অপূর্বর অভিনয়ের কোন ধরনের মূল্যায়ন করার নাই। এত সুন্দর expression 👌 ✨️.just amazing, mind blowing. এরকম নাটক Bangladesh 🇧🇩 এই সম্ভব। আমি আমার এই 62yrs জীবনে এইরকম এক দুজন অভিনেতা ই দেখেছি।ভাল থাকবেন and stay blessed 🙏 from India 🇮🇳
“Chotto pakhir basha”......গতকাল রাতে এই নাটকটি দেখার পর একদম চুপ হয়ে গিয়েছিলাম। অনেকক্ষন কোন কথা বলিনি। না আমি.....আর না অদিতি। কেন বলিনি সেটা ব্যাখ্যা করতে গেলে অনেক কিছু লিখতে হবে। নিজের করা কাজের রিভিউ লিখতে চাইনা শুধু বলতে চাই নাটকটি দেখার পর বুকের ভেতরে কেমন যেন একটা হাহাকার জন্ম নিয়েছিল। যে হাহাকারটা ছেড়ে যেতে সময় নিচ্ছিল অনেক। Mabrur Rashid Bannah তোমাকে একটাই কথা বলব “This is you I used to know! This is you... I am so proud of u my brother!” And Mehazabien Chowdhury fantastic performance... u made me cry again.. And thanks to Nazmul সুন্দর কিছু frame এ আমাদের বন্দী করার জন্যে। সবাই ভাল থাকবেন। Love you all!
Apurba, your acting in this drama was flawless. When you were explaining why you married “Pakhi “ I started crying. You proved acting can bring tears in people’s eyes. We watch only your dramas. My son thinks there is only one male actor in Bangladesh!!! Meeting you one day is in our bucket list. Very well organized drama.... thanks to everyone. (I hope this is not a fake account.)
বড়ো ছেলে দেখে যেমন সকলে কেঁদেছিলাম।ছোট্ট পাখির বাসা দেখে সকলেই কাঁদছে এবং কাঁদবে।(কলকাতা থেকে)।অসাধারণ অভিনয় ,আরএই দুই জুটির তুলনা হয়না।দারুণ ।এইনাটকেএদের দুজনের পুরস্কার পাওয়া উচিত বলেআমি মনে করি।
নাটকের মধ্যে শিক্ষনীয় অনেক কিছু আছে। স্বামী স্ত্রী একে অপরকে যে সম্মান দেখানো এটা খুব ভালো লেগেছে আর সুখে দুঃখে একজন আর একজনের প্বাশে থাকবে এটাই। সুখের সময় থাকবে দুঃখের সময় থাকবে না তা ঠিক না ধন্যাবাদ এতো সুন্দর নাটক উপহার দেওয়ার জন্য।
অসাধারণ একটি নাটক দেখলাম। অপূর্ব দা ও মেহজাবিন কে আমার অনেক শুভেচ্ছা ও ভালোবাসা এমন একটি নাটক উপহার দেওয়ার জন্য। (কলকাতা থেকে) love you 🇧🇩 Bangladesh...love you বাংলা নাটক। ❤
ভালোবাসার মানুষকে কাছে পেয়ে হারানো কতটা কষ্টের তা শুধু যাদের হারিয়েছে তারাই বোঝে। আর ছেলেদের চোখের পানি কোন সামান্ন কষ্টে আসেনা। খুব কষ্ট পেলাম। নাটকটি দেখা শেষে চোখে ঝাপসা দেখছিলাম, চোখে হাত দিতেই মনে হলো চোখ ভিজে গেছে। ধন্যবাদ বান্নাহ ভাই কষ্টের জীবনগুলোকে সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য।
নাটকটা দেখে মন ভারাক্রান্ত হয়ে গেলো। ভালোবাসা তো এমনই নিঃস্বার্থ হওয়া উচিত। অপূর্ব আর মেহেজবীনের জন্য আমার অনেক শুভেচ্ছা ও প্রাণভরা ভালোবাসা রইলো (কলকাতা থেকে)।
এটা কি দেখলাম, এখনও বিশ্বাস হচ্ছে না...এমন নিঃস্বার্থ ভালোবাসা কি এই পার্থিব জীবনে সম্ভব? এইরকম একজন ভালোবাসার মানুষের অভাব কেন এই পৃথিবীতে? দুই জন অভিনেতা কত বড় মাপের হলে তবে একটা এক ঘন্টার বেশি সময়ের গল্প তৃতীয় চরিত্র ছাড়া এমন ভাবে পরিপূর্ণ করতে পারে,যে দর্শকরা বিরক্ত না হয়ে তাদের জীবনের সাথে একাত্ম বোধ করে..... কলকাতা থেকে রশিদ সাহেব, অপূর্ব ও মেহজাবিনের এই একনিষ্ঠ প্রচেষ্টাকে সালাম♥️♥️♥️
এতো সুন্দর একটি নাটকে এতো কম ভিউ কেন।এই নাটকটির ভিউ কোটির ওপর থাকার কথা।শেষ কয়েক মিনিটে আমার গলা শুকিয়ে গিয়েছিল।খুব কান্না পেয়েছিলো😢মেহজাবিন আপু আর অপূর্ব ভাই সত্যিসত্যিই তোমরা অসাধারণ😐
অসাধারণ লাগল এই নাটক টা । কী অসাধারণ অভিনয় করেছেন মেহজবিন ও অপূর্ব। এত ভালো অভিনয় খুব কম দেখেছি। আমি ভারত থেকে বলছি । এত সুন্দর একটা নাটক উপহার দেওয়ার জন্য পরিচালক কে আমার ধন্যবাদ জানাই । প্রযোজক, চিত্রনাট্যকার সহ সম্পূর্ণ টিমকে আমার আন্তরিক অভিনন্দন জানাই ।
প্রথম থেকেই এ যুটির চরম ভক্ত আমি , আজ এই নাটকটা দেখার পর দুজনের প্রতি ভালবাসা আরও অনেক গুন বেড়ে গেলো , এতো সুন্দর অভিনয় , এতো গভীর ভালবাসা ফুটিয়ে তুলেছে দুজন , সত্যিই অসাধারণ
সবচেয়ে বড় ধন্যবাদ মাবরুর রশীদ বান্নাহ ভাইকে,, এমন একটা নাটক আমাদের উপহার দিয়েছেন,,,, ভাইয়া আপনি বুঝেন সমাজের নিয়মগুলো সেগুলো আমাদের মাঝে উপস্থাপন করেন,আপনার প্রতিটা নাটকে আমাদের নতুন ভাবতে শিখান,,,,আমাদের চিন্তা ভাবনাগুলো পরিবর্তন করতে পারি,,,,,আল্লাহর কাছে দোয়া চাই আপনি যেন আমাদের এরকম ভালো নাটকগুলো দিয়ে পাশে থাকেন,,,,ধন্যবাদ পুরো টিমকে যারা এত সুন্দর করে নাটককে সাজিয়েছে,,,,,,
মেহজাবীন এবং অপূর্ব made for each other. অসাধারণ একটি নাটক। দেখতে দেখতে দুচোখ বেয়ে জল ঝরছে। চরিত্রের সঙ্গে মিশে গিয়েছি। যেমন সংলাপ তেমন ক্যামেরা, ব্যাকগ্ৰাউন্ড মিউজিক ও মেকআপ। সবমিলিয়ে দুর্দান্ত। অভিনেতা ও অভিনেত্রী কে আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। ( ব্যান্ডেল, হুগলী। পঃ বঃ)
RUclips এ যদি লাভ রিয়্যাক্ট দেওয়া যেত! কিছু কিছু কাজের জন্য শুধু like যথেষ্ট না। নাটকে প্রথমে যখন মেহজাবিন অপুর্ব কে জড়িয়ে ধরে তখন বুকের ভিতরটা কেপে উঠলো। love for both অপুর্ব এবং মেহজাবিন
এটা কোনো নাটক নয় এটা হচ্ছে বাস্তবতা... সবার উচিত জিবনটাকে এ ভাবে সাজিয়ে নেওয়া.... আর মা জাতিকে সম্মান করা... অসাধারণ ছিল নাটকটা,... ♥u apurbo &Mehezabin.... ♥ অপূর্ব এর পাগল ভক্ত
অসাধারণ অসাধারণ. এক কথায় অনবদ্য নাটকটি. যেমন গল্প তেমন অভিনয়. সত্যি বাংলাদেশের নাটক গুল এত সুন্দর হয় যে ভাষায় প্রকাশ করা যায় না. বিশেষ করে mehejabin আর apurbo নাটক হলে তো কথাই নেই. Uff অসম্ভব সুন্দর. দুজন শিল্পী নিয়ে যে এত সুন্দর নাটক করা যায় সেটা ai সব নাটক না দেখলে বোঝার যায় না. অসংখ্য ধন্যবাদ পরিচালক ও শিল্পী গোষ্ঠী কে এত সুন্দর নাটকটি উপহার দেয়ার জন্য (কলকাতা)
'অভাগা যে দিকে যায় সাগর শুকিয়ে যায়' -- উক্তি টা পুরোপুরি মিলে গেলো এই নাটকে 😭 খুঁজে খুঁজে শুধু অপূর্ব ভাইয়ার নাটক দেখি, দেখার আগে like করি 👍বহু নাটকের মধ্যে এই নাটকটা মনে দাগ কেটে গেলো💘 নাটকের প্রথম থেকে শেষ পর্যন্ত শুধু কেঁদেই গেলাম 😭 একটা মেয়ে এতটা অভাগী কি করে হতে পারে , বিধাতা এতো দুঃখ কেন লিখেছেন এই মেয়ের কপালে .. আর যে মানুষটা ভালোবেসে সর্বস্ব ত্যাগ করে এই মেয়েটার পাশে এসে দাঁড়াল , সেই মহান ব্যাক্তি ও মেয়েটাকে হারিয়ে ফেললো 😭love u both 💞 from Kolkata 🇮🇳
আপনাদের মধ্যে এতটা প্রতিভা যা আমরা কেউই বলে শেষ করতে পারবো না।।। এর কারণণেই You Tube এ এসে আগেই নাটক সন্ধান।।এছাড়াও নাটকে কুরুচি ভাষা এবং পোষাক অনুপস্থিত যা নাটককে সপরিবারে দেখার সুযোগ করে দেয়।। Love u both from India.................... 💖💖💖💖💖
ধন্যবাদ ভাই আপনাকে আমাদের বাংলার ট্রেডিশনাল ধরে রাখার জন্য আপনি ইন্ডিয়ান আমি তো বলি আপনি ইন্ডিয়ান আমরা সবাই এক একই সূত্রে গাঁথা আমাদের একটা ভাষা একটি জীবন
দুটি চরিত্রের দুজনের এই নাটক অসাধারন। কাহিনী, চিত্রনাট্য, অভিনয় অপূর্ব। মেহজাবিন কে একমাত্র অপূর্ব র সাথেই মানায়, আর অপূর্ব সত্যিই অপূর্ব। শেষের দৃশ্য যেন বলতে চাইছে....... মুক্তা যেমন শুক্তিরও বুকে তেমনি আমাতে তুমি, আমার পরানে প্রেমের বিন্দু তুমি শুধু তুমি ।
কি করে সম্ভব মাত্র দুইজন লোক দিয়ে একটা নাটক এতো জনপ্রিয় করে তোললেন এতো ইমোশন বালোবাসা এক কথায় অসাধারন গল্প আর মেহজাবিন কে অনেক কিয়ুট লাগছিলো অপুর্ব ভাই তো অপুর্বই
নাটকটি শেষ করে সারারাত ঘুমোতে পারিনি কতটা কষ্ট ভেবেই আঁতকে উঠেছিলাম অজান্তেই চোখের কোণ ভিজে গেলো আর মারাত্মক লেভেলের অভিনয় একটাই কথা বলবো এই ধরনের শিক্ষনীয় নাটক শুধু বাংলাদেশ ই বানাতে পারে আজ প্রমাণ হয়ে গেলো I love Bangladesh from India Kolkata
Trust me I'm totally speechless !!! Right now i have no words to express my feeling. Brilliant performance by Apurbo and Mehazabien !!! And Mr. Bannah, you amazed me again !!! So much love from India ♥️
সত্যি নাটকটি এতো ভালো হয়েছে যা ভাষায় প্রকাশ করার মতো না।আজ পযন্ত যতো অপুর্ব ভাইয়ের নাটক দেখেছি এর মতো এতো সুন্দর কোন নাটক আমার ভালো লাগিনি।সত্যি বাস্তবে যাদের এমন জীবন ভোগ করছে তারাই জানে ভালোবাসার মানুষটি চলে গেলে কেমন অবস্থা হয়।অপুর্ব ভাইয়ের অনেক ধন্যবাদ স্বামীর অভিনয় খুব ভালো হয়েছে।
Ami Kolkatar bengali.After watching such magnificent natak of Choto Pakhir Basha, I have lost my appetite for Bengali serials from Kolkata.Apurba's acting is outstanding.! ! He is the future versions of our Uttom Kumar !! Sudipa
হ্রদয়ের গভীরতার অন্তিম প্রয়াসে যে ভালোবাসাগুলোর উদ্ভব ঘটে সেগুলো বেচে থাকে শত প্রতিকুলতার ভিড়েও,, যা আজ বাস্তব ভাবে অনুভব করলাম,,, বেচে থাকুক পৃথিবীর সেই সব হৃদয়সস্পর্শী ভালোবাসাগুলো,,,,,😰😰
সত্যি বলার ভাষা হারিয়ে ফেলেছি , অসাধারণ পারফরম্যান্স আমি মুগ্ধ আমি মুগ্ধ , খুব কান্না পেয়েছিল নিরবে কেঁদেছি , আর অপূর্ব ভাইয়ার জন্য দোয়া করছি এভাবেই যেন আমাদের ভাল অভিনয় দিয়ে পারে ,Thankyou bunna vai
@@mohammedmamun6227 এই ভাইয়ের তুই বলাতে অন্য অন্য দর্শকরা ভাই বলে রিপ্লাই দিছে। কারণ যে ভাই তুই বলছে সে ভাই কেন বলবে কিভাবে সেটা বুঝতে পারেনি তো এতো নাটক কি লাভ হলো আপনার নাটক দেখা দেওয়া উচিৎ যেহেতু নাটক আপনার ভাবের উন্নতি হচ্ছে। ওয়েট তুমি কি বাচ্চা? যদি ছোট হয়ে থাকো আমার তুমাকে উপরের কথাগুলো বলা ঠিক হয়নি
নাটক টা দেখার পরে মনে হচ্ছিল আর এই 2 জোনার নাটক দেখবোন এরা অনেক কাদায়, রাতে নাটক টা দেখার পরে ঘুম আসছে না,সারারাত এপিএস অপেয়াস করে কেটে যায় ফজরের নামাজ পড়তে গিয়ে মনে হচ্ছিলো এতো সুন্দর story কাও কি করে বানাতে (পারে মাবরুর।রশিদ।বান্নাহ) তোমাকে অনেক অনেক সালাম ভাই এই রকম নাটক বানানোর জন্য I am so proud of you ??👍👍
কিভাবে মাত্র দুটি চরিত্র নিয়ে এত সুন্দর নাটকটি উপস্থাপনা করা হয়েছে যে অকল্পনীয়। নাটকটি কে দেখার পর আমি এক ঘন্টা ঘোরের মধ্যে ছিলাম। লেখককে অসংখ্য ধন্যবাদ। মাত্র দুটি চরিত্র নিয়ে এত সুন্দর একটি নাটক পরিবেশনা করার জন্য। বাংলাদেশের নাট্য জগতের সেরা জুটি।
নাটকটি বেশ কয়েক বছর আগের,কেন দেখা হয়নি জানিনা।দুজনেই সুন্দর করেছে।খুঁজলে হয়তো বাস্তবের সাথে মিলে যাবে,এটাই পরিচালকের সার্থকতা।ধণ্যবাদ সকলকে,ভালো থাকবেন
এই নাটক দেখার পর আমি আবেগপ্রবণ না হয়ে থাকতে পারলাম না। বুঝতে পারলাম প্রতিটি মানুষের জীবন "Mixture of Joy and Sorrow". ভারতের বাংলা tv সিরিয়াল দেখার চেয়ে বাংলাদেশের এই নাটকটি দেখা অনেক বেশি রোমাঞ্চকর এবং নতুন অভিজ্ঞতা অর্জন করে দেয়। অপুর্ব এবং মেহজাবিন চৌধুরীর অভিনয় সত্যিই আমার Heart ( ♥ ) কে প্রতিবারই Touch করে।
অসাধারণ একটি নাটক দেখলাম। আমার প্রিয় পরিচালক মাবরুর রশিদ বান্নাহ ভাইয়ের আরও একটি ক্লাসিক প্রেজেন্টেশন। দুর্দান্ত অভিনয় করেছেন আমার প্রিয় অভিনেতা অপূর্ব ভাই ও মেহজাবিন বোন। অসীম দত্ত, কলকাতা, ইন্ডিয়া।
একটা সম্পুর্ন আলাদা একটা নাটক দেখলাম।নাটকটা সত্যি অসাধারণ লেগেছে। অপূর্ব ভাই এবং মেহেজাবিন আপুর অভিনয় সত্যি অসাধারণ ছিলো। এরকম আরো নতুন নাটক দেখতে চাই।।। 👍👌🏾👍👌🏾💝💖💝💖💝💖💝💖💝💖💝
অপূর্বর অভিনয়ের কোন ধরনের মূল্যায়ন করার নাই। এত সুন্দর expression 👌 ✨️.just amazing, mind blowing. এরকম নাটক Bangladesh 🇧🇩 এই সম্ভব। আমি আমার এই 62yrs জীবনে এইরকম এক দুজন অভিনেতা ই দেখেছি।ভাল থাকবেন and stay blessed 🙏 from India 🇮🇳
একদম ঠিক বলেছেন 😊
অপূর্বর অভিনয় অসাধারণ লাগে আমার কাছে 😊😊
“Chotto pakhir basha”......গতকাল রাতে এই নাটকটি দেখার পর একদম চুপ হয়ে গিয়েছিলাম। অনেকক্ষন কোন কথা বলিনি। না আমি.....আর না অদিতি। কেন বলিনি সেটা ব্যাখ্যা করতে গেলে অনেক কিছু লিখতে হবে। নিজের করা কাজের রিভিউ লিখতে চাইনা শুধু বলতে চাই নাটকটি দেখার পর বুকের ভেতরে কেমন যেন একটা হাহাকার জন্ম নিয়েছিল। যে হাহাকারটা ছেড়ে যেতে সময় নিচ্ছিল অনেক।
Mabrur Rashid Bannah তোমাকে একটাই কথা বলব “This is you I used to know! This is you... I am so proud of u my brother!”
And Mehazabien Chowdhury fantastic performance... u made me cry again..
And thanks to Nazmul সুন্দর কিছু frame এ আমাদের বন্দী করার জন্যে।
সবাই ভাল থাকবেন।
Love you all!
Apurba, your acting in this drama was flawless. When you were explaining why you married “Pakhi “ I started crying. You proved acting can bring tears in people’s eyes. We watch only your dramas. My son thinks there is only one male actor in Bangladesh!!! Meeting you one day is in our bucket list. Very well organized drama.... thanks to everyone.
(I hope this is not a fake account.)
Apurba bhai very emotional drama. Thanks
ধন্যবাদ ভাই,, এনাটকের জন্য,,,, অশেষ কিছু শিখার রইল,,,, "আমাদের,,,,
The real hero.
Ziaul Faruq Apurba keno ?
বড়ো ছেলে দেখে যেমন সকলে কেঁদেছিলাম।ছোট্ট পাখির বাসা দেখে সকলেই কাঁদছে এবং কাঁদবে।(কলকাতা থেকে)।অসাধারণ অভিনয় ,আরএই দুই জুটির তুলনা হয়না।দারুণ ।এইনাটকেএদের দুজনের পুরস্কার পাওয়া উচিত বলেআমি মনে করি।
আমি আবারও বলছি, সারাবিশ্বে ছড়িয়ে পড়ুক এই সুন্দর ধারাবাহিক নাটক গুলো
সত্যিই অমিও কাঁদলাম।
মাত্র দুই জন মানুষ দ্বারা একটা নাটক এত্তো এত্তো এত্তো সুন্দর হতে পারে তা অপূর্ব ও মেহজাবিন চৌধুরী আবারো প্রমাণ করে দিলেন।❤❤
এই ধরনের অভিনয় করতে পারে শুধু অপূর্ব উইথ মেহজাবিন
আর কাউকে দ্বারা সম্ভব না এই ধরনের অভিনয় করা Good loking kosto moy
নাটকের মধ্যে শিক্ষনীয় অনেক কিছু আছে। স্বামী স্ত্রী একে অপরকে যে সম্মান দেখানো এটা খুব ভালো লেগেছে আর সুখে দুঃখে একজন আর একজনের প্বাশে থাকবে এটাই। সুখের সময় থাকবে দুঃখের সময় থাকবে না তা ঠিক না ধন্যাবাদ এতো সুন্দর নাটক উপহার দেওয়ার জন্য।
অনেক ধন্যবাদ এতো সুন্দর ভালো লাগার নাটক
ভিতরটা যেন ডুকরে ডুকরে কেঁদে উঠলো 😭😭😭😭
সত্যি তুমি পারও বস,,,এই অভিনয় শুধু তোমার আর মেহজাবিন আপুর দ্বারায় মানায়।।।।
hmm this drama is really heart touching
অসাধারণ একটি নাটক দেখলাম। অপূর্ব দা ও মেহজাবিন কে আমার অনেক শুভেচ্ছা ও ভালোবাসা এমন একটি নাটক উপহার দেওয়ার জন্য। (কলকাতা থেকে) love you 🇧🇩 Bangladesh...love you বাংলা নাটক। ❤
সবাইকে অসংখ্য ধন্যবাদ এতো বেশি সাপোর্ট করার জন্য
দোয়া করবেন যেন আরো ভালো কাজ উপহার দিতে পারি
Ok fake id
Kov sondor lagsa tomay
Best of Mehjabin
Apu apnake sudhu apurbo vaiyar 7e ei valo lage onno kro 7e na
আপু তুমি আমার পাশের প্লাটে থাকো
ভাষা হারিয়ে ফেলেছি, আমার দেশের নাটক এখন মান অনেক ভালো । যত দেখি ততই ভাল লাগে। বিশেষ করে অপূব নাটক।
অসসধারন নাটক👌👌👌
একটা লাইক হবে নাকি সেরা কাপলের জন্য।👌👌👌👍👍👍
Md
অসাধারণ
জি অসাধারন লাকছে
পরি পূর্ণ ভাই অসাধারন
@@AshrafulIslam-dk1kyঅসসধারন নাটক
সত্যি এই সব নাটক কেন কোনো পুরস্কার পায় না,,, কি অনবদ্য অভিনয় । অপূর্ব ও মেহজাবিন তোমাদের কোন তুলনা নেই।
ভালোবাসার মানুষকে কাছে পেয়ে হারানো কতটা কষ্টের তা শুধু যাদের হারিয়েছে তারাই বোঝে। আর ছেলেদের চোখের পানি কোন সামান্ন কষ্টে আসেনা। খুব কষ্ট পেলাম। নাটকটি দেখা শেষে চোখে ঝাপসা দেখছিলাম, চোখে হাত দিতেই মনে হলো চোখ ভিজে গেছে। ধন্যবাদ বান্নাহ ভাই
কষ্টের জীবনগুলোকে সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য।
অনিন্দ্য সুন্দর, যুগোপযোগী এবং চমৎকার একটা নাটক,,আমিতো অপূর্বর ভক্ত, আর কে কে তার ভক্ত,, লাইক দিয়ে জানিয়ে দেন।
অপূর্ব মেহেজাবিন নাটকের জন্য খুবই সুন্দর একটা জুটি, আমার সবচেয়ে প্রিয় দুই অভিনেতা অভিনেত্রী। আমার মনে হয় এরা যত গুলো নাটক উপহার দিয়েছে সব গুলোই দেখছি।
নাটক দেখার আগে কমেন্ট করছি।লাইক টা মেহজাবিন এর জন্য দিচ্ছি।
নাটকটা দেখে মন ভারাক্রান্ত হয়ে গেলো। ভালোবাসা তো এমনই নিঃস্বার্থ হওয়া উচিত।
অপূর্ব আর মেহেজবীনের জন্য আমার অনেক শুভেচ্ছা ও প্রাণভরা ভালোবাসা রইলো (কলকাতা থেকে)।
Thik bolechhen😭😭😭
.1
হাওড়া থেকে লিখছি
@@tuhinakhatun5012৷৷.
হুম
মেহজাবিন ও অপূর্ব ভাইয়ের নাটক আমার খুব প্রিয় ও ভাল লাগে
দুর প্রবাস থেকে আম দেখি ।
আম?
মেহজাবিন ও অপূর্ব এদের অভিনয় অসাধারণ।।
Vai, amaro tai.
কখনও মনে হয়নি উনি একঘেয়ে অভিনয় করেন। যতই দেখি আরও দেখার আগ্রহ বেড়ে যায়। জিয়াউল ফারুক অপূর্ব। 🇮🇳
সত্যিই নাটকটা দেখে ভাষা হারিয়ে ফেলেছি....অসম্ভব ভালো হয়েছে...শেষের দিক দিয়ে কান্না এসে গেলো... ধন্যবাদ সবাইকে এত সুন্দর নাটক উপহার দেওয়ার জন্য
এই নাটকটির জন্য অপূর্ব মেহেরজাবিন ২০১৯ সালের এওয়ার্ড পাওয়ার উপযুক্ত। এই জুটির অনেক ভালো ভালো কাজের মধ্যে এটা সেরা। অনেক শুভকামনা রইল।
খুব সুন্দর গল্পের অসাধারণ একটি নাটক। স্বামী -স্ত্রীর পরস্পরের প্রতি শ্রদ্ধা,ভালোবাসা,বিশ্বাস থাকলে শত দুঃখ -কষ্টের মাঝেও সাংসারিক জীবন সুখ -শান্তিময় হয়।
এটা কি দেখলাম, এখনও বিশ্বাস হচ্ছে না...এমন নিঃস্বার্থ ভালোবাসা কি এই পার্থিব জীবনে সম্ভব? এইরকম একজন ভালোবাসার মানুষের অভাব কেন এই পৃথিবীতে? দুই জন অভিনেতা কত বড় মাপের হলে তবে একটা এক ঘন্টার বেশি সময়ের গল্প তৃতীয় চরিত্র ছাড়া এমন ভাবে পরিপূর্ণ করতে পারে,যে দর্শকরা বিরক্ত না হয়ে তাদের জীবনের সাথে একাত্ম বোধ করে..... কলকাতা থেকে রশিদ সাহেব, অপূর্ব ও মেহজাবিনের এই একনিষ্ঠ প্রচেষ্টাকে সালাম♥️♥️♥️
মেহেজাবীন , আবার অনুভব করলাম তোমার অসাধারণ অভিনয় ।
পার্শ্ব অভিনেতা হিসেবে অপূর্ব চমতকার।
স্যালুট তোমাদের দুজনকেই
ভালো মানুষের কপালেই এত কষ্ট থাকে এটাই যেন প্রকৃতির নিয়ম, নাটকটা অসাধারণ হইছে, এত ভালো লাগছে যে নাটকটা দেখেছি আর কাদেছি,আবার রোমান্টিকতায় হেসেছে, অসম্ভব ভালো লাগছে নাটকটা,
এতো সুন্দর একটি নাটকে এতো কম ভিউ কেন।এই নাটকটির ভিউ কোটির ওপর থাকার কথা।শেষ কয়েক মিনিটে আমার গলা শুকিয়ে গিয়েছিল।খুব কান্না পেয়েছিলো😢মেহজাবিন আপু আর অপূর্ব ভাই সত্যিসত্যিই তোমরা অসাধারণ😐
অসাধারণ লাগল এই নাটক টা । কী অসাধারণ অভিনয় করেছেন মেহজবিন ও অপূর্ব। এত ভালো অভিনয় খুব কম দেখেছি। আমি ভারত থেকে বলছি । এত সুন্দর একটা নাটক উপহার দেওয়ার জন্য পরিচালক কে আমার ধন্যবাদ জানাই । প্রযোজক, চিত্রনাট্যকার সহ সম্পূর্ণ টিমকে আমার আন্তরিক অভিনন্দন জানাই ।
এত সুন্দর নাটক আমার জীবনে আর কখনও দেখি নাই। ধন্যবাদ মেহেজাবিন।আমার বস অপূর্ব ভাইয়া কে।
প্রথম থেকেই এ যুটির চরম ভক্ত আমি , আজ এই নাটকটা দেখার পর দুজনের প্রতি ভালবাসা আরও অনেক গুন বেড়ে গেলো , এতো সুন্দর অভিনয় , এতো গভীর ভালবাসা ফুটিয়ে তুলেছে দুজন , সত্যিই অসাধারণ
আমি ইন্ডিয়া থেকে বলছি আমি বাংলাদেশের নাটক এর বড় ফ্যান আর মেহজাবীন তিশা খুব পছন্দের নায়িকা
Sa 4
বাংলা নাটকের সেরা রোমান্টিক জুটি র হৃদয় ছুঁয়ে যাওয়া অসাধারন সুন্দর অভিনয় দেখার জন্য আমি এই নাটক টা তিনবার দেখলাম 👌❤️❤️👌
কি ভাবে দুই জনে মিলে পুল একটা নাটক শেষ করে দিল ।ভাবতেও অবাক লাগে আর কিভাবে সময় চলে গেল বুঝতেও পারি নাই ।অসাধারণ হয়েছে ।
গর্বিত আঁই, এই নাটকের মাধ্যমে আবারও প্রমানিত বিশ্ব সেরা বাংলাদেশের নাটক(লাইক হবে)...
Lllffllllllllllfllllllllllllllĺll
অনেক ধন্যবাদ মেহজাবিন আর অপুর্বকে এমন চরিত্রে অভিনয় করার জন্য। আমার অনেক ভালো লেগেছে।
Excellent. কত বার দেখলাম! ততবারই আরও ভালো লাগে। অনেক অনেক ধন্যবাদ বান্নাকে। অপুর্ব ও মেহজাবিনের অভিনয় একে অন্য উচ্চতায় নিয়ে গেছে।
সবচেয়ে বড় ধন্যবাদ মাবরুর রশীদ বান্নাহ ভাইকে,, এমন একটা নাটক আমাদের উপহার দিয়েছেন,,,, ভাইয়া আপনি বুঝেন সমাজের নিয়মগুলো সেগুলো আমাদের মাঝে উপস্থাপন করেন,আপনার প্রতিটা নাটকে আমাদের নতুন ভাবতে শিখান,,,,আমাদের চিন্তা ভাবনাগুলো পরিবর্তন করতে পারি,,,,,আল্লাহর কাছে দোয়া চাই আপনি যেন আমাদের এরকম ভালো নাটকগুলো দিয়ে পাশে থাকেন,,,,ধন্যবাদ পুরো টিমকে যারা এত সুন্দর করে নাটককে সাজিয়েছে,,,,,,
আমি শুধু মেহজাবিন আর অপূর্বর জন্য subscribe করেছি এবং like করেছি
Really
অপূর্ব ভাইয়া আর মেহজাবিন আপুর নাটক দেখলে কোথায় যেন হারিয়ে যাই এত ভাল নাটক করে ওরা দেখলে মনটা বরে যায় ধন্যবাদ
মেহজাবীন এবং অপূর্ব made for each other. অসাধারণ একটি নাটক। দেখতে দেখতে দুচোখ বেয়ে জল ঝরছে। চরিত্রের সঙ্গে মিশে গিয়েছি। যেমন সংলাপ তেমন ক্যামেরা, ব্যাকগ্ৰাউন্ড মিউজিক ও মেকআপ। সবমিলিয়ে দুর্দান্ত। অভিনেতা ও অভিনেত্রী কে আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।
( ব্যান্ডেল, হুগলী। পঃ বঃ)
RUclips এ যদি লাভ রিয়্যাক্ট দেওয়া যেত! কিছু কিছু কাজের জন্য শুধু like যথেষ্ট না। নাটকে প্রথমে যখন মেহজাবিন অপুর্ব কে জড়িয়ে ধরে তখন বুকের ভিতরটা কেপে উঠলো। love for both অপুর্ব এবং মেহজাবিন
এটা কোনো নাটক নয়
এটা হচ্ছে বাস্তবতা...
সবার উচিত জিবনটাকে এ ভাবে সাজিয়ে নেওয়া....
আর মা জাতিকে সম্মান করা...
অসাধারণ ছিল নাটকটা,...
♥u apurbo &Mehezabin.... ♥
অপূর্ব এর পাগল ভক্ত
সৃষ্টিকর্তা কাওকে যেন বাস্তবে এতোটা শূণ্য না করে।
২ জন মানুষ আর একটা বাসার মধ্যে পুরো নাটক শেষ। তারপরও খুব সুন্দর লেগেছে।
দারুন একটা অভিনয় দেখলাম। হৃদয় ভারাক্রান্ত হয়ে যায়।ধন্যবাদ অপূর্ব ও মেহজাবিন কে। পূর্ব বর্ধমান🇮🇳 থেকে।
খুব সুন্দর ছিলো.....কান্না ধরে রাখতে পারিনি....সত্যি অসাধারন ওদের ভালোবাসা টা...💜💙💜
Archona Paul thanks
আসলে অপূর্ব আর মেহজাবিনের সম্পর্কটাই আমার কাছে মধুর লাগে
অসাধারণ নাটক অপূর্ব ভাইয়ের পাগলা ফেন্ডের লাইক চাই ❤❤❤👍👍👍
👍👍👍👍👍
আমি আছি
Jannat Aktar apuu sotti onek sundor
Onik onik valo laglo natok ta
♥
অসাধারণ অসাধারণ. এক কথায় অনবদ্য নাটকটি. যেমন গল্প তেমন অভিনয়. সত্যি বাংলাদেশের নাটক গুল এত সুন্দর হয় যে ভাষায় প্রকাশ করা যায় না. বিশেষ করে mehejabin আর apurbo নাটক হলে তো কথাই নেই. Uff অসম্ভব সুন্দর. দুজন শিল্পী নিয়ে যে এত সুন্দর নাটক করা যায় সেটা ai সব নাটক না দেখলে বোঝার যায় না. অসংখ্য ধন্যবাদ পরিচালক ও শিল্পী গোষ্ঠী কে এত সুন্দর নাটকটি উপহার দেয়ার জন্য (কলকাতা)
অপূর্ব মেহজাবিন বলার কিছু নেই মেহজাবিন এবং অপূর্ব এর জুটি আমার কাছে বেস্ট
ছোট্ট পাখির বাসা
নাটকটি তোমাদের কেমন লেগেছে
জানাতে ভুল না
Anek valo
How cute u r from india
Very.nice
verry nice
সকলকে ধন্যবাদ
অপূর্ব আর মেহজাবিন এর এর নাটক খুব জমজমাট হয়,আমার ভালো লাগে অনেক তাদের নাটক 💖💖💖
Ei jutir tulona nei. Natok je evabe kandate pare Apurba and Mehazabein er ovinoy na dekhle bojhajabena. Heart touching. Super, mind blowing👌👌👌👌
'অভাগা যে দিকে যায় সাগর শুকিয়ে যায়' -- উক্তি টা পুরোপুরি মিলে গেলো এই নাটকে 😭
খুঁজে খুঁজে শুধু অপূর্ব ভাইয়ার নাটক দেখি, দেখার আগে like করি 👍বহু নাটকের মধ্যে এই নাটকটা মনে দাগ কেটে গেলো💘 নাটকের প্রথম থেকে শেষ পর্যন্ত শুধু কেঁদেই গেলাম 😭 একটা মেয়ে এতটা অভাগী কি করে হতে পারে , বিধাতা এতো দুঃখ কেন লিখেছেন এই মেয়ের কপালে .. আর যে মানুষটা ভালোবেসে সর্বস্ব ত্যাগ করে এই মেয়েটার পাশে এসে দাঁড়াল , সেই মহান ব্যাক্তি ও মেয়েটাকে হারিয়ে ফেললো 😭love u both 💞 from Kolkata 🇮🇳
apo apni k apnak shob natoka comment korte dhakha jai
Dekh bhai
আপনাদের মধ্যে এতটা প্রতিভা যা আমরা কেউই বলে শেষ করতে পারবো না।।। এর কারণণেই You Tube এ এসে আগেই নাটক সন্ধান।।এছাড়াও নাটকে কুরুচি ভাষা এবং পোষাক অনুপস্থিত যা নাটককে সপরিবারে দেখার সুযোগ করে দেয়।। Love u both from India.................... 💖💖💖💖💖
thanks
hi
Thank you sister.
Thanks your comments
Anushila Swar specially thanks
আমি একজন INDIAN. কিন্তু বাংলাদেশের নাটক গুলো দেখি খুব ভালো লাগে। অপুর্ব নায়ক,অপুর্ব নাটক।
ধন্যবাদ ভাই আপনাকে আমাদের বাংলার ট্রেডিশনাল ধরে রাখার জন্য আপনি ইন্ডিয়ান আমি তো বলি আপনি ইন্ডিয়ান আমরা সবাই এক একই সূত্রে গাঁথা আমাদের একটা ভাষা একটি জীবন
তুর ইন্ডিয়ার গোয়া মারি।
@@mohammedmamun6227 ভাই জান ব্যবহার ভালো করেন, দেখেতো শিক্ষত মানুষ মনে হয়, সে তো আমাদের দেশ নিয়ে খারাপ কিছু বলে নাই।
খারাপ কিছু বলছে সে হুদাই আপনি আপনার পরিচয় দিলেন!
Donnobad...... Vaia... 🤗🤗😘
দুটি চরিত্রের দুজনের এই নাটক অসাধারন। কাহিনী, চিত্রনাট্য, অভিনয় অপূর্ব। মেহজাবিন কে একমাত্র অপূর্ব র সাথেই মানায়, আর অপূর্ব সত্যিই অপূর্ব। শেষের দৃশ্য যেন বলতে চাইছে....... মুক্তা যেমন শুক্তিরও বুকে তেমনি আমাতে তুমি, আমার পরানে প্রেমের বিন্দু তুমি শুধু তুমি ।
কি করে সম্ভব
মাত্র দুইজন লোক দিয়ে একটা নাটক এতো জনপ্রিয় করে তোললেন
এতো ইমোশন বালোবাসা এক কথায় অসাধারন গল্প
আর মেহজাবিন কে অনেক কিয়ুট লাগছিলো
অপুর্ব ভাই তো অপুর্বই
অপূর্ব এবং নিশো ভাইয়ার পাগল ভক্তরা কোথায় লাইক দেও কমেন্টে রিপ্লাই দেও,,,,,,plz♥♥♥
ariyen Ahmed.আমি আছি পাগল ভক্ত।
একটা লাইক হবে নাকী বাংলাদেশের সেরা কাপলের জন্য 💖💗💖🌷🌷🌷🇧🇩🇧🇩🇧🇩
🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩
আবির আহমেদ afran nisho and mehzabin best couple
Mehjabin and aporbo are the best actors in Bangladesh
Md manna Acca Apurbo ki sob dhoroner ovinoy korte pare?
সেরা আসলে মিশু আর মেহজাবিন
"বিধাতার লিখন, কে করিবে খন্ডন "
'ছোট্ট পাখির বাসা' নাটকটি মরুচোখেও প্লাবন বইয়ে দিল।
নাটকটির মূল্যায়নে প্রশংসাই যথেষ্ট নয়,আরো অনেক কিছু । অপূর্ব-মেহজাবিনের প্রাণবন্ত অভিনয় আমাকে মুগ্ধ করেছে। ঈশ্বর ওদের মঙ্গল করুন ।
মাত্র 2জন মানুষকে নিয়ে এতো সুন্দর 1 টি নাটক বোধ হয় বাংলাদেশের পক্ষেই বানানো সম্ভব 👏👏love you Bangladesh ❤️ from Kolkata 🇮🇳
apni k apo apnak shob natoker comment korte dheki
Ami kolkatay biye korte cai khob icca amar
কোল কাতাড় মানুষ অনেক ভালো আমি ছিলাম আখড়া
Sera natok......❤❤❤❤❤
R8
অসাধারণ গল্প, অসাধারণ অভিনয়, নাটকটি দেখে খুবই খুবই ভাল লেগেছে. ধন্যবাদ পরিচালক,ধন্যবাদ সকল অভিনেতা, অভিনেত্রীদের.
অপূর্ব মেজাবিন আবার ও প্রমান করে দিলেন নাটক দিয়ে দর্শক কের মন জয় করে দিল। পরিচালক কে ধন্যবাদ।
Right
অপূর্ব মেহুর মতো এতো ইউনিক জুটি বাংলা নাট্য জগতে আর দুটো নেই।
দুজনের কি চমৎকার অভিনয় অসাধারণ কেমিস্ট্রি সত্যি মনছুঁয়ে যায়।💙
কি বলব,,মুখের ভাষা হারিয়ে ফেলেছি ভাই।বেঁচে থাকুক ভালবাসা। ♥♥
খুব অসাধারণ হৃদয় স্পর্শী নাটকটি ও অভিনয় প্রাণ ছুঁলো. বাংলাদেশ র নাটক গুলি এক অনন্য উচ্চতা লাভ করছে যা বাঙালি র গর্ব 🙏❤️❤️❤️
খুব অল্প সময় এ এতো সুন্দর মন ছুঁয়ে যাওয়া গল্প,,একমাত্র বাংলাদেশের নাটক এই সম্ভব😭😭😭😭🙏🙏🙏🙏
নাটকটি শেষ করে সারারাত ঘুমোতে পারিনি কতটা কষ্ট ভেবেই আঁতকে উঠেছিলাম অজান্তেই চোখের কোণ ভিজে গেলো
আর মারাত্মক লেভেলের অভিনয়
একটাই কথা বলবো এই ধরনের শিক্ষনীয় নাটক শুধু বাংলাদেশ ই বানাতে
পারে আজ প্রমাণ হয়ে গেলো I love Bangladesh from India Kolkata
খুব কষ্টের নাটক ,অপূর্ব মেহজাবিন এর অভিনয় ,অপূর্বর চোখের জল , আমরাও কাঁদছি ,এখানেই।নাটকের সার্থকতা ,বাস্তব জীবনে ও হয় এরকম
অপূর্ব বস আর মেহজাবিন আপু কে যে পাএে রাখা হোক না কেন সেই আকারি ধারন করেন তার প্রমান আপনারা প্রত্যেক বারেই প্রমান করেন আপনাদের কাজের মাধ্যমে ❤❤❤❤❤❤❤
পাগলির বন্ধু ফলহীন
অপূর্ব ভাইয়ের মোছ না থাকলেই ভাইকে দেখতে ভালো লাগে......এভাবে দেখতে ভালো লাগছে.......Love you #Apurba Vai💓💓💓
Apurbo bhaiya ar mehjabin apu r couple best couple chaliya jao
Trust me I'm totally speechless !!!
Right now i have no words to express my feeling.
Brilliant performance by Apurbo and Mehazabien !!!
And Mr. Bannah, you amazed me again !!!
So much love from India ♥️
আবার ও বস অপুর্ব। বাংলার হিরো। আপনার সাবলিল অভিনয় অনেক ভাল লেগেছে। কষ্টগুলো কত সন্দর করে ফুটিয়ে তুলেছেন। salute boss.
আমার সবচেয়ে পছন্দের মানুষ অপুর্ব ভাইয়া এবং তার সাথে যদি মেহজাবিন আপু থাকে তবে তো আর কথাই হয় না।
সত্যি নাটকটি এতো ভালো হয়েছে যা ভাষায় প্রকাশ করার মতো না।আজ পযন্ত যতো অপুর্ব ভাইয়ের নাটক দেখেছি এর মতো এতো সুন্দর কোন নাটক আমার ভালো লাগিনি।সত্যি বাস্তবে যাদের এমন জীবন ভোগ করছে তারাই জানে ভালোবাসার মানুষটি চলে গেলে কেমন অবস্থা হয়।অপুর্ব ভাইয়ের অনেক ধন্যবাদ স্বামীর অভিনয় খুব ভালো হয়েছে।
বলার ভাষা হারিয়ে ফেলেছি শুধু চোখের জলটুকু হারায়নি।এই নাটক দেখে খুব খুব বেশি ইমোশনাল হয়ে গেছি।
Ami Kolkatar bengali.After watching such magnificent natak of Choto Pakhir Basha, I have lost my appetite for Bengali serials from Kolkata.Apurba's acting is outstanding.! ! He is the future versions of our Uttom Kumar !!
Sudipa
কঠিন বাস্তবতাকে মেনে নিয়ে,বেচে থাকার নামই জীবন।অসাধারণ নাটক।
Osadaron onak osadaron. I love you apurba and mehejabin.
হ্রদয়ের গভীরতার অন্তিম প্রয়াসে যে ভালোবাসাগুলোর উদ্ভব ঘটে সেগুলো
বেচে থাকে শত প্রতিকুলতার ভিড়েও,,
যা আজ বাস্তব ভাবে অনুভব করলাম,,,
বেচে থাকুক পৃথিবীর সেই সব হৃদয়সস্পর্শী ভালোবাসাগুলো,,,,,😰😰
সত্যি বলার ভাষা হারিয়ে ফেলেছি , অসাধারণ পারফরম্যান্স আমি মুগ্ধ আমি মুগ্ধ , খুব কান্না পেয়েছিল নিরবে কেঁদেছি , আর অপূর্ব ভাইয়ার জন্য দোয়া করছি এভাবেই যেন আমাদের ভাল অভিনয় দিয়ে পারে ,Thankyou bunna vai
ভাই তোরা একটু like দিয়ে সারা দিস তো,,,, এই নাটক টা আমার মতো এতো ভালো লেগেছে কার কার।
ভাই আমার
তুই করে বলার অধিকার তুই কোথায় পেলি??
ভাইয়া আমার
@@mohammedmamun6227 এই ভাইয়ের তুই বলাতে অন্য অন্য দর্শকরা ভাই বলে রিপ্লাই দিছে। কারণ যে ভাই তুই বলছে সে ভাই কেন বলবে কিভাবে সেটা বুঝতে পারেনি তো এতো নাটক কি লাভ হলো আপনার নাটক দেখা দেওয়া উচিৎ যেহেতু নাটক আপনার ভাবের উন্নতি হচ্ছে। ওয়েট তুমি কি বাচ্চা? যদি ছোট হয়ে থাকো আমার তুমাকে উপরের কথাগুলো বলা ঠিক হয়নি
এটা কোনো নাটক না, এটা জীবন, এটা একটা বাস্তব জীবন, জীবনের কষ্ট, কিছু কিছু মানুষের জীবন এতটাই আনলাকী হয়... অসাধারণ অভিনয় ছিলো, ধন্যবাদ পরিচালককেও
Ki osadharon ekta natok ekta ghore ekta chader tolay 1ghntar natok sudhu duto manusher.. Tate 1sec er jnno kono bore hoar jayga nei❣️ ek kothay osadharon 🙏 onek onek bhalobasa India thke apurba mehjabin er jnno❣️🌹
Thanks
আজ ৪ বছর বাংলা নাটক দেখতেছি, কোন দিন কোন কমেন্ট করিনি কিন্তু এ নাটকটা দেখে এত ভালো লাগলো আর চোখের অশ্রু ঝরলো যে, কমেন্ট না করে থাকতে পারলাম না।
Ti
Vsi amio apnar moto same
Nise
আমার অ অনেক বেশি খারাপ লাকছ নাটক ।
নাটক টা দেখার পরে মনে হচ্ছিল আর এই 2 জোনার নাটক দেখবোন এরা অনেক কাদায়, রাতে নাটক টা দেখার পরে ঘুম আসছে না,সারারাত এপিএস অপেয়াস করে কেটে যায় ফজরের নামাজ পড়তে গিয়ে মনে হচ্ছিলো এতো সুন্দর story কাও কি করে বানাতে (পারে মাবরুর।রশিদ।বান্নাহ) তোমাকে অনেক অনেক সালাম ভাই এই রকম নাটক বানানোর জন্য I am so proud of you ??👍👍
ধর্ষনের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য সবাই রাস্তায় নামতে পারে কিন্তু একটা ধর্ষিতা মেয়ে পাশে দাড়াতে কয়জন পারে...... অনেক সুন্দর হয়েছে নাটকটা
কিভাবে মাত্র দুটি চরিত্র নিয়ে এত সুন্দর নাটকটি উপস্থাপনা করা হয়েছে যে অকল্পনীয়। নাটকটি কে দেখার পর আমি এক ঘন্টা ঘোরের মধ্যে ছিলাম। লেখককে অসংখ্য ধন্যবাদ। মাত্র দুটি চরিত্র নিয়ে এত সুন্দর একটি নাটক পরিবেশনা করার জন্য। বাংলাদেশের নাট্য জগতের সেরা জুটি।
এক কথায় অসাধারণ, লাভ ইউ মেহজাবিন।
নাটকটি দেখার মত ছিল যাদের কাছে ভালো লেগেছে শুধু তারাই লাইক দিন 🌺🌺♥♥
ভালো লাগে
@@hasnahena1788 ।
ড
Top
@@noralammeya4129 q
@@hasnahena1788 XDSS
আপনাদের দুজনের নাটক দেখে আর কতো কাঁদতে হবে আমাদের,, এই চোখের জ্বল সব শেষ হয়ে গেছে,,,একদিন শুনবেন সত্যিই কাঁদতে কাঁদতে মরে গেছি ❤❤❤
আ
😅😅
আমিও কেন্দে দিয়েছি 😂😂
নাটকটি বেশ কয়েক বছর আগের,কেন দেখা হয়নি জানিনা।দুজনেই সুন্দর করেছে।খুঁজলে হয়তো বাস্তবের সাথে মিলে যাবে,এটাই পরিচালকের সার্থকতা।ধণ্যবাদ সকলকে,ভালো থাকবেন
নাটক মানেই তো অামার প্রিয় মেহেজাবিন,, ♥♥♥♥ খুবই সুন্দর ভদ্র খুবই রোমানটিক,, অামরা প্রবাস থেকে দেখছি।
বান্নাহ্ ভাই বেশিকিছু নয় শুধু এতটুকুই বলবো
সত্যিই আপনি সেরা ❤❤
নাটকটা দেখে মন ভারাক্রান্ত হয়ে গেলো। ভালোবাসা তো এমনই নিঃস্বার্থ হওয়া উচিত।
Best wishes for Apurbo & Mehazabien (From -Toronto)।
Very nice,,,valobasa ke niye gelo kono ak thikanay,,,👩❤️👩
দুইজন মানুষ কে দিয়ে এতো শুন্দর নাটক কিভাবে বানায় বান্না ভাই আপনি আসলেই একজন পরিচালক ধন্যবাদ ভাই।
I
এই নাটক দেখার পর আমি আবেগপ্রবণ না হয়ে থাকতে পারলাম না। বুঝতে পারলাম প্রতিটি মানুষের জীবন "Mixture of Joy and Sorrow". ভারতের বাংলা tv সিরিয়াল দেখার চেয়ে বাংলাদেশের এই নাটকটি দেখা অনেক বেশি রোমাঞ্চকর এবং নতুন অভিজ্ঞতা অর্জন করে দেয়। অপুর্ব এবং মেহজাবিন চৌধুরীর অভিনয় সত্যিই আমার Heart ( ♥ ) কে প্রতিবারই Touch করে।
দারুন লাগছে নাটক টা। দুজনে জুটি দারুন। ইন্ডিয়া থেকে দেখছি। দুজনের অভিনয় দেখার মত।
অসাধারণ একটি নাটক দেখলাম। আমার প্রিয় পরিচালক মাবরুর রশিদ বান্নাহ ভাইয়ের আরও একটি ক্লাসিক প্রেজেন্টেশন। দুর্দান্ত অভিনয় করেছেন আমার প্রিয় অভিনেতা অপূর্ব ভাই ও মেহজাবিন বোন।
অসীম দত্ত, কলকাতা, ইন্ডিয়া।
একটা সম্পুর্ন আলাদা একটা নাটক দেখলাম।নাটকটা সত্যি অসাধারণ লেগেছে। অপূর্ব ভাই এবং মেহেজাবিন আপুর অভিনয় সত্যি অসাধারণ ছিলো। এরকম আরো নতুন নাটক দেখতে চাই।।। 👍👌🏾👍👌🏾💝💖💝💖💝💖💝💖💝💖💝