আলহামদুলিল্লাহ আমি গর্বিত আমার বাবার মতো একজন বাবা পেয়ে।।।। বাবাকে হারিয়েছি আজ প্রায় ৮বছর। আজও বাবার প্রিয় মুখটা চোখে ভাসে।।আল্লাহ আমার বাবাকে জান্নাতুল ফেরদৌস দান করুক আমিন
আমার বাবাও ঠিক এমনই একজন মানুষ। প্রতিদিন রাতে শোয়ার সময় মনে হত সকালে ওঠে মাকে জীবত পাবোতো এতটাই অমানুষ আমার বাবা। তাই মাকে নিয়ে চলে আসছি ওর কাছ থেকে এখন মা চাকরি করতেছে ভাইয়ার মাএ চাকরি নিছে এখন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি
ভাই আপনি যে বললেন তাকে জনগণের হাতে তুলে দিলে ভালো হইতো এখানে যদি আপনার মেয়ে হইতো দুষ্টুমি ফাইজলামি বন্ধুবান্ধবের সাথে চলাফেরা ভালো না আপনার মেয়েকে শাসন করতেন না এটা তো আপনি শুনছেন ওদের ফ্যামিলি থেকে অনেকের ফ্যামিলির মা ভালো হয় না মার কারণে ছেলে মেয়ে নষ্ট হয় বাবা বাইরে পরিশ্রম করে ঘরের মার কারণে সন্তান নষ্ট হয়
আলহামদুলিল্লাহ আমি ও একজন কন্যা সন্তানের বাবা কিন্তু নিউজটা দেখার পর বাবা শব্দের অর্থ কি হয়ে দাঁড়ালো? আল্লাহ মাফ করুক এসব জগন্য পাপাচার থেকে। আর রক্ষা করুক বাবা নামের হায়েনাদের হাত থেকে সকল মা বোন আর নিজের মেয়েকে আমিন
অনেক বাবাই জন্ম দেয় কিন্তু বাবা হয়ে উঠতে পারে না।।মেয়ে কে গালাগালি মারধর করা সমস্ত বাবা এরা বাবা নয়।।।কিন্তু হ্যাঁ এটা ঠিক যে সবাই এক রকম হয় না অনেকেই নিজের মেয়ে কে ভালোবাসে।।😭😭😭😭😭😭😭
মানুষের বাহিরের লেবাস দিয়ে কখনোই ধর্ম বিবেচিত হয় না, ধর্ম বিবেচিত হয় ভিতরের কার্যক্রম দিয়ে। সবচেয়ে অবাক লাগলো সামাজিক লজ্জার ভয়ে এসবকিছু প্রকাশও করতে পারেনি।
মেয়ের এমন মর্মান্তিক মৃত্যুর পর কিভাবে একজন মা এত স্মার্টলি কথা বলতে পারে.. দেখে তো মনে হচ্ছে মেয়ের জন্য এক ফোটাও শোক নেই বরং তিনি তার নিরাপত্তার ব্যাপারেই বেশি কনসার্ন..
আপনি অশুদ্ধ ভাষায় কথা বলতে অভ্যস্ত, তাই সব পরিস্থিতিতে আপনি ঐ ভাবেই কথা বলবেন। যারা শুদ্ধ ভাষায় কথা বলতে অভ্যস্থ, তারা সব সময়ই সেই ভাবেই কথা বলে। এটাকে স্মার্টলি কথা বলা বলে না। আপনি বেশিরভাগ সময় অশুদ্ধ ভাষা ব্যবহার করেন, তাই শুদ্ধ ভাষা দেখে আপনার মনে হচ্ছে স্মার্টলি কথা বলছে। সবার কথার ধরন আলাদা। গ্রামে যারা আঞ্চলিক ভাষায় কথা বলতে অভ্যাস্থ, তারা সব সময়ই ঐ ভাবেই কথা বলে। একটা মানুষ যে ভাবে কথা বলা অভ্যস্থ থাকবে, সেই ভাবেই বলবে, এটাই স্বাভাবিক। আপনি অশুদ্ধ ভাষায় কথা বলেন, তাই আপনার কাছে এটা অস্বাভাবিক মনে হচ্ছে। কিন্তু এটা নরমাল বিষয়। যেমন কমেন্ট সেকশন সবাই শুদ্ধ বাংলা ভাষার ব্যবহার করছে লেখার জন্য। একজনকে ও পাবেন না যাদের লেখা অশুদ্ধ বা আঞ্চলিক। কিন্তু অনেকেই আছে যারা বাস্তব জীবনে এই লেখা গুলোর মতন সব শুদ্ধ শব্দ ব্যবহার করে কথা বলে না। তাহলে লেখার সময় সবার ভাষার শব্দ শুদ্ধ কেন?? কারন সবাই লেখার ক্ষেত্রে ছোট থেকেই শুদ্ধ ভাষার ব্যবহারে অভ্যস্ত হয়ে গেছে। তাই বাস্তবে যেমন ভাবেই কথা বলুক , শুদ্ধ, অশুদ্ধ, আঞ্চলিক যেটা হোক, লেখার সময় শুধু মাত্র শুদ্ধ বাংলা ব্যবহার করে থাকে।
@@weme11 আপনার কথায় কিছু প্রমাণ হবে না বুঝলেন অশিক্ষিত মশাই। কারন কমেন্ট সেকশনই অসংখ্য প্রমান আছে যে সবার লেখার শব্দ গুলো কোন ধরনের। চোখে কম না দেখলে আবার সবার কমেন্ট দেখে আসেন। তাই আমাকে ভুল প্রমাণিত করতে এসে, ইচ্ছা করে অশুদ্ধ ভাষা ব্যবহার করলেই সেটা সত্য হয়ে যাবে না। যেহেতু চোখে দেখাই যাচ্ছে সবার শব্দের ধরন কি। বরং নিজে বেশি পন্ডিতি করতে আসছেন। ছোট থেকে অশুদ্ধ ভাষায় আপনার বাবা মা কথা বলা শিখিয়েছে। তাই বলে সবাই আপনার মতন অশুভ ভাষায় কথা বলবে, অশুদ্ধ বলতেই হবে, এটা আবার কোন ধরনের দাবি?? এটা যার যার অভ্যাসের ব্যাপার।🤣🤣🤣🤣 এজন্যই বলে যে যেমন পরিবেশে বড় হয়, সে তেমন পরিবেশেই অভ্যস্থ হয়। যেমন আপনি নিজেই প্রমান। আপনি অশুদ্ধ ভাষায় কথা বলতে অভ্যস্ত, এজন্যই লেখার ক্ষেত্রেও সেটা ব্যবহার করছেন। এখন আবার পন্ডিতি করে শুদ্ধ ভাষায় লিখতে আসবেন না। কারন প্রথমে মানুষ যে ভাবে কথা বলে, সেটাই তার আসল বা বাস্তব জীবনে ভাষার ব্যবহার হয়। আপনার মতন পন্ডিতকে আরেকটু উদাহরণ দেই। আমাদের ভার্সিটির ক্লাসে অনেক জেলার মানুষ জন পড়াশোনা করে। কিন্তু সবার কথা বলার ধরন কিন্তু তাদের জেলার মতন নয়। মানে কেউ বরিশালের হয়েও নরমাল বাংলায় কথা বলছে, নোয়াখালী হয়েও নরমাল বাংলায় কথা বলে। সব ক্ষেত্রেই এটা তারা করে থাকে। কারন তারা তাদের আঞ্চলিক ভাষায় কথা বলতে অভ্যস্ত নয়। আবার হাতে গুনা খুবই ২/৩ জন আছে, যারা মাঝে মাঝে আঞ্চলিক ভাষায় কথা বলে। কিন্তু বেশিভাগ শিক্ষিত লোকজনের ভাষা হচ্ছে নরমাল বাংলা, আঞ্চলিক ভাষা ব্যবহার করে না। এমনকি কেউ মারা গেলেও তাদের কথা বলার ধরন পরিবর্তন হয়না। এই সাধারণ বিষয় বুঝতে অসুবিধা কেন হচ্ছে। আপনি কি গ্রামে থাকেন নাকি?? কারন ঢাকায় যারা বসবাস করে, পড়াশোনা করে ৯০% মানুষ নরমাল বাংলায় কথা বলে, আঞ্চলিক ভাষায় নয়। কম মানুষ জন আছে যারা তাদের আঞ্চলিক ভাষা ব্যবহার করে থাকে। কিন্তু এখনো বিভিন্ন গ্রামে গেলেই দেখা যায় তার উল্টো, মানে গ্রামের বেশিরভাগ মানুষই তাদের নিজস্ব বাংলা বা আঞ্চলিক ভাষায় কথা বলছে। প্রমান দরকার হলে বরিশাল, যশোর, নোয়াখালী এই সব জেলাতে গিয়ে ঘুরে আসেন। বেশিরভাগ মানুষ তাদের নিজস্ব বাংলা শব্দ ব্যবহার করে, তাদের মধ্যে কম মানুষ আবার নরমাল বাংলায় কথা বলে। কে কিভাবে কথা বলবে, এটা নির্ভর করে, কে কি ভাবে কথা বলা বা কোন ভাষায় কথা বলা শিখছে। কমনসেন্স না থাকলে বুঝতে অসুবিধা হবেই।
@@weme11 আমি যশোরের ভাষায় কথা বলতে পারি, কারন আমার খালাতো বোনের বিয়ে হয়েছে যশোরে। আমি বরিশালের ভাষাও জানি, কারন আমার খালার বিয়ে বরিশালে। বেড়াতে যাওয়ার কারনে তাদের ভাষা গুলো শেখা হয়েছে। কিন্তু আমার জেলা শরিয়তপুর। তারপরও আমি শুদ্ধ বাংলা ভাষার ব্যবহার করি। কারন আমি ছোট থেকে ঢাকায় বড় হয়েছি। স্কুলের পড়াশোনা করার কারনেই শুদ্ধ ভাষায় কথা বলতে অভ্যস্ত হয়ে গেছি। কিন্তু আমার বাবা অশুদ্ধ ভাষায় কথা বলে। আমার মা ফরিদপুরের তিনিও অশুভ ভাষায় কথা বলে। কারন উনারা গ্রামে বড় হয়েছেন,তাই ঐ ভাবেই কথা বলতে অভ্যস্ত হয়ে গেছেন। এখন আমার কেউ মারা গেলে কি আমি আমার বাবা-মার ভাষায় কথা বলা শুরু করবো নাকি?? তাহলে বলেন তো, যাদের বাবা মা পুরোপুরি ভিন্ন দুই জেলার ভাষার মানুষ, তাদের সন্তানরা সব সময় কি ভাবে কথা বলবে?? ধরেন এক দম্পতির একজন নোয়াখালী, অন্যজন বরিশালের। এদের সন্তান সব সময়, সব অবস্থায় কোন বাংলা ভাষায় কথা বলবে?? নোয়াখালীর মতন নাকি বরিশালের মতন?? নাকি তাদের সন্তান যে ভাবে, যেই বাংলা শব্দ বলে বড় হবে, সেই ভাবেই কথা বলবে?? আপনাদের মাথায় এত গোবর যে, মানুষ কি ভাবে কথা বলছে সেটা দিয়েও বিচার করেন কে কেমন মানুষ।😄😄😄😄
মেয়ে মারা গেছে কিন্তু উনার হাতে মেহেদি, আরো কয়েকটা ইন্টারভিউ দেখেছি উনার কথা-বার্তা খুবই সন্দেহজনক এবং এলোমেলো। ডিভোর্স হওয়া স্বামীর সাথে এক বাসায় রাত কাটানো হোক সেটা আলাদা রুমে তাও আবার রাতে তবুও এটা কোন ধরনের ফাজলামো। সবকিছুর সুষ্টু তদন্ত হোক এবং এই মহিলার বিষয়েও তদন্ত হোক।
এরকম ভরা যৌবন নিয়ে স্বামীকে ডিভোর্স দেয় কিভাবে নারী নির্যাতনের ব্যাপারে আমরা খুবই খুবই সজাগ কিন্তু নারীরাও যে পুরুষ কে কতটা নির্যাতন করে বর্তমান যুগে সেটা বলার অপেক্ষা রাখে না সুষ্ঠু তদন্ত হোক
এটার জন্য পুলিশও দায়ি কারন তারা যদি কঠুর পদক্ষেপ নিত তাহলে একটা প্রান হয়তো দিতে হতো না। ধিক্কার জানাই এরকম আইন ব্যবস্হার প্রতি। 😓 আর এই জানুয়ারকে বাবা বলাও উচিত না কারন বাবা ডাকটা অনেল সম্মানের এরকম জানায়ারকে বাবা বললে বাবা ডাকটাকে অসম্মান করা হবে। 😡
ঠিক বলেছেন"এগুলা একটা রাজনীতির অংশ'পরিবার থেকে শুরু করে সারা দেশে হত্যা'গুম'দুর্ঘটনা' এসবে যখন জনগন অতিষ্ট হয়ে নাচার জন্য আকুতি মিনতি করবে ঠিক তখনী সরকার আলগা পিরিতি দেখাবে।তখন সরকার যা চাইবে জনগব তা মুখ বুঝে মানবে একটু শান্তির জন্য। একটা তামীল মুভির স্টরী আজ আমার দেশে বাস্তবায়ন হচ্ছে"আফসোস
আপনার কি মাথায় সমস্যা না কানে? কীভাবে আসে, সেটা তো সে ভিডিওতে বললই। এরপরো কোন বিবেকে আপনি বলছেন, মহিলারো দোষ আছে? আপনারাও আসলে পরোক্ষ শাহীন। আপনাদের জন্যই এসব পিশাচ, শুয়োর শাহিনেরা এই সমাজে ঘুরতে পারে। আপনাদেরও কঠিন বিচার হওয়া উচিত।
যতটুকু জানি তাতে আইন অনুযায়ী ডিভোর্স হলেও সন্তানের সাথে দেখা করার অধিকার একজন বাবার থাকে তো সে হিসেবে ওই লোক বাসায় সামান্য সময়ের জন্য তার সন্তানের সাথে দেখা করতে যেতে পারে।
মা বাবা সব চেয়ে আপন জন,এদুনিয়ায় মা বার মতো কেউ নেই, এই সমাজে খারাপ দুই একজন বাবা মার জন্য আমরা যেন মা বাবার প্রতি ঘৃণা না জন্মায় মনে,৷ সকল মা বাবার প্রতি অনেক অনেক ভালবাসা ওসম্মান রইল।
ভাই.. আমার ২ টা মেয়ে.. মানে কলিজার টুকরা। কেউ তাদের সাথে খারাপ আচরণ করলে মন চায় তার হৃদপিণ্ড টা টেনে ছিরে ফেলি..এর কারন সন্তানের মাঝেই তো মা বাবার জিবন টা লুকিয়ে থাকে..এই নিউজ টা দেখার পর আমি নিজের কান্না থামাতে পারেনি। বিচার হোক ঐ লম্পট বাবা নামের নরপশুর
ওর মায়ের কথা অনুযায়ী বোঝা যাচ্ছে এই মেয়ের মৃত্যুর পিছনে বিশাল বড় কাহিনী লুকিয়ে আছে। ওর মাকেও যেন আইনের আওতায় আনা হয়। এবং ওর মাকে যেন কঠিনভাবে জিজ্ঞাসা করা হয়।
@@harder2835 সুন্দর মেয়ে মানুষ দেখলে সবাইরে একটু মায়া হয়, আপনার বেলায় তার ব্যতিক্রম হয়েছে ঘটেনি। আর তাছাড়া এখানে তো আমি কাহোকে কোন খারাপ কিছু বলি নাই আপনি এখানে আমার ফ্যামিলি শিক্ষিত না অশিক্ষিত এই ব্যাপারটা টেনে আনলেন কেন। আপনার ব্যবহারে বোঝা যাচ্ছে আপনি কতটুকু ভদ্র ফ্যামিলির ছেলে।
আমারও বাবা আছে তবে ওনি খুব ভালো মানুষ সমাজে আরো অনেক ভালো বাবা আছে জারা নিজের থেকেও বেশি নিজের পরিবারকে নিজের সন্তানকে বেশি ভালোবাসে ওনার মত একজন খারাপ মানুসের জন্য তাদের লজ্জা লাগে ওনাকে সাস্তি দেওয়া হুক
Sounds like full story is not exposed yet, there are more to come. How this lady allowed the guy to their home after divorce? Seems like she is hiding something 🤔
Onar swami bhoyongkor kharap chilo..... Na khuleo upay chilo na... Proshason to 24 ghonta/daily daily oder pichone somoy dibe na... Tai oi loker sathe panga to r nite parbe na... Nirupay hoyei daroja khulte hoto... Jar poristhiti sei bojhe kmn lge sei sob poristhiti samlate... Ami ai jonno kichuta holeo bujhlam karon amr swamio amon e chilo... Oporadh o korleo kono step neoar khamota amr chilo na... Karon k dibe amr nirapotta... Tai jmn o chaito tmn e hoto... Jakhon r parini... Takhon paliye jibonmrito hoye achi.
এই মেয়ের মৃত্যুর জন্য এই মা দায়ী। ডিভোর্স দেয়ার পরও এই স্বামী কে এলাউ করতো।বাজে মা।যে বাবা এতো অত্যাচার করতো তাকে নিয়ে আবার একই ঘরে থাকতো।ধিক্কার জানাই এরকম মা কে।
আলহামদুলিল্লাহ আমার বাবা অনেক ভালো আমরা তিন বোন একটা ভাই কিন্তু আমার বাবা আমাদের তিন বোন কে তার জীবনের চেয়েও বেসি ভালো বাসে আমার বাবা বলে মেয়ে মানেই জান্নাত আমার আব্বু অনেক ভালো❤❤❤❤
কেউ তাদের কাছাকাছি থাকলে খোঁজ নিতে পারেন ! বাবা মা দুজন এর মধ্যেই ঝামেলা ছিলো! এদের জীবনে অনেক অস্বাভাবিক চর্চা ছিলো! এরা হয়তো অনেক অপরাধের সাথে জড়িত! আল্লাহ ছোট বাচ্চা গুলোকে সুন্দর জীবন দান করুন !!
ঝামেলা হল মেয়ের বাবা দিতীয় বিয়ে করেছে মেয়ের মা এটা মানতে রাজি না ডিভোর্স দিছে।মেয়ে এবং মেয়ের মা এক হয়ে বাবার পিছনে লেগেছে,এই সুবাদে মেয়েকে সাপোর্ট দিত মা, মেয়ে খারাপ কাজ(মেয়ে কাপড় ছাড়া, মেয়ে প্রেম করে) করলেও বুঝেও বুঝত না,কিন্তু মেয়ের বাবা তাকে সঠিক পথে পরিচালিত করতে চাইত এর ফলে মা-মেয়ে এক হয়ে বাবার শত্রু হয়েছে।শেষ পর্যায়ে মা বাবার কর্ম কান্ড দেখে সহ্য করতে পারে নাই, আত্বহত্যা করেছে।
আলহামদুলিল্লাহ আমি খুব গর্বিত আমার বাবার মত বাবা পেয়। বাবা নেই আজ ৪ বছর বাবার কথা মনে হলে অনেক কষ্ট হয় দোয়া করি বাবার জন্য আল্লাহ বাবাকে জান্নাতুল ফেরদৌস দান করুক।
একজন বাবার কাছে সব চেয়ে প্রিয় আর আদরের হয় তার মেয়ে কিন্তু এই লোককে কি বলবো কোনো ভাষা খুজে পাচ্ছিনা হে আল্লাহ এটার বিচার করিও এই দেশের আইনের উপর ভরসা নেই এই বাপ নামের পশু গুলার কারণে আজ সব মেয়ের বাবা লজ্জিত 😭😭
নাস্তিক রা তো বলবে ইসলাম নাকি এটা সমর্থন করে। কারন ল শয়তানের কাজই এটা ঘুরে ঘুরে সব দোষ সৃষ্টি কর্তার কিন্তু শয়তান মে সব অপকর্মের ভেতর লুকিয়ে আছে সেটা কেউ যানে না।
ডিভোর্স হওয়ার পর তো ঐ লোক তার স্বামী নয় ।পরপুরুষ। যতই ভালোবাসা থাকুক ডিভোর্স হওয়ার পর একঘরে কেন তারা ছিল!!? এটা তো পরকিয়ার পর্যায়ে পড়ে। উনি বলতেছে তার স্বামী দরজা নক করলে উনি ভয়ে দরজা খুলে দিত। উনি safe না স্বামীর কাছে। তাহলে কেন তিনি দরজা খুলে তাকে ভিতরে আসতে দিতেন। দরজা নক করলে ওনার উচিত ছিল পুলিশ কল দিয়ে বলা যে একজন পরপুরুষ এতরাতে তার ঘরে কেন আসছে। মহিলা সেটা করেনি। বরং উনি ঐ লোক কে বাসায় আসার সুযোগ করে দিত এবং তার সন্তানদের মার খাওয়ানোর সুযোগ তৈরি করে দিত। দুষ্ট গরুর চেয়ে শুন্য গোয়াল ভাল ।এমন জানোয়ার বাবার সংস্পর্শে না থাকলে ওরা আরো সুখে জীবন যাপন করতে পারতো। কিন্ত দেখা যাচ্ছে যে তার মা তাদের কে জানোয়ারের কাছে রাখার সুযোগ করে দিত দরজা খুলে দিয়ে। অনেক যন্ত্রনা সয্য করেছে সানজানা। হয়তো মা কে বুঝাতে না পেরে নিজই চলে গেছে। কারন মরে যাবার পর ই বাংলাদেশের মানুষের খবর হয়। আগে সবাই চুপচাপ থাকে। বাবা নামক জানোয়ার থেকে তার মা তাদের আগলে রাখতে পারেনি।
ইসলামী অনুশাসন না মানলেই এই অবস্থা হয়, মায়ের কথার মধ্যেও সন্দেহ হচ্ছে কেননা দুই মাস আগে স্বামী-স্ত্রী ডিভোর্স হয়েছে কিভাবে আবার স্ত্রীর কাছে স্বামী যায়, তবে মেয়েটার এই করুণ পরিণতি উৎশৃংখল জীবন যাপন,পিতা,মাতার সাংসারীক জীবনে অমিল কিছুটা দায়ী বলে মনে হয়, সুষ্ঠু তদন্ত হয়ে সঠিক বিচার হওয়া উচিত।
বুঝেন না ... ভাই কী জন্য আসে ..ওই মহিলার ও দোষ আছে... মহিলা যদি নাইট গার্ডকে বলতো... ভাই ওনাকে বাড়িতে ঢুকতে দিবেন না... তাহলে কি গার্ড তাকে ঢুকতে দিত...??? দিত না
এমন একটা মেয়ে হোস্টেল এ ছিলো নিজের বাবার কাছে রেইপ হয়ে বার বার সে মানসিক ভাবে অসুস্থ হয়ে যায় আর সমকামী টাইপ আচরণ শুরু করে আমার সাথে। প্রায় দুই টা বছর তাকে আমি মানসিক ভাবে প্রস্তুত করি যেনো সে এই ঘটনা তার মাকে জানায়। আমিও একটা teenager ছিলাম তাই আমার পক্ষে এর থেকে বড় স্টেপ নেওয়া বা ওকে সাহায্য করা সম্ভব ছিল না আমি যতটুক পারি নিজেকে ওর থেকে বাঁচিয়ে রেখে ওর পাশে থাকার চেষ্টা করি আর একদিন ওর মা কে ও বলে দেয় সব। কিন্তু হিতে বিপরীত ওর মা উল্টা এসব শুনে দোষ চাপিয়ে দেয় হোস্টেল এরই কোনো মেয়ের উপর। কোনো মেয়েই নাকি তার মেয়ে যে যৌনো হয়রানি করে আর মেয়ে পাগল হয়ে বাবার উপর দোষ দিয়েছে। আসলে কারো উপকার করতে নেই। মেয়ের মা আমাকেই দোষী করলো কি না কে জানে! মহিলা নিজেই তো সেই স্বামীর ঘর করেছে সেই ভালো জানবে ওই পুরুষ কেমন। তাই লজ্জার কারণে অন্য কে দোষী করেছে। আমাদের বাংলদেশে আসলে ধর্ম চর্চা বলতে কিছুই নাই। সবই নামে মুসলিম
সবার জীবনে বাবা শব্দটা দামী হলেও কারো কারো জীবনে অভিশপ্ত 😞😞
ruclips.net/video/JTGrL7tQoFY/видео.html
ঠিক আমার বাবা টা এমন বাজে
@@shantashanta8125 আয়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়াল
Hmm
Tik amar baba😭
আমার 2টা মেয়ে আছে আলহামদুলিল্লাহ।
ওদের জন্য সবাই দুয়া করবেন, ওদের যেনো মানুষের মত মানুষ করতে পারি।।
আমার৷ চারজন৷ মেয়ে৷ আমার৷ জন৷ দোয়া৷ করবেন৷
আমার ও দুইটা মেয়ে আছে। দোয়া করবেন। আপনার দুনো মেয়ের জন্য ও দোয়া রইল।
আমি দোয়া করি আল্লাহ যেন সকলের মেয়ে সন্তানকে এবং ছেলে সন্তানকে হেফাজত করেন । আল্লাহ তুমি কুদরতি হাত দিয়ে হেফাজত করো আমিন।
@@mdazizgul5740 আমিন
ওদের জন্য দোয়া না চেয়ে নিজের জন্য চান। নিজে যাতে মানুষের মতো মানুষ হতে পারেন সেটার দোয়া চান।
ফাঁসি চাই ফাঁসি,এই নরপশুর ফাঁসি ব্যতীত অন্য কোনো রায়ে বাংলার আমজনতা খুশি হবে বলে আমার মনে হয় না🙏🙏
ruclips.net/video/JTGrL7tQoFY/видео.html
আলহামদুলিল্লাহ আমি গর্বিত আমার বাবার মতো একজন বাবা পেয়ে।।।।
বাবাকে হারিয়েছি আজ প্রায় ৮বছর। আজও বাবার প্রিয় মুখটা চোখে ভাসে।।আল্লাহ আমার বাবাকে জান্নাতুল ফেরদৌস দান করুক আমিন
Ameen
আমিন
Amin
Valo manush beshi din bachena
😢😢😢😢😢
এই পশুর ফাঁসি চাই ও বাবা নামের কলঙ্ক 😢😢😢
ha
Adar Gobi kora daw howk
Mukta moina pakhi, poshu anek valo.
Balo j ai shaitan er fashi chai
মায়ের কথাবার্তা গুলো কেমন জানি মনে হয়...!
Baba ki rapist silo arokom ki hoi ? Arokom baba hoi
আমিও বাবা।
কিন্তুু নিজেকে বাবা ভাবতে লজ্জা হচ্ছে এই জানোয়ারের জন্য।
এর বিচার ফাঁসি হলেও কম হয়ে যাবে।
Right
Right
Right
Rt
তুই মহা বলদ
রাখছে মুখ ভর্তি দাড়ি । কিন্তু মনটা নর্দমার কিট এর মত কেনো । এমন ব্যাক্তিকে পৃথিবীর সবচেয়ে কঠিন সাস্থি দিলেও কম হয়ে যাবে ।
দাড়ি রাখুক আর না রাখুক, অপরাধীর শাস্তি সবার জন্য সমান
আমার বাবাও ঠিক এমনই একজন মানুষ। প্রতিদিন রাতে শোয়ার সময় মনে হত সকালে ওঠে মাকে জীবত পাবোতো এতটাই অমানুষ আমার বাবা। তাই মাকে নিয়ে চলে আসছি ওর কাছ থেকে এখন মা চাকরি করতেছে ভাইয়ার মাএ চাকরি নিছে এখন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি
Ame tomake beye Korte chai sona
@@MdRana-ok8xv but amar to beya hoya gase vai
Ame tomar Kase ashbo
@@MdRana-ok8xv kano vai?
সমাজে সচেতনতা তৈরি করতে সহায়তা করুন। আপনার মতো নির্যাতিত মেয়েদের পাশে দাঁড়ান। আমরা আপমাদের পাশে থাকবো।
বাবা যদি এতো খারাপ হয় তাহলে বাবা নামক ভালোবাসার শব্দটা উঠে যাবে পৃথিবী থেকে 😢🤬
😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
ঠিক বলেছেন
এই রকম বাবাকে জনগণের হাতে তুলে দিন তাহলেই সুষ্ঠু বিচার হবে ইনশাআল্লাহ
ভাই আপনি যে বললেন তাকে জনগণের হাতে তুলে দিলে ভালো হইতো এখানে যদি আপনার মেয়ে হইতো দুষ্টুমি ফাইজলামি বন্ধুবান্ধবের সাথে চলাফেরা ভালো না আপনার মেয়েকে শাসন করতেন না এটা তো আপনি শুনছেন ওদের ফ্যামিলি থেকে অনেকের ফ্যামিলির মা ভালো হয় না মার কারণে ছেলে মেয়ে নষ্ট হয় বাবা বাইরে পরিশ্রম করে ঘরের মার কারণে সন্তান নষ্ট হয়
Jonogon e ei rokom toh ki bichaar hobe!
জনগনের কাছে দিলে ভালো হবে
অসহায় এই মা, এই নারীর পাশে দাড়ানোর শক্তিটাই চিরতরে হারায় গেলো।
ruclips.net/video/JTGrL7tQoFY/видео.html
ভালো মানুষ হতে হবে সবার আগে । দাড়ি টুপি থাকলেই ভালো মানুষ হবে এমন কোন কথা নাই ।
সুজগ পাইলেই দারি টুপির বিরুদ্ধে কথা বলতে খুবই মজা লাগে তোর না।যদি এটাই হয় তর কাজ তাহলে তুমি মুসলিম নও কাফির তোর জানাজা পড়া হারম😡😡😡😡😡
Right, jaura ta re dari te manay nai.. Chamar er moto dekha jay.. Eshob etor pranir jonno manush dariwala der respect kore na..
একশ রাইট
টুপি দাঁড়ি কোনো সমস্যা না সমস্যা হচ্ছে তার মনের ভেতর যে শতায়ন আছে তার
@Mi O3 মালু মালুই থাকে কোনদিন মানুষ হতে পারে না
বাংলাভিশনকে ধন্যবাদ এমন ঘটনা তুলে ধরার জন্য।
@Mi O3 tor ma bessa
Vicar to r hobe na...😢
🙏
অনেক ধন্যবাদ
আল্লাহ তায়ালা এরকম বাবার কাছ থেকে যেনো সব বাচ্চাদের হেফাজত করেন
আমিন
রাইট বলেছেন ভাই
আমি মনে করি আমার বাবা একজন আদর্শ বাবা I love you baba.
Love you too
আমার বাবা মা নেই 😂
এমন দুইএকটা জানোয়ারের জন্য পৃথিবীর সকল বাবার লজ্জা।
আমিও একজন মেয়ের বাবা।😞😞😩😭😭
আল্লাহ তুমি এর বিচার করো। 🙏🙏👐👐👐
Right
ruclips.net/video/JTGrL7tQoFY/видео.html
আলহামদুলিল্লাহ আমি ও একজন কন্যা সন্তানের বাবা
কিন্তু নিউজটা দেখার পর বাবা শব্দের অর্থ কি হয়ে দাঁড়ালো? আল্লাহ মাফ করুক এসব জগন্য পাপাচার থেকে। আর রক্ষা করুক বাবা নামের হায়েনাদের হাত থেকে সকল মা বোন আর নিজের মেয়েকে
আমিন
media popaganda bujhen sotto ta amra jani na tai kono montobbo korbo na tobay ai dalal media gula rong misaiay onk kichu bolay..........
🙋♂️🙋♂️🙋♂️🙋♂️🙋♂️👍👍👍
বাবা শব্দটা যেমন ছিলো তেমনই আছে । কারণ সে কখনোই বাবা ছিলোনা। সে ছিলো সত্যিকারের একটা অন্ধ, রেপিষ্ট, সমকামী ।
ruclips.net/video/JTGrL7tQoFY/видео.html
Aameen, Aameen, Summa Aameen.
মেয়েটির আত্মার শান্তি কামনা করি কতো কষ্টে মেয়েটি পৃথিবীর মায়া থেকে বিদায় নিয়েছে ।
Pasi chai
🤣🤣
মেয়েটির মৃত্যুর জন্য সে নিজেও তার মা দায়ী।
ruclips.net/video/JTGrL7tQoFY/видео.html
@@NoorAlam-bb9sd meye tir mrittor Jonno se nije and tar ma ki bhave daiye,Ami ektu jante chai, please bolben vaiya.
এমন বাবাকে এমন শিক্ষা দেওয়া হোক
যাতে দুনিয়ায় আর কোন বাবা এমন কাজ করা থেকে বিরত থাকে।
আমি এক মত
আমার লজ্জা লাগছে, কারণ আমিও মেয়ের বাবা। এই ধরনের বাবা রুপি জানোয়ারদের ক্রসফায়ার দেওয়া উচিত।
একটা কন্য সন্তান একটি জান্নাত, সেই জান্নাতে পিতা মাতার স্থান, এর জন্য সুরা নিসা পড়িয়েন
এমন অমানুষের কঠোর শাস্তি দাবি করছি এমন রাক্ষসে বাবার বেঁচে থাকার কোন অধিকার নেই
বৃদ্ধা মহিলার কথাগুলো সত্য, তবে মায়ের আচরণটা সন্ধেহজনক।
ruclips.net/video/JTGrL7tQoFY/видео.html
১০০% সঠিক
ruclips.net/video/JTGrL7tQoFY/видео.html
ঠিক আমারও মায়ের আচারণটা সন্দেহ লাগছে
হুম ঠিক বলছেন
মানুষ না নরপিচাশ। বাবা নামের কলঙ্ক। ওর বিচার হওয়া উচিত। এমন বিচার যা দেখে যেন আর কেউ এরকম কাজ না করে।
R8
Yes you are right ✓
ruclips.net/video/JTGrL7tQoFY/видео.html
Right
মায়ের আচরনটা কেমন যেনো সন্দেহজনক
অনেক বাবাই জন্ম দেয় কিন্তু বাবা হয়ে উঠতে পারে না।।মেয়ে কে গালাগালি মারধর করা সমস্ত বাবা এরা বাবা নয়।।।কিন্তু হ্যাঁ এটা ঠিক যে সবাই এক রকম হয় না অনেকেই নিজের মেয়ে কে ভালোবাসে।।😭😭😭😭😭😭😭
এমন ঘটনা তুলে ধরার জন্য বাংলাভিশনকে ধন্যবাদ।
ruclips.net/video/JTGrL7tQoFY/видео.html
মানুষের বাহিরের লেবাস দিয়ে কখনোই ধর্ম বিবেচিত হয় না, ধর্ম বিবেচিত হয় ভিতরের কার্যক্রম দিয়ে। সবচেয়ে অবাক লাগলো সামাজিক লজ্জার ভয়ে এসবকিছু প্রকাশও করতে পারেনি।
এ ধরনের পিতাকে কঠোর বিচারের সম্মুখীন করা হোক। এরা পিতা নামের কলঙ্ক । এদের বেঁচে থাকার কোন অধিকার নেই।
মেয়েটার আত্মার শান্তি কামনা করি🙏
মেয়ে মানেই বাবার আরেকজন মা
এই মা এতটা স্বাভাবিক ভাবে কথা বলছেন কিভাবে সেটা বোধগম্য নয়।তাছাড়া ডিভোর্স দেয়ার পর কিভাবে একসাথে থাকতো এটাও প্রশ্নের সম্মুখীন করা উচিৎ।
মা কখনো স্বাভাবিক থাকে
😢😢Kotha thik..Ma kivabe eto style kore kotha bole!Baba to Papi..Janowar
মেয়ের এমন মর্মান্তিক মৃত্যুর পর কিভাবে একজন মা এত স্মার্টলি কথা বলতে পারে.. দেখে তো মনে হচ্ছে মেয়ের জন্য এক ফোটাও শোক নেই বরং তিনি তার নিরাপত্তার ব্যাপারেই বেশি কনসার্ন..
আপনি অশুদ্ধ ভাষায় কথা বলতে অভ্যস্ত, তাই সব পরিস্থিতিতে আপনি ঐ ভাবেই কথা বলবেন। যারা শুদ্ধ ভাষায় কথা বলতে অভ্যস্থ, তারা সব সময়ই সেই ভাবেই কথা বলে। এটাকে স্মার্টলি কথা বলা বলে না। আপনি বেশিরভাগ সময় অশুদ্ধ ভাষা ব্যবহার করেন, তাই শুদ্ধ ভাষা দেখে আপনার মনে হচ্ছে স্মার্টলি কথা বলছে। সবার কথার ধরন আলাদা। গ্রামে যারা আঞ্চলিক ভাষায় কথা বলতে অভ্যাস্থ, তারা সব সময়ই ঐ ভাবেই কথা বলে। একটা মানুষ যে ভাবে কথা বলা অভ্যস্থ থাকবে, সেই ভাবেই বলবে, এটাই স্বাভাবিক। আপনি অশুদ্ধ ভাষায় কথা বলেন, তাই আপনার কাছে এটা অস্বাভাবিক মনে হচ্ছে। কিন্তু এটা নরমাল বিষয়। যেমন কমেন্ট সেকশন সবাই শুদ্ধ বাংলা ভাষার ব্যবহার করছে লেখার জন্য। একজনকে ও পাবেন না যাদের লেখা অশুদ্ধ বা আঞ্চলিক। কিন্তু অনেকেই আছে যারা বাস্তব জীবনে এই লেখা গুলোর মতন সব শুদ্ধ শব্দ ব্যবহার করে কথা বলে না। তাহলে লেখার সময় সবার ভাষার শব্দ শুদ্ধ কেন?? কারন সবাই লেখার ক্ষেত্রে ছোট থেকেই শুদ্ধ ভাষার ব্যবহারে অভ্যস্ত হয়ে গেছে। তাই বাস্তবে যেমন ভাবেই কথা বলুক , শুদ্ধ, অশুদ্ধ, আঞ্চলিক যেটা হোক, লেখার সময় শুধু মাত্র শুদ্ধ বাংলা ব্যবহার করে থাকে।
@@johora0168 keday koise lekhar somoy sobai suddho vasha bebohar kore? Ami to oshuddho vasay lekhi. Uni ja koise thiki koise. Mohilar kotha sunlei bujha unar kotha natural na. Ettu beshi style martase. Jeita bujhen na oita nia ponditi korte aishen na.
@@weme11 আপনার কথায় কিছু প্রমাণ হবে না বুঝলেন অশিক্ষিত মশাই। কারন কমেন্ট সেকশনই অসংখ্য প্রমান আছে যে সবার লেখার শব্দ গুলো কোন ধরনের। চোখে কম না দেখলে আবার সবার কমেন্ট দেখে আসেন। তাই আমাকে ভুল প্রমাণিত করতে এসে, ইচ্ছা করে অশুদ্ধ ভাষা ব্যবহার করলেই সেটা সত্য হয়ে যাবে না। যেহেতু চোখে দেখাই যাচ্ছে সবার শব্দের ধরন কি। বরং নিজে বেশি পন্ডিতি করতে আসছেন। ছোট থেকে অশুদ্ধ ভাষায় আপনার বাবা মা কথা বলা শিখিয়েছে। তাই বলে সবাই আপনার মতন অশুভ ভাষায় কথা বলবে, অশুদ্ধ বলতেই হবে, এটা আবার কোন ধরনের দাবি?? এটা যার যার অভ্যাসের ব্যাপার।🤣🤣🤣🤣
এজন্যই বলে যে যেমন পরিবেশে বড় হয়, সে তেমন পরিবেশেই অভ্যস্থ হয়। যেমন আপনি নিজেই প্রমান। আপনি অশুদ্ধ ভাষায় কথা বলতে অভ্যস্ত, এজন্যই লেখার ক্ষেত্রেও সেটা ব্যবহার করছেন। এখন আবার পন্ডিতি করে শুদ্ধ ভাষায় লিখতে আসবেন না। কারন প্রথমে মানুষ যে ভাবে কথা বলে, সেটাই তার আসল বা বাস্তব জীবনে ভাষার ব্যবহার হয়। আপনার মতন পন্ডিতকে আরেকটু উদাহরণ দেই। আমাদের ভার্সিটির ক্লাসে অনেক জেলার মানুষ জন পড়াশোনা করে। কিন্তু সবার কথা বলার ধরন কিন্তু তাদের জেলার মতন নয়। মানে কেউ বরিশালের হয়েও নরমাল বাংলায় কথা বলছে, নোয়াখালী হয়েও নরমাল বাংলায় কথা বলে। সব ক্ষেত্রেই এটা তারা করে থাকে। কারন তারা তাদের আঞ্চলিক ভাষায় কথা বলতে অভ্যস্ত নয়। আবার হাতে গুনা খুবই ২/৩ জন আছে, যারা মাঝে মাঝে আঞ্চলিক ভাষায় কথা বলে। কিন্তু বেশিভাগ শিক্ষিত লোকজনের ভাষা হচ্ছে নরমাল বাংলা, আঞ্চলিক ভাষা ব্যবহার করে না। এমনকি কেউ মারা গেলেও তাদের কথা বলার ধরন পরিবর্তন হয়না।
এই সাধারণ বিষয় বুঝতে অসুবিধা কেন হচ্ছে। আপনি কি গ্রামে থাকেন নাকি?? কারন ঢাকায় যারা বসবাস করে, পড়াশোনা করে ৯০% মানুষ নরমাল বাংলায় কথা বলে, আঞ্চলিক ভাষায় নয়। কম মানুষ জন আছে যারা তাদের আঞ্চলিক ভাষা ব্যবহার করে থাকে।
কিন্তু এখনো বিভিন্ন গ্রামে গেলেই দেখা যায় তার উল্টো, মানে গ্রামের বেশিরভাগ মানুষই তাদের নিজস্ব বাংলা বা আঞ্চলিক ভাষায় কথা বলছে।
প্রমান দরকার হলে বরিশাল, যশোর, নোয়াখালী এই সব জেলাতে গিয়ে ঘুরে আসেন। বেশিরভাগ মানুষ তাদের নিজস্ব বাংলা শব্দ ব্যবহার করে, তাদের মধ্যে কম মানুষ আবার নরমাল বাংলায় কথা বলে।
কে কিভাবে কথা বলবে, এটা নির্ভর করে, কে কি ভাবে কথা বলা বা কোন ভাষায় কথা বলা শিখছে। কমনসেন্স না থাকলে বুঝতে অসুবিধা হবেই।
@@weme11 আমি যশোরের ভাষায় কথা বলতে পারি, কারন আমার খালাতো বোনের বিয়ে হয়েছে যশোরে। আমি বরিশালের ভাষাও জানি, কারন আমার খালার বিয়ে বরিশালে। বেড়াতে যাওয়ার কারনে তাদের ভাষা গুলো শেখা হয়েছে।
কিন্তু আমার জেলা শরিয়তপুর। তারপরও আমি শুদ্ধ বাংলা ভাষার ব্যবহার করি। কারন আমি ছোট থেকে ঢাকায় বড় হয়েছি। স্কুলের পড়াশোনা করার কারনেই শুদ্ধ ভাষায় কথা বলতে অভ্যস্ত হয়ে গেছি।
কিন্তু আমার বাবা অশুদ্ধ ভাষায় কথা বলে। আমার মা ফরিদপুরের তিনিও অশুভ ভাষায় কথা বলে। কারন উনারা গ্রামে বড় হয়েছেন,তাই ঐ ভাবেই কথা বলতে অভ্যস্ত হয়ে গেছেন।
এখন আমার কেউ মারা গেলে কি আমি আমার বাবা-মার ভাষায় কথা বলা শুরু করবো নাকি??
তাহলে বলেন তো, যাদের বাবা মা পুরোপুরি ভিন্ন দুই জেলার ভাষার মানুষ, তাদের সন্তানরা সব সময় কি ভাবে কথা বলবে??
ধরেন এক দম্পতির একজন নোয়াখালী, অন্যজন বরিশালের। এদের সন্তান সব সময়, সব অবস্থায় কোন বাংলা ভাষায় কথা বলবে?? নোয়াখালীর মতন নাকি বরিশালের মতন?? নাকি তাদের সন্তান যে ভাবে, যেই বাংলা শব্দ বলে বড় হবে, সেই ভাবেই কথা বলবে??
আপনাদের মাথায় এত গোবর যে, মানুষ কি ভাবে কথা বলছে সেটা দিয়েও বিচার করেন কে কেমন মানুষ।😄😄😄😄
Afaaa normal bangla to bujlam, abnormal bangla konda ettu bujhaia kon.
মেয়ে মারা গেছে কিন্তু উনার হাতে মেহেদি, আরো কয়েকটা ইন্টারভিউ দেখেছি উনার কথা-বার্তা খুবই সন্দেহজনক এবং এলোমেলো। ডিভোর্স হওয়া স্বামীর সাথে এক বাসায় রাত কাটানো হোক সেটা আলাদা রুমে তাও আবার রাতে তবুও এটা কোন ধরনের ফাজলামো। সবকিছুর সুষ্টু তদন্ত হোক এবং এই মহিলার বিষয়েও তদন্ত হোক।
হুম মেয়ে মারা গেছে কিন্তু মায়ের চোখে কোন পানি নেই,,,,, এই নাকি মা🤮🤮🤮🤮
এরকম ভরা যৌবন নিয়ে স্বামীকে ডিভোর্স দেয় কিভাবে নারী নির্যাতনের ব্যাপারে আমরা খুবই খুবই সজাগ কিন্তু নারীরাও যে পুরুষ কে কতটা নির্যাতন করে বর্তমান যুগে সেটা বলার অপেক্ষা রাখে না সুষ্ঠু তদন্ত হোক
Ekdom thik dhorechen. Very suspicious...
@Mi O3 নাস্তিক মাগির পোলা তোর চুলকায়
হয়তোবা নিজের দোষ ঢাকতে আত্মহত্যা করেছে
আল্লাহ মেয়েটাকে জান্নাত দান কর
বাবা এতোটা জালিম হতে পারে তা আগে জানা ছিলোনা সত্যি চোখের পানি আর ধরে রাখতে পারলাম না
এরকম বাবাকে জনসম্মুখে ফাঁসি দিয়ে
সব নষ্টা বাবাদের শিক্ষা হবে।
ধর্ম লেবাসে থাকে না, ধর্ম থাকে মানুষের ভিতরে চরিত্রে।
আপনি তো দেখছি,নতুন মুফতি সাহেব মমতাজের মতো।
@kh mahmood আল্লার পর আবার মা কিরে? যত্তসব ভণ্ডামি
@@shantanughosh1577 gt
Aoumilig er onek neta dari-tupi kintu nastik murti puja Kore.norendo modi dari owala tahole
শরিফুল তালুকদার। ঠিক বলেছেন।
ছি এমন বাবা যেন আর কারো না হয়..
দুনিয়া এমন পুশুর কারাপ বাবা জন্য বাকি বাবাদের পতি
মানুষের বিশ্বাস কমে যাবে..এ পাপি টার কটিন সাজা হক
Right
ভালো৷ লিখেছেন৷ ধন্যবাদ৷
Valo posak poro ta hole dekben ai sob hobe na rastay baje jama pore gurba tar caite ki asa koren aponara
@@mdshohel8657 Nijer shontan baje jama poruk ki valo jama poruk jonmodata meyer proti ei rokom nojor dey kivabe. Babar kache meye shara jibon choto baccha hoyei thake.
এত সঠিক প্রমান থাকা সত্ত্বেও এর কোনো বিচার হবে না এই জয় বাংলা দেশে
lwra bangla ki6y hbe na
এটার জন্য পুলিশও দায়ি কারন তারা যদি কঠুর পদক্ষেপ নিত তাহলে একটা প্রান হয়তো দিতে হতো না। ধিক্কার জানাই এরকম আইন ব্যবস্হার প্রতি। 😓
আর এই জানুয়ারকে বাবা বলাও উচিত না কারন বাবা ডাকটা অনেল সম্মানের এরকম জানায়ারকে বাবা বললে বাবা ডাকটাকে অসম্মান করা হবে। 😡
lwra police
আমাদের দেশে পুলিশ ঘুমন্ত
আইনের আশ্রয় যখন গিয়েছিল তখন বিচার করলে এই সমস্যা হতো না।
আল্লাহ তুমি এসব নরপিশাচ থেকে সবাইকে হেফাজত কর..
ruclips.net/video/JTGrL7tQoFY/видео.html
কোথায় যেন সত্য লুকিয়ে আছে? আমি চাই সঠিক সময়ে বিচার হোক। একটি কন্য সন্তান একটি জান্নাত
ফাঁসি হলে মনে হয় এরকম আর কেউ করার সাহস পাবে না,লজ্জা হওয়া দরকার সবার,বিচার কঠিন হতে হবে ,
কি বলবো কিছু বলার ভাষা নাই, 😭😭😭
Bahrain
Gghghhhjjjjjjjjjkkkkokkk
একজন আল্লাহর বান্দা হিসেবে এর তীব্র নিন্দা জানাই আল্লাহর জন্য
ruclips.net/video/JTGrL7tQoFY/видео.html
এগুলো আল্লাহই করিয়েছে
কেন জানি মায়ের কথাও সন্দেহ জনক
মনে হচ্ছে ঘটনার অন্তরালে ঘটনা আছে!
বাবা মায়ের মিল না থাকলে সন্তান রা এম্নেই মেন্টাল প্রব্লেম হয়ে যায়,শুধু শুধু না জেনে সন্দেহ করার কিছু নেই
Right ,saj dekhle bojha ja66e ,mayer kono kanna nei,
আমিও একজন মেয়ের বাবা কিন্তু আমি আমার মেয়েকে আমার কলিজার থেকেও বেশি ভালোবাসি
ঠিক তাই
সত্যি বলতে এই ঘটনাটি শোনার পর আমি আমার চোখের পানি আর ধরে রাখতে পারলাম না।🥲🥲🥲🥲🥲🥲🥲🥲🥲🥲🥲🥲
এই নর পিশাচ জঘন্য অপরাধি ওর শাস্তি চাই
সরকারের কারণেই এই হত্যাযজ্ঞ চলতেছে আপনারা কার কাছে বিচার চাইতেছেন!!!??
khankir bacca sorkar khun korche??
Right
ঠিক বলেছেন"এগুলা একটা রাজনীতির অংশ'পরিবার থেকে শুরু করে সারা দেশে হত্যা'গুম'দুর্ঘটনা' এসবে যখন জনগন অতিষ্ট হয়ে নাচার জন্য আকুতি মিনতি করবে ঠিক তখনী সরকার আলগা পিরিতি দেখাবে।তখন সরকার যা চাইবে জনগব তা মুখ বুঝে মানবে একটু শান্তির জন্য।
একটা তামীল মুভির স্টরী আজ আমার দেশে বাস্তবায়ন হচ্ছে"আফসোস
এই মহিলারও দোষ আছে। ডিভোর্স হইছে দুই মাস আগে । তার হাজবেন্ড কি করে তার বাসায় আসে ?
আপনার কি মাথায় সমস্যা না কানে?
কীভাবে আসে, সেটা তো সে ভিডিওতে বললই। এরপরো কোন বিবেকে আপনি বলছেন, মহিলারো দোষ আছে? আপনারাও আসলে পরোক্ষ শাহীন। আপনাদের জন্যই এসব পিশাচ, শুয়োর শাহিনেরা এই সমাজে ঘুরতে পারে। আপনাদেরও কঠিন বিচার হওয়া উচিত।
thik! divorce hoise abar ai beta k allow keno kortese etar akta investigation kora uchit
Exactly
@@nabilarahman180 ঠিক, কথাবার্তা ঘাপলা আছে।
যতটুকু জানি তাতে আইন অনুযায়ী ডিভোর্স হলেও সন্তানের সাথে দেখা করার অধিকার একজন বাবার থাকে তো সে হিসেবে ওই লোক বাসায় সামান্য সময়ের জন্য তার সন্তানের সাথে দেখা করতে যেতে পারে।
Alhamdulillah amar baba babar moto ekjon manus se always vabe ami kivabe sikkhito hobo ❤
Allah hefazot koruk sokol baba ke ❤
আলহামদুলিল্লাহ দাদী ১০০% শত্য কথা বলেছেন।
মা বাবা সব চেয়ে আপন জন,এদুনিয়ায় মা বার মতো কেউ নেই, এই সমাজে খারাপ দুই একজন বাবা মার জন্য আমরা যেন মা বাবার প্রতি ঘৃণা না জন্মায় মনে,৷ সকল মা বাবার প্রতি অনেক অনেক ভালবাসা ওসম্মান রইল।
ruclips.net/video/JTGrL7tQoFY/видео.html
Right
ভাই.. আমার ২ টা মেয়ে.. মানে কলিজার টুকরা। কেউ তাদের সাথে খারাপ আচরণ করলে মন চায় তার হৃদপিণ্ড টা টেনে ছিরে ফেলি..এর কারন সন্তানের মাঝেই তো মা বাবার জিবন টা লুকিয়ে থাকে..এই নিউজ টা দেখার পর আমি নিজের কান্না থামাতে পারেনি। বিচার হোক ঐ লম্পট বাবা নামের নরপশুর
এখানে মোল্লা আসলো কেনো?
@Mi O3 tor chulkani te molom laagaa .. mothertost
@Mi O3 dher she ki molla naki, dari thakle molla hoi naki murkho
@Mi O3 abal.
Edike dhormo ashe kothar theke?
একটা জিনিস বুঝিনা ঘটনা ঘটার আগে কেন এমন কাজের প্রতিকার হয়না?
Gotona gotar age kau bissas korena.
@@josnamunny1346 sotti bolechen, r bises kore meye manus ra payna somajer kach theke sothik bichar.
@@josnamunny1346 right
@@craftsofaliza7014 tao thik
@@craftsofaliza7014 iccha kore korena "bishash"... Korle je kaaj korte hobe ar ghush paowa bondho hoye jabe tai.
আমার জীবনেও বাবা শব্দটা একটা অভিশাপ
Its not a suicide, its a gruesome muder. 😢
নানুর কথা গুলা অসাধারন আল্লাহ মাফ করুক আমাদেরকে
আল্লাহ শেষ দুনিয়াতে এ কেমন বাবার পরিচয় দিলেন।সবাইকে হেফাজত করুক। আমিন
ওর মায়ের কথা অনুযায়ী বোঝা যাচ্ছে এই মেয়ের মৃত্যুর পিছনে বিশাল বড় কাহিনী লুকিয়ে আছে। ওর মাকেও যেন আইনের আওতায় আনা হয়। এবং ওর মাকে যেন কঠিনভাবে জিজ্ঞাসা করা হয়।
আপনার ফ্যামিলির মহিলাদের হয়তো উচ্চ শিক্ষা নেই তাই আন্টির উচ্চারিত কথা শুনে এসব মনে হচ্ছে।
@@harder2835 সুন্দর মেয়ে মানুষ দেখলে সবাইরে একটু মায়া হয়, আপনার বেলায় তার ব্যতিক্রম হয়েছে ঘটেনি। আর তাছাড়া এখানে তো আমি কাহোকে কোন খারাপ কিছু বলি নাই আপনি এখানে আমার ফ্যামিলি শিক্ষিত না অশিক্ষিত এই ব্যাপারটা টেনে আনলেন কেন। আপনার ব্যবহারে বোঝা যাচ্ছে আপনি কতটুকু ভদ্র ফ্যামিলির ছেলে।
ঠিক বলেছেন
আমারও বাবা আছে তবে ওনি খুব ভালো মানুষ সমাজে আরো অনেক ভালো বাবা আছে জারা নিজের থেকেও বেশি নিজের পরিবারকে নিজের সন্তানকে বেশি ভালোবাসে ওনার মত একজন খারাপ মানুসের জন্য তাদের লজ্জা লাগে ওনাকে সাস্তি দেওয়া হুক
আমিও একজন মেয়ের বাবা হয়ে ফাঁসির আবদার করছি 😢😢😢😢😢
fasi noy bichi ta kete deoa hok jar jonno ato jamela
ছি : ছি: বাবা এমন হয় ! খারাপ কাজের স্বীকৃতি পায়নি তাই মেয়েটাকে মৃত্যুর দিকে ঠেলে দিলো ৷
এসব মানুষ কে ফাঁসি দেও উচিত এরকম এক জন কে দিলে আর ১০ জন ঠিক হয়ে জাবে.. …? এর বিচার ফাঁসি ঠিক
Sounds like full story is not exposed yet, there are more to come. How this lady allowed the guy to their home after divorce? Seems like she is hiding something 🤔
Exactly and she is lying
হুম, এইরকম ঘটণায় পুরোপুরি বাস্তব থাকেনা।
Exactly,you are right.
দুড়ি-টুপি দেখে দেখি আপনারাও গলে গেলেন! 😂😂
Onar swami bhoyongkor kharap chilo..... Na khuleo upay chilo na... Proshason to 24 ghonta/daily daily oder pichone somoy dibe na... Tai oi loker sathe panga to r nite parbe na... Nirupay hoyei daroja khulte hoto... Jar poristhiti sei bojhe kmn lge sei sob poristhiti samlate... Ami ai jonno kichuta holeo bujhlam karon amr swamio amon e chilo... Oporadh o korleo kono step neoar khamota amr chilo na... Karon k dibe amr nirapotta... Tai jmn o chaito tmn e hoto... Jakhon r parini... Takhon paliye jibonmrito hoye achi.
এমন হাজারো পরিবার আছে মান সম্মানের ভয়ে চুপ থাকে এধরনের বাবাদেরকে আইনের আওতায় এনে ফাসি দেওয়া দরকার।
এই মেয়ের মৃত্যুর জন্য এই মা দায়ী। ডিভোর্স দেয়ার পরও এই স্বামী কে এলাউ করতো।বাজে মা।যে বাবা এতো অত্যাচার করতো তাকে নিয়ে আবার একই ঘরে থাকতো।ধিক্কার জানাই এরকম মা কে।
Right
Ata Thik
Right
এই বাবা নামক অমানুষকে এমন শাস্তি দিয়ে দেওয়া হোক, যাতে করে আর কোনো বাবা এমন পাপাচার না করার সাহস পায় কোনো সন্তানের সাথে
এসব যা হচ্ছে সব হলো কিয়ামতের আলামত।আল্লাহ তুমি আমাদের মাফ করে দিও।
Koyta fashi den sob thik hoy a jabe
দেশ ধর্মিও নুনুভুতিতে ভরে গেছে তাই এই অবস্থা। কোন আলামত টত না। ধর্মিয় নুনুভুতি
সব আলামত মিলে যাচ্ছে কিন্তু বালের কিয়ামুত হয় না ক্যারে
@@garbagedumper9371 এটা ধর্মের দোষ না এটা তার বিকৃত মস্তিষ্কের দোষ।
এই রকম বাবাকে জীবন্ত কবর দেয়া উচিত
বাবা বলা ঠিক না।বাবা শব্দের অপমান
I hate such family. Tar mom ei loker sathe thaklo keno
@@nilimaahmed6260 right
এরকম বাবাকে এমন শাস্তি দেওয়া হক যাতে আর কোন বাবা মেয়ে কে খারাপ কিছু না করেন।
আলহামদুলিল্লাহ আমার বাবা অনেক ভালো আমরা তিন বোন একটা ভাই কিন্তু আমার বাবা আমাদের তিন বোন কে তার জীবনের চেয়েও বেসি ভালো বাসে আমার বাবা বলে মেয়ে মানেই জান্নাত আমার আব্বু অনেক ভালো❤❤❤❤
জন্মদাতা হওয়া সহজ কিন্তু পিতা হওয়া কঠিন।
কেন অনেকে তাকে তো ফেরেস্তা বানিয়ে ফেলেছিলেন দাড়ি ও টুপি আছে বলে, এখন এই দাদিমার কথা শুনে কি বলবেন??? আর তারা আজ কোথায়, কমেন্ট করেন।।।।
একদম ঠিক বলেছো
টুপি ওয়ালা মানুষ খুব একটা ভালো না
কিছু ভাইঞ্চোদ আছে যারা দাড়ি টুপি পড়লেই ভাবে এই মানুষ ভালো! মানে হুজুর টাইপ কেউ খ্রাপ কাজ করলেও এদের বিশ্বাস হয় না!
@@DaliasVlogs34 টুপিওয়ালা মানুষ তরে জন্ম দিছে
@@DaliasVlogs34 right r akta dekhlam bolatkar korce tupi ola
কেউ তাদের কাছাকাছি থাকলে খোঁজ নিতে পারেন ! বাবা মা দুজন এর মধ্যেই ঝামেলা ছিলো! এদের জীবনে অনেক অস্বাভাবিক চর্চা ছিলো! এরা হয়তো অনেক অপরাধের সাথে জড়িত! আল্লাহ ছোট বাচ্চা গুলোকে সুন্দর জীবন দান করুন !!
ঝামেলা হল মেয়ের বাবা দিতীয় বিয়ে করেছে মেয়ের মা এটা মানতে রাজি না ডিভোর্স দিছে।মেয়ে এবং মেয়ের মা এক হয়ে বাবার পিছনে লেগেছে,এই সুবাদে মেয়েকে সাপোর্ট দিত মা, মেয়ে খারাপ কাজ(মেয়ে কাপড় ছাড়া, মেয়ে প্রেম করে) করলেও বুঝেও বুঝত না,কিন্তু মেয়ের বাবা তাকে সঠিক পথে পরিচালিত করতে চাইত এর ফলে মা-মেয়ে এক হয়ে বাবার শত্রু হয়েছে।শেষ পর্যায়ে মা বাবার কর্ম কান্ড দেখে সহ্য করতে পারে নাই, আত্বহত্যা করেছে।
আমীন
আলহামদুলিল্লাহ আমার আব্বুর মতো আব্বু ২য় টা নাই। ❤❤
সবার ভালো বাবা গুলো হয়তো তাদের সন্তানের কাছে এমনই হয়।
প্রত্যেকটা মেয়ের বাবা যেনো এমন হয় আমিন।
বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা🎉🎉🎉🎉
চারপাশে কত মানুষ কত ঝামেলা কত কষ্টেই না থাকে। হাইলাইট যেটা হয় সেটাই কেবল আমাদের চোখে পড়ে।
Ji asholei vaiya,AJ Jodi Ai meye ta mrittor boron na Korto Amra kintu kicue jantam na, koto manushe koto rokom bhave jibon par korche,
@@maymunasiddika7383 hummmm right
রাইট
মায়ের কথায় মনে হয় উনি মন থেকে কথা বলছেন না। মেয়ে মারা গেছে উনি সাভাবিক কিভাবে থাকেন
Seitai...
মেয়ের মা এর কথা সন্দেহজনক লাগছে
আল্লাহ,
আমাদের সবাইকে কিছুটা শান্তি দিন।
হাসবুন আল্লাহু ওয়ানিমাল ওয়াকিল,
আলহামদুলিল্লাহ আমি খুব গর্বিত আমার বাবার মত বাবা পেয়। বাবা নেই আজ ৪ বছর বাবার কথা মনে হলে অনেক কষ্ট হয় দোয়া করি বাবার জন্য আল্লাহ বাবাকে জান্নাতুল ফেরদৌস দান করুক।
একজন বাবার কাছে সব চেয়ে প্রিয় আর আদরের হয় তার মেয়ে
কিন্তু এই লোককে কি বলবো কোনো ভাষা খুজে পাচ্ছিনা
হে আল্লাহ এটার বিচার করিও এই দেশের আইনের উপর ভরসা নেই
এই বাপ নামের পশু গুলার কারণে আজ সব মেয়ের বাবা লজ্জিত 😭😭
এটাই হল আমাদের সোনার বাংলার আইনবিভাগ এর অবস্থা
যতদিন না ইসলামী আইন কায়েম না হবে ততদিন পরযনত দেশের অবস্থা আর বদলাবে না
নাস্তিক রা তো বলবে ইসলাম নাকি এটা সমর্থন করে। কারন ল
শয়তানের কাজই এটা ঘুরে ঘুরে সব দোষ সৃষ্টি কর্তার কিন্তু শয়তান মে সব অপকর্মের ভেতর লুকিয়ে আছে সেটা কেউ যানে না।
আমার মনের কথা বলেছেন
এই নরপশুর ফাসি হোক।এবং আল্লাহ যেনো আমাদের সকলকে সঠিক মুসলিম হিসাবে চলার তৌফিক দেন এবং কোরান হাদিসের আলোকে চলে প্রত্যেক পরিবার জান্নাতি পরিবার হয়ে যায়।
আলহামদুলিল্লাহ আমার বাবা খুব ভালো
এমন বাবার ফাসি হক যাতে আর কাউকে যেনো জিবন না সেস হয়
ঢাকায় 999 ফোন দিলে পুলিশ আসে না। আমিও বহুবার ফোন দিয়ে কোন প্রতিকার পাইনি।
সানজানার মায়ের আচরণ খুবই সন্দেহজনক। একজন মেয়েহারা মায়ের মুখের কথার সাউন্ড এত জোরে হওয়ার কথা নয়।
ডিভোর্স হওয়ার পর তো ঐ লোক তার স্বামী নয় ।পরপুরুষ। যতই ভালোবাসা থাকুক ডিভোর্স হওয়ার পর একঘরে কেন তারা ছিল!!? এটা তো পরকিয়ার পর্যায়ে পড়ে। উনি বলতেছে তার স্বামী দরজা নক করলে উনি ভয়ে দরজা খুলে দিত। উনি safe না স্বামীর কাছে। তাহলে কেন তিনি দরজা খুলে তাকে ভিতরে আসতে দিতেন। দরজা নক করলে ওনার উচিত ছিল পুলিশ কল দিয়ে বলা যে একজন পরপুরুষ এতরাতে তার ঘরে কেন আসছে। মহিলা সেটা করেনি। বরং উনি ঐ লোক কে বাসায় আসার সুযোগ করে দিত এবং তার সন্তানদের মার খাওয়ানোর সুযোগ তৈরি করে দিত। দুষ্ট গরুর চেয়ে শুন্য গোয়াল ভাল ।এমন জানোয়ার বাবার সংস্পর্শে না থাকলে ওরা আরো সুখে জীবন যাপন করতে পারতো। কিন্ত দেখা যাচ্ছে যে তার মা তাদের কে জানোয়ারের কাছে রাখার সুযোগ করে দিত দরজা খুলে দিয়ে। অনেক যন্ত্রনা সয্য করেছে সানজানা। হয়তো মা কে বুঝাতে না পেরে নিজই চলে গেছে। কারন মরে যাবার পর ই বাংলাদেশের মানুষের খবর হয়। আগে সবাই চুপচাপ থাকে। বাবা নামক জানোয়ার থেকে তার মা তাদের আগলে রাখতে পারেনি।
Right
মনের কথা বলছেন
জাযাকাল্লাহ্
মায়ের মধ্যেও সমস্যা আছে।
মহিলারা অনেক কিছু লোক লজ্জার ভয়ে বলতে পারেনা পুরুষ মানুষ সব বলতেও পারে করতেও পারে।প্রশাসন ও সমাজ সবাই নারীদের দোষারোপ করে।
হে আল্লাহ তুমি আমাদের সবাইকে হেদায়েত দান করুন আমিন
ruclips.net/video/JTGrL7tQoFY/видео.html
Tai to boli . Babar bari theke chole asho
কিছু বলার নেই এমন বাবাকে ফাঁসির দেওয়া হোক 😢😢😢
আল্লাহ কাছে দোয়া করি এরকম বাবা যেন আর কারো না হয়।
ইসলামী অনুশাসন না মানলেই এই অবস্থা হয়, মায়ের কথার মধ্যেও সন্দেহ হচ্ছে কেননা দুই মাস আগে স্বামী-স্ত্রী ডিভোর্স হয়েছে কিভাবে আবার স্ত্রীর কাছে স্বামী যায়, তবে মেয়েটার এই করুণ পরিণতি
উৎশৃংখল জীবন যাপন,পিতা,মাতার সাংসারীক জীবনে অমিল কিছুটা দায়ী বলে মনে হয়, সুষ্ঠু তদন্ত হয়ে সঠিক বিচার হওয়া উচিত।
ফাইভ পাশ ছেলেকে বিয়ে করল কিভাবে? আর ডিভোর্সের পর বাসায় আসে কিভাবে?
বুঝেন না ... ভাই কী জন্য আসে ..ওই মহিলার ও দোষ আছে... মহিলা যদি নাইট গার্ডকে বলতো... ভাই ওনাকে বাড়িতে ঢুকতে দিবেন না... তাহলে কি গার্ড তাকে ঢুকতে দিত...??? দিত না
ভাউ, টাকা চিনেন? টাকার জন্য বিয়ে করছে। যে টাকার জন্য ৯৭% মানুষ... যায়
বাসায় allow করাটা এই সর্বনাশের মূল কারণ
@Mi O3 Tui sob jaygay ak e comment koris keno?
@Mi O3 কিরে শালা কুত্তা,, সব জায়গায় কমেন্ট করে!
ruclips.net/video/JTGrL7tQoFY/видео.html
ruclips.net/video/JTGrL7tQoFY/видео.html
এক পক্ষের বক্তব্য শুনে যারা মন্তব্য করে তারা নির্বোধ। মায়ের আচরণ সন্দেহজনক।
এমন একটা মেয়ে হোস্টেল এ ছিলো নিজের বাবার কাছে রেইপ হয়ে বার বার সে মানসিক ভাবে অসুস্থ হয়ে যায় আর সমকামী টাইপ আচরণ শুরু করে আমার সাথে। প্রায় দুই টা বছর তাকে আমি মানসিক ভাবে প্রস্তুত করি যেনো সে এই ঘটনা তার মাকে জানায়। আমিও একটা teenager ছিলাম তাই আমার পক্ষে এর থেকে বড় স্টেপ নেওয়া বা ওকে সাহায্য করা সম্ভব ছিল না আমি যতটুক পারি নিজেকে ওর থেকে বাঁচিয়ে রেখে ওর পাশে থাকার চেষ্টা করি আর একদিন ওর মা কে ও বলে দেয় সব। কিন্তু হিতে বিপরীত ওর মা উল্টা এসব শুনে দোষ চাপিয়ে দেয় হোস্টেল এরই কোনো মেয়ের উপর। কোনো মেয়েই নাকি তার মেয়ে যে যৌনো হয়রানি করে আর মেয়ে পাগল হয়ে বাবার উপর দোষ দিয়েছে। আসলে কারো উপকার করতে নেই। মেয়ের মা আমাকেই দোষী করলো কি না কে জানে! মহিলা নিজেই তো সেই স্বামীর ঘর করেছে সেই ভালো জানবে ওই পুরুষ কেমন। তাই লজ্জার কারণে অন্য কে দোষী করেছে। আমাদের বাংলদেশে আসলে ধর্ম চর্চা বলতে কিছুই নাই। সবই নামে মুসলিম