How hasnat handled all her questions!! Lyk wow!!!. Anyone in his position would hv shattered... But he clear every confusion about any topic with clear description....👏👏
🤣🤣 Ek kotha ke bar bar guriye bolle seTa smartly handle hoye jay ?? Jeta ask kora hoy oi main point Niye na bole mukhosto kotha gula bola ta smart way ?? How funny ..
যমুনা টিভির ভাইরাল উপস্থাপিকা জিজ্ঞাস করছে ছাত্রকে - এই কয়দিনে কি পরিবর্তন করেছেন? - আপনি এতদিন টকশতে বিলাই ছিলেন, এখন বাঘিনী হয়ে গেছেন এইটা কি কম বড় পরিবর্তন?
একটা জিনিসে মজা পেয়েছি এবং খুশি হয়েছি যাকে প্রশ্ন করা হয়েছে কোন মুভির গান, সে সেটার উত্তর দিতে পারেনি। তার মানে বোঝা যাচ্ছে সে এই সব অপসংস্কৃতি থেকে নিজেকে দূরে রাখতে পেরেছে। এই উত্তর দিতে না পারাটা তার ব্যর্থতা নয়, এটি তার জন্য পজিটিভ গুন হিসেবে ধরা দিয়েছে
উপস্থাপিকা আপু জিজ্ঞেস করলেন ১০ দিনে অনেক বড় পরিবর্তন এসেছে।আসলেই তো।বিগত ১৬ বছর এত সাহসিকতার সাথে উনি ফ্যাসিস্ট সরকার কে এরকম প্রশ্ন করতে পারেননি,যা এখন করতে পারছে। উনার এই বাকস্বাধীনতার জন্য উচিত বৈসম্মবিরোধী ছাত্র আন্দোলনের কাছে কৃতজ্ঞ থাকা
চমৎকার ভাবে উত্তর, চিন্তা ভাবনা এবং কাজের লক্ষ্যগুলো উপস্থাপন করেছে হাসনাত আবদুল্লাহ ভাই। সাংবাদিক ভাই-বোনদের প্রতি আহ্বান আপনারা তাদের সময় দিন, তাদের কোন ভুল পদক্ষেপ হলে তা দরিয়ে দিবেন। অহেতুক প্রশ্ন করে তার উত্তর পুরোপুরি না শুনে এড়িয়ে গিয়ে বিভ্রান্তি ছড়াবেন না। জনগণ ভালোবেসে আপনাদের যেমন উপরে তুলেছে সাদা কে- সাদা বলার সাহস দিয়েছেন তেমনি আপনাদের সাংবাদিক এর ভুলে কোন ক্ষতি হল জনগন আপনাদের ও ভুলে যাবে
উপস্থাপিকা আপা, আজ খুব জোর গলায় সমন্বয় হাসনাত আব্দুল্লাহ কে প্রশ্ন করে আবার তাকে থামিয়ে দিচ্ছেন উত্তর সম্পূর্ণ দিতে দিচ্ছেন না আবার হঠাৎ চিল্লায় উঠছেন তার নাম ধরে .. খুবই চমৎকার।। এই ধরনের ব্যবহার পূর্ববর্তী সরকার থাকাকালীন কোথায় ছিল?তখন কেন কাউকে প্রশ্ন করেন নি এভাবে? তখন তো ভালোই পা চাটসেন . মনে রাখবেন আপনার এই স্বাধীনতা এই ছাত্র দের কারণেই আসছে আপনাদের উপরে উঠাতে পারলে আবার নামাতেও পারবো
@@Rushaddentalcareতাদের কি উদ্দেশ্য বুজতে পারছে এখন মানুষ। তারা সাধারণ ছাত্রদের ভুল বুজিয়ে সাথে নিয়ে মন্ত্রী হতে চায় এখন বিএনপিকেও বেবহার করতে চায় বলে তাদের দুস মুখে আনেনা,
@@SultanaArzuVlogs hae toh shomadhan ki ekdin ei hoy? ei 15 bochor desh er jei khoti hoise shob 1 din ei thik kora shomvob? biplob hoile desh thik korte shomoy lage. At least 1 bochor to shomoy diben? ta na kore 1 din ei lafacchen apnara eto shohooj mone korle nije desh chalan tarpor bujhben koto complicated eishob
জী ঠিক বলেছেন এত সাহস কথাই ছিল এতদিন বাক স্বাধীনতা পেয়েছেন তার মর্যাদা নামিয়ে দিবেন না, যারা ভাইরাল করেছেন তা্যরাই পারেন নিচের নামিয়ে দিবে মনে হয় উনি চোর ধোরেছেন।
মানুষ ততোক্ষণই 'বাকস্বাধীনতা'র জন্য লড়াই করে যতোক্ষণ তার বাকস্বাধীনতা থাকে না। আর যখনই তার বাকস্বাধীনতা পেয়ে যায়, তখনই সে অন্যের বাকস্বাধীনতা বন্ধ করে দিতে চায়✍️
যমুনা টিভির দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা জনগণের কাছে আস্থার এবং সম্মানিত একটি চ্যানেল। এই সম্মান ধরে রাখুন। এই ধরণের চাটুকার বিতর্কিত উপস্থাপিকাদের কারণে নিজের প্রশ্নবিদ্ধ করবেন নাহ।
যমুনা টেলিভিশন এর উপস্থাপিকা আওয়ামী লীগ নেতা,এমপি,মন্ত্রিদের এমন প্রশ্ন করতে পেরেছিলো?????? জানতে চাওয়া আমার মন। এখন প্রশ্ন করার স্বাধীনতা পাইছে এই আন্দোলনের উসিলায়।
উপস্থাপিকাকে আমার অনেক ভালো লাগতো। আজ বুঝলাম উনিও একটা পক্ষের চামচা। ছাত্রদের আন্দোলনে বাক স্বাধীনতা পেলো, কিন্তু এখন তাদেরকে ডেকে এনে অপমান করতেছে। সমন্বয়ক হয়ে যেনো সব ঠেকা তাদের।
আপনার কাছে আমাদের ছাত্রজনতার প্রশ্ন "আপনি বিগত ১৫ বছর কোথায় ছিলেন? গত ১৫ বছর এমন কি কোনো ঘটনা ঘটেনি যেইটার অবিচার হইছে? বিশ্বজিৎ বিষয়ে কখনো কাওকে আপনি এমন কাউন্টার দিয়েছিলেন? আপনার প্রফেশন এর "সাগর ও রুনি" বিষয়ে কখনো কাওকে প্রশ্ন করেছিলেন? ফেলানি মামলা বিষয়ে? আবরার ফাহাদ মামলা? সাংবাদিকতা মানেই হুটহাট মনে যা ছিলো প্রশ্ন করে ফেলা? বাস্তবতা দেখেছেন? "
তখন নেতাদের চাটছে আর এখন ভাইরাল হয়ে ওভার স্মার্ট বেয়াদগিরি দেখাইতেছে। ওর কতো ইন্টারভিউ দেখলাম বিভিন্ন নেতাদের সাথে সবার সাথে হাসিখুশি কোন কাউন্টার করতে পারেনি আর এখন সে আসছে ফাইজলামি করতে।
আপনাকে একটু ভিন্ন পার্সপেক্টিভ থেকে চিন্তা করতে হবে সেই ফ্যাসিস্ট গভর্মেন্টের আমলে যেসব সাংবাদিকগণ সাহস করে প্রতিবাদ করেছিলেন তারা প্রত্যেকেই ঘুম কিংবা হত্যার শিকার হয়েছেন। পরিবর্তন কারো না কারো হাত ধরে আসে তাকে আসতেই হয় প্রকৃতির নিয়ম জালিমের জুলুম বেশি দিন স্থায়ী হয় না শোনেন ভাই আগের 15 বছরের হিসাব বাদ দেন এখন আমাদের প্রত্যেকের উচিত আত্মসমালোচনা করতে শেখা এবং সেগুলোকে সহ্য করার ক্ষমতা অর্জন করা । আগের 15 বছর কি হয়েছিল না হয়েছিল, সেটা না ভেবে এটা ভাবুন যাতে ভবিষ্যতের 15 বছর একই দশা না হয়। এতেই কেবল কল্যাণ। আসুন একে অপরের আত্মসমালোচনা করি একে অপরের আত্মসমালোচনার মাধ্যমে নিজেদেরকে সংশোধন করে একটি উন্নত জাতিকে নিজেদেরকে পরিণত করি।
"হাসনাত" আঁতকে উঠলাম আপনার চিৎকার শুনে। এতোদিন কোথায় ছিলো এতো বড় আওয়াজ? সীমা অতিক্রম করবেন না। গেস্টদের সম্মান দিতে চেষ্টা করুন, উনার বয়স কম বা বেশি হোক। ⚠️
নিকোলের কাছ আমার প্রশ্ন :- "বাংলাদেশের ইতিহাসের কুখ্যাত সৈরাচারের বাপের তথা পারিবারিক শোক দিবস কীভাবে রাষ্ট্রীয় শোক দিবস হয়?? " আর আপনি গত ১৭ বছর কইছিলেন?? কই আওয়ামীলীগের কাউকে তো এভাবে প্রশ্ন করতে পারেন নাই।
আপনি এখন যে পরিমাণ সাহস দেখিয়ে ছাত্রজনতাকে প্রশ্ন করছেন, এত সাহসিকতা গত ১৫ বছর ধরে কোথায় ছিল? ফ্যাসিস্ট সরকার যখন ক্ষমতায় ছিল তখন এত সাহসিকতা নিয়ে প্রশ্ন করেননি, করতে পারেননি। আর এখন ঔদ্ধত্য দেখাচ্ছেন, সেটাও পেয়েছেন ছাত্রদের জন্যই।
আমি একটি বিষয় লক্ষ্য করেছি, বাংলাদেশের টিভি চ্যানেলের বেশিরভাগ উপস্থাপিকা মেধাহীন এবং আনস্মার্ট। তারা নিজেদেরকে স্যাভেইজ দেখাতে গিয়ে গার্বেজ হয়ে ওঠেন। কারো কারো আচরণ, বডি ল্যাংগুয়েজ, ভাষার ধরন, শব্দচয়ন এতটাই অভব্য যে তাকিয়ে দেখবার মত নয়। অথচ মেয়েদের ব্যাপারে এটি উল্টো হবার কথা ছিলো। কিন্তু আমাদের দেশেরগুলো সম্ভবত ভেবে বসেছেন, লুঙ্গি ড্যান্স কোন সিনেমার গান এটি বললেই অপনেন্টকে জব্দ করা হলো। ক্রমান্বয়ে এধরণের গর্ধভ মার্কা প্রশ্ন করলেই বুঝি তিনি যে কতটা তীক্ষ্ণবুদ্ধির সেটি প্রকাশিত হবে এবং দর্শকরা প্রশংসা করবেন। এতটা ক্ষ্যাত চিন্তা তাদের মাথায় কোত্থেকে আসে! একজন উপস্থাপক কিংবা উপস্থাপিকাকে যেহেতু খুব অল্প কথা বলতে হয় সেহেতু তার উচিৎ টু দ্য পয়েন্টে কথা বলা। মনোভাব আর্টিকিউলেটলি প্রকাশ করা। যে বিষয়ে অনুষ্ঠান সে বিষয়ে যথাযথ ধারণা নেবার জন্য রিসার্চ করা, পড়া প্রচুর। কিন্তু দুর্ভাগ্য আমাদের, বেশিরভাগ উপস্থাপক এবং উপস্থাপিকাই এগুলোর ধার দিয়ে যান না। তারা গেস্টদের প্রশ্ন করেন ফেইসবুকে ফাতরা পোলাপান যে ধরনের রঙ্গরস করে হুবুহু সেগুলো! মাথায় ঘিলু না থাকলে কিন্তু রূপবতী মেয়েদেরও আর রূপবতী লাগে না। সুতরাং এদিকে ট্রাই করেও লাভ নেই। এইযে গতকাল যমুনা টিভির উপস্থাপিকা রোকসানা আনজুমান নিকোল কোটা সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে যা প্রশ্ন করলেন তাতে বোঝা গেলো তিনি অত্যন্ত ক্ষ্যাত একজন কেউ হবেন। রুমিন ফারহানাকে আয়নাঘর প্রসঙ্গে জিজ্ঞেস করেন, "হাওয়া ভবন ফিরিয়ে আনছেন?" আকাশ থেকে পড়বার অবস্থা হলো! অর্থাৎ উনি জানেনই না যে আয়নাঘর কি আর হাওয়া ভবন কি! ঘরের সাথে ভবনের মিল আছে তাই ভেবে নিয়েছেন একই কিছু হবে হয়ত! হাহাহা। শার্ট প্যান্ট ব্লেজার পরে উপস্থাপনা করলেই যে কেউ আমানপৌর হবেন তা কিন্তু নয়। ব্রিটিশ কমেডিয়ান ফিলোমিনা কাঙ্ক সম্ভবত আপনাদেরই মিমিক করেন মক করেন। একটু পড়াশোনা করুন, একটু শিখবার চেষ্টা করুন। হাম্বল রিকোয়েস্ট। ফেইসবুকেইতো আজকাল কত দেখি শর্ট কোর্স এসব বিষয়ে। সুন্দর করে কথা বলতে শিখুন। আর কত লজ্জা নেবেন!
Dear presenter You know what changed? The way you could “sarcastically” stop someone from putting his/her POV that is what changed. Did you think you could do that a year back? If no. Then you already got your answer. Cheap thrills doesn’t make you savage btw :)
মানুষ কে বেশি প্রশ্রয় দিলে যে মানুষ বেশি বাড়ে,এই উপস্থাপিকাই তার নমুনা।সবকিছু ঠিকই ছিলো কিন্তু তিনি একজন হোস্ট হয়ে গেস্ট হাসনাত ভাই এর উপর ধমকের সুরে কথা বলা একটু বেশিই হলোনা?!এখন ত মনেহচ্ছে যমুনা টিভি কে আমরা বেশিই উপরে উঠিয়ে ছিলাম
গত ১০ দিনের সবথেকে বড় পরিবর্তন হচ্ছে আপনি মনের খুশিতে ফালতু প্রশ্ন এখন করতে পারছেন। স্বাধীনভাবে উদ্ভট প্রশ্ন করার সাহস পাচ্ছে।, যেটা গত পনেরো বছরে খালেদ মহিউদ্দিন ছাড়া আর কেউ পারেনাই। এটাই পরিবর্তন। ধন্যবাদ। 😊
রক্তনদী থেকে উঠে আসা শিক্ষার্থীদের আবেগ আপ্লুত কিছু কথা, কিছু ছোটখাট ভুল নিয়ে যারা খুব সিরিয়াস, তারা কিন্তু পাখির মতো মানুষ মারার সময় মুখ সেলাই করে বসেছিল
লাউ ও কদূর পার্থক্য কি? এ কেমন টকশোর শিরোনাম! কথার ভংগিমা জমিদারের মতো, প্রথম প্রশ্ন : লুংগী ড্যান্স কোন সিনেমার গান?!!! প্রশ্নের উত্তর শেষ করার আগেই চেচিয়ে থামিয়ে, আরেক প্রশ্ন করা! যমুনা টিভি সঠিক তথ্য তূলে ধরেছে সঠিক সময় এই জন্য ধন্যবাদ। নির্ভিক, মুক্ত সংবাদ মাধ্যমই আমরা আশা করি। কিন্তু, উপস্থাপিকার উপস্থাপনার ধরন আমার পছন্দ না। আপোষহীন সংবাদ প্রচার করতে গিয়ে এ কেমন প্রফেশনালিজম?!!! এই উপস্থাপিকার অনেক দিন ধরেই সংবাদ মাধ্যমে, তবে আওয়ামীলীগের সময় তার এই উপস্থাপনা কোথায় ছিল?! এখন উনি মুক্ত সংবাদ মাধ্যমকে জমিদারের বিচারালয় বানাচ্ছেন জনপ্রিয়তার আশায়। আপনাদের কাছ থেকে প্রফেশনালিজম আশা করি, ক্রিঞ্জ কন্টেন্ট নয়। পরিবর্তন হউক সুন্দর ও ন্যায়ের জন্য।
এই একই উপস্থাপিকা যখন আওয়ামিলীগ নেতাদের প্রশ্ন করতেন তখন আমরা বেশ বাহবা দিয়েছি। এখন কেনো প্রশ্ন করায় এত কথা?? যমুনাকে সব সময় স্বাধীন থাকতে দিন। সব সময় সুন্দর ভাবে প্রশ্ন করতে দিন যাতে পরবর্তীতে যে সরকার আসুক না কেনো ২ নম্বরি করতে ২ বার ভাবে। তারা জেনো চিন্তা করে কোনো এক সংবাদ মাধ্যম আছে যারা সত্যি টা সবার সামনে প্রকাশ করে দিবে
এখানে উপস্থিতিকা এবং সাংবাদিক ভাই নিরপেক্ষ কথা বলেছে সেজন্য আপনার কাছে তাদের বক্তব্য ভালো লাগে নাই আপনার পক্ষে কথা বললে আপনার কাছে ভালো লাগতো এটাই কি স্বাধীনতা
তাহলে কোথায় স্বাধীনতা কোথায় বৈষম্য বাক স্বাধীনতা সবচেয়ে বড় স্বাধীনতা উপস্থাপিকার কথা সম্পন্ন সঠিক রোকসানা আঞ্জুমান নিকোল ম্যাডামের অনেক টক শো দেখেছি সে কখনোই ভয় পায় না সত্য বলতে
এই নিকোল মুগ্ধের কথা বলতে গিয়ে কেঁদেছিল, সে দিন মিন মিন কথা বলেছিল,, আজ হাসনাতকে যেভাবে আক্রমণ করে প্রশ্ন করলো,, মনে হচ্ছে আওয়ামী লীগ কে সে খুব মিস করছে,, সেইম নিকোল,,
@@HridoyKhan-tg8ykছাত্ররা একসাথে কয়টা মার্ডার করসে একসাথে খবর গুলো দেখেন? মানুষকে কিভাবে হেনস্তা করতেসে জানেন?সারজিস যে ছাত্রদের ব্যবহার করে রাজনীতি করতেসে বুঝেন?কেনো তারা শিহ্মাপ্রতিষ্ঠান কেনো খুলতেসেনা,সব ত স্বাভাবিক? এখন শিহ্মা প্রতিষ্ঠান যদি খুলে দেয় তাহলে সারজিসের গনজোয়ার এর লোক পাওয়া যাবেনা। আমি বিএনপি আওয়ামী লীগের চ**দিনা মিডেল পয়েন্টে আসে। এই সরকার ভালো কাজ করবে,করতেসে কিন্তু অপরাজনীতি করতেসে ছাত্রদের জিম্মি করে,আমার ছাত্র ভাইয়েরা নিজেরাও জানেনা যে তারা রাজনীতির স্বীকার।
এই একই উপস্থাপিকা যখন আওয়ামিলীগ নেতাদের প্রশ্ন করতেন তখন আমরা বেশ বাহবা দিয়েছি। এখন কেনো প্রশ্ন করায় এত কথা?? যমুনাকে সব সময় স্বাধীন থাকতে দিন। সব সময় সুন্দর ভাবে প্রশ্ন করতে দিন যাতে পরবর্তীতে যে সরকার আসুক না কেনো ২ নম্বরি করতে ২ বার ভাবে। তারা জেনো চিন্তা করে কোনো এক সংবাদ মাধ্যম আছে যারা সত্যি টা সবার সামনে প্রকাশ পায়
Agreed. I was awestruck with her aggressive attitude towards Hasnat. She suddenly became over confident and didn’t even let Hasnat speak properly or finish his sentences.
নিকোলের কাছ আমার প্রশ্ন :- "বাংলাদেশের ইতিহাসের কুখ্যাত সৈরাচারের বাপের তথা পারিবারিক শোক দিবস কীভাবে রাষ্ট্রীয় শোক দিবস হয়?? " আর আপনি গত ১৭ বছর কইছিলেন?? কই আওয়ামীলীগের কাউকে তো এভাবে প্রশ্ন করতে পারেন নাই।
@@KamrunnaharSurma-w1j আমিও সেই কথাটা বলিতেছি। যে এতটি বছর এই সরকার এতটি বছর জুলুম করছে। বাংলাদেশের কোনো মিডিয়ার সাংবাদিক কথা বলেনাই। এখন খুনি হসিনা পালিয়ে গেছে।এখন দেখি কত সুশীল জন্মনিয়েছে।এখন দেখি সাংবাদিক মুখে কথা পুটেছে।হায়রে সাংবাদিক
একটা বিষয় যা অনেকেই এই interview দেখে বুঝেনাই যে নিকোল ম্যাম যথেষ্ট disrespectful. সে হাসনাতের সাথে পুরো interview তে যেভাবে কথা বলেছেন সেটায় আমি খুবই অবাক হলাম। একজন নিরপেক্ষ সাংবাদিক হলে সে কখনো এক পক্ষের হয়ে ১০ টা প্রশ্ন করতেন না। দেশের এত বড় পরিবর্তন এ হাসনাত সহ সব student দের অবদান ছিল সেখানে এ ম্যাম বারবার তাদের বিভ্রান্তিকর প্রশ্ন করেছে যেখানে বেশির ভাগ ক্ষেত্রে সে আ. লিগ এর হয়ে কথা বললেন। এই প্রশ্ন গুলো তোলার আগে jamuna tv এর ভাবা উচিত ছিল যে এর মাধ্যমে তারা কোন পক্ষের হয়ে কথা বলে নিজেই বিভ্রান্তিতে পরছে নাতো। সবাই ম্যাডাম এর হয়ে কথা + প্রশংসা করেন কিন্তু একজন নিরপেক্ষ মানুষ কখনো এক পক্ষের হয়ে জোর গলায় সমন্বয়ককে থামিয়ে দেয়না। আপনারা হয়ত পুরো interview দেখেন নাই দেখলে সুধু তার প্রশ্ন করার ধরনের প্রশংসা করতেন না বরং উপস্থিতদের জবাব দেওয়ার ধরনের ও প্রশংসা করতেন। হাসনাত সহ দেশের বাকি সব ছেলে মেয়ে দেশের ভবিষ্যত আর গর্ব। হ্যা এমন অনেক অপ্রীতিকর ঘটনা ঘটেছে যার কারণে প্রশ্নগুলো আসা যথার্থ ছিল কিন্তু এই প্রশ্নের উত্তর দেওয়া জন্য সময় নষ্ট করাও ঠিক না। কারণ যাই হয়েছে আমি মনে করি মানুষের ১৫-১৬ বছরের বেদনা ভুলার নিরীহ কিছু দৃশ্য ছিল। কারণ এর থেকেও কুখ্যাত ঘটনা গত ১৫-১৬ বছরের নিত্য দিনের কাজে রুপান্তর হয়েছিল। আশা করি jamuna tv এইসব প্রশ্ন এনে দেশের important মানুষ গুলোর সময় নষ্ট করবেনা। আর এইসব উপস্থাপিকা যেন আরো ধৈর্যশীল হয়। গত ১৫ বছরে বাঘিনীর মত বুলি আসেনি এখন খুব এসেছে।
ঠিক বলেছেন। উপস্থাপিকা ধমকের সুরে অসম্মান করে কথা বলেছে হাসনাতের সাথে এবং বার বার হাসনাতকে বিব্রত করার চেষ্টা করেছে। এটা কোন উপস্থাপিকার ব্যবহার না। তিব্র প্রতিবাদসহ যমুনা টিভির দৃষ্টি আকর্ষণ করছি ।
Keno krte pareni? Jader sahosh chilo tara ageo kotha boleche akhno bolche... Apni hoyto bolenni... Jeta vul sheta k vul bolte shikhen... Tel mariyenna... Ora ek shorkarer poton ghotayse we appreciated... But ora vuler urdhe na... Ora na bujhe krtey pare... But apni sheta bolben e na eta kmn democracy...
মস্তিষ্ককে একটু কাজে লাগান না! ১৫ বছর সেই পরিবেশ ছিল না বলার। ছাত্ররা সে পরিবেশ চেয়েছিলো। এখন ছাত্রদের ভেতরকার কিছু মানুষই ক্ষমতার অপব্যবহার করেছে বিভিন্ন জায়গায়। আমি বলছি না সবাই, কিছু মানুষ করেছে। ছাত্ররাই রাজনীতিতে জবাবদিহিতার সুযোগ এনে দিয়ে তারাই যদি ভুলভাল কাজ করে তবে তাদেরকে কিছু প্রশ্নের জবাব তো দিতেই হবে।
গত ১৫ বছর কই ছিলেন আপু??? এই সাহস তখন দেখাইলে কিছু একটা ভাবতাম আপনাকে 😂 খালেদ মহিউদ্দিন ছাড়া এমন কেউ ছিলো না। আর আজকে যে গুমর দেখাচ্ছেন না?? সেটা পেয়েছেন শুধুমাত্র ছাত্রদের জন্য।
গত ১৫ বছর চলছে বলে এখনো চলবে ব্যাপার টা এমন নয়। আর ১৫ বছরের খোঁচায় আপনার রাজনৈতিক পরিচয় এবং প্রতিহিংসা খুব ই স্পষ্ট ভাবে প্রতীয়মান। এখনকার বাংলাদেশ হবে নিরেপক্ষ দল কানা রাজনীতি চলবে না
যে যমুনা টিভিকে নিয়ে মানুষ প্রশংসায় ভাসিয়েছে, তাদের চ্যানেলকে জাতীয় টিভি করার মত আবেগী আবদারও করেছে। সেই যমুনা টিভির উচিত নিজেদের উপস্থাপিকাকে সংযত হওয়ার জন্য বাধ্য করা।
এটাই তো বাংলাদেশের সমস্যা যে সরকারি আসুক না কেন তাদের বিরুদ্ধে কথা বলা যাবে না। আগের সরকারও তো সেম কাজই করতো তাহলে অতীত আর বর্তমানের মধ্যে পার্থক্যটা কি? যে লাউ সেই কদু।এটা আর বাকস্বাধীনতা কোথায় হলো? মনে হচ্ছে বাকস্বাধীনতা শুধু আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলার জন্যই হয়েছে এর বাইরে কেউ ঠিক ভুল কাজ করুক তাকে প্রশ্ন করা যাবে না তাইতো?
@@Jeshi.......2578 আগে বিড়াল হয়ে ছিল বর্তমানে সে যে এইসব কথা বলতে পারছে এইটাই কি পরিবর্তন না এইটাই কি বাক স্বাধীনতা হলোনা!?বাক স্বাধীনতা আছে বলে যে আপনি একজন গেস্ট এর উপর ধমক দিয়ে কথা আটকে দিবেন এইটার অধিকার ত আপনার নেই।আর আগে ত সরকার আটকে দিতো এইসব বললে এখন তো সমন্বয়ক রাঁ কিছু বলছে না,আমরা সাধারণ মানুষই এর বিপক্ষে বলছি তার মানে দাঁড়ায় তিনি আসলেই বেশি করছেন।
১. উনি ক্ষমতাসীন কাউকে এমন কঠিন প্রশ্ন করেছিলেন বলে আমার নজরে পড়েনি। আমি তার সকল অনুষ্ঠান দেখি এমন না। আইনমন্ত্রীর সাথে এক সাক্ষাৎকারে দেখেছিলাম উনি কথাই বলতে পারতেছেন না। যদি ক্ষমতাসীন কাউকে উনি এমন প্রশ্ন করে থাকেন তবে সেটার লিংক দিলে কৃতজ্ঞ থাকব। ২. কদিন আগে রুমিন ফারহানা কে প্রশ্ন করলো যে, " এ সরকারের ছিল 'আয়নাঘর' আপনাদের ছিল 'হাওয়া ভবন ' আপনারা ক্ষমতায় গেলে কি 'হাওয়া ভবন ' ফিরিয়ে আনবেন??" আয়নাঘর আর হাওয়া ভবন তো বৈশিষ্ট্যের দিক থেকে ভিন্ন জিনিস। সে এভাবে তুলনা করে কোন বিবেচনায়?? ৩.এবার আসি হাসনাত আব্দুল্লাহ প্রসঙ্গে। ধানমন্ডি ৩২ এ বা ঢাবির হলগুলোতে ১৫ তারিখ রাতে যা ঘটেছে তা নিন্দনীয়। কিন্তু এখানে হাসনাত আব্দুল্লাহর দায় কী?? তাকে কেন এমন প্রশ্ন করা হবে?? নাচানাচি কি "বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন" এর কেউ করেছে?? জনসাধারণের মধ্যে কেউ অতি উৎসাহী হয়ে তা করে থাকলে তা ঠেকানোর ক্ষেত্রে হাসনাত আব্দুল্লাহ কে??? সে তো না সরকার, না আইনপ্রয়োগকারী সংস্থা। তাহলে তাকে কেন এ প্রশ্ন করা হবে??
যারা যারা নাশকতা, লুটপাট, হামলা ও ডাকাতি করতেছে, তারা মনে হয় আওয়ামী লীগ, টোকাই ও ছিনতাই কারীরা হতে পারে। এই নাশকতাকারীরা সব সময় সুবিধাবাদী হয়ে থাকে। এরা, যে দল ক্ষমতায় আসে। সেই দলে ভিড়ে এবং সেই দলের সুবিধা নিয়ে থাকে। এদেরকে চিহ্নিত করে বিচার করা হোক T9
চমৎকার উপস্থাপনা । এভাবেই jamuna টিভি টক শো গুলো করলে কেউ ভুল কে সমর্থন করতে পারবে না । আর ওনার উপস্থাপনা আমার অনেক ভালো লাগে। ধন্যবাদ কারো দালালি না করে নিরপেক্ষ ভাবে প্রশ্ন করার জন্য
ইদানিং টকশোতে উনি যে ধরনের প্রশ্ন করেন তা অতিরিক্ত। উনার মনে রাখা উচিত ১৭ বছর ধরে ধ্বংস হওয়া দেশকে ১৭ দিনে ঠিক করা সম্ভব না, এরজন্য সময় দরকার। আশাকরি এরকম স্টুপিড প্রশ্ন করা থেকে বিরত থাকবেন l
@@user-md-robin02 নিকোল আপু হাসনাত আবদুল্লাহকে ধানমন্ডি ৩২ এ লুঙ্গি ড্যান্স নিয়ে এমনভাবে প্রশ্ন করলো as if ওরা নির্দেশ দিয়েছিল গানে নাচতে।এন্ড সমন্বয়কের ঘাড়ে এখন অনেক দায়িত্ব।আহতদের চিকিৎসার ব্যবস্থা করা ছাড়াও আরো অনেক কাজে জড়িত থাকতে হয়।উনি কিভাবে বুঝবেন যে ধানমন্ডি ৩২ এ সবাই লুঙ্গি ড্যান্স এর গান ছেড়ে নাচছে?তাই সমন্বয়ক দের এ ব্যাপারে দোষ দেওয়া নিকোল আপুর উচিত হয় নাই। এবং কঠোর শুরে কথা বললেই সেটা উচিত কথা হয়ে যায় না,উচিত কথা সম্মান এবং বিনয়ের সাথেও বলা যায়
💓👉👉উপস্থাপিকা নিকোল আপু আপনাকে স্যালুট। বাংলাদেশকে একটা স্বাধীন জাতি বলতে গেলে,তার একজন জাতির পিতা থাকবে,তাকে অস্বীকার করলে বাংলাদেশ বলেই কিছু থাকে না।মানলাম সে হয়তো ক্ষমতায় আসার পর একাই থাকতে চেয়েছে কিন্তু দেশের স্বাধীনতার ক্ষেত্রে তার অবদান কিভাবে আমরা ভুলে যাই?????? আজ আমার খুলনা ইউনিভারসিটির জুনিয়র মুগ্ধ মারা গেছে,আপনারা( নাহিদ,আসিফ) লিড দিয়েছেন,আপনারা খারাপ কাজ করলে কি,আমরা আপনাদের কিংবা মুগ্ধ,আবু সাইদ কে কী অস্বীকার করতে পারব????? আসলে ক্ষমতায় সব, যা বুঝলাম 😢😢😢😢😢😢😢😢😢😢
যমুনা টিভি কে বিনীতভাবে অনুরোধ করছি জনগণ আপনাদের মন থেকে ভালোবাসে, বর্তমানে আপনারা সবচেয়ে জনপ্রিয় চ্যানেল, দয়া করে সম্মান রক্ষার্থে এবং অস্তিত্ব ধরে রাখার জন্য এই অসভ্য বেহায়া মহিলাকে তাড়াতাড়ি বহিষ্কার করেন
গত ১০ দিনের সবথেকে বড় পরিবর্তন হচ্ছে আপনি মনের খুশিতে ফালতু প্রশ্ন এখন করতে পারছেন। স্বাধীনভাবে উদ্ভট প্রশ্ন করার সাহস পাচ্ছে।, যেটা গত পনেরো বছরে খালেদ মহিউদ্দিন ছাড়া আর কেউ পারেনাই। এটাই পরিবর্তন। ধন্যবাদ। (2)
@@mdshahoriarhossainsifat9197 এখন কি করলে আপনার মনে শান্তি লাগবে সেটা বলেন আগামী ১৫ বছর যে ভাবে চুপ ছিলো এভাবে চুপ থাকলে আপনি শান্তি পাবেন নাকি এই সরকার চুরি করলে তাদের ও সাফাই গাইতে হবে আসলে আপনারা কি চান সেই কথা বলেন উনি কি আইন ভঙ্গ করতেছে সমস্যা কি ভাই আপনাদের?
আমি বাংলাদেশে থাকি না বাংলার রাজনীতি ও করি না , কিন্তু এই অনুষ্ঠানটা দেখে মনে হলো এই যে লাল শার্ট বলা বক্তা তাদের মত লোকেদের কারণে এতো দিন হাসিনা বাংলার মানুষের গাড়ে বসে ছিল।
ভাই মাসুদ কামাল অনেক গুলো কথা ধরা যায়, একটু হয়রানি হয়েছে বলে ছাত্রদের কে রাইট দিলো এই হয়রানি করার এগুলো আইনের কাজ ছাত্ররা কি আইনের লোক। So আইনের লোক ১৫-১৬ বছরে তসবি পরেছে? ছাত্র সমাজি তো চ্যাক করে পথে পথে বের করে যাচ্ছে, উনার বেলার আসছে তো তাই ১৬ আনা অন্যের বেলায় ৪ আনা 😅
নিকোল আপনি যে স্ক্রিপ্টেড টকশো করেন সেটা আপনার প্রশ্ন করার ধরন দেখেই বুঝা যাচ্ছে। যেখানে হাসনাত আব্দুলা একনলেজড করেছে তিনি শুনেছেন এবং সেটার ঘটনাও বর্ননা দিতে যাচ্ছিলেন তখন আপনি থামিয়ে ওই গানের অরিজিন দেয়ার দরকার ছিলোনা।আর টকশোতে ডেকে এনে যদি কথা বলায় বাধাগ্রস্থই করেন তাহলে টকশো করার কি দরকার আপনার।
এই মহিলা নিজেকে অত্যাধিক চাতুর মনে করছেন।যেভাবে মানুষ মাথায় তুলেছিল সেভাবে মাথা থেকে নামিয়া ছুড়ে ফেলতেও সময় নিবেনা।আমার সবচেয়ে বেশী খারাপ লেগেছে উনি হাসনাতকে এক প্রকার পারসোনাল এটাকিং ওয়েতে আচরোন প্রকাশ করেছেন।
অনুষ্ঠান খুবই ভালো হয়েছে প্রথম 1 মিনিট দেখে খুব রাগ হচ্ছিল কারণ উপস্থাপক বক্তব্য শুনে মনে হচ্ছিল সে বৈষম্মবিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে কিন্তু অনুষ্ঠান শেষ করে অনেক ভালো লাগলো অনেক ভালোবাসা যমুনা টিভি কে
উপস্তাপিকার সবি ঠীক আছে, তবে যেটা যেটা প্রশ্ন করেছে সেই সব বিষয়ের ফল তাদেরি সংবাদ মাধ্যমে প্রচার করা আছে। যে ১. ছাত্ররা গাড়ি চ্যাক দেওয়ার ফলে কি কি পায়তাছে। ২. রাষ্ট্রঘটনের মধ্যে সাধারণ মানুষ হয়রানি হতেই হয়ম কারো কপালে ভালো মন্দ লিখা থাকে না ৩. ১০ জন ছাত্র-ছাত্রী এর মধ্যে ১০ জনেই যে ভালো সেটা ভাবা বোকামি চারা কিছুই না ৪. মূখ্য যারা আছে তারা অনেক কাজের দায়িত্ব এর মধ্যে ব্যাস্ত থাকে বর্তমান সময়ে। অতএব তাদের ফটোকপি নাই যে তারা সব জায়গায় শান্তি রক্ষা করতে পারবে ৫. একটু হয়রানি হয়েছেন বলে ছাত্র সমাজকে বলতাছেন কে রাইট দিলো তারা আইনের লোক, So আইনের লোক গত ১৫-১৬ বছরে কারটা ছিরেছে? নিজের বেলায় আসলে ১৬ আনা অন্যের বেলা ৪ আনা
এসব স্টুপিড মিমাংসিত বিষয়ে প্রশ্ন করে যমুনা টিভি কি প্রমাণ করছে।স্টুডেন্টদেরকে এভাবে বিতর্কিত করার কি আছে। আমরা যেমন খুশি হয়ে যমুনা টিভিকে মাথায় তুলেছি তেমনি ছুড়ে ফেলতেও দেরি করবোনা।
এই উপস্থিতিকার এতদিন বাকস্বাধীনতা কোথায় ছিল যখন নিজের কথা বলার বাকস্বাধীনতা ফেলো অন্যজনের বাকস্বাধীনতা হরণ করা শুরু করলো, আমি যমুনা টেলিভিশনকে পরিচালক কে অনুরোধ করছি এই উপস্থিতাকে বহিষ্কার করা হক,
মাসুদ স্যারের কথা শুনে কথাগুলি খুবই গুরুত্বপূর্ণ বলেছেন। রাস্তায় রাস্তায় আমরা শিকার হয়েছি সমস্যায়। ছাত্র আন্দোলনকারীরা বলছে আমরা স্বাধীন দেশ পেয়েছি কোথায় আপনার স্বাধীন কোথায় পেয়েছি স্বাধীনতা
How hasnat handled all her questions!! Lyk wow!!!.
Anyone in his position would hv shattered... But he clear every confusion about any topic with clear description....👏👏
একই কথা পুনরাবৃত্তি করছে।আর বেশি কথা বলে।
Apni ondho !
🤣🤣
Ek kotha ke bar bar guriye bolle seTa smartly handle hoye jay ??
Jeta ask kora hoy oi main point Niye na bole mukhosto kotha gula bola ta smart way ??
How funny ..
Ki bola uchit chilo or??? Lungi dance korte nisedh korbe o? Taholeo toh sadhinota honon hobe!
Dhanmondi 32 eFull dite deya hoy nh.. Seta public er khov... Ekhn jara eita korse seta niye somonnoyok ra ki korte parbe?
যমুনা টিভির ভাইরাল উপস্থাপিকা জিজ্ঞাস করছে ছাত্রকে - এই কয়দিনে কি পরিবর্তন করেছেন?
- আপনি এতদিন টকশতে বিলাই ছিলেন, এখন বাঘিনী হয়ে গেছেন এইটা কি কম বড় পরিবর্তন?
একদম ঠিক বলেছেন।
একদম ঠিক বলছেন
ভাই সেরা হইছে 😂😂
right
ঠিক।। 😂😂 উনার এই নাটকীয় বাঘিনীরুপ এবং গলার আওয়াজ আওয়ামী সরকারের আমলে কোথায় ছিলো,??? জাতি জানতে চাই?? (
সো প্রাউড অফ ইউ হাসনাত আবদুল্লাহ। 💜
এই বয়সেই এতো আক্রমণাত্মক প্রশ্ন যেভাবে হ্যান্ডেল করেছেন আপনি জাতির গর্ব।
😂😂😂
কই হেন্ডেল করলেন,,,লুঙ্গি খুলে দৌড় দেওয়ার মতো,,,প্রশ্নটাকে এড়িয়ে গেলেন৷
😂😂😂।কি জানতে চায় আর কি উত্তর দেয় সে।এটা নিয়ে আবার প্রাউড। 😅😅😅
😂😂😂😂
😂😂😂
হাসনাত আব্দুল্লাহ ভাইয়ের প্রতি সম্মান ও শ্রদ্ধা জ্ঞাপন করছি,,আপনারাই দেশকে নতুন ভাবে গড়ে তুলতে পারবেন, আমরা আশাবাদী,,
একটা জিনিসে মজা পেয়েছি এবং খুশি হয়েছি যাকে প্রশ্ন করা হয়েছে কোন মুভির গান, সে সেটার উত্তর দিতে পারেনি। তার মানে বোঝা যাচ্ছে সে এই সব অপসংস্কৃতি থেকে নিজেকে দূরে রাখতে পেরেছে। এই উত্তর দিতে না পারাটা তার ব্যর্থতা নয়, এটি তার জন্য পজিটিভ গুন হিসেবে ধরা দিয়েছে
সে ভালোই জানে। এসব নাটক না করলেও আমরা বুঝি।
Hasnat vaiyer kopaler dike dekhlei bujha jai..unar kopaler kalo dag shakkhi dei uni kotota pobitro thake
@@blueeyes8895BAL partyr lok naki bhai
সেই সবি জানে,জেনে ও না জানার অভিনয় করতেছে।
@@SultanaArzuVlogs কেন মনে হলো?
উপস্থাপিকা আপু জিজ্ঞেস করলেন ১০ দিনে অনেক বড় পরিবর্তন এসেছে।আসলেই তো।বিগত ১৬ বছর এত সাহসিকতার সাথে উনি ফ্যাসিস্ট সরকার কে এরকম প্রশ্ন করতে পারেননি,যা এখন করতে পারছে।
উনার এই বাকস্বাধীনতার জন্য উচিত বৈসম্মবিরোধী ছাত্র আন্দোলনের কাছে কৃতজ্ঞ থাকা
amon onak question korase apni please unar agar video gulo dhaken.
একদম তাই এই উপস্হাপিকার এতো সাহস কই ছিলো আর উনি যেভাবে কথা বলছে মনে হয় তার শএু এই ছেলেটা
রাইট
অনেকগুলো কমেন্ট পড়লাম...
আপনার কমেন্টটা ভালো লাগলো লাইক দিয়েছি। আসলেই অনেক বড় পরিবর্তন এসেছে। বেশি সাহস পেয়ে উপস্থাপিকা আপা বেয়াদব হয়ে গেছে।
আরে এসব কিছু না সুযোগ পেলে সবাই ফেমাস হতে চায়,,আগে গলার জোর কোথায় ছিল!!!
নিকোল আপনি একজন উপস্থাপিকা, কোন ইনভেস্টিগেশনের অফিসার না। প্রত্যেকের প্রতি আপনার সম্মান প্রদর্শন করাই আপনার প্রফেশনালিজম
১০০%
right
কেন কোন প্রশ্ন তোমাদের পক্ষে না গেলে সেই অপরাধী তাই না..
উপস্থাপকের কাজই এইটা।বিগত দিন গুলোতে দেখেন নাই তাই এরূপ মনে হচ্ছে।আপনি খালেদ মহিউদ্দিনের টকশোগুলো দেখেন।বুঝতে পারবেন।
@@raisulislam4883 vai apnar kothai onno kichur gondho pawa jachche
হাসনাত বয়সে ছোট হোক বা বড়, উনাকে সম্মান প্রদর্শন করতে ব্যর্থ এই মহিলা😤
চমৎকার ভাবে উত্তর, চিন্তা ভাবনা এবং কাজের লক্ষ্যগুলো উপস্থাপন করেছে হাসনাত আবদুল্লাহ ভাই।
সাংবাদিক ভাই-বোনদের প্রতি আহ্বান আপনারা তাদের সময় দিন, তাদের কোন ভুল পদক্ষেপ হলে তা দরিয়ে দিবেন। অহেতুক প্রশ্ন করে তার উত্তর পুরোপুরি না শুনে এড়িয়ে গিয়ে বিভ্রান্তি ছড়াবেন না।
জনগণ ভালোবেসে আপনাদের যেমন উপরে তুলেছে সাদা কে- সাদা বলার সাহস দিয়েছেন তেমনি আপনাদের সাংবাদিক এর ভুলে কোন ক্ষতি হল জনগন আপনাদের ও ভুলে যাবে
ঠিক বলেছেন ❤
উপস্থাপিকা আপা, আজ খুব জোর গলায় সমন্বয় হাসনাত আব্দুল্লাহ কে প্রশ্ন করে আবার তাকে থামিয়ে দিচ্ছেন উত্তর সম্পূর্ণ দিতে দিচ্ছেন না আবার হঠাৎ চিল্লায় উঠছেন তার নাম ধরে .. খুবই চমৎকার।। এই ধরনের ব্যবহার পূর্ববর্তী সরকার থাকাকালীন কোথায় ছিল?তখন কেন কাউকে প্রশ্ন করেন নি এভাবে? তখন তো ভালোই পা চাটসেন . মনে রাখবেন আপনার এই স্বাধীনতা এই ছাত্র দের কারণেই আসছে আপনাদের উপরে উঠাতে পারলে আবার নামাতেও পারবো
তথ্য-বেশ্যা ও নিকোলের পার্থক্য কি?
তাহলে পরিবর্তন টা কোথায় হলো?ওপেন থ্রেট দেয়াটা কি স্বেরাচারের লক্ষন না?
chillanor time stamp ta..?
Hmm
@@Rushaddentalcareতাদের কি উদ্দেশ্য বুজতে পারছে এখন মানুষ।
তারা সাধারণ ছাত্রদের ভুল বুজিয়ে সাথে নিয়ে মন্ত্রী হতে চায়
এখন বিএনপিকেও বেবহার করতে চায় বলে তাদের দুস মুখে আনেনা,
উপস্থাপিকা খুব Cool সাজতে চেয়েছেন, অথচ আইনমন্ত্রীর সাথে একদম লুতুপুতু টাইপের প্রশ্ন করছিলেন। স্টুপিড মহিলা।
সহমত ভাই
তথ্য-বেশ্যা ও নিকোলের পার্থক্য কি?
"আগে পা চাটতেন আর এখন আবেগ চাটেন "- দারুন
মুগ্ধর জন্য কান্না কি অভিনয় ছিলো,,,🙄🫡
শেখ হাসিনার মতো অভিনয়।
১০০% আওয়ামী আমালে এই মহিলা দালালি করে গেছে
বাসর রাতের পরের দিন বাচ্চা আশা করা মানুষ দেখিনি কিন্তু ড.ইউনুস দায়িত্ব নেওয়ার এক সপ্তাহের মধ্যে চমকীয় পরিবর্তন আশা করা মানুষ দেখেছি।
😂😂😂
একদম👍
উনারা তো ঘোষনা দিলো সব কিছু তারা সমাধান করছে।
@@SultanaArzuVlogs hae toh shomadhan ki ekdin ei hoy? ei 15 bochor desh er jei khoti hoise shob 1 din ei thik kora shomvob? biplob hoile desh thik korte shomoy lage. At least 1 bochor to shomoy diben? ta na kore 1 din ei lafacchen apnara eto shohooj mone korle nije desh chalan tarpor bujhben koto complicated eishob
@@SultanaArzuVlogsহাসিনা 41 হাজার কোটি টাকা ছাপায় ছে লাস্ট মুহূর্তে 😅 এখন বাজার অস্থিতিশীল
সাধারণ মানুষ যদি বছরে ১টা দিতে পারে তাহলে নোবেল জয়ী বছরে ১০০টা দেওয়া স্বভাবিক।
সবচেয়ে বড় যে পরিবর্তন এসেছে সেটা হল-
উনার ক্ষোভ আর সাহসী প্রশ্ন যা উনি গত ১৬ বছর সরকারের কাউকে করতে পারেন নাই😢
জী ঠিক বলেছেন এত সাহস কথাই ছিল এতদিন বাক স্বাধীনতা পেয়েছেন তার মর্যাদা নামিয়ে দিবেন না, যারা ভাইরাল করেছেন তা্যরাই পারেন নিচের নামিয়ে দিবে মনে হয় উনি চোর ধোরেছেন।
Right
right
Right
Right
ধন্যবাদ হাসনাত একাই সব মোকাবিলার জন্য, আর ধন্যবাদ জানাই হাজ্জাজ ভাইকে বাস্তবতা সম্পর্কে বলার জন্য
হাসনাত আব্দুল্লাহ তার কথা শুনে আজকে মন ভরে গেল আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আরও বেশি থেকে বেশি কল্যাণ এবং যোগ্যতা দান করুন
মানুষ ততোক্ষণই 'বাকস্বাধীনতা'র জন্য লড়াই করে যতোক্ষণ তার বাকস্বাধীনতা থাকে না। আর যখনই তার বাকস্বাধীনতা পেয়ে যায়, তখনই সে অন্যের বাকস্বাধীনতা বন্ধ করে দিতে চায়✍️
অনেক সুন্দর বলেছেন
Wow onk nice kotha bolechen❤
এই চলবে বাংলাদেশে
সঠিক কথা
This i's Bangladesh,,,
যমুনা টিভির দৃষ্টি আকর্ষণ করছি।
আপনারা জনগণের কাছে আস্থার এবং সম্মানিত একটি চ্যানেল। এই সম্মান ধরে রাখুন। এই ধরণের চাটুকার বিতর্কিত উপস্থাপিকাদের কারণে নিজের প্রশ্নবিদ্ধ করবেন নাহ।
সহমত
Agreed they should make her apologies or don't let her come on screen she has shown her color
পক্ষে বললেই ভালো আর বিপক্ষে বললেই দোষ আবার আপনারাই বলেন মিডিয়ার নিরপেক্ষতা প্রয়োজন দৃষ্টিভঙ্গী বদলান
Ekmot
Boycot nikol
সহমত
এনাকে উপস্তাপিকা না দিয়ে বিচারক দিলে ভালো হতো,,🥴
এই উপস্তাপনার মাধ্যমে বুঝই যায় মুগ্ধের জন্য কান্না করাটা অভিনয় ছিল👏
Right 😂oita puro puri vabe natok chilo Bangali ekhono bujhte parchena 😅
Ekdom tik bolecen
১০০% বুঝাই যায়
Right
righit
এইরকম চলতে থাকলে যমুনা টিভি কে বয়কট করলে বাধ্য হবো আমরা। যেমন ভালোবাসা দিতে পারি তেমন ঘৃণাও করতে পারি। যমুনা টিভির কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি
যমুনা টেলিভিশন এর উপস্থাপিকা আওয়ামী লীগ নেতা,এমপি,মন্ত্রিদের এমন প্রশ্ন করতে পেরেছিলো??????
জানতে চাওয়া আমার মন।
এখন প্রশ্ন করার স্বাধীনতা পাইছে এই আন্দোলনের উসিলায়।
এইটা কেই তো বলে স্বাধীনতা মদন . যেইটা BAL এর সময় ছিলনা
Good hit
Hmm.onera ager talkshow gula dekhen
@@MijanurRahman-jp8wkanisul haquer sathe talkshow age dekhen,tarpor bolen
উনি বরাবর ই এভাবে প্রশ্ন করেছেন
উপস্থাপিকাকে আমার অনেক ভালো লাগতো। আজ বুঝলাম উনিও একটা পক্ষের চামচা। ছাত্রদের আন্দোলনে বাক স্বাধীনতা পেলো, কিন্তু এখন তাদেরকে ডেকে এনে অপমান করতেছে। সমন্বয়ক হয়ে যেনো সব ঠেকা তাদের।
ভাই, বাকস্বাধীনতা পেয়ে তা কাজে না লাগালে সেটা পাওয়া না পাওয়ার কি পার্থক্য। উনি তো শুধু প্রশ্ন করেছেন। এবং সবাই তো যথার্থ উত্তর দিয়েছেন।
@@parvessarker-d6rতাহলে লুঙ্গি ড্যান্স দেওয়ার স্বাধীনতা আমাদের নাই?
সহমত।
ওনাকে চাকুরী থেকে বাদ না করলে
আমরাই যমুনা টিভিকে বয়কট করবো
Apnar Sathe Kotha millei thik ar na mille bethik. 😮
Jumuna টিভি একটু বেশিই ভালোবাসা পেয়ে গেছে, এরা যানেনা যারা ভালোবেসে তাদের কে উপরে উঠাতে পারে তারা কিন্তু আবার টেনে নিচেও আনতে পারবে
রাইট
❤
Agreed
রাইট
Jei sarthe aghat legeche omni dalali suru hoe geche koto tk kore pan
কিছু মন্তব্য পড়লাম। সবাই উপস্থাপিকাকে ধন্য ধন্য করেছেন ---? যমুনা টিভির জনপ্রিয়তা ধরে রাখার চেষ্টা ---? ধন্যবাদ হাসানাত আব্দুল্লাহ--😊
আপনার কাছে আমাদের ছাত্রজনতার প্রশ্ন
"আপনি বিগত ১৫ বছর কোথায় ছিলেন? গত ১৫ বছর এমন কি কোনো ঘটনা ঘটেনি যেইটার অবিচার হইছে? বিশ্বজিৎ বিষয়ে কখনো কাওকে আপনি এমন কাউন্টার দিয়েছিলেন? আপনার প্রফেশন এর "সাগর ও রুনি" বিষয়ে কখনো কাওকে প্রশ্ন করেছিলেন? ফেলানি মামলা বিষয়ে? আবরার ফাহাদ মামলা? সাংবাদিকতা মানেই হুটহাট মনে যা ছিলো প্রশ্ন করে ফেলা? বাস্তবতা দেখেছেন? "
Tokhon ki jomuna television chilo, na ei mohila sangbadik chilo
তখন নেতাদের চাটছে আর এখন ভাইরাল হয়ে ওভার স্মার্ট বেয়াদগিরি দেখাইতেছে। ওর কতো ইন্টারভিউ দেখলাম বিভিন্ন নেতাদের সাথে সবার সাথে হাসিখুশি কোন কাউন্টার করতে পারেনি আর এখন সে আসছে ফাইজলামি করতে।
@@NusratMarufaএই মহিলা কখন থেকে আসছে একটু বলবেন। উনি কি ৫ আগষ্টের পরে আসছে। কি না কি বলেন
Right
আপনাকে একটু ভিন্ন পার্সপেক্টিভ থেকে চিন্তা করতে হবে সেই ফ্যাসিস্ট গভর্মেন্টের আমলে যেসব সাংবাদিকগণ সাহস করে প্রতিবাদ করেছিলেন তারা প্রত্যেকেই ঘুম কিংবা হত্যার শিকার হয়েছেন। পরিবর্তন কারো না কারো হাত ধরে আসে তাকে আসতেই হয় প্রকৃতির নিয়ম জালিমের জুলুম বেশি দিন স্থায়ী হয় না শোনেন ভাই আগের 15 বছরের হিসাব বাদ দেন এখন আমাদের প্রত্যেকের উচিত আত্মসমালোচনা করতে শেখা এবং সেগুলোকে সহ্য করার ক্ষমতা অর্জন করা । আগের 15 বছর কি হয়েছিল না হয়েছিল, সেটা না ভেবে এটা ভাবুন যাতে ভবিষ্যতের 15 বছর একই দশা না হয়। এতেই কেবল কল্যাণ। আসুন একে অপরের আত্মসমালোচনা করি একে অপরের আত্মসমালোচনার মাধ্যমে নিজেদেরকে সংশোধন করে একটি উন্নত জাতিকে নিজেদেরকে পরিণত করি।
ধিক্কার জানাই এই উপস্থাপিকাকে,যমুনা টেলিভিশন যে সম্মান অর্জন করেছে, এই উপস্থাপিকার জন্য সব খোয়া যাবে খুব বেশি দেরি নেই
😂😂
thik bolsen. Ami Unsubscribe korlam
আমরা যমুনাকে উপরে উঠিছি নিচেও নামাতে সময় লাগবে না
Shobai koren.ei beadob Meye ta kar shate ki babe kotay bolbe otai janena
উচিত কথা বললে গা জ্বলে নাকি
"হাসনাত" আঁতকে উঠলাম আপনার চিৎকার শুনে।
এতোদিন কোথায় ছিলো এতো বড় আওয়াজ? সীমা অতিক্রম করবেন না।
গেস্টদের সম্মান দিতে চেষ্টা করুন, উনার বয়স কম বা বেশি হোক। ⚠️
right
right
অনুষ্ঠানে হাসনাত ছাড়াও আর ৩ জন উনার গেস্ট ছিলো , অন্য কোন গেস্টের সাথে এতো রুড বিহেভ করেনি!! কেন??
Timestamp?
নিকোলের কাছ আমার প্রশ্ন :-
"বাংলাদেশের ইতিহাসের কুখ্যাত সৈরাচারের বাপের তথা পারিবারিক শোক দিবস কীভাবে রাষ্ট্রীয় শোক দিবস হয়?? "
আর আপনি গত ১৭ বছর কইছিলেন?? কই আওয়ামীলীগের কাউকে তো এভাবে প্রশ্ন করতে পারেন নাই।
এই ১টা নিউজ @jamuna tvকে
মানুষের মনে ঘৃণা ধরিয়ে দিলো😡
আপনি এখন যে পরিমাণ সাহস দেখিয়ে ছাত্রজনতাকে প্রশ্ন করছেন, এত সাহসিকতা গত ১৫ বছর ধরে কোথায় ছিল? ফ্যাসিস্ট সরকার যখন ক্ষমতায় ছিল তখন এত সাহসিকতা নিয়ে প্রশ্ন করেননি, করতে পারেননি। আর এখন ঔদ্ধত্য দেখাচ্ছেন, সেটাও পেয়েছেন ছাত্রদের জন্যই।
তথ্য-বেশ্যা ও নিকোলের পার্থক্য কি?
এই মহিলা নিকল নাহ। উনি আসলেই একজন বিকল মহিলা।
আমি একটি বিষয় লক্ষ্য করেছি, বাংলাদেশের টিভি চ্যানেলের বেশিরভাগ উপস্থাপিকা মেধাহীন এবং আনস্মার্ট। তারা নিজেদেরকে স্যাভেইজ দেখাতে গিয়ে গার্বেজ হয়ে ওঠেন। কারো কারো আচরণ, বডি ল্যাংগুয়েজ, ভাষার ধরন, শব্দচয়ন এতটাই অভব্য যে তাকিয়ে দেখবার মত নয়। অথচ মেয়েদের ব্যাপারে এটি উল্টো হবার কথা ছিলো।
কিন্তু আমাদের দেশেরগুলো সম্ভবত ভেবে বসেছেন, লুঙ্গি ড্যান্স কোন সিনেমার গান এটি বললেই অপনেন্টকে জব্দ করা হলো। ক্রমান্বয়ে এধরণের গর্ধভ মার্কা প্রশ্ন করলেই বুঝি তিনি যে কতটা তীক্ষ্ণবুদ্ধির সেটি প্রকাশিত হবে এবং দর্শকরা প্রশংসা করবেন। এতটা ক্ষ্যাত চিন্তা তাদের মাথায় কোত্থেকে আসে!
একজন উপস্থাপক কিংবা উপস্থাপিকাকে যেহেতু খুব অল্প কথা বলতে হয় সেহেতু তার উচিৎ টু দ্য পয়েন্টে কথা বলা। মনোভাব আর্টিকিউলেটলি প্রকাশ করা। যে বিষয়ে অনুষ্ঠান সে বিষয়ে যথাযথ ধারণা নেবার জন্য রিসার্চ করা, পড়া প্রচুর।
কিন্তু দুর্ভাগ্য আমাদের, বেশিরভাগ উপস্থাপক এবং উপস্থাপিকাই এগুলোর ধার দিয়ে যান না। তারা গেস্টদের প্রশ্ন করেন ফেইসবুকে ফাতরা পোলাপান যে ধরনের রঙ্গরস করে হুবুহু সেগুলো! মাথায় ঘিলু না থাকলে কিন্তু রূপবতী মেয়েদেরও আর রূপবতী লাগে না। সুতরাং এদিকে ট্রাই করেও লাভ নেই।
এইযে গতকাল যমুনা টিভির উপস্থাপিকা রোকসানা আনজুমান নিকোল কোটা সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে যা প্রশ্ন করলেন তাতে বোঝা গেলো তিনি অত্যন্ত ক্ষ্যাত একজন কেউ হবেন। রুমিন ফারহানাকে আয়নাঘর প্রসঙ্গে জিজ্ঞেস করেন, "হাওয়া ভবন ফিরিয়ে আনছেন?" আকাশ থেকে পড়বার অবস্থা হলো! অর্থাৎ উনি জানেনই না যে আয়নাঘর কি আর হাওয়া ভবন কি! ঘরের সাথে ভবনের মিল আছে তাই ভেবে নিয়েছেন একই কিছু হবে হয়ত! হাহাহা।
শার্ট প্যান্ট ব্লেজার পরে উপস্থাপনা করলেই যে কেউ আমানপৌর হবেন তা কিন্তু নয়। ব্রিটিশ কমেডিয়ান ফিলোমিনা কাঙ্ক সম্ভবত আপনাদেরই মিমিক করেন মক করেন। একটু পড়াশোনা করুন, একটু শিখবার চেষ্টা করুন। হাম্বল রিকোয়েস্ট। ফেইসবুকেইতো আজকাল কত দেখি শর্ট কোর্স এসব বিষয়ে। সুন্দর করে কথা বলতে শিখুন। আর কত লজ্জা নেবেন!
ভাই তাহলে লাউ আর কদু এক হচ্ছে ?
শোনেন আফা! আওয়ামী লীগ এর সময় আপনারাও কিছু বলেননি। শুধু ওনাকে দোষ দিয়েন না😁
যমুনা টেলিভিশন যে সম্মান অর্জন করেছে, এই উপস্থাপিকার জন্য সব খোয়া যাবে খুব বেশি দেরি নেই 😂
Right
100%... Ei mohilar vab bere gece
@@SumaiyaAkther-x7cবাংলী মানে উচিত কথায় মুখকালো
তেল মারলে আপনি ভালো 😂
সহমত পোষণ করছি
এই উপস্থাপিকা স্বৈরাচারী সরকারের কোন আত্মীয়
Dear presenter You know what changed? The way you could “sarcastically” stop someone from putting his/her POV that is what changed. Did you think you could do that a year back? If no. Then you already got your answer. Cheap thrills doesn’t make you savage btw :)
Absolutely that's the point
হাসনাতের বিনয় এবং একাউন্টেবিলিটির ব্যাখ্যাটা খুব চমৎকার হয়েছ।
মানুষ কে বেশি প্রশ্রয় দিলে যে মানুষ বেশি বাড়ে,এই উপস্থাপিকাই তার নমুনা।সবকিছু ঠিকই ছিলো কিন্তু তিনি একজন হোস্ট হয়ে গেস্ট হাসনাত ভাই এর উপর ধমকের সুরে কথা বলা একটু বেশিই হলোনা?!এখন ত মনেহচ্ছে যমুনা টিভি কে আমরা বেশিই উপরে উঠিয়ে ছিলাম
Ekdom tik kotha
32 no ar potita mone hoy ai nikol tar sob prosno r maya kanna danmondi niya
যমুনা টিভির প্রতি ভালোবাসা ছিল তা খুবই সন্মানজনক। কিন্তু এখন যেটা করছেন এটা মোটেও আশা করা যায়নি যমুনা টিভির কাছ থেকে।
হাসনাত আব্দুল্লাহ অবশ্যই একজন স্মার্ট এবং সুন্দর শব্দচয়ন উপস্থাপনা অসাধারণ প্রতিদিন কথা ছিল স্পষ্ট এটাই মেধা
এমনই মেধা উত্তরগুলো প্রশ্নের অপ্রাসঙ্গিক।
গত ১০ দিনের সবথেকে বড় পরিবর্তন হচ্ছে আপনি মনের খুশিতে ফালতু প্রশ্ন এখন করতে পারছেন। স্বাধীনভাবে উদ্ভট প্রশ্ন করার সাহস পাচ্ছে।, যেটা গত পনেরো বছরে খালেদ মহিউদ্দিন ছাড়া আর কেউ পারেনাই। এটাই পরিবর্তন। ধন্যবাদ। 😊
Thik bolecen.Cool vaba suru korce Nijeke.
রক্তনদী থেকে উঠে আসা শিক্ষার্থীদের আবেগ আপ্লুত কিছু কথা, কিছু ছোটখাট ভুল নিয়ে যারা খুব সিরিয়াস, তারা কিন্তু পাখির মতো মানুষ মারার সময় মুখ সেলাই করে বসেছিল
১০০% সঠিক
R8
লাউ ও কদূর পার্থক্য কি? এ কেমন টকশোর শিরোনাম! কথার ভংগিমা জমিদারের মতো, প্রথম প্রশ্ন : লুংগী ড্যান্স কোন সিনেমার গান?!!! প্রশ্নের উত্তর শেষ করার আগেই চেচিয়ে থামিয়ে, আরেক প্রশ্ন করা! যমুনা টিভি সঠিক তথ্য তূলে ধরেছে সঠিক সময় এই জন্য ধন্যবাদ। নির্ভিক, মুক্ত সংবাদ মাধ্যমই আমরা আশা করি। কিন্তু, উপস্থাপিকার উপস্থাপনার ধরন আমার পছন্দ না। আপোষহীন সংবাদ প্রচার করতে গিয়ে এ কেমন প্রফেশনালিজম?!!! এই উপস্থাপিকার অনেক দিন ধরেই সংবাদ মাধ্যমে, তবে আওয়ামীলীগের সময় তার এই উপস্থাপনা কোথায় ছিল?! এখন উনি মুক্ত সংবাদ মাধ্যমকে জমিদারের বিচারালয় বানাচ্ছেন জনপ্রিয়তার আশায়। আপনাদের কাছ থেকে প্রফেশনালিজম আশা করি, ক্রিঞ্জ কন্টেন্ট নয়। পরিবর্তন হউক সুন্দর ও ন্যায়ের জন্য।
এই উপস্থাপিকার কারনেই যমুনা এতো প্রশ্নবিদ্ধ আজকে।
Fajil meye
তাই নাকি
বেশি পাকনা
এই একই উপস্থাপিকা যখন আওয়ামিলীগ নেতাদের প্রশ্ন করতেন তখন আমরা বেশ বাহবা দিয়েছি।
এখন কেনো প্রশ্ন করায় এত কথা??
যমুনাকে সব সময় স্বাধীন থাকতে দিন।
সব সময় সুন্দর ভাবে প্রশ্ন করতে দিন যাতে পরবর্তীতে যে সরকার আসুক না কেনো ২ নম্বরি করতে ২ বার ভাবে। তারা জেনো চিন্তা করে কোনো এক সংবাদ মাধ্যম আছে যারা সত্যি টা সবার সামনে প্রকাশ করে দিবে
16 বছর পর যমুনা টিভিকে স্বাধীনতা দিয়েছি, যারা ১৬ বছর কোনো কথা বলতে পারে না এখন ওরা আমাদের বিরুদ্ধে কথা বলে, এরকম উপস্থাপিকাকে বরখাস্ত করা হওক
বস্তব সম্মত কথা বলেছে উপস্থাপক।
তাহলে কিসের স্বাধীনতা পেয়েছে।
এখানে উপস্থিতিকা এবং সাংবাদিক ভাই নিরপেক্ষ কথা বলেছে সেজন্য আপনার কাছে তাদের বক্তব্য ভালো লাগে নাই আপনার পক্ষে কথা বললে আপনার কাছে ভালো লাগতো এটাই কি স্বাধীনতা
সহমত।
@RXJ😂😂😂😂😂😂😂😂😂😂-nq2tv
তাহলে কোথায় স্বাধীনতা কোথায় বৈষম্য বাক স্বাধীনতা সবচেয়ে বড় স্বাধীনতা উপস্থাপিকার কথা সম্পন্ন সঠিক রোকসানা আঞ্জুমান নিকোল
ম্যাডামের অনেক টক শো দেখেছি
সে কখনোই ভয় পায় না সত্য বলতে
যমুনা টেলিভিশনের এই উপস্থিকা প্রশ্ন করাটা স্বাভাবিক কিন্তু উত্তর কিভাবে দিবে সেটা নির্ধারণ করে দেওয়াটা অস্বাভাবিক ।
তাকে প্রশ্ন করা হয়েছে সৃজনশীল প্রশ্নের ক কিন্তু তিনি ক এর উত্তর না দিয়ে দিতে চাইছে ঘ এর উত্তর তাহলে কেমনে হবে?
R8😂😂@@Jeshi.......2578
এই নিকোল মুগ্ধের কথা বলতে গিয়ে কেঁদেছিল, সে দিন মিন মিন কথা বলেছিল,, আজ হাসনাতকে যেভাবে আক্রমণ করে প্রশ্ন করলো,, মনে হচ্ছে আওয়ামী লীগ কে সে খুব মিস করছে,, সেইম নিকোল,,
রাইট
Right
ঠিক
Right
Nikol kawke time dey na..🐯🐯🐯🐯
উপস্হাপিকা অনেক সুন্দর কথা তুলে ধরেছেন। ধন্যবাদ
উপস্থাপিকা শুরু থেকেই হাসনাত এর উপর আক্রমণাত্মক প্রশ্ন করেছে এবং তাকে কথা বলার সুযোগই দিচ্ছিলেন না...যা খুবই বিব্রতকর
হ্যা! বিব্রত করছেন।
Ami o apnar shathe ekmot
😂😂😂
একমত
হুম খুব বিব্রতিকর 😂,
মাসুদ কামাল আপনি খুব ভালো ,সুন্দর নিরপেক্ষ,বাস্তব সম্মত আলোচনা করেছেন এজন্য আপনাকে অনেক ধন্যবাদ
ছাত্ররা অনেক গুরুত্বপূর্ণ সরকারি নথিপত্র উদ্ধার করেছে ছাত্ররা একসাথে 89 লাখ টাকা উদ্ধার করেছে এগুলো ভুলে গেলে চলবে না মাসুদ কামাল একটা ভুয়া সাংবাদিক
@@HridoyKhan-tg8ykছাত্ররা একসাথে কয়টা মার্ডার করসে একসাথে খবর গুলো দেখেন? মানুষকে কিভাবে হেনস্তা করতেসে জানেন?সারজিস যে ছাত্রদের ব্যবহার করে রাজনীতি করতেসে বুঝেন?কেনো তারা শিহ্মাপ্রতিষ্ঠান কেনো খুলতেসেনা,সব ত স্বাভাবিক? এখন শিহ্মা প্রতিষ্ঠান যদি খুলে দেয় তাহলে সারজিসের গনজোয়ার এর লোক পাওয়া যাবেনা। আমি বিএনপি আওয়ামী লীগের চ**দিনা মিডেল পয়েন্টে আসে। এই সরকার ভালো কাজ করবে,করতেসে কিন্তু অপরাজনীতি করতেসে ছাত্রদের জিম্মি করে,আমার ছাত্র ভাইয়েরা নিজেরাও জানেনা যে তারা রাজনীতির স্বীকার।
😅😅@@sb83542
Seriously uni ayami League re pura dhuia disilo jokhn student er opor guli calano hoisilo
আমি আংশিক দ্বিমত পোষণ করছি, ফ্যাসিস্ট স্বৈরাচারদের পালে হাওয়া দেয়ার কোনো সুযোগ নাই, তাহলে এ আন্দোলন, এই বিজয় মূল্যহীন হয়ে যাবে।
যমুনা টিভির ভালোবাসা কমে যাওয়ার জন্য এই আয়োজন😊
রাইট🥱
ছাত্র রা যমুনা টিভি কে বুকে তুলে নিয়েছে,কিন্তু বুঝতে হবে পায়ে ফেলে দিতে এক সেকেন্ড সময় নিবেনা।
এই একই উপস্থাপিকা যখন আওয়ামিলীগ নেতাদের প্রশ্ন করতেন তখন আমরা বেশ বাহবা দিয়েছি।
এখন কেনো প্রশ্ন করায় এত কথা??
যমুনাকে সব সময় স্বাধীন থাকতে দিন।
সব সময় সুন্দর ভাবে প্রশ্ন করতে দিন যাতে পরবর্তীতে যে সরকার আসুক না কেনো ২ নম্বরি করতে ২ বার ভাবে। তারা জেনো চিন্তা করে কোনো এক সংবাদ মাধ্যম আছে যারা সত্যি টা সবার সামনে প্রকাশ পায়
মাসুদ কামাল সাহেব খুব সুন্দর কথা বলেছেন নিরপেক্ষ ভাবে
I believe many people watched the political talk show "Rajneeti" on Jamuna TV yesterday. The episode titled "The Difference Between Lau and Kaddu" was hosted by Roksana Anjuman Nicole, with one of the guests being Hasnat Abdullah, the coordinator of the Anti-Discrimination Student Movement.
The host's first question was, "Hasnat, which movie features the song 'Lungi Dance'?" Wow! What a brilliant question!
From the beginning, for some reason, she kept asking Hasnat questions in a highly aggressive manner. The poor guy couldn't even finish his sentences before another absurd question was thrown at him! One after another! She was in quite a rush!
At one point, to stop Hasnat, she practically shouted, "Hasnat!" I was startled! What kind of rudeness is this?
Just a few days ago, they risked their lives to overthrow a dictator. It's been less than 10 days, and already there are calls to remove them. Why are you so impatient, brother? Why so inhumane? I doubt if any of those who fought at Dhanmondi 32 were even involved in the movement.
Sure, she got a couple of claps for berating Hasnat, but where was this loud voice during the Awami League's rule? Why all this bluster now?
Be a decent person,be human .
©
Hasnat abdullah vaiar jaygay jodi Political leader hoto tahole amader nikol mam er behave may be enough soft and sweet hoito.....
@@ShafsgahSgegsh haa tai t dekhsi age.... Onno der sathe kemon soft chilom... That's the difference, manush chaile noromner upor evabe dominance kore
Time stamp?
Agreed. I was awestruck with her aggressive attitude towards Hasnat. She suddenly became over confident and didn’t even let Hasnat speak properly or finish his sentences.
আপু আপনার এতো লম্বা লম্বা কথা আগে কই ছিল,
এই ছাত্র রাই আজ আপনাদের কথা বলার সুযোগ করে দিয়েছে।
Rights
তা ঠিক তবে বলতে কি চাইছেন কিছুই বলবে না সে? তাহলে তো লাউ আর কদু এক হয়ে যাবে
@@muktasarkar7753 ১৫ টি বছর তারা কোথাই ছিল। এখন লম্বা লম্বা কথা বলতেছে
নিকোলের কাছ আমার প্রশ্ন :-
"বাংলাদেশের ইতিহাসের কুখ্যাত সৈরাচারের বাপের তথা পারিবারিক শোক দিবস কীভাবে রাষ্ট্রীয় শোক দিবস হয়?? "
আর আপনি গত ১৭ বছর কইছিলেন?? কই আওয়ামীলীগের কাউকে তো এভাবে প্রশ্ন করতে পারেন নাই।
@@KamrunnaharSurma-w1j আমিও সেই কথাটা বলিতেছি। যে এতটি বছর এই সরকার এতটি বছর জুলুম করছে। বাংলাদেশের কোনো মিডিয়ার সাংবাদিক কথা বলেনাই। এখন খুনি হসিনা পালিয়ে গেছে।এখন দেখি কত সুশীল জন্মনিয়েছে।এখন দেখি সাংবাদিক মুখে কথা পুটেছে।হায়রে সাংবাদিক
নিকোল আফা গত ১৫ বছর এই গলার জোর কোথায় ছিলো? স্বাধীনতা মনে হয় হজম হচ্ছে না আপনার।
আপনের কই ছিলো? 😅
আপ কই ছিলেন আপা?
ঠিক। গত ১৫ বছর লীগের তেল মারছে। আগের টকশো গুলো দেখলে বুঝতে পারবেন
Thik bolchen vai...Ei meye beshi beshi....ore ayna ghor e dan...tokhon bujhbd sadhinota ki
স্বাধীনতা দিছেন যখন কথা বললে এত জ্বলে কেন? শুরুতে সবাই এমন ঘুড়ি উড়তে দেই
এক কথায় অসাধারণ...
সারাজীবন আপনাদের পাশে আছি
ধিক্কার জানাই এই উপস্থাপিকাকে এবং মাসুদ কামালদের মতো সুবিধাবাধীদের
right
রাইট
একটা বিষয় যা অনেকেই এই interview দেখে বুঝেনাই যে নিকোল ম্যাম যথেষ্ট disrespectful. সে হাসনাতের সাথে পুরো interview তে যেভাবে কথা বলেছেন সেটায় আমি খুবই অবাক হলাম। একজন নিরপেক্ষ সাংবাদিক হলে সে কখনো এক পক্ষের হয়ে ১০ টা প্রশ্ন করতেন না। দেশের এত বড় পরিবর্তন এ হাসনাত সহ সব student দের অবদান ছিল সেখানে এ ম্যাম বারবার তাদের বিভ্রান্তিকর প্রশ্ন করেছে যেখানে বেশির ভাগ ক্ষেত্রে সে আ. লিগ এর হয়ে কথা বললেন। এই প্রশ্ন গুলো তোলার আগে jamuna tv এর ভাবা উচিত ছিল যে এর মাধ্যমে তারা কোন পক্ষের হয়ে কথা বলে নিজেই বিভ্রান্তিতে পরছে নাতো। সবাই ম্যাডাম এর হয়ে কথা + প্রশংসা করেন কিন্তু একজন নিরপেক্ষ মানুষ কখনো এক পক্ষের হয়ে জোর গলায় সমন্বয়ককে থামিয়ে দেয়না। আপনারা হয়ত পুরো interview দেখেন নাই দেখলে সুধু তার প্রশ্ন করার ধরনের প্রশংসা করতেন না বরং উপস্থিতদের জবাব দেওয়ার ধরনের ও প্রশংসা করতেন। হাসনাত সহ দেশের বাকি সব ছেলে মেয়ে দেশের ভবিষ্যত আর গর্ব। হ্যা এমন অনেক অপ্রীতিকর ঘটনা ঘটেছে যার কারণে প্রশ্নগুলো আসা যথার্থ ছিল কিন্তু এই প্রশ্নের উত্তর দেওয়া জন্য সময় নষ্ট করাও ঠিক না। কারণ যাই হয়েছে আমি মনে করি মানুষের ১৫-১৬ বছরের বেদনা ভুলার নিরীহ কিছু দৃশ্য ছিল। কারণ এর থেকেও কুখ্যাত ঘটনা গত ১৫-১৬ বছরের নিত্য দিনের কাজে রুপান্তর হয়েছিল। আশা করি jamuna tv এইসব প্রশ্ন এনে দেশের important মানুষ গুলোর সময় নষ্ট করবেনা। আর এইসব উপস্থাপিকা যেন আরো ধৈর্যশীল হয়। গত ১৫ বছরে বাঘিনীর মত বুলি আসেনি এখন খুব এসেছে।
ঠিক বলেছেন। উপস্থাপিকা ধমকের সুরে অসম্মান করে কথা বলেছে হাসনাতের সাথে এবং বার বার হাসনাতকে বিব্রত করার চেষ্টা করেছে। এটা কোন উপস্থাপিকার ব্যবহার না। তিব্র প্রতিবাদসহ যমুনা টিভির দৃষ্টি আকর্ষণ করছি ।
Ei show notun dekhen 2 minutes dewa Hoi shob presenter ke !
একদম তার ব্যবহারটা খুবই অসহ্যকর ছিলো । প্রশ্ন সে করতেই পারে কিন্তু তার ব্যবহার দেখে মনে হচ্ছিল কোন অপরাধীকে জিজ্ঞাসাবাদ করছে 😡।
@@affefamukarema5510 apu ei show ta emn e o onk Agee theke khocha mere Kotha bole nothing new if you're old viewer you will get to know
Soho mot poson korci
উপস্থাপিকা আপু গত ১৫ বছরে এমন প্রশ্ন কাউকে করার সাহস পাননি, এর চেয়ে কী পরিবর্তন চান মাত্র ১০দিনে?
Onar ager show gula dekhen taholei bojben
Bang o thang mele etar pvd ei oposthapika
@@Jannat-nk3np হুম দেখা হয়েছে, সে জন্যই বললাম।
উনি সিনেমার মত করে তিন ঘন্টায় সব চায়।
হঁ্যা ভাই উনি একজন মুক্তিযোদ্ধা সন্তান।
Keno krte pareni? Jader sahosh chilo tara ageo kotha boleche akhno bolche... Apni hoyto bolenni... Jeta vul sheta k vul bolte shikhen... Tel mariyenna... Ora ek shorkarer poton ghotayse we appreciated... But ora vuler urdhe na... Ora na bujhe krtey pare... But apni sheta bolben e na eta kmn democracy...
মাশা-আল্লাহ, হাসান আব্দুল্লাহ ভাইকে অনেক ধন্যবাদ!!!
যমুনার টিভির উপস্থাপিকা! আপনার কিন্তু সবাইকে যথাযথ সম্মান দেওয়া উচিৎ! জনগণ যেমন আপনাদেরকে উপরে উঠিয়েছে, তারা কিন্তু আবার নিচে ফেলে দিতে পারে!
যমুনা টিভির এখন উচিত এই উপস্থাপিকার কে চাকরি থেকে বহিষ্কার করা
Mayer jonno bap kano sasti paba.mujib akjon valo manus celo
কানো?
Aha
এটা তো সেই হাসিনার কথা
Ei apu ke r o encourage kora uchit.. Karon, uni sada ke sada r kalo ke kalo bolar sashos dekhiyecen...❤❤❤
মাসুদ কামাল স্যারের কথা গুলো অসাধারণ লেগেছে। উনি একজন সত্যবাদি সাংবাদিক।
১৫ বছর ঘুমাইয়া ছিলেন প্রশ্ন করতে গেলে নুইয়ে পরতেন আর এখন আপনার এতো প্রশ্নের বাহার মনের মাঝে ভিন্ন ভাবনা আনে
আপনারা নাকি স্বাধীনতা আনলেন ! মুক্ত সাংবাদিকতা দেখে আপনাদের তো খুশি হওয়ার কথা
সহমত পোষণ করছি। একে আইনের আওতায় আনা হোক
মস্তিষ্ককে একটু কাজে লাগান না! ১৫ বছর সেই পরিবেশ ছিল না বলার। ছাত্ররা সে পরিবেশ চেয়েছিলো। এখন ছাত্রদের ভেতরকার কিছু মানুষই ক্ষমতার অপব্যবহার করেছে বিভিন্ন জায়গায়। আমি বলছি না সবাই, কিছু মানুষ করেছে। ছাত্ররাই রাজনীতিতে জবাবদিহিতার সুযোগ এনে দিয়ে তারাই যদি ভুলভাল কাজ করে তবে তাদেরকে কিছু প্রশ্নের জবাব তো দিতেই হবে।
@@atiarrahman8250kk mmm mmm mmm
Ami sure na, tobe mone hoy apni ei show ta 1'st time dekhchen?
তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই ১৫ই আগস্ট কেন্দ্র করে সব ঘটনার
গত ১৫ বছর কই ছিলেন আপু???
এই সাহস তখন দেখাইলে কিছু একটা ভাবতাম আপনাকে 😂
খালেদ মহিউদ্দিন ছাড়া এমন কেউ ছিলো না। আর আজকে যে গুমর দেখাচ্ছেন না?? সেটা পেয়েছেন শুধুমাত্র ছাত্রদের জন্য।
আপনার খেয়াল রাখতে হবে খালেদ মহিউদ্দিন জার্মানি তে অবস্থান করেছেন। ইনি বাংলাদেশ এ থেকেই উপাস্থপনা করেছেন।
❤❤❤
@m❤❤❤onon_rahman.79
নিকোলের অনুষ্ঠান প্রথম দেখলেন ভাই! 😂😂
নিকোল আগেও এমন কোশ্চেনই করতো। আপনি প্রিভিয়াস টকশোগুলো দেখেন।
গত ১৫ বছর চলছে বলে এখনো চলবে ব্যাপার টা এমন নয়। আর ১৫ বছরের খোঁচায় আপনার রাজনৈতিক পরিচয় এবং প্রতিহিংসা খুব ই স্পষ্ট ভাবে প্রতীয়মান। এখনকার বাংলাদেশ হবে নিরেপক্ষ দল কানা রাজনীতি চলবে না
মাসুদ কামাল স্যারের বক্তব্য সম্পূর্ণ রাইট
যে যমুনা টিভিকে নিয়ে মানুষ প্রশংসায় ভাসিয়েছে, তাদের চ্যানেলকে জাতীয় টিভি করার মত আবেগী আবদারও করেছে। সেই যমুনা টিভির উচিত নিজেদের উপস্থাপিকাকে সংযত হওয়ার জন্য বাধ্য করা।
Training er ovab ache unar
Tik bolchen
এটাই তো বাংলাদেশের সমস্যা যে সরকারি আসুক না কেন তাদের বিরুদ্ধে কথা বলা যাবে না। আগের সরকারও তো সেম কাজই করতো তাহলে অতীত আর বর্তমানের মধ্যে পার্থক্যটা কি? যে লাউ সেই কদু।এটা আর বাকস্বাধীনতা কোথায় হলো? মনে হচ্ছে বাকস্বাধীনতা শুধু আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলার জন্যই হয়েছে এর বাইরে কেউ ঠিক ভুল কাজ করুক তাকে প্রশ্ন করা যাবে না তাইতো?
@@Jeshi.......2578 kotha ta sadhinotar na kotha ta kototuku sovvota ache
@@Jeshi.......2578 আগে বিড়াল হয়ে ছিল বর্তমানে সে যে এইসব কথা বলতে পারছে এইটাই কি পরিবর্তন না এইটাই কি বাক স্বাধীনতা হলোনা!?বাক স্বাধীনতা আছে বলে যে আপনি একজন গেস্ট এর উপর ধমক দিয়ে কথা আটকে দিবেন এইটার অধিকার ত আপনার নেই।আর আগে ত সরকার আটকে দিতো এইসব বললে এখন তো সমন্বয়ক রাঁ কিছু বলছে না,আমরা সাধারণ মানুষই এর বিপক্ষে বলছি তার মানে দাঁড়ায় তিনি আসলেই বেশি করছেন।
আপনারা দুই দিন নাই যেতে সবাই অস্থির।
সবার আশা এক রাতের মধ্যেই সবাইকে ফেরেশতা করে ফেলবে ছাত্র সমাজ
R8
@@moonyash191right 👍
এই লোক গুলি কে কি বলবো, এদের কে বলবো এতো কথা না বলে একটা আলাদিনের চেরাগ নিয়ে আসেন, আপনারা যত তাড়াহুড়া করছেন ওইটা আলাদিনের চেরাগ ছাড়া পসিবল না
বাঙালিদের একটু কুরকুরি বেশি 😢
এই সমস্ত হলুদ সাংবাদিক ১৬ বছর বছর কোথায় ছিল
এই ছাত্ররা অনেক বেশি করে ফেলছে শেখ তো পালিয়েছে কিন্তু এঁরা পালানোয় জায়গায় পাবেনা খুব তারাতাড়ি।
মাশাআল্লাহ, হাসনাত এই বয়সে এত পারফেক্ট ভাবে প্রশ্নগুলোর উত্তর দেবে অকল্পনীয় জাস্ট আমেজিং!
১. উনি ক্ষমতাসীন কাউকে এমন কঠিন প্রশ্ন করেছিলেন বলে আমার নজরে পড়েনি। আমি তার সকল অনুষ্ঠান দেখি এমন না। আইনমন্ত্রীর সাথে এক সাক্ষাৎকারে দেখেছিলাম উনি কথাই বলতে পারতেছেন না। যদি ক্ষমতাসীন কাউকে উনি এমন প্রশ্ন করে থাকেন তবে সেটার লিংক দিলে কৃতজ্ঞ থাকব।
২. কদিন আগে রুমিন ফারহানা কে প্রশ্ন করলো যে, " এ সরকারের ছিল 'আয়নাঘর' আপনাদের ছিল 'হাওয়া ভবন ' আপনারা ক্ষমতায় গেলে কি 'হাওয়া ভবন ' ফিরিয়ে আনবেন??"
আয়নাঘর আর হাওয়া ভবন তো বৈশিষ্ট্যের দিক থেকে ভিন্ন জিনিস। সে এভাবে তুলনা করে কোন বিবেচনায়??
৩.এবার আসি হাসনাত আব্দুল্লাহ প্রসঙ্গে।
ধানমন্ডি ৩২ এ বা ঢাবির হলগুলোতে ১৫ তারিখ রাতে যা ঘটেছে তা নিন্দনীয়।
কিন্তু এখানে হাসনাত আব্দুল্লাহর দায় কী??
তাকে কেন এমন প্রশ্ন করা হবে??
নাচানাচি কি "বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন" এর কেউ করেছে??
জনসাধারণের মধ্যে কেউ অতি উৎসাহী হয়ে তা করে থাকলে তা ঠেকানোর ক্ষেত্রে হাসনাত আব্দুল্লাহ কে???
সে তো না সরকার, না আইনপ্রয়োগকারী সংস্থা। তাহলে তাকে কেন এ প্রশ্ন করা হবে??
👍👍👍👍
❤
Agree
Agree
se awami league er montri kew koyek din age pani lagbe pani evabe mugdho er ktha bolese. aro onk bolese. uni evabei kore.
আমি ভিডিওটা টেনে টেনে হাসনাত ভাই এর উপস্থাপনা দেখছিলাম কি সুন্দর উপস্থাপনা ।সব গুলো উত্তর কি গুছিয়ে দিলো ।
বাবা রে বাবা!!! এই উপস্থাপিকা তো সাংঘাতিক!! স্যালুট আপা। মারাত্মক ভাবে আপনি প্রোগ্রাম টা পরিচালনা করেছেন। আপনার দীর্ঘায়ু ও সফলতা কামনা করছি
আমিন
আপু টাকে সম্মান জানাই অন্তর থেকে
সাহসী সাংবাদিক👌
যারা যারা নাশকতা, লুটপাট, হামলা ও ডাকাতি করতেছে, তারা মনে হয় আওয়ামী লীগ, টোকাই ও ছিনতাই কারীরা হতে পারে।
এই নাশকতাকারীরা সব সময় সুবিধাবাদী হয়ে থাকে। এরা, যে দল ক্ষমতায় আসে। সেই দলে ভিড়ে এবং সেই দলের সুবিধা নিয়ে থাকে। এদেরকে চিহ্নিত করে বিচার করা হোক
T9
@@litonahmed7736 কখন আবার ছাত্র জনতা উনার পদত্যাগের ডাক দেয়
এই জন্য যমুনা টিভি দেখতে ভালো লাগে, সব সময় সত্যি কথা বলে
উনি জিজ্ঞেস করে যে এই ১০ দিনে কি পরিবর্তন হইছে। উনার বোঝা উচিত ছিলো যে উনি যেভাবে প্রশ্ন করছে ১০ দিন আগেও উনার এই সৎ সাহস ছিলো না। পরিবর্তন টা এখানেই।
Right
Ekdom thik bolechen
তাছাড়াও যেই সিস্টেমের পরিবর্তন কেউ ১৫ বছরে করতে পারেনাই সেটা কিভাবে ১০ দিনে পরিবর্তন হয়ে যাবে। এটা চিন্তা করাও তো মূর্খতা।
একটা পরিবর্তন দেখার জন্য এত এত জীবন দেয়নি বাংলার মানুষ
সহবাস করার ১৫ দিন পর বাচ্চা চাস আবাল @@scientificmindsalone9917
লাউ এবং কদুর মধ্যে কোন পার্থক্য নেই, তবে কচি লাউ ও বাতি লাউ এর মধ্যে স্বাদের পার্থক্য আছে।
চমৎকার উপস্থাপনা । এভাবেই jamuna টিভি টক শো গুলো করলে কেউ ভুল কে সমর্থন করতে পারবে না । আর ওনার উপস্থাপনা আমার অনেক ভালো লাগে। ধন্যবাদ কারো দালালি না করে নিরপেক্ষ ভাবে প্রশ্ন করার জন্য
আপনি অসাধারণ উপস্থাপক
প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ দিয়ে শুনেছি কথাগুলো।
আপনি সময় উপযোগী উপস্থাপক।
অসাধারণ উপস্থাপনা! আশংকা লাগে কতদিন পারবেন এমন অনুষ্ঠান পরিচালনা করতে।
এই উপস্থাপিকার জন্য যমুনা টিভি তাদের কৃতিত্ব সম্মান টুকু হারাবে।
Hmm
সত্য বলা পাপ।
যমুনা টিভিকে ব্যবস্থা নিতে হবে
ওনার বিরুদ্ধে
তানাহলে আমরাই বয়কট করবো
@@sushichefsohel2212 এই সত্য ৫ আগস্টের এর আগে কই ছিল?
বিশ্বের বিভিন্ন দেশের উপস্থাপক থেকে উনি অনেক ভালোভাবে উপস্হাপন করতে পারে। তার কথােকপন অনেক সুন্দর ।হিংসাকারীদের কথায় আপনি উপস্থাপনা বন্দ করবেনা।
ইদানিং টকশোতে উনি যে ধরনের প্রশ্ন করেন তা অতিরিক্ত। উনার মনে রাখা উচিত ১৭ বছর ধরে ধ্বংস হওয়া দেশকে ১৭ দিনে ঠিক করা সম্ভব না, এরজন্য সময় দরকার। আশাকরি এরকম স্টুপিড প্রশ্ন করা থেকে বিরত থাকবেন l
উচিত কথা বললেই খারাপ প্রশ্ন 😂
Agree
বাস্তব কথা তুলে ধরলে ষ্টুপিড
@@kd.kowshik uchit proshno gula etodin kothay chiLO? ageo korse but evabe direct korte ba attack korte to dekhi nai
@@user-md-robin02 নিকোল আপু হাসনাত আবদুল্লাহকে ধানমন্ডি ৩২ এ লুঙ্গি ড্যান্স নিয়ে এমনভাবে প্রশ্ন করলো as if ওরা নির্দেশ দিয়েছিল গানে নাচতে।এন্ড সমন্বয়কের ঘাড়ে এখন অনেক দায়িত্ব।আহতদের চিকিৎসার ব্যবস্থা করা ছাড়াও আরো অনেক কাজে জড়িত থাকতে হয়।উনি কিভাবে বুঝবেন যে ধানমন্ডি ৩২ এ সবাই লুঙ্গি ড্যান্স এর গান ছেড়ে নাচছে?তাই সমন্বয়ক দের এ ব্যাপারে দোষ দেওয়া নিকোল আপুর উচিত হয় নাই।
এবং কঠোর শুরে কথা বললেই সেটা উচিত কথা হয়ে যায় না,উচিত কথা সম্মান এবং বিনয়ের সাথেও বলা যায়
এই উপস্থাপিকা কে বাদ না দিলে যমুনা টিভি বয়কট হবে
এনার জন্য যমুনা টিভি দেখি।
ধন্যবাদ যমুনা টিভিকে সত্য কথা বলার জন্য
উপস্থাপিকার চুলকানি আছে।
মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেছেন কিন্তু তাকেই পরবর্তীতে দল থেকে বাদ দেওয়া হয়েছে এবং জেলে ডুকানো হইছিলো।
💓👉👉উপস্থাপিকা নিকোল আপু আপনাকে স্যালুট। বাংলাদেশকে একটা স্বাধীন জাতি বলতে গেলে,তার একজন জাতির পিতা থাকবে,তাকে অস্বীকার করলে বাংলাদেশ বলেই কিছু থাকে না।মানলাম সে হয়তো ক্ষমতায় আসার পর একাই থাকতে চেয়েছে কিন্তু দেশের স্বাধীনতার ক্ষেত্রে তার অবদান কিভাবে আমরা ভুলে যাই??????
আজ আমার খুলনা ইউনিভারসিটির জুনিয়র মুগ্ধ মারা গেছে,আপনারা( নাহিদ,আসিফ) লিড দিয়েছেন,আপনারা খারাপ কাজ করলে কি,আমরা আপনাদের কিংবা মুগ্ধ,আবু সাইদ কে কী অস্বীকার করতে পারব?????
আসলে ক্ষমতায় সব, যা বুঝলাম 😢😢😢😢😢😢😢😢😢😢
@@zubairhasan889উনার চুলকানি আছে এটা আপনি এতো সিওর হয়ে কেমনে মন্তব্য করলেন!? আপনি কি উনাকে চুলকায় দেন নাকি উনার চুলকানিতে মলম লাগায়া দেন??
@@MonirUzzaman-i8y মলম লাগায় দি
যমুনা টিভি কে বিনীতভাবে অনুরোধ করছি জনগণ আপনাদের মন থেকে ভালোবাসে, বর্তমানে আপনারা সবচেয়ে জনপ্রিয় চ্যানেল, দয়া করে সম্মান রক্ষার্থে এবং অস্তিত্ব ধরে রাখার জন্য এই অসভ্য বেহায়া মহিলাকে তাড়াতাড়ি বহিষ্কার করেন
গত ১০ দিনের সবথেকে বড় পরিবর্তন হচ্ছে আপনি মনের খুশিতে ফালতু প্রশ্ন এখন করতে পারছেন। স্বাধীনভাবে উদ্ভট প্রশ্ন করার সাহস পাচ্ছে।, যেটা গত পনেরো বছরে খালেদ মহিউদ্দিন ছাড়া আর কেউ পারেনাই। এটাই পরিবর্তন। ধন্যবাদ। (2)
@@mdshahoriarhossainsifat9197 এখন কি করলে আপনার মনে শান্তি লাগবে সেটা বলেন আগামী ১৫ বছর যে ভাবে চুপ ছিলো এভাবে চুপ থাকলে আপনি শান্তি পাবেন নাকি এই সরকার চুরি করলে তাদের ও সাফাই গাইতে হবে আসলে আপনারা কি চান সেই কথা বলেন উনি কি আইন ভঙ্গ করতেছে সমস্যা কি ভাই আপনাদের?
@@mdshahoriarhossainsifat9197 সাংবাদিকদের সত্য নিউজ এর দাবী তোলেন আবার সত্য কিছু তুলে ধরলে আবার পাছায় তেল ধরে কেন ভাই আপনি কি বিএনপির লোক?
খালেদ মুহিউদ্দিন এ কেও অন্ধ বিশ্বাস করবেন না বিপদে পড়বেন
তথ্য-বেশ্যা ও নিকোলের পার্থক্য কি?
সর্বশেষে এটাই বুঝা গেল নেতা বদলালেও নীতি বদলায়নি
ধন্যবাদ যমুনা টিভিকে সত্যটা তুলে ধরার জন্য 2
😅
Great
আমি বাংলাদেশে থাকি না বাংলার রাজনীতি ও করি না , কিন্তু এই অনুষ্ঠানটা দেখে মনে হলো এই যে লাল শার্ট বলা বক্তা তাদের মত লোকেদের কারণে এতো দিন হাসিনা বাংলার মানুষের গাড়ে বসে ছিল।
ধন্যবাদ যমুনা টেলিভিশনকে
এত রাতারাতি সবকিছু বদলে যাবে? এখনো প্রশাসনের ৯০% জায়গায় আগের স্বৈরাচারী সরকারের মদদপুষ্টরা বসে আছে
ধন্যবাদ, যুমনা টিভি কে। হিডিং টা একদম সঠিক। এক স্বৈরাচারীর পর আমরা আর এক স্বৈরাচারী দেখতে পাচ্ছি।
Kothai tader to 2 din o Holo na fasist mane bujhen
@@debangdebang5388 সত্যি 🥲
Right
আমি ও আপনার সঙ্গে একমত,আমিসহ আমার পরিবারের সবাইকে নিয়ে রাজপথে থেকে স্বৈরাচারের পতন করেছি। আজ মনে হয় এই ছাত্রদের জন্য সব ধুলিস্যাৎ হয়ে যাবে।
10 din ei dictetor chine fellen??
উপস্থাপিকা বেশি স্মার্ট হতে গিয়ে হাসনাতের উপরে বেশি চড়াও হয়েছেন। আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে তো তিনি এমন চড়াও হতে পারেন না।
আপনি কয়টা শো দেখছেন ওনার????আগে দেখে নিবেন।
এই মহিলা কলকাতা বোম্বাইয়া আচরণ করছে অথচ এর মা খালাদের মধ্যে বাঙালি নরম প্রকৃতগত মধূময় প্রাণময় ছিলো।।সুদ্ধ হতে হবে একাত্তর টিভির শিক্ষাতে নয়।
আওয়ামী রাজনীতির বিজয়ের পর জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন করতে পারেনি বহু সময়।
লুংগি ড্যান্স এই উপস্থাপিকার গান।
্
মাসুূদ কামালের মত ক্লীন ও সত্য ভাষী মানুষের খুব প্রয়োজন।
ভাই মাসুদ কামাল অনেক গুলো কথা ধরা যায়,
একটু হয়রানি হয়েছে বলে ছাত্রদের কে রাইট দিলো এই হয়রানি করার এগুলো আইনের কাজ ছাত্ররা কি আইনের লোক। So আইনের লোক ১৫-১৬ বছরে তসবি পরেছে? ছাত্র সমাজি তো চ্যাক করে পথে পথে বের করে যাচ্ছে, উনার বেলার আসছে তো তাই ১৬ আনা অন্যের বেলায় ৪ আনা 😅
১০০% ভাই.... উপদেষ্টা হিসেবে তাকে রাখা টা আসলে অনেক গুরুত্বপূর্ণ ছিল 😢😢
হুম ঠিক বলছেন
হাসিনা ঠিকই বলছিল, এইগুলা আসলেই রাজাকারের বংশধর।
@@Channelradiodreams তিনিও ব্যালেন্স করেন সময় সময়ে
ধন্যবাদ যমুনা টিভিকে,ধন্যবাদ উপস্থাপিকাকে সুন্দর, যৌক্তিক ও নিরপেক্ষ উপস্থাপনার জন্য❤
নিকোল আপনি যে স্ক্রিপ্টেড টকশো করেন সেটা আপনার প্রশ্ন করার ধরন দেখেই বুঝা যাচ্ছে। যেখানে হাসনাত আব্দুলা একনলেজড করেছে তিনি শুনেছেন এবং সেটার ঘটনাও বর্ননা দিতে যাচ্ছিলেন তখন আপনি থামিয়ে ওই গানের অরিজিন দেয়ার দরকার ছিলোনা।আর টকশোতে ডেকে এনে যদি কথা বলায় বাধাগ্রস্থই করেন তাহলে টকশো করার কি দরকার আপনার।
সেটাই উনাকে জনগন বেশি সম্মান দিয়ে ফেলসে, তাই নিজেকে এখন মনেনহয় শেখ হাসিনা ভাবতেসে
এই মহিলা নিজেকে অত্যাধিক চাতুর মনে করছেন।যেভাবে মানুষ মাথায় তুলেছিল সেভাবে মাথা থেকে নামিয়া ছুড়ে ফেলতেও সময় নিবেনা।আমার সবচেয়ে বেশী খারাপ লেগেছে উনি হাসনাতকে এক প্রকার পারসোনাল এটাকিং ওয়েতে আচরোন প্রকাশ করেছেন।
Uchit kotha bollei un parfect😂
apnader kono knowledge nai. তাকে অনেক সময় দেয়া হয়েছিল।
আচ লাগে সত্যি কইলে
ধন্যবাদ যমুনা টিভি
সর্বশেষে এটাই বুঝা গেল নেতা বদলালেও নীতি বদলায়নি
ধন্যবাদ যমুনা টিভিকে সত্যটা তুলে ধরার জন্য
মুদ্রার এপিট ওপিট।
এরা তো এজেন্ট
Ato joldi bodlale problem.
Moha sotto
রাইট
তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই 15 ই আগস্ট কে কেন্দ্র করে সব ঘটনা
Bisar sai.
@@ZamilHasan-t7q 15 আগষট তো স্বৈরাচার পতন এর দিবস ।
😂😂😂😂😂
আপা আমরা ১৫ বছরের গুম খুনের বিচারের টেনশনে কুল পাইনা, আর আপনি আছেন লুঙ্গি ড্যান্স নিয়া।
লুঙ্গি ডান্স আপনার ভালো লাগে তাই না
অনুষ্ঠান খুবই ভালো হয়েছে প্রথম 1 মিনিট দেখে খুব রাগ হচ্ছিল কারণ উপস্থাপক বক্তব্য শুনে মনে হচ্ছিল সে বৈষম্মবিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে কিন্তু অনুষ্ঠান শেষ করে অনেক ভালো লাগলো অনেক ভালোবাসা যমুনা টিভি কে
নিকুল আপুকে অনেক ভালো লাগে এই ভাবে সত্যোর উপরে থাকবেন দোয়া করি।।
স্বাধীন দেশ সব কিছু ই বলার ক্ষমতা আছে
নিপুণ
ভাই রে ভাই নিশ্বাস নিয়ে কথা বলে না উফফস মাথা ধরে গেছে
🤣🤣 @@Mimchowdhury-vd4ff
উপস্তাপিকার সবি ঠীক আছে, তবে যেটা যেটা প্রশ্ন করেছে সেই সব বিষয়ের ফল তাদেরি সংবাদ মাধ্যমে প্রচার করা আছে।
যে
১. ছাত্ররা গাড়ি চ্যাক দেওয়ার ফলে কি কি পায়তাছে।
২. রাষ্ট্রঘটনের মধ্যে সাধারণ মানুষ হয়রানি হতেই হয়ম কারো কপালে ভালো মন্দ লিখা থাকে না
৩. ১০ জন ছাত্র-ছাত্রী এর মধ্যে ১০ জনেই যে ভালো সেটা ভাবা বোকামি চারা কিছুই না
৪. মূখ্য যারা আছে তারা অনেক কাজের দায়িত্ব এর মধ্যে ব্যাস্ত থাকে বর্তমান সময়ে। অতএব তাদের ফটোকপি নাই যে তারা সব জায়গায় শান্তি রক্ষা করতে পারবে
৫. একটু হয়রানি হয়েছেন বলে ছাত্র সমাজকে বলতাছেন কে রাইট দিলো তারা আইনের লোক, So আইনের লোক গত ১৫-১৬ বছরে কারটা ছিরেছে? নিজের বেলায় আসলে ১৬ আনা অন্যের বেলা ৪ আনা
এসব স্টুপিড মিমাংসিত বিষয়ে প্রশ্ন করে যমুনা টিভি কি প্রমাণ করছে।স্টুডেন্টদেরকে এভাবে বিতর্কিত করার কি আছে। আমরা যেমন খুশি হয়ে যমুনা টিভিকে মাথায় তুলেছি তেমনি ছুড়ে ফেলতেও দেরি করবোনা।
সত্য কথা বললেই গা জ্বলে সত্য কথা বললেই লুঙ্গি খুলে যায় তাই না?
সঠিক
r8
এটা আমরা আগেই জানতাম সত্য কথা বললে দালাল হয়ে যায়
সাবধান ভারতবাদি হবেননা।
বাংলাদেশী হোন
উপস্থাপিকা আপনি যে কমেন্টগুলো একটু পড়েন মানুষ আপনাকে ধিক্কার জানাচ্ছি কারণ আপনার প্রশ্নগুলো খুবই আক্রমণাত্মক
যুমুনা টিভি সব সময় সঠিক কথা বলে।ধন্যবাদ
এই উপস্থিতিকার এতদিন বাকস্বাধীনতা কোথায় ছিল যখন নিজের কথা বলার বাকস্বাধীনতা ফেলো অন্যজনের বাকস্বাধীনতা হরণ করা শুরু করলো, আমি যমুনা টেলিভিশনকে পরিচালক কে অনুরোধ করছি এই উপস্থিতাকে বহিষ্কার করা হক,
100% right vai ameo atay chay ✊
ঠিক
যারা বাকস্বাধীনতা বলে চিল্লাছে, তারা কি বুঝেও না বুঝার ভ্যান করে যে আওয়ামীলীগের চেতনা ও শোক বাণিজ্যের দালাল এই সব উপস্থাপিকারা ?
সঠিক কথা বলেছেন আপনি
ঠিক
মাসুদ স্যারের কথা শুনে কথাগুলি খুবই গুরুত্বপূর্ণ বলেছেন। রাস্তায় রাস্তায় আমরা শিকার হয়েছি সমস্যায়। ছাত্র আন্দোলনকারীরা বলছে আমরা স্বাধীন দেশ পেয়েছি কোথায় আপনার স্বাধীন কোথায় পেয়েছি স্বাধীনতা
সাহসী ও নিরপেক্ষ উপস্থাপক,, ধন্যবাদ প্রিয় আপা
Age to niropokko chilona. Sadin hoeche bole evhabe kotha bolte parche
জি জি স্বাধীন বাংলাদেশের কারণে 😂
রোকসানা আপা আপনার প্রতি অনেক সম্মান আর ভালোবাসা ছিলো যা আজকের উপস্থাপনায় সেই যায়গা অনেল হাল্কা হয়ে গেলো
আমাদের দেশের রাজনৈতিক বক্তব্য গুলো পরীক্ষায় আসা প্রশ্নের মতো প্রায়ই কমন পড়ে যায়। আমরা কেউ দায় নিতে রাজি নয়। পরের কাধে দায় চাপিয়ে দিতে আমরা সিদ্ধহস্ত।
ধন্যবাদ যমুনা টিভি কে