ভাই ভিডিও করা সহজ কিন্তু মানুষকে বুঝানো এতো সহজ নয়। ভিডিওর প্রথম দিকে সম্পূর্ন সাইজটা বলে নিবেন, তারপর সেলফ এবং চুলার জায়গা, জানালা, সিঙ্ক, বেনটিলেশন, দরজা এবং একটা প্রয়োজন অনুসারে সকেট লাইন ইত্যাদি কোন সাইজের বা কোথায় বসবে তা পর্যায় ক্রমে বলেন। এবং প্রতিটা কথা স্পষ্ট করে বলেন। ইনশাআল্লাহ ভালো কিছু করতে পারবেন।
650 স্কয়ার ফিট দুতলা ফাউন্ডেশন দিয়ে একতলা করতে কত খরচ পরবে?
আনুমানিক 13 থেকে 14 লক্ষ্য টাকা খরচ হবে আপনার চাহিদা ও লোকেশন অনুযায়ী পার্থক্য হতে পারে
@@TamimConstruction ধন্যবাদ ভাই
ভাই ভিডিও করা সহজ কিন্তু মানুষকে বুঝানো এতো সহজ নয়। ভিডিওর প্রথম দিকে সম্পূর্ন সাইজটা বলে নিবেন, তারপর সেলফ এবং চুলার জায়গা, জানালা, সিঙ্ক, বেনটিলেশন, দরজা এবং একটা প্রয়োজন অনুসারে সকেট লাইন ইত্যাদি কোন সাইজের বা কোথায় বসবে তা পর্যায় ক্রমে বলেন। এবং প্রতিটা কথা স্পষ্ট করে বলেন। ইনশাআল্লাহ ভালো কিছু করতে পারবেন।
ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মতামত জন্য ভালো থাকবেন
ভাই আপনার imo / what’s app নাম্বার টা দেয়া যাবে আপনার সাথ পরামর্শ করতে চাই ভাই।
01917750737