সিকিম দার্জিলিং zone এ এখন যারা আছেন অত্যন্ত সাবধানে থাকুন। হটকারী সিদ্ধান্ত নেবেন না। ভয় না পেয়ে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার জন্য অপেক্ষা করুন🙏🙏 Suprabhat Dey Mojar Vlog 04.10.2023 আর যাদের দু-তিন দিনের মধ্যেই যাওয়ার পরিকল্পনা রয়েছে তারা অবশ্যই সবকিছু বিচার বিবেচনা করে তারপরে ভ্রমণের উদ্দেশ্যে রওনা দেবেন। কেননা পরিবেশ পরিস্থিতি খুব একটা অনুকূল নয়। Suprabhat Dey Mojar Vlog 04.10.2023
ধন্যবাদ দাদা ❤️ খরচ প্রতিটা অংশের জন্য আনুমানিক কি রকম হতে পারে সেটা ভিডিওর প্রতিটা স্লাইড এ আলাদা আলাদা করে বলার চেষ্টা করেছি। Per head season এ 12-15k ধরে রাখতেই পারেন।
দেখুন সাধারণত ডিসেম্বর মাস থেকে নর্থ সিকিম ভ্রমণের ক্ষেত্রে কিছু কিছু নিষেধাজ্ঞা বা বিধি-নিষেধ চালু করা হয় লোকাল প্রশাসনের পক্ষ থেকে। সুতরাং আপনি ঘুরতে যাওয়ার আগে লোকাল কোন ট্যুর এজেন্ট অথবা হোটেলে কন্টাক্ট করে জাস্ট ভেরিফাই করে নিতে পারেন যে ওই সময় কোন টুরিস্টকে এলাও করা হচ্ছে কিনা। কারন সাধারণত ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই তিনমাস পুরোপুরি বেশ কিছু জায়গা প্রবল শৈত্য প্রবাহের জন্য বন্ধ রাখা হয়।
ডিসেম্বর জানুয়ারি এই দুই মাস কিন্তু নর্থ সিকিম বেশিরভাগ ক্ষেত্রেই বন্ধ থাকে প্রচন্ড তুষারপাতের জন্য। ডিসেম্বরে যাওয়ার প্ল্যান থাকলে প্রথম এবং দ্বিতীয় সপ্তাহের মধ্যে সবকিছু তথ্য আগাম নিয়ে টুর প্ল্যান করতে পারেন। নইলে ফেব্রুয়ারির লাস্ট week থেকে মার্চের প্রথম সপ্তাহ আবার পুনরায় টুর প্ল্যান শুরু করবেন। খরচ অ্যাপ্রক্সিমেট জনপ্রতি 10000 থেকে 12 হাজার টাকা ধরে রাখতে পারেন season / off season অনেকটাই ডিপেন্ড করে।
ধন্যবাদ দাদা 🥰❤️ নর্থ সিকিমের off season বলতে একটু রিক্স নিয়ে যদি আপনারা ওই ফেব্রুয়ারির শেষ দুটো সপ্তাহ টার্গেট রাখতে পারেন তাহলে অনেকটাই সাশ্রয় হতে পারে, বরফের দেখাও মিলবে। রিস্ক এই কারণেই, বেশিরভাগ ক্ষেত্রেই ফেব্রুয়ারি মাসে কিন্তু এলাউ করে না সুতরাং আগে থেকে খবর নিয়ে আবহাওয়া, প্রাকৃতিক বিপর্যয় সবকিছু জেনে ই প্ল্যান সাজিয়ে নেওয়া ভালো। অফ সিজন বলতে ফেব্রুয়ারির লাস্ট উইক থেকে হোলির আগে পর্যন্ত এই সময়টাকে কিন্তু চয়েস করতে পারেন অথবা বর্ষাকালের সময়টা। রিস্ক কিন্তু থাকবেই ,ওটা মাথায় রেখেই প্ল্যান সাজাবেন। নর্থ সিকিম এখন এত বেশি সংখ্যক মানুষ যাচ্ছেন যে সব সময় প্রচুর টুরিস্ট সুতরাং যেকোনো সময় কিন্তু মোটামুটি এভারেজ জনপ্রতি 10 হাজার টাকা ধরে রাখতে পারেন আনুমানিক খরচ হিসাবে।
Vai, NGP to NGP via North sikim, east sikim, Gangtok er main sight guli dekte total Kato din Kato raat lagte pare. Pujor chute te sealdah to sealdah total per head Kato karoch parte pare kindly janio. Ami Krishnanagar thaki, akhane valo tour agency nei Tai tomar Jana valo tour agency thakle janio.Thanks.
এনজিপি টু এনজিপি নর্থ সিকিম এবং ইস্ট সিকিম এবং গ্যাংটক (sight seeing) পুরোটা কভার করতে যাওয়া আসা নিয়ে মোট ১০ দিনের মতো সময় লেগে যাবে। আনুমানিক খরচা বিপর্যয়ের পরে অনেকটাই বেড়েছে, আপনারা আবার যেহেতু পুজোর সময় যাবেন সেক্ষেত্রে সেটা পিক সিজেন সুতরাং খরচা একটু বেশিই হবে। কতজন যাচ্ছেন, এবং কিভাবে ট্যুর প্ল্যান করছেন তার উপর ডিপেন্ড করবে খরচা তবে মাথাপিছু 16-17 k ধরে রাখা ঠিক হবে। যদি অনেকজন মিলে যান সে ক্ষেত্রে খরচা অনেকটাই কম হবে। ভিডিওর ভেতরে ডিটেল্সে পুরো প্ল্যানিং নর্থ সিকিম প্লাস ইস্ট সিকিম টুর প্ল্যান ডিটেলসে খরচা সমেত দেওয়া আছে ভালো করে একবার দেখে নিলে কোন অসুবিধা হবে না গ্যারান্টি দিলাম। আমরা কোন ট্যুর এজেন্ট নিইনি সেইভাবে, নিজেরাই প্ল্যানিং করে ট্যুর কমপ্লিট করেছিলাম। যে হোটেলে ছিলাম সেই হোটেল থেকেই সম্পূর্ণটা এরেঞ্জ করে দেওয়া হয়েছিল। আপনারা যেহেতু পিক সিজিন এ যাচ্ছেন ,আগে থেকে গুগলের ভালো রিভিউ অথবা ইউটিউব এর বেশ কিছু ভেরিফাইড রিসোর্স থেকে হোটেলের নাম্বার নিয়ে কন্টাক্ট করে যোগাযোগ করতে পারেন। বারংবার কথা বলবেন এবং যতটা সম্ভব কম এডভান্স দেয়ার চেষ্টা করবেন।
সাধারণত তুষারপাত ওই সময়টা হয় না। যদি কপাল খুব ভালো থাকে, ওয়েদারের চেঞ্জ হয় কোনো কারনে অবশ্যই আপনারা কিন্তু ছাঙ্গু লেক, বাবা মন্দির এই জোনগুলোতে বরফের দেখা পেতে পারেন।। তবে না পাবার চান্স কিন্তু ম্যাক্সিমাম।
নভেম্বর থেকে মার্চ তুষারপাতের সময়। অক্টোবরের লাস্ট week ,weather conditions যদি ঠিক থাকে তাহলে আপনারা বরফ দেখতে পাবেন। High altitude এর জায়গাগুলোয় high chance (Nathula,0 point)আপনারা তুষারপাত পাবেন।অক্টোবরে weather মনোরম থাকে, খুব একটা সমস্যা হয় না। মার্চ টাও বেটার অপশন, সেই সময় আপনারা বরফ এবং কপাল খুব ভালো হলে yumthang ভ্যালি র ফুলের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। পাহাড়ের ব্যাপার যখন তখন যা খুশি হতে পারে weather conditions , আপনাদের পছন্দমত টাইম সিলেক্ট করুন।
গ্যাংটক থেকে গাড়ি বেরিয়ে লাচুং লাচেন ঘুরেই আবার গ্যাংটক ব্যাক করে ,এটাই ওখানকার জেনারেল রুলস। আপনাকে সেক্ষেত্রে শুধু লাচুং ঘুরবেন এরকম প্ল্যান ট্যুর এজেন্টের সাথে আলাদা করে বানাতে হবে। খরচা সমান্য একটু কম হবে অনেকটাই ডিপেন্ড করবে approx 10K ধরে রাখা উচিত per head।
Lachen e Jabar age gangtok theke berobar somay luggage gulo kothai rakhbo ...ota ki hotel e rekhe hotel engage kore rakhbo naki onno kono bebostha ache
যদি আপনার ফুল প্যাকেজ থাকে মানে njp to njp তাহলে আপনি গ্যাংটক এর হোটেলের নিজের রুমেই রাখতে পারেন luggage 🧳, দিয়ে lachen , lachung ঘুরে ওই হোটেলে ফিরেই এক রাত কাটিয়ে next plan or next destination. যদি ফুল প্যাকেজ না থাকে তাহলে হোটেল থেকে একটা রুম দেওয়া হয় সেখানে সব luggage 🧳 জমা রাখতে হয়। তার জন্য মিনিমাল costing লাগে।
সিকিম এ যাওয়ার পথেই কিছু দোকানে বিক্রি হয় , ঠাণ্ডা প্রচুর থাকে তাই ওখানে কোনো সমস্যা নেই,কিন্তু এতটাই high altitude মানুষ জন খুবই সামান্য পরিমাণে drink করেন,নইলে শারীরিক সম্মসা হতেও পারে, সুতরাং যা করবেন সাবধানে ভেবে চিন্তে , গাড়ির বাইরে টুরিস্ট স্পটে হয়তো ড্রিংক করা যাবে না ,যেহেতু আর্মি গার্ড এ থাকে। কিন্তু আপনি ওখান থেকে কিছু হার্ড ড্রিংকস নিয়ে আসতে পারবেন না। Police চেকিং এ ধরলে সব নিয়ে নেবে।
যেহেতু পাহাড়ি অঞ্চল যেকোনো মুহূর্তে আবহাওয়ার যে কোন রকম পরিবর্তন হতে পারে ☺️ কিন্তু এই সময়ের আবহাওয়া সাধারণত খুবই মনোরম থাকে❤️ প্রচুর মানুষজন যায় এই সময়ে ☺️ সবরকম weather এবং পরিস্থিতি র জন্য মানসিক ভাবে প্রস্তুতি নিয়ে তৈরি হয়ে পড়ুন ,দারুন সুন্দর জায়গা উপভোগ করার জন্য❤️
Dada north sikim a ki pan card cholbe ? Karon amader voter card nei ,, R dada privet taxi nile price kemon hobe ? ,,, tour package kivabe book kore ota r ekta vedio banan dada
নর্থ সিকিম যাওয়ার পারমিট বানাতে গেলে ভোটার কার্ড, পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স বাধ্যতামূলক। ১৮ বছর বয়সের নিচে বয়স হলে বার্থ সার্টিফিকেট অথবা গার্জেনের ভোটার কার্ড অথবা পাসপোর্ট থাকলে পারমিট পেয়ে যাবেন। (আধার কার্ড সঙ্গে রাখতে পারেন) টুর প্যাকেজ আপনি যে কোন সংস্থা থেকে বুক করতে পারেন গুগল থেকে ভালো করে রিভিউ নিয়ে/এছাড়া আশেপাশে সোর্স ইউজ করে আপনারা করতে পারেন। এছাড়া অন স্পর্ট গিয়ে কিন্তু আপনারা এম জি মার্গ থেকে অনেক ট্যুর এজেন্ট পেয়ে যাবেন সেখান থেকে উঠবো করতে পারেন। বারবার কথা বলে ট্যুর বুক করবেন। Share taxy যদি আপনারা গ্যাংটকের সাইট সিন করতে চান তাহলে লোকাল ট্যাক্সি স্ট্যান্ড থেকে পেয়ে যাবেন। আর লাচুং/লাচেন/গুরু দং মার অর্থাৎ নর্থ সিকিম ঘোরার জন্য আপনাকে যে সংস্থা পারমিট অরগানাইজ করে দেবে সেখান থেকেই গাড়ি এবং গাড়ির নাম্বার প্রোভাইড করে দেওয়া হবে।।
একদিনে গ্যাংটক থেকে জিরো পয়েন্ট ভিজিট করা যাবে কিনা যদি জিজ্ঞাসা করেন। এটা অসম্ভব।। গ্যাংটক থেকে একদিন আপনাকে পৌঁছাতে হবে লাচুং। সেদিন লাচুং নাইট স্টে হবে। তারপরের দিন 0 পয়েন্ট এবং তার আশে পাশের সাইড সিন করে সন্ধ্যে নাগাদ আবার ফিরে আসতে পারেন গ্যাংটক।। অর্থাৎ শুধু যদি আপনার গ্যাংটক থেকে জিরো পয়েন্ট ঘোরাটা টার্গেট হয় তাহলে মোট দুদিন লাগবে।
Cost approx per person 10-15K লেগে যাবে বলেই মনে হয়। যেহেতু ডিসেম্বর জানুয়ারি টুর বন্ধ থাকে সেইক্ষেত্রে আরো বেশিও লাগতে পারে। বেশিজন মিলে গেলে খরচা কমবে। 0 point যেতে পারবেন , বরফ ও পাবেন, যদি কোনো আকস্মিক প্রাকৃতিক বিপজ্জয় না ঘটে।
তুষারপাত সাধারণত ফেব্রুয়ারির শেষ পর্যন্তই পাওয়া যায়, সেই জন্য মার্চের প্রথম সপ্তাহের দিকে টার্গেট রাখাটাই ভালো। এইবার পুরোটাই ভাগ্যের ওপর তবে কাটাও ,জিরো পয়েন্ট এইগুলোতে বরফ পাবেন। হোলির আগে যাওয়ার চেষ্টা করলে খরচা তুলনামূলক কম হতে পারে। কেননা হোলি থেকেই পিক সিজেন শুরু হয়। আপনারা যেহেতু গ্যাংটক থেকে শুধু নর্থ সিকিম যাবেন সেজন্য আপনাদের খরচা সবকিছু নিয়ে জনপ্রিতি 8.5k-9K ধরে রাখতে পারেন। যেহেতু সাত জনই যাচ্ছেন সুতরাং একটি গাড়ি বুক করলেই আপনারা কমফোর্ট এর সঙ্গে সুন্দর করে সবকিছু ঘুরে দেখতে পারবেন।
হালকা বৃষ্টি হতে পারে ওই সময়ে যেহেতু জুলাই আগস্ট এই সময়টা মোটামুটি বর্ষাকাল। কিন্তু ঐরকম জায়গায় যখন তখন বৃষ্টি হয়, তাতে খুব একটা অসুবিধা হয় না ।আমরা যাতায়াতের পথে ফেব্রুয়ারি মাসেই মারাত্মক বৃষ্টি, শিলাবৃষ্টি সব দেখেছি। হালকা বৃষ্টি হলে temp 10° থেকে 15° এর আশেপাশে আসে ,যা অত্যন্ত মনোরম। নিশ্চিন্তে যান, উপভোগ করুন। পাহাড় দর্শন মানেই পুরোপুরি ভাগ্যের খেলা❤️🙂
বরফ সাধারণত ফেব্রুয়ারি মাসের লাস্ট উইক থেকে মার্চ মাসের ফাস্ট উইক পর্যন্ত পাওয়া যায়। মে মাসে সাধারণত বরফ পাওয়া যায় না। ৮ থেকে ১০ ডিগ্রীর আশেপাশে টেম্পারেচার থাকে। যেহেতু অনেকটাই হাই অলটিটিউড এরিয়া, যেকোনো সময় কিন্তু তুষারপাত হলেও হতে পারে। সুতরাং ভাগ্য সুপ্রসন্ন থাকলে মে মাসেও আপনারা কিন্তু বরফের দর্শন পেতে পারেন,কিন্তু চান্স খুবই কম।
পুরোটাই ওয়েদারের উপর ডিপেন্ড করবে। বেশিরভাগ ক্ষেত্রেই ডিসেম্বর & জানুয়ারি নর্থ সিকিম পুরোপুরি ক্লোজড থাকে । ফেব্রুয়ারির সেকেন্ড উইক নাগাদ মোটামুটি খোলা পাওয়া যেতে পারে।
November e 20 tarik jbo dada north Sikkim e gurudongmar and kala pathhar yamthung vally zero point e snow pabo 3 jon jbo oi somoi ta ki vlo somoi pls janaben🙏🙏🙏🙏🙏🙏
নভেম্বর এই সময়টাতে প্রচুর পর্যটক যেতে পছন্দ করেন হালকা একটু রিস্ক থাকলেও সময়টা খুবই ভালো। ডিসেম্বর থেকে জানুয়ারি বরফ পড়ার পিক সিজেন নভেম্বরের শেষে যেহেতু আপনারা যাচ্ছেন সুতরাং আপনারা বরফ পেতে পারেন মনের মত। যেহেতু নর্থ সিকিম যে কোন মুহূর্তে যে কোন বিপর্যয় হতেই পারে সেটা যেকোনো সময়েই, ওইটুকু ভগবানের হাতে রেখে নিঃসন্দেহে টুর প্ল্যান সাজিয়ে ফেলুন ভ্রমণের জন্য❤️❤️❤️❤️
সিকিমে মারাত্মক বৃষ্টির জন্য উত্তর সিকিম সহ একাধিক জায়গার যোগাযোগ মাধ্যম বিচ্ছিন্ন হয়ে গেছে। Lachen lachung ওই দিক যাওয়ার পারমিট দেওয়া সাময়িক ভাবে বন্ধ আছে। প্রথম সারির নিউজ চ্যানেল গুলো বিগত এক দুদিন ধরে সিকিমের খবর কভার করছে সেগুলো একটু নজরে রাখুন। আশা করছি ২৯ তারিখের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে, let's hope for best. যেহেতু দুজন , শেয়ারিং এই ঘুরতে হবে, খরচ সামান্য বেশিই হবে। এখন গ্যাংটক , সিকিম এবং দার্জিলিং প্রায় 12-15k লেগে যাবে জনপ্রতি, যা মনে হচ্ছে। প্রাকৃতিক বিপর্যয়ের কথা মাথায় রেখে পর্যটক না গেলে তুলনামূলক খরচ কম হতে পারে। সিকিমের খবরের আপডেট নিতে থাকুন, ব্যাকআপ টুর প্ল্যান সঙ্গে রাখবেন।
@rehanhimel9616 বৃষ্টির কোনো ভরসা নেই, পাহাড়ি নদীতে জলস্তর বিপদ সীমার উপরে বইছে, এইসময়টা স্কিপ করাই ভালো। যেহুতু বাংলাদেশ থেকে আসবেন , এসে কিছু না ঘুরতে পারলে অনেক আফসোস হবে😔😔 অন্য প্ল্যান করতে পারেন, হয়তো সেইটাই ভালো হবে। এখনো যেহেতু প্রায় 10-12 দিন সময় আছে, আবহাওয়া চেঞ্জ না হলেও পরিস্থতি স্বাভাবিক হতে পারে। সবদিক ভেবেই প্ল্যান করুন🙏☺️
দাদা 2024 March মাসে সিকিম যাচ্ছি মোট 8 জন বন্ধু মিলে, North & East Sikkim. Tour plan আছে North Sikkim পুরো আর East Sikkim এর বাবা মন্দির (২) changu lake আর জুলুক এ একরাত থাকা হবে... মোট 7 রাত 8 দিন কতো খরচ হতে পারে 8 জন এর NJP to NJP
যেহেতু তোমরা ৮ জন যাচ্ছ সেক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে কারণ একটি গাড়ি বুকিং করলেই তোমাদের আটজনের হয়ে যাবে। সে ক্ষেত্রে অনেকটাই সাশ্রয় হবে যদি মার্চ মাসে হোলির আগে যেতে পারো তাহলে প্যাকেজ তুলনামূলক একটু কম থাকে।সুতরাং কম বাজেটে খুব সুন্দর ভ্রমণ হতে চলেছে। Approx 10-12K সবকিছু নিয়েই জনপ্রতি ধরে রাখা ভালো। এইবার হোটেল এবং কত দিনের ট্যুর প্ল্যান সেই হিসেবে খরচা বাড়তে অথবা কমতে পারে।
@@MojarVlog March 10 তারিখ এ যাবো, হোলি 25 তারিখ এ.... tour হবে 7 রাত 8 দিনের। বলছি Kolkata tour agency থেকে tour বুক না করে যদি MG Marg ওইজায়গা থেকে যদি tour বুক করি তবে কি খরচ কম হবে..? Njp to Njp tour বুক করলে কি প্রথম দিন এর breakfast থেকে শুরু করে শেষের দিন lunch পর্যন্ত পুরোটা package এর মধ্যে থাকবে না কি যেদিন থেকে North Sikkim এর উদ্দেশ্যে রওনা হবো সেদিন থেকে খাবার পাবো..?
যেহেতু হোলির আগে যাচ্ছ খরচ তুলনামূলক কম হওয়া উচিত। যেখান থেকেই প্যাকেজ নাও না কেন সম্পূর্ণ ইনফরমেশন মানে তোমাদের সম্পূর্ণ রুট ম্যাপিং অর্থাৎ কোন কোন স্থান গুলো কিভাবে দেখতে চাইছ (day wise)যদি এজেন্সিকে আগে থেকে জানাও তাহলে এনজিপি টু এনজিপি ফুল প্যাকেজ নেওয়াটা অনেকটা বেটার। এনজিপি টু এনজিপি ফুল টুর প্যাকেজ নেওয়ার যেটা মেইন সুবিধা, সেটা হচ্ছে ট্রেন থেকে নেমেই পুরোটাই এজেন্সির দায়িত্ব তোমাদেরকে হোটেল দেওয়া প্রতিটা স্থানে তোমাদের পারমিট বানানো তোমাদের ইচ এন্ড এভরিথিং সবকিছুই ওই টুর কোম্পানির দায়িত্বে থাকবে। তোমাদের হোটেল খোঁজা পারমিট বানানোর মাথাব্যাথা থাকবে না। নিউ জলপাইগুড়ি থেকেই তোমাদের টুর প্যাকেজ চালু হলেও খাওয়া দাওয়ার প্যাকেজটা কিন্তু হোটেল পৌঁছানোর পর থেকে চালু হবে এবং হোটেলে চেক আউট করার পর খাওয়ার প্যাকেজ শেষ হয়। প্যাকেজের ভেতরে গ্যাংটকের থাকা খাওয়া থেকে শুরু করে নর্থ সিকিম ,ইস্ট সিকিম জুলুক সব স্পটের থাকা খাওয়া কিন্তু ইনক্লুড থাকবে (প্যাকেজের বাইরে থাকবে বেশ কিছু টুরিস্ট স্পট যেগুলো ঘুরতে গেলে আলাদা করে ড্রাইভারকে এক্সট্রা কিছু টাকা দিতে হয়।) সুতরাং ভালো করে কথাবার্তা বলে বারংবার ভেরিফাইড হওয়ার পরেই অগ্রিম টাকা বুকিং করবেন।
@@MojarVlog তোমার কাছে থেকে পরামর্শ নিয়ে খুব উপকৃত হলাম,, খুঁটিনাটি সব বিষয় গুলো ভেঙে ভেঙে বুঝিয়ে দিয়েছো,, তোমার মূল্যবান সময় ও পরামর্শ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা 😊❤️
যতটা জানি আপনাদের বললাম😊 যদিও অনেকদিন বাকি, টাও প্ল্যানিং শুরু করে দিন, দেখতে দেখতেই দিন চলে আসবে😊 যাত্রা শুভ হোক ✌️❤️ যাত্রা সম্পর্কিত কোন জিজ্ঞাস্য থাকলে কমেন্টে অথবা ফেসবুকে জিজ্ঞাসা করতে ভুলবেন না ☺️
5 জনের জন্য শেয়ার গাড়ি ই করতে হবে। রিজার্ভ করতে গেলে কমপক্ষে 7/8 জন সর্বোচ্চ 10 জন লাগবে। কত দিনের ট্যুর করছেন তারপর অনেক কিছু ডিপেন্ড করবে। তাও approx গ্যাংটক, নর্থ সিকিম সবনিয়ে এখন ১০ থেকে ১৫ হাজার জনপ্রতি ধরে রাখতেই পারেন।
@user-nh3ec9bk8k এইটাই করেন বেশিরভাগ মানুষ❤️ total cost ওই রকমই চলে আসবে সবকিছু নিয়ে। যদি আপনারা নিজেরাই সবকিছু ঠিক করেন সেক্ষেত্রে কিরকম হোটেলে থাকছেন, গ্যাংটক বাসে যাচ্ছেন না শেয়ার গাড়িতে যাচ্ছেন, সেগুলোর যদি একটু বাজেট কমাতে পারেন তাহলে total cost কমতে পারে ।নর্থ সিকিম কিন্তু প্যাকেজের খরচে তখন যে rate চলবে জনপ্রতি তাই দিতে হবে।
যদি আপনারা সংখ্যায় বেশি জন থাকেন এবং সম্পূর্ণ টুর প্যাকেজ বুক করে যান তাহলে আপনারা আপনাদের হোটেলের রুমে ই আপনাদের লাগেজ রেখে আসতে পারবেন। নতুবা, সংখ্যায় কম সংখ্যক ব্যক্তি থাকলে হোটেল থেকেই একটি রুম দেওয়া হয় যেখানে সমস্ত জিনিসপত্র আপনি রাখতে পারবেন সামান্য কিছু পয়সার বিনিময়ে। অবশ্যই টাকা-পয়সা এবং গুরুত্বপূর্ণ জিনিস নিজের সঙ্গে নিয়ে ঘোরাটাই বেশি নিরাপদ।
না, আধার কার্ড বাচ্চাদের ছাড়া কারোর জন্যই গ্রহণযোগ্য হবে না। Restricted area Votar card লাগবেই,এছাড়া মনে হয় driving licence ও allow করে। তবে ভোটার কার্ড টাই ম্যাক্সিমাম প্রেফারেন্স পায়।
সাধারণত প্রত্যেকেই প্রথমে প্রাপ্তবয়স্কের জন্য ভোটার কার্ড ই চান, কোন কারণবশত ভোটার কার্ড না থাকলে আপনি ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট দিয়ে পারমিট বানাতে পারেন। আধার কার্ড একেবারেই গ্রহণযোগ্য নয় 🤦
Dada ami jodi Njp theke directly Lachung chole jai then stay kore, 0 point, yamthang, katao, ghure Gangtok e chole ashi,, seta ki Kora jbe.? Mne ami 0 point dekhte chai r Gangtok o jete chai,, ami Jodi Gangtok hye lachung jai tahole amar njp theke Gangtok jaoyar din ta nosto hochhe... Tai bolchi j Njp theke directly lachung jaoya jbe.?
না,Njp থেকে ডাইরেক্ট lachen/lachung যাওয়া অসম্ভব। NJP থেকে আপনাকে ওইদিন Gangtok এ বিকেলের মধ্যে পৌঁছাতেই হবে নইলে পারমিটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। বিকেলের মধ্যে পৌঁছলেই আপনি পরের দিন 10 টা নাগাত নর্থ সিকিমের উদ্দেশ্যে রওনা দিতে পারবেন। * NJP থেকে নর্থ সিকিম যাওয়ার পারমিট দেবে না। তাই স্ট্যান্ডার্ড প্রসিডিওর মেনেই আপনাকে ট্রাভেল করতে হবে । NJP -Gangtok Then Gangtok - North Sikkim/East Sikkim .
না hotel এর contact number সেইভাবে নেই। তবে গুগলে সার্চ করলে অবশ্যই পাবেন বেশ কিছু ভালো হোটেল এর সন্ধান এবং ডেস্ক্রিপশন সেকশনে আমি যে হোটেলে ছিলাম তার ডিটেলস দেওয়ার চেষ্টা করেছি ।বারংবার কথাবার্তা বলে তবেই রুম বুকিং করবেন।
Dada amra 1November jabo 8din er tour a 2to bachha r amra 4 jon kmn khoroch hote pare r njp theke Darjeeling bus gele valo hobe naki gari te gele r Darjeeling thakar jonno valo 1ta hoteler name bole deben..sathe number tao pls......
দেখুন যেহেতু 6 জন যাচ্ছেন একটু খরচা কম হবে, আমরা যেহেতু package book করেছিলাম সেইজন্য আগেথেকেই গ্যাংটক এবং দার্জিলিং এর হোটেল একইসঙ্গে বুক হয়েছিল। সেইজন্য দার্জিলিং এর হোটেলের ডিটেইলস দিতে পারছিনা। আপনারা যদি খরচ কমাতে চান অবশ্যই বাস এ যেতে পারেন। বাচ্চারা যদি খুব ছোট হয় তাহলে 4 সিটারেরর গাড়িও বুক করতে পারেন approx 2.5K-3k লাগবে। খরচ ওই সময় approx 15K per person লেগে যাবে, যেহেতু 8 দিনের প্ল্যান। যেহেতু 6 জন সিকিম ঘুরতে সেয়ারেই যেতে হবে। তাই খরচ সামান্য বাড়তে পারে।
@ayushbiswas8071 গাড়ি ভাড়া কমায় না , ইনফ্যাক্ট গ্যাংটক থেকে যে নর্থ সিকিম বা ইস্ট সিকিমের প্যাকেজ নেবেন সেখানে কিন্ত পুরো কস্ট ই নেবে। তাও বলে দেখতে পারেন।
সিকিমে এখন প্রায় off season নেই বললেই চলে, সব সময়েই পর্যটক দের ভিড়। ডিসেম্বর থেকে জানুয়ারির প্রথম 2 সপ্তাহ কেউ যেতে পারেনা প্রবল তুষারপাতের জন্য, সেই সময় নর্থ সিকিম প্রায় বন্ধই থাকে। সেই ক্ষেত্রে জানুয়ারির শেষ সপ্তাহ থেকে ফেব্রুয়ারি মাসটা তুলনামূলক ভিড় কম থাকে, একটু রিক্স থাকে ওই সময়টা গেলে তবে খরচা তুলনামূলক একটু কম হয়। আর যদি সংখ্যায় বেশি লোক যান সে ক্ষেত্রে অনেকটাই কম হয়। (তবে অনেক ক্ষেত্রে জানুয়ারি ফেব্রুয়ারিতেও প্রবল তুষারপাতের জন্য নর্থ সেকেন্ড বন্ধ থাকে একটু খোঁজখবর নিয়ে তারপর প্ল্যান বানাবেন।) মার্চ থেকে নভেম্বর পর্যন্ত আবার পিক সিজন।
কতদিনের জন্য যাচ্ছেন সেইটার উপর ডিপেন্ড করছে, পুজোর সময় aprox দুজনের 35k-40k লেগেই যাবে মনে হয়। শেয়ারেই ঘুরতে হবে যেহেতু দুজন যাচ্ছেন , তাই খরচ বাড়তে পারে। এইবার tour agent এর সঙ্গে কথা বলে ওই সময়ের approx coat টা জেনে নিতে পারেন।
Generally Votar card is the first priority. Otherwise Driving licence or passport is also accepted for issue a parmit for Sikkim for Indian citizens . Check Sikkim tourism official portal for detailed information.
দেখুন 8 সিটারের গাড়ি , শেয়ারে গেলে 10 জন নেয়। জেনারেলি অত বড় গাড়িতে 2 জন যায় না , সেটা পয়সার জন্যই বেশিরভাগ ক্ষেত্রে। আপনারা যদি নর্থ সিকিম শুধু 2 জন যেতে যান সেক্ষেত্রে অন্য গাড়ি বা ওই গাড়িই পুরো মূল্যে বুক করতে পারবেন কিনা tour agent এর একটু কনফার্ম করে নেবেন। সাধারণত এইরকম হয় না বলেই জানি। আপনি gangtok পর্যন্ত 4 সিটারের গাড়ি বুক করে 2 জন যেতেই পারেন। কিন্তু তার পরের ব্যাপারটা( North Sikkim/ East Sikkim)সঠিক বলতে পারবনা।
যারা এই দুর্যোগে আটকে পড়েছেন, তারা মনোবল একদম হারাবেন না। শক্ত থাকুন, সাবধানে থাকুন, সতর্ক থাকুন। প্রশাসন সাহায্য করার জন্য সবরকম সহায়তা করার জন্য প্রস্তুত। Update..15/06/24
নভেম্বর থেকে মার্চ তুষারপাতের সময়। অক্টোবরের লাস্ট week ,weather conditions যদি ঠিক থাকে তাহলে আপনারা বরফ দেখতে পাবেন। High altitude এর জায়গাগুলোয় high chance (Nathula,0 point)আপনারা তুষারপাত পাবেন।অক্টোবরে weather মনোরম থাকে, খুব একটা সমস্যা হয় না। পাহাড়ের ব্যাপার যখন তখন যা খুশি হতে পারে weather conditions , ভাগ্য ভালো থাকলে তুষারপাত উপভোগ করতে পারবেন।
সাধারণত প্রত্যেকেই প্রথমে প্রাপ্তবয়স্কের জন্য ভোটার কার্ড ই চান, কোন কারণবশত ভোটার কার্ড না থাকলে আপনি ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট দিয়ে পারমিট বানাতে পারেন। আধার কার্ড একেবারেই গ্রহণযোগ্য নয় 🤦
টুর এজেন্ট প্রচুর আছে, গুগল থেকে বেশকিছু ভালো ভালো রিভিউ দেখে আপনারা বুক করতে পারেন। তবে সাবধান থাকবেন বেশি অ্যাডভান্স কখনোই দেবেন না। এক বছর আগের পরিস্থিতি থেকে এখনকার পরিস্থিতি অনেকটাই খারাপ নতুন করে কিছুদিনের মধ্যেই নর্থ সিকিমের অংশগুলো খুলে যাবে। টুর অপারেটর সাথে ভালো করে কথা বলে প্যাকেজ ফিক্সড করবেন। Description section এ আমি যে হোটেল এ ছিলাম তার owner এর কন্ট্যাক্ট details দিয়েছি।। আপনি যোগাযোগ করে কথাবার্তা বলে নিতে পারেন। Hotel wangdi +91 92327 92670 এছাড়া গুগল থেকে ভালো রিভিউ দেখে হোটেলের ফোন নাম্বারে ফোন করেও আপনি কিন্তু যোগাযোগ করতে পারেন।। বারংবার কথাবার্তা বলে নেবেন হোটেল মালিকের সঙ্গে তারপরই কিন্তু ডিসিশন নেবেন 🙂🙂 Thanks for commenting ❤️ have a nice and great journey ❤️
দাদা মেডিকেল ভিশা যদি যাই বাংলাদেশ থেকে তখন যদি পুলিশ ধরে তাহলে কি বলবো আর পারমিট কি শিলঘরি থেকে করিয়ে নিবো নাকি গ্যাংটক গিয়ে করবো আর গ্যাংটক যাওয়ার আগে পুলিশ ধরলে কি করবো সবটা জানিয়েন
ভারতীয় আধার কার্ড ছাড়া গ্যাংটক এর যে সাইট সিলিং গুলো রয়েছে অর্থাৎ লাচুং লাচেন এগুলো আপনারা ঘুরতে পারবেন না। নির্দিষ্ট কিছু জায়গা খোলা থাকলেও থাকতে পারে শিলিগুড়ি থেকে যেকোনো টুর অপারেটরের সাথে ভালো করে কথা বলে তারপরে সিদ্ধান্ত নেবেন।
North Sikkim pakage for 2 night (share car) approx ei season e 4-5k lagte pare. Online e 2 ekjon verified tour agent er songe kotha bole bapartar andaj nite paren....
September pick season, total expenses approximately একটু বেশি হবে। কিন্তু 4 জন যেহেতু আছেন হয়তো শেয়ারে ঘুরবেন সেইক্ষেত্রে trip এর গাড়ির cost তুলনামূলক কম লাগবে। Max 12-14K per person লাগতে পারে। এইবার পুরোটাই পর্যটক দের চাহিদার উপর , চাহিদা বেশি থাকলে অর্থাৎ প্রচুর টুরিস্ট গেলে rate বাড়াতে থাকে গাড়ির মালিকরা।
সাধারণত প্রত্যেকেই প্রথমে প্রাপ্তবয়স্কের জন্য ভোটার কার্ড ই চান, কোন কারণবশত ভোটার কার্ড না থাকলে আপনি ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট দিয়ে পারমিট বানাতে পারেন।
Solo travel করলে season এ প্রায় 10-15k এর কাছাকাছি খরচা আছে সম্পূর্ণ টুর এর। সিজেন অনুযায়ী প্রচুর আপ ডাউন হয় tour package এর বিস্তারিত সব তথ্য ভিডিওর ভেতরে লেখা আছে☺️
সিকিম (গ্যাংটক এবং আশেপাশের সাইট সিনিং) এ কোনো সমস্যা হবে না , কিন্তু নর্থ সিকিম এর ক্ষেত্রে হাই অলটিটিউড অঞ্চলে (গুরু দংমার লেক, কালাপাত্থার জিরো পয়েন্ট )পাঁচ বছরের নিচের শিশুদের প্রবেশ নিষেধ, এবং একইভাবে ইস্ট সিকিমে নাথুলা পাস কিংবা বাবা মন্দির এই অঞ্চল এ পাঁচ বছরের নিচে শিশুদের প্রবেশ নিষেধ। সুতরাং যদি সিকিম থেকে নর্থ সিকিম কিংবা ইস্ট সিকিম যাওয়ার প্ল্যানিং থাকে ছোট শিশুকে নিয়ে , আপনারাও কিন্তু যেতে পারবেন না, তাই প্ল্যানিং না করাই শ্রেয়। তবে আপনারা কিন্তু গ্যাংটক থেকে পেলিং, রাভাংলা , দার্জিলিং এই টুর প্ল্যান করতেই পারেন।
Description section এ আমি যে হোটেল এ ছিলাম তার owner এর কন্ট্যাক্ট details দিয়েছি।। আপনি যোগাযোগ করে কথাবার্তা বলে নিতে পারেন। Hotel wangdi +91 92327 92670 এছাড়া গুগল থেকে ভালো রিভিউ দেখে হোটেলের ফোন নাম্বারে ফোন করেও আপনি কিন্তু যোগাযোগ করতে পারেন।। বারংবার কথাবার্তা বলে নেবেন হোটেল মালিকের সঙ্গে তারপরই কিন্তু ডিসিশন নেবেন 🙂🙂 Thanks for commenting ❤️ have a nice and great journey ❤️
আমি যে হোটেল এ ছিলাম তার owner এর কন্ট্যাক্ট details দিয়েছি।। আপনি যোগাযোগ করে কথাবার্তা বলে নিতে পারেন। Hotel wangdi +91 92327 92670 এছাড়া গুগল থেকে ভালো রিভিউ দেখে হোটেলের ফোন নাম্বারে ফোন করেও আপনি কিন্তু যোগাযোগ করতে পারেন।। বারংবার কথা বলে নিজের মনের মত প্যাকেজ নেবেন।
দাদা আমিও গিয়েছিলাম গ্যাংটক গ্যাংটক ভিডিও ভিউজ আছে নি তার জন্য সব ভিডিও ছাড়তে পারিনি, আমি 😢😢, আর তোমার তো পুরো মেমোরি ডিলিট হয়ে গেছে😢😢 আর এই ভিডিওটার অডিও কোয়ালিটি খুব বাজে আসছে কেনো
সস্তায় প্রলভনে কেউ পা দেবেন না। এত অল্প খরচে কখনই নর্থ সিকিম আনন্দ করে ঘোরা যায় না! বিশেষ করে যারা ফ্যামিলি নিয়ে যাবেন। দাদা যে খরচ গুলি বলছেন তা হল মান অনুযায়ী (অতি নিম্নমানের) মাদার খরচ। এক্সট্রা খরচ টা ধরে হিসাব দেখান।
যদি আপনি পুরো ভিডিওটা দেখে কমেন্ট করেন আপনাকে অসংখ্য ধন্যবাদ কষ্টকরে কমেন্ট করার জন্য। আর যদি আপনি পুরোটা না দেখে কমেন্ট করেন তাহলে বলবো আরেকবার ভিডিওটি দেখুন সব তথ্যগুলোকে এনালাইসিস করুন তারপরে আবার কমেন্ট করুন। "সস্তার প্রলোভন" প্রথমত আপনাকে লোভ দেখিয়ে আমার কোন লাভ নেই আমি নিজের জার্নি এক্সপেন্স শেয়ার করেছি আমার অডিয়েন্স এর সঙ্গে । আমি গর্ব করে বলছি আমি সাড়ে সাত হাজার টাকার ট্যুর প্যাকেজে ( নিজের কেনাকাটি এক্সট্রা খাওয়া-দাওয়া/এক্সট্রা খরচা ছাড়া ) গ্যাংটক প্লাস দার্জিলিং যেভাবে ঘুরে এসেছি এটা আমার কাছে লাইফ টাইম মেমরি হয়ে রয়ে যাবে, এবং সেটা ঘুরেছি অত্যন্ত আনন্দ করেই। সবাই আপনার মত অতি উচ্চমানের খরচ করতে আগ্রহী নাই হতে পারে। তাই আপনার মতে যেটা অতি নিম্নমানের খরচ প্ল্যান, যাতে এই নিম্নমানের ট্যুর প্ল্যান নিয়ে আপনার বিচারে নিম্নমানের (মানে আমার মত মানুষজন )স্বাচ্ছন্দে ঘুরে আসতে পারে সেটাই গাইড দেওয়ার চেষ্টা করেছি। ফ্যামিলি নিয়ে যারা যাবেন আপনার কথা অনুযায়ী তারা ঘুরতে পারবেন না এই প্ল্যান মাফিক গেলে, এবার আপনাকে বলে রাখি আমি আমার নিজের বাড়ির ১৯ জনকে নিয়ে ঘুরে এসেছি এই ট্যুর প্লানকে সঙ্গী করেই। ঘুরতে যাওয়া /ট্যুর প্লান করা /সঠিক পরিমাপে খরচা করে বেস্ট ট্যুর কমপ্লিট করা এটা একটা আর্ট। কম বাজেটে ট্যুর প্লান করার সবচেয়ে প্রথম স্টেপ নিজে প্ল্যানিং করা এবং সেই প্ল্যানিংকে প্রপার ওয়েতে এক্সিকিউট করা। কম বাজেটে ঘুরতে গেলে প্রচুর সুখ স্বাচ্ছন্দ প্রচুর উচ্চমানের সহেবিয়ানা না পেলেও অতি নিম্নমানের ট্যুর আমাদের ১৯ জনের কেউ করিনি। ট্যুর প্যাকেজের অঙ্কের থেকে এক্সট্রা খরচ আপনি কি করবেন? আপনি কত জনের জন্য শাল কিনবেন ?কম্বল কিনবেন? গ্যাংটকের MG Marg থেকে সেটা জেনে তার হিসেব দেখানোর কর্তব্য আমার নয়। একটা ট্যুরের খরচাপাতি নির্ভর করে সিজনের উপর অর্থাৎ কোন সময় আপনি যাচ্ছেন তার ওপর দ্বিতীয় আপনি কতজন মিলে যাচ্ছেন তার ওপর। এ ব্যতীত অন্যকিছু সেভাবে ইম্প্যাক্ট ফেলতে পারেনা। আপনি লাখ টাকা খরচ করলেও কপালে না থাকলে গুরুদংমার ঘুরতে পারবেন না। সে আপনি যতই অতি উচ্চমানের খরচ করতে রাজি থাকুন না কেন। উচ্চমানের খরচ যারা করতে ইচ্ছুক তারা প্ল্যান করে না ডাইরেক্ট টাকা নিয়ে পৌঁছে যায় ।খরচা করার দায়িত্ব যেকোন ট্যুর এজেন্টের। দারুন ঘোরাবে, বিশ্বাস করুন। ইউটিউব দেখে টুর প্ল্যান করে যারা আপনার মতে, অতি নিম্নমানের খরচ করতে আগ্রহী। অনেকটা উচ্চমানের লেখা লিখে দিলাম অনেকটা সময় নষ্ট করেই। ভালো থাকবেন।। @Mojar_Vlog
Description section এ আমি যে হোটেল এ ছিলাম তার owner এর কন্ট্যাক্ট details দিয়েছি।। আপনি যোগাযোগ করে কথাবার্তা বলে নিতে পারেন। Hotel wangdi +91 92327 92670 এছাড়া গুগল থেকে ভালো রিভিউ দেখে হোটেলের ফোন নাম্বারে ফোন করেও আপনি কিন্তু যোগাযোগ করতে পারেন।। বারংবার কথাবার্তা বলে নেবেন হোটেল মালিকের সঙ্গে তারপরই কিন্তু ডিসিশন নেবেন 🙂🙂 Thanks for commenting ❤️ have a nice and great journey ❤️
এখানে যে বাজেট বলা আছে তা এক বছর আগেকার বাজেট নিতান্তই কম ।approx 10k per person সবকিছু নিয়ে খরচ হবেই। বর্তমানে সিকিম ভীষণ Expensive হয়ে গেছে । আগের খরচের তুলনায় এখন আরো হাজার থেকে দেড় হাজার টাকা বেশি খরচা হবে চোখ বন্ধ করে।
সিকিম দার্জিলিং zone এ এখন যারা আছেন অত্যন্ত সাবধানে থাকুন। হটকারী সিদ্ধান্ত নেবেন না। ভয় না পেয়ে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার জন্য অপেক্ষা করুন🙏🙏
Suprabhat Dey
Mojar Vlog
04.10.2023
আর যাদের দু-তিন দিনের মধ্যেই যাওয়ার পরিকল্পনা রয়েছে তারা অবশ্যই সবকিছু বিচার বিবেচনা করে তারপরে ভ্রমণের উদ্দেশ্যে রওনা দেবেন। কেননা পরিবেশ পরিস্থিতি খুব একটা অনুকূল নয়।
Suprabhat Dey
Mojar Vlog
04.10.2023
Khub sndor
অনেক ধন্যবাদ ❤️🤗
Khub sundor bujhiyecho dada keep it up ❤
ধন্যবাদ😍❤️ আপনাদের যে ভালো লেগেছে এইটাই প্রাপ্তি🥰
খুব ভালো লাগলো 🎉
ধন্যবাদ 😇😇😇❤️❤️❤️
খুব ভাল লাগল।
অনেক ধন্যবাদ 🥰❤️
Khub valo video
Thank you 😊❤️ Keep supporting MOJAR VLOG ❤️
মোটামুটি ভালোই লাগলো।।
ধন্যবাাদ 😊❤️ keep supporting MOJAR VLOG ❤️😊
দারুন লাগলো ধন্যবাদ 👍
Thanks for commenting ❤️
Keep supporting MOJAR VLOG ❤️😊
Very good
Thank you ❤️😍
দারুন সুন্দর
অনেক ধন্যবাদ ❤️🙏
Khub vlo lglo.. sudhu khoroch ta miss kore gle.. ota ektu bole dao...
ধন্যবাদ দাদা ❤️ খরচ প্রতিটা অংশের জন্য আনুমানিক কি রকম হতে পারে সেটা ভিডিওর প্রতিটা স্লাইড এ আলাদা আলাদা করে বলার চেষ্টা করেছি।
Per head season এ 12-15k ধরে রাখতেই পারেন।
অসাধারণ বলেছেন দাদা । অসাধারণ
অনেক ধন্যবাদ দাদা❤️🥰 ভালো থাকবেন ❤️
Super Dada
Thanks ❤️🤗
Keep supporting MOJAR VLOG ❤️
September mashe ki kala patthar, zero Point and Gurudongmar a borof pabo dada ektu janaben
November এর প্রথম সপ্তাহ থেকেই সাধারণত তুষারপাত হয়। September এ চান্স খুবই কম , weather আর ভাগ্যের উপর অনেকটা ডিপেন্ড করবে।
Dada December Gela zero point yumthang valley jata parbo
দেখুন সাধারণত ডিসেম্বর মাস থেকে নর্থ সিকিম ভ্রমণের ক্ষেত্রে কিছু কিছু নিষেধাজ্ঞা বা বিধি-নিষেধ চালু করা হয় লোকাল প্রশাসনের পক্ষ থেকে।
সুতরাং আপনি ঘুরতে যাওয়ার আগে লোকাল কোন ট্যুর এজেন্ট অথবা হোটেলে কন্টাক্ট করে জাস্ট ভেরিফাই করে নিতে পারেন যে ওই সময় কোন টুরিস্টকে এলাও করা হচ্ছে কিনা।
কারন সাধারণত ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই তিনমাস পুরোপুরি বেশ কিছু জায়গা প্রবল শৈত্য প্রবাহের জন্য বন্ধ রাখা হয়।
Dada December a gele kemon koroch porbe ektu bolbe
ডিসেম্বর জানুয়ারি এই দুই মাস কিন্তু নর্থ সিকিম বেশিরভাগ ক্ষেত্রেই বন্ধ থাকে প্রচন্ড তুষারপাতের জন্য।
ডিসেম্বরে যাওয়ার প্ল্যান থাকলে প্রথম এবং দ্বিতীয় সপ্তাহের মধ্যে সবকিছু তথ্য আগাম নিয়ে টুর প্ল্যান করতে পারেন। নইলে ফেব্রুয়ারির লাস্ট week থেকে মার্চের প্রথম সপ্তাহ আবার পুনরায় টুর প্ল্যান শুরু করবেন।
খরচ অ্যাপ্রক্সিমেট জনপ্রতি 10000 থেকে 12 হাজার টাকা ধরে রাখতে পারেন season / off season অনেকটাই ডিপেন্ড করে।
খুব ভালো ভিডিও দাদা , বলছি আমরা 4 জন যাবো নর্থ সিকিম off season কোনটা মানে কম খরচে সব ঠিকঠাক দেখতে ও ঘুরতে পারবো কোন কোন মাসে ? Kindly একটু বলে দাও ।
ধন্যবাদ দাদা 🥰❤️
নর্থ সিকিমের off season বলতে একটু রিক্স নিয়ে যদি আপনারা ওই ফেব্রুয়ারির শেষ দুটো সপ্তাহ টার্গেট রাখতে পারেন তাহলে অনেকটাই সাশ্রয় হতে পারে, বরফের দেখাও মিলবে।
রিস্ক এই কারণেই,
বেশিরভাগ ক্ষেত্রেই ফেব্রুয়ারি মাসে কিন্তু এলাউ করে না সুতরাং আগে থেকে খবর নিয়ে আবহাওয়া, প্রাকৃতিক বিপর্যয় সবকিছু জেনে ই প্ল্যান সাজিয়ে নেওয়া ভালো।
অফ সিজন বলতে ফেব্রুয়ারির লাস্ট উইক থেকে হোলির আগে পর্যন্ত এই সময়টাকে কিন্তু চয়েস করতে পারেন অথবা বর্ষাকালের সময়টা। রিস্ক কিন্তু থাকবেই ,ওটা মাথায় রেখেই প্ল্যান সাজাবেন।
নর্থ সিকিম এখন এত বেশি সংখ্যক মানুষ যাচ্ছেন যে সব সময় প্রচুর টুরিস্ট সুতরাং যেকোনো সময় কিন্তু মোটামুটি এভারেজ জনপ্রতি 10 হাজার টাকা ধরে রাখতে পারেন আনুমানিক খরচ হিসাবে।
Vai, NGP to NGP via North sikim, east sikim, Gangtok er main sight guli dekte total Kato din Kato raat lagte pare. Pujor chute te sealdah to sealdah total per head Kato karoch parte pare kindly janio. Ami Krishnanagar thaki, akhane valo tour agency nei Tai tomar Jana valo tour agency thakle janio.Thanks.
এনজিপি টু এনজিপি নর্থ সিকিম এবং ইস্ট সিকিম এবং গ্যাংটক (sight seeing) পুরোটা কভার করতে যাওয়া আসা নিয়ে মোট ১০ দিনের মতো সময় লেগে যাবে।
আনুমানিক খরচা বিপর্যয়ের পরে অনেকটাই বেড়েছে, আপনারা আবার যেহেতু পুজোর সময় যাবেন সেক্ষেত্রে সেটা পিক সিজেন সুতরাং খরচা একটু বেশিই হবে।
কতজন যাচ্ছেন, এবং কিভাবে ট্যুর প্ল্যান করছেন তার উপর ডিপেন্ড করবে খরচা তবে মাথাপিছু 16-17 k ধরে রাখা ঠিক হবে। যদি অনেকজন মিলে যান সে ক্ষেত্রে খরচা অনেকটাই কম হবে।
ভিডিওর ভেতরে ডিটেল্সে পুরো প্ল্যানিং নর্থ সিকিম প্লাস ইস্ট সিকিম টুর প্ল্যান ডিটেলসে খরচা সমেত দেওয়া আছে ভালো করে একবার দেখে নিলে কোন অসুবিধা হবে না গ্যারান্টি দিলাম।
আমরা কোন ট্যুর এজেন্ট নিইনি সেইভাবে, নিজেরাই প্ল্যানিং করে ট্যুর কমপ্লিট করেছিলাম। যে হোটেলে ছিলাম সেই হোটেল থেকেই সম্পূর্ণটা এরেঞ্জ করে দেওয়া হয়েছিল। আপনারা যেহেতু পিক সিজিন এ যাচ্ছেন ,আগে থেকে গুগলের ভালো রিভিউ অথবা ইউটিউব এর বেশ কিছু ভেরিফাইড রিসোর্স থেকে হোটেলের নাম্বার নিয়ে কন্টাক্ট করে যোগাযোগ করতে পারেন।
বারংবার কথা বলবেন এবং যতটা সম্ভব কম এডভান্স দেয়ার চেষ্টা করবেন।
@@MojarVlog Thanks.
Dada digha theke paharia er time ta bolun plz
প্রতি শনিবার বিকেল 5.25 এ দীঘা থেকে পাহাড়িয়া এক্সপ্রেস ছাড়ে।
15721 Digha NJP Paharia Express:-
Stariting time from Digha - 5.25 pm (only Saturday)
Dada June mase snow thakbe please janaben
সাধারণত তুষারপাত ওই সময়টা হয় না। যদি কপাল খুব ভালো থাকে, ওয়েদারের চেঞ্জ হয় কোনো কারনে অবশ্যই আপনারা কিন্তু ছাঙ্গু লেক, বাবা মন্দির এই জোনগুলোতে বরফের দেখা পেতে পারেন।। তবে না পাবার চান্স কিন্তু ম্যাক্সিমাম।
20th October pujor time e gele por okhane ki snow dekhte parbo na march mase jawa thik hobe?
নভেম্বর থেকে মার্চ তুষারপাতের সময়। অক্টোবরের লাস্ট week ,weather conditions যদি ঠিক থাকে তাহলে আপনারা বরফ দেখতে পাবেন। High altitude এর জায়গাগুলোয় high chance (Nathula,0 point)আপনারা তুষারপাত পাবেন।অক্টোবরে weather মনোরম থাকে, খুব একটা সমস্যা হয় না।
মার্চ টাও বেটার অপশন, সেই সময় আপনারা বরফ এবং কপাল খুব ভালো হলে yumthang ভ্যালি র ফুলের সৌন্দর্য উপভোগ করতে পারবেন।
পাহাড়ের ব্যাপার যখন তখন যা খুশি হতে পারে weather conditions , আপনাদের পছন্দমত টাইম সিলেক্ট করুন।
Thanks 🙂
Ami jodi sudhu lachung jain with zero points,katao yumthan vally then back gangtok tahole ki cost porbe
গ্যাংটক থেকে গাড়ি বেরিয়ে লাচুং লাচেন ঘুরেই আবার গ্যাংটক ব্যাক করে ,এটাই ওখানকার জেনারেল রুলস।
আপনাকে সেক্ষেত্রে শুধু লাচুং ঘুরবেন এরকম প্ল্যান ট্যুর এজেন্টের সাথে আলাদা করে বানাতে হবে।
খরচা সমান্য একটু কম হবে অনেকটাই ডিপেন্ড করবে approx 10K ধরে রাখা উচিত per head।
Dada amra 4jon jabo sathe 2to bachha aachhe ..tahole ki amra gangtok theke sikkim jete gari shear na kore chhoto gari nijer moto kore gurte parbo ..kmn vada nite pare pls janaben
Lachen e Jabar age gangtok theke berobar somay luggage gulo kothai rakhbo ...ota ki hotel e rekhe hotel engage kore rakhbo naki onno kono bebostha ache
যদি আপনার ফুল প্যাকেজ থাকে মানে njp to njp তাহলে আপনি গ্যাংটক এর হোটেলের নিজের রুমেই রাখতে পারেন luggage 🧳, দিয়ে lachen , lachung ঘুরে ওই হোটেলে ফিরেই এক রাত কাটিয়ে next plan or next destination.
যদি ফুল প্যাকেজ না থাকে তাহলে হোটেল থেকে একটা রুম দেওয়া হয় সেখানে সব luggage 🧳 জমা রাখতে হয়। তার জন্য মিনিমাল costing লাগে।
Dada r 1ta kotha okhane drink r sigaret khawar kono ashubidha ...setao janaben pls
সিকিম এ যাওয়ার পথেই কিছু দোকানে বিক্রি হয় , ঠাণ্ডা প্রচুর থাকে তাই ওখানে কোনো সমস্যা নেই,কিন্তু এতটাই high altitude মানুষ জন খুবই সামান্য পরিমাণে drink করেন,নইলে শারীরিক সম্মসা হতেও পারে, সুতরাং যা করবেন সাবধানে ভেবে চিন্তে , গাড়ির বাইরে টুরিস্ট স্পটে হয়তো ড্রিংক করা যাবে না ,যেহেতু আর্মি গার্ড এ থাকে। কিন্তু আপনি ওখান থেকে কিছু হার্ড ড্রিংকস নিয়ে আসতে পারবেন না। Police চেকিং এ ধরলে সব নিয়ে নেবে।
Thankeu dada
Dada par head jodi 15k hoi tahole ki bachha der tao soman khoroj porbe ......
@ayushbiswas8071 ওখানে মনে হয় একদম ছোট বাচ্চা ছাড়া গাড়িতে পুরো শেয়ারে ঘোরার খরচ নেবে। খরচ কম হবে হোটেলে , সেক্ষেত্রে একটু কম হবে
Thankeu dada
Dada ami 17th September jacchi 2k23 er. Valo enjoy kortr parbo oi time ta?
যেহেতু পাহাড়ি অঞ্চল যেকোনো মুহূর্তে আবহাওয়ার যে কোন রকম পরিবর্তন হতে পারে ☺️ কিন্তু এই সময়ের আবহাওয়া সাধারণত খুবই মনোরম থাকে❤️ প্রচুর মানুষজন যায় এই সময়ে ☺️
সবরকম weather এবং পরিস্থিতি র জন্য মানসিক ভাবে প্রস্তুতি নিয়ে তৈরি হয়ে পড়ুন ,দারুন সুন্দর জায়গা উপভোগ করার জন্য❤️
Accha dada ei time a ki Gurudongmar, Zero Point and Kala patthar a borof dekhte pabo?
Dada north sikim a ki pan card cholbe ? Karon amader voter card nei ,, R dada privet taxi nile price kemon hobe ? ,,, tour package kivabe book kore ota r ekta vedio banan dada
নর্থ সিকিম যাওয়ার পারমিট বানাতে গেলে ভোটার কার্ড, পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স বাধ্যতামূলক।
১৮ বছর বয়সের নিচে বয়স হলে বার্থ সার্টিফিকেট অথবা গার্জেনের ভোটার কার্ড অথবা পাসপোর্ট থাকলে পারমিট পেয়ে যাবেন। (আধার কার্ড সঙ্গে রাখতে পারেন)
টুর প্যাকেজ আপনি যে কোন সংস্থা থেকে বুক করতে পারেন গুগল থেকে ভালো করে রিভিউ নিয়ে/এছাড়া আশেপাশে সোর্স ইউজ করে আপনারা করতে পারেন। এছাড়া অন স্পর্ট গিয়ে কিন্তু আপনারা
এম জি মার্গ থেকে অনেক ট্যুর এজেন্ট পেয়ে যাবেন সেখান থেকে উঠবো করতে পারেন। বারবার কথা বলে ট্যুর বুক করবেন। Share taxy যদি আপনারা গ্যাংটকের সাইট সিন করতে চান তাহলে লোকাল ট্যাক্সি স্ট্যান্ড থেকে পেয়ে যাবেন। আর লাচুং/লাচেন/গুরু দং মার অর্থাৎ নর্থ সিকিম ঘোরার জন্য আপনাকে যে সংস্থা পারমিট অরগানাইজ করে দেবে সেখান থেকেই গাড়ি এবং গাড়ির নাম্বার প্রোভাইড করে দেওয়া হবে।।
দাদা একদিন গ্যাংটক to zero point visit kra jbe ?
একদিনে গ্যাংটক থেকে জিরো পয়েন্ট ভিজিট করা যাবে কিনা যদি জিজ্ঞাসা করেন।
এটা অসম্ভব।।
গ্যাংটক থেকে একদিন আপনাকে পৌঁছাতে হবে লাচুং। সেদিন লাচুং নাইট স্টে হবে। তারপরের দিন 0 পয়েন্ট এবং তার আশে পাশের সাইড সিন করে সন্ধ্যে নাগাদ আবার ফিরে আসতে পারেন গ্যাংটক।। অর্থাৎ শুধু যদি আপনার গ্যাংটক থেকে জিরো পয়েন্ট ঘোরাটা টার্গেট হয় তাহলে মোট দুদিন লাগবে।
Dada november er first week a gele khorcho ta kemon hobe r zero point a jaoa jabe to ?
Cost approx per person 10-15K লেগে যাবে বলেই মনে হয়। যেহেতু ডিসেম্বর জানুয়ারি টুর বন্ধ থাকে সেইক্ষেত্রে আরো বেশিও লাগতে পারে। বেশিজন মিলে গেলে খরচা কমবে।
0 point যেতে পারবেন , বরফ ও পাবেন, যদি কোনো আকস্মিক প্রাকৃতিক বিপজ্জয় না ঘটে।
February 2nd week jaoa thik hobe?
Hmm jete paren. Weather forecast ta ektu dekhe neben.
Dada amara march e plan korchi 7jon total 4 days 3night (north sikim) kmn khoroj porte pare ??? R march ki valo somoi jawar borof ki pabo?
তুষারপাত সাধারণত ফেব্রুয়ারির শেষ পর্যন্তই পাওয়া যায়, সেই জন্য মার্চের প্রথম সপ্তাহের দিকে টার্গেট রাখাটাই ভালো।
এইবার পুরোটাই ভাগ্যের ওপর তবে কাটাও ,জিরো পয়েন্ট এইগুলোতে বরফ পাবেন।
হোলির আগে যাওয়ার চেষ্টা করলে খরচা তুলনামূলক কম হতে পারে। কেননা হোলি থেকেই পিক সিজেন শুরু হয়। আপনারা যেহেতু গ্যাংটক থেকে শুধু নর্থ সিকিম যাবেন সেজন্য আপনাদের খরচা সবকিছু নিয়ে জনপ্রিতি 8.5k-9K ধরে রাখতে পারেন। যেহেতু সাত জনই যাচ্ছেন সুতরাং একটি গাড়ি বুক করলেই আপনারা কমফোর্ট এর সঙ্গে সুন্দর করে সবকিছু ঘুরে দেখতে পারবেন।
Dada june mid e jawa thik hobe? Oneke bolche bristi hoi 😢 na jete
হালকা বৃষ্টি হতে পারে ওই সময়ে যেহেতু জুলাই আগস্ট এই সময়টা মোটামুটি বর্ষাকাল।
কিন্তু ঐরকম জায়গায় যখন তখন বৃষ্টি হয়, তাতে খুব একটা অসুবিধা হয় না ।আমরা যাতায়াতের পথে ফেব্রুয়ারি মাসেই মারাত্মক বৃষ্টি, শিলাবৃষ্টি সব দেখেছি।
হালকা বৃষ্টি হলে temp 10° থেকে 15° এর আশেপাশে আসে ,যা অত্যন্ত মনোরম।
নিশ্চিন্তে যান, উপভোগ করুন। পাহাড় দর্শন মানেই পুরোপুরি ভাগ্যের খেলা❤️🙂
আপনারা কি গেছেন নর্থ সিকিম???
When
Dada May mase Nathula Pass e baraf thakbe ?
বরফ সাধারণত ফেব্রুয়ারি মাসের লাস্ট উইক থেকে মার্চ মাসের ফাস্ট উইক পর্যন্ত পাওয়া যায়।
মে মাসে সাধারণত বরফ পাওয়া যায় না।
৮ থেকে ১০ ডিগ্রীর আশেপাশে টেম্পারেচার থাকে। যেহেতু অনেকটাই হাই অলটিটিউড এরিয়া, যেকোনো সময় কিন্তু তুষারপাত হলেও হতে পারে। সুতরাং ভাগ্য সুপ্রসন্ন থাকলে মে মাসেও আপনারা কিন্তু বরফের দর্শন পেতে পারেন,কিন্তু চান্স খুবই কম।
Jedin ghurte jaben jodi tar ager din halka bristi hoi chance 70-80%
Dada January montha last jawa ki thik hobe
পুরোটাই ওয়েদারের উপর ডিপেন্ড করবে। বেশিরভাগ ক্ষেত্রেই ডিসেম্বর & জানুয়ারি নর্থ সিকিম পুরোপুরি ক্লোজড থাকে । ফেব্রুয়ারির সেকেন্ড উইক নাগাদ মোটামুটি খোলা পাওয়া যেতে পারে।
আপনি আপনার টুর অপারেটরের সাথে কথা বলে অথবা গুগলের ওয়েদার ফোরকাস্ট এর মোটামুটি ধারণা নিয়ে তারপর সিদ্ধান্ত নেবেন।
November e 20 tarik jbo dada north Sikkim e gurudongmar and kala pathhar yamthung vally zero point e snow pabo 3 jon jbo oi somoi ta ki vlo somoi pls janaben🙏🙏🙏🙏🙏🙏
নভেম্বর এই সময়টাতে প্রচুর পর্যটক যেতে পছন্দ করেন হালকা একটু রিস্ক থাকলেও সময়টা খুবই ভালো।
ডিসেম্বর থেকে জানুয়ারি বরফ পড়ার পিক সিজেন নভেম্বরের শেষে যেহেতু আপনারা যাচ্ছেন সুতরাং আপনারা বরফ পেতে পারেন মনের মত।
যেহেতু নর্থ সিকিম যে কোন মুহূর্তে যে কোন বিপর্যয় হতেই পারে সেটা যেকোনো সময়েই, ওইটুকু ভগবানের হাতে রেখে নিঃসন্দেহে টুর প্ল্যান সাজিয়ে ফেলুন ভ্রমণের জন্য❤️❤️❤️❤️
@@MojarVlog dhonnobad dada🙏🙏
☺️❤️
Dada amra 2 jon jacchi june er 29 tarikh 5 din er tour e darjeeling soho budget kmn porbe? ar eii somoy sikkim er wheather kmn thakbe borof pabo?
সিকিমে মারাত্মক বৃষ্টির জন্য উত্তর সিকিম সহ একাধিক জায়গার যোগাযোগ মাধ্যম বিচ্ছিন্ন হয়ে গেছে।
Lachen lachung ওই দিক যাওয়ার পারমিট দেওয়া সাময়িক ভাবে বন্ধ আছে।
প্রথম সারির নিউজ চ্যানেল গুলো বিগত এক দুদিন ধরে সিকিমের খবর কভার করছে সেগুলো একটু নজরে রাখুন।
আশা করছি ২৯ তারিখের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে, let's hope for best.
যেহেতু দুজন , শেয়ারিং এই ঘুরতে হবে, খরচ সামান্য বেশিই হবে।
এখন গ্যাংটক , সিকিম এবং দার্জিলিং প্রায় 12-15k লেগে যাবে জনপ্রতি, যা মনে হচ্ছে। প্রাকৃতিক বিপর্যয়ের কথা মাথায় রেখে পর্যটক না গেলে তুলনামূলক খরচ কম হতে পারে।
সিকিমের খবরের আপডেট নিতে থাকুন, ব্যাকআপ টুর প্ল্যান সঙ্গে রাখবেন।
@@MojarVlog Dada amra Bangladesh theke jabo tai ekhn sikkim jaoa ki right decision hobe?
Or others kono plan korbo?
@rehanhimel9616 বৃষ্টির কোনো ভরসা নেই, পাহাড়ি নদীতে জলস্তর বিপদ সীমার উপরে বইছে, এইসময়টা স্কিপ করাই ভালো। যেহুতু বাংলাদেশ থেকে আসবেন , এসে কিছু না ঘুরতে পারলে অনেক আফসোস হবে😔😔
অন্য প্ল্যান করতে পারেন, হয়তো সেইটাই ভালো হবে।
এখনো যেহেতু প্রায় 10-12 দিন সময় আছে, আবহাওয়া চেঞ্জ না হলেও পরিস্থতি স্বাভাবিক হতে পারে।
সবদিক ভেবেই প্ল্যান করুন🙏☺️
SIKKIM News 24 এই চ্যানেলটা Facebook এ সার্চ করে এখন কার পরিস্থিতি দেখতে পারেন। এবং আপডেট রাখতে পারেন।
দাদা 2024 March মাসে সিকিম যাচ্ছি মোট 8 জন বন্ধু মিলে, North & East Sikkim.
Tour plan আছে North Sikkim পুরো আর East Sikkim এর বাবা মন্দির (২) changu lake আর জুলুক এ একরাত থাকা হবে... মোট 7 রাত 8 দিন কতো খরচ হতে পারে 8 জন এর NJP to NJP
যেহেতু তোমরা ৮ জন যাচ্ছ সেক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে কারণ একটি গাড়ি বুকিং করলেই তোমাদের আটজনের হয়ে যাবে। সে ক্ষেত্রে অনেকটাই সাশ্রয় হবে যদি মার্চ মাসে হোলির আগে যেতে পারো তাহলে প্যাকেজ তুলনামূলক একটু কম থাকে।সুতরাং কম বাজেটে খুব সুন্দর ভ্রমণ হতে চলেছে।
Approx 10-12K সবকিছু নিয়েই জনপ্রতি ধরে রাখা ভালো। এইবার হোটেল এবং কত দিনের ট্যুর প্ল্যান সেই হিসেবে খরচা বাড়তে অথবা কমতে পারে।
@@MojarVlog March 10 তারিখ এ যাবো, হোলি 25 তারিখ এ.... tour হবে 7 রাত 8 দিনের। বলছি Kolkata tour agency থেকে tour বুক না করে যদি MG Marg ওইজায়গা থেকে যদি tour বুক করি তবে কি খরচ কম হবে..? Njp to Njp tour বুক করলে কি প্রথম দিন এর breakfast থেকে শুরু করে শেষের দিন lunch পর্যন্ত পুরোটা package এর মধ্যে থাকবে না কি যেদিন থেকে North Sikkim এর উদ্দেশ্যে রওনা হবো সেদিন থেকে খাবার পাবো..?
যেহেতু হোলির আগে যাচ্ছ খরচ তুলনামূলক কম হওয়া উচিত।
যেখান থেকেই প্যাকেজ নাও না কেন সম্পূর্ণ ইনফরমেশন মানে তোমাদের সম্পূর্ণ রুট ম্যাপিং অর্থাৎ কোন কোন স্থান গুলো কিভাবে দেখতে চাইছ (day wise)যদি এজেন্সিকে আগে থেকে জানাও তাহলে এনজিপি টু এনজিপি ফুল প্যাকেজ নেওয়াটা অনেকটা বেটার।
এনজিপি টু এনজিপি ফুল টুর প্যাকেজ নেওয়ার যেটা মেইন সুবিধা, সেটা হচ্ছে ট্রেন থেকে নেমেই পুরোটাই এজেন্সির দায়িত্ব তোমাদেরকে হোটেল দেওয়া প্রতিটা স্থানে তোমাদের পারমিট বানানো তোমাদের ইচ এন্ড এভরিথিং সবকিছুই ওই টুর কোম্পানির দায়িত্বে থাকবে। তোমাদের হোটেল খোঁজা পারমিট বানানোর মাথাব্যাথা থাকবে না।
নিউ জলপাইগুড়ি থেকেই তোমাদের টুর প্যাকেজ চালু হলেও খাওয়া দাওয়ার প্যাকেজটা কিন্তু হোটেল পৌঁছানোর পর থেকে চালু হবে এবং হোটেলে চেক আউট করার পর খাওয়ার প্যাকেজ শেষ হয়।
প্যাকেজের ভেতরে গ্যাংটকের থাকা খাওয়া থেকে শুরু করে নর্থ সিকিম ,ইস্ট সিকিম জুলুক সব স্পটের থাকা খাওয়া কিন্তু ইনক্লুড থাকবে (প্যাকেজের বাইরে থাকবে বেশ কিছু টুরিস্ট স্পট যেগুলো ঘুরতে গেলে আলাদা করে ড্রাইভারকে এক্সট্রা কিছু টাকা দিতে হয়।)
সুতরাং ভালো করে কথাবার্তা বলে বারংবার ভেরিফাইড হওয়ার পরেই অগ্রিম টাকা বুকিং করবেন।
@@MojarVlog তোমার কাছে থেকে পরামর্শ নিয়ে খুব উপকৃত হলাম,, খুঁটিনাটি সব বিষয় গুলো ভেঙে ভেঙে বুঝিয়ে দিয়েছো,, তোমার মূল্যবান সময় ও পরামর্শ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা 😊❤️
যতটা জানি আপনাদের বললাম😊 যদিও অনেকদিন বাকি, টাও প্ল্যানিং শুরু করে দিন, দেখতে দেখতেই দিন চলে আসবে😊
যাত্রা শুভ হোক ✌️❤️
যাত্রা সম্পর্কিত কোন জিজ্ঞাস্য থাকলে কমেন্টে অথবা ফেসবুকে জিজ্ঞাসা করতে ভুলবেন না ☺️
দাদা ২০২৪ সালে April মাসে নর্থ সিকিম যাপয়ার কথা ভাবছি,,৫ জন রিজার্ভ গাড়িতে গেলে কত খরচ পড়বে?
5 জনের জন্য শেয়ার গাড়ি ই করতে হবে। রিজার্ভ করতে গেলে কমপক্ষে 7/8 জন সর্বোচ্চ 10 জন লাগবে।
কত দিনের ট্যুর করছেন তারপর অনেক কিছু ডিপেন্ড করবে। তাও approx গ্যাংটক, নর্থ সিকিম সবনিয়ে এখন ১০ থেকে ১৫ হাজার জনপ্রতি ধরে রাখতেই পারেন।
নর্থ সিকিম ২ রাত ৩ দিন,, এটাই ভেবেছি,,
@user-nh3ec9bk8k এইটাই করেন বেশিরভাগ মানুষ❤️ total cost ওই রকমই চলে আসবে সবকিছু নিয়ে। যদি আপনারা নিজেরাই সবকিছু ঠিক করেন সেক্ষেত্রে কিরকম হোটেলে থাকছেন, গ্যাংটক বাসে যাচ্ছেন না শেয়ার গাড়িতে যাচ্ছেন, সেগুলোর যদি একটু বাজেট কমাতে পারেন তাহলে total cost কমতে পারে ।নর্থ সিকিম কিন্তু প্যাকেজের খরচে তখন যে rate চলবে জনপ্রতি তাই দিতে হবে।
Dada 2nd din ghurte berole amader luggage ta kothai rakhe dia jabo bolle aktu valo hoto.
যদি আপনারা সংখ্যায় বেশি জন থাকেন এবং সম্পূর্ণ টুর প্যাকেজ বুক করে যান তাহলে আপনারা আপনাদের হোটেলের রুমে ই আপনাদের লাগেজ রেখে আসতে পারবেন।
নতুবা, সংখ্যায় কম সংখ্যক ব্যক্তি থাকলে হোটেল থেকেই একটি রুম দেওয়া হয় যেখানে সমস্ত জিনিসপত্র আপনি রাখতে পারবেন সামান্য কিছু পয়সার বিনিময়ে।
অবশ্যই টাকা-পয়সা এবং গুরুত্বপূর্ণ জিনিস নিজের সঙ্গে নিয়ে ঘোরাটাই বেশি নিরাপদ।
@@MojarVlog Thank you 🙏
Most welcome 🤗🥰
Jodi karor voter I'd na thaka tahola ki adhar card Diya parmit kora jaba
না, আধার কার্ড বাচ্চাদের ছাড়া কারোর জন্যই গ্রহণযোগ্য হবে না। Restricted area Votar card লাগবেই,এছাড়া মনে হয় driving licence ও allow করে। তবে ভোটার কার্ড টাই ম্যাক্সিমাম প্রেফারেন্স পায়।
দাদা ভোটার কার্ড না থাকলে আধার কার্ড, ম্যারেজ সার্টিফিকেট, মাধ্যমিক অ্যাডমিট, প্যান কার্ড ও হাসবেন্ডের অরিজিনাল ভোটার কার্ড দিলে হবে পারমিট ?
সাধারণত প্রত্যেকেই প্রথমে প্রাপ্তবয়স্কের জন্য ভোটার কার্ড ই চান, কোন কারণবশত ভোটার কার্ড না থাকলে আপনি ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট দিয়ে পারমিট বানাতে পারেন।
আধার কার্ড একেবারেই গ্রহণযোগ্য নয় 🤦
Dada ami jodi Njp theke directly Lachung chole jai then stay kore, 0 point, yamthang, katao, ghure Gangtok e chole ashi,, seta ki Kora jbe.? Mne ami 0 point dekhte chai r Gangtok o jete chai,, ami Jodi Gangtok hye lachung jai tahole amar njp theke Gangtok jaoyar din ta nosto hochhe... Tai bolchi j Njp theke directly lachung jaoya jbe.?
না,Njp থেকে ডাইরেক্ট lachen/lachung যাওয়া অসম্ভব।
NJP থেকে আপনাকে ওইদিন Gangtok এ বিকেলের মধ্যে পৌঁছাতেই হবে নইলে পারমিটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। বিকেলের মধ্যে পৌঁছলেই আপনি পরের দিন 10 টা নাগাত নর্থ সিকিমের উদ্দেশ্যে রওনা দিতে পারবেন।
* NJP থেকে নর্থ সিকিম যাওয়ার পারমিট দেবে না।
তাই স্ট্যান্ডার্ড প্রসিডিওর মেনেই আপনাকে ট্রাভেল করতে হবে ।
NJP -Gangtok
Then Gangtok - North Sikkim/East Sikkim .
Oh Achha dada,, tahole Sikkim jete hole amak age Gangtok hoyei jete hobe taito
Hmm গ্যাংটক এই যেতে হবে। তারপর ইচ্ছেমত পারমিট বানিয়ে ইস্ট অথবা নর্থ সিকিম ঘুরুন
MG market কিছুhotel r cotact no পাওয়া সম্ভব কি?
না hotel এর contact number সেইভাবে নেই। তবে গুগলে সার্চ করলে অবশ্যই পাবেন বেশ কিছু ভালো হোটেল এর সন্ধান এবং ডেস্ক্রিপশন সেকশনে আমি যে হোটেলে ছিলাম তার ডিটেলস দেওয়ার চেষ্টা করেছি ।বারংবার কথাবার্তা বলে তবেই রুম বুকিং করবেন।
Dada amra 1November jabo 8din er tour a 2to bachha r amra 4 jon kmn khoroch hote pare r njp theke Darjeeling bus gele valo hobe naki gari te gele r Darjeeling thakar jonno valo 1ta hoteler name bole deben..sathe number tao pls......
দেখুন যেহেতু 6 জন যাচ্ছেন একটু খরচা কম হবে, আমরা যেহেতু package book করেছিলাম সেইজন্য আগেথেকেই গ্যাংটক এবং দার্জিলিং এর হোটেল একইসঙ্গে বুক হয়েছিল। সেইজন্য দার্জিলিং এর হোটেলের ডিটেইলস দিতে পারছিনা।
আপনারা যদি খরচ কমাতে চান অবশ্যই বাস এ যেতে পারেন। বাচ্চারা যদি খুব ছোট হয় তাহলে 4 সিটারেরর গাড়িও বুক করতে পারেন approx 2.5K-3k লাগবে।
খরচ ওই সময় approx 15K per person লেগে যাবে, যেহেতু 8 দিনের প্ল্যান।
যেহেতু 6 জন সিকিম ঘুরতে সেয়ারেই যেতে হবে। তাই খরচ সামান্য বাড়তে পারে।
Thankeu dada......
Dada bachha der boys 1ta 5years arekta 7years.......oder tao ki amader moto gari bah hotel er jonno taka soman nebe.....pls janaben......
@ayushbiswas8071 গাড়ি ভাড়া কমায় না , ইনফ্যাক্ট গ্যাংটক থেকে যে নর্থ সিকিম বা ইস্ট সিকিমের প্যাকেজ নেবেন সেখানে কিন্ত পুরো কস্ট ই নেবে। তাও বলে দেখতে পারেন।
Apni kon month e giyechilen?
February month,last week
দাদা off season কোন সময়টা
সিকিমে এখন প্রায় off season নেই বললেই চলে, সব সময়েই পর্যটক দের ভিড়।
ডিসেম্বর থেকে জানুয়ারির প্রথম 2 সপ্তাহ কেউ যেতে পারেনা প্রবল তুষারপাতের জন্য, সেই সময় নর্থ সিকিম প্রায় বন্ধই থাকে।
সেই ক্ষেত্রে জানুয়ারির শেষ সপ্তাহ থেকে ফেব্রুয়ারি মাসটা তুলনামূলক ভিড় কম থাকে, একটু রিক্স থাকে ওই সময়টা গেলে তবে খরচা তুলনামূলক একটু কম হয়। আর যদি সংখ্যায় বেশি লোক যান সে ক্ষেত্রে অনেকটাই কম হয়। (তবে অনেক ক্ষেত্রে জানুয়ারি ফেব্রুয়ারিতেও প্রবল তুষারপাতের জন্য নর্থ সেকেন্ড বন্ধ থাকে একটু খোঁজখবর নিয়ে তারপর প্ল্যান বানাবেন।)
মার্চ থেকে নভেম্বর পর্যন্ত আবার পিক সিজন।
ধন্যবাদ দাদা
❤️☺️
আমি (২৭) আমর মা (৪৮) কে নিয়ে North আর East Sikkim ঘুরতে যাচ্ছি Oct পুজোর সময়।। দুজনের share Total cost কত পড়বে approx??? Train tickets বাদ দিয়ে।।।
কতদিনের জন্য যাচ্ছেন সেইটার উপর ডিপেন্ড করছে, পুজোর সময় aprox দুজনের 35k-40k লেগেই যাবে মনে হয়। শেয়ারেই ঘুরতে হবে যেহেতু দুজন যাচ্ছেন , তাই খরচ বাড়তে পারে।
এইবার tour agent এর সঙ্গে কথা বলে ওই সময়ের approx coat টা জেনে নিতে পারেন।
@@MojarVlog আমরা ৫-৬ দিনের জন্যই যাবো।।
Accha dada , approx oirokom i cost lagbe ,kichu Kom besi hote pare.
If a person don't have voter card what are the other options of ID proof.
Generally Votar card is the first priority. Otherwise Driving licence or passport is also accepted for issue a parmit for Sikkim for Indian citizens .
Check Sikkim tourism official portal for detailed information.
দাদা মে মাসে গেলে কি বরফ দেখতে পাবো
North Sikkim এর গুরুদংমারলেক, 0 point এই গুলোতে দেখতে পারেন। সর্বত্র বরফ দেখার সম্ভাবনা খুবই কম।
Hlw dada....2jon ki gari reserve kore North sikkim ghora jbe?????
দেখুন 8 সিটারের গাড়ি , শেয়ারে গেলে 10 জন নেয়। জেনারেলি অত বড় গাড়িতে 2 জন যায় না , সেটা পয়সার জন্যই বেশিরভাগ ক্ষেত্রে।
আপনারা যদি নর্থ সিকিম শুধু 2 জন যেতে যান সেক্ষেত্রে অন্য গাড়ি বা ওই গাড়িই পুরো মূল্যে বুক করতে পারবেন কিনা tour agent এর একটু কনফার্ম করে নেবেন।
সাধারণত এইরকম হয় না বলেই জানি। আপনি gangtok পর্যন্ত 4 সিটারের গাড়ি বুক করে 2 জন যেতেই পারেন। কিন্তু তার পরের ব্যাপারটা( North Sikkim/ East Sikkim)সঠিক বলতে পারবনা।
@@MojarVlog Thank u dada....East a amra gari reserve korei ghure6ilm...North ta niyei ek2 confusion a6e
@ShilpiSaha-dw3kt দেখুন ওরা পয়সাই বোঝে ,গাড়িতে কম লোক থাকলে মানে রিজার্ভ থাকলে ওরা খুশিই হয়। আপনি একবার শুধু কনফার্ম হয়ে নেবেন☺️
@@MojarVlog thik a6e...😊😊😊
যারা এই দুর্যোগে আটকে পড়েছেন, তারা মনোবল একদম হারাবেন না। শক্ত থাকুন, সাবধানে থাকুন, সতর্ক থাকুন। প্রশাসন সাহায্য করার জন্য সবরকম সহায়তা করার জন্য প্রস্তুত।
Update..15/06/24
October 25th 2023 te north sikkim e snow pabo?
নভেম্বর থেকে মার্চ তুষারপাতের সময়। অক্টোবরের লাস্ট week ,weather conditions যদি ঠিক থাকে তাহলে আপনারা বরফ দেখতে পাবেন। High altitude এর জায়গাগুলোয় high chance (Nathula,0 point)আপনারা তুষারপাত পাবেন।অক্টোবরে weather মনোরম থাকে, খুব একটা সমস্যা হয় না।
পাহাড়ের ব্যাপার যখন তখন যা খুশি হতে পারে weather conditions , ভাগ্য ভালো থাকলে তুষারপাত উপভোগ করতে পারবেন।
@@MojarVlog october e ki monsoon season thakbe?
বর্ষাকাল না থাকার চান্স ই বেশি ,কিন্তু পাহাড় মানেই বৃষ্টি হতেই পারে যখন তখন ছাতা অবশ্যই নিয়ে রাখবেন।
Votar card na thakla problem hoba dada
সাধারণত প্রত্যেকেই প্রথমে প্রাপ্তবয়স্কের জন্য ভোটার কার্ড ই চান, কোন কারণবশত ভোটার কার্ড না থাকলে আপনি ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট দিয়ে পারমিট বানাতে পারেন।
আধার কার্ড একেবারেই গ্রহণযোগ্য নয় 🤦
Dada kono bhalo tour agency er sathe যোগাযোগ করিয়ে দাও... jeta njp to njp hobe....🙏🙏
টুর এজেন্ট প্রচুর আছে, গুগল থেকে বেশকিছু ভালো ভালো রিভিউ দেখে আপনারা বুক করতে পারেন। তবে সাবধান থাকবেন বেশি অ্যাডভান্স কখনোই দেবেন না। এক বছর আগের পরিস্থিতি থেকে এখনকার পরিস্থিতি অনেকটাই খারাপ নতুন করে কিছুদিনের মধ্যেই নর্থ সিকিমের অংশগুলো খুলে যাবে। টুর অপারেটর সাথে ভালো করে কথা বলে প্যাকেজ ফিক্সড করবেন।
Description section এ আমি যে হোটেল এ ছিলাম তার owner এর কন্ট্যাক্ট details দিয়েছি।।
আপনি যোগাযোগ করে কথাবার্তা বলে নিতে পারেন।
Hotel wangdi +91 92327 92670
এছাড়া গুগল থেকে ভালো রিভিউ দেখে হোটেলের ফোন নাম্বারে ফোন করেও আপনি কিন্তু যোগাযোগ করতে পারেন।।
বারংবার কথাবার্তা বলে নেবেন হোটেল মালিকের সঙ্গে তারপরই কিন্তু ডিসিশন নেবেন 🙂🙂
Thanks for commenting ❤️ have a nice and great journey ❤️
Tumi ki directe gangtok theke hotels book korechile..... naki advance bookings kore giechile..??
Sorry for late reply 🙏
আমরা প্রায় 19 জনের টিম গেছিলাম মোটামুটি আগে থেকে সবকিছু বুক করেই যেতে হয়েছিল।
দাদা, ৫ জন ( রোগা) হলে কি গাড়ি বুক করতে হবে।
পাঁচজন হলেও বড় গাড়িই বুক করতে হবে । ছোট গাড়িতে চারজনের বেশি allow করে না। বড় গাড়ি হয় বুক করতে হবে নইলে শেয়ারে জার্নি করতে হবে।
Dada 6 year baby niya ki sikkim jaoya jay
না নিয়ে যাওয়াটাই ভালো, নর্থ সিকিম এর high altitude এ সমস্যা হতে পারে।
ডাক্তারের পরামর্শ নিতে পারেন প্রয়োজনে।
দাদা মেডিকেল ভিশা যদি যাই বাংলাদেশ থেকে তখন যদি পুলিশ ধরে তাহলে কি বলবো আর পারমিট কি শিলঘরি থেকে করিয়ে নিবো নাকি গ্যাংটক গিয়ে করবো আর গ্যাংটক যাওয়ার আগে পুলিশ ধরলে কি করবো সবটা জানিয়েন
ভারতীয় আধার কার্ড ছাড়া গ্যাংটক এর যে সাইট সিলিং গুলো রয়েছে অর্থাৎ লাচুং লাচেন এগুলো আপনারা ঘুরতে পারবেন না।
নির্দিষ্ট কিছু জায়গা খোলা থাকলেও থাকতে পারে শিলিগুড়ি থেকে যেকোনো টুর অপারেটরের সাথে ভালো করে কথা বলে তারপরে সিদ্ধান্ত নেবেন।
Sharing Tour North Sikkim 2 nights | 3 days
সিকিম ভ্রমণে কত খরচ
পড়বে
Season অনুযায়ী প্রচুর চেঞ্জ হয়,
Approx 7K-10K (for only North Sikkim)
Off season এ 4k-6k
সম্পূর্ণ সিকিম ভ্রমণের খরচের সম্ভাব্য তালিকা ভিডিওর ভিতরে উল্লেখ করা আছে☺️
may er last e jbo, share e koto porbe north sikkim ২ night?? 😊
North Sikkim pakage for 2 night (share car) approx ei season e 4-5k lagte pare.
Online e 2 ekjon verified tour agent er songe kotha bole bapartar andaj nite paren....
আরো বেশিও পড়তে পারে , মাঝে মাঝেই weather খারাপ, লোকের প্রচুর চাহিদা অনুযায়ী🙂
dada 4 jn north sikkim september a jbo koto khoroch hote pare???
September pick season, total expenses approximately একটু বেশি হবে।
কিন্তু 4 জন যেহেতু আছেন হয়তো শেয়ারে ঘুরবেন সেইক্ষেত্রে trip এর গাড়ির cost তুলনামূলক কম লাগবে।
Max 12-14K per person লাগতে পারে। এইবার পুরোটাই পর্যটক দের চাহিদার উপর , চাহিদা বেশি থাকলে অর্থাৎ প্রচুর টুরিস্ট গেলে rate বাড়াতে থাকে গাড়ির মালিকরা।
Ami Sikkim E Gantok giachilam
Accha☺️❤️ অসাধারণ জায়গা সিকিম😍
November ta ki session
November এর পর থেকেই আনুমানিক 2-3 মাস (পরিস্থিতির ওপর নির্ভর করে) নর্থ সিকিম বন্ধ থাকে পর্যটক দের জন্য। সেইজন্য প্রচুর চাহিদা থাকে নভেম্বর মাসে।
@@MojarVlog sob jinesar dam besi thake naki okhane
ভোটার কার্ড না থাকলে অন্য কোন আইডি প্রুফ চলে যেমন ড্রাইভিং লাইসেন্স বা প্যান কার্ড
সাধারণত প্রত্যেকেই প্রথমে প্রাপ্তবয়স্কের জন্য ভোটার কার্ড ই চান, কোন কারণবশত ভোটার কার্ড না থাকলে আপনি ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট দিয়ে পারমিট বানাতে পারেন।
Apnara ki 2024 giyechhen
না, 2023 এ।
কতো টাকা খরচ হবে
Solo travel করলে season এ প্রায় 10-15k এর কাছাকাছি খরচা আছে সম্পূর্ণ টুর এর।
সিজেন অনুযায়ী প্রচুর আপ ডাউন হয় tour package এর বিস্তারিত সব তথ্য ভিডিওর ভেতরে লেখা আছে☺️
2 bochor baby ki prblm hote pare??
সিকিম (গ্যাংটক এবং আশেপাশের সাইট সিনিং) এ কোনো সমস্যা হবে না , কিন্তু নর্থ সিকিম এর ক্ষেত্রে হাই অলটিটিউড অঞ্চলে (গুরু দংমার লেক, কালাপাত্থার জিরো পয়েন্ট )পাঁচ বছরের নিচের শিশুদের প্রবেশ নিষেধ, এবং একইভাবে ইস্ট সিকিমে নাথুলা পাস কিংবা বাবা মন্দির এই অঞ্চল এ পাঁচ বছরের নিচে শিশুদের প্রবেশ নিষেধ।
সুতরাং যদি সিকিম থেকে নর্থ সিকিম কিংবা ইস্ট সিকিম যাওয়ার প্ল্যানিং থাকে ছোট শিশুকে নিয়ে , আপনারাও কিন্তু যেতে পারবেন না, তাই প্ল্যানিং না করাই শ্রেয়।
তবে আপনারা কিন্তু গ্যাংটক থেকে পেলিং,
রাভাংলা , দার্জিলিং এই টুর প্ল্যান করতেই পারেন।
@@MojarVlog thik ache
.. Amr 2 yrs baby gele prblm hye jato
☺️❤️
হোটেলের নাম সিকিমে কোন
Description section এ আমি যে হোটেল এ ছিলাম তার owner এর কন্ট্যাক্ট details দিয়েছি।।
আপনি যোগাযোগ করে কথাবার্তা বলে নিতে পারেন।
Hotel wangdi +91 92327 92670
এছাড়া গুগল থেকে ভালো রিভিউ দেখে হোটেলের ফোন নাম্বারে ফোন করেও আপনি কিন্তু যোগাযোগ করতে পারেন।।
বারংবার কথাবার্তা বলে নেবেন হোটেল মালিকের সঙ্গে তারপরই কিন্তু ডিসিশন নেবেন 🙂🙂
Thanks for commenting ❤️ have a nice and great journey ❤️
Dada egency er no deben?
আমি যে হোটেল এ ছিলাম তার owner এর কন্ট্যাক্ট details দিয়েছি।। আপনি যোগাযোগ করে কথাবার্তা বলে নিতে পারেন।
Hotel wangdi +91 92327 92670
এছাড়া গুগল থেকে ভালো রিভিউ দেখে হোটেলের ফোন নাম্বারে ফোন করেও আপনি কিন্তু যোগাযোগ করতে পারেন।।
বারংবার কথা বলে নিজের মনের মত প্যাকেজ নেবেন।
Thnx dada vai
☺️❤️
দাদা আমিও গিয়েছিলাম গ্যাংটক গ্যাংটক ভিডিও ভিউজ আছে নি তার জন্য সব ভিডিও ছাড়তে পারিনি, আমি 😢😢, আর তোমার তো পুরো মেমোরি ডিলিট হয়ে গেছে😢😢 আর এই ভিডিওটার অডিও কোয়ালিটি খুব বাজে আসছে কেনো
এত মানুষের প্রশ্ন আসছিল এই টুর প্ল্যান সম্পর্কে তাই ভিডিও বানালাম .. পরেরটায় দেখছি অডিও ইস্যু টা কিভাবে সলভ করা যায়
Thanks dada for the valuable information ❤
নিশ্চিন্তে ঘুরে আসুন, যে পরিস্থিতিই হোক মাথা ঠাণ্ডা রাখবেন ❤️
Have a great journey ❤️☺️
Njp theke gangtok ₹2000😢😮
ছোটো গাড়ি অর্থাৎ 4 জনের জন্য 2K-3.5K । এবং বড় গাড়ি অর্থাৎ 7-10 জনের জন্য মোট 4K-6k
Season এর ওপর এবং গাড়ির ধরনের ওপর ডিপেন্ড করে গাড়ি ভাড়া
@@MojarVlog 2000 aj obdi kono season a paini dada onekbar e gechi ota bddo kom hoye gelona?...3 to 4k te paoa jay bargain korle.... 🙂
সস্তায় প্রলভনে কেউ পা দেবেন না। এত অল্প খরচে কখনই নর্থ সিকিম আনন্দ করে ঘোরা যায় না! বিশেষ করে যারা ফ্যামিলি নিয়ে যাবেন। দাদা যে খরচ গুলি বলছেন তা হল মান অনুযায়ী (অতি নিম্নমানের) মাদার খরচ। এক্সট্রা খরচ টা ধরে হিসাব দেখান।
যদি আপনি পুরো ভিডিওটা দেখে কমেন্ট করেন আপনাকে অসংখ্য ধন্যবাদ কষ্টকরে কমেন্ট করার জন্য।
আর যদি আপনি পুরোটা না দেখে কমেন্ট করেন তাহলে বলবো আরেকবার ভিডিওটি দেখুন সব তথ্যগুলোকে এনালাইসিস করুন তারপরে আবার কমেন্ট করুন।
"সস্তার প্রলোভন" প্রথমত আপনাকে লোভ দেখিয়ে আমার কোন লাভ নেই আমি নিজের জার্নি এক্সপেন্স শেয়ার করেছি আমার অডিয়েন্স এর সঙ্গে ।
আমি গর্ব করে বলছি আমি সাড়ে সাত হাজার টাকার ট্যুর প্যাকেজে ( নিজের কেনাকাটি এক্সট্রা খাওয়া-দাওয়া/এক্সট্রা খরচা ছাড়া ) গ্যাংটক প্লাস দার্জিলিং যেভাবে ঘুরে এসেছি এটা আমার কাছে লাইফ টাইম মেমরি হয়ে রয়ে যাবে, এবং সেটা ঘুরেছি অত্যন্ত আনন্দ করেই।
সবাই আপনার মত অতি উচ্চমানের খরচ করতে আগ্রহী নাই হতে পারে। তাই আপনার মতে যেটা অতি নিম্নমানের খরচ প্ল্যান, যাতে এই নিম্নমানের ট্যুর প্ল্যান নিয়ে আপনার বিচারে নিম্নমানের (মানে আমার মত মানুষজন )স্বাচ্ছন্দে ঘুরে আসতে পারে সেটাই গাইড দেওয়ার চেষ্টা করেছি।
ফ্যামিলি নিয়ে যারা যাবেন আপনার কথা অনুযায়ী তারা ঘুরতে পারবেন না এই প্ল্যান মাফিক গেলে, এবার আপনাকে বলে রাখি আমি আমার নিজের বাড়ির ১৯ জনকে নিয়ে ঘুরে এসেছি এই ট্যুর প্লানকে সঙ্গী করেই।
ঘুরতে যাওয়া /ট্যুর প্লান করা /সঠিক পরিমাপে খরচা করে বেস্ট ট্যুর কমপ্লিট করা এটা একটা আর্ট। কম বাজেটে ট্যুর প্লান করার সবচেয়ে প্রথম স্টেপ নিজে প্ল্যানিং করা এবং সেই প্ল্যানিংকে প্রপার ওয়েতে এক্সিকিউট করা।
কম বাজেটে ঘুরতে গেলে প্রচুর সুখ স্বাচ্ছন্দ প্রচুর উচ্চমানের সহেবিয়ানা না পেলেও অতি নিম্নমানের ট্যুর আমাদের ১৯ জনের কেউ করিনি।
ট্যুর প্যাকেজের অঙ্কের থেকে এক্সট্রা খরচ আপনি কি করবেন? আপনি কত জনের জন্য শাল কিনবেন ?কম্বল কিনবেন? গ্যাংটকের MG Marg থেকে সেটা জেনে তার হিসেব দেখানোর কর্তব্য আমার নয়।
একটা ট্যুরের খরচাপাতি নির্ভর করে সিজনের উপর অর্থাৎ কোন সময় আপনি যাচ্ছেন তার ওপর দ্বিতীয় আপনি কতজন মিলে যাচ্ছেন তার ওপর। এ ব্যতীত অন্যকিছু সেভাবে ইম্প্যাক্ট ফেলতে পারেনা।
আপনি লাখ টাকা খরচ করলেও কপালে না থাকলে গুরুদংমার ঘুরতে পারবেন না। সে আপনি যতই অতি উচ্চমানের খরচ করতে রাজি থাকুন না কেন।
উচ্চমানের খরচ যারা করতে ইচ্ছুক তারা প্ল্যান করে না ডাইরেক্ট টাকা নিয়ে পৌঁছে যায় ।খরচা করার দায়িত্ব যেকোন ট্যুর এজেন্টের। দারুন ঘোরাবে, বিশ্বাস করুন। ইউটিউব দেখে টুর প্ল্যান করে যারা আপনার মতে, অতি নিম্নমানের খরচ করতে আগ্রহী।
অনেকটা উচ্চমানের লেখা লিখে দিলাম অনেকটা সময় নষ্ট করেই। ভালো থাকবেন।।
@Mojar_Vlog
ভালো tour Agent থাকলে phone No দিন
Hotel contact no pele valo hoto
Description section এ আমি যে হোটেল এ ছিলাম তার owner এর কন্ট্যাক্ট details দিয়েছি।।
আপনি যোগাযোগ করে কথাবার্তা বলে নিতে পারেন।
Hotel wangdi +91 92327 92670
এছাড়া গুগল থেকে ভালো রিভিউ দেখে হোটেলের ফোন নাম্বারে ফোন করেও আপনি কিন্তু যোগাযোগ করতে পারেন।।
বারংবার কথাবার্তা বলে নেবেন হোটেল মালিকের সঙ্গে তারপরই কিন্তু ডিসিশন নেবেন 🙂🙂
Thanks for commenting ❤️ have a nice and great journey ❤️
পচুর বাজেট এর কথা বলছেন,কম বাজেটের কিছু নেই?
এখানে যে বাজেট বলা আছে তা এক বছর আগেকার বাজেট নিতান্তই কম ।approx 10k per person সবকিছু নিয়ে খরচ হবেই।
বর্তমানে সিকিম ভীষণ Expensive হয়ে গেছে । আগের খরচের তুলনায় এখন আরো হাজার থেকে দেড় হাজার টাকা বেশি খরচা হবে চোখ বন্ধ করে।