জয় মা শিলাবতী|| পুরুলিয়া শিলাই মেলা ২০২৫|| JOY MA SHILABATI|| PURULIA SHILAI MELA 2025|| SILAIMELA

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 фев 2025
  • #silaimela2025 #shilai2025 #shilaimela2025 #জয়মাশিলাবতী#shilaimela2025#জয়মাশিলাবতী#shilai #shilaimela#silaimela #শিলাইমেলা
    শিলাই মেলা পুরুলিয়া জেলার অন্যতম বিখ্যাত একটি মেলা যা স্থানীয় সংস্কৃতি ঐতিহ্য এবং ধর্মীয় বিশ্বাসের কেন্দ্রবিন্দু। নপাড়া -বড়গ্রামের এর মাঝে মেন রোডের পাশেই রয়েছে মায়ের মন্দির। এইখান থেকেই শিলাই বা শীলাবতী নদীর উৎপত্তি হয়েছে। প্রতিবছর মকর সংক্রান্তির দিন এই মেলার শুভ সূচনা হয়। মকরসংক্রান্তির ভোরবেলা, সকালে স্নান করে ভক্তরা মন্দিরে মায়ের প্রতিমা দেন, পূজা, মানত করেন, মনস্কামনা পূর্ণ হয়। এই বছর ২০২৫ সালে এখানে ১০ দিন মেলা বসবে এবং প্রতিদিনই রাত্রিবেলায় সাংকৃতিক অনুষ্ঠানের আয়োজন করা করা হয়েছে। স্থানীয় মানুষদের পাশাপাশি দূরদূরান্ত থেকে বহু মানুষ এই মেলায় অংশগ্রহণ করেন।
    শিলাই মেলা কেবল কেনাকাটা হয় না, এটি একটি সামাজিক মিলনের স্থান। হিন্দু মুসলিমসহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এখানে একত্রিত হন, যা সম্প্রীতি এবং ঐক্যের প্রতীক।

Комментарии • 2