শিক্ষক ও শিক্ষাকর্মীদের 10/20 ইয়ার্স বেনিফিট এর ক্লারিফিকেশন বের হলো, HM দের ইনক্রিমেন্ট বন্ধ হলো

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 дек 2024

Комментарии • 177

  • @swapansamanta919
    @swapansamanta919 2 года назад

    ভেবে চিন্তেই সিদ্ধান্ত নেওয়া উচিত ।

  • @nirmalyamandal1496
    @nirmalyamandal1496 2 года назад +26

    HM দের fixation এর ব্যাপারে রোপা ২০১৯ এর অর্ডারে para ১১(৭) যে ভাবে existing scale এর উপর একটা ইনক্রিমেন্ট দিয়ে fixation এর কথা বলা হয়েছে তা বজায় থাকবে। সেটাকে মডিফাই করা হয় নি। করা হলে ঐ GO No এর para উল্লেখ করে এই অর্ডার করা হতো। ২) HM হিসাবে ২০ years benefit পাওয়ার ব্যাপারে যে কনফিউশন তৈরি হয়েছিল তার নিরসন হলো। অর্থাৎ প্রথম joining থেকেই ২০ years কাউন্ট হবে ৩) এখানে clarification দেওয়া হয়েছে অ্যাডিশনাল ইনক্রিমেন্ট পাওয়া যাবে না বলে। এটা আগে পাওয়া যেত। তখন HS School এর HM হলে ২ টি অ্যাডিশনাল ইনক্রিমেন্ট এবং জুনিয়র হাই স্কুলের HM দের জন্য একটি অ্যাডিশনাল ইনক্রিমেন্ট পাওয়া যেত। মনে রাখতে হবে অ্যাডিশনাল ইনক্রিমেন্ট মানে HM স্কেল এ আসার পর HM স্কেল এ অতিরিক্ত ইনক্রিমেন্ট,। fixation এর জন্য এক্সিস্টিং scale এর ইনক্রিমেন্ট নয়। এই additional increment অলরেডি বন্ধ হয়েই আছে। সেটাই আবার এখানে clarify করা হলো। ৪) সবচেয়ে বড় কথা কোনও যুক্তিতেই fixation এর ইনক্রিমেন্ট টা তুলে নিতে পারে না। সেটা নিলে ২০ years increment পিছিয়ে যাওয়ার চেয়েও বেশি লস হবে। একটা কিছু দিতে গিয়ে বেশি কিছু কেড়ে নিতে পারে না। তাছাড়া নতুন করে আবার সব fixation করা দরকার হয়ে পড়বে। সেটা হতে পারে না। ৫) কিছু অদক্ষ লোক বর্তমানে এডুকেশন ডিপার্টমেন্টের হর্তা কর্তা হয়েছে। একটা সহজ বিষয়কে ব্যাখ্যা করতে গিয়ে আরো জটিলতা তৈরি করছে। ৬) অন্যান্য আগের অর্ডার গুলির মতোই খুব শীঘ্রই আবার এর একটা clarification আসতে চলেছে। অপেক্ষা করুন।

    • @আমারবাংলা-স৪খ
      @আমারবাংলা-স৪খ 2 года назад

      ফিক্সেসনের সময় মাইনের বেসিক সামান্য বাড়বে পে প্রোটেকশন দেবার জন্য কিন্তু অতিরিক্ত ইনক্রিমেন্ট পাওয়ার আশা বোধ হয় শেষ ।
      (PG স্কেলে থাকলে ফিক্সেসনের সময় বেসিক কম/বেশী 500 টাকা বাড়বে।
      আর 500 টাকা alaunce.)

    • @soumyabandyopadhyay1375
      @soumyabandyopadhyay1375 2 года назад +1

      Thik.Ram da vul explanation dilen!!!!!!!!ektu carefully post korben.amra apnake onekta vorsa kori

    • @shubhankarthakur1743
      @shubhankarthakur1743 2 года назад +4

      যারা HM হয়েছেন বা হবেন, তাদের অনেক বেশি দায়িত্ব সামলাতে হয়/হবে, সেইজন্য বাড়তি increment দিয়ে fixation করা উচিৎ, এই বিষয়ে আমার দ্বিমত নেই। কিন্তু 2nd May-এর order-এ যে কথাটা বলা হয়েছে যে, Asstt. Teacher থেকে H.M. দের Pay fixation এ কোনও বাড়তি increment দেওয়া হবেনা, সেটা কিন্তু Level 12, 14 ও 15 তে চাকুরী করা যেকোনো A.T. র ক্ষেত্রেই যে প্রযোজ্য হতে পারে, সেটা কিন্তু ROPA 2019-এর Point No. 11(1) এই বোঝা গিয়েছিল। কারণ, সেখানে বলা রয়েছে যে, Higher post-এ promotion এর ক্ষেত্রে ১ টি অতিরিক্ত increment তারাই পাবেন, যারা Level 11 বা তার নীচের Level এ কর্মরত। অর্থাৎ, যারা Graduate Teacher হিসেবে কর্মরত এবং ১৮ বছর নিরবিচ্ছিন্ন চাকুরী পূর্ণ করার আগেই H.M. হবেন, তারাই শুধু বাড়তি increment পেয়ে Level 16 এ Pay fixation এর সুযোগ পাবেন। সুতরাং, রাম দার ব্যাখ্যাটা ভুল কিছু নয়।

    • @rajuray4676
      @rajuray4676 2 года назад

      Jara 2019 e pg scale theke hm holo tader khetre fixation er somoy je increment deoa hoyechilo seta ki bondho kore deoa holo?

    • @rajeelhossainkhan4041
      @rajeelhossainkhan4041 2 года назад

      Thik

  • @utpalsutradhar9006
    @utpalsutradhar9006 2 года назад +2

    sir, পাশ টিচারদের কি ১৮ বছর হলে ৪১ ০০ থেকে ৪৪০০ গ্রেড পে নতুন নিয়মে আর থাকছে না?

  • @kanaipurkanyavidyapith2003
    @kanaipurkanyavidyapith2003 Год назад

    Sir Clerk theke AT Hole service continuation pabo. Naki aber AT theke new joining start habe ? Janaben please

  • @bhaskarbagchi122
    @bhaskarbagchi122 2 года назад

    Sir summer vacation er madhya ki school e join kara jai? Ektu janaben please

  • @dipaksanyal6602
    @dipaksanyal6602 2 года назад +28

    বি,ডি,ও অফিসের সব কাজ স্কুলের মাধ্যমে করিয়ে নিচ্ছেন।আর্থিক দিক থেকে লাভ না হলে এই বেগার খাটুনি সহ গুরু দায়িত্ব ( প্রধান শিক্ষক হিসেবে)কেও নেবেন কি না সন্দেহ হচ্ছে।হতাশাজনক সিদ্ধান্ত।

    • @RafiqulIslam-po4lc
      @RafiqulIslam-po4lc 2 года назад

      হেডমাস্টার পোস্ট মানেই একটা গালাগাল খাওয়ার পোস্ট
      যেখানেই যাবে একটা করে ঝাড়ি খেয়ে অাসবে সেটা নিজের কলিগ, এম সি মেম্বার, এস অাই অফিসের ছোট বড় সমস্ত কর্মী, বিডিও অফিসের ছোট বড় সমস্ত কর্মী, ডিঅাই অফিসের ছোট বড় সমস্ত কর্মী, এস এস এম অফিসের ছোট বড় সমস্ত কর্মী, গ্রামের মাতব্বর, গার্জেন, পানের দোকানদার, সব্জীওয়ালা, মুদিওয়লা, রাধুনী যে কেউ হতে পারে🤣🤣🤣🤣
      অার এখন যুক্ত হয়েছে কোর্টের ফটকার থেকে শুরু করে বেতন বন্ধ, এমনকি চাকুরিতে ডিমোশন🤣🤣🤣🤣🤣

  • @mostaqueahmed3339
    @mostaqueahmed3339 2 года назад

    Jaihog ramdawn babu apner subhabuddi hlo Ashilhok theke shikhakarmi likhechen.
    Dhanyabad Apnake

    • @RamDawn
      @RamDawn  2 года назад +1

      আপনারাই আপনাদের অসম্মানের জন্য দায়ী...
      আমি কবে অশিক্ষক শব্দটা ব্যবহার করেছিলাম একটু খুঁজে বার করুন, আর না হলে আপনার কমেন্ট সম্পর্কে মন্তব্য করুন

    • @supriyahati6037
      @supriyahati6037 2 года назад +1

      Ahmed ভাই আপনি শিক্ষাকর্মী না অশিক্ষক সেটা পরে বিচার হবে
      আগে ভদ্র ব্যবহার করে নিজেকে মানুষ হিসেবে প্রমাণ করুন

  • @TamonashGupta
    @TamonashGupta 2 года назад +10

    আমার মনে হয় এর ইচ্ছা করেই সমস্থ নোটিশে প্রথমে একটা বিতর্কিত শব্দ বা একটা প্যাঁচ দিয়ে রাখে। আসলে টেস্ট করে দ্যাখে যে কোন মহল থেকে কোন আপত্তি বা প্রতিবাদ আসছে কিনা। এলে পরে একটা ক্ল্যারিফিকেশন - আর না এলে তো দারুন, আরামসে বিতর্কিত সিদ্ধান্ত বা নিয়ম চাপিয়ে দেওয়া যাবে। পুরো অপরাধমূলক মানসিকতার পরিচয়।

  • @pampachakraborty7488
    @pampachakraborty7488 2 года назад

    আমার first joining 20/04/2004। PG in geography. এখন আমি যদি HM post এ join করি তাহলে 20 years benefit কবে পাবো?

  • @panchanankumardas8324
    @panchanankumardas8324 2 года назад

    স্যার আমি 13/12/2002 এ AT,02/08/17 তে AHM, আমি 13/12/22 এ 20yrs benefit pabo?

  • @tapankumarbisui3997
    @tapankumarbisui3997 2 года назад

    ক্লার্করা 10/18/20 years এর মধ্যে কোন কোন ইনক্রিমেন্ট পাবে ? একটু জানাবেন please।

    • @RamDawn
      @RamDawn  2 года назад

      Sob guloi paben

  • @dbar8490
    @dbar8490 2 года назад

    Order ta kon website e paowa jabe, bolle bhalo hay.

    • @RamDawn
      @RamDawn  2 года назад +1

      Eta DI off. theke mail e aschhe dekhun

  • @asissur6560
    @asissur6560 2 года назад

    Sir আমার 1st appoinment 19.5.95, H. M হিসাবে JOIN 1.9.2007, 10yrs benifit পাই 2005এ,20yrs benifit পাই 2015তে। Dt of retirement 31.10.2024, আমি কি আর কোনো benifit পাবো ropa 2019অনুসারে?

  • @samareshsarkar9298
    @samareshsarkar9298 2 года назад +8

    এতো বাড়ির পাশে ট্রান্সফার করিয়ে HRA বন্ধ হওয়ার বিজ্ঞপ্তি খুব শীঘ্রই আসার পথ প্রশস্থ করার রাস্তা৷

  • @piyalidas3548
    @piyalidas3548 2 года назад

    My join date 8/1/2003, 10 years benefit pai 1/7/13, (1 st year e amar 51days leave without pay), tahole 20 yrs benefit ki January 23 or March 23

  • @golamkibria9532
    @golamkibria9532 2 года назад

    Amr 1st joining 2012 december 1 as clerk but on 10.02.2021 join kori AT hisabe amr 10 years benefit kobe pabo ektu jodi clarify koren pls

  • @aniruddhaghosh432
    @aniruddhaghosh432 2 года назад +11

    তা হলে রোপা 2009 অনুযায়ী যারা নতুন H.M হিসেবে join করে একটি additional increment নিয়ে pay fixation হয়েছে তাদের কি ওই increment ফেরত দিতে হবে??

    • @andalgirlshighschool9607
      @andalgirlshighschool9607 2 года назад +1

      Amaro oi aki prosnno???
      Atar tibro protibad howoa darkar.

    • @shubhankarthakur1743
      @shubhankarthakur1743 2 года назад +2

      যদি গত 2nd May এর order টি কার্যকর করা হয়, তাহলে ROPA 2019 এর Point 11(1) কে গুরুত্ব দিয়ে সেই সমস্ত H.M. দের টাকা ফেরত দিতে হবে যারা Level 12 বা 14 বা 15 থেকে H.M. হয়ে Level 16 এ fixation এর সময়ে বাড়তি increment নিয়েছেন। শুধুমাত্র সেইসব H.M. দের টাকা ফেরত দিতে হবেনা যারা Graduate Scale (Level 11 এ) চাকুরিরত অবস্থায় H.M. হয়েছেন, কারণ, ROPA 2019 এর point 11(1) এ বলা রয়েছে যে, promotion বা upgradation এ Level 11 বা তার নীচে কর্মরত employee দের fixation এ বাড়তি increment প্রাপ্তি হবে।

  • @suchismitahalder4507
    @suchismitahalder4507 2 года назад

    পাশ graduate teacher কি 20 years বেনিফিট পাবে???

  • @prasenjitsamanta1152
    @prasenjitsamanta1152 2 года назад +1

    শিক্ষা ব্যবস্থাই থাকবে না তার আবার প্রধান শিক্ষক!

  • @joydeepmukherjee990
    @joydeepmukherjee990 2 года назад

    Librarian যদি AT হন।

  • @minturanjanthakur5353
    @minturanjanthakur5353 2 года назад +9

    Asst. teacher (pass)থেকে Jr. High school এ হেড পোস্টে join করলে benifit কী হবে যদি কেউ একজন একটু ব্যাখ্যা করে বলেন ۔۔۔۔۔۔۔۔۔۔

  • @sanjibdas9189
    @sanjibdas9189 2 года назад

    আমরা এসব না ভেবে কবিতা লিখলে হয়তো কিছুটা লাভ পেতে পারি। বাংলা একাডেমির নজর আছে।

  • @pritamghosh6949
    @pritamghosh6949 2 года назад

    Sir amake ektu bolben 2021 ea usosree te transfer neyor por abar 2022 ea mt keu nite parbe ????

  • @subalshow2623
    @subalshow2623 2 года назад

    18 years byaparta primary teacher der khetre kemon vbe hai..kindly ektu janaben

    • @RamDawn
      @RamDawn  2 года назад

      18 yrs benefit er video deya achhe search korun peye jaben

  • @kunalkundu4607
    @kunalkundu4607 2 года назад

    2 yrs pass scale a service korar por PG scale a service korle , 10 yrs benefit er somy pass er scale oi 2 yrs add hobe ??

  • @animeshmondal54
    @animeshmondal54 2 года назад

    আমি জয়েন করেছিলাম gr d পোস্ট এ 2012 ডিসেম্বর এ 2014 তে 70 দিন স্কুলে অনুপস্থিত ছিলাম তার জন্য আমার 20 দিনের বেতন কাটা হয় এখন আমি 10ইয়ার্স বেনিফিট এবছর ডিসেম্বর এ পাব না 20দিন পর 10 ইয়ার্স বেনিফিট পাব না কি বেনিফিট পাব না????

  • @atanubanerjee9511
    @atanubanerjee9511 2 года назад +6

    স্যার পি জি স্কেল থেকে হেডমাস্টার হলে, শিক্ষকদের আর্থিক বিষয়টা আগে কি ছিল আর এখন কী হবে? একটু অংক কষে বললে ভালো হতো প্লিজ

  • @sabinayasmin3740
    @sabinayasmin3740 2 года назад

    Sir kio primary take high school ji tobe tar ki primary ta join date ta count hobe..

  • @mbhadra6133
    @mbhadra6133 2 года назад

    Sir, Please give us the downloading link of this Memorandum of 2nd May, 2022.

  • @nirataroy1752
    @nirataroy1752 2 года назад

    Thle ki level 16 e fit kra vul hoyeche,jini 2020 te hm hisebe join krln,tar khetre?thle ki taka ferot dite hbe?HS schl e jara join krln,thle tadr ki taka ferot dite hbe?

  • @Rajeshpal-xf5vh
    @Rajeshpal-xf5vh 2 года назад +1

    Pass category teacher ra hm hole basic pay Kato?

  • @parthalokshman2556
    @parthalokshman2556 2 года назад

    একজন পাস কোর্সের সহশিক্ষক যদি 17 বছর চাকরি করে প্রধান শিক্ষক হয় তাহলে তো তিনি ক্ষতিগ্রস্ত হবেন কারণ তিনি আর 18 years benefit পাবেন না।

    • @RamDawn
      @RamDawn  2 года назад

      Paben na

    • @shubhankarthakur1743
      @shubhankarthakur1743 2 года назад

      কিন্তু fixation এর সময়ে তিনি একটি বাড়তি increment পাবেন, কারণ LEVEL 11 কর্মরত অবস্থায় promotion হ'লে বাড়তি increment হয়ে Pay Fixation হবে - ROPA 2019, Point 11(1).

  • @ujjaldutta3467
    @ujjaldutta3467 2 года назад +4

    স্যার, রোপা ২০০৯ আর ২০১৯ এর পার্থক্য নিয়ে একটা ভিডিও বানালে খুব উপকৃত হই।

  • @santhalivloggerlalita2134
    @santhalivloggerlalita2134 2 года назад +1

    Sikkha karmi kivabe ekjon teacher hoben kindly janale valo hoi... Sikkha karmi der ki teaching staff a promotion chalu korlo na? Korle valoi hoi...

  • @sonakhibanikchoti.5080
    @sonakhibanikchoti.5080 2 года назад +1

    Sir conveyance allowance for handicapped teacher jeta Rs 800 kore pacchilam suddenly bondho Kora holo kano, ektu bolben please

    • @RamDawn
      @RamDawn  2 года назад +1

      ডি আই অফিস থেকে Approved করাতে হবে

    • @sonakhibanikchoti.5080
      @sonakhibanikchoti.5080 2 года назад

      Ami to ato din pacchilam, Amar circle ar sobar e bondho, SI bollen bill korar somoy uni Ota put korte parchen na, Tai bollam eta ki bondho Kore deowa holo

  • @debabratabarman9840
    @debabratabarman9840 2 года назад

    18 years benefit kara pabe?

    • @RamDawn
      @RamDawn  2 года назад

      upto level-11

  • @s.b8920
    @s.b8920 2 года назад +1

    Sir Teacher Transfer ar *Appointment Order* isue hochhe na keno ? Kono update achhe ki ?

  • @sanjoydas255
    @sanjoydas255 2 года назад +2

    নমস্কার স্যার Date of joining 01/12/2012 টেন ইয়ারস' বেনিফিট কবে থেকে কায'কর হবে ?

  • @anisurrahamanmondal829
    @anisurrahamanmondal829 2 года назад

    Without pay niye apnar kono video thakle pls link ta den.

  • @sanjaymahato2861
    @sanjaymahato2861 2 года назад

    Primary teacher der pH category te convence allowance jeta bando chilo abar kabe theke start hobe

  • @pallabmukherjee8409
    @pallabmukherjee8409 2 года назад +5

    তালে আর পরীক্ষা নিয়ে কি হবে. বিনা পয়সায় কে খাট তে যাবে.

  • @mdabdulmonim3188
    @mdabdulmonim3188 2 года назад +2

    18 বছরের ইনক্রিমেন্টের বিষয়ে কোনো আলোচনা হল না , আর একটা ভিডিওতে সেটা জানার আগ্রহ রইল ।

    • @pradipsaharai
      @pradipsaharai 2 года назад

      Sir please 18 years benefit niye discuss korle bhalo hoy. Thank you.

    • @RamDawn
      @RamDawn  2 года назад

      Upto Level 11, 18 yrs benefit paben

    • @jayantagulimajhi7122
      @jayantagulimajhi7122 2 года назад

      @@RamDawn স্যার শিক্ষাকর্মীরা 10 ইয়ার বেনিফিট পারে ??

  • @biswajitkaran89
    @biswajitkaran89 2 года назад

    Sir , HM এর জন্য যে pay protection এর বিষয়টা ঠিক মত্ বুঝতে পার লম্ না

  • @দেবামজুমদার-ছ৭ষ

    Sir আমার জয়েনিং ডেট 27/11/2012 আমার 10years কবে থেকে হবে July নাকি November

  • @motherlandfirst7351
    @motherlandfirst7351 2 года назад +3

    Hm পোস্টের অবস্থা কলেজের প্রিন্সিপাল এর মতো হবে। ভাক্যান্সি ফিলাপ হবে না।

  • @sanjoysnjrjn1525
    @sanjoysnjrjn1525 2 года назад

    PG scale টিচার Junior High এ HM নিযুক্ত হলে তার কি আর্থিক লাভ বা ক্ষতি হবে জানাবেন প্লিজ।

  • @Saroj1
    @Saroj1 2 года назад +1

    Khub valo khabar

  • @daliyamukherjee9795
    @daliyamukherjee9795 2 года назад +2

    Sir pensioner ra DA na barle taka barbena tader ki Hobe jevabe jiniser dam barchhe Jani case chalchhe amra kothay bolbo bolben

    • @somenathroy6249
      @somenathroy6249 2 года назад

      Sothik khtwa sir

    • @IamSWARNO
      @IamSWARNO 2 года назад

      Keo sonar ney, kothao bolar ney... deoyal e matha thukun

    • @prosenjitpal5904
      @prosenjitpal5904 2 года назад

      Primary teacher এর ক্ষেত্রে কি হবে?

    • @shyamalbanerjee4934
      @shyamalbanerjee4934 2 года назад

      Sir primary khetrey senior teacher ra 9no scale theke 10no scale HT ra jete parenni

    • @pallabmukherjee8409
      @pallabmukherjee8409 2 года назад

      তালে আর পরীক্ষা নিয়ে কি হবে. আর বিনা পয়সায় কে আর খাটতে যাবে

  • @pradipsahoo7813
    @pradipsahoo7813 2 года назад +7

    Additional Increment না দিলে Headmaster হওয়ার ক্ষেত্রে PG Scale এর Teacher দের আর্থিক লাভ ক্ষতির বিষয়টি একটু আলোচনা করবেন।

    • @shubhankarthakur1743
      @shubhankarthakur1743 2 года назад +3

      দেখুন, আর্থিক ক্ষতির প্রশ্ন নেই, কারণ, আপনি যে Level-এই চাকুরী করুন না কেন, H.M. হওয়ার সময় আপনার Pay Level 16- এ fixation হবে এবং সেক্ষেত্রে হয় আপনার Basic Pay একই থাকবে, নয়ত কিছুটা বাড়বে (যদি Level 16- এ আপনার আগের Basic Pay এর কোনও cell না থাকে তাহলে তার উচ্চতর cell এ আপনার pay fixation হবে)। সুতরাং, আর্থিক লাভ হতেও পারে, আবার না-ও হতে পারে, কিন্তু আর্থিক ক্ষতি হবেনা।

    • @আমারবাংলা-স৪খ
      @আমারবাংলা-স৪খ 2 года назад +1

      আপনি যদি PG স্কেলে থাকেন তাহলে ফিক্সেসনের সময় বেসিক কম/বেশী 500 টাকা বাড়বে।
      তাছাড়া 500 টাকা alaunce.

    • @pradipsahoo7813
      @pradipsahoo7813 2 года назад +1

      @@shubhankarthakur1743 Thank u...

    • @pradipsahoo7813
      @pradipsahoo7813 2 года назад

      @@আমারবাংলা-স৪খ Thank u...

    • @souravsundardas3132
      @souravsundardas3132 2 года назад

      @@shubhankarthakur1743 sir ekhon basic 55600 hole HM hole luv hobe ki??? 11 years service kindly janaben🙏🙏🙏

  • @sancharidatta8345
    @sancharidatta8345 2 года назад

    স্যার, আমি পাশ গ্ৰাজুয়েট সহকারী শিক্ষক হিসেবে ২০০১ এ মার্চ এ জয়েন করি,বি এড করতে যাই ডেপুটেশনে ২০০৫এ।২০০৬ সালে জুন এ আমার বি এড complete হয়ে হয়ে যাবার কথা ছিল। সেই মতো মার্চ মাস থেকে আমার ইনক্রিমেন্ট বন্ধ ছিল,জুন মাসের লাস্ট গেট অফ এক্সামিনেশনথেকে ইনক্রিমেন্ট চালু হবার কথা ছিল, কিন্তু সেবার NCER সংক্রান্ত গন্ডগোলের জন্য আমার পরীক্ষা যথা সময় হয়নি , 2007 সালের জানুয়ারি মাসে সেটা অনুষ্ঠিত হয়। আমার তৎকালীন ইনক্রিমেন্ট বন্ধ থাকে, সেটা ২০০৭ সালের জানুয়ারি মাসের লাস্ট ডেট অফ এক্সামিনেশনথেকে আবার চালু হয়।২০০৯ সালের পে কমিশনের সময় একটা GO order বের হয় যে , NCERT সংক্রান্ত গন্ডগোলের জন্য যাদের ইনক্রিমেন্ট স্টপ আছে তাদের ২০১২ সাল পর্যন্ত ইনক্রিমেন্ট আটকানো হবে না। সেই মোতাবেক পে ফিক্সিংয়ের সময় ২০০৬,২০০৭ ও২০০৮ সালের ৩%করে ইনক্রিমেন্ট দিয়ে ২০০৯ সালে আমার বেতন কাঠামো নির্ধারণ হয়। কিন্তু ২০১৯ সালে আমার ১৮ বছরের বেনিফিট পাবার সময় হুগলি ডি আই অফিস থেকে আমার ১৮ বছরের বেনিফিট আটকে দিয়ে শুধুমাত্র নরমাল ইনক্রিমেন্ট দেওয়া হয়, মৌখিক বলা হয় আমাকে ২০০৬ সালের ইনক্রিমেন্ট ফেরত দিতে হবে।কারণ ওই GO order টা ২০০৬ সাল থেকে যারা বি এড করতে গেছে তাদের জন্য। কিন্তু তারা এ বিষয়ে কোনো লিখিত নির্দেশ আমাকে দেয় নি। আমি ১৮ বছরের বেনিফিট এখনো পাইনি।
    এ বিষয়ে আপনার পর্যবেক্ষণ ও সুপরামর্শ আশা করি।

  • @mitramondal7080
    @mitramondal7080 2 года назад

    Namaskar sir, amar date of joining 20.12.2003,post graduate, ami next increment 18yrs or 20 yrs pabo? and date ta ki hobe?

  • @susantanayak7913
    @susantanayak7913 2 года назад

    এখানে additional increment বলতে double increment পাবে না।এই notification অনুযায়ী 10,20 years এর ব্যাপারে মূলত clarify করা হয়েছে। বর্তমানে যারা HM হবেন তাদের ক্ষেত্রে additional increment পাবে কিনা স্পষ্ট নয় 2019 এর Ropa অনুযায়ী।

    • @shubhankarthakur1743
      @shubhankarthakur1743 2 года назад

      আমার মনে হয়, Notice এর মাধ্যমে ROPA 2019 এর 11 নম্বরের Point 1, 7 এর মধ্যে যে অমিল, সেটা দূর করা হয়েছে।
      ROPA 2019- এর Point 11(1) এ বলা ছিল যে, promotion বা upgradation এ Level 11 পর্যন্ত কর্মরত employee রা একটা করে বাড়তি increment পাবেন এবং তারপরে উচ্চতর level এ তার Pay fixation হবে।
      আবার, Point 11(7) এ বলা হয়েছিল যে, H.M. হ'লে বাড়তি increment নিয়ে Level 16 এ Pay fixation হবে।
      এবার তুলনায় আসুন, Point 11(7) অনুযায়ী Level 11 বা 12 বা 14 বা 15 এ কর্মরত যেকোনো A.T.-র যদি H.M. এ promotion হয়, তাহলে তিনি একটি বাড়তি increment পাবেন। অথচ Point 11(1) এ বলা হয়েছিল যে, বাড়তি increment তারাই পাবেন যারা Level 11 বা তার নীচে কর্মরত।
      সুতরাং, এবার থেকে Point 11(1) ও Point 11(7) দুটোকেই একসূত্রে বেঁধে রাখার জন্য নতুন নিয়ম চালু করল যেটাতে H.M. হওয়ার পরে fixation এর সময়ে বাড়তি increment তারাই পাবেন যারা Level 11 এ চাকুরী করতে করতে H.M. হবেন (অর্থাৎ, Graduate Teacher যাদের H.M. হওয়ার সময়ে Length of Service 18 বছরের কম)।

  • @goutammondal6236
    @goutammondal6236 2 года назад

    Primary teacher ra upper Primary teacher hisaba tet pass kore chakuri pele ki pay protection pabe?high school er moto.

  • @helpheadmaster
    @helpheadmaster 2 года назад

    যারা 15 No Level থেকে Assistant Teacher থেকে বর্তমানে Headmaster হবেন তারা কি তাহলে আর কোনো Increment পাবেন না Headnaster হবার জন্য ?

  • @manojbiswas4909
    @manojbiswas4909 2 года назад

    Pass scale theke gele Kemon lav Hobe, basic 49000

  • @moumitapal9931
    @moumitapal9931 2 года назад

    Sir....ai 10 years rule ki applicable Jodi kono teacher 9-10 a join koren,pore 11-12 a pelen...taholeo ki 10years 1st appointment theke dhora hobe??

  • @-SOURAV-BIR-
    @-SOURAV-BIR- 2 года назад +1

    স্কুলে তিন জন শিক্ষক রয়েছেন,
    কোন প্যারাটিচার নেই.
    স্টুডেন্ট বর্তমানে 58 জন .
    সারপ্লাস দেখাচ্ছে অথচ জেনারেল ট্রান্সফারের জন্য উৎসশ্রী ফিলাপ করার পরেও SIS ছাড়ছেন না.
    Remarks এর ঘরে লিখছেন There will be less than three teacher in this school এ ক্ষেত্রে কি করনীয় ? আপনার মতামত চাইছি স্যার দয়া করে সাহায্য করুন 🙏🙏🙏

  • @anirbannanda8058
    @anirbannanda8058 2 года назад

    18 year's benifit er khetre o ki additional increment hoye next level e jaben ki??

  • @amitbasu4173
    @amitbasu4173 2 года назад

    Sir, Finance Department er Stagnation Increment er GO ache ROPA 19 e. kintu Education Department er kono matching order nei. Eta ektu dekhben??

  • @maryroy101
    @maryroy101 2 года назад

    Pass graduate teacherder 18 years benefit er bapayer ta ektu janaben plz

    • @RamDawn
      @RamDawn  2 года назад

      Paben to apnara

  • @sabinakhatun1715
    @sabinakhatun1715 2 года назад +1

    47600 basic pay theke h.m hole h.m hisabe basic pay koto hobe.

  • @kajalsarkar2840
    @kajalsarkar2840 2 года назад

    primary te 7 years A.T thakar pr high school e 3 years A.T hisabe chakri korchi ..ami ki ei benefits pabo sir??

  • @sushilbarai7064
    @sushilbarai7064 2 года назад

    Sir,শিক্ষাকর্মীরা 10yrs,18yrs,20yr এই তিনটি increment পাবে তো ?না কি আলাদা নিয়ম আছে?জানালে ভালো হয়।

  • @sthakur247
    @sthakur247 2 года назад

    Headmaster হলে আর additional increment পাওয়া যাবে না। Effect টা কি 1.1.20 থেকে না 31.3.22 থেকে? ROPA 2019 Rule কি change হল এই clarification এ?

    • @shubhankarthakur1743
      @shubhankarthakur1743 2 года назад +1

      Notice টার সাথে ROPA 2019 এর 11 নম্বরের Point 1, 7 দেখুন, দেখবেন, এই Notice এ Point 1 ও 7 এর মধ্যে যে অমিল, সেটা দূর হয়েছে।
      ROPA 2019- এর Point 11(1) এ বলা ছিল যে, promotion বা upgradation এ Level 11 পর্যন্ত কর্মরত employee রা একটা করে বাড়তি increment পাবেন এবং তারপরে উচ্চতর level এ তার Pay fixation হবে।
      আবার, Point 11(7) এ বলা হয়েছিল যে, H.M. হ'লে বাড়তি increment নিয়ে Level 16 এ Pay fixation হবে।
      এবার তুলনায় আসুন, Point 11(7) অনুযায়ী Level 11 বা 12 বা 14 বা 15 এ কর্মরত যেকোনো A.T.-র যদি H.M. এ promotion হয়, তাহলে তিনি একটি বাড়তি increment পাবেন। অথচ Point 11(1) এ বলা হয়েছিল যে, বাড়তি increment তারাই পাবেন যারা Level 11 বা তার নীচে কর্মরত।
      সুতরাং, এবার থেকে Point 11(1) ও Point 11(7) দুটোকেই একসূত্রে বেঁধে রাখার জন্য নতুন নিয়ম চালু করল যেটাতে H.M. হওয়ার পরে fixation এর সময়ে বাড়তি increment তারাই পাবেন যারা Level 11 এ চাকুরী করতে করতে H.M. হবেন (অর্থাৎ, Graduate Teacher যাদের H.M. হওয়ার সময়ে Length of Service 18 বছরের কম)।

    • @sthakur247
      @sthakur247 2 года назад

      @@shubhankarthakur1743 এই memorandum এ AT (Grad/H-PG) থেকে HM হলে কোনো additional increment না দেওয়ার কথা বলা হয়েছে। 11(1) যা ছিল তাই থাকল, শুধু 11(7) উঠে গেল। আলাদা করে যারা Grad. Teacher তারাই HM হলে 1 টা additional increment পাবেন একথা তো বলা নেই। পুরো service life এ pass grad teacher (10,18,20) 3 টে এবং H/PG teacher (10,20) 2টো additional increment পেয়ে থাকেন। এখন কোনো pass grad teacher যদি 18yrs complete করে HM হন তবেই তিনি বাকিদের থেকে 1 টা increment বেশি পেলেন। 18yrs complete না করে HM হলে শুধু 20 yrs এর increment টাই পাবেন। এখন প্রশ্ন হলো যদি 11(7) উঠে যায়, তবে 11(8) কেন উঠবে না, যেখানে AHM হলে 1 টা additional increment দেওয়ার কথা বলা হয়েছে ?

    • @shubhankarthakur1743
      @shubhankarthakur1743 2 года назад

      @@sthakur247 HM হ'লে Level 16 এ Pay হয়, কিন্তু AHM হ'লে Level এর পরিবর্তন হয়না। তাই, বাড়তি দায়িত্ব সামলানোর জন্য একটা বাড়তি increment দেওয়া হয়।

    • @shubhankarthakur1743
      @shubhankarthakur1743 2 года назад

      @@sthakur247 আমার মনে হয়, 2nd May 2022 এর Notice টার আরও clarification দরকার, নয়ত মতভেদ তৈরি হবে।

    • @sthakur247
      @sthakur247 2 года назад +2

      @@shubhankarthakur1743 এই ধরনের clarification, হয় অসাবধানতার ফসল, নাহয় inferior complex এ ভোগা কোনো আমলার মস্তিষ্ক প্রসূত প্রলাপ যিনি ভালো করেই জানেন ROPA Rules clarification করতে গিয়ে Rules এর একটা অংশ change করে বসেছেন। দিনকয়েক এর মধ্যে আর একটা clarification আশা করছি, না হলে হাইকোর্টের গালাগাল খাওয়ার ক্ষেত্রে এটা fit case.

  • @paramitamukherjeebasu7921
    @paramitamukherjeebasu7921 2 года назад

    Sir, amar joing date 06.01.2004..
    Ami ki 18 yrs benefit pabo...na ki 20 yrs benefit...doya kore jodi ektu janan, upokrito hobo..(amar pg level, madhyamik post).dhonyobad🙏

    • @RamDawn
      @RamDawn  2 года назад

      18 noy apni 20 yrs benefit paben for PG scale

    • @samirsadhukhan8109
      @samirsadhukhan8109 2 года назад

      Sir,
      I am a pass graduate teacher as first joining the Assistant teacher.If I shall joining as H.M. after 15 years from my first joining as assistant teacher then I will get two double increment as 18 years and 20 years ?

  • @asam876
    @asam876 2 года назад +13

    স্যার একজন সহ শিক্ষক 10 বছর Pass এ বা মাস্টার ডিগ্রিতে চাকরি করার পর হেডমাস্টার হলে তার কি কি বেনিফিট আছে মাইনে কত কি হতে পারে সেই বিষয়ে একটি ভিডিও করলে ভাল হয়।।।।

    • @mbhadra6133
      @mbhadra6133 2 года назад

      Same request to Ram Babu

  • @russelbiswas8123
    @russelbiswas8123 2 года назад

    Sir,
    WB HEALTH SCHEME nia akta video korben. Please

  • @subhasisdatta995
    @subhasisdatta995 2 года назад

    Where this memorandum is available? In which website?

  • @meithuu1975
    @meithuu1975 2 года назад +5

    ভবিষ্যতে HM পাওয়া যাবে তো?

  • @chumkinandi4662
    @chumkinandi4662 2 года назад +1

    স্যার শিক্ষাকর্মী রা কি 18 ইয়ার্স বেনিফিট পাবে ?সেই বেনিফিট কি রকম ? আপনাকে অনেক ধন্যবাদ গুরুত্ব পূর্ণ তথ্য তুলে ধরার জন্য।

    • @sthakur247
      @sthakur247 2 года назад +1

      অবশ্যই পাবেন। লেভেল-11 অর্থাৎ গ্ৰেড পে 4100 এর মধ্যে থাকা শিক্ষক-শিক্ষাকর্মী সবাই 18 yrs benefit পাবেন।

  • @amitagiri8480
    @amitagiri8480 2 года назад

    স্যার ১৮ বছর পূর্ণ হবে যে তারিখে তার পরে ম্যানেজমেন্টকে দরখাস্ত দেব কি ? নাকি আগে থেকে দরখাস্ত দিতে হবে । কতদিন আগে দিতে হবে ? আমাদের স্কুল SSCএর আওতায় নয় ।

    • @RamDawn
      @RamDawn  2 года назад

      Age theke apply korben

  • @kuntalchaudhuri3755
    @kuntalchaudhuri3755 2 года назад

    Primary A T jodi HM hoy tahole ekta increment extra pabe?

  • @subhasisdatta995
    @subhasisdatta995 2 года назад +1

    What is the School Education department website for all these circulars?

  • @mahammadsamsuddin7606
    @mahammadsamsuddin7606 2 года назад +1

    পে প্রোটেকশানটা একটু ক্ল্যারিফাই করলে ভালো হত।

  • @SUFITADEBIPUR
    @SUFITADEBIPUR 2 года назад

    Primary teacher দের

  • @rafiqulislam-hh3jx
    @rafiqulislam-hh3jx 2 года назад

    AHM রাও কি additional Remuneration Rs 500/ পাবেন HS school r kheye..pl.reply on the same..Coochbehar.

  • @Daisy-dreams
    @Daisy-dreams 2 года назад

    eta digit diye bujhiye bolle better.. mathematical calculation just suney sobta bojha jayna

  • @avikdas7118
    @avikdas7118 2 года назад

    স্যার আপগ্রেডেশন কি হবে না?????

  • @sksahebali5551
    @sksahebali5551 2 года назад +1

    Ta jole PG teachers keno HM hoben?

  • @kausiksarkar6418
    @kausiksarkar6418 2 года назад +5

    Pay protection টা একটু ব্যাখ্যা করলে ভালো হয়।
    কোনো শিক্ষক 23 বছর সহকারী শিক্ষক হিসাবে চাকরির পর যদি প্রধান শিক্ষক হন, তাহলে তার লাভটা কি হবে? এই বেকার খাটনি সে কেন খাটবে?

  • @tat597
    @tat597 2 года назад +1

    প্রাইমারী তে কি 20 yrs এর কোনো বেনিফিট থাকে ? জানালে উপকৃত হব। ধন্যবাদ স্যার🎉

    • @anupedu-tech8146
      @anupedu-tech8146 2 года назад +1

      থাকে, কেবলমাত্র একটি ইনক্রিমেন্ট বেশি পাবেন অর্থাৎ একটি সেল বর্ধিত হবে।

    • @tanmoymasanta1735
      @tanmoymasanta1735 2 года назад +1

      থাকে।10 yrs এর মতো।

    • @tat597
      @tat597 2 года назад

      @@tanmoymasanta1735 Thanks , কিন্তু আমরা পেলাম না।

  • @gopikabilasroy3349
    @gopikabilasroy3349 2 года назад

    AHM থেকে HM হলে কি হবে?

    • @rasedulkhayer4687
      @rasedulkhayer4687 2 года назад

      গোপীদা কাল একবার প্লিজ ফোন কোরো ।
      ভুল হয়েছে আমার । খায়ের ।

  • @shubhankarthakur1743
    @shubhankarthakur1743 2 года назад +2

    যারা HM হয়েছেন বা হবেন, তাদের অনেক বেশি দায়িত্ব সামলাতে হয়, সেইজন্য বাড়তি increment দিয়ে fixation করা উচিৎ, এই বিষয়ে আমার দ্বিমত নেই। কিন্তু 2nd May-এর order-এ যে কথাটা বলা হয়েছে যে, Asstt. Teacher থেকে H.M. দের Pay fixation এ কোনও বাড়তি increment দেওয়া হবেনা, যেটা Level 12, 14 ও 15 তে চাকুরী করা যেকোনো A.T. র ক্ষেত্রেই যে প্রযোজ্য হতে পারে এবং সেটা কিন্তু ROPA 2019-এর Point No. 11(1) এই বোঝা গিয়েছিল। কারণ, সেখানে বলা রয়েছে যে, Higher post-এ promotion এর ক্ষেত্রে ১ টি অতিরিক্ত increment তারাই পাবেন, যারা Level 11 বা তার নীচের Level এ কর্মরত। অর্থাৎ, যারা Graduate Teacher হিসেবে কর্মরত এবং ১৮ বছর নিরবিচ্ছিন্ন চাকুরী পূর্ণ করার আগেই (অর্থাৎ, Level 12 এ যাওয়ার আগেই) H.M. হয়েছেন বা হবেন, তারাই শুধু বাড়তি increment পেয়ে Level 16 এ Pay fixation এর সুযোগ পাবেন। সুতরাং, রাম দার ব্যাখ্যাটা ভুল কিছু নয়।

    • @shubhankarthakur1743
      @shubhankarthakur1743 2 года назад

      আমার ধারণা নয়, এটাই ROPA 2019 এ লেখা রয়েছে : Promotion or upgradation. এই "or" কথাটা 181-SE তে লেখা ছিলনা। আর 2009 এর ROPA-য় যে একথা বলা ছিল যে, HM টা promotional post নয়, সেটা 1st appointment date থেকে 20 years benefit এর জন্য বলা ছিল। ROPA 2019 অনুযায়ী যদি HM এর জন্য একটা বাড়তি increment প্রযোজ্যই হয়, তাহলে 11(1) point টা ভুল লেখা আছে। সেই rule এর correction / amendment বের না হ'লে 2nd May 2022 এর notice অনুযায়ী Level 11 থেকে HM না হওয়া ব্যক্তিদের কারোরই increment দিয়ে fixation হওয়ার কথা নয়।

    • @subrataslgdas
      @subrataslgdas 2 года назад

      Hm এর appointment টা প্রমোশন বা upgradation এটা রোপা 19 এ (বা অন্য কোনো রোপা র ) কোথায় দেওয়া আছে সেটা একটু দেখান। রোপা 09 এ পরিষ্কার বলা আছে যে এটা প্রমোশন নয়।এর ব্যাখ্যা আপনি করলেন ওটা 20 yrs বেনিফিট নেবার যখন ব্যাপার ছিল তখন প্রমোশন নয় আসলে ওটা প্রমোশন।এই প্রমোশন এর ধারণাটা আপনার কোথা থেকে এলো সেটা পরিষ্কার করুন।তার পর 11(1) ও 11(7) এর তুলনায় যাওয়া যাবে।আর ইনক্রিমেন্ট ও অতিরিক্ত increment এই দুটি টার্ম ব্যবহারের সময় রোপা 19 বা রোপা 09 এর কোথায় hm যে ইনক্রিমেন্ট পায় সেটাকে অতিরিক্ত ইনক্রিমেন্ট বলে সেটাকে একটু দেখান।

    • @shubhankarthakur1743
      @shubhankarthakur1743 2 года назад

      @@subrataslgdasআপনার মতে upgradation এর অর্থ কী? 11(1) নম্বর point এ যে " Promotion to higher post or upgradation to next higher লেভেল" লেখা রয়েছে, সেটা কি খায় নাকি মাথায় দেয়? ROPA 2019 এর 11(1) point এ Pay Level 11 থেকে 12 তে গেলে সেটাকে কি upgradation লিখে ভুল করেছে বলছেন? আগে term গুলোর অর্থ শিখুন, তারপর প্রশ্ন করবেন, আপনার সব confusion দূর করে দেব।

    • @subrataslgdas
      @subrataslgdas 2 года назад

      11(1)ও পুরোটাই 18 ইয়ার্স বেনিফিট রিলেটেড.ওটার সঙ্গে hm এর পে ফিক্সেশনের কোনো সম্পর্ক নেই।আর শুধু পাস ক্যাটাগরির teacher কোয়ালিফিকেশন থাকায় hm পদে নিযুক্ত হলে একটি ইনক্রিমেন্ট পাবে ,অন্যরা (hons, Pg) পাবে না এই ব্যাখ্যা যার মাথায় আসে তিনি কত রোপা বিশারদ সেটা সময়ই বলবে।।

    • @shubhankarthakur1743
      @shubhankarthakur1743 2 года назад

      11(1) rule এ Promotion to higher post or upgradation to next higher level-এর উল্লেখ আছে, আর সেটা যদি পুরোটাই 18 years benefit related হয়, তাহলে 18 years benefit টা কী? Promotional benefit? নাকি upgradation? কাদের হাতে শিক্ষাঙ্গনের দায়িত্ব! ভাবলেই শিউরে উঠতে হয়।

  • @RupaNath11
    @RupaNath11 2 года назад +1

    2019 amra jara h.m hoyechi, ekta increment niye pay fixation hoyeche.Amader tahole ki hobe?

    • @kishalaygupta9609
      @kishalaygupta9609 2 года назад

      Ferot dite hobe

    • @RupaNath11
      @RupaNath11 2 года назад

      @@kishalaygupta9609 motei seta bolche na! Tahole ROPA 19 er 11(7) er paragraph ullekh kore bola thakto! Addl increment er katha bola hoyeche.

    • @pranabmazumder4842
      @pranabmazumder4842 2 года назад

      Except protection of last pay drawn in the former post, eta pore to etai mone hocche, ager post e last j pay tar pay protection chara r kichui paoya jabe na.

    • @himadrisekharpan2662
      @himadrisekharpan2662 2 года назад

      Ramdawn babu balun

    • @shubhankarthakur1743
      @shubhankarthakur1743 2 года назад

      যদি গত 2nd May এর order টি কার্যকর করা হয়, তাহলে ROPA 2019 এর Point 11(1) কে গুরুত্ব দিয়ে সেই সমস্ত H.M. দের টাকা ফেরত দিতে হবে যারা Level 12 বা 14 বা 15 থেকে H.M. হয়ে Level 16 এ fixation এর সময়ে বাড়তি increment নিয়েছেন।
      শুধুমাত্র সেইসব H.M. দের টাকা ফেরত দিতে হবেনা যারা Graduate Scale (Level 11 এ) চাকুরিরত অবস্থায় H.M. হয়েছেন, কারণ, ROPA 2019 এর point 11(1) এ বলা রয়েছে যে, promotion বা upgradation এ Level 11 বা তার নীচে কর্মরত employee দের fixation এ বাড়তি increment প্রাপ্তি হবে।

  • @prohalladchandrabarman7692
    @prohalladchandrabarman7692 2 года назад +1

    My good wishes to you Sir, If you kindly explain about the benefit of 18 and 20 years of service of any employee of schools?Who will get 18years and who will avail the 20 years benefit of service, Please share a video regarding this topic, thank you

    • @RamDawn
      @RamDawn  2 года назад +1

      ROPA 2019 er video gulo dekhun