ইস্তিঞ্জার সুন্নাতসমূহঃ ১. মাথা ঢেকে রাখা। 👉 [বাইহাকী, হাদীস নং ৪৫৬] ২. জুতা-সেন্ডেল পরিধান করে যাওয়া। 👉 [তাবাকাতে ইবনে সাআদ’, ১৮৫/ কানযুল উম্মাল,হাদীস নং ১৭৮৭২] ৩. পায়খানায় প্রবেশের পূর্বে এই দু‘আ পড়া। (اللَّهُمَّ إِنِّى أَعُوذُ بِكَ مِنَ الْخُبْثِ وَالْخَبَائِثِ) 👉 [বুখারি (তাওহীদ), হাঃ নং-১৪২] ৪. দোয়া পড়ার পর আগে বাম পা ঢুকানো। 👉 [আবু দাউদ, (তাহকিককৃত) হাঃ নং-৩২] ৫. কিবলার দিকে মুখ বা পিঠ দিয়ে না বসা। 👉 [বুখারি (তাওহীদ), হাঃ নং-১৪৪] ৬. যথাসম্ভব বসার নিকটবর্তী হয়ে সতর খোলা এবং বসা অবস্থায় পেশাব ও পায়খানা করা, দাঁড়িয়ে পেশাব না করা। 👉 [সূনান আত তিরমিজী (তাহকীককৃত) হাঃ নং-১৪] ৭. পেশাব ও নাপাক পানির ছিঁটা হতে অত্যন্ত সতর্কতার সাথে বেঁচে থাকা। 👉 [বুখারি (তাওহীদ), হাঃ নং-২১৮] ৮. পানি খরচ করার পূর্বে ঢিলা-কুলুখ (বা টয়লেট পেপার) ব্যবহার করা। 👉 [বাইহাকী, হাদীস নং ৫১৭] ৯. ঢিলা ও পানি খরচ করার সময় বাম হাত ব্যবহার করা। 👉 [বুখারি (তাওহীদ), হাঃ নং-১৫৪] ১০. পেশাবের ফোঁটা আসা বন্ধ হওয়ার জন্য আড়ালে সামান্য চলাফেরা করা। 👉 [ইবনু মাজাহ, হাঃ নং- ৩২৬] ১১. যেখানে পেশাব ও পায়খানার জন্য নির্ধারিত কোন জায়গা নেই, সেখানে এমনভাবে বসা যেন ছতর নজরে না পড়ে। 👉 [আবু দাউদ, (তাহকিককৃত) হাঃ নং-২] ১২. ঢিলা-কুলুখ ব্যবহারের পর পানি ব্যবহার করা। 👉 [সহীহ ইবনে খুযাইমা, হাদীস নং ৮৩) ১৩. ডান পা দিয়ে বের হওয়া। 👉 [আবু দাউদ, (তাহকিককৃত) হাঃ নং-৩২] ১৪. বাইরে এসে এই দু‘আ পড়া। (غُفْرَانَكَ الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَذْهَبَ عَنِّي الأَذَى وَعَافَانِي) 👉 [আবু দাউদ, (তাহকিককৃত) হাঃ নং-৩০] রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর সুন্নতগুলো জীবনে বাস্তবায়ন সম্ভব হলে, জীবন সুন্দর ও সার্থক হবেই ইনশাআল্লাহ। হে আল্লাহ পাক নবীজির সকল সুন্নাতগুলি পালন করার তাওফিক আমাদের দান করুন।
নতুন আলোচনা ruclips.net/video/EXdmEqUfM9s/видео.html
হে আল্লাহ্ আপনি ড.সাদিকুর রহমান আজহারী সাহেবকে দীর্ঘ নেক হায়াত দান করুন আমিন।
মাশা আল্লাহ হযরতের কথা অনেক বলো লাগলো হযরতের কথা অনেক সুন্দর এবং সত্য 💚 💚 মনমুগ্ধকর কোরআন তেলাওয়াত ধন্যবাদ
Ameen
জাজাকাল্লাহ
mas allah onek sundor was allah take islamer jonno koboul koruk
হুজুর,আমি ভারতের আসাম থেকে বলছি,,amaader তরফ থেকে আন্তরিক সুবেচ্চা ও সালাম রইলো,,আমদের জন্ন দুয়া করবেণ,এর থেকে আড় কিচ্ছু বলতে পার বনা 😥😥😥😥
ইসলামমি এই টিবি খুবই ভালো কাজ করে অজ দেখাই এই টিভি আমার কাছে খুব ভালো লাগে
mashallah
মাশাল্লাহ পুরা মাওলানা সাঈদীর কন্ঠে
মুসলিম, সব ভুলে এক হও,,,,
You are grate
মাশাআল্লাহ
Very very nice waz
হুজুর আমি ইন্ডিয়ার কুচবিহার থেকে বলতেছি আমি আপনাকে অনেক ভালোবাসি আমার বড়ো আসা আপনাকে রিয়েলি দেখতে
আজ থেকে আমি আপনার পছন্দ করলাম অনেক সুন্দর বয়ান করলেন এখানে শিক্ষা রয়েছে।
ইস্তিঞ্জার সুন্নাতসমূহঃ
১. মাথা ঢেকে রাখা। 👉 [বাইহাকী, হাদীস নং ৪৫৬]
২. জুতা-সেন্ডেল পরিধান করে যাওয়া। 👉 [তাবাকাতে ইবনে সাআদ’, ১৮৫/ কানযুল উম্মাল,হাদীস নং ১৭৮৭২]
৩. পায়খানায় প্রবেশের পূর্বে এই দু‘আ পড়া।
(اللَّهُمَّ إِنِّى أَعُوذُ بِكَ مِنَ الْخُبْثِ وَالْخَبَائِثِ) 👉 [বুখারি (তাওহীদ), হাঃ নং-১৪২]
৪. দোয়া পড়ার পর আগে বাম পা ঢুকানো। 👉 [আবু দাউদ, (তাহকিককৃত) হাঃ নং-৩২]
৫. কিবলার দিকে মুখ বা পিঠ দিয়ে না বসা। 👉 [বুখারি (তাওহীদ), হাঃ নং-১৪৪]
৬. যথাসম্ভব বসার নিকটবর্তী হয়ে সতর খোলা এবং বসা অবস্থায় পেশাব ও পায়খানা করা, দাঁড়িয়ে পেশাব না করা। 👉 [সূনান আত তিরমিজী (তাহকীককৃত) হাঃ নং-১৪]
৭. পেশাব ও নাপাক পানির ছিঁটা হতে অত্যন্ত সতর্কতার সাথে বেঁচে থাকা। 👉 [বুখারি (তাওহীদ), হাঃ নং-২১৮]
৮. পানি খরচ করার পূর্বে ঢিলা-কুলুখ (বা টয়লেট পেপার) ব্যবহার করা। 👉 [বাইহাকী, হাদীস নং ৫১৭]
৯. ঢিলা ও পানি খরচ করার সময় বাম হাত ব্যবহার করা। 👉 [বুখারি (তাওহীদ), হাঃ নং-১৫৪]
১০. পেশাবের ফোঁটা আসা বন্ধ হওয়ার জন্য আড়ালে সামান্য চলাফেরা করা। 👉 [ইবনু মাজাহ, হাঃ নং- ৩২৬]
১১. যেখানে পেশাব ও পায়খানার জন্য নির্ধারিত কোন জায়গা নেই, সেখানে এমনভাবে বসা যেন ছতর নজরে না পড়ে। 👉 [আবু দাউদ, (তাহকিককৃত) হাঃ নং-২]
১২. ঢিলা-কুলুখ ব্যবহারের পর পানি ব্যবহার করা। 👉 [সহীহ ইবনে খুযাইমা, হাদীস নং ৮৩)
১৩. ডান পা দিয়ে বের হওয়া। 👉 [আবু দাউদ, (তাহকিককৃত) হাঃ নং-৩২]
১৪. বাইরে এসে এই দু‘আ পড়া।
(غُفْرَانَكَ الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَذْهَبَ عَنِّي الأَذَى وَعَافَانِي) 👉 [আবু দাউদ, (তাহকিককৃত) হাঃ নং-৩০]
রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর সুন্নতগুলো জীবনে বাস্তবায়ন সম্ভব হলে, জীবন সুন্দর ও সার্থক হবেই ইনশাআল্লাহ। হে আল্লাহ পাক নবীজির সকল সুন্নাতগুলি পালন করার তাওফিক আমাদের দান করুন।
যারা ডিস লাইক দেন তারা মনে হয় নাস্তিক আল্লাহ তাদের হেদায়েত দিন আমিন.
😪👍👍👍👍👌👌
এই হুজুরকে ভাইরাল কুন ওনার অজ খুব ভালো
👌👌👌❤❤❤
ভাই মনখারাপ করবেন না আমি আছি শাহিন
হুজুরের বয়ান ভালো করে
আগামী ১৩ই মার্চ আসছেন ইলিয়াছুর রহমান জিহাদী সাহেব আমাদের তাফসিরুল কুরআন মাহফিলে।
স্থান: ভাদাইল (রুপায়ন মাঠ) আশুলিয়া,ঢাকা। আপনারা আমন্ত্রিত।
ণড
মাশাআলা
Afne maven has bab
l
ঘব
মাশাআল্লাহ
জাজাকাল্লাহ
মাশাআল্লাহ