Keno Janni Na Je Shudhu | Kaatha Daao Bhulbe Nago | Mrinal Chakraborty | Audio

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 сен 2024
  • Since 1914 The Gramophone Company (now Saregama) has had an unbroken tradition of Sharad Arghya, puja songs specially and exclusively selected and released to mark the Durga Puja festivities. Over the decades, the most outstanding musicians and singers have been proud to be invited to be part of this elite group - a real who's who of the music world in Bengal. to listen this song will make you revisit the older days when new songs released during the Pujas was a great sensation.
    To listen to the best of Bangla songs, subscribe to ‪@saregamabengali‬
    Listen to Keno Janni Na Je Shudhu sung by Mrinal Chakraborty from the album Kaatha Daao Bhulbe Nago.
    Song Credit:
    Song: Keno Janni Na Je Shudhu
    Album: Kaatha Daao Bhulbe Nago
    Artist: Mrinal Chakraborty
    Music Director: Mrinal Chakraborty
    Lyricist: Miltoo Ghosh
    #kenojanninajeshudhu
    #mrinalchakraborty
    #saregamabengali
    Buy Carvaan Mobile - Feature phone with 1500 Pre-loaded songs: sarega.ma/ycmbuy
    Awaz Aapki, Gaane Hamare, Ab Sunegi Duniya Saari.
    Make your own cover on this song and we’ll launch it on our Openstage RUclips Channel.
    Send it on content@saregama.com
    To buy Carvaan, visit www.saregama.c...
    To buy virus-free original tracks, visit www.saregama.c...
    Label:: Saregama India Ltd, A RPSG Group Company
    For more videos log on & subscribe to our channel :
    / saregamabengali
    Facebook:: / saregamabangla
    Twitter:: / saregamaglobal
    Google+ :: plus.google.co...

Комментарии • 202

  • @shyamalghosh7920
    @shyamalghosh7920 8 месяцев назад +24

    কতো মিষ্টি গলা আর পরিষ্কার উচ্চারণ প্রথম সারির শিল্পি হয়েও সেভাবে মর্যাদা পাননি এটাই কষ্ট।

  • @manoranjanmodak840
    @manoranjanmodak840 Год назад +130

    যতবার এই গানটা শুনি ততবার তৃপ্তি কে মনে পড়ে। এই ৭০ বছর বয়সেও তৃপ্তিকে ভুলতে পারিনি।

    • @mohsinali-gw2jo
      @mohsinali-gw2jo Год назад +20

      ওনাকে ভুলবেন কেন? ভুলে গেলে তো শেষ হয়ে গেল। স্মরণে রেখে দিন বাকিটা জীবন। ধন্যবাদ আপনাকে, কত সহজ করে লিখেছেন।

    • @dilbarhossain2876
      @dilbarhossain2876 Год назад +1

      আপনাকে দেখার ইচ্ছে ছিলো,,,,কেমন আছেন।

    • @TapanMondal-ly3ek
      @TapanMondal-ly3ek Год назад

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @sampadmitraofficial5803
      @sampadmitraofficial5803 Год назад +1

      সত‍্যিই বড়ো তৃপ্তি পেলাম।

    • @simpleretiredlife2702
      @simpleretiredlife2702 Год назад

      Ke. Ai tripti?

  • @apuchandradas1935
    @apuchandradas1935 2 года назад +41

    একদিন টানা ২০+ বার শুনেছিলাম গানটা।
    মাঝে মাঝে ই গানটা শুনি।
    কি জানি,কিছু একটা আছে গানটাতে।💜💜

  • @samarghosh145
    @samarghosh145 11 месяцев назад +9

    গান টা বার বার শুনি আর ভাবি একজনের অন্তরে কতটা দুঃখ জমে থাকলে তারপর এই লেখা কলম দিয়ে বেরোতে পারে।

  • @sabrinasaba4994
    @sabrinasaba4994 Год назад +54

    কেন জানিনা যে শুধু
    তোমার কথাই মনে পড়ে,
    তুমি জানো না তো আমার
    ছিলে কত যে আপনার,
    তুমি জানো না তো আমার
    ছিলে কত যে আপনার,
    সে স্মৃতি দু’চোখ বেয়ে
    অশ্রু হয়ে অঝোর ঝরে ||
    যে কথা বলবো তোমায় ছিল আশা
    সে কথা বলতে কেন পাই নি ভাষা,
    সে যেন বোবা হয়ে রয়ে রয়ে কেঁদে মরে ||
    কত যে তোমায় বেসেছিলাম ভালো
    সে কি আজ ভাঙা ঘরে চাঁদের আলো ?
    এ হৃদয় যখন আমার মুখর হল
    সে কেন কাছে এসে হারিয়ে গেল,
    এ হৃদয় যখন আমার মুখর হল
    সে কেন কাছে এসে হারিয়ে গেল,
    সে স্মৃতি ধূপের মতো অবিরত আকুল করে ||

    • @nisankasekharsahoo3471
      @nisankasekharsahoo3471 Год назад +4

      খুব্ই কষ্টকর অনুভূতি এবং আবেগের যন্ত্রনাদায়ক বহিপ্রকাশ।

    • @bichitrabiswas3095
      @bichitrabiswas3095 Год назад +5

      ধন্যবাদ। ভাবছিলাম লিখবো ।আপনি লিখে দিয়েছেন।

    • @mamunislam-rp4fx
      @mamunislam-rp4fx Год назад +3

      আপনার এই আন্তরিকতার জন্য আপনাকে জানাই আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা অফুরান।
      গানটি কষ্ট করে লিখেছেন সে জন্য আমি ভীষণভাবে আপ্লুত হলাম।

    • @bijankumar2922
      @bijankumar2922 Год назад +2

      সবার এই অনুভূতি দেখতে দেখতে আমিও কিশোরবেলার অপরিণত প্রেমকে কল্পলোকে চাক্ষুষ করে আনমনা হই।

    • @shrabanimitra1823
      @shrabanimitra1823 Год назад

      Script থাকে kivabe print করা zaabe?

  • @BakulDutta143
    @BakulDutta143 2 месяца назад +5

    এই গান খানি আমাকে একজনকে খুব মনে পরিয়ে দেয় ,,যন্ত্রনা হয় মনে মনে ,,সেই যন্ত্রণা কে ও হারিয়ে দেয় আপনার সুরের দাপট ,,এত সুন্দর গেয়েছেন বারবার শুনলেও মন ভরেনা ,,,স্মরণকালের হৃদয় ভরা গান

  • @mdabdussattar2927
    @mdabdussattar2927 Год назад +17

    একটি উৎকৃষ্ট বিরহের গান। যারা হারিয়ে জীবন্মৃত হয়ে আছেন তাদের হৃদয় ক্ষরণ, পলে পলে দগ্ধ হচ্ছি আমিও। এর চাইতে আর বড় কষ্ট নেই। ভীষণ কষ্ট পাচ্ছি।

    • @satyajitkumarthakur742
      @satyajitkumarthakur742 4 месяца назад

      🎉 ঠিকই বলেছেন !! সেই অবস্থা আমারও

  • @avijitmaity_
    @avijitmaity_ Год назад +10

    ১৯৫৪ সাল,আজ থেকে প্রায় ৭০ বছর আগে “Kaatha Daao Bhulbe Nago” অ্যালবামটা রিলিজ হয়েছিল। যেমন কথা,তেমন সুর,তেমন ভাবধারা-এইসব গানের প্রাসঙ্গিকতা কারণে অকারণে দশকের পর দশক মানুষের মন ছুঁয়ে যাবে। এমন সোনালী শব্দমালা ফুরিয়ে যাওয়ার নয়-জীবনের নানা ঘটনাপ্রবাহে হৃৎস্পন্দনের স্বাভাবিক ছন্দের সমান্তরালেই নিজস্ব একান্ত মুহূর্তের সঙ্গী হয়েছে আর হতেই থাকবে।
    এই অপূর্ব সঙ্গীতমণিহারে সমৃদ্ধ বাঙালীর মনন,বাঙালীর বেঁচে থাকার রসদ। ♥️♥️♥️

    • @arafatbappy
      @arafatbappy 4 месяца назад

      আমি ঠিক সেটাই খুঁজছিলাম, কবেকার গান?
      সময় যেটাই হোক এই গানগুলোর আবেদন চিরদিনের।
      🇧🇩

    • @tanujajana2090
      @tanujajana2090 3 месяца назад

      Se Keno kache ese hariye gelo

  • @sobhansengupta9636
    @sobhansengupta9636 2 года назад +33

    হৃদয় নিংড়ানো গান।
    👌👌👌

  • @s.c.dastopic9148
    @s.c.dastopic9148 2 года назад +32

    চোখের জল ধরে রাখতে পারি না, গানটা শুনলে দুর্গাপুজোর সময় রাস্তায় বেরোনো অসংখ্য দুর্গার কথা ভাবে আর কেঁদে যায় ।

  • @mahmudurrahmanalqaderi8840
    @mahmudurrahmanalqaderi8840 День назад

    কোনো কিছু মনে গেঁথে গেলে
    হৃদয়ের পরতে পরতে আজীবন অনুভূত হতে সেই আবেশ।
    কৈশোরের ভালোলাগা প্রথম কদমফুল হিসেবে
    ভালোবাসাই রূপ নেয়...
    বড্ড মিষ্টি গানটা স্মৃতির মণিকোঠায় সুবাস ছড়ানো মোহর হয়ে থাকবে আজীবন। ❤

  • @rakeshmudi8102
    @rakeshmudi8102 Год назад +10

    কত যে তোমায় বেসেছিলাম ভালো...
    সে কি আজ ভাঙ্গা ঘরে চাঁদের আলো!

  • @mamunislam-rp4fx
    @mamunislam-rp4fx Год назад +5

    যতবার ততবার এই গানটি নতুন মনে হয়। গীতিকার সুরকার ও শিল্পী কে আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন জ্ঞাপন করছি।

  • @mowmitachatterjee8077
    @mowmitachatterjee8077 Год назад +23

    একবার শুনে আশ মেটে না। বার বার শুনতে ইচ্ছা হয়।

    • @Mitalimanna162
      @Mitalimanna162 Год назад

      এই গান টি আমিও একটু গাইতে চেষ্টা করেছি দিদিভাই ,, চাইলে একটু শুনতে পারেন # mitali manna music

    • @abdulhayee8795
      @abdulhayee8795 2 дня назад

      আমারও একই দশা, শুনছি তো শুনছিই

  • @parthochowdhury7993
    @parthochowdhury7993 Год назад +10

    পৃথিবী যতদিন থাকবে এই গান গুলো ততই দিন অমর হয়ে থাকবে

    • @satyajitkumarthakur742
      @satyajitkumarthakur742 4 месяца назад

      থাকবে তো ? আমারও যন্ত্রণা আছে ।

  • @jobaerhossen9995
    @jobaerhossen9995 Год назад +9

    আমি জেনে বুঝেই কারো মায়ায় পড়েছিলাম।কিন্তু সেই মায়া যে এভাবে অবিরত অশ্রু হয়ে ঝড়ে পড়বে তা ঘুনাক্ষরে ও ভাবতে পারিনি।তবুও চাই সে সুখে থাকুক।ভালো থাকুক সবসময়।

  • @mahmudurrahmanalqaderi8840
    @mahmudurrahmanalqaderi8840 Год назад +5

    প্রথম ভালোবাসা আমার কাছে প্রথম কদমফুল। একজোড়া কিশোর-কিশোরীর ভালোবাসা ছিলো চোখের ভাষায়।
    কখনো তারা মুখে বলেনি ভালোবাসার কথা।
    চোখের তারায় খুঁজে ফেরে ভালোবাসার সাতকাহন। ৪৮ বছর আগে হারিয়ে গেছে, অথচ এখনো তাকে বারবার মনে পড়ে...

    • @JaydeepDatta
      @JaydeepDatta Месяц назад

      @@mahmudurrahmanalqaderi8840 খুব ঠিক কথা বললেন কাদেরী দা

  • @KrishnaGhosh-nn1qw
    @KrishnaGhosh-nn1qw 12 дней назад

    অসাধারণ,মন ছুঁয়ে যায় এই গান শুনলে।

  • @JaydeepDatta
    @JaydeepDatta Месяц назад +1

    এই গান যেন প্রত্নতাত্বিক খনন কার্য জানে। হৃদয় খুঁড়ে বার করে আনে সময়ের স্তরে স্তরে চাপা পড়ে যাওয়া কোনও হারিয়ে যাওয়া মুখের ছবি।

  • @indrojitkumar8
    @indrojitkumar8 Год назад +8

    এক কথায় অসাধারন।
    ১৪/১২/২০২২
    সাতক্ষীরা; খুলনা; বাংলাদেশ।

  • @amarkumardas6156
    @amarkumardas6156 3 дня назад

    "কেন জানি না যে শুধু তোমার কথাই মনে পড়ে " গানটা শুনলে আনমোনা হয়ে যাই। অন্যতম সেরা একটি বাঙলা গান রিদয়ে স্পর্শ করে যায়। ❤❤❤

  • @pramathamajumder4871
    @pramathamajumder4871 6 месяцев назад +3

    গানটা শুনে আমার চিরতরে হারিয়ে যাওয়া ভালোবাসার মানুষটার কথা মনে পড়ে।প্রায় চল্লিশ বছর আগের সেই স্মৃতি।

  • @Manoj-nt2ow
    @Manoj-nt2ow 3 месяца назад +1

    এই গানের সঙ্গে আর কোন গানের তুলনা হয়না । একদমই মনের কথাটা তুলে ধরার এই গানটা । অপূর্ব সুন্দর সুমধুর এই গানটা ।

  • @badaldey5708
    @badaldey5708 2 года назад +9

    অসাধারণ সুন্দর একটা গান।
    নস্টালজিক করে দেয়। 💞💞

  • @kartickpramanik-vl3st
    @kartickpramanik-vl3st Год назад +3

    যতই ভাবি গানটা আর শুনবো না, শুনলেই খুব কষ্ট পাই।
    তবুও গানটা বারবার শুনি

  • @gitabiswas3398
    @gitabiswas3398 Год назад +9

    এক কথায় অসাধারণ

  • @rkmkhandokar1532
    @rkmkhandokar1532 Год назад +4

    কি বলবো আমি নিজেও জানি না😭😭
    তার কথা বার বার ক্যানো মনে পরতে হবে বলেন তো।সে তো মনে করে না।
    বার বার,,,, যতই শুনি ততই হারিয়ে যাই পুরোনো যায়গায়।
    কথায় আছে না,,, সবতো আর আপন হবার নয়।

  • @dulalbhowmik2925
    @dulalbhowmik2925 Год назад +13

    আমার জীবনের প্রথম নারী যাকে শুধু একবছর কাছে পেয়েছিলাম, বড় দ্রুত হারিয়ে গেলো বিস্মৃতির অতলে। আমি সংসার জীবনে প্রবেশ করলাম, জীবন মুখর হলো কিন্তু সুখ পাখী অধরাই রয়ে গেলো।

    • @mechanicaldinesh9310
      @mechanicaldinesh9310 6 месяцев назад +1

      আপনার কথা গুলো মনে গেঁথে গেলো🙏🏽🙏🏽

    • @wonderland8195
      @wonderland8195 5 месяцев назад +1

      True love.. never forget

  • @tapaskumargoswami1688
    @tapaskumargoswami1688 Год назад +2

    এই গান টা যত শুনি তত আরও বেশী শুনতে মন চায়। কেন জানিনা যে এই গান শুনে তোমার কথাই মনে পড়ে।

    • @Mitalimanna162
      @Mitalimanna162 Год назад

      Amio ey gan ti ektu gaoar chesta korechhi ,,chaile sunte paren ,🙏 #mitali manna music

  • @debopam525
    @debopam525 2 месяца назад

    কেন জানিনা যে শুধু তোমার কথাই মনে পড়ে
    তুমি জানো না তো আমার ছিলে কত যে আপনার
    সে স্মৃতি দু’চোখ বেয়ে অশ্রু হয়ে অঝোর ঝরে।।
    যে কথা বলব তোমায় ছিল আশা
    সে কথা বলতে কেন পাই নি ভাষা
    সে যেন বোবা হয়ে রয়ে রয়ে কেঁদে মরে।।
    কত যে তোমায় বেসেছিলাম ভালো
    সে কি আজ ভাঙা ঘরে চাঁদের আলো ?
    এ হৃদয় যখন আমার মুখর হল
    সে কেন কাছে এসে হারিয়ে গেল
    সে স্মৃতি ধূপের মতো অবিরত আকুল করে।।

  • @DrShimul-hw3el
    @DrShimul-hw3el 3 месяца назад +1

    কেন জানি না যে শুধু তোমার কথাই মনে পড়ে
    কেন জানি না যে শুধু তোমার কথাই মনে পড়ে
    তুমি জানো না তো আমার ছিলে কত যে আপনার
    তুমি জানো না তো আমার ছিলে কত যে আপনার
    সে স্মৃতি দু'চোখ বেয়ে অশ্রু হয়ে অঝোর ঝরে
    কেন জানি না যে শুধু তোমার কথাই মনে পড়ে
    যে কথা বলবো তোমায়, ছিলো আশা
    সে কথা বলতে কেন পাইনি ভাষা
    যে কথা বলবো তোমায়, ছিলো আশা
    সে কথা বলতে কেন পাইনি ভাষা
    সে যেন বোবা হয়ে রয়ে রয়ে কেঁদে মরে
    কেন জানি না যে শুধু তোমার কথাই মনে পড়ে
    কত যে তোমায় বেসেছিলাম ভালো
    সে কি আজ ভাঙা ঘরে চাঁদের আলো
    কত যে তোমায় বেসেছিলাম ভালো
    সে কি আজ ভাঙা ঘরে চাঁদের আলো
    এ হৃদয় যখন আমার মুখর হলো
    সে কেন কাছে এসে হারিয়ে গেল
    এ হৃদয় যখন আমার মুখর হলো
    সে কেন কাছে এসে হারিয়ে গেল
    সে স্মৃতি ধুপের মতো অবিরত আকুল করে
    কেন জানি না যে শুধু তোমার কথাই মনে পড়ে
    তুমি জানো না তো আমার ছিলে কত যে আপনার
    সে স্মৃতি দু'চোখ বেয়ে অশ্রু হয়ে অঝোর ঝরে
    কেন জানি না যে শুধু তোমার কথাই মনে পড়ে

  • @shubhrachakraborty5982
    @shubhrachakraborty5982 21 день назад

    Kichu bolar nei
    Just awesome

  • @harigopaldas331
    @harigopaldas331 Год назад +3

    এ যেন অনবদ্য এক স্মৃতি যা ভোলা যায় না

  • @royranadhir7289
    @royranadhir7289 8 месяцев назад +1

    গানটি প্রথম শুনি ১৯৬৯ইংতে।তখন আমার বয়স ১৮বৎসর।আমি তখন জানতাম না এটা কার
    গাওয়া গান।দিনাজপুর নবরূপী
    সংগীত বিদ্যালয়ে প্রতিদিন ওরা
    কজনা গাইতেন।যেমন জিন্না ভাই,
    মুনসীপাড়ার বন্ধু বাদলের বড় ভাই
    (সংগীত শিল্পী মাহমুুদুন নবীর গিন্নীর সহোদর)। অন্য একজন যার নামটি মনে পড়ছে না।তাঁর কন্ঠেই শোনা।আজ ৫৫বছর পর
    মূল শিল্পী মৃনাল চক্রবর্তী কন্ঠে
    শোনা হলো।বাংলা আধুনিক গানের ও একটি সমৃদ্ধ যুগ ছিল।

    • @royranadhir7289
      @royranadhir7289 8 месяцев назад

      0:50 দিনাজপুরের সেই গুলো আমি
      আজো ভুলিনি।মনে হলে আনন্দ হয়।মোহনদা,মাজেদ ভাই,শাহজাহান ভাই।শাহজাহান ভাই
      শুনেছি বেঁচে নেই।সবচে বেশী মনে
      পড়ে বুরহান ভাইকে।নাটক পাগল।
      আমি অন্ধ গিটার ওস্তাদ বাবলুদার
      জ্যাঠতুতো ভাই।আমার বয়স এখন
      ৭৩ বৎসর
      আর একজনকে মনে পড়ে।এক
      ডাক্তার সাহেবের ছেলে।বাবলুর
      কাছে গীটার শিখতো।জানিনা
      দিনাজপুরের ওরা কে কেমন আছেন।যাঁরা বেঁচে আছেন তাঁরা
      ভালো থাকুন।

    • @royranadhir7289
      @royranadhir7289 8 месяцев назад

      বাদলের বড় ভাইয়ের নাম মনে
      পড়েছে।জীবন ভাই।

    • @royranadhir7289
      @royranadhir7289 8 месяцев назад

      দার

  • @11-krishanuroy41
    @11-krishanuroy41 Год назад +4

    36 bachhor dhore gaan ta shune cholechhi.50 bochhor boyose eseo priti k bhulte parini.ajo or poth cheye bose achhi.

  • @imtiazali8769
    @imtiazali8769 9 месяцев назад +1

    মৃনাল চক্রবর্তীর এ গানটি এর আগে হয়তো কোনো এক সময়ে অল্প বয়সে শুনেছিলাম। তখন আমি এতটা ভাল করে অনুভব করতে পারিনি ! আজ পারলাম!

  • @mohsinali-gw2jo
    @mohsinali-gw2jo Год назад +1

    অদ্ভুত একটা আকর্ষন মোহাবিষ্ট করে রাখে গানটি। কি যেন একটা আছে গানটিতে। আমার খাতার প্রথম গান।সে কতবছর হয়ে গেল।শুনি,বহুবার শুনেছি তবু্ও।
    কেউ জানালে বাধিত হ'ব,গানখানি কি অমল মুখোপাধ্যায় কখনো রেকর্ড ক'রেছেন।আপলোডের জন্য ধন্যবাদ আপনাকে।

  • @ArunkumarrUkil
    @ArunkumarrUkil Месяц назад

    Ae ganta ami prothom sunlam o my God amar jiboner potaka .....

  • @tapasmajumder5456
    @tapasmajumder5456 12 дней назад

    অন্তর থেকে দরদ দিয়ে গাইলে তা সকল কেই স্পর্শ করে❤

  • @Gaanogyan
    @Gaanogyan 11 месяцев назад +1

    যারা নিজে ইচ্ছে করে কাউকে হারায়, সেটাই ব্যতিক্রম। তবুও এই গান বাঁচতে শেখায়

  • @gho1683
    @gho1683 21 день назад

    Joto baar suni ganta tau mon vore na.. just kotha gulor jonno (shan)

  • @biswanathdey3506
    @biswanathdey3506 2 года назад +5

    Mind blowing for ever.......

  • @debabratabarman9153
    @debabratabarman9153 Месяц назад

    আহা কি মিষ্টি গান ❤️

  • @abhinandanghosh4056
    @abhinandanghosh4056 19 дней назад

    কেন জানিনা যে শুধু
    তোমার কথাই মনে পড়ে,
    কেন জানিনা যে শুধু
    তোমার কথাই মনে পড়ে,
    তুমি জানো না তো আমার
    ছিলে কত যে আপনার,
    তুমি জানো না তো আমার
    ছিলে কত যে আপনার,
    সে স্মৃতি দু’চোখ বেয়ে
    অশ্রু হয়ে অঝোর ঝরে।
    কেন জানিনা যে শুধু
    তোমার কথাই মনে পড়ে,
    কেন জানিনা যে শুধু
    তোমার কথাই মনে পড়ে।
    যে কথা বলবো তোমায় ছিল আশা
    সে কথা বলতে কেন পাই নি ভাষা,
    যে কথা বলবো তোমায় ছিল আশা
    সে কথা বলতে কেন পাই নি ভাষা,
    সে যেন বোবা হয়ে রয়ে রয়ে কেঁদে মরে।
    কেন জানিনা যে শুধু
    তোমার কথাই মনে পড়ে,
    কেন জানিনা যে শুধু
    তোমার কথাই মনে পড়ে।
    কত যে তোমায় বেসেছিলাম ভালো
    সে কি আজ ভাঙা ঘরে চাঁদের আলো ?
    কত যে তোমায় বেসেছিলাম ভালো
    সে কি আজ ভাঙা ঘরে চাঁদের আলো ?
    এ হৃদয় যখন আমার মুখর হল
    সে কেন কাছে এসে হারিয়ে গেল,
    এ হৃদয় যখন আমার মুখর হল
    সে কেন কাছে এসে হারিয়ে গেল,
    সে স্মৃতি ধূপের মতো অবিরত আকুল করে।
    কেন জানিনা যে শুধু
    তোমার কথাই মনে পড়ে,
    তুমি জানো না তো আমার
    ছিলে কত যে আপনার,
    তুমি জানো না তো আমার
    ছিলে কত যে আপনার,
    সে স্মৃতি দু’চোখ বেয়ে
    অশ্রু হয়ে অঝোর ঝরে।
    কেন জানি না যে শুধু
    তোমার কথাই মনে পড়ে,
    কেন জানিনা যে শুধু
    তোমার কথাই মনে পড়ে।

  • @hirendrabiswas8607
    @hirendrabiswas8607 2 года назад +7

    বার বার এই গান শুনতে ইচ্ছা করে। এর তুলনা নেই।

    • @Mitalimanna162
      @Mitalimanna162 Год назад

      Amio ey gan ti gaoar ektu chesta korechhi ,, chaile sunte paren 🙏 #mitali manna music

  • @bijoymakhal7228
    @bijoymakhal7228 6 месяцев назад +1

    আমার জীবনের চরম সত্য এই গান জীবন সাথীর চিরতরে চলে যাওয়া

  • @ishaqnifat2788
    @ishaqnifat2788 Год назад +2

    আমার আম্মু আর ছোট আন্টির খুব পছন্দের গান এটা। আন্টি আমায় আম্মুকে শুনার জন্য গানের লিংক পাঠিয়েছিলো।আর আজ আমার আন্টি ICU তে life support এ জীবন মৃত্যুর সন্ধিক্ষণে।😭🥺🥺🥺

  • @phanibhushanmajumder9283
    @phanibhushanmajumder9283 10 дней назад

    Kato saral bhashar oti sundar ek surela gaan kintu er mormartho ottonto govir ja hriday ke nara diye jay. Tai hajarbar sunleo mone hoy ai prothom sunchi gaan ta

  • @AnajanaRoy
    @AnajanaRoy 7 месяцев назад +2

    Super❤❤Gan

  • @ghanteswardhara3367
    @ghanteswardhara3367 3 месяца назад

    শুধু মা বাবা নয় , সবার জন্যই এটা সেরা উপহার ❤

  • @anamikadhank9895
    @anamikadhank9895 7 месяцев назад

    Asadharon.......Ei gaan ti amar valo lagar gaan gulir moddhe ekti.....❤❤❤❤❤❤🙏🙏🙏🙏

  • @s.k.mukhopadhyay8815
    @s.k.mukhopadhyay8815 9 месяцев назад +1

    এই গান তো তৃপ্তিরই, সব বয়সে, সব কালে

  • @Manoj-nt2ow
    @Manoj-nt2ow 8 месяцев назад +1

    Bharater jato Gaan Aache je kono bhashar Gaan taar madhye aye Gaan ta holo Aamar kache No 1 ayerakam gaan aar haina.. ar maner tulona ashabhabick. . ja jar kach theke bhalobasha hariye gache seie jane aye Apurbo Gaaner Mullya kato..Akdam pratyek kali ba katha Antore chuye jaia. ja naki chokhe jal aasar aye Gaan ta .... joy hind

  • @chhandabhattacharjee4262
    @chhandabhattacharjee4262 4 дня назад

    Asadharon

  • @goldnraindropsdev6865
    @goldnraindropsdev6865 Год назад

    Adbhut Asadharon gaan. Mrinalda r bhaav-purno ebong srotader hridoy dola diye deuvaar ekti adbhut o asadharon , ati madhur ebong surey surey jhore pora anabadyo parikalpana.
    Ahaaaaaa ki konthyo madhuryo. Aemon mone hoy jeno ei gaanti Mrinalda r jonyoii rachana kora hoyechhilo. Bangla gaangulor modhye ekti onyotomo o asadharon srishti.... Awesome..!!!!

  • @tarunsasmal6539
    @tarunsasmal6539 Год назад +2

    প্রথমবার যখন শুনেছিলাম, মনে হয়েছিল শ্যামল মিত্র গাইছেন।

  • @smgaming2427
    @smgaming2427 8 дней назад

    এই গানটা শুনলে আমআর কলিজাটা ভাংচুর করে ফেলে সইতে পারিনা

  • @indranilroy5633
    @indranilroy5633 Год назад

    Excellent Bengali Song of Mrinal Chakraborty.

  • @aniruddhamaity6086
    @aniruddhamaity6086 3 месяца назад

    Amar jiboner sathe khub mil ache gan tar

  • @sheulisarkar9337
    @sheulisarkar9337 2 месяца назад

    কতো দিন পরে গানটা শুনে ভালো লাগলো।

  • @learn2teach2020
    @learn2teach2020 6 месяцев назад +1

    এ জীবনে তোমাকে না পাওয়াই রয়ে গেল প্রিয়। পরের জনমেও তোমাকে সাথী করতে চায় না। কারণ ভালোবাসাটা একতরফা ছিলো। তবে না পাওয়ার আকাঙ্খা, প্রাপ্তির চেয়ে তাৎপর্যপূর্ণ।

  • @anjansaha9167
    @anjansaha9167 19 дней назад

    কেন জানিনা ছেলেবেলায় আবার ফিরে যাই।

  • @Sujan-c8e
    @Sujan-c8e 3 месяца назад

    গাজীপুর থেকে শুনলাম

  • @parimalchakroborty2322
    @parimalchakroborty2322 10 месяцев назад

    Akdom thik amar moner kotha kano jani na sudhu tomar kotha mone pore ki jani ki jadu kore che le ♥️♥️♥️

  • @goutomchowdhury7622
    @goutomchowdhury7622 Год назад

    অনবদ্য, সোমা আমার সোমা তুমি শুধু তুনি

  • @adrs2499
    @adrs2499 Год назад

    অসাধারণ,,, সেই প্রথম থেকেই শুনে যাচ্ছি,,, এখনো শুনি

  • @sushantodas5818
    @sushantodas5818 9 месяцев назад

    অসাধারণ এই গান কখনো পুরনো হবার নয়

  • @santanubhowmik8028
    @santanubhowmik8028 Год назад

    Ki oosadharon song, radio te suntam ছোটোবেলা য়..... 😥😰😢

  • @chayanghosh8308
    @chayanghosh8308 4 дня назад

    If you deeply love any girl don't try to get her then ur love is immortal,my first love is immortal bcoz I didn't get her but at the age of 72 I never forget her though I married a very beautiful lady and our only son is a doctor and our bouma is also a doctor in medical College and hospital,we are a happy family but I am disheartened not to get my my first love which is pain sticking for me through out my life

  • @mdkhaleque3408
    @mdkhaleque3408 Год назад +3

    খুব আবেগ প্রবন একটি গান

  • @dukulbarua2932
    @dukulbarua2932 Год назад

    Eisab gaan ki aar firey ashbey. Chaya k bhulte parini. Smriti khub modhur.

  • @shamaldas9932
    @shamaldas9932 Год назад

    এ গানটি যেন জীবনের সাথে মিশে আছে

  • @md.awalhosenjibon
    @md.awalhosenjibon 5 дней назад

    তাকে বলতে পারিনি যে আমি তারে ভালোবাসি। হয়তো সেও আমাকে ভালোবাসতো। কিন্তু কেউ কাউকে বলার সাহস পাইনি। ভালো থাকুক সে।

  • @skdeb2567
    @skdeb2567 4 месяца назад

    What a melody song !

  • @phanibhushanmajumder9283
    @phanibhushanmajumder9283 Год назад

    Ai gaan sunle khub nostalgia te bhugi

  • @sujitkumar3576
    @sujitkumar3576 Год назад

    Ai grants Roj ekbar suni.

  • @mycity8327
    @mycity8327 7 месяцев назад

    This is a mind blowing song

  • @minudas4891
    @minudas4891 Год назад +1

    Kothay je harie gelo sei sob purono gaan purono sob gayok

  • @dulalsharma6826
    @dulalsharma6826 5 месяцев назад

    কি দারুণ যেন অমৃতসম

  • @debabratachakraborty3695
    @debabratachakraborty3695 7 месяцев назад +1

    রানী কেই কেনো মনে পড়ে?
    আমার কত ভালোবাসার মানুষ ছিল।

  • @Parthoch
    @Parthoch 11 месяцев назад

    Remembering lot of old memories ❤

  • @pratimachakraborty4988
    @pratimachakraborty4988 2 года назад

    Mon chuye jaoa gan 👍

  • @UjjalTalukdar-r8z
    @UjjalTalukdar-r8z День назад

    যদিও আমি এখন অন্যের তবু্ও যেখানে যায় সব সময় রুমির কথা মনে পড়ে।

  • @shyamsundarnaskar9462
    @shyamsundarnaskar9462 10 месяцев назад

    One of my faverite song

  • @DebratanMalakar
    @DebratanMalakar 5 месяцев назад

    খুব সুন্দর লাগছে গানটি।

  • @ashokkar7431
    @ashokkar7431 4 месяца назад

    No words to comment.
    Wonderful.

  • @sujatabhattacharjeee4501
    @sujatabhattacharjeee4501 6 месяцев назад

    Khub Sundar ❤️❤️🌹🌹

  • @nitaichandrabiswas2176
    @nitaichandrabiswas2176 2 года назад +1

    Light but mind-blowing

  • @sekharmondal2831
    @sekharmondal2831 Год назад +1

    খুব সুন্দর গানটি,প্রায়ই শুনি।

  • @ashokchakravarty2437
    @ashokchakravarty2437 2 месяца назад

    ❤❤❤❤❤❤❤

  • @amitavadutta7854
    @amitavadutta7854 11 месяцев назад

    Pronam Guruji

  • @mothashimbillah9186
    @mothashimbillah9186 2 года назад +1

    আহ কি মধুর গান

    • @Mitalimanna162
      @Mitalimanna162 Год назад

      Gan ti amio gaoar chesta korechhi ,,chaile sunte paren 🙏#mitali manna music

  • @sankardutta9068
    @sankardutta9068 2 месяца назад

    ❤❤❤

  • @mamonimahanta1058
    @mamonimahanta1058 8 месяцев назад

    . অপূর্ব👍

  • @MdShahadat-wh5bl
    @MdShahadat-wh5bl Год назад

    কি আছে তার মাঝে এত দুঃখ কষ্ট
    অবহেলা এই তো পেয়েছি তার কাছ থেলে তার পরেও ভূলতে পারিনা।

  • @mhasan7068
    @mhasan7068 9 месяцев назад

    প্রাণ শীতল করা গান।

  • @prabirsaha8631
    @prabirsaha8631 3 месяца назад

    Osadharon ❤

  • @rabeyaparvin1335
    @rabeyaparvin1335 Год назад

    আবারো এলাম গানটা শুনতে।

  • @jayantide7889
    @jayantide7889 Год назад +1

    Osadaron amar ma neii kintu ai gan ta sunle amar maa ke kub miss kori

  • @satyamondal6764
    @satyamondal6764 8 месяцев назад

    মৃণাল বাবুর আরো অনেক গান শুনতে চাই