গান টা আমার খুব প্রিয় একটি গান। গান টা শুনি আর আপনাদের করা কমেন্ট গুলো পড়ার সময় আমার শরীর কম্পন দিয়ে উঠে।সত্যিই মানুষ এর মোধ্যে কতো কষ্ট লুকিয়ে থাকে।যদি বেইমান মানুষটা তার প্রিয় মানুষের ভালবাসা এক মুহূর্তের জন্য অনুভব করতে পারলে তারা কখনও ঔই মানুষের হাত ছাড়ত না।তখন ঔই বেইমান মানুষ টা লাশ হয়ে যেত কিন্তু অন্যের হওয়ার চিন্তা করতো না।
তোমাকে পেয়ে গেলে হয়তো এতো সুন্দর একটা গান শোনা হতো না প্রিয়।😇 স্মৃতি রেখে গেলাম।🙃 যুগ যুগ ধরে মানুষ যখন এই গানটি শুনতে আসবে, তখন কেউ like দিলে notification পেয়ে আমি আবার ও শুনতে আসবো প্রিয় গানটা😊😊
জানি না এটা কেমন অদ্ভুত মায়া কাছে থাকলে মনে হয় দুরে থাকলেই ভালো আবার দুরে গেলে না পাওয়ার যন্ত্রণায় ছটপট করতে থাকে😭😭।। মনে হয় এর চেয়ে শুন্যতা আর কখনো অনুভব হয়না☹️☹️। ভালো থাকুক সবার ভালোবাসার মানুষ 💕💕💞💞
তোমাকে পেয়ে গেলে এতো সুন্দর গানটা শোনা হতো নাহ প্রিয়! 🤗 সৃতি রেখে গেলাম,,,, বছরের পর বছর ধরে মানুষ যখন গানটা শুনতে আসবে তখন কেউ কেউ লাইক দিলে আমি আবার নোটিফিকেশন পেয়ে তোমায় ভেবে গানটা শুনতে আসবো!🥰
৩২ বছর বয়সে ২ বার প্রেমে পরছিলাম। ১ম সম্পর্কে পরলাম ২০১০ এ এবং ২য় টা ২০২১ এ....... পার্থক্য হলো ১ম টাতে আমি ছেলেটা পাগলের মতো ভালবাসতাম আর ২য় টাতে ছেলেটা আমাকে........ একবার বিশ্বাস ভাঙ্গার পর দীর্ঘ ১১ বছর পর আবার কাউকে বিশ্বাস করছিলাম...... সত্যিকার ভালবাসা সবার কপালে থাকেনা...... আমি ভালবাসি বা আমাকে ভালবাসুক কোন টা ই পূর্ণতা পেলো না...... এখন একা খুব ভালো আছি...... বিশ্বাস শব্দ টা জীবন থেকে মুছে ফেলেছি...... জীবনে সম্পর্কের কাছে হারতে শিখেছি,পরাজয় মেনে নিতে শিখেছি.......
এই গানটা আমার খুব মনে পড়ে ৷জীবনে এমন একটা সময় ছিল ৷ময়লা শার্ট পড়ে স্কুলে যেতাম অনেক কষ্ট করতাম ,কিন্তু এই কষ্টের মাঝেও ভাল লাগা ছিল ৷কিন্তু কখনো মুখ ফুটে বলতে পারিনি ৷কিন্তু একটা সময় যখন তাকে বলেছিলাম ৷তখন সে অন্য একজনের কথা শুনে আমাকে ভুল বুঝে চলে গেল ৷আজকে আল্লাহ আমার অবস্থার পরিবর্তন করেছেন ৷কিন্তু আজকে তাকে ভুলতে পারিনি ৷
জীবনে না পাওয়ার কষ্ট আগে তো বুঝুনি যদি বুঝতাম তাকে কখনো হারিয়ে যেতে দিতাম না,,এপৃথিবীর মাঝে সবকিছু ভুলা গেলেও ভালোবাসার মানুষকে ভুলতে পারি না,,,তার জন্য অবিরাম রয়ে গেল ভালোবাসা ❤❤❤
তোমাকে কতভাবে ডেকেছি...! কতভাবে থাকতে বলেছি....! কিন্তু তুমি কোন বড় আকাশের বিনিময়ে আমার চাঁদ উদয় হতে দাওনি আমার নিষ্পাপ আকাশের বুকে। এখনো তোমার আকাশের দিকে তাকিয়ে থাকি.... প্রতিদিন রাতে একটা তারা তোমার খবর জানিয়ে দিয়ে যায়। আর আমার নির্ঘুম রাত উপহার দিয়ে যায়🥰🥰
ভালোবাসার মানুষটাকে হারানোর যে কতোটা কষ্টের সেটা যার হারায় সে ই বোঝে।তার কথাটা আজ ও খুব মনে পড়ে।আর এই গানটা শুনতে এসে কেও আমার কমেন্ট পরলে একটা লাইক করবেন ।যাতে আপনার লাইক কমেন্ট এর নটিফিকেশনে আমি আবার এই গানটা শুনতে আসবো
তোর পাঠানোর পর গানটা প্রথম শুনেছিলাম। তারপর গানটার প্রেমে পড়ে যায়। কিন্তু ভাবতেই পারিনি তোকে আর আমাকে কোনো দিন আলাদা হয়ে যেতে হবে। খুব ভালোবাসি বাবাই তোকে। খুব কষ্ট হচ্ছে। I Miss You
হয়ত তার আকাশে সে ভালোই আছে, তার আকাশটা বসন্তের মত উজ্জল, আর আমার আকাশটা মেঘাচ্ছন্নতায় অন্ধকারে আচ্ছাদিত , নেই কোন বসন্তের ছোঁয়া,, কতশত ডাকি তোমায় তুমি কি তা শুনতে পাওনি বা শোনার চেষ্টাও করনি💔
Apnar ektorfa prem chilo but amader dojner mote somporko chilo 5year 3 month love korar pore amon aghat dilo ajo tar Kota sriti mone podle Mon chi samne ja Kichu pai venge Feli ki oporad chilo Amar ki Karon ..sotti Mon theke valobesechilam beimantare .
আমি এতটা সুন্দর নই যতটা সুন্দর হলে তার মাথায় সারাক্ষণ থাকা যায় ..... আমি এতটা সুন্দর নই যতটা সুন্দর হলে সে অন্য মেয়েদের নেশায় পড়বেনা ..... আমি এতটা সুন্দর নই যত টা সুন্দর হলে তার 1st priority হয়ে থাকা যাই.... 🙂💔🙃
ভালোবাসা অভ্যাস ছাড়া আর কিছুই না,যার সাথে অনেক দিন একসাথে অনেক স্মৃতি ঝমানো হয়,সে হঠাৎ করে চলে গেলে তার সাথে যেই অভ্যাস গুলো তৈরী হয়েছিলো ,সেই অভ্যাস গুলোর অভাব মানুষকে সীমাহীন কষ্ট হয়,তার অনুপস্থিতি একটা মানুষকে কি পরিমান পীড়া দেয় তা বলে বুঝানো সম্ভব না।কেও যদি জানতো একটা সময় তার ভালবাসার মানুষটা হারিয়ে যাবে তাহলে হয়ত সে কখনোই ভালোবাসায় ঝরাতো না।হারিয়ে যাওয়া ভালোবাসার মানুষটা এখন কোথায় আছে, কি করছে কেও কি জানে?হয়তো অনেকেই জানে না,আর এই না জানতে পারাটাই তার সাথে তৈরী হাজারো স্মৃতি মনে করিয়ে দেয় আর মানসিক পীড়ন দেয়🙂ভালোবাসায় যে পরিমান সুখ তারচেয়ে হাজার গুন কষ্ট 🙂
ঘুড়ি তুমি কার আকাশে উড়ো? তার আকাশ কী আমার চেয়ে বড় ?😊 এই গানগুলি ই আমার বেঁচে থাকার সম্বল। কোনো মানুষ তো আর আমার হলোই না 🙂 এই গানের মাঝেই যেনো নিজেকে দেখতে পাই, ভালো থাকুক তারা এই কামনা
সত্যি কথা বলতে " এখনকার ঘুড়ি গুলো সম্ভবত রংগের আকাশ গুলো তে উড়তে ওরা অনেক বেশি পছন্দ করে। 🙂🌼🖤 সর্বশেষ একটাই কথা বলবো আল্লাহ যা করে ভালোর জন্যই করে, যেমন আছি আলহামদুলিল্লাহ 🙂🖤
প্রিয়তমা তোমাকে পেয়ে গেলে এত সুন্দর গানটা শুনতে পারতাম না।যুগের পর যুগ যখন কেউ গানটা শুনতে এসে বমার কমেন্টে লাইক দিবে, তখন আমার কাছে নোটিফিকেশন আসবে পরে তোমার স্মৃতিগুলো মনে করে আবার গানটা শুনবো 😢😊
2033 er jonno comment e kore rekhe dite chai.. jani na beche thakno kina….. kintu amar mone kono dukkho nei kao k niye… er poreo onek valo lage ei gaan ta….. ami amar valobashar manush kei jibon songi hisebe peyechi ALHAMDULILLAH.🥰🥰🥰
ভাই আমি আপনার এই গান শুনেই আপনার ফ্যান হয়েছিলাম।কি দুর্দান্ত এক্সপ্রেশন লিরিক্স গায়কী । যখনি শুনি তখনি ভালো লাগে।মনটা ছুঁয়ে যায় ❤️❤️❤️❤️ ভালবাসা ভাই ❤️❤️❤️❤️
Dear Dear Honorable "Lutfor Hasan"Vai, Congratulations...For Oshadharon Sundar Surer Song Ghuri Tumi Kar Akashe Oro....Tar Akash Ki Amar Che Boro.... Bolar Opekha Rakhena Apurbo....
গানটি যে লিখেছে সে না জানে কত ভালোবাসা বুকের মাঝে নিয়ে লিখেছে, ভালোবাসার মানুষটি দূরে সরে গেলেই ভালোবাসা প্রকাশ করা যায়, আমিও তাকে পাইনি আর পাওয়ার আশা ও নেই তবুও ভালোবাসি তাকে 💔💔💔
২০৩২ সালে জন্য এই কমেন্ট করে গেলাম ,,,☺️ আজ থেকে ১০ বছর পর যখন ছোট্ররা এই গান শুনবে ,আর এই কমেন্ট দেখবে '😍 তখন তারা বুঝতে পারবে এই গানটা আমাদের কত প্রিয় ছিলো,🥰❤️❤️🥰
খুব কষ্ট লাগে,, 😢😢কেননা তাকে পাওয়া হয়নি তবে স্মৃতি গুলো তো ভুলা যায় না তাই,,, কষ্ট ? হয়😢 যদি ফিরে পেতাম তাকে তাহলে হয়তো আকড়ে ধরে বাকিটা সময় শেষ করতাম😢😢😢😢
তোমাকে পেয়ে গেলে হয়তোবা এত সুন্দর একটা গান শোনা হতো না প্রিয় 💔স্মৃতি দেখে গেলাম 😚যুগ যুগ ধরে যখন মানুষ এই গানটি শুনতে আসবে😳 তখন কেউ like দিলে notification পেয়ে দে আসবে তখন কেউ
স্মৃতি হিসেবে রেখে গেলাম যুগ যুগ ধরে মানুষ আমার কমেন্ট পড়বে। গানটি বর্তমান সময়ের চরিত্রহীন সমাজ নোংরা করা মেয়ে গুলোর চরিত্র খুব গভীর ভাবে ফুটিয়ে তোলা হয়েছে, যা সবার বুঝে আসবেনা।
তোমায় পেয়ে গেলে এত সুন্দর গানটা শোনা হতো না প্রিয়,, স্মৃতি করে রেখে দিলাম,, যুগ যুগ ধরে যখন মানুষ এই গানটি শুনতে আসবে🙂 তখন একটা লাইক দিলে,নোটিফিকেশন পেলে আমি আবারো এই গানটি শুনতে আসবো,😒😢😭
অসম্ভব ভালোলাগা আর ভালোবাসা মিশে আছে গানটাতে। তুমি প্রতিদিন কি আবেগী মন নিয়ে ছুটে আসতে ! শুধু একটি বার আমাকে দেখার জন্য। একটা বড় দেয়াল আমাদের এক হতে দিলো না। যাকে একদিন না দেখে থাকতে পারতে না 😢 আজ ২৫ বছর হলো তোমার মুখটা দেখি না। 😢 একই শহরে থাকি অথচ কতো টা অচেনা আজ। তারপর ও বলবো ভিষণ ভালো থেকো তুমি। জীবনে শেষ দিন টাতে হলেও একবার দেখার বড় ইচ্ছে হয় 😢
তোমাকে পেয়ে গেলে হয়তো এতো সুন্দর গান টা শোনা হতো না। স্মৃতি রেখে গেলাম। যুগ যুগ ধরে মানুষ যখন এই গানটি শুনতে আসবে তখন কেউ লাইক দিলে নোটিফিকেশন পেলে আমি আবার তোমায় ভেবে এই গানটি শুনতে আসবো😭💔🥀
তোমার প্রেমের স্মৃতি গুলো আজও তিল পরিমাণ ভুলতে পারি নাই।স্ত্রী সন্তান নিয়ে আছি বেশ,ওদের ভালবাসার সীমানা পেরিয়ে এই পৃথিবী থেকে অন্য কোন পৃথিবীতে যাওয়া হয় না,তাই তোমার খোঁজ খবর আমার কাছে নেই,আছে শুধু তোমার শান্ত হৃদয়ের সেই প্রান ছোঁয়া ভালবাসার বর্ন মালা গুলো ।সেই দিন গুলি আজ কত বছরের নিচে চাপা পরে আছে কিন্তু হৃদয়ের গহিনে তোমাকে চাপা দিতে পারিনি।সকলের অজান্তে আজও ভালবাসি তোমাকে ।নীরবে এই মন তোমাকে এখনও খোঁজে ফিরে বেড়ায় অতীতের স্মৃতির আঙ্গিনায় ।অন্তত এক পলকের জন্য তোমাকে এখনও দেখতে ইচ্ছে করে।
প্রিয়োেতমা নাবিলা তুমাকে না পেয়েও পেয়েছি, কারণ তুমাকে পাবোনা জেনেও 🥰ভালোবেসেছি ভালো থেকো সব সময়🌸
গান টা আমার খুব প্রিয় একটি গান। গান টা শুনি আর আপনাদের করা কমেন্ট গুলো পড়ার সময় আমার শরীর কম্পন দিয়ে উঠে।সত্যিই মানুষ এর মোধ্যে কতো কষ্ট লুকিয়ে থাকে।যদি বেইমান মানুষটা তার প্রিয় মানুষের ভালবাসা এক মুহূর্তের জন্য অনুভব করতে পারলে তারা কখনও ঔই মানুষের হাত ছাড়ত না।তখন ঔই বেইমান মানুষ টা লাশ হয়ে যেত কিন্তু অন্যের হওয়ার চিন্তা করতো না।
তোমাকে পেয়ে গেলে হয়তো এতো সুন্দর একটা গান শোনা হতো না প্রিয়।😇 স্মৃতি রেখে গেলাম।🙃 যুগ যুগ ধরে মানুষ যখন এই গানটি শুনতে আসবে, তখন কেউ like দিলে notification পেয়ে আমি আবার ও শুনতে আসবো প্রিয় গানটা😊😊
❤️❤️❤️
❤️❤️❤️❤️
গান শুনলে কি কষ্ট কমে যাবে??? তাহলে সারাদিন শুনবো। কলিজা জ্বলবে কেন অন্যের জন্য???
❤️❤️❤️
Right bro
জানি না এটা কেমন অদ্ভুত মায়া কাছে থাকলে মনে হয় দুরে থাকলেই ভালো আবার দুরে গেলে না পাওয়ার যন্ত্রণায় ছটপট করতে থাকে😭😭।। মনে হয় এর চেয়ে শুন্যতা আর কখনো অনুভব হয়না☹️☹️। ভালো থাকুক সবার ভালোবাসার মানুষ 💕💕💞💞
😢😢😢😢😢
রাইট
😂😂😂
তোমাকে পেয়ে গেলে এতো সুন্দর গানটা শোনা হতো নাহ প্রিয়! 🤗
সৃতি রেখে গেলাম,,,, বছরের পর বছর ধরে মানুষ যখন গানটা শুনতে আসবে তখন কেউ কেউ লাইক দিলে আমি আবার নোটিফিকেশন পেয়ে তোমায় ভেবে গানটা শুনতে আসবো!🥰
Seem bro
Thanks
🥲🥲🥲🥲
প্লিজ গানটা শুনবেন..love you bhai
tik kota bolsen bhai,amio gaanti soni majeh majeh,but amar kaceh onek valo lageh. apne sonen continue apnar proti roiloh onek suveccha.
ভালো থাকুক পৃথিবীতে আপনজন না পাওয়া মানুষগুলো❤️❤️
Hmm
❤
৩২ বছর বয়সে ২ বার প্রেমে পরছিলাম।
১ম সম্পর্কে পরলাম ২০১০ এ এবং ২য় টা ২০২১ এ.......
পার্থক্য হলো ১ম টাতে আমি ছেলেটা পাগলের মতো ভালবাসতাম আর ২য় টাতে ছেলেটা আমাকে........
একবার বিশ্বাস ভাঙ্গার পর দীর্ঘ ১১ বছর পর আবার কাউকে বিশ্বাস করছিলাম......
সত্যিকার ভালবাসা সবার কপালে থাকেনা......
আমি ভালবাসি বা আমাকে ভালবাসুক কোন টা ই পূর্ণতা পেলো না......
এখন একা খুব ভালো আছি......
বিশ্বাস শব্দ টা জীবন থেকে মুছে ফেলেছি......
জীবনে সম্পর্কের কাছে হারতে শিখেছি,পরাজয় মেনে নিতে শিখেছি.......
Mile gelo amar sathe
Same kahini,, jara chole gece tara guchiye ghor korce but ami akai roye geci,,,
Boke AI vai seme kahini amar
amaro
২০২৩ এ কারা গানটি শুনতে আসছেন। লাইক দিয়ে হাজিরা দিয়ে যান। ধন্যবাদ।
একটা গান হাজার বছর বেচে থাকার জন্য যে কথা, সুর আর আবেগি কন্ঠের প্রয়োজন তার সবই আছে এখানে।
এই গানটা আমার বন্ধু Saddam এর প্রিয় ছিলো,,,আজ নেই সে ৭ বছর হলো,আকাশে চলে গেছে😭😭আজো গানটা শুনি আমি ওর কথা মনে হলে,,,,আল্লাহ তাকে জান্নাতদান করুক,,
হুম
আমিন
Ki hoyechilo?
ভাই গান হারাম, এটা তার প্রিয় ছিল এটা মনে করে দিবেননা।
😪😪😪😪
হায়রে অর্থ! অর্থই সকল অনর্থের মূল! অর্থের কাছেই ভালোবাসা পরাজিত😰😰😰 অর্থের কাছেই দেয়া প্রতিশ্রুতি ভূলুণ্ঠিত 😰😰😰
মহারাণী, দোয়া করি যেখানেই থাকো সুখে থেকো শান্তিতে থেকো ইনশাআল্লাহ। ❣️❣️❣️
অনুভবে ভালোবাসা সুন্দর ,,দুর থেকে দেখব তোমার সৌন্দর্য😅😅😅তার আকাশ কি আমার চেয়ে বড় 😅😅😅😅এক বুক কান্না চেপে রেখে আমি ক্লান্ত😅😅
ঠকে যাওয়া মানুষগুলো বুঝে ঠকে যাওয়ার সেই কস্ট 🥲🥲
ঘুমিয়ে যাও রাত প্রহরী
পৃথিবীতে দুঃখ চুরি হয় না-💔🖤
Love you forever 😘
আগে ভাবতাম আমার মনে বেশি কষ্ট। এখানে দেখছি আমার মতো এমন অনেকে আছে।।। ভালো থাকুক না হওয়া মানুষগুলো
💔🥀
Qqqqq
Qqq
Q
Qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq
ভালোবাসা শুধুই মরিচীকা। তার কাছে কখোনোই পৌঁছাতে পারলাম না 😢 সত্যি, ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো..তার আকাশ কি আমার চেয়ে বড়????
তার আকাশ কি আমার চেয়ে বরো,,,, wow
বড় অসময়ে ভালোবেসেছিলাম তোমায়,আর যারা আমার মত ভুল সময়ে ভালোবেসেছে সমবেদনা হৃদয় থেকে 😢😭
এই গানটা একটা সময় প্রচুর শুনতাম।মামাতো ভাইকে ভালোবাসছিলাম।
"জানালা তোমার অভিমুখে খোলা " এই লাইনটা শুনলে বুকের ভিতর মোচড় দিয়ে ওঠে।
এই গানটা আমার খুব মনে পড়ে ৷জীবনে এমন একটা সময় ছিল ৷ময়লা শার্ট পড়ে স্কুলে যেতাম অনেক কষ্ট করতাম ,কিন্তু এই কষ্টের মাঝেও ভাল লাগা ছিল ৷কিন্তু কখনো মুখ ফুটে বলতে পারিনি ৷কিন্তু একটা সময় যখন তাকে বলেছিলাম ৷তখন সে অন্য একজনের কথা শুনে আমাকে ভুল বুঝে চলে গেল ৷আজকে আল্লাহ আমার অবস্থার পরিবর্তন করেছেন ৷কিন্তু আজকে তাকে ভুলতে পারিনি ৷
বলুন তো ভালো বাসা কেন এমন হয়
মাঝে মাঝে এসব গান শুনে কষ্টের পরিমাণ তীব্র হয়ে যায়🥺🥺🥺🥺
কমেন্ট পড়তে না আসলে বুঝতেই পারতাম না এই গানটার প্রতি মানুষ এর এতো আবেগ।এতো ভালোবাসা 😊
তাকে না পাওয়ার যন্ত্রণা তখনই শেষ হয়ে যায়, যখন শুনতে পাই এখনো তার কাছে পৃথিবীর সবচেয়ে দামী মানুষটি আমি
আমার জীবনের কথাটি লিখেছেন,
Rabiul Vai, আপনার লেখাটি আমার জীবনে কথা, যে মেয়েটিকে আমার জীবনে চেয়ে বেশি ভালবেসেছিলাম, সেই মেয়েটা একটা পাষাণী।
nice apnar onoboti
মিথ্যা
hey bhai tik bolsen,et jonno ami valobasha tekeh biroto asi and biroto takbo continue.
যখন ছোট ছিলাম চাচ্চু কে দেখতাম এই গান গুলো শুনতে।।।
এখন আমি আর চাচ্চু এক সাথে শুনি।।।
এই গান গুলোই আমাদের maturity কত্তো তা বুঝিয়ে দেয়।।
জীবনে না পাওয়ার কষ্ট আগে তো বুঝুনি যদি বুঝতাম তাকে কখনো হারিয়ে যেতে দিতাম না,,এপৃথিবীর মাঝে সবকিছু ভুলা গেলেও ভালোবাসার মানুষকে ভুলতে পারি না,,,তার জন্য অবিরাম রয়ে গেল ভালোবাসা ❤❤❤
কিছু কারণ ছাড়া হয়তো কেউ এতো উপলব্ধি করে শুনবেনা🙂, স্মৃতিটা রেখে গেলাম।
তোমাকে কতভাবে ডেকেছি...! কতভাবে থাকতে বলেছি....! কিন্তু তুমি কোন বড় আকাশের বিনিময়ে আমার চাঁদ উদয় হতে দাওনি আমার নিষ্পাপ আকাশের বুকে। এখনো তোমার আকাশের দিকে তাকিয়ে থাকি.... প্রতিদিন রাতে একটা তারা তোমার খবর জানিয়ে দিয়ে যায়। আর আমার নির্ঘুম রাত উপহার দিয়ে যায়🥰🥰
🥲🥲
love you bro ❤❤💔💔💔
Nice sad song
ভালোবাসার মানুষটাকে হারানোর যে কতোটা কষ্টের সেটা যার হারায় সে ই বোঝে।তার কথাটা আজ ও খুব মনে পড়ে।আর এই গানটা শুনতে এসে কেও আমার কমেন্ট পরলে একটা লাইক করবেন ।যাতে আপনার লাইক কমেন্ট এর নটিফিকেশনে আমি আবার এই গানটা শুনতে আসবো
Like dilam apni abar sunen.
গানটা হাজার হাজার বার শুনেছি, মনে হচ্ছিল- যেন আমার জন্যই এই গানটার জন্ম।❤️🩹💔❤️🩹💔
what a talk
ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো তার আকাশ কি আমার চেয়ে বড়? ❤❤❤
ঘুড়ি তুমি কার আকাশে ওরো তার আকাশ কি আমার চেয়ে বরো।💔🥀
তাকে না পাওয়ার কস্ট ভুলে যায়,যখন দেখি সে ভালো আছে❤️❤️
তোর পাঠানোর পর গানটা প্রথম শুনেছিলাম। তারপর গানটার প্রেমে পড়ে যায়। কিন্তু ভাবতেই পারিনি তোকে আর আমাকে কোনো দিন আলাদা হয়ে যেতে হবে। খুব ভালোবাসি বাবাই তোকে। খুব কষ্ট হচ্ছে।
I Miss You
পৃথিবী কারো জন্য থেমে থাকে না, ভালোবাসার মানুষকে পেতেই হবে কেন? দূর থেকে ও ভালোবাসা যায়। একটা সময় থেমে যায় আবেগ, থাকে শুধু প্রয়োজন / দায়িত্ব।
পৃথিবী কারো জন্য থেমে থাকেনা,ভালবাসার মানুষকে পেতেই হবে কেন? দূর থেকেও ভালোবাসা যায়।একটা সময় থেমে যায় আবেগ, থাকে শুধু প্রয়োজন/দায়িতত
ভাই আপনার কমেন্ট টা ভালো লাগছে...❤️
তুমি অনেক কিছু শিখে গিয়েছো,,,,,,
সেটার জন্য অসংখ্য ধন্যবাদ,,,,, খুব ইচ্ছা ছিলো মন খুলে একবার কথা বলার।
কিছুই বলার নেই,ভালো থাকুক সকল ভালোবাসার মানুষ গুলো ,যেখানে থাকুক😥😥😥😥😥😥
ঠকে যাওয়া মানুষ গুলো বুঝে ঠকে যাওয়ার কি সেই কষ্ট 💔🙂
এই অপসংস্কৃতির যুগে এককথায় অসাধারণ অসাধারণ গান।
হয়ত তার আকাশে সে ভালোই আছে, তার আকাশটা বসন্তের মত উজ্জল, আর আমার আকাশটা মেঘাচ্ছন্নতায় অন্ধকারে আচ্ছাদিত , নেই কোন বসন্তের ছোঁয়া,, কতশত ডাকি তোমায় তুমি কি তা শুনতে পাওনি বা শোনার চেষ্টাও করনি💔
Nc
in-sa-allah aponar akash o ak din bosonter akash hbe........................................😔
@@imrulhasan891 y
a
@@imrulhasan891 াাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাা
পৃথিবীর সবচেয়ে কষ্ট হচ্ছে এক তরফা ,,,,,ভালোবাসা,,,,যেটার বাস্তব প্রমাণ,,, আমি,,,,,,,,, 😢😢😢😢😢😢
Apnar ektorfa prem chilo but amader dojner mote somporko chilo 5year 3 month love korar pore amon aghat dilo ajo tar Kota sriti mone podle Mon chi samne ja Kichu pai venge Feli ki oporad chilo Amar ki Karon ..sotti Mon theke valobesechilam beimantare .
বলার মতো কোন ভাষা পেলাম না,হাজারো মন এভাবেই লুকিয়ে থাকে,কখনো কখনো গান গুলো শুনলে মনের অজান্তে কোত্থেকে যেন চলে আসে❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥
সে যেখানেই থাকুক, ভালো থাকুক। সবাইকে নিয়ে ভালো থাকুক।
আমি এতটা সুন্দর নই যতটা সুন্দর হলে তার মাথায় সারাক্ষণ থাকা যায় ..... আমি এতটা সুন্দর নই যতটা সুন্দর হলে সে অন্য মেয়েদের নেশায় পড়বেনা ..... আমি এতটা সুন্দর নই যত টা সুন্দর হলে তার 1st priority হয়ে থাকা যাই.... 🙂💔🙃
আসলে জিবনটা সাজাতে চাই
কি আর বলব এখনই ব্রেকআপ করে গান শুনতে আসলাম,,,,
কতদিন বাঁচব জানিনা, তবে কমেন্ট লাইক করলে হয়তো গানটা আবার শুনতে পারবো , আর এক প্যকেট সিগারেট দোকানে বেশি বিক্রি হবে
আমি রিপ্লে দিয়ে গেলাম।
Right
অসম্ভব পছন্দের একটি গান, সত্যিসত্যিই অসাধারণ 😜💙😜
এই গানটা যতবার শুনি তুমার কথা খুব মনে পরে। কিন্তু তুমার চেহারা আমি ভুলে গেছি। আল্লাহ তুমাকে বেহেশত বাসি করুন
কি হয়েছিল উনার😪😪
কিভাবে কি হইছে ভাই
Ki plm vyya
প্রিয় মানুষ গুলো দুর থেকেই সুন্দর। কাছে আসলে কদর কমে যায়।আমি প্রিয়কে পাশে পেয়েও পাশে রাখতে কষ্ট হচ্ছে😫😫😫
Same
@@shirinsima7889 😥😥😥
সেইম
হারিয়ে ফেল্লাম ইহকালের জন্য😣আমার ভালোবাসা এখন আমার জন্য নিষিদ্ধ 😣😣
এটা থেকে কষ্ট বোধায় আর কিছু নেই।
ভালোবাসা অভ্যাস ছাড়া আর কিছুই না,যার সাথে অনেক দিন একসাথে অনেক স্মৃতি ঝমানো হয়,সে হঠাৎ করে চলে গেলে তার সাথে যেই অভ্যাস গুলো তৈরী হয়েছিলো ,সেই অভ্যাস গুলোর অভাব মানুষকে সীমাহীন কষ্ট হয়,তার অনুপস্থিতি একটা মানুষকে কি পরিমান পীড়া দেয় তা বলে বুঝানো সম্ভব না।কেও যদি জানতো একটা সময় তার ভালবাসার মানুষটা হারিয়ে যাবে তাহলে হয়ত সে কখনোই ভালোবাসায় ঝরাতো না।হারিয়ে যাওয়া ভালোবাসার মানুষটা এখন কোথায় আছে, কি করছে কেও কি জানে?হয়তো অনেকেই জানে না,আর এই না জানতে পারাটাই তার সাথে তৈরী হাজারো স্মৃতি মনে করিয়ে দেয় আর মানসিক পীড়ন দেয়🙂ভালোবাসায় যে পরিমান সুখ তারচেয়ে হাজার গুন কষ্ট 🙂
❤❤❤
ঘুড়ি তুমি কার আকাশে উড়ো? তার আকাশ কী আমার চেয়ে বড় ?😊
এই গানগুলি ই আমার বেঁচে থাকার সম্বল। কোনো মানুষ তো আর আমার হলোই না 🙂
এই গানের মাঝেই যেনো নিজেকে দেখতে পাই, ভালো থাকুক তারা এই কামনা
কেন?
এ গানটার সাথে মানুষের যে এতো আবেগ জড়িয়ে আছে,,এ গানটা না শুনলে হয়তো বুঝা হতো নাহ্।। গানটা সত্যিই অসাধারন।।
তুমি স্মার্ট হতে শিখিয়েছিলে, কিন্তুু কি হল তাতে, তবুও চলে গেলে।জীবন তো চলে যাচ্ছে তোমায় ছাড়া কিন্তুু বিশাল অপুর্ণতা যে কাটে না প্রিয়।
সোনালী তোকে ছেরেছি সেই ২০০৯সালে আর সেই থেকে ২০২২সালে তোকে দোয়া করি 😭😭💘💘 তুমি সুখে শান্তিতে থাকো তাকে নিয়ে
এই গানটা প্রথম শুনেছিলাম, এফএম রেডিও তে।ভালোলাগার মতোই গানটা।
এক চিলতে ভালবাসার বিনিময়ে সে আস্ত একটা আকাশ পেয়েছিলো,......হয়তো সস্তা মনে হয়েছিলো।
আলহামদুলিল্লাহ ভালো আছি🤍🤍
সত্যি কথা বলতে " এখনকার ঘুড়ি গুলো সম্ভবত রংগের আকাশ গুলো তে উড়তে ওরা অনেক বেশি পছন্দ করে। 🙂🌼🖤 সর্বশেষ একটাই কথা বলবো আল্লাহ যা করে ভালোর জন্যই করে, যেমন আছি আলহামদুলিল্লাহ 🙂🖤
এই গানটা যতবার শুনি ততবার শুনতে মন চায় বেঁচে থাকুক আজীবন গানটি❤
প্রিয়তমা তোমাকে পেয়ে গেলে এত সুন্দর গানটা শুনতে পারতাম না।যুগের পর যুগ যখন কেউ গানটা শুনতে এসে বমার কমেন্টে লাইক দিবে, তখন আমার কাছে নোটিফিকেশন আসবে পরে তোমার স্মৃতিগুলো মনে করে আবার গানটা শুনবো 😢😊
আমার খুব প্রিয় একটা গান
ভালোবাসা অবিরাম ভাই এত সুন্দর গান উপহার দেয়ার জন্য।
এখান থেকে ৩০ বছর পরেও গানটা সমান প্রিয় হয়ে থাকবে!!!
2033 er jonno comment e kore rekhe dite chai.. jani na beche thakno kina….. kintu amar mone kono dukkho nei kao k niye… er poreo onek valo lage ei gaan ta….. ami amar valobashar manush kei jibon songi hisebe peyechi ALHAMDULILLAH.🥰🥰🥰
প্রিয়, তোমাকে পেয়ে গেলে হয়তো কখনো এমন সুন্দর বাস্তবমুখী গান শোনা হতো না। ধন্যবাদ তোমাকে, আমার বিশ্বাস নিয়ে খেলার জন্য, তোমার কাছে কৃতজ্ঞ 🙂
সেই দিন গুলো খুব মনে পরছে😭😭😭❤️❤️
কাউকে পেয়ে হারানোর কষ্টের মতো হয়তো পৃথিবীতে আর কোন কষ্ট নাই
Ghuri aj onno karo akashe uree😂😢😢
এই গানটা আমার জীবনের সাথে মিলে আছে। ঘুড়ি তুমি অধরের আকাশে ওরো।
আহা কি Nostalgia!! কোথায় হাড়িয়ে ফেলেছি কৈশর!!
ভাই আমি আপনার এই গান শুনেই আপনার ফ্যান হয়েছিলাম।কি দুর্দান্ত এক্সপ্রেশন লিরিক্স গায়কী ।
যখনি শুনি তখনি ভালো লাগে।মনটা ছুঁয়ে যায় ❤️❤️❤️❤️
ভালবাসা ভাই ❤️❤️❤️❤️
তোমাকে পেয়ে গেলে এতো সহজে এই সুন্দর গানটা শুনা হতো না বার বার ❤
ভালো থাকিস তুই তোর মতো করে, ছেরে গেলাম আজ তোকে অন্য কারো আকাশে, যার আকাশ আমার চেয়ে বড় 😢
Dear Dear Honorable "Lutfor Hasan"Vai, Congratulations...For Oshadharon Sundar Surer Song Ghuri Tumi Kar Akashe Oro....Tar Akash Ki Amar Che Boro.... Bolar Opekha Rakhena Apurbo....
শেষ বয়সে ও হয়তো তার কথা মনে করে চোখে জল চলে আসবে 🥺🥺
ইস
গানটি যে লিখেছে সে না জানে কত ভালোবাসা বুকের মাঝে নিয়ে লিখেছে, ভালোবাসার মানুষটি দূরে সরে গেলেই ভালোবাসা প্রকাশ করা যায়, আমিও তাকে পাইনি আর পাওয়ার আশা ও নেই তবুও ভালোবাসি তাকে 💔💔💔
এতো কষ্টের মাঝে আছি মনে করছি আমার মতো এতো কষ্টে আর কেউ নেই,,, কিন্তু আমার মতো আরো অনেকেই আছে,,,ভালো থাকুক না হওয়া প্রিয়সী
২০২৪ এ গানটি শুনলাম অনেক ভালো লাগলো ❤❤❤সুন্দর এমন গান শুনতে আমার খুবি ভালো লাগে ❤❤❤
প্রায় দশ বছর হয় তোমাকে দেখি না😪😪,আর জীবনেও জানি দেখা হবে না😪😪জানিনা কার আকাশে তুমি উড়ে চলছ,,দোয়া করি ভাল থেক তুমি আখি🙏🙏
সে কি অনেক দূরে
স্মৃতি হিসেবে রাখলাম ২০২৪ কে
২০৩২ সালে জন্য এই কমেন্ট করে গেলাম ,,,☺️ আজ থেকে ১০ বছর পর যখন ছোট্ররা এই গান শুনবে ,আর এই কমেন্ট দেখবে '😍 তখন তারা বুঝতে পারবে এই গানটা আমাদের কত প্রিয় ছিলো,🥰❤️❤️🥰
আমার ছোট্ট চাওয়া তোমার বৃষ্টিতে ভিজে যাওয়া ( Awesome)
খুব কষ্ট লাগে,, 😢😢কেননা তাকে পাওয়া হয়নি তবে স্মৃতি গুলো তো ভুলা যায় না তাই,,, কষ্ট ? হয়😢 যদি ফিরে পেতাম তাকে তাহলে হয়তো আকড়ে ধরে বাকিটা সময় শেষ করতাম😢😢😢😢
তোমাকে পেয়ে গেলে হয়তোবা এত সুন্দর একটা গান শোনা হতো না প্রিয় 💔স্মৃতি দেখে গেলাম 😚যুগ যুগ ধরে যখন মানুষ এই গানটি শুনতে আসবে😳 তখন কেউ like দিলে notification পেয়ে দে আসবে তখন কেউ
শৈশব কালটাই ভালো ছিল যত বড় হচ্ছি ততই যানি সুখ গুলো হারিয়ে যাচ্ছে😔😔☹️
সত্যি গান টা অসাধারণ
আজও গানটি শুনে চোখে পানি ধরে রাখতে পারি না। পারলে ফিরে এসো
স্মৃতি হিসেবে রেখে গেলাম
যুগ যুগ ধরে মানুষ আমার কমেন্ট পড়বে।
গানটি বর্তমান সময়ের চরিত্রহীন
সমাজ নোংরা করা মেয়ে গুলোর চরিত্র
খুব গভীর ভাবে ফুটিয়ে তোলা হয়েছে,
যা সবার বুঝে আসবেনা।
দুইটি হাত এক করা অনেক সহজ 🥰🥰কিন্তু সারাজীবন সেই হাত ধরে রাখা অনেক কঠিন 💔💔💔ভালোবাসার রঙ বদলায় কারণে অকারণে 🖤🖤🖤
Apnar Kotha Gulo Mon chuye gelo
দারুণ বলেছেন ।
এতো সুন্দর একটা অনুভূতির গান মনটা ছুয়ে গেল❤
তোমায় পেয়ে গেলে এত সুন্দর গানটা শোনা হতো না প্রিয়,, স্মৃতি করে রেখে দিলাম,, যুগ যুগ ধরে যখন মানুষ এই গানটি শুনতে আসবে🙂 তখন একটা লাইক দিলে,নোটিফিকেশন পেলে আমি আবারো এই গানটি শুনতে আসবো,😒😢😭
অসাধারণ❤❤
এক সময় সবচেয়ে প্রীয় ছিলাম।আজ বেশী অপ্রীয় আমি।সার্থপর মানুষ টি ভালো থাকুক।
অসম্ভব ভালোলাগা আর ভালোবাসা মিশে আছে গানটাতে। তুমি প্রতিদিন কি আবেগী মন নিয়ে ছুটে আসতে ! শুধু একটি বার আমাকে দেখার জন্য। একটা বড় দেয়াল আমাদের এক হতে দিলো না। যাকে একদিন না দেখে থাকতে পারতে না 😢 আজ ২৫ বছর হলো তোমার মুখটা দেখি না। 😢 একই শহরে থাকি অথচ কতো টা অচেনা আজ। তারপর ও বলবো ভিষণ ভালো থেকো তুমি। জীবনে শেষ দিন টাতে হলেও একবার দেখার বড় ইচ্ছে হয় 😢
যুগের পর যুগ একসাথে থাকার পরেও যারা কখনো একে অন্যের আপন হয়না তারা হলো স্বামী স্ত্রী 💔💔
K bollo
Thik
Hmm
তোমাকে পেয়ে গেলে হয়তো এতো সুন্দর গান টা শোনা হতো না। স্মৃতি রেখে গেলাম। যুগ যুগ ধরে মানুষ যখন এই গানটি শুনতে আসবে তখন কেউ লাইক দিলে নোটিফিকেশন পেলে আমি আবার তোমায় ভেবে এই গানটি শুনতে আসবো😭💔🥀
তার আকাশে ভালো থেকো প্রিয়😔
তুমি সবসময় আমার হ্যাপিনেস হয়েই থাকবে।
খুব মিস প্রিয়🤲
আমি শরীফ নামের একটা ছেলেকে খুব ভালবাসি আজ ও মনে আছে থাকবে সে❤️❤️❤️
তোমার প্রেমের স্মৃতি গুলো আজও তিল পরিমাণ ভুলতে পারি নাই।স্ত্রী সন্তান নিয়ে আছি বেশ,ওদের ভালবাসার সীমানা পেরিয়ে এই পৃথিবী থেকে অন্য কোন পৃথিবীতে যাওয়া হয় না,তাই তোমার খোঁজ খবর আমার কাছে নেই,আছে শুধু তোমার শান্ত হৃদয়ের সেই প্রান ছোঁয়া ভালবাসার বর্ন মালা গুলো ।সেই দিন গুলি আজ কত বছরের নিচে চাপা পরে আছে কিন্তু হৃদয়ের গহিনে তোমাকে চাপা দিতে পারিনি।সকলের অজান্তে আজও ভালবাসি তোমাকে ।নীরবে এই মন তোমাকে এখনও খোঁজে ফিরে বেড়ায় অতীতের স্মৃতির আঙ্গিনায় ।অন্তত এক পলকের জন্য তোমাকে এখনও দেখতে ইচ্ছে করে।
আপনার গল্পের সাথে আমার গল্পটা সম্পূর্ণ একি রকম😭😭
Same kahini
ভালো থেকো আমার ভালোবাসা,,, গানটা সত্যিই অসাধারণ
আগে ভাবতাম আমার মনে বেশি কষ্ট। এখানে দেখছি আমার মতো এমন অনেকে আছে।।। ভালো থাকুক না হওয়া মানুষগুলো :)
ভালবাসার মানুষ কাছ থেকে যখন দেশের বাহিরে থাকতে হয়, তখন ভালবাসা কি আর আগের মত থাকে😢😢😢😢😢❤❤❤।
ঘুরি টা আমার আকাশেই আছে তবুও গান টা শুনলে নিজেকে হারিয়ে ফেলি কারন ফেলে আসা কথা গুলো খুব মনে পরে
সবাই বোরো থেকে বোরোই খুজে কেউ আর যার কাছে জেটুকু আছে বলেনা আমি এইটুকুর
রাজ বিরাজ করবো❤❤❤
যতই শুনি ততই মুগ্ধ হই লুৎফর ভাই আপনার জন্য ভালবাসা ও দোয়া রইল
tik kota bolsen bhai.onek din poreh gaanti sonlam and I really liked the song.