা, দিদা, আর বাবার মুখের কাহানিগুলো একই। সবাই কত বন্ধুত্ব ছেড়ে আজ ইন্ডিয়ায় এসেছে। কিন্তু বাংলাদেশের প্রতি মোহ আজ ও দেখতে পাই
Amio apnadke thik same kotha bolte chai. Koto je suneci ai golpo. Afsus the rich history of Bengal...
ঠিক আমার বাবা, কাকা ও এখনো নাড়ির টান ছিঁড়তে পারেনি 🥲
হৃদয় ছুয়ে গেল।
Thanks
এগুলো দেখেও অনেক কিছুই শেখার আছে 😊
একটি ভালো লাগার মতো সর্ট ফিল্ম । সাকী আপুর আরও কাজ দেখতে চাই ।💚
Thanks. Please subscribe us for more videos like this😍
DIRECTOR kaj ta khub valo jane..😍 STORY line ta khub valo chilo
Thanks
দাঙ্গা হাঙ্গামা লাগানোর লোকের অভাব হয়না অথচ একজন আরেকজন লোককে ভালোবাসার বড় অভাব।
😢
সুপর্ণা বিশ্বাস তোর অভিনয় জাত অভিনেত্রীর মত হইছে। ভাল লাগলো প্রত্যেকের সাবলীল অভিনয়।।
ধন্যবাদ
আসাধারন। আমার মতো আরো যারা দেখছেন এই short film টা। অনুগ্ৰহ করে এখান থেকে শিক্ষা গ্রহণ করুন কিভাবে সমপ্রতি বজায় রাখতে হয়। আর কোথায় আমরা ভুল করি।
Asadharon laglo mon chuye gelo
Thanks
অসাধারণ কাজ।সাকি ফারজানা আপা কংগ্রাচুলেশনস
Thanks
পৃথিবীটা মানুষের হোক
ধর্ম থাকুক অন্তরে🥺
Dislike করার কারণ কী বুঝলাম না। এটা কী স্বভাব নাকি! এতো সুন্দর একটা গল্প তার ওপর এতো সুন্দর একটা পরিচালনা সাকি ফারজানার...অসাধারণ অসাধারণ। খানিকটা অনুরোধ রইলো দীর্ঘ চলচ্চিত্র তৈরি করার বা এরকমই আরো সুন্দর সুন্দর স্বল্প দৈর্ঘ্যর চলচ্চিত্র তৈরি করার....
ধন্যবাদ
সব মিলিয়ে মোটামুটি ভালোই লেগেছে। অাশা করি সাকী ফারজানা অাপু অারো কাজ দেবেন।
একটা বড় ম্যান পাওয়ার এর পরিশ্রম কাজটায় লক্ষ করা যাচ্ছে।
সকলকে ধন্যবাদ।
Thanks
khub valo legeche. go ahead...
Thanks.
Ami dekhechi ei short film ta....ek katha i apurbo, awsome.👍👍👍👍👍👍👍👍s
Lekhok k dekhun manik bandhopadjya, manuser jibon er kathai tar sahittye bole gechen..👍❤️
অনেক ভালো লেগেছে।সবার অভিনয় সাবলীল ও সুনদর হয়েছে।
Thanks
Just Darun...kono Vasa pacchina...
Thank you so much
অসাধারন ,অনকে ভাল হইছে।
Thanks
Khub sundor dada 👌👌
Thanks
darun , ai film dekhar por jodi matured der chhelemanushi shesh hoy! darun movie
Thanks
Asadharan video Khub valo laglo
Thanks
ভাল লাগছিল। আরেক ঘটনাবহুল হলে বেশ জমতো!
আপনার মতামতের জন্য ধন্যবাদ।
Such an amazing short film....so heart touching!!!
Khub Sundor
Thanks
Oshadharon
Joss
Onk sundor hoice
Next time aro e doroner vlo vlo video dakte chi ❤️
Thanks. erokom valo kaj dekhte amader channel ti subscribe kore rakhte vulben na😍
Outstanding!!
৪৩ জন ডিসলাইক দিয়েছে কিন্তু কেন????....এত ভালো একটা মুভী দেখলাম অনেক দিন মনে থাকবে.... দেশের জন্য মনটা খারাপ হয়ে গেল.... অনেক অভিনন্দন...
Thanks
আমি dislike করেছি dada, Sorry.
খুব সুন্দর 🤗
Thanks
মেকিং অসাধারণ 👌
Thanks
অসাধারণ চিত্র রূপের বর্ণনা পেলাম
ধন্যবাদ
Thanks
Darun
Thanks
Darun movie dklm ....
সাধারণ মানুষ মিলেমিশে থাকে বা থাকতে চায়। বিভেদ করে কিছু স্বার্থান্বেষী মানুষ।
😡
মুর্শিদাবাদ জেলা আমার। এখানে আমার বাড়ি থেকে রাজশাহীর কিছু কিছু উঁচু নির্মাণ দেখা যায়,, কেমন একটা অনুভুতি আসে,,, আমার দাদু বাংলাদেশ এ পড়ত,, দাদুর আব্বুও রাজশাহী তে পড়ত, জন্মস্থান এবং পৈতৃক নিবাস আমাদের বরাবরই মুর্শিদাবাদ জেলা। তবুও Bangladesh is love 💝 আর India তো আমার মা 😌🥀
Nice
অসম্ভব সুন্দর উপস্থাপনা।
Thanks
অসাধারণ !! দারুন ভাবনা !!.... ভালোবাসা রইল.. ভারতবর্ষ থেকে !
Thanks
ভীষন ভালো হয়েছে
thanks
Love from India great work
Many thanks to the director, cinematographer and entire team. Go Ahead.
Thanks
আমদের রাজশাহী ❤❤❤....অনেক ভাললাগল...
Thanks
সব কিছু মিলিয়ে অসাধারণ 💙💙💙
Thanks
Award pawar e moto, thank you boss
Thanks
Great Work. Go Ahead Bangladesh!
Thanks
আমি ভারত থেকে বলছি, অসাধারণ লাগল। একবার দেখে মন ভরল না তাই দুই বার দেখলাম।
Thanks a lot
অসম্ভব সুন্দর লাগল। ❤️❤️❤️❤️❤️
Thanks
অনবদ্য।👌👌👌👌👌
ধন্যবাদ
mon gora kotha manush joto din bolbe sunbe toto din ...ai rokom cholbe...
Thik
সময় উপযোগী একটা স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র।
Thanks
bah...khub sundor hoyeche ...
Thank you
সত্যিই অসাধারণ
😍😍😍
শ্বাসরুদ্ধ হয়ে দেখলাম!🍁
Well-done Saki Apu & the entire ছেলেমানুষী টিমকে 👍
Thanks
Ek kothay, Awesome 😍😍😍
Thank you so much
@@FilmScooter You are most welcome.....
দারুন মেকিং!
thank u...
Thanks a lot
দারুন দারুন। খুব সুন্দর।
Thanks
Ajj Bangla jodi ak thakto🫤
খুব ভাল লাগলো।
Thanks
Thanks
Very touching story! Beautifully made!
Thanks
Khub e shundor kaz😍 loved it❤
Thanks
Wow vdar moto😚
অসাধারণ নির্মাণ
Thanks
খুব ভালো একটি কাজ 😍😍
Thanks
অসাধারণ!!!
Thanks
waaah what a film..... great sir
Thanks
অভূতপূর্ব ❤❤❤❤
Thanks
অসাধারণ অসাধারণ
Thanks
Thanks
খুব ভালো লেগেছে,
Thanks
Loved it!!
খুব সুন্দর কাজ!!
thank u...
অসাধারণ
Thanks
সত্যি দারুন
Thanks
ভারত থেকে বলছি
দারুন প্রোজেক্ট
শ্রদ্ধেয় নির্ঝর ভাইয়ার টাইমলাইনে এর খোঁজ পেয়েছিলুম।এতটা উঁচুমানের কাজ অনেকদিন দেখি নি!বাংলাদেশ এর চলচিত্রের অধ্যায়টাতে বিপ্লব আনতে হবে।আর আপনারা যারা এরকম অনবদ্য কাজ করছেন তাদেরই প্রয়োজন এই বিপ্লব ঘটাতে।আমরা সাধারণরা তো পাশে আছিই।অনেক প্রত্যাশা জন্মালো আপনাদের কাছ থেকে।আশা করি তা অপূরণীয় থাকবে না।ও হ্যাঁ,এখানে কিন্তু ওটা দেখানো হয় নি যেটাতে,অসাম্প্রদায়িক এর ঘোষক শেষে বলেন----হিন্দুস্থানের জয়!
Thanks
Wowwww😭😭😭😭😭👏👏👏👏👏👏
Thanks
Sei
Thanks
tnx