কলকাতার নতুন শক্তিপীঠ দর্শন🙏Hidden Gem of KolkataTripura Sundari Maa Shaktipeeth Temple

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 фев 2025
  • 👉Nomoskar, Shree Tripura Sundari Maa Shaktipeeth Temple kolkata niye ei video ta banalam.
    #tripurasundari #tripurasundaritemple #kolkata #hiddengems #kolkatatemple
    দক্ষিণ কলকাতার গড়িয়ার কাছে, বোড়াল এরকমই একটা জায়গা। এখানে রয়েছে একটা মন্দির, যা দেবী ত্রিপুরসুন্দরীর নামে উৎসর্গকৃত। মন্দিরটা আর প্রতিমাটা খুব বেশি পুরোনো না হলেও, জায়গাটার ইতিহাস বহু বহু পুরোনো।
    আদ্যাশক্তি মহামায়ার দশটা রূপকে বলা হয় দশমহাবিদ্যা। এই মহাবিদ্যার তৃতীয়া দেবীর নাম ষোড়শী, বা নামান্তরে ত্রিপুরসুন্দরী। স্বর্গ, মর্ত ও পাতাল, এই তিন পুরের কর্ত্রী তিনি। শ্রী শ্রী পঞ্চানন দেব ওনার ভৈরব।
    গড়িয়া বাজার থেকে যে অটো ছাড়ে, সেটা নিয়ে যাবে আপনাকে বোড়াল হাইস্কুলের সামনে। সেখান থেকে পাশের রাস্তা দিয়ে হেঁটে প্রায় এক কিমি গেলে, পড়বে ত্রিপুরসুন্দরীর মন্দির। রবিবারের এক বৃষ্টিভেজা বিকেলে, আমি আর মা গিয়েছিলাম ওই মন্দিরে। বর্তমান মন্দির এবং প্রতিমা নতুন হলেও, ইতিহাসটা অনেকটাই পুরোনো। ২০১৪ সালে মন্দিরটি সংস্কার করা হয়েছে। এই মন্দিরের ইতিহাস আর বোড়াল গ্রামের ইতিহাস জড়িয়ে রয়েছে, যা যুগের পর যুগ ধরে, কিংবদন্তি হয়ে আছে।
    এই এলাকা আর মন্দিরের ইতিহাস পাল ও সেন যুগের। এককালে এই দেবীর মন্দিরের পূর্ব সীমা দিয়ে বয়ে যেত আদিগঙ্গা ভাগীরথী, আর দেবীর মন্দির ছিল নদীর পশ্চিমকূলে। সমস্ত রাজা ও বণিকরা তাম্রলিপ্ত বন্দর যাবার পথে এই বোড়ালে নেমে, ত্রিপুরসুন্দরীর পিঠে এসে পূজা ও রাত্রিযাপন করতেন। সেন বংশের কেউ একজন মন্দিরসংলগ্ন একটু সাড়ে বিয়াল্লিশ বিঘার পুকুর কাটান, যার নাম এখন সেনদীঘি।
    কালক্রমে মুসলমান রাজত্বকালে মগ ও জলদস্যুদের অত্যাচারে, আর ভাগীরথীর শাখা শুকিয়ে গেলে, দেবীপীঠকে কেন্দ্র করে যে সমৃদ্ধশালী জনপদ গড়ে উঠেছিল, সেটা লুপ্ত হয়ে যায়। ধীরে ধীরে মন্দিরও ভগ্নদশা হয়ে যায়। পরবর্তীকালে, সপ্তদশ শতাব্দীর শেষের দিকে, জগদীশ ঘোষ নামের এক পূর্ববঙ্গীয় ধনী জমিদার এই মন্দিরের সংস্কার করেন, ও বোড়াল গ্রামের শ্রীবৃদ্ধি করেন। কিন্তু ওনার মৃত্যুর পরে, আবার সেই মন্দির ধ্বংসস্তূপে পরিণত হয়।
    এর পরে, জগদীশ ঘোষের নবম পুরুষ শ্রী হিরালাল ঘোষ একটি সেবায়েতমণ্ডলী গঠন করে, সেই ধ্বংসস্তুপ খনন করে কাঠের বিকলাঙ্গ মূর্তিটি উদ্ধার করেন। কিন্তু সেটি গঙ্গায় বিসর্জন দিয়ে, একটি মাটির মূর্তি গড়িয়ে পূজো হতে থাকে। পরবর্তীকালে, কুমরটুলী থেকে একটি অষ্টধাতুর মূর্তিটি গড়িয়ে আনা হয়, যেটি বর্তমানে পূজিতা। মূর্তিটি খুবই সুন্দর, আর ব্রহ্মা, বিষ্ণু, রুদ্র, মহেশ্বর ও সদাশিব… এই পঞ্চ দেবতার পঞ্চ-মস্তকের খুরের উপরে, দেবীর আসন রচনা করা হয়েছে।
    এখন দেবীপিঠের চারিদিকে উঁচু পাঁচিল দিয়ে ঘেরা। আছে একটি যাত্রীনিবাসও। মন্দিরের অফিসঘরের পাশে একটা আলমারীতে অনেকগুলো প্রত্নতাত্ত্বিক নিদর্শন রাখা আছে, যেগুলো বিভিন্ন সময়ে স্তুপ খোঁড়ার পাওয়া, যেগুলোর বয়স বহু বহু প্রাচীন।
    প্রতি বছর মাঘমাসের শুক্লা তৃতীয়া থেকে পঞ্চমী পর্যন্ত, এখানে উৎসব হয়ে থাকে। এই উপলক্ষে যজ্ঞ, চণ্ডীপাঠ, কীর্তন এবং নর-নারায়ণসেবা করা হয়ে থাকে।মন্দিরটি এমনি সময়ে খুব একটা ভিড় না হওয়ায়, খুব শান্তি করে দেখা যায় ঘুরে ঘুরে। একটা কষ্টিপাথরের বিষ্ণুর অনন্তশয্যার মূর্তিও রয়েছে, যেটি এই সেনদীঘি থেকে উদ্ধার করা হয়েছিল।
    👉Daily Vlog - 1701
    🔥 SUBSCRIBE FOR DAILY VLOGS ► bit.ly/3hly4FR
    #nilvsnil
    👉Tomader kono proshno thakle ei videor comment section a korte paro ba amake Facebook, Instagram ar Twitter a follow kore messege korte paro.
    👉Follow Me On Facebook : / nilvsnilvlogs
    👉Follow Me On Instagram : / nilvsnil
    👉Follow Me On Twitter : / nilvsnil
    👉For general inquiries : contact.nilvsnil@gmail.com
    👉For business inquiries : business.nilvsnil@gmail.com
    👉My Gears :
    DSLR : Nikon D5300
    Lens : 18-55 MM, 70-300 MM Kit
    Camera Case : Easycover Camera Case For Nikon D5300 (Black)
    Tripod : Fotopro UFO 2 Flexible Gorillapod Mini Tripod, Manfrotto PIXI Mini Tripod White
    Primary Phone : LG G8X Thinq (Black 128 GB, 6 GB RAM)
    Secondary Phone : Redmi Note 7 Pro
    Microphone : Boya BY BM-3031 On Camera Shotgun Condenser Microphone
    Another Microphone : Zoom H1, Boya PM700 USB Microphone (White), BM 800 Condenser Microphone
    Action Camera : Gopro Hero 8 Black
    Memory Card : Toshiba 16 GB SDXC Memory Card, HP U1 16 GB Micro SDHC Class 10 90MB/S Memory Card, Sandisk Extreme 32 GB Class 10 Memory Card
    Rechargable Battery Charger : Sony BCG-34HHN CIN5 Battery Charger
    Laptop : Macbook Air M1 (Space Grey)
    SSD : Crucial BX500 240GB 3D NAND SATA 2.5 Inch SSD
    External Hard Drive : WD Elements 2.5 Inch 2 TB Black, WD Elements 2.5 Inch 1 TB Black
    Hard Drive Case : Gizga Essentials Pouch For 2.5 Inch Hard Drive
    👉Music I Used : RUclips Audio Library
    👉Banglay erokom dhoroner Travel, Food ar Lifestyle vlogs dekhte chaile channel take SUBSCRIBE korte paro😄
    ❤️Nil VS Nil❤️

Комментарии • 31

  • @shampabanerjee1478
    @shampabanerjee1478 3 дня назад

    খুব সুন্দর। মায়ের মূর্তি ও মন্দির দুই অসাধারণ 🙏🙏🙏🙏।

  • @Iam_just_a_hindu
    @Iam_just_a_hindu 4 дня назад +3

    আমি গড়িয়ায় থাকি, ছোটো থেকে অনেকে বার গেছি এখানে। আমার কিছু আত্মীয়ের শ্রাদ্ধও হয়েছে এই মন্দিরে। মন্দিরটি নতুন করে জনপ্রিয়তা পাচ্ছে দেখে ভালো লাগলো।
    তবে
    এই মন্দিরের গল্পটি আমার জানা থাকলেও দিঘি থেকে পাওয়া মূর্তিটি যে আলাদা এবং পূজিত মূর্তিটি অষ্টধাতুর সেটা তোমার ভিডিও থেকেই জানলাম এবং দেখলাম। তার জন্য ধন্যবাদ।
    ভবিষ্যতেও বাংলার hidden gem গুলি এভাবেই সবার কাছে তুলে ধরো।🙏

  • @arijitkar9434
    @arijitkar9434 4 дня назад +1

    Jai Maa Lalita Tripura Sundari!!🙏❤️❤️❤️🙏

  • @আকাশদীপরায়

    Tumar ae video gulo amar khub valo laga....

  • @anirbanbose1853
    @anirbanbose1853 4 дня назад +1

    Jai Maa Tripurasundari 🙏 🙏🙏🙏

  • @aniruddhaprasadchattopadhy5327
    @aniruddhaprasadchattopadhy5327 День назад

    Jay Maa Tripur Sundari. Mukti Dao Maa🙏🙏🙏

  • @SukdevGhosh
    @SukdevGhosh 5 дней назад

    Khub sundor mandir

  • @banikangelika5038
    @banikangelika5038 6 дней назад

    খুব সুন্দরভাবে সম্পন্ন, আমি এটা পছন্দ

  • @JOYMODOK23
    @JOYMODOK23 6 дней назад

    Joy maa nil daa অসাধারণ নীল দা

  • @rimpamandal9595
    @rimpamandal9595 6 дней назад

    😲😲😲😲😲😲😲 wow ❤❤

  • @sumanchatterjee5558
    @sumanchatterjee5558 5 дней назад

    🙏🙏🙏🙏

  • @sanjitchakraborty7203
    @sanjitchakraborty7203 5 дней назад

    আমরা এখানে গেছি ❤❤

  • @PARIKSHITMITRA
    @PARIKSHITMITRA 2 дня назад

    Joy

  • @PARIKSHITMITRA
    @PARIKSHITMITRA 2 дня назад

    Mas

  • @BholaNathpathak-r9z
    @BholaNathpathak-r9z 6 дней назад

    ❤❤❤❤❤Thanks ❤❤

  • @rumadebhnath1074
    @rumadebhnath1074 6 дней назад

  • @souravchowdhury8635
    @souravchowdhury8635 6 дней назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kaushikb8066
    @kaushikb8066 18 часов назад

    Batsarik onusthan kobe hoy ?

  • @prabhasjana6654
    @prabhasjana6654 5 дней назад +1

    Sagarpur, radha madhav mandir

    • @prabhasjana6654
      @prabhasjana6654 5 дней назад +1

      Please🙏 dada jao na mandir, radha madhav

  • @ds86496
    @ds86496 6 дней назад

    journey with chhoton channel e dekhe niyechi..

  • @MohindroRoy-z4c
    @MohindroRoy-z4c 6 дней назад +1

    ❤️❤️🥰🥰🙏🙏🇧🇩🇧🇩🫶🫶💞💞

  • @AGV_Gamerz
    @AGV_Gamerz 6 дней назад

    Dada dasnagar asbe to?? Saraswati pujote

  • @dhimanpaul8337
    @dhimanpaul8337 6 дней назад +1

    Tripursundari holo maa kalir rup.....durgar noy

    • @Ramakrishna46810
      @Ramakrishna46810 6 дней назад

      Eki bapar

    • @mythbangla1659
      @mythbangla1659 6 дней назад +2

      বোকা বোকা কমেন্ট কেনো? কালী,দুর্গা কি আলাদা?

    • @sayanpaul3691
      @sayanpaul3691 4 дня назад

      Uff koto gyan!!!

    • @samyakchakraborty6656
      @samyakchakraborty6656 День назад

      Ara bhai sobi ak jai durga sai kali "ak aham dwitiya nastina bhootano vabhishati"