সত্যিই খুব সুন্দর। যে কেউ ঠান্ডা পরিবেশ উপভোগ করবে। খুব সাধারন মানুষ পর্যন্ত ৩০ দিনের রোজগার দিয়ে একদিন উপভোগ করতে পারবে। সেইসব সাধারন মানুষের পক্ষ থেকে তাদের জন্যে এই অসাধারণ video বানানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
সৌরভ দা, সব রকম মানুষের জন্যই আমায় ভিডিও বানাতে হয়, আমার চ্যানেলে অল্প খরচে যেমন ঘোরা আছে, তেমনি ব্যয়বহুল ঘোরাও আছে, যে যেখানে পারবেন, ঘুরবেন। কিন্তু আমি সব রকম মানুষের জন্যই ভিডিও বানাই দাদা।
ppriyankoo sir/madam, eta paid promotion noy, tai apnar kothay "mela dekha and kola khawa" dutor kichui holo na. Ekhane ghor vara beshi, tai beshi dekhiyechi, jara able korte parben tara jaben. Ami to video te kothao bolini, jotoi khoroch hok, ekhane ekbar obossoi ghure asun, eta bolle apnar ei kotha ta amay bola shova peto sir.
@@GHURTEJABOSOUMEN dada, ekta example dicchi paid promotion but keo jobordosti bolche na product use korte, jemn Thumbs app, Vimal elaichi etc etc jekhane promoter ra bolchen nijerai product gulo use koren but ekbar o bole ni customer der use kortei hobe, that is "passive promotion". Aapni passive promotion e korchen, ekhun manush e(common sense) bolbe taka niye naki free te korchen! Jai hok, agami diner jonyo suveccha roilo!
অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম। আমি তো আপনাকে দেখিনি, তাই আপনি তন্দ্রাহরণী কি না কি করে জানবো 😊 আমিও মজা করলাম কিন্তু। আপনিও খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর এরকমই মজার মধ্যে থাকুন 😊
@@GHURTEJABOSOUMEN "বাঙালী ইউটিউবার গ্রুপ" থেকে আগামী মে মাসের 7/8/9 তারিখ ফেস টু ফেস মিট আপের আয়োজন করা হয়েছে। স্থান- ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের, রামেশ্বর অতিথি নিবাসে। গ্রুপের সমস্ত সদস্য/সদস্যা দের অনুরোধ ৭ তারিখ, দুপুর ১টার মধ্যে, ঝাড়গ্রাম জেলার, নয়াগ্রাম ব্লকের খড়িকামাথানী তে পৌঁছাতে হবে। ❤️প্রথম দিন ৭ তারিখে ভিডিও: ১. মোঘল আমলের কুরুমবেড়া দূর্গ। (দুপুর) ২. পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম জঙ্গলকন্যা সেতু, সুবর্ণরেখা নদীর ভিউ, জঙ্গলকন্যা উদ্যান, ট্রায়বালদের বাবা কালুয়াষাঁড় পীঠস্থান।(বিকেল) ৩. রামেশ্বর মন্দিরের কাছেই বনভোজন ও পশ্চিম বঙ্গের সবচেয়ে বড় ট্রাভেল ইউটিউবার মিট আপ ও রামেশ্বর অতিথি নিবাসে রাত্রি যাপন। (রাত্রে) ❤️ দ্বিতীয় দিন ৮ তারিখের ভিডিও: ৪. প্রাচীন রামেশ্বর মন্দির, রামায়নের স্মৃতি বিজড়িত তপোবন বাল্মিকী আশ্রম ও তপোবন জঙ্গল। (সকাল) ৫. পাহাড়ের উপর দুয়ারসুনী মন্দির, বাংরীপোষী গুহা ও পাহাড় ট্রেকিং। (সকাল) ৬. পাহাড় জঙ্গলের মাঝে ব্রাহ্মণকুণ্ড ঝর্ণা, ঐতিহাসিক বুড়ীবালাম নদী। বাংরীপোষী টাউনে দুপুরের লাঞ্চ। (দুপুর) ৭. তিন রাজ্যের সঙ্গম স্থল জামশোলা, হাতিবাড়ী ফরেষ্ট ও গেস্ট হাউস, অসাধারণ সুন্দর ভূ প্রকৃতি সুবর্ণরেখা নদীর তীর। (দুপুর) ৮. জঙ্গল ও ঝিলের পাড়ে ঝিল্লি পাখিরালয় ও পার্ক। (বিকেল) ৯. ঐতিহাসিক সিধু কানহু বীরষা সেতু, গোপীবল্লভপুর ইকো পার্ক, ভেষজ উদ্যান, ৪০০ বৎসরের প্রাচীন রাধাগোবিন্দ জিউ মন্দির, (সন্ধ্যা) রাত্রে খাওয়া দাওয়া গোপীবল্লভপুরে। ❤️ কোলকাতা, নদীয়া, উত্তর দিনাজপুর, বীরভূম, হাওড়া, উত্তর ২৪ পরগণা জেলার থেকে যারা আছেন তাঁরা রাত ১০.৩০ এর নাইট A/C Sleeper coach এ বাড়ির পথে রওনা দিতে পারেন। নাইটে ৫ টি বাস চলে। ভাড়া ৩০০ টাকার মধ্যে। ভোরে ৪.৩০ টায় ধর্মতলা পৌঁছায়। ❤️ ঝাড়গ্রাম বা পশ্চিম মেদিনীপুর জেলার যারা বাইকে আসবেন তাঁরা বাড়ির পথে যেতে পারেন। ❤️ পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলী জেলার যারা আছেন, তাদের আর এক নাইট গোপীবল্লভপুর অথবা রামেশ্বর অতিথি নিবাসে থাকতে হবে। ৯ তারিখ বাড়ির পথে রওনা দিবেন। ❤️ ৭ তারিখের চারচাকা ফেয়ার আনুমানিক ১৫০ টাকা, ৮ তারিখের আনুমানিক ৩০০ টাকা ( কম বেশি হতে পারে) ৭ তারিখের রাতের ডিনার Pranab Traveller's এর। পরের দিনের নিজস্ব। ❤️ মিট আপ এর সময় আধা ঘন্টার মতো কিছু সাংবাদিক থাকবেন, TV + পত্রিকার। সাথে হয়তো MLA সাহেব, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, প্রধান, উপ প্রধান থাকতে পারেন... আপনাদের সম্বর্ধনা দিতে।(রাতে) ❤️ রাতে বার্বিকিউ চিকেন ও ট্রায়বাল সাঁওতালি নৃত্য থাকতে পারে, তবে এখনো কনফার্ম হয় নি... কথা চলেছে। ❤️ আসার রুট: 👍দূর্গাপুর থেকে যাঁরা আসছেন... SBSTC বাস রয়েছে, স্টেণ্ডে ছাড়বে সকাল ৫.৪০ শে, গোপীবল্লভপুর পৌঁছায় দুপুর ১১.০০ টায়, ঐ স্থান থেকে লোকাল বাসে ৩০ কিঃ মিঃ দূরত্বে খড়িকামাথানী আসতে হবে। বাইকে আসলে ভায়া- বাঁকুড়া, ফুলকুশমা, শিলদা, গোপীবল্লভপুর। 👍 হলদিয়া থেকে যারা আসছেন, হলদিয়া - ধূমসাই দুটো বাস চলে, হলদিয়াতে ছাড়ে ভোর ৪.০০ টায়, পৌঁছায় ১১.০০ টায়সরাসরি বাস চলে, ডাইরেক্ট খড়িকামাথানীতে নামা যায়। তবে ট্রেনে আসা ভালো। হলদিয়া - আসানসোল এ খড়্গপুর। তারপর বাসে। ❤️ হাওড়া স্টেশন থেকে যারা ট্রেনে আসবেন, খড়্গপুর পৌঁছে কাছেই বাস স্ট্যাণ্ড। ১৫ মিঃ অন্তর বাস রয়েছে খড়িকামাথানীর। ভায়া- সালুয়া, কেশিয়াড়ী, ভসরাঘাট, জঙ্গল কন্যা সেতু। ❤️ বাঁকুড়া থেকে যারা আসবেন, ট্রেনে মেদিনীপুর, খড়্গপুর তারপর বাস। ❤️ হুগলী থেকে আরামবাগ, ঘাটাল, মেদিনীপুর, খড়্গপুর। তারপর বাসে। ❤️ বীরভূম থেকে যারা আসছেন ট্রেনে হাওড়া, তারপর অন্য ট্রেনে খড়্গপুর। 🙏🙏🙏👍🙏🙏🙏🙏 "বাঙালি ইউ টিউবার গ্রুপের" সমস্ত সদস্য/সদস্যা দের অনুরোধ ... এই মিট আপ বিষয়ে আগ্রহী থাকলে সবাই গ্রুপে কমেন্ট করুন। মতামত সবার জানান, সাথে আমার মোবাইল ও হোয়াটসঅ্যাপ নং দিলাম....9641937200 সরাসরি যোগাযোগ করতে পারেন। 🙏 নমস্কারান্তে 🙏 Pranab Mahata/ Jhargram/ Nayagram (Pranab Traveller's) ruclips.net/channel/UC3ZDm_oG6bcY-pUrdKW3LLw
অসাধারণ একটি ভিডিও। প্রকৃতি র একদম ভেতরে ঢুকে গেলাম। যথারীতি যাবতীয় জরুরি তথ্য দিয়ে ভরা। এই ঘোর গরমে দুটো দিন দিব্যি থাকা যায়। অনেক ধন্যবাদ আপনাকে। একটি অনুরোধ,- এরপর রাত্রিবাস করা ভিডিও দেবেন প্লিজ। শিল্প কর্মে র ক্ষেত্রে বলব- আপনি চেষ্টা করলেন এটাই আসল। শূন্য স্থানে বসবে,- বড় বৌ। কি ঠিক হল? ভালো থাকবেন। অনেক শুভকামনা জানাই
দাদা এতো বেশি খরচ যে আমাদের মতো মধ্যবিত্তদের পক্ষে একটু কঠিন, হিসাব মতো দীঘা পুরী বা দার্জিলিং ভ্রমণ করতে এতো খরচ হয় না, যদি 1500- 2000 এর মধ্যে হতো তবে খুব ভালো হতো,
Khub valo laglo . Tobe akta request apnar kache . Akhane to 3te room dekhlm. 10 ta family r moton room thakbe arom kono 1/2 night thakar jayga aromy sundor poribesh jodi khoj pan tobe aktu share korben . Apnar video guli theke anek kichuy jante pari . Ami new member apnar channel r . Kichu kichu dekhechi. Khub y valo legeche .
Eta darun bolechen ebong thik e bolechen, gaher pata gache thakai valo. Tobe etao thik, prochur pata emnitei pore nosto hoy, sekhane sara dine ora kota patai ba chenre, r jemon chenre, temni prochur jotno o koren, r tar jonnoi ekhane eto sobuj. Ami er age erokom pata use korte kothao dekhini, jemon dekhini kothao eto porimane sobujota. Thank you madam.
@@GHURTEJABOSOUMEN apni ekta video korchen apnar kache jodi kichu jante chai apni jodi janate na paren tahole apnar video dekhe ki kav. Apni hoyto bolben tahole dekhben na. Eta apnar courtesy r modhye pore. Apnar bolte lojja Kiser. Sotto ta bolben. Asa kori ebar janaben.
Ami por por video baniye cholechi, kothay kon jiniser ki rate, seta mone rakhar moto memory amar noy sir, r janio na karo pokhhe eta possible ki na. R possible noy bolei at least phone number ta diye di, jate jara jaben phone kore jogajog kore nite paren. Karo jabar ichhe thakle, ekta phone nischoy korte parben sir. Amar courtesy r modhye ki pore, seta ami jani sir. Tai video dekhte baron korar bodole bolchi, aro beshi kore video dekhben.
Day pkg paoa jae kina ta janan ni. Day pkg paoa gele tar kkharach kato. Room tariff er sathe ki food pkg dhara ache. Jadi dhara thake tabe ki ta dujaner jannya
Sir ami jayga ta dekhalam, bollam, jodi kichu bolte miss kore feli, please oder ekbar phone kore jene nite paren dada, phone number video te ebong description box e deoya ache.
Ekta information kintu clear hlo na.. Room er j vara ta bollen .. Otar sathe ki arrival a breakfast, lunch, dinner r porer din check out er age brk fast included? Naki extra chargeable?
Ei to korchi sob aste aste, East Midnapore, West Midnapore, Nadia, North 24 Pgn, Bardhwan, South 24 Pgn, Hoogly, ei sob district er video ache to dada, aste aste sob e korbo.
day outing er jonno room nite hbe plus meal package alada . right ? mane room tariff and meal pkg duto dite hbe naki room tariff e meal included ? eta ektu kindly jodi bolen as apni toh room niyechilen along with meal . tai total koto porlo setar ekta idea petam r ki...
Amr office er kachei ei resort ta. Roj sokale gari ba bike e kore mach er bheri dupash e rekhe sobuj gram diye office jetaam. Daarun gram er rasta. Shit kale ar borshay aro beshi bhalo lage sobuj e cheye thake. Shitkale ekti barti paowa holo sokale mach dhora dekhte paben, kuasha ar nolen gur banano hoy onek jaygae er ashe pashe.
@@GHURTEJABOSOUMEN Ha Bantala dike amar office oi dik ta ami khuub giyechi. 2 years tana. Winter e aro bhalo lage. Borsha kale sobuj bhab ta thake. Oneek picnic spots ache. Nalban 2 o ache. Beshir bhag fishing bheri ar farm. Tar char pase eishob picnic spot. Arektu egiye gele Jungle resort, Banabithi resort, Sundor Gram, etc
ত্রিশ দিনের রোজগার দিয়ে কোনো মানুষ যদি এরকম এক দিনে বিলাসিতা করে কাটায় বাকি উন্ত্রিশ দিন না খেয়ে কাটাবে পরিবার নিয়ে? আপনি ভালো মনোরম দৃশ্য সুন্দর ভালো ভাবে থাকা আনন্দ করা দেখিয়েছেন ঠিক ই কিন্তু এরকম কথা বলবেন না যা সাধারণ মানুষ করতে পারে
সূত্রে করতে করতে আমি লক্ষ্য করেছি ম্যাডাম, রিসোর্ট গুলো এটেন করা আমাদের মতো সাধারণ মানুষের পক্ষ্যে বেশ কষ্টসাধ্য। তবুও তার মধ্যে আমার চ্যানেলে আমি কমের মধ্যেও রিসর্ট দেখিয়েছি। তবে এটা ঠিক, এই রিসর্ট এর রুমের ভাড়া বেশ বেশি।
What I understand is, they have only 3 Bedrooms .....So 3 families can stay together .....correct me if I am wrong ...I dont have Bengali font unfortunately...
প্রবীরবাবু, এটা কি বুঝতে বাকী থাকে? বেশিরভাগই যাদের দুই নম্বরী আয় আছে তারাই টাকা উড়িয়ে ফূর্তি করতে ওখানে সঙ্গিনী নিয়ে যায়। ঠিকই আছে। ফূর্তি করব অথচ টাকা খরচ হবে না তাই কখনও হয় ?
ruclips.net/video/HPW3iChIpLc/видео.html Part-2 নিয়ে এলাম ম্যানগ্রোভ এর জঙ্গলের ভিডিও দেখতে হলে লিঙ্কে টাচ করে পুরো ভিডিওটা দেখে নিন। একটা লাইক একটা কমেন্টস আশা করছি আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এমন ভিডিও পাওয়ার জন্য।
Thank you dada. R ami resort gulo shoot korte korte bujhte parchi, resort gulo besh expensive. Tobuo tar modhyeo onek kom khorchay room o ache. But, sotti, etar rent jeno boddo beshi.
খাবারের দাম বলেননি, সেটা কি রুম ভাড়ার সঙ্গে যুক্ত না আলাদা, আলাদা হলে খাবারের দামটাও জানালে ভালো হয়, আর ঐ ভরা দুপুরে কোকিলের ডাক টা সংযুক্ত না করলেও অসুবিধা হোতো না।
খাবারের দাম আলাদা। আর আমি কোনো পাখির ডাক সংযুক্ত করিনি। এটা সম্পূর্ণ স্বাভাবিক, আর সত্যি, পাখির ডাকটা আমার ভিডিওর সাথে দারুন ভাবে ম্যাচ করে গেছে। এর জন্য পাখিটাকে অসংখ্য ধন্যবাদ। যখন এডিট করছিলাম, তখনি ভাবছিলাম, কেউ না ভেবে বসেন যে পাখির আওয়াজ আমি অ্যাড করেছি। আর ঠিক সেটাই হলো।
@@GHURTEJABOSOUMEN হ্যা, আমি সেটাই ভেবেছি, আসলে ভরা দুপুরে কোকিল ডাকছে তাই বুঝতে পারিনি।খাবারের দাম কেমন, থালি হিসাবে না আলাদা আলাদা করে জানাবেন, দামটা জানা থাকলে সাধারণ মানুষের জন্য সুবিধা হয়।
ওরা বললো, ওদের একটা প্যাকেজ আছে ৯০০ টাকায়, সেখানে লাঞ্চ, ইভনিং স্নাক্স আর চা, তার সাথে ডিনার। এছাড়া আলাদা আলাদা খাবারও নেওয়া যায়। এছাড়া ওদের নতুন আরো একটা প্যাকেজ আসছে। ভিডিও তে ওদের ফোন নম্বর দিয়েছি ম্যাডাম, দরকার হলে প্লিজ একটু ফোন করে নিতে পারেন। তাহলে পুরো UPDATES টা পেয়ে যাবেন।
Apurbo prakritik poribesh
Exactly so sir.
দারুণ । অসাধারণ পরিবেশ আমার এইরকম জায়গায় বেড়াতে যাওয়ার ইচ্ছা আছে। কারণ ওখানকার রান্নাবান্না ও প্রাকৃতিক মনোরম পরিবেশ খুবই সুন্দর। ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
আপনাকে অসংখ্য ধন্যবাদ ❤❤❤❤❤
Jaoa hok na hok...dekhte khub bhalo laglo.....nice vlog 👌👌
Thanks a lot
Khub valo uposthapona sir
Dhonnobad sir
সত্যিই খুব সুন্দর। যে কেউ ঠান্ডা পরিবেশ উপভোগ করবে। খুব সাধারন মানুষ পর্যন্ত ৩০ দিনের রোজগার দিয়ে একদিন উপভোগ করতে পারবে। সেইসব সাধারন মানুষের পক্ষ থেকে তাদের জন্যে এই অসাধারণ video বানানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Haha 😅
Bhalo bolechen, era paid promotion korbe ba free te thaka khawa kore prochar koren, tate "mela dekha and kola khawa" dutoi hoy!
সৌরভ দা, সব রকম মানুষের জন্যই আমায় ভিডিও বানাতে হয়, আমার চ্যানেলে অল্প খরচে যেমন ঘোরা আছে, তেমনি ব্যয়বহুল ঘোরাও আছে, যে যেখানে পারবেন, ঘুরবেন। কিন্তু আমি সব রকম মানুষের জন্যই ভিডিও বানাই দাদা।
ppriyankoo sir/madam, eta paid promotion noy, tai apnar kothay "mela dekha and kola khawa" dutor kichui holo na. Ekhane ghor vara beshi, tai beshi dekhiyechi, jara able korte parben tara jaben. Ami to video te kothao bolini, jotoi khoroch hok, ekhane ekbar obossoi ghure asun, eta bolle apnar ei kotha ta amay bola shova peto sir.
@@GHURTEJABOSOUMEN dada, ekta example dicchi paid promotion but keo jobordosti bolche na product use korte, jemn Thumbs app, Vimal elaichi etc etc jekhane promoter ra bolchen nijerai product gulo use koren but ekbar o bole ni customer der use kortei hobe, that is "passive promotion". Aapni passive promotion e korchen, ekhun manush e(common sense) bolbe taka niye naki free te korchen!
Jai hok, agami diner jonyo suveccha roilo!
অনেক দিন পর গান শুনতে পেলাম খুব ভালো লাগলো,, আমার জন্য গাইলেন নাকি,,,,, মজা করলাম কিন্তু।।।।ভালো থাকবেন।।
অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম। আমি তো আপনাকে দেখিনি, তাই আপনি তন্দ্রাহরণী কি না কি করে জানবো 😊 আমিও মজা করলাম কিন্তু। আপনিও খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর এরকমই মজার মধ্যে থাকুন 😊
@@GHURTEJABOSOUMEN দারুন কথা 🙏
😊
Darun video, khub bhalo laglo. Kolkatar kache eto sundor ekta ghorar jaiga bhabai jayna. Bhalo thakun dada.
Ekdom thik bolechen mam, onek onek dhonnobad ❤️
Valo laglo
Thanks a lot mam
অসাধারণ সুন্দর লাগলো ভিডিও টি ❤️❤️❤️
(Pranab Traveller's)
অসংখ্য ধন্যবাদ দাদা ❤️❤️
@@GHURTEJABOSOUMEN "বাঙালী ইউটিউবার গ্রুপ" থেকে আগামী মে মাসের 7/8/9 তারিখ ফেস টু ফেস মিট আপের আয়োজন করা হয়েছে। স্থান- ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের, রামেশ্বর অতিথি নিবাসে। গ্রুপের সমস্ত সদস্য/সদস্যা দের অনুরোধ ৭ তারিখ, দুপুর ১টার মধ্যে, ঝাড়গ্রাম জেলার, নয়াগ্রাম ব্লকের খড়িকামাথানী তে পৌঁছাতে হবে।
❤️প্রথম দিন ৭ তারিখে ভিডিও:
১. মোঘল আমলের কুরুমবেড়া দূর্গ। (দুপুর)
২. পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম জঙ্গলকন্যা সেতু, সুবর্ণরেখা নদীর ভিউ, জঙ্গলকন্যা উদ্যান, ট্রায়বালদের বাবা কালুয়াষাঁড় পীঠস্থান।(বিকেল)
৩. রামেশ্বর মন্দিরের কাছেই বনভোজন ও পশ্চিম বঙ্গের সবচেয়ে বড় ট্রাভেল ইউটিউবার মিট আপ ও রামেশ্বর অতিথি নিবাসে রাত্রি যাপন। (রাত্রে)
❤️ দ্বিতীয় দিন ৮ তারিখের ভিডিও:
৪. প্রাচীন রামেশ্বর মন্দির, রামায়নের স্মৃতি বিজড়িত তপোবন বাল্মিকী আশ্রম ও তপোবন জঙ্গল। (সকাল)
৫. পাহাড়ের উপর দুয়ারসুনী মন্দির, বাংরীপোষী গুহা ও পাহাড় ট্রেকিং। (সকাল)
৬. পাহাড় জঙ্গলের মাঝে ব্রাহ্মণকুণ্ড ঝর্ণা, ঐতিহাসিক বুড়ীবালাম নদী। বাংরীপোষী টাউনে দুপুরের লাঞ্চ। (দুপুর)
৭. তিন রাজ্যের সঙ্গম স্থল জামশোলা, হাতিবাড়ী ফরেষ্ট ও গেস্ট হাউস, অসাধারণ সুন্দর ভূ প্রকৃতি সুবর্ণরেখা নদীর তীর। (দুপুর)
৮. জঙ্গল ও ঝিলের পাড়ে ঝিল্লি পাখিরালয় ও পার্ক। (বিকেল)
৯. ঐতিহাসিক সিধু কানহু বীরষা সেতু, গোপীবল্লভপুর ইকো পার্ক, ভেষজ উদ্যান, ৪০০ বৎসরের প্রাচীন রাধাগোবিন্দ জিউ মন্দির, (সন্ধ্যা)
রাত্রে খাওয়া দাওয়া গোপীবল্লভপুরে।
❤️ কোলকাতা, নদীয়া, উত্তর দিনাজপুর, বীরভূম, হাওড়া, উত্তর ২৪ পরগণা জেলার থেকে যারা আছেন তাঁরা রাত ১০.৩০ এর নাইট A/C Sleeper coach এ বাড়ির পথে রওনা দিতে পারেন। নাইটে ৫ টি বাস চলে। ভাড়া ৩০০ টাকার মধ্যে। ভোরে ৪.৩০ টায় ধর্মতলা পৌঁছায়।
❤️ ঝাড়গ্রাম বা পশ্চিম মেদিনীপুর জেলার যারা বাইকে আসবেন তাঁরা বাড়ির পথে যেতে পারেন।
❤️ পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলী জেলার যারা আছেন, তাদের আর এক নাইট গোপীবল্লভপুর অথবা রামেশ্বর অতিথি নিবাসে থাকতে হবে। ৯ তারিখ বাড়ির পথে রওনা দিবেন।
❤️ ৭ তারিখের চারচাকা ফেয়ার আনুমানিক ১৫০ টাকা, ৮ তারিখের আনুমানিক ৩০০ টাকা ( কম বেশি হতে পারে) ৭ তারিখের রাতের ডিনার Pranab Traveller's এর। পরের দিনের নিজস্ব।
❤️ মিট আপ এর সময় আধা ঘন্টার মতো কিছু সাংবাদিক থাকবেন, TV + পত্রিকার। সাথে হয়তো MLA সাহেব, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, প্রধান, উপ প্রধান থাকতে পারেন... আপনাদের সম্বর্ধনা দিতে।(রাতে)
❤️ রাতে বার্বিকিউ চিকেন ও ট্রায়বাল সাঁওতালি নৃত্য থাকতে পারে, তবে এখনো কনফার্ম হয় নি... কথা চলেছে।
❤️ আসার রুট:
👍দূর্গাপুর থেকে যাঁরা আসছেন... SBSTC বাস রয়েছে, স্টেণ্ডে ছাড়বে সকাল ৫.৪০ শে, গোপীবল্লভপুর পৌঁছায় দুপুর ১১.০০ টায়, ঐ স্থান থেকে লোকাল বাসে ৩০ কিঃ মিঃ দূরত্বে খড়িকামাথানী আসতে হবে। বাইকে আসলে ভায়া- বাঁকুড়া, ফুলকুশমা, শিলদা, গোপীবল্লভপুর।
👍 হলদিয়া থেকে যারা আসছেন, হলদিয়া - ধূমসাই দুটো বাস চলে, হলদিয়াতে ছাড়ে ভোর ৪.০০ টায়, পৌঁছায় ১১.০০ টায়সরাসরি বাস চলে, ডাইরেক্ট খড়িকামাথানীতে নামা যায়। তবে ট্রেনে আসা ভালো। হলদিয়া - আসানসোল এ খড়্গপুর। তারপর বাসে।
❤️ হাওড়া স্টেশন থেকে যারা ট্রেনে আসবেন, খড়্গপুর পৌঁছে কাছেই বাস স্ট্যাণ্ড। ১৫ মিঃ অন্তর বাস রয়েছে খড়িকামাথানীর। ভায়া- সালুয়া, কেশিয়াড়ী, ভসরাঘাট, জঙ্গল কন্যা সেতু।
❤️ বাঁকুড়া থেকে যারা আসবেন, ট্রেনে মেদিনীপুর, খড়্গপুর তারপর বাস।
❤️ হুগলী থেকে আরামবাগ, ঘাটাল, মেদিনীপুর, খড়্গপুর। তারপর বাসে।
❤️ বীরভূম থেকে যারা আসছেন ট্রেনে হাওড়া, তারপর অন্য ট্রেনে খড়্গপুর।
🙏🙏🙏👍🙏🙏🙏🙏
"বাঙালি ইউ টিউবার গ্রুপের" সমস্ত সদস্য/সদস্যা দের অনুরোধ ... এই মিট আপ বিষয়ে আগ্রহী থাকলে সবাই গ্রুপে কমেন্ট করুন। মতামত সবার জানান, সাথে আমার মোবাইল ও হোয়াটসঅ্যাপ নং দিলাম....9641937200 সরাসরি যোগাযোগ করতে পারেন।
🙏 নমস্কারান্তে 🙏
Pranab Mahata/ Jhargram/ Nayagram
(Pranab Traveller's)
ruclips.net/channel/UC3ZDm_oG6bcY-pUrdKW3LLw
Aro darun laglo.
Tnx dada...
Most welcome
Khub sundor... ,"" boro bou "".. Sunnosthan pouon😊😊🏵🏵
Ekdom thik bolechen mam, thank you ❤️
Khoob bhalo laglo blog Mrs roy
Thank you Sudip da 😊
WONDERFUL
Thank you
Most ordinary... I have visited
Exactly, most ordinary
Prochur oxygen ei jaa
Khub sundor video
Osesh dhonyobad
Thanks a lot
Amazing
Thanks a lot
darun
Thank you
Darun jaiga.
Really darun
Very good ❤❤❤❤❤❤❤
Thank you sir ❤
Apner ganer gala ta besh vlo.
Apnake osonkhyo dhonnobad dada
Excellent blog
Many many thanks dada.
As usual, খুব ভালো information. এখানে যাব সময় করে।
অসংখ্য ধন্যবাদ দাদা
@@GHURTEJABOSOUMEN 🙏 বয়স হয়েছে তো, তাই খুব কাছাকাছি হলে, বুড়ো বুড়ি দু দিন একটু শান্তিতে থেকেই আসি। অনেক ধন্যবাদ
এখানে ঘুরে আসতে পারেন স্যার, আপনাদের খারাপ লাগবে না, আর এটা অনেক টা কাছেও।
পরিবেশ টা খুব সুন্দর
একদম ঠিক বলেছেন ম্যাম
Dada khub valo laglo
Jabo ki vabe jadi r akbar janan r bookinj ph no
Dhoonobad madam, booking number video te deoya ache madam.
অসাধারণ একটি ভিডিও। প্রকৃতি র একদম ভেতরে ঢুকে গেলাম। যথারীতি যাবতীয় জরুরি তথ্য দিয়ে ভরা। এই ঘোর গরমে দুটো দিন দিব্যি থাকা যায়। অনেক ধন্যবাদ আপনাকে। একটি অনুরোধ,- এরপর রাত্রিবাস করা ভিডিও দেবেন প্লিজ। শিল্প কর্মে র ক্ষেত্রে বলব- আপনি চেষ্টা করলেন এটাই আসল। শূন্য স্থানে বসবে,- বড় বৌ। কি ঠিক হল? ভালো থাকবেন। অনেক শুভকামনা জানাই
😊অসংখ্য ধন্যবাদ, একদম ঠিক বলেছেন ❤️ আর চেষ্টা করবো রাত্রিবাসের চিত্রগ্রহণ করার। আপনিও খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
দাদা এতো বেশি খরচ যে আমাদের মতো মধ্যবিত্তদের পক্ষে একটু কঠিন, হিসাব মতো দীঘা পুরী বা দার্জিলিং ভ্রমণ করতে এতো খরচ হয় না, যদি 1500- 2000 এর মধ্যে হতো তবে খুব ভালো হতো,
আমিও আপনার সাথে একমত। সত্যিই খুব বেশি।
Ekdom thik bolechen
Thik
Price anupate service kharap.
Ekdom e tai
দারুন 👌 অসাধারণ।। কলকাতা র বুকে এরকম সবুজের সমারোহ ভাবা যায় না।।
অসংখ্য ধন্যবাদ, একদম ঠিক বলেছেন ম্যাডাম
বাহ খুব সুন্দর জায়গা। New York থেকে দেখছি।
অসংখ্য ধন্যবাদ আপনাকে, its my great pleasure mam
দেখে খুবই ভালো লাগলো।
যাবার ইচ্ছা রইলো।
অসংখ্য ধন্যবাদ
Aro akta durdanto vlog... Aap chha gaye Dada 😊😊 big claps for you 👏👏👏👏👏
Many many thanks vai 😊😊
Khub valo laglo
খুব ভাল লাগল, আর
শূণ্য স্থানে হবে বড় বউ ।
অসংখ্য ধন্যবাদ, একদম ঠিক ❤️
Dekhlam vedio ta. Khub bhalo laglo. But ei resort a ki emni emni jawa jai? Naki just for in house guests der jhonno
Thank you. Je keu room vara nilei jete parben
Khub valo laglo . Tobe akta request apnar kache . Akhane to 3te room dekhlm. 10 ta family r moton room thakbe arom kono 1/2 night thakar jayga aromy sundor poribesh jodi khoj pan tobe aktu share korben . Apnar video guli theke anek kichuy jante pari . Ami new member apnar channel r . Kichu kichu dekhechi. Khub y valo legeche .
Achha madam, erokom khonj pele obossoi video banabo. Thank you very much.
Thank you 😊
Most welcome
Switzerland/ Austria r 2- 3 star 🌟 Hotel er cheyeo bhara beshi dekhchi...
Really eder room rent onek beshi.
@@GHURTEJABOSOUMEN Haan Sir, aami Austria / Swiss onek Grame thekechi.. Bhara 50-70 Euro . Aapi ekbar INR e convert kore dekhun...
Exactly
Amer khub bhalo legacha thank you❤❤
Oshonkho dhonnobad apnake ❤❤
Green environment is cool ,not because of oxygen. But due to latent heat vapourisation as plant transpires huge amount of water in warm weather.
Exactly so sir, thanks for your valuable information
Ami apnar vlog dekhi. Besh bhalo lage.
Kon resort pet friendly r konta noy eta jodi vlog e add kore den tahole pet parents der khub bhalo hoto.
Thanks a lot mam, r The Frozen Garden resort chhara ekhono porjonto r kono resort ami pet friendly paini mam.
@@GHURTEJABOSOUMEN thank you
Most welcome
Ha amar barir thake walking 5 min ata.
O achha
Besh bhalo.... Sudhu room price ta ektu higher end er
Ekdom thik bolechen dada, sob valo, only room rent ta komano dorkar.
Beautiful, beautiful presentation👍
Thanks a lot dada.
Khub shundor laglo. Science city theke kono auto athoba toto service aachye ki? Thakle ektu janaben please.☺️
Thanks a lot. Science city theke Ghotokpukur jabar bus ache to onek.
@@GHURTEJABOSOUMEN Thanks a lot ❤️🙏
Most welcome
দারুণ লাগলো, thank you so much 🙏🏻🙏🏻💐💐
আপনাকে অসংখ্য ধন্যবাদ ম্যাম 🙏🏻🙏🏻💐💐
Science city er por kon jaygay ei reosrt ta.?? Jayga tar name bolun aktu
Jygar nam Jolpoth, resort er nam o Jolpoth.
Sab e valo...room rent ta onektai beshi..r ekta jinish kharap laglo, ato gacher pata nasto korar kono drakar ache bole amar mone hoi na, gacher pata gachei thak na, tatei to prokriti onek valo lage...chire thalai sajanor ku darkar?
Eta darun bolechen ebong thik e bolechen, gaher pata gache thakai valo. Tobe etao thik, prochur pata emnitei pore nosto hoy, sekhane sara dine ora kota patai ba chenre, r jemon chenre, temni prochur jotno o koren, r tar jonnoi ekhane eto sobuj. Ami er age erokom pata use korte kothao dekhini, jemon dekhini kothao eto porimane sobujota. Thank you madam.
Dada ekhne breakfast lunch dinner rate ki room r rent r sathe including?
Na
Bus a kore ki bhabe jawa jabe? Sbar toh gari thakena dada
Sbar gari thakena to porer kotha, maximum manusher e gari nei, r tar jonno description box e detail deoya ache mam. Please mam, ektu dekhe neben.
Break fast, lunch, snacks r dinner a koto holo janale bhalo hoy.
Please okhane ekbar phone kore nile valo hoy dada, ora puro update diye debe
@@GHURTEJABOSOUMEN apni ekta video korchen apnar kache jodi kichu jante chai apni jodi janate na paren tahole apnar video dekhe ki kav. Apni hoyto bolben tahole dekhben na. Eta apnar courtesy r modhye pore. Apnar bolte lojja Kiser. Sotto ta bolben. Asa kori ebar janaben.
Ami por por video baniye cholechi, kothay kon jiniser ki rate, seta mone rakhar moto memory amar noy sir, r janio na karo pokhhe eta possible ki na. R possible noy bolei at least phone number ta diye di, jate jara jaben phone kore jogajog kore nite paren. Karo jabar ichhe thakle, ekta phone nischoy korte parben sir. Amar courtesy r modhye ki pore, seta ami jani sir. Tai video dekhte baron korar bodole bolchi, aro beshi kore video dekhben.
Day pkg paoa jae kina ta janan ni.
Day pkg paoa gele tar kkharach kato. Room tariff er sathe ki food pkg dhara ache. Jadi dhara thake tabe ki ta dujaner jannya
Sir ami jayga ta dekhalam, bollam, jodi kichu bolte miss kore feli, please oder ekbar phone kore jene nite paren dada, phone number video te ebong description box e deoya ache.
Ha ha ha ha... Jolpath ar moto ressort ki naki premium room mote 3 te.... Clap clap clap clap clap👏👏👏
3 tei room ache dekhlam dada.
The place is really good nd need to visit. Please improve your sound quality as it is reduced when you talk live. Thank you.
That's right sir, I hope you get the live sound quality better from the next video. Thank you.
Breakfast lunch r dinner niye room fare?
Na dada, only room. Besh expensive.
Ekta information kintu clear hlo na.. Room er j vara ta bollen .. Otar sathe ki arrival a breakfast, lunch, dinner r porer din check out er age brk fast included? Naki extra chargeable?
Include noy, room rent er sathe kichu inchude noy dada. Food extra chargeable
Dada North Bengal নিয়ে ভিডিও করুন
Hobe hobe, ektu wait please.
Dada shudhu Kolkatar ashe pashe Kno ?
Onno district gulo dekhun , jmn , birbhum , malda , murshidabad etc
Ei to korchi sob aste aste, East Midnapore, West Midnapore, Nadia, North 24 Pgn, Bardhwan, South 24 Pgn, Hoogly, ei sob district er video ache to dada, aste aste sob e korbo.
@@GHURTEJABOSOUMEN Dhonnobad dada
Most welcome
😍😍😍😍😍
😍😍
day outing er jonno room nite hbe plus meal package alada . right ? mane room tariff and meal pkg duto dite hbe naki room tariff e meal included ? eta ektu kindly jodi bolen as apni toh room niyechilen along with meal . tai total koto porlo setar ekta idea petam r ki...
Eta amio jante chai dada,,plz ektu clearify korben byapar ta...room and breakfast meal sob ki eksathe naki Alada alada..ektu janaben kindly
Room er varar sathe food include noy dada. Apni ekbar video te deoya number e call kore nile puro update ta peye jaben Sourav da
Room rent er sathe food include noy Rini mam. Apnio ekbar oder phone kore nile puro update peye jaben.
👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
Thank you
After watching your video on Sundargram I was disappointed.Pl mention disadvantages also clearly.
Ok sir
Dada ekta ghare ko jone porjonto thakte parbe
3-4 jon to minimum. Tobuo oder ekbar call kore details ta jene nite paren mam.
Khawar cost koto?
Khabar apni jerokom khaben tar opor depend korche madam
3150 er room er sathe ki lunch included?
No sir, ei resort er room vara ektu costly dekhlam.
Amr office er kachei ei resort ta. Roj sokale gari ba bike e kore mach er bheri dupash e rekhe sobuj gram diye office jetaam. Daarun gram er rasta. Shit kale ar borshay aro beshi bhalo lage sobuj e cheye thake. Shitkale ekti barti paowa holo sokale mach dhora dekhte paben, kuasha ar nolen gur banano hoy onek jaygae er ashe pashe.
Tahole winter e r ekbar ghure aste hobe. Thank you dada.
@@GHURTEJABOSOUMEN Ha Bantala dike amar office oi dik ta ami khuub giyechi. 2 years tana. Winter e aro bhalo lage. Borsha kale sobuj bhab ta thake. Oneek picnic spots ache. Nalban 2 o ache. Beshir bhag fishing bheri ar farm. Tar char pase eishob picnic spot. Arektu egiye gele Jungle resort, Banabithi resort, Sundor Gram, etc
Ei sob resort er video amar ei channel e ache dada, r Nalban-1, Nalban-2 te ami prochur shooting korechi, tai odike motamuti sob jani dada 😊
@@GHURTEJABOSOUMEN haa khub bhalo lage. Onek memories oi shb jaygae
Eata ki Goa te-a, room rent dekhe tai monehochhe!
Customer petehole price 2000 er modheeay rakhun.
Akdom thik bolechen
Amaro room vara boddo beshi legeche, 2500 hole thik hoto mone hoy.
গোয়া তেও এত রেট হয়না সাধারণ দের জন্য আমার নিজের বন্ধু রাই ৮০০টাকা -১৪০০টাকা ac room থেকে এসেছে
একদম
বেশ লাগল দাদা ব্লগটি
আচ্ছ আপনি কি হাওড়ার বাসিন্দা
অসংখ্য ধন্যবাদ, হ্যাঁ দাদা, হাওড়া
@@GHURTEJABOSOUMEN আমি কাসুন্দিয়ার, আপনার (অসুবিধ না থাকলে) কোথায়
কদমতলা
@@GHURTEJABOSOUMEN 💝 💞 💝
কদমতলা বাসস্ট্যান্ডের একটু আগেই #বোলভাইবোল আর ব্যাঁটরা থানা থেকে বাঁ'দিকে ঘুরেই #ঋষিময়রা'র দোকান দুটির ব্লগ পেলে খুব ভালো লাগবে দাদা
Is it couple friendly?what documents needed to stay for few hours?
Exactly i don't know sir, but i think it is couple friendly. It's better to call them once, sir
@@GHURTEJABOSOUMEN thank you so much
ছায়া সুনিবিড় শান্তির নীড়।
ঠিক বলেছেন, তবে রুম ভাড়া একটু কম হলে ভালো হতো। বাকি সব ঠিক আছে।
What is the name of this resort and address....
The address is given in the description box & resort's name is Jolpoth
ত্রিশ দিনের রোজগার দিয়ে কোনো মানুষ যদি এরকম এক দিনে বিলাসিতা করে কাটায় বাকি উন্ত্রিশ দিন না খেয়ে কাটাবে পরিবার নিয়ে? আপনি ভালো মনোরম দৃশ্য সুন্দর ভালো ভাবে থাকা আনন্দ করা দেখিয়েছেন ঠিক ই কিন্তু এরকম কথা বলবেন না যা সাধারণ মানুষ করতে পারে
সূত্রে করতে করতে আমি লক্ষ্য করেছি ম্যাডাম, রিসোর্ট গুলো এটেন করা আমাদের মতো সাধারণ মানুষের পক্ষ্যে বেশ কষ্টসাধ্য। তবুও তার মধ্যে আমার চ্যানেলে আমি কমের মধ্যেও রিসর্ট দেখিয়েছি। তবে এটা ঠিক, এই রিসর্ট এর রুমের ভাড়া বেশ বেশি।
Natural beauty with full of Oxygen
exactly sir
How can we go from howrah station ?
From Howrah to Science City bus, then from there to Ghatakpukur bus.Then have to go down the Jolpoth.
What I understand is, they have only 3 Bedrooms .....So 3 families can stay together .....correct me if I am wrong ...I dont have Bengali font unfortunately...
The information on rooms is really helpful. Other videos didn't clarify it.
Many many thanks madam.
পোষ্য নিয়ে যাওয়া যাবে?
না দাদা, pet friendly নয়
Dada aktu khoj khobor niye dekhun je ei room a ato bhara diye kara night stay kore....
😊Ami khobor niye ki korbo dada, jara ei amount bear korte parben, jaben.
প্রবীরবাবু, এটা কি বুঝতে বাকী থাকে? বেশিরভাগই যাদের দুই নম্বরী আয় আছে তারাই টাকা উড়িয়ে ফূর্তি করতে ওখানে সঙ্গিনী নিয়ে যায়। ঠিকই আছে। ফূর্তি করব অথচ টাকা খরচ হবে না তাই কখনও হয় ?
ruclips.net/video/HPW3iChIpLc/видео.html
Part-2 নিয়ে এলাম ম্যানগ্রোভ এর জঙ্গলের ভিডিও দেখতে হলে লিঙ্কে টাচ করে পুরো ভিডিওটা দেখে নিন। একটা লাইক একটা কমেন্টস আশা করছি আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এমন ভিডিও পাওয়ার জন্য।
ধন্যবাদ
Eto bhara diye ki kore thakbo
Sotti, room vara gulo amaro khub beshi legeche, room rent ektu komano uchit bole mone hoy.
এইভাবে অকারণে গাছের পাতা না ছেঁড়াই ভালো। সবুজের অপব্যবহার।
আপনার কথা একেবারেই ঠিক। তবে এনারা দেখলাম অপব্যাবহার যত না করেন, তার অনেক বেশি গাছ লাগান এবং গাছের যত্ন করেন।
দাদা ভাই রিসোর্ট টা খুব সুন্দর ছিলো
হ্যা গো, বেশ ভালো। তবে ফাঁকা জায়গা টা কি হবে, সেটা তো বলতে পারলে না 😊
@@GHURTEJABOSOUMEN ওখানে হবে ভাত আনো বড়ো বৌ
একদম ঠিক বলেছো ❤️
অসাধারণ লাগলো ❤❤❤
অসংখ্য ধন্যবাদ
Baro Bou
অসংখ্য ধন্যবাদ, একদম ঠিক ❤️
Dada sasta budget er resort ki nei.....Puri ghure asa jabe 2days er budget (only train fare & holel also) by the way good presentation
Thank you dada. R ami resort gulo shoot korte korte bujhte parchi, resort gulo besh expensive. Tobuo tar modhyeo onek kom khorchay room o ache. But, sotti, etar rent jeno boddo beshi.
Dada howrah low price food samparke kono video korle bhalo hoy
Achha dada, mathay roilo
Apner bari howrah te to
Ha dada
খাবারের দাম?
প্লিজ ওখানে একবার কল করে নিন স্যার, পুরো আপডেট পেয়ে যাবেন।
Khub costly
Ha madam, amaro tai laglo ektu.
কলকাতার খুব কাছে আমাদের একটা জমি আছে, সেখানে আমরা একটি নাট্যগ্রাম করার কথা ভাবছি
খুব ভালো উদ্যোগ স্যার, আমি সঙ্গে আছি।
Sotti khub valo proyash.. Shry kore din....subhasyi shigran...
Sotti khub e valo proyash
Doto 3000/ aar 4000+ room er tarif ta janale valo hoto,....eta rata ta ki package........
Please, video te deoya number e call kore ekbar sobkichu jene nite paren sir.
BARO BOU
RIGHT SIR, ONEK DHONNOBAD ❤️
আপনিতো একবার Live video করতে পারেন !
করবো করবো 😊
Just looking at this clip, I understood, you cannot take your car inside ..... not sure about the security .... and it is bit pricy too....
আচ্ছা আপনি কি আগে সিনেমা তে কাজ করতেন?
আমি অভিনয়ও করি স্যার
full adress ta deben dada , please
Description box ta please ekbar dekhe nin sir
Darun। ভাত আন বড় বউ
অসংখ্য ধন্যবাদ, একদম ঠিক ❤️
The gap in Sahaj Path contains 'baro bou'.
Exactly, thanks a lot sir ❤️ You are right.
দারুণ লাগল । ধন্যবাদ।
অসংখ্য ধন্যবাদ
Rent koto?
Video te details e bola ache to sir, 3 te room konta koto vara, sob bola ache, please ekbar dekhe nin
Plz full address
Please see the description box
Amita. Bolchi ota hobe. Baro bou
Ekdom thik bolechen, thank you very much ❤️
5 hajar taka die room vara die erm resort e kojn jete parbe!
Kotha ta mondo bolenni sir, sotti ei vara bear kora sadharoner pokhhe kothin. Jara effort korte parben tarai jete parben.
Kache but dam ta eto besi manuser asadhyo km krle din doridro manusera jete pare
Room r price koto
Video te sob bola ache sir
খাবারের দাম বলেননি, সেটা কি রুম ভাড়ার সঙ্গে যুক্ত না আলাদা, আলাদা হলে খাবারের দামটাও জানালে ভালো হয়, আর ঐ ভরা দুপুরে কোকিলের ডাক টা সংযুক্ত না করলেও অসুবিধা হোতো না।
খাবারের দাম আলাদা। আর আমি কোনো পাখির ডাক সংযুক্ত করিনি। এটা সম্পূর্ণ স্বাভাবিক, আর সত্যি, পাখির ডাকটা আমার ভিডিওর সাথে দারুন ভাবে ম্যাচ করে গেছে। এর জন্য পাখিটাকে অসংখ্য ধন্যবাদ। যখন এডিট করছিলাম, তখনি ভাবছিলাম, কেউ না ভেবে বসেন যে পাখির আওয়াজ আমি অ্যাড করেছি। আর ঠিক সেটাই হলো।
@@GHURTEJABOSOUMEN হ্যা, আমি সেটাই ভেবেছি, আসলে ভরা দুপুরে কোকিল ডাকছে তাই বুঝতে পারিনি।খাবারের দাম কেমন, থালি হিসাবে না আলাদা আলাদা করে জানাবেন, দামটা জানা থাকলে সাধারণ মানুষের জন্য সুবিধা হয়।
ওরা বললো, ওদের একটা প্যাকেজ আছে ৯০০ টাকায়, সেখানে লাঞ্চ, ইভনিং স্নাক্স আর চা, তার সাথে ডিনার। এছাড়া আলাদা আলাদা খাবারও নেওয়া যায়। এছাড়া ওদের নতুন আরো একটা প্যাকেজ আসছে। ভিডিও তে ওদের ফোন নম্বর দিয়েছি ম্যাডাম, দরকার হলে প্লিজ একটু ফোন করে নিতে পারেন। তাহলে পুরো UPDATES টা পেয়ে যাবেন।
@@GHURTEJABOSOUMEN ধন্যবাদ
স্বাগত