আমার সবচেয়ে ভালো লেগেছে ভাভী গাড়ি থেকে নেমে খাবার দিয়েছে সে চাইলেই জানালা দিয়ে দিতে পারতো কিন্তু অসম্মান হবে বলে নেমে দিয়েছে এটাই হচ্ছে আসল মানবিকতা,,,,অনেক ভালো থাকবেন সবাই
এই যে অনুভূতি তারা একবেলা খাবারের জন্য রাস্তায় ঘুরে বেড়ায় এটা অনুভব করে ভাবী কান্না করেছেন আর তিনি বিদেশীনি হয়ে ও গাড়ী থেকে বেরিয়ে খাবার দিলেন এটাই মানবতা, আল্লাহ পাক আপনাদের মনের আশা পুরণ করুন আমিন।
একটা বিদেশি বউ আমাদের দেশের মানুষের এই অসহায়ত্ব দেখে সে কান্না করেছে, আল্লাহ তোমার কাছে এটাই চাই আমাদের দেশের যারা বিত্তশালী এবং দেশ পরিচালনা করে তাদেরকে আল্লাহ তুমি শুভ বুদ্ধি উদয় কর দাও
এক কথায় অসাধারন, উনার কান্না দেখে আমিও চোখের পানি ধরে রাখতে পারিনি।আল্লাহ পাক আপনাদেরকে নেক হায়াত দান করুক, এবং বেশি বেশি করে দান সাদাকাহ করার তাওফিক দান করুক, আমিন।
আসলেই বিদেশীনি ভাবিজানের মনটা অনেক নরম ওনার কান্না দেখে আমার নিজের চোখ দিয়ে টপটপ করে পানি পড়ছিলো কারন একজন বিদেশীনি আমাদের দেশের হতদরিদ্র পরিবারের কি পরিমান দরদ থাকলে তার চোখ থেকে পানি পড়ে😢😢😢 ভাবী তুমি অনেক ভাল একজন মানুষ ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
আমি সব সময় দেখি ভালো লাগে কিন্তু আজ কমেন্ট না করে পারলাম না।খুব ভালো একটা কাজ করলেন,নাতাশা খুবই ভালো ও নরম মনের মানুষ।দোয়া রইলো এমন সুখী পরিবারের জন্য।
আমি আপনাদের সব ভিডিও গুলো দেখি।আজ ভাবির কান্না দেখে মনে হল বিদেশি হয়েও তার চোখের পানি দেখে মনটা ভরে গেল। ভাই আপনি রত্ন চিন্তে ভুল করেননি।দোয়া করি ভালো থেকে এগিয়ে যান।
ভাবির এইটুকু শ্রদ্ধা এবং সম্মান দেখে হারোনার চোখের কান্না দেখে 😢নিজের চোখ দিয়ে পানি চলে আসলো আল্লার কাছে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইলো আপনাদের জন্য ভাই এবং ভাবি বাচ্চাদের নিয়ে সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ যেন ভালো রাখে আপনাদেরকে 😊
দরিদ্রদের মাঝে ইফতার বিতরণ, এটা একটা অত্যন্ত ভাল কাজ। মহান আল্লাহ্ যাদেরকে সামর্থ দিয়েছেন তাদের সবারই এটা করা উচিত। আল্লাহ্ আপনাদের এই নেক কাজকে কবুল করুন। আপনার স্ত্রী একজন ইউরোপীয় নারী হয়েও যে মানবিকতা দেখিয়েছেন তা সত্যি প্রশংসনীয়। আল্লাহু আকবার।
ভাবির রেসপেক্ট টা অতুলনীয় ছিলো। আসলেই ওনি একজন ভালো মানুষ। গাড়িড় ভিতর থেকে খাদ্য দিতে চাননি এটি আমাকে মুগ্ধ করেছে জাযাকাল্লাহ। হাবিব ভাই কে আমি ফলো করি তবে সেভাবে কমেন্টস করা হয়না ব্যস্ততার কারনে। আপনাদের দুজনকেই অনেক অনেক শুকরিয়া। ভাবির চোখের পানির সাথে সাথে আমিও কেনো জানি কেদে ফেলেছি। আসলে ওনার মনটা বিশাল। আল্লাহ আপনাদের কবুল করুন।
ওদের আমি বেশিরভাগ সময় ফলো করি। আজকের এই ভিডিওটা একটু ভিন্নধর্মী। আমার ভালো লেগেছে। কমেন্ট পড়তে এসে চমকে গেলাম। প্রায় সবাই নাতালিয়ার আবেগকে সম্মান এবং ভালোবাসা জানালেও কেউ কেউ বিশ্রী ধরণের সমালোচনাও করেছেন। আমার কাছে এটি রুচির অভাব বলে মনে হয়েছে। নাতালিয়া, হাবিব, নাদিয়া, ইভানের জন্য অনেক অনেক ভালোবাসা। You people are so sweet.
ভাই ভাবিকে হাজার সালাম।একজন বিদেশি হইয়া।ওনি যেই মানোবিকতা দেখালেন।ইতিহাসে স্মরনীয় হয়ে থাকবে।আমি আপনারদের অনেক ভিডিও দেখি।ভাই খুব ইচ্ছা মানুষের জন্য করি।কিন্তু আমি সামন্য একজন স্কুলের কর্মচারী।তারপর যতটুকু পারি করি।
ভাই এবং ভাবি দুজনকে অসংখ্য ধন্যবাদ, অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর জন্য ,আল্লাহর কাছে দোয়া করি ,আল্লাহ যেন আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক ,যাদের আছে তারা যেন ,অল্প হোক বেশি হোক ,যার যতটুকু সমর্থন আছে ,তা নিয়ে এই গরিবদের মাঝে পৌঁছিয়ে দেওয়ার তৌফিক দান করুক, আমিন,,,
আমি একটা জিনিস খেয়াল করছি ৬ বাটি নেওয়া মহিলা পরে বাচ্চাদের জন্য আরও ২ বাটি, এই ধরনের বহু মানুষ আছে যাদের কারনে কোন সুবিধা বা ত্রান সব গরিব সমান ভাগ পায়না।আল্লাহ সবার অভাব দূর করে উত্তম রিজিক দান করুক।
মায়াবি ভাবী আমাদের ।ধন্যবাদ ভাবী ।আল্লাহ রাব্বুলামিন আপনি ও আপনার পরিবারের হেফাযত করুন।আমার দেশের গরীব দুখী মানুষের জন্য আপনার আবেগ দেখে ভালো লাগলো ।আমার ও দুচোখ ভিজে গেল। অথচ জানেন ভাবী ,প্রতিনিয়ত আশপাশের এই আর্ত মানুষের মাঝেই আমাদের বসবাস।আমরা অভ্যস্ত কিন্তু খারাপ যে লাগে না তা নয় ।কিন্তু এত এত ক্ষুধার্ত মুখ ,,,,অঢেল থাকলেও সম্ভব হয় কিনা জানি না।সিস্টেম চেন্জ করতে হবে। নাতালিয়া ভাবী প্লিজ মাঝে মাঝে এই দেশে আসবেন ।পাশে দাঁড়াবেন যতটুকু সম্ভব প্লিজ 🙏🏼।অনেক অনেক শুভকামনা 🧡
আল্লাহ আপনাদের ভালো করুক। আপনাদের ভিডিওটা দেখে নিজেই কান্না করে দিয়েছি। হয়তো আমার এই মুহূর্তে সামর্থ্য নেই। ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকে সমর্থনে অবশ্যই আমি গরিব দুঃখীদের পাশে দাঁড়াবো।
আল্লাহ ভাবিকে হেদায়াতের সহিত সুস্থতার জীবন দান করুন। আপনাদের ছোট মা-মনিটাকেও নিরাপদে রাখুন। ভাবির আবেগে আমিও আবেগে আপ্লুত। সে গাড়ি থেকে নিজে নেমে নিজ হাতে খাবার দিয়েছেন, এটা আমার খুবই মনে ধরেছে।
নাতাসা একজন বড়ো মনের মানুষ বলে যতো বিদেশি হকনা কেন কিন্তু সে নেমে সবাইকে খাবার দিছে এটা আমার তেখে ভালো লাগছে তুমার জন্য দোয়া রইলআমার মনে হয় কোনো হিংসা নেই নাতাসা তার পরিবার সবার তেখে
প্রাচুর্যের প্রতিযোগিতা যখন আমাদেরকে আচ্ছন্ন করে ফেলেছে এই সময় বর্তমান পৃথিবীতে। এমন সময় এমন ভালো কাজ দেখলে সত্যিই চোখে পানি আসে। আপনাদের অসংখ্য ধন্যবাদ । জাযাকাললা খয়রান ।😢
আসসালামু আলাইকুম ভাবি আপনার কাল্লা দেখে আমার চোখে পানি এসেছে আমি মালয়েশিয়া থেকে ওখান দেখেছি সেহেরী খেয়ে আপনার ভিডিওটা দেখে আমি সত্যিকার আল্লাহ করেছি আপনি গরিব মানুষের দুঃখ বুঝতে পেরেছেন দেখেন দেখেন বাংলাদেশের মানুষ কত কষ্ট করে আপনি ভাইকে নিয়ে বাংলাদেশের মাঝেমধ্যে গরিব মানুষকে সহযোগিতা হেল করবেন সত্যিকারে আমি মালয়েশিয়া থেকে ভিডিওটা দেখেছি আপনার কান্না দেখে আমি কান্না করেছি আসসালামু আলাইকুম
আরে ভাই সরকারের দঃখ হয় কিন্তু গরিব দুঃখী দের দেখে নয়,দেশের যেকোনো অন্যায়ের প্রতিবাদ করলে তখন সরকারের দুঃখ হয়,কিভাবে দেশের উন্নয়ন করা যায় চুরি চামারে বেশি করে করা যায় আর এগুলো নিয়ে কথা বলতে গেলেই তখন দুঃখ হয় আর গরীব দুঃখী মোরলো না বাঁচল মধ্যবিত্ত মানুষের খাইলো কিনা খাইলো এগুলো দেখে সরকারের কোন দুঃখ নাই
আমার মন অনেক খারাপ লাগে মাঝে মাঝে কান্না আসে, ফিলিস্তিনি ভাই বোনদের জন্য, তাঁদের কাছে যদি কোন সহযোগিতা করতে পারতাম , মনটা খুবই ভালো লাগতো, হে আল্লাহ তুমি ফিলিস্তিনি ভাই ও বোনদের হেফাজত করুন, আমীন।
অনেক ধন্যবাদ নাতাশা আপু কে একজন বিদেশি মেয়ে হয়েও যে বাংলাদেশের মানুষের জন্য এত মায়া দেখে অনেক ভালো লাগলো দোয়া রইল আপু তোমার জন্য আল্লাহ যেন সব সময় তোমার মঙ্গল করে
ওনি অনেক ভালো মনের একজন মানুষ,, অনেক বার দেখছি গরিব, মানুষদের দেখে ওনি অনেক কান্না করে এবং কস্ট পায়,, জেটা আমাদের মানুষ হিসাবে এমন, মন মানসিকতা থাকা উচিত,,,আপনাদের প্রতি ভালোবাসা আরো বেরে গেলো,❤❤,, আসা করি এই ভাবে সবসময় অসহায় দের পাসে থাকবেন,, আল্লাহ আপনাদের ভালো রাখুক,, আমিন ফি আমানিল্লাহ্ ❤❤❤🤲🤲🤲
অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে একজন বিদেশিনিকে দিয়ে বাংলাদেশের গরীব শ্রেণির মানুষের মাজে রমজান মাসে রাতের খাবার পৌছে দিয়ে তার ভিতর একটা দেশপ্রেম জাগিয়ে তুলার জন্য এবং আমাদের দেশের গরীব মানুষের কষ্ট দেখে তার ভিতরেও কষ্ট লেগেছে এটা দেখে অনেক ভালো লাগলো। ভালো থাকবেন আপনারা সবাই।
ভাইয়া আমি সব সময় আপনাদের ভিডিও দেখি কখনো কমেন্ট করিনা আজকে কমেন্ট না করে থাকতে পারলাম না। নাতালিয়া ভাবি বিদেশি মেয়ে হলেও তার মোন টা ওনেক ওনেক ভালো একজন মানুষের মোন ভালো হলেই তার চোখে পানি আসে ওন্নের কষ্টে কাদে সে। দোয়া করি আপনাদের পরিবারের সকল কে আল্লাহ সুস্থ রাখুক ভালো রাখুক নেক হায়ত দান করুক। আমিন।
বিদেশীনির মন কাঁদে কিন্তু আমাদের অনেকরই মন কাঁদে না। ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ এই বিদেশীনির জন্য হৃদয়ের গভীর থেকে ভালোবাসা রইলো। তার চোখের পানির মূল্য দিতে পারবো না হয়তো!!!! সবসময় শুভো কামনা রইলো❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
আসসালামুয়ালাইকুম সত্যি হাবিব ভাই আপনি ধন্য নাতালিয়া ভাবিকে পেয়ে একজন বিদেশি নি হয়ে তার মন-মানসিকতা একেবারেই যেন বাঙালির মত দোয়া করি আল্লাহর কাছে সর্বদাই নাতালিয়া ভাবি ও আপনার পরিবারের সবাই ভালো থাকুক সবাই বলি 🤲আমিন 🤲
আমার সবচেয়ে ভালো লেগেছে ভাভী গাড়ি থেকে নেমে খাবার দিয়েছে সে চাইলেই জানালা দিয়ে দিতে পারতো কিন্তু অসম্মান হবে বলে নেমে দিয়েছে এটাই হচ্ছে আসল মানবিকতা,,,,অনেক ভালো থাকবেন সবাই
এই যে অনুভূতি তারা একবেলা খাবারের জন্য রাস্তায় ঘুরে বেড়ায় এটা অনুভব করে ভাবী কান্না করেছেন আর তিনি বিদেশীনি হয়ে ও গাড়ী থেকে বেরিয়ে খাবার দিলেন এটাই মানবতা, আল্লাহ পাক আপনাদের মনের আশা পুরণ করুন আমিন।
আমিন,❤
চোখের জল অনেক কষ্টে আসে নাতালিয়া ম্যাম বুঝতে পারছে যে মানুষ কতটা অসহায় এদের দেখে সে কান্না করছে। আল্লাহ আপনাদের সুখে রাখুক।।।
অসাধারণ একটি কাজ করে দেখিয়ে দিল বিদেশি নাতালিয়া এদের থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার
একটা বিদেশি বউ আমাদের দেশের মানুষের এই অসহায়ত্ব দেখে সে কান্না করেছে, আল্লাহ তোমার কাছে এটাই চাই আমাদের দেশের যারা বিত্তশালী এবং দেশ পরিচালনা করে তাদেরকে আল্লাহ তুমি শুভ বুদ্ধি উদয় কর দাও
এক কথায় অসাধারন, উনার কান্না দেখে আমিও চোখের পানি ধরে রাখতে পারিনি।আল্লাহ পাক আপনাদেরকে নেক হায়াত দান করুক, এবং বেশি বেশি করে দান সাদাকাহ করার তাওফিক দান করুক, আমিন।
ফিলিস্তিনের মানুষদের জন্য আমরা কি এভাবে কিছু করতে পারি না। মনটা খুবই কাঁদে। তারা কত কষ্টে আছে, না খেয়ে আছে আল্লাহ তাদেরকে হেফাজত করেন।
😢😢
Ekdom sotti kotha bolsen...kub kosto lage 😭😭
ameen
আমিন
পারলে কিছু করেন
হাবিব ভাই ও নাতালিয়া ভাবি খুবই ভালো উদ্যোগ নিয়েছেন, আল্লাহ পাক আপনাদের কল্যাণ বয়ে আনবে।
আসলেই বিদেশীনি ভাবিজানের মনটা অনেক নরম ওনার কান্না দেখে আমার নিজের চোখ দিয়ে টপটপ করে পানি পড়ছিলো কারন একজন বিদেশীনি আমাদের দেশের হতদরিদ্র পরিবারের কি পরিমান দরদ থাকলে তার চোখ থেকে পানি পড়ে😢😢😢
ভাবী তুমি অনেক ভাল একজন মানুষ
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
8:59 নাতালিয়া সত্যি একজন ভালো মনুষ।আল্লাহ তাকে পরিপূর্ণ ইসলাম ধর্ম পালন করার তৌফিক দেন এ দোয়াই করি।
আমিন
একমত
আমিন
আমি সব সময় দেখি ভালো লাগে কিন্তু আজ কমেন্ট না করে পারলাম না।খুব ভালো একটা কাজ করলেন,নাতাশা খুবই ভালো ও নরম মনের মানুষ।দোয়া রইলো এমন সুখী পরিবারের জন্য।
আমি আপনাদের সব ভিডিও গুলো দেখি।আজ ভাবির কান্না দেখে মনে হল বিদেশি হয়েও তার চোখের পানি দেখে মনটা ভরে গেল। ভাই আপনি রত্ন চিন্তে ভুল করেননি।দোয়া করি ভালো থেকে এগিয়ে যান।
ভাবির এইটুকু শ্রদ্ধা এবং সম্মান দেখে হারোনার চোখের কান্না দেখে 😢নিজের চোখ দিয়ে পানি চলে আসলো আল্লার কাছে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইলো আপনাদের জন্য ভাই এবং ভাবি বাচ্চাদের নিয়ে সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ যেন ভালো রাখে আপনাদেরকে 😊
আমি রোজা রেখে আপনার ভিডিও দেখেছি আমার বাবি বিদেশি মেয়ে হয়ে এতো ভালো মনের মানুষ আল্লাহর কাছে দোয়া রইল ভাই বাবির জন্য
চোখের পানি ধরে রাখতে পারলাম না। ধন্যবাদ আপনাদের। আল্লাহ আরো বেশি বেশি তৌফিক দিন। গরীবের পাশে থাকার।
অনেক ভালো লাগলো হাবিব ভাই । ভাবি বিদেশিনী হয়েও আমাদের দেশের মানুষের কষ্ট দেখে তার চোখে জল আছে 😢😢অনেক অনেক শুভকামনা আপনাদের জন্য ।
চোখের পানিতে কোন অভিনয় থাকেনা।থাকে মায়া আর আবেগ ভালোবাসা জা ওনার মাজে আজ দেখেছি।
দরিদ্রদের মাঝে ইফতার বিতরণ, এটা একটা অত্যন্ত ভাল কাজ। মহান আল্লাহ্ যাদেরকে সামর্থ দিয়েছেন তাদের সবারই এটা করা উচিত। আল্লাহ্ আপনাদের এই নেক কাজকে কবুল করুন। আপনার স্ত্রী একজন ইউরোপীয় নারী হয়েও যে মানবিকতা দেখিয়েছেন তা সত্যি প্রশংসনীয়। আল্লাহু আকবার।
ভাবির রেসপেক্ট টা অতুলনীয় ছিলো। আসলেই ওনি একজন ভালো মানুষ। গাড়িড় ভিতর থেকে খাদ্য দিতে চাননি এটি আমাকে মুগ্ধ করেছে জাযাকাল্লাহ। হাবিব ভাই কে আমি ফলো করি তবে সেভাবে কমেন্টস করা হয়না ব্যস্ততার কারনে। আপনাদের দুজনকেই অনেক অনেক শুকরিয়া। ভাবির চোখের পানির সাথে সাথে আমিও কেনো জানি কেদে ফেলেছি। আসলে ওনার মনটা বিশাল। আল্লাহ আপনাদের কবুল করুন।
নাথালিয়া ভাবির কান্না দেখে। আমার ও চোখে পানি চলে আসলো। আললাহ আপনাদের সব আসা পূরন করোন আমিন।
হাবিব ভাই ও ভাবি আপনাদের আল্লাহতালা হায়াত দান করুক আপনাদের আরো বেশি করে দেয়ার ক্ষমতা দিক আল্লাহতালা গরিবদেরকে তৌফিক দান করুক আমিন
ভিডিও টা দেখে নিজের অজান্তেই চোখে পানি চলে আসলো। অসংখ্য ধন্যবাদ আপনাদের।
আল্লাহ ফিলিস্তিনের মানুষ যদি এগুলো পেত মনটা আনন্দে ভরে যেত 😢😢😢😢😢😢😢😢😢😢
ওদের আমি বেশিরভাগ সময় ফলো করি। আজকের এই ভিডিওটা একটু ভিন্নধর্মী। আমার ভালো লেগেছে।
কমেন্ট পড়তে এসে চমকে গেলাম। প্রায় সবাই নাতালিয়ার আবেগকে সম্মান এবং ভালোবাসা জানালেও কেউ কেউ বিশ্রী ধরণের সমালোচনাও করেছেন। আমার কাছে এটি রুচির অভাব বলে মনে হয়েছে।
নাতালিয়া, হাবিব, নাদিয়া, ইভানের জন্য অনেক অনেক ভালোবাসা।
You people are so sweet.
হাবিব ভাই ভাবি বিদেশিনী হলেও আপনি জীবনে খুব ভালো একজন সহধর্মিণী পেয়েছেন,,,দোয়া করি সব সময় যেন ভালো থাকেন। এবং দেশের অসহায় মানুষের পেছনে দাড়াতে পারেন।
😊 সত্যি বলতেছি মনটা জুড়িয়ে গেল মনটা জুড়িয়ে গেল মন থেকে বলতেছি মনটা ভরে গেল আল্লাহ তুমি সবাইকে সুস্থ রেখো ভালো রেখো
মাশআললাহ। অনেক অনেক শুভকামনা ও দোয়া রইল আপনাদের প্রতি। এ হল সত্যিকারের ভালবাসা। কোথায় আমাদের ডিজিটাল দেশের সদস্য গন যারা দেশ পরিচালনা করেছেন।
আপু একজন বিদেশিনী হয়ে ও।উনার মনে এতো।মায়া।মাশাল্লাহ
ভাবী একজন পবিত্র আত্মার মানুষ
তার কান্না দেখে আমার চোখেও পানি চলে আসছে,ভাবি অনেক সরল আর ভাল মনের মানুষ, দুজনের জন্য দোয়া রইল
মাশাআল্লাহ ভাবির উদারতা দেখে মন ভরে গেলো আল্লাহ উনার জীবনের শেষ দিন পর্যন্ত এমন কাজ করার তৌফিক দান করুন
অন্যের দুঃখ দেখে যার চোখে পানি আসে সে মহৎ আত্মার মানুষ ❤❤
দেখে অনেক ভালো লাগলো। বিদেশি হয়ে দেশের মানুষের কস্ট বুঝে।
মহৎ কাজ করছেন ভাইজান আর নাতা লিয়া ভাবির সরল মনের পরিচয় ছাপ রেখে গেলো । আল্লাহ্ আপনাদের সব ইচ্ছা পূরণ করুন দোয়া করি।
ভাই ভাবিকে হাজার সালাম।একজন বিদেশি হইয়া।ওনি যেই মানোবিকতা দেখালেন।ইতিহাসে স্মরনীয় হয়ে থাকবে।আমি আপনারদের অনেক ভিডিও দেখি।ভাই খুব ইচ্ছা মানুষের জন্য করি।কিন্তু আমি সামন্য একজন স্কুলের কর্মচারী।তারপর যতটুকু পারি করি।
ওনি সত্যিই মন থেকে অনেক সরল ও ভালো মানুষ,, চোখ দিয়ে সবাইর পানি আসে না,, আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুক,, আমিন,, এই ভাবে সবাইর পাশে থাকবেন আনটি ❤❤
একজন বিদেশিনী হয়েও সাধারন মানুষের প্রতি যে শ্রদ্ধাবোধ, সেটা সকলের জন্য শিক্ষণীয়।
মাশাল্লাহ ভাইয়া বাংলাদেশের অনেক ভালো একটা কাজ করেছেন দোয়া রইল আপনাদের জন্য যেতে এভাবে সব সময় গরিব-দুঃখীদের পাশে দাঁড়াতে পারেন❤❤❤❤❤❤❤❤❤❤
আপনার ও আপনার বিদেশি স্ত্রীর জন্য অসংখ্য দোয়া রইল।মহান আল্লাহ তায়ালা যেন আপনাদের মনের বাসনা পূরণ করেন।
ইফতার বিতরণ, অনেক ভাগ্যার বেপার, আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যেন, ভালো রাখেন
ভাই এবং ভাবি দুজনকে অসংখ্য ধন্যবাদ,
অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর জন্য ,আল্লাহর কাছে দোয়া করি ,আল্লাহ যেন আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক ,যাদের আছে তারা যেন ,অল্প হোক বেশি হোক ,যার যতটুকু সমর্থন আছে ,তা নিয়ে এই গরিবদের মাঝে পৌঁছিয়ে দেওয়ার তৌফিক দান করুক, আমিন,,,
হাবিব ভাই ভাবির কান্না দেখে আমারও কান্না চলে আসছে দোয়া করি আললাহ আপনাদের উত্তম জাজা দান করুন।
আল্লাহপাক তোমাদের আরো দেয়ার তৈফিক দিন, নাতাশার কান্না দেখে আমারো চোখে পানি চলে এসেছে, আল্লাহপাক ভালো রাখুন, আমীন
আমি একটা জিনিস খেয়াল করছি ৬ বাটি নেওয়া মহিলা পরে বাচ্চাদের জন্য আরও ২ বাটি, এই ধরনের বহু মানুষ আছে যাদের কারনে কোন সুবিধা বা ত্রান সব গরিব সমান ভাগ পায়না।আল্লাহ সবার অভাব দূর করে উত্তম রিজিক দান করুক।
সহমত আপনার সাথে
ভাবি আসলের সুন্দর মনের মানুষ দোযা করি আপনাদের নেক হাযাত দিক। দানের হাত আরো প্রস্ত করে দিক
ভাবি একজন সুন্ধর মনের মানুষ দুয়া করি আপনাদের জন্নো, এই ভিডিও টা বারবার আমি দেখি
এত সুন্দর ভালো মহত কাজ করার জন্য অনেক ধন্যবাদ নাতালিয়ার মনটা কোমলপ্রাণ অসাধারণ মনের মানুষ সুভকামনা রইলো ভালো থেকো
খুব ভাল লাগল আপনাদের এই খাওয়া দেয়া দেখে নাতালিয়া ও আপনি ভাল মনের মানুষ খুব ভাল থাকবেন ইনশাআল্লাহ
মায়াবি ভাবী আমাদের ।ধন্যবাদ ভাবী ।আল্লাহ রাব্বুলামিন আপনি ও আপনার পরিবারের হেফাযত করুন।আমার দেশের গরীব দুখী মানুষের জন্য আপনার আবেগ দেখে ভালো লাগলো ।আমার ও দুচোখ ভিজে গেল। অথচ জানেন ভাবী ,প্রতিনিয়ত আশপাশের এই আর্ত মানুষের মাঝেই আমাদের বসবাস।আমরা অভ্যস্ত কিন্তু খারাপ যে লাগে না তা নয় ।কিন্তু এত এত ক্ষুধার্ত মুখ ,,,,অঢেল থাকলেও সম্ভব হয় কিনা জানি না।সিস্টেম চেন্জ করতে হবে।
নাতালিয়া ভাবী প্লিজ মাঝে মাঝে এই দেশে আসবেন ।পাশে দাঁড়াবেন যতটুকু সম্ভব প্লিজ 🙏🏼।অনেক অনেক শুভকামনা 🧡
হাবিব ভাই ভাবী কিছুটা বাংলাদেশী হয়ে গেছেন , খুবই ভালো লাগলো উনি এদেশের মানুষের জন্য কান্না করছেন ,
স্যালুট স্যালুট জানাই।
আল্লাহ আপনাদের ভালো করুক। আপনাদের ভিডিওটা দেখে নিজেই কান্না করে দিয়েছি। হয়তো আমার এই মুহূর্তে সামর্থ্য নেই। ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকে সমর্থনে অবশ্যই আমি গরিব দুঃখীদের পাশে দাঁড়াবো।
বাবি গরীব মানুষকে বালোবাসে মাসাআল্লাহ
আপুর কান্না দেখে আমারও চোখের পানি চলে এসেছে। আল্লাহ সবাইকে ভালো রাখুন। 🥰
আল্লাহ ভাবিকে হেদায়াতের সহিত সুস্থতার জীবন দান করুন। আপনাদের ছোট মা-মনিটাকেও নিরাপদে রাখুন। ভাবির আবেগে আমিও আবেগে আপ্লুত। সে গাড়ি থেকে নিজে নেমে নিজ হাতে খাবার দিয়েছেন, এটা আমার খুবই মনে ধরেছে।
নাতাসা একজন বড়ো মনের মানুষ বলে যতো বিদেশি হকনা কেন কিন্তু সে নেমে সবাইকে খাবার দিছে এটা আমার তেখে ভালো লাগছে তুমার জন্য দোয়া রইলআমার মনে হয় কোনো হিংসা নেই নাতাসা তার পরিবার সবার তেখে
প্রাচুর্যের প্রতিযোগিতা যখন আমাদেরকে আচ্ছন্ন করে ফেলেছে এই সময় বর্তমান পৃথিবীতে। এমন সময় এমন ভালো কাজ দেখলে সত্যিই চোখে পানি আসে। আপনাদের অসংখ্য ধন্যবাদ । জাযাকাললা খয়রান ।😢
মাশাআল্লাহ ,,, আল্লাহ পাক কবুল করুন ।
আমার ও এমন ইচ্ছা আছে। আল্লা তুমি সবাইর মনের আশা পূরণ করু।
কি ভাবে যে এই বিদেশিনিকে ভালোবাসা ও ধন্যবাদ ও শ্রদ্ধা জানাবো তার ভাষা খুজে পাচ্ছি না।
আল্লাহ ওনাদের সবসময় ভালো রাখুন।
আপনার দুই জেনেই খুব ভালো মানুষ আপনাদের জন্য আমার দোয়া রইলো
ভাই ভাবীর আবেগ দেখে আমি নিজেই আবেগাপ্লুত হয়েছি।
ভাবির মনটা অনেক ভালো, দুআ করি আপনাদের জন্য আল্লাহ আপনাদের ভালো রাখুন❤🎉❤
এই কান্না কাউকে দেখানোর জন্য নয় এটা মনের আবেগ। অনতর থেকে কান্না আসছে ওনার আর মন ভালো না হলে এসব কাজ কেউ করতে পারে না।
ভাবী বিদেশী হলেও সে খুব নরম মসৃণ ও ভালো মনের মানুষ।
ভাবি কান্না দেখে অনেক কষ্ট লাগতাছে আমার ও কান্না চলে আসছে 😭😭🤲❤️🌹
আসসালামু আলাইকুম ভাবি আপনার কাল্লা দেখে আমার চোখে পানি এসেছে আমি মালয়েশিয়া থেকে ওখান দেখেছি সেহেরী খেয়ে আপনার ভিডিওটা দেখে আমি সত্যিকার আল্লাহ করেছি আপনি গরিব মানুষের দুঃখ বুঝতে পেরেছেন দেখেন দেখেন বাংলাদেশের মানুষ কত কষ্ট করে আপনি ভাইকে নিয়ে বাংলাদেশের মাঝেমধ্যে গরিব মানুষকে সহযোগিতা হেল করবেন সত্যিকারে আমি মালয়েশিয়া থেকে ভিডিওটা দেখেছি আপনার কান্না দেখে আমি কান্না করেছি আসসালামু আলাইকুম
অলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ অনেক ভালো উদ্যোগ নিয়েছেন। অসহায় মানুষের পাশে থাকলে আল্লাহ তার উপর খুশি হয়ে যায়।
আপনি সত্যি একজন ভাগ্যবান ভাই, এরকম একজন সরল ভালো মনের জীবন সঙ্গী পেয়েছেন,
ভাই আল্লাহ আপনাদেরকে নেক হায়াত দান করুক আমি দোয়া করুক
মানুষের দুঃখ লাগলেও সরকারের দুঃখ লাগবে না কারণ সে জানে স্মার্ট বাংলাদেশ
সত্যি কথা বলেছেন
আরে ভাই সরকারের দঃখ হয় কিন্তু গরিব দুঃখী দের দেখে নয়,দেশের যেকোনো অন্যায়ের প্রতিবাদ করলে তখন সরকারের দুঃখ হয়,কিভাবে দেশের উন্নয়ন করা যায় চুরি চামারে বেশি করে করা যায় আর এগুলো নিয়ে কথা বলতে গেলেই তখন দুঃখ হয় আর গরীব দুঃখী মোরলো না বাঁচল মধ্যবিত্ত মানুষের খাইলো কিনা খাইলো এগুলো দেখে সরকারের কোন দুঃখ নাই
আল্লাহ সকলকে সঠিক পথে থাকার তৌফিক দান করো আমিন
আমার মন অনেক খারাপ লাগে মাঝে মাঝে কান্না আসে, ফিলিস্তিনি ভাই বোনদের জন্য, তাঁদের কাছে যদি কোন সহযোগিতা করতে পারতাম , মনটা খুবই ভালো লাগতো, হে আল্লাহ তুমি ফিলিস্তিনি ভাই ও বোনদের হেফাজত করুন, আমীন।
এরকম দৃশ্য দেখে চোখের কোণে জল চলে আসলো হাবিব ভাই ও ভাবির জন্য দোয়া রইল
হাবীব ভাই আমার চোখেও পানি চলে এসেছে। ধন্যবাদ হাবীব ভাই & ভাবী। ❤️❤️❤️🌹🌹
বিদেশি মেয়ে যে আমাদের দুঃখ বুঝবে আমরা ভাবতে পারিনি অনেক ভালোবাসা রইল
দোয়া করি আরও বেশি বেশি করে যেন গরিব মানুষকে সাহায্য করতে পারেন,আল্লাহ সেই তৌফিক যেন দেন আমিন
আলহামদুলিল্লাহ একটা বিষয়ে ক্লিয়ার নাতালিয়া ভাবী সরল মনের মানুষ 🫶🫶🤲🤲
অনেক নরম মনের মানুষ উনি আললাহ উনাকে নেক হায়াত দান করুক
ভাবি জন্য অনেক ভালোবাসা আপনাদের দুজনকে আল্লাহ নেক হায়াত দান করুক এবং সুস্থ রারুক
বিদেশীদের মনে অংকার হিংসা নেই 😊যেটা আমাদের বাঙালীদের মধ্যে আছে 😊
সত্যি অনেক ভালো লাগলো আল্লাহ আপনাকে হেদার দান করুক
অনেক ধন্যবাদ নাতাশা আপু কে একজন বিদেশি মেয়ে হয়েও যে বাংলাদেশের মানুষের জন্য এত মায়া দেখে অনেক ভালো লাগলো দোয়া রইল আপু তোমার জন্য আল্লাহ যেন সব সময় তোমার মঙ্গল করে
সহজে মানুষের চোখে পানি আসে না। দোয়া রইলো আপনাদের জন্য। ❤️❤️❤️
ভাই আপনার ভাগ্য অনেক ভালো এমন একটা ভালো মনের বউ পাইছেন ভাবিকে অনেক অনেক ধন্যবাদ ❤❤❤❤
নাতালিয়া ভাবির মনটা অনেক নরম অনেক ভালো মানুষ, দোয়া রইল
ওনি অনেক ভালো মনের একজন মানুষ,, অনেক বার দেখছি গরিব, মানুষদের দেখে ওনি অনেক কান্না করে এবং কস্ট পায়,, জেটা আমাদের মানুষ হিসাবে এমন, মন মানসিকতা থাকা উচিত,,,আপনাদের প্রতি ভালোবাসা আরো বেরে গেলো,❤❤,, আসা করি এই ভাবে সবসময় অসহায় দের পাসে থাকবেন,, আল্লাহ আপনাদের ভালো রাখুক,, আমিন ফি আমানিল্লাহ্ ❤❤❤🤲🤲🤲
অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে একজন বিদেশিনিকে দিয়ে বাংলাদেশের গরীব শ্রেণির মানুষের মাজে রমজান মাসে রাতের খাবার পৌছে দিয়ে তার ভিতর একটা দেশপ্রেম জাগিয়ে তুলার জন্য এবং আমাদের দেশের গরীব মানুষের কষ্ট দেখে তার ভিতরেও কষ্ট লেগেছে এটা দেখে অনেক ভালো লাগলো। ভালো থাকবেন আপনারা সবাই।
তার মনটা যেরকম সুন্দর পোশাক ও ভদ্র সব মিলিয়ে খুব ভালো লাগল দোয়া রইল বোন
ভাবি ভালো মনের মানুষ ❤দুওয়া করি সব সময় ভালো থাকেন সবাই ❤❤
ওয়ালাইকুম ভাইয়া ভাবি মনটা অনেক অনেক সরল নরম মনের মানুষ দোয়া করি ভাবে জীবনের প্রতিটা সময় সময় যেন ভালো কাটে
এদেশের মানুষকে দেখে এদেশের মানুষের কষ্ট হয় না অথচ বাহিরের দেশের মানুষ কষ্ট পাই , কোন দেশে জন্ম নিয়েছি আমরা 😢😢😢😢😢ভাবী টা অনেক ভালো , ❤❤❤❤❤❤❤
মাশা-আল্লাহ। আল্লাহ তায়ালা আপনাদের মনের নেক আশাগুলো পূরণ করুক। ❤️❤️ আপনাদের দানকে কবুল করে নেক। أمين
❤❤❤❤
ভাইয়া আমি সব সময় আপনাদের ভিডিও দেখি কখনো কমেন্ট করিনা আজকে কমেন্ট না করে থাকতে পারলাম না। নাতালিয়া ভাবি বিদেশি মেয়ে হলেও তার মোন টা ওনেক ওনেক ভালো একজন মানুষের মোন ভালো হলেই তার চোখে পানি আসে ওন্নের কষ্টে কাদে সে। দোয়া করি আপনাদের পরিবারের সকল কে আল্লাহ সুস্থ রাখুক ভালো রাখুক নেক হায়ত দান করুক। আমিন।
মাশাআল্লাহ খুব ভালো লাগছে ভাইয়া নাতালিয়া ভাবি অনেক অনেক শুভেচ্ছা ও মোবারকবাদ
বিদেশীনির মন কাঁদে কিন্তু আমাদের অনেকরই মন কাঁদে না। ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ এই বিদেশীনির জন্য হৃদয়ের গভীর থেকে ভালোবাসা রইলো। তার চোখের পানির মূল্য দিতে পারবো না হয়তো!!!! সবসময় শুভো কামনা রইলো❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
মাশাল্লাহ নাতালা ভাবীর মন মানসিকতা অনেক অনেক ভালো একজন সরল মনের মানুষ ভাবির কান্না দেখে আমিও কান্না করেছি ভাইয়া ❤❤
আসসালামুয়ালাইকুম সত্যি হাবিব ভাই আপনি ধন্য নাতালিয়া ভাবিকে পেয়ে একজন বিদেশি নি হয়ে তার মন-মানসিকতা একেবারেই যেন বাঙালির মত দোয়া করি আল্লাহর কাছে সর্বদাই নাতালিয়া ভাবি ও আপনার পরিবারের সবাই ভালো থাকুক সবাই বলি 🤲আমিন 🤲
আমারো খুব ইচ্ছে হয় কিন্তু আল্লাহ এমন সামর্থ দেন নি,ইনশাআল্লাহ নিজের পায়ে দাড়িয়ে সাধ্যমতো গরীব অসহায় মানুষদের পাশে দাড়ানোর চেষ্টা করবো😊😊😊😊
বাংলাদেশে আপনার সহধর্মিণী কে স্বাগত
ভাবির বাবা কিন্তু রাশিয়ার অনেক Famous ডাক্তার.