কেন জানিনা যে শুধু তোমার কথাই মনে পড়ে, তুমি জানো না তো আমার ছিলে কত যে আপনার, তুমি জানো না তো আমার ছিলে কত যে আপনার, সে স্মৃতি দু’চোখ বেয়ে অশ্রু হয়ে অঝোর ঝরে || যে কথা বলবো তোমায় ছিল আশা সে কথা বলতে কেন পাই নি ভাষা, সে যেন বোবা হয়ে রয়ে রয়ে কেঁদে মরে || কত যে তোমায় বেসেছিলাম ভালো সে কি আজ ভাঙা ঘরে চাঁদের আলো ? এ হৃদয় যখন আমার মুখর হল সে কেন কাছে এসে হারিয়ে গেল, এ হৃদয় যখন আমার মুখর হল সে কেন কাছে এসে হারিয়ে গেল, সে স্মৃতি ধূপের মতো অবিরত আকুল করে ||
এই গান খানি আমাকে একজনকে খুব মনে পরিয়ে দেয় ,,যন্ত্রনা হয় মনে মনে ,,সেই যন্ত্রণা কে ও হারিয়ে দেয় আপনার সুরের দাপট ,,এত সুন্দর গেয়েছেন বারবার শুনলেও মন ভরেনা ,,,স্মরণকালের হৃদয় ভরা গান
১৯৫৪ সাল,আজ থেকে প্রায় ৭০ বছর আগে “Kaatha Daao Bhulbe Nago” অ্যালবামটা রিলিজ হয়েছিল। যেমন কথা,তেমন সুর,তেমন ভাবধারা-এইসব গানের প্রাসঙ্গিকতা কারণে অকারণে দশকের পর দশক মানুষের মন ছুঁয়ে যাবে। এমন সোনালী শব্দমালা ফুরিয়ে যাওয়ার নয়-জীবনের নানা ঘটনাপ্রবাহে হৃৎস্পন্দনের স্বাভাবিক ছন্দের সমান্তরালেই নিজস্ব একান্ত মুহূর্তের সঙ্গী হয়েছে আর হতেই থাকবে। এই অপূর্ব সঙ্গীতমণিহারে সমৃদ্ধ বাঙালীর মনন,বাঙালীর বেঁচে থাকার রসদ। ♥️♥️♥️
আমি জেনে বুঝেই কারো মায়ায় পড়েছিলাম।কিন্তু সেই মায়া যে এভাবে অবিরত অশ্রু হয়ে ঝড়ে পড়বে তা ঘুনাক্ষরে ও ভাবতে পারিনি।তবুও চাই সে সুখে থাকুক।ভালো থাকুক সবসময়।
অদ্ভুত একটা আকর্ষন মোহাবিষ্ট করে রাখে গানটি। কি যেন একটা আছে গানটিতে। আমার খাতার প্রথম গান।সে কতবছর হয়ে গেল।শুনি,বহুবার শুনেছি তবু্ও। কেউ জানালে বাধিত হ'ব,গানখানি কি অমল মুখোপাধ্যায় কখনো রেকর্ড ক'রেছেন।আপলোডের জন্য ধন্যবাদ আপনাকে।
কোনো কিছু মনে গেঁথে গেলে হৃদয়ের পরতে পরতে আজীবন অনুভূত হতে সেই আবেশ। কৈশোরের ভালোলাগা প্রথম কদমফুল হিসেবে ভালোবাসাই রূপ নেয়... বড্ড মিষ্টি গানটা স্মৃতির মণিকোঠায় সুবাস ছড়ানো মোহর হয়ে থাকবে আজীবন। ❤
প্রথম ভালোবাসা আমার কাছে প্রথম কদমফুল। একজোড়া কিশোর-কিশোরীর ভালোবাসা ছিলো চোখের ভাষায়। কখনো তারা মুখে বলেনি ভালোবাসার কথা। চোখের তারায় খুঁজে ফেরে ভালোবাসার সাতকাহন। ৪৮ বছর আগে হারিয়ে গেছে, অথচ এখনো তাকে বারবার মনে পড়ে...
কি বলবো আমি নিজেও জানি না😭😭 তার কথা বার বার ক্যানো মনে পরতে হবে বলেন তো।সে তো মনে করে না। বার বার,,,, যতই শুনি ততই হারিয়ে যাই পুরোনো যায়গায়। কথায় আছে না,,, সবতো আর আপন হবার নয়।
Bharater jato Gaan Aache je kono bhashar Gaan taar madhye aye Gaan ta holo Aamar kache No 1 ayerakam gaan aar haina.. ar maner tulona ashabhabick. . ja jar kach theke bhalobasha hariye gache seie jane aye Apurbo Gaaner Mullya kato..Akdam pratyek kali ba katha Antore chuye jaia. ja naki chokhe jal aasar aye Gaan ta .... joy hind
আমার জীবনের প্রথম নারী যাকে শুধু একবছর কাছে পেয়েছিলাম, বড় দ্রুত হারিয়ে গেলো বিস্মৃতির অতলে। আমি সংসার জীবনে প্রবেশ করলাম, জীবন মুখর হলো কিন্তু সুখ পাখী অধরাই রয়ে গেলো।
সত্যি কথা বলতে কি? ভালোবাসার মূল্য সবাই দিতে জানে না। সত্তিকারের ভালোবাসার গভীরতা সবাই বুঝতে পারে না। সত্তিকারের ভালোবাসার মূল্য সবাই দিতে জানলে তার গভীরতা উপলব্ধি করতে পারলে এই পৃথিবীটা সুখময় হয়ে যেত।
গানটি প্রথম শুনি ১৯৬৯ইংতে।তখন আমার বয়স ১৮বৎসর।আমি তখন জানতাম না এটা কার গাওয়া গান।দিনাজপুর নবরূপী সংগীত বিদ্যালয়ে প্রতিদিন ওরা কজনা গাইতেন।যেমন জিন্না ভাই, মুনসীপাড়ার বন্ধু বাদলের বড় ভাই (সংগীত শিল্পী মাহমুুদুন নবীর গিন্নীর সহোদর)। অন্য একজন যার নামটি মনে পড়ছে না।তাঁর কন্ঠেই শোনা।আজ ৫৫বছর পর মূল শিল্পী মৃনাল চক্রবর্তী কন্ঠে শোনা হলো।বাংলা আধুনিক গানের ও একটি সমৃদ্ধ যুগ ছিল।
0:50 দিনাজপুরের সেই গুলো আমি আজো ভুলিনি।মনে হলে আনন্দ হয়।মোহনদা,মাজেদ ভাই,শাহজাহান ভাই।শাহজাহান ভাই শুনেছি বেঁচে নেই।সবচে বেশী মনে পড়ে বুরহান ভাইকে।নাটক পাগল। আমি অন্ধ গিটার ওস্তাদ বাবলুদার জ্যাঠতুতো ভাই।আমার বয়স এখন ৭৩ বৎসর আর একজনকে মনে পড়ে।এক ডাক্তার সাহেবের ছেলে।বাবলুর কাছে গীটার শিখতো।জানিনা দিনাজপুরের ওরা কে কেমন আছেন।যাঁরা বেঁচে আছেন তাঁরা ভালো থাকুন।
Kato saral bhashar oti sundar ek surela gaan kintu er mormartho ottonto govir ja hriday ke nara diye jay. Tai hajarbar sunleo mone hoy ai prothom sunchi gaan ta
কেন জানিনা যে শুধু তোমার কথাই মনে পড়ে তুমি জানো না তো আমার ছিলে কত যে আপনার সে স্মৃতি দু’চোখ বেয়ে অশ্রু হয়ে অঝোর ঝরে।। যে কথা বলব তোমায় ছিল আশা সে কথা বলতে কেন পাই নি ভাষা সে যেন বোবা হয়ে রয়ে রয়ে কেঁদে মরে।। কত যে তোমায় বেসেছিলাম ভালো সে কি আজ ভাঙা ঘরে চাঁদের আলো ? এ হৃদয় যখন আমার মুখর হল সে কেন কাছে এসে হারিয়ে গেল সে স্মৃতি ধূপের মতো অবিরত আকুল করে।।
আমার আম্মু আর ছোট আন্টির খুব পছন্দের গান এটা। আন্টি আমায় আম্মুকে শুনার জন্য গানের লিংক পাঠিয়েছিলো।আর আজ আমার আন্টি ICU তে life support এ জীবন মৃত্যুর সন্ধিক্ষণে।😭🥺🥺🥺
শুনেছিলাম এই সিনেমা টা অভিনয় করতে গিয়ে দুজনে মনের দিক থেকে খুব সুন্দর একটা সপশ৴কাতর ভালোবাসা সমপক৴ গড়ে উঠেছিল, সজ্ঞীব কুমার মৃততে সুচিত্রা সেন খুব আঘাত পেয়েছিলেন।
কেন জানিনা যে শুধু তোমার কথাই মনে পড়ে, কেন জানিনা যে শুধু তোমার কথাই মনে পড়ে, তুমি জানো না তো আমার ছিলে কত যে আপনার, তুমি জানো না তো আমার ছিলে কত যে আপনার, সে স্মৃতি দু’চোখ বেয়ে অশ্রু হয়ে অঝোর ঝরে। কেন জানিনা যে শুধু তোমার কথাই মনে পড়ে, কেন জানিনা যে শুধু তোমার কথাই মনে পড়ে। যে কথা বলবো তোমায় ছিল আশা সে কথা বলতে কেন পাই নি ভাষা, যে কথা বলবো তোমায় ছিল আশা সে কথা বলতে কেন পাই নি ভাষা, সে যেন বোবা হয়ে রয়ে রয়ে কেঁদে মরে। কেন জানিনা যে শুধু তোমার কথাই মনে পড়ে, কেন জানিনা যে শুধু তোমার কথাই মনে পড়ে। কত যে তোমায় বেসেছিলাম ভালো সে কি আজ ভাঙা ঘরে চাঁদের আলো ? কত যে তোমায় বেসেছিলাম ভালো সে কি আজ ভাঙা ঘরে চাঁদের আলো ? এ হৃদয় যখন আমার মুখর হল সে কেন কাছে এসে হারিয়ে গেল, এ হৃদয় যখন আমার মুখর হল সে কেন কাছে এসে হারিয়ে গেল, সে স্মৃতি ধূপের মতো অবিরত আকুল করে। কেন জানিনা যে শুধু তোমার কথাই মনে পড়ে, তুমি জানো না তো আমার ছিলে কত যে আপনার, তুমি জানো না তো আমার ছিলে কত যে আপনার, সে স্মৃতি দু’চোখ বেয়ে অশ্রু হয়ে অঝোর ঝরে। কেন জানি না যে শুধু তোমার কথাই মনে পড়ে, কেন জানিনা যে শুধু তোমার কথাই মনে পড়ে।
এ জীবনে তোমাকে না পাওয়াই রয়ে গেল প্রিয়। পরের জনমেও তোমাকে সাথী করতে চায় না। কারণ ভালোবাসাটা একতরফা ছিলো। তবে না পাওয়ার আকাঙ্খা, প্রাপ্তির চেয়ে তাৎপর্যপূর্ণ।
কেন জানিনা যে শুধু
তোমার কথাই মনে পড়ে,
তুমি জানো না তো আমার
ছিলে কত যে আপনার,
তুমি জানো না তো আমার
ছিলে কত যে আপনার,
সে স্মৃতি দু’চোখ বেয়ে
অশ্রু হয়ে অঝোর ঝরে ||
যে কথা বলবো তোমায় ছিল আশা
সে কথা বলতে কেন পাই নি ভাষা,
সে যেন বোবা হয়ে রয়ে রয়ে কেঁদে মরে ||
কত যে তোমায় বেসেছিলাম ভালো
সে কি আজ ভাঙা ঘরে চাঁদের আলো ?
এ হৃদয় যখন আমার মুখর হল
সে কেন কাছে এসে হারিয়ে গেল,
এ হৃদয় যখন আমার মুখর হল
সে কেন কাছে এসে হারিয়ে গেল,
সে স্মৃতি ধূপের মতো অবিরত আকুল করে ||
খুব্ই কষ্টকর অনুভূতি এবং আবেগের যন্ত্রনাদায়ক বহিপ্রকাশ।
ধন্যবাদ। ভাবছিলাম লিখবো ।আপনি লিখে দিয়েছেন।
আপনার এই আন্তরিকতার জন্য আপনাকে জানাই আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা অফুরান।
গানটি কষ্ট করে লিখেছেন সে জন্য আমি ভীষণভাবে আপ্লুত হলাম।
সবার এই অনুভূতি দেখতে দেখতে আমিও কিশোরবেলার অপরিণত প্রেমকে কল্পলোকে চাক্ষুষ করে আনমনা হই।
Script থাকে kivabe print করা zaabe?
গান টা বার বার শুনি আর ভাবি একজনের অন্তরে কতটা দুঃখ জমে থাকলে তারপর এই লেখা কলম দিয়ে বেরোতে পারে।
এই গান খানি আমাকে একজনকে খুব মনে পরিয়ে দেয় ,,যন্ত্রনা হয় মনে মনে ,,সেই যন্ত্রণা কে ও হারিয়ে দেয় আপনার সুরের দাপট ,,এত সুন্দর গেয়েছেন বারবার শুনলেও মন ভরেনা ,,,স্মরণকালের হৃদয় ভরা গান
কতো মিষ্টি গলা আর পরিষ্কার উচ্চারণ প্রথম সারির শিল্পি হয়েও সেভাবে মর্যাদা পাননি এটাই কষ্ট।
উনার গান শুনলে অভিভুত হয়ে যেতে হয়। আপনি বলছেন উনি সেভাবে মর্যাদা পাননি। কিন্তু কেন পাননি সেইটা প্রশ্নটাও আসে তাহলে।
@@istiaque-ahmed চিরদিনই লবির দাপট আছে। সেকালেও ছিল। আমি ওনার সময়কালের শিল্পি। অনেক কিছু জানি।
@@shyamalghosh7920ñññb
Lp
P
একটি উৎকৃষ্ট বিরহের গান। যারা হারিয়ে জীবন্মৃত হয়ে আছেন তাদের হৃদয় ক্ষরণ, পলে পলে দগ্ধ হচ্ছি আমিও। এর চাইতে আর বড় কষ্ট নেই। ভীষণ কষ্ট পাচ্ছি।
🎉 ঠিকই বলেছেন !! সেই অবস্থা আমারও
যতবার ততবার এই গানটি নতুন মনে হয়। গীতিকার সুরকার ও শিল্পী কে আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন জ্ঞাপন করছি।
কি অদ্ভুত মায়াবী একটা গান। যতই শুনি ততই অতৃপ্ত বোধ হয়।
একদিন টানা ২০+ বার শুনেছিলাম গানটা।
মাঝে মাঝে ই গানটা শুনি।
কি জানি,কিছু একটা আছে গানটাতে।💜💜
Akdom
গানটা শুনে আমার চিরতরে হারিয়ে যাওয়া ভালোবাসার মানুষটার কথা মনে পড়ে।প্রায় চল্লিশ বছর আগের সেই স্মৃতি।
হৃদয় নিংড়ানো গান।
👌👌👌
শিল্পীকে জানাই অসংখ্য প্ৰণাম।
এই গানের তুলনা হয়না। সত্যিই গান টা শুনলে অশ্রু ঝরে❤ অসাধারণ
১৯৫৪ সাল,আজ থেকে প্রায় ৭০ বছর আগে “Kaatha Daao Bhulbe Nago” অ্যালবামটা রিলিজ হয়েছিল। যেমন কথা,তেমন সুর,তেমন ভাবধারা-এইসব গানের প্রাসঙ্গিকতা কারণে অকারণে দশকের পর দশক মানুষের মন ছুঁয়ে যাবে। এমন সোনালী শব্দমালা ফুরিয়ে যাওয়ার নয়-জীবনের নানা ঘটনাপ্রবাহে হৃৎস্পন্দনের স্বাভাবিক ছন্দের সমান্তরালেই নিজস্ব একান্ত মুহূর্তের সঙ্গী হয়েছে আর হতেই থাকবে।
এই অপূর্ব সঙ্গীতমণিহারে সমৃদ্ধ বাঙালীর মনন,বাঙালীর বেঁচে থাকার রসদ। ♥️♥️♥️
আমি ঠিক সেটাই খুঁজছিলাম, কবেকার গান?
সময় যেটাই হোক এই গানগুলোর আবেদন চিরদিনের।
🇧🇩
Se Keno kache ese hariye gelo
চোখের জল ধরে রাখতে পারি না, গানটা শুনলে দুর্গাপুজোর সময় রাস্তায় বেরোনো অসংখ্য দুর্গার কথা ভাবে আর কেঁদে যায় ।
Keno jani na je shishu
আমি জেনে বুঝেই কারো মায়ায় পড়েছিলাম।কিন্তু সেই মায়া যে এভাবে অবিরত অশ্রু হয়ে ঝড়ে পড়বে তা ঘুনাক্ষরে ও ভাবতে পারিনি।তবুও চাই সে সুখে থাকুক।ভালো থাকুক সবসময়।
যতবার এই গানটা শুনি ততবার তৃপ্তি কে মনে পড়ে। এই ৭০ বছর বয়সেও তৃপ্তিকে ভুলতে পারিনি।
ওনাকে ভুলবেন কেন? ভুলে গেলে তো শেষ হয়ে গেল। স্মরণে রেখে দিন বাকিটা জীবন। ধন্যবাদ আপনাকে, কত সহজ করে লিখেছেন।
আপনাকে দেখার ইচ্ছে ছিলো,,,,কেমন আছেন।
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
সত্যিই বড়ো তৃপ্তি পেলাম।
Ke. Ai tripti?
এই গানের সঙ্গে আর কোন গানের তুলনা হয়না । একদমই মনের কথাটা তুলে ধরার এই গানটা । অপূর্ব সুন্দর সুমধুর এই গানটা ।
এই গান যেন প্রত্নতাত্বিক খনন কার্য জানে। হৃদয় খুঁড়ে বার করে আনে সময়ের স্তরে স্তরে চাপা পড়ে যাওয়া কোনও হারিয়ে যাওয়া মুখের ছবি।
কত যে তোমায় বেসেছিলাম ভালো...
সে কি আজ ভাঙ্গা ঘরে চাঁদের আলো!
মৃনাল চক্রবর্তীর এ গানটি এর আগে হয়তো কোনো এক সময়ে অল্প বয়সে শুনেছিলাম। তখন আমি এতটা ভাল করে অনুভব করতে পারিনি ! আজ পারলাম!
আমারও তাই
একবার শুনে আশ মেটে না। বার বার শুনতে ইচ্ছা হয়।
এই গান টি আমিও একটু গাইতে চেষ্টা করেছি দিদিভাই ,, চাইলে একটু শুনতে পারেন # mitali manna music
আমারও একই দশা, শুনছি তো শুনছিই
পৃথিবী যতদিন থাকবে এই গান গুলো ততই দিন অমর হয়ে থাকবে
থাকবে তো ? আমারও যন্ত্রণা আছে ।
অদ্ভুত একটা আকর্ষন মোহাবিষ্ট করে রাখে গানটি। কি যেন একটা আছে গানটিতে। আমার খাতার প্রথম গান।সে কতবছর হয়ে গেল।শুনি,বহুবার শুনেছি তবু্ও।
কেউ জানালে বাধিত হ'ব,গানখানি কি অমল মুখোপাধ্যায় কখনো রেকর্ড ক'রেছেন।আপলোডের জন্য ধন্যবাদ আপনাকে।
এক কথায় অসাধারণ
কোনো কিছু মনে গেঁথে গেলে
হৃদয়ের পরতে পরতে আজীবন অনুভূত হতে সেই আবেশ।
কৈশোরের ভালোলাগা প্রথম কদমফুল হিসেবে
ভালোবাসাই রূপ নেয়...
বড্ড মিষ্টি গানটা স্মৃতির মণিকোঠায় সুবাস ছড়ানো মোহর হয়ে থাকবে আজীবন। ❤
এক কথায় অসাধারন।
১৪/১২/২০২২
সাতক্ষীরা; খুলনা; বাংলাদেশ।
খুবই সুন্দর। ❤
অসাধারণ ❤আমি যখন শুনি তখনই মনে হয় আমি যেন কিশোরী বয়সে ফিরে গেছি❤❤❤❤❤🙏
অসাধারণ সুন্দর একটা গান।
নস্টালজিক করে দেয়। 💞💞
Please give the lyrics of this song.
শুধু মা বাবা নয় , সবার জন্যই এটা সেরা উপহার ❤
প্রথম ভালোবাসা আমার কাছে প্রথম কদমফুল। একজোড়া কিশোর-কিশোরীর ভালোবাসা ছিলো চোখের ভাষায়।
কখনো তারা মুখে বলেনি ভালোবাসার কথা।
চোখের তারায় খুঁজে ফেরে ভালোবাসার সাতকাহন। ৪৮ বছর আগে হারিয়ে গেছে, অথচ এখনো তাকে বারবার মনে পড়ে...
@@mahmudurrahmanalqaderi8840 খুব ঠিক কথা বললেন কাদেরী দা
Adbhut Asadharon gaan. Mrinalda r bhaav-purno ebong srotader hridoy dola diye deuvaar ekti adbhut o asadharon , ati madhur ebong surey surey jhore pora anabadyo parikalpana.
Ahaaaaaa ki konthyo madhuryo. Aemon mone hoy jeno ei gaanti Mrinalda r jonyoii rachana kora hoyechhilo. Bangla gaangulor modhye ekti onyotomo o asadharon srishti.... Awesome..!!!!
Asadharon.......Ei gaan ti amar valo lagar gaan gulir moddhe ekti.....❤❤❤❤❤❤🙏🙏🙏🙏
অসাধারণ,মন ছুঁয়ে যায় এই গান শুনলে।
এ যেন অনবদ্য এক স্মৃতি যা ভোলা যায় না
এই গান টা যত শুনি তত আরও বেশী শুনতে মন চায়। কেন জানিনা যে এই গান শুনে তোমার কথাই মনে পড়ে।
Amio ey gan ti ektu gaoar chesta korechhi ,,chaile sunte paren ,🙏 #mitali manna music
যতই ভাবি গানটা আর শুনবো না, শুনলেই খুব কষ্ট পাই।
তবুও গানটা বারবার শুনি
2024 এ এসেও এই গান টাই আমার অন্যতম সেরা গান। সময় পেলেই শুনি।
Mind blowing for ever.......
Super❤❤Gan
কি বলবো আমি নিজেও জানি না😭😭
তার কথা বার বার ক্যানো মনে পরতে হবে বলেন তো।সে তো মনে করে না।
বার বার,,,, যতই শুনি ততই হারিয়ে যাই পুরোনো যায়গায়।
কথায় আছে না,,, সবতো আর আপন হবার নয়।
Kichu bolar nei
Just awesome
Bharater jato Gaan Aache je kono bhashar Gaan taar madhye aye Gaan ta holo Aamar kache No 1 ayerakam gaan aar haina.. ar maner tulona ashabhabick. . ja jar kach theke bhalobasha hariye gache seie jane aye Apurbo Gaaner Mullya kato..Akdam pratyek kali ba katha Antore chuye jaia. ja naki chokhe jal aasar aye Gaan ta .... joy hind
যদি সকল প্রেমিক/প্রমিকা এইভাবে নিজেকে প্রকাশ করতে পারতো । সকল প্রেম সফল হোক ।
যতই শুনি ভালো লাগে 🧡💛💚🧡💛💚
"কেন জানি না যে শুধু তোমার কথাই মনে পড়ে " গানটা শুনলে আনমোনা হয়ে যাই। অন্যতম সেরা একটি বাঙলা গান রিদয়ে স্পর্শ করে যায়। ❤❤❤
Akdom thik amar moner kotha kano jani na sudhu tomar kotha mone pore ki jani ki jadu kore che le ♥️♥️♥️
অন্তর থেকে দরদ দিয়ে গাইলে তা সকল কেই স্পর্শ করে❤
কতো দিন পরে গানটা শুনে ভালো লাগলো।
স্বর্ণ যুগের গান 🌸🙏
যারা নিজে ইচ্ছে করে কাউকে হারায়, সেটাই ব্যতিক্রম। তবুও এই গান বাঁচতে শেখায়
অসাধারণ এই গান কখনো পুরনো হবার নয়
অসাধারণ,,, সেই প্রথম থেকেই শুনে যাচ্ছি,,, এখনো শুনি
আমার জীবনের প্রথম নারী যাকে শুধু একবছর কাছে পেয়েছিলাম, বড় দ্রুত হারিয়ে গেলো বিস্মৃতির অতলে। আমি সংসার জীবনে প্রবেশ করলাম, জীবন মুখর হলো কিন্তু সুখ পাখী অধরাই রয়ে গেলো।
আপনার কথা গুলো মনে গেঁথে গেলো🙏🏽🙏🏽
True love.. never forget
ভাই আপনার সাথে মিলে গেলো
সত্যি কথা বলতে কি? ভালোবাসার মূল্য সবাই দিতে জানে না। সত্তিকারের ভালোবাসার গভীরতা সবাই বুঝতে পারে না। সত্তিকারের ভালোবাসার মূল্য সবাই দিতে জানলে তার গভীরতা উপলব্ধি করতে পারলে এই পৃথিবীটা সুখময় হয়ে যেত।
গানটি প্রথম শুনি ১৯৬৯ইংতে।তখন আমার বয়স ১৮বৎসর।আমি তখন জানতাম না এটা কার
গাওয়া গান।দিনাজপুর নবরূপী
সংগীত বিদ্যালয়ে প্রতিদিন ওরা
কজনা গাইতেন।যেমন জিন্না ভাই,
মুনসীপাড়ার বন্ধু বাদলের বড় ভাই
(সংগীত শিল্পী মাহমুুদুন নবীর গিন্নীর সহোদর)। অন্য একজন যার নামটি মনে পড়ছে না।তাঁর কন্ঠেই শোনা।আজ ৫৫বছর পর
মূল শিল্পী মৃনাল চক্রবর্তী কন্ঠে
শোনা হলো।বাংলা আধুনিক গানের ও একটি সমৃদ্ধ যুগ ছিল।
0:50 দিনাজপুরের সেই গুলো আমি
আজো ভুলিনি।মনে হলে আনন্দ হয়।মোহনদা,মাজেদ ভাই,শাহজাহান ভাই।শাহজাহান ভাই
শুনেছি বেঁচে নেই।সবচে বেশী মনে
পড়ে বুরহান ভাইকে।নাটক পাগল।
আমি অন্ধ গিটার ওস্তাদ বাবলুদার
জ্যাঠতুতো ভাই।আমার বয়স এখন
৭৩ বৎসর
আর একজনকে মনে পড়ে।এক
ডাক্তার সাহেবের ছেলে।বাবলুর
কাছে গীটার শিখতো।জানিনা
দিনাজপুরের ওরা কে কেমন আছেন।যাঁরা বেঁচে আছেন তাঁরা
ভালো থাকুন।
বাদলের বড় ভাইয়ের নাম মনে
পড়েছে।জীবন ভাই।
দার
Joto baar suni ganta tau mon vore na.. just kotha gulor jonno (shan)
Ae ganta ami prothom sunlam o my God amar jiboner potaka .....
Sai lagche ❤❤❤❤
Eisab gaan ki aar firey ashbey. Chaya k bhulte parini. Smriti khub modhur.
অনবদ্য, সোমা আমার সোমা তুমি শুধু তুনি
36 bachhor dhore gaan ta shune cholechhi.50 bochhor boyose eseo priti k bhulte parini.ajo or poth cheye bose achhi.
respect !
এই গান তো তৃপ্তিরই, সব বয়সে, সব কালে
আমার জীবনের চরম সত্য এই গান জীবন সাথীর চিরতরে চলে যাওয়া
Excellent Bengali Song of Mrinal Chakraborty.
Kato saral bhashar oti sundar ek surela gaan kintu er mormartho ottonto govir ja hriday ke nara diye jay. Tai hajarbar sunleo mone hoy ai prothom sunchi gaan ta
Very nice singing. 🙏🙏🌹💐❤
আহা কি মিষ্টি গান ❤️
কেন জানিনা যে শুধু তোমার কথাই মনে পড়ে
তুমি জানো না তো আমার ছিলে কত যে আপনার
সে স্মৃতি দু’চোখ বেয়ে অশ্রু হয়ে অঝোর ঝরে।।
যে কথা বলব তোমায় ছিল আশা
সে কথা বলতে কেন পাই নি ভাষা
সে যেন বোবা হয়ে রয়ে রয়ে কেঁদে মরে।।
কত যে তোমায় বেসেছিলাম ভালো
সে কি আজ ভাঙা ঘরে চাঁদের আলো ?
এ হৃদয় যখন আমার মুখর হল
সে কেন কাছে এসে হারিয়ে গেল
সে স্মৃতি ধূপের মতো অবিরত আকুল করে।।
No words to comment.
Wonderful.
৪৬ বছর আগে যে কিশোরীর ভালোনাসায় সিক্ত হয়েছিলাম আজও তার কথা ভুলতে পারিনি।
বার বার এই গান শুনতে ইচ্ছা করে। এর তুলনা নেই।
Amio ey gan ti gaoar ektu chesta korechhi ,, chaile sunte paren 🙏 #mitali manna music
আমার আম্মু আর ছোট আন্টির খুব পছন্দের গান এটা। আন্টি আমায় আম্মুকে শুনার জন্য গানের লিংক পাঠিয়েছিলো।আর আজ আমার আন্টি ICU তে life support এ জীবন মৃত্যুর সন্ধিক্ষণে।😭🥺🥺🥺
Khub Sundar ❤️❤️🌹🌹
শুনেছিলাম এই সিনেমা টা অভিনয় করতে গিয়ে দুজনে মনের দিক থেকে খুব সুন্দর একটা সপশ৴কাতর ভালোবাসা সমপক৴ গড়ে উঠেছিল, সজ্ঞীব কুমার মৃততে সুচিত্রা সেন খুব আঘাত পেয়েছিলেন।
Asadharon
Ki oosadharon song, radio te suntam ছোটোবেলা য়..... 😥😰😢
প্রথমবার যখন শুনেছিলাম, মনে হয়েছিল শ্যামল মিত্র গাইছেন।
. অপূর্ব👍
What a melody song !
Osadharon ❤
এ গানটি যেন জীবনের সাথে মিশে আছে
This is a mind blowing song
কি দারুণ যেন অমৃতসম
কেন জানিনা ছেলেবেলায় আবার ফিরে যাই।
Kothay je harie gelo sei sob purono gaan purono sob gayok
Mon chuye jaoa gan 👍
এই গানটা শুনলে আমআর কলিজাটা ভাংচুর করে ফেলে সইতে পারিনা
Osadaron amar ma neii kintu ai gan ta sunle amar maa ke kub miss kori
Ai gaan sunle khub nostalgia te bhugi
Remembering lot of old memories ❤
কেন জানিনা যে শুধু
তোমার কথাই মনে পড়ে,
কেন জানিনা যে শুধু
তোমার কথাই মনে পড়ে,
তুমি জানো না তো আমার
ছিলে কত যে আপনার,
তুমি জানো না তো আমার
ছিলে কত যে আপনার,
সে স্মৃতি দু’চোখ বেয়ে
অশ্রু হয়ে অঝোর ঝরে।
কেন জানিনা যে শুধু
তোমার কথাই মনে পড়ে,
কেন জানিনা যে শুধু
তোমার কথাই মনে পড়ে।
যে কথা বলবো তোমায় ছিল আশা
সে কথা বলতে কেন পাই নি ভাষা,
যে কথা বলবো তোমায় ছিল আশা
সে কথা বলতে কেন পাই নি ভাষা,
সে যেন বোবা হয়ে রয়ে রয়ে কেঁদে মরে।
কেন জানিনা যে শুধু
তোমার কথাই মনে পড়ে,
কেন জানিনা যে শুধু
তোমার কথাই মনে পড়ে।
কত যে তোমায় বেসেছিলাম ভালো
সে কি আজ ভাঙা ঘরে চাঁদের আলো ?
কত যে তোমায় বেসেছিলাম ভালো
সে কি আজ ভাঙা ঘরে চাঁদের আলো ?
এ হৃদয় যখন আমার মুখর হল
সে কেন কাছে এসে হারিয়ে গেল,
এ হৃদয় যখন আমার মুখর হল
সে কেন কাছে এসে হারিয়ে গেল,
সে স্মৃতি ধূপের মতো অবিরত আকুল করে।
কেন জানিনা যে শুধু
তোমার কথাই মনে পড়ে,
তুমি জানো না তো আমার
ছিলে কত যে আপনার,
তুমি জানো না তো আমার
ছিলে কত যে আপনার,
সে স্মৃতি দু’চোখ বেয়ে
অশ্রু হয়ে অঝোর ঝরে।
কেন জানি না যে শুধু
তোমার কথাই মনে পড়ে,
কেন জানিনা যে শুধু
তোমার কথাই মনে পড়ে।
Ami jato bar aye gan ta suni tato bar ইস তেতো ke mone pore😢
এ জীবনে তোমাকে না পাওয়াই রয়ে গেল প্রিয়। পরের জনমেও তোমাকে সাথী করতে চায় না। কারণ ভালোবাসাটা একতরফা ছিলো। তবে না পাওয়ার আকাঙ্খা, প্রাপ্তির চেয়ে তাৎপর্যপূর্ণ।
Sotty misty sur❤
মৃণাল বাবুর আরো অনেক গান শুনতে চাই
খুব আবেগ প্রবন একটি গান
Ai grants Roj ekbar suni.
খুব সুন্দর লাগছে গানটি।
আবারো এলাম গানটা শুনতে।
One of my faverite song
Amar jiboner sathe khub mil ache gan tar