বাংরিপোসি || BANGRIPOSI || ODISHA || BIKE RIDE IN MONSOON || KOLKATA TO ORISHA || BIKETOUR || 2024 |

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 окт 2024
  • Besically I am a bike rider, love to go close to nature, I love mountain
    বাংরিপোসি ভ্রমণ, দুদিনের ছুটিতে যাওয়া যায় ওড়িশার ময়ূরভঞ্জ জেলায় অবস্থিত ছবির মত সুন্দর ও জনপ্রিয় সাপ্তাহান্তিক গন্তব্য যা কলকাতা থেকে ২২০ কিমি। এমনিতে বাতাসে শীতের ছোঁয়া লাগতেই বাঙালি মন একটা পা বাড়িয়েই রাখে একঘেয়ে জীবন থেকে একটু ব্রেক নিতে। আর হ্যাঁ যাদের মনে ঘুরছে বুদ্ধদেব গুহ’র উপন্যাস ‘বাংরিপোসির দু রাত্তির’, বাস্তবে দেখবেন ততোধিক সুন্দর জায়গাটি। প্রকৃতি যেন তার সব সৌন্দর্য্য দিয়ে জায়গাটিকে সাজিয়েছে পর্যটকদের জন্য। এখানে নদী, পাহাড়, অরণ্য, তার সঙ্গে আদিবাসীদের গ্রাম সব মিলিয়ে নগর জীবনের ক্লান্তি ভোলাতে বাংরিপোসি এক আদর্শ জায়গা।
    যদি লং ড্রাইভ পছন্দ করেন তবে কলকাতা থেকে বাংরিপোসি ২২০ কিমির এই রোড ট্রিপ আপনি সত্যই উপভোগ করবেন। তাছাড়াও
    ওড়িশার রানী বাংরিপোসিকে ঘিরে আছে বিদ্যাবিহার, পাথরকুসী, অর্ধেশ্বর, বুধবোধী ছাড়াও নাম না জানা অনেক পাহাড় চূড়া যেগুলো সকাল সকাল খাওয়া দাওয়া সেরে অনায়াসে ট্রেকিং করে আসা যায়।
    বেলাতে বুড়িবালাম নদীতে স্নান সেরে খাওয়া দাওয়া করে বিশ্রাম নিয়ে বিকেলে হেঁটে জঙ্গল - গ্রামে ঘুরে আসা এক অনন্য অভিজ্ঞতা ।
    সন্ধ্যায় দূরে জঙ্গল থেকে ভেসে আসা মাদলের তান আর পাখিদের ঘরে ফেরার গান আপনাকে পৌছে দেবে এক নতুন দেশে।
    শাল, মহুয়া, শিমুল,পলাশের পাশাপাশিএখানে রয়েছে আম, জাম, কাঁঠাল সহ নানান গাছ-গাছালি।
    পথের দুধারে চোখে পড়বে আদিবাসিদের ঘরবাড়ি যার নিকানো উঠোন আর সুদৃশ্য আলপনায় আঁকা চিত্রিত দেওয়াল এককথায় অনবদ্য ।
    কলকাতা থেকে বাংরিপোসি যাবার বিভিন্ন উপায় রয়েছে যেমন
    ট্রেনেঃ কলকাতা থেকে ধৌলি এক্সপ্রেস এ বালেশ্বর নেমে ওখান থেকেই বাংরিপোসি লোকাল ধরে বাংরিপোসি আসা যায়। অথবা বালেশ্বর থেকে গাড়ি বুক করে ৮৫ কিলোমিটার রাস্তা পেরিয়ে বাংরিপোসি।
    বাসেঃ ধর্মতলা বা বাবুঘাট থেকে থেকে রাতে বাসে বারিপদা হয়েও বাংরিপোসি আসা যায়।
    গাড়িতেঃ লং ড্রাইভে যেতে চাইলে কলকাতা থেকে গাড়িতে NH৬ ধরে সহজেই পৌঁছে যান বাংরিপোসি (প্রায় ২২০ কিমি)।
    বাংরিপোসি ভ্রমণের সেরা সময় (Best time to visit Bangriposi)
    মনোরম আবহাওয়ার জন্য অক্টোবর থেকে জুন পর্যন্ত সময়কে বাংরিপোসি ভ্রমণ করার সেরা সময় ধরা হয়। তবে বর্ষার এখানে একেবারে অন্য রূপ থাকে, না ভয়ংকর নয় বরং বলা যায় কাব্যিক, সেটাও দেখার।
    #bengalimotovlogger
    #travel
    #jangobiker
    #orissa
    #bangriposi
    #mayurvanja
    #kolkatatoorissa
    #royalenfieldclassic350bs6
    #royalenfieldlover
    #groupride
    #2024

Комментарии • 6

  • @railbuddy8372
    @railbuddy8372 Месяц назад +1

    darun jaiga bangriposi dada...jhingpahari tao dekeh nin....wonderful....big like

  • @Midnightwolf59
    @Midnightwolf59 Месяц назад +1

    ❤❤❤❤❤❤

  • @tuhintalukdar1922
    @tuhintalukdar1922 Месяц назад +1

    🎉🎉🎉❤❤

  • @ananyaghosh2928
    @ananyaghosh2928 Месяц назад +1

    Dada tomar ei video ta sotti khub vlo legeche kintu je karone ei 19th r ride holo r jar jonno holo seta kothai ektuo bolle na....amra kintu sedin including tumio power rangers WB r 2nd anniversary te ride ta korechilam...setao kothao bolle na😔

    • @jangobiker
      @jangobiker  Месяц назад

      @@ananyaghosh2928 আমি কিন্তু ভিডিওতে সকলকে দেখিয়েছি

    • @ananyaghosh2928
      @ananyaghosh2928 Месяц назад

      Tumi je kaouke dekhao ni seta aami kintu akbaro boli ni dada....aami sudhu bolechi kno ei ride ta holo r kar jonno holo seta bolle na