আমি গত রাতে আমার জ্যাঠা মশাইকে স্বপ্নে দেখেছি সে এসেছেন এবং তার সাথে আরও দুজন এসেছেন কিন্তু কথা বলেননি।সামন দিয়ে এসে ঘুরে চলে গেলেন।আমি তো চিনে ফেলেছি।কথা বলার জন্য এগিয়ে গিয়ে ছিলাম কিন্তু থামেন নি দেখে দেখেই চলে গেলেন।।জ্যাঠা মশাই আমাকে নিজের সন্তানের চেয়েও বেশি ভালো বাসতেন।আমি ভীষণ ভালো বাসতাম।আজও মনে পরলে চিৎকার করে কাঁদতে ইচ্ছে হয়।।
আমি দমদমে থাকি আমার প্রতিবেশী মানে আমরা flat complex এর একই block এ থাকি সেই ফ্লাটে আমাদের উল্টো দিকে একজন ভদ্রমহিলা তার মেয়ে কে নিয়ে থাকতেন আমার সংঙ্গে মাঝে মাঝে দেখা হলে কথা বলতেন তিনি গত বছর বাইরে বেড়াতে গিয়ে ফেরার পথে হটাৎ করেই মারা যান উনি ওনার মেয়েকে নিয়ে গেছিলেন ওই ওনার অফিসে কলিগ দের সংঙ্গে শুনেছি উনি চার ধাম দেখতে গেছিলেন । সেটা শোনার পর আমার খুবই খারাপ লাগছিল কারণ উনি খুব লোকনাথ বাবার ভক্ত ছিলেন প্রতি বছর লোকনাথ বাবার জন্ম তিথি এবং তিরোধান দিবসে খুব বড় করে পুজো করতেন অনেক মানুষ কে নিমন্ত্রণ করে খাওয়াতেন আমরাও বাদ পরতাম না। সে যাই হোক ঘটনাটা শোনার পর খুব মনটা খারাপ হয়েছিল উনি খুব পশু পাখি প্রেমিক ছিলেন ফ্লাটের আশেপাশের কুকুর বিড়াল দের খাওয়াতেন। তো বেশ অনেক দিন হয়ে গেলো উনি চলে গেছেন হটাৎই তিনদিন আগে দুপুর বেলা আমি একটু ঘুমিয়ে পরেছিলাম সেই সময় স্বপ্নে ওনাকে দেখলাম দেখে আশ্চর্য হয়ে গেলাম উনি আমাদের ফ্লাটের বাইরের দিকে বেরোনোর দরজার উল্টো দিকে একটা ছোটো বেঞ্চে মানে আমাদের পাশের ফ্লাটের উল্টো দিকে একটা ছোটো বেঞ্চি আছে বেশ সুন্দর কাপড় দিয়ে ঢাকা সেখানে বসে ছিলেন আমি দরজা দিয়ে বেরোতে গিয়ে ওকে দেখতে পাই আমাকে দেখলাম উনি বেশ সাজগোজ করেছেন সুন্দর একটা শাড়ি গয়না এই সব পরে বসে কথা বলছেন আমাকে দেখে কুশল বিনিময় করল আমি প্রথমটা বুঝতে পারিনি বেশ অনেক্ষণ আমার সংঙ্গে হেসে কথা বললেন হটাৎ আমার মনে হল আচ্ছা ও কি করে এখানে আসবে ? গত বছর তো ও মারা গেছে ! আমাকে ওর পাশে বসতে বলছিল আমি বললাম না এখানে ঠিক আছি। তারপর আমাকে বলল আমি না যাই গো অনেক কাজ পরে আছে আমি বললাম হ্যাঁ নিশ্চই এরপর যখন উঠল আমি একবার ওকে touch করবো ভাবছিলাম কিন্তু কি মনে হলো করলাম না লক্ষ করতে লাগলাম ও কি করে ও কি ওর ফ্লাটেই যাচ্ছে ? এর পর ও আমার সামনে দিয়ে হেঁটে যেই না ওর ফ্লাটে ঢুকতে যাবে বলে একটা পা দিয়েছে অমনি নিমেষে ও অদৃশ্য হয়ে গেলো দেখলাম ওর ঠিক পিছনে একজন মহিলা আধ ময়লা একটা শাড়ি পরে মাথায় ঘোমটা দিয়ে কেমন যেনো অস্পষ্ট পরিষ্কার নয় একটু রোগা মতো ওই মহিলার থেকে একটু লম্বা আস্তে আস্তে ওর ঘরে ঢুকে গেলো আর ঠিক সেই সময় আমার ঘুমটা ভেঙে যায় এই স্বপ্ন টা দেখার পর থেকে আমি খুব অস্থির হয়ে আছি। কিছুতেই ভুলতে পারছিনা। এখন বলতে পারেন আমি কি করবো বা কি করা উচিৎ ? আরেকটা কথাও খুব মনে হচ্ছে কেন এমন দেখলাম ? যদি জানান তাহলে উপকৃত হব ।
আমার বাবা ৫ ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমার দিন পুরীতে দেহত্যাগ করেছেন। একদম সুস্থ ব্যাক্তি ছিলেন ৭৬ বছর বয়সেও হঠাৎ করে হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ করে দেয়। ভীষন দানী ব্যাক্তি ছিলেন প্রচুর লোকের অকৃত্রিম ভালোবাসা পেয়েছেন, আমি গর্বিত ওনাকে বাবা হিসেবে পেয়ে। প্রচন্ড attachment ছিল খুব খুব কষ্ট হয় প্রতিটি মূহুর্তে। বাবাকে এর মধ্যে দুদিন স্বপ্নে দেখার সৌভাগ্য হয়েছে ..... প্রথম দিন বাবা খুব হাসিখুশি ভাবে বললেন আমি খুব খুব ভালো আছি রে মা আর দ্বিতীয় দিন বাবাকে আমি জড়িয়ে ধরে রেখেছে ছোটোবেলার মতন বাবা বলছে আরে আমাকে ছাড় কিন্তু আমি বলছি না কিছুতেই না ছাড়লেই তো তুমি চলে যাবে বাবা শুধু হাসলেন। আমার এই স্বপ্নের মানে কি যদি একটু জানান আমার বাবা ভালো আছেন তো
আমি স্বপ্নে দেখেছি আমার জেটা মশাই আমাদের বাড়িতে উঠানে বসে আছে আমি তাকে বলতেছি তুমি বাচ্চাগুলোকে পড়াও চারটা বাচ্চা ছিলো তার মধ্যে দুটো বাচ্ছাকে সে পড়াচ্ছিলো আর বাকি দুইটাকে আমাকে পড়াতে বলল ❤❤ বলল ওরা পড়বে না আমার কাছে তুই পড়া ❤ জৈটা বেচে থাকা আবস্থাই পড়াতো বাচ্চাদের এর স্বপ্নের মানে কি
🙏Dada,ami akhon pregnant, amr dadu mara gachan onek bochor hoyache,uni Amy khubi valobasto,r uni brahammon pujo korten khubi valo manush chilen,ar agao swopno dakhachi onaka nia,toba kal rate hothat dakhchi j uni amr kache asache r amr mathay hat rakhe onek kichu bolche,amr ai pregnancyr khoborta suna khub hasche amr maa k daka bolche r tarpor samnei dakhi ganga nodi te ban ata nouka moto kichu vasa asche Tate onek lok sobai gaan-bajna kochen,saita te dadu uthlo r khub jore vasa cole galo amra sobai daria dachi.........! Bes ghum vanga jay 🙏plz dada aktu bolben ata kiser sonket asola ai obosthay achito tai tenson hocche.
Amar frnd mara jawa ek bochor periye geche kintu majhe majhei ami take sopne pai ajj o pelam j o fire eseche and sustho savabik vabe amar songe kotha bolche eksonge pukur chan korte jachchhi golpo korchi r jigges korchi tui etodin kothay chilis tkn u bolche j amar ekta kaj chilo ami kaj korti Eigulor artho ki ektu bolun plz Ei somporke Bole rakhi se attohotta korechilo
হরেকৃষ্ণ 🙏🙏🙏দাদা আমি দেখলাম আমার শশুর বাড়িতে আমার প্রতিবেশী মানে তারা 2সামী এসতীরি আমাদের বারিতে এসে ভাত মাছ মাংস খাচ্ছে খুবই আনন্দের সহিত চেটে পুটে কিন্তু বুঝতে পারছিলাম সপ্নের মাধ্যমে যে মৃত ব্যক্তি কি ভাবে জীবিত হলো এটা কিসের ইঙ্গিত 🙏
একবছর ১১ মাস আগে আমার ৪ বছর ৯ মাসের একমাত্র ছেলে পুকুরে পড়ে ভগবানের কাছে চলে গেছে। আমি প্রায়ই তাকে স্বপ্নে দেখি। স্বপ্নে - পুর্বে ওর সাথে যেমন কাটাতাম তেমনই সময় কাটাই এগুলো দেখি। স্বপ্নে অনেক সময় আমার হুশ থাকে যে ছেলে হারিয়ে ফেলেছি তাই ওর দিকে খুব খেয়াল রাখি। , একবার ও অন্য দিকে তাকাতে চাইনা।সবসময়ই ওকে জীবিত দেখি এবং ওকে নিয়ে হাঁটা, ঘুমানো, খাওয়ানো, ড্রেস পরানো, মোটকথা পূর্বে ওর সাথে যেগুলো করতাম সেগুলো প্রায়ই স্বপ্নে দেখি । এমন স্বপ্নের মানে কি??? প্লিজ জানাবেন।
আমরা এটি শুনে খুবই দুঃখ পেলাম। পরমেশ্বর তার জীবাত্মাকে নিজের স্মরণে রাখুন,এই কামনা করি। এরুপ স্বপ্ন আপনার অবচেতন মস্তিষ্কের স্মৃতিকোষে সঞ্চিত স্মৃতির কাল্পনিক রুপ। আবার, কিছুটা সেই শিশুর আত্মিক আবেশ। অর্থাৎ তার জীবনি শক্তির কিছু অংশ আপনার মধ্যে ও আশেপাশে রয়েছে। এটি কিছুকাল থাকার পর, চলে যাবে। বলার জন্য অনেক কিছুই রয়েছে, তবে এখানে বলা সম্ভব নয়। কারণ এগুলি গূঢ় জ্ঞান। যাই হোক, আপনার জন্য আমাদের পরামর্শ হল, যদি আপনার অন্য কোন সন্তান থাকে তবে তার প্রতি অথবা সংসারের প্রতি যত্নবান হন। জানি, আপনার কষ্ট হয়তো আমরা সেভাবে বুঝতে সক্ষম নই, তবুও সবশেষে এটাই বলার, যে আমাদের প্রত্যেক পিতা ও মাতা সেই পরমেশ্বর। তাই তার কাছেই আপনার সন্তান সুরক্ষিত রয়েছে এটা ভেবে জীবনে এগিয়ে যান। 🙏🙏🙏🙏
@@SanatanKahini ধন্যবাদ আপনাকে এত সুন্দরভাবে বলার জন্য। আমার আর কোন সন্তান নেই। আমার জন্য আশির্বাদ করবেন।এমন স্বপ্নের জন্য আমার যদি কোন কিছু করনীয় থাকে তবে বিস্তারিত জানাতে পারেন।
আপনি শাস্ত্র বিধি অনুসারে, যেসব সংস্কার রয়েছে, তা সম্পন্ন করান। এর বেশি বলা এখানে সম্ভব নয়। আপনি আমাদের Mail করতে পারেন। আপনার প্রশ্নের উত্তর দেওয়া হবে (বিনামুল্যে)।
Dada amr baba aj 20 din hlo livear cancar a mara ga66e budhbar 3.50 a.m mara jye ..ame swpne dakchi amr baba Abr sye bomi kor66e sorir khub kharap tokhn amr babar dike ame takiye a66i ar mone mone vabh66i age to baba vhorbala te mara ge66ilo tahla to akhn vhor hte ja66e tahla ki akhn babar ses somye hye as66e ame babak aka 6ere kothao jabo na....Ayrakom swopno kano dekhlm..er ortho ki ?
আমি আমার ২জনে মৃত শিক্ষকে স্বপ্নে জীবিত দেখলাম। দেখলাম ওনারা স্কুলে গিয়ে পড়াচ্ছে।আমি ওনাদের সাথে কথা বললাম,ওনারাও আমার সাথে খুব ভালো ভাবে কথা বলপ। তখনি আমার স্মরণ হলো ওনারা তো মৃত, জীবিত হয়ে কিভাবে স্কুলে পড়াচ্ছেন
দাদা,আমার দিদা অসুস্থ হয়ে মারা গেছে। আমি তাকে স্বপ্নে সুস্থ দেখি,এবং আমাদের বাড়ির মধ্যেই দেখি,আমাদের আশেপাশেই দেখি,আমাদের সাথে কথা বলছে,হাসছে।এর দ্বারা কি বুঝায়??
একটা জিনিষ জানতে চাই আমার বাবা গত ১৮/১২/২০২২ তারিখে সকালবেলা বাথরুমে পড়ে গিয়ে ব্রেনস্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন,আমি গতকাল সকালবেলায় আমার বাবাকেই স্বপ্নে দেখছি জ্যাকেট আর জিন্স প্যান্ট পড়ে আমার মায়ের দিকে রাগী ভাবে তাকাচ্ছে দেখেও চোখ ফিরিয়ে নিচ্ছে রাগে মুখে কিছু বলছেন না,এই স্বপ্ন দেখার পর আমি আবার ঘুমিয়ে গেলে তখন দেখি বাবা আমার মাকে বকছে এরকম স্বপ্ন আমি আজ দেখেছি এর অর্থ কী? বিস্তারিত ভাবে বললে খুবই উপকৃত হবো।
দাদা আমি 🙋🙋🙋 আমার দিদা 5 বছর হল মারা গেছেন,, আমি প্রায় রোজ দেখি পূজা করতে, বা আমাকে মন্দিরে নিয়ে যায়,,মাঝে মাঝে চুপ করে থাকে কি করবো, এটা কিসের সঙকেত,
দাদা অনেকদিন আগে আমার এক পাড়া প্রতিবেশী দাদা মারা গেছে। তাকে আমি আজ সকালে স্বপ্ন দেখছি যে সে তার ছেলের বিয়ের অনুষ্ঠান করতেছে। ফুল দিয়ে বাড়ি সাজাচ্ছে। এটা কি ভালো স্বপ্ন নাকি খারাপ? এরকম স্বপ্ন দেখলে কি হয়?দয়া করে একটু জানাবেন প্লিজ 🙏
Ami amar bandhobi k khub bhalobastam 8mas agey se kidney fail hoye mara jay .tar kaj hoar 2 din por dekhi se swapno te amake biye korte eseche. Jeikhane biye korte niye gechilo oikhane bishal boro kali thakur 4 bar biyer jonno ghurechlm amra agun er samney tarpor r ghurte pareni amra hotat keo esey atkeye dey er maney ki ei swapno r?
Amar kaku mara ge6e 2yr hlo age Ami kakur sawpna dekhtam.kintu akhono r dekhina. Amar oct18 tarikh 6maser baby hoye mara ge6e, akhon 2din theke amar kaku aro gramer 2jon mora lok k jibito dekh6i amar sange kotha bol6e na.but amar husband k amar kaku mar6e😭 agulo ki kno voyer karon plz bolben 🙏🙏
একটু বিচিত্র স্বপ্ন, যদিও সত্যতায় যাচ্ছি না। কারণ আপনার কথা বিশ্বাস করে উত্তর দেওয়ার প্রচেষ্টা করছি। একজন সিদ্ধ ব্যক্তির সাথে যোগাযোগ করুন। সম্ভব হলে, কাকার গয়া দানের ব্যবস্থা করুন। এগুলি অশুভ সংকেত। 🙏🙏
দাদা আমার এক প্রিয় জন সুইসাইড করে মারা গেছিলো এখন প্রায় ৫ মাস থাকে আমি স্বপ্নে দেখি আমাকে বলে আমি আবার আসবো একটা নাম ঠিক করো আমার জন্য এর মানে কি দাদা প্লিজ প্লিজ আমাকে একটু জানাবেন 🙂
আমার ঠাকুরমা 2021 এর মার্চ মাসে মারা যান । আমি মাঝে মাঝেই উনাকে নিয়ে স্বপ্ন দেখি উনি বেঁচে থাকতে যেভাবে সময় কাটিয়েছিলাম বেশিরভাগ সেগুলি দেখতাম 1 বছর হয়ে গেছে আমার বাবা মা পিন্ড দান করেছে এবং বাৎসরিক ও করেছে । কিন্তু প আমি এখনো ওনাকে নিয়ে স্বপ্ন দেখি এখন তো প্রায় 2/1 দিন পর পর স্বপ্ন দেখি এটার কারণ কি আর কি ? এবং প্রতিকার কি ?
নমস্কার । দু মাস হলো আমার দাদু মারা গিয়েছেন । স্ট্রোক করে শেষের কদিন এক পাশ প্যারালাইসড অবস্থায় ছিল , কিন্তু স্মৃতি ও শ্রবন শক্তি ছিল।মা ও মাসিমা প্রতিদিন তাকে গীতা পাঠ করে শোনাতেন । যেদিন দাদু চলে গেলেন সেদিনও হরিনাম শুনে, গঙ্গাজল মুখে নিয়ে মারা গেছেন। মা বাসায় আসার পর প্রায়ই দাদুকে স্বপ্নে দেখে , কখনো মৌন কখনোবা কথা বলছেন এমন অবস্থায়। খারাপ কিছু এখন পর্যন্ত কিছু মা দেখেনি । এরকম স্বপ্ন দেখার কারণ কি ? অনুগ্রহ করে বলুন প্লিজ 🙏
Ami amar maa k sopne dekhi .. ar kaal dekhlam maa hospital a ami maa k ante jachhi .. ar maa 2 to phone kineche .. ar maa k khub valobasi sopne .. tarpor maa kothay hariye jay ami maa maa kore sopne kandi.. ar erokom praay hochhe
Dada amr sasur masai mara gasen 2 y holo.amr husband k sopne se ter satha nia jete chay.bole aj na galeo pore kintu amr sathe baji.ar mane ki dada.pls janaben
গয়ায় পিন্ডদানের ব্যবস্থা করুন, যদি না হয়ে থাকে। আর সম্পুর্ন ব্যাখ্যা পেতে হলে, ওনার বিষয়ে বিস্তারিত জানতে হবে, তবেই বলা সম্ভব। আপনার কথা অনুসারে, উনি প্রেত যোনি প্রাপ্ত হয়েছেন। তাই আপনি ওনার গয়া দানের ব্যবস্থা করুন। ধন্যবাদ
দাদা আমি আমার মৃত স্বামী কে প্রায় দেখি। সে আমাকে তার কাছে নিয়ে যেতে চাই তার সাথে থাকতে বলে আর সে কিছুতেই মানতে চাই না যে সে মারা গেছে। তো আপনার কাছে আমার একটাই অনুরোধ আপনি এর মানে আমাকে বলুন। প্লিজ প্লিজ 🙏🙏🙏😥😥
ami kal amar apon mashi k sopne dekhlam..uni mara gechen.. onak ami oshusho oboshy dekhechi.kintu onar j eche seta kono rokom bhabei puron kora sombhob noy.. ki kora uchit apni bolun
Amr babar mara gecen 3 bocor.... kinthu ami thakea bar bar gorea mara jethea deki r jokon ami babar jonno kanna kori tkn deki baba jibitho hoiea amr sathea kotha bolcea.... Ami prai deki ei sopno j baba amr sathea mritho trkr jebitho hoiea kotha bolcea ki bolcea monea takea na.. Etar ortho ki
Ami amar paser barir kakima ke ajj bhor belai swapne dekhechhi.......sei kakima onek Rog hoye mara gachhe.....ar tai Swami o characterless chhilo.....onek dukhho kosto peye Rog hoye mara gachhe.....ajj bhor belai take ami jibonto obosthai hatte dekhhechhi......ata dekhar karon ki please bolun......
Amar Baba mara gechen 4 Maas holo,kintu Ami jokhoni Swapno dekhi ,dekhi Baba jibito ager Moto onk Valo ache.....amr Baba asustho hye mara giyechilo....kintu Baba k jokhon dekhi mone hoyna tar sorire Rog royeche...esob er mane ki??
Amr ma 1month hlo mara geche cancer a amr r ami khub vlo friend chilm ek muhurto ma k chara thakte kosto hoche ami roj swapno dekhi ma beche ache sustho ache er ortho ki plz bolben
বর্তমান সময়ে, আপনাকে সঠিক তথ্য কেউ দিতে চাইবে না,যদি তারা জানে। কারণ বর্তমানে সব ব্যবসা হয়ে পড়েছে। আমরা অন্য কোন ব্যক্তির কাছে যাওয়ার কথা বলতে পারি না। তবে হিন্দু শাস্ত্র এর গ্রন্থ, স্বপ্ন শাস্ত্র আছে, পড়তে পারেন। একটি উপদেশ, স্বপ্নের জগতে আটকে না থেকে, বাস্তবে ফিরে আসুন, আর জীবনে এগিয়ে যান। আমাদের চ্যানেল এর মুখ্য সঞ্চাচক ৮ মাস আগে এক সাথে তার মাতা ও পিতাকে হারিয়েছেন, তার কথা অনুসারে তাই আপনাকে এই প্রত্যুত্তর দেওয়া হল। আপনার জীবন মঙ্গলময় হোক। 🙏🙏🙏
@@SanatanKahini dhonnobad amk bojhanor jonno kintu seta sudhu swapno na amr bastab jiboner sathe mishe ache ki krbo bujhe utte parchi na ami jni batab r swapno kokhono ek hote pare na kintu amr khetre ek hoche kno amr baba o ma 2joni chole geche khub tara tari ma beche thakte jeta baron seta more jowar poreo swapne baron krche emn ki eki rate ami r amr masi eki swapno dekhchi eta ki kre hote pare
দাদা আমার শশুর ৭ বছর আগে মারা গেছেন,, আমি স্বপ্ন এ দেখি যে আমার শশুর পুকুর থেকে ডুব দিয়ে বাসায় আসলেন কাপড় চোপড় ধুয়ে তাহলে কি হবে ,, ✍️✍️✍️🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍
দাদা আমার বাবা মারা গেছে ডিসেম্বরে৩ তারিখ মারা জাউয়ার পর থেকে অনেক সপ্ন দেখেছি কিন্তু কয়েকদিন আগে আমি সপ্নে দেখলাম যে আমার বাবার সৎ কাজ আমি নিজেই করছি কেউ নেই সেখানে তাউ আবার পুকুরের মধ্যে দাহ করছিলাম তখন দেহ টা জলতে জলতে পুকুরে ডুবে যায় তখন আমি কসটে ছিলাম। প্লিজ দাদা বলো এটা কিসের সঙেকত। আমার খুব জানার সখ
স্বপ্নে দেখি যে, আমি খাবার খেতে বসেছি, আমার ঠাকুরদা (25 বছর আগেই মারা গেছেন) আকাশ থেকে ডাকছেন, বলছেন যে এসব কি করছিস, এখানে তোর কাজ নেই, চল আমার সাথে। উনি প্রায় ই দেখা দেন। আমাকে নিজের কাছে ডাকেন। আপনার মতামত জানালে উপকৃত হব। ধন্যবাদ।
আমি মাঝেমধ্যে দেখি যে আমার মৃত বাবা ফিরে এসেছে, কিন্তু আমি স্বপ্নেই এটা ভাবতে থাকি যে বাবা কীভাবে ফিরে এলো! কালকে আমার মৃত মামাকে দেখলাম। সেখানেও ভাবছিলাম যে মামা তো মারা গেছে, কীভাবে আসলো! মামাকে দেখলাম ভাত খেতে। এসবের কী মানে?
Amr ভালোবাসার মানুষটি গত ৩০/১/২৩ e আত্মহত্যা করে আমদের ছেড়ে চলে গেছেন । সে আমাকে ভালোবাসতো এবং আমিও তাকে খুব ভালোবাসি এখনও । ভোলা সম্ভব নয় । আগামী ২১ তারিখ তার জন্মদিন আমি স্বপ্ন দেখেছি সে তার জন্মদিনের দিন আমার সাথে এসেছে এবং e সে খুশি এর মানে কি । দয়াকরে জানাবেন .।
আমি গত রাতে আমার জ্যাঠা মশাইকে স্বপ্নে দেখেছি সে এসেছেন এবং তার সাথে আরও দুজন এসেছেন কিন্তু কথা বলেননি।সামন দিয়ে এসে ঘুরে চলে গেলেন।আমি তো চিনে ফেলেছি।কথা বলার জন্য এগিয়ে গিয়ে ছিলাম কিন্তু থামেন নি দেখে দেখেই চলে গেলেন।।জ্যাঠা মশাই আমাকে নিজের সন্তানের চেয়েও বেশি ভালো বাসতেন।আমি ভীষণ ভালো বাসতাম।আজও মনে পরলে চিৎকার করে কাঁদতে ইচ্ছে হয়।।
আপনি এমন কোনো কাজ করতে চলেছেন যা কিনা করা ঠিক হবে না। সেইটা বুঝাতে চেয়েছিলেন।
আমি দমদমে থাকি আমার প্রতিবেশী মানে আমরা flat complex এর একই block এ থাকি সেই ফ্লাটে আমাদের উল্টো দিকে একজন ভদ্রমহিলা তার মেয়ে কে নিয়ে থাকতেন আমার সংঙ্গে মাঝে মাঝে দেখা হলে কথা বলতেন তিনি গত বছর বাইরে বেড়াতে গিয়ে ফেরার পথে হটাৎ করেই মারা যান উনি ওনার মেয়েকে নিয়ে গেছিলেন ওই ওনার অফিসে কলিগ দের সংঙ্গে শুনেছি উনি চার ধাম দেখতে গেছিলেন । সেটা শোনার পর আমার খুবই খারাপ লাগছিল কারণ উনি খুব লোকনাথ বাবার ভক্ত ছিলেন প্রতি বছর লোকনাথ বাবার জন্ম তিথি এবং তিরোধান দিবসে খুব বড় করে পুজো করতেন অনেক মানুষ কে নিমন্ত্রণ করে খাওয়াতেন আমরাও বাদ পরতাম না। সে যাই হোক ঘটনাটা শোনার পর খুব মনটা খারাপ হয়েছিল উনি খুব পশু পাখি প্রেমিক ছিলেন ফ্লাটের আশেপাশের কুকুর বিড়াল দের খাওয়াতেন। তো বেশ অনেক দিন হয়ে গেলো উনি চলে গেছেন হটাৎই তিনদিন আগে দুপুর বেলা আমি একটু ঘুমিয়ে পরেছিলাম সেই সময় স্বপ্নে ওনাকে দেখলাম দেখে আশ্চর্য হয়ে গেলাম উনি আমাদের ফ্লাটের বাইরের দিকে বেরোনোর দরজার উল্টো দিকে একটা ছোটো বেঞ্চে মানে আমাদের পাশের ফ্লাটের উল্টো দিকে একটা ছোটো বেঞ্চি আছে বেশ সুন্দর কাপড় দিয়ে ঢাকা সেখানে বসে ছিলেন আমি দরজা দিয়ে বেরোতে গিয়ে ওকে দেখতে পাই আমাকে দেখলাম উনি বেশ সাজগোজ করেছেন সুন্দর একটা শাড়ি গয়না এই সব পরে বসে কথা বলছেন আমাকে দেখে কুশল বিনিময় করল আমি প্রথমটা বুঝতে পারিনি বেশ অনেক্ষণ আমার সংঙ্গে হেসে কথা বললেন হটাৎ আমার মনে হল আচ্ছা ও কি করে এখানে আসবে ? গত বছর তো ও মারা গেছে ! আমাকে ওর পাশে বসতে বলছিল আমি বললাম না এখানে ঠিক আছি। তারপর আমাকে বলল আমি না যাই গো অনেক কাজ পরে আছে আমি বললাম হ্যাঁ নিশ্চই এরপর যখন উঠল আমি একবার ওকে touch করবো ভাবছিলাম কিন্তু কি মনে হলো করলাম না লক্ষ করতে লাগলাম ও কি করে ও কি ওর ফ্লাটেই যাচ্ছে ? এর পর ও আমার সামনে দিয়ে হেঁটে যেই না ওর ফ্লাটে ঢুকতে যাবে বলে একটা পা দিয়েছে অমনি নিমেষে ও অদৃশ্য হয়ে গেলো দেখলাম ওর ঠিক পিছনে একজন মহিলা আধ ময়লা একটা শাড়ি পরে মাথায় ঘোমটা দিয়ে কেমন যেনো অস্পষ্ট পরিষ্কার নয় একটু রোগা মতো ওই মহিলার থেকে একটু লম্বা আস্তে আস্তে ওর ঘরে ঢুকে গেলো আর ঠিক সেই সময় আমার ঘুমটা ভেঙে যায় এই স্বপ্ন টা দেখার পর থেকে আমি খুব অস্থির হয়ে আছি। কিছুতেই ভুলতে পারছিনা। এখন বলতে পারেন আমি কি করবো বা কি করা উচিৎ ? আরেকটা কথাও খুব মনে হচ্ছে কেন এমন দেখলাম ? যদি জানান তাহলে উপকৃত হব ।
ধন্যবাদ ঠাকুর 🙏❤ ধন্যবাদ দাদা জানানোর জন্য। আমার বাবা তবে ভালো আছে অন্য কোথাও জন্ম হয়েছে, খুব ভালো লাগছে শুনে
Very Beautiful and Best Exited Video of Sanatan Kahini.
আমার বাবা ৫ ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমার দিন পুরীতে দেহত্যাগ করেছেন। একদম সুস্থ ব্যাক্তি ছিলেন ৭৬ বছর বয়সেও হঠাৎ করে হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ করে দেয়। ভীষন দানী ব্যাক্তি ছিলেন প্রচুর লোকের অকৃত্রিম ভালোবাসা পেয়েছেন, আমি গর্বিত ওনাকে বাবা হিসেবে পেয়ে। প্রচন্ড attachment ছিল খুব খুব কষ্ট হয় প্রতিটি মূহুর্তে। বাবাকে এর মধ্যে দুদিন স্বপ্নে দেখার সৌভাগ্য হয়েছে ..... প্রথম দিন বাবা খুব হাসিখুশি ভাবে বললেন আমি খুব খুব ভালো আছি রে মা আর দ্বিতীয় দিন বাবাকে আমি জড়িয়ে ধরে রেখেছে ছোটোবেলার মতন বাবা বলছে আরে আমাকে ছাড় কিন্তু আমি বলছি না কিছুতেই না ছাড়লেই তো তুমি চলে যাবে বাবা শুধু হাসলেন। আমার এই স্বপ্নের মানে কি যদি একটু জানান আমার বাবা ভালো আছেন তো
Tomar baba bhalo achey & tomar sathe ei achey
@@indranisinha6706 ধন্যবাদ, এটাই চাই আমার জীবনের সবচেয়ে প্রিয় আর মূল্যবান মানুষ টি যেখানেই থাকুন খুব খুব ভালো থাকুন 🙏
Hare Krishana
Khub Bhalo hoyche dada
ধন্যবাদ আপনার মতামত এর জন্য। আমাদের সাথে নিয়মিত যুক্ত থাকুন। 🙏🙏
দাদা আমি আমার ঠাকুমার সাথে হাটতেছিলাম দেখি। আর উনি আমাকে এক জায়গায় এনে হঠাৎ করে তিনি কোথায় যেন চলে যায় আর আমি কান্না করে দেই।
তিনি আপনাকে সঠিক দিকে নিয়ে যাচ্ছেন। তার প্রয়োজন শেষ হলে,চলে যাবেন।
Mrito manus sopne taka cheye jhogra korche ...ei rokom sopno dekhle ki hoy dada .janaben🙏
ওই ব্যক্তির কামনা বাসনা অবশিষ্ট রয়েছে।
আমি স্বপ্নে দেখেছি আমার জেটা মশাই আমাদের বাড়িতে উঠানে বসে আছে আমি তাকে বলতেছি তুমি বাচ্চাগুলোকে পড়াও চারটা বাচ্চা ছিলো তার মধ্যে দুটো বাচ্ছাকে সে পড়াচ্ছিলো আর বাকি দুইটাকে আমাকে পড়াতে বলল ❤❤ বলল ওরা পড়বে না আমার কাছে তুই পড়া ❤ জৈটা বেচে থাকা আবস্থাই পড়াতো বাচ্চাদের এর স্বপ্নের মানে কি
Hre Krishno 🙏🙏🙏🥰🥰🥰prnvuji🥀🥀🥰
Video ti khub valo laglo. Dada jodi kono mrito bekti sopne jibito abothar motoi ase, kotha bole er artho ki aktu bolben plz.
ব্যক্তি জীবিত না মৃত?
@@SanatanKahini mrito bekti k sopne jibito asthay amr sathe hasi moja anondo korte dekhi.
Ha , ami onekbar dekhechi , joy shree krishna ❤️
Jay shree Krishna 🙏🙏 jay radhe 🙏🙏
এই ধারণাগুলো জানার প্রোয়োজন আছে বৈ কী । এর মাধ্যমে আমরা সতর্ক হতে পারি এবং আগামী দিনে কী করণীয় তাও ঠিক করতে পারি ।
Hare krishna❤️🙏
Khub valo laglo
🙏Dada,ami akhon pregnant, amr dadu mara gachan onek bochor hoyache,uni Amy khubi valobasto,r uni brahammon pujo korten khubi valo manush chilen,ar agao swopno dakhachi onaka nia,toba kal rate hothat dakhchi j uni amr kache asache r amr mathay hat rakhe onek kichu bolche,amr ai pregnancyr khoborta suna khub hasche amr maa k daka bolche r tarpor samnei dakhi ganga nodi te ban ata nouka moto kichu vasa asche Tate onek lok sobai gaan-bajna kochen,saita te dadu uthlo r khub jore vasa cole galo amra sobai daria dachi.........!
Bes ghum vanga jay 🙏plz dada aktu bolben ata kiser sonket asola ai obosthay achito tai tenson hocche.
Ami Aj vorbela shopne khub sundor lokkhir vaar kenar shopno dekheci er maane ki hote pare...
Amar frnd mara jawa ek bochor periye geche kintu majhe majhei ami take sopne pai ajj o pelam j o fire eseche and sustho savabik vabe amar songe kotha bolche eksonge pukur chan korte jachchhi golpo korchi r jigges korchi tui etodin kothay chilis tkn u bolche j amar ekta kaj chilo ami kaj korti
Eigulor artho ki ektu bolun plz
Ei somporke Bole rakhi se attohotta korechilo
আমার মা কিছুদিন আগে মারা গেছে 😢🥺😭😭😔
তাকে আজ স্বপ্ন দেখলাম সে সুস্থ আছে আমাদের সঙ্গে হাসিখুশি ভাবে কথা বলছে 🥺😔😢😢
Verinice
Amar mama mashi ke dekhlam onara eschen onara amake khubi bhalo basten🙏🏻kichui bolenni sudhui elen.
দাদাশ্রী,
বেশ ভালো লাগলো।
Apnar kotha gulo khub sundor
ধন্যবাদ আপনার মতামত এর জন্য। এভাবেই আমাদের সাথে নিয়মিত যুক্ত থাকুন। 🙏🙏🙏
হরেকৃষ্ণ 🙏🙏🙏দাদা আমি দেখলাম আমার শশুর বাড়িতে আমার প্রতিবেশী মানে তারা 2সামী এসতীরি আমাদের বারিতে এসে ভাত মাছ মাংস খাচ্ছে খুবই আনন্দের সহিত চেটে পুটে কিন্তু বুঝতে পারছিলাম সপ্নের মাধ্যমে যে মৃত ব্যক্তি কি ভাবে জীবিত হলো এটা কিসের ইঙ্গিত 🙏
ভালো লাগল।স্বপ্ন এ মৃত ব্যাক্তি নৌকায় করে চলে যাচ্ছে কিন্তু মৌন এর অর্থ কি?
নির্ভর করছে, ব্যক্তির সাথে আপনার ব্যক্তিগত সম্পর্ক ও সময় এর উপর।
@@SanatanKahini সম্পর্কে মা।স্বপ্ন টা রাতের কিন্তু ঘটনাটি দিনের বেলায়।
@@SanatanKahini উওরটি গতকাল রাতেই পেয়ে গেছি।আমার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টার জন্য ধন্যবাদ।
Very nice
❤❤ Hare Krishna 🌹🙏🙏🌹🌺
একবছর ১১ মাস আগে আমার ৪ বছর ৯ মাসের একমাত্র ছেলে পুকুরে পড়ে ভগবানের কাছে চলে গেছে। আমি প্রায়ই তাকে স্বপ্নে দেখি। স্বপ্নে - পুর্বে ওর সাথে যেমন কাটাতাম তেমনই সময় কাটাই এগুলো দেখি। স্বপ্নে অনেক সময় আমার হুশ থাকে যে ছেলে হারিয়ে ফেলেছি তাই ওর দিকে খুব খেয়াল রাখি। , একবার ও অন্য দিকে তাকাতে চাইনা।সবসময়ই ওকে জীবিত দেখি এবং ওকে নিয়ে হাঁটা, ঘুমানো, খাওয়ানো, ড্রেস পরানো, মোটকথা পূর্বে ওর সাথে যেগুলো করতাম সেগুলো প্রায়ই স্বপ্নে দেখি । এমন স্বপ্নের মানে কি??? প্লিজ জানাবেন।
আমরা এটি শুনে খুবই দুঃখ পেলাম। পরমেশ্বর তার জীবাত্মাকে নিজের স্মরণে রাখুন,এই কামনা করি। এরুপ স্বপ্ন আপনার অবচেতন মস্তিষ্কের স্মৃতিকোষে সঞ্চিত স্মৃতির কাল্পনিক রুপ।
আবার, কিছুটা সেই শিশুর আত্মিক আবেশ। অর্থাৎ তার জীবনি শক্তির কিছু অংশ আপনার মধ্যে ও আশেপাশে রয়েছে। এটি কিছুকাল থাকার পর, চলে যাবে। বলার জন্য অনেক কিছুই রয়েছে, তবে এখানে বলা সম্ভব নয়। কারণ এগুলি গূঢ় জ্ঞান। যাই হোক, আপনার জন্য আমাদের পরামর্শ হল, যদি আপনার অন্য কোন সন্তান থাকে তবে তার প্রতি অথবা সংসারের প্রতি যত্নবান হন। জানি, আপনার কষ্ট হয়তো আমরা সেভাবে বুঝতে সক্ষম নই, তবুও সবশেষে এটাই বলার, যে আমাদের প্রত্যেক পিতা ও মাতা সেই পরমেশ্বর। তাই তার কাছেই আপনার সন্তান সুরক্ষিত রয়েছে এটা ভেবে জীবনে এগিয়ে যান। 🙏🙏🙏🙏
@@SanatanKahini ধন্যবাদ আপনাকে এত সুন্দরভাবে বলার জন্য। আমার আর কোন সন্তান নেই। আমার জন্য আশির্বাদ করবেন।এমন স্বপ্নের জন্য আমার যদি কোন কিছু করনীয় থাকে তবে বিস্তারিত জানাতে পারেন।
আপনি শাস্ত্র বিধি অনুসারে, যেসব সংস্কার রয়েছে, তা সম্পন্ন করান। এর বেশি বলা এখানে সম্ভব নয়। আপনি আমাদের Mail করতে পারেন। আপনার প্রশ্নের উত্তর দেওয়া হবে (বিনামুল্যে)।
Dada amr baba aj 20 din hlo livear cancar a mara ga66e budhbar 3.50 a.m mara jye ..ame swpne dakchi amr baba Abr sye bomi kor66e sorir khub kharap tokhn amr babar dike ame takiye a66i ar mone mone vabh66i age to baba vhorbala te mara ge66ilo tahla to akhn vhor hte ja66e tahla ki akhn babar ses somye hye as66e ame babak aka 6ere kothao jabo na....Ayrakom swopno kano dekhlm..er ortho ki ?
এগুলি আপনার অবচেতন মনের চেতনাময় স্মৃতি কোশ থেকে উঠে আসা চিত্র। কোন বিশেষ অর্থ নেই। 🙏
আমি আমার ২জনে মৃত শিক্ষকে স্বপ্নে জীবিত দেখলাম।
দেখলাম ওনারা স্কুলে গিয়ে পড়াচ্ছে।আমি ওনাদের সাথে কথা বললাম,ওনারাও আমার সাথে খুব ভালো ভাবে কথা বলপ।
তখনি আমার স্মরণ হলো ওনারা তো মৃত, জীবিত হয়ে কিভাবে স্কুলে পড়াচ্ছেন
সঠিক
Hare Krishna hare Krishna Krishna Krishna hare hare hare ram hare ram ram ram hare hare 🙏🙏🙏
Jayguru🙏🙏🙏🙏🙏
Joy guru
স্বপ্নে মৃত মানুষকে আবার মৃত্যু হতে দেখলে কি হয়?plz জানাবেন
অবশ্যই প্রচেষ্টা করব।
আমিও আজক একই জিনিস দেখলাম
Hare Krishna
দাদা,আমার দিদা অসুস্থ হয়ে মারা গেছে। আমি তাকে স্বপ্নে সুস্থ দেখি,এবং আমাদের বাড়ির মধ্যেই দেখি,আমাদের আশেপাশেই দেখি,আমাদের সাথে কথা বলছে,হাসছে।এর দ্বারা কি বুঝায়??
তিনি ভালো আছে ❤
ধন্যবাদ
Amar baba accident a mara geche....ami amar baba k prottek din sopne dekhi...sustho obosthay dekhi....ei sopner ortho ki dada?plz bolben....
Ami amr baba k to roz e sopne dekhi,,,,, unknown mrito manuskeo dekhi,,,eta kno hy amr sathe?Atma der kno sopne dekhi???plz bolben dada🙏
আপনার পিতার ধার্মিক উপায়ে অন্তিম সংস্কার করেছিলেন?
@@SanatanKahini Ha....
Plz reply krben dada
আমার বাবা মারা গেছেন কিন্তু তার ইচ্ছা কি জানা নেই আবার স্বপ্নে দেখি অসুস্থ, আবার দেখি ভাত খেয়ে চলে যায়, চুপচাপ কথা বলে না কি করতে পারি,,,,,😢😢
একটা জিনিষ জানতে চাই আমার বাবা গত ১৮/১২/২০২২ তারিখে সকালবেলা বাথরুমে পড়ে গিয়ে ব্রেনস্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন,আমি গতকাল সকালবেলায় আমার বাবাকেই স্বপ্নে দেখছি জ্যাকেট আর জিন্স প্যান্ট পড়ে আমার মায়ের দিকে রাগী ভাবে তাকাচ্ছে দেখেও চোখ ফিরিয়ে নিচ্ছে রাগে মুখে কিছু বলছেন না,এই স্বপ্ন দেখার পর আমি আবার ঘুমিয়ে গেলে তখন দেখি বাবা আমার মাকে বকছে এরকম স্বপ্ন আমি আজ দেখেছি এর অর্থ কী? বিস্তারিত ভাবে বললে খুবই উপকৃত হবো।
স্বপ্নে মরা মানুষ জীবিত মানুষ কে আনজা করি দরিয়ে বসিলে কি হয় প্লিজ
ক্ষমা করবেন, বুঝতে পারলাম না। একটু স্পষ্ট করে জানান। 🙏
স্বপ্নে মরা মানুষ জীবিত মানুষ কে জরিয়ে দরলে কি হয়
🙏🙏
Aamr husband mara geche 6 August aaj ekmas hocche aami oke swapne pratidin dekhi . emn kno hoi.r aamader biye hoeche 5 month .aami khub Bhoy Pai
Ki kora uchit aamr??
সঠিক নিয়মে অন্তিম সংস্কার করেছেন? যদি হ্যাঁ, তবে আপনার ঘরে, হনুমান চালিশা, চালিয়ে রাখুন, অথবা নারায়ণ স্তোত্র। 🙏🙏🙏
@@SanatanKahini na ekhono hoini
দ্রুত করার ব্যবস্থা করুন। 🙏
Dada ami sopnete prai amar mrito pishi ke dekhi kalke ratre sopne dekhlam pishi amar sathe suye ache ami pregnant dada plz bolun ai sopner ortho ki?
দাদা আমি 🙋🙋🙋 আমার দিদা 5 বছর হল মারা গেছেন,, আমি প্রায় রোজ দেখি পূজা করতে, বা আমাকে মন্দিরে নিয়ে যায়,,মাঝে মাঝে চুপ করে থাকে কি করবো, এটা কিসের সঙকেত,
আপনাকে ঈশ্বরের প্রতি বেশি সমর্পণ করানোর ইঙ্গিত। আপনি ধর্মের পথে চালিত হন। ঈশ্বরের প্রতি বিশ্বাস বাড়ান। আর আমাদের সাথে নিয়মিত যুক্ত থাকুন। ধন্যবাদ।
দাদা অনেকদিন আগে আমার এক পাড়া প্রতিবেশী দাদা মারা গেছে। তাকে আমি আজ সকালে স্বপ্ন দেখছি যে সে তার ছেলের বিয়ের অনুষ্ঠান করতেছে। ফুল দিয়ে বাড়ি সাজাচ্ছে। এটা কি ভালো স্বপ্ন নাকি খারাপ? এরকম স্বপ্ন দেখলে কি হয়?দয়া করে একটু জানাবেন প্লিজ 🙏
কোন কিছু খারাপ না। আপনার জন্য শুভ।
হরে কৃষ্ণ 🙏
আমার মা তার মৃত্যু বাবাকে কাল দুপুরে দেখে সুস্থ সাবলীল দেখে শুধুমাত্র একটি কথা হয়, যে " মা এইদিকে আছে" এই স্বপ্নের অর্থ কি?
Ami Ashok Acharjee ami amar make mritto obosthay kotha bolche amar shathe
আপনার প্রশ্নটি বোঝা গেল না, অনুগ্রহ করে আর একবার বললে ভালো হয়।
Amar dida mara gache aj 9 mass kichudin age sopne boleche se naki abar aseche mne ki ??
আমার বাবা মার গেছেন ৪০ দিন হলো, কিন্তু গতকাল সারারাত বাবাকে স্বপ্নে কীর্তন করতে দেখেছি, এবং আমার পাশে শুয়ে আছেন, স্বপ্ন শাস্ত্র অনুযায়ী এর অর্থ কি??
Ami amar bandhobi k khub bhalobastam 8mas agey se kidney fail hoye mara jay .tar kaj hoar 2 din por dekhi se swapno te amake biye korte eseche. Jeikhane biye korte niye gechilo oikhane bishal boro kali thakur 4 bar biyer jonno ghurechlm amra agun er samney tarpor r ghurte pareni amra hotat keo esey atkeye dey er maney ki ei swapno r?
joy sree krishna♥♥♥
Ami amar baba ka dakchi bar bar sopno dakchi tini jakana takun bhalo thakun hora Krishna 🙏🙏
Amar kaku mara ge6e 2yr hlo age Ami kakur sawpna dekhtam.kintu akhono r dekhina. Amar oct18 tarikh 6maser baby hoye mara ge6e, akhon 2din theke amar kaku aro gramer 2jon mora lok k jibito dekh6i amar sange kotha bol6e na.but amar husband k amar kaku mar6e😭 agulo ki kno voyer karon plz bolben 🙏🙏
একটু বিচিত্র স্বপ্ন, যদিও সত্যতায় যাচ্ছি না। কারণ আপনার কথা বিশ্বাস করে উত্তর দেওয়ার প্রচেষ্টা করছি। একজন সিদ্ধ ব্যক্তির সাথে যোগাযোগ করুন। সম্ভব হলে, কাকার গয়া দানের ব্যবস্থা করুন। এগুলি অশুভ সংকেত। 🙏🙏
যদি মৃত ব্যাক্তিকে । আবার মরতে দেখি তা হলে কি হবে । মানে কি করে মরেছে সেটা আমায় দেখালো।। মানে কী হবে বলো দাদা
আমম উওর পেয়ে গেছি তার জন্য ধন্যবাদ আমার স্বামী আজ ভর বেলা আমার কাছে এসে কথা বলেছে ঘরে দাঁড়িয়ে
দাদা আমার এক প্রিয় জন সুইসাইড করে মারা গেছিলো এখন প্রায় ৫ মাস থাকে আমি স্বপ্নে দেখি আমাকে বলে আমি আবার আসবো একটা নাম ঠিক করো আমার জন্য এর মানে কি দাদা প্লিজ প্লিজ আমাকে একটু জানাবেন 🙂
আমার ঠাকুরমা 2021 এর মার্চ মাসে মারা যান । আমি মাঝে মাঝেই উনাকে নিয়ে স্বপ্ন দেখি উনি বেঁচে থাকতে যেভাবে সময় কাটিয়েছিলাম বেশিরভাগ সেগুলি দেখতাম 1 বছর হয়ে গেছে আমার বাবা মা পিন্ড দান করেছে এবং বাৎসরিক ও করেছে । কিন্তু প আমি এখনো ওনাকে নিয়ে স্বপ্ন দেখি এখন তো প্রায় 2/1 দিন পর পর স্বপ্ন দেখি এটার কারণ কি আর কি ? এবং প্রতিকার কি ?
Hare Krishna 🥰🥰
আমার মৃত দাদুকে জীবিত দেখেছি। সে বিভিন্ন রোগের চিকিৎসা করতেছে এর লক্ষণ কি
নমস্কার । দু মাস হলো আমার দাদু মারা গিয়েছেন । স্ট্রোক করে শেষের কদিন এক পাশ প্যারালাইসড অবস্থায় ছিল , কিন্তু স্মৃতি ও শ্রবন শক্তি ছিল।মা ও মাসিমা প্রতিদিন তাকে গীতা পাঠ করে শোনাতেন । যেদিন দাদু চলে গেলেন সেদিনও হরিনাম শুনে, গঙ্গাজল মুখে নিয়ে মারা গেছেন।
মা বাসায় আসার পর প্রায়ই দাদুকে স্বপ্নে দেখে , কখনো মৌন কখনোবা কথা বলছেন এমন অবস্থায়। খারাপ কিছু এখন পর্যন্ত কিছু মা দেখেনি । এরকম স্বপ্ন দেখার কারণ কি ?
অনুগ্রহ করে বলুন প্লিজ 🙏
উনি কিছু বোঝানোর প্রচেষ্টা করছেন। স্বপ্নের সঠিক বিবরণ না পাওয়া গেলে বলা সম্ভব নয়।
Sir pregnancy obosthai se sopne dakheche je kono manus daria bolche ami fire aschi ar mane ki hoi
Amar ak freind mara gese r ame tare khob sapne dekhi tar mane ki bolben
Ami amar maa k sopne dekhi .. ar kaal dekhlam maa hospital a ami maa k ante jachhi .. ar maa 2 to phone kineche .. ar maa k khub valobasi sopne .. tarpor maa kothay hariye jay ami maa maa kore sopne kandi.. ar erokom praay hochhe
Ami appear shapno dakha6i.tahola ki hoy
Sapne mrito manus k abr more gache dekle ki hoi .... Pls blben aktu
এটি আপনার অবচেতন মনে সঞ্চিত স্মৃতি।
পুনরায় ঘুরে দেখা দিচ্ছে। এর প্রকৃত অর্থ কিছু নেই।
আমি স্বপ্নে একজন চেনা মহিলারমৃত্যু দেখতে পাই। এর ফল কি??
Dada amr sasur masai mara gasen 2 y holo.amr husband k sopne se ter satha nia jete chay.bole aj na galeo pore kintu amr sathe baji.ar mane ki dada.pls janaben
ওনার গয়ায় পিন্ডদান করা হয়েছে?
Hore krishna
স্বপনে যদি নিজের লোক কে রাগ করতে দেখা যায় তখন কী হয়
Amar ma roj Amar sopne Amar Sathe kotha bole jemon aage korto er mane ki ektu Jodi bole den .ami Khubi miss Kori ma ke .khub Kosto hoi ma k chara
নিজের কোনো এই ব্যাপারে নলেজ নেয়, সব ( আজব কাহিনী ) থেকে তুলে ধরেছে, কিন্তু ভালো
Dada ami amar mrito dida k swopne dekhe6i , sudhu blouse r petticoat pora obosthay khabar khete bose 6ilen , ami dida k dekhe ka6e giye khub kandte thaki amar kanna dekhe didao kanna kore please please amake er bekkha janaben , tar ki6u khon pore badurer swopno dekhi please ami khub voye a6i apni ei swopner ortho janan , please dada please
গয়ায় পিন্ডদানের ব্যবস্থা করুন, যদি না হয়ে থাকে। আর সম্পুর্ন ব্যাখ্যা পেতে হলে, ওনার বিষয়ে বিস্তারিত জানতে হবে, তবেই বলা সম্ভব। আপনার কথা অনুসারে, উনি প্রেত যোনি প্রাপ্ত হয়েছেন। তাই আপনি ওনার গয়া দানের ব্যবস্থা করুন। ধন্যবাদ
দাদা আমি আমার মৃত স্বামী কে প্রায় দেখি। সে আমাকে তার কাছে নিয়ে যেতে চাই তার সাথে থাকতে বলে আর সে কিছুতেই মানতে চাই না যে সে মারা গেছে। তো আপনার কাছে আমার একটাই অনুরোধ আপনি এর মানে আমাকে বলুন। প্লিজ প্লিজ 🙏🙏🙏😥😥
সাধারণ মৃত্যু না অপমৃত্যু?
@@SanatanKahini ক্যান্সার হয়ে ছিলো এবং তখন তার বয়েস ছিলো 24 ।আর 5 বছর হয়ে গেলো মারা গেছে।
আমার দিদা স্বপ্নে এসে আমার মাথায় পিঠে হাত বুলিয়ে দেয়,,তারপর দুজনেই দুজনদুজনকে জড়িয়ে ধরে অনেক কান্নাকাটি করি,,,এটা কিসের ঈঙ্গিত দেয়??
ভিডিওটিতে বলা হয়েছে, দেখার অনুরোধ রইল।
ami kal amar apon mashi k sopne dekhlam..uni mara gechen.. onak ami oshusho oboshy dekhechi.kintu onar j eche seta kono rokom bhabei puron kora sombhob noy.. ki kora uchit apni bolun
সতর্ক থাকুন, বাড়ির কেউ বা আত্মীয় পরিজনদের কেউ অসুস্থ হতে পারেন। আর ওনার জন্য শান্তি ক্রিয়া করার ব্যবস্থা করুন।
Amar baba ke hariyesi kisu din hoy, ami pray e baba ke swopno dekhi, baba ke bar bar swopno dekhar ki karon?
এটি স্মৃতি কোশ থেকে উৎপন্ন সংবেদনা। বিশেষ কোন অর্থ নেই।
Amr babar mara gecen 3 bocor.... kinthu ami thakea bar bar gorea mara jethea deki r jokon ami babar jonno kanna kori tkn deki baba jibitho hoiea amr sathea kotha bolcea.... Ami prai deki ei sopno j baba amr sathea mritho trkr jebitho hoiea kotha bolcea ki bolcea monea takea na.. Etar ortho ki
Ami gotho ratre amai daduvai ar swapno dekhechi barite ashe chilen Kichu ktha bolen ni.
Ami amar paser barir kakima ke ajj bhor belai swapne dekhechhi.......sei kakima onek Rog hoye mara gachhe.....ar tai Swami o characterless chhilo.....onek dukhho kosto peye Rog hoye mara gachhe.....ajj bhor belai take ami jibonto obosthai hatte dekhhechhi......ata dekhar karon ki please bolun......
😢🥺😭😔😔🙏
Amar Baba mara gechen 4 Maas holo,kintu Ami jokhoni Swapno dekhi ,dekhi Baba jibito ager Moto onk Valo ache.....amr Baba asustho hye mara giyechilo....kintu Baba k jokhon dekhi mone hoyna tar sorire Rog royeche...esob er mane ki??
দেখুন, আত্মার ক্ষেত্রে কোন প্রকার শরীর নেই, তাই তাকে সুস্থ অবস্থায় দেখাটা অস্বাভাবিক কিছু না। উনি যেখানেই আছেন, ভালো আছেন, এটিই সংকেত।
Amer Has bend chole gache age 55 hatatak a goto 24 4 21 ami sop no dekhi sokale 5ter somoy
Dada book ta pabo kothay
Amr ma 1month hlo mara geche cancer a amr r ami khub vlo friend chilm ek muhurto ma k chara thakte kosto hoche ami roj swapno dekhi ma beche ache sustho ache er ortho ki plz bolben
ওনার আশির্বাদ সবসময় আপনার সাথেই আছে। জীবনে এগিয়ে যান।🙏
@@SanatanKahini apnar kache arek ta ktha ki jante pari plz onno kar kache ei swapner bekha sunbo bujte prchi na
বর্তমান সময়ে, আপনাকে সঠিক তথ্য কেউ দিতে চাইবে না,যদি তারা জানে। কারণ বর্তমানে সব ব্যবসা হয়ে পড়েছে। আমরা অন্য কোন ব্যক্তির কাছে যাওয়ার কথা বলতে পারি না। তবে হিন্দু শাস্ত্র এর গ্রন্থ, স্বপ্ন শাস্ত্র আছে, পড়তে পারেন। একটি উপদেশ, স্বপ্নের জগতে আটকে না থেকে, বাস্তবে ফিরে আসুন, আর জীবনে এগিয়ে যান। আমাদের চ্যানেল এর মুখ্য সঞ্চাচক ৮ মাস আগে এক সাথে তার মাতা ও পিতাকে হারিয়েছেন, তার কথা অনুসারে তাই আপনাকে এই প্রত্যুত্তর দেওয়া হল। আপনার জীবন মঙ্গলময় হোক। 🙏🙏🙏
@@SanatanKahini dhonnobad amk bojhanor jonno kintu seta sudhu swapno na amr bastab jiboner sathe mishe ache ki krbo bujhe utte parchi na ami jni batab r swapno kokhono ek hote pare na kintu amr khetre ek hoche kno amr baba o ma 2joni chole geche khub tara tari ma beche thakte jeta baron seta more jowar poreo swapne baron krche emn ki eki rate ami r amr masi eki swapno dekhchi eta ki kre hote pare
@@SanatanKahini sorry sir jodi kono karone ami apna k birokto kre thaki tar jonno khoma chaichi
দাদা আমার শশুর ৭ বছর আগে মারা গেছেন,, আমি স্বপ্ন এ দেখি যে আমার শশুর পুকুর থেকে ডুব দিয়ে বাসায় আসলেন কাপড় চোপড় ধুয়ে তাহলে কি হবে ,, ✍️✍️✍️🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍
তিনি আপনাদের রক্ষা করছেন, পিতৃপুরুষ রুপে। ভয়ের কিছু নেই। তার শ্রাদ্ধ শান্তি যথা সময়ে করবেন, (বাৎসরিক)।
ধন্যবাদ
রাধে
Amr pisamosai mara gacha tao onek din holo ami taka jibito dakhi amadar barita asacha ar mana ki
তিনি আপনাকে হয়তো কোন বিশেষ কিছু জানাতে চাইছেন। লক্ষ রাখুন, এর বেশি কিছু দেখা যায় কি না।
Amar Dida mara giyeche ami besirvag time Didar sapno dekhi r Dida sangea bose achi katha bolchi
জয় শ্রী কৃষ্ণ
দাদা আমার বাবা মারা গেছে ডিসেম্বরে৩ তারিখ মারা জাউয়ার পর থেকে অনেক সপ্ন দেখেছি কিন্তু কয়েকদিন আগে আমি সপ্নে দেখলাম যে আমার বাবার সৎ কাজ আমি নিজেই করছি কেউ নেই সেখানে তাউ আবার পুকুরের মধ্যে দাহ করছিলাম তখন দেহ টা জলতে জলতে পুকুরে ডুবে যায় তখন আমি কসটে ছিলাম। প্লিজ দাদা বলো এটা কিসের সঙেকত। আমার খুব জানার সখ
যদি আপনার বক্তব্য সঠিক হয়, তবে এর অর্থ আপনার পিতার বিদেহী আত্মার শান্তি প্রাপ্তি হয়েছে। তার জীবাত্মা মুক্ত হয়েছেন। ভালো সংকেত। ধন্যবাদ।
হরে কৃষ্ণ
স্বপে মরা মানুষ কথা বললে কি হয়?
অশুভ সংকেত।
মৃত ব্যক্তি স্বপ্নে আবার মারা গেছে। আমরা সবাই শোক করছি। এর মানে কি বলবেন pls
স্বপ্নে দেখি যে, আমি খাবার খেতে বসেছি, আমার ঠাকুরদা (25 বছর আগেই মারা গেছেন) আকাশ থেকে ডাকছেন, বলছেন যে এসব কি করছিস, এখানে তোর কাজ নেই, চল আমার সাথে। উনি প্রায় ই দেখা দেন। আমাকে নিজের কাছে ডাকেন। আপনার মতামত জানালে উপকৃত হব। ধন্যবাদ।
বাড়িতে নারায়ণ যজ্ঞের অনুষ্ঠান করুন এবং আপনার পিতামহী অর্থাৎ ঠাকুমার গয়া দান না হয়ে থাকলে, সেটি সম্পন্ন করুন। 🙏🙏🙏
Amar jathu kichu din aga coronai mara geyachilo kintu Ami kal k shopna dekhlam j bike niya ghura baracha
আমি মাঝেমধ্যে দেখি যে আমার মৃত বাবা ফিরে এসেছে, কিন্তু আমি স্বপ্নেই এটা ভাবতে থাকি যে বাবা কীভাবে ফিরে এলো! কালকে আমার মৃত মামাকে দেখলাম। সেখানেও ভাবছিলাম যে মামা তো মারা গেছে, কীভাবে আসলো! মামাকে দেখলাম ভাত খেতে। এসবের কী মানে?
Hara Krishna
Amr ভালোবাসার মানুষটি গত ৩০/১/২৩ e আত্মহত্যা করে আমদের ছেড়ে চলে গেছেন । সে আমাকে ভালোবাসতো এবং আমিও তাকে খুব ভালোবাসি এখনও । ভোলা সম্ভব নয় । আগামী ২১ তারিখ তার জন্মদিন আমি স্বপ্ন দেখেছি সে তার জন্মদিনের দিন আমার সাথে এসেছে এবং e সে খুশি এর মানে কি । দয়াকরে জানাবেন .।