ইসলামের ইতিহাস অনুযায়ী মোহাম্মাদের নবুওয়াত দাবী করার একাদশ বছরের (৬২০ খ্রিষ্টাব্দ/মতান্তরে ৬২১ সালে) রজব মাসের ২৬ তারিখের রাতে মিরাজের কাহিনী বলা হয়েছে। অথচ ৬২০ সালে জেরুজালেমে কোনো মুসলমান ছিলোনা, সুতরাং নামাজ পড়ার জন্য কোনো মসজিদও ছিলো না। মিরাজের কাহিনীর প্রায় ১৫-২০ বছর পরে দ্বিতীয় খলিফা উমর ইবনুল খাত্তাব প্রথম এখানে একটি মসজিদ নির্মাণ করেছিলেন, যা মসজিদ আল আকসা নামে পরিচিত। উমরের শাসনকাল ছিলো ২৩ আগষ্ট ৬৩৪ থেকে ০৩ নভেম্বর ৬৪৪ সাল পর্যন্ত। তাই কোরআনের ১৭ঃ০১ আয়াতে বলা মসজিদে আকসার উল্লেখ থাকায় নিঃসন্দেহে প্রমাণিত এই আয়াত কোরআনে পরে ঢুকানো হয়েছে, অথবা মোহাম্মদ শুনেছে সেখানে মাউন্ট টেম্পল বা বায়তুল মুকাদ্দাস আছে, সেই বায়তুল মুকাদ্দাসকেই মসজিদে আকসা বলেছে। যেমন মোহাম্মদের মক্কা দখলের আগেও মোহাম্মদ কাবাঘরকে মসজিদুল হারাম বলেছে, অথচ তখনও কাবাঘরে কাবাঘর পরিবেষ্টিত ৩৬০টি মূর্তি ছিলো৷ কাফের-মুশরিকদের উপাস্য মূর্তিভর্তি কাবাঘর বা মন্দিরকে কি মসজিদ বলা যায়? দ্বিতীয়ত, কোরআনের ১৭ঃ০১ আয়াতে বিশ্বাস করলে বিশ্বাস করতে হবে মোহাম্মদের মিরাজ ছিলো মসজিদে হারাম তথা কাবাঘর থেকে মসজিদে আকসা পর্যন্ত। আল্লাহর সাক্ষাতে সাত আসমানের উপরে আরশে যাবার কাহিনী বানোয়াট।
মানুষ ভুল করতে পারে কিন্তু আল্লাহ কিভাবে ভুল করে? কেবলাতো একটাই হওয়ার কথা কিন্তু একবার জেরুজালেমকে কেবলা বানিয়ে পরে পল্টি মেরে মক্কাকে কেবলা বানানোতে কি প্রমান হয়না এসবই মানুষেরই কাজ? এই জেরুজালেম মূলত প্রাচীন ইহুদিদের আদি ধর্মীয় স্থান। আল আকসা তৈরী হয়েছে মাত্র হাজার খানেক বছর আগে, অথচ তারও হাজার হাজার বছর আগের সলোমন টম্ব সহ নানা নিদর্শন প্রমান করে ঐ স্থান ইহুদিদেরই প্রাচীন দেশ।
আপনারা যেটা কে সত্য মনে করেন সেটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ মিথ্যা ,, কুরআন নিজেও স্বীকার করে এই ভূমি মূসা নবীর আমল থেকে কেয়ামত পর্যন্ত হইহুদিদের (সূরা ১৭:১০৪)... ৬৩৬ সালে আরব খলিফা ওমরের জেরুসালেম দখলের আগে এখানে কোন মসজিদ বা মুসলিম ছিল না.. উমর পরবর্তি আরেক আরব দখলদার উমাইয়া খলিফা Abd al Malik ও al Walid ৭০৫ সালে জেরুসালেমের ইহুদিদের সবচেয় পবিত্রস্থানে একটি মসজিদ নির্মান করে কুরআন থেকে তার নাম রাখে "আল আকসা" যার অর্থ "দূরবর্তি জামাতের স্থান".. এখানে ছিল ইহুদিদের নবী Solomon(সোলায়মান) নির্মিত এবাদত গৃহ (הַר הַבַּיִת, 'Har HaBáyit'; "Mount of the House [of God) যেটা সৃষ্টিকর্তার নির্দেশে ইহুদিদের জন্য নির্মান করা হয়েছিল.. জেরুসালেম ইহুদি-খ্রিস্টানদের সবচেয়ে পবিত্র স্থান হলেও মুসলিমদের কাছে এটা ৩য় পবিত্রস্থান.. তাদের কাছে প্রথম হল মক্কা-মদীনা
@@চট্টলাএক্সপ্রেস-ত৫র এমন একশ পাসপোর্ট থাকলেও কাজ হবে না যদিনা বুকের পাটা থাকে। পৃথীবিতে বহু বাংঙালীর আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, ইতালির পাসপোর্ট আছে তবে আজ পর্যন্ত কাউকে দেখি নাই বনি আমিনের মতো কোটি কোটি টাকা খরচ করে এভাবে বিশ্বের একপ্রান্ত থেকে আরেক প্রান্ত ঘুরে বেড়ায়। আর তার মতো এতো গভীরের ভিডিও কোউ করতে পারে না।বনি আমিন হচ্ছে চৌকস ও সাহসী লোক অন্যরা ডেয়ারিং জায়গায় ভিডিও করতে গেলে মেরে হাড়গোড়ও ভেঙ্গে দিবে।
বনি আমিন দাদাকে একটা প্রশ্ন করলাম" বিমান হেলিকপ্টার নভোযানের যুগেও আপনি বিশ্বাস করেন যেঃ নবী মোহাম্মদ একটা পশুর পিঠে চড়ে ছয় আসমান ফুটো করে সপ্তম আসমানে গিয়ে আল্লাহর সাথে দেখা করেছেন?
আলহামদুলিল্লাহ এটা আমার জীবনের দেখা অন্যতম একটি শ্রেষ্ঠ ভিডিও আল্লাহ্ পাকের শুকরিয়া যে তিনি আমাকে মুসলিম বানিয়েছেন বনি আমিন ভাইকে কি বলে ধন্যবাদ দেব সেই ভাষা আমার নেই।
অস্ট্রেলিয়ার মত উন্নত দেশের পাসপোর্ট থাকলে ইসরাইলে যাওয়াতে কোন সমস্যা নেই- কারন ইসরাইল সকল পর্যটকদের ওয়েলকাম করে। ইসলামের প্রতি এত ভালবাসা থাকলে বনি আমিন সাহেবের উচিত প্রকৃত শরীয়ার দেশ তালিবানি আফগানিস্তান ভ্রমন করা, তবেই বুঝবো উনি প্রকৃত সাহসী পর্যটক।
@@চট্টলাএক্সপ্রেস-থ৭ঘ একটু ভোল আছে উনার পরনে যদি ইসলামী লেবাস থাকতো তাহলে উনি জেরুজালেম এ ডোকতে পারতেন না। উনি সেকুলার পরিচয় দিয়ে হয়তো ঠুকেছেন। মোহাম্মদ হাবল একজন অষ্টেলিয়ার নাগরিক উনার জেরুজালেম ডুকতে যে কতটা হয়রানির শিকার হতে হয়েছিল তা বলার অপেক্ষা রাখে না। আর জেরুজালেমের মুসলিম রা কিভাবে নির্ধারিত হচ্ছে তা তিনি তার সেই ভিডিও তে তুলে ধরেছিলেন।
এজন্য বনি আমিন দাদাকে একটা প্রশ্ন করলাম" বিমান হেলিকপ্টার নভোযানের যুগেও আপনি বিশ্বাস করেন যেঃ নবী মোহাম্মদ একটা পশুর পিঠে চড়ে ছয় আসমান ফুটো করে সপ্তম আসমানে গিয়ে আল্লাহর সাথে দেখা করেছেন?
মিঃ বনি আমিনের যতো গুলো ভিডিও দেখেছি আমি , সব গুলো ভিডিও মধ্যে এটাই সর্বশ্রেষ্ঠ ভিডিও বলে মনে করছি। আহ্ দেখে মনটা শান্তি তে ভরে গেল, ধন্যবাদ মিঃ আমিন । প্যালেস্টাইন এবং জেরুজালেমের উপর আরো কিছু এরকম ভিডিও দেখতে চাই।
বনি আমিন স্যারকে শুধু অভিনন্দন জানালে কম হবে, তাই অন্তর দিয়ে ভালোবাসা জানানো ছাড়া দূর থেকে দেওয়ার আর কি বা আছে? আরো আরো বেশি বেশি ফিলিস্তিনের ভিডিও দেখতে চাই। শুভকামনা রইল ❤️
মুসলমানদের প্রথম কেবলা আপনার মাধ্যমে দেখলাম। আমার মতো সবাই-ই উপকৃত হবে এমনকি অজানা ও অদেখা কেবলা সম্পর্কে জানবে এবং জানতে পারবে। সেরা ভিডিও ছিলো এটা। ধন্যবাদ বনী ভাই আপনাকে এবং ভাবীকে।❤️
@@anonymoussoul3343 কারণ রাতের তোমার *** অন্য কিছুতে লিপ্ত হয়,, চুলকানি থাকলে আমার কাছে আসিও মলম লাগিয়ে দিবো, বহু চুলকানির রোগীকে মলম লাগানোর অভিজ্ঞতা আছে!
@@tanvirulislamsozib6828 সমস্যা কি রে ভাই? দিনের জন্য কবুল করবে, রাতের জন্য কে না, সেটা জিজ্ঞেস করলাম। আপনি চ্যাতলেন কেন? চুলকানি তো দেখি আপনারই বেশি। কিছু মলম গুলে খান আপনি।
আল্লাহ্ আপনাকে দিন ইসলামের জন্য কবুল করুক,বনি আমিন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ,আপনি পৃথিবীর বিভিন্ন স্থানগুলোত গিয়ে আমাদের জন্য ইসলামের ঐতিহাসিক নিদর্শন গুলো আমাদের জন্য উপস্থাপন করবেন,ইনশাআল্লাহ
অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইলো প্রিয় বনি আমিন স্যারের প্রতি, মাশাআল্লাহ মুসলিম জাতির প্রথম কেবলার ভেতরের দৃশ্য আজ প্রথম দেখলাম, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবর
বনি ইয়ামিন ভাই আমি আপনার সকল ভিডিও গুলো দেখি। অনেক ভালো লাগে। তবে আজকের মতো এতো ভালো লাগা কখনো উপলব্ধি করিনাই। আল্লাহ আপনাকে হয়াতে তাইয়্যেবা দান করুন আমিন।
বনি আমিন ভাই ভিডিও দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সারা বিশ্বের ইসলামের ঐতিহাসিক স্থান গুলো দেখানোর জন্য আপনার প্রতি অনুরোধ রইলো। আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক। আমিন।
25 বছরেও এমন ভিডিও দেখিনি।আমার আন্তর্জাতিক খবর রাখতে ভালো লাগে।আপনি ইসরায়েল ফিলিস্তিনি নিয়ে ভিডিও বানিয়েছেন, আমার পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।
অসংখ্য অসংখ্য, ধন্যবাদ, বনি আমিন, সাহেব আপনাকে দোয়াকরি আল্লাহ যেন আপনার হায়াতকে আরো বাড়িয়ে দেন এবং দুনিয়াতে ভালো কাজ করে যাওয়ার তৌফিক দান করেন এবং আখেরাতে আপনাকে যেন আল্লাহ জান্নাতের সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফেরদৌস দান করেন আমিন
ধন্যবাদ আপনাকে বনি আমিন এই মসজিদুল আকসা কে কেন্দ্র করে সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে হাজারো লাখো মানুষের মাঝে উপস্থাপন করার জন্য। আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আল্লাহ আপনাকে হায়াতে তাইয়েবা দান করুন। (আমিন)
এজন্য বনি আমিন দাদাকে একটা প্রশ্ন করলাম" বিমান হেলিকপ্টার নভোযানের যুগেও আপনি বিশ্বাস করেন যেঃ নবী মোহাম্মদ একটা পশুর পিঠে চড়ে ছয় আসমান ফুটো করে সপ্তম আসমানে গিয়ে আল্লাহর সাথে দেখা করেছেন?
আজকে ভিডিও টি দেখার পর উপলব্ধি হলো, বনি আমিনের কথা সত্য, হাত ধরে বাংলায় এভাবে কেউ দেখায় না, ধন্যবাদ,
ইসলামের ইতিহাস অনুযায়ী মোহাম্মাদের নবুওয়াত দাবী করার একাদশ বছরের (৬২০ খ্রিষ্টাব্দ/মতান্তরে ৬২১ সালে) রজব মাসের ২৬ তারিখের রাতে মিরাজের কাহিনী বলা হয়েছে। অথচ ৬২০ সালে জেরুজালেমে কোনো মুসলমান ছিলোনা, সুতরাং নামাজ পড়ার জন্য কোনো মসজিদও ছিলো না। মিরাজের কাহিনীর প্রায় ১৫-২০ বছর পরে দ্বিতীয় খলিফা
উমর ইবনুল খাত্তাব প্রথম এখানে একটি মসজিদ নির্মাণ করেছিলেন, যা মসজিদ আল আকসা নামে পরিচিত। উমরের শাসনকাল ছিলো ২৩ আগষ্ট ৬৩৪ থেকে ০৩ নভেম্বর ৬৪৪ সাল পর্যন্ত। তাই কোরআনের ১৭ঃ০১ আয়াতে বলা মসজিদে আকসার উল্লেখ থাকায় নিঃসন্দেহে প্রমাণিত এই আয়াত কোরআনে পরে ঢুকানো হয়েছে, অথবা মোহাম্মদ শুনেছে সেখানে মাউন্ট টেম্পল বা বায়তুল মুকাদ্দাস আছে, সেই বায়তুল মুকাদ্দাসকেই মসজিদে আকসা বলেছে। যেমন মোহাম্মদের মক্কা দখলের আগেও মোহাম্মদ কাবাঘরকে মসজিদুল হারাম বলেছে, অথচ তখনও কাবাঘরে কাবাঘর পরিবেষ্টিত ৩৬০টি মূর্তি ছিলো৷ কাফের-মুশরিকদের উপাস্য মূর্তিভর্তি কাবাঘর বা মন্দিরকে কি মসজিদ বলা যায়?
দ্বিতীয়ত, কোরআনের ১৭ঃ০১ আয়াতে বিশ্বাস করলে বিশ্বাস করতে হবে মোহাম্মদের মিরাজ ছিলো মসজিদে হারাম তথা কাবাঘর থেকে মসজিদে আকসা পর্যন্ত। আল্লাহর সাক্ষাতে সাত আসমানের উপরে আরশে যাবার কাহিনী বানোয়াট।
মানুষ ভুল করতে পারে কিন্তু আল্লাহ কিভাবে ভুল করে?
কেবলাতো একটাই হওয়ার কথা কিন্তু একবার জেরুজালেমকে কেবলা বানিয়ে পরে পল্টি মেরে মক্কাকে কেবলা বানানোতে কি প্রমান হয়না এসবই মানুষেরই কাজ? এই জেরুজালেম মূলত প্রাচীন ইহুদিদের আদি ধর্মীয় স্থান। আল আকসা তৈরী হয়েছে মাত্র হাজার খানেক বছর আগে, অথচ তারও হাজার হাজার বছর আগের সলোমন টম্ব সহ নানা নিদর্শন প্রমান করে ঐ স্থান ইহুদিদেরই প্রাচীন দেশ।
আপনারা যেটা কে সত্য মনে করেন সেটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ মিথ্যা ,,
কুরআন নিজেও স্বীকার করে এই ভূমি মূসা নবীর আমল থেকে কেয়ামত পর্যন্ত হইহুদিদের (সূরা ১৭:১০৪)... ৬৩৬ সালে আরব খলিফা ওমরের জেরুসালেম দখলের আগে এখানে কোন মসজিদ বা মুসলিম ছিল না.. উমর পরবর্তি আরেক আরব দখলদার উমাইয়া খলিফা Abd al Malik ও al Walid ৭০৫ সালে জেরুসালেমের ইহুদিদের সবচেয় পবিত্রস্থানে একটি মসজিদ নির্মান করে কুরআন থেকে তার নাম রাখে "আল আকসা" যার অর্থ "দূরবর্তি জামাতের স্থান".. এখানে ছিল ইহুদিদের নবী Solomon(সোলায়মান) নির্মিত এবাদত গৃহ (הַר הַבַּיִת, 'Har HaBáyit'; "Mount of the House [of God) যেটা সৃষ্টিকর্তার নির্দেশে ইহুদিদের জন্য নির্মান করা হয়েছিল.. জেরুসালেম ইহুদি-খ্রিস্টানদের সবচেয়ে পবিত্র স্থান হলেও মুসলিমদের কাছে এটা ৩য় পবিত্রস্থান.. তাদের কাছে প্রথম হল মক্কা-মদীনা
@@চট্টলাএক্সপ্রেস-ত৫র এমন একশ পাসপোর্ট থাকলেও কাজ হবে না যদিনা বুকের পাটা থাকে। পৃথীবিতে বহু বাংঙালীর আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, ইতালির পাসপোর্ট আছে তবে আজ পর্যন্ত কাউকে দেখি নাই বনি আমিনের মতো কোটি কোটি টাকা খরচ করে এভাবে বিশ্বের একপ্রান্ত থেকে আরেক প্রান্ত ঘুরে বেড়ায়। আর তার মতো এতো গভীরের ভিডিও কোউ করতে পারে না।বনি আমিন হচ্ছে চৌকস ও সাহসী লোক অন্যরা ডেয়ারিং জায়গায় ভিডিও করতে গেলে মেরে হাড়গোড়ও ভেঙ্গে দিবে।
Masheallah we have known that true!
পবিত্র নগরী দেখার মধ্যেও একটা আলাদা অনূভুতি আছে।ধন্যবাদ বনী আমিন সাহেবকে।
বনি আমিন দাদাকে একটা প্রশ্ন করলাম"
বিমান হেলিকপ্টার নভোযানের যুগেও
আপনি বিশ্বাস করেন যেঃ নবী মোহাম্মদ
একটা পশুর পিঠে চড়ে
ছয় আসমান ফুটো করে সপ্তম আসমানে গিয়ে আল্লাহর সাথে দেখা করেছেন?
@@চট্টলাএক্সপ্রেস-ত৫র তো উনি জেরুজালেমে গিয়ে কি কোনো অপরাধ কাজ করছে
মুসলমানদের পবিত্র জায়গা দেখতে পেরে ভালো লাগলো
@@চট্টলাএক্সপ্রেস-ত৫র শোন গাছ গরু ওটা কোনো দুনিয়ার ঘোরা ছিল না।
@@munirhossain6091 ভাই চোখ থকতে অন্ধ। আপনি কারণ অনেক। এখন আপনার সাথে তর্ক করতে চায় না, আল্লাহ আপনাকে হিদায়েত দান করুন আমীন।
আলহামদুলিল্লাহ এটা আমার জীবনের দেখা অন্যতম একটি শ্রেষ্ঠ ভিডিও আল্লাহ্ পাকের শুকরিয়া যে তিনি আমাকে মুসলিম বানিয়েছেন বনি আমিন ভাইকে কি বলে ধন্যবাদ দেব সেই ভাষা আমার নেই।
হুম আমিও আজ সেজন্য জীবনের প্রথম লাইক দিলাম 👍
অসাধারণ
আল্লাহ আপনাকে মানুষ বানায়নি, ভূল করে আপনাকে মুসলমান বানিয়েছেন।
কোনদিন ভাবিনি আপনার মাধ্যমে এভাবে মসজিদুল আকসা দেখতে পারব। আপনাকে ধন্যবাদ দিয়ে শেষ করা যাবে না। জাযাকাল্লাহ খাইর, জাযাকাল্লাহ খাইরান ফিদ্দারাইন।
ইউটিউবে হাজার হাজার ভিডিও আছে এটা নিয়ে।
@@anonymoussoul3343 তর কান ফাটাম
More more
বনি আমিন একজন শ্রেষ্ঠ জীবন-শিক্ষক তিনি বিশ্ব ভ্রমন করে মানুষের জন্য শিক্ষা উপহার দিয়েছেন এরকম আর হয়নি
Good job
অস্ট্রেলিয়ার মত উন্নত দেশের পাসপোর্ট থাকলে ইসরাইলে যাওয়াতে কোন সমস্যা নেই- কারন ইসরাইল সকল পর্যটকদের ওয়েলকাম করে। ইসলামের প্রতি এত ভালবাসা থাকলে বনি আমিন সাহেবের উচিত প্রকৃত শরীয়ার দেশ তালিবানি আফগানিস্তান ভ্রমন করা, তবেই বুঝবো উনি প্রকৃত সাহসী পর্যটক।
@@চট্টলাএক্সপ্রেস-থ৭ঘ একটু ভোল আছে উনার পরনে যদি ইসলামী লেবাস থাকতো তাহলে উনি জেরুজালেম এ ডোকতে পারতেন না। উনি সেকুলার পরিচয় দিয়ে হয়তো ঠুকেছেন। মোহাম্মদ হাবল একজন অষ্টেলিয়ার নাগরিক উনার জেরুজালেম ডুকতে যে কতটা হয়রানির শিকার হতে হয়েছিল তা বলার অপেক্ষা রাখে না। আর জেরুজালেমের মুসলিম রা কিভাবে নির্ধারিত হচ্ছে তা তিনি তার সেই ভিডিও তে তুলে ধরেছিলেন।
এজন্য বনি আমিন দাদাকে একটা প্রশ্ন করলাম"
বিমান হেলিকপ্টার নভোযানের যুগেও
আপনি বিশ্বাস করেন যেঃ নবী মোহাম্মদ
একটা পশুর পিঠে চড়ে
ছয় আসমান ফুটো করে সপ্তম আসমানে গিয়ে আল্লাহর সাথে দেখা করেছেন?
মিঃ বনি আমিনের যতো গুলো ভিডিও দেখেছি আমি , সব গুলো ভিডিও মধ্যে এটাই সর্বশ্রেষ্ঠ ভিডিও বলে মনে করছি।
আহ্ দেখে মনটা শান্তি তে ভরে গেল, ধন্যবাদ মিঃ আমিন । প্যালেস্টাইন এবং জেরুজালেমের উপর আরো কিছু এরকম ভিডিও দেখতে চাই।
আমাদের মুসলমানদের প্রথম কিলার কথা অনেক শুনেছি কিন্তু পরিপূর্ণ অবস্থা কখনো দেখিনি আজকে দেখলাম মনটা খুব ভোরে গেল। ধন্যবাদ বনি আমিন ভাইকে
অত্যন্ত সুন্দর এবং সাবলীলভাবে জাতির সামনে মসজিদ আল আকসা প্রকৃত রূপ তুলে ধরার জন্য আপনাকে ধন্যবাদ।
বনি আমিন শুধুই বনি আমিন আল্লাহ তাআলা আপনি তাহার দীর্ঘ হায়াত এবং সুস্থতা দান করুন
অসংখ্য ধন্যবাদ। বনি আমিন।।।।
অনেক অজানা ইতিহাস জানা গেল এই ভিডিও দেখে। আপনাকে ধন্যবাদ দেয়ার ভাষা নেই।
আসলেই আপনার মাধ্যমে অনেকে অনেক ইতিহাস জানা যায়।
প্রসঙ্গ যখন "ধর্ম " নিয়ে
তখন " ইসলাম " ধর্মই সেরা,
❤️ আলহামদুলিল্লাহ ❤️
Alhamdulillah
ইছলামিক সমকামিতার অনুশীলন কেন্দ্র মাদ্ৰাছার ছাত্র মাদ্ৰাছাচাপ????
Ki ki Valo kazta apni koresen?
Alhamdulillah.
Thik islamer akash Lal are sab dharmer akash bal.prokrito dharmer arthoki janabe bhai.
ঠিক এই একটা ধারণার জন্যই পৃথিবীতে বাংলাদেশীদের যায়না নেই🤣🤣🤣🤣 বনি আমিনের মত মানসিকতার সকল মানুষ,,,,, মানুষ নয় যেন মহামহিম
বনি আমিন স্যারকে শুধু অভিনন্দন জানালে কম হবে, তাই অন্তর দিয়ে ভালোবাসা জানানো ছাড়া দূর থেকে দেওয়ার আর কি বা আছে? আরো আরো বেশি বেশি ফিলিস্তিনের ভিডিও দেখতে চাই। শুভকামনা রইল ❤️
আলহামদুলিল্লাহ অনেক ধন্যবাদ স্যার। আমাদের প্রথম কাবা মসজিদুলআল-আকসা আমাদের সামনে তুলে ধরার জন্য। আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন আমীন।
আলহামদুলিল্লাহ, এত সুন্দর একটা ভিডিও দেখতে পেলাম, শুধু বনি আমিন স্যারের মাধ্যমে, আল্লাহ আপনার মঙ্গল করুন
মামা। ভিডিওটি অসম্ভব ভালো লাগল। ভালো থাকবেন আর এভাবেই সারা পৃথিবীর সাথে আমাদের পরিচয় করিয়ে দিবেন।
মনটা ভরে গেল । এভাবে খুঁটিয়ে খুঁটিয়ে আল কুদুস দেখবো ভাবেনি কখনো। বনি আমিন ধন্যবাদ
মুসলমানদের প্রথম কেবলা আপনার মাধ্যমে দেখলাম। আমার মতো সবাই-ই উপকৃত হবে এমনকি অজানা ও অদেখা কেবলা সম্পর্কে জানবে এবং জানতে পারবে। সেরা ভিডিও ছিলো এটা। ধন্যবাদ বনী ভাই আপনাকে এবং ভাবীকে।❤️
আল্লাহ আপনাকে দ্বীনের জন্য কবুল করুন আল্লাহুম্মা আমিন
আমিন
😍
রাতে কি সমস্যা?
@@anonymoussoul3343 কারণ রাতের তোমার *** অন্য কিছুতে লিপ্ত হয়,, চুলকানি থাকলে আমার কাছে আসিও মলম লাগিয়ে দিবো, বহু চুলকানির রোগীকে মলম লাগানোর অভিজ্ঞতা আছে!
@@tanvirulislamsozib6828 সমস্যা কি রে ভাই? দিনের জন্য কবুল করবে, রাতের জন্য কে না, সেটা জিজ্ঞেস করলাম। আপনি চ্যাতলেন কেন? চুলকানি তো দেখি আপনারই বেশি। কিছু মলম গুলে খান আপনি।
আলহামদুলিল্লাহ,বনি আমিন ভাই আপনার উসিলায় এই পবিত্র মসজিদের ভেতরে বাহিরে ভালো ভাবে দেখা হলো ভাই। আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন আমীন।
আল্লাহর সৃষ্টি অপরূপ ধন্যবাদ বনি আমিন ভাই ইসলামের ইতিহাস আল আকসা মসজিদ তুলে দরার জন্য
আল্লাহ্ আপনাকে দিন ইসলামের জন্য কবুল করুক,বনি আমিন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ,আপনি পৃথিবীর বিভিন্ন স্থানগুলোত গিয়ে আমাদের জন্য ইসলামের ঐতিহাসিক নিদর্শন গুলো আমাদের জন্য উপস্থাপন করবেন,ইনশাআল্লাহ
এই ভিডিও থেকে যা দেখলাম
আর কোন ভিডিওতে এমন দেখি নাই।
ধন্যবাদ বনি আমিন ভাইকে❤️❤️❤️
ইসলামের ইতিহাস ঐতিহ্য সৃষ্টি নিয়ে সত্য ঘটনা উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ,
এটা শুধু একমাত্র বনি আমিন দেখাতে পারে। ধন্যবাদ বনি আমিন ভাই👍❤️🇧🇩
বনি আমিন বাংলাদেশের শ্রেষ্ঠ ইউটিউবার। উনিই একমাত্র লোক যার ভিডিও থেকে সত্যিটা জানা যায়, অতিরঞ্জিত কিছু থাকেনা। তাই শিখতে পারি উনার ভিডিও থেকে।
বনি আমিন স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ দৃশ্য গুলি দেখার জন্য এবং দেখানোর জন্য
অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইলো প্রিয় বনি আমিন স্যারের প্রতি, মাশাআল্লাহ মুসলিম জাতির প্রথম কেবলার ভেতরের দৃশ্য আজ প্রথম দেখলাম, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবর
আল্লাহ তুমি এই ঘর কে হেফাজত করুন আমিন
এটা তুমি ভালো লিখেছেন
অনেক অনেক ধন্যবাদ বনি আমিন সাহেব কে। আমি নোয়াখালী থেকে দেখতেছি।আল্লাহ আল আকসা কে স্বাধীন করে দিন।
ভালো লাগল। আল্লাহ আপনাকে এবং ভাবিকে পরিপূর্ণ মুসলিম হিসাবে কবুল
করুন।
এটাই আমার দেখা আপনার সেরা ভিডিও -মনটা ভরে গেলো, ধন্যবাদ।
আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর করে আমাদের মাঝে মসজিদুল আকসা তুলে ধরার জন্য।
মাশাল্লাহ্ সুবহানাল্লাহ। অনেক ধন্যবাদ।এত সুন্দর জিনিস দেখানোর জন্য
মুসলমান দের প্রথম কেবলা দেখানো র জন্য বনি আমিন ভাই কে হাজারো সালাম জানাই মহান আল্লাহ তাআলা আপনার সহায় হউক আমিন চুমমা আমিন
Respected by all
অনেক অনেক গুরুত্বপূর্ণ তথ্য,, সঠিক সময়ে সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
সকলে, বনি আমিন ভাইয়ের জন্য দোয়া করবেন --যেন উনি পূর্ণ রুপে ইসলাম মেনে চলতে পারেন!
বনি আমিন খাঁটি মুসলিম।
তুই মুইতা পানি নিস তো
অসংখ্য ধন্যবাদ আপনাকে। এই স্থানগুলো হয়তো নিজ চোখে দেখতে পেতাম না। আল্লাহ আপনাকে নেক হায়াৎ দান করুন ।
বাস্তবকে তুলে ধরেছেন আমাদের বনি আমিন।
বনি ইয়ামিন ভাই আমি আপনার সকল ভিডিও গুলো দেখি। অনেক ভালো লাগে। তবে আজকের মতো এতো ভালো লাগা কখনো উপলব্ধি করিনাই। আল্লাহ আপনাকে হয়াতে তাইয়্যেবা দান করুন আমিন।
ইংরেজি ইসলামি বক্তৃতাটি অতন্ত্য গুরুত্বপূর্ণ ছিল।
❤️🍁🌿✨
Thank you Boni Amin Masjid Al Aqsa r kache Bangla sune onek bhalo laglo
বনি আমিন এ পর্যন্ত যত ভিডিও বানিয়েছি, এটি মনে হয় এর সর্বশ্রেষ্ঠ। ধন্যবাদ আপনাকে
অভিভূত।
বনি আমিন ভাইকে অসংখ্য ধন্যবাদ।
এমন ভিডিও বাংলায় আর কেউ দিতে পারবে না।
বনি আমিন সত্যি এমন কিছু দেখায় জা আর কেউ দেখাতে পারনা ধন্যবাদ বনি আমিন
মাশা আল্লাহ,, খুব সুন্দর ভিডিও।চোখ জুঁড়িয়ে গেল।ধন্যবাদ বনি আমিন সাহেবকে।
অসাধারণ সুন্দর ও তথ্যবহুল আলোচনা।
আলহামদুলিল্লাহ আংকেল এতো বড় ভলো একটা, কাজের জন্য ধন্যবাদ।❤️☝️
আলহামদুলিল্লাহ -- আল আকসা মসজিদ থেকে মনটায় শান্তি অনুভূতি হলো
বনি আমিন ভাই ভিডিও দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সারা বিশ্বের ইসলামের ঐতিহাসিক স্থান গুলো দেখানোর জন্য আপনার প্রতি অনুরোধ রইলো। আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক। আমিন।
স্যার, আপনাকে এবং ম্যাডাম কেনআমার অন্তরস্থল থেকে সালাম ও অসংখ্য ধন্যবাদ, আলল্লাহ এসব ভালো জায়গা আমাদের মতন গরিব দেরকে দেখার সিজোগ করে দেওয়ার জন্য, মাশাআল্লাহ আল্লাহর রহমতে আপনারা ভালো থাকবেন, 💐♥🕋🇧🇩।
অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মাধ্যমে বিশ্বের অনেক রাষ্ট্রের অজানা তথ্য জানতে পারি
বনি আমিন ভাই আপনার উপরে আল্লাহর রহমত এবং সকলের দোয়া আছে নাহয় এখানে সবাই জেতে পারেনা
মাশাআল্লাহ প্রথম আপনার ভিডিওতে আল আকসা দেখে মনটা শীতল হয়ে গেল ❤❤
আপনি কষ্ট করে ভিডিও করে আমাদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ স্যার।
আগে কখন এভাবে মসজিদুল আকসার ভিতরের দৃষ্য দেখার সুযোগ হয়নাই ধন্যবাদ বনি আমিন ভাইকে।
আলহামদুলিল্লাহ একজন অমানুষ এমন কিছু করে দেখাতে পারে জানতাম না। মহান আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন আমীন।
অসংখ্য ধন্যবাদ বনি আমিন ভাই, এরকম সুন্দর সুন্দর ভিডিও উপস্থাপন করার জন্য। 🙋
বনি আমিন .... ! বনি আমিন.....!! আপনি একজন আশ্চর্য.....!!! কোথায় কোথায় আপনার চোখ যায়........
যুদ্ধবিধ্বস্ত প্যালাস্টাইনের প্রতি রইলো দোয়া ও ভালোবাসা। রক্তক্ষয়ী যুদ্ধে যারা শহীদ হয়েছে আল্লাহ তাআলা যেনো তাদের সবাইকে জান্নাতবাসি করেন।
আল্লাহ আপনাকে ইসলামের পথে আসার তৌফিক দান করুন।
Amin
ধন্যবাদ বনি আমিন কে আপনার
মাধ্যমে মসজিদুল আকসার ভেতরের
অনেক কিছু দেখতে পেলাম যায় কি-না
অনেক কিছু জানতাম না
আজকের কথা গুলো ছিল অসাধারণ, আসলে সব শেষে আপনিও তো একজন মুসলিম
ভাই বনি আমিন।আপনার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে,দেখলাম আল আকসা মসজিদ।আপনাকে ধন্যবাদ দেবার সুযোগ যখন পেলাম। Thank you so much.from to "Bangladesh.🇧🇩🇧🇩😄
আল্লহ রব্বুল আলামীন আপনি জেরুজালেমকে পবিত্র নগরীকে স্বাধীন করে দেন আমিন সুম্মা আমিন আলহামদুলিল্লাহ
আপনার পজেটিভ কথা গুলো অনেক অনেক ভালো লাগলো।আপনাকে আন্তরিক ধন্যবাদ। স্যার।
বনি আমিন ভাইকে আল্লাহ দিনের পথে কবুল করুক আমিন
অনেক ধন্যবাদ বনি আমিন ভাই কে ইসলামের ইতিহাসে খুব গুরুত্বপূর্ণ এ আলআকসা মসজিদ নিয়ে সুন্দর এ ভিডিও টার জন্য
Hmm
25 বছরেও এমন ভিডিও দেখিনি।আমার আন্তর্জাতিক খবর রাখতে ভালো লাগে।আপনি ইসরায়েল ফিলিস্তিনি নিয়ে ভিডিও বানিয়েছেন, আমার পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।
সুবাহানাল্লাহ,আলহামদুলিল্লাহ,বনি আমিন আপনাকেও অনেক ধন্যবাদ।
ধন্যবাদ বনি আমিন এতো সুন্দর করে পবিত্র মসজিদ দেখানোর জন্য
অসংখ্য অসংখ্য, ধন্যবাদ, বনি আমিন, সাহেব আপনাকে দোয়াকরি আল্লাহ যেন আপনার হায়াতকে আরো বাড়িয়ে দেন এবং দুনিয়াতে ভালো কাজ করে যাওয়ার তৌফিক দান করেন এবং আখেরাতে আপনাকে যেন আল্লাহ জান্নাতের সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফেরদৌস দান করেন আমিন
❤ মহান আল্লাহ সব ফিলিস্তিনিদের আপনি রক্ষা করুন আমিন ❤️
মাশাআল্লাহ। খুব সুন্দর একটা প্রতিবেদন।
শুভকামনা রইল
আসসালামু আলাইকুম বনি আমিন কে অনুরোধ করছি ইসলামের ঐতিহ্যবাহী দৃশ্যগুলো যেন সবগুলা দেখায় এটা দেখানোর জন্য ধন্যবাদ
অনেক ভালো লাগলো আলহামদুলিল্লাহ। বনি আমিন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ।
বনি আমিনের কথা সত্য এভাবে কেউ দেখায় না, ধন্যবাদ,
This gorgeous description of this holly place we enjoyed for you. Lots of thanks for one and only Bony Amin .
আল আকসা আমাদের ছিল আছে থাকবে ইনশাল্লাহ।
ধন্যবাদ দিয়ে বনি আমিনকে ছোট করতে চাই না
তার কল্যাণেই আমরা বাংলা ভাষাভাষী মানুষ ফিলিস্তিন তথা জেরুজালেম সম্পর্কে অনেক কিছু জানতে ও দেখতে পারলাম।
আল্লাহ , আল আকসা মসজিদ সহ ফিলিস্তিনের মুসলমানদের হেফাজত করুক।
বনি ভাই,,আপনাকে অনেক ধন্যবাদ,,,এত সুন্দর করে,,,মসজিদুল আকসাকে,,,দেখানোর জন্য
খুব সুন্দর আমাদের প্রথম কেবলা❤️❤️
ধন্যবাদ আপনাকে বনি আমিন এই মসজিদুল আকসা কে কেন্দ্র করে সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে হাজারো লাখো মানুষের মাঝে উপস্থাপন করার জন্য। আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আল্লাহ আপনাকে হায়াতে তাইয়েবা দান করুন। (আমিন)
আহ কত্ত চমৎকার মসজিদুল আকসা।
আল-আকসা মসজিদ সম্পর্কে আপনার ভিডিওর মাধ্যমে প্রথম বার বিস্তারিত জানতে পারলাম।ধন্যবাদ।
আপনি যখন বললেন, আমার রাসুলে পাক(সা) কেমন শান্তি অনুভূতি হল।
অসাধারণ
এজন্য বনি আমিন দাদাকে একটা প্রশ্ন করলাম"
বিমান হেলিকপ্টার নভোযানের যুগেও
আপনি বিশ্বাস করেন যেঃ নবী মোহাম্মদ
একটা পশুর পিঠে চড়ে
ছয় আসমান ফুটো করে সপ্তম আসমানে গিয়ে আল্লাহর সাথে দেখা করেছেন?
@@munirhossain6091 কিরে গাঞ্জট্টী একটা কথা আর কত বলবি?? তরে ত ব্লক মারবো
@@নাকেদড়িবাঁধাউটেরপিঠেচড়েমুখও
পারলে ব্লক মার
তোরে কেহ মানা করছে?
@@munirhossain6091 আমি কেন মারবো???? মারবে তো বনি আমিন😂🤣।
মসজিদুল আকসা নিয়ে এতো সুন্দর ভিডিও এর আগে দেখিনি। অনেক খুজেছি। অনেক ধন্যবাদ আপনাকে।
মাশাআল্লাহ অনেক সুন্দর একটা ভিডিও তৈরি করছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ
Very good Boni amin bhai.aj onnek diner ischa cilo 1fast qibla dekhbo Sita dekhlam khub valo laglo.thank.s Boni amin vai.
আল্লাহ আপনি আমাদের মুসলিমদের পবিত্র কেবলা ফিলিস্তিনের আল আকসা মসজিদ কে ইহুদিদের হাত থেকে রক্ষা করুন,,,, আমিন
ধন্যবাদ, বনি আমিন সাহেব, আমি নোয়াখালী সদর উপজেলা থেকে দেখছি,একটি গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করার জন্য ধন্যবাদ।
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহুআকবার।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাঃ
আল আকসা একদিন আবারো আমাদের হবে,শুধুই আমাদের।
ইনশাআল্লাহ
বনি আমিন যা দেখালো পৃথিবীর কেউ তা দেখাতে পারবে না তোমরা ঘরে বসে বসে শুধু সঞ্চয় কর জনাব বনি আমিন ভাই পৃথিবী ঘুরে ঘুরে আমাদের দেখাবে 🌹🌹🇧🇩
ধন্যবাদ বনি আমিন❤❤
বনি আমিন ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এমন একটা ভিডিও উপহার দেওয়ার জন্য।
ধন্যবাদ আপনাকে, আল্লাহ তায়ালা আমাদেরকে এই মসজিদে নামাজ আদায় করার তৈফিক দেক, আমিন
বনি আমিন মানেই অসাধারণ কিছু একটা দেখতে পাওয়ার নাম। ফিলিস্তিন জনগণের পাস্বে বাংলাদেশ ছিলো আছে এবং থাকবে অনন্তকাল। 🏵️🏵️🏵️
ইয়া আল্লাহ আপনি আমার এবং সকলকে হেদায়েত দান করুন আমিন আমিন আমিন 🤲🤲🤲🤲🕋🕋🕋🌹🌹❤️