@@freespirit9769 halarputh or bap teacher math er..tota Pakhir moto oke mughosto koray..ar suborno oi gulay Video te oglay dey..Quantum physics na jana Bangali k boka bananon onk easy
@Zeeshan Jamal the kid probably go through unfathomable abuse to make him memorise inter level stuff and making him give speech. He isnt a prodigy he is just a parrot
His parents should stop publicizing their son's intellect. Let his work and achievements speak for themselves. If he makes a significant contribution in his field of studies he won't need any publication.
এত বড় স্বনাম ধন্য পত্রিকার ফেক্ট যাচাই করতে এদের মত লোকের সরনাপন্য হওয়া লাগে, সত্যি অবাক হলাম। প্রথম আলোর কি দেশের বাহিরে কোন সর্স নাই? সুরর্ন বা তার বাব সব কিছু এডিট করে দেখাচ্ছে? প্রায় প্রতিদিন যত ভিডিও, টকশ ইউ টিউব এ প্রকাশ হচ্ছে সেগুলো বানানো? সত্যি না? এটা কি বাংলাদেশ? হা হা । এত প্রবলেম কেন হচ্ছে বুঝতেছিনা তো। বাচ্চাটা যাই এচিভ করুক সেটাই বা কম কিসের। মনে রাখবেন ওর প্রত্যেক টা সাফল্যের পেছনে বাংলাদেশের নাম আছে, কারন ওর বাবা একজন বাংলাদেশী। অন্নান্য দেশের মানুশ এই রিপোর্ট দেখলে হাসবে, বলবে নিজের দেশের দুর্নাম করতে অন্য কারো দরকার নাই, বাংলাদেশীই রাই যথেষ্ট। বাংলাদেশের মানুষের যে দেশ প্রেম যে কত টুকু তা এই প্রতিবেদন আর কিছু লোকের কোমেন্ট দেকলেই বোঝা যায়। বাচ্চা একটা ছেলে অত্তন্ত মেধাবী যার কারনে ভারত সহ বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয় তাকে সম্মান দিচ্ছে, আর আমরা খুত খুজে বেড়া্তে ব্যস্ত।একজন বলে তার বাবা বেশী বলছে, কেউ বলে মারকেটিং করতেছে, কেউ বলে টাকা দিয়ে করাচ্ছে এইসব। আবার কেউ প্রেসিডেন্ট অবামার চিঠি অটা নাকি অনুরোধ করলে পাওয়া যায় বার্থ ডে গিফট হিসাবে। ভাই আপনারা যে এরকম সমালচনা করতেছেন, এত সহজ হলে আপনিও আনেন না কেন ভাই এই রকম দু এরটা দেখি কত বড় মরদ আপনারা। লজ্জা হয় না আপনাদের নিজের দেশের মানুষ উন্নতি দেখে হিংসা করতে? সুবর্ন কে কোন প্রতিষ্ঠান তার মেধা দেখে সম্মন সূচক প্রফেসর খেতাব দিয়া থাকে, তাহলে আপনার গায়ে লাগে কেন। এগুলো অনে দেশের মানুষ হিংসা করতে পারে, তারা করলো না, আমরাই ছিঃ লজ্জা পাইতেছি অবস্থা দেখে। যারা এই রকম সমালচনা করে আমি জানি আজ বাংলাদেশ বিপদে পড়ুক, এই লোক গুলো প্রথমে আগায় আসবে দেশ কে বিক্রি করার জন্য। মিরজাফর রা যে বার বার পয়দা হয় এগুলা রিপর্ট দেখলে বোঝা যায়।
@@suridmusic8089 Surid Music ভাই, নিজের নাম টাও তো নিতে পারেন নাই! আমি আমার দেশ আর মেধার মূল্য দেই। আমি কি খাইছি তার আগে আপনি আপনার মগজের একটা ময়না তদন্ত করে দেখেন, দেখতে পাবেন আপনি জিবনে কি কি খাইছেন। আপনার মানুসিকতার পুরো ব্লউ প্রিন্ট পেয়ে যাবেন। তখন নিজেকে ঘ্রিনা করবেন। আমি দেশের নাম যেখানেই উজ্জল হবে, যেখানে সাকসেস দেকবো শেখানেই আমি বাহাবা দিব। আপনাদের মত কিছু পাছে লোকে বলা লোক যতই বলুক ঠেকাতে পারবেন না।
prothom alo tumi akta baje potrika , manus k encourage na kore pice lagco keno, r indieans people a grass khai, tara akon science r math pura world a sera . tai tara jane kivabe value kor te hoi .
কিছু ছাগলদের এর কাঠাল পাতা খাওয়ার মাঝে মাড়িয়ে যাচ্ছে ঘাস ফুল এর মত নিষ্পাপ একটা বাচ্চার জীবন ,,, একবার ভাবুন এই শিশুটি যখন বড় হবে আর যদি কখনো প্রমাণিত হয় ব্যাপারটা আসলেই অতি রঞ্জন তখন তার লাইফ টা কোন দিকে যাবে । পিতা মাতা যদি স্বয়ং সন্তান কে হতাশার সাগরের দিকে ঠেলে দেয় এর চেয়ে দুঃখের আর কী আছে ,,,
গুবরের উপর দৈয়ের আস্তর লাগিয়ে মানুষরে বুকা বানিয়ে খাওয়ানোর চেষ্টা করবেন আর মানুষ নাকের কাছে নিয়ে খাওয়ার আগে বুঝতে পারবেনা সেটা কি করে হয়। ছেলেকে কেউ দূষারোপ করছেনা, কিন্ত তার বাপ বারি পাডারে কিছু বলতেই হয়।
যেখানে সুবর্ণ কে বড় বড় বিশ্ব বিদ্যালয় ও বিশ্ব মিডিয়ার সাংবাদিক, বিজ্ঞানী সবাই মিলে তাকে স্বীকৃতি দিয়েছে যে সে অনেক কিছু তাইলে অন্য কিছু মানুষ কি বললো সেটা দেখে লাভ নেই। অনেকেই হয়তো তাঁর কৃতিত্ব মানতে চাইছে না
Nope. No publications, no original research.. just solves some 8th grade math that his dad made him memorize and the uneducated people thinks he is a "professor"..
ছেলেকে এত কিছু শেখান,আর সে যে বেংলাদেশ বেংলাদেশ বলে সেটা ঠিক করেন না কেন? যত বানী দেয় সব প্রায় সামনের স্ক্রিন দেখে বলে! আর কথা অসম্ভব জড়ানো স্টাইল করে কথা বলতে যেয়ে। ছেলেটা প্রতিভাবান, কিন্তু ওকে স্বাভাবিক ভাবে বড় হতে দেন।
Vaii oita abar alada bepar, cheleta born and brought up in new york, tar moddhe americar accent thakatae savabik, apni jodi ekhn Americaye jonmo hoiten bangladeshi howar por o, apnar kothaye ekta american accent thaktoii
@@nagibhalimnabbo106 কই,আমার খালাতো বোন,মামাতো ভাইদের জন্মও তো আমেরিকার নিউইয়র্কে।থাকেও আমেরিকায়।আর আমার খালাতো বোন এখন পর্যন্ত একবারও বাংলাদেশে আসে নাই।(কাগজ সংক্রান্ত ঝামেলা থাকার কারণে)।কিন্তু তারা তো ভালভাবেই বাংলাদেশ উচ্চারণ করতে পারে।ভালভাবেই বাংলায় কথা বলতে পারে। কিসব আজাইরা গুল মারতেছেন?
Ji Bhai,, Amar cousin ও picchi, ও বাংলা পারে না তেমন।কিন্তু দেশ এর নাম বলতে পারে। আরusএ হইলে দেশের নাম বলতে পারবে না ,এটা হাস্যকর। সব দেশের নাম ই বলতে পারে অন্য বিদেশিরা। আমরা জানি সব। ভাওতাবাজির লিমিট থাকে@@jubairshovon7607
বাংলাদেশিদের এইটাই সবচেয়ে বড় সমস্যা নিজেদের মধ্যে কেউ ভাল কিছু করলে সহ্য হয়না।যেখানে আমেরিকানরা তাকে recognise করছে সেখানে বাঙালীরা সন্দেহ করছে। হাস্যকর❗
I am agree with you. we just realized it is true , we saw him last week in few famous universities of India. I am asking this trash media do you think he needs academic paper who is such a talent boy? He is famous not only in India but whole US.
মেধাবী ও যোগ্য মানুষকে সম্মান দিতে আমরা পারিনা, সেই শিক্ষা আমদের নাই। আমাদের দেশের বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হতে পারেনা আমেরিকার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়, আর কিছু বলা দরকার আছে বলে আমি মনে করিনা। এই দেশ থেকে সততা, মেধা ও যোগ্যতা নিয়ে পালিয়ে যাওয়াটাই অতি উত্তম।।।।।
বাংলাদেশ কোনোদিন কাওকে সঠিক মূল্যায়ন করতে পারেনি এবং পারবেও না। একটা ফ্যাক্ট ওয়েব পেজ থেকে কি এতো মূল্যায়ন করবে?? আমরা নিজেরা কখনও তার মতো হতে পারব না,,, শুধু তার নিউজ দেখে দিন কাটিয়ে দেব--- এই হলাম আমরা বাঙ্গালী
বিসমিল্লাহির রাহমানির রাহিম। আস সালামু আলাইকুম। মা শা আল্লাহ সুবর্ণ। যতই মেধাবী হোক শিক্ষানীতি ও শিক্ষা প্রতিষ্ঠানের সংবিধান অনুযায়ী যোগ্যতার মাপকাঠি প্রমানে সুবর্ণ বা যে কোন মেধাবী ক্ষুদে শিক্ষার্থীদের বয়স যতই কম হোক যে কোন বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর সহ ডক্টরেট প্রোগ্রামের কোর্স গুলো শেষ করে থিসিস ডিফেন্স করে ডিগ্রি নিয়ে যে কোন বিশ্ববিদ্যালয়ের প্রভাষক থেকে প্রফেসর পদে আগাতে হবে এই কথা সবাই বুঝে কিন্তু সুবর্ণর বাবা ও মা বুঝতে পারছেন না!
ছেলেটা মেধাবী সেটা মান্য, আর তাই সে বিভিন্ন জায়গায় প্রশংসাও কুড়িয়েছে তাই বলে এই নয় সে পৃথিবীর সর্বকনিষ্ঠ প্রফেসর। ওর বাবা-মায়ের অতিরঞ্জন ও ধোকাবাজি স্পষ্টতই প্রতিয়মান।
প্রথম আলো পত্রিকার গাজাখোররা কি ভারতের, আফ্রিকার ভিডিও গুলি দেখুন। নোবেল জয়ী কৈলাশ সত্যারথী সুবর্ণ কে নোবেল পুরষ্কার নমীনেশান দিয়েছেন। আসলে ওদের জালা ধরেছে নিজেদের ছেলে মেয়েদের তো সেই পর্যায়ে নিতে পারবে না !
আমি তার বক্তব্যে এত সুন্দর অনর্গল ইংরেজী বলা বিশ্বে দ্বিতীয় কেউ নেই বলে আমি মনে করি। অন্যদেরকে তার কাছে শিশু মনে হয়। না জেনে বাজে মন্তব্য করা থেকে বিরত থাকা উচিত বলে মনে করি।
Please acknowledge the boy as an exceptional meritorious one in the globe.This is the gift of Allah SWT. Designating the boy as a professor might be popular title. To be appointed as a formal professor it needs to cross numerous steps.
সোনার ডিম পাড়া হাসটাকে কেটে সব ডিম পেতে চাচ্ছে মেধাবী ছেলেটির বাবা। ওর ট্যালেন্ট অলরেডি রিকোগনাইজড। সুবর্ন বেচে থাকলে অনেক কিছু করবে হয়ত । কিন্তু তার বাবা মনে হয় এই মুহুর্তেই সব পেতে চাচ্ছেন। Father can't handle the situation.
একবার একটা ভিডিও ক্লিপে দেখেছিলাম যে ভারতের কোন একটা প্রতিষ্ঠানে সুবর্ন লেকচার দিচ্ছে। কিন্তু তাকে সাবলীল মনে হয়নি। উপস্হিত শিক্ষার্থীরা প্রশ্ন করলে ঠিকমতো উত্তর দিতে পারছেনা। তাই তারা হাসাহাসি করতেছিলো। আর আইজাক নামটি কী বংশগত? নাকি কোন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান দিয়েছে??
আসল কথা হলো তরা বাংলাদেশীরা রত্ন চিনচ না আমাদের ভারতে সুবর্ণর কত ইজ্জত জানিস? আরে জানবি কি ভাবে তরাতো নামধারী মুসলিম হৈয়া পরকীয়া ও ধর্ষণ কাজে লেগে থাকবি। কিছু দিন আগে আমাদের আসামেও তাকে নিয়ে আনা হয়েছিলো, যেখানে ৯৯% প্রফেসর হিন্দু ছিলো। ভারতের মতো একটি হিন্দু রাষ্ট্রে স্থান পাওয়া এতো সহজ নয়।
Please give him some spaces to bloom. Suborno is very talented, no doubt. To become a professor he needs some university qualifications, some job engagements, and published apers. Though these things need time, this genius can excel them shortly.
I hope soborno gets to live his childhood also along with studies of course as he has a precious gift. But.. He will be pressurized very much in future if this keeps on going.
Facebook itself is a bogus social media. Suborno is a wonder child. He was invited to deliver lecture at Pune University. He is the Einstein of this Era.
সূবর্ণ এর বাবার চাপাবাজি বেশি । ঐ লোকটা ছেলেটার জন্য ভবিষ্যতে সমস্যার কারণ হতে পারে । কারণ মানুষ স্বাভাবিক জীবন চায় । অতি পরিচিতি, স্বাভাবিক জীবন কে বাধাগ্রস্ত করে ।
আমরা বাঙালি পিছনে টানা শিখেছি।কাউকে সামনে ধাক্কা দেওয়া শিখি নি। সে অমান্য মেধাবী হয়েছে বিদেশে গিয়ে,,এদেশে ওর মত হাজার ছেলে নষ্ট হয়ে গেছে। ওর মা বাবা জন্য ছেলেটার চিন্তা শক্তি দূর্বল করে দিয়েন না।
এই বাবা মা ছেলেটির জীবন ধ্বংস করে দিচ্ছে। এই বাচ্চা তার ছোট বেলা হারিয়েছে, যেখানে একটি বাচ্চা হাসি খেলা করে বড় হবে অন্য বাচ্চাদের সঙ্গে। আমি লক্ষ্য করেছি বাচ্চাটি অন্য বাচ্চাদের সঙ্গে মিশতে চায়, ওর চোখ অন্য বাচ্চাদের মতো আনন্দ করতে চায়।
After he won the Child Prodigy Award as a scientist, Ruia College of Mumbai University appointed him as a scientist and visiting professor of Physics. He is an 11-year-old professor who is a Bengali-American prodigy. He is now considered the youngest professor in the world.
জামাল নজরুল ইসলাম স্যারের কিন্তু আমরা বাঙালিরা জানি স্টিফেন কে কিভাবে সম্মান দিতে হয় এবং ইহুদী বিজ্ঞানী ও অন্য জাতির বিজ্ঞানীদের কিভাবে সম্মান দিতে হয়
i think in one sense , that child prodigy is correct, but , he needs to work on particular thesis, then they would give him an honor, or they can give him a recognition. i would request professor bari to wait for him , untill 18 or 20 and let him research on particular theory and make that theory in a debatable statement. consequence would be the recognition of his talent and he would be definitely then recognized to the world as scientist, and professor as well. i hope you understand. thank you.
Good wishes for this boy. He is tremendously talented. We expect good things from him. The exaggeration both from his parents and the media (against) will limit his work. If he feels there is a lot of expectations from him then he cannot create anything. Please let him grow. Rather teach him what is right and wrong.
বিশ্বের বিভিন্ন দেশে প্রাইমারি, স্কুল লেভেলে অনেক অলিম্পিয়াড হয়। এইসব এ যারা গোল্ড, সিলভার মেডেল পায় তাদেরকে প্রকৃত মেধাবী ধরা যায়। এই ছেলেকে তো কখনো এইসব এ অংশগ্রহণই করতে দেখি নি 😐 সে এতো জিনিয়াস হলে তো প্রতিবারই ভালো ফলাফল করতো।
বাংগালী ভালো চোখে দেখবেনা বাংগালী কে😢 এটি আমি গত ২৫ বছর প্রবাস জিবনে অনেক দেখেছি যদি অব্য দেশের হতো এই সুবর্ন তাহলে অনেক উপরে চলে যেতে,পরিমনিকে নিয়ে আথি আমলা😅
I am a grown person who is working in a field of science and what he is showing is all about the education that are taught upto grade 12. I am not saying that this is not remarkable. It of course is. But he has not done something that he can be called professor for. His parents are definitely ruining his image and childhood to be famous. You gotta have eyes to see that.
চড় কেনো? তাদেরও যে মেধা আছে তার প্রশংসা করা দরকার।প্রথম আলো,ফ্যাক্টওয়াচতো সর্বোপরি বাঙালী। তারা একদিন দেখবেন …বলতে ভয় হচ্ছে। আসলে বলতে চাচ্ছি পাকিস্তানি বংশদ্ভূত বাঙালী প্রকাশ পাচ্ছে। যে কোন জায়গায় এরা আছে।কিছু দিন আগা তারা চাঁদে গিয়েছিলেন এবং প্রচারও করেছিলেন তারা কাউকে চাঁদে দেখেছেন।তো তাদের থেকে বাঙালীর বিজয় গান গাওয়া কি করে আশা করা যায়। সামনে এমনও দিন আসবে প্রথম আলো এই বাঙালী পুড়ে ফেলবে।প্রথম আলোর কোন চিহ্ন থাকবে না।তারা কতোটুকু অমানুষ হলে এমন ঘৃণ্য মন্তব্য করতে পারে বাংলার গৌরব ঐশী জ্ঞানের প্রতীক ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের প্রিয় বিশ্ববিখ্যাত বিজ্ঞানী সুবর্ণ আইজ্যাক বারীর বিষয়ে এমন ঘৃণ্য মন্তব্য করতে।তাদের অপেক্ষা করে গবেষণা করা উচিৎ ছিলো সুবর্ণ আইজ্যাক বারীর বিশ্বজয়ী প্রফেসর হওয়ার প্রতিটি ধাপ।আমি একজন কাব্য প্রেমিক মানুষ। আমার সাতটি উপন্যাস ছয়টি কবিতার বই প্রকাশ হয়েছে।সারাদিন লেখালেখি নিয়ে থাকি।কিন্তু সুবর্ণ আইজ্যাক বারীর প্রতিভা দেখে শুধু সুবর্ণ আইজ্যাক বারীর প্রোগ্রাম গুলো দেখছি আর অবাক হচ্ছি তার সন্মান দেখে।আমার সাহিত্য জগৎ থেমে থেমে চলছে সুবর্ণ আইজ্যাক বারীর আলোর ছোঁয়ায়।আবার ত্যাজদীপ্ত হচ্ছি সুবর্ণ আইজ্যাক বারীর পদশব্দের ঝঙ্কারে।আসলে সূর্যের আলো কেউ আলোক রঙ হিসেবে গ্রহণ করে আবার কেউ উত্তাপ আঁধার গ্রহণ করে।প্রথম আলো আর ফ্যাক্টওয়াচ সুবর্ণ আইজ্যাকের আলোকে উত্তাপ আঁধার হিসেবে গ্রহণ করার ফলে মুখে যা তা বলছে।আসলে গ্রহণ যোগ্যতার বিষয়। আমি বলবো সমালোচকরা আরো অপেক্ষা করে মন্তব্য করুন।ধন্যবাদ।
Suborno এর বাবা একটু বেশি এই করছে... Or parents ওর childhood তা ruin করছে... Suborno জানে না যে ওর Parents ওকে ইউজ করছে i hope Suborno বুঝতে পারবে একদিন. He is talented but his parents being too much.. Specially his dad... Being too much attitude guy... 😒R hea Suborno কোনো professor নয় so এই post তা use করো না toh better... And ওর parents ওর image & childhood পুরাই ruin করছে জেনে বুঝে... এত pressure ঠিক না
স্যার আইজ্যাক নিউটন বলেছেন সত্য কোন সময় জটিলতার মধ্যে পাওয়া না, এটি সব সময় সহজ বুদ্ধতার মধ্যে পাওয়া যায়
আপনি যতই ট্যালেন্টেড হন না কেনো বাড়াবাড়ি চাপাবাজি করলে একটানে মাটিতেই চলে আসবেন।এত্ত জ্ঞানী বাট এখন ট্রোলের পাত্র।👍
অসাধারন মেধাবী সুবর্ণ, সন্দেহ নেই, তবে তা মা বাবার পক্ষ থেকে এত প্রচার বেমানান।
Are the parents trying to make something using the boy's talent?
bhai puro tai scam.. serious men 2020
এই লোক মানসিক রোগী ছেলেটা কে ভালোভাবে বড় হতে ওর বাবাই বাধা হয়ে দাড়াবে ছেলেটা মেধাবী এমনিতে সবাই চিনবে একদিন
হু, খ্যাতির জ্বরে আক্রান্ত
Right
bhai puro tai scam...serious ken 2020.. ami nije cosmology phd + 5y postdoc
সে অসাধারণ মেধাবী এটা সত্যি কিন্তু প্রফেসর বলতে হলে কিছু ধাপ পার হতে হয়। সেই ধাপ পার না হয়েই প্রফেসর দাবী করা কতোটা যৌক্তিক!
Accha mababa Ra utsaho dibenato Tora dibi? Tore tor bape chotobelai proshonsha kortona? Hero Bolton's? Tui ki hero hoichos? Gadah kotakar baper adorer vasha aitai bujosna
@@freespirit9769 halarputh or bap teacher math er..tota Pakhir moto oke mughosto koray..ar suborno oi gulay Video te oglay dey..Quantum physics na jana Bangali k boka bananon onk easy
India akta University te o lecture dey ata akta professor sara hoy ki?.. Karo sompork full na jene ulta palta comment koren kn
@@Mr.James404 Professor na hoyeo kora jay..
@@NaiveExplorer how do that..Proved it
সুবর্ণর বাবাকে মানসিক ডাক্তার দিয়ে তার মানসিক স্ট্যাটাস এর পরীক্ষা করা দরকার।
মানসিক ডাক্তারের দরকার নাই। ঢাকা বিশ্ব বিদ্যালয়ে নিয়ে ছাত্রলীগের পোলাপাইন এর কাছে ছেড়ে দিলেই আসল সত্য বের হয়ে যাবে 😎
It seems to me that Soborno's father is an actor. He always hits in emotion where education is always practical.
ওর বাবা ক্লিন বাটপার
@Zeeshan Jamal the kid probably go through unfathomable abuse to make him memorise inter level stuff and making him give speech. He isnt a prodigy he is just a parrot
@Zeeshan Jamal exactly... Right to the point...
Wow nice
His parents should stop publicizing their son's intellect. Let his work and achievements speak for themselves. If he makes a significant contribution in his field of studies he won't need any publication.
কোন প্রশ্ন নেই যে, সে অসামান্য মেধাবী। কিন্তু অতিরঞ্জিত, অতিরিক্ত বাড়াবাড়ির কারনে ছেলেটার ক্ষতি করছে তার বাবা
এত বড় স্বনাম ধন্য পত্রিকার ফেক্ট যাচাই করতে এদের মত লোকের সরনাপন্য হওয়া লাগে, সত্যি অবাক হলাম। প্রথম আলোর কি দেশের বাহিরে কোন সর্স নাই? সুরর্ন বা তার বাব সব কিছু এডিট করে দেখাচ্ছে? প্রায় প্রতিদিন যত ভিডিও, টকশ ইউ টিউব এ প্রকাশ হচ্ছে সেগুলো বানানো? সত্যি না? এটা কি বাংলাদেশ? হা হা । এত প্রবলেম কেন হচ্ছে বুঝতেছিনা তো। বাচ্চাটা যাই এচিভ করুক সেটাই বা কম কিসের। মনে রাখবেন ওর প্রত্যেক টা সাফল্যের পেছনে বাংলাদেশের নাম আছে, কারন ওর বাবা একজন বাংলাদেশী। অন্নান্য দেশের মানুশ এই রিপোর্ট দেখলে হাসবে, বলবে নিজের দেশের দুর্নাম করতে অন্য কারো দরকার নাই, বাংলাদেশীই রাই যথেষ্ট। বাংলাদেশের মানুষের যে দেশ প্রেম যে কত টুকু তা এই প্রতিবেদন আর কিছু লোকের কোমেন্ট দেকলেই বোঝা যায়। বাচ্চা একটা ছেলে অত্তন্ত মেধাবী যার কারনে ভারত সহ বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয় তাকে সম্মান দিচ্ছে, আর আমরা খুত খুজে বেড়া্তে ব্যস্ত।একজন বলে তার বাবা বেশী বলছে, কেউ বলে মারকেটিং করতেছে, কেউ বলে টাকা দিয়ে করাচ্ছে এইসব। আবার কেউ প্রেসিডেন্ট অবামার চিঠি অটা নাকি অনুরোধ করলে পাওয়া যায় বার্থ ডে গিফট হিসাবে। ভাই আপনারা যে এরকম সমালচনা করতেছেন, এত সহজ হলে আপনিও আনেন না কেন ভাই এই রকম দু এরটা দেখি কত বড় মরদ আপনারা। লজ্জা হয় না আপনাদের নিজের দেশের মানুষ উন্নতি দেখে হিংসা করতে? সুবর্ন কে কোন প্রতিষ্ঠান তার মেধা দেখে সম্মন সূচক প্রফেসর খেতাব দিয়া থাকে, তাহলে আপনার গায়ে লাগে কেন। এগুলো অনে দেশের মানুষ হিংসা করতে পারে, তারা করলো না, আমরাই ছিঃ লজ্জা পাইতেছি অবস্থা দেখে। যারা এই রকম সমালচনা করে আমি জানি আজ বাংলাদেশ বিপদে পড়ুক, এই লোক গুলো প্রথমে আগায় আসবে দেশ কে বিক্রি করার জন্য। মিরজাফর রা যে বার বার পয়দা হয় এগুলা রিপর্ট দেখলে বোঝা যায়।
@@mdmamunurhossain4899 কত খাইসেন ভাই ওর বাপের থেকে?
100% tik bolacan
@@suridmusic8089 Surid Music ভাই, নিজের নাম টাও তো নিতে পারেন নাই! আমি আমার দেশ আর মেধার মূল্য দেই। আমি কি খাইছি তার আগে আপনি আপনার মগজের একটা ময়না তদন্ত করে দেখেন, দেখতে পাবেন আপনি জিবনে কি কি খাইছেন। আপনার মানুসিকতার পুরো ব্লউ প্রিন্ট পেয়ে যাবেন। তখন নিজেকে ঘ্রিনা করবেন। আমি দেশের নাম যেখানেই উজ্জল হবে, যেখানে সাকসেস দেকবো শেখানেই আমি বাহাবা দিব। আপনাদের মত কিছু পাছে লোকে বলা লোক যতই বলুক ঠেকাতে পারবেন না।
ভাই কেমনে সে মেধাবী? ওরে আমি জীবনেও ফিজিক্সের বড় কোনো সল্যুশন করতে দেখিনাই। গণিতের তো না-ই। আপনার কাছে ভিডিও থাকলে লিংক দিবেন প্লিজ
প্রথম আলোকে জানাই ধন্যবাদ❤️❤️
prothom alo tumi akta baje potrika , manus k encourage na kore pice lagco keno, r indieans people a grass khai, tara akon science r math pura world a sera . tai tara jane kivabe value kor te hoi .
বারী দম্পতির এসব নিয়ে কথা না বললেও চলে। যা সত্য তাতো সত্যিই। হিংসাকারীরাই ক্ষতিগ্রস্ত হবে।
ekbaro dekhchen she science er kono topic explain korse thikmoto. shob vua
ছেলেটি মেধাবী কিন্তু তার বাবার অতিপ্রচারের ফলে লোকজন পুরা বিষয়টিকেই এখন চাপাবাজি বলে সন্দেহ করে!
আমাদের দেশের সাংবাদিকরা সত্য ঘটনা উদঘাটন বা সত্য খবর প্রকাশ করতে পারুক বা না পারুক তারা কিন্তু অন্যের সম্মানহানি করাটা ভালোই পারে।
Shotto kotha
রাইট
100% sotto
Right
এইখানে কোন কথাটা মিথ্যা বলসে দেখান আমাকে?
কিছু ছাগলদের এর কাঠাল পাতা খাওয়ার মাঝে মাড়িয়ে যাচ্ছে ঘাস ফুল এর মত নিষ্পাপ একটা বাচ্চার জীবন ,,, একবার ভাবুন এই শিশুটি যখন বড় হবে আর যদি কখনো প্রমাণিত হয় ব্যাপারটা আসলেই অতি রঞ্জন তখন তার লাইফ টা কোন দিকে যাবে । পিতা মাতা যদি স্বয়ং সন্তান কে হতাশার সাগরের দিকে ঠেলে দেয় এর চেয়ে দুঃখের আর কী আছে ,,,
I think his father isn’t mentally stable
সঠিক বলেছেন ভাই।
🔥🔥🔥
আপনার নিজের যোগ্যতা কি?
গুবরের উপর দৈয়ের আস্তর লাগিয়ে মানুষরে বুকা বানিয়ে খাওয়ানোর চেষ্টা করবেন আর মানুষ নাকের কাছে নিয়ে খাওয়ার আগে বুঝতে পারবেনা সেটা কি করে হয়।
ছেলেকে কেউ দূষারোপ করছেনা, কিন্ত তার বাপ বারি পাডারে কিছু বলতেই হয়।
এই লোক মান সম্মান খাবে।।।। মিথ্যা বলতে হবে কেন।।। শিক্ষিত মানুষ যদি বিকৃত মস্তিষ্কের মানুষ হয় তাহলে তো সমস্যা।।।।
সুবর্ণ মেধাবী এতে কোন সন্দেহ নেই। তার বাবা মা ও যথেষ্ট পরিশ্রম করেছেন সুবর্ণকে এগিয়ে নিতে। কিন্তু তার বাবার অতি আবেগের কারণে সমালোচনা তৈরি হয়েছে।
বাংলাদেশের মানুষের সমালোচনায় কান না দিয়ে সুবণাকে এগিয়ে নিয়ে যান।
আশা করি আল্লাহ্ ওকে অনেক বড় মানুষ
হিসেবে গ্রহন করবেন।
তুমি বাল জানো তার বাপ হলো একটা পাগল আর তারা ধার্মিক না সেকুলার নাস্তিকবাদি
আমিন
নারসিং করলে ভবিসসতে ভালো কিছু হতে পারত,,, বাট বাপ মায়ের জন্ন্যে ভবিষ্যত ধংশ 🎉🎉🎉
যারা কিছু পারে না,তারা এসব কথা বলে।
সুবর্ণের বাপ উন্মাদ।
Akta khati kotha bolechen or bap e pagol. Cheler talent ase but bap ta may be oshustho
@@charliechaplin2707 that crazy dude is ruining his child's future..
নিসন্দেহে ছেলেটা মেধাবী।
অতিরঞ্জন না করে যত্ন নেয়া উচিত
Suborno is super talented. He should not even come to shit here in BD, the country of 200 percent idiots.
যেখানে সুবর্ণ কে বড় বড় বিশ্ব বিদ্যালয় ও বিশ্ব মিডিয়ার সাংবাদিক, বিজ্ঞানী সবাই মিলে তাকে স্বীকৃতি দিয়েছে যে সে অনেক কিছু তাইলে অন্য কিছু মানুষ কি বললো সেটা দেখে লাভ নেই। অনেকেই হয়তো তাঁর কৃতিত্ব মানতে চাইছে না
কারো কোন অতিরঞ্জনের দরকার নেই। সময় মত সে পিএইচডি ও প্রফেসর হবে ইনশাললাহ
Being a professor needs several steps. Has he passed those steps?
Nope. No publications, no original research.. just solves some 8th grade math that his dad made him memorize and the uneducated people thinks he is a "professor"..
@@juchou2983 honestly i don't know what's with these people
@@juchou2983really?
ছেলেকে এত কিছু শেখান,আর সে যে বেংলাদেশ বেংলাদেশ বলে সেটা ঠিক করেন না কেন? যত বানী দেয় সব প্রায় সামনের স্ক্রিন দেখে বলে! আর কথা অসম্ভব জড়ানো স্টাইল করে কথা বলতে যেয়ে। ছেলেটা প্রতিভাবান, কিন্তু ওকে স্বাভাবিক ভাবে বড় হতে দেন।
Thik bolecen apni
Vaii oita abar alada bepar, cheleta born and brought up in new york, tar moddhe americar accent thakatae savabik, apni jodi ekhn Americaye jonmo hoiten bangladeshi howar por o, apnar kothaye ekta american accent thaktoii
@@nagibhalimnabbo106 কই,আমার খালাতো বোন,মামাতো ভাইদের জন্মও তো আমেরিকার নিউইয়র্কে।থাকেও আমেরিকায়।আর আমার খালাতো বোন এখন পর্যন্ত একবারও বাংলাদেশে আসে নাই।(কাগজ সংক্রান্ত ঝামেলা থাকার কারণে)।কিন্তু তারা তো ভালভাবেই বাংলাদেশ উচ্চারণ করতে পারে।ভালভাবেই বাংলায় কথা বলতে পারে।
কিসব আজাইরা গুল মারতেছেন?
@@jubairshovon7607 orreh boroloker baichha
Ji Bhai,, Amar cousin ও picchi, ও বাংলা পারে না তেমন।কিন্তু দেশ এর নাম বলতে পারে। আরusএ হইলে দেশের নাম বলতে পারবে না ,এটা হাস্যকর। সব দেশের নাম ই বলতে পারে অন্য বিদেশিরা। আমরা জানি সব। ভাওতাবাজির লিমিট থাকে@@jubairshovon7607
সুবর্ন আইজেক বারী অবশ্যই যুক্তরাষ্ট্রের প্রেশিডেন্ট হবে ইনসাআল্রাহ
বাংলাদেশের মানুস সমালোচনা ও মারামারিতে সচাইতে এগিয়ে। কারন দেশে বেকারত্তের হার ৭০%
ফেস দা পিপল এ সুবর্ণর বাবা কে দাওয়াত দিয়েছিল। তার বাবা ৫০০ ডলার চেয়েছিল তার বিনিময়ে।
🤣🤣
তাতে কি???
বাংলাদেশিদের এইটাই সবচেয়ে বড় সমস্যা নিজেদের মধ্যে কেউ ভাল কিছু করলে সহ্য হয়না।যেখানে আমেরিকানরা তাকে recognise করছে সেখানে বাঙালীরা সন্দেহ করছে। হাস্যকর❗
Weekipedi tahole bina karone page remove kore diyeche ??
রাইট বরু
হিংসুটে বাঙ্গালি মাীরজাফরের উত্তরসুরী৷
@@freenature555😂😅
Mirjafor ar mirjaforer dalali kora malayonra ijacker birodita korteche
সুবর্ণ আইজ্যাকের সবচেয়ে বড় দুর্ভাগ্য যে সে একটা কার্টুনের ঘরে জন্মাইছে।
Suborno is our love. We are fortunate enough to have Suborno Issac Bari ❤️❤️
I am agree with you. we just realized it is true , we saw him last week in few famous universities of India. I am asking this trash media do you think he needs academic paper who is such a talent boy? He is famous not only in India but whole US.
কিন্ত তারা তো নিজেদের ভারতীয় দাবি করে।
মেধাবী ও যোগ্য মানুষকে সম্মান দিতে আমরা পারিনা, সেই শিক্ষা আমদের নাই। আমাদের দেশের বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হতে পারেনা আমেরিকার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়, আর কিছু বলা দরকার আছে বলে আমি মনে করিনা। এই দেশ থেকে সততা, মেধা ও যোগ্যতা নিয়ে পালিয়ে যাওয়াটাই অতি উত্তম।।।।।
Yes, I agree Suborno's parents should stop advertising on behalf of Suborno.
Let this bright young man grow up and prove himself..
He is talented but his father don’t have to do marketing , his son will sunshine automatically…
এদের পরিবারের সবাই মানসিক ভাবে অসুস্হ।
ঠিক যেমনি তো পরিবারের শতভাগ মানুষ ছাগলচোদ l এস মেয়েরা সেফুদার কুত্তা দিয়া মারায় l
ঠিক যেমনি তোর পরিবারের শতভাগ মানুষ ছাগলচোদ l এস মেয়েরা সেফুদার কুত্তা দিয়া মারায় l
বাংলাদেশ কোনোদিন কাওকে সঠিক মূল্যায়ন করতে পারেনি এবং পারবেও না। একটা ফ্যাক্ট ওয়েব পেজ থেকে কি এতো মূল্যায়ন করবে?? আমরা নিজেরা কখনও তার মতো হতে পারব না,,, শুধু তার নিউজ দেখে দিন কাটিয়ে দেব--- এই হলাম আমরা বাঙ্গালী
এই বাচ্চা কোন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি এবং পোস্ট ডকটরেট করেছে? তার রিসার্চ পেটেন্ট কি কি ? তার অরিজিনাল রিসার্চ কোনগুলা?
They are demanding recognition,,,, why??? If he is genious,, The world world will recognize him,,,
তবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সংবর্ধনা কি মিথ্যে?
It’s our Bengali culture
সে অবশ্যই ভালো করছে কিন্তু তার বাবার অতিরিক্ত অহংকার ও অতি রঞ্জন তার জীবনের হতাশার কারণ হতে পারে।
আজ সুবর্নের সাক্ষাৎকার বিবিসিতে দেখলাম। গতকাল দেখেছি সিএনএন-এ। আমরা কেন বাচ্চাটিকে নিয়ে এমন সংবাদ করলাম?
Excellent report. That man (his father) is a fraud. This kid has no idea what he's doing. Thanks to Prohtom Alo.
(সুবর্ণ আইজ্যাক+সুবর্ণ আইজ্যাক)২ সমান সমান কি দাঁড়ায়।যদি এই হিসেবটি করতে পারেন তবে নিজের কাছেই জবাব পেয়ে যাবেন আপনারা সমালোচকরা কি বলছেন।ধন্যবাদ।
বিসমিল্লাহির রাহমানির রাহিম। আস সালামু আলাইকুম। মা শা আল্লাহ সুবর্ণ। যতই মেধাবী হোক শিক্ষানীতি ও শিক্ষা প্রতিষ্ঠানের সংবিধান অনুযায়ী যোগ্যতার মাপকাঠি প্রমানে সুবর্ণ বা যে কোন মেধাবী ক্ষুদে শিক্ষার্থীদের বয়স যতই কম হোক যে কোন বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর সহ ডক্টরেট প্রোগ্রামের কোর্স গুলো শেষ করে থিসিস ডিফেন্স করে ডিগ্রি নিয়ে যে কোন বিশ্ববিদ্যালয়ের প্রভাষক থেকে প্রফেসর পদে আগাতে হবে এই কথা সবাই বুঝে কিন্তু সুবর্ণর বাবা ও মা বুঝতে পারছেন না!
ছেলেটা মেধাবী সেটা মান্য, আর তাই সে বিভিন্ন জায়গায় প্রশংসাও কুড়িয়েছে তাই বলে এই নয় সে পৃথিবীর সর্বকনিষ্ঠ প্রফেসর। ওর বাবা-মায়ের অতিরঞ্জন ও ধোকাবাজি স্পষ্টতই প্রতিয়মান।
প্রথম আলো পত্রিকার গাজাখোররা কি ভারতের, আফ্রিকার ভিডিও গুলি দেখুন। নোবেল জয়ী কৈলাশ সত্যারথী সুবর্ণ কে নোবেল পুরষ্কার নমীনেশান দিয়েছেন। আসলে ওদের জালা ধরেছে নিজেদের ছেলে মেয়েদের তো সেই পর্যায়ে নিতে পারবে না !
কিছু কিছু বাঙালি বাপ মা আছে ছেলেমেয়েদের অতিরিক্ত অতিরঞ্জন প্রশংসা করে থাকে তা ছেলে মেয়েদের ক্ষতি হয়, আর নিজেরাও মিথ্যাবাদী হিসেবে পরিচিত লাভ করে
এতো রকমের নিউজ কেন দেখি???..
আসল সত্য জানি না তবে আমার চোখে একজন মেধাবী বালক।
আমি তার বক্তব্যে এত সুন্দর অনর্গল ইংরেজী বলা বিশ্বে দ্বিতীয় কেউ নেই বলে আমি মনে করি। অন্যদেরকে তার কাছে শিশু মনে হয়। না জেনে বাজে মন্তব্য করা থেকে বিরত থাকা উচিত বলে মনে করি।
Please acknowledge the boy as an exceptional meritorious one in the globe.This is the gift of Allah SWT. Designating the boy as a professor might be popular title. To be appointed as a formal professor it needs to cross numerous steps.
আমি ইন্ডিয়া থেকে বলছি বাংলাদেশে কোনদিন ভালো জিনিস এর মূল্যায়ন করতে জানে না
ধন্যবাদ। আমাদের দরকার নাই। এসব ভন্ডামি আপনারা মূল্যায়ন করুন।
This is it. Thanks for telling the fact
সোনার ডিম পাড়া হাসটাকে কেটে সব ডিম পেতে চাচ্ছে মেধাবী ছেলেটির বাবা। ওর ট্যালেন্ট অলরেডি রিকোগনাইজড। সুবর্ন বেচে থাকলে অনেক কিছু করবে হয়ত । কিন্তু তার বাবা মনে হয় এই মুহুর্তেই সব পেতে চাচ্ছেন। Father can't handle the situation.
একবার একটা ভিডিও ক্লিপে দেখেছিলাম যে ভারতের কোন একটা প্রতিষ্ঠানে সুবর্ন লেকচার দিচ্ছে। কিন্তু তাকে সাবলীল মনে হয়নি। উপস্হিত শিক্ষার্থীরা প্রশ্ন করলে ঠিকমতো উত্তর দিতে পারছেনা। তাই তারা হাসাহাসি করতেছিলো।
আর আইজাক নামটি কী বংশগত? নাকি কোন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান দিয়েছে??
Not his real name. His name is as fake as his letters from dignitaries. He is of course innocent as a child but main culprit is his dad.
আসল কথা হলো তরা বাংলাদেশীরা রত্ন চিনচ না আমাদের ভারতে সুবর্ণর কত ইজ্জত জানিস? আরে জানবি কি ভাবে তরাতো নামধারী মুসলিম হৈয়া পরকীয়া ও ধর্ষণ কাজে লেগে থাকবি। কিছু দিন আগে আমাদের আসামেও তাকে নিয়ে আনা হয়েছিলো, যেখানে ৯৯% প্রফেসর হিন্দু ছিলো। ভারতের মতো একটি হিন্দু রাষ্ট্রে স্থান পাওয়া এতো সহজ নয়।
DON'T INSULT BUT GIVE HIM HONORE, GO AHEAD, BOLD VOICE OF DR.SUBHAS CHANDRA SAHA
বেশি বাড়লে যা হয়,,,,,
নিজের গুন নিজে গাইলে গুনি হওয়া যায় না
যতটুকু আছে ততটুকুই স্বীকৃতি দেওয়াউচিত অতিরঞ্জিত করে কি লাভ??
ফ্যাক্ট ওয়াচ এর পরিচালকের কথা বলার সাথে সাথে তার হাত, মুখের অঙ্গভঙ্গি দেখেই মেজাজ গরম হয়ে গেলো।😡😡
প্রথম আলো হলুদ সাংবাদিকতা ছড়ায়। নিউজগুলো আরেকটু সুন্দর করে করলে হতো না?
ভাল প্রতিবেদন।
ছেলেটা মেধাবী। কিন্তু তার বাবা মা অঅতিরঞ্জিত করে।
They also make fake letters and certificates..
Soobarna our Pride & Assets - মিডিয়া পরিবারকে বলছি - শুধু শুধু বিতর্ক জরাবেন না
Please give him some spaces to bloom. Suborno is very talented, no doubt. To become a professor he needs some university qualifications, some job engagements, and published apers. Though these things need time, this genius can excel them shortly.
I want ask his father, how his name become Isacc??? This is not a Bangladeshi name nor a Muslim name. It's a clean propaganda by his greedy parents.
প্রথম থেকেই কঠকা লাগতো,
যখন দেখলাম ইসহাক থেকে আইজ্যাক হয়েছে।
I hope soborno gets to live his childhood also along with studies of course as he has a precious gift.
But..
He will be pressurized very much in future if this keeps on going.
হেতের বাপ এখন কানতে কানেত লাইভে আইবো! ক্যান যে নিউজ করছেন 🤣🤣😅
কান্দাকান্দি দেখতে ভালো লাগে না আর
সুবর্ণ আইজেক প্রফেসর হওয়ার জন্য এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড না থাকাটাই স্বাভাবিক।
0:47 এই লোকটা একটা সাইকোপ্যাথ
"প্রথম আলো " র সমস্যা কেন?
সবার এত জ্বলে কেন বারীকে স্যালুট
Shuborno i jack je shob university gulere lecture day Bangladeshe jara tar birodita korteche tara universityte admition nearo joggota vai.
Facebook itself is a bogus social media. Suborno is a wonder child. He was invited to deliver lecture at Pune University. He is the Einstein of this Era.
সূবর্ণ আইজেক একজন প্রফেসার না শুধু সে একজন প্রফেসরদের প্রফেসার।Not only Suborno aijak a professor but also He is a professor of professors.
বলদা
সূবর্ণ এর বাবার চাপাবাজি বেশি । ঐ লোকটা ছেলেটার জন্য ভবিষ্যতে সমস্যার কারণ হতে পারে । কারণ মানুষ স্বাভাবিক জীবন চায় । অতি পরিচিতি, স্বাভাবিক জীবন কে বাধাগ্রস্ত করে ।
মেধা যাচাই করার জন্য দরকার আরো বেশি মেধা 😂😂😂😂
নিন্দুকের কোনো মেধা লাগে না 😂😘😘
আমরা বাঙালি পিছনে টানা শিখেছি।কাউকে সামনে ধাক্কা দেওয়া শিখি নি।
সে অমান্য মেধাবী হয়েছে বিদেশে গিয়ে,,এদেশে ওর মত হাজার ছেলে নষ্ট হয়ে গেছে। ওর মা বাবা জন্য ছেলেটার চিন্তা শক্তি দূর্বল করে দিয়েন না।
tik bolsen vai
bagali der eta kub kharap tradition, pisondike maro tan
Bangalair gul mara sovabta o kintu ase
এই বাবা মা ছেলেটির জীবন ধ্বংস করে দিচ্ছে। এই বাচ্চা তার ছোট বেলা হারিয়েছে, যেখানে একটি বাচ্চা হাসি খেলা করে বড় হবে অন্য বাচ্চাদের সঙ্গে। আমি লক্ষ্য করেছি বাচ্চাটি অন্য বাচ্চাদের সঙ্গে মিশতে চায়, ওর চোখ অন্য বাচ্চাদের মতো আনন্দ করতে চায়।
After he won the Child Prodigy Award as a scientist, Ruia College of Mumbai University appointed him as a scientist and visiting professor of Physics. He is an 11-year-old professor who is a Bengali-American prodigy. He is now considered the youngest professor in the world.
🤣🤣🤣
@@ayat5483 God Bless You. Get well soon 🙏
🏳⚧ We love this wonder kid.
চিটার গুলো র জন্য তার ছেলে টা মানুষ এর সামনে সারকাস হয়ে যাবে
জামাল নজরুল ইসলাম স্যারের কিন্তু আমরা বাঙালিরা জানি স্টিফেন কে কিভাবে সম্মান দিতে হয় এবং ইহুদী বিজ্ঞানী ও অন্য জাতির বিজ্ঞানীদের কিভাবে সম্মান দিতে হয়
i think in one sense , that child prodigy is correct, but , he needs to work on particular thesis, then they would give him an honor, or they can give him a recognition.
i would request professor bari to wait for him , untill 18 or 20 and let him research on particular theory and make that theory in a debatable statement. consequence would be the recognition of his talent and he would be definitely then recognized to the world as scientist, and professor as well.
i hope you understand. thank you.
Good wishes for this boy. He is tremendously talented. We expect good things from him. The exaggeration both from his parents and the media (against) will limit his work. If he feels there is a lot of expectations from him then he cannot create anything. Please let him grow. Rather teach him what is right and wrong.
ছেলেরটার বাবা মা বেশি বাড়াবাড়ি করেছেন। এমনকি কোনো টকশো আনতে চাইলে বাবা নাকি অনেক ডিমান্ড করে।
সবকথা শেষকথা সর্বশ্রেষ্ঠ চেয়ে সর্বোউওম হওয়াটাই শ্রেয়,
আমাদের দেশটাই এরকম সফল মানুষদের কে নিয়ে হিংসা করা ,,,,,
ভাইরাল হওয়ার ধান্দা দরকার কি 😂😂🤣🤣🤣😂🤣🤣🤣😂😂😂😂😂🤣🤣🤣🤣🤣🤣
বিশ্বের বিভিন্ন দেশে প্রাইমারি, স্কুল লেভেলে অনেক অলিম্পিয়াড হয়। এইসব এ যারা গোল্ড, সিলভার মেডেল পায় তাদেরকে প্রকৃত মেধাবী ধরা যায়। এই ছেলেকে তো কখনো এইসব এ অংশগ্রহণই করতে দেখি নি 😐
সে এতো জিনিয়াস হলে তো প্রতিবারই ভালো ফলাফল করতো।
বাংগালী ভালো চোখে দেখবেনা বাংগালী কে😢 এটি আমি গত ২৫ বছর প্রবাস জিবনে অনেক দেখেছি যদি অব্য দেশের হতো এই সুবর্ন তাহলে অনেক উপরে চলে যেতে,পরিমনিকে নিয়ে আথি আমলা😅
Amio bissas kori Soborno ni sondehe medabi.
Guys chill he's just an average child , his parents made him memorize physics formulas instead of nursery rhymes 😂
Fact watch যে Authentic এর কি প্রমান আছে
রাইট
এই ছেলেটার পিছনে আপনারা লাগলেন কেনো বুজলাম না??
I am a grown person who is working in a field of science and what he is showing is all about the education that are taught upto grade 12. I am not saying that this is not remarkable. It of course is. But he has not done something that he can be called professor for. His parents are definitely ruining his image and childhood to be famous. You gotta have eyes to see that.
@@erinlearns4897 facts, logic, reasoning does not work with Bangladeshis. It's all about feeling and emotion..
Good Job Prothom Alo
This is the definition of 420 🙄
সে ভারতের কাছে বিক্রি হয়ে গিয়েছে।তাকে নিয়ে গবেষণা না করাই উত্তম।
He is now hindu & indian...
হ্যা কি যে বানাচ্ছে তার বাপ ই ভালো বলতে পারবে। জাই হক তাতে কিছুই যায় আসে না কার
FFHC
ফাদার ফার্স্ট হেয়ার কাট
Subor no baba ma tomra ageya joy hajar salam keso janoyar asa valo keso kurar aga voy dakay sata Holo Bangla desh
বাবা মায়ের জন্য বাচ্চাটার জীবন নষ্ট হচ্ছে
ইচ্ছে করে প্রথম আলো আর Factwatch এর গালে কষে ২ টা থাপ্পর দিতে।😂🙃😀
চড় কেনো? তাদেরও যে মেধা আছে তার প্রশংসা করা দরকার।প্রথম আলো,ফ্যাক্টওয়াচতো সর্বোপরি বাঙালী। তারা একদিন দেখবেন …বলতে ভয় হচ্ছে। আসলে বলতে চাচ্ছি পাকিস্তানি বংশদ্ভূত বাঙালী প্রকাশ পাচ্ছে। যে কোন জায়গায় এরা আছে।কিছু দিন আগা তারা চাঁদে গিয়েছিলেন এবং প্রচারও করেছিলেন তারা কাউকে চাঁদে দেখেছেন।তো তাদের থেকে বাঙালীর বিজয় গান গাওয়া কি করে আশা করা যায়। সামনে এমনও দিন আসবে প্রথম আলো এই বাঙালী পুড়ে ফেলবে।প্রথম আলোর কোন চিহ্ন থাকবে না।তারা কতোটুকু অমানুষ হলে এমন ঘৃণ্য মন্তব্য করতে পারে বাংলার গৌরব ঐশী জ্ঞানের প্রতীক ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের প্রিয় বিশ্ববিখ্যাত বিজ্ঞানী সুবর্ণ আইজ্যাক বারীর বিষয়ে এমন ঘৃণ্য মন্তব্য করতে।তাদের অপেক্ষা করে গবেষণা করা উচিৎ ছিলো সুবর্ণ আইজ্যাক বারীর বিশ্বজয়ী প্রফেসর হওয়ার প্রতিটি ধাপ।আমি একজন কাব্য প্রেমিক মানুষ। আমার সাতটি উপন্যাস ছয়টি কবিতার বই প্রকাশ হয়েছে।সারাদিন লেখালেখি নিয়ে থাকি।কিন্তু সুবর্ণ আইজ্যাক বারীর প্রতিভা দেখে শুধু সুবর্ণ আইজ্যাক বারীর প্রোগ্রাম গুলো দেখছি আর অবাক হচ্ছি তার সন্মান দেখে।আমার সাহিত্য জগৎ থেমে থেমে চলছে সুবর্ণ আইজ্যাক বারীর আলোর ছোঁয়ায়।আবার ত্যাজদীপ্ত হচ্ছি সুবর্ণ আইজ্যাক বারীর পদশব্দের ঝঙ্কারে।আসলে সূর্যের আলো কেউ আলোক রঙ হিসেবে গ্রহণ করে আবার কেউ উত্তাপ আঁধার গ্রহণ করে।প্রথম আলো আর ফ্যাক্টওয়াচ সুবর্ণ আইজ্যাকের আলোকে উত্তাপ আঁধার হিসেবে গ্রহণ করার ফলে মুখে যা তা বলছে।আসলে গ্রহণ যোগ্যতার বিষয়। আমি বলবো সমালোচকরা আরো অপেক্ষা করে মন্তব্য করুন।ধন্যবাদ।
Right@@StudentPoet-dm5um
Suborno এর বাবা একটু বেশি এই করছে... Or parents ওর childhood তা ruin করছে... Suborno জানে না যে ওর Parents ওকে ইউজ করছে i hope Suborno বুঝতে পারবে একদিন. He is talented but his parents being too much.. Specially his dad... Being too much attitude guy... 😒R hea Suborno কোনো professor নয় so এই post তা use করো না toh better... And ওর parents ওর image & childhood পুরাই ruin করছে জেনে বুঝে... এত pressure ঠিক না