NEW NATOK 2019|CHOTTO PAKHIR BASHA| APURBA| MEHAZABIEN| BANNAH| VALENTINE’S NATOK 2019

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 фев 2019
  • Chotto Pakhir Basa
    Screenplay, Dialogue n' Direction : Mabrur Rashid Bannah
    Story : Sumon Ahmed
    Subscribe : bit.ly/OzoneEntertainment
    Producer : Qazi Saif, Shariful Khan
    Cinematographer : Nazmul Hasan
    Edit : Saddam Bin Yasin
    Cast : #Apurba, #Mehazabien
    Chief AD : M.A. Towfik
    ADs : SK Amit, Enamur Rahman Rabbi, Gerson LC
    Song By Arnob
    Courtesy : Qinitic Music
    Stills : Apurbo Avi
    Poster : Rabby Raz
    an ozoneentertainment production

Комментарии • 4,4 тыс.

  • @debaleenasstory4409
    @debaleenasstory4409 4 года назад +105

    মাত্র 2জন মানুষকে নিয়ে এতো সুন্দর 1 টি নাটক বোধ হয় বাংলাদেশের পক্ষেই বানানো সম্ভব 👏👏love you Bangladesh ❤️ from Kolkata 🇮🇳

  • @monirulislam-gz2gm
    @monirulislam-gz2gm Год назад +12

    খুব সুন্দর গল্পের অসাধারণ একটি নাটক। স্বামী -স্ত্রীর পরস্পরের প্রতি শ্রদ্ধা,ভালোবাসা,বিশ্বাস থাকলে শত দুঃখ -কষ্টের মাঝেও সাংসারিক জীবন সুখ -শান্তিময় হয়।

  • @rinachatterjee2514
    @rinachatterjee2514 2 года назад +15

    বড়ো ছেলে দেখে যেমন সকলে কেঁদেছিলাম।ছোট্ট পাখির বাসা দেখে সকলেই কাঁদছে এবং কাঁদবে।(কলকাতা থেকে)।অসাধারণ অভিনয় ,আরএই দুই জুটির তুলনা হয়না।দারুণ ।এইনাটকেএদের দুজনের পুরস্কার পাওয়া উচিত বলেআমি মনে করি।

  • @kasfiyaakter2046
    @kasfiyaakter2046 5 лет назад +134

    নাটক দেখার আগে কমেন্ট করছি।লাইক টা মেহজাবিন এর জন্য দিচ্ছি।

  • @atanuballav8363
    @atanuballav8363 5 лет назад +10

    এরম মানুষের সত্যিই প্রয়োজন, যারা নাকি কোনো মানুষকে তার অতীত দেখে নয় তার মন দেখে ভালোবাসবে। শরীরটাই সব নয়, অনেকে এইটাই ভুলে যায়। বড়ো অভাব ভালমানুষের বড়ো অভাব😢। সেই জায়গা থেকে খুব সুন্দর নাটকটা😊।

  • @monishabanerjee5692
    @monishabanerjee5692 3 года назад +11

    সত্যি এই সব নাটক কেন কোনো পুরস্কার পায় না,,, কি অনবদ্য অভিনয় । অপূর্ব ও মেহজাবিন তোমাদের কোন তুলনা নেই।

  • @alllearning9897
    @alllearning9897 5 лет назад +25

    আসলে অপূর্ব আর মেহজাবিনের সম্পর্কটাই আমার কাছে মধুর লাগে

  • @forademon6973
    @forademon6973 4 года назад +7

    সেরা জুটি অপূব মেহজাবিন

  • @miltondasrony6679
    @miltondasrony6679 2 года назад +8

    একটা সম্পুর্ন আলাদা একটা নাটক দেখলাম।নাটকটা সত্যি অসাধারণ লেগেছে। অপূর্ব ভাই এবং মেহেজাবিন আপুর অভিনয় সত্যি অসাধারণ ছিলো। এরকম আরো নতুন নাটক দেখতে চাই।।। 👍👌🏾👍👌🏾💝💖💝💖💝💖💝💖💝💖💝

  • @mduzzalhossain671
    @mduzzalhossain671 3 года назад +6

    অপূর্ব মেহেজাবিন নাটকের জন্য খুবই সুন্দর একটা জুটি, আমার সবচেয়ে প্রিয় দুই অভিনেতা অভিনেত্রী। আমার মনে হয় এরা যত গুলো নাটক উপহার দিয়েছে সব গুলোই দেখছি।

  • @sharmilanath3680
    @sharmilanath3680 Год назад +7

    অপূর্বর অভিনয়ের কোন ধরনের মূল্যায়ন করার নাই। এত সুন্দর expression 👌 ✨️.just amazing, mind blowing. এরকম নাটক Bangladesh 🇧🇩 এই সম্ভব। আমি আমার এই 62yrs জীবনে এইরকম এক দুজন অভিনেতা ই দেখেছি।ভাল থাকবেন and stay blessed 🙏 from India 🇮🇳

  • @smilealways620
    @smilealways620 5 лет назад +652

    “Chotto pakhir basha”......গতকাল রাতে এই নাটকটি দেখার পর একদম চুপ হয়ে গিয়েছিলাম। অনেকক্ষন কোন কথা বলিনি। না আমি.....আর না অদিতি। কেন বলিনি সেটা ব্যাখ্যা করতে গেলে অনেক কিছু লিখতে হবে। নিজের করা কাজের রিভিউ লিখতে চাইনা শুধু বলতে চাই নাটকটি দেখার পর বুকের ভেতরে কেমন যেন একটা হাহাকার জন্ম নিয়েছিল। যে হাহাকারটা ছেড়ে যেতে সময় নিচ্ছিল অনেক।

  • @ziaulfaruqapurba2806
    @ziaulfaruqapurba2806 5 лет назад +248

    “Chotto pakhir basha”.....গতকাল রাতে এই নাটকটি দেখার পর একদম চুপ হয়ে গিয়েছিলাম। অনেকক্ষন কোন কথা বলিনি। না আমি.....আর না অদিতি। কেন বলিনি সেটা ব্যাখ্যা করতে গেলে অনেক কিছু লিখতে হবে। নিজের করা কাজের রিভিউ লিখতে চাইনা শুধু বলতে চাই নাটকটি দেখার পর বুকের ভেতরে কেমন যেন একটা হাহাকার জন্ম নিয়েছিল। যে হাহাকারটা ছেড়ে যেতে সময় নিচ্ছিল অনেক।

  • @rashidlabib9812
    @rashidlabib9812 5 лет назад +48

    ভালোবাসার মানুষকে কাছে পেয়ে হারানো কতটা কষ্টের তা শুধু যাদের হারিয়েছে তারাই বোঝে। আর ছেলেদের চোখের পানি কোন সামান্ন কষ্টে আসেনা। খুব কষ্ট পেলাম। নাটকটি দেখা শেষে চোখে ঝাপসা দেখছিলাম, চোখে হাত দিতেই মনে হলো চোখ ভিজে গেছে। ধন্যবাদ বান্নাহ ভাই

  • @mohammadrasel2612
    @mohammadrasel2612 4 года назад +75

    এই ধরনের অভিনয় করতে পারে শুধু অপূর্ব উইথ মেহজাবিন

  • @innovationworld2913
    @innovationworld2913 5 лет назад +117

    অনিন্দ্য সুন্দর, যুগোপযোগী এবং চমৎকার একটা নাটক,,আমিতো অপূর্বর ভক্ত, আর কে কে তার ভক্ত,, লাইক দিয়ে জানিয়ে দেন।

  • @m.mhasan7677
    @m.mhasan7677 4 года назад +29

    এতো সুন্দর একটি নাটকে এতো কম ভিউ কেন।এই নাটকটির ভিউ কোটির ওপর থাকার কথা।শেষ কয়েক মিনিটে আমার গলা শুকিয়ে গিয়েছিল।খুব কান্না পেয়েছিলো😢মেহজাবিন আপু আর অপূর্ব ভাই সত্যিসত্যিই তোমরা অসাধারণ😐

  • @sangitachakraborty5921
    @sangitachakraborty5921 Год назад +17

    অসাধারণ একটি নাটক দেখলাম। অপূর্ব দা ও মেহজাবিন কে আমার অনেক শুভেচ্ছা ও ভালোবাসা এমন একটি নাটক উপহার দেওয়ার জন্য। (কলকাতা থেকে) love you 🇧🇩 Bangladesh...love you বাংলা নাটক। ❤

  • @arundhatidaschandra2877
    @arundhatidaschandra2877 4 года назад +223

    নাটকটা দেখে মন ভারাক্রান্ত হয়ে গেলো। ভালোবাসা তো এমনই নিঃস্বার্থ হওয়া উচিত।

  • @MdNurulislam-pj4cc
    @MdNurulislam-pj4cc 5 лет назад +46

    ভাষা হারিয়ে ফেলেছি, আমার দেশের নাটক এখন মান অনেক ভালো । যত দেখি ততই ভাল লাগে। বিশেষ করে অপূব নাটক।