মন বসে না ঘরে। Mon Boshena Ghore. রাজু মন্ডল। Raju Mondol. Team 90 Music.

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 сен 2024
  • সম্পূর্ণ নতুন আধ্যাত্মিক গান।
    শিল্পী : রাজু মন্ডল ।
    কথা : জাকির হোসেন ঈদুল ।
    সুর : জাকির হোসেন ঈদুল ।
    সংগীত : মান্নান মোহাম্মদ ।
    সম্পাদনা : হাবিবুর রহমান ।
    লেভেল : টিম ৯০ মিউজিক ।
    প্রযোজক : জাকির হোসেন ঈদুল ।
    Bangla New folk song.
    Singer : Raju Mondol.
    Lyric : Zakir Hossain Eidul.
    Tune : Zakir Hossain Eidul.
    Music : Mannan Mohammad.
    Video : Habibur Rahman.
    Level : Team 90 Music.
    Producer : Zakir Hossain Eidul.
    #banglasong
    #newvideo
    #viralvideo
    #rajumondol
    আমার মন বসে না ঘরে
    মন যে কেমন করে
    একদিন এসে যম শিকারি
    নিয়ে যাবে ধরে ।।
    পুলিশে ধরিলে পরে
    হাজতেতে ভরে
    বিচার বিবেচনা করে
    ছেড়েও দিতে পারে।
    যমেতে ধরিলে পরে
    নিয়ে যায় সে পর পাড়ে
    সেখান থেকে কেউ কোনদিন
    আসেনি আর ফিরে ।।
    শালিসে বসিলে পরে
    কি জব দেব তারে
    কিসের অজুহাতে রেহাই
    পাবো শেষ বিচারে ।
    বইতে হবে পাপের বোঝা
    সইতে হবে ভুলের সাজা
    যেখান থেকে কেউ কোনদিন
    বাচিতে না পারে ।।
    জাকির হোসেন তাই তো এখন
    কান্দে দিবানিশি
    আল্লাহ আমায় করো না গো
    জাহান্নামের বাসি ।
    তুমি আল্লাহ দয়ার সাগর
    দয়া কর আমার উপর
    দোজখেরই আগুন আমি
    সইতে পারবো না রে ।।
    -- জাকির হোসেন ঈদুল ।
    প্রত্যেকটা জীবই মরণশীল । আজ যার জন্ম হয়ছে সে একটা চরম সত্যি নিয়ে জন্মগ্রহন করেছে। আর তা হলো তাকে মরতে হবে। এই দুনিয়া চিরস্থায়ী নয় । মৃত্যুর কোন বয়স নেই । যে কোন সময় যমদূত চলে আসতে পারে। তাইতো এই নির্মম সত্যটা উপলব্ধি থেকেই গানটির সৃষ্টি । এই দুনিয়া ছেড়ে কেউই যেতে চায় না । তাইতো গীতিকার লিখেছেন " আমার মন বসে না ঘরে মন যে কেমন করে । পুলিশে ধরিলে পড়ে কোন না কোন অজুহাতে ছেড়েও দিতে পারে । কিন্তু আজরাইল ধরলে পরে তাকে আর ছেড়ে দেয় না ।তারে সে আরেক জগতে নিয়ে যায় যেখান থেকে কেউ আর ফিরে আসে না । আমরা জানি মৃত্যুর পরে আর একটি জীবন আছে । ।যেখানে আমাদের কৃতকর্মের জবাবদিহিতা করতে হবে। সেই জীবনের জন্য আমরা কি করেছি। কি জবাব দিবো আল্লাহর কাছে। আমার পাপের বুঝা আমাকেই বইতে হবে। আমার পাপের সাজা আমাকেই সইতে হবে । এই ভাবনা থেকেই গানটির সৃষ্টি । আশা করি গানটি সবাইকেই মৃত্যুর কথা স্বরণ করে দেবে ।
    ধন্যবাদান্তে -
    গীতিকার জাকির হোসেন ঈদুল ।
    কর্ণধার " টিম ৯০ মিউজিক ।
    হোয়াটসঅ্যাপ ( ০০৯৬৬৫৬৭৭৫৯০২০)
    সৌদিআরব, রিয়াদ ।
    • বাংলা ফোক গান । হাসে ঐ...
    • বাংলা আধ্যাত্বিক গান /...

Комментарии • 8

  • @shuvonkhan6246
    @shuvonkhan6246 5 месяцев назад +3

    অসাধারণ

  • @amidolonchapa525
    @amidolonchapa525 5 месяцев назад +2

    অতুলনীয় গায়কী ❤️❤️

  • @rizvi_roiz
    @rizvi_roiz 5 месяцев назад

    শুভ কামনা রইলো ♥️ দাদা

  • @emonaslamsadsong
    @emonaslamsadsong 5 месяцев назад

    দারুণ। ভালোবাসা রইলো সকলের জন্য ❤❤❤

    • @Team90Music-sw7fs
      @Team90Music-sw7fs  5 месяцев назад

      ধন্যবাদ প্রিয় ভাই ।

  • @suymahossain9402
    @suymahossain9402 5 месяцев назад

    ❤❤❤❤❤