আমার বাংলাদেশে এমন একজন গুণি শিল্পী আছেন তা আমার জানা ছিলোনা। অসাধারণ প্রতিভা।শিল্পীকে আন্তরিক অভিনন্দন। শিল্পীর সুরেলা কন্ঠে গাওয়া গানটা আমার হৃদয় ছুয়ে গেছে।
সত্যিকারের ধনী পরিবার। ঈশ্বরের আশীর্বাদে আপনি ধন্য বৌদি আর তাই এত মিষ্টি ও গভীর দরদী কণ্ঠে কতো সাবলীল গায়কী তার সাথে দাদার যোগ্য সঙ্গত। অসাধারণ। একটু সুযোগ ও শিল্পীর প্রাপ্য সম্মানের প্রার্থনা জানায় সর্বময় শক্তির কাছে যেনো ভাঙ্গা মন্দিরের দেউলে প্রদীপটি তাঁর ইচ্ছায় প্রজ্জ্বলিত হয়ে চারিদিক আলোয় উদ্ভাসিত করুক । ❤❤❤❤❤
একজন শিল্পী যখন মনপ্রান উজাড় করে সুর-তাল-লয় ঠিক রেখে গান গায় তখন সে তার ক্ষমতার উর্দ্ধে উঠে প্রকৃত শিল্পী হয়ে উঠে।যা আপনি পরেছেন। আপনাকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।
অসাধারণ অনিমাদি। আমার ৬২ বছর বয়সে আপনাকে নমস্কার না জানিয়ে পারলাম না। আপনার গানে এতো দরদ--- এতো মা সরস্বতীর ই দান। খুব ভালো থাকুন আর এভাবেই আমাদের পুরোনো দিনের গান শুনিয়ে যান ।
এ এক কঠিন গান.... অথচ কত সাবলীল আর সহজ করে গাইলেন অসম্ভব দক্ষতায়...... আরও গান শুনতে চাই...... একটা বৃহত্তর পরিবার গড়ে উঠুক যেখানে মাথার উপরে মান্না দে, আপনার মতো গুণী শিল্পি আর আমরা গুনমুগ্ধরা
বোন তোমার সুমধুর কন্ঠে এতো সুন্দর গান শুনে মুগ্ধ হয়ে বিভোর হয়ে গেলাম। ঈশ্বর প্রদত্ত কন্ঠ স্বর। আমি মানসী দি বয়সে অনেক বড়ো।তাই তোমাকে তুমি বললাম, তুমি একজন বড়ো মাপের শিল্পী।
আমি অভিভূত! মা সরস্বতী যেনো কণ্ঠে বসে আছেন,কি দরদী ও মায়াবী কণ্ঠ। তোমার মধ্যে যিনি অবস্থান করছেন সে দেবীকে নমস্কার এবং তোমাকে অভিনন্দন জানাচ্ছি। আমি ৫০ বছর চর্চা করেও একটা গান ভালো করে করতে পারিনি।
আপনার কন্ঠ তো সত্যিই অসাধারণ সেটা তে কোন সন্দেহ নেই কিন্তু আপনাদের এই যে পরিবেশে মানে পরিবারের সকলে একসাথে বসে কেউ আপনাকে তবলায় সঙ্গত করছেন কেউ বা আপনার গানে মৃদঙ বাজাচ্ছেন এই যে সমবেত প্রচেষ্টা এটা আজকাল ভাবাই যায় না.. অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর পরিবেশনের জন্য
সেনাবাহিনীতে চাকুরীর সুবাদে ১৯৮০ সালে একটা টেপ রেকডার কিনেছিলাম, নাইট ডিউটি করা লাগত! গভীর রাতে সাউন্ড খুব কম দিয়ে গান গুলো শুনতাম, কিজে ভাল লাগত.. এখনও একই রকম লাগে .বাংলাদেশ
অনবদ্য পরিবেশনা। টিভি ও সোশ্যাল মিডিয়ায় অনেক আড়ম্বরের সাথে সঙ্গীতের নানাধরণের লাইভ শো দেখতে পাই। সেখানে যারা অংশগ্রহণ করেন তাদের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখেও বলছি দিদিভাই, আপনার পরিবেশনা অত্যন্ত উপভোগ্য। গানটির সুর, ভাব, তাল ও লয় সুন্দরভাবে প্রকাশ পেয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ ও অভিনন্দন জানাই।
আপনার সুমধুর সুরেলা কণ্ঠ কন্ঠে শ্রদ্ধেয় মান্না দের এই গানটি শুনে মুগ্ধ হয়ে গেলাম। আপনার কন্ঠে এতো সুন্দর সুর ভগবানপ্রদত্ত। আমাদের দুঃখ যে এই সমস্ত প্রতিভাবান অত্যন্ত সাধারণ শিল্পীদের গান গাওয়ার আরও সু্যোগ করে দেওয়ার জন্য কোনও ব্যবস্থা নেই। এতো সুন্দর করে এই গানটি শোনার সুযোগ পেয়ে আমি ধন্য। নমস্কার জানাই।🙏🙏🙏🙏
অসাধারণ কন্ঠ আপনার এবং গায়কী ভংগিমা চমৎকার। আমি আপনার গান গুলি খুব ভালোবাসি। অবাক হলাম যে আপনি আমাদের দেশের তথা নিজ জেলা গোপালগঞ্জ এর একজন বোন। ধন্যবাদ জানাচ্ছি।
দিদি আমি মুসলিম এটুকুই বিশ্বাস করি আর বিশ্বাস করি সকল জীবের প্রতি সকল মানবের প্রতি বিধাতা যদি আমাকে আবার পুনর্জনম দেয় আমি যেন তোমার মত একটি সন্তান জন্ম দিতে পারি সে প্রার্থনাই করি পরমের কাছে আশীর্বাদ করি তুমি ভালো থেকো
এর আগে আমি দুবার এই গান শুনেছি, কিন্তু সত্যি কথা বলতে যতবার শুনি যেন , মন ভরে না...!! অসাধারণ, এত আন্তরিকতার সঙ্গে এই দিদিভাই গান করেন যে,। হৃদয় ছুঁয়ে যাওয়ার মত...!!!
এতো সুন্দর গলা আর এত সুন্দর কায়দা.... । ভগবান আপনাকে দীর্ঘায়ু দান করুন আমাদের এত সুন্দর গান শোনানোর জন্য। মুগ্ধ হয়ে গেলাম । বলার মত কোনো ভাষা খুজে পাচ্ছি না ।
অনিমা দি প্রণাম জানাই আপনাকে। সুরের দেবী মা সরস্বতীর পূর্ণ আশির্বাদ আপনার কণ্ঠে রয়েছে। কি ভালো গাইলেন। সুরের প্রতিটি পর্দায় আপনার গলা স্পর্শ করে মধুময়তা বাড়িয়েছে। বাহ্ কি ভালো গাইলেন দিদি। নোটেশনগুলো ভালো করে রপ্ত করেছেন।
খুব ভাল গেয়েছেন। সুর ঈশ্বরের উপহার, যত্ন নিয়ে উপস্থাপন করার প্রয়াস অনবদ্য। আমি নিজে মান্না দে মহাশয়ের ভক্ত, আপনার কন্ঠে বোধহয় আরো দুটো গান শুনেছি। চালিয়ে যান। শুভকামনা রইলো।
আমি বাংলাদেশী।এ গানটি আমার খুবই প্রিয়। মাঝে মাঝে আমিও গাই।যাহোক আমার কথা থাক।শিল্পী অনিমা বাইন খুবই চমৎকার গেয়েছেন। অনিমা বাইনের জন্য আমার অপরিমেয় আশীর্বাদ রইল। গুরুদেব মান্না দে যদি আজ বেঁচে থাকতেন এবং অনিমা বাইনের গান শুনতেন,আমার বিশ্বাস তিনিও শিল্পী অনিমা বাইনকে প্রানভরে আশীর্বাদ করতেন।যারা rafiqlipia র ভুল শুধরেছেন তাদের কে ধন্যবাদ এবং ধন্যবাদ rafiqlipia কেও,কেননা তিনি নির্দ্ধিধায় নিজ ভুল স্বীকার করেছেন। মনে রাখতে হবে তিনি সনাতন ধর্মাবলম্বী নন।শিল্পী অনিমা বাইনের গানের প্রতি তার আন্তরিক অনুভূতিকে খাটো করে দেখার কোন সুযোগ নেই। যিনি তবলা বাজিয়েছেন এবং যিনি জুঁড়ি বাজিয়েছেন তাদের দুজনকেই আন্তরিক ধন্যবাদ চমৎকার বাজানোর জন্য।সবার জন্য ভালোবাসা রইলো। সকলের মংগল হোক।
আমার বাংলাদেশে এমন একজন গুণি শিল্পী আছেন তা আমার জানা ছিলোনা। অসাধারণ প্রতিভা।শিল্পীকে আন্তরিক অভিনন্দন। শিল্পীর সুরেলা কন্ঠে গাওয়া গানটা আমার হৃদয় ছুয়ে গেছে।
অনিমা দেবী এত কঠিন গান এত সহজ ভাবে গাওয়া মা সরস্বতীর কৃপা ছাড়া হয় না।আপনি অনেক দুর যাবেন।শুভেচ্ছা রইল।
অসাধারন কন্ঠ আপনার, বার বার শুনতে ইচ্ছে করে ❤
মান্না দে র গান বেশ কঠিন, এত সুন্দর ভাবে পরিবেশন । অপূর্ব ।
অসাধারন নিবেদন, দিদিভাই তুমি যেও না, কেবল গান শোনাতেই থাকো, খুব ভালো লাগলো পরম করুণাময় এর কাছে আপনার দীর্ঘ নিরোগ জীবন কামনা করি।
অসাধারণ কন্ঠে গানটা গাইলে গো অনিমা দি 🎉খুব ভালো লাগলো গানটা 🎉ভালো থেকো শুভেচ্ছা রইল 🎉❤🎉❤
দিদির পক্ষ থেকে আপনাকে জানাই সশস্ত্র শ্রদ্ধা ও সালাম
সত্যিকারের ধনী পরিবার। ঈশ্বরের আশীর্বাদে আপনি ধন্য বৌদি আর তাই এত মিষ্টি ও গভীর দরদী কণ্ঠে কতো সাবলীল গায়কী তার সাথে দাদার যোগ্য সঙ্গত। অসাধারণ। একটু সুযোগ ও শিল্পীর প্রাপ্য সম্মানের প্রার্থনা জানায় সর্বময় শক্তির কাছে যেনো ভাঙ্গা মন্দিরের দেউলে প্রদীপটি তাঁর ইচ্ছায় প্রজ্জ্বলিত হয়ে চারিদিক আলোয় উদ্ভাসিত করুক ।
❤❤❤❤❤
খুবই সুন্দর গেয়েছেন।ভারত থেকে ।মান্না দের গান।অপূর্ব।
অনিমা বাইন একজন অসাধারণ প্রতিভাধর কণ্ঠশিল্পী। তার জন্য শুভকামনা।
Darun sundor gola khub valo laglo ey vabe gan k sarajibon dhore rakun r amader sonan 👍👍👍👍👍👍♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
একজন শিল্পী যখন মনপ্রান উজাড় করে সুর-তাল-লয় ঠিক রেখে গান গায় তখন সে তার ক্ষমতার উর্দ্ধে উঠে প্রকৃত শিল্পী হয়ে উঠে।যা আপনি পরেছেন। আপনাকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।
অসাধারণ অনিমাদি। আমার ৬২ বছর বয়সে আপনাকে নমস্কার না জানিয়ে পারলাম না। আপনার গানে এতো দরদ--- এতো মা সরস্বতীর ই দান। খুব ভালো থাকুন আর এভাবেই আমাদের পুরোনো দিনের গান শুনিয়ে যান ।
এ এক কঠিন গান.... অথচ কত সাবলীল আর সহজ করে গাইলেন অসম্ভব দক্ষতায়...... আরও গান শুনতে চাই...... একটা বৃহত্তর পরিবার গড়ে উঠুক যেখানে মাথার উপরে মান্না দে, আপনার মতো গুণী শিল্পি আর আমরা গুনমুগ্ধরা
বোন তোমার সুমধুর কন্ঠে এতো সুন্দর গান শুনে মুগ্ধ হয়ে বিভোর হয়ে গেলাম। ঈশ্বর প্রদত্ত কন্ঠ স্বর। আমি মানসী দি বয়সে অনেক বড়ো।তাই তোমাকে তুমি বললাম, তুমি একজন বড়ো মাপের শিল্পী।
গানতো সবই গায় কিন্তূ গানে প্রাণ দিতে পারে কজন?শিল্পীর গায়কি দেখে মুগ্ধ হয়েছি,শিল্পীর প্রতিভা প্রসংশা যোগ্য।
আপনাকে ধন্যবাদ
যত বার শুনি অবাক হয়ে কোথায় যেন হারিয়ে যাই, না হলেও ২০-২৫ বার শুনেছি তবুও মন বলে আবার শুনি, অসাধারণ, অসাধারণ!
কি আর বলবো সত্যি কারের শ্রোতা তো আপনারাই যারা সংগীত বোঝেন সুর বোঝেন তাল বোঝেন, বিশেষ ধন্যবাদ আপনাকে
অপূর্ব সুন্দর গানের পরিবেশন। সরস্বতীর আশির্বাদ বর্ষিত হোক আপনাদের উপর।
একরাশ মুগ্ধতা এনে দিল। হৃদয় ছুঁয়ে যাওয়া কথা। অনেক শুভেচ্ছা রইল।
আহা, কি মধুর
আমি অভিভূত! মা সরস্বতী যেনো কণ্ঠে বসে আছেন,কি দরদী ও মায়াবী কণ্ঠ। তোমার মধ্যে যিনি অবস্থান করছেন সে দেবীকে নমস্কার এবং তোমাকে অভিনন্দন জানাচ্ছি। আমি ৫০ বছর চর্চা করেও একটা গান ভালো করে করতে পারিনি।
ওহ্ অসাধারণ।একজন সারাজীবনের মান্না দের ভক্ত হয়ে বলছি, একি অসাধারণ গায়কী ঢং।একেবারেই নিখুঁত। একি শুনলাম।দুর্দান্ত,সত্যিই বলছি এটা কি শুনলাম।প্রাণটা জুড়িয়ে গেলো।ভালো থাকবেন।অনেক বড়ো হবার প্রার্থনা রইলো ঈশ্বরের কাছে।
Khub sundor kintu tobolchi ka dan deka bashabe
অল্প মিউজিক এ সুন্দর গান,,,, ❤ অসাধারন😊
বড়ো সুন্দর গাইলেন,,,, শ্রদ্ধেয় মান্না দের গাওয়া গান,,,, আপনার কণ্ঠে দরদ উপচে পড়লো.....ঘরোয়া ,, পরিবেশে.....ধন্যবাদ নেবেন......ভালো থাকবেন.....আপনারা,🙏🙏
মুগ্ধতায় সমর্পিত হয়ে হারিয়ে গেছি সুরের অনুরণনে।আহা অপূর্ব অনিন্দ্য সুন্দর।।।
আপনার কন্ঠ তো সত্যিই অসাধারণ সেটা তে কোন সন্দেহ নেই কিন্তু আপনাদের এই যে পরিবেশে মানে পরিবারের সকলে একসাথে বসে কেউ আপনাকে তবলায় সঙ্গত করছেন কেউ বা আপনার গানে মৃদঙ বাজাচ্ছেন এই যে সমবেত প্রচেষ্টা এটা আজকাল ভাবাই যায় না.. অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর পরিবেশনের জন্য
গানের ভঙ্গিটি শ্রদ্ধেয়া প্রতিমা ব্যানার্জীকে মনে করাচ্ছে, খুব ভালো লাগলো, শুভেচ্ছা রইল।
❤❤❤❤
আমিও তাই মনে করছিলাম যে তার চেহারাটা প্রতিমা ব্যানার্জি র মতো. গলটাও প্রতিমার মত মসৃন. Telepathy.
সহমত
এমন অসাধারণ যার কন্ঠ তিনি এত দরিদ্র হওন কীভাবে?নিশ্চয়ই সৃষ্টি কর্তা এই এই অপূর্ব কন্ঠের কারনেই অনেক স্বচ্ছলতা দান করবেন সেই আশির্বাদই করি প্রাণ ভরে।
সেনাবাহিনীতে চাকুরীর সুবাদে ১৯৮০ সালে একটা টেপ রেকডার কিনেছিলাম, নাইট ডিউটি করা লাগত! গভীর রাতে সাউন্ড খুব কম দিয়ে গান গুলো শুনতাম, কিজে ভাল লাগত.. এখনও একই রকম লাগে .বাংলাদেশ
সত্যি বলছি তুমি মান্না দে কে তোমার মধুর কণ্ঠের সুন্দর উপহার অর্পণ করতে পেরেছো। তোমার সাফল্য কামনা করছি।সাথে যুক্ত রইলাম।
অপূর্ব।।মান্না দের এত কথিঙ্গান গাইতে এলেম লাগে।।আপনার আছে❤❤
অসাধারণ, মুগ্ধ হয়ে গেছি, এ রকম ভাবে গান শোনা যায় না।সঙ্গত আলাদা মাত্রা যোগ করেছে।
বে
অনবদ্য পরিবেশনা। টিভি ও সোশ্যাল মিডিয়ায় অনেক আড়ম্বরের সাথে সঙ্গীতের নানাধরণের লাইভ শো দেখতে পাই। সেখানে যারা অংশগ্রহণ করেন তাদের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখেও বলছি দিদিভাই, আপনার পরিবেশনা অত্যন্ত উপভোগ্য। গানটির সুর, ভাব, তাল ও লয় সুন্দরভাবে প্রকাশ পেয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ ও অভিনন্দন জানাই।
ঈশ্বরের দান আপনার কন্ঠ।। বারবার শুনতে ইচ্ছে করে।। পরের পোষ্টের জন্য অপেক্ষায় থাকলাম।। গানকে অনুভব করে গেয়েছেন।।
আপনার সুমধুর সুরেলা কণ্ঠ কন্ঠে শ্রদ্ধেয় মান্না দের এই গানটি শুনে মুগ্ধ হয়ে গেলাম। আপনার কন্ঠে এতো সুন্দর সুর ভগবানপ্রদত্ত। আমাদের দুঃখ যে এই সমস্ত প্রতিভাবান অত্যন্ত সাধারণ শিল্পীদের গান গাওয়ার আরও সু্যোগ করে দেওয়ার জন্য কোনও ব্যবস্থা নেই।
এতো সুন্দর করে এই গানটি শোনার সুযোগ পেয়ে আমি ধন্য। নমস্কার জানাই।🙏🙏🙏🙏
খুব ভালো লাগলো ।নিখুঁতভাবে পরিবেশিত হয়েছে ।অনেক অনেক অভিনন্দন জানাই ।
এরাই মান্না দে চিরদিন বাঁচিয়ে রাখবেন । অনেক ভালোবাসা দিদি তোমার জন্য। আরও শুনতে চাই।
সুদূর জয়পুর থেকে আপনাকে অভিনন্দন জানাই। আপনার গানে এই মরুভূমির দেশে সুরের গঙ্গা গেল বয়ে।আপনারা ভালো থাকবেন।
অসাধারণ কন্ঠ আপনার এবং গায়কী ভংগিমা চমৎকার। আমি আপনার গান গুলি খুব ভালোবাসি। অবাক হলাম যে আপনি আমাদের দেশের তথা নিজ জেলা গোপালগঞ্জ এর একজন বোন। ধন্যবাদ জানাচ্ছি।
কী অপূর্ব কণ্ঠ! কতো অনায়াসে এত কঠিন গানটির এমন অসাধারণ উপস্থাপনা!
বাংলাদেশের শ্রেষ্ঠ গায়ক আপনি এতে কোনো দ্বিমত থাকতে পারেনা।
এতো ভালো গাইলেন। অসাধারণ গেয়েছেন।এতো ভালো কন্ঠস্বর ভাবা যায়?
apurba asadharon gola apnar...khub bhalo laglo...bhisan misti laglo ganta sunte ...tabla o apurba...👏👏👏👏👏
দিদি আমি মুসলিম এটুকুই বিশ্বাস করি আর বিশ্বাস করি সকল জীবের প্রতি সকল মানবের প্রতি বিধাতা যদি আমাকে আবার পুনর্জনম দেয় আমি যেন তোমার মত একটি সন্তান জন্ম দিতে পারি সে প্রার্থনাই করি পরমের কাছে আশীর্বাদ করি তুমি ভালো থেকো
Keep innocence......
অপূর্ব সুন্দর সঙ্গীত পরিবেশনা, অসাধারণ সঙ্গীত প্রতিভা, খুব ভালো লাগলো।
না জানি আপনার মতো আরো কত প্রতিভা আমাদের দেশের কোনায় কোনায় পড়ে আছে।আমার শুভেচ্ছা রইলো।
এর আগে আমি দুবার এই গান শুনেছি, কিন্তু সত্যি কথা বলতে যতবার শুনি যেন , মন ভরে না...!!
অসাধারণ, এত আন্তরিকতার সঙ্গে এই দিদিভাই গান করেন যে,। হৃদয় ছুঁয়ে যাওয়ার মত...!!!
অবাকই হলাম। সাক্ষাৎ সরস্বতীর আশীর্বাদধন্য আপনি। খুব খুব ভালো লাগলো। এগিয়ে যান।
জাত শিল্পি কোনো সন্দেহ নেই,এই গান শুনে অপেক্ষা করবো পরের গান শোনার জন্য।🎉
প্রাণ সাম্যময় হয়ে গেল দিদি, যেখানেই থাকুন ভালো থাকুন। সুস্থ থাকুন গান শুনিয়ে যান। 🌹🌹
অসাধারণ সঙ্গীত পরিবেশনা। অনেক দিন পরে আবার আপনার গান শুনলাম। মন ভরে গেল। এই রকম গান আরও শুনতে চাই। অনেক অনেক ধন্যবাদ 🌻🙏
ওহ্ প্রাণটা জুড়িয়ে গেলো।কি বলবো,একেবারে নিখুঁত।আমি একজন মান্না দের সারাজীবনের ভক্ত হয়ে বলছি,অসাধারণ গাইলেন,মনটা ভরে গেল।ভালো থাকবেন।এগিয়ে যান।আর কি বলবো।সত্যিই সুন্দর।
Excellent
একটা দারুন সুখী পরিবার।গান ছাড়া জীবনে কী আছে।প্রার্থনা করি এরকম কাটুক আপনাদের জীবন
সত্যিই মন ভরিয়ে দিলেন, ঘরোয়া অনুষ্ঠানে এত সুন্দর গায়কী দরদী কণ্ঠে গাইলেন যা মনে থাকবে আজীবন।
অসাধারণ অসাধারণ গানের গলা।
অসংখ্য ধন্যবাদ আমার সব থেকে প্রিয় শিল্পীর গান গাওয়ার জন্য।
আহাহাহা 🌹🌹কি দারুণ কি দারুণ 🌹🌹অসাধারণ 🌹অপূর্ব 🌹অপূর্ব 🌹মনমুগ্ধ পরিবেশন 👌👌👌jiooooooooo didi🌹🌹🌹🌹
কি বলবো, ভেবে পাচ্ছিনা। এতো সুন্দর কন্ঠ। আমি অভিভূত। এককথায় অসাধারণ!❤
দিদি আপনার কন্ঠে মান্নাদের গান শুনে হৃদয় ভরে গেল। অসংখ্য ধন্যবাদ।,💐💐💐
Opurbo didi.. chokh diye ajhoree jol jhoree galo nijher ojante. Tobla ti teo oo ki sundoor songot korchen dada . God bless both of you.
এতো সুন্দর গলা আর এত সুন্দর কায়দা.... । ভগবান আপনাকে দীর্ঘায়ু দান করুন আমাদের এত সুন্দর গান শোনানোর জন্য।
মুগ্ধ হয়ে গেলাম । বলার মত কোনো ভাষা খুজে পাচ্ছি না ।
ohhhh .......osadharon ❤️❤️❤️❤️
আপনার গলা অপূর্ব।যত বার শুনি অন্যজগতে মনচলে যায়।।ভালো থাকবেন দিদি।
অসাধারন পরিবেশন। মা সরস্বতী উনাকে দুই হাত দিয়ে আশীর্বাদ করেছেন। 💐💐💐🙏🙏🙏
নিখুঁত নোট, অসাধারণ গায়কী। আরো এমন গান গেয়ে মনোরঞ্জন করুন।
শ্রদ্ধেয় মান্না দের গাওয়া গানটি সুন্দর করে পরিবেশন করলেন দিদি। আহা! অপুর্ব কন্ঠস্বর, আপনার গাওয়া গানটি শ্রবণ করে তৃপ্তি পেলাম।
হৃদয় অন্তর থেকে গান না গাইলে ভালো লাগে? সেটা অনিমা গায়। খুব প্রিয় শিল্পী
নিঃসন্দেহে আমাদেরও প্রিয় শিল্পী
শুধু মুগ্ধ হয়ে শুনছি আর শুনছি। কি অসাধারণ দিদি ভাই। আমার প্রণাম নেবেন। মাতা সরস্বতী আপনার কন্ঠে বিরাজমান।
অনিমা মা সত্যিই তুমি অতুলনীয়! আরো আরো তোমার উন্নতি ও সমৃদ্ধি কামনা করছি ঈশ্বরের কাছে।
অপূর্ব, অসাধারন গায়কী, তবলাও অসাধারন ❤❤
মান্না দের প্রত্যেক গান অত্যন্ত কঠিন কিন্তু আপনার কন্ঠে সেই গান অপূর্ব সুন্দর লাগল ।প্রণাম দিদি।
আপনাদের মতো শিল্পী দিকে তাকিয়ে আজও গান ছাড়ি নি❤।কান দেই না আত্মিয় প্রতিবেশীর কোন কথা। এভাবেই ৷ সুর তাল ছন্দে কাটুক আপনার জীবন এটাই কামনা করি।🙏🙏🙏
আপনারা আছেন বলেই সংগীত আজও আছে।
অনিমা দি প্রণাম জানাই আপনাকে। সুরের দেবী মা সরস্বতীর পূর্ণ আশির্বাদ আপনার কণ্ঠে রয়েছে। কি ভালো গাইলেন। সুরের প্রতিটি পর্দায় আপনার গলা স্পর্শ করে মধুময়তা বাড়িয়েছে। বাহ্ কি ভালো গাইলেন দিদি। নোটেশনগুলো ভালো করে রপ্ত করেছেন।
অপূর্ব গলা, দারুন লাগলো। তবলা সঙ্গত ও খুব ভালো হয়েছে। পরের পোস্টের জন্য অপেক্ষায় থাকবো।
আহা আহা কী অপূর্ব মধুর প্রাণ ছুঁয়ে যাওয়া সুর প্রবাহ !
মা সরস্বতী অনিমা দেবীর কন্ঠে। এত বড় একজন শিল্পী হয়ে একজন ভাল তবলিয়া পেলেন না?
অপূর্ব মধুর কণ্ঠ আপনার দিদি। মন জড়িয়ে গেল। কি সুন্দর আপনার গলার কাজ। তারই সাথে দাদার অনবদ্য তবলায় সহযোগ।
খুবই সুন্দর লাগলো । আপনার কন্ঠে যেন সরস্বতীর অবদান ।এতো কঠিন গান আপনি সুন্দর ভাবে গেয়েছেন।
বড়ো মধুর গাইলেন, অসাধারণ, প্রান জোড়ানো পরিবেশন, নমস্কার নেবেন।
নমস্কার ধন্যবাদ
আপনাকে অন্তর থেকে শ্রদ্ধা জানাচ্ছি।
সম্ভবত আপনি ক্ল্যাসিক্যাল গায়িকা। নাহলে এতো সুরে গাওয়া অসম্ভব 😊😊
Ami bujhe parchi na je ki likhbo, sudhu ei tuku prarthona khub khub valo thakun, osadharan geyechen
যতো প্রশংসাই করা হোক সেটা কম, অসাধারণ অসাধারণ দিদি।
বাহ সুন্দর। অসাধারণ। আমি গান সুর কে খুব ভালোবাসি। খুব সুন্দর হয়েছে। দিদি
আপনার কণ্ঠে একটা মিষ্টতা আছে। যে কারণে মন ছুঁয়ে যায়।
বাহ বাহ এতদিন কেন শুনিনি আপনার এই কন্ঠস্বর। অসাধারণ সুন্দর গাইলেন আপনি। খুব ভাল লাগল। ভাল থাকবেন 🙏🏻
অবাক হয়ে শুধুই শুনেছি।
ভাষাহীন হয়ে গেলাম।
অশেষ ভালবাসা রইল।
অসাধারণ! বিমোহিত হয়ে গেলাম বোন ! তবলাবাদন ও চমৎকার !
বড়ো মধুর কন্ঠ আপনার।। এ হোল ঈশ্বরের দান।। সাধনার ছাপ সুস্পষ্ট।। ভালো থাকবেন।।
সুযোগের অভাবে কতো কতো শিল্পীই নীরবে নিভৃতে কাঁদে তাঁদের কেও গভীর শ্রদ্ধা ও প্রনাম জানাই 🌹🌹🌹🌹🙏👍👌💙🌹
❤️🙏 তুমি কেমন করে গান করো হে গুনি,
আমি অবাক হয়ে শুনি🙏❤️
আমি অভিভূত, আপ্লুত হলাম তোমার এই অসাধারণ আবেগঘণ সুরের murchanay ❤❤❤❤❤❤
অপূর্ব গায়কী। গলা খুবই ভাল
কি বলবো দিদির গান গুলি শুনলে মন ছুঁয়ে যায় কি মরোমিয়া গান ঈশ্বরের কাছে প্রাথনা করি ভগবান যেনো দিদির শরীর ভালো রাখেন আশ্বিরবাদ করি
।
খুব ভাল গেয়েছেন। সুর ঈশ্বরের উপহার, যত্ন নিয়ে উপস্থাপন করার প্রয়াস অনবদ্য। আমি নিজে মান্না দে মহাশয়ের ভক্ত, আপনার কন্ঠে বোধহয় আরো দুটো গান শুনেছি। চালিয়ে যান। শুভকামনা রইলো।
অপূর্ব সুন্দর আপনার কণ্ঠস্বর মান্না দের গান গাওয়া অপূর্বভাবে আপনাকে সামনে আসতে হবে
দারুন উপভোগ্য, কণঠস্বরের একরাশ মুগ্ধতায় ও স্নিগ্ধতায় পরিপূর্ণ ❤
খুবই সুন্দর পরিবেশন, গলাটি এবং হারমোনিয়াম playing সঙ্গে তাল সঠিক রেখে শোনালেন মনোমুগ্ধকর। আবার শোনাবেন।
@@subratosaha8185 অসংখ্য অসংখ্য ধন্যবাদ
হৃদয় দিয়ে উপলব্ধি করার মতো, সত্যি অসাধারণ ❤❤
আমি বাংলাদেশী।এ গানটি আমার খুবই প্রিয়। মাঝে মাঝে আমিও গাই।যাহোক আমার কথা থাক।শিল্পী অনিমা বাইন খুবই চমৎকার গেয়েছেন। অনিমা বাইনের জন্য আমার অপরিমেয় আশীর্বাদ রইল। গুরুদেব মান্না দে যদি আজ বেঁচে থাকতেন এবং অনিমা বাইনের গান শুনতেন,আমার বিশ্বাস তিনিও শিল্পী অনিমা বাইনকে প্রানভরে আশীর্বাদ করতেন।যারা rafiqlipia র ভুল শুধরেছেন তাদের কে ধন্যবাদ এবং ধন্যবাদ rafiqlipia কেও,কেননা তিনি নির্দ্ধিধায় নিজ ভুল স্বীকার করেছেন। মনে রাখতে হবে তিনি সনাতন ধর্মাবলম্বী নন।শিল্পী অনিমা বাইনের গানের প্রতি তার আন্তরিক অনুভূতিকে খাটো করে দেখার কোন সুযোগ নেই। যিনি তবলা বাজিয়েছেন এবং যিনি জুঁড়ি বাজিয়েছেন তাদের দুজনকেই আন্তরিক ধন্যবাদ চমৎকার বাজানোর জন্য।সবার জন্য ভালোবাসা রইলো। সকলের মংগল হোক।
মিষ্টি মধুর কন্ঠস্ব্রর শুনে মুগ্ধ হলাম।আরো শুনতে চাই। খুব ভালো থাকবেন আপনারা।
অনিমা দিদি তুমি মে কত বড় মাপের শিল্পী ভাবা যায়না ৷ সুকন্ঠ একদম রেকত বাজছে ৷
সারা বিশ্ব জানে, বাংলা গানের একটা আলাদা বৈশিষ্ট্য এবং মাধুর্য
আছে। আপনার গলায় তা ঝরণার মত ঝরে পড়েছে।
বিধাতা জানেন
অপূর্ব পরিবেশনা মুগ্ধ হয়ে গেলাম ঈশ্বর আপনাকে আশীর্বাদ দিক আপনি আরো ভালো পরিবেশন করতে পারেন
ভীষণ ভীষণ ভালো লাগলো........ এইভাবেই গানটাকে ভালোবেসে গেয়ে যান🙏
Apnar gaan hridoye chuye jaoar gaan.sune darun laglo.apnar konthe Aaron gaan sunte chai .bhalo thakben ❤👌👌